Youth Spring @youthspringchannel Channel on Telegram

Youth Spring

@youthspringchannel


আমরা চাই আমাদের চ্যানেলের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন আত্মাগুলো আলোকে ফিরে আসুক।ইবাদতে অনাগ্রহী আত্মাগুলোতে আগ্রহ সঞ্চার হোক।মৃতপ্রায় আত্মাগুলোতে ছড়িয়ে পড়ুক প্রাণশক্তি।

Youth Spring (Bengali)

যুবক বসন্ত নামে এই চ্যানেলটি 'youthspringchannel' একটি অসাধারণ স্থান, যেখানে যুবক ও যুবতীরা তাদের আত্মীয় এবং স্বজনদের সঙ্গে সন্ধান এবং যুদ্ধে যোগ দেয়। এই চ্যানেলে তালিকা বিশেষ অনুষ্ঠান, শেয়ার করা, এবং আলোচনা করা হয়। আপনাদের যোগসূচি দিতে অনুরোধ করা হচ্ছে, এবং যুবক বসন্তের সাথে যুক্ত হতে পারেন এবং আলোকে আপনার আত্মীয় জিবন। যুবক বসন্তে সামাজিক মাধ্যম এবং বিভিন্ন ধরনের উপকরণ এবং সাধারণ আলোচনা তৈরি করা হয়। এই চ্যানেলে আপনি একটি উচ্চমান সম্প্রদায়ে যোগ দিতে পারেন এবং নতুন দৃষ্টিকোণ পেতে সাহায্য করতে পারেন। আপনার শান্তি, সমৃদ্ধি, এবং আনন্দের পথ খোলার জন্য এই চ্যানেলে যুক্ত হন এবং আপনার জীবনে নতুন একটি দিক পেতে সাহায্য করুন।

Youth Spring

19 Nov, 14:31


https://youtu.be/cA_N_gqcK80?si=aiRU7S9zRWi7s7HY

Youth Spring

18 Nov, 18:00


" প্রথম বারের মত বাঙালি মুসলমানের রেনেসাঁর সুযোগ এসেছে"
- ড.মাহমুদুর রহমান

https://youtu.be/o7uTRmuaJhI?si=RovKDqxmnPwq4jtv

Youth Spring

16 Nov, 18:14


ইসলাম এক বিপ্লবী দ্বীন। ইসলাম বলে আজাদির কথা, বলে ইনসাফ ও আদালতের কথা। ইসলাম রুখে দাঁড়ায় সকল প্রকার জালিম ও জুলুমের বিরুদ্ধে৷ ইসলাম শাসককে বলে জুলুম না করতে আর জনগণকে বলে জুলুমের কাছে মাথা নত না করতে।

কুরআনের ভাষায়, শিরক সবচেয়ে বড়ো জুলুম। আর তাই সবচেয়ে বড়ো আদালত হচ্ছে তাওহীদ। ইসলাম বলে, একমাত্র খোদার গোলামির মাধ্যমেই প্রকৃত আজাদি লাভ করা সম্ভব।

রিবঈ বিন আমির রাযি. রুস্তমকে উদ্দেশ্য করে বলেছিলেন— আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন যাতে আমরা তাঁর বান্দাদের (অন্য)গোলামদের গোলামি থেকে বের করে এনে গোলামদের রবের গোলামির দিকে নিয়ে আসতে পারি, দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়ার প্রশস্ততার দিকে নিয়ে আসতে পারি এবং অন্যান্য ধর্ম ও মতবাদের জুলুম থেকে বের করে ইসলামের আদালতের দিকে নিয়ে আসতে পারি।

©আবু সাদিক কাইয়ুম

Youth Spring

09 Nov, 08:55


https://youtu.be/Pak0KzfICGs?si=6UrEPfKcvItNyHjp

Youth Spring

05 Nov, 18:29


😮মুখোশ উন্মোচন করার সময় এসেছে

😬সবাইকে অনুরোধ করব, এসব জিনিস বেশী বেশী টুইটারে শেয়ার করুন।

😮সারা বিশ্বের কাছে জানিয়ে দিন,এরা কতটা হিংস্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
এরা বিশ্বের কাছে সাধু সেজে বসে আছে।
#terroristsISKCON
#terroristsiskcon@antiquotadu

Youth Spring

01 Nov, 15:50


কত বড় হিপোক্রেট (মুনাফিক) জাতি!

"অন্যের মা, অন্যের মেয়ে, অন্যের বোনের হাফ প্যান্ট পরা ফুটবল খেলা দেখে গর্বিত হয়! অথচ ওদের যদি বলা হয়— তোমার মা, তোমার স্ত্রী, তোমার বোনকে ক্রিকেট ফুটবল খেলতে দাও! দেশের গর্বের অংশীদার হও!

তখন দেখবেন ১০০ জনের মধ্যে ১০০ জনেই বলবে আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন কেনো লাখ লাখ মানুষের সামনে হাফ প্যান্ট পরে এতো কষ্টকর খেলা খেলবে?"

ওরে হিপোক্রেট তাহলে অন্যের মা, অন্যের স্ত্রী, অন্যের বোন, অন্যের মেয়ে কেন খেলবে?

আসলে নারী ক্রিকেট, নারী ফুটবল কখনোই সম্মানের না! এটা অসম্মানের এবং দারিদ্রতার প্রতীক!

যে মেয়েগুলো ক্রিকেট-ফুটবল খেলে— এরা কেউই সম্মানের জন্য খেলে না। দারিদ্রতায় বাধ্য হয়ে পেটে দুমুঠো ভাত দিতে খেলে! তাও নাকি ২ মাস ধরে বেতন পায় না!

সাকিব, মুশফিক, তামিম, তাসকিন তাদের ছেলেকে ক্রিকেটার বানালেও তাদের মেয়েকে কোনোদিনই ক্রিকেটার বানাবে না! কারণ তারা নিজেরাও জানে নারী ক্রিকেট সম্মানের না! এটা অসম্মানের ও দারিদ্রতার প্রতীক!

So stop your hypocrisy and stop showing your fake proudness.

Youth Spring

31 Oct, 08:47


এই ব্যানারটা ফেসবুকে পাশপাশি টুইটারে এই হ্যাশট্যাগ সহ সবাই পোস্ট করেন। টার্গেট হলো এটাকে ট্র্যান্ডে নিয়ে আসা

#BanProthomAlo
#BoycottProthomAlo
#UnfollowProthomAlo

Youth Spring

31 Oct, 05:39


আমাদের সময়ে সবচেয়ে অন্ধকার গলিটির নাম ‘প্রথম আলো’

Youth Spring

31 Oct, 02:58


https://youtu.be/uFZ_5aQuecc?si=8rGDA7bdImj3hwmj

Youth Spring

30 Oct, 14:22


আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ।

প্রিয় সুধী,
আগামীকাল ৩০শে অক্টোবর'২০২৪ (বুধবার)
রাত ৮:৪৫ মিনিটে
রোজ একাডেমির নিয়মিত মাসিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে ইংশাআল্লাহ ।

*বিষয়: জুলাই বিপ্লবের চেতনা: বৈষম্যহীন বাংলাদেশ

*জুম লিংক:* https://us05web.zoom.us/j/2412218221?pwd=taRlMTEHFdiOoU4WMmoY0jEeqCj7zH.1
*জুম আইডি:* 2412218221
*পাসওয়ার্ড:* - 1234

উক্ত গুরুত্বপূর্ণ ওয়েবিনারে আপনি ও আপনার সহযোগিতায় আপনার পরিচিতদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

https://t.me/tg_roseacademy_2022
.
https://www.facebook.com/share/p/17witZA6Jc/

Youth Spring

29 Oct, 05:44


আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ।

প্রিয় সুধী,
আগামীকাল ৩০শে অক্টোবর'২০২৪ (বুধবার)
রাত ৮:৪৫ মিনিটে
রোজ একাডেমির নিয়মিত মাসিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে ইংশাআল্লাহ ।

*বিষয়: জুলাই বিপ্লবের চেতনা: বৈষম্যহীন বাংলাদেশ

*জুম লিংক:* https://us05web.zoom.us/j/2412218221?pwd=taRlMTEHFdiOoU4WMmoY0jEeqCj7zH.1
*জুম আইডি:* 2412218221
*পাসওয়ার্ড:* - 1234

উক্ত গুরুত্বপূর্ণ ওয়েবিনারে আপনি ও আপনার সহযোগিতায় আপনার পরিচিতদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

https://t.me/tg_roseacademy_2022
.
https://www.facebook.com/share/p/17witZA6Jc/

Youth Spring

27 Oct, 11:27


https://youtu.be/upsUniIbS3E?si=iQRvVCecWlgdS_UE

Youth Spring

25 Oct, 07:10


বায়তুল মোকাররমে শুরু হয়েছে ২০ দিনব্যাপী ইসলামী বইমেলা

‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে গত ২২ অক্টোবর-২০২৪ থেকে শুরু হয়েছে ২০ দিনব্যাপী ইসলামী বইমেলা।

বিগত স্বৈরাচারী হাসিনার শাসনামলে ইসলামী বইমেলার উপর বেশ কঠোরতা থাকলেও, এবার অনেকটাই চাপমুক্ত প্রকাশনাগুলো।

Youth Spring

24 Oct, 23:59


আজ শুক্রবার
২৫ অক্টোবর ২০২৪
২১ রবিউস সানি ১৪৪৬
৯ কার্তিক ১৪৩১
-------------------
ফজর- ৪:৪৬ মিনিট
জোহর- ১১:৪৬ মিনিট
আসর- ৩:৪৮ মিনিট
মাগরিব- ৫:২৮ মিনিট
ইশা- ৬:৪২ মিনিট
--------------------
আজ সূর্যাস্ত- ৫:২৫ মিনিট
আজ সূর্যোদয়- ৬:০০ মিনিট

Youth Spring

24 Oct, 11:12


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সিরাত মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে।আজকের মাহফিলে শাইখ আহমাদুল্লাহ, আব্দুল হাই সাইফুল্লাহ,শায়খ মুখতার আহমাদ সহ অনেক বরেণ্য উলামায়ে কেরাম আসবেন।

Youth Spring

23 Oct, 16:02


গণহত্যা, খুন,গুম এবং সন্ত্রাসের সাথে জড়িত থাকার অপরাধে ছাত্রলীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ গেজেট প্রকাশের মাধ্যমে জঙ্গী-সন্ত্রাসী আওয়ামীলীগের অঙ্গ সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়

Youth Spring

22 Oct, 13:18


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ নিম্নোক্ত পাঁচ দফা দাবি প্রদান করেছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আমাদের সাথে আলোচনার জন্য আগামীকাল সময় দিয়েছেন। আমরা প্রত্যাশা করি, ছাত্রজনতার পাঁচ দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনার পর সিদ্ধান্ত নেবে।

Youth Spring

21 Oct, 17:20


'জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ: আমাদের নতুন পথচলা' শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ;
দেশের বিশিষ্ট স্কলারদের সাথে ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করতে আপনি আমন্ত্রিত।
ওয়ার্কশপের ধরণ - সরাসরি
স্থান- ঢাকায়, নির্দিষ্ট করে পরে জানিয়ে দেয়া হবে।
বিশেষ_অফার: আগামী ২৪শে অক্টোবর এর মধ্যে রেজিষ্ট্রেশন করলেই পাচ্ছেন ২০০ টাকা ডিসকাউন্ট।
তাহলে আর দেরি না করে কমেন্টে দেওয়া লিংকের মাধ্যমে আজই রেজিষ্ট্রেশন করুন। আর লুফে নিন বিশেষ অফার।

https://www.facebook.com/share/p/1XNyrqwwqq/?mibextid=oFDknk

Youth Spring

19 Oct, 14:17


আপনি কতটুকু বাঙ্গু?

Youth Spring

19 Oct, 10:32


কুমিল্লা জেলার কোতয়ালী থানার আওতাধীন বিবির বাজার এলাকার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে (কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী জেলা) আওয়ামীলীগের পদদারী নেতা-কর্মীরা অদ্য ১৯/১০/২০২৪খ্রি. ১৫:০০ ঘটিকা পরবর্তী যেকোন সময় একটি মিটিং করবে মর্মে জানা যায়। পরবর্তীতে আগামী ২০/১০/২০২৪খ্রি. ভারতের ত্রিপুরায় আওয়ামীলীগের একটি সমাবেশ অনুষ্ঠিত হবে মর্মে জানা যায়। উক্ত সমাবেশে সারা বাংলাদেশ হতে ভারতে পালায়নকৃত নেতা-কর্মীরা অংশগ্রহণ করবেন এবং শেখ হাসিনা নিজেও অংশগ্রহণ করে মুজিবনগর সরকারের আদলে একটি ঘোষণা দিতে পারেন মর্মে জোরগুঞ্জন রয়েছে। পুরো বিষয়টি সমন্বয় করছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা। প্রতিটি জেলায় ইতিমধ্যে ব্যাপক অংকের অর্থ প্রেরণ করা হয়েছে।
©

*সন্ত্রাসীদের প্রতিহত করুন।গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।

Youth Spring

19 Oct, 01:38


হামাস সমগ্র বিশ্বের মসজিদ ও ইসলামী কেন্দ্রগুলোয় শহীদ ইয়াহইয়া সিনওয়ারের গায়েবানা জানাযা পড়ার আহ্বান জানিয়েছে।

Youth Spring

17 Oct, 19:12


❝সর্বোচ্চ উপহার শত্রুরা আমাকে যা দিতে পারে তা হলো আমাকে শহীদ করা।

আমি শত্রুর হাতে শহীদ হিসেবে আল্লাহ'র দরবারে হাজির হতে চাই।
আমি ৫৯ বছর বয়সী; করোনাভাইরাসে (সেসময়ের প্রেক্ষাপটে) মৃত্যুর চেয়ে F-16 এর দ্বারা শহীদ হতে চাই। আমি স্ট্রোক করে, হার্ট এট্যাকে কিংবা কোনো এক্সিডেন্টে মারা যেতে চাইনা।
সাধারণ মৃত্যুর চেয়ে আমি শহীদ হয়ে মরতে চাই!❞

- হামাস লিডার ও শীর্ষ কমান্ডার আবু ইব্রাহিম ইয়াহয়া মোহাম্মদ সিনওয়ার।

Youth Spring

16 Oct, 11:15


https://youtu.be/9RUw3n6EJYQ?si=iYiAdQ7d6RJBYN5W
খুনিলীগের গুন্ডারা হাসনাত আব্দুল্লার উপর আক্রমন করেছে

Youth Spring

15 Oct, 15:38


আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১ টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।
-সারজিস আলম
কেন্দ্রীয় সমন্বয়ক

Youth Spring

15 Oct, 14:04


https://youtu.be/Y_iZ_w-yXBw?si=-1_TTSP3G-SG9Hxz

Youth Spring

11 Oct, 13:41


قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ

لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ

وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ

وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ

وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ

لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ

#সরল_অনুবাদ
বলুন, হে কাফেরকুল, আমি এবাদত করি না, তোমরা যার এবাদত কর। এবং তোমরাও এবাদতকারি নও, যার এবাদত আমি করি এবং আমি এবাদতকারি নই, যার এবাদত তোমরা করো।

তোমরা এবাদতকারি নও, যার এবাদত আমি করি। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য।

Youth Spring

10 Oct, 17:29


বিতর্কিত সেই গান যে গানে ইসলামের সর্বজনীনতা তুলে ধরা হয়েছে।ইসলাম সব ধরনের সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করে।সকল ধর্মের মানুষই ইসলামের কাছে নিরাপদ। এ বানীগুলোই বলা হয়েছে

Youth Spring

08 Oct, 13:46


সাম্প্রতিক ঘটনাবলিতে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে পাশে আছে ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাএইড। দেশব্যাপী সিআরপি এর ১০ টি সেন্টার এবং বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর ৫০ টির ও বেশি সেন্টার নিয়ে ৩২ টি জেলায় সার্ভিসটির কার্যক্রম শুরু হয়েছে। আহত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রগুলোর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিনামূল্যে চিকিৎসা ও থেরাপি নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।

এই সার্ভিসটি কাদের জন্য?
সাম্প্রতিক আন্দোলনে যারা আহত হয়েছেন তারা এই সার্ভিসটি নিতে পারবেন

কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
www.banglaaid.org ওয়েবসাইট এ ভিজিট করে অথবা গুগল প্লে স্টোর থেকে “BanglaAid” অ্যাপটি ডাউনলোড করে নিন। আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে আপনার তথ্য প্রদান করে এপয়েন্টমেন্ট কার্ড টি সংগ্রহ করুন।

কি কি সার্ভিস পাবেন?
- মেরুরজ্জুতে আঘাত, স্নায়ুবিক ও অস্থিহাড়- সংক্রান্ত সমস্যাযুক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন
- মেডিকেল কেয়ার
- ফিজিওথেরপি
- অকুপেশনাল থেরাপি
- স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
- কৃত্রিম হাত-পা তৈরি ও সংযোজন
- মানসিক সাস্থ সেবা ও কাউন্সেলিং
- কারিগরি প্রশিক্ষণ সহায়তা

বিস্তারিত জানতে ভিজিট করুন - www.banglaaid.org
আমাদের অ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুন - https://play.google.com/store/apps/details?id=ttit.com.shuvo.bijoyaid

Youth Spring

08 Oct, 10:05


https://youtu.be/_YPwUmxUJV4?si=KUvWpTQ9Rlw7JjKb
হাসিনার ডিজিটাল বাংলাদেশ কেমন ছিলো?
আপনার আমার গুরুত্বপূর্ণ তথ্য অপরাধী চক্রের কাছে বিক্রি করে দেওয়া হতো!

Youth Spring

07 Oct, 15:58


প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগকর্মী গ্রেপ্তার।

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার লোকমান প্রামাণিকের ছেলে বাচ্চু। তিনি যুবলীগকর্মী বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। তার ছোট ভাই রেদোয়ান নয়ন সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Youth Spring

06 Oct, 05:34


শহীদ আবরার ফাহাদ সংহতি সমাবেশে আপনারা আমন্ত্রিত

Youth Spring

04 Oct, 14:16


আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মাহফিলের একটা ম্যাপ। এটির আয়োজক জাতীয় সীরাত উদযাপন কমিটি।

অংশগ্রহণ করেন এবং দোয়া করেন যেন আল্লাহ সফল করেন।
দেখা হবে ইনশাআল্লাহ।

Youth Spring

04 Oct, 11:46


মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মানবজাতির ইহকাল ও পরকালের মুক্তির জন্য তিনিই শ্রেষ্ঠ আদর্শ। ব্যক্তি থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্র গঠনে সীরাত চর্চার কোন বিকল্প নেই। দোজাহানের সফলতার জন্য আমাদের প্রত্যেকেরই হতে হবে মহাবীর মতো আদর্শ নাগরিক। শ্রেষ্ঠ মানুষের জীবনেতিহাস থেকে গ্রহণ করতে হবে পথচলার উপকরণ।

জান্নাতমুখী আপনার এই যাত্রার সহযোগী হিসেবে মৌলিক জ্ঞানের প্রত্যাশিত দুয়ার বুনিয়াদ আয়োজন করেছে জাতীয় সীরাত অলিম্পিয়াড।

সিলেবাসের বই:
সীরাত ইবনে হিশাম (বাংলাদেশ ইসলামিক সেন্টার)

রেজিষ্ট্রেশন করার ২৪ ঘণ্টার মধ্যে বইয়ের পিডিএফ পৌঁছে যাবে আপনার ইমেইলে।

পুরস্কার—
• ৫০,০০০০৳ টাকা
• ক্রেস্ট
• মেডেল
• সার্টিফিকেট

চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং সেরা ৩০ জন বিজয়ী পাবে সার্টিফিকেট, ক্রেস্ট, মেডেল এবং বইসহ সর্বমোট অর্ধ লক্ষ টাকার পুরস্কার। অংশগ্রহণকারী সকলেই পাবে পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট।

জাতীয় সীরাত অলিম্পিয়াড রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/6ttuRq3FqwvfnYJ2A

ক্যাটাগরি:
নির্দিষ্ট সিলেবাসের আলোকে যেকোনো শ্রেণি পেশার নারী এবং পুরুষ উভয় অংশগ্রহণ করতে পারবে।

রেজিষ্ট্রেশন ফি: ৫০৳
সিলেবাসের নির্ধারিত বইয়ের পিডিএফ এবং প্রস্তুতি সহায়ক সকল উপকরণ রেজিস্ট্রারকে বিনামূল্যে পাঠানো হবে।

পেমেন্ট সিস্টেম: 01618572734 (বিকাশ / নগদ) এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। পরবর্তীতে পেমেন্ট ট্রানজেকশন আইডি রেজিষ্ট্রেশন ফরমে সংযুক্ত করা বাধ্যতামূলক।

অলিম্পিয়াড এক্সাম—
তারিখ: ১৫ নভেম্বর ২০২৪
সময়: রাত ৮.০০ টা থেকে ৯.০০ টা

জাতীয় সীরাত অলিম্পিয়াড নিয়মাবলী:
১. পরীক্ষা অনুষ্ঠিত হবে অনলাইনে।
২. পরীক্ষা পদ্ধতি বহুনির্বাচনি।
৩. সর্বমোট প্রশ্ন থাকবে ১০০ টি। প্রত্যেক প্রশ্নের মান ১ নাম্বার।
৪. কোন প্রকার নেগেটিভ মার্কিং নেই।
৫. অংশগ্রহণ করতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
৬. নির্দিষ্ট সময়ের পরে রেজিষ্ট্রেশন গ্রহণযোগ্য নয়।

সীরাত চর্চায় আপনাকে উদ্ভুদ্ধ করতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আশা করি নির্দিষ্ট সিলেবাসের বই শেষ করলে মহানবীর জীবন ইতিহাস জানতে পারবেন। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত অনুযায়ী জীবন যাপন করার তাওফিক দান করুক।

বি.দ্র: জাতীয় সীরাত অলিম্পিয়াড কমিটি যেকোনো সময় অলিম্পিয়াডের পরিবর্তন, পরিবর্ধন অথবা পরিমার্জন এর অধিকার রাখে।