Lost Modesty @lostmodesty Channel on Telegram

Lost Modesty

@lostmodesty


আমরা লস্টমডেস্টি টিম, কাজ করছি অশ্লীলতা আর নোংরামির বিরুদ্ধে। আমাদের প্রত্যাশা সেদিনের যেদিন আমাদের ভাই আর বোনগুলো হবে কলঙ্কমুক্ত, নিষ্পাপ।

Lost Modesty (Bengali)

লস্টমডেস্টি শিরোনামটি সূচিত করে যে এটি একটি টেলিগ্রাম চ্যানেল, যা "lostmodesty" হ্যান্ডলে পরিচালিত হচ্ছে। আমরা লস্টমডেস্টি টিম, কাজ করছি অশ্লীলতা আর নোংরামির বিরুদ্ধে। আমাদের লক্ষ্য হল সেদিনের জন্য যখন আমাদের ভাই আর বোনগুলো হবে কলঙ্কমুক্ত, নিষ্পাপ। আমরা এই চ্যানেলে বিভিন্ন উপকারী তথ্য, পরামর্শ, এবং সম্পূর্ণ ইউজারগুলোর জন্য প্রাথমিক ধারণা সরবরাহ করতে চেষ্টা করি। বাস্তব তথ্যের সাথে যুক্ত এই চ্যানেলটি অশ্লীলতা আত্নসম্মান এবং সৎতা সংবাদের জন্য একটি স্বীকৃত স্থান হিসেবে আমাদের দরজা খুলে দেয়।

Lost Modesty

13 Nov, 04:59


প্রিয় পাঠক, সারাবিশ্বের মত আমাদের বাংলাদেশেও বর্তমানে হাতে হাতে, ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট। ইন্টারনেটের রয়েছে সুফল ও কুফল দুটোই। বর্তমানে সারা পৃথিবীতে ইন্টারনেটভিত্তিক মার্কেটগুলোর মধ্যে অন্যতম ও সর্ববৃহৎ হল পর্নোগ্রাফি মার্কেট। নারী থেকে পুরুষ আর শিশু থেকে বৃদ্ধ, পর্নোগ্রাফি দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়াই এখন কঠিন।

পশ্চিমা অনেক দেশেই এই পর্নোগ্রাফি নিয়ে একাধিক গবেষণা হয়েছে। উঠে এসেছে নানা তথ্য উপাত্ত নানা অপকারী দিক। কিন্তু আমাদের দেশে এমন গবেষণা তেমন একটা হয়নি বললেই চলে। বাংলাদেশের একটি স্বমানধন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান আমাদের এই গবেষণায় আমরা আপনাকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি যে এতে করে পর্নোগ্রাফির ব্যাপারে এদেশের মানুষের চিন্তা ও অবস্থান আমাদের সামনে পরিষ্কার হবে। আমরা অনুধাবন করতে পারব এই বৃহত্তর জনগোষ্ঠীর ভিতর পর্ণগ্রাফীর প্রভাব ও সেই অনুযায়ী নির্ধারণ করতে পারব পরবর্তী কার্যক্রম।

আপনাকে চেনা বা সনাক্ত করা যাবে এমন কোন তথ্যই আমরা সংগ্রহ করছি না এমনকি আপনার জিমেইল এড্রেসও নয়। তাই গবেষণার নিয়মানুযায়ী এখানে আপনার পরিচয় থাকছে সম্পূর্ণ গোপন। সুতরাং আপনি নিশ্চিন্তে প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন। আর এই গবেষণায় অংশগ্রহণ করলে আপনি জানতে পারবেন আপনার বর্তমান অবস্থা আর সেই অনুযায়ী আপনার নিজের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন ।

আমি ডাঃ সালেহ হায়দার। বর্তমানে আইসিডিডিআরবিতে কর্মরত ও নর্থসাউথ ইউনিভার্সিটিতে পাবলিক হেলথে মাস্টার্স করছি। এইটি আমার থিসিসের কোশ্চেনেয়ার। গবেষণার সকল প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। মাত্র ৮ থেকে ১০ মিনিট সময় লাগবে। এই গবেষণায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লিংক - https://forms.gle/HT1Zn7FfJZ3euSde6

- ডাঃ সালেহ হায়দার

Lost Modesty

12 Nov, 16:44


আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ

Lost Modesty

09 Nov, 06:34


বইমেলার ইভেন্টটি বাতিল হয়েছে!

আজকে ইসলামী বইমেলায় আমাদের একটি আড্ডা ও গেইমিং ইভেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের টিমমেইটের যেই ভাই সঞ্চালনা করার কথা তিনি হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছেন। ঢাকার বাইরে থেকে বইমেলায় আসা উনার জন্য কঠিন হয়ে গিয়েছে। তাই টিমের পরমার্শক্রমে আজকের ইভেন্টটি বাতিল করা হলো।

আমরা এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইসলামী বইমেলায় আমরা একটি ব্যতিক্রমী আয়োজন করতে চেয়েছিলাম। তা আর হলো না। আল্লাহ তাওফিক দিলে সামনে এরচেয়েও দারুণ ও উপভোগ্য কোনো ইভেন্ট আয়োজন করার চেষ্টা করব ইনশা আল্লাহ।

ষোলো টিমের জন্য দুআর আবেদন।
কপিড- #ষোলো

Lost Modesty

08 Nov, 04:25


আমরা আসছি ইসলামী বইমেলায়!
.
আগামী শনিবার, ৯ নভেম্বর বাইতুল মুকাররম ইসলামী বইমেলায় আমরা থাকবো ইন শা আল্লাহ। শনিবার বিকেল ৪:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত চলবে আমাদের এই ইভেন্ট।
.
না, আমরা বিশেষ কেউ নই। আমরা মূলত ষোলোর পাঠক-প্রতিনিধিদের সাথে আড্ডা দেওয়ার জন্য এই ইভেন্ট আয়োজন করছি ইন শা আল্লাহ।
.
এখানে কোনো তাত্ত্বিক আলোচনা হবে না। বরং এতে থাকবে গেইমিং ইভেন্ট, প্রশ্নোত্তর পর্ব এবং কুইজ প্রতিযোগিতা। পুরস্কার হিসেবে থাকবে ষোলো সপ্তম সংখ্যাসহ চমৎকার কিছু বই।
.
আমরা আমাদের পাঠককে এই ইভেন্টে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা তোমাদের সাথে একটি বিকেল বেশ মজার সাথে পার করতে চাই। আসছো তো, ইনশাআল্লাহ?
Copied from #ষোলো

Lost Modesty

07 Nov, 16:32


৪.
আমার বন্ধু ইয়ামিন আর নাই। আমার রুমমেট আর নাই। ওসমানী হল রুম নং ৬১৯ আর নাই। আমার রাত ৩.০০ টায় আড্ডা মারার সাথি আর নাই। আমার সাথে কাচ্চি শেয়ার করার সাথি আর নাই। আমার হিউমারলেস জোকে হাসার সাথি আর নাই। আমাকে গেইমের কাহিনি বলার সাথি আর নাই। আমাকে বাসা থেকে আনা খাবার দেওয়ার সাথি আর নাই। আমার ভুলগুলা ধরায় দেওয়ার সাথি আর নাই।
আমি ইয়ামিনের আম্মুকে কী বলব?
.
ইয়ামিনের সাথে আমার সকালেই কথা হইছে। পরে ওর বোন আমাকে বলে, ‘ও বাসায় নাই।’ইয়ামিনের আম্মুকে কী বলব আমি? ওর আব্বু ওকে বাইরে পড়তে পাঠাইতে চাইছিল। ওর আব্বুর ব্যবসা ওর দেখার কথা ছিল।
.
তোমরা ইয়ামিনের কী জানো? ওর সব কথা ও আমাকে বলত। আমি আমার পুরা ২২ বছরের জীবনে ওর সাথে সবচেয়ে বেশি কথা শেয়ার করছি। আমার সব সমস্যার প্র্যাক্টিকাল সমাধান ছিল ওর কাছে।
.
ইয়ামিন বুয়েটে চান্স পাইছিল, মেডিকেলেও পাইছিল। ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, আমি না পড়লে টেনে নিয়ে যাইত। ও সুন্নাত পালনের জন্য রোজাও রাখত ছাত্র অবস্থাতেই। ইয়ামিন সেদিন বৃহস্পতিবার রোজা ছিল। রোজা অবস্থাতেই সে যুহরের নামাজ মসজিদে পড়ে ছাত্রদের বাঁচাতে যেয়ে নিজে গুলি খেয়ে নিহত হয়।
.
ওর আব্বুর পুরা ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে শিফট করার কথা ছিল। কিন্তু তারা যায়নি ইয়ামিনের দেশপ্রেমের জন্য। ওকে ফিউচারের কথা জিজ্ঞেস করলে ও বলত, ও খুব সিম্পল লাইফ চায় আজীবন। শুনে অনেক রাগ উঠত আমার। অনেক পটেনশিয়াল ছিল ওর মধ্যে। আমাকে সবসময় বলত, ‘মানুষকে আমার ক্রিয়েটিভিটি দেখানো উচিত।
.
’আমি ওকে শেখ ইয়ামিন বলতাম। কারণ আমার জীবনের সব সমস্যার উত্তর ওর কাছে ছিল। আর দেখব না ইয়ামিনকে মৃদু নিষ্পাপ মিষ্টি হাসিমুখটা নিয়ে সবার শেষে হলের ডাইনিংয়ের খাবার খেতে বসতে। আর দেখব না হাস্যোজ্জ্বল মায়াবী মুখটা সবার সব সমস্যার সহজ বুদ্ধিদীপ্ত সমাধান করে দিচ্ছে নিঃস্বার্থভাবে। তার কাছে গেলে কেমন শান্তি শান্তি লাগত। নিজে সবচেয়ে বিনয়ী হয়ে যেমন সবার সমস্যার সমাধান দিত, তেমনভাবেই ছাত্রদের দিকে গুলি হইতে দেখে নিজের জীবনটা দিয়ে সেটা সলভ করতে গেছিল ইয়ামিন, গুলির মুখে বুক পেতে।
.
লিখতে পারতেছি না আমি আর। কিন্তু বলার অনেক কথা আছে। তোমরা আমার অন্তরের রক্তক্ষরণ বুঝবা না।
.
তোমরা কি বুঝবা আমার অন্তরের রক্তক্ষরণ ?"

-মোহাম্মদ শাহীনুর রহমান চৌধুরী, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, MIST

.
[ষোলো ৭ম সংখ্যা থেকে নেওয়া, পাওয়া যাচ্ছে সারাদেশে।অর্ডার লিংক কমেন্টে]
.
#ষোলো
#ষোলোর_পাতা_থেকে

Lost Modesty

07 Nov, 05:17


ছাত্র - অভিভাবক সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ / বয়কট এর মাধ্যমে এলজিদের নাপাকি থেকে সমাজকে রক্ষা করতে হবে।

Lost Modesty

06 Nov, 03:39


Respect

Lost Modesty

05 Nov, 02:57


জুলাই আন্দোলনের সময় ভাইরাল হওয়া কিছু স্লোগান, বক্তব্য,ঘটনা… কিছু কি ছাড়া পড়ে গেল? ষোলো ম্যাগাজিনের জন্য আপনাদের সহায়তা এক্টু দরকার…


❖ ‘আমি কে তুমি কে, রাজাকার, রাজাকার
কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার
❖ এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়
❖ চেয়েছিলাম অধিকার হয়ে, হয়ে গেলাম রাজাকার
❖ আমার খায়, আমার পরে, আমার বুকেই গুলি করে
❖ দালালি না রাজপথ, রাজপথ রাজপথ
❖ তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে
❖ লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইড়া দে
❖ আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না
❖ আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই
❖ আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে
❖ বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর
❖ দিনে নাটক রাতে আটক
❖ দফা এক,দাবি এক,খুনি হাসিনার পদত্যাগ
❖ লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে
❖ পানি লাগবে পানি
❖ কোটা না মেধা,মেধা মেধা
❖ রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়
❖ পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি
❖ নাটক কম করো পিও
❖স্যাটেলাইটে পানি ঢুকছে
❖ইন্টারনেট একা একাই বন্ধ হয়ে গিয়েছে
❖মেট্রোরেল…
❖স্নাইপার
❖হেলিকপ্টার থেকে গুলি
❖আয়নাঘর
❖৭ মিনিটে ক্লিয়ার

❖হামার বেটাক মারলু কেনে?

❖ হাউন আঙ্কেলের ভাতের হোটেল
❖ স্বজন হারানোর বেদনা আমি বুঝি
❖ আমারে যাইতে দেন না, আমার একটা ছোট্ট বোন আছে

Lost Modesty

05 Nov, 01:34


বিসমিল্লাহির রহমানির রহীম
.
ষষ্ঠ সংখ্যার পিডিএফ কিনে চব্বিশের বীরদের পাশে দাঁড়াও!
.
ষোলোর ৬ষ্ঠ সংখ্যার (মে-জুলাই ২০২৪) অফিশিয়াল পিডিএফ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ।
.
৫ম সংখ্যার মতো এবারও আমরা পিডিএফ-এর জন্য ঐচ্ছিক শুভেচ্ছা মূল্য নিচ্ছি। শুভেচ্ছা মূল্য নির্দিষ্ট না; যে যেমন পারো দিবা। ১০/২০/১০০/৫০০ বা আরও বেশি। কেউ না দিতে পারলেও সমস্যা নেই। তোমাদের পাঠানো এই শুভেচ্ছা মূল্য একত্র করে আমরা সেটা জুলাই আন্দোলনের আহত বীরদের কাছে পৌঁছে দেবো।
.
যাদের জীবন আর অঙ্গহানির বিনিময়ে লেডি ফিরআউনের কবল থেকে মুক্তি পেলাম, তাদেরকেই আমরা আজ ভুলে গেলাম। ভুলে গেলাম তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা। নিদারুণ অবহেলায় দিন পার করা সেই সিংহহৃদয় বীরদের পাশে দাঁড়াতে চাই আমরা। তাঁদের জীবনে যে অনিশ্চিত দুশ্চিন্তা বাসা বেঁধেছে, তার সামান্য কিছু হলেও দূর করতে চাই।
.
ইতোমধ্যে আমরা মাসরুরস গ্রুপের সহায়তায় ৩০+ আহত বীরদের আর্থিক সহযোগিতা করেছি। এই প্রজেক্টের মাধ্যমে আমাদের কিছুটা অভিজ্ঞতাও অর্জিত হয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত বীরের তালিকা আমাদের কাছে রয়েছে, যারা উল্লেখযোগ্য কোনো সহায়তা পায়নি। তাই সকলের কাছে তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
.
ষোলোর পাঠক-পাঠিকা ভাইয়া-আপুরা, তোমরা যে যেমন পারো পাঠাতে পারো। সিনিয়ররা ভাইয়া-আপু ও আংকেল-আন্টিরাও আপনাদের ইচ্ছেমতো টাকা পাঠাতে পারবেন আমাদের কাছে। টাকা পাঠানো যাবে নিচের একাউন্টগুলোতে। টাকা পাঠানোর সময় রেফারেন্সে SHOLO লিখে দেওয়ার অনুরোধ। টাকা পাঠানো যাবে ১৬ নভেম্বর ২০২৪ সকাল ৬ টা পর্যন্ত।
.
নগদ/বিকাশ পার্সোনাল - 01609 331 400
.
কেউ ব্যাংকের মাধ্যমে মোটা অংকের অনুদান পাঠাতে চাইলে ওয়াটসঅ্যাপ করুন 01511-162016 নাম্বারে।
.
অতএব, যারা শুভেচ্ছা মূল্য (যা মূলত সাদাকাহ) পাঠাতে চাও/চান, জলদি পাঠিয়ে দাও/দিন।
.
অতঃপর ঝটপট ডাউনলোড করে নাও চকচকে রঙিন ষোলো ষষ্ঠ সংখ্যা। ডাউনলোড লিংক - https://cutt.ly/Sholo6
.
যারা টাকা দিতে পারবা না, তারা পিডিএফটা তোমার পরিচিতদের মাঝে ছড়িয়ে দাও। বিভিন্ন বইয়ের গ্রুপে ষোলো নিয়ে আড্ডা ও আলোচনা জমাও। ষোলোকে ছড়িয়ে দাও প্রতিটি কিশোর-কিশোরীর কাছে।

Lost Modesty

28 Oct, 06:20


প্রিয় অভিভাবক,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনার আদরের সন্তান কি 'ষোলো' পড়ে? আপনার টিনেইজ সন্তানের জন্য 'ষোলো'কে কতটা ইফেক্টিভ মনে হয়েছে আপনার কাছে? আপনার 'ষোলো পাঠ-অনুভূতি' ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনার রিভিউ দ্বারা ষোলো আরও অনেক বাবা-মায়ের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
.
ভিডিও রেকর্ডে কথা বলার সময় আপনার হাতে অবশ্যই ষোলো রাখতে হবে। আর মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে আপলোড করলেই হবে। কোনো প্রকার এডিট করার প্রয়োজন নেই। সেসব আমরাই করে নেবো ইনশা আল্লাহ।
.
ভিডিও রেকর্ড করার পর তা পাঠিয়ে দিন আমাদের গুগল ফরমের মাধ্যমে। রেকর্ডেড ভিডিওটি আপনার গুগল ড্রাইভে আপলোড করে লিংক শেয়ার করতে পারবেন।
.
গুগল ফরম -  https://tinyurl.com/parents-video
.
ষোলোকে ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টায় শামিল হোন আপনিও!
.
অভিভাবকের_হাতে_ষোলো
বাংলার_ঘরে_ঘরে_ষোলো #ষোলো

Lost Modesty

23 Oct, 16:33


মনে আছে আবু সাঈদের কথা? কিংবা আসহাবুল ইয়ামিন - এপিসির ওপর থেকে নৃশংসভাবে যার নিথর দেহ টেনে হিচড়ে ফেলে দিয়েছিল পুলিশ?
.
আশুলিয়াতে সেই ছাত্রদের কথা মনে আছে, যাদেরকে মেরে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিলো? ভুলে গেছেন নাফিসের কথা, রিকশাওয়ালা ভাই প্রাণপণ চেষ্টায়ও বাঁচাতে পারেনি যাকে?
.
আজকের মতো রাতে এ স্মৃতিগুলো কি দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে না? প্রচন্ড রাগে কি হাত মুষ্টিবদ্ধ হয়ে যায় না?
.
মনে হয় না। আমরা ভুলে যাই। আমরা ভুলতে পছন্দ করি। যার কারণে খুনী আওয়ামীলীগ আজ ফিরে আসার চেষ্টা করছে নানা রূপে। আবু সাঈদের রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়ে খুনী হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার স্পর্ধা দেখাচ্ছে তারা।
.
মুজিববাদের পক্ষে কলাম লিখছে ডেইলি স্টারদের মতো ফ্যাসিবাদের দোসররা। বহাল তবিয়তে আছে মুজিববাদের সে বয়ান, যে বয়ানের ওয়র তৈরি হয়েছিল পিলখানা, শাহবাগ, শাপলা গণহত্যা, জুলাই গণহত্যা সর্বোপরি আওয়ামী জাহেলিয়াত।
.
৭৫-এও মানুষ মনে করেছিলো, খুনী লীগ আজীবনের জন্য বিদায় হয়েছে। কিন্তু না। ২১ বছরের মাথাতেই আবার ক্ষমতায় ফিরে এসেছে তারা। ৪০ বছরের মাথায় দোর্দন্ড প্রতাপে কায়েম করেছে আওয়ামী জাহেলিয়াত ২.০।
.
আপনি হাসিনার প্রতি দয়া দেখালেও সে আপনার প্রতি দেখাবে না। জুলাই গনহত্যার ব্যাপারে খুনী হাসিনা থেকে শুরু করে তাদের কোনো নেতাকর্মীর কোনো অনুতাপ নেই, অপরাধবোধ নেই। তারা বারবার ফিরে আসে আগের চেয়ে আরও অনেক হিংস্র হয়ে।
.
তাদের আসার পথ সুগম করে মুজিববাদী সাংস্কৃতিক বয়ান। ডেইলি স্টারের কলাম, উপদেষ্টাদের মাথার উপরে মুজিবের ছবি মুজিববাদের ফিরে আসারই অশনী সঙ্কেত দেয় আমাদেরকে।
.
রক্তের দাগ শুকায় নাই। জুলাই জুড়ে যে মানুষদের ঐক্য, বীরত্ব ও মহানুভবতায় হাসিনার পতন হয়েছে, সে মানুষগুলো এ মাটিতেই আছে। চোখের সামনে দিয়ে খুলি উড়ে যাওয়া ভাইয়ের লাশ নিয়ে যাওয়ার স্মৃতি আমরা ভুলিনি। ভোলা সম্ভব না।
.
আমরা হাসিনার পতন নিশ্চিত করেছি বটে, বিজয় নিশ্চিত করি নি। যদি আজ পথে না নামি, নতুনভাবে মুজিববাদের বিদায় না ঘটাই, মনে রাখবেন আবু সাঈদদের রক্তই শেষ রক্ত না। আমাদের ও আমাদের প্রজন্মের মুক্তি হয় নি। ১৫ বছরের স্বৈরাচারই শেষ স্বৈরাচার না। তাই আসুন না, খুনীদের বিচার, আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধকরণ, মুজিববাদের বিদায়ের লক্ষ্যে আরেকটাবার নামি, যেভাবে নেমেছিলাম এ কয়েকমাস আগেই।
.
জুলাইয়ের কাফেলা জেগে উঠুক আরেকবার।