পশ্চিমা অনেক দেশেই এই পর্নোগ্রাফি নিয়ে একাধিক গবেষণা হয়েছে। উঠে এসেছে নানা তথ্য উপাত্ত নানা অপকারী দিক। কিন্তু আমাদের দেশে এমন গবেষণা তেমন একটা হয়নি বললেই চলে। বাংলাদেশের একটি স্বমানধন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান আমাদের এই গবেষণায় আমরা আপনাকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি যে এতে করে পর্নোগ্রাফির ব্যাপারে এদেশের মানুষের চিন্তা ও অবস্থান আমাদের সামনে পরিষ্কার হবে। আমরা অনুধাবন করতে পারব এই বৃহত্তর জনগোষ্ঠীর ভিতর পর্ণগ্রাফীর প্রভাব ও সেই অনুযায়ী নির্ধারণ করতে পারব পরবর্তী কার্যক্রম।
আপনাকে চেনা বা সনাক্ত করা যাবে এমন কোন তথ্যই আমরা সংগ্রহ করছি না এমনকি আপনার জিমেইল এড্রেসও নয়। তাই গবেষণার নিয়মানুযায়ী এখানে আপনার পরিচয় থাকছে সম্পূর্ণ গোপন। সুতরাং আপনি নিশ্চিন্তে প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন। আর এই গবেষণায় অংশগ্রহণ করলে আপনি জানতে পারবেন আপনার বর্তমান অবস্থা আর সেই অনুযায়ী আপনার নিজের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন ।
আমি ডাঃ সালেহ হায়দার। বর্তমানে আইসিডিডিআরবিতে কর্মরত ও নর্থসাউথ ইউনিভার্সিটিতে পাবলিক হেলথে মাস্টার্স করছি। এইটি আমার থিসিসের কোশ্চেনেয়ার। গবেষণার সকল প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। মাত্র ৮ থেকে ১০ মিনিট সময় লাগবে। এই গবেষণায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লিংক - https://forms.gle/HT1Zn7FfJZ3euSde6
- ডাঃ সালেহ হায়দার