Asif Muhammad @asifmuhammadofficial Channel on Telegram

Asif Muhammad

@asifmuhammadofficial


The only true wisdom is knowing you know nothing.

asifmuhammadofficial (English)

Are you looking for a channel that provides insights and wisdom on a daily basis? Look no further than 'asifmuhammadofficial' on Telegram! This channel, managed by the enigmatic Asif Muhammad, is dedicated to sharing profound quotes and thoughts that will inspire you to reflect on life's deeper meaning. As the great philosopher Socrates once said, 'The only true wisdom is knowing you know nothing.' And through this channel, you will be able to gain a deeper understanding of the world around you. Asif Muhammad's words are not just meant to be read and forgotten, but to be pondered and applied to your own life. Join 'asifmuhammadofficial' today and embark on a journey of self-discovery and enlightenment. Who is Asif Muhammad? A sage, a philosopher, a guide in the chaotic world we live in. What is 'asifmuhammadofficial'? It is a sanctuary for those seeking wisdom and clarity in a world filled with noise and distractions. Come join us and find the true meaning of wisdom!

Asif Muhammad

18 Feb, 17:57


ওরা যখন 'শিবির কোপানো জায়েয' বলে, তখন এই শিবিরের মধ্যে আমি আর আপনিও কিছু অন্তর্ভুক্ত। এখানে দলীয় শিবির বোঝায় না। এইটা মাথায় রাখবেন।

#weareshibir


আমাদের সাথে অবশ্যই বড় বড় দ্বিমত আছে। কিন্তু সেকুলার বামেরা যখন শিবির কোপাতে চায়, তখন আমি-আপনিও শিবির।

[এই হ্যাশট্যাগ দিয়ে ফেবুতে স্টাটাস দিতে পারেন।]

Asif Muhammad

18 Feb, 17:52


শিবির সবচে বেশি গাইল দেয় কারে? শক্তি ভাইরে। এদিকে শক্তি ভাই-ই বোল্ডলি বলেছিল উই আর শিবির।


হাহা এটাই বাস্তব।

Asif Muhammad

18 Feb, 17:50


শিবির যাদেরকে জঙ্গী বলে গালি দেয়, ওরাই এখন দাঁড়াইছে পাশে। আবার পরিস্থিতি ঠান্ডা হোক, ওরা জঙ্গী বলে গালি দিতে চলে আসবে।

এইটা আজকের থেকে না। বিপদে আব্বু আমেরিকা কিন্তু পাশে দাঁড়ায় না। দাঁড়ায় এই 'খ্যাত অশিক্ষিত মোল্লা-জঙ্গীরা'ই।

Asif Muhammad

18 Feb, 17:22


ছাত্রদল একটু আগে স্লোগান দিয়েছে -

"একটা একটা শিবির ধর
ধইরা ধইরা জবাই কর।"

এইটার বিপরীতে শিবির দিয়েছে ভালোবাসা। এই সুশীলতার জন্য বারবার শিবির মারা খায়। যুদ্ধের নীতি হলো যে আঘাত করে তাকেও আঘাত করতে হবে।

তা না করে যদি আপনি চুমু খান, তাইলে মারা খাবেন। শিবির তাদের নিজেদের আল্গা সুশীলতার জন্য মারা খাবে এইটা লিখে রাখেন। যে জবাই করতে চায়, তারে শিবির শত্রু মনে করে না।

এডিট: শিবিরের পোস্টের শেষে ছাত্রদললে হুশিয়ারি দিয়েছে যা আগেও দিতে দেখেছি। নতুন কিছু মনে হয়নি।

Asif Muhammad

18 Feb, 15:34


কথায় আছে যে পেট ঠিক থাকলে সব ঠিক। গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে তারা এই কথার মর্ম আরও ভালো বুঝবেন।

মেথি-মিক্স হচ্ছে একটা প্রাকৃতিক ভেষজ মিশ্রণ। যেটাকে আমলকি, হরিতকি, বহেড়া, সোনাপাতা, মেথি, জোয়ানসহ প্রায় ১৫টা প্রাকৃতিক উপাদান আছে।

এটা গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, পেট-বুক জ্বালাপোড়া, দীর্ঘদিনের গ্যাস্ট্রিকের অসুবিধা, বদহজমসহ বেশকিছু পেটের অসুবিধার জন্য কাজ করে।

এর রিভিউ অনেল ভালো আলহামদুলিল্লাহ। অনেকেই নিয়ে উপকার পেয়েছেন এবং ফিডব্যাক জানিয়েছেন।

যাই হোক, আজ এবং আগামীকাল মেথিমিক্সে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। যাদের অসুবিধা আছে, প্রাকৃতিক মেথি-মিক্স ট্রাই করে দেখতে পারেন। কমেন্টে মূল্য।

Asif Muhammad

18 Feb, 06:26


এই আওয়াজটা জোরেশোরে উঠাতে হবে। যার যার জায়গা থেকে চেষ্টা করি ইনশাআল্লাহ।

Asif Muhammad

18 Feb, 00:25


শ ত্রুর দৃষ্টি থেকে গোপন থাকার আমলঃ

রসুলুল্লাহ সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদের দৃষ্টি থেকে আত্মগোপন করতে চাইতেন তখন কুরআনুল কারীমের তিনটি আয়াত পড়তেন যার ফলে শ ত্রু রা তাঁকে দেখতে পেত না। আয়াত তিনটি হলোঃ

১। সূরা বানি ইসরাইল - ৪৬
২। সূরা আন নাহল- ১০৮
৩। সূরা জাসিয়াহ - ২৩

ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবিতে বলেন, এর সাথে সূরা ইয়াসিনের ১-৯ আয়াত পর্যন্ত পড়ে নেওয়া উচিত যা রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় পড়েছিলেন।

[ সূত্রঃ তাফসিরে মারিফুল কুরআন (সংক্ষিপ্ত) - ৭৮০-৭৮১]

Asif Muhammad

17 Feb, 14:18


রেইনড্রপসের সীরাহ। এটা আপনার পড়ায় রাখতে পারেন।

Asif Muhammad

17 Feb, 06:44


আচ্ছা আরেকটা বিষয়। এটা কিন্তু অফলাইন পোগ্রাম। ঢাকায়। অনলাইন ভেবে কেউ যেন ভুলে রেজিস্ট্রেশন করেন না আবার।

Asif Muhammad

17 Feb, 06:39


'National zakat conference 2025' এ ফ্রিতে জয়েন করতে চান?
তাহলে নীচের লেখাটি পড়ুন!

আমরা অনেকেই জাকাতের অনেক গুরুত্বপূর্ণ মাসআলা জানি না। জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ এবং ফরজ ইবাদাত। এটা নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। আপনার নিজের, পরিবারের সদস্যদের এবং ব্যবসা প্রতিষ্ঠানের জাকাত ঠিকভাবে আদায় করতে জাকাতের বিস্তারিত মাসআলা জানতে হবে। এছাড়াও আমরা সবাই যদি সঠিকভাবে আমাদের জাকাত আদায় করতে পারি, তাহলে সেটা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউশন হিসেবে ইমপ্যাক্ট ফেলবে।

এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য IFA Consultancy - IFAC একটা চমৎকার আয়োজন করতে যাচ্ছে 'National zakat conference 2025' নামে। এই আয়োজনে সকলের অংশগ্রহণের গুরুত্ব অনুধাবন করে আমাদের এক ভাই এই কনফারেন্সের জন্য ১০০ টা টিকেট স্পন্সর করতে আগ্রহী হয়েছেন। যারা আর্থিক সমস্যার কারণে এখনো টিকেট সংগ্রহ করেননি তাঁরা চাইলে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। ফ্রিতে রেজিস্ট্রেশন করতে কমেন্টে দেয়া লিঙ্কের ফর্মটি আজকে রাতের মধ্যেই পূরণ করুন।

---

ফ্রিতে রেজিস্ট্রেশন করতে এই ফর্মটি পূরণ করুন!
https://form.jotform.com/250470652516050

আর যারা নিজেরাই টিকেট কিনে সংগ্রহ করতে চান তাঁরা shaon25 কুপন ব্যবহার করে ২৫% ডিস্কাউন্টে টিকেট কাটতে পারবেন!
https://mecommunity.org/shop/national-zakat-conference-2025/

Asif Muhammad

16 Feb, 18:29


মধুর মধ্যে সবচে উপকারী কোনটা? উত্তর হচ্ছে প্রত্যেক সিজনের একেবারে কাঁচা যে মধু, সেটা উপকারি।

বাজারজাত করা কোম্পানির মধু কিন্তু খাঁটি হতে পারে। তবে সেটা প্রসেসড মধু। অর্থাৎ হিট দিয়ে পানির পরিমাণটা কমিয়ে ফেলা হয় মধু থেকে।

এতে অসুবিধা হচ্ছে, মধুর অনেক গুণাগুণ নষ্ট হয়ে যায়। মধুতে যে ভালো ব্যাকটেরিয়া থাকে সেগুলো মারা যায়।

তাই চেষ্টা করবেন সবসময় কাঁচা মধু খেতে। যেটা প্রসেস করা হয়নি। একেবারে Raw রয়েছে।

তবে একেবারে ছোট বাচ্চাদের জন্য আবার প্রসেসড মধু ভালো। কারণ র মধুতে এমন অনেক ব্যাকটেরিয়া থাকে যেগুলো হজম করার শক্তি তাদের হয়ে ওঠে না।

আমরা মধুটা নিজেদের তত্বাবধানে কালেক্ট করি গ্রামাঞ্চল থেকে। এরপর এটা extract করে কাঁচের পাত্রে সংরক্ষণ করা হয়। কোনো প্রসেসিং নেই। আর একেবারে ন্যাচারাল মৌমাছির চাকের মধু এটা।

[মূল্য কমেন্টে দেয়া আছে। যাদের দরকার, সংগ্রহে রাখতে পারে। রমাদানে মধুর বিকল্প নেই। দামও কিছুটা কম আছে এখন।]

Asif Muhammad

16 Feb, 16:57


সূরা মূলক, সিজদাহ
সূরা কাফিরুন, সূরা বাকারা ২৮৫-২৮৬
সুবহানাল্লাহ ৩৩
আলহামদুলিল্লাহ ৩৩
আল্লাহু আকবার ৩৪

#Reminderbeforesleeping

Asif Muhammad

16 Feb, 16:30


পাহাড় পরিমাণ ঋণ মুক্তির দুয়াঃ

আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম.) মু’আযকে (রাঃ) বলেন, যদি তুমি এই দু‘আটি বলে প্রার্থনা কর তাহলে তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তা তোমার পক্ষ থেকে আদায় করে দেবেনঃ
اللَّهُمَّ مَالِكُ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ رَحْمَانُ الدُّنْيَا وَالآخِرَةِ تُعْطِيهُمَا مَنْ تَشَاءُ وَتَمْنَعُ مِنْهُمَا مَنْ تَشَاءُ ارْحَمْنِي رَحْمَةً تُغْنِينِي بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ
উচ্চারণ : আল্লা-হুম্মা, মা-লিকাল মুলকি, তু’তিল মুলকা মান তাশা-উ ওয়া তানযি‘উল মুলকা মিম্মান তাশা-উ। ওয়াতু‘ইয্যু মান তাশা-উ ওয়া তুযিল্লু মান তাশা-উ বিইয়াদিকাল খাইরু, ইন্নাকা ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। রাহমা-নাদ দুনইয়া- ওয়াল আ-খিরাতি ওয়া রাহীমাহুমা-, তু‘অ্তিহিমা- মান তাশা-উ ওয়া তামনা‘উ মিনহুমা- মান তাশা-উ। ইর‘হামনী রাহামতান তুগনীনী বিহা- ‘আন রা‘হমাতি মান্ সিওয়া-কা।
অর্থঃ “হে আল্লাহ, রাজাধিরাজ সকল রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা রাজত্ব প্রাদান করেন এবং যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সকল বিষয়ের উপর শক্তিমান। পার্থিব জগৎ এবং পারলৌকি জগতের মহাকরুণাময় ও অপার দয়াশীল। আপনি যাকে ইচ্ছা এই করুণারাজী প্রদান করেন এবং যাকে ইচ্ছা বঞ্চিত করেন। আপনি আমাকে এমন রহমত প্রদান করুন যে রহমত আমাকে আপনি ছাড়া অন্য কারো করুণা থেকে অমুখাপেক্ষী বানিয়ে দেবে।”

সুত্রঃ তাবারানী, আল-মু’জামুস সাগীর ১/৩৩৬, আল-মু’জামুল কাবীর ২০/১৫৪, আত-তারগীব ২/৫৯৮, মাজমাউয যাওয়াইদ ১০/১৮৬। হাদিসটির সনদ গ্রহণযোগ্য।

Asif Muhammad

16 Feb, 13:26


স্টক এভেইলেবল।

একেবারে ‘ন্যাচারাল র হানি’ যেইটাকে বলে, সেইটা। বাংলায় বললে ‘প্রাকৃতিক চাকের কাঁচা মধু’। গ্রাম থেকে রিসেন্টলি কালেক্ট করা হয়েছে এটা। স্বাদ, ঘ্রাণ, গুণাগুণ যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ।

যাদের খাঁটি মধুর দরকার এবং সেটা একেবারে ন্যাচারাল আর র হতে হবে, তাঁরা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। হোমডেলিভারি সারা দেশেই পসিবল।

ছোট্ট একটা অফারও থাকছে।
কমেন্টে মূল্যসহ বিস্তারিত দিয়ে দিচ্ছি।

Asif Muhammad

16 Feb, 06:47


- ফাতিমা, 'ইয়্যাকা নাস্তা'ইন' বলতে তুমি কী বুঝেছো, বলতো?

- মনে করো আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছা হলো। তাহলে সেটা তোমার কাছে চাওয়ার আগে আল্লাহকে বলবো, "আল্লাহ তুমি বাবাকে বলে দাও, সে যেন আমাকে একটা আইসক্রিম কিনে দেয়।"

[ফাহাদ ইবনে ইলিয়াস]

Asif Muhammad

16 Feb, 00:28


হাশরের মাঠে সবচেয়ে বেশি নেকি নিয়ে উঠার আমল: ২

আবূ হুরায়রা রদ্বিয়াল্লহু আনহু থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে লোক একশ’বার এ দু’আ’টি পড়বেঃ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عََلَی كُلِّ شَيْءٍ قَدِيْرٌ তাহলে
দশটি গোলাম আযাদ করার সমান সওয়াব তার হবে। তার জন্য একশটি সওয়াব লেখা হবে
আর একশটি গুনাহ মিটিয়ে ফেলা হবে।
ঐদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হতে মাহফুজ থাকবে।

কোন লোক তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ঐ ব্যক্তি সক্ষম হবে, যে এর চেয়ে ঐ দু’আটির ‘আমল বেশি পরিমাণ করবে।


সহিহ বুখারী, হাদিস নং ৩২৯৩

Asif Muhammad

14 Feb, 17:14


আমার কাছে বিভিন্ন সময়ে অনেকেই বই সাজেশন চেয়েছেন। কিছু বই আছে ভালো, তবে আবশ্যক না। আবার কিছু বই আছে যা সবার জন্য পড়া জরুরি। ছেলে-মেয়ে সবার জন্য, সব পেশার মানুষের জন্য।

আজকে এরকম তিনটা বইয়ের সাজেশন দিয়েছি যা একুশে মেলা থেকে বা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন।

বইগুলো হাইলি রেকমেন্ডেড। আমি গ্যারান্টি দিতে পারি আপনি এর থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ।

পোস্ট লিংক - https://www.facebook.com/share/p/19zYvbMAkA/

Asif Muhammad

14 Feb, 16:48


ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর জীবনের একটি অনুপ্রেরণামূলক ঘটনা আমাদেরকে ইস্তিগফারের মাহাত্ম্য ও তাৎপর্য সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। ইমাম আহমদ ছিলেন একজন প্রখ্যাত আলেম, ফিকহশাস্ত্রের পণ্ডিত এবং হাম্বলি মাজহাবের প্রতিষ্ঠাতা। তাঁকে ‘শায়খুল ইসলাম’ এবং আহলুস সুন্নাহর ইমাম বলা হয়। তাঁর জীবনের এই ঘটনাটি ক্ষমাপ্রার্থনার (ইস্তিগফার) শক্তিকে অত্যন্ত সূক্ষ্ম ও মর্মস্পর্শীভাবে ফুটিয়ে তোলে।
.
বৃদ্ধবয়সে একবার ইমাম আহমদ কোথাও সফরে বের হন। পথিমধ্যে রাত ঘনিয়ে এলে তিনি একটি অপরিচিত শহরে অবস্থান করার সিদ্ধান্ত নেন। যদিও চাইলে তিনি নিজের পরিচয় প্রকাশ করে শহরবাসীর কাছ থেকে সর্বোচ্চ সম্মান ও আতিথেয়তা লাভ করতে পারতেন, তবুও তিনি একজন সাধারণ আগন্তুকের মতোই থাকার সিদ্ধান্ত নেন। এখানেই তাঁর মহানুভবতা ও বিনয়ের পরিচয় ফুটে ওঠে।
.
রাতের সালাত আদায় শেষে তিনি মসজিদ প্রাঙ্গনে রাত কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু মসজিদের খাদেম তাঁকে চিনতে পারেননি তাই স্বভাবতই তিনি রাত্রিযাপনের অনুমতি পাননি। খাদেম তাঁকে মসজিদ থেকে বের করে দেন। এই অবস্থায় একজন রুটি বিক্রেতা ইমাম আহমদের দুরবস্থা দেখে তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান এবং আতিথেয়তা প্রদান করেন।
.
ইমাম লক্ষ্য করলেন, এই রুটি বিক্রেতা সর্বদা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছেন। ইমাম আহমদ কৌতূহলী হয়ে তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার এই নিষ্ঠাপূর্ণ ইস্তিগফারের কোনো বিশেষ প্রতিদান পেয়েছো কি?’
রুটি বিক্রেতা উত্তরে বললেন, ‘আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, কিন্তু একটি দোয়া এখনো কবুল হয়নি।’
কৌতুহলী হয়ে ইমাম জানতে চাইলেন, ‘সে কোন দোয়া?’
রুটি বিক্রেতা বললেন, ‘আমি বিখ্যাত আলেম ইমাম আহমদ বিন হাম্বলের সাক্ষাৎ লাভের দোয়া করেছি, যা এখনো আল্লাহ কবুল করেননি।’
.
এ কথা শুনে ইমাম আহমদ মৃদু হেসে বললেন, ‘আল্লাহ আজ্জা ওয়াজাল তোমার দোয়া শুনেছেন এবং ইমাম আহমদকে টেনে হিঁচড়ে তোমার দরজায় এনে হাজির করেছেন। আমিই সেই ইমাম আহমদ, যার সাক্ষাতের জন্য তুমি দোয়া করেছো।’
.
এই ঘটনাটি ইস্তিগফারের শক্তি ও গুরুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে সত্তরবারের বেশি ইস্তিগফার করতেন। তিনি বলতেন, ‘আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ’ (আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি)।’ (সহিহ মুসলিম)
.
এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, ইস্তিগফার কেবল একটি আমলই নয়, বরং এটি আল্লাহর নৈকট্য লাভের একটি শক্তিশালী মাধ্যমও। আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনার মাধ্যমে বান্দা তাঁর রহমত ও মাগফিরাত লাভ করেন। ইমাম আহমদের জীবনের এই ঘটনা আমাদেরকে ইস্তিগফারের প্রতি আরো বেশি মনোযোগী হতে এবং আল্লাহর দরবারে নত হতে অনুপ্রাণিত করে। তাই আসুন, ফালতু কাজে সময় নষ্ট না করে যতোটা সম্ভব দরুদ ও ইস্তিগফারে সচেষ্ট হই। ‘আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম।’ (সংক্ষেপিত, আল জুমুয়া ম্যাগাজিন, ভলিউম-১৯, ইস্যু-৭)

-সাইদ আবরার

Asif Muhammad

14 Feb, 13:09


জমহুরের মতে শবে বরাতে হালুয়া-রুটি বেশি স্বাদের কিছু না। উত্তম হচ্ছে গরুর গোশত খাওয়া।

[ফাযায়িলুল লাহম, ১৮৭]

Asif Muhammad

27 Jan, 17:27


সায়্যিদুত তুফান শহিদ ইয়াহয়া সিনওয়ার রহি. এর দোয়া আর আমাদের দোয়ার মাঝে পার্থক্য দেখুন।

আমরা দোয়ায় বলি, হে আল্লাহ! আপনি ইয়াহুদকে ধ্বংস করে দিন। তাদের পরাস্ত করে দিন৷ তাদের লাঞ্চিত করুন।

আর সিনওয়ার বলেন, হে আল্লাহ! আপনি আমাদের মাধ্যমে তাদের ধ্বংস করে দিন। আমাদের মাধ্যমে তাদের পরাজিত ও লাঞ্চিত করুন।

দোয়ার মতো দোয়া হলে আল্লাহ অবশ্যই বিজয় দান করবেন। গাজ্জার মানুষের দোয়ায় আল্লাহ সাড়া দিয়েছেন। সৌভাগ্যটা তারা চেয়ে নিয়েছে আল্লাহ কাছ থেকে!

আমরা বিজয়ের দোয়া করি, কিন্তু আমাদের মাধ্যমে বিজয় আসুক সে দোয়া করি না! কারণ, তাতে যদি আবার রক্ত দেয়া লাগে!

[সংগৃহীত]

Asif Muhammad

26 Jan, 07:33


শহরে নতুন স্কলারের আগমন। আজকাল শয়তানও শরীয়া নিয়ে কথা বলা শুরু করেছে! 🤣

কুরআন হাদীসের যতরকম অপব্যাখ্যা করা যায় সবকিছু করেছে এই মহিলা। সালাফদেরকে গালাগালি করেছে। ফুকাহায়ে কেরামকে মিথ্যাবাদী বলেছে। সে এসেছে শরীয়াহ শেখাতে!

এই মহিলা কোন লেভেলের সাইকো তা বলে বোঝানো যাবে না। এর থেকে সতর্কতা কাম্য।

Asif Muhammad

26 Jan, 06:47


বিশ বছর ধরে কারাবন্দী ছিলেন তিনি। যখন তাঁকে বন্দী করা হয়, তখন সন্তান ছিল মায়ের পেটে। বিশ বছর পর বাবা ছেলের দেখা।

এই অপেক্ষা অনেক দীর্ঘ..

Asif Muhammad

25 Jan, 17:44


আল কাসসাম ব্রিগেডের যোদ্ধাদেরকে ফুল দিয়ে বরণ করছেন এই ফিলিস্তিনি মা। এরচে সুন্দর দৃশ্য আর হতে পারে!

Asif Muhammad

25 Jan, 17:20


দীর্ঘ ৩৬ বছর ইসরাইলের কারাগারে বন্দী থাকার পর আজকে মুক্তি পেয়েছেন তিনি।

Asif Muhammad

25 Jan, 10:32


ডকুমেন্টারির বাংলা অনুবাদের কাজ চলছে। যেহেতু অনেক বড়, একটু সময় লাগবে। অপেক্ষা করি ইনশাআল্লাহ।

Asif Muhammad

25 Jan, 10:13


আচ্ছা কারা কারা হামাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল খেয়াল আছে? নামগুলো কিন্তু মনে রাখবেন।

কারা আব্বু আমেরিকার কাছে একটু ভালো সাজতে গিয়ে হামাসকে কনডেম করে টুইট করেছিল, ভুলবেন না।

কারা রিয়াল খেয়ে হামাসকে ইহুদিদের তৈরি বলেছিল, সেটাও মনে রাখতে হবে।

কে কে বলেছিল '৭৫ বছরে হামাস শুধু ক্ষতিই করেছে', 'কয়েকটা রকেট মারা ছাড়া কিছুই করতে পারেনি' - সেগুলো মনে রাখতে হবে।

Asif Muhammad

25 Jan, 09:56


রিয়ালখোর শায়খরা বলেছিল, হামাস যুদ্ধ বাধিয়ে দিয়ে কাতারে বসে মুরগীর রান খাচ্ছে আর আমোদ-প্রমোদ করছে।

অথচ বাস্তবতা এর পুরোপুরি ভিন্ন। শহীদ ইয়াহইয়া সিনওয়ার ছিলেন সবসময় ফ্রন্টলাইনে। একেবারে আইডিএফের নাকের ডগায়। এমনকি মৃত্যুর শেষ সময়েও ইসরাইলের ড্রোনের দিকে ছুঁড়ে মেরেছিলেন লাঠি।

রিয়ালখোররা এসি রুমে বসে হামাসকে নিন্দা জানায়। আর ইয়াহইয়া সিনওয়ার এবং তাঁর দুই সাথী শহীদ হবার দুইদিন আগ পর্যন্ত ভুখা ছিলেন। খাবার ছিল না খাওয়ার মতো।

এটাই পার্থক্য সত্যবাদী আর মিথ্যাবাদীদের মাঝে।

Asif Muhammad

25 Jan, 06:42


আল জাযিরা এইটা কী দেখাইলো ভাই! মুহাম্মাদ দেইফ শুধু বেঁচে আছেন তা না, বরং নিজের পায়ে দিব্যি হেঁটেচলে বেড়াচ্ছেন। দিকনির্দেশনা দিচ্ছেন।

ইসরাইলের প্রোপাগাণ্ডা তো একেবারে মাঠে মারা গেল। গাযার বাচ্চারা এখনো স্লোগান দেয় -

'তরবারীর জবাব তরবারী হোক
আমরা মোহাম্মাদ দেইফের লোক।'

এছাড়া মুজাহিদ কমান্ডার শহীদ ইয়াহইয়া সিনওয়ারের এক্সক্লুসিভ কিছু ভিডিও ক্লিপও ডকুমেন্টারিতে এসেছে। কখনো পরিকল্পনা করছেন, কখনো দূর থেকে ইসরাইলের ট্যাংক উড়িয়ে দেবার কথা ভাবছেন!

লিংক - https://youtu.be/GTvsWLVC9QU?si=M_G1Hi8UYHsVQ12J

Asif Muhammad

24 Jan, 19:30


গাযার যুদ্ধে নেতৃত্ব দেয়ার সময়কার একটা ছবি। শহীদ কমান্ডার ইয়াহইয়া সিনওয়ার৷ দ্য লেজেন্ড, দ্য লিডার!

Asif Muhammad

24 Jan, 17:25


এখন অত্যাধুনিক টেকনোলজির যুগ৷ এই যুগে আইডেন্টিটি কনফার্মেশনের জন্য ফেইস দেখাতে হবে এইটা অবাস্তব দাবী।

ফিঙ্গারপ্রিন্ট এনাফ। এছাড়া রেটিনা স্ক্যান তো আছে। যারা চেহারা দেখাতে বলে, ওরা ইসলামোফোবিয়ার জায়গা থেকে বলে। আইডেন্টিটি কনফার্মেশন নিয়ে তাদের প্যারা নাই।

Asif Muhammad

24 Jan, 15:15


উন্নত জাতের ছাগল।

ওর কাছে এনআইডি থাকা মনে হয় কুফর। এজন্য বিয়ে ক্যানসেল করে দেবে। দায়েশের চাইতে বড় খারেজি এইটা।

Asif Muhammad

23 Jan, 17:13


এবার একুশে বইমেলায় যত বই আসছে, তারমধ্যে সবচে হাইপে থাকবে এমন একটা বই দেখলাম। বইয়ের লেখক, অনুবাদক, সম্পাদক সবাই অন ফায়ার। বইয়ের ভূমিকা 'একজন' লিখে দিয়েছেন।

ভূমিকা লেখা দেখে অন্য একটা বইয়ের কথা মনে পড়ে গেল। আলী মিয়াঁ নদভীর 'মা যা খাসিরাল আলাম', যেটার ভূমিকা লিখে দিয়েছিলেন সাইয়িদ কুতুব শহীদ। রহিমাহুমুল্লাহ।

যাই হোক, অনেক অপেক্ষার পর একুশে মেলায় বইটা আসছে। বেস্টসেলার হবে নিঃসন্দেহে। গেস করতে পারেন?

হিন্টস - অন্য ভাষার বই, বাংলায় অনুদিত, সম্পাদক নিজেই বিখ্যাত লেখক ও দাঈ, ভূমিকা লেখক নিজেই লেখক, সম্পাদক এবং গবেষক।

Asif Muhammad

23 Jan, 09:23


কিছুদিন আগে আল কাস৳সাম সাহায্য চেয়েছিল অফিসিয়াল চ্যানেলে। কীভাবে পাঠাতে হবে বিস্তারিত দিকনির্দেশনা মেইল করলে ওরা দিয়ে দেবে। আরবীতে মেইল করবে, ট্রান্সলেট করে অবশ্যই পড়ে তারপর কাজ করবেন৷

কয়েকটা বিষয় উল্লেখ করছি।

পাঠাতে হবে ক্রিপ্টোতে। ইউএসডিটি, ট্রন ব্লকচেইন। ইউএসডিটি কেনার জন্য বাইনান্স ব্যবহার করা গেলেও পাঠানোর জন্য ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে রিডট পে, ট্রাস্ট, ওকেএক্স, কাস্ট, বাইবিট ওয়ালেট তারা রেকমেন্ড করেছে।

তারা প্রতি মেইলে একটা ওয়ালেট দেবে। সেখানে শুধুমাত্র একবারই ট্র‍্যানজেকশান করা যাবে। দ্বিতীয়বার করতে গেলে ফের মেইল করে নতুন ওয়ালেট নিতে হবে, তারপর সেটাতে পাঠাতে হবে। এক ওয়ালেট অ্যাড্রেস দুইবার ব্যবহার করতে পারবেন না।

---

আমরা ইচ্ছা করেছি নিজেরা যা পারি পাঠাব। আমি চিনি, এমন কেউ চাইলে শরিক হতে পারেন। পার্সোনাল পরিচয় আছে এমন অনেকেই আছেন। সবাইকে একসাথে জানানোর জন্য এই পোস্ট।

Asif Muhammad

23 Jan, 06:10


একুশে বইমেলায় কখনো যাওয়া হয়নি। এবার যাওয়ার ইচ্ছা। এবছর আমাদের প্রকাশনীগুলো স্টল পেয়েছে। নতুন অনেকগুলো বই এসেছে চমৎকার চমৎকার।

যেমন, উমেদের 'ইসলামী জীবনবিধান', সিয়ানের 'ঈমান কুফর ও তাকফির', ড. সরোয়ার হোসাইন স্যারের 'সমতার আড়ালে সমকামিতার মিশন', ইত্যাদি। এছাড়া এলাকার ছোট ভাই-ব্রাদারদের জন্য সাজিদ হাসান রচিত 'কিশোরদের খুলাফায়ে রাশেদা'র চারটা বই নিতে হবে। এটা সন্দীপন থেকে আসছে।

এর বাইরেও অনেক বই আসছে। এবার বইমেলাটা বেশ জমজমাট হবে মনে হচ্ছে।

Asif Muhammad

23 Jan, 00:42


শয়তান কোনো ব্যাপারে নিরাশ হয়ে গেলে নারীর আশ্রয় গ্রহণ করে। নারীকে তার লক্ষ অর্জনের অব্যর্থ অস্ত্র হিসেবে ব্যবহার করে।

~সাঈদ ইবনুল মুসাইয়্যিব রহিমাহুল্লাহ

[সিফাতুস সাফওয়া: ২/৮০]

সংগৃহীত

Asif Muhammad

22 Jan, 17:26


তার কাফের হবার ব্যাপারে কারও সন্দেহ আছে?

Asif Muhammad

22 Jan, 16:38


চমৎকার একটা পডকাস্ট দেখলাম। শরীফ আবু হায়াত ভাই গেস্ট ছিলেন। টপিক হচ্ছে 'মুসলিমদের ক্যারিয়ার প্ল্যান'।

একজন মুসলিমের কাছে ক্যারিয়ারের যে মিনিং, পশ্চিমা লেন্সে তা ক্যারিয়ার না৷ আমরা সমাজ সংস্কৃতি সভ্যতা সবকিছু দুনিয়ার লেন্স দিয়ে দেখি। অথচ দেখতে হবে আখেরাতের লেন্স দিয়ে।

তাহলে কি দুনিয়া ছেড়ে দেব? কাজকাম ছেড়ে মসজিদে বসে থাকবে? আখেরাতের চোখে ক্যারিয়ার বলতে কী বোঝায়? একজন মুসলিম হিসাবে আমার ক্যারিয়ার কেমন হবে? পডকাস্টে আলাপ হয়েছে এগুলো নিয়ে৷ দেখলে উপকৃত হবেন বলে আশাবাদী।

লিংক - https://youtu.be/d0njcVvl-sE?si=CZqhPCwSnZ8m7t4I

Asif Muhammad

22 Jan, 16:13


সায়েরের কমেন্ট দেখে একটা বিখ্যাত কবিতার লাইন মনে পড়ে গেল। কবি বলছেন-

"গঙ্গা কা স্নান ভি কিয়া - কা'বা কা তাওয়াফ ভি,
রেহমান ভি রাজি রাহে - রাজি রাহে শেইতান ভি.."

মানে গঙ্গা নদীতে গোসলও যেমন করেছি, তেমন কাবা শরিফের তাওয়াফও করেছি। শয়তানও খুশি থাকলো, আল্লাহও নারাজ হলো না।

সেকুলারদের অবস্থা হচ্ছে এরকম। তারা মনে করে শিরক এবং তাওহীদ একসাথে অবস্থান করতে পারে। অথচ এই দুটো পুরোপুরি সাংঘর্ষিক অবস্থান। যেখানে শিরক আছে, সেখানে ঈমান থাকতে পারে না। যেখানে ঈমান থাকবে, সেখানে শিরক থাকবে না।

দুটোকে যদি আপনি সহাবস্থান করাতে চান, তাহলে কী হবে? তখন আপনি জুলকার নায়েন সায়ের আর ফাহাম আব্দুস সালাম হয়ে যাবেন।

Asif Muhammad

21 Jan, 17:21


একসাথে সব মাজহাব কি মানা যায়? সব মাজহাবের দলীল দেখে একটা গ্রহণ করা যাবে? মাজহাব মানা কি জরুরি? কুরআন হাদিস মানব নাকি মাজহাব?

এই প্রশ্নগুলো আমাদের সমাজে কমন। মূলত বেইসিক ইলম না থাকায় মানুষের মাঝে এই ধরনের ভুল বোঝাবুঝি আছে।

পাকিস্তানের মুফতি তারিক মাসউদ হাফি. বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন।

Asif Muhammad

21 Jan, 07:32


কসম সেই রবের, যিনি খুঁটিবিহীন আসমান সৃষ্টি করেছেন। আমেরিকা আর তার অধিবাসীরা ততদিন পর্যন্ত শান্তিতে থাকার কথা কল্পনাও করতে পারবেনা, যতদিন না আমরা ফিলিস্তিনে বাস্তবিকভাবেই শান্তিতে বসবাস করছি এবং ইহুদিরা পবিত্র ভুমি থেকে বিতাড়িত না হয়।

- শাইখ রহ.

Asif Muhammad

21 Jan, 04:55


নাপাকিস্তান..

আল্লাহর লানত ওদের উপর।

Asif Muhammad

20 Jan, 16:24


এটা সুন্দর..

Asif Muhammad

20 Jan, 14:28


আচ্ছা অনেকে নতুন। তাঁদের জ্ঞাতার্থে, আমাদের একটা ছোটোখাটো ব্যবসা আছে। যেখানে আমরা নিজেদের তত্বাবধানে সংগ্রহ করা Raw Honey বিক্রি করি। ফেসবুকেও যুক্ত থাকতে পারেন।

"আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম।" [সূরা বাকারা]

Asif Muhammad

20 Jan, 14:23


এটা হচ্ছে এই সিজনের প্রাকৃতিক চাকের মধু। ইংরেজি বললে "Natural Chucks Honey"। একইসাথে এটা Raw হানি। মানে চাক থেকে সংগ্রহ করার পর বোতলে রাখা হয়েছে। কোনো প্রসেসিং করা হয়নি।

অন্যান্য বছরের তুলনায় গতবছর চাক অনেক কম হয়েছিল। আর গতবছরের তুলনায় এবছর আরও অনেক কমে গেছে প্রাকৃতিক চাকের পরিমাণ। এই অঞ্চলের কথা বলছি আরকি।

এই মধুতে সরিষা ফুলের নেকটার আছে খুবই অল্প, বাকিটা বিভিন্ন স্থানীয় ফুলের নেকটার। প্রায় সপ্তাহকয়েক আগে সংগ্রহ করা হলেও এখানে জমেনি। সম্ভবত এই শীতে জমবে না।

মধুটার স্বাদ বেশ ভালো। গ্রেডও ভালো। খুবই হালকা সরিষার নেকটার মিশ্রিত প্রাকৃতিক চাকের মধুর যে স্বাদ, সেটাই। যারা প্রাকৃতিক চাকের মধু খুঁজছেন - এবং স্বাদে সরিষার পরিমাণ কম হতে হবে আর সাধারণ শীতে জমবে না - তাঁরা এটা নিতে পারেন।

মূল্য কমেন্টে।

Asif Muhammad

20 Jan, 11:45


নোমান আলী খানের ফ্যানবয় আর ফ্যানগার্ল যারা আছে, তারা এখন কী বলবে? হারামকে সে হালাল বানিয়েছে। তাকে ডিফেন্ড করতে আসবে নাকি তার থেকে সরে আসবে?

দ্য ফান পার্ট ইজ, পশ্চিমের এই মডারেট সেলিব্রিটিরা ইসলামের এরকম অনেক বিধানকেই বিকৃত করেছে। যেমন হুদুদ কিসাসের ফরজ বিধানকে তারা অপব্যাখ্যা করে বাদ দিয়েছে। এছাড়াও অনেক বিষয় আছে।

এক কথিত 'স্কলার'দের ফ্যানবয় ফ্যানগার্ল প্রচুর। তারা কি এসব বিকৃতি চোখে দেখে না?

Asif Muhammad

20 Jan, 11:17


নোমান আলী খানসহ অন্যান্য পশ্চিমা সেলিব্রিটিরা ইসলামের হালাল হারামের অনেক বিষয়াদি বিকৃত করে যারমধ্যে মিউজিক অন্যতম। স্পষ্ট হারাম হবার পরেও নানা ভুলভাল কুযুক্তি দিয়ে ব্যাখ্যা করে।

এই ভিডিওতে নোমান আলী খানের বক্তব্যকে পোস্টমর্টেম করা হয়েছে। কীভাবে তারা উম্মাহর সামনে অপব্যাখ্যা করে, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন শাইখ উসমান।

লিংক - https://youtu.be/MePw9E1s6Rs?si=ilxCuNYun50mX6fd

Asif Muhammad

20 Jan, 07:38


ওদের সাথে আমাদের পার্থক্য এখানেই..

Asif Muhammad

20 Jan, 06:31


আল কাসসাম জিম্মিদের শেষ স্মৃতি প্রকাশ করেছে। এতে হিব্রু এবং পশ্চিমা মিডিয়ার মান সম্মান ধুলোয় মিশে গিয়েছে। ওদের মিডিয়ার মিথ্যাচার ফুটে উঠেছে। জিম্মিদের দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল এবং খুবই খুশি অথচ তারা আমাদের বন্দিদের সাথে কি নরকীয় আচরণ করে তা বিশ্ববাসী দেখেছে।

তাদেরকে হস্তান্তর করার আগে গিফট দেওয়া হয় যেখানে পুরো গাযার মানচিত্র আঁকা থাকে এবং একটি ডায়েরি দেওয়া হয় যেখানে স্মৃতি বিজড়িত এই ১৫ মাস তাদেরকে কোথায় রাখা হয়েছিল তার বিবরণ থাকে।

তাদেরকে রাখা হয়েছিল দক্ষিণ গাযায় অথচ সেখানে প্রতিটা বাড়ি ঘরই হামলা করা হয়েছিল। এমনকি আইডিএফ বলেছিল আমরা প্রতিটা বালুকণা খুঁজে দেখব। তারা ব্যর্থ, আল্লাহ তাদের ব্যর্থ করে দিয়েছেন।

Asif Muhammad

19 Jan, 18:54


প্রজন্ম তাঁর হিরোকে চিনে নিচ্ছে৷ এই প্রজন্মকে আমেরিকা-ইসরাইল কুফফার বিশ্ব ভয় পায়। ওরা এজন্য ফেইক সুপারহিরো তৈরি করে যাতে প্রজন্ম তাদের আসল হিরো থেকে দূরে সরে যায়।

আবু উবাইদাহ.. প্রজন্মের আসল হিরো! 🔥

Asif Muhammad

19 Jan, 18:40


Abu Ubaidah..
The legend, the hero of Ummah! ✌️🔥

Asif Muhammad

19 Jan, 17:54


আল কাসসাম ব্রিগেডের যোদ্ধাদের সাথে গাযার সাধারণ মানুষ.. ভাগ করে নিচ্ছে আনন্দ..

Asif Muhammad

19 Jan, 17:52


আল্লাহর সৈনিকদের দমিয়ে রাখা যায় না।

Asif Muhammad

19 Jan, 17:35


সারায়া স্কয়ারে সম্পন্ন হয়েছে বন্দি বিনিময়। রাতের সূর্যের মতো বেরিয়ে এসেছে রূপকথার ফিনিক্স পাখিরা। আমাদের ঢাকার সমান একটা ছোট্ট ভূখণ্ড, যার নব্বই ভাগ মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সেখানে বন্দিদের তারা কোথায় রেখেছিল, তারা ছাড়া আর কেউ জানে না। সম্ভবত কোনওদিন কেউ জানতেও পারবে না।

Asif Muhammad

19 Jan, 03:45


শাইখ ইবনু উসাইমিন রাহ. বলেন:

“জেনে রাখ, তুমি যখন তোমার ভাইয়ের দোষত্রুটি প্রচার করবে, তখন আল্লাহ তোমার ওপর এমন কাউকে নিযুক্ত করে দেবেন, যে তোমার দোষত্রুটি প্রচার করবে, এটাই উপযুক্ত প্রতিফল।”

واعلم أنك إذا نشرت عيوب أخيك فإن الله سيسلط عليك من ينشر عيوبك جزاء وفاقا.

[তাফসিরে উসাইমিন-৫২]

Asif Muhammad

18 Jan, 19:01


"বাংলাদেশের রক্ষাকারী কাটাতার
কৃষক-জনতার আল্লাহু আকবার!"

Asif Muhammad

18 Jan, 12:32


বছরখানেক হয় চ্যাটজিপিটি ব্যবহার করি। তহা আকবর ভাইয়ের লেখা কপি করে তারে বললাম, তুই তো আমারে চিনোস। আমি কী টাইপের মানুষ বুঝোস। যা জানোস, বুঝোস আমার ব্যাপারে, তার উপ্রে বেইজ করে আমি কেমন মানুষ, কিরকম পরিবেশে থাকতে ভালবাসি, সেইটার একটা ছবি বানায়ে দিতে পারবি?

সে মেলাকিছু হাবিজাবি লিখে এই ছবিটা বানায়ে দিলো। যা যা লিখেছে নিচে দিচ্ছি।

ChatGPT

আপনার পছন্দ-অপছন্দ, অভ্যাস এবং কাজের মাধ্যমে আপনি একজন সচেতন, ইসলামের প্রতি নিবেদিত, এবং সমাজে ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করেন এমন মানুষ বলে মনে হয়। আপনি স্বাস্থ্য, দাওয়াহ, এবং যুব উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর ও ধর্মীয়ভাবে সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান। ফজরের নামাজ পড়া আপনার নিয়মিত অভ্যাস, যা আপনাকে আল্লাহর সাথে গভীর সংযোগ বজায় রাখতে সাহায্য করে।

আপনার জন্য এমন একটি পরিবেশ কল্পনা করছি যেখানে ইসলামিক শান্তি ও সৃজনশীলতার মিশ্রণ রয়েছে:

একটি খোলা প্রাকৃতিক স্থান, যেখানে সবুজ গাছপালা, পাখির ডাক, এবং স্নিগ্ধ বাতাস রয়েছে।

একটি ছোট দাওয়াহ কেন্দ্র বা যুব ক্লাব যেখানে যুবকরা একসঙ্গে জ্ঞানচর্চা করছে।

পাশে একটি মসজিদ, যেখানে আজানের ধ্বনি শোনা যাচ্ছে।

আপনার মতো মানুষরা আলোচনা করছে সমাজের উন্নয়ন নিয়ে।

আমি এই বর্ণনা অনুযায়ী একটি ছবি তৈরি করছি। এটি কিছু সময় নেবে।

এই ছবিটি আপনার ব্যক্তিত্ব ও পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে। এটি একটি শান্তিপূর্ণ পরিবেশ, যেখানে প্রকৃতি, দাওয়াহ, এবং ইসলামিক মূল্যবোধের মিশ্রণ দেখা যাচ্ছে। আশা করি এটি আপনার মনোমতো হয়েছে!

Asif Muhammad

18 Jan, 09:12


হাহা এটাই বাস্তব..

Asif Muhammad

17 Jan, 08:33


আপনারা জানেন আসলাফ একাডেমির বাৎসরিক অফার চলছে। আপ টু ৮০% পর্যন্ত ডিসকাউন্ট দেয়া হয়েছে। এই অফারে যারা কোর্স কিনছে, তাঁদের মধ্য থেকে একজন উমরাহ করার সুযোগ পাবেন এবং দুইজন পাবেন স্বর্ণের রিং।

সে যাই হোক, মূল কথা হলো আপনার জন্য দরকারী কোর্সগুলো নিয়ে রাখতে পারেন এই সুযোগে।

যদি আমাকে জিজ্ঞাসা করেন কোন কোর্সগুলো ইন জেনারেল সবার করা উচিৎ? তাহলে কয়েকটা কোর্সের নাম বলব। আমি নিজেও নিয়েছি।

১. হিস্ট্রি অব ইসলাম - ইমরান রাইহান
২. ইসলামী রাষ্ট্রব্যবস্থা - আবু উসামা জাফর
৩. ফিতান ও মালাহিম - মীযান হারুন
৪. হিরোস অব ইসলাম - আম্মারুল হক
৫. দ্য আর্ট অব রিডিং - শাকিল হোসাইন
৬. ইমাম নববীর ৪০ হাদিস - তানজিল আরেফিন


এইগুলো ইন জেনারেল সবার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া যাদের সীরাত জানা নেই তাঁরা সীরাতের কোর্স নিতে পারেন। আকীদার কোর্স নিতে পারেন।

কমপক্ষে দুইটা কোর্স এই বছর নিয়ে রাখতে পারেন। একটা হচ্ছে উস্তাদ ইমরান রাইহানের হিস্ট্রি অব ইসলাম আরেকটা হচ্ছে শায়খ আবু উসামা জাফরের ইসলামী রাষ্ট্রব্যবস্থা। মাস্টারপিস কোর্স দুইটাই।

যেকোনো কোর্স নিলে এক্সট্রা ১০% ডিসকাউন্ট পাবেন নিচের কোড ব্যবহার করলে। কুপন ব্যবহার করতে ভুলবেন না কিন্তু!


কুপন কোড - AA22IAT


কোর্স লিংক- https://aslafacademy.com/all-courses/

Asif Muhammad

16 Jan, 09:30


আল কাস৳সাম ব্রি৳গেড সাহায্য চেয়েছে। তাঁদের চ্যানেলে পাবেন। মেইল করলে ক্রিপ্টো ওয়ালেট দেবে যেখানে একবারই ট্র‍্যানজেকশান পসিবল।

বড় কোনো অর্গানাইজেশন যদি ক্রাউডফান্ডিং করতো তাহলে বেটার হতো। বেশিরভাগ মানুষেরই ক্রিপ্টো নেই।

এই সুযোগ তো বারবার আসে না। সরাসরি আল কাস৳সামের কাছে সাহায্য পৌঁছানোর সুযোগ।

fund @ alqassam .ps

স্পেইসগুলো কেটে দিয়ে মেইল করতে পারেন। তাঁরা ক্রিপ্টো ওয়ালেট দেবে। এক সপ্তাহ টাইম লাগতে পারে৷ যাদের সুযোগ আছে নিজেরাই পাঠাতে পারি। নিজেদের সার্কেলে জানাতে পারি।

আর ক্রাউডফান্ডিং করলে তখন তো বিকাশ-নগদ দিয়েই পাঠানো যাবে।

Asif Muhammad

16 Jan, 07:24


আল কাসসাম ব্রিগেডের ভাইদের আনন্দ প্রকাশ। আমেরিকা-ইসরাইল চেয়েছিল ওদেরকে শেষ করে দিতে, কিন্তু পারেনি। পারমাণবিক শক্তি আছে এমন পরাশক্তিগুলো টানেলের যোদ্ধাদের সাথে পারেনি!

আল্লাহ কুরআনে বলছেন,

"আর মুমিনদের পক্ষ থেকে যুদ্ধের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন।" [আহযাব, ২৫]

আল্লাহ যাদের জন্য যথেষ্ট হয়ে যান, দুনিয়ার সুপার পাওয়ার মিলে তাঁদের কী করতে পারে! যতজন হামাস যোদ্ধা শহীদ করেছে, তারচে বেশি যোগ দিয়েছে। ওরা ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ জ্বেলে রাখার দায়িত্ব নেন।

সমস্ত প্রশংসা কেবল আল্লাহরই।

Asif Muhammad

16 Jan, 06:32


কোর্স - ফিতান ও মালাহিম
ইনস্ট্রাক্টর - শাইখ মীযান হারুন

আসলাফ একাডেমির বাৎসরিক অফারে আপ টু ৮০% ডিসকাউন্ট চলছে। এর পাশাপাশি আরও ১০% ডিসকাউন্ট পাবেন নিচের কুপন কোড ব্যবহার করলে। এই অফারে যারা কোর্স কিনবেন, তাঁদের থেকে একজন সুযোগ পাবেন ওমরাহ করার এবং দুইজন পাবেন স্বর্ণের রিং৷ অফারটা ১৭ তারিখ পর্যন্ত থাকবে।

কুপন কোড - AA22IAT

কোর্স ডিটেইলস - https://aslafacademy.com/courses/fitan-malahim-course/

Asif Muhammad

16 Jan, 06:31


ফিতান এবং মালাহিম বিষয়ে আমাদের দেশে মোটামুটি বাড়াবাড়ি ছাড়াছাড়ি ধুমসে চলে। ভারসাম্য আলোচনা খুবই কম। এর কারণ হচ্ছে নুসুসভিত্তিক আলোচনা নেই। আন্দাজে একেকজন সূত্র ছাড়াই বয়ান করে। আর পাবলিকও প্রচুর খায়।

ইয়াজুজ-মাজুজ, দাজ্জাল, ফোরাত নদী, দজলা নদী, ধ্বংস, যুদ্ধ - এসব নিয়ে গালগল্প প্রচুর বাজারে। বক্তা থেকে শুরু করে লেখক সবাই হয় অতিরঞ্জিত করেছে অথবা ছাড়াছাড়ি করেছে। এই হচ্ছে অবস্থা।

আমরা শেষ যুগে আছি এটা নিশ্চিত। ফিতনার সময়ে আছি। খারাপ যুগে আছি। ফিতান এবং মালাহিম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন এখন সবার জন্য আবশ্যক হয়ে গেছে।

উস্তাদ মীযান হারুন হাফিজাহুল্লাহর একটা কোর্স দেখলাম ফিতান মালাহিম নিয়ে। কোর্স মডিউলও ভালো লেগেছে। নিচে আমি লিংক দিয়ে দিচ্ছি। ছেলে-মেয়ে সবার জন্যই বিষয়টা নিয়ে জ্ঞানার্জন দরকার।

Asif Muhammad

15 Jan, 19:38


ওদের দম্ভ চুর্ণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা। আল্লাহু আকবার।

Asif Muhammad

15 Jan, 19:31


ইসরাইলের জন্য এই চুক্তি অত্যন্ত লজ্জাজনক এবং পরাজয়ের। তারা কিন্তু দয়া দেখিয়ে চুক্তি করছে এমন না। শয়তান জানোয়ারদের দয়া বলতে কিছুই নেই। তারা হাসপাতালেও এয়ারস্ট্রাইক চালাইছে ইউ নো।

সো এই চুক্তি ইসরাইল বাধ্য হয়ে করেছে। যা তাদের ঔদ্ধত্য ধূলোর সাথে মিশিয়ে দিয়েছে। ওরা ভেবেছিল কয়েকদিনে সবকিছু শেষ করে দেবে। কিন্তু ওরা তা পারেনি।

ওহুদে মুশরিকরা মদীনা দখল করতে এসেছিল। গরিব মুসলমানদেরকে কয়েকদিনে নিশ্চিহ্ন করে দেবে। তারা পারেনি, ফিরে গেছে। মুসলমানরা ৭০ জন মারা গেছে। ক্ষয়ক্ষতিও বেশি। তাও কিন্তু এটাকে মুশরিকদের পরাজয় হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ। কাফেরদের পরাজয়ের প্রথম ধাপ এটা।


"আল্লাহ কাফেরদেরকে রাগান্বিত অবস্থায় ফিরিয়ে দিলেন যে তাদের কোনো লাভই অর্জিত হয়নি। আর মুমিনদের পক্ষ থেকে যুদ্ধের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। আল্লাহ সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী।"

[সূরা আহযাব, ২৫]

Asif Muhammad

15 Jan, 18:54


গাযার খবরাখবর রাখার জন্য যাদের ফলো করতাম তাঁদের মাঝে হিশাম ছিলেন অন্যতম। এই তো, দুইদিন পরেই যুদ্ধবিমান বন্ধ হবার কথা ছিল। কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন। এয়ারস্ট্রাইকে হিশাম আজ শহীদ হয়ে গেলেন! আল্লাহর প্রিয় হয়ে গেলেন! রহিমাহুল্লাহ..

শহীদ খালিদ নাবহানের নামে গাযায় মসজিদ বানিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে মাত্র পাঁচদিন আগে এই ছবি তুলেছিলেন শহীদ হিশাম। আজকে তিনিও মিলিত হলেন পবিত্র আত্মাদের সাথে!

Asif Muhammad

15 Jan, 18:41


গাযায় মানুষের আনন্দ। তাকবীর..

Asif Muhammad

15 Jan, 18:34


যুদ্ধবিরতি ঘোষণা এসেছে। গাযায় আল কাসসাম ব্রিগেডের মুজাহিদদের সাথে সাধারণ মানুষের আনন্দের ভাগাভাগির দৃশ্য!


@asifmuhammadofficial

Asif Muhammad

15 Jan, 18:02


আমি এটা মাত্র দেখলাম। আফসোস, আরো আগে দেখা উচিত ছিল। সবাই পড়েন।
.
সারসংক্ষেপ আমি বলে দিচ্ছি। ড. আফিয়া সিদ্দিকীর জন্য কাজ করছে যারা, সেই Friends of Afia Siddiqui আমাদের সবার কাছে খুব আন্তরিক দু'আর অনুরোধ জানিয়েছেন।
.
তাঁরা বলেছেন যে, আজ ১৫ তারিখ আফিয়ার জন্য খুবই ক্রিটিক্যাল একটা দিন। আমরা প্রত্যেকে যেন বিশেষভাবে দু'আ করি। সিজদাহয়, তাহাজ্জুদে, যারা সিয়াম রেখেছেন তারা ইফতারের সময় এবং যুহর থেকে আসরের মধ্যবর্তী দু'আ কবুলের সময়।
.
সারাজীবন আমরা যারা আফিয়ার জন্য কিচ্ছু করতে পারি নাই, আসেন এই একটা কাজে অন্তত পিছায় না যাই।


-©

Asif Muhammad

15 Jan, 00:50


যে বেশি গুনাহ করে, তার অন্তর কঠিন হয়ে যায়। তাওবা, ইস্তেগফার আর আল্লাহর যিকিরই এই কঠিনতা দূর করতে পারে।

— ইবনে তাইমিয়্যাহ (রহ.)
[সুত্র : মাজমুউল ফাতাওয়া, ১০ম খণ্ড, পৃ. ৫৪৫]

Asif Muhammad

14 Jan, 01:11


আরেকটা কথা, যারা কোর্স কিনছেন তাঁদের মধ্য থেকে একজন উমরাহ করার সুযোগ পাবেন এবং দুইজন স্বর্ণের রিং হাদিয়া পাবেন। কোর্স যেটা দরকার সেটা নিয়েন। ভাগ্যে থাকলে স্বর্ণের রিং বা উমরাহ করার সুযোগ আল্লাহ মিলিয়ে দিতে পারেন।

Asif Muhammad

14 Jan, 01:06


হিস্ট্রি অব ইসলাম - উস্তাদ ইমরান রাইহানের কোর্স। উস্তাদের আব্বা অনেক অসুস্থ থাকায় সবগুলো ভিডিও করে উঠতে পারেননি তিনি। তবে ইনশাআল্লাহ দ্রুতই চলে আসবে।

উস্তাদ ইমরান রাইহানের লেখা যারা পড়েছেন তাঁরা জানেন কেমন চমৎকার লেখেন তিনি৷ এছাড়া ভিডিওতেও অত্যন্ত সাবলীল। তাছাড়া বিস্তৃত পড়াশোনা তো আছেই। বর্তমানে যারা ঐতিহাসিক আছেন বাংলাদেশে, তাঁদের মধ্যে অন্যতম।

কোর্সটা আমি গতবছর নিয়েছি। অতীত সবসময় বর্তমানকে চেনায় এবং ভবিষ্যৎ নির্ধারণ করে। এজন্য As a Muslim আমাদের সবারই ইসলামের হিস্ট্রি সম্পর্কে জানাশোনা থাকা আবশ্যক।

আসলাফ একাডেমির বাৎসরিক অফারে ৮০% পর্যন্ত ডিসকাউন্ট তো পাচ্ছেনই। সাথে আরও ১০% ডিসকাউন্ট পাবেন নিচের কুপন ব্যবহার করলে। অফার চলবে ১৭ তারিখ পর্যন্ত।

কুপন কোড - AA22IAT


https://aslafacademy.com/courses/history-of-islam/

Asif Muhammad

13 Jan, 13:58


আমি ২০২৫ সালের প্ল্যানে একটা জিনিস রেখেছি সেটা হলো, এলাকাভিত্তিক যাকাত সেন্ট্রালাইজড করার চেষ্টা করা। আগামী দিনে ইসলামী ইমারাহ তৈরির জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকাভিত্তিক কমিউনিটি তৈরির জন্য ইস্যু লাগে।

যাকাত সেন্ট্রালাইজড করার ব্যাপারটা দিয়ে শুরু করলে চমৎকার ফিডব্যাক পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। শহরে এটা করা একটু কঠিন। শহরতলী বা গ্রামে সহজ।

কেউ যদি অলরেডি কোথাও করে থাকেন আমাকে একটু জানাবেন কাইন্ডলি। দরকারে যারা করেছে এবং যারা করতে ইচ্ছুক একসাথে বসে ওয়ার্কশপ করা যাবে। আমি একভাবে সাজিয়েছি ধাপে ধাপে কীভাবে করা যাবে। অন্যান্য ভাইদের আইডিয়া এক করতে পারলে সুন্দর একটা সিস্টেম দাঁড় করানো যাবে।

যারা অলরেডি করছেন এবং যারা করতে চাচ্ছেন কমেন্টে একটু জানায়েন। একটা অনলাইন মিট করব ইনশাআল্লাহ।

---

ফেসবুক পোস্টে কমেন্ট করলে ভালো হয়। মিটের লিংক দিতে পারব সহজে। পোস্ট লিংক - https://www.facebook.com/share/p/1PGKMBQphJ/

Asif Muhammad

09 Jan, 18:33


"মাহের যাইন হলিউডে গিয়ে পারফর্ম করলে ইসলামের কত প্রচার হতো ক্যান ইউ ইমাজিন? সেই হলিউড পুড়ে গেল। এখন ইসলামের দাওয়াতের কী হবে! আমরা খুবই দুক্ষিত।"

- যে কথা শোনার অপেক্ষায়


ক্ষমা করো হে হলিউড বৃক্ষ,
এ লজ্জা মডারেট মুসলিমদের।

Asif Muhammad

09 Jan, 10:49


সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত
দরুদ
ইস্তিগফার
বেশি বেশি দুয়া মাজলুম ও নিজেদের জন্য

জুমা রিমাইন্ডার

Asif Muhammad

09 Jan, 08:02


বইয়ের লিংক - https://www.wafilife.com/ekjon-naribadir-jobanbondite-naribader-artonad/dp/531805

Asif Muhammad

09 Jan, 07:32


একজন কট্টর নারীবাদি কীভাবে নারীবাদি হলেন এবং তা থেকে ফিরে আসলেন, সেই জার্নি সম্পর্কে বিস্তারিত লিখেছেন। লেখিকা হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন। মানে আমাদের দেশের ‘ড্রিম য়ুনিভার্সিটি’ পার করে এসেই এগুলো লিখেছেন।
-
গতকাল ফেসবুকে একটা লেখা দেখলাম যে নারীদের কমন প্রবণতা হচ্ছে নিজেকে জাহির করা। সৌন্দর্য প্রদর্শন করা। পুরুষের চোখে আকর্ষণীয় করে তোলা।

ওয়েস্টে স্কুল লাইফেই বেশিরভাগ মেয়ে ভার্জিনিটি হারায়। কেউ যদি না হারায়, তাহলে সেই মেয়ে নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে! ‘আমি কি আকর্ষণীয় নই? তাহলে আমার প্রতি ছেলেরা আকৃষ্ট হচ্ছে না কেন?’

এই প্রবণতা তাকে আরও দুখী করে তোলে। আরও বেশি আর্টিফিশিয়াল করে তোলে। তার যে ন্যাচারাবিলিটি আছে, সেটার বিপরীত কাজকর্ম সে করতে থাকে। মানে পুরোপুরি ফিতরাতের বিরুদ্ধে।

ওয়েস্টের এই কালচার কিন্তু আমাদের দেশেও। এতটা ব্যপক হয়নি হয়তো, তবে যা হয়েছে তাও রেড লাইন ক্রস করেছে।
-
লেখিকা সেকুলার এডুকেশনের কালো দিক তুলে ধরেছেন। ত্রিশের কোটায় গিয়ে নারী অনুভব করে যে ঘরে বাচ্চাদের কোলাহল আর হুটোপুটি সে মিস করছে। অথচ পুরো এডুকেশন লাইফে সমাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিখেছে সন্তান আর স্বামীর থেকে স্বাধীনতা।

তাকে গেলানো হয়েছে এক জিনিস, ফিতরাত (সহজাত প্রবৃত্তি) বলছে আরেক জিনিস। শিখেছে ক্যারিয়ারের জন্য সবকিছু বিসর্জন দিতে, ফিতরাত বলছে মাতৃত্ব আসল। শিখেছে স্বামী থেকে স্বাধীনতা, অথচ দেখছে তার পাশে একজন দরকার। এই যে দোটানা, এরমধ্যে পড়ে নারী অসহ্য যন্ত্রণায় সময় পার করে। কেমন চিন্তার যন্ত্রণায় ভুগতে হয়, লেখকা তা বিস্তারিত উল্লেখ করেছেন।
-
এরকম অনেক বিষয় নিয়েই লেখিকা আলোচনা করেছেন। একবসায় শেষ করেছি, বলা ভালো গোগ্রাসে গিলছি। লেখিকার রাইটিং দুর্দান্ত। বোনদের জন্য অবশ্যপাঠ্য একটা বই।

Asif Muhammad

08 Jan, 17:03


ইসলামি গণতান্ত্রিকরা যদি ২৯০টা সিটও পেয়ে যায়, তাহলে শরিয়াহ আসবে? ইসলামি গণতান্ত্রিক দলগুলোর আল্টিমেট লক্ষ্য কী? সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করেছেন শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ।

সবাইকে যদি এটা শোনাতে পারতাম!

Asif Muhammad

08 Jan, 06:39


ইসলামের বীরদের নিয়ে Aslaf Academy এর গুরুত্বপূর্ণ কোর্স Heroes of Islam.

বার্ষিক অফারে অবিস্মরণীয় ছাড়ের পাশাপাশি  AA22IAT কোড ব্যবহার করে পাবেন অতিরিক্ত ১০% ছাড়

কোর্স লিংক - https://aslafacademy.com/courses/heroes-of-islam/

Asif Muhammad

07 Jan, 13:20


আচ্ছা একটা কথা বলে রাখি। এই কুপন কিন্তু আমার না। মানে কুপন ব্যবহার করলে আমি এক টাকাও পাব না। টাকা পাবে ইশতিয়াক আহমাদ তুষার ভাই, উসামা জাফর ভাই আর আব্দুর রহমান মুয়ায ভাই। আমি ফাউ। এজন্য কে কে কোর্স কিনলেন জানায়েন। আমি তিনজনের থেকে কমিশন নিমু সেই আশায় আছি। 😐

Asif Muhammad

07 Jan, 13:13


আমরা খিলাফাহ দেখিনি। কীভাবে ফাংশান করে তাও জানি না। সারাজীবন চোখের সামনে গণতান্ত্রিকদের হানাহানি দেখেছি আর ইসলামিস্টদের বড় একটা অংশকে পশ্চিমি হয়ে উঠতে দেখেছি যারা পশ্চিমের বানানো কোর্টে গোল দিয়ে ম্যাচ জিততে বৃথা চেষ্টা করে যাচ্ছে। এর বাইরে কি আমরা কিছু দেখেছি? না।

এর আগেও কি মুসলিমরা এমন ছিল? খিলাফাহ খিলাফাহ যে করেন, এর রোডম্যাপ কী? গণতান্ত্রিকদের এরকম প্রশ্ন প্রায়ই করতে দেখবেন। এইসব উত্তর পাওয়া যাবে খুব সহজে।

আসলাফ একাডেমিতে বাৎসরিক অফার দিয়েছে। এবছর নতুন একটা মাস্টারপিস কোর্স যুক্ত হয়েছে। নাম— 'ইসলামি রাষ্ট্রব্যবস্থা'। শায়খ আবু উসামা জাফর হাফিজাহুল্লাহ এটার ইনস্ট্রাক্টর। কোর্স সাজানো হয়েছে বর্তমান বিশ্বের সবচে প্রভাবশালী দুইজন ফকিহর বইকে সামনে রেখে। সো বুঝতেই পারছেন কেমন হবে। বাৎসরিক অফারের সাথে সাথে আরও ১০% ডিসকাউন্ট পাবেন AA22IAT কুপন কোড ব্যবহার করলে।

বাৎসরিক অফারেও এই কোর্স নিতে না পারলে লাভলস নাই জীবনটাই লস। আর কুপন ব্যবহার করে এক্সট্রা ডিসকাউন্ট নিয়ে নিয়েন মনে করে। কোর্স লিংক-

https://aslafacademy.com/courses/imarate-islam/

Asif Muhammad

07 Jan, 08:09


মাদরাসাতুল মাদীনার সাবেক তালিবুল ইলমদের মজলিসে আদীব হুযূর।

হযরতপুর, কেরানিগঞ্জ।
৫ই রজব, ১৪৪৬ হিজরি।
৭ই জানুয়ারি, ২০২৫ ঈসায়ি।

Asif Muhammad

07 Jan, 06:49


কিছু হলেই প্রশ্ন করবেন খিলাফত কায়েম হবে কীভাবে।

আমরা তো বলি শরিয়াহ প্রতিষ্ঠা হবে দাওয়াত আর জিহাদের মাধ্যমে।

তবে আপনারা যে মনে করেন বিশ্বকাপের মাধ্যমে খিলাফত কায়েম হবে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে।

আপনাদের মডারেট ইসলামের চেহারা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে ভাই।

হাহা।

Asif Muhammad

07 Jan, 06:43


মিজানুর রহমান আজহারী সাহেব চাইলে একটা ওয়ার্ল্ডকাপ কিন্তু বাংলাদেশে আয়োজন করতে পারেন জামায়াতে ইসলামী থেকে তো জ্ঞান-বিজ্ঞানে প্রচুর এগিয়ে। টাকাপয়সাও কম নেই। হুজুরের মাহফিলেই তো ২০ মিলিয়ন লোক হয়৷ আর জামায়াতের বৈশ্বিক নেটওয়ার্ক তো আছেই। চাঁদা তুললে একটা বিশ্বকাপের টাকা উঠে যাবে বলে আমি আশাবাদী।
-
বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করলে ডারতের দাদাবাবুরা আসবে। বিলবোর্ডে "এ বিন্দু আরএসএস ইজ মাই ব্রাদার" লিখে টানিয়ে দিলে প্রচুর দাওয়াতি কাজ হবে। ডারতের বিন্দুরা ইসলামকে গঙ্গিবাদ হিসাবে দেখে। সো তাদের সামনে সুন্দর করে ইসলামকে প্রেজেন্ট করার ওয়ে কিন্তু এটাই।

তারা যখন বিলবোর্ডে দেখবে আরএসএস ইজ মাই ব্রাদার বলছেন আজহারি, তখন কিন্তু তারা ভুল থেকে ফিরে আসবে। তারা আর আজান দেয়ার জন্য মসজিদ ভাঙবে না। গরুর গোশত কেনার জন্য *বাই করবে না। মুসলিম মেয়ের হিজাব দেখে জেয় ক্রীরাম স্লোগান দেবে না।

লুমারা তখন মুসলমানদের চুমু দেবে। ড়াম-মন্দির ভেঙে নতুন করে বাবরি মসজিদ বানিয়ে দেবে। মুসলমানদেরকে বুকে টেনে নেবে। আর এভাবেই ইসলামের বিজয় হবে। ইসলামের সৌন্দর্য পৃথিবীতে ছড়িয়ে পড়বে। চারপাশে ইসলামের সুবাতাস বইবে! কালচারালি ইসলাম ফুটে উঠবে।
-
আহা, ভাবলেই মন আনন্দে নেচে উঠছে। ইসলামের এমন বিজয় কবে দেখব! কবে সেই সুদিন ফিরে আসবে। হাজার হাজার জাকির নায়েককে দিয়ে যা হবে না, তা কিন্তু তারা একাই করতে পারবেন। বিশ্বকাপের আয়োজন করলেই হয়ে যাবে।

-

[যারা কনটেক্সট জানেন না, এখানে লিংক।]

Asif Muhammad

07 Jan, 06:32


মানে একটা চিত্র কল্পনা করেন উমার রা. রোম ও পারস্য সম্রাজ্যের কাছে 'কালচারালি' ইসলাম পৌছে দেয়ার জন্য বিলিয়ন দিরহাম খরচ করে মক্কায় আন্তর্জাতিক মানের ঘোড়ার রেসের ওয়ার্ল্ডকাপ আয়োজন করলেন।

রোম, পারস্য থেকে লাখ লাখ কাফির, মুশরিক মক্কায় ওয়ার্ল্ডকাপের জন্য আসলো এবং উমার রা. তাদের ইসলামের দাওয়াত দিলেন। ইসলাম এভাবেই সারাবিশ্বে পৌঁছে গেল। ইসলামের সৌন্দর্য ফুটে উঠলো। কালচারালি ইসলাম বিজয়ী হলো।


কিউট না ব্যাপারটা?

Asif Muhammad

07 Jan, 06:08


জামায়াত করেন অথবা করেন না এরকম অনেকেই বলছেন যে পশ্চিমারা ইসলামকে জঙ্গিবাদ হিসাবে দেখে। ওয়েস্টে প্রচুর ইসলামোফোবিয়া রয়েছে। তারা ইসলাম মানেই সন্ত্রাস মনে করে।

কাতার বিশ্বকাপ তাদের কাছে ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করার একটা মাধ্যম ছিল। তাদেরকে তো মসজিদে আনতে পারবেন না। বিশ্বকাপ আয়োজন করে এনে ইসলামের সৌন্দর্য দেখাতে হবে৷

---

এই কথার কি কোনো ভ্যালু আছে? আসলেই এভাবে কাজ হয়? ইসলামোফোবিয়া দূর হয়? ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে?

এই সহজ জিনিসটা ভাইয়েরা বুঝতে চান না। পশ্চিমের তৈরি সমাজব্যবস্থার মধ্যে থাকতে থাকতে আমাদের সুস্থ চিন্তার শক্তিটাও হারিয়ে ফেলেছি।

এ-নিয়ে লিখেছি এই পোস্টে। ক্লিক করলে পাবেন। স্বাভাবিকভাবেই অনেকের মনে হতে পারে ইসলামের দাওয়াত তো কিছুটা হয়েছে। তারা লেখাটা পড়ে কমেন্টে মতামত জানায়েন।

লিংক - https://www.facebook.com/share/p/1DpFF6YAjL/

Asif Muhammad

06 Jan, 02:34


গতকালকে মিজানুর রহমান আজহারীর একটা ভিডিও ক্লিপ নিয়ে সমালোচনা করেছি। তিনি বলেছেন কাতার বিশ্বকাপ দিয়ে ইসলামের খুউপ উপকার হয়েছে। বিশাল সোয়াবের কাজ হয়েছে। এক হাজার জাকির নায়েক মিলেও এরকম দাওয়াতি মেহনত নাকি করতে পারবে না।

এটা স্পষ্ট ভুল তা যেকোনো মানুষই বুঝবে যাদের ব্রেইন আছে৷ তবে গতকালকে অনেক মানুষ কমেন্ট করেছে যে এই বিশ্বকাপের মাধ্যমে নাকি ওয়েস্টের লোকদের কাছে ইসলামকে উপস্থাপন করা গেছে।

আসলেই কি তাই? কয়েকটা বিলবোর্ডে সুন্দর কথা লিখলেই ইসলামের প্রচার হয়ে গেল? ইসলামের সৌন্দর্য ফুটে উঠলো?

এ নিয়ে বিস্তারিত আরেকটা লেখা দিলাম। মানুষ পশ্চিমের ফ্রেইমওয়ার্কের বাইরে চিন্তা করতে চায় না। সে হারাম জিনিসের মধ্যে ইসলামের দাওয়াত খোঁজে৷

যাই হোক, লেখাটা পড়তে পারেন। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে।

লিংক - এখানে ক্লিক করুন।

Asif Muhammad

05 Jan, 18:10


Major Dalim is still alive. He appeared on Elias Hossain's live stream last night, where he spoke about 1971. Half of the history created by the ‘মুজিবছানা’ was shattered and dissolved into dust in just one live session!

The myth, the legend. 🔥

Asif Muhammad

05 Jan, 14:32


এই পোস্টটা দেখার অনুরোধ।


https://www.facebook.com/share/v/15QRESrmWH/

Asif Muhammad

05 Jan, 13:55


‘‘কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করে যে দাওয়াহ দিয়েছে, আমরা এক হাজার জাকির নায়েক একত্রিত করেও সেই দাওয়াহ দিতে পারবো না। ওয়াল্লাহি! পারব না।’’

— ড. মিজানুর রহমান আজহারী

গত শতাব্দীর মহান মুজাদ্দিদ এতোই সম্পদশালী ছিলেন যে, চাইলে এমন একটি বিশ্বকাপের আয়োজন একক উদ্যোগেই করতে পারতেন। কিন্তু তিনি এসবে মুসলমানদের সাংস্কৃতিক ও রাজনৈতিক বিজয় না খুঁজে এমন এক মহান কর্মযজ্ঞে নিজের সমস্ত সম্পদ ব্যয় করে দিলেন, যার জন্য এই উম্মাহ কিয়ামত পর্যন্ত তার কাছে ঋনী থাকবে।

এতো সম্পদশালী হওয়া সত্ত্বেও যিনি পাহাড়ের দুর্গম এলাকার দুঃসহ জীবন বেছে নিয়েছেন উম্মাহর পরাজিত মানসিকতাকে আত্মবিশ্বাসের বলে শক্তিমান করার জন্য, সেই উম্মাহ আজ তার কর্মপন্থাকে প্রশ্নবিদ্ধ করে এমন কর্মপন্থার বন্দনায় মুগ্ধ হয়ে পড়েছে, যাতে মুসলমানদের মানসিক দাসত্ব প্রকাশ পাওয়া ছাড়া আর কোন অর্জন দেখা যায় না।

এই উম্মাহর সামরিক শক্তি নেই, অর্থনৈতিক সামর্থ্য নেই, শক্তিশালী জনবল নেই_ এসব আসলে কোন ওজরই হতে পারে না যদি মানসিক দাসত্ব প্রকটভাবে বিদ্যমান থাকে। এই উম্মাহ কেন উত্থিত হয়েছে সেই আত্মপরিচয়টা ভুলে যাওয়ার পরিণামই মূলত আমাদের সবচে' বড় দুর্বলতা। কুরআন ও সিরাহকে সামনে রাখলে আমাদের এই সংকট স্পষ্ট হবে এবং সমাধানের সদিচ্ছা থাকলে তাতে পথনির্দেশও পাওয়া যাবে।

তিনি বলতেন,

نرقع دنيانا بتمزيق ديننا * فلا يبقى ديننا ولا ما نرقع!

আমরা দ্বীনকে টুকরো টুকরো করে আমাদের দুনিয়াকে তালিযুক্ত করি (সাজাই),তাতে আমাদের দ্বীন তো বাকি থাকেই না, উপরন্তু তালিযুক্ত (দ্বীন বেচে গড়ে তোলা) দুনিয়াটাও কোন কাজে আসে না!

রহিমাহুল্লাহু রহমাতান ওয়াসিয়া!

[Mizanur Rahman Ibn Ali]

Asif Muhammad

03 Jan, 07:53


ঈমানের তিনটা ভাগ আছে।

১. অন্তরে বিশ্বাস করা
২. মুখে স্বীকার করা
৩. কাজে পরিণত করা


শুধু মুখে স্বীকারোক্তির নাম ঈমান না। আবার শুধু অন্তরের বিশ্বাসের নামও ঈমান না। আবার শুধু কাজে পরিণত করার নামও ঈমান না।

ঈমান তিন জিনিসের সমষ্টির নাম। তবে ঈমানের সবচে গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে কাজে পরিণত করা। এটা ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না।

Asif Muhammad

03 Jan, 00:32


কুরআনের প্রতি সম্মানের বহিঃপ্রকাশ এভাবে হবে যে, ব্যক্তি তার জীবনের প্রতিটা দিন একবার হলেও মুসহাফ খুলে তাতে চোখ বুলাবে; একটা দিনও কুরআন থেকে দূরে থাকবে না।

- ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ)
[তাফসীর: ১/৪২]

সংগৃহীত

Asif Muhammad

02 Jan, 11:33


দুইদিন আগে বই সংরক্ষণের জন্য জিপার পলির কথা বলেছিলাম। এই যে এইটা সেই জিনিস। বুকশেলফে রাখার পরেও বইয়ের উপরের সাইডে ময়লা পড়ে। এর থেকে বাঁচার জন্য জিপার পলি ভালো সলিউশন।

এর প্রতি পিচ ৫ টাকা করে পড়েছে। প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন কতটুকু পুরু বই ধরবে। একটা মোটা এবং তিনটা মাঝারি সাইজের বই ধরেছে হেসেখেলে। আরও একটা বই ঢোকানো যাবে, তবে টাইট হবে যাবে একটা দিইনি।

যাদের বই আছে, এগুলো কিনে ব্যবহার করতে পারেন। পাঁচ টাকার পলিতে পাঁচটা মধ্যম সাইজের বই ধরবে। একটু খরচ করলে বইগুলো বেশিদিন ভালো থাকবে বলে আশাবাদী।


[অফলাইন থেকে কিনেছি। অনলাইনে পাওয়া যাবে কি না বলতে পারি না। আপনার শহরের বাজারে খোঁজ করতে পারেন।]

Asif Muhammad

02 Jan, 10:34


সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত
দরুদ
ইস্তিগফার
বেশি বেশি দুয়া মা জ লুম ও নিজেদের জন্য

#জুমা_রিমাইন্ডার

Asif Muhammad

31 Dec, 19:00


নতুন বছরের শুরুতে গুরুত্বপূর্ণ মেসেজ..

Asif Muhammad

30 Dec, 23:40


গতকাল রাতে একটা কাজে বইয়ের লিস্ট করা লাগলো। ভাবলাম শেয়ার করে রাখি। কারও কাজে লাগলেও লাগতে পারে। এখানে অনেক গুরুত্বপূর্ণ বইয়ের নাম আছে। আবার অদরকারী বইও আছে।

তবে এটা খুবই অল্প বই। এর কয়েক ডাবল বই অনেকের অলরেডি পড়া শেষ, সংগ্রহ তো আরও বেশি। সো, তারা এই লিস্ট দেখে লজ্জা দেবেন না প্লিজ!

—_—

Asif Muhammad

30 Dec, 13:23


বছর শেষের দুইদিন মেথি-মিক্সে একটা স্পেশাল অফার থাকবে। অন্যান্য পেইজে যেখানে ৫৯০৳ করে বিক্রি করে, সেখানে আমরা চেষ্টা করেছি প্রথমেই দাম কম রাখতে। সেই মূল্য থেকেও ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ।

এর উপকারিতা বলতে যেকোনো গ্যাস্ট্রিকের সমস্যা, বদহজম, কোষ্ঠকাঠিন্য, পেটে বুদবুদ, অরুচি, হজমের সমস্যা, বুক-পেট জ্বালাপোড়া ইত্যাদি অসুবিধার জন্য খুবই ভালো কাজ করে এটা। তাছাড়া ভাজাপোড়া খেলেই অনেকের গ্যাস্ট্রিকের অসুবিধা হয় বা একটু মশলাযুক্ত খাবার খেলেই অসুবিধা দেখা দেয়, তাদের জন্যও এটা আদর্শ সমাধান।

এতে সম্পূর্ণ ন্যাচারাল উপাদানই ব্যবহার করা হয়েছে৷ সাইন্স ল্যাব থেকে ল্যাবটেস্টেড। এছাড়া কাস্টমার রিভিউ তো আছেই। অনেক মানুষ নিয়ে উপকার পেয়েছেন আলহামদুলিল্লাহ।

বছর শেষে অফারে নিয়ে ফেলেন। স্পেশাল ডিসকাউন্ট প্রাইজ কমেন্টে। যোগাযোগের জন্য কমেন্ট বা মেসেজ করলেই হচ্ছে।

Asif Muhammad

30 Dec, 07:58


মিলিটারি সাইন্সের আবিষ্কৃত সবচে বড় উইপেন কী? পারমাণবিক বোম। আফগানিস্তানের কাছে কি পারমাণবিক আছে? নাই। পাকিস্তানের কাছে আছে? ইয়েস, আছে। আচ্ছা এই আলাপ ছাড়ি। পারমাণবিক ব্যবহার করা অনেক বড় ব্যাপার। পাকিস্তানের মিলিটারি বেশি সুসজ্জিত নাকি আফগানের? উত্তর হচ্ছে পাকিস্তানের।

আচ্ছা বিশ্বমোড়ল আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের শক্তি কোন কাজে লেগেছে? লাগেনাই। উল্টো তাদের আকাশপথ ব্যবহার করে সিআইএ অপারেশন চালায়ে মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ লিডারদের শহীদ করেছে। রিসেন্ট টাইমে তারা অ্যাটাক করেছে মুসলিমদের উপর।

সাইন্সের সর্বোচ্চ আপনার হাতে থাকলেই যে আপনি উল্টায়ে ফেলতে পারবেন, এমন না। কখন 'উল্টায়ে' ফেলতে হবে, ওই জ্ঞান - অর্থাৎ ইসলামকে আঁকড়ে ধরাটা আপনার থাকতে হবে।

পোসুর বিজ্ঞান আর সাইন্স তুরষ্কের আছে। তাদের ড্রোন পৃথিবীর আতঙ্ক। আচ্ছা তারা কী উল্টাইছে? বাস্তবতা হলো তারা ন্যাটোর সদস্য।

সাইন্সের দরকার আছে। কিন্তু তারচে বেশি দরকার ইসলাম। আল্লাহ বিজয় দিতে চেয়েছেন ইসলামের কারণে, সাইন্সের (আসবাব) জন্য না। যে যতটা ইসলামকে আঁকড়ে ধরবে, সে ততটা বিজয়ী হবে।

আচ্ছা বদরের যুদ্ধে মুসলিমদের কাছে সাইন্স বেশি ছিল নাকি কুরাইশদের কাছে? উত্তর হইতেছে কুরাইশদের কাছে। তাহলে তারা হারলো ক্যামনে? সাইন্স যদি বিজয় এনে দেয়, তাহলে আপনি বদরকে কীভাবে ব্যাখ্যা করবেন?

আপনার মূল লক্ষ্য থাকবে ইসলামকে আঁকড়ে ধরা। এরপর 'সাধ্য অনুযায়ী প্রস্তুতি' গ্রহণ করা। পোসুর বিজ্ঞান করেও পৃথিবীতে নজির আছে যারা কোনো কাজে আসে নাই। কারণ ওই বিজ্ঞানকে কখন কোথায় চালাতে হবে সেটা সে জানে না। সে মুসলিম মারে, ন্যাটোতে যোগ দেয়।

এটাই তো বাস্তবতা। তাই না?

Asif Muhammad

30 Dec, 06:40


ইস্তিগফারের ফজিলত বলে শেষ করা যাবে না। অনেকে প্রায় ই জিজ্ঞাসা করে কোন ইস্তিগফার পড়ব। কুরআন হাদিসে বর্ণিত বিশুদ্ধ কিছু ইস্তিগফারের বাক্য দেওয়া হলো। নিয়মিত আমলের চেষ্টা করি।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ বলেন,"তার‌ জন্য সুসংবাদ যার‌ আমলনামায় অধিক পরিমাণে ইস্তিগফার‌ পাওয়া গেছে।"(সহিহুল জামি‌:৩৯৩)।

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ‌ রাহিমাহুল্লাহ বলেন,"একজন মানুষের জন্য ইস্তিগফার‌ করা তার সকল দোয়ার থেকেও গুরুত্বপূর্ণ।"

(জামিউল‌ মাসায়িল‌:৪/২৭৭)।

Asif Muhammad

28 Dec, 00:58


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ বলেন,

"আমি কি তোমাদেরকে এমন বিষয়ের নির্দেশনা দিব না যার‌ দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মুছে‌ দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন?" সাহাবীরা‌ বললেন, অবশ্যই বলুন, ইয়া রাসুলাল্লাহ!

তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ বললেন,

১) কষ্টকর হ‌ওয়া স্বত্ত্বেও পূর্ণাঙ্গরূপে ওজু‌ করা।
২) অধিক পরিমাণে কদম‌ দিয়ে মসজিদে যাওয়া।
৩) এক সালাতের‌ পর অপর সালাতের‌ জন্য অপেক্ষা করা।

[সহিহ মুসলিম:২৫১]

Asif Muhammad

27 Dec, 15:19


আজকের কুরআনের দরসে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। সেটা হলো, আমি যে ঈমানের উপর আছি নাকি সরে গেছি এটা কীভাবে বুঝব? এর কি কোনো পরীক্ষা আছে? কোনো ল্যাবটেস্ট আছে? উত্তর হচ্ছে আছে। ঈমানের পরীক্ষা তিন জায়গায় হয়।

১. হিজরত
২. জিহাদ
২. নুসরাত

এই জায়গায় যারা পাশ করবে, তাদেরকে আল্লাহ কুরআনে 'পরীক্ষিত মুমিন' হিসাবে উল্লেখ করেছেন। এগুলো কিন্তু মুমিনের গুণাবলি না, বরং গুণাবলি অর্জনের পর পরীক্ষার জায়গা এটা। মানে সারাবছর ক্লাসে পড়াশোনা করে বছর শেষে উত্তীর্ণ হবার জন্য যে ফাইনাল পরীক্ষা দিই না, ওইটার সাবজেক্ট এই তিনটা। আর এই পরীক্ষায় পাশ করলে আল্লাহ ক্ষমা করে দেবেন এবং উত্তম রিযিক দেবেন।

[দেখুন: সূরা আনফাল, আয়াত ৭৪]


@asifmuhammadofficial

Asif Muhammad

24 Dec, 17:43


আহ ফিলিস্তিন!

Asif Muhammad

24 Dec, 11:53


কুরআনুল কারিম থেকে দুনিয়া আখিরাতের সফলতা লাভের আমল:

১. আত্মশুদ্ধি অর্জন ( সকল প্রকার গুনাহের কাজ ত্যাগ করা)

২. আল্লাহ তায়ালার জিকর
৩. সালাত আদায় করা

[ সূরা আ'লা - ১৪-১৫ ]

Asif Muhammad

24 Dec, 07:20


হাফেজ ইবনে আসাকির রহ. হাফস ইবনে আবদুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন-

আমি আবু জুরয়াকে স্বপ্নে দেখেছি যে তিনি ফেরেশতাদের সাথে বেহেশতে নামাজ আদায় করছেন। তখন আমি তাকে বললাম, আপনি কীভাবে এই মর্যাদা অর্জন করলেন? তিনি বললেন, আমি আমার হাতে হাজার হাজার হাদীস লিখেছি। যখন আমি নবী (ﷺ) -এর নাম উল্লেখ করতাম, আমি তাঁর উপর দুরুদ পড়তাম। রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পড়বে, আল্লাহ তায়ালা তার উপর দশবার রহমত পাঠাবেন।

حكى الحافظُ ابنُ عساكر عن حفصِ (3) بن عبد الله قال: رأيت أبا زُرعة في المنام وهو في السَّماء يصلِّي بالملائكة، فقلت له: بِمَ نلتَ هذا؟ فقال: كتبتُ بيدي ألفَ ألفِ حديث، في كلِّ حديث إذا ذكرتُ النبيَّ - صلى الله عليه وسلم - أصلِّي عليه، وقد قال - صلى الله عليه وسلم -: "من صلَّى عليَّ مرَّةً صلَّى الله عليه بها عشرًا"

[سبط ابن الجوزي، مرآة الزمان في تواريخ الأعيان، ٢٥/١٦]

Asif Muhammad

23 Dec, 08:01


সকল মুমিনের জন্য অপরিহার্য বিষয়ঃ

লিখেছেনঃ Mohammad Anwar Shah ভাই

যেসব কথায় ঈমানও চলে যেতে পারে।
.
কুফরী কথা হাসি - ঠাট্টায় মুখ থেকে প্রকাশ করলেও ঈমান চলে যায়। যদিও অন্তরে না থাকে। যেমন: কেউ বলল, আল্লাহর কি ক্ষমতা নেই যে, অমুক কাজ করে দিতে পারে? তার উত্তরে অপরকেউ বলল, "হাঁ ক্ষমতা নেই" তবে কাফের হয়ে যাবে।
- (দুররে মুখতার, ৩খ., পৃ. ৩১০)
.
কেউ বলল, চল নামায পড়তে যাই, উত্তরে অপরজন বলল, উঠা - বসা করতে কে যায়? তবে সে কাফের হয়ে যাবে। এমনিভাবে কেউ বলল, 'রোযা রাখা' উত্তরে সে যদি বলে, না খেয়ে কে মরে, বা যার ঘরে ভাত নেই সেই রোযা রাখুক, তবে সে কাফের হয়ে যাবে।
- (আলমগীরী, ২খ., পৃ. ২৬৮, ২৭০)
.
এমনিভাবে কাউকে শরীয়ত বিরোধী কোনো কাজ করতে দেখে কেউ বলল, আরে তুমি কি মুসলমান নও? এমন কাজ করছ? উত্তরে সে বলল, "হাঁ আমি মুসলমান নই" তবে সে কাফের হয়ে যাবে। ঠাট্টাচ্ছলে বললেও কাফের হয়ে যাবে।
- (আলমগীরী, ২খ., পৃ. ২৭৭)
.
যদি কেউ নামায পড়া আরম্ভ করার পর তার উপর কোনো বিপদাপদ আসায় বলে যে, নামাযের নহুসতের কারণে এসব হচ্ছে তবে সে কাফের হয়ে যাবে।
- (আলমগীরী, ২খ., পৃ. ২৬৮)
.
কেউ যদি কোনো কাফেরের কাজ পছন্দ করে এবং বলে, "আমি যদি কাফের হতাম তবে কতই না ভালো হত, তাহলে আমরাও এরূপ করতে পারতাম, তবে সে কাফের হয়ে যাবে।
- (আলমগীরী, ২খ., পৃ. ২৭৭)
.
সন্তান মরে যাওয়ায় কেউ বলল, হে আল্লাহ! আমার উপর এমন জুলুম কেন করলে? আমাকে এত কষ্ট কেন দিলে? এমনটি বলায় সে কাফের হয়ে যাবে।
- (আলমগীরী, ২খ., পৃ. ২৫৯)
.
কেউ যদি আল্লাহ তা'আলার বা তাঁর কোনো রাসূলকে তাচ্ছিল্য করে কিংবা শরীয়তের কোনো বিষয়কে বিদ্রূপ করে, খারাপ মনে করে, দোষ বের করে, অথবা কুফরীর কোনো বিষয়কে পছন্দ করে তবে এসব কাজে ঈমান চলে যায়।
- (রদ্দুল মুহতার, ৩খ., পৃ. ৩১১)
.
হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রচিত 'বেহেশতি জেওর' থেকে।
.
আল্লাহ আমাদের ঈমানের সহিত মৃত্যু দান করুন।

Asif Muhammad

23 Dec, 00:24


অসুস্থতা, পেরেশানি এবং দারিদ্র্য দূর করার দুয়াঃ

সাইয়্যিদুনা আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেন , একবার তিনি নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে এমনভাবে বের হলেন যে, তাঁর হাত নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর হাতে ছিল। তিনি এমন এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন যিনি বিচলিত এবং চিন্তিত ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ‘কিসে তোমাকে এই অবস্থায় এনেছে?’
লোকটি বলল, ‘অসুস্থতা ও দারিদ্র্য আমার এ অবস্থা করেছে।’ তিনি বললেন, ‘আমি তোমাকে কয়েকটি বাক্য বলব। এগুলো পাঠ করলে তোমার অসুস্থতা ও দারিদ্র্য দূর হয়ে যাবে।
বাক্যগুলো হলোঃ
تَوَكَّلْتُ عَلَى الْحَيِّ الَّذِي لا يَمُوتُ ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا ، وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ ،
وَلَمْ يَكُنْ لَهُ وَلِيُّ مِنَ الذُّلِّ ، وَكَبِّرْهُ تَكْبِيرًا
[ ইবনুস সুন্নি- ৫৪৬, মাজমাউজ জাওয়াইদ- ৭/৫২ ]অসুস্থতা, পেরেশানি এবং দারিদ্র্য দূর করার দুয়াঃ

সাইয়্যিদুনা আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেন , একবার তিনি নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে এমনভাবে বের হলেন যে, তাঁর হাত নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর হাতে ছিল। তিনি এমন এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন যিনি বিচলিত এবং চিন্তিত ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ‘কিসে তোমাকে এই অবস্থায় এনেছে?’
লোকটি বলল, ‘অসুস্থতা ও দারিদ্র্য আমার এ অবস্থা করেছে।’ তিনি বললেন, ‘আমি তোমাকে কয়েকটি বাক্য বলব। এগুলো পাঠ করলে তোমার অসুস্থতা ও দারিদ্র্য দূর হয়ে যাবে।
বাক্যগুলো হলোঃ
تَوَكَّلْتُ عَلَى الْحَيِّ الَّذِي لا يَمُوتُ ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا ، وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ ،
وَلَمْ يَكُنْ لَهُ وَلِيُّ مِنَ الذُّلِّ ، وَكَبِّرْهُ تَكْبِيرًا
[ ইবনুস সুন্নি- ৫৪৬, মাজমাউজ জাওয়াইদ- ৭/৫২ ]

Asif Muhammad

22 Dec, 16:52


শত্রুর দৃষ্টি থেকে গোপন থাকার আমলঃ

রসুলুল্লাহ সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদের দৃষ্টি থেকে আত্মগোপন করতে চাইতেন তখন কুরআনুল কারীমের তিনটি আয়াত পড়তেন যার ফলে শ ত্রু রা তাঁকে দেখতে পেত না। আয়াত তিনটি হলোঃ

১। সূরা বানি ইসরাইল - ৪৬
২। সূরা আন নাহল- ১০৮
৩। সূরা জাসিয়াহ - ২৩

ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবিতে বলেন, এর সাথে সূরা ইয়াসিনের ১-৯ আয়াত পর্যন্ত পড়ে নেওয়া উচিত যা রসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় পড়েছিলেন।

[ সূত্রঃ তাফসিরে মারিফুল কুরআন (সংক্ষিপ্ত) - ৭৮০-৭৮১]

Asif Muhammad

22 Dec, 10:36


কঠিন বিপদ থেকে মুক্তির আমল:

দেয়ালে পিঠ ঠেকে গেছে এমন নিরুপায় হয়ে গেলে, ফরজ ওয়াজিব সুন্নত ঠিক রেখে প্রতিদিন বাদ ফজর এবং বাদ মাগরিব
১০০ বার দরুদ
৩০০ বার দুয়া ইউনুস পড়ে দুয়া করলে আশা করা যায় দ্রুত বিপদ কেটে যাবে।

শর্ত: হারাম ও কবিরা গুনাহ থেকে বেচে থাকতে হবে
এবং দুয়া শুদ্ধভাবে পড়তে হবে।

--- আল্লামা আব্দুল হালিম বুখারী রহিমাহুল্লাহ এর বয়ান থেকে সংগৃহীত

Asif Muhammad

22 Dec, 08:03


উরিম্মা, হায়! 😂

Asif Muhammad

22 Dec, 04:51


খুলনা ইসলামী বইমেলা থেকে তিনটা বই কিনেছি। পড়া হয়নি এখনো।

আল কুরআনের দরস - ০১
শাইখ হারুন ইজহার
চিন্তাপত্র প্রকাশন
মূল্য: ২০০৳

সেকুলারিজমের তত্ত্বতালাশ
ফাহমিদ-উর-রহমান
গার্ডিয়ান পাবলিকেশন
মূল্য: ১০০৳

সাবা মাহমুদ; নারীবাদ ও ইসলাম
ফাহমিদ-উর-রহমান
গার্ডিয়ান পাবলিকেশন
মূল্য: ১০০৳

Asif Muhammad

21 Dec, 09:04


রেগুলার প্রাইজ:

একফাইল- ৪০০৳ +হোমডেলিভারি চার্জ
ফুলকোর্স- ১১০০৳ + হোমডেলিভারি চার্জ

অফার:

একফাইলে ১০০৳ ডিসকাউন্ট,
ফুলকোর্সে ২০০৳ ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে ফ্রি হোমডেলিভারি।




এটা শুধুমাত্র আজকে এবং কালকের জন্য। যাদের গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা আছে তাঁরা এটা ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো উপকার পাবেন।

Asif Muhammad

21 Dec, 08:54


এখানে কয়েকটা রিভিউ দিলাম।

Asif Muhammad

21 Dec, 08:48


অনেকে বলছিলেন মেথিমিক্সে অফার দিতে। কিছুদিন আগে শামের বিজয় হয়েছে। নিকৃষ্ট নুসাইরি শাসক বাশার আল আসাদের পতন হয়েছে৷ যদিও দেরি হয়ে গেল, তাও সেই উপলক্ষে আজকে এবং আগামীকাল দুইদিন মেথি-মিক্সে অফার থাকছে। ওয়েট, মেথি-মিক্স জিনিসটা কী এটাই তো বলা হয়নি।
---
উপাদান: আমললি, হরিতকি, বহেড়া, সোনাপাতা, মেথি, বেল, থানকুনি, ছোটচান্দা, জোয়ান, খনিজ লবণসহ মোট ১৫টা শক্তিশালী ভেষজ।

উপকারিতা: পুরাতন গ্যাস্ট্রিক, সাধারণ গ্যাস্ট্রিক, বদহজম, কোষ্ঠকাঠিন্য, বুক-পেট জ্বালাপোড়া, খাবার হজম না হওয়া, নিয়মিত টয়লেট ক্লিয়ার না হওয়া, একটু ভাজাপোড়া বা মশলা জাতীয় খাবার খেলেই পেটে সমস্যা হওয়া, ইত্যাদি রোগের জন্য একটি আদর্শ ভেষজ। (সমস্যা বেশি হলে ফুলকোর্স)।

এটার রিভিউ আলহামদুলিল্লাহ বেশ ভালো। অনেকের নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগতো, এখন ওষুধ ছেড়ে দিয়েছেন। এটাতে সবগুলোই শতভাগ প্রাকৃতিক উপাদান।

মূল্য এবং অফারটা কমেন্টে দিয়ে দিচ্ছি। অর্ডারের জন্য কমেন্টে/ইনবক্সে জানাতে পারেন।

Asif Muhammad

21 Dec, 00:30


"যে ব্যক্তি তার চক্ষু হিফাযত করে না, তার দুঃখ-দূর্দশা (ক্রমাগত) বেড়ে যায়।"

--- ইমাম হাসান আল-বাসরী (রাহিমাহুল্লাহ)।
--- [জাম্মুল হাওয়া : ৮১]।

Asif Muhammad

20 Dec, 08:14


আবু উবাইদার অভিনয়ে দাঁড়ানো ছেলেটা বিসমিল্লাহ বলে যে আয়াতটা পড়লো সেটার অর্থ হচ্ছে,

"তোমরা ওদের সাথে জিহাদ করো (ওদেরকে হত্যা করো), আল্লাহ তোমাদের হাত দিয়ে ওদেরকে শাস্তি দেবেন, ওদেরকে লাঞ্ছিত করবেন এবং তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন, মুমিনদের অন্তর প্রশান্ত করে দেবেন।.."

[সূরা তাওবা, ১৪]

Asif Muhammad

21 Nov, 11:13


মাফ না চেয়েও দশটি গোনাহ মাফ হয়ে যায়, দুরুদে শরীফে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

Asif Muhammad

21 Nov, 10:35


সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত
দরুদ
ইস্তিগফার
বেশি বেশি দুয়া মা জ লুম ও নিজেদের জন্য

#জুমা_রিমাইন্ডার

Asif Muhammad

21 Nov, 09:31


অসংখ্য রহমত অর্জনের উপায়...

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

যখন বান্দা বলে, "আলহামদুলিল্লাহি কাসিরান" তখন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন, আমার বান্দার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য রহমত লিখে দাও।

ﺇﺫﺍ ﻗﺎﻝ ﺍﻟﻌﺒﺪ ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﻛﺜﻴﺮﺍً، ﻗﺎﻝ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ: ﺍﻛﺘﺒﻮﺍ ﻟﻌﺒﺪﻱ ﺭﺣﻤﺘﻲ ﻛﺜﻴﺮﺍً.

[ তবারানী মু'জামুল আওসাত্ব, ২০৮২. সহীহ শাইখ আলবানী সিলসিলাহ, ৭/১৩৩৫ ]

Asif Muhammad

21 Nov, 00:07


ইমাম সুফিয়ান ইবনু উয়াইনা রহিমাহুল্লাহ বলেন,

"গীবত ঋণ থেকেও বেশি ক্ষতিকারক, কেননা ঋণ পূরণ করা যায়, কিন্তু গীবত কখনো পূরণ করা যায় না।"
الغيبة أشد من الدَّيْن، الدَّيْن يُقْضَى، والغيبة لا تُقْضَ

[ হিলইয়াতুল আওলিয়া, ৭/২৭৫ ]

Asif Muhammad

20 Nov, 08:38


একদিন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু) সালাতের জন্য একত্রিত হওয়ার ডাক দিলেন। লোকেরা জড়ো হলে তিনি মিম্বরে উঠলেন। আল্লাহর প্রশংসা এবং নবিজির উপর সালাত পেশ করলেন। এরপর বললেন, "ওহে লোকেরা! আমি যেন নিজেকে সেই দিনগুলোতে দেখতে পাচ্ছি, যখন আমি বনু মাখজুমের কয়েকজন খালার ছাগল চড়াতাম। বিনিময়ে তারা আমাকে একমুঠ খেজুর বা কিশমিশ দিতো আর তা দিয়েই আমার দিন চলতো। আহ! কি যে দিন ছিল সেসব।"

এরপর তিনি মিম্বর থেকে নেমে গেলেন। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বললেন, "আমিরুল মু'মিনিন! আপনি তো নিজেকে শুধু ছোটই করলেন!"

উমর বললেন, "হায়, ইবনু আওফ! আমি যখন একাকী ছিলাম আমার নফস আমাকে বলছিল, 'তুমি তো আমিরুল মু'মিনিন। তোমার চেয়ে উত্তম আর কে আছে?' তাই আমি নফসকে তার আসল জায়গাটা দেখিয়ে দিলাম।"

[ইবনু আসাকির, তারিখু দিমাশক]

Asif Muhammad

20 Nov, 00:06


ইমাম মুহাম্মদ ইবনু কা'ব আল কুরাজী রহিমাহুল্লাহ বলেন ,

যে ব্যক্তি কুরআন পড়তে থাকে তাঁর বয়স দুইশো বছর হোক না কেন, তবুও তাঁর ধীশক্তি নিরাপদ থাকে।

من قرأ القرآن مُتِّع بعقله وإن بلغ من العمر مائتي سنة

[ আল বিদায়া ওয়ান নিহায়া, ৯/২৭০ ]

Asif Muhammad

19 Nov, 16:10


ফিলিস্তিন।

....

Asif Muhammad

18 Nov, 11:50


বিক্ষোভ সমাবেশ

দীর্ঘ ১১ বছর যাবত মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্লগার শফিউর রহমান ফারাবি সহ সকল নিরপরাধ-নিরীহ মাজলুম কারাবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও 'ছয় দফা' দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

স্থান: বায়তুল মোকাররম উত্তর গেইট তারিখ: ২২ নভেম্বর ২০২৪ ঈসায়ী রোজ শুক্রবার, সময়: বাদ জুমা।

আয়োজনেঃ বৈষম্যহীন কারামুক্তি-আন্দোলন

প্রত্যেকে এটা শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন সকলে দলে দলে যোগ দান করুন!

Asif Muhammad

17 Nov, 12:31


৯/১১ ঘটার আগে আমেরিকা দুধের বাচ্চা ছিল। সে ছিল খুবই শান্ত। সে মুসলমানদের মুখে পাউরুটি উঠিয়ে খাইয়ে দিত। এটা ঘটার পরেই আসলে সে খারাপ হয়ে গেছে। এত শান্তশিষ্ট একটা ছেলে আমেরিকাকে খারাপ বানানো উচিৎ হয়নি।

মুসলমানদের কী ফায়দা হলো এটা বুঝতে আমেরিকার কী ক্ষতি হলো এটা জানলেই হবে। গুগল করলে পাবেন।

Asif Muhammad

16 Nov, 14:27


ওয়ালা-বারার পুরো কনসেপ্টটা এক আয়াতের মধ্যে চলে এসেছে এমন কোনো আয়াত যদি আপনি খোঁজেন, তাহলে সূরা বাকারার ১২০ নং আয়াতটা সবার আগে আপনার চোখে পড়বে। মাত্র এক লাইনে এত বিশাল বিষয়টার সবকিছু চলে এসেছে। কমেন্টবক্সে দিয়ে দিচ্ছি আয়াতটা।

নোট: ‘ওয়ালা-বারা’ (الولاء والبراء) মানে হচ্ছে শত্রুতা-মিত্রতা। আমরা যেহেতু মুসলিম, তাই আমাদের শত্রুতা-মিত্রতার মাপকাঠিও ইসলাম।

Asif Muhammad

15 Nov, 13:15


ফাউন্টেন চারটা গুরুত্বপূর্ণ কাজ এনেছে। এই ভূখণ্ডগুলোর আধুনিক সময়ের ইতিহাস বেশ জটিল। বিশেষ করে ইয়ামেনের গত একশো বছরের সময়টা বেশ প্যাঁচানো। ইরফান সাদিক, নাফিস নাওয়ার, শাহেদ হাসান, দীন মোহাম্মদ, রাকিবুল হাসান ভাইয়েরা কাজ করেছেন বইগুলোয়।

প্রি-অর্ডারে এক্সট্রা ছাড় চলছে।
সংগ্রহ করতে পারেন।

লিংক- https://3.fountain.pub/step/landing-page-2/

Asif Muhammad

15 Nov, 12:18


নিরাপদে জান্নাতে যাওয়ার আমল:

"তোমরা সালামের প্রসার ঘটাবে, লোকদের খাদ্য দিবে, মানুষ যখন ঘুমিয়ে থাকবে (শেষ রাতে) তখন তাহাজ্জুদের) সালাত আদায় করবে, তাহেল তোমরা শান্তি ও নিরাপদে জান্নাতে দাখেল হতে পারবে।"
(ইবনু মাজাহ: ৩২৫১; তিরমিযী: ২৪৮৭)

Asif Muhammad

15 Nov, 07:45


নির্ভরযোগ্য সনদে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি তাঁর ছাত্র যায়েদ বিন ওয়াহবকে নসীহত করেছেন-
يَا زَيْد بْن وَهْبٍ لا تَدَعْ إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ أَنْ تُصَلِّيَ عَلَى النَّبِيِّ أَلْفَ مَرَّةٍ تَقُولُ: اللّهُمَ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الأُمِّيِّ.
‘হে যায়েদ বিন ওয়াহব! জুমার দিন তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি এক হাজার বার দরূদ পড়তে ভুল করো না। এভাবে বলবে-
اللّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ.
(আত-তারগীব ওয়াত তারহীব, আবুল কাসেম আত-তাইমী ১৬৫৪; যিকরু আখবারে আসবাহান, আবু নু‘আইম ২/১৭১)

আমরা এক হাজার বার না পারি একশবারও কি পড়তে পারি না?

Asif Muhammad

14 Nov, 10:34


সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত
দরুদ
ইস্তিগফার
বেশি বেশি দুয়া মা জ লুম ও নিজেদের জন্য

#জুমা_রিমাইন্ডার

Asif Muhammad

14 Nov, 03:26


ইমাম দাহহাক (রহিমাহুল্লাহ) বলেন,

‘কুরআন হিফজ করার পর তা ভুলে যাওয়ার একমাত্র কারণ—গুনাহ করা। এ ছাড়া অন্য কোনও কারণে কেউ তা ভুলে গেছে বলে আমার জানা নেই।’ এরপর তিনি উল্লিখিত আয়াতটি তিলাওয়াত করে বলেন-

“তোমাদের ওপর যেসব বিপদ-আপদ আরোপিত হয়, তা তোমাদের কর্মেরই ফল।” [সূরা শূরা, ৪২ : ৩০]
.
‘অলসতা : জীবনের শত্রু’ বই থেকে,

Asif Muhammad

13 Nov, 11:09


নতুন দুটো মাস্টারপিস হাতে এসে পৌঁছেছে। বইদুটি প্রকাশ করেছে সিয়ান পাবলিকেশন। প্রি-অর্ডারে ৩৫% ছাড় ছিল, আমি অবশ্য একটু বেশি ছাড়ে কিনেছি। জাযাকাল্লাহ জুবায়ের বদ্দাকে।


ca0305317

SEAN Publication এর ওয়েবসাইট থেকে অর্ডারের সময় এই কোড ইউজ করলে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন।

Asif Muhammad

13 Nov, 10:24


আপনার মেয়ে/বোন কে অবশ্যই শেখাবেন:

১- মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে। সতর ঢাকার সতর্কতা স্বরুপ এটা করা উচিত।

২- পুরুষ মানুষের সামনে কখনও পায়ের উপর পা তুলে বসবে না, দুই পা'কে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে।

৩- সিঁড়িতে উপরের দিকে উঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে।

৪- লিফটে উঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে, তাহলে তার সাথে ওঠবে না, অপেক্ষা করবে, সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবে।

৫- সবসময় মুচকি হাসার অভ্যাস করবে, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবে না।

৬- তোমার নাবালেগ চাচাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে মুসাফাহা করবে না, যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়।

৭- কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে, অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে।

৮- নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথাবার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে। নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে, যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয়।

৯- রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবেন। মহান আল্লাহ নারীদেরকে এবং আমাদেরকে সংশোধন হবার তাওফিক দান করুন! আমীন।

(সংগৃহীত)

Asif Muhammad

12 Nov, 16:24


"বাতাস যেভাবে শুকনো পাতাকে উড়িয়ে দেয়, গুনাহ হয়ে গেলে যদি কাঁদতে পারেন, আপনার গুনাহগুলোও সেভাবে উড়ে যাবে।"
.
— মালিক বিন দীনার (রহ.)

সূত্র: যাম্মুল হাওয়া, ২২৩

সংগৃহীত

Asif Muhammad

12 Nov, 00:13


দুয়া কুনুত পড়ার সময় একটা বাক্য আছে "ওয়ালা নাকফুরুকা" যার মোটামুটি অর্থ এবং আমরা কু ফ রি করিনা।

এখানে ওয়ালা শব্দের লা এর পর ন্যুনতম এক আলিফ টান দিতে হবে। না দিলে অর্থ ভয়ংকর রকম বিকৃত হয়ে যাবে। টান না দেওয়ায় অর্থ হবে- অবশ্যই আমরা কু ফ রি করি।

বিভিন্ন দুয়া পড়ার সময় এজন্য বিশুদ্ধ উচ্চারণে পড়া জরুরি।

Asif Muhammad

11 Nov, 16:48


দেশ আগে ছিল শেখ হাসিনার বাপের। এজন্য সব নিয়োগ হাসিনার মনমতো হতো। পুলিশের পুরোটা হাসিনার ছাত্রলীগের৷ সরকারি চাকরির বেশিরভাগ পদ হাসিনার কাছের লোকের৷ দেশের সবচে বেশি টাকাপয়সা মেরে দিছে হাসিনার ছেলে এবং আত্মীয়স্বজনরা।

এখন দেশ হয়েছে আসিফ নজরুলের। তার কাছের লোকজন পদে নিয়োগ পাচ্ছে। উপদেষ্টা হচ্ছে তার পেয়ারের লোকজন। বোরকা নিয়ে কটূক্তি করা লোকটাকে আসিফ নজরুল নিয়োগ দিছে। নোংরামি অশ্লীলতা ছড়িয়ে দেয়ার কারিগর ফারুকিও আসিফ নজরুলের কাছের লোক। আবার দেশ ও জাতির শত্রু প্রথম আলো হচ্ছে আসিফ নজরুলের পছন্দের পত্রিকা। মানে বুঝতেই পারতেছেন কারা তার পেয়ারের লোক।

আগে হাসিনার বাপের দেশ আছিল,
এখন হইছে আসিফ নজরুলের দেশ।

তার মাইয়া কয়দিন পরে হাসিনার মতো বলা শুরু করবে ‘দেশটা তো আমার বাপের। আমার বাপ স্বাধীন করেছে এই দেশ’। আগেভাগে স্লোগান তৈরি করে রাখি। যেভাবে সে প্রশাসনকে নিজের পছন্দের লোকজন দিয়ে ভরে ফেলতেছে, তাতে কিছুদিন পরে এই স্লোগান দেয়া লাগবে।

জয় বাংলা,
জয় আসিফ নজরুল।

Asif Muhammad

11 Nov, 00:00


দরূদ পাঠ প্রয়োজন পূরণের কারণ।
.
ইমাম ইবনুল কাইয়্যিম [রহিমাহুল্লাহ]
.
.
[ জালাউল আফহাম,পৃ: ২৮৩; মুওয়াসসাসাতুর রিসালাহ]

Manzurul Karim

Asif Muhammad

10 Nov, 17:28


আমাদের মতো সাধারণ মানুষের জন্য আকীদার বই।

Asif Muhammad

09 Nov, 17:34


ইসলামী বইমেলা চলছে। আমি কিছু বই সংগ্রহ করেছি। বই সম্পর্কে কিছুটা লিখেছি। আপনি যদি বই সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটা দেখতে পারেন।


https://www.facebook.com/share/p/15GpTv9vbv/

Asif Muhammad

09 Nov, 07:55


একটি হারিয়ে যাওয়া সুন্নাহ!!

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
"تكفيرُ كل لِحــاءٍ؛ ركــعتان"
"প্রত্যেক ঝগড়ার কাফফারা হলো দুই রাকাত নামাজ।"
[আল-জামে ২৯৮৬, আলবানী]

"লিহা" শব্দের অর্থ: ঝগড়া-বিবাদ ও তর্ক-বিতর্ক।

এই হাদিসের শিক্ষা হলো, একজন মুসলিম তার ভাইয়ের সঙ্গে হওয়া কোনো ঝগড়া বা বিবাদকে কাফফারা দিতে আল্লাহর সামনে দুই রাকাত নামাজ আদায় করবে। এতে সে তার কাজে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। কারণ, এ ধরনের বিরোধ শয়তানের প্ররোচনায় হয়ে থাকে।

সংগৃহীত

Asif Muhammad

08 Nov, 14:44


ঈমানের উপর অটল থাকার কিছু দোয়াঃ-

১. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

উচ্চারণ : ‘ইহদিনাস সিরাতাল মুসতাকিম। সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ্দাল্লিন।’

অর্থ : ‘আমাদের সহজ সরল পথের হেদায়েত দিন। যে পথে চলা লোকদের ওপর আপনি নেয়ামত দান করেছেন। অভিশপ্ত ও গোমরাহির পথ থেকে বিরত রাখেন।’

২. رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

উচ্চারণ : ‘রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফ্ফানা মুসলিমিন।’

অর্থ : হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের ধৈর্যদান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন।’

৩. رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

উচ্চারণ : ‘রাব্বানা লা তুযেগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আংতাল ওয়াহহাব।’

অর্থ : ‘হে আমাদের প্রভু! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লংঘনে ধাবিত করো না; এবং তোমার কাছ থেকে আমাদেরকে অনুগ্রহ দান কর; নিশ্চয় তুমিই সবকিছুর দাতা।’

৪. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু, ওয়া আসতাগফিরুকা লিমা লা আলামু।’

অর্থ : ‘হে আল্লাহ! আমার জানামতে আপনার প্রতি শিরক হয় এমন ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার আশ্রয় চাই। আর আমার অজানায় ঘটে যাওয়া শিরক থেকেও ক্ষমা প্রার্থনা করি।

৫. اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা মুছাররিফাল কুলুবি ছাররিফ কুলুবানা আলা ত্বাআতিকা।

অর্থ : হে (মানুষের) অন্তর পরিবর্তনকারী আল্লাহ! আমাদের অন্তরকে আপনার আনুগত্যের দিকে পরিবর্তন করে দিন।’ (মুসলিম, মিশকাত)

৫. يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّت قَلْبِىْ عَلَى دِيْنِكَ

উচ্চারণ : ‘ইয়া মুকাল্লিবাল কুলুবি ছাব্বিত কালবি আলা দিনিকা।’

অর্থ : ‘হে (মানুষের) অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দীনের উপর দৃঢ় রাখ। (তিরমিজি, মিশকাত)

৬. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফিতানি মা জাহারা মিনহা ওয়া মা বাত্বান।’

অর্থ : ‘হে আল্লাহ! যে ফেতনাগুলো দেখা যায় আর যেগুলো দেখা যায় না, সব ধরনের ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই।

Asif Muhammad

08 Nov, 00:24


"আখিরাতের জন্য আমল করো, তাহলে আল্লাহ তোমার দুনিয়াবি চাহিদা পূরণ করবেন।"

--- ইমাম হাসান বাসরি রহিমাহুল্লাহ

[ হিলইয়াতুল আউলিয়া - ৭/৩৫]

Asif Muhammad

05 Nov, 18:04


কালকে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিকালে একটা সেমিনার আছে। ওটা শুধুমাত্র যবিপ্রবির ভাইদের জন্য। এজন্য সকালে বাইরের ভাইদের জন্য একটা মজলিসের আয়োজন করা হয়েছে। সাড়ে এগারোটায়, মণিহার বাসস্ট্যান্ড মসজিদে। উন্মুক্ত আয়োজন, যেকেউ আসতে পারবে।

আপনারা সবাই আমন্ত্রিত। সকাল এগারোটার মধ্যে চলে আসলে ভালো হবে। খুলনা বা আশপাশের জেলা থেকে কেউ চাইলে আসতে পারেন। সকালে রওনা দিলে পৌঁছে যেতে পারবেন।

এই মজলিসের কথাটা আপনার পরিচিতদের সাথে শেয়ার করার অনুরোধ করছি। যেহেতু কোনো রেজিস্ট্রেশন ফি থাকছে না, এজন্য পাবলিক উপস্থিতি যত বেশি হয় তত ভালো। যশোর পলিটেকনিক, সিটি কলেজ, এমএম কলেজ, যশোর মেডিকেলসহ অন্যান্য কলেজ স্কুলের ভাইদের বিশেষ আমন্ত্রণ।

স্থান : মণিহার বাসস্ট্যান্ড মসজিদ
সময় : সকাল সাড়ে এগারোটা

Asif Muhammad

05 Nov, 11:03


"যে নিয়মিত কুরআন পড়ে, তাকে বুদ্ধিমত্তার নেয়ামত দেওয়া হবে; যদিও তার বয়স ২০০ বছর হয়।"

— মুহাম্মাদ ইবনু কাব (রহ.)
[আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ৯/২৭০]

Asif Muhammad

04 Nov, 23:54


❝নয়টি বিষয় ছাড়া কম কথা বলবে—
১.আল্লাহর তাসবিহ,
২.তাকবির,
৩.তাহলিল,
৪.তাহমিদ (পাঠ করা,)
৫.কল্যাণ কামনা করা,
৬.অকল্যাণ থেকে (আল্লাহর নিকট) আশ্রয় চাওয়া,
৭.(মানুষকে) সৎ কাজের আদেশ করা,
৮. অসৎ কাজে নিষেধ করা এবং
৯.কুরআন তিলাওয়াত করা।❞

~তাবিয়ী রবী ইবনু খুসাইম রহিমাহুল্লাহ

—ইমাম আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া : ২/১০৯

Shakir Mahmud Safat vai

Asif Muhammad

04 Nov, 00:31


ঠ্যাস মারা / খোঁচা মারা কথা দিয়ে কারো ইসলাহ / সংশোধন হয়না।

ক্ষেত্রবিশেষে ফল উলটা হয়। আমরা যারা নিয়মিত দ্বীন পালনের চেষ্টা করি, নতুন দ্বীনে আসা ভাইদের সাথে অনেকে এমন আচরণ করি। নিজেদের সংশোধন জরুরি।

Asif Muhammad

03 Nov, 05:27


বিএনপিপন্থী ভগ্নিপতি এবং শরিয়াহপন্থী আপুকে নিয়ে তাদের বাসার টিভিতে জাকারিয়া মাসুদ ভাইয়ের সেই ইসলামি শাসন বনাম অন্যান্য শাসনের লেকচারটা শুনলাম। ভগ্নিপতির এলার্জি আছে তালেবান নিয়ে। তাকে আমেরিকার অ্যালকোহল নিষিদ্ধ করে আবার বাধ্য হয়ে এলাউ করার ঘটনা এবং তালেবানের পপি চাষ নিয়ন্ত্রণের গল্প বললাম। আসিফ আদনান ভাই চিন্তাপরাধে বিষয়টা এনেছেন।

আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি সবাই জাহিলিয়্যাতের উপরেই। এখনো আত্মীয়স্বজনের মোটামুটি সবাই আওয়ামীলীগ। কাজিনদের দুয়েকজন ইউনুস সরকারের পক্ষে।

যে সেমিনারগুলো হচ্ছে, এগুলোর লিংক আমি ফ্যামিলি গ্রুপে দেয়ার চেষ্টা করি। এবং স্পিকারের পরিচয়টাও দিই ক্লিয়ারলি, যাতে গুরুত্ব বুঝতে তাদের সহজ হয়। তাদের ভাষার 'উচ্চশিক্ষিত' লোকজনই যে এগুলো বলছে, এটা ক্লিয়ার করে দিই।

সেমিনারের স্পিচগুলো কিন্তু আমাদের কমিউনিটির বাইরে তেমন প্রচার হচ্ছে না। ইভেন সবচে বেশি আলোচনা হওয়া স্পিচটাও এক লাখ ভিউ ক্রস করেনাই।

এইটা ফেসবুকে প্রচার দরকার, বাট তারচে বেশি দরকার পার্সোনালি প্রচার করা। চা খেতে খেতে বন্ধুর কাছে প্রশ্ন করবেন-

"আচ্ছা দোস্ত পৃথিবীর সবচে সুন্দর রাষ্ট্রব্যবস্থা ছিল কোন সময়টাতে বলতে পারিস?"

এই প্রশ্নটার উত্তরে দেখবেন কয়েকজন কয়েক প্রকার মত দিয়েছে। বাট আপনি সুযোগ পাইলেন। সে যে শাসনের কথা বলবে, আপনি ওইটার সাথে শরিয়াহর একটা কম্পায়ার করে ফেলবেন।

এরপর তাকে কথার মধ্যেই লিংক শেয়ার করে দেবেন। চায়ের কাপে আয়েশি চুমুক দিতে দিতে বলবেন 'এই ব্যাপারে একটা চমৎকার স্পিচ আছে অমুক হোসেন তমুকের। তিনি অমুক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট। এই এই কাজ করেছেন। এই এই সেক্টরে এক্সপার্টিজ আছে। ইত্যাদি ইত্যাদি'।

মানে স্পিচের লিংক দিয়ে স্পিকারের পরিচয়টা অত্যন্ত ইউনিকভাবে তুলে ধরবেন। সে যেন আগ্রহ পায়। সে ওপেন করে দশ মিনিট শুনুক, পুরোটা শুনবে।

একটা লিংক দিয়ে বসে থাকবেন না। খোঁজ নেবেন শুনেছে কি না। শুনে থাকলে ওই কথাগুলোর ব্যাপারে তার কী মতামত, এটা জিজ্ঞাসা করবেন। তার প্রশ্নের উত্তর দেবেন।

এরপর আরেকটা স্পিচ দেবেন। লেভেল বুঝে। তারে প্রথমবারে আপনি যদি তাকফিরের উসুল দেন তাহলে হবে না। তার লেভেল বুঝে স্পিচ, বই, প্রবন্ধ বা ফেসবুক পোস্ট পড়তে দেবেন।

---

যাই হোক, ছোটো কথা বলতে গিয়ে বড় করে ফেললাম। মূল বিষয় হলো ফেসবুকে শেয়ার করলে নির্দিষ্ট বলয়ের মধ্যেই থাকে। নির্দিষ্ট এক লাখ মানুষ। এই এক লাখ ভিউয়ার আরও দশ লাখ আনে না। আমাদেরকে মূলত ওটা করতে হবে।

Asif Muhammad

28 Oct, 17:00


বাইরে থেকে বাসায় এসে দেখি আম্মু আরবী শিখতে শুরু করেছে। এসো আরবী শিখি আছে বাসায়, ওটা থেকে। ছবিতে প্রথম দিনের পড়া। এই বয়সে এটুকুই অনেক। মাশাআল্লাহ। চোখে সমস্যা, চশমা লাগানো লাগে। বয়স তো হয়েছেই। আম্মু যখন এক পৃষ্ঠা লিখে রুমে নিয়ে এলেন আমাকে দেখাতে তখন কী এক আনন্দানুভূতি আম্মুর চোখেমুখে তা লিখে বোঝানো সম্ভব না।

আর আমার কী যে খুশি লাগছে বলে বোঝাতে পারব না। ছোটোবেলায় আল্লাহর ৯৯ নাম মুখস্থ করেছিলাম একসাথে আমরা। মুন্তাখাব থেকে দুয়াও মুখস্থ করতাম ঘরের তালিমে। আম্মু সূরা ইয়াসিন, ওয়াকিয়া আর মুলক হিফজ করেছেন ৫০+ বয়সে। ছোটোখাটো সূরা তো মুখস্থ আছেই। ভুল শুধরে দিতাম শুনে শুনে। তিলাওয়াত শুদ্ধ। মাদ্দ, গুন্নাহ এগুলো মাশক্ব করিয়ে ছোটবেলাতেই ঠিক হয়েছে। এখন আরবীও শেখা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ।

আমি দেখেছি বাবা-মা সন্তানের থেকে শিখতে পছন্দ করেন। যারা আমরা শুদ্ধ করে তিলাওয়াত করতে পারি, বাবা-মাকে শেখানো শুরু করি। কষ্ট হলেও চেষ্টা অব্যাহত থাকতে হবে।

আল্লাহ যেন তাঁর বান্দীকে কবুল করেন। দুয়া চাই আম্মুর জন্য। আল্লাহ যেন তাঁর স্নেহের ভালোবাসার ছায়া আমাদের উপর দীর্ঘ করেন। বলুন - 'বারাকাল্লাহু ফিকুম'।

Asif Muhammad

28 Oct, 00:12


যখন ই কোন পেরেশানিতে পড়েছি, জিবরাঈল এসে আমাকে নিম্নের দুআগুলো পড়তে বলেছেন:
توكلت على الحي الذي لا يموت ، والحمد لله الذي لم يتخذ ولدا ، ولم يكن له شريك في الملك ، ولم يكن له ولي من الذل وكبره تكبيرا "

মুসতাদরাকে হাকিম ১৯১৯ (সহীহ)

উচ্চারণ: তাওয়াক্কালতু 'আলাল হায়্যিল্লাযি লা ইয়ামু-ত। ওয়ালহামদুলিল্লাহিল্লাযি লাম ইয়াত্তাখিয ওয়ালাদাও ওয়া লাম ইয়া কুল্লাহু শারিকুন ফিল মুলকি, ওয়া লাম ইয়া কুল্লাহু ওয়ালিয়্যাম মিনায যুল্লি ওয়া কাব্বিরহু তাকবি-রা।

Asif Muhammad

27 Oct, 14:33


গুনাহের পরিমাণ বেড়ে গেলে কুরআন তিলাওয়াত অনেক ভারী হয়ে যায়।

Asif Muhammad

26 Oct, 12:30


‘যে আমার স্মরণে বিমুখ থাকিবে, অবশ্যই তাহার জীবন - যাপন হইবে সংকুচিত এবং আমি তাহাকে কিয়ামতের দিন উত্থিত করিব অন্ধ অবস্থায় ।’

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى

সূরা ত-হা, আয়াত নম্বর: ১২৪

Asif Muhammad

25 Oct, 17:23


ইসলাম এমন একটা জিনিস, যেটা আসলে মিক্সড হয় না কোনোকিছুর সাথে। ইসলাম ডমিনেট করে, ডমিনেটেড হয় না।

-আসিফ আদনান



সিলেট কনফারেন্সের আলোচনায়। পুরো বক্তব্যের লিংক- https://youtu.be/BWraCkQQlIo?si=G9Mx4Yt8krlPfxIp

Asif Muhammad

24 Oct, 11:02


সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত
দরুদ
ইস্তিগফার
বেশি বেশি দুয়া মা জ লুম ও নিজেদের জন্য

#জুমা_রিমাইন্ডার

Asif Muhammad

23 Oct, 06:34


প্রতিবছর ঢাকায় বাইতুল মুকাররমে একটা ইসলামী বইমেলা হয়, আপনি কি এটা জানেন? আচ্ছা জানেন ভালো কথা। কিন্তু অন্য একটা বিষয় আছে যেটা আপনি জানেন না। সেটা হলো, এর আগের বইমেলা হতো বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে। সেখানে একেবারেই অল্প স্পেস থাকতো।

আর ইসলামী ফাউন্ডেশন একটা সিন্ডিকেট হয়ে গেছিল। এজন্য সেই ছোটোখাটো স্পেসের বইমেলায় ভালো ভালো প্রকাশনী স্টল পেত না। হকার, সিন্ডিকেটের সাথে ভালো দহরম মহরম আছে এমন লোকেরা স্টল পেত। আর যেহেতু জায়গা কম, তাই গোছালো কোনো মেলা হতো না।

কিন্তু এবার বইমেলা হচ্ছে বাইতুল মুকাররমের পূর্ব গেইটে। সেখানে অনেক বড় স্পেস। বিশাল জায়গা। আবার সেই ইসলামী ফাউন্ডেশনের সিন্ডিকেটের হস্তক্ষেপও রুখে দিয়েছেন সৃজনশীল প্রকাশক ভাইয়েরা। এজন্য এবারের বইমেলাটা হচ্ছে আসল বইমেলার মতোই।

এখানে মা-বোনদের জন্য আলাদা কর্ণার আছে। পূর্ণ পর্দার ব্যবস্থা রয়েছে সেখানে। বাচ্চাদের জন্য আনন্দের নানা উপকরণ আছে। লেখক কর্ণার আছে। আপনার প্রিয় লেখককে সেখানে পাবেন। সাজানো হয়েছে অনেক সুন্দর করে পুরো মেলা। কুইজ টুইজও হবে মাঝেমধ্যে, বই পুরষ্কারও থাকবে৷ স্টল পেয়েছে ৭০+ সৃজনশীল প্রকাশনী। তারা এবার স্পেশাল ডিসকাউন্টও দিচ্ছে বইয়ে।

---

আচ্ছা এগুলোও যখন জেনে ফেলেছেন, তখন আপনি যদি এবার ইসলামী বইমেলায় না যান, তাহলে কিন্তু খুউউব অন্যায় হয়ে যাবে। এটা আমাদের মেলা। আমাদেরকেই প্রচার করতে হবে। মিডিয়া দেখবেন একুশে মেলা যেমন প্রচার করে, এটার ক্ষেত্রে তার উল্টো।

তাই নিজে যাব, বন্ধুবান্ধব, কাজিন, কলিগদের নিয়ে যাব, বই কিনব, ঘোরাঘুরি করব, ছবি তুলে পোস্ট করব। মেলা শুরু হয়েছে গতকাল। চলবে বিশদিন। আপনি কবে যাচ্ছেন, জানাবেন কিন্তু!

---

ইসলামী বইমেলা ২০২৪
বাইতুল মুকাররম পূর্ব গেইট

Asif Muhammad

20 Oct, 22:20


শহীদ ইয়াহইয়া সিনওয়ারের লোকেশন থেকে আইডিএফের ঘাঁটি ছিল একেবারেই কাছাকাছি। এতদিন তারা বলেছে সিনওয়ার বন্দীদের নিয়ে টানেলে থাকে। অথচ তিনি থাকতেন ওদের নাকের ডগাতেই! একবছর একাধিক জায়গায় সম্মুখ জি[হ।]দে উপস্থিত থেকেছেন তিনি।

থ্রিডি এনিমেশনে তাঁর মুবারক শাহাদাতের সেই মুহুর্তগুলো দেখানো হয়েছে। রহিমাহুল্লাহু রহমাতান ওয়াসিয়াতান।

Asif Muhammad

18 Oct, 12:43


কথা বলছেন শাইখ হারুন ইজহার হাফি.। বক্তব্যের শুরুতেই শাইখ অত্যন্ত দুঃখের সাথে ফিলিস্তিন জিহাদের অগ্রগামী সিপাহসালার ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাতের ঘটনা উল্লেখ করেছেন। রহিমাহুল্লাহ।

Asif Muhammad

18 Oct, 12:31


অন্তরের অপবিত্রতা দূর করার কার্যকর আমল:

১. তাওহীদ
২. সালাতের হিফাজত করা
৩. বিশুদ্ধ কুরআন তিলাওয়াত
৪. অধিক পরিমাণে আল্লাহর জিকর
৫. ইস্তিগফার
৬. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা
৭. সদাচরণ করা
৮. সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া
৯. আল্লাহর রাস্তায় দান করা
১০. আল্লাহর রাস্তায় জি হাদ / ক্বিতা ল করা।

Asif Muhammad

17 Oct, 19:14


একটা কাহিনি বলি।

সিনাওয়ার এর চরিত্রটা একরকম বেক ব্যাঞ্চারের মত। হামাসের নেতারা যেখানে প্রবল নিরাপত্তার মধ্যে থাকত। সিনাওয়ার থেকে বুক ফুলিয়ে হাটত। সিস্টেমকে বুড়ো আঙুল দেখানো অভ্যাস তার।

সিনাওয়ারের বাড়ি ধ্বংস করা হলো। পরিবারের মানুষকে শহিদ করা হলো। সিনাওয়ার পরেরদিন ধ্বংস্তুপে এইভাবে বসে পোজ নিয়ে ছবি তুলে পোস্ট করলো।

সিনাওয়ার মারা গেল কীভাবে জানেন?

এক প্লাটুন বিজরাইলি সৈন্য টহল দিচ্ছিল। হুট করে দেখে ৩ জন হা-%মাস কর্মী। তাদের সাথে ছিল ট্যাংক। ওপেন ফায়ার করে। ২ জন মারা যায়। দেখে একজন একে-৪৭ নিয়ে ফায়ার করে যাচ্ছে। নির্দেশ দিল শেল মারতে।

শেল মারার পর ও দেখে লোকটা ফায়ার করে যাচ্ছে। এবার নির্দেশ দিল যেখানে দাড়িয়ে ছিল সে বাড়িটাকে গুড়িয়ে দিতে। ট্যাংকের গোলা বাড়িটাকে উড়িয়ে দেয়।

বিজরাইলিরা ছুটে গিয়ে দেখে ধ্বংসস্তুপের উপর একজন পড়ে আছে। কপালে বিশাল ফুটো, গলায় কেফায়া আর হাতে একে-৪৭।

অচীরে জানতে পারে তারা হামাসের প্রধানকে শহিদ করেছে।

সিনাওয়ার চাইলে সাথে সাথে পালাতে পারত। লুকাতে পারত। সে উল্টো অপেন ফায়ার করে।

এমন ঘাড়ত্যাড়া লোকটা অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড।

- [এম. জে. বাবু]

Asif Muhammad

17 Oct, 19:02


অতঃপর তিনি বিদায় নিলেন!
رحمه الله وكتبه من الشهداء

ইয়াহইয়া ইবরাহিম হাসান আস-সিনওয়ার, কমাণ্ডার ইন চিফ, চেয়ারম্যান, মাকতাব আস-সিয়াসি লি-হারাকাতি হামাস, সুপ্রিম কমাণ্ড অথরিটি, কাতাঈব আশ-শাহিদ ঈজ্জাদ্দিন আল-ক্বাসসাম আজ অবরুদ্ধ উপত্যকার গহীনে Israeli Ground Forces এর সাথে লড়াই চলাকালীন শাহাদাতবরণ করেছেন। تَقَبَّلَ اللهُ। إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎।

মূলত অবরুদ্ধ উপত্যকার রাফাহ গভর্নরেটের অন্তর্গত মু'য়াসকার তাল আস-সুলতান সেক্টরে গত সপ্তাহে গেরিলাদের অস্বাভাবিক তৎপরতার বিষয়টি Israel Defence Forces (IDF) এর দৃষ্টিগোচর হয়। পরিস্থিতি বিবেচনা করে IDF এর Operations Directorate সেখানে 450th Infantry Battalion (Training) এবং 198th Shizphon Battalion (Armoured) কে মোতায়েন করে।

অতঃপর আজ ভোরে ইসরায়েলি সেনারা সেখানকার একটি বিল্ডিংয়ে যোদ্ধাদের অবস্থান নেওয়ার তথ্য পায়। এসময় তাঁদের সাথে তুমুল সংঘর্ষে লিপ্ত হয় ওরা। ফিলিস্তিনি যোদ্ধারা এসময় পাল্টা জবাব দিতে শুরু করলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে উপস্থিত ইসরায়েলি ইনফ্যান্ট্রি। উপায় না দেখে ওরা সেখানে ওদের সাঁজোয়া বাহিনীকে কল ইন করে এবং Lima Company, 198th Shizphon Battalion এর ট্যাংক দ্রুতগতিতে সংঘর্ষস্থলে উপস্থিত হয়। অতঃপর ট্যাংক থেকে ভারী শেলিং আরম্ভ হলে ধ্বসে পড়ে ভবনটি।

নীরবতায় ছেয়ে যায় মু'য়াসকার তাল আস-সুলতান। কিন্তু, যোদ্ধাদের কিছুক্ষণ পূর্বেকার হামলার প্রচণ্ডতায় ততক্ষণে Israeli Ground Forces সেনাদের আত্মা উড়ে গেছে। ওরা তখন ভবনটি আংশিক ধ্বসে গেলেও সেটার ভেতরে প্রবেশ করতে অস্বীকার করে। এরপর পরিপূর্ণ সূর্যোদয় হলে Drone এনে ওরা বিল্ডিংয়ের ভেতরের পরিস্থিতি দেখবার চেষ্টা চালায়। এসময় কিছু মানুষের অবয়ব নজরে এলে বিষয়টি পর্যবেক্ষণ করতে 450th Infantry Battalion এর সেনারা ভবনটিতে প্রবেশ করে। এখানে ওরা ইয়াহইয়া আস-সিনওয়ার শহিদ (تَقَبَّلَ اللهُ) এর লাশ শণাক্ত করে।

আল্লাহ তা'য়ালা ইবরাহিম এবং তাঁর দুই ভাইকে গর্বিত হওয়ার শক্তি দান করুন। আল্লাহ তা'য়ালা সম্মানিতা উম্মে ইবরাহিমকে ধৈর্যধারণের শক্তি দান করুন।

আল্লাহ তা'য়ালা আবু ইবরাহিম ইয়াহইয়া ইবরাহিম হাসান আস-সিনওয়ারের শাহাদাতকে কবুল করুন। আজ তাঁর সুদীর্ঘ কমাণ্ড অবশেষে শেষ হলো। সমগ্র আলমে ইসলামিতে ছড়িয়ে থাকা ভাবী সেনাপ্রধানদের হাতে তিনি আজ কমাণ্ড হস্তান্তর করলেন। একটা মজলুম জাতির সাহায্যের ভারী দায়িত্ব আজ তাঁদের কাঁধে দিয়ে গেলেন তিনি। সাথে সাথে তিনি দেখিয়ে গেলেন, কিভাবে এই দায়িত্ব হস্তান্তর করতে হয়! কিভাবে এর থেকে ছুটি নিতে হয়!

শত্রু লাইনের পেছনে, বিশ্বস্ত সহযোদ্ধাদের সাথে, শত্রুর ভারী অস্ত্রসজ্জিত দলের বিরুদ্ধে অটল পাহাড় হয়ে, এই কমাণ্ড তিনি ভোরের সূর্যোদয়ের মাঝে দাঁড়িয়ে আমাদের দিয়ে গেছেন!

وَلَا تَقُولُوا۟ لِمَن یُقۡتَلُ فِی سَبِیلِ ٱللَّهِ أَمۡوَ ٰتُۢۚ بَلۡ أَحۡیَاۤءࣱ وَلَـٰكِن لَّا تَشۡعُرُونَ.



-Revan M

Asif Muhammad

17 Oct, 19:01


নক্ষত্রেরও একদিন পতন হয়। তিনি শহীদ হয়েছেন। হয়ে গেছেন জান্নাতের সবুজ পাখি। মিলিত হয়েছেন পূর্বসূরিদের সাথে।

ইয়াহইয়া সিনওয়ার
চিফ অব হামাস। রহিমাহুল্লাহ।

Asif Muhammad

17 Oct, 15:07


খবর কিন্তু এখনো ভেরিফাইড না। আল্লাহ যেন মিথ্যা করেন খবরটা। এর আগেও একাধিকবার মিথ্যা সংবাদ ছড়িয়েছিল।

যদি সত্যও হয় তবুও প্রশান্ত আত্মা ফিরে গেছে তার মনিবের কাছে।

Asif Muhammad

17 Oct, 08:17


❝যে ব্যক্তি নির্জনে ২রাকাত নামাজ আদায় করে; যা আল্লাহ ও ফেরেশতাগণ ব্যতীত আর কেউ জানতে না পারে, সে নিফাক থেকে মুক্তির সুসংবাদ পেয়ে যায়।❞

[আবু নুআইম, সিফাতুন নিফাকঃ ১৬৭]

Asif Muhammad

16 Oct, 16:15


রবিউস সানী মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে আগামী ১৭, ১৮ এবং ১৯ অক্টোবর (বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার)।

আইয়ামে বীজের রোজার কিছু হাদিসঃ

★আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমার বন্ধু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন, প্রতি মাসে তিন দিন করে সওম পালন করা এবং দু’রাক’আত সলাতুয-যুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।

(সহিহ বুখারী, হাদিস নং ১৯৮১)

★রাসূল ﷺ বলেছেনঃ

কেউ যদি প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করে তবে তা যেন সারা বছরই সিয়াম পালন করা হলো।

[তিরমিযী, হাদিস ৭৬০]

★ইবন মিলহান আল-কায়সী তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ আমাদেরকে আয়ামে বীয্ অর্থাৎ চন্দ্র মাসের তেরো, চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখার নির্দেশ দিতেন। তিনি (ইবন মালহান) বলেন, তিনি বলেছেনঃ এ রোযাগুলোর মর্যাদা (ফযীলত) সারা বছর রোযা রাখার সমতুল্য।

[আবু দাউদ, হাদিস ২৪৪৯]

Asif Muhammad

16 Oct, 13:12


কেউ ৪ টি কাজ করলে আল্লাহ তায়ালা তাকে ৪ টি পুরস্কার দেন:

১. দুয়া করলে কবুল করেন
২. শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি করেন
৩. ছোট বড় সব কাজে ইস্তিখারা করলে আল্লাহ তায়ালা তাকে অসম্মানিত করেন না
৪. সকল কাজে দ্বীনি হোক বা দুনিয়াবি, মাশওয়ারা বা পরামর্শ করলে সে কাজে বারাকাহ দান করেন৷

--- ত্বহা বিন জলিল হাফিযাহুল্লাহ।

Asif Muhammad

15 Oct, 09:01


আহা ফিলিস্তিন!

Asif Muhammad

14 Oct, 15:58


শিক্ষক : বিশ্বের সবচেয়ে দূরবর্তী শহর কোনটি?
ছাত্র : কুদ'স (জেরুজালেম)।
শিক্ষক : কীভাবে?
ছাত্র : কারণ দীর্ঘ সত্তর বছর যাবৎ মানুষ বলে আসছে, হে কুদ'স! আমরা আসছি...
অথচ আজ পর্যন্ত তারা সেখানে পৌঁছতে পারে নি!

[আরবি থেকে]

Asif Muhammad

14 Oct, 12:14


ফাইনালি চমৎকার এই সীরাতের বইটা কিনে ফেললাম। ঝরঝরে ভাষা, নির্ভরযোগ্য তথ্যসূত্র, আর কী লাগে! যারা নতুন সীরাত পড়তে চাইছেন, বাজেটে এটা কিন্তু চমৎকার চয়েজ হতে পারে। লিংক নিচে দিয়ে দিচ্ছি।


https://www.wafilife.com/amar-nobi-muhammad-sa/dp/1093362

Asif Muhammad

14 Oct, 00:05


রব্বানা আতিনা ফিদ্দুনইয়া..... কোন মামুলি দুয়া নয়। এক নজর দেখে নিন কি আছে এই দুয়ায়

সাদিক ফারহান ভাই লিখেছেন

আনাস ইবনু মালিক রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন: ‘রাসুলের যুগে এক মুসলিম ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে, তিনি তার ইয়াদতে যান। গিয়ে দেখেন, সে অসুখে কাতর হয়ে বিছানায় পড়ে আছে। পরিবার জানায়, তার অবস্থা চরম সংকটাপন্ন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, ইদানীং তুমি কোনো দুআ করেছিলে? আল্লাহর কাছে বিশেষ কিছু চেয়েছিলে? লোকটি বলে, হ্যাঁ করেছিলাম। বলেছিলাম, আল্লাহ! যদি পরকালে আমার কপালে কোনো শাস্তি থাকে, তাহলে তা দুনিয়াতেই দিয়ে দেন। রাসুল বলেন, তুমি এমন দোয়া করতে পারো না। পরকালের শাস্তি তুমি দুনিয়াতে বহন করার ক্ষমতা রাখো না। তুমি এমন কেন বললে না, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (হে আল্লাহ! আপনি আমাকে ইহ-পরকালে যাবতীয় কল্যাণের অধিকারী করুন এবং আমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিন)। এই বলে আল্লাহর রাসুল তার সুস্থতা চেয়ে দুআ করলে, লোকটি দ্রুতই সুস্থ হয়ে ওঠে।’

তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রহ. এই হাসানাহ বা ইহ-পরকালের কল্যাণ সংক্রান্ত বেশকিছু ব্যাখ্যা এনেছেন। যেমন, ইহকালের হাসানাহ বা কল্যাণের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন:

• কাতাদা রহ.-এর মতে, হাসানাহ মানে সুস্থতা ও অল্পেতুষ্টি।
• আলি রা. বলেন, হাসানাহ দ্বারা উদ্দেশ্য নেককার স্ত্রী।
• হাসান বাসরি রহ. বলেন, হাসানাহ মানে ইলম ও ইবাদত।
• সুদ্দি রহ. বলেন, এ শব্দের উদ্দেশ্য হালাল রিজিক।
• ইবনে উমর রাদি.-এর মতে, হাসানাহ মানে অনুগত সন্তান।
• তিনি আরও বলেন, হতে পারে এর উদ্দেশ্য জগতজোড়া খ্যাতি।
• জাফর রহ. বলেন, দুনিয়াবি হাসানাহ মানে সুস্থতা ও পর্যাপ্ত সম্পদ।
• অনেকের মতে, হাসানাহ বলতে শত্রুদের উপর বিজয় অর্জন উদ্দেশ্য।
• একদল আলিম বলেন, বরং এর দ্বারা উদ্দেশ্য কিতাবুল্লাহর ফাহম।
• আরও অনেকে বলেন, মূলত হাসানাহ মানে পুণ্যবান লোকদের সাহচর্য।

এরপর পরকালীন কল্যাণের ব্যাখ্যায় এসে আলুসি রহ. বলেন:

• পরকালের কল্যাণ হিসেবে কেউ বলেছেন বান্দার জান্নাতপ্রাপ্তির কথা।
• কারো মতে, কিয়ামত দিবসের ভয়াবহতা ও কঠিন হিসাব থেকে মুক্তি।
• আলি রাদি. বলেন, এর দ্বারা বরং হুরে-ঈন লাভ করা উদ্দেশ্য।
• অনেকের দাবি, পরকালের কল্যাণ মানে আল্লাহর দিদার লাভ করা।

ইমাম কুরতুবি রহ. বলেন: সর্বোপরি, আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ‘হাসানাহ’ বা কল্যাণ শব্দটিকে নাকিরা বা অনির্দিষ্ট রেখেছেন এ-জন্যই যে, ইহ-পরকালের যাবতীয় কল্যাণ যেন বান্দা খুব সহজেই এই দুআর মাধ্যমে চেয়ে নিতে পারে।

এরপর তিনি একটি ঘটনা উল্লেখ করে বলেন: একদল লোক হজরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে দোয়া চাইলে, তিনি তাদের জন্য উপরোক্ত দুআটি করেন। বলেন: رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (হে আল্লাহ! আপনি আমাদেরকে ইহ-পরকালে যাবতীয় কল্যাণের অধিকারী করুন এবং আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিন)। তারা যেন তুষ্ট হতে পারল না। বলল, আরও কিছু দুআ করুন না! আনাস রা. বললেন, আর কী চাও? ছোট্ট এ দুআয় ইহ-পরকালের সবই তো তোমাদের জন্য চেয়ে নিলাম।

___
- সুরা বাকারা, আয়াত: ২০১
- সহিহ মুসলিম, হাদিস নং ৬৫৯১
- তাফসিরে রুহুল মাআনি ১/৪৮৬
- তাফসিরে কুরতুবি ২/৪৩৪

Asif Muhammad

13 Oct, 17:25


আল্লাহর কসম, দুইটি কাজ ছাড়া জীবনে বরকত অর্জন করা যায় না:

১. কুরআন তিলাওয়াত
২. পিতামাতার প্রতি সদ্ব্যবহার

--- শাইখ সুলাইমান বিন সলিমুল্লাহ আর রুহাইলি