Muslimah's Ayaah - MA @ma167bd Channel on Telegram

Muslimah's Ayaah - MA

@ma167bd


প্রতিভা ছড়াই জ্ঞানের বিকাশে।

Muslimah's Ayaah - MA (Bengali)

মুসলিমা'রা আপনার সাথে 'মুসলিমা'র আয়াহ - এমএ' চ্যানেলে স্বাগতম জানাচ্ছে। এই চ্যানেলটি 'মুসলিমা' উইমেনস এর জন্য একটি সমাজীবন ও হযরত কুরআন শরীফ এর আয়াত ও তাফসীর সহ ইসলামিক সংস্কৃতি থেকে সংগ্রহ করা একটি চ্যানেল। এখানে 'মুসলিমা'রা প্রতিদিনের জীবনে ইসলামিক নীতি ও আচরণ নিয়ে চিন্তিত হয়ে থাকেন। এছাড়াও, এই চ্যানেলটি 'মুসলিমা' উইমেনস এর মধ্যে প্রতিভাবানতা ছড়াতে এবং জ্ঞানের বিকাশে সাহায্য করছে। প্রতিভা ও জ্ঞানের সমন্বয়ে 'মুসলিমা'র আয়াহ - এমএ' চ্যানেলটি মূলত মুসলিমা'দের জন্য একটি তেজপ্রায় কমিউনিটি স্পেস হিসাবে পরিচিত। এটি নতুন জ্ঞান অর্জনে সাহায্য করে, মূলত মুসলিমা'রা আপনাদের দরবারে স্বাগতম জানানোর জন্য।

Muslimah's Ayaah - MA

13 Jan, 15:01


হে আমাদের রব!
আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদের পাকড়াও করবেন না।

#MA

Muslimah's Ayaah - MA

13 Jan, 13:01


এক বোন দীর্ঘদিন বাসায় নামাজ পড়তেন, তিলাওয়াত করতেন। বাসা থেকে বের হতেন বোরকা ছাড়া। পরে কোনো বান্ধবীর বাসায় গিয়ে বোরকা পরতেন। একদিন তার মা এসব জেনে ফেলায় তার বোরকা আগুনে পুড়ে ফেলেন। কুরআন পড়া অবস্থায় তার দিকে ঝাড়ু নিক্ষেপ করেন। অবাক হওয়ার কিছু নেই, আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এই অবস্থা অনেক আগ থেকেই চলে আসছে। কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও আমাদের দেশে প্রকৃত মুসলিমের সংখ্যা খুবই কম।

বই : পর্দা গাইডলাইন

#MA

Muslimah's Ayaah - MA

13 Jan, 08:12


"শপথ এমন সময়ের, যা ক্রমাগত ফুরিয়ে যাচ্ছে! নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।

[সূরা আসর, আয়াত: ১,২]

#MA

Muslimah's Ayaah - MA

13 Jan, 04:34


"আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই! এই রাত্তিরে কত ফিতনা অবতীর্ণ হয়েছে! কতই না ধন-ভাণ্ডার উন্মোচিত হয়েছে! ঘরে-থাকা ঘুমন্ত নারীদের কে জাগাবে? এই দুনিয়াতে কতই না পোশাক-পরিহিতা আছে, যে কিনা আখিরাতে উলঙ্গ হবে!”[২৯]

বই : হিজাব আমার পরিচয়

#MA

Muslimah's Ayaah - MA

12 Jan, 16:30


মুমিন ব্যক্তিদের সহজভাবে চিনার উপায় হচ্ছে উনারা খুবই সাধারণভাবে থাকেন। যাদেরকে কখনো অহংকার স্পর্শ করেনি। বস্তুত তাঁরাই হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ।

- সুমাইয়া বেগম

#MA

Muslimah's Ayaah - MA

12 Jan, 15:03


কুরআন পড়ার সময় মৌলিক পাঁচটা উদ্দেশ্য একজন পাঠকের সামনে থাকা দরকার।

#MA

Muslimah's Ayaah - MA

12 Jan, 13:05


আজ থেকে এই পাঁচটি আমল করা শুরু করুন, "ইন শা আল্লাহ" জীবনে অনেক পরিবর্তন লক্ষ করবেন।

#MA

Muslimah's Ayaah - MA

12 Jan, 04:31


বোন আমার, একটিবার নিজের আমলনামার দিকে তাকাও। ওখানে যে অনবরত যিনার গোনাহ লেখা হচ্ছে। যতবার তুমি সুগন্ধি মেখে বাইরে বেরোেচ্ছ, ততবারই লেখা হচ্ছে গোনাহ। যিনাকারীর তালিকায় তোমার নাম চলে যাচ্ছে। আর এভাবেই তুমি অশেষ পাপের চক্রে আবর্তিত হচ্ছ। একটু সতর্ক হও না!

বই : হিজাব আমার পরিচয়

#MA

Muslimah's Ayaah - MA

11 Jan, 17:00


ইয়া রব! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং পরম দয়ালু।

#MA

Muslimah's Ayaah - MA

11 Jan, 13:15


পিটিশন লিংক:

https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency


ড . আফিয়া সিদ্দীকীর আইনজীবি ক্লাইভ স্মিথের আলোচনা -

https://www.youtube.com/watch?v=vnItnUz8B-k


উম্মাহর বোন ড. আফিয়া সিদ্দিকীর জন্য এগিয়ে আসুন।
আমাদের বোনের মুক্তির দাবিতে দশ লাখ সাক্ষর প্রয়োজন। 
ড. আফিয়ার আইনজীবী আগেও এভাবে অনেককে মুক্ত করেছেন, তিনি আশাবাদী আফিয়াকেও একসময় মুক্তি দেওয়া হবে।
দশ লাখ সাক্ষর পূরণ করতে আরও ১ লাখ ৭৫ হাজার সাক্ষরের প্রয়োজন। 
রবিবারের মধ্যে এই বাকি সাক্ষর গুলো পূর্ণ করতে হবে। 

মুফতি তাকী উসমানী সাহেবও সবাইকে সাক্ষর করতে বলেছেন, 
আল ফিরদাউস মিডিয়া ও মুহতারাম আসিফ আদনান ভাইও পোস্ট করেছেন।
সবাই এগিয়ে আসুন, উম্মাহর বোনের জন্য। 

এটা সবাই প্রচার করুন, হাইলাইটস করুন, এটা নিয়ে সবাই কথা বলুন,
অন্তত দশ-বিশ জনকে হলেও পোঁছে দিন।
আল্লাহ আমাদের ক্ষমা করুক, আমাদের বোনের মুক্তি তরান্বিত করুক। 

Muslimah's Ayaah - MA

11 Jan, 13:00


.
একে তো নাচুনে বুড়ি, তার ওপর ঢোলের বাড়ি…এ খবর পাবার পর মার্কিনীরা পারলে রেড অ্যালার্ট জারি করে। দেখামাত্র তারা গু'লি চালায় আফিয়ার ওপর। কিন্তু তারপর হতাশ হয়ে আবিস্কার করে আফিয়ার কাছে অ'স্ত্রশস্ত্র, গোলাবারুদ কিছুই নেই। ‘দুঃখজনক’ভাবে গু'লি খাবার পরও বেঁচে গিয়ে মার্কিনীদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তোলেন আফিয়া।
.
মানবাধিকার ও ন্যায়বিচারের মহান অগ্রপথিক অ্যামেরিকা তখন নতুন এক গল্প ফাঁদে। বলে: ‘সন্দেহভাজন’ আফিয়াকে মার্কিনীরা গজনীতে বন্দী করে। সুস্থ অবস্থায়। ভয়ঙ্কর বন্দী হওয়া সত্ত্বেও তাঁকে হ্যান্ডকাফ পরানো হয়নি। এ সুযোগ কাজে লাগিয়ে এক সেনার বন্দুক কেড়ে নিয়ে এলোপাথাড়ি গু'লি করে পালানোর চেষ্টা করেন তিনি। তাঁকে থামাতে বাধ্য হয়ে মার্কিনীরাও গু'লি করে। এতেই আফিয়া আহত হন। তবে ‘সৌভাগ্যবশত’ আফিয়ার ‘এলোপাথাড়ি’ গুলিতে কোন মার্কিনী আহত হয়নি।
.
আফিয়ার বিরুদ্ধে হ*ত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। আর এ অভিযোগেই নিউইয়র্কের এক কোর্টের রায়ে তাঁকে ৮৬ বছরের কারা'দণ্ড দেয়া হয়। সেই থেকে ড. আফিয়া সিদ্দীকী বন্দী টেক্সাসের ফোর্ট ওয়ার্থে। মজার ব্যাপার হল এ মামলায় আফিয়ার বিরুদ্ধে আগেকার সেই ‘স/ন্ত্রাসবাদ’-এর কোন অভিযোগ আনা হয়নি। হয়তো অভিযোগ আনা হলে তা প্রমান করতে হবে, আর এসব অভিযোগ প্রমান করা সম্ভব না জেনেই এমন সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার।
.
বহু কাঠখড় পুড়িয়ে, কিডন্যাপ হবার বিশ বছর পর অল্প কিছুদিন আগে আফিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন তাঁর বোন ড. ফৌজিয়া এবং আইনজীবি ক্লাইভ স্মিথ। ক্লাইভ স্মিথ সম্প্রতি একটি পডক্যাস্ট ড আফিয়া সিদ্দীকীর কেইস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ওপরের লেখার তথ্যগুলো সেই আলোচনার থেকে নেয়া। মূল পডক্যাস্টের লিঙ্ক কমেন্ট দেয়া হল। আলোচনাটুকু শোনার জন্য আমি জোরালোভাবে সবাইকে অনুরোধ করবো।
.
আফিয়ার আইনজীবি ক্লাইভ স্মিথ এর আগে গুয়ানতানামো বে-র অনেক বন্দীদের নিয়ে কাজ করেছেন এবং এসব বন্দীদের অনেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন। তিনি আশাবাদী এক সময় না এক সময় আফিয়াও মুক্তি পাবেন। আমরা আশা করি আল্লাহ অতি দ্রুত সেই দিনটি নিয়ে আসবেন। মহান আল্লাহ মুসলিম বন্দীদের কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন। আমাদের অক্ষমতা, অকর্মণ্যতা ও গাফেলতি ক্ষমা করুন।
.
ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে পিটিশন করা হয়েছে। ১০ লক্ষ স্বাক্ষরের টার্গেট পূরণ করতে আরও ১ লাখ ৭৫ হাজার স্বাক্ষর দরকার, রবিবারের মধ্যে। পিটিশনের লিংক কমেন্টে। সবাই মিলে চেষ্টা করলে কাজটা খুব একটা কঠিন হবে না ইন শা আল্লাহ।

লেখা : আসিফ আদনান (হাফি.)

#MA

Muslimah's Ayaah - MA

11 Jan, 13:00


৩০শে মার্চ ২০০৩, পাকিস্তান। করাচী এয়ারপোর্টের দিকে ছুটে চলা ট্যাক্সিটার পেছনে বসা চারজন যাত্রী। একজন মা এবং তাঁর তিন সন্তান। তিন জনের মধ্যে সবচেয়ে বড় ৬ বছর বয়েসী আহমাদ, তারপর ৪ বছরের মারইয়াম, সবার ছোট সুলাইমান। ওর বয়স ছয় মাস।
.
ট্যাক্সির ভেতর মা-র সাথে আহমাদের তুমুল তর্ক চলছে। আহমাদের ইচ্ছে ছিল ট্রেনে চড়ে করাচী থেকে ইসলামাবাদ যাবার। এই ইচ্ছার পেছনে থমাস দা ট্যাংক কার্টুনের একনিষ্ঠ ভক্ত হওয়াটা সম্ভবত বড় একটা কারণ। কিন্তু মা ঠিক করেছেন ইসলামাবাদ যাওয়া হবে প্লেনে করে। তাই আহমাদ বেশ ক্ষুব্ধ।
.
তর্ক চলার সময় হঠাৎ ভোজবাজির মতো ওদের ট্যাক্সিকে চারপাশ থেকে ঘিরে ধরলো কয়েকটা গাড়ি। টেনেহিচড়ে ওদের নামানো হল ট্যাক্সি থেকে। সুলাইমান ওর মা-র কোলে। আহমাদ আর মারইয়াম তখন চিৎকার করে কান্না করছে। জোর করে ওদের বসানো হল একটা গাড়ির ব্যাকসিটে। গাড়িটা চলতে শুরু করার পর পেছনের জানালা দিয়ে তাকিয়ে আহমাদ দেখলো সুলাইমানের ছোট্ট শরীরটা মাটিতে পড়ে আছে। ওর চারপাশে র*ক্ত।
.
এই চারজন মানুষের কোন খোঁজ পাওয়া যাবে না পরের পাঁচ বছর। তারপর কাবুলের এক কিশোর সংশোধানাগারে পাওয়া যাবে আহমাদকে। গলায় রহস্যময় কলার লাগানো অবস্থায় এক নির্জন ভোরে মরিয়মকে পাওয়া যাবে করাচীর রাস্তায়। ওদের হতবিহবল, বিধ্বস্ত ও মূমুর্ষু মা নিজেকে আবিস্কার করবেন টেক্সাসের ফোর্ট ওয়ার্থের এক জেলে। যেখানে ৮৬ বছরের কারা'দণ্ড দেয়া হয়েছে তাকে। আর ঘটনার ২০ বছর পরও খোঁজ পাওয়া যাবে না ছোট্ট সুলাইমানের। ফোর্ট ওয়ার্থের জেলে বন্দী তিন সন্তানের এই মায়ের নাম ড. আফিয়া সিদ্দীকী।
.
আফিয়ারা তিন ভাইবোন। বড় ভাই মুহাম্মাদ আর্ক্টিটেক্ট। হিউস্টনের বেশিরভাগ মসজিদের ডিসাইন তাঁর করা। বোন ফৌজিয়া পড়াশোনা করেছেন হার্ভাডে। একসময় ছিলেন জন হপকিন্স ইউনিভার্সিটির নিউরোবায়োলজির হেড। সবার ছোট আফিয়া গ্র্যাজুয়েট করেছেন এমআইটি থেকে, তারপর ব্র্যান্ডেইস ইউনিভার্সিটি থেকে নিউরোসায়েন্সের ওপর পিএইচডি। এমআইটি থাকা অবস্থায় কাজ করেছেন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ও বুদ্ধিজীবি নৌম চমস্কির সাথে। তবে আফিয়ার মূল আগ্রহ ছিল শিক্ষা নিয়ে। বিশেষ করে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে নিজ উদ্যোগে ভালোরকমের গবেষণা করেছিলেন তিনি।
.
ওয়ার অফ টে-র-রের সেই দিনগুলোতে সন্দেহভাজন ‘স/ন্ত্রাসীদের’ ধরিয়ে দেয়ার জন্য বিপুল পরিমাণ পুরস্কার ঘোষণা করে মার্কিনীরা। সেই সুযোগে পাকিস্তানের ‘মহান ইসলামী’ শাসকগোষ্ঠী ও আর্মি বিভিন্ন আরব ও পাকিস্তানী নাগরিকদের ধরে মার্কিনীদের কাছে বিক্রি করতে থাকে। এগুলো কোন ষড়'যন্ত্র তত্ত্ব না কিন্তু। খোদ পারভেজ মোশাররফ, সেই সময়কার পাক প্রেসিডেন্ট, নিজের আত্মজীবনীতে মার্কিনীদের কাছে মুসলিমদের বিকিকিনির বিষয়টা স্বীকার করেছে গর্বের সাথে।
.
এই বিকিকিনির ফাঁদে পড়ে যান আফিয়া। ‘স/ন্ত্রাসী’ হবার অভিযোগে তাঁকে খুজতে শুরু করে অ্যামেরিকা। যেহেতু আফিয়া উচ্চশিক্ষিত এবং দীর্ঘ সময় অ্যামেরিকাতে থাকার অভিজ্ঞতাসম্পন্ন প্র্যাকটিসিং মুসলিম; তাই মার্কিনিদের ধারণা হয় আফিয়া নিশ্চয় অত্যন্ত উচ্চ পর্যায়ের ‘স/ন্ত্রাসী’দের সাথে মিলে কাজ করছে। পুরস্কারের কথা শোনামাত্র লোভে উদগ্রীব হয়ে ছুটে আসে পাক শাসকগোষ্ঠী এবং আর্মি।
.
বলা হয়ে থাকে ৫০ হাজার ডলারের বিনিময়ে আফিয়াকে মার্কিনীদের কাছে বিক্রি করা হয়। এ টাকার প্রায় পুরোটাই যায় পাকিস্তানের ‘মহান ইসলামী’ আর্মির পকেটে। যাদের মতো ভালো মুসলিম বাহিনী পৃথিবীতে নাকি আর একটাও নেই।
.
করাচী থেকে কিডন্যাপ করার পর আফিয়াকে নিয়ে যাওয়া হয়ে আফগানিস্তানের কুখ্যাত বাগরাম কারাগারে। পৃথিবীর বুকে প্রায় এক টুকরো ন'রকে পরিণত হওয়া বাগরামে বন্দীদের ওপর চালানো হতো চরম পর্যায়ের টর্চার। সেই বাগরামেও আফিয়ার জন্য ছিল ‘বিশেষ ট্রিটমেন্ট’। বাগরাম থেকে মুক্ত হওয়া অনেকে পরে জানাবে প্রতি রাতে এক নারীর আর্তচিৎকার শোনার কথা, এই নারীই ছিলেন আফিয়া সিদ্দিকী।
.
আফিয়া যখন বাগরামে নি'র্যাতিত হচ্ছেন ঠিক সেই সময়টাতে আহমাদকে কাবুলের এক কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেয়া হয়। ৬ বছরের আহমাদকে বলা হয়, এখন থেকে ওর নাম ‘আলী’। নিজের আসল পরিচয় কাউকে জানালে, ওকে স্রেফ মে'রে ফেলা হবে। অন্যদিকে ৪ বছরের মারইয়ামকে দুই মার্কিন নাগরিকের কাছে দত্তক হিসেবে দেয় মার্কিন সরকার।
.
২০০৮ সালে আফিয়াকে বাগরাম থেকে ছেড়ে দেয়া হয়। বলা হয় গজনীতে গেলে মেয়ে মারইয়ামকে তিনি পাবেন। ৫ বছরের ভয়ঙ্কর নি'র্যাতন সহ্য করা, সন্তান হারানোর ভয়ে পাগলপারা আফিয়া ঐ অবস্থাতেই ছুটে যান গজনীতে। কিন্তু তাঁকে কিডন্যাপ ও বিক্রি করা ‘মহান পাক’ আর্মি, সেই সময়কার আফগান গোয়েন্দাবাহিনীর সাথে মিলে শেষ একটা চাল চালে। তারা অ্যামেরিকানদের জানায় খুব শীঘ্রই আফিয়া নাকি গজনীর গভর্নরের ওপর আত্ম'ঘাতী হা*মলা চালাতে যাচ্ছেন।

Muslimah's Ayaah - MA

11 Jan, 12:44


তোমার বুকের বিস্তীর্ণ জলরাশিতে ভিড়তে দিওনা কোনো পর-পুরুষ!

#MA

Muslimah's Ayaah - MA

11 Jan, 08:00


আপনার জীবনে 'আল্লাহ' আছেন মানে, আপনার জীবনে সবকিছুই আছে।

#MA

Muslimah's Ayaah - MA

10 Jan, 16:31


অর্থ প্রায়ই অতিরিক্ত চাপ ও অশান্তির উৎস হয়ে থাকে।

#MA

Muslimah's Ayaah - MA

08 Dec, 16:01


ফিতনার স্রোতে গা ভাসানো শত শত বন্ধুর চেয়ে বিশ্বস্ত দ্বীনদার একজন বন্ধুই যথেষ্ট।©️

#MA

Muslimah's Ayaah - MA

08 Dec, 13:02


যে আল্লাহকে ভয় করে মানুষ তাকে ভালোবাসবেই। এমনকি ভালোবাসতে অপছন্দ করলেও তাকে ভালোবাসবে।
_[ইবনুল কাইস্যুম রাহিমাহুল্লাহ]

#MA

Muslimah's Ayaah - MA

07 Dec, 16:01


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 'যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, সে ব্যক্তি সেই জাতিরই দলভুক্ত।'[১৫৭]

[১৫৭. আবু দাউদ, হাদিস : ৪০৩৩]

#MA

Muslimah's Ayaah - MA

07 Dec, 13:00


হে প্রশান্ত আত্মা!তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তাষ ভাজন হয়ে। মধ্যে অতঃপর আমার বান্দাদের মধে শামিল হয়ে যাও। আর প্রবেশ করো আমার জান্নাতে।
[সূরা আল ফাজর]

#MA

Muslimah's Ayaah - MA

05 Dec, 13:00


হারিয়ে যাব মদিনার অলি-গলিতে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়!

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد(ﷺ)

#MA

Muslimah's Ayaah - MA

05 Dec, 08:11


হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'পানাহার করো, সাদাকা করো এবং পরিধান করো, যতক্ষণ পর্যন্ত অপচয় ও বড়োত্ব না আসে।' [১৫৪]

[১৫৪. সহিহ বুখারি, হাদিস : ৫৭৮৩]

#MA

Muslimah's Ayaah - MA

04 Dec, 13:00


বাহিরের শত্রু আমার কী ক্ষতি করবে? যখন আমার সবচেয়ে বড় শত্রু আমার নফস!

_ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহ.)

#MA

Muslimah's Ayaah - MA

04 Dec, 08:10


যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেস্তারা তার জন্য দোয়া করে।

_আবু দাউদ-১৫৩৪

#MA

Muslimah's Ayaah - MA

03 Dec, 16:11


আমাদের বেসিক ডিজিটাল আরবী ক্যালিগ্রাফি ফ্রি কোর্সে যুক্ত হওয়ার সময় শেষ।
সুতরাং কোর্স সম্পর্কিত ম্যাসেজ না দেওয়ার অনুরোধ।🚫

যারা যুক্ত হয়েছেন সবার জন্য শুভকামনা রইল।

Muslimah's Ayaah - MA

03 Dec, 14:34


ঘোষণা পোস্ট লিংক: https://www.facebook.com/share/p/1DTLBXeEEs/
ফেইসবুক পেইজ লিংক:https://www.facebook.com/profile.php?id=100086426240653&mibextid=ZbWKwL

Muslimah's Ayaah - MA

03 Dec, 14:34


আমাদের বেসিক ডিজিটাল আরাবিক ক্যালিগ্রাফি ফ্রি কোর্সে যুক্ত হওয়ার শেষ সময় কিন্তু আজ রাত ১০ টা। যারা এখনো যুক্ত হননি এখনি যুক্ত হয়ে যান।

পরে কিন্তু আর সুযোগ থাকবেনা।

আর হ্যাঁ ৫ই ডিসেম্বর থেকে আপনাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।

Muslimah's Ayaah - MA

03 Dec, 08:00


- মানসিক যন্ত্রণার ওজন কত ?
- রবের সাথে আপনার দূরত্ব যত !

_সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

03 Dec, 04:02


মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে আমরা দুনিয়া সাজাই!

#MA

Muslimah's Ayaah - MA

02 Dec, 16:01


গুরুত্বপূর্ণ

বোনেরা আপনারা যারা বেসিক ডিজিটাল আরবী ক্যালিগ্রাফি ফ্রি (বোনদের জন্য) কোর্সে যুক্ত হওয়ার জন্য পেইজে মেসেজ দিচ্ছেন/দিয়েছেন অনুগ্রহ করে মেইন পোস্টের সম্পূর্ণ লিখা মনোযোগ সহকারে পড়বেন। এবং সবগুলো নিয়ম অনুসরণ করে মেইন পোস্টের কমেন্ট এ আপনার শেয়ার পোস্টের স্ক্রিনশট জমা দিবেন। তারপর ভয়েস ও সেই স্ক্রিনশট সহ পেইজে ইনবক্স করবেন।

📌বি.দ্র: পোস্ট শেয়ারের স্ক্রিনশট অবশ্যই মেইন পোস্টের কমেন্টে দিবেন ইন শা আল্লাহ।

Muslimah's Ayaah - MA

02 Dec, 15:04


কুরআন হলো অন্তরের প্রিয়জন। যদি কেউ কুরআন ছাড়া থাকে,তাহলে যতো মানুষের মাঝেই সে থাকুক! সে আসলে একা,নিঃসঙ্গ।

লেখা : সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

02 Dec, 13:00


Attention⚠️

বেসিক ডিজিটাল আরবী ক্যালিগ্রাফি ফ্রি (বোনদের জন্য) কোর্সের শেষ সময় ৩ই ডিসেম্বর রাত ১০ টা পর্যন্ত। এরপর যারা কোর্সে যুক্ত হওয়ার জন্য পেইজে মেসেজ দিবেন তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।
আর ৩ই ডিসেম্বর রাত ১০ টার পূর্বে যারা পেইজে মেসেজ দিবেন তাদের সবাইকে রিপ্লাই দেওয়া হবে ইন শা আল্লাহ।

তাই পেইজে মেসেজ দিয়ে একটু সবর করবেন। আপনাদের সবার মেসেজের রিপ্লাই দেওয়া হবে এবং গ্রুপে যুক্ত করা হবে ইন শা আল্লাহ।

📌বি.দ্র: ৩ই ডিসেম্বর রাত ১০ টায় মেইন পোস্টের কমেন্ট সেকশন অফ করে দেওয়া হবে। তারপর পেইজে বা কমেন্ট এ স্ক্রিনশট জমা দিতে পারবেন না।

Muslimah's Ayaah - MA

02 Dec, 08:09


যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না।বরং তারা জীবিত; কিন্তু তোমরা অনুভব করতে পারো না!

[সূরা বাকারাহ,আয়াত : ১৪৫]

#MA

Muslimah's Ayaah - MA

01 Dec, 14:36


ঘোষণা পোস্ট লিংক: https://www.facebook.com/share/p/1DTLBXeEEs/
ফেইসবুক পেইজ লিংক:https://www.facebook.com/profile.php?id=100086426240653&mibextid=ZbWKwL

Muslimah's Ayaah - MA

01 Dec, 14:35


সবার অনুরোধে বেসিক ডিজিটাল আরবী ক্যালিগ্রাফি ফ্রি (বোনদের জন্য) কোর্সের সময়সীমা ৩ই ডিসেম্বর রাত ১০:০০ পর্যন্ত বাড়ানো হলো। এরপরে আর কাউকে যুক্ত করা হবে না।
কোর্সে যুক্ত হওয়ার জন্য ঘোষণা পোস্টের নিয়মাবলী মেনে ম্যাসেজ দিবেন। আর হ্যাঁ ০৫ই ডিসেম্বর থেকে আপনাদের ক্লাস শুরু হবে।

Muslimah's Ayaah - MA

24 Nov, 13:00


আল্লাহ তা'আলা বলেন-

'তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎকর্মশীল, তাদেরকেও। যদি তারা নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।'২৫

[সূরা নূর : ৩২]
‘বই : বিয়ে সংক্রান্ত তরুণ তরুণীর জিজ্ঞাসা’

#MA

Muslimah's Ayaah - MA

24 Nov, 04:00


বান্দার জীবনে সবচেয়ে বেশী বিপদ ডেকে আনে বেকার, অবসর সময়। কারণ, প্রবৃত্তি কখনো, বেকার বসে থাকেনা। আপনি যদি তাকে ভালো কাজে ব্যস্ত না রাখেন, সে ঠিকই খারাপ কাজে ব্যস্ত হয়ে পড়বে!

[তরিকুল হিজরাতাইন ২/৫৯৭]

#MA

Muslimah's Ayaah - MA

23 Nov, 13:03


আর যাদের বিবাহের সামর্থ্য নেই আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে।'২৮ (সূরা নূর: ৩৩)

বই: ‘বিয়ে সংক্রান্ত তরুণ তরুণীর জিজ্ঞাসা’

#MA

Muslimah's Ayaah - MA

23 Nov, 04:03


জান্নাতে চিরুনী হবে সোনা-রূপার সংমিশ্রণে।

(সূনান আত তিরমিযী- ২৫৩৭)

#MA

Muslimah's Ayaah - MA

22 Nov, 16:00


কাল আসবে তো?

_সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

22 Nov, 03:30


📌জুম'আ রিমাইন্ডার :

✓ জুম'আর নামাজে যান
✓ সূরা আল-কাহফ পড়ুন
✓ প্রচুর দুআ করুন
✓ ১ টাকা হলেও সাদকা করুন
✓ রাসূল (ﷺ) এর উপর অনেক বেশি দুরুদ পড়ুন

#MA

Muslimah's Ayaah - MA

21 Nov, 16:32


এ জীবনে কি কি চাই একটা লিস্ট করে ফেললাম।শেষে বুঝলাম যা কিছু চাই আল্লাহ তা'আলা ছাড়া সে-সব দেওয়ার ক্ষমতা কারও নেই।

#MA

Muslimah's Ayaah - MA

21 Nov, 15:00


প্রিয় নবীজির ﷺ ওপর দরূদ পাঠ করা— জুমার দিনের সর্বােত্তম আমল । কারণ হচ্ছে, জুমার দিন সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন, আর নবীজি ﷺ সকল আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এজন্যই জুমার দিনে নবীজি ﷺ-এর ওপর দরূদ পাঠের গুরুত্ব এত বেশি।

~শাইখ আব্দুল আজিজ আত-তারিফী (ফা:আ:)

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد(ﷺ)

#MA

Muslimah's Ayaah - MA

21 Nov, 12:47


বেলা যে ফুরিয়ে এলো,
তবু উদাসীন তনু-মন সময়ের কাঁটা বয়ে নিয়ে আসে মৃত্যুর দিন-ক্ষণ।

-আরিফ আজাদ

#MA

Muslimah's Ayaah - MA

20 Nov, 15:31


যখন আপনার সামনে সবকিছু সংকুচিত হতে শুরু করে, আপনার চাবি হারিয়ে যায়, ব্যাগ হারিয়ে যায় অথবা মূল্যবান কিছু হারিয়ে যায় এবং সামনের পথগুলো রুদ্ধ হয়ে আসতে থাকে, তখন আল্লাহকে স্মরণ করুন। কারণ, একমাত্র তিনি খুলে দিতে পারেন বন্ধ দুয়ার।

বই : তিনিই আমার রব (২য় খন্ড), পৃ. ২৫

#MA

Muslimah's Ayaah - MA

20 Nov, 13:00


পূর্ণতার আধারে হারিয়ে যাওয়া জীবনে অপূর্ণতার ছায়া না পড়লে ; বান্দা কিভাবে তার রবের রহমতের হাতছানি পাবে??

কথা : সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

20 Nov, 08:16


৩ কারণে বিপদাপদ আসে :-
• স্বভাব নষ্ট হয়ে যাওয়া
• মন্দ অভ্যাস আঁকড়ে থাকা এবং
• অসৎ সঙ্গ গ্রহণ করা

-বই: শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা

#MA

Muslimah's Ayaah - MA

20 Nov, 04:00


মৃত্যুর কথা মনে পড়লে সবকিছুই তুচ্ছ মনে হয়। কিন্তু সমস্যা হলো আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না!

_আহমেদ রুবাইয়া

#MA

Muslimah's Ayaah - MA

19 Nov, 17:00


সৌদি আরব এখন পশ্চিমা সংস্কৃতি আমদানিতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা আজ ইসলাম চর্চা বাদ দিয়ে— ভোগ-বিলাসিতা, আমোদ-ফূর্তি, বে'হায়াপনা ও অ'শ্লীলতায় মেতেছে। এমনকি তারা মুসলিমদের পবিত্র ভূমি মক্কা-মদিনা'কেও ছাড়েনি। যা দেখে প্রত্যেক মুমিনের হৃদয়ে র*ক্তক্ষরণ হচ্ছে! শীঘ্রই এরা আল্লাহর ভয়ংকর ক্রোধ দেখতে পাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন।

— মাহমুদুল হাছান

#MA

Muslimah's Ayaah - MA

19 Nov, 16:00


"আল্লাহ তা'আলা যখন বান্দার উপর রাগ করেন; তখন রিজিক বন্ধ করেন না!কিন্তু সেই বান্দার থেকে সিজদাহ দেওয়ার ক্ষমতা নিয়ে যান।

কথা:-সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

19 Nov, 13:00


মুমিনগণ পরস্পর বিল্ডিংয়ের মতো, বিল্ডিংয়ের একটি ইট যেমন অপর ইটটি ধারণ করে রাখে মুমিনগণও পরস্পরে পরস্পরকে মজবুতভাবে ধরে রাখে।
_[সহীহ বুখারী,৩৫০]

#MA

Muslimah's Ayaah - MA

19 Nov, 08:00


রবের দিকে ফেরার কি এখনও আমার সময় হয়নি?
_সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

19 Nov, 04:10


যে বান্দা ইবাদত বন্দেগিতে শক্তি ব্যয় করে, তার (মনের) শক্তি বেড়ে যায়। অন্যদিকে যে ইবাদত বন্দেগিতে অলসতা করে, সে (মানসিকভাবে) দূর্বল হয়ে যায়।
.
— ওয়াহাব ইবনু মুনাব্বিহ রাহিমাহুল্লাহ
সূত্র: আয-যুহদ, ইমাম আহমাদ, ২১৯১

#MA

Muslimah's Ayaah - MA

18 Nov, 16:31


ইয়া রব,আমার পাপের কারণে তোমার প্রতি আমার ভালোবাসা মিথ্যা হয়ে যায়না।
_সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

18 Nov, 15:01


وَ لِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ

"আর তাকওয়ার পোশাক সর্বোত্তম।”[২৮]

[সূরা আ'রাফ,০৭ : ২৬]
_বই : হিজাব আমার পরিচয়

#MA

Muslimah's Ayaah - MA

14 Nov, 17:30


আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য, রয়েছে উত্তম আদর্শ।

[সূরা আহযাব-২১]

#MA

Muslimah's Ayaah - MA

14 Nov, 16:35


নবী (ﷺ)বলেন,

"যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পড়ে আল্লাহ তার উপর দশবার রহমত নাযিল করেন।”

[ মুসলিম ১/২৮৮, নং ৩৮]

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد(ﷺ)

#MA

Muslimah's Ayaah - MA

14 Nov, 15:30


রবের প্রিয় হবো বলে ছেড়েছি যে পথ, সে পথে আর কখনো ফেরা না হোক।

_সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

14 Nov, 13:00


এর উত্তরটা আমরা জানব আমাদের মহান রবের কাছ থেকে। তিনি বলেছেন,
“হে নবি, আপনি আপনার স্ত্রীদেরকে ও কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের ওপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।"[৭৫]

[৭৫] সূরা আহযাব, ৩৩: ৫৯।
বই : হিজাব আমার পরিচয়

#MA

Muslimah's Ayaah - MA

14 Nov, 11:00


এর চাইতে দুর্ভাগ্যের আর কি আছে যে, আমি বুঝতে পারছি- আমার পাপ বাড়ছে, ঈমান কমছে, হিদায়াত হারিয়ে ফেলছি কিন্তু আমি কিছুই করতে পারছি না!

_কথা : সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

14 Nov, 04:46


যদি তুমি সত্যিই তোমার মূল্য বুঝতে; তাহলে তুমি গুনাহ দ্বারা কখনো নিজেকে অপমানিত করতে না।

-ইবনুল কাইয়্যুম (রহ.)

#MA

Muslimah's Ayaah - MA

13 Nov, 17:01


কুরআন থেকে যারা দূরে সরে যায়, তাদের অস্থিরতা বেড়ে যায়। তাদের জীবনটা অগোছালো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়।

— শায়খ আব্দুর রহমান মাদানী (হাফি.)

#MA

Muslimah's Ayaah - MA

13 Nov, 15:30


দুনিয়ায় তোমার জীবনটাই বা কতটুকু?
অর্ধেকটা যায় ঘুমে আর বাকিটা গাফিলতিতে!

- সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

13 Nov, 13:01


'ঈমান আর রাসুলের (ﷺ) সুন্নাহ, পাখির দুটো ডানার মতো। এই ডানায় ভর করে একটা পরিবার স্বচ্ছ আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে উড়ে বেড়াতে পারে।

বই : কাজের মাঝে রবের খোঁজে

#MA

Muslimah's Ayaah - MA

13 Nov, 04:00


যে ব্যক্তি দুনিয়াকে তার সবচাইতে গুরুত্বপুর্ণ বিষয় বানাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা তার কাজকর্ম এলোমেলো করে দেবেন, তার দুই চোখের মাঝে সর্বদা দারিদ্রতাকে দৃশ্যমান করে রাখবেন। আর সে দুনিয়া শুধুমাত্র ততটুকুই লাভ করতে পারবে, যতটুকু তার তাকদীরে লিপিবদ্ধ ছিলো।

আর যার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হবে পরকাল, আল্লাহ তাআলা তার সব কাজ সুন্দরভাবে সমাধান করে দিবেন, তার অন্তরকে তৃপ্ত করে দেবেন। আর দুনিয়া নিজেই তার কাছে ধরা দেবে, যদিও সে তা কামনা করেনা।

— সুনানে ইবনে মাজাহ, হাদিস নং - ৪১০৫

#MA

Muslimah's Ayaah - MA

12 Nov, 15:31


আপনি গুনাহ পরিত্যাগ করতে সক্ষম!

_ভিডিও : সংগৃহীত
#MA

Muslimah's Ayaah - MA

12 Nov, 13:00


আর যে আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে মুমিন অবস্থায়, তাদের চেষ্টা হবে পুরস্কারযোগ্য![১]

[১] সুরা বনি ইসরাইল, আয়াত : ১৯
বই : কাজের মাঝে রবের খোঁজে

#MA

Muslimah's Ayaah - MA

12 Nov, 11:00


আপনি একজন কে ভালোবাসেন ভীষণ ভালোবাসেন। তাকে না পেলে আপনি বাঁচবেন না। হঠাৎ করেই তাকে হারিয়ে ফেললেন। সে আপনাকে ছেড়ে চলে গেলে। আপনি মরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এর চেয়ে বড় পরাজয় আর কী হতে পারে?

বই : বিহাইন্ড অব সুইসাইড, পৃ. ১৩

#MA

Muslimah's Ayaah - MA

12 Nov, 04:01


গোপনে যখন কারো জন্য দুআ করা হয়; তখন তা দ্রুত কবুল হয়।

- ইমাম ইবনে তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ

#MA

Muslimah's Ayaah - MA

11 Nov, 15:31


"হে প্রশান্ত আত্মা! তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।আর প্রবেশ কর আমার জান্নাতে।"

[সূরাঃ আল-ফাজর,আয়াত ২৭-৩০]

#MA

Muslimah's Ayaah - MA

11 Nov, 13:00


বান্দা যখন সালাতে দাঁড়ায় আর তার মন বিক্ষিপ্ত থাকে; তার মন সালাত থেকে ছুটে যায়,অন্য কোন চিন্তা তার উপর ভর করে,তখন আল্লাহ তা'আলা তাকে উদ্দেশ্য করে বলেন-হে আমার বান্দা, তুমি কোথায় যাচ্ছো, আর কাকে খুঁজছো,যে-আমার থেকে উত্তম?

~ইমাম ইবনুল কাইায়্যুম আল জাওযী রহ.

#MA

Muslimah's Ayaah - MA

11 Nov, 11:00


আদম সন্তান!
তোমার যদি আত্মমর্যাদা থাকত, তাহলে পাপে জড়ানোর মাধ্যমে নিজেকে লাঞ্ছিত করতে না। এত এত মাখলুকের মাঝে আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন। তোমার জন্যই জান্নাত প্রস্তুত করা হয়েছে।
.
- ইবনু রজব (রাহিমাহুল্লাহ)
[লাত্বায়েফুল মায়ারিফ: পৃ. ১৮৩]

#MA

Muslimah's Ayaah - MA

11 Nov, 08:10


এই জীবনের পথে যত কষ্টই আসুক, মনে রেখো আল্লাহ আছেন, তোমার প্রতিটি পদক্ষেপে তিনি পথ প্রদর্শক।

#MA

Muslimah's Ayaah - MA

10 Nov, 17:13


দোয়া কবুলের এক বিরাট উপজীব্য রয়েছে..

_ভিডিও : সংগৃহীত
#MA

Muslimah's Ayaah - MA

10 Nov, 15:35


আগে আকাশ ছুতে চাইতাম,এখন নিজেই আকাশ হতে চাই!আগে কান্না ভুলে হাসতে চাইতাম, এখন হাসির আড়ালে কান্না লুকাই।

কথা : সালমান হাবীব

#MA

Muslimah's Ayaah - MA

10 Nov, 13:00


আল্লাহ তা'আলা কুরআনুল কারীমের সূরা ত্বহা'য় বলেছেন,

"আপনি আপনার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। আমি আপনাকে রিজিক দিই, আর আল্লাহভীতির পরিণাম শুভ।"[১]

[সূরা ত্ব-হা,১৩২:২০]
বই : সালাত : নবীজির শেষ আদেশ,পৃষ্টা ০৬

#MA

Muslimah's Ayaah - MA

10 Nov, 08:01


প্রদর্শনের দুনিয়ায় আপনি নিজেকে আড়ালে রাখতে পেরেছেন ব্যাপারটাই তো আশ্চর্যের !
কথা : আহমাদুল্লাহ্

#MA

Muslimah's Ayaah - MA

10 Nov, 04:01


ঈমানের স্বাদ জীবনের তিক্ততা ভুলিয়ে দেয়।

[বইঃ আই লাভ কুরআন]

#MA

Muslimah's Ayaah - MA

09 Nov, 16:30


আল্লাহ খুবই লজ্জাশীল।বান্দা যখন হাত তুলে দুআ করে, তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।

_সুনানে আবু দাউদ; হা: ১৪৮৮

#MA

Muslimah's Ayaah - MA

09 Nov, 15:00


এমন কত ছোট আমলই তো রয়েছে নিয়ত যাকে বড় করে দেয়, আবার এমন কত বড় আমলই তো রয়েছে নিয়ত যাকে ছোট বানিয়ে দেয়।

~ ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাক (রাহ.)

#MA

Muslimah's Ayaah - MA

09 Nov, 13:02


দুনিয়াতে পরিচিতি পেয়ে কি লাভ যদি মৃত্যুর পরে মানুষের স্মৃতি থেকে হারিয়ে যাওয়া লাগে?

- আরিফ আজাদ

#MA

Muslimah's Ayaah - MA

09 Nov, 08:02


ফুলের মতো হও! যে তাকে দলিত করে তাকেও সে সুগন্ধ বিলায়।
_আলী ইবনে আবু তালিব (রা.)

#MA

Muslimah's Ayaah - MA

09 Nov, 04:00


"যখন কেউ আমাকে অপমান করে, তখন আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য উপহার! তিনি আমাকে নম্রতা শিখাচ্ছেন।

_ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহঃ)

#MA

Muslimah's Ayaah - MA

08 Nov, 16:32


'আলিফ-লাম-রা, এই কিতাব প্রজ্ঞাময়, সর্বজ্ঞেয়ের নিকট থেকে; এর আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত ও পরে বিশদভাবে বিবৃত যে, তোমরা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করবে না।'
_ (সূরা হুদ: ১-২)

[বই : ঈমান পরিচর্যা]

#MA

Muslimah's Ayaah - MA

08 Nov, 15:30


অচিরেই তোমার রব তোমাকে এরূপ দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।

[- সূরা আদ-দুহা আয়াতঃ ০৫]

#MA

Muslimah's Ayaah - MA

07 Nov, 04:01


এটা তোমার পথ, অনেকেই তোমার সাথে হাঁটবে, তোমার জন্য কেউ হাঁটবে না!

~ মাওলানা রুমী

#MA

Muslimah's Ayaah - MA

06 Nov, 16:12


দাজ্জাল নব-যুবক হবে, তার মাথার কেশরাশি বেশি কুঁচকানো হবে। তার একটি চোখ (আঙুরের মতো) ফোলা থাকবে। সে দেখতে আবদুল উয্যা ইবনে কাতানের মতো হবে। সুতরাং তোমাদের যে কেউ তাকে পাবে, সে যেন তার সামনে সুরা কাহফের প্রথম দশ আয়াত আয়াত পড়ে। সে শাম ও ইরাকের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবে। আর তার ডানে-বামে (এদিকে-ওদিকে) ফিতনা ছড়াবে। হে আল্লাহর বান্দারা, (ওই সময়) তোমরা অবিচল থাকবে।'

বই : ইহুদিবাদের মুখ ও মুখোশ

#MA

Muslimah's Ayaah - MA

06 Nov, 15:00


"শত্রুরা আমার কী-ই বা ক্ষতি করবে?

আমি তো জান্নাতকে বুকে নিয়ে চলি... কারাগার আমায় দেয় রবের সাথে একাকী সময় কাটানোর সুযোগ... তারা আমায় হত্যা করলে আমি স্বাদ নেব শাহাদাতের অমৃতসুধার, আর যদি তারা আমায় নির্বাসনে পাঠায়, তবে আমি বেরিয়ে পড়ি দ্বীনি সফরে।

-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ রহ

#MA

Muslimah's Ayaah - MA

06 Nov, 13:00


গান প্রচারকারীরা যদি স্টোরির সেই ২৪ ঘন্টা হওয়ার পর আপনাদের আমলনামা দেখতে পেতেন, তাহলে দেখতেন কি বিপুল পরিমাণ গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গিয়েছে!

~ কথা : সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

06 Nov, 08:01


আর আমি আমার নফসকে পবিত্র মনে করি না, নিশ্চয় নফস মন্দ কজের নির্দেশ দিয়ে থাকে, আমার রব যাকে দয়া করেন সে ছাড়া। নিশ্চয় আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু।

— সূরা ইউসুফ, আয়াত : ৫৩

#MA

Muslimah's Ayaah - MA

06 Nov, 04:00


মুখের দাগে বিচলিত তুমি, আয়না দেখো বারবার, আত্মার খবর কি রাখো ? সে যে কুৎসিত কদাকার।

~ সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

05 Nov, 16:31


মানুষের স্মরণে আছে ব্যাধি আর রবের স্মরণে আছে আরোগ্য!

-কথা সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

05 Nov, 15:03


হেদায়েতের নিশ্চয়তা..
-সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

05 Nov, 13:01


“আমাদের জীবন একটা রাস্তার মতো, যা আমাদেরকে হয় -জান্নাতে আর না হয় জাহান্নামের দিকে নিয়ে যাবে।"

বইঃ ধূলিমলিন উপহার রমাদান

#MA

Muslimah's Ayaah - MA

05 Nov, 11:01


ইমরান ইবনে হোসাইন রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, 'আদম আলাইহিস সালামের সৃষ্টি হতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনা অপেক্ষা বড় কোনো ফিতনা নেই। '৬৯

[মুসলিম : ২৯৪৬]
বই : ইহুদিবাদের মুখ ও মুখোশ

#MA

Muslimah's Ayaah - MA

05 Nov, 10:01


যারা একদা নিজেদের ভেবেছিলো অদ্বিতীয়-অবিনশ্বর-অপরাজেয়, সেই ফিরআউন বাহিনী আর সামূদ বাহিনীও বিলুপ্ত হয়েছে। ইতিহাস তার জ্বলজ্বলে সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদাহরণ টেনে বুঝাচ্ছেন যে—আগের জালিমেরা কেউ টিকতে পারেনি, ধ্বংস হয়েছে। পরের জালিমেরাও টিকবে না।

বইঃ কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ

#MA

Muslimah's Ayaah - MA

05 Nov, 04:01


পায়ে তোমার এতো ক্ষত তবুও ভুলপথে হাঁটার স্বাদ মিটলোনা!
কথা - সংগৃহীত

#MA

Muslimah's Ayaah - MA

04 Nov, 16:01


চোখের যিনা থেকে বাঁচার আমল!

_সংগৃহীত
#MA

Muslimah's Ayaah - MA

04 Nov, 15:00


রাসূল (ﷺ) বলেন
"যদি কেউ কোনো গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে দুই রাকাত সালাত আদায় করে আর আল্লাহর নিকট ক্ষমা চায়, তবে আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করে দেবেন। [৫২]

[তিরমিযী, হাদিস নং: ৩২৭৬]
বই : হারিয়ে যাওয়া মুক্তো,পৃষ্টা ৪৩

#MA

Muslimah's Ayaah - MA

04 Nov, 13:00


তোমার কাছে সবকিছু চাইলাম, তোমাকে চাইতেই ভুলে গেলাম। অথচ এক তোমাকে পেলেই সবকিছু পেয়ে যেতাম!

~ ইশরাত নদী

#MA

Muslimah's Ayaah - MA

04 Nov, 11:01


যে ব্যক্তি গুনাহ করতে গিয়ে আল্লাহর ব্যাপারে লজ্জা পায়, তার সাথে সাক্ষাতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে শাস্তি দিতে লজ্জা পাবেন।

— ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)
[সূত্র : আলজাওয়াবুল কাফী, ১/৬৯]

#MA

Muslimah's Ayaah - MA

04 Nov, 08:10


উম্মে শারিক রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'লোকেরা দাজ্জালের (ফিতনা) হতে পালাবে, এমনকি পাহাড়- পর্বতসমূহে গিয়ে আশ্রয় নেবে। '৭০

[মুসলিম: ২৯৪৫]
বই : ইহুদিবাদের মুখ ও মুখোশ

#MA

Muslimah's Ayaah - MA

04 Nov, 06:01


'নেককার স্ত্রী হলো রাজার মাথায় থাকা সোনার তাজের মতো, যা রাজার শানশৌকত বাড়িয়ে দেয়। আর বদকার স্ত্রী হলো বৃদ্ধের পিঠে ভারী বোঝার মতো, যার ভারে বৃদ্ধ কুঁজো হয়ে যায়।'

— আব্দুর রহমান ইবনু আবযা (রহ.)
[মুসান্নাফ ইবনে আবী শায়বাহ, ১৭৪২৮]

#MA

Muslimah's Ayaah - MA

04 Nov, 04:01


নারী আসক্তির কারনে অন্তর মরে যায়।ফলে সে আল্লাহর কাছে মুনাজাতের স্বাদ পায় নাহ।

বই: আকাশের ওপারে আকাশ

#MA

Muslimah's Ayaah - MA

26 Oct, 16:02


যে ফজরের সময় ঘুমিয়ে থাকে..

ভিডিও : সংগৃহীত
#MA

Muslimah's Ayaah - MA

26 Oct, 15:00


দুনিয়াকে ভালোবাসার কারন থাকুক কেবল এতোটুকু যে-
'এটি আল্লাহর সৃষ্টি'।

- সাদিয়া মারজান।

#MA

Muslimah's Ayaah - MA

26 Oct, 13:00


"আর আমি লূতকে পাঠিয়েছিলাম। সে তার জাতিকে বলেছিল, তোমরা এমন নির্লজ্জতার কাজ(সমকাMiতা) করছো, যা বিশ্বজগতে তোমাদের পূর্বে কোনো একজনও করেনি।"

- সূরা আ'রাফ || আয়াত: ৮০

#MA

Muslimah's Ayaah - MA

26 Oct, 08:00


পৃথিবীর সব শেয়াল মুরগীর স্বাধীনতা চায়!!

ভিডিও : সংগৃহীত
#MA

Muslimah's Ayaah - MA

26 Oct, 06:10


মানুষ বলে, অনেক দু'আ করেছিলাম, কবুল হয়নি!

বলি যে, "আপনি থামালেন (দু'আ করা) কেন? থামানোর হুকুম কে দিয়েছিল? হয়ত যেদিন কবুল হতো তার আগের দিন আপনি দু'আ থামিয়ে দিয়েছেন।" কবুল তো হবেই যেকোন এক ভাবে।

- শাহ মোহাম্মদ তন্ময় হাফিযাহুল্লাহ

#MA

Muslimah's Ayaah - MA

26 Oct, 05:02


যারা আল্লাহ-সচেতন থাকে, আল্লাহই তাদের ঝামেলা ও অশান্তি থেকে বেরোনোর পথ করে দেন। আর অপ্রত্যাশিত উৎস থেকে জীবনোপকরণ দান করেন। যে আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহই তার জান্য যথেষ্ট।

[সূরা তালাক: আয়াত ২-৩]

#MA

Muslimah's Ayaah - MA

25 Oct, 15:45


আল্লাহ তায়ালা ইলমের পথটাই এমন বানিয়েছেন,যামানা হিসাবে কিছু না কিছু কষ্ট এসেই যায়।ইচ্ছা না হলেও অনিচ্ছায় এসে যায়।

{দরদী মালীর কথা শোনো } ৩/২৫৬

#MA

Muslimah's Ayaah - MA

25 Oct, 13:00


সাধারণত কাউকে ভয় পেলে আমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াই, দূরে দূরে থাকি কিন্তু আল্লাহকে ভয় পাওয়াটা একেবারেই অন্য জিনিস!
এই ভয় যত বেশি প্রকট হয়, আমরা ততোই আল্লাহর কাছাকাছি চলে আসি।

~ আরিফ আজাদ

#MA

Muslimah's Ayaah - MA

25 Oct, 11:15


"আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ইবলিসকেও ফিরিয়ে দেন নি, আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন, নিরাশ করবেন!"

~আরিফ আজাদ

#MA

Muslimah's Ayaah - MA

25 Oct, 04:17


নিশ্চয় আল্লাহ (ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের মধ্যে) নবীর প্রশংসা করেন এবং তাঁর ফেরেশতাগণ নবীর জন্য দো‘আ করে। হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দুরূদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও।

| সূরা: আল-আহযাব, আয়াত: ৫৬

#MA

Muslimah's Ayaah - MA

24 Oct, 17:00


📌জুম'আ রিমাইন্ডার :

✓ জুম'আর নামাজে যান
✓ সূরা আল-কাহফ পড়ুন
✓ প্রচুর দুআ করুন
✓ ১ টাকা হলেও সাদকা করুন
✓ রাসূল (ﷺ) এর উপর অনেক বেশি দুরুদ পড়ুন।

#MA

Muslimah's Ayaah - MA

24 Oct, 15:01


আপনার চেয়ে আপন যে জন,
- সবচেয়ে আপন কে? আল্লাহ!
- সবচেয়ে আপন মানুষ কে? রাসূলুল্লাহ(ﷺ)!

- (সংগৃহীত)

#MA

Muslimah's Ayaah - MA

24 Oct, 13:01


ইবনুল জাওযি (রহ.) বলেন,

" যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান, তখন তার জিহ্বায় মুহাম্মাদ ﷺ এর দরুদ শরীফ পাঠ করা সহজ করে দেন।"

সূত্র: [ বুসতান আল ওয়ায়েজিন - ১/৩০০]

#MA

Muslimah's Ayaah - MA

24 Oct, 11:01


'বন্ধু তো সে-যে আপনার সামনে আল্লাহর কথা বলে, আর আপনি যখন থাকেন না, তখন সে আল্লাহকে বলে আপনার কথা।

– আরিফ আজাদ

#MA

Muslimah's Ayaah - MA

24 Oct, 10:00


সমকামীদের করুণ পরিণতি

১) হযরত ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে, কেয়ামতের দিন সে অবস্থায়ই উঠবে। এমনকি সমকামীকে যখন কবর থেকে বের করা হবে, তখন তার লজ্জাস্থান তার সাথীর (যার সাথে সমকামিতা করেছে) পায়ূপথে রাখা অবস্থায় থাকবে। উভয়ে কেয়ামতের দিন সবচেয়ে অপদস্থ অবস্থায় উঠবে। -যাম্মুল হাওয়া, ৬১৫

২) হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, কেয়ামতের দিন সমকামীদের চেহারা বানর এবং শুকরের মতো করে দেয়া হবে। সবাই তাদের দেখে চিনে ফেলবে। (আল্লাহ সবাইকে হেফাজত করুন) -যাম্মুল হাওয়া, ৬১৪

#MA