Mashwara Official @mashwaraofficial Channel on Telegram

Mashwara Official

@mashwaraofficial


আসুন, হিদায়াতের পথে একসাথে অগ্রসর হই।
Youtube —
https://youtube.com/@MashwaraOfficial
Page —
https://www.facebook.com/MashwaraOfficial/
Group — https://www.facebook.com/groups/dawah.deeni.alocona/
কোন কিছু জানানোর/জানার হলে পেইজে মেসেজ করুন।

Mashwara Official (Bengali)

মাশ্বারা অফিসিয়াল চ্যানেলটি হিদায়াত এবং আলোচনার ঘরে। এখানে আপনি ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনার প্রশ্নগুলির উত্তর পেতে পারবেন। মাশ্বারা অফিসিয়াল চ্যানেলে সাততার সাথে ইসলামিক ভিডিও কন্টেন্ট পাওয়া যাবে। এছাড়াও, কোনও জিজ্ঞাসা থাকলে ফেসবুক পেজে মেসেজ করে জিজ্ঞাসা করতে পারেন। আরও অধিক জানতে Youtube এ ভিজিট করুন: https://youtube.com/@MashwaraOfficial এবং ফেসবুক পেজ ও গ্রুপে যোগ দিন: https://www.facebook.com/MashwaraOfficial/ এবং https://www.facebook.com/groups/dawah.deeni.alocona/

Mashwara Official

06 Feb, 12:58


ক্লোজ আপ: মারা খাওয়ার গল্প...
ক্লোজ আপ: জাহান্নামের কাছে যাওয়ার গল্প...

Mashwara Official

05 Feb, 20:54


রাত ২:৪৫ আপডেট
~ ফ্রম Ahmed Rafique ভাই হাফি.

Mashwara Official

04 Feb, 15:47


২০১৯ সালে ঢাকা সাভারের একটি ঘটনা। ভিডিওর ১২ সেকেন্ড থেকে মনোযোগ দিয়ে দেখুন...

Mashwara Official

04 Feb, 09:54


এইযে আমরা যারা ভাবছি - ঐ মেয়ের নিউজ না শেয়ার দিয়েই ভাল করছি। এটা কি আসলেই ঠিক?

কাল/পরশু আমার, আপনার, পরিচিত কারও কেউ সত্যিকার অর্থেই নিখোঁজ হলে, আমরা কি এই মেয়েটার কন্টেক্সট মাথায় এনে সংবাদটি প্রচার করবোনা?

এখানে একটা জিনিস বুঝতে হবে যে, নির্দিষ্ট এই মেয়েটাই দোষী, যা অনস্বীকার্য। কিন্তু সত্যিকার অর্থেই কিডন্যাপ, নিখোঁজও তো হয় অনেকে, তাইনা? তাদেরকে গুরুত্বহীন ভাববো এই নির্দিষ্ট মেয়েটার জন্যে? সেটা কি ন্যায় হবে?

একটু ভেবে দেখি...

উক্ত ঘটনার কন্টেক্সটটি নিয়ে আরও অনেক দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যায়। ঘুরে ফিরে মূল সমস্যা আমরা এই মেয়েরা বাবা-মার প্যারেন্টিং - এই পাবো। প্রতিটা পরিবার যতদিন না ইসলামিক প্যারেন্টিংকে সিরিয়াসলি নিবে এসব সমস্যা দূর হবেনা... জ্বি... এটাই বাস্তব...

Mashwara Official

03 Feb, 16:38


মিজানুর রহমান আজহারী হুজুরের নতুন বই এর এক ঝলক দেখলাম। সত্যায়ন প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে। বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৬০৮। মূল্য ১৮৭০৳ (১৫% ছাড়ে ১৫৯০৳)। আমার একটা অত্যন্ত প্রিয় বই আছে - "হৃদয়ের দিনলিপি", পৃষ্ঠা সংখ্যা ৬০৮, মূল্য ৯০০৳ (৫০% ছাড়ে ৪৫০৳)।

শ্রদ্ধেয় আজহারি হুজুরের এই বইয়ের টার্গেট শ্রেণী যদি বড়লোক পাঠকরা হয় তবে বইয়ে যে রঙিন একটা ভাইবস দেওয়া হইছে সেটা সার্থক।

তবে এই বইয়ের টার্গেট শ্রেণী কি কুরআনপ্রেমী জনসাধারণ নয়? সেক্ষেত্রে এই রঙের ডিজাইন বাদ দিয়ে সাদাকালো নরমাল ভাবে বইটা আনা সময়ের দাবি।

বাকিটা লেখক ও প্রকাশনীর ইচ্ছা। তবে আমি একজন বইপ্রেমী পাঠক হিসেবে এই বইয়ের দাওয়াহ সংস্করণ চাই নরমাল সাদাকালো ভাবে। মূল বইয়ের কোন প্রকার পৃষ্ঠা সংখ্যা না কমিয়ে। বইয়ের হাদিয়া তখন ৯০০-৯৫০৳ (১৫% ছাড়ে ৭৬৫-৮০০৳) হতে পারে। অপেক্ষায়...

Mashwara Official

03 Feb, 13:05


Now the Decision is Yours...

বিস্তারিত কন্টেক্সটঃ
https://t.me/mashwaraofficial/3671

Mashwara Official

02 Feb, 16:26


বিস্তারিত উপরে -
https://t.me/mashwaraofficial/3671

Mashwara Official

02 Feb, 16:26


সেমিনারের এই অভূতপূর্ব মৌসুমে আলিম, দাঈ, ডাক্তার, রাকি, হিজামা থেরাপিস্ট প্রমুখ দেশ বরেণ‍্য ব‍্যক্তিবর্গের হাত ধরে আমরা এমন বিষয়ে অসাধারণ সব আলোচনা নিয়ে আসছি, যার প্রয়োজনীয়তা বর্তমান সময়ে অপরিসীম। আলহামদুলিল্লাহ আগামী ২১ শে ফেব্রুয়ারি, চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে তিব্বুন নববি সেমিনার। উক্ত প্রোগ্রামে আলোচনা রাখবেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও সুপরিচিত ব্যক্তিগণ। বাদ জুমুআ থেকে ইশা পর্যন্ত অর্ধদিনব্যাপী এই প্রোগ্রামে কুর'আন-হাদিস কে সামনে রেখে আমরা জানতে পারব, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে; যা শারীরিক, মানসিক ও আত্মিক রোগের নিরাময়। এছাড়া, আধুনিক মেডিক্যাল সাইন্স কে ইসলামী নীতিমালার আলোকে দেখার সুযোগও তৈরি হবে ইনশা আল্লাহ। উক্ত প্রোগ্রামে, আগত বোনদের জন্য থাকবে পর্দার সহিত সম্পূর্ণ আলাদা ব্যবস্থা (সাথে মাহরাম থাকা আবশ্যক)। এছাড়া যেসব বোনেরা মজলিশে আসতে পারবেন না, তাদের জন‍্য অনলাইনে অংশগ্রহণের ব‍্যবস্থা রয়েছে। আমাদের ইলমের খোরাক হবে নববি চিকিৎসা বিষয়ক এই সেমিনারটি। শিরক, কুফর, বিদআতের বিরুদ্ধে নববি চিকিৎসাই হয়ে উঠুক আমাদের সুস্থতার মাধ্যম! আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের নিয়তে ইখলাস দান করুন আমিন।

রেজিস্ট্রেশনের জন্য নিম্নের কমেন্টে গুগল ফর্মটি পূরণ করুন -

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfnW5FVDQ6SIEYuX0A9AZupZWQbPvZLNbypM-J53pyclyt1Fg/viewform

অথবা উক্ত নাম্বারে কল করুন।
+8801336319628 (মহিলা)
+8801796774528 (পুরুষ)

🎙️ আলোচকবৃন্দ:
* মুফতি ফরিদ উদ্দিন শাহেদ
* ডাঃ মুফতি মাসিহ উল্লাহ্
* উস্তায হাফিজ আল মুনাদি
* উস্তায এফ জেড ইমরান
* উস্তায আব্দুল্লাহ আল মাহমুদ
* মঈনুল আনোয়ার
* ফারহাত হুসাইন
* ডাঃ শাফায়াত হোসাইন লিমন
(আল্লাহ তা’আলা উনাদের ইলম ও খিদমাহ তে বারকাহ দিক)

তারিখ ও সময় : দুপুর ২:৪০ ঘটিকা, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫।
📍লোকেশন (পুরুষ গেস্ট): আল হাসানাইন মেইল ক্যাম্পাস, কসমোপলিটান, রোড ০৩, চট্টগ্রাম।
📍 লোকেশন (মহিলা গেস্ট): আল হাসানাইন ফিমেইল ক্যাম্পাস, কসমোপলিটান, রোড ০৬, চট্টগ্রাম

💲রেজিস্ট্রেশন ফি: ৩৫০/-
( অনলাইনে অংশগ্রহণকারী বোনদের জন‍্য : ১০০/- )
নগদ, রকেট ও বিকাশ একাউন্ট নাম্বার: 01796774528
(#ব্র্যাক #বিকাশ #বয়কট করুন)
অপারগতায় বিকাশ ব্যবহার করতে পারেন, একই নাম্বারে বিকাশ সচল আছে।

🎁 আরো যা যা থাকছে :
বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব, কুইজ কম্পিটিশন, আকর্ষণীয় পুরষ্কার বিতরণ, বিকেলের নাস্তা এবং রাতের খাবার।

কেউ স্পনসরশিপ নিতে চাইলে উপরোক্ত দেওয়া নাম্বারে যোগাযোগ করুন...

Mashwara Official

02 Feb, 06:45


শাইখ আহমাদুল্লাহ হাফিযাহুল্লাহর ভাষায়ঃ

আজ আমাদের তথাকথিত ব্যস্ততার এই সোশ্যাল মিডিয়ার আসক্তির যুগে কিয়ামুল লাইল-তাহাজ্জুদ যেন সোনার হরিণ হয়ে গিয়েছে। এখন আমাদের ফজরের সালাতে নিয়মিত হতেই বেগ পোহাতে হয়।

এমতাবস্থায় এই ১১টি আমল নিয়মিত করতে পারলে আমরা আশা করতে পারি দুধের স্বাদ কিছুটা হলেও ঘোলে মিটবে, কিন্তু বাস্তবতা হচ্ছে তা কখনোই হয়না। এজন্যে কিয়ামুল লাইল-তাহাজ্জুদের যে আসল মর্যাদা-প্রাপ্তি তা কেবল সেটা করেই পাওয়া যাবে।

শাইখের এই বিষয়ক সম্পূর্ণ আলোচনাটিঃ
https://youtu.be/yUTQP71bRUs

#AhmadUllah

Mashwara Official

31 Jan, 16:10


বীর চট্টলার ইতিহাসে সম্ভাব্য সর্বোচ্চ মানুষের গণজোয়ার!

প্যারেড ময়দান - গুলজার মোড় - অলি খা মোড় - চকবাজার স্টেশন মোড় - চট্টগ্রাম কলেজ এর মোড়ে লক্ষাধিক মানুষের উপস্থিতি!

তাফসিরে কোরআন মাহফিল ❤️

(মহসিন ফিল্ড - কাপাসগোলা কলেজ - আনিকা ক্লাবে মহিলাদের উপস্থিতি এবং কাজেম আলী স্কুল,পার্ক ভিউ হসপিটালের মোড়ে গণজোয়ারের ছবি অনুপস্থিত)

~ মিনহাজুল আবেদীন ভাই থেকে সংগৃহীত

Mashwara Official

30 Jan, 10:55


For every Ka'ab bin ashraf there is one Muhammad bin Maslama...

~ Ustaz Ammarul Hoque Hafi.

Mashwara Official

30 Jan, 02:28


ইসহাক ইবনে রাহুয়াহ (রহ.)। মহান ইমাম, প্রাচ্যের শায়খ, সায়্যিদুল হুফফায। জন্ম : ১৬১ হিজরী এবং মৃত্যু : ২৩৮ হিজরী। নামই তাঁর পরিচয়।

জনৈক ব্যক্তি মারা গেলে তার বিধবা বউকে তিনি বিয়ে করেন শুধু এ জন্য যে,

লোকটা মৃত্যুর সময় প্রচুর কিতাব রেখে গেছে। বিশেষত লোকটির নিকট ইমাম শাফিঈ রহিমাহুল্লাহরও বহু কিতাব ছিল...

সুতরাং সেগুলো পাওয়ার এবং সেগুলো থেকে উপকৃত হওয়ার আশায় তিনি ওই বিধবাকে বিয়ে করলেন।

সুবহানাল্লাহ! ইলম ও ইলমের উপকরণের প্রতি তাঁদের কত আবেগ ও আগ্রহ, টান ও আকর্ষণ ছিল!

- [ সিয়ারু আ’লামিন নুবালা, যাহাবি, ১০/৭০ ]

Mashwara Official

28 Jan, 10:03


পথিক জানো এটা কোন পথ?
~ ইমাম ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ

YouTube -
https://youtube.com/shorts/WRsofPkToI8

Mashwara Official

27 Jan, 17:14


"বালাকোট আন্দোলন" এর মডিউলস দেখে সিদ্ধান্ত আপনি নেবেন কোর্স এনরোল করার 😁

১. মুঘল সম্রাজ্যের পতনের দিনগুলি, শাহ ওয়ালিউল্লাহর চিন্তাধারা।
২. শাহ আবদুল আজিজ মুহাদ্দিস - ব্যক্তি ও জীবন।
৩. সাইয়েদ আহমদ শহিদ, শাহ ইসমাইল শহিদ ও জিহাদি কাফেলা
৪. বালাকোট পরবর্তী সময়ে সাইয়েদ আহমদ শহিদের জিহাদি আন্দোলন
৫. বালাকোট আন্দোলনে বাংলার ভূমিকা
৬. বালাকোট আন্দোলনের প্রভাব

Mashwara Official

27 Jan, 00:38


বইঃ পরানবন্দি, পৃ: ৭৩, সন্দীপন প্রকাশন
লেখাঃ ডা. Shamsul Arefin Shakti হাফিযাহুল্লাহ

YouTube:
https://youtube.com/shorts/TqWaXz5ULpE

Mashwara Official

26 Jan, 18:17


ডা. জাকির নায়েক হাফিযাহুল্লাহ একবার মুম্বাই থেকে একটা ফ্লাইটে করে কোনো একটা দাওয়াতি সফরে যাওয়ার কথা। তো সেই ফ্লাইট ৫ মিনিট দেরী করে ফেলে। তিনি এই ফ্লাইটের কোম্পানির বিরুদ্ধে মামলা করে দেন। পরে আদালত তার কাছে জানতে চায় কেন মামলা করলেন মাত্র ৫টা মিনিটই তো। তখন ডাক্তার সাহেব বললেন, 'জজ সাহেব! ৫ মিনিট আপনার কাছে অল্প লাগতে পারে। কিন্তু একজন মুসলমানের জীবনে ৫মিনিটেরও অনেক দাম। এই ৫মিনিটের জন্য কতকিছু হয়ে গেছে দুনিয়ার ইতিহাসে!

এই গল্প থেকে শিক্ষা নেন। সময় অনেক দামী জিনিস। যেই সময় আজকে নষ্ট করবেন তার প্রত্যেকটা সেকেন্ডের জন্য আফসোস করবেন। আর সময় নষ্ট থেকে নিজেকে হিফাজত করবেন আল্লাহ তায়ালা আপনাকে দিয়ে অনেক কাজ করাবেন যেটা দেখে সবাই অবাক হবে, আরে! এত সময় পায় কই! এটাই সময়ের বারাকাহ।

~ উস্তায আম্মারুল হক হাফিযাহুল্লাহর টেলিগ্রাম চ্যানেল থেকে -
https://t.me/Ammarulhoque

Mashwara Official

25 Jan, 09:32


34 Days left... ✩₊˚.⋆☾⋆⁺₊✧𓇢𓆸

Mashwara Official

23 Jan, 12:58


ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেন, “আমি বহুবার শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যা রহিমাহুল্লাহকে বলতে শুনেছি,

“রিয়া (লোকদেখানো আমল) দূর করে দেয় إِيَّاكَ نَعۡبُدُ আর কিবর (অহংকার) দূর করে দেয় إِيَّاكَ نَسۡتَعِينُ”

- [মাদারিজুস সালিকীনঃ ১/৫২]

সম্পর্কিতঃ
রিয়া লোকদেখানো আমল কি করে করব যখন ইবাদাত করা হয় একমাত্র রবের?

অহংকার কী করে আসে যখন সকল সাহায্যের জন্যে রবেরই মুখাপেক্ষী আমরা?

সীরত্বল মুস্তাক্বীমের পথে অটল অবিচলের দুআ গোমরাহি থেকে বাচার দুআরই নামান্তর।

Mashwara Official

22 Jan, 09:09


এই Artist রা যতদিন না শুধরাবে ততদিন Art সমাজে বিদ্যমান থাকবে...

Mashwara Official

14 Jan, 12:11


শীতের এই সময়ে একটি গুরুত্বপূর্ণ আমলঃ

আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) বলেন,

যদি কোনো বান্দা তীব্র শীতের সময় বলে, “(لٓا إِلٰهَ إِلَّا ٱللّٰه) (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই), আজকের দিনটি কতই না শীতল। হে আল্লাহ, আপনি আমাকে জামহারির জাহান্নাম থেকে মুক্তি দিন”

তখন আল্লাহ জাহান্নামকে লক্ষ্য করে বলেন, “আমার এক বান্দা তোমার জাহান্নাম থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করেছে। আমি তোমাকে সাক্ষ্য রেখে বলছি, আমি তাকে মুক্তি দিলাম”

সাহাবিরা বলেন, জামহারির কী?

জবাবে রাসুল (ﷺ) বললেন, ‘জামহারির জাহান্নামের এমন একটি ঘর, যেখানে কাফিরদের নিক্ষেপ করা হবে। শীতের তীব্রতায় তারা বিবর্ণ হয়ে যাবে’

— (আস-সিলসিলাতুদ-দায়িফাহঃ ৬৪২৮, আমালুল ইয়াওম ওয়াল লাইলঃ ৩০৬)

Mashwara Official

13 Jan, 14:56


আজানের সময়ে ও পরে করণীয় কিছু আমলের ফজীলত সমূহ এক নজরে... আমল করতে পারি ইনশাআল্লাহ...

Mashwara Official

12 Jan, 17:21


হাজার হাজার বছর আগে এক নারীর গর্ভে এক কন্যা সন্তানের জন্ম হয়। এই কন্যার মা আশা করেছিলেন পুত্রের। তিনি একটা মানত করেছিলেন। পুত্র হলে সেটা পালন করা সহজ হবে এই আশায়। কিন্তু পুত্র দেন যিনি তিনি কন্যা দিলেন আরো বড় কিছুর জন্য। এই এক কন্যাকে দিয়ে আল্লাহ তায়ালা তিন তিনটি বড় বড় কু্দরত দেখালেন। এই কন্যাকে মৌসুম ছাড়া ফলমূল খাওয়ালেন। এই কন্যার গর্ভে পিতাবিহীন এক নবী দান করলেন। আবার তার বরকতে তার বন্ধ্যা খালার ঘরে আরেক নবীপুত্র দিলেন। হায় সুবহানাল্লাহ!

এই কন্যা আর কেউ নন। মারইয়াম আলাইহাস সালাম। দুনিয়ার সমস্ত পুরুষ একত্রিত করলেও যে নারীর সমান হবে না (নবীগণ ব্যতীত)। আল্লাহ তায়ালা তার তিনটি গুণের কথা কুরআনে হাকীমে আমাদের বলেছেন। এই তিনগুণ দরকার একজন মুমিন নারীর। গুণগুলো হলো:

১. সতীত্বের হিফাজত
২. রবের কুদরতের সত্যায়ন
৩. আনুগত্যের পরাকাষ্ঠা

প্রথমগুণের সাতটি প্রকার। দ্বিতীয় গুণ দুই প্রকার। তৃতীয় গুণ হাসিলের উপায় দুটি। চলুন এইগুলো শুনি তাফসীরে তাফসীরে।

আলহামদুলিল্লাহ! AOI এর ধাবাহিক তাফসীর কোর্সের সূরা মারইয়াম কোর্স শুরু হবে আগামী জুমাবার থেকে ইনশাআল্লাহ। কোর্সের বিস্তারিত জেনে নিন ~

সূরাভিত্তিক তাফসীর কোর্স সিজন ০৪
কোর্স নং ১৭ - সূরা মারইয়াম
সেশন সংখ্যা - ১০

কোর্স ফি ২৫০৳ (এককালীন)

প্রথম দারস - ১৭ই জানুয়ারী রোজ জুমাবার
দারস শিডিউল - প্রতি শুক্র ও শনিবার (রাত ০৯.০০ - ১০. ০০)

যুমে ক্লাস হবে। সকল ক্লাস লাইভ হবে।

★ক্লাসের পর রেকর্ড দেয়া হবে★

ভর্তি পদ্ধতি -

01779053767 bkash/nagad personal এ ২৫০৳ ফি পাঠিয়ে নক করুন আমাদের ইনবক্সে/01954191758 (what's app) এ অথবা আমাদের টেলিগ্রামে।

Mashwara Official

12 Jan, 15:18


আগামীকাল থেকে টানা ৪ দিন এক সুবর্ণ সুযোগ সাওম (রোজা) পালন করে অধিক নেকি হাসিলের -

▪️১২ রজব (১৩ জানুয়ারি) সোমবার - সাপ্তাহিক সাওম
▪️১৩ রজব (১৪ জানুয়ারি) মঙ্গলবার - আইয়্যামে বীদ্ব
▪️১৪ রজব (১৫ জানুয়ারি) বুধবার - আইয়্যামে বীদ্ব
▪️১৫ রজব (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার - আইয়্যামে বীদ্ব + সাপ্তাহিক সাওম

১) রাসূলুল্লাহ ﷺ বলেছেন, প্রতি চন্দ্র মাসের (আরবী মাসের) ১৩, ১৪, ১৫ তারিখের রোজা (আইয়্যামে বীদ্বের দিন এগুলো) সারা বছর রোজা রাখার সমতুল্য। (আবু দাউদ, ২৪৪৯) অর্থাৎ, এই ৩ দিনের রোজার সওয়াব = ১ বছর নফল রোজা রাখার সওয়াব।

২) আবু হুরায়রা (রদি.) বলেন, আল্লাহর রাসূলুল্লাহ ﷺ বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার আমলসমূহ পেশ করা হয়। আমার পছন্দ, আমার আমল যেন পেশ করা হয় আমি সাওমরত অবস্থায়। [জামে তিরমিযী, হাদীস ৭৪৭]

৩) আইশা (রদি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রতি বেশি খেয়াল রাখতেন। [ইবনু মাজাহ, ১৭৩৯]

নিয়্যাত করে ফেলি সকলে ইনশাআল্লাহ...

Mashwara Official

12 Jan, 06:48


একজন রিযিকের আধিক‍্যতা চাইলো, তার ইনকাম বেড়ে গেলো। গাড়ি কিনলো, বাড়ি করলো। কিন্তু সেই সাথে যুক্ত হলো নতুন নতুন খরচ। মেডিকেল চেকআপ, ৮/১০ টা ক্রেডিট কার্ডের বিল, বড় বড় ক্লাবের মেম্বারশীপ ফী। বোনাস হিসেবে আছে আরও নানা দুশ্চিন্তা আর অশান্তি।

আরেকজন রিযিকের বারাকাহ চাইলো। তার চাকরীটা চলে গেলো। একজন আলিমকে হতাশ হয়ে প্রশ্ন করাতে জবাব দিলেন, হারাম ইনকামের চাকরী চলে যাওয়াটাই দুআ কবুলের প্রথম ধাপ।

ছোট খাট আরেকটা চাকরী পেলেও ইনকাম আগের চেয়ে অর্ধেক। আয় কমলেও সেই সাথে সংকুচিত হতে থাকলো ব‍্যয়ও। দিন শেষে তার কোন সেভিংস থাকছে না, কিন্তু নতুন করে তার কোন লোনও যোগ হয় না।
এই তো সেদিন ডাক্তার তার ঘুম আর প্রেসারের ঔষধের ডোজ কমিয়ে দিলেন। ঘুম এখন যদি নিয়মিত হয়, ঔষধ খাবেনই বা কেন।

রিযিকের বারাকাহ এক অদ্ভুত রহমত। আধিক‍্যতা ছাড়াই যা পাওয়া সম্ভব। আল্লাহ! আপনি যা রিযিক দিবেন তাতে সন্তুষ্ট বানিয়ে দিন। এবং তাতে বরকত নাযিল করুন।

~ ভাই #RizwanulKabir হাফিযাহুল্লাহ

Mashwara Official

11 Jan, 13:59


ড. আফিয়া সিদ্দিকী হাফি. এর মুক্তির দাবিতে পিটিশন করা হয়েছে। ১০ লক্ষ স্বাক্ষরের টার্গেট পূরণ করতে আর ১০ হাজার ২০৩ স্বাক্ষর দরকার, রবিবারের মধ্যে। পিটিশনের লিংক নিম্নে। সবাই মিলে প্রচার করি ইনশাআল্লাহ...

ভোট প্রদানের ওয়েবসাইট -
https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency

Mashwara Official

11 Jan, 08:08


সবর করা এত সহজ নয়!
সবর মানে কান্না, সবর মানে একাকীত্ব। সবর মানে অপমানকে গিলে ফেলা, হাসি দিয়ে কান্নাকে ঢেকে রাখা।

সবরের অর্থ কেবল শারীরিক আঘাতে কিংবা প্রিয়জন হারানোর বেদনায় ধৈর্য ধরা নয়। অতি আপনজনের কুটিল হাসি, মিষ্টি ধারালো কথা এবং নীরব বাঁকা চাহনিকে এক আল্লাহর জন্য দাঁতে দাঁত চেপে সহ্য করাও তো সবর।

সব রক্তের সম্পর্ক আপন হয় না। সব রক্তের রংও লাল নয়। হৃদয়ের রক্তক্ষরণের যে কোন রং নেই। কারো সাধ্যও নেই তা পড়ে নেয়ার। যিনি না বলা কথাও শুনেন, যিনি বোবার ভাষাও বোঝেন….. তাঁর ফায়সালার অপেক্ষার নামই তো সবর….

✍️ ভাই Rizwanul Kabir সানিন হাফিযাহুল্লাহ

#RizwanulKabir

Mashwara Official

10 Jan, 17:49


আমি মূল পোস্টে (Al Ahad) দৃষ্টিপাত করতে চাই। কার সম্মেলন হচ্ছে এটা মূল ফ্যাক্ট না। কথা হচ্ছে - সমাবেশ যেই করুক - সেই দল/গোষ্ঠী/দলের হয়ে কাজ করা লোকেরা - সকলে দাবি করবে যে সে ইসলামের জন্যেই কাজ করে।

এই তার কেমন নমুনা? প্রচুর ফায়দা হলো, তাইনা?
আচ্ছা "দেখি কেমনে যায়" - এই কথাটা কোন ইসলামপন্থীর হতে পারেনা। ঐ নির্দিষ্ট ব্যক্তি জাহেল ও জালিম। পুরো দলকে এজন্যে দোষারোপ করা অনুচিত হবে আমাদের।

আমরা শুধু দাবিই করি - আমার দ্বারা ইসলামের খেদমত হবে। কিন্তু হরহামেশা এমন কাজ বৃহৎ আকারে দুঃখজনক।

যে ভাইরা এসব হয়রানির শিকার হোন/জুলুমের সাক্ষী হোন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা - (দ্বীনের ব্যাপারে এখনও তেমন জ্ঞাণ নেই/অনুশীলন নেই এমন ব্যক্তির ক্ষেত্রে)

১) ভাই দাড়ি-টুপিওয়ালা সবাই ইসলামপন্থী না।
২) বাহ্যিক লেবাসের ভিত্তিতে কাউকে ইসলামিক ভাববো না। সমস্যাটা দাড়ি-টুপির না। সমস্যাটা ঐ নির্দিষ্ট ব্যক্তির। দাড়ি-টুপিকে ঘৃণার চোখে দেখা ঈমান ভঙ্গের কারণ।
৩) মনে রাখতে হবে, ইসলাম পরিপূর্ণ, তার শিক্ষা মানবজাতির জন্যে রহমত ও হিদায়াতস্বরূপ। কোন মুসলিম ভুল করতে পারে, এর মানে এই না যে ইসলাম ভুল।
৪) ইসলামের শিক্ষায় কেউ নিজেকে শিক্ষিত না করলে সেটা তার ত্রুটি। ইসলামের না।
৫) আল্লাহর নিকট ইসলাম-ই কেবলমাত্র, একমাত্র সঠিক দ্বীন/জীবনব্যবস্থা। তাই একে ধারণ করা ব্যক্তিজীবন থেকে সর্বত্র সকল ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।
৫) মোদ্দাকথা, কোন ব্যক্তির কোন কার্যক্রম থেকে ইসলাম নিয়ে কোন ফলাফলে পৌছানোর পূর্বে নিজে ইসলামের সঠিক শিক্ষা শিখবো, জানবো, সেটা মানবো। হোক ইসলামিক দাবিকারী কেউ না মানুক। আমি মানবো, মেনে চলবো।

আপাতত এতটুকুই। জাযাকাল্লাহু খাইরান...

Mashwara Official

10 Jan, 17:49


ঘটনাকেন্দ্রিক কিছু কথা নিম্নেঃ

https://t.me/mashwaraofficial/3620

Mashwara Official

10 Jan, 08:28


Maybe? Maybe Not?

Mashwara Official

09 Jan, 16:04


কিছু কিউট মুসলিমরা এখন যা বলতে পারেঃ

ওদের কষ্টে আমাদের এত খুশি হওয়ার কি আছে? ওরাও তো মানুষ. ইসলাম কি আমাদের এই শিক্ষা দেয়?

Mashwara Official

09 Jan, 07:15


তাবলীগের একজন আমীর সাহেবের বয়ান থেকে সংগৃহীত একটি অংশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী...

আজকে যখন কাজ করার মত লোকের বড়ই অভাব, তখন শয়তান এসে আমাদের মুখলিস হবার নসীহত করে। বুঝায়ঃ দাওয়াহ করলে, কথা বললে, আমল প্রতিষ্ঠা করতে গেলে; মানুষ কি বলবে! রিয়া হবে! লোক দেখানো কাজ হবে! তুমি করো না এসব। ঘরে বসে যিকর করো, নফল সালাত পড়ো! এভাবে ওয়াসওয়াসা দেয়...

আরে, কাজ যারা করে, রিয়ার আশঙ্কা তাদেরই হয়, ভুল তাদেরই হবে। কাজই যদি না করা হয়, ভুল হবে কোত্থেকে?

কাজ না করে, বসে বসে ইসতিগফার করলেন; সওয়াব পাবেন একটা...

কিন্তু কাজও করলেন, সাথে ভুলও হলো; তার জন্য করলেন তওবা, ইসতিগফার। ফলে আল্লাহ ভুল/গুনাহ কে সওয়াবে রূপান্তর করে দিবেন। আর ইস্তেগফারের সওয়াব তো আছেই। এখানে সওয়াব পাবেন আরো বেশি...

গুনাহ করে ফেলার পরের হালত নিয়ে আল্লাহ মুমিনদের কথা বলতেছেনঃ—

إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلًا صَٰلِحًا فَأُو۟لَٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمْ حَسَنَٰتٍۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا

তবে তারা নয় যারা তাওবাহ করবে, ঈমান আনবে, আর সৎ কাজ করবে। আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন; আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। — (সূরা ফুরকানঃ ৭০)

وَمَن تَابَ وَعَمِلَ صَٰلِحًا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابًا

আর যে ব্যক্তি তাওবাহ করে আর সৎকাজ করে, সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে- পূর্ণ প্রত্যাবর্তন। — (সূরা ফুরকানঃ ৭১)

[সূরা ফুরকানের এই আয়াতগুলোর একটি অসাধারণ তিলাওয়াতের ভিডিও আছে, লিংক —
https://youtu.be/WMcmIvmXjYA]

সময় বড়ো সংকীর্ণ! চারদিকে ঘন অন্ধকার! দাওয়াতের বাতি যদি আজ না জ্বালি, কাল অন্ধকার আমার ঘর আর আমি পর্যন্ত পৌঁছে যাবে। হাল ধরার সময় এখনই; বসে থাকার সময় আর নেই। দাওয়াত ও তাবলিগের মেহনতে, মোমবাতি হাতে, মানুষগুলো হেঁটে চলুক সূর্যের দিকে। রবের নূরের দিকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন...

Mashwara Official

08 Jan, 18:48


ফরজে আইন মুআমালাত পর্যায়ের দারস শুরু হয়েছে। প্রথম দারসে আমরা আলোচনা করেছি মুআমালাত কীভাবে ফাংশন করে। ইবাদাত ও মুআমালাত কীভাবে যৌগিক হয়।

এই দারস উন্মুক্ত করে দেয়া হলো। এই দারস শুনেই বুঝতে পারবেন কেন আমাদের ফরজে আইন মুআমালাত পর্যায় করা আপনার জন্য জরুরী।

Mashwara Official

08 Jan, 17:12


আদম সম্ভানের আসল রূপঃ

(লিখাটা পড়ার সময় অনুধাবন করি যে, মহান রব আমাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন। নিঃসন্দেহে কথাগুলো আমাদের অন্তর প্রকম্পিত করে দিবে...)
·
আবু নুআইম মুহাম্মদ বিন কা'ব আল কুরাবী থেকে বর্ণনা করেন, আমি তাওরাতে পড়েছি, ইবরাহীম (আ.) এর মাযহাবে পেয়েছি যে, আল্লাহ তাআলা বলেন,
·


হে আদম সন্তান! তুমি আমার সাথে ইনসাফ করোনি। তোমাকে আমি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছি। তোমাকে ভারসাম্যপূর্ণ একজন মানুষ বানিয়েছি এবং তোমাকে আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি
·
তারপর তোমাকে বীর্য বানিয়ে একটি সংরক্ষিত জায়গায় (গর্ভাশয়) রেখেছি। তারপর বীর্যকে টুকরায় পরিণত করেছি। তারপর রক্তের টুকরাকে হাড্ডিতে পরিণত করেছি। এবং হাড্ডিকে গোস্তের পোষাক পরিয়ে দিয়েছি। সর্বশেষ (রূহ দান করে) তাকে এক নতুন সৃষ্টির রূপ দিয়েছি। হে আদম সন্তান বল, আমি ছাড়া আর কে এ কাজে সক্ষম?
·
তারপর গর্ভে থাকাবস্থায় আমি নাড়ি-ভূঁড়িকে আদেশ দিলাম, যাতে সে ছড়িয়ে পড়ে। অঙ্গ-প্রত্যঙ্গকে আদেশ দিলাম, যাতে সে পৃথক হয়ে পড়ে। ফলে নাড়ি-ভূঁড়ি সংকীর্ণতার থেকে রক্ষা পেয়ে প্রশস্ত হয়ে পড়ল। এবং অঙ্গ-প্রত্যঙ্গ একত্রিত থাকার পর পৃথক হয়ে পড়ল
·
তারপর তোমার মায়ের পেটের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে আমি আদেশ দিলাম, যাতে সে তোমাকে তোমার মায়ের পেট থেকে বাহির করে। এরপর (ফেরেশতারা) কোমল পরশে তোমাকে বাহির করে
·
তুমি ছিলে একজন দূর্বল মাখলুক, তোমার দাঁত ছিল না, যা দিয়ে তুমি খানা চূর্ণ-বিচূর্ণ করবে। আর না থুতনী ছিল, যা দিয়ে তুমি কোনকিছু চিবাইবে। তাই আমি তোমার মায়ের বুকে একটি লাইন চালু করেছি। যা দিয়ে শীতকালে গরম দুধ, আর গরম কালে ঠাণ্ডা দুধ আসে। আর এ দুধ আমি সৃষ্টি করি চামড়া, গোস্ত, রক্ত এবং বিভিন্ন শিরা-উপশিরার মাঝ থেকে, কিন্তু তার কোন চিহ্ন এই দুধে থাকে না।
·
এরপর আমি তোমার মায়ের অন্তরে তোমার প্রতি করুনা সৃষ্টি করে দিয়েছি। আর তোমার পিতার অন্তরে ভালবাসা সৃষ্টি করেছি। তাই তারা কষ্ট-মেহনত করতে থাকে, তোমাকে প্রতিপালন করে। তোমাকে খানা খাওয়ায়। এবং তোমার ঘুমের আগে তারা ঘুমায় না।
·
হে আদম সন্তান! তোমার জন্য এগুলো আমি এ জন্য করি নাই যে, তুমি তার যোগ্য ছিলে, আর না আমি কোন সমস্যায় পড়েছি, যার সমাধানের জন্য এ কাজগুলোর প্রয়োজন ছিল।
·
হে আদম সন্তান যখন তোমার দাঁত চিবানোর যোগ্য হল এবং তোমার মাড়ি চূর্ণ-বিচূর্ণ করা শুরু করল, তখন আমি তোমার জন্য শীতের সময় শীতের ফল, আর গরমের সময় গরমের ফলের ব্যবস্থা করেছি।
·
অতঃপর তুমি এখন অনুভব করেছ যে, আমি তোমার রব (প্রভু)।
·
কিন্তু তারপরও তুমি আমার অবাধ্য হয়েছ। এখন তুমি আমার অবাধ্য হয়েও আমাকে আবার ডাকতে থাক। আমি তোমার নিকটে আছি, তোমার ডাকে আমি সাড়া দিব। আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব।
·
হে আদম সন্তান! আমি আমার ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করেছি। ফলে তুমি খেল-তামাশায় মগ্ন (মত্ত) হয়ো না। তোমার রিযিক নির্ধারণ করে দিয়েছি। তাই দৌড়-ঝাঁপ করো না। আমি আমার ইজ্জত ও জালালের কসম দিয়ে বলছি, যদি তুমি আমার বন্টনকৃত রিযিকের উপর সন্তুষ্ট থাক, তাহলে আমি তোমার হৃদয়কে প্রশান্ত করে দিব। শরীরকে শান্তিদায়ক করব। আর তুমি আমার নিকট প্রশংসিত থাকবে।
·
আর যদি তুমি আমার বন্টনের উপর সন্তষ্ট না থাক, তাহলে তোমার উপর (বিভীষিকাসহ) দুনিয়াকে চাপিয়ে দিব। তারপর তুমি জঙ্গলের বন্য প্রাণীর ন্যায় ছোটাছুটি করতে থাকবে। কিন্ত তাতেও আমার বন্টনের চেয়ে বেশী জুটবে না। এবং তুমি তাতে আমার কাছে নিন্দার পাত্রে পরিণত হবে...



— [তাওরাত, মুক্তার চেয়ে দামী- মাওলানা ইউনুস পালনপুরী (রহ.), ১ম খন্ড, পৃঃ ১৩২]

Mashwara Official

07 Jan, 09:49


অথচ যে কথা বলা উচিত ছিল... যে কৃতজ্ঞতা জানানো অধিক প্রায়োরিটি ছিল... রাব্বে কারীম রহম করুন...

Mashwara Official

07 Jan, 08:22


এক ছোট্ট বালককে জিজ্ঞেস করা হলোঃ
••• সবচেয়ে বড় নিয়ামত কী?

বালকটি বললোঃ
••• আল্লাহ যে আমার রব এটাই সবচেয়ে বড় নিয়ামত

~ শাইখ মোহাম্মদ হোবলোস হাফিযাহুল্লাহর লেকচার থেকে
(আলোচনার লিংক নিম্নে, আগ্রহীগণ শুনতে পারি)

এই ছোট্ট বাক্যটির ভাবার্থের গভীরতা যে কত ব্যাপক তা দুনিয়ার জীবনে অকল্পনীয়...!!!

লেকচারটির লিংক
(সম্পূর্ণ চ্যানেলটিই বেশ উপকারী) —
https://youtu.be/_SzVQitAvZI

#MohamedHoblos

Mashwara Official

06 Jan, 09:15


গতকালকের লাইভে - শেষে ইলিয়াস সাহেব একটা কথা বললো "আজ সবাই বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষ পাKiস্তাNকে কতটা পছন্দ করে"

প্রথমত, মেJর ডাLiম সাহেবের বক্তব্য শুনে তৎকালীন পাKiস্তাNকে ভালোবাসার কিংবা তাদের প্রতি শ্রদ্ধা তৈরি হওয়ার কোনো কারণ খুঁজে পেলাম না।

দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধ পরবর্তী পাকিStaনকে মুসলিম রাষ্ট্র (যদিও গণতান্ত্রিক) হিসেবে কেউ যদি পছন্দ/শ্রদ্ধা করেও তবুও, মুক্তিযুদ্ধের সময়ের পাকিStaনের প্রতি বাংলাদেশের মানুষের কখনোই সম্মান ও শ্রদ্ধা তৈরি হওয়ার কথা না, ভালোবাসা তো অনেক দূরের কথা!

পাকিStaন যদি এত ভালোই হতো মুক্তিযুদ্ধ তো হতোই না, আমাদের দেশে এসে আমাদের দেশের মানুষকে মেরে গেলো তাদেরকে আমরা কোন যুক্তিতে পছন্দ করবো?

আমরা আংশিক স্বাধীন হয়েছি কারো দাসত্ব করার জন্য নয়, না Diল্লির, না Isলামাবাদের, না WaশিংTনের! দাসত্ব করবো আমরা কেবল এক আল্লাহর, যিনি বিশ্বজাহানের রব। যে দেশের আইন ও হুকুম ব্যবস্থা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, তা আমাদের কিংবা পরবর্তী প্রজন্মের জন্যে স্থায়ী নিবাস হতে পারেনা।

আমরা ইলিয়াস সাহেবকে ভুলের ঊর্ধ্বে ভাবিনা, তিনি যা বলেন সব অকপটে মেনেও নিইনা। আমরা কেউই তাকে আদর্শ হিসেবে মানিনা। আমাদের আদর্শ কেবল একজনই - প্রিয় নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর আমরা গোলামি করি কেবল এক আল্লাহর...

Mashwara Official

06 Jan, 07:11


১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় শেখ মুজিবুর ৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫৫ পাউন্ড ওজনের কেক কাটেন তিনি নিজেই!

বইঃ যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, পৃষ্ঠা নং ৩২৪ ~ মেজর ডালিম

গায়ে কাটা দিয়ে উঠলো এই অংশটা পড়ে...

Mashwara Official

05 Jan, 17:44


~ মেজর ডালিম 🔥🔥

Mashwara Official

05 Jan, 15:18


মেজর ডালিম 🔥🔥🔥

https://www.youtube.com/live/UFMuU-9w4jM?si=jpSg1powu85Co5kf

Mashwara Official

05 Jan, 15:07


Wow, wow... 😯😯😯😯

https://www.youtube.com/live/UFMuU-9w4jM?si=NwlZ0mqG-8HAkRor

Mashwara Official

05 Jan, 05:56


মেজর ডালিম/মেজর জিয়া? কি মনে হয়? Let's see...

Mashwara Official

03 Jan, 11:56


মাশা আল্লাহ মাশা আল্লাহ। প্রত্যেক মসজিদে মসজিদে এমন ধরনের কিছু উদ্যোগ গ্রহণ করা কাম্য...

Mashwara Official

03 Jan, 05:24


২৭ টি শিক্ষা প্রয়োগ করে নিজের জীবনেকে বরকতপূর্ণ করে নিই ইনশাআল্লাহঃ

১। কাজের শুরুতে বিসমিল্লাহ বলা।
২। তাক‌ওয়া অবলম্বন করা (সূরা আরাফ-৯৬)।
৩। কোরআন ও সুন্নাহর আলোকে আমল করা (সূরা আন‌আম-১৫৫)।
৪। কোরআন তেলাওয়াত ও সালাত সুন্দর ভাবে আদায় করা (সূরা আন‌আম-৯২)।
৫। বেশি বেশি দান করা।
৬। আত্নীয়-স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা।
৭। সকাল বেলা কাজ শুরু করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।
৮। পরিবারের সদস্য ও অধিনস্তদের সালাতের তাগিদ দেয়া (সূরা ত্বহা-১৩২)।
৯। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা।
১০। বেশি বেশি ইস্তেগফার পড়া(সূরা নূহ-১০-১২)।
১১। সালামের ব্যাপক প্রচলন করা। পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেয়া। ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়া।
১২। বেচাকেনায় সততা ও সহজ উপায়ে করা। চাকরিতে সততা অবলম্বন করা। সত্য কথা বলা ও পণ্যের দোষত্রুটি পরিস্কার করে দেয়া।
১৩। মিথ্যা পুরোপুরি ছেড়ে দেয়া।
১৪। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়া।
১৫। আখলাককে সুন্দর করা।
১৬। অপচয় না করা।
১৭। চতুরতা ছেড়ে সহজ সরল হ‌ওয়া।
১৮। মানুষের সাথে ভালো ব্যবহার করা।
১৯। বরকতের জন্য দোয়া করা।
২০। নেয়ামতের শুকরিয়া আদায় করা।
২১। অল্পে তুষ্ট হ‌ওয়া।
২২। মুমিন ভাইদের প্রতি ইহসান করা এবং তাদের জন্য দোয়া করা।
২৩। মা-বাবার আনুগত্য করা (শরীয়তের ভিতরে)।
২৪। মিতব্যয়ী হ‌ওয়া কিন্তু কৃপণতা না করা।
২৫। সমস্ত কাজে সুন্নাহর অনুসরণ করা।
২৬। সময়ের সদ্ব্যবহার করা।
২৭। অহংকার ও রিয়া পরিত্যগ করা।

এখানে প্রতিটি কথার পিছনে কোরআন ও হাদিসের আলোকে দলিল বিদ্ধমান। সময় বাঁচাতে দলিল গুলো উল্লেখ করলাম না। কেউ চাইলে নিজেরাই তালাশ করে বের করে নিবেন।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে কল্যাণময় জীবন দান করুন।

লেখাঃ শাইখ Abdullah Ibn Nurul Islam হাফি.

#AbdullahIbnNurulIslam

Mashwara Official

01 Jan, 16:56


আজ মাগরিবের পরে রজব মাস শুরু হয়েছে। আর ২ মাস পরেই প্রতীক্ষিত রমাদ্বান। রমাদ্বানের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রস্তুতি শুরু হোক এখন থেকেই, ইনশাআল্লাহ...

আর হ্যা, আগামীকাল বৃহস্পতিবার। সুন্নাহ সাওম পালন করতে পারি আমরা ইনশাআল্লাহ...

Mashwara Official

01 Jan, 14:39


অতএব...সাবধান...

Mashwara Official

31 Dec, 18:03


রুহ কাপি উঠতেছে আশেপাশের আওয়াজে।

জাস্ট ইমেজিন - গা JJa - ইয়ে Men - Sy রিয়া - এর উনারা তো আরও ভয়াবহ কিছু সহ্য করে।

কিভাবে পারে ভাই? আল্লাহু আকবার...

Mashwara Official

31 Dec, 15:36


মোবাইলের নোটিফিকেশন দেখে আমি জাস্ট হতভম্ব হয়ে যাচ্ছি। প্রতি মিনিটে একটা না একটা অর্ডার আসছেই কোর্সের রেজিস্ট্রেশনের। মাশা আল্লাহ মাশা আল্লাহ।

৭০% অফারে ভাই-বোনেরা যে হারে অফার লুফে নিচ্ছে তা আসলেই ঈর্ষনীয়। রাব্বে কারীম আপনাদের কবুল করুন, আমিন...

আপনারা কেন পিছিয়ে রইবেন অফার লুফে নেওয়ার প্রতিযোগিতায়?

https://t.me/Ammarsonlineinstitution/569

Mashwara Official

31 Dec, 12:31


রাব্বে কারীম আমাদের বিষয়টি উপলব্ধি করার ও আল্লাহর অবাধ্যতার বিষয়গুলোর সাথে সম্পর্কচ্ছেদ করার তৌফিক দিন, আমিন...

Mashwara Official

30 Dec, 13:23


31st Night এর ইতিহাস ~ মাওলানা হাসান জামিল হাফি.

Watch:
https://youtube.com/shorts/MlOnQLZ0e0c

আগামীকালের রাতের উদযাপনের ব্যাপারে এই ইতিহাসটুকু শুনে ও নিজে রিসার্চ করে সত্যটা জানার পরেও কেউ এই কাজ করলে আসলেই আর কিছু বলার নাই...

#31stNight #MashwaraShorts

Mashwara Official

30 Dec, 09:41


আফসোস...

Mashwara Official

29 Dec, 14:00


হাসিখুশি থাকার উপকারিতা ~ Dr. Nabil

Watch:
https://youtube.com/shorts/rn6RU4PGzUk

#DrNabil #MashwaraShorts

Mashwara Official

28 Dec, 07:06


মোহাম্মাদ জাভেদ কায়সার রহিমাহুল্লাহর লেখাঃ


আরেকটি থার্টিফার্স্ট নাইট সামনেঃ—

বিখ্যাত ‘আলিমদের শত শত ফাতওয়া ও লেকচার অগ্রাহ্য করে কিছু মানুষ আদিম নেশায় ঘর থেকে বের হবে আজ রাত। কোনো কিছুকেই তারা মানবে না, সকল পবিত্র বিধানকে তারা তুচ্ছজ্ঞান করবে।

বড় অদ্ভুত প্রজন্ম; আফসোস!

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন –

❝আমার ও লোকদের উদাহরণ হলো এমন লোকের মত - যে আগুন জ্বালালো আর যখন (আগুনের আলোর মাধ্যমে) তার চারদিক আলোকিত হয়ে গেলো, তখন কীটপতঙ্গ ও ঐ সমস্ত প্রাণী যেগুলো আগুনে পুড়ে, তারা তাতে (ঝাঁপ দিয়ে) পুড়তে লাগলো। তখন সে সেগুলোকে (কীটপতঙ্গগুলোকে) আগুন থেকে ফেরানোর চেষ্টা করলো। কিন্তু সেগুলো (কীটপতঙ্গগুলোকে) তাকে পরাজিত করলো এবং আগুনের মধ্যে পতিত হলো। (তদ্রূপ) আমিও তোমাদের কোমর ধরে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছি। কিন্তু তোমরা তাতেই পতিত হচ্ছো❞

— [সহীহ : বুখারী ৬৪৮৩, মুসলিম ২২৮৪, তিরমিযী ২৮৭৪, আহমাদ ৭৩২১, ইবনু হিব্বান ৬৪০৮, সহীহ আল জামি‘ ৫৮৫৮, সহীহ আত্ তারগীব ৩৬৬০]
_
নিশ্চয়ই রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সত্য বলেছেন। সত্য বলেছেন। সত্য বলেছেন।

Mashwara Official

27 Dec, 10:16


#RizwanulKabir

Mashwara Official

25 Dec, 11:18


বাস্তবতা

Mashwara Official

25 Dec, 08:23


উদারতার সীমারেখা...

Watch: https://youtube.com/shorts/0Gt520RLB0Y

Mashwara Official

24 Dec, 16:33


গুরুত্বপূর্ণ নাসীহাহ...

Mashwara Official

24 Dec, 06:54


Important

Mashwara Official

21 Dec, 15:05


যেই ড্রিম জব/স্বপ্ন নিয়ে প্রত্যেক CSE এর ছাত্র তার জীবনে একবার হলেও দেখে omar al zabir ভাইয়ের সেটা বাস্তবেই ছিল।

যেই ড্রিম স্যালারি ইয়ারলি বেসিসে কেউ আয় করার স্বপ্ন দেখে সেটা ভাইয়ের বাস্তবে ছিল৷ কিন্তু একজন মুসলিম হিসেবে কি এটাই যথেষ্ট?

চলুন ভাইয়ের থেকেই জেনে নেওয়া যাক...

Highly Recommended If You are a Muslim:
https://youtu.be/Fowv2UMF2_s

Mashwara Official

21 Dec, 07:00


আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাব্বে কারীম এমন সাহসী আলেমদের ছায়া আমাদের উপর দীর্ঘ করুন, আমিন...

Mashwara Official

20 Dec, 09:46


মাশা আল্লাহ। একটি অতি উত্তম সুন্দর শিক্ষা পেলাম তোয়াহা ভাইয়ার কমেন্টটি থেকে। বারাকাল্লাহু ফি কুম...

Mashwara Official

19 Dec, 04:34


একটি শীতকালীন ফিক্বহ। সকলে সতর্ক থাকি ইনশাআল্লাহ এ বিষয়ে।

❝শীতকালে শরীরের চামড়া একটু রুক্ষ হয়ে যায়। তাই ওজুর সময় চামড়া ভালমত ডলে ধোয়া উচিত। অন্যথায় অনেক সময় চামড়ার কোন কোন জায়গায় পানি পৌঁছায় না। ফরজ অঙ্গ ঠিকমত না ভিজলে ওজু হবে না। আর ওজু না হলে নামাজও হবে না...❞

— উস্তায Abdullah Al Masud হাফিযাহুল্লাহ...

Mashwara Official

18 Dec, 08:13


বিস্তারিত রিভিউ উপরেঃ
https://t.me/mashwaraofficial/3581

Mashwara Official

18 Dec, 08:12


দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় পরে একদিনে এই বইটি পড়ে শেষ করলাম।

কিন্তু, প্রথম দিকে উমারের বাবা আমাকে বইটি দিয়ে বললো দুই তিনদিনের ভিতর শেষ করবেন। বইটির কিছু পৃষ্ঠা শেষ করার পরও এই চিন্তাটা মাথা থেকে যাচ্ছিল না যে এত গুরুত্বপূর্ণ একটা বই কি এই সময়ের ভিতর শেষ করা সম্ভব হবে?

এরপরে সেই চিন্তা বাদ দিয়ে, বই পড়তে পড়তে একটা সময় মনে হলো শাইখ কুরআনের দারস দিচ্ছেন আমার সামনেই আর আমি শুনছি। মহিলাদের মাসিক হালাকাগুলোতে আমার বেশ কয়েকবার গিয়ে শাইখের দারস শোনার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। বইটা পড়ার সময় যেন সেই স্মৃতিচারণই হলো।

মাঝে কিছু সময় আমার ছেলে উমার খুব আওয়াজ করেই তার নতুন নতুন পড়াশোনা (ا ، ب، ت، A, B, C, 1, 2, 3) করছিল, মাশা আল্লাহ। কিন্তু তখন আমি বইটার ভিতর এতটাই ডুবে গিয়েছি যে তেমন কিছুই টের পেলাম না বেশ অনেকক্ষণ।

বইটা পড়া শেষে - অনেক নতুন নতুন ভাবনার দাড় উন্মুক্ত হলো, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই কমবেশি অনেক বুদ্ধিবৃত্তিক কিংবা তথ্যবহুল বই পড়ি।

কিন্তু এসব পড়ার আগেও আমাদের একজন মুসলিম হিসেবে আমাদের মূল ফোকাস কি হওয়া দরকার, আমরা যে লক্ষ্যে আগাতে চাই সে লক্ষ্য অর্জনের প্রধান হাতিয়ার কি সে সম্পর্কে জ্ঞাণ অর্জন করা প্রয়োজনীয়।

এই বইটি পড়লে ইনশাআল্লাহ আমরা তা জানতে পারবো। ওয়াল্লাহি, আমি যদি বইটা নিয়ে বেশি বড় রিভিউ দিই তবুও এই বইয়ের হক আদায় সম্ভব না।

আমার সামর্থ্য থাকলে আমি প্রতিটি মানুষ মুসলিম অমুসলিম সকলকে এই বইটা পড়তে দিতাম। যাদের কাছে বইটা আছে তাদের কাছে বিশেষ অনুরোধ বইটা মন দিয়ে পড়ে বাস্তবিক জীবনে তা কাজে লাগাই।

আমরা যারা ভাবছি কীভাবে সামনের দিকে আগাবো, কোন গাইডলাইন নেই - আমাদের বইটি বেশি পড়া দরকার। পড়া হলে গাইডলাইন আমাদের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনে আল কুরআনের দারস (২) আসছে জানতে পারলাম। অপেক্ষায় রইলাম...

~ Female Admin, Mashwara Official

Mashwara Official

17 Dec, 14:30


বেলা ফুরাবার আগেই প্রত্যাবর্তন হোক আমাদের...

এইতো সেদিনের কথা - এই বছরটা শুরু হলো। এমনটা মনে হচ্ছেনা? কিয়ামতের আগে সময় অতিদ্রুত অতিবাহিত হবে - হাদীসটা যেন দিবালোকের ন্যায় সুস্পষ্ট এখন...

Mashwara Official

14 Dec, 16:05


Now That is a Real Sigma Man. MashaAllah BarakAllahu Fikum.

https://youtube.com/shorts/0wiLcCS0c8Y

Mashwara Official

13 Dec, 17:03


Meme টা বাস্তবের চেয়ে মেটাফোরিক্যাল হিসেবে নিলেই শ্রেয়...

Mashwara Official

12 Dec, 05:54


That's how you live a legacy...!!!
Sayedi Hujur Rahimahullah...

https://youtu.be/O5EgWcZ8m6U

Mashwara Official

08 Dec, 18:15


মাশা আল্লাহ.... ত্বালিব ভাই ❤️

Mashwara Official

13 Nov, 09:18


আমার দ্বীন। আমার যমিন।
Video Courtesy : ভাই Irfan Sadik হাফি.

Watch :
https://youtube.com/shorts/9jhItrY8JR0

Mashwara Official

11 Nov, 18:32


মা-বাবার দু'জনেরই ক্যারিয়ার-ই 1st priority। এজন্য বাচ্চাকে কাজের মেয়ের কাছে বড় করার (raise) প্ল্যান করেছে।

হ্যাঁ, ভালোই প্ল্যান, বাচ্চা একটা গেলে আরেকটা নেয়া যাবে। কিন্তু, ক্যারিয়ার - তা একবার গেলে আর ফিরে পাওয়া যাবে..!?

যদি এই মৃত বাচ্চাটির মা-বাবার সঙ্গে সামনাসামনি দেখা হলে একটি প্রশ্ন করবো -
"Are you guys really satisfied with your career?"

রাব্বে কারীম বাবাদেরকে সংসার চালানোর দায়িত্ব দিয়েছেন। আর মাদেরকে দিয়েছেন সন্তান প্রতিপালনের। এর ব্যতিক্রম হলে এরকম আরও অনেক ঘটনা ঘটা অসম্ভব নয়।

Mashwara Official

10 Nov, 09:46


রাসূলুল্লাহ ﷺ বলেন, “যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে তুষ্ট করে, আল্লাহ তাকে মানুষের হাতে ছেড়ে দেন। আর যে আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করে, মানুষের বিপরীতে আল্লাহই তাঁর জন্য যথেষ্ট হয়ে যান”

- [ইমাম ইবনুল জা'দ (রাহ.), মুসনাদ, হা: ১৫৯৩; ইমাম আবু নুআইম (রাহ.), হিলইয়াতুল আউলিয়া: ৮/১৮৮, শাইখ আলবানীর (রাহ.) মতে সহিহ- সহিহুল জামি, হা: ৬০১০]

Mashwara Official

09 Nov, 06:26


Md Sharif Abu Hayat অপু ভাই হাফিযাহুল্লাহর গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটি লেখাঃ

রিযকের ব্যাপারে একটা কথা বলি ভাইয়েরা।
আপনারা আল্লাহর জন্য কাজ করলে আল্লাহ আপনাদের জন্য রিযকের উত্তম ব্যবস্থা করে দেবেন।

ধরেন আপনি আইসক্রিম বিক্রি করেন - হালাল চাকরি, হালাল রিযক।
কিন্তু আপনি ইসলামী বই বিক্রি করেন - এটাও হালালভাবে করলে আইসক্রিম বিক্রির চেয়ে তো বেশি পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে ক্রেতার জীবনে, তাই না?

ধরেন আপনি একজন ডাক্তারি পাশ করে ফেলেছেন কিন্তু ডাক্তারি করতে ভালো লাগে না। আপনার ভালো লাগে ইসলাম, সমাজ এগুলো নিয়ে পড়াশোনা করতে। আপনি ইসলামের জন্য ইন্টেলেকচুয়ালি কিছু করতে চান। লেখালেখি, অ্যাকটিভিজম বা গবেষণা।

আপনার কাছে প্রথমে মনে হতেই পারে - সংসার চালাব কীভাবে?
কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি একটু সবর করেন - আল্লাহ আপনাকে ওই কাজের মাধ্যমেই রিযকের ব্যবস্থা করে দেবেন।

আপনি যদি মনে করেন, কিছুটা সময় ডাক্তারি করবেন বাকিটা সময় ইসলামের জন্য কাজ - সেটাও সম্ভব; তবে আপনি এক্সেল করতে পারবেন না।
ডাক্তার জাকির নায়েক, ডাক্তার হলে জাকির নায়েক হতে পারতেন না।

ওয়ার্ল্ড ক্লাস এক্সেল করতে গেলে ফোকাস লাগে। লেজার ফোকাস।

এখন কেউ বলতেই পারেন, এতদিন ডাক্তারি শিখল - সরকারী মেডিক্যাল কলেজে, জনগণের পয়সায় - এই শিক্ষাটা লস হয়ে যাবে না?
হ্যাঁ যাবে, আরো অনেকেরই যায়।
আমি অনেক ডাক্তারকে চিনি যারা এমবিবিএস পাশ করে এখন আর ডাক্তারি করে না - অ্যাডমিন জব করে বা কাস্টমসে।

একজন ডাক্তার একজন মানুষকে সুস্থ ভালো রাখতে পারে। তবে ৭০ বছরের এই জীবনে ভালো রাখার চেয়ে যদি অনন্তকালের জীবনে ভালো রাখার জন্য কাজ করে তবে ক্ষতি কী?

তবে এর মানে না আমি সবাইকে ডাক্তারি বা এনজিনিয়ারিং বা জব ছেড়ে দিতে বলছি। জবের করার সাথে সাথেও বহু মানুষ ইসলামের খেদমত করেন এটা আমি অস্বীকার করছি না।

কিন্তু এই লেখাটা মিডিওকর কারো জন্য না। এটা তার জন্য যিনি মিডিওক্রিটির উপরে উঠতে চান - জীবনে অসাধারণ কিছু করতে চান।

ভাই, আপনি যদি বুদ্ধিবৃত্তিকভাবে সমর্থ হন, আর যদি সত্যিই আপনার আল্লাহর জন্য, ইসলামের জন্য আউটস্ট্যান্ডিং কিছু করার প্যাশন থাকে - আপনি রিযক নিয়ে দুশ্চিন্তা কোরেন না - এটাই আমার অনুরোধ।

আপনি আপনার স্বপ্ন সত্য করার জন্য নিজেকে প্রস্তুত করেন।
দরকার হলে আমাদের সাথে পরামর্শ করেন।

দেখবেন আল্লাহ আপনাকে দিয়ে আপনার স্বপ্নের কাজগুলো করিয়ে নেবেন - অন্যদিক দিয়ে রিযকে তায়্যিবাও দান করবেন।

Mashwara Official

07 Nov, 16:48


আর এই কাজটাই সবচেয়ে বেশি হয়ে থাকে যারা দ্বীনের পথে নতুন চলা শুরু করে তাদের সাথে + অনেক সময় দ্বীনি ভাইরাও এমন কাজ সজ্ঞানে করে থাকেন... দুঃখজনক...

Mashwara Official

05 Nov, 07:37


একজন সাহাবীর (রদি.) জীবনীর একটি মজার ঘটনা

একজন সাহাবী একদিন উমার (রদি.) -কে বললেন, “আমি সালাত পাঠ করি অযু ছাড়া এবং আমি ফিতনা ভালোবাসি”

উমার (রদি.) নিজের লাঠির দিকে এগিয়ে গেলেন।

সাহাবী তখন বললেন, “আমি নবীজী (ﷺ) এর প্রতি সালাত পাঠ (দরুদ) করি অযু ছাড়া এবং আমার সন্তান-সন্ততিদের ভালোবাসি, কেননা আল্লাহ কুরআনে বলেছেন - তোমাদের ধন-সম্পদ আর সন্তানাদি হচ্ছে ফিতনা (পরীক্ষার বস্তু) মাত্র” - [সূরা আত তাগাবুনঃ ১৫]

সোর্সঃ আত-তুরুক্বুল হুকমিয়্যাহ , ইমাম ইবনুল কাইয়্যিম (রহি.)

Mashwara Official

04 Nov, 16:45


ঠিক যে কারণে আমরা আজও পরাজিত-লাঞ্ছিত...(কারণটা বিস্তারিত বললাম না, বুঝে নিন)

Mashwara Official

03 Nov, 08:05


অল্প কথায় বেশ সুন্দর জবাব দিয়েছেন ভাইটি। খুব দারুনভাবে যুক্তিসঙ্গত উপস্থাপন করেছেন৷ বারাকাল্লাহু ফি কুম। এভাবেই ওদেরকে উচিত জবাব দেওয়া জরুরি...

Mashwara Official

02 Nov, 08:50


দ্বীনের মৌলিক ৫টি বিষয়ঃ—
১) নিয়ত ঠিক করা - [বুখারীঃ ১]
২) অপ্রয়োজনীয় ও অসমীচিন বিষয়াশয় পরিত্যাগ করা
- [তিরমিযিঃ ২৩১৭]
৩) অন্যের ভালো কামনা করা - [বুখারিঃ ১৩]
৪) দুনিয়ার মোহ ত্যাগ করা - [ইবনু মাজাহঃ ৪১০২]
৫) সন্দেহ ও মতভেদ পূর্ণ বিষয় থেকে বিরত থাকা
- [তিরমিযিঃ ২৫১৮]

এই ৫টি কাজ করতে পারলে পুরো দ্বীনের উপর চলা সহজ হয়ে যায়। রাব্বে কারীম আমাদের তাওফীক দান করুন!

Mashwara Official

31 Oct, 15:18


আমাদের একজন শাইখুনা হারুন ইজহার হাফিযাহুল্লাহ আছেন যিনি সকল মাসলাকের ভাইদের আপন করে নিতে জানেন, বিপদে এগিয়ে আসতে জানেন।

বাকিটা না হয় আল আমিন ভাইয়ের মুখ থেকেই শুনি ইনশাআল্লাহ। রাব্বে কারীম শাইখুনার ছায়া আমাদের উপর দীর্ঘ করুন, আমিন...

Mashwara Official

31 Oct, 04:29


প্রথম অন্ধকার এর ব্যাপারগুলো প্রত্যেকের সামনে আসা উচিত।

নিজ পরিবার, ছাত্র, বন্ধুসমাজ প্রত্যেকের নিকট ভিডিওটি বেশি বেশি প্রচার করা চাই।

🔻🔻🔻
https://youtu.be/uFZ_5aQuecc
🔺🔺🔺

Mashwara Official

27 Oct, 17:47


নিম্নোক্ত সেমিনারগুলোর ভিডিও একসাথে এক জায়গায় প্রয়োজন কার কার?

🔹 Sean-1
🔹 Sean-2
🔹 আগামীর বাংলাদেশ বিনির্মানে আমাদের ভাবনা
🔹 NSUIP Faith Quest 2024
🔹 Sean-3
🔹 The Muslim Minds
🔹 সাধারণ আলেম সমাজ
🔹 Chattagram Islamic Book Fair 2024
🔹 Muslim Social Activists Network
🔹 Northern Muslim Community
🔹 NSTU Islam Practitioners Society
🔹 Sylhet Dawah Circle
🔹 Muslim Youth Conference Kushtia
🔹 AdDeen Shop Khulna
🔹 Fikrul Ummah Bangladesh | Chattogram
🔹 At Talim | Moulvibazar
🔹 The Normative | Rangpur
🔹 Tazkiyahlife | Rajshahi
🔹 প্রভাতফেরি | Hobigonj
🔹 Cumilla Dawah Circle
🔹 NUB Islamic Conference

🔻🔻🔻
এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন সব একসাথে -
https://t.me/PirojpurDawahCircle

[রিসোর্সটি তৈরী করেছেন ভাই Sheikh Yamin Munna]

Mashwara Official

26 Oct, 17:10


Jakaria Masud হাফিযাহুল্লাহ, ভাইয়ার একটা আলোচনার খোঁজ পেলাম আজকে। ভাইয়া আলোচনা শুরু করলেন হাসিয়ে, শেষ করলেন কাঁদিয়ে।

ঐযে কথায় আছেনা - “দিল কি বাত দিল পে আছার কারতি হ্যেয়”; ঐটাই হইছে।

এখন তো রাত। কর্মব্যস্তময় দিনের অন্তিমকাল। অবসর সময় হাতে থাকলে ভাইয়ার কথাগুলো একটু শুনতে পারি নিরিবিলি পরিবেশে। একটু অনুভূতি নিয়ে শুনবো, কেমন?

রাব্বে কারীম ভাইয়ের ছায়া আমাদের উপর দীর্ঘ করুন, উম্মাহর এই সম্পদ দ্বারা আরও উপকার নিন, আমিন...

[আলোচনার লিংক কমেন্টে রইলো]

আলোচনাটি 🔻
https://youtu.be/Yb_wKduF2vo

Mashwara Official

26 Oct, 10:06


Many Problems
= 1 Solution.

Keep Your Eyes & Mind Clean

Mashwara Official

26 Oct, 10:06


How To Come Back From Vulgarism | অশ্লীলতা থেকে ফিরে আসার উপায় ~ Dr. Nabil |

Watch On YouTube -
https://youtu.be/Hz2vfwJibGc

আলোচ্য ভিডিওতে ডা. নাবিল সাহেব খুব সুন্দর করে আলোচনা করেছেন কীভাবে আমরা অশ্লীলতা থেকে ফিরে আসতে পারি ও একইসাথে আশেপাশের মানুষেরা কীভাবে এতে সহায়তা করতে পারে। চেষ্টা ছিল এখানের মূল মূল পয়েন্টগুলোকে একটা শর্টস ভিডিওতে আনার, কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও সেটা সম্ভব হয়নি এজন্যে এভাবে একটু দীর্ঘ ভিডিওই দেওয়া হলো। আফওয়ান।

আমরা সম্পূর্ণ আলোচনা থেকে একটি শর্টস বানিয়েছিলাম: "অশ্লীলতা মস্তিষ্কের যে ক্ষতি করে" - দেখতে পারেন ইনশাআল্লাহ।

ডা. নাবিলের ফেসবুক পেইজ থেকে সম্পূর্ণ আলোচনাটি চাইলে শুনতে পারিঃ Click Here

#DrNabil #ComeBackToAllah #StayAwayFromVulgarism #MashwaraOfficial

Mashwara Official

24 Oct, 09:46


LOUD & CLEAR...!!!

Mashwara Official

23 Oct, 14:16


দুইটা শব্দ - কবুল হয়ে গেলে আর কী চাই!

Mashwara Official

22 Oct, 07:59


এ যুগের এমন আরও কিছু ভাবনাঃ

- আমি অনেক দ্বীনের ইলম জানি, সে জানেনা।
- আমি অনেক আমল করি, সে করেনা।
- আমি একটা বিশাল কিছু, দ্বীনের জন্যে অনেক কাজ করেছি, সে এখনো কিছুই করেনি দ্বীনের জন্যে।
- আমার এই এই গুণ আছে, আমি প্রশংসা পাওয়ার যোগ্য। তার কোন গুণ নেই, তাহলে তাকে কেন সবাই পছন্দ করবে? সে কেন প্রশংসা পাবে?
- আমি অনেক শাইখদের সোহবত পেয়ে আত্মশুদ্ধি অর্জন করে ফেলেছি, সে তো করেনি।

... ... ... ইত্যাদি ইত্যাদি ... ... ...

Mashwara Official

19 Oct, 15:52


এদিকে আমাদের কিছু এলাকায় মুসল্লিদের মাঝে নামাজ শেষে রীতিমতো তর্কাতর্কি বেজে যায় ভিন্ন আমল দেখলেই...

এলাকার নামাজ না পড়া ভাইটির তুলনায় ভিন্ন ফিক্বহের অবলম্বনকারী নামাজী ভাইটি আল্লাহর নিকট অধিক প্রিয়...

অন্য ভাইকে নিজের দলের অনুসারী না বানিয়ে, বেনামাজী ভাইটিকে নামাজী বানানো হচ্ছে উত্তম দাঈওয়ালা কাজ...

Mashwara Official

18 Oct, 13:21


সম্পূর্ণ ঘটনাটি পড়ে কী শিখলাম? কাজে লাগাই শিক্ষাকে...

Mashwara Official

18 Oct, 13:21


বনি ইসরাইলের এক সাধক সম্পর্কে কথিত আছে, তিনি আশ্রমের মধ্যে অনবরত ষাট বছর ইবাদত করে কাটিয়ে দিয়েছিলেন। কখনোই সেখান থেকে বের হননি। একরাতে তিনি ঘুমিয়ে ছিলেন। স্বপ্নে দেখলেন কেউ তাকে বলছে,

❝শোনো, তুমি যতই ইবাদত কর না কেন অমুক মুচিই তোমার চেয়ে শ্রেষ্ঠ...❞

ঘুম ভেঙে গেল সাধকের। কিছুক্ষণ থ মেরে বসে থাকলেন। তারপর ভাবলেন, নাহ, এটা তো একটা স্বপ্ন মাত্র। গুরুত্ব দেওয়ার মতো তেমন কিছু না। কিন্তু না, বারবার একই স্বপ্ন দেখলেন তিনি। ঘুমালেই সেই কথা। নাহ, আর তো উপেক্ষা করা যায় না। অবশেষে আশ্রম থেকে বেরিয়ে এলেন সাধক। চললেন সেই মুচির কাছে।

: আরে হুজুর, আপনি এখানে! আশ্রমের বাইরে! তা-ও আবার আমার কাছে!
: হ্যাঁ, তোমার কাছেই এলাম...
: আমার কাছে? কেন হুজুর! কী এমন দরকার? আমাকে ডেকে পাঠালেই তো হতো...
: আচ্ছা, বলো তো, কী আমল কর তুমি?
: তেমন কিছু না হুজুর। সারাদিন খেটে যা পাই তার অর্ধেক বিলিয়ে দিই, আর বাকিটা পরিবারের পেছনে খরচ করি। আর দিনের বেলা রোজা রাখি। এই তো; আর কিছু না...

সাধক আশ্রমে ফিরে এলেন। হঠাৎ তার মনে হলো, আরে মুচির চেহারা দেখে তো চিন্তিত মনে হচ্ছিলো। এ ব্যাপারে তো কিছু জিজ্ঞেস করা হয়নি। এই ভেবে সাধক আবার মুচির কাছে ছুটে গেলেন।

: আচ্ছা ভাই, তোমার চেহারায় চিন্তার ছাপ কীসের?
: আসলে হুজুর,

❝আমি যাকেই দেখি তাকেই আমার কাছে জান্নাতি আর নিজেকে জাহান্নামি মনে হয়। সেজন্যই আমার সবসময় চিন্তা হয়...❞

এবার সাধক বুঝতে পারলেন, মুচি কেন তার থেকে শ্রেষ্ঠ...

— [কিতাবঃ সোনালি যুগের গল্পগুলো, ইমাম ইবনুল জাওযি রহিমাহুল্লাহ, খন্ড ১, পৃষ্ঠা ২২১-২২২]

Mashwara Official

17 Oct, 17:49


আগামীকাল আমাদের এলাকায় উস্তায আসছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

উস্তাযের আলোচনা এ যাবতকালের আমার পছন্দের আলোচক তালিকা করলে শীর্ষ ৩ এ থাকবেন, মাস্ট।

২০২৩ এর রমাদ্বানের পূর্বে উনার একটা আলোচনায় সামনাসামনি ছিলাম। সেই আলোচনার রেকর্ড যে কতবার শুনেছি তার হিসেব নেই। যাত্রাপথের এক নিত্যসঙ্গী ছিল সেই আলোচনাটি। দীর্ঘ ১ বছরেরও বেশি সময় পরে উনার আলোচনা আবারও শোনার তৌফিক হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ...

উস্তাযের সেই আলোচনাটি -
https://youtu.be/qjQ6HjbCdrQ

Mashwara Official

16 Oct, 08:12


ছবির লেখা পড়ার পর উপরের কথাগুলো পড়ে ফেলি ইনশাআল্লাহ ~ লিখেছেন মাওলানা Mahbubul Hasan Arife হাফিযাহুল্লাহ

Mashwara Official

16 Oct, 08:12


কাউকে যদি অফার দেওয়া হয়, প্রতিদিন একটি কাজ করতে পারলে তাকে এক কোটি টাকা দেওয়া হবে! আর সেই কাজটি করতে তার সময়ে ব্যয় হবে মাত্র এক মিনিট বা তার চেয়েও কম। বলুন তো লোকটি তখন কি করবে? সে কি খুশিতে আত্মহারা হয়ে যাবে না?

বরং সে তখন মনে মনে বলবে, আরে এক দুই মিনিট কেন, ঘন্টার পর ঘন্টা সময় দিতে রাজি আছি, তবু টাকাটা দিন। আচ্ছা বলুন তো এধরণের অফার বা তার চেয়ে বড় কোন অফার যদি হয় আখেরাতের বিষয়ে, মৃত্যু পরবর্তী বিষয়ে, যেখানে দুনিয়ার অর্জিত পূন্য ছাড়া নতুন করে কিছু পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে কি করা উচিত?

দেখুন দুনিয়াতে আমরা যেমন আমাদের অর্থ সম্পদ ব্যংকে জমা করে রাখি, তদ্রুপ আমাদের দীনি কাজগুলোর সওয়াবও আখেরাতের ব্যংকে জমা হয়। আর ছোট একটি আমল করে আমরা অতি সহজেই অগণিত সওয়াব পেতে পারি। কত সওয়াব? উহুদ পাহাড়ের পরিমান কতটুকু হতে পারে? হাজার কোটিও কি এর সমপরিমাণ হতে পারে? না, কখনো নয়। কিন্তু ছোট্ট একটি আমলের মাধ্যমে অতি সহজেই সেই উহুদ পাহাড়ের সমপরিমান সওয়াব আমরা অর্জন করে নিতে পারি।

সেই আমলটি কি, নবীজি (ﷺ) এর যবানেই শুনুন। হযরত ইমরান ইবনে হুসাইন রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কেউ কি প্রতিদিন উহুদ পাহাড় পরিমান আমল করতে অক্ষম? সাহাবিগণ বললেন, কে আছে এমন যে এই পরিমান আমল করতে পারে? নবীজি (ﷺ) বললেন, সবাই তা পারবে? সাহাবিগণ বললেন, আল্লাহর রাসুল! কী সেই আমল? নবীজি (ﷺ) বললেন, ‘সুবহানাল্লাহ’ উহুদ পাহাড়ের চেয়ে বড়। ‘আল হামদু লিল্লাহ’ উহুদ পাহাড়ের চেয়ে বড়। ‘আল্লাহু আকবার’ উহুদ পাহাড়ের চেয়ে বড়। -সুনানে কুবরা, নাসায়ি : 9/308; তাবারানী, কাবারী : 18/175 [সনদ নির্ভরযোগ্য]

অর্থাৎ একবার ‘সুবহাল্লাহ’ অথবা ‘আল-হামদু লিল্লাহ’ অথবা ‘আল্লাহু আকবার’ বলার সওয়াব উহুদ পাহাড়ের চেয়েও অধিক। সুবহানাল্লাহ! কত সহজ আমল আর কত বড় প্রাপ্তি! এই আমলটি করতে কতটুকু সময় ব্যয় হতে পারে? এক মিনিট? দুই মিনট? না, এক মিনিটও লাগবে না।

আমরা কি পারি না প্রতিদিন এই সহজ আমলটি করে অশেষ সওয়াব অর্জন করতে? আমরা কি পারি না প্রতিদিন শতবার সুবহানাল্লাহ, শতবার আল-হামদু লিল্লাহ, শতবার আল্লাহু আকবার পাঠ করতে? এটি তো খুব কঠিন কোন কাজ নয়। আল্লাহ তাআলা সবাইকে তওফিক দান করুন, আমিন।

#MahbubulHasanArife #SubhanAllah #Alhamdulillah #AllahuAkbar #MashwaraOfficial

Mashwara Official

15 Oct, 06:57


ক্লাস ৪ এর আমার এক ছাত্র আজকে শব্দ দূষণ অনুচ্ছেদ লিখে এনেছে। সেখানে লাইন ছিল একটা এরকম যে -
“পাখপাখালির ডাক, মৃদু শব্দ, সঙ্গীতের সুর শ্রুতিমধুর”

সঙ্গীতের সুর কেটে কুরআনের সুর করার কারণ হচ্ছেঃ

ছাত্রদের মাঝে বিশুদ্ধ চিন্তা ছড়িয়ে দেওয়া। একজন শিক্ষকের দায়িত্ব এটা বলেই মনে করি।

আলেম-উলামারা জেনারেলের দাঈ ভাইদের নাসীহাহ করেন এভাবে - জেনারেলের পড়া একটু সিরিয়াসলি নিতে হবে। ভালো রেজাল্ট করে যেন জেনারেলের শিক্ষক হতে হবে। এতে করে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে বিশাল একটা অবদান দ্বীনদার আমরাই রাখতে পারবো। ইনশাআল্লাহ আল আযিয...

- ১২/১০/২০২১ স্মৃতিচারণ

Mashwara Official

13 Oct, 12:32


একজন পুরুষ গাইরাতহীন হলে নিজে তো লাঞ্ছিত হয়ই। একইসাথে তার অধীনস্থ নারীরাও ক্ষতিগ্রস্থ হয়।

কর্তা তার দায়িত্ব পালন না করলে সমাজ-ব্যবস্থা নষ্ট হবেই।

ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ বলেন- “যদি গাইরাত মানুষের হৃদয় ত্যাগ করে চলে যায়, তবে সে হৃদয় থেকে ঈমানও হারিয়ে যাবে”।

Vice-Versa ...

Mashwara Official

13 Oct, 07:11


শুনেন, মুসলিমদের আদর্শ নীতি (কুরআন-সুন্নাহ) মেনে চলবে
আবার বিধর্মীদের ধর্মীয় আয়োজনেও যাবে - এই দুইটা মিলাইতে যাইয়েন না।

পরে নাম কি দিবেন?
মুনাফিক মুসলিম?

Mashwara Official

12 Oct, 10:26


এক ভাইয়ের সাথে কথোপকথনের অংশ থেকে —

: ভাই, আজকে প্রচুর রাগ আসছে একজনের উপর।

: যে তোমাকে রাগিয়ে দিয়েছে, তার সামনে নিজের রাগকে প্রকাশ না করে - তাকে ১০৳/২০৳/সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারো। এছাড়াও, শুকরিয়া জ্ঞাপন করতে পারো জাযাকাল্লাহু খইরন বলে/দুআ করতে পারো তার জন্যে।

: কিন্তু কেন করব এমনটা?

: কেননা সে তোমাকে জান্নাতী হুর পাওয়ার সুযোগ করে দিলো।

: কী? কীভাবে?

: রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি তার রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও সংযত থাকে, ক্বিয়ামতের দিন আল্লাহ তাকে সৃষ্টিকুলের মধ্য থেকে ডেকে নিবেন এবং তাকে হুরদের মধ্য হতে তার পছন্দমত যে কোন একজনকে বেছে নিতে বলবেন’
[আবু দাঊদ ৪৭৭৭; ইবনু মাজাহ ৪১৮৬; মিশকাত ৫০৮৮]

: সুবহানাল্লাহ। বিশাল নিয়ামত তো...

: অবশ্যই। কিছু তো তাকে হাদিয়া দেওয়াই যায় এত বিশাল এক নিয়ামতপ্রাপ্তির খুশিতে? কী তাইনা?

(১১/১০/২০২৩)
সম্পর্কিতঃ
https://t.me/mashwaraofficial/908

Mashwara Official

11 Oct, 13:14


ওহে ভাইলোক্স!! আপনারা নাকি এটার ব্যাপারে জানেন ই না? মূল পোস্টে তো কোন সাড়াশব্দ পাচ্ছিনা। এভাবে করলে চলবে? একটা আয়োজন সার্থক করতে হলে আপনাদেরও তো দরকার আমাদের। তাইনা?

মূল পোস্ট -
https://www.facebook.com/share/p/iPHaGESZ1GQLMBUs/

Mashwara Official

11 Oct, 06:26


اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ

আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে আল্লাহ্‌ তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন, ১০টি পাপ মোচন করে দিবেন এবং ১০টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন”

Mashwara Official

09 Oct, 14:32


অউর জেয়াদা ডারো হামছে প|জিT। ডার ডারকে মার যাও। কেয়া কারোগে জিন্দা রেহকে? 💀

Mashwara Official

08 Oct, 12:35


সামনের কয়েকদিনের জন্যে গুরুত্বপূর্ণ রিমাইন্ডার। অবুঝ মুসলিম ভাই-বোনদের জানিয়ে দিতে পারি ইনশাআল্লাহ।

Mashwara Official

07 Oct, 12:43


মুসলিম হিসেবে যে কথাগুলো আমরা বারংবার ভুলে যাচ্ছি ~ ডা. শামসুল আরেফীন শক্তি হাফিযাহুল্লাহ

Watch On YouTube -
https://youtu.be/D6oy0uWeXck

কিছুঘন্টা পূর্বে চট্টগ্রাম ইসলামী বইমেলার শেষদিনে ভাইয়ার যে আলোচনার ব্যক্তিগত নোট শেয়ার করেছি আপনাদের সাথে সেটার মূল আলোচনা সংরক্ষণ করলাম চ্যানেলে।

একটা রুটিন করে নিতে পারি আমরা - অন্তত সপ্তাহে একদিন এই আলোচনা পুরোটা দেখবো আর কথাগুলো ঐ সপ্তাহব্যাপী আমলে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিন সকলকে, আমিন...

Mashwara Official

07 Oct, 09:32


উপরে বিস্তারিত-
https://t.me/mashwaraofficial/3501

সম্পূর্ণ আলোচনাটি অনেক বেশি হৃদয়গ্রাহী ছিল। সেই অনুভূতি সামনাসামনি আলোচনাতেই কেবল পাওয়া সম্ভব। তবুও পড়তে পারি এই লেখাটি ও কথাগুলো অনুভব করার চেষ্টা করি ইনশাআল্লাহ।