Mashwara Official @mashwaraofficial Channel on Telegram

Mashwara Official

@mashwaraofficial


হিদায়াতের পথে আহ্বান।
Youtube —
https://youtube.com/@MashwaraOfficial
Facebook Page —
https://www.facebook.com/MashwaraOfficial/
Facebook Group — https://www.facebook.com/groups/dawah.deeni.alocona/
কোন কিছু জানানোর/জানার হলে ফেসবুক পেইজে মেসেজ করুন

Mashwara Official (Bengali)

মাশ্বারা অফিসিয়াল চ্যানেলটি হিদায়াত এবং আলোচনার ঘরে। এখানে আপনি ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনার প্রশ্নগুলির উত্তর পেতে পারবেন। মাশ্বারা অফিসিয়াল চ্যানেলে সাততার সাথে ইসলামিক ভিডিও কন্টেন্ট পাওয়া যাবে। এছাড়াও, কোনও জিজ্ঞাসা থাকলে ফেসবুক পেজে মেসেজ করে জিজ্ঞাসা করতে পারেন। আরও অধিক জানতে Youtube এ ভিজিট করুন: https://youtube.com/@MashwaraOfficial এবং ফেসবুক পেজ ও গ্রুপে যোগ দিন: https://www.facebook.com/MashwaraOfficial/ এবং https://www.facebook.com/groups/dawah.deeni.alocona/

Mashwara Official

13 Nov, 09:18


আমার দ্বীন। আমার যমিন।
Video Courtesy : ভাই Irfan Sadik হাফি.

Watch :
https://youtube.com/shorts/9jhItrY8JR0

Mashwara Official

11 Nov, 18:32


মা-বাবার দু'জনেরই ক্যারিয়ার-ই 1st priority। এজন্য বাচ্চাকে কাজের মেয়ের কাছে বড় করার (raise) প্ল্যান করেছে।

হ্যাঁ, ভালোই প্ল্যান, বাচ্চা একটা গেলে আরেকটা নেয়া যাবে। কিন্তু, ক্যারিয়ার - তা একবার গেলে আর ফিরে পাওয়া যাবে..!?

যদি এই মৃত বাচ্চাটির মা-বাবার সঙ্গে সামনাসামনি দেখা হলে একটি প্রশ্ন করবো -
"Are you guys really satisfied with your career?"

রাব্বে কারীম বাবাদেরকে সংসার চালানোর দায়িত্ব দিয়েছেন। আর মাদেরকে দিয়েছেন সন্তান প্রতিপালনের। এর ব্যতিক্রম হলে এরকম আরও অনেক ঘটনা ঘটা অসম্ভব নয়।

Mashwara Official

10 Nov, 09:46


রাসূলুল্লাহ ﷺ বলেন, “যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে তুষ্ট করে, আল্লাহ তাকে মানুষের হাতে ছেড়ে দেন। আর যে আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করে, মানুষের বিপরীতে আল্লাহই তাঁর জন্য যথেষ্ট হয়ে যান”

- [ইমাম ইবনুল জা'দ (রাহ.), মুসনাদ, হা: ১৫৯৩; ইমাম আবু নুআইম (রাহ.), হিলইয়াতুল আউলিয়া: ৮/১৮৮, শাইখ আলবানীর (রাহ.) মতে সহিহ- সহিহুল জামি, হা: ৬০১০]

Mashwara Official

09 Nov, 06:26


Md Sharif Abu Hayat অপু ভাই হাফিযাহুল্লাহর গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটি লেখাঃ

রিযকের ব্যাপারে একটা কথা বলি ভাইয়েরা।
আপনারা আল্লাহর জন্য কাজ করলে আল্লাহ আপনাদের জন্য রিযকের উত্তম ব্যবস্থা করে দেবেন।

ধরেন আপনি আইসক্রিম বিক্রি করেন - হালাল চাকরি, হালাল রিযক।
কিন্তু আপনি ইসলামী বই বিক্রি করেন - এটাও হালালভাবে করলে আইসক্রিম বিক্রির চেয়ে তো বেশি পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে ক্রেতার জীবনে, তাই না?

ধরেন আপনি একজন ডাক্তারি পাশ করে ফেলেছেন কিন্তু ডাক্তারি করতে ভালো লাগে না। আপনার ভালো লাগে ইসলাম, সমাজ এগুলো নিয়ে পড়াশোনা করতে। আপনি ইসলামের জন্য ইন্টেলেকচুয়ালি কিছু করতে চান। লেখালেখি, অ্যাকটিভিজম বা গবেষণা।

আপনার কাছে প্রথমে মনে হতেই পারে - সংসার চালাব কীভাবে?
কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি একটু সবর করেন - আল্লাহ আপনাকে ওই কাজের মাধ্যমেই রিযকের ব্যবস্থা করে দেবেন।

আপনি যদি মনে করেন, কিছুটা সময় ডাক্তারি করবেন বাকিটা সময় ইসলামের জন্য কাজ - সেটাও সম্ভব; তবে আপনি এক্সেল করতে পারবেন না।
ডাক্তার জাকির নায়েক, ডাক্তার হলে জাকির নায়েক হতে পারতেন না।

ওয়ার্ল্ড ক্লাস এক্সেল করতে গেলে ফোকাস লাগে। লেজার ফোকাস।

এখন কেউ বলতেই পারেন, এতদিন ডাক্তারি শিখল - সরকারী মেডিক্যাল কলেজে, জনগণের পয়সায় - এই শিক্ষাটা লস হয়ে যাবে না?
হ্যাঁ যাবে, আরো অনেকেরই যায়।
আমি অনেক ডাক্তারকে চিনি যারা এমবিবিএস পাশ করে এখন আর ডাক্তারি করে না - অ্যাডমিন জব করে বা কাস্টমসে।

একজন ডাক্তার একজন মানুষকে সুস্থ ভালো রাখতে পারে। তবে ৭০ বছরের এই জীবনে ভালো রাখার চেয়ে যদি অনন্তকালের জীবনে ভালো রাখার জন্য কাজ করে তবে ক্ষতি কী?

তবে এর মানে না আমি সবাইকে ডাক্তারি বা এনজিনিয়ারিং বা জব ছেড়ে দিতে বলছি। জবের করার সাথে সাথেও বহু মানুষ ইসলামের খেদমত করেন এটা আমি অস্বীকার করছি না।

কিন্তু এই লেখাটা মিডিওকর কারো জন্য না। এটা তার জন্য যিনি মিডিওক্রিটির উপরে উঠতে চান - জীবনে অসাধারণ কিছু করতে চান।

ভাই, আপনি যদি বুদ্ধিবৃত্তিকভাবে সমর্থ হন, আর যদি সত্যিই আপনার আল্লাহর জন্য, ইসলামের জন্য আউটস্ট্যান্ডিং কিছু করার প্যাশন থাকে - আপনি রিযক নিয়ে দুশ্চিন্তা কোরেন না - এটাই আমার অনুরোধ।

আপনি আপনার স্বপ্ন সত্য করার জন্য নিজেকে প্রস্তুত করেন।
দরকার হলে আমাদের সাথে পরামর্শ করেন।

দেখবেন আল্লাহ আপনাকে দিয়ে আপনার স্বপ্নের কাজগুলো করিয়ে নেবেন - অন্যদিক দিয়ে রিযকে তায়্যিবাও দান করবেন।

Mashwara Official

07 Nov, 16:48


আর এই কাজটাই সবচেয়ে বেশি হয়ে থাকে যারা দ্বীনের পথে নতুন চলা শুরু করে তাদের সাথে + অনেক সময় দ্বীনি ভাইরাও এমন কাজ সজ্ঞানে করে থাকেন... দুঃখজনক...

Mashwara Official

05 Nov, 07:37


একজন সাহাবীর (রদি.) জীবনীর একটি মজার ঘটনা

একজন সাহাবী একদিন উমার (রদি.) -কে বললেন, “আমি সালাত পাঠ করি অযু ছাড়া এবং আমি ফিতনা ভালোবাসি”

উমার (রদি.) নিজের লাঠির দিকে এগিয়ে গেলেন।

সাহাবী তখন বললেন, “আমি নবীজী (ﷺ) এর প্রতি সালাত পাঠ (দরুদ) করি অযু ছাড়া এবং আমার সন্তান-সন্ততিদের ভালোবাসি, কেননা আল্লাহ কুরআনে বলেছেন - তোমাদের ধন-সম্পদ আর সন্তানাদি হচ্ছে ফিতনা (পরীক্ষার বস্তু) মাত্র” - [সূরা আত তাগাবুনঃ ১৫]

সোর্সঃ আত-তুরুক্বুল হুকমিয়্যাহ , ইমাম ইবনুল কাইয়্যিম (রহি.)

Mashwara Official

04 Nov, 16:45


ঠিক যে কারণে আমরা আজও পরাজিত-লাঞ্ছিত...(কারণটা বিস্তারিত বললাম না, বুঝে নিন)

Mashwara Official

03 Nov, 08:05


অল্প কথায় বেশ সুন্দর জবাব দিয়েছেন ভাইটি। খুব দারুনভাবে যুক্তিসঙ্গত উপস্থাপন করেছেন৷ বারাকাল্লাহু ফি কুম। এভাবেই ওদেরকে উচিত জবাব দেওয়া জরুরি...

Mashwara Official

02 Nov, 08:50


দ্বীনের মৌলিক ৫টি বিষয়ঃ—
১) নিয়ত ঠিক করা - [বুখারীঃ ১]
২) অপ্রয়োজনীয় ও অসমীচিন বিষয়াশয় পরিত্যাগ করা
- [তিরমিযিঃ ২৩১৭]
৩) অন্যের ভালো কামনা করা - [বুখারিঃ ১৩]
৪) দুনিয়ার মোহ ত্যাগ করা - [ইবনু মাজাহঃ ৪১০২]
৫) সন্দেহ ও মতভেদ পূর্ণ বিষয় থেকে বিরত থাকা
- [তিরমিযিঃ ২৫১৮]

এই ৫টি কাজ করতে পারলে পুরো দ্বীনের উপর চলা সহজ হয়ে যায়। রাব্বে কারীম আমাদের তাওফীক দান করুন!

Mashwara Official

31 Oct, 15:18


আমাদের একজন শাইখুনা হারুন ইজহার হাফিযাহুল্লাহ আছেন যিনি সকল মাসলাকের ভাইদের আপন করে নিতে জানেন, বিপদে এগিয়ে আসতে জানেন।

বাকিটা না হয় আল আমিন ভাইয়ের মুখ থেকেই শুনি ইনশাআল্লাহ। রাব্বে কারীম শাইখুনার ছায়া আমাদের উপর দীর্ঘ করুন, আমিন...

Mashwara Official

31 Oct, 04:29


প্রথম অন্ধকার এর ব্যাপারগুলো প্রত্যেকের সামনে আসা উচিত।

নিজ পরিবার, ছাত্র, বন্ধুসমাজ প্রত্যেকের নিকট ভিডিওটি বেশি বেশি প্রচার করা চাই।

🔻🔻🔻
https://youtu.be/uFZ_5aQuecc
🔺🔺🔺

Mashwara Official

27 Oct, 17:47


নিম্নোক্ত সেমিনারগুলোর ভিডিও একসাথে এক জায়গায় প্রয়োজন কার কার?

🔹 Sean-1
🔹 Sean-2
🔹 আগামীর বাংলাদেশ বিনির্মানে আমাদের ভাবনা
🔹 NSUIP Faith Quest 2024
🔹 Sean-3
🔹 The Muslim Minds
🔹 সাধারণ আলেম সমাজ
🔹 Chattagram Islamic Book Fair 2024
🔹 Muslim Social Activists Network
🔹 Northern Muslim Community
🔹 NSTU Islam Practitioners Society
🔹 Sylhet Dawah Circle
🔹 Muslim Youth Conference Kushtia
🔹 AdDeen Shop Khulna
🔹 Fikrul Ummah Bangladesh | Chattogram
🔹 At Talim | Moulvibazar
🔹 The Normative | Rangpur
🔹 Tazkiyahlife | Rajshahi
🔹 প্রভাতফেরি | Hobigonj
🔹 Cumilla Dawah Circle
🔹 NUB Islamic Conference

🔻🔻🔻
এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন সব একসাথে -
https://t.me/PirojpurDawahCircle

[রিসোর্সটি তৈরী করেছেন ভাই Sheikh Yamin Munna]

Mashwara Official

26 Oct, 17:10


Jakaria Masud হাফিযাহুল্লাহ, ভাইয়ার একটা আলোচনার খোঁজ পেলাম আজকে। ভাইয়া আলোচনা শুরু করলেন হাসিয়ে, শেষ করলেন কাঁদিয়ে।

ঐযে কথায় আছেনা - “দিল কি বাত দিল পে আছার কারতি হ্যেয়”; ঐটাই হইছে।

এখন তো রাত। কর্মব্যস্তময় দিনের অন্তিমকাল। অবসর সময় হাতে থাকলে ভাইয়ার কথাগুলো একটু শুনতে পারি নিরিবিলি পরিবেশে। একটু অনুভূতি নিয়ে শুনবো, কেমন?

রাব্বে কারীম ভাইয়ের ছায়া আমাদের উপর দীর্ঘ করুন, উম্মাহর এই সম্পদ দ্বারা আরও উপকার নিন, আমিন...

[আলোচনার লিংক কমেন্টে রইলো]

আলোচনাটি 🔻
https://youtu.be/Yb_wKduF2vo

Mashwara Official

26 Oct, 10:06


Many Problems
= 1 Solution.

Keep Your Eyes & Mind Clean

Mashwara Official

26 Oct, 10:06


How To Come Back From Vulgarism | অশ্লীলতা থেকে ফিরে আসার উপায় ~ Dr. Nabil |

Watch On YouTube -
https://youtu.be/Hz2vfwJibGc

আলোচ্য ভিডিওতে ডা. নাবিল সাহেব খুব সুন্দর করে আলোচনা করেছেন কীভাবে আমরা অশ্লীলতা থেকে ফিরে আসতে পারি ও একইসাথে আশেপাশের মানুষেরা কীভাবে এতে সহায়তা করতে পারে। চেষ্টা ছিল এখানের মূল মূল পয়েন্টগুলোকে একটা শর্টস ভিডিওতে আনার, কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও সেটা সম্ভব হয়নি এজন্যে এভাবে একটু দীর্ঘ ভিডিওই দেওয়া হলো। আফওয়ান।

আমরা সম্পূর্ণ আলোচনা থেকে একটি শর্টস বানিয়েছিলাম: "অশ্লীলতা মস্তিষ্কের যে ক্ষতি করে" - দেখতে পারেন ইনশাআল্লাহ।

ডা. নাবিলের ফেসবুক পেইজ থেকে সম্পূর্ণ আলোচনাটি চাইলে শুনতে পারিঃ Click Here

#DrNabil #ComeBackToAllah #StayAwayFromVulgarism #MashwaraOfficial

Mashwara Official

24 Oct, 09:46


LOUD & CLEAR...!!!

Mashwara Official

23 Oct, 14:16


দুইটা শব্দ - কবুল হয়ে গেলে আর কী চাই!

Mashwara Official

22 Oct, 07:59


এ যুগের এমন আরও কিছু ভাবনাঃ

- আমি অনেক দ্বীনের ইলম জানি, সে জানেনা।
- আমি অনেক আমল করি, সে করেনা।
- আমি একটা বিশাল কিছু, দ্বীনের জন্যে অনেক কাজ করেছি, সে এখনো কিছুই করেনি দ্বীনের জন্যে।
- আমার এই এই গুণ আছে, আমি প্রশংসা পাওয়ার যোগ্য। তার কোন গুণ নেই, তাহলে তাকে কেন সবাই পছন্দ করবে? সে কেন প্রশংসা পাবে?
- আমি অনেক শাইখদের সোহবত পেয়ে আত্মশুদ্ধি অর্জন করে ফেলেছি, সে তো করেনি।

... ... ... ইত্যাদি ইত্যাদি ... ... ...

Mashwara Official

19 Oct, 15:52


এদিকে আমাদের কিছু এলাকায় মুসল্লিদের মাঝে নামাজ শেষে রীতিমতো তর্কাতর্কি বেজে যায় ভিন্ন আমল দেখলেই...

এলাকার নামাজ না পড়া ভাইটির তুলনায় ভিন্ন ফিক্বহের অবলম্বনকারী নামাজী ভাইটি আল্লাহর নিকট অধিক প্রিয়...

অন্য ভাইকে নিজের দলের অনুসারী না বানিয়ে, বেনামাজী ভাইটিকে নামাজী বানানো হচ্ছে উত্তম দাঈওয়ালা কাজ...

Mashwara Official

18 Oct, 13:21


সম্পূর্ণ ঘটনাটি পড়ে কী শিখলাম? কাজে লাগাই শিক্ষাকে...

Mashwara Official

18 Oct, 13:21


বনি ইসরাইলের এক সাধক সম্পর্কে কথিত আছে, তিনি আশ্রমের মধ্যে অনবরত ষাট বছর ইবাদত করে কাটিয়ে দিয়েছিলেন। কখনোই সেখান থেকে বের হননি। একরাতে তিনি ঘুমিয়ে ছিলেন। স্বপ্নে দেখলেন কেউ তাকে বলছে,

❝শোনো, তুমি যতই ইবাদত কর না কেন অমুক মুচিই তোমার চেয়ে শ্রেষ্ঠ...❞

ঘুম ভেঙে গেল সাধকের। কিছুক্ষণ থ মেরে বসে থাকলেন। তারপর ভাবলেন, নাহ, এটা তো একটা স্বপ্ন মাত্র। গুরুত্ব দেওয়ার মতো তেমন কিছু না। কিন্তু না, বারবার একই স্বপ্ন দেখলেন তিনি। ঘুমালেই সেই কথা। নাহ, আর তো উপেক্ষা করা যায় না। অবশেষে আশ্রম থেকে বেরিয়ে এলেন সাধক। চললেন সেই মুচির কাছে।

: আরে হুজুর, আপনি এখানে! আশ্রমের বাইরে! তা-ও আবার আমার কাছে!
: হ্যাঁ, তোমার কাছেই এলাম...
: আমার কাছে? কেন হুজুর! কী এমন দরকার? আমাকে ডেকে পাঠালেই তো হতো...
: আচ্ছা, বলো তো, কী আমল কর তুমি?
: তেমন কিছু না হুজুর। সারাদিন খেটে যা পাই তার অর্ধেক বিলিয়ে দিই, আর বাকিটা পরিবারের পেছনে খরচ করি। আর দিনের বেলা রোজা রাখি। এই তো; আর কিছু না...

সাধক আশ্রমে ফিরে এলেন। হঠাৎ তার মনে হলো, আরে মুচির চেহারা দেখে তো চিন্তিত মনে হচ্ছিলো। এ ব্যাপারে তো কিছু জিজ্ঞেস করা হয়নি। এই ভেবে সাধক আবার মুচির কাছে ছুটে গেলেন।

: আচ্ছা ভাই, তোমার চেহারায় চিন্তার ছাপ কীসের?
: আসলে হুজুর,

❝আমি যাকেই দেখি তাকেই আমার কাছে জান্নাতি আর নিজেকে জাহান্নামি মনে হয়। সেজন্যই আমার সবসময় চিন্তা হয়...❞

এবার সাধক বুঝতে পারলেন, মুচি কেন তার থেকে শ্রেষ্ঠ...

— [কিতাবঃ সোনালি যুগের গল্পগুলো, ইমাম ইবনুল জাওযি রহিমাহুল্লাহ, খন্ড ১, পৃষ্ঠা ২২১-২২২]

Mashwara Official

17 Oct, 17:49


আগামীকাল আমাদের এলাকায় উস্তায আসছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

উস্তাযের আলোচনা এ যাবতকালের আমার পছন্দের আলোচক তালিকা করলে শীর্ষ ৩ এ থাকবেন, মাস্ট।

২০২৩ এর রমাদ্বানের পূর্বে উনার একটা আলোচনায় সামনাসামনি ছিলাম। সেই আলোচনার রেকর্ড যে কতবার শুনেছি তার হিসেব নেই। যাত্রাপথের এক নিত্যসঙ্গী ছিল সেই আলোচনাটি। দীর্ঘ ১ বছরেরও বেশি সময় পরে উনার আলোচনা আবারও শোনার তৌফিক হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ...

উস্তাযের সেই আলোচনাটি -
https://youtu.be/qjQ6HjbCdrQ

Mashwara Official

16 Oct, 08:12


ছবির লেখা পড়ার পর উপরের কথাগুলো পড়ে ফেলি ইনশাআল্লাহ ~ লিখেছেন মাওলানা Mahbubul Hasan Arife হাফিযাহুল্লাহ

Mashwara Official

16 Oct, 08:12


কাউকে যদি অফার দেওয়া হয়, প্রতিদিন একটি কাজ করতে পারলে তাকে এক কোটি টাকা দেওয়া হবে! আর সেই কাজটি করতে তার সময়ে ব্যয় হবে মাত্র এক মিনিট বা তার চেয়েও কম। বলুন তো লোকটি তখন কি করবে? সে কি খুশিতে আত্মহারা হয়ে যাবে না?

বরং সে তখন মনে মনে বলবে, আরে এক দুই মিনিট কেন, ঘন্টার পর ঘন্টা সময় দিতে রাজি আছি, তবু টাকাটা দিন। আচ্ছা বলুন তো এধরণের অফার বা তার চেয়ে বড় কোন অফার যদি হয় আখেরাতের বিষয়ে, মৃত্যু পরবর্তী বিষয়ে, যেখানে দুনিয়ার অর্জিত পূন্য ছাড়া নতুন করে কিছু পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে কি করা উচিত?

দেখুন দুনিয়াতে আমরা যেমন আমাদের অর্থ সম্পদ ব্যংকে জমা করে রাখি, তদ্রুপ আমাদের দীনি কাজগুলোর সওয়াবও আখেরাতের ব্যংকে জমা হয়। আর ছোট একটি আমল করে আমরা অতি সহজেই অগণিত সওয়াব পেতে পারি। কত সওয়াব? উহুদ পাহাড়ের পরিমান কতটুকু হতে পারে? হাজার কোটিও কি এর সমপরিমাণ হতে পারে? না, কখনো নয়। কিন্তু ছোট্ট একটি আমলের মাধ্যমে অতি সহজেই সেই উহুদ পাহাড়ের সমপরিমান সওয়াব আমরা অর্জন করে নিতে পারি।

সেই আমলটি কি, নবীজি (ﷺ) এর যবানেই শুনুন। হযরত ইমরান ইবনে হুসাইন রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কেউ কি প্রতিদিন উহুদ পাহাড় পরিমান আমল করতে অক্ষম? সাহাবিগণ বললেন, কে আছে এমন যে এই পরিমান আমল করতে পারে? নবীজি (ﷺ) বললেন, সবাই তা পারবে? সাহাবিগণ বললেন, আল্লাহর রাসুল! কী সেই আমল? নবীজি (ﷺ) বললেন, ‘সুবহানাল্লাহ’ উহুদ পাহাড়ের চেয়ে বড়। ‘আল হামদু লিল্লাহ’ উহুদ পাহাড়ের চেয়ে বড়। ‘আল্লাহু আকবার’ উহুদ পাহাড়ের চেয়ে বড়। -সুনানে কুবরা, নাসায়ি : 9/308; তাবারানী, কাবারী : 18/175 [সনদ নির্ভরযোগ্য]

অর্থাৎ একবার ‘সুবহাল্লাহ’ অথবা ‘আল-হামদু লিল্লাহ’ অথবা ‘আল্লাহু আকবার’ বলার সওয়াব উহুদ পাহাড়ের চেয়েও অধিক। সুবহানাল্লাহ! কত সহজ আমল আর কত বড় প্রাপ্তি! এই আমলটি করতে কতটুকু সময় ব্যয় হতে পারে? এক মিনিট? দুই মিনট? না, এক মিনিটও লাগবে না।

আমরা কি পারি না প্রতিদিন এই সহজ আমলটি করে অশেষ সওয়াব অর্জন করতে? আমরা কি পারি না প্রতিদিন শতবার সুবহানাল্লাহ, শতবার আল-হামদু লিল্লাহ, শতবার আল্লাহু আকবার পাঠ করতে? এটি তো খুব কঠিন কোন কাজ নয়। আল্লাহ তাআলা সবাইকে তওফিক দান করুন, আমিন।

#MahbubulHasanArife #SubhanAllah #Alhamdulillah #AllahuAkbar #MashwaraOfficial

Mashwara Official

15 Oct, 06:57


ক্লাস ৪ এর আমার এক ছাত্র আজকে শব্দ দূষণ অনুচ্ছেদ লিখে এনেছে। সেখানে লাইন ছিল একটা এরকম যে -
“পাখপাখালির ডাক, মৃদু শব্দ, সঙ্গীতের সুর শ্রুতিমধুর”

সঙ্গীতের সুর কেটে কুরআনের সুর করার কারণ হচ্ছেঃ

ছাত্রদের মাঝে বিশুদ্ধ চিন্তা ছড়িয়ে দেওয়া। একজন শিক্ষকের দায়িত্ব এটা বলেই মনে করি।

আলেম-উলামারা জেনারেলের দাঈ ভাইদের নাসীহাহ করেন এভাবে - জেনারেলের পড়া একটু সিরিয়াসলি নিতে হবে। ভালো রেজাল্ট করে যেন জেনারেলের শিক্ষক হতে হবে। এতে করে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে বিশাল একটা অবদান দ্বীনদার আমরাই রাখতে পারবো। ইনশাআল্লাহ আল আযিয...

- ১২/১০/২০২১ স্মৃতিচারণ

Mashwara Official

13 Oct, 12:32


একজন পুরুষ গাইরাতহীন হলে নিজে তো লাঞ্ছিত হয়ই। একইসাথে তার অধীনস্থ নারীরাও ক্ষতিগ্রস্থ হয়।

কর্তা তার দায়িত্ব পালন না করলে সমাজ-ব্যবস্থা নষ্ট হবেই।

ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ বলেন- “যদি গাইরাত মানুষের হৃদয় ত্যাগ করে চলে যায়, তবে সে হৃদয় থেকে ঈমানও হারিয়ে যাবে”।

Vice-Versa ...

Mashwara Official

13 Oct, 07:11


শুনেন, মুসলিমদের আদর্শ নীতি (কুরআন-সুন্নাহ) মেনে চলবে
আবার বিধর্মীদের ধর্মীয় আয়োজনেও যাবে - এই দুইটা মিলাইতে যাইয়েন না।

পরে নাম কি দিবেন?
মুনাফিক মুসলিম?

Mashwara Official

12 Oct, 10:26


এক ভাইয়ের সাথে কথোপকথনের অংশ থেকে —

: ভাই, আজকে প্রচুর রাগ আসছে একজনের উপর।

: যে তোমাকে রাগিয়ে দিয়েছে, তার সামনে নিজের রাগকে প্রকাশ না করে - তাকে ১০৳/২০৳/সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারো। এছাড়াও, শুকরিয়া জ্ঞাপন করতে পারো জাযাকাল্লাহু খইরন বলে/দুআ করতে পারো তার জন্যে।

: কিন্তু কেন করব এমনটা?

: কেননা সে তোমাকে জান্নাতী হুর পাওয়ার সুযোগ করে দিলো।

: কী? কীভাবে?

: রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি তার রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও সংযত থাকে, ক্বিয়ামতের দিন আল্লাহ তাকে সৃষ্টিকুলের মধ্য থেকে ডেকে নিবেন এবং তাকে হুরদের মধ্য হতে তার পছন্দমত যে কোন একজনকে বেছে নিতে বলবেন’
[আবু দাঊদ ৪৭৭৭; ইবনু মাজাহ ৪১৮৬; মিশকাত ৫০৮৮]

: সুবহানাল্লাহ। বিশাল নিয়ামত তো...

: অবশ্যই। কিছু তো তাকে হাদিয়া দেওয়াই যায় এত বিশাল এক নিয়ামতপ্রাপ্তির খুশিতে? কী তাইনা?

(১১/১০/২০২৩)
সম্পর্কিতঃ
https://t.me/mashwaraofficial/908

Mashwara Official

11 Oct, 13:14


ওহে ভাইলোক্স!! আপনারা নাকি এটার ব্যাপারে জানেন ই না? মূল পোস্টে তো কোন সাড়াশব্দ পাচ্ছিনা। এভাবে করলে চলবে? একটা আয়োজন সার্থক করতে হলে আপনাদেরও তো দরকার আমাদের। তাইনা?

মূল পোস্ট -
https://www.facebook.com/share/p/iPHaGESZ1GQLMBUs/

Mashwara Official

11 Oct, 06:26


اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ

আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে আল্লাহ্‌ তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন, ১০টি পাপ মোচন করে দিবেন এবং ১০টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন”

Mashwara Official

09 Oct, 14:32


অউর জেয়াদা ডারো হামছে প|জিT। ডার ডারকে মার যাও। কেয়া কারোগে জিন্দা রেহকে? 💀

Mashwara Official

08 Oct, 12:35


সামনের কয়েকদিনের জন্যে গুরুত্বপূর্ণ রিমাইন্ডার। অবুঝ মুসলিম ভাই-বোনদের জানিয়ে দিতে পারি ইনশাআল্লাহ।

Mashwara Official

07 Oct, 12:43


মুসলিম হিসেবে যে কথাগুলো আমরা বারংবার ভুলে যাচ্ছি ~ ডা. শামসুল আরেফীন শক্তি হাফিযাহুল্লাহ

Watch On YouTube -
https://youtu.be/D6oy0uWeXck

কিছুঘন্টা পূর্বে চট্টগ্রাম ইসলামী বইমেলার শেষদিনে ভাইয়ার যে আলোচনার ব্যক্তিগত নোট শেয়ার করেছি আপনাদের সাথে সেটার মূল আলোচনা সংরক্ষণ করলাম চ্যানেলে।

একটা রুটিন করে নিতে পারি আমরা - অন্তত সপ্তাহে একদিন এই আলোচনা পুরোটা দেখবো আর কথাগুলো ঐ সপ্তাহব্যাপী আমলে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিন সকলকে, আমিন...

Mashwara Official

07 Oct, 09:32


উপরে বিস্তারিত-
https://t.me/mashwaraofficial/3501

সম্পূর্ণ আলোচনাটি অনেক বেশি হৃদয়গ্রাহী ছিল। সেই অনুভূতি সামনাসামনি আলোচনাতেই কেবল পাওয়া সম্ভব। তবুও পড়তে পারি এই লেখাটি ও কথাগুলো অনুভব করার চেষ্টা করি ইনশাআল্লাহ।