ISLAMIC REMINDERS @islamicreminderseveryday Channel on Telegram

ISLAMIC REMINDERS

@islamicreminderseveryday


আসসালামু আলাইকুম।
এই চ্যানেলটি ইসলামের বাণী প্রচারের একমাত্র উদ্দেশ্য হিসাবে তৈরি করা হয়েছে।
এই চ্যানেলে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাই রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।
আপনার অভিযোগ/পরামর্শের জন্য আপনি অ্যাডমিনকে নক করতে পারেন @op782

ISLAMIC REMINDERS (Bengali)

আসসালামু আলাইকুম। ইসলামিক রিমাইন্ডারস চ্যানেলটি হলো একটি অসাধারণ জায়গা যেখানে আপনি ইসলামের সম্পর্কে বিভিন্ন আলোচনা, উক্তি এবং সহায়ক বিষয়গুলি পাবেন। তাছাড়া, আপনি এই চ্যানেলে ইংরেজি এবং বাংলা উভয় ভাষার মাধ্যমে সম্পূর্ণ সহজেই প্রচারিত মাহবুব ইসলাম এবং তার শুধু আচরণ সিদ্ধান্তের উপর নির্ভর করা যায়। এই চ্যানেলে যোগ দিন এবং ইসলামের সম্পর্কে আরও জানুন! আমাদের জন্য আপনি দোয়া করবেন এবং কোনো পরামর্শ বা অভিযোগ থাকলে অ্যাডমিনের সাথে @op782 যোগাযোগ করতে ভুলবেন না।

ISLAMIC REMINDERS

11 Feb, 11:38


প্রতিদিন নিয়ত করি কাল থেকে ভালো হবো এবং সালাত ত্যাগ করবো না, কিন্তু পরিশেষে ব্যর্থ হই।

এমন হলে লেখাটি আপনার জন্যই।

"কাল থেকে ভালো হয়ে যাবো"

এই বাক্যটির চেয়ে নিকৃষ্ট ভয়ানক বাক্য খুব কমই আছে, এই বাক্যটি সুক্ষভাবে আমাদের সাথে রবের দূরত্ব বাড়িয়ে দেয়। 'কাল থেকে' 'কাল থেকে' করতে করতে আমাদের আর কিছুই করা হয় না। আসলে কাল থেকে কিছুই হয় না, যা করার আজই করতে হবে। এটা একটা গোলক ধাঁধার মত ব্যাপার।
অতঃপর মৃত্যু এসে যাবে তবুও আমাদের এই কাল থেকে ভালো হবো এই বাক্যটি ফুরাবে না।

"যখন মৃত্যু আসবে, তখন তারা বলবে, হে আমার রব! আমাকে আবার ফেরত পাঠাও, যেন আমি সৎকাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম।" কখনো নয়! এটা তো তার একটা কথার কথা মাত্র। যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারযাখ।
সুরা আল-মুমিনুন (২৩: ৯৯-১০০)

এই লেখাটা পড়ার পর হয়তো অনেকে পরের ওয়াক্ত থেকে নামাজে নিয়মিত হতে চাইবেন, কিন্তু আমি আপনাকে অনুরোধ করবো কাল নয়, আজ, এখন যেই ওয়াক্ত চলছে, এই ওয়াক্তের নামাজটি এখনই আদায় করুন, তবেই কাল থেকে সুন্দর ভাবে শুরু হবে। নয়তো কখনোই আপনার "কাল" আর ফুরাবে না।

লেখা: তানজিমা রহমান (ক্ষুদ্র লেখিকা)

ISLAMIC REMINDERS

04 Feb, 13:25


অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল যে,
তাওবা করে, ঈমান আনে, এবং সৎকর্ম করে।
অতঃপর সৎ পথে চলতে থাকে।
.
[সূরা ত্বোয়াহ : ৮২]

ISLAMIC REMINDERS

04 Feb, 08:10


হারাম রিলেশনশিপ থেকে বের হতে গিয়ে যদি করো মন ভাঙতে হয়,তাহলে আপনার জন্য সেই মন ভাঙ্গাই ফরজ।
কথা:সংগৃহীত

ISLAMIC REMINDERS

01 Feb, 13:21


দুনিয়ার সবচেয়ে সুন্দরী বে-দ্বীন নারীর চেয়ে, সবচেয়ে অসুন্দরী দ্বীনদার স্ত্রী উত্তম। কেননা সে-ই,

জান্নাতে অসীমকালের সঙ্গী হবে!!
~সংগৃহীত

ISLAMIC REMINDERS

01 Feb, 09:29


সারজিসের হাফেজা বিয়ে ও বাস্তবতা -

এটা লক্ষণীয় যে সারজিস উচ্চ শিক্ষিত ও যথেষ্ট প্রভাবশালী হয়েও, আধুনিক শিক্ষিত কোনো নারীর উপর আস্থা রাখতে পারেনি৷

দিনশেষে সবাই আস্থার জায়গা খোজে। নির্ভরতার জায়গা খোজে৷ পূত পবিত্র, অনুগত স্ত্রী চায়৷

- সারজিস এর আকীদা মানহাজ বিশুদ্ধ নয় এটা সত্য৷ এটাও সত্য হাজারো দাওরা হাদীস,হাফেজ এমন আকীদা পোষণ করে।

- হাফেজা মানেই বিশুদ্ধ,জ্ঞানসম্পন্ন,ধার্মিকতার লাইসেন্স না৷ সিংহভাগ হাফেজ/হাফেজা মানেই তোতাপাখি।

- হাজারো দাওরা পাস আছে ত্ব-গু-ত কী জানেনা৷ অথচ তারাও আলেম। হাজারো হাফেজ আছে তাও-হীদ বুঝে না৷ অথচ পুরো কুরআন তার মুখস্থ৷

- মেয়েপক্ষ ধার্মিকতা না দেখে অবস্থান দেখে৷ এটা সত্য। এর মানে এই না সব মেয়েরাই অর্থ কে প্রাধান্য দেয়। অধিকাংশ মেয়ে গরীব,ধার্মিক পাত্র কামনা করলেও। সেটা পরিবারের সিদ্ধান্তের বাইরে যেতে পারে না।

- হাফেজা/আলেমা হওয়ার পরেও কেউ যদি অধার্মিক বা টাকা প্রাধান্য দেওয়া পাত্রের সাথে বিয়ে মেনে নেয়৷ তাহলে বুঝতে হবে তার এই হাফেজা/আলেমা লকব ট্র‍্যাডিশন মাত্র৷

- মেয়েরা গরীব পাত্র বা বেকার পাত্র কে প্রাধান্য দেয় না৷ এই অভিযোগ সত্য যেমন৷
তেমনি সত্য ছেলেরা সবার আগে দ্বীন প্রাধান্য দেয় না৷।
আগে নারীর সৌন্দর্য তারপর দ্বীন৷ এটাই সিংহভাগ ছেলেদের বাসনা।

তারাই অভিযোগ করে মেয়েরা দ্বীন প্রাধান্য দেয় না৷ আবার তাদের কাছেই যখন দেখতে অসুন্দর কোনো দ্বীনদার পাত্রীর প্রস্তাব আসে। তারা নানা অজুহাতে কেটে পড়ে।

- প্রত্যেক পিতাই গরীব হালতে বিয়ে করলেও। তার মেয়ের জন্য সে অর্থ বিত্ত চায়৷ সেটা দ্বীনদার না থাকুক৷

- অধিকাংশ ছেলেরাই তার বোনের জন্য তার কাছের কোনো দ্বীনি ভাইয়ের কাছে বিয়ে দিতে চায় না৷ অথচ তার শত অভিযোগ অন্যরা ক্যানো বেকার ও অর্থ কে প্রাধান্য দেয়৷

- অধিকাংশ মেয়েই ধার্মিক হওয়া সত্ত্বেও সে বিত্তশালী স্বামী কামনা করে৷ বিলাসী লাইফ সেটেল করতে চায় বিয়ের মাধ্যমে৷ চাহিদা সম্পন্ন মডারেটস মেয়েদের ছড়াছড়ি চতুর্দিকে৷
যারা বায়োডাটায় শর্ত জুড়ে দেয় অমুক তমুক ক্যাটাগরির ছেলে লাগবে৷

পরিশেষে এটাই শেষ কথা৷ চতুর্দিকে চাকচিক্যের অবিরাম বর্ষণ৷ কিছুই বলে ফায়দা নেই৷

- আল ইন্তিফাদা

ISLAMIC REMINDERS

29 Jan, 14:38


"মানুষ কি মনে করে যে, ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না?
[সূরাঃ আল-আনকাবূত,আয়াত নং - ২]

ISLAMIC REMINDERS

28 Jan, 06:16


উম্মল মু'মিনীন সাফিয়্যা বিনতে
হুয়াই রাঃ বলেন,আমি রসূল ﷺ এর চেয়ে..

ISLAMIC REMINDERS

26 Jan, 05:00


যে নিয়মিত কুরআন পড়ে, তাকে বুদ্ধিমত্তার নেয়ামত দেওয়া হবে; যদিও তার বয়স ২০০ বছর হয়।

— মুহাম্মাদ ইবনু কাব (রহ.)
[সূত্র : আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ৯/২৭০]

ISLAMIC REMINDERS

23 Jan, 08:50


যে তাওবা করে, এবং সৎকাজ করে, নিশ্চয় সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে।
.
[সূরা ফুরকান: ৭১]

ISLAMIC REMINDERS

20 Jan, 08:34


জীবন সহজ না
জীবনকে সহজ বানিয়ে নিতে হয়..

ISLAMIC REMINDERS

12 Jan, 12:17


রাসূল (ﷺ) বলেছেন, “যদি কেউ তোমার ঘরে তোমার অনুমতি ব্যতীত উঁকি মারে আর তুমি পাথর মে*রে তার চক্ষু ফু*টা করে দাও, তাতে তোমার কোন গুনাহ্ হবে না।”

— সহীহ বুখারী : ৬৮৮৮

ISLAMIC REMINDERS

06 Jan, 09:57


আপনি কি গুরাবাহ?

গুরাবাহরা কখনো পর্দা করা, পর্দা ছাড়া, নিকাবী হিজাবী শ্যাডো, হাইড, হাফ ফেসইড, পা, হাত মোজার ছবি দেয় না। গুরাবাহ রা কখনো হাত মোজার উপরে জাঁকজমকপূর্ণ ঘড়ি লাগিয়ে আপলোড দেয় না।

গুরাবাহ রা কখনো পা দিয়ে হাঁটার ভিডিও দেয় না। গুরাবাহ রা কখনো এংগেলে এভাবে সেভাবে নিজের ছায়াও প্রদর্শন করে না। গুরাবাহ রা কখনো অনলাইন, অফলাইনে ছেলে বন্ধু রাখেনা, অশ্লীল আলাপে জড়ায় না। নিজেকে নেকড়ের সামনে ভেড়ি সাজিয়ে স্রোতে গা ভাসায় না।

~ সংগৃহীত

ISLAMIC REMINDERS

31 Dec, 10:27


"মুসলিম আমার প্রথম পরিচয়, যা আমার জীবনের ভিত্তি। আমি আল্লাহর নির্দেশিত পথে চলতে চেষ্টা করি এবং কল্যাণ ছড়িয়ে দিতে নিজেকে নিয়োজিত রাখি। এই পরিচয়ই আমার গর্ব এবং আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা।"

ISLAMIC REMINDERS

30 Dec, 14:10


Thirty First(31st) Night

খ্রিস্টিয় বছর তথা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসেবে ডিসেম্বরের ৩১ তারিখ দিবাগত রাত। এ রাতের ১২টা ১ মিনিটকে ‘থার্টি ফাস্ট নাইট‘ মুহূর্ত হিসেবে অভিহিত করা হয়। বছরের শেষ রাতের এ মুহূর্তটি উদযাপন একটি খ্রিস্টিয় সংস্কৃতি। বিশ্বব্যাপী ইসলামিক স্কলাররা ‘থার্টি ফাস্ট নাইট‘ উদযাপনকে হারাম বলে আখ্যায়িত করেছেন

রাসূল (সা:) থার্টি ফার্স্ট নাইট উদযাপনে যা বলেছেন

হাদিস শরীফ নির্দেশ করে, “ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক এবং মুশরিকরা যা করে তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাও।” 31 তম রাত উদযাপনের নামে প্রদর্শনী করা, নির্লজ্জ আচরণ করা, বন্য আচরণ করা বা মাতাল হওয়া মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ এবং আরবি নববর্ষ পালন ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক ও মুশরিকদের রীতিনীতি, যা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ-ওয়াজিব।
31 তম রাত উদযাপনের নামে প্রদর্শনী করা, নির্লজ্জ আচরণ করা, বন্য আচরণ করা বা মাতাল হওয়া মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী, নববর্ষের যে কোনো দিন পালন করা হারাম ও বিদআত।”

কথা~ সংগৃহীত

ISLAMIC REMINDERS

30 Dec, 07:59


রাসূল সাঃ বলেছেন-

ISLAMIC REMINDERS

29 Dec, 17:01


দরূদ পাঠের ফযীলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইমাম সাখাউই [রাহ.] লিখেছেন,

দরূদ হচ্ছে সর্বাধিক বরকতপূর্ণ এবং ফযীলতপূর্ণ আমল। দরূদ দ্বীন ও দুনিয়ায় সবচাইতে বেশি উপকার আনয়নকারী আমল।

আল ক্বউলুল বাদী, পৃ-১৪

ISLAMIC REMINDERS

28 Dec, 07:35


আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত-
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম..

ISLAMIC REMINDERS

25 Dec, 07:31


রাসূল সাঃ বলেছেন-
তোমাদের পানীয়তে মাছি পড়লে সেটাতে
টাতে ডুবিয়ে দাও।

ISLAMIC REMINDERS

24 Dec, 07:42


রাসূল সাঃ বলেছেন
নিশ্চয়ই 'সুদ, এমন বস্তু যার পরিণাম হচ্ছে...

ISLAMIC REMINDERS

22 Dec, 14:11


রাসূল সাঃ বলেছেন-
তোমরা সাদা রংয়ের পোশাক পারিধান করো।

ISLAMIC REMINDERS

21 Dec, 07:40


আমর ইবন হাযম (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

ISLAMIC REMINDERS

19 Dec, 08:35


একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে একথা চিন্তা করবে না যে, আমি হালাল পন্থায় উপার্জন করছি, নাকি হারাম পন্থায়!
[সহীহ বুখারী: ২০৫৯]

ISLAMIC REMINDERS

18 Dec, 08:36


নবী সাঃ বলেছেন-

ISLAMIC REMINDERS

17 Dec, 06:50


যারা আল্লাহ রব্বুল আলামিনকে দেখবে..

ISLAMIC REMINDERS

12 Dec, 09:33


আবূ হুরাইরাহ হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা বড় মিথ্যা ব্যাপার।
তোমরা দোষ তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা পোষণ করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়ো না; বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও।
(সহিহ বুখারী: ৬০৬৪)

ISLAMIC REMINDERS

11 Dec, 11:47


যেচক্ষু হারাম কোন বস্তু অনুভব করার দ্বারা অশ্রুসিক্ত হয়েছে, সে চক্ষু পবিত্র মোনাজাতে কীভাবে অশ্রুসিক্ত হবে?

~ প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি

ISLAMIC REMINDERS

10 Dec, 15:39


আয়িশা রাঃ হতে বর্ণিত-
তিনি বলেন রাসূল সাঃ বলেছেন..

ISLAMIC REMINDERS

08 Dec, 05:31


রাসূল সাঃ বলেছেন-

ISLAMIC REMINDERS

04 Dec, 05:46


সময় অনিশ্চিত, মৃত্যু নিশ্চিত..

ISLAMIC REMINDERS

03 Dec, 16:37


আনাস রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। কাতাদাহ বলেন, আমরা আনাস রাদিয়াল্লাহু ’আনহু-কে প্রশ্ন করলাম, ’আর (দাঁড়িয়ে) খাওয়া?’ তিনি বললেন, ’তা তো আরো মন্দ বা আরো জঘন্য কাজ।’
[মুসলিম: ২০২৪]

ISLAMIC REMINDERS

02 Dec, 08:56


রাসূল সাঃ বলেছেন-
মাছির দু'টি ডানার একটি বিষ এবং অন্যটিতে আরোগ্য আছে।

ISLAMIC REMINDERS

16 Nov, 10:20


অথচ আসল অশান্তি তখনই শুরু হবে, যখন কবরে গিয়ে দেখা যাবে আমলনামা শূন্য, শুধু গুনাহের ভারে পূর্ণ।"

জীবন ও পরকালের আসল বাস্তবতা

ISLAMIC REMINDERS

12 Nov, 12:41


দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন,
আখিরাত নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত।
-কথা: সংগৃহীত-

ISLAMIC REMINDERS

09 Nov, 16:05


জেনে রাখ, আল্লাহ'র যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। [সূরা রা'দ: ২৮]

ISLAMIC REMINDERS

09 Nov, 05:51


বিয়ের ক্ষেত্রে পাত্রীর
দ্বীনদারিতা না দেখে বিয়ে করতে চাইলে..

লেখাটা ফানি হলেও সেলফ রিমাইন্ডার!বিয়ের ক্ষেত্রে দ্বীনদারিতা দেখাটা খুব বেশিই জরুরি। অন্যথায় পোস্টে তো বলাই আছে:)

ISLAMIC REMINDERS

06 Nov, 08:33


আপনি দাজ্জালের ফেতনা নিয়া মস্করা করেন৷ আর আমার নবী ডাইরেক্ট নির্দেশ দিয়েছে তার উম্মতদের, "তোমরা চারটা দোয়া ছাড়া নামাজে সালাম ফেরাবে না৷ শেষ বইঠকে, সালাম ফেরানোর আগে- ১. আল্লাহ তুমি আমাকে আমার কবরের আযাব থেকে মুক্ত রাইখো৷ ২. তোমার জাহান্নামের আযাব থেকে মুক্ত রাইখো৷ ৩. জীবন ও মৃত্যুর ফেতনা থেকে হেফাজতে রাইখো৷ ৪. দাজ্জালের ফেতনা থেকে আমারে হেফাজতে রাইখো৷”(সহিহ বুখারী ১৩৭৭)

দাজ্জালের ফেতনা কোনো মস্করা না ভাই৷ এর ফেতনা ভয়াবহতা আমাদের কল্পনারো বাইরে৷ একবার শুধু চিন্তা করেন, যেই হারাম জিনিসে আপনার শরীর রি রি করে উঠে ঘেন্নায়৷ সেই জিনিস আপনার নেক্সট জেনারেশন হালাল মনে করলো! স্বাভাবিক হয়ে গেল সমাজে!

দাজ্জালের ফেতনা কোনো জোকস না৷ আল্লাহ আমাদের ফেতনা থেকে হেফাজতে রাখুক৷

- রাব্বানী মাসায়েখ পনি

ISLAMIC REMINDERS

05 Nov, 10:04


❛ তিনটি পছন্দের বস্তু ❜

রাসূলুল্লাহ ﷺ প্রশ্ন করলেন:
আবু বকর তুমি কী পছন্দ করো?
- ইয়া রাসূলুল্লাহ! আমার পছন্দ হলো তিনটা বস্তু।
- আচ্ছা! কী সেগুলো?

• আমি ভালোবাসি আমার সব ধন-সম্পদ আপনার জন্য ব্যয় করতে।
• আমি ভালোবাসি, আপনার কাছে বসে থাকতে।
• আমি ভালোবাসি, আপনার দিকে নির্নিমেষ তাকিয়ে থাকতে।

- আর উমার তুমি?

• ইয়া রাসূলাল্লাহ! আমিও তিনটা বস্তু ভালোবাসি।
• আমি ভালোবাসি ‘হককে’। আমি ভালোবাসি হক কথা বলাকে। আমি ভালোবাসি, অসৎ কাজে বাধাদানকে।

- আর উসমান তুমি?

• ইয়া রাসুলুল্লাহ! আমিও তিনটা বস্তু ভালোবাসি।
• ভালোবাসি আমি, অন্যকে আহার দান করতে।
• ভালোবাসি আমি সালামের প্রসার করতে।
• ভালোবাসি আমি অন্য মানুষ ঘুমিয়ে গেলে রাত জেগে নামায পড়তে।

- আর আলি! তোমার?

• আমার ভালোবাসা অতিথির ইকরাম করার প্রতি।
• আমার ভালোবাসা গ্রীষ্মের প্রচণ্ড গরমে রোজা রাখার প্রতি।
• আমার ভালোবাসা তরবারি চালিয়ে ইসলামের শত্রু হত্যার প্রতি।

- এইবার আবু যর! তোমার কথা বলো।

- আমি ইয়া রাসূলুল্লাহ! ভালোবাসি কয়েকটা অদ্ভুত বিষয়কে।
- আচ্ছা! কী সেগুলো?

• আমি ভালোবাসি ক্ষুধাকে।
• আমি ভালোবাসি রোগবালাইকে।
• আমি ভালোবাসি মৃত্যুকে।

- কিন্তু কেউতো এগুলোকে ভালোবাসে না?

- ইয়া রাসূলুল্লাহ!
ক্ষুধার্ত হলে আমার কলবটা নরম হবে। আমি অসুস্থ হলে গুনার বোঝা হালকা হবে।
মারা গেলে, আমার রবের সাথে সাক্ষাত হবে।

রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আনহু।
- উস্তায আতিক উল্লাহ হাফি.

ISLAMIC REMINDERS

04 Nov, 12:27


ফাতিহা আয়াতদের মাধ্যমে দেশে আমে রিকান ইসলাম পুশ করা হবে খুব দ্রুতই। অনেকটা ইসলামের মালালা ভার্সন। দীর্ঘ মনস্তাত্ত্বিক লড়াইয়ের জন্য তৈরি হন ভায়েরা। ড. ইউনুস দেশে ওয়েস্টার্ন থিংক স্ট্যাবল করে যাবেন। পশ্চিমে আমুদে জীবন ছেড়ে ফাতিহা হঠাত দেশে কেন, ভাবুন।

ফাতিহা এখন মিডিয়াতে গুরুত্ব পাবে। সরকারিভাবে প্রমোটেড হবে। যাদের চোখ আছে তারা বাহ্যিক দেখে, যাদের অন্তর্চোখ আছে তারা ভেতরটাও দেখতে পায়।

সাদিক ফারহান

ISLAMIC REMINDERS

03 Nov, 07:04


রাসূল ﷺ রাতের বেলায়..

ISLAMIC REMINDERS

01 Nov, 06:49


- শুক্রবার রিমাইন্ডার 📌

• সূরা কাহফ
• ইস্তেগফার(আস্তাগফিরুল্লাহ)
• বেশি বেশি দুরুদ শরীফ পাঠ ﷺ
• আসরের পর থেকে মাগরিব এর আগ পর্যন্ত দোয়া।

মাজলুমদের জন্য দোয়া এবং জালিমদের জন্য বদ দোয়া করতে ভুলবেন না ইন শা আল্লাহ...

ISLAMIC REMINDERS

30 Oct, 06:12


হারাম অনুভূতি হতে আল্লাহর নিকট পানাহ চাই। এবং সবার ও পানাহ চাওয়া উচিত। এই হারাম অনুভূতি থেকেই হারাম রিলেশন /যিনা-ভ্যাবিচার নামক পাপের শুরু। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সেটার দ্বারের কাছে যেতেও নিষেধ করেছেন।

ISLAMIC REMINDERS

29 Oct, 09:54


আল্লাহ কখনো মানুষের ভালো কাজকে ভুলে যান না। আপনি অন্যের যে উপকার করেছেন, যাদের কষ্ট লাঘব করেছেন...কোনকিছুই তিনি ভুলেন না। যে চোখে বেদনার অশ্রু গড়িয়েছে, তার চোখ মুছে আপনি তার মুখে হাসির ছটা বইয়ে দিয়েছেন...আপনি কি মনে করেন আল্লাহ সেটা ভুলে যাবেন? সত্য ও ন্যায়ের আদর্শের উপর নিজের বোধকে টিকিয়ে রাখাটাই জীবনের সংজ্ঞা। ভালো কাজ করে যান, যদিও কেউ আপনার সেই কাজের প্রতিদান না দেয়। আকাশের ওপারে আমাদের একজন রব আছেন, যিনি আপনার প্রতিটি কাজের হিসেব মিটিয়ে দিবেন। তিনি কখনো ভুলে যান না, মুমিনের হৃদয় থেকে বের হওয়া প্রতিটি দীর্ঘশ্বাসের হিসেব তিনি রাখেন।

#RainDrops
#Fussilat

ISLAMIC REMINDERS

28 Oct, 06:16


ইলমের দিক দিয়েও 💔

ISLAMIC REMINDERS

27 Oct, 07:22


মন কে নিয়ন্ত্রণ করুন...
.
.
.
দ্বীনে ফেরার পর ও অনেক ভাই/বোনকে দেখা যায় মনের নিয়ন্ত্রণ হারিয়ে হারামে জড়িয়ে পরতে। রব্বিগফিরলি।

ISLAMIC REMINDERS

26 Oct, 16:38


ইন শা আল্লাহ,জান্নাতে গেলেই স্বাধীন..

ISLAMIC REMINDERS

26 Oct, 08:38


শায়েখ আব্বাস আল-আতাউয়ি (রাহিঃ) কে একজন নারীর লাশ দাফনের জন্য জানানো হয়। গোসল এবং কাফন পরানো হয়ে গেলে লাশটির খাটিয়া তোলার মুহুর্তে দেখা যায় লাশটি এতোটাই ভারি হয়ে গেছে যে তা তোলা সম্ভব হচ্ছে না। সেখানে সব মানুষ মিলেও লাশটি ধরে তুলতে হিমশিম খাচ্ছে। কোনোরকম ভাবে লাশের খাটিয়া কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

কবর তখন প্রস্তুত। যেহেতু মহিলার লাশ তাই শায়েখ মহিলার সন্তানদের বললেন তারা যেন তাদের মায়ের লাশ কবরে নামায়। সন্তানেরা এসে লাশটি ধরে কবরে নামাতে গিয়ে অবাক হয়ে গেলো। ততক্ষণে লাশ আরো বেশি ভারি হয়ে গেছে! এমতাবস্থায় শায়েখ কবরের পাশে দাঁড়িয়ে কুরআনের বিভিন্ন জায়গা থেকে তিলওয়াত শুরু করলেন। একপর্যার্য়ে পায়ের দিকের কিছুটা ভারি কমে আসে এবং উঠানো যাচ্ছিলো। কিন্তু হঠাৎই তিন সন্তানসহ লাশটি ধপ করে কবরের মধ্যে পড়ে যায়!

শায়েখ এ ঘটনা দেখে হতবিহ্বল হয়ে তাদের জিজ্ঞেস করলেন,

-"তোমরা তোমাদের মায়ের লাশ এভাবে আছড়ে ফেলে দিলে কেন?"

সন্তানদেন একজন জবাব দিলো,

-"শায়েখ, লাশ এতো ভারি হয়ে উঠেছে যে আমাদের পক্ষে তা ধরে রাখা সম্ভব হচ্ছিল না কোনো ভাবেই!"

লাশ কবরে রাখান পর শায়েখ একজন সন্তানকে বললেন লাশটি ঠিকঠাক করে রেখে মুখের বাধন খুলে দিতে। সন্তানটি কবরে নেমে তার মায়ের লাশের বাঁধন খুলতে খুলতে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলো। দাফন শেষ হবার পর শায়েখ তাকে নির্জনে নিয়ে গিয়ে বললেন,

-" তুমি ওভাবে চিৎকার করলে কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছো?"

ছেলেটি কোনো উত্তর না দিয়ে বললো,

-" আপনি যদি আমার মায়ের কোনো দোষ বা গোপন বিষয় জেনে গিয়ে থাকেন তবে কাউকে বলবেন না!"

এই কথা বলেই সে দ্রুত সে স্থান ত্যাগ করলো।

---------------------------------

কয়েকমাস পর আরেকটি জানাজায় শায়েখ আব্বাস্ আল-আতাউয়ি (রাহিঃ) উপস্থিত হলেন। তখন ভীড়ের মধ্যে থেকে একজন লোক এসে তাঁর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলো,

-" আমাকে চিনতে পেরেছেন শায়েখ?"

লোকটির মুখভর্তি দাঁড়ি, কপালে সিজদার দাগ। শায়েখ তাকে চিনলেন না। তখন ছেলেটি তার মায়ের লাশের ঘটনাটি বলে বললো,

-"আমি নিজেকে পাল্টে নিয়েছি। দ্বীনকে পরিপূর্ণ ভাবে পালনের চেষ্টা করি।''

শায়েখ তখন তাকে জিজ্ঞেস করলেন,

-"তোমার মায়ের বিষয়টি জানানোর ওয়াদা করেছিলে তুমি কিন্তু তা পালন করোনি। আজকে বলো কী এমন কারণ ছিলো?"

ছেলে তখন ভয়ংকর এক তথ্য দিলো। সে বললো,

-" আমার মা জীবনে কখনো সালাত আদায় করেননি। এক ওয়াক্ত সালাতও আদায় করেনি। যার কারণে কবর তার লাশ গ্রহণ করতে চাচ্ছিলো না। আমি আমার মায়ের কাফন সরিয়ে শেষবার যখন তার চেহারা দেখলাম তখন তা ছিলো কুচকুচে কালো। এ কারণে আমি সেদিন এতো পরিমাণে কান্নাকাটি করছিলাম।"

আমরা অনেক কাফের, বেনামাজিদের স্বাভাবিকভাবে দাফন করতে দেখি। সবার ক্ষেত্রে এমনটা হয়না তবে উদাসীন মানবকূলের জন্য দৃষ্টান্ত হিসেবে কিছু ঘটনা আল্লাহ তায়ালা আমাদের দেখিয়ে এবং জানিয়ে দেন যাতে আমরা সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি।

।। ফর্সা নারীর কালো লাশ ।।

[রেইনড্রপস মিডিয়ার একটি ভিডিওর আলোকে লিখিত সত্যঘটনা]

ISLAMIC REMINDERS

24 Oct, 12:38


বিচ্ছেদের পর ছেলেটা বউ পায়। মেয়েটাও স্বামী পায়। কিন্তু সন্তান মা-বাবা দু'জনকে হারায়।

~আদিব সালেহ।

ISLAMIC REMINDERS

24 Oct, 06:20


আর যিনার ধারে-কাছেও যেও না,
নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ।

— (সূরা আল-ইসরা, ১৭:৩২)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন বিবাহ করে তখন সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করে নেয়। অতএব তাকে তার অবশিষ্ট অর্ধেক দ্বীনের ব্যাপারে আল্লাহকে ভয় করা।

— (বাইহাক্বীর শুআবুল ঈমান ৫৪৮৬, সহীহুল জামে’ ৪৩০)

ISLAMIC REMINDERS

23 Oct, 16:47


রিমাইন্ডার📌

ISLAMIC REMINDERS

22 Oct, 10:04


সারাদিন পেপার-পত্রিকা-ফেসবুক-টুইটার-টেলিগ্রাম-ইমো-হোয়াটস আপ-ভাইবার-ইনস্টাগ্রাম। বিকেলে-সন্ধ্যায় পাঠ্যবই, রাতে আবার অনলাইন, অথচ তাকের ওপর কুরআনখানা ধূলোমলিন। পরিত্যক্ত! কাঁদছে মাসের পর মাস! কেউ ছুঁয়েও দেখছে না। কীভাবে বরকত আসবে? কী লাভ এই জ্ঞানসাধনায়?

বই: আই লাভ কুরআন

ISLAMIC REMINDERS

21 Oct, 14:56


নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—

‘জেনে রাখ, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখ, সে গোশতের টুকরোটি হল ক্বলব (অন্তর)।’
.
[সহিহ বুখারী: ৫২]

ISLAMIC REMINDERS

21 Oct, 07:32


'যেখানে ফুলেরা কখনো ঝড়ে না,
লিরিক্স: মাহের মুহাজির আল হাদরিমি
আর্টিস্ট : মীর মুমিন
ভিডিও এবং এডিটিং : সাদায়ে হক (কিছুটা আমাদের)

ISLAMIC REMINDERS

20 Oct, 17:36


বাকরুদ্ধ।

ইয়া রাসূলাল্লাহ! আপনি (মুনাফিক) আরবদের জন্য (কেয়ামতের দিন) সুপারিশ করবেন না। হে আল্লাহর রাসুল! –এক ফি_লি*স্তি*নি বৃদ্ধা মা।
কতটুকু হৃদয় ব্যথিত হলে এমন আহাজারি...©

ISLAMIC REMINDERS

20 Oct, 11:33


আপনার পরিচয়?
- আমি একজন মুসলিম।
তার কি প্রমান আছে?
-
নামাজ পড়েন?
- না
তাহলে আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন কিভাবে?জানেন আমাদের উপর নামাজ ফরজ?
- হ্যা
তাহলে আপনি পড়েন না কেনো?
- একটু বয়স হোক তারপর পড়বো।
আল্লাহর ইবাদত করতেও বয়স লাগে? বয়স হওয়া পর্যন্ত যে বেঁচে থাকবেন তার কি নিশ্চয়তা আছে?
- জানিনা
তবে এখনো কিসের এতো বাহানা?
- কাল থেকে পড়বো
আজ যে বেঁচে থাকবেন তার ও কি নিশ্চয়তা আছে?
- আজকে থেকেই চেষ্টা করবো ইন শা আল্লাহ।
আজ এখন থেকেই ইন শা আল্লাহ। আজান হয়েছে চলেন...

#Deenimohol

ISLAMIC REMINDERS

19 Oct, 18:08


এক ভাইয়ের সাথে কথোপকথনের অংশ থেকে —

: ভাই, আজকে প্রচুর রাগ আসছে একজনের উপর।

: যে তোমাকে রাগিয়ে দিয়েছে, তার সামনে নিজের রাগকে প্রকাশ না করে - তাকে ১০৳/২০৳/সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারো। এছাড়াও, শুকরিয়া জ্ঞাপন করতে পারো জাযাকাল্লাহু খইরন বলে/দুআ করতে পারো তার জন্যে।

: কিন্তু কেন করব এমনটা?

: কেননা সে তোমাকে জান্নাতী হুর পাওয়ার সুযোগ করে দিলো।

: কী? কীভাবে?

: রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি তার রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও সংযত থাকে, ক্বিয়ামতের দিন আল্লাহ তাকে সৃষ্টিকুলের মধ্য থেকে ডেকে নিবেন এবং তাকে হুরদের মধ্য হতে তার পছন্দমত যে কোন একজনকে বেছে নিতে বলবেন’
[আবু দাঊদ ৪৭৭৭; ইবনু মাজাহ ৪১৮৬; মিশকাত ৫০৮৮]

: সুবহানাল্লাহ। বিশাল নিয়ামত তো...

: অবশ্যই। কিছু তো তাকে হাদিয়া দেওয়াই যায় এত বিশাল এক নিয়ামতপ্রাপ্তির খুশিতে? কী তাইনা?

~মাশওয়ারা

ISLAMIC REMINDERS

16 Oct, 11:24


মালেক ইবন দীনার রাহিমাহুল্লাহ বলেন,
শরীর যদি অসুস্থ হয়, কোনো খাদ্য, পানীয়, ঘুম আর বিশ্রাম কাজ করে না। একইভাবে অন্তরে যদি দুনিয়ার ভালোবাসা ঢুকে যায়, কোনো ওয়াজ-নসীহত তাতে প্রভাব ফেলে না।

[ মুখতাসারু কিয়ামিল্লাইল, মারওয়াযী, পৃ. ৬৯ ]

ISLAMIC REMINDERS

15 Oct, 10:00


যে বা যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন নি বিশেষ করে পোস্টটি তাঁদের জন্যই। হতাশ হবেন না। আল্লাহ তায়ালাই সর্বোত্তম পরিকল্পনাকারী।

ISLAMIC REMINDERS

13 Oct, 10:19


দ্বীনের বুঝ পেয়ে, অতি পছন্দের দ্বীন না মানা ছেলেকে ভোলার জন্য, হিফয শুরু করেছিল মেয়েটি। ছেলের সাথে সবধরনের যোগাযোগ ছিন্ন করেছিল। আল্লাহর রহমতে হিফয শেষ করতে না করতেই সেই ছেলের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব এল। ছেলেটিও এখন দ্বীনদার। বিয়ের পর প্রিয় বিবির উৎসাহে হিফয শুরু করেছে। প্রায় শেষের পথে। চমৎকার কুরআনী পরিবার। আলহামদুলিল্লাহ!

রাব্বে কারীম সবাইকে হাফেযে কুরআন হওয়ার তাওফীক দান করুন। আমীন।

- শায়েখ আতিক উল্লাহ ( হাফি.)
https://t.me/DeeniMohol67

ISLAMIC REMINDERS

12 Oct, 07:38


হে মুমিনগণ,
নিজেকে এবং নিজের পরিবারকে
ওই আগুন থেকে বাঁচাও-

ISLAMIC REMINDERS

11 Oct, 15:09


ধর্ম উ|পদে'ষ্টার পূ'জা রিলেটেড বক্তব্যটা খুব মনযোগ দিয়ে শুনলাম। বক্তব্য শুনে মনে হলো উনি ভুলে গেছেন যে, উনি আগে একজন আলেম পরে ধর্ম উ'পদে'ষ্টা।

বক্তব্যের শেষে উনি বললেন,আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পেরে আমি অনেক খুশি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। অথচ, বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা বিনিময় স্পষ্ট হারাম। আবার বক্তব্যের শুরুর দিকে বলে ফেললেন, আমি ধর্মান্ধ না। মানে উনি যা করেছেন সেটাকে যারা নিন্দা করবে এক কথায় তারাই ধর্মান্ধ।

গণ'ত'ন্ত্রে যুক্ত হওয়ার আগে উনিও আমাদের মতোই ধর্মান্ধ ছিলেন। আর গ'ণ"তন্ত্রে যুক্ত হওয়ার পর উনার কথা শুনে মনে হচ্ছে উনি ‘লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন’ এর তাফসির ভুলে গেছেন। আল্লাহ সুবহানাহু
ওয়া তাআ'লা গণ'তন্ত্র'কে কেনো হারাম করেছেন
এবার বুঝেছেন?

— রাত্রি

ISLAMIC REMINDERS

08 Oct, 16:59


বয়স ৩০ ছুঁইছুই -

পাত্রীর দ্বীনদারিত্বতা দেখে পাত্র পক্ষের বেশ পছন্দ হয়। তাই দেখতে এসেই বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলে। কিন্তু, একটা পর্যায়ে এসে বিয়েটা হতে হতেও যেনো আর হলোনা। পাত্রীর বয়স বেশি সেসব কিছু ম্যাটার করেনা পাত্র পক্ষের কাছে। কারণ পাত্রের বয়স ও যে ৪০ এর কাছাকাছি । তো যাই হোক আসি মূল কথায়, জানেন বিয়েটা হতে গিয়েও কেন হলোনা?

পাত্রপক্ষের তেমন কোনো চাওয়া-পাওয়া ছিল না, তারা শুধু বিয়ের পর ব্যবসার কাজে সামান্য আর্থিক সহযোগিতা চেয়েছিল। কিন্তু এই ৩০ বছর বয়সী মেয়েটির বাবার সেই সামর্থ্য ছিল না। ও হ্যা দালান ঘর ও তো চেয়েছিলো কারণ,পাত্রের বাড়ি ঘর ও দালান। আর আত্মীয় স্বজন ও এই মাটির কুঁড়ে ঘরে আসতে চাইবেনা। তাই সবদিক বিবেচনা করে বিয়েটা বাতিল করে দেওয়া হয়।


-কাল্পনিক কথন
লেখা: দ্বীনি মহল

ISLAMIC REMINDERS

05 Oct, 07:17


একটা সতর্কীকরণ পোষ্ট ⚠️

আমরা অনেকেই কালেমার পতাকা প্রোফাইল বা কভার এ দিয়েছি।এর ভিতর কিছু মানুষ নিচের পিক টা তাদের প্রোফাইল এ দিয়েছে। আমরা বেশির ভাগ মানুষ আরবী পড়তে পারি না বিধায় জিনিসটা দৃষ্টিগোচর রয়ে গেছে বা কেও এটা খেয়াল ও করে নাই হয়তো। আমিও এর আগে খেয়াল করি নি। কিছুক্ষন আগে একটা পেজ এর প্রোফাইল দেখে আমি ফটো টা সেভ করি প্রোফাইল দেয়ার জন্য কিন্তু গ্যালারি ঢুকে পিক টা ভালোমত দেখার পর (যেহুতু আমি আরবী পারি হালকা পাতলা) একটা ঈমান বিদ্বংসী জিনিস লক্ষ্য করলাম । এবার বিস্তারিত বলি , এখানে যেই কালেমাটা লেখা আছে সেখানে আরবীতে লিখলে দাঁড়ায় "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ও আলিয়্যূ রাসূলুল্লাহ" (আস্তাগফিরুল্লাহ)। এর অর্থ দাঁড়ায় "আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, মুহাম্মদ ও আলী আল্লাহর একমাত্র নবী" (আল্লাহর কাছে পানাহ চাই)। যেটা মূলত শিয়া খারেজি সম্প্রদায়ের ঈমান বিধ্বংসী আকিদা। আমাদের উচিত এটাকে প্রত্যাখান করা ও আল্লাহর কাছে তওবা করা।আল্লাহ সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুক ।

ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । টাইপ করার অলসতায় কখনও লেখালেখি করি না বাট এটা একটা কনসার্নিং বিষয় যেটা ঈমান ধ্বংস করতে সময় নিবে না।

-সুলতান সাইমুন

ISLAMIC REMINDERS

01 Oct, 17:09


এক ভাইকে জিজ্ঞেস করেছিলাম, বান্দা কিভাবে বুঝতে পারবে তার পরীক্ষা শেষের দিকে বা আল্লাহ তার জন্য যা ফয়সালা করেছেন সেটা খুব সন্নিকটে?

ভাই বিষয়টাকে দুটো পয়েন্টে ভাগ করেছেন। দ্বিতীয় পয়েন্টটা হলো, মুমিনের সব সমস্যা দুনিয়াতে সমাধান হবে না। আল্লাহ তার কিছু বান্দাদের এমন কিছু সমস্যা দিয়ে পরীক্ষা করবেন যার সমস্যা দুনিয়াতে সমাধান হবে না। সে বান্দা কতটুক আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে, সবর করে এটা আল্লাহ দেখবেন। আর হতে পারে তার সমস্যা সমাধান হবে না.. আর সে এভাবেই মারা যাবে।

আমরা আমাদের রবের সব ফয়সালাতে সন্তুষ্ট। তিনি যা ঠিক মনে করেন সেটাই ঠিক। তিনি যেভাবে যা চান, সেভাবেই সব হোক। আমাদের নিজস্ব কোনো ইচ্ছে নেই। তিনি আমাদের সেভাবেই দুনিয়াতে বিচরণ করাক, যেভাবে তিনি চান, সে পথে যে পথে কল্যাণ।

- জুনায়েদ মোস্তফা

ISLAMIC REMINDERS

29 Sep, 10:01


আমরা একটা ভয়ঙ্কর তথ্য পেয়েছি। নারীবাদী-ট্রান্স সমর্থক সামিনা লুৎফা পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি থেকে বাদ গেলেও, ৪১ পরিমার্জন ও সংশোধন টিম বাদ হয় নাই।

আপনাদের ছেলে-মেয়েরা কী পড়বে, সেটা এখনো নির্ধারণ করবেন সামিনা লুৎফার মতো ভয়ঙ্কর কিছু ব্যক্তি।

- আসিফ মাহতাব উৎস