এমন হলে লেখাটি আপনার জন্যই।
"কাল থেকে ভালো হয়ে যাবো"
এই বাক্যটির চেয়ে নিকৃষ্ট ভয়ানক বাক্য খুব কমই আছে, এই বাক্যটি সুক্ষভাবে আমাদের সাথে রবের দূরত্ব বাড়িয়ে দেয়। 'কাল থেকে' 'কাল থেকে' করতে করতে আমাদের আর কিছুই করা হয় না। আসলে কাল থেকে কিছুই হয় না, যা করার আজই করতে হবে। এটা একটা গোলক ধাঁধার মত ব্যাপার।
অতঃপর মৃত্যু এসে যাবে তবুও আমাদের এই কাল থেকে ভালো হবো এই বাক্যটি ফুরাবে না।
"যখন মৃত্যু আসবে, তখন তারা বলবে, হে আমার রব! আমাকে আবার ফেরত পাঠাও, যেন আমি সৎকাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম।" কখনো নয়! এটা তো তার একটা কথার কথা মাত্র। যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারযাখ।
সুরা আল-মুমিনুন (২৩: ৯৯-১০০)
এই লেখাটা পড়ার পর হয়তো অনেকে পরের ওয়াক্ত থেকে নামাজে নিয়মিত হতে চাইবেন, কিন্তু আমি আপনাকে অনুরোধ করবো কাল নয়, আজ, এখন যেই ওয়াক্ত চলছে, এই ওয়াক্তের নামাজটি এখনই আদায় করুন, তবেই কাল থেকে সুন্দর ভাবে শুরু হবে। নয়তো কখনোই আপনার "কাল" আর ফুরাবে না।
লেখা: তানজিমা রহমান (ক্ষুদ্র লেখিকা)