Tasawwuf - তাসাউফ @tasawwufofficial Channel on Telegram

Tasawwuf - তাসাউফ

@tasawwufofficial


তাসাউফ সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি উদ্যোগ।এটি কোনো দল,গোষ্ঠী বা সংগঠন, কারো সাথে যুক্ত না।তাসাউফ ,আমাদের সমাজে ছড়িয়ে পড়া অশ্লীলতা,বিশেষ করে পর্নোগ্রাফির ভয়াবতা সম্পর্কে সচেতনা সৃষ্টির একটি প্ল্যাটফর্ম মাত্র।
🔘 FB: www.facebook.com/tasawwufofficial

Tasawwuf - তাসাউফ (Bengali)

তাসাউফ - একটি তাসাউফ টেলিগ্রাম চ্যানেল যা সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক। এটি একটি অবদান যা কোন দল, গোষ্ঠী বা সংগঠনের সাথে যুক্ত নয়। তাসাউফ আমাদের সমাজে ছড়িয়ে পড়া অশ্লীলতা, বিশেষভাবে পর্নোগ্রাফির ভয়াবহতা সম্পর্কে সচেতনা সৃষ্টির একটি প্ল্যাটফর্ম। যদিও এই চ্যানেলে কোন প্রকারের ধর্মীয় বা রাজনৈতিক আলোচনা নেই, তাতে একটি স্বাগতমূলক সার্বিক পরামর্শ ও চিন্তা বোধক বাতাবার। এই চ্যানেলের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় যা সমাজের সচেতনতা ও উন্নতি বাধাগ্রস্ত করে। ফলো করুন এই চ্যানেলটি এবং যোগ দিন আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখতে। আপনি একজন সমাজবাদী, সামাজিক নেতা বা ব্যক্তি যোকন হোন, এই চ্যানেলে আমাদের সাথে যোগ দিতে উত্সাহিত হয়ে উঠুন। আমাদের Facebook পেজটি পছন্দ করুন এবং যোগ দিন: www.facebook.com/tasawwufofficial

Tasawwuf - তাসাউফ

23 Nov, 09:45


পুনর্বাসনের পরিকল্পনা না করেই অটোরিক্সা ব্যান করবেন। কালকে কাজ না পেয়ে ওরা আপনার সামনে চাকু ধরবে। পরশু আপনিই বলবেন সখী ছিনতাই কেন হয়?

Tasawwuf - তাসাউফ

23 Nov, 06:51


যারা প্রথমালো দেল্লি স্টারের সামনে কর্মসূচী দিচ্ছে, তারা কোন ভাঙচুর করছে না, আগ্রেসিভ কিছু করছে না৷ নামাজ কালাম করতেছে, বসে থাকতেছে - এতে সমস্যা কোথায়? এটা একটা প্রতিবাদ। আপনি এখানে এতো লাভ ক্ষতির হিসাব কষতেছেন কেন? বামরা তো ৫জন নিয়েও এগুলো করে।

একটা গ্রুপ বলতেছে, নামাজকে কালচারাল টুল বানাবেন না, ইবাদত শুধু আল্লাহর জন্য। তারাই আবার আন্দোলনের সময় শাহাদতের ফজিলত বর্ননা করেছিল। শাহাদত কার জন্য ছিলো তাহলে?

বাঙালির মিডিওক্রিটির সন্ধান করার আগে নিজের ভিতরে সেটা খুজে দেখা দরকার।

Tasawwuf - তাসাউফ

22 Nov, 23:20


বাইতুল মোকাররম জাতীয় মসজিদ হলেও এটি সরকারীভাবে নির্মিত হয়নি।

পাকিস্তান আমলে ঢাকায় বড় শিল্প উদ্যোক্তা বাওয়ানি পরিবারের পক্ষ থেকে এই মসজিদটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। মসজিদের পরিচালনা-ব্যয় নির্বাহের জন্য নিচে বিশাল বড় মার্কেটও নির্মাণ করা হয়। সেই মার্কেট থেকে কোটি কোটি টাকা প্রতিবছর শুধু ভাড়া বাবদ আয় হয়৷

কিন্তু দুঃখজনক হলো, এসব আয়ের খুব সামান্যই মসজিদের কল্যাণে ব্যয়িত হয়৷ বাইতুল মোকাররমের মতো জাতীয় মসজিদের সাউন্ড সিস্টেম সেই মান্দাতা আমলের গড়বড়ে। আজকাল মহল্লার ছোটখাট মসজিদেও আরও উন্নত সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাখা হয়। এই মসজিদের ওজুখানা-ওয়াশরুমের দুরবস্থার কথা কী আর বলব! পবিত্রতা হাসিল করতে গিয়ে উল্টো নাপাক হয়ে আসতে হয়। মসজিদ মার্কেটের কোটি কোটি টাকা তাহলে কোথায় ব্যয় হয়?

মূলত এই মসজিদের তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান ইসলামি ফাউন্ডেশনই এই ব্যাপারে গাফেল ও আন্তরিকতাহীন। তারা একটু উদ্যোগী হলেই এসবের সুন্দর ও সহজ সমাধান হতে পারে। মূলত ইফার কর্মকর্তাদের বড় একটা অংশ ঠিকমতো নামাজই পড়ে না৷ তাই মুসল্লিদের সুবিধা-অসুবিধা নিয়েও তারা অত ভাবিত নয়৷

এই বিষয়ে তিনভাবে কাজ করা যেতে পারে-

. যারা সংবাদিক আছেন, তারা পত্রিকা ও টিভি চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন করতে পারেন। মসজিদের এত এত টাকা কোথায় ব্যয় হয় এবং মসিজদ সংশ্লিষ্ট বিষয়ে উন্নতি করতে ইফার এই অবহেলা কেন।

. যাদের লবিং আছে তারা আবেদননামা জমা দিতে পারেন ইফার দায়িত্বশীলদের কাছে।

. জুমার পর প্ল্যাকার্ড হাতে মসজিদের গেইটে বা সিঁড়িতে সাউন্ড সিস্টেম উন্নত করণ এবং ওয়াশরুম-ওজুখানার সংস্কারের জন্য মানববন্ধন হতে পারে।

(যত পারেন এটি কপি/শেয়ার করে ছড়িয়ে দিন।)

~ মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ হাফিজাহুল্লাহ

Tasawwuf - তাসাউফ

22 Nov, 16:08


প্রথম আলোর যে সত্যমিথ্যা রিপোর্টটি উগ্রবাদী হিন্দুদেরদের হাতে একটা রাজনৈতিক হাতিয়ার তুলে দেয়!

এ রিপোর্টটি করা হয় ভারতীয় নিউজের সাপোর্ট হিসেবে। ভাবখানা এমন যে ভারতীয় মিডিয়া যে প্রোপাগান্ডা চালাচ্ছে তা আংশিক হলেও সত্য!

প্রথম আলোর 'ভদ্র কন্সপাইরেসি' না বুঝলে এ জাতীর কপালে আরো দূর্দশা আছে।

এ স্ট্যাটাসটা দিতে দেরী হওয়ার কারণ হলো প্রথম আলোর অনুসন্ধানকে নিজস্ব পাল্টা অনুসন্ধানে পরীক্ষা করে দেখা।
আমাদের অনুসন্ধানে আমরা প্রথম আলোকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত ইনশাআল্লাহ।

~ শাইখুনা হারুন ইজহার হাফিজাহুল্লাহ

Tasawwuf - তাসাউফ

22 Nov, 00:26


আমি সারাহ মুসআব আল বারশ। আমার বয়স আট। আমি উত্তর গাযযার জাবালিয়া থেকে বলছি। আমার বাবা মুসআব শহীদ হয়েছেন। আমার দুই হাত ও দুই হাতের মুঠিভরা স্বপ্ন খুইয়েছি। তবুও দেখো হাসছি। আমার এই হাসি তোমাদের কাপুরুষতার বুকে শেল হয়ে বিঁধে তোমাদের কলিজা এফোঁড়ওফোঁড় করে দিক।

আমাকে দেখো। আর তোমাদের খুযলান অনুভব করো।

Tasawwuf - তাসাউফ

21 Nov, 13:05


রাসুল (ﷺ) বলেন, দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন এবং তা আল্লাহর কাছে বেশি সম্মানিত।

[ইবনে মাজাহ, হাদিস : ১০৮৪,  তিরমিজি, হাদিস : ১০৮৪]

Tasawwuf - তাসাউফ

21 Nov, 08:36


মূলত পুরুষ ও নারীর কণ্ঠে পার্থক্য আছে। পুরুষের কণ্ঠ সাধারণত কর্কশ টাইপের হয়ে থাকে; কিন্তু জন্মগতভাবেই নারীদের কণ্ঠ থাকে কোমল, মোলায়েম ও আকর্ষণীয়।

কথা বলার সময় তাদের মনে কোনো অসততা না থাকলেও প্রাকৃতিকভাবেই তাদের কণ্ঠে এক ধরনের আকর্ষণ কাজ করে। অটোমেটিক পুরুষরা তার প্রতি আকর্ষণ অনুভব করে। এজন্য কুরআনুল কারিম নির্দেশ দিয়েছে, আপনার অন্তর যতই নিষ্কলুষ থাকুক,
গুনাহের ইচ্ছা এবং প্রবঞ্চনা থেকে মুক্ত হোক, তারপরও আপনি যেহেতু নারী, প্রাকৃতিকভাবেই আপনার একটি আকর্ষণীয় কণ্ঠ রয়েছে, তাই যথাসাধ্য কোমলতা পরিহার করে শক্তভাষায় কথা বলুন।

বই: জবান ও চোখ নিয়ন্ত্রণ

• আকর্ষণীয় পর্দা
• হায়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন
• বোনদের জন্য গুরুত্বপূর্ণ
• বোনদের জন্য গুরুত্বপূর্ণ

Tasawwuf - তাসাউফ

21 Nov, 05:21


একটি দুঃখজনক বাস্তবতা হলো -আমাদের কমিউনিটিতে অনেক লেখক, চিন্তক,গবেষক হয়ে গিয়েছে। কিন্তু এখন যেটা বেশি দরকার তা হলো ম্যানেজার, তৃণমূল পর্যায়ের লিডার, মাঠ পর্যায়ের দাঈ, অফলাইন এক্টিভিস্ট।

Tasawwuf - তাসাউফ

20 Nov, 16:27


হৃদয় অসুস্থ হওয়ার মূল কারণ চারটি:

১. অতিরিক্ত কথা
২. অপাত্রে দৃষ্টিপাত
৩. অতিরিক্ত আহার
৪. অতিরিক্ত মেলামেশা

বই: পরিশুদ্ধ অন্তর
পৃষ্ঠা: ২৫

• গোনাহের ক্ষতিসমূহ
• কুদৃষ্টির ক্ষতি, পরিণাম এবং চিকিৎসা
• কুদৃষ্টির দরুন আমলের তাওফীক ছিনিয়ে নেয়া হয়

Tasawwuf - তাসাউফ

20 Nov, 13:26


মৃত্যুর সময় দুই শ্রেণির মানুষের অবস্থা!

প্রথম শ্রেণি:

يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ ۞ ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً ۞

হে প্রশান্ত আত্মা! তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। [সূরা ফাজর: 27-28]

তাদের বিপরীত শ্রেণির মানুষগুলোর মৃত্যু-

وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ فِى غَمَرَٰتِ ٱلْمَوْتِ وَٱلْمَلَٰٓئِكَةُ بَاسِطُوٓا۟ أَيْدِيهِمْ أَخْرِجُوٓا۟ أَنفُسَكُمُۖ ٱلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ ٱلْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيْرَ ٱلْحَقِّ وَكُنتُمْ عَنْ ءَايَٰتِهِۦ تَسْتَكْبِرُونَ

আর যদি তুমি দেখতে, যখন যালিমরা মৃত্যু কষ্টে থাকে, এমতাবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছে (তারা বলে), ‘তোমাদের জান বের কর। আজ তোমাদেরকে প্রতিদান দেয়া হবে লাঞ্ছনার আযাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহঙ্কার করতে। [সূরা আনআ'ম: 93]

وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْءَازِفَةِ إِذِ ٱلْقُلُوبُ لَدَى ٱلْحَنَاجِرِ كَٰظِمِينَۚ مَا لِلظَّٰلِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ

আর তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও। যখন তাদের প্রাণ কণ্ঠাগত হবে দুঃখ, কষ্ট সংবরণ অবস্থায়। যালিমদের জন্য নেই কোন অকৃত্রিম বন্ধু, নেই এমন কোন সুপারিশকারী যাকে গ্রাহ্য করা হবে। [সুরা গাফির: 18]


হে আল্লাহ আমরা আপনার কাছে সহজ ও সুন্দর মৃত্যু কামনা করি।

Tasawwuf - তাসাউফ

20 Nov, 04:11


আয়মান সাদিক'কে যারা আদর্শ স্বামী উপাধি দিচ্ছেন তারা কি আদৌ আদর্শ স্বামীর ডেফিনেশন জানেন?

• প্রথমত দাইয়ূস কখনোই আদর্শ স্বামী হতে পারে না। বউকে সবার সামনে প্রেজেন্ট করে আখিরাত নষ্ট করছে,,

• দ্বিতীয়ত পা ধরে সরি বলা, স্বামী তার স্ত্রীর রাগ অভিমান ভাঙাতে অবশ্যই সরি বলতে পারে, একবার নয় অনেকবার ই বলতে পারে কিন্তু পা ধরতে হবে কেন? আবার সেটা মাইকিং করে জানাচ্ছে,? নূনতম লজ্জা থাকলে কাজটা করে থাকলেও মানুষকে এভাবে জানাতো না, স্বামী পরিবারের কর্তা সেখানে তিনি কিভাবে নিজেকে ছোট করে বউকে উচ্চ আসনে বসাচ্ছে? ভুলে যাবেন না এই সেই লোক যে মসজিদে বিয়ে করে পরের দিন গান বাজনা, নাচানাচি, পার্টি করেছিলো। এদেরকে আদর্শ তকমা দেওয়ার আগে দুবার ভাবুন।

আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,

"নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কাউকে কারো জন্য সিজদাহ করার আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদাহ করে।’’ [তিরমিযি ১১৫৯]

• স্বামীর সম্মান মর্যাদা বোঝার জন্য এই একটি হাদিস ই যথেষ্ট মনে করি।

• এই বিষয় টা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে বিষয়টা, না জানি এখন এই শয়তানি বীজ মেয়েদের মধ্যে ঢুকে গিয়ে দাম্পত্য জীবনে কত অশান্তির সৃষ্টি হবে! স্ত্রীদের এখন তার স্বামী কে সরি বলার মনমানসিকতা ই চলে যাবে, স্বামী'কে বলবে আপনি আমার পা ধরে সরি বলুন। আস্তাগফিরুল্লাহ।

• মেয়ে হয়েও বিষয়টা নিয়ে আপনাদের মতো এত লাফালাফি করতে পারলাম না। যেটা শরীয়ত বিরোধী সেটাকে দেখা মাত্রই ভালো মনে হলেও আদৌ ভালো কি না যাচাই করুন।

Umme Ayesha

অনেকের চোখে সে হয়তো সো কলড আদর্শ স্বামী but sorry to say সে আমার কাছে দাইয়ুস আর গায়রতহীন পুরুষ ছাড়া আর কিছুই নয়।

Tasawwuf - তাসাউফ

19 Nov, 23:32


শেষ সময়ে এমন এক শ্রেণির মানুষ আসবে, যারা বাহিরে থেকে ভাই ভাই, কিন্তু ভিতরে ভিতরে শত্রুতা পোষণ করে।

— ফুদ্বায়েল ইবনু ইয়াদ রাহিমাহুল্লাহ
সূত্র: সিয়ার সালাফ আস-সালিহীন, ১১০৩৩

Tasawwuf - তাসাউফ

19 Nov, 15:57


বাংলাদেশে সামনে কী হতে যাচ্ছে?
ভাই-বোন, বন্ধু-বান্ধব- সবার মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, অনিশ্চয়তা কাজ করছে। সবাই আশ্বস্ত হতে চান, ইতিবাচক কিছু হোক চান...

বাস্তবতা হলো- এমন ভয়ের রাজত্বে বাস করতাম যে আল্লাহর কাছে জালিমের বিরুদ্ধে দোয়া করা ছাড়া আর কোন রাস্তা ছিল না। বেশিরভাগ মানুষ নিপীড়িত হয়ে আল্লাহর দিকে চেয়ে ছিল জালিমের পতনের জন্য। মাত্র ৩ সপ্তাহের অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল যা মিরাকল ছিল এবং এই পরিবর্তন আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, যেখানে শিক্ষার্থীরা ছিল উছিলা মাত্র। .
সবাই আশাবাদী হয়ে উঠল, প্রফেসর ইউনুসকে ঘিরে স্বপের জাল বুনতে লাগল। কিন্তু দেখা গেল, উপদেষ্টার নির্বাচনে তিনি বড় ভুল করে ফেললেন।

বয়স্ক এবং এনজিও কেন্দ্রিক লোকজন টিমে নিলেন, যাদের বাংলাদেশের মানুষের সাথে তেমন কানেকশন নেই... সারা জীবন এনজিও ফান্ডিংয়ের ছকে বাধা কাজ করেছেন, দেশের মানুষের স্বাভাবিক চাওয়া তাদের রাডারে ধরা পড়েনি।

অর্থাৎ, এনজিও উপদেষ্টারা কাজের ফোকাস ঠিক করতে পারেননি, অন্যের পরামর্শও নেননি।

তারা ভাবতে লাগলেন, দেশটিকে অন্তর্ভুক্তিমূলক করে ফেলবেন। সমাজ কল্যাণ উপদেষ্টা ১৭ আগস্ট মিছিলও করলেন সম*আ*কামী অধিকারের জন্য!! ভাবা যায়! এটা কি বাংলাদেশের মানুষের চাওয়া?
আহতরা হাসপাতালে কাতরাচ্ছে, কিন্তু উপদেষ্টারা কপচাচ্ছেন আইডিওলজি নিয়ে...

প্রফেসর ইউনুস রাষ্ট্র পরিচালনায় অযোগ্য মানুষ, দেশ সম্পর্কেও তাঁর তেমন ধারণা নেই... মোটিভেশন দিয়ে একটা দেশ চলে না...
আমাদের দেশের সব সেক্টরেই পিছিয়ে, পড়াশোনা তেমন হয় না, যোগ্য লোকের বড় অভাব।

প্রফেসর আসিফ নজরুলের টক শো দেখে মনে হতো লোকটা যোগ্য। কিন্তু তিনি একজন ব্যর্থ ম্যানেজার। নিজের পরিচিত সার্কেল উপরে নির্ভর করতে গিয়েছেন, যোগ্য লোক খোঁজায় প্রাধান্য দেননি। তার দায় প্রফেসর ইউনুসের চেয়ে বেশি...

হাতে-পায়ে ধরে বুঝাতে চেষ্টা করেছিলাম যেন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য অটুট থাকে, পাবলিক-প্রাইভেট-মাদ্রাসা শিক্ষার্থী এক থাকে। যদিও বন্ধন কমে গেছে, তবে এখনো চেষ্টা করলে ঐক্য গড়ে উঠবে।
শিক্ষার্থীদের চাপ ছাড়া এই দেশে আগামী ২০-৩০ বছরেও পরিবর্তন হবে না। পিরিয়ড।

এখন কিছু পজিটিভ কথা বলছি...
১। আমরা আর হাসিনার যুগে ফিরে যাবো না...
২। আমাদের কষ্টার্জিত কথা বলার স্বাধীনতা সহজে কেড়ে নিতে পারবে না, কেননা ৫ আগস্ট আমাদের অনুপ্রেরণা।
৩। বিএনপি ক্ষমতায় গেলে আগের মত চিন্তা-চেতনা পরিহার করতে বাধ্য হবে। ফ্যাসিবাদের দিকে পা বাড়াবে না,
৪। ইসলামপন্থীরা আগের চেয়ে রাজনৈতিকভাবে শক্তিশালী হবে। ইয়াং জেনারেশনের একটা উল্লেখযোগ্য অংশ ইসলাম ঠিকমতো পালন না করলেও ইসলামি স্পিরিট ধারণ করে।

বাংলাদেশে ইসলামকে দমিয়ে রাখা কঠিন হবে। ইসলামিক আইডেন্টিটি ধারণ করার সাথে জড়িয়ে আছে আমাদের দেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, প্রকৃত স্বাধীনতা।
লেখাঃ সারোয়ার হোসেইন

Tasawwuf - তাসাউফ

19 Nov, 10:19


ছবি হয়ে যাওয়া সন্তানকে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন মা…

শহীদ গোলাম নাফিজের মায়ের এই কান্না কিভাবে ভুলে থাকা যায়…

Tasawwuf - তাসাউফ

19 Nov, 06:46


শিক্ষার্থীদের না ছাত্রলীগের গু ণ্ডা দের চাঁ*দা দিয়ে ও বাকি দিয়ে বিশ্ববিদ্যালয়ের বহু দোকানি নিঃস্ব হয়েছিল। তখন যারা ভয়ে মুখ খুলতে পারেননি, তারা প্রকাশ করুন। কারা এইসবের সাথে জড়িত ছিল। স্থানীয়ভাবে অ্যাকশন নিন।

Tasawwuf - তাসাউফ

19 Nov, 05:06


তোমার গুনাহ যতই বড় হোক, আল্লাহর রহমত
তার চেয়েও বড়। তওবা কর, ফিরে আসো।”

🎙️শায়েখ আহমাদুল্লাহ (হাফি:)

Tasawwuf - তাসাউফ

18 Nov, 16:18


আল্লাহ যদি কাউকে পরিত্যাগ করেন, তার মুখ থেকে তখন অহেতুক কথা বের হয়।
.
— মারুফ আল-কারখি রাহিমাহুল্লাহ
সূত্র: হিলইয়াতুল আউলিয়া, ৮/৩৬১