Deen - দ্বীন @deen_islam_ofc Channel on Telegram

Deen - দ্বীন

@deen_islam_ofc


সাহল ইবনু সা’দ (রাঃ) সূত্রে বর্ণিত নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “আল্লাহর শপথ! যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককে হেদায়েত দেন, তবে তা হবে তোমার জন্য এক পাল লাল উটের চেয়েও উত্তম।”

[সুনান আবূ দাউদ, হাদিস নং ৩৬৬১]

Deen - দ্বীন (Bengali)

ডিন - দ্বীন চ্যানেলটি একটি ইসলামিক চ্যানেল যা ইসলামের তথ্য, উক্তি, হাদিস, ধর্মীয় শিক্ষা ও আরও অনেক কিছু শেয়ার করে। এই চ্যানেলটির ব্যবস্থাপক বলা হচ্ছে deen_islam_ofc। এটি মুসলিম ভাই ও বোনদের জন্য একটি অমূল্য সম্পদ, যেখানে তারা ইসলামিক জ্ঞান সংগ্রহ করতে পারবেন। এই চ্যানেলে বিভিন্ন ইসলামী বিষয়ে শিক্ষামূলক পোস্ট পাওয়া যায় যা মানব জীবনে আনন্দ এবং পরিপূর্ণতা যুক্ত করে। চ্যানেলটির একটি উদাহরণ হল, সাহল ইবনু সা’দ (রাঃ) একটি হাদিস ভাগ করছেন যেখানে বর্ণিত হয়েছে কিভাবে একজন চেষ্টাকারীকে আল্লাহ হেদায়েত দেওয়া হয়। চ্যানেলটি সম্পর্কে আরো জানতে এখনই Deen - দ্বীন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞানে ভরিয়ে উঠুন।

Deen - দ্বীন

21 Nov, 03:52


নফস!

Deen - দ্বীন

20 Nov, 15:14


ইমাম শামসুদ্দীন আয-যাহাবী রাহিমাহুল্লাহ [মৃত্যু : ৭৪৮ হি.] বলেন —

“আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইলম অর্জন করা এবং তা প্রচার করা নফল সালাত ও রোজা হতে অধিক উত্তম।”

[সিয়ারুল আ'লামীন নুবালা, ৮/৯৭]

Deen - দ্বীন

20 Nov, 03:36


আয়মান সাদিক'কে যারা আদর্শ স্বামী উপাধি দিচ্ছেন তারা কি আদৌ আদর্শ স্বামীর ডেফিনেশন জানেন?

• প্রথমত দাইয়ূস কখনোই আদর্শ স্বামী হতে পারে না। বউকে সবার সামনে প্রেজেন্ট করে আখিরাত নষ্ট করছে!

• দ্বিতীয়ত পা ধরে সরি বলা — স্বামী তার স্ত্রীর রাগ, অভিমান ভাঙাতে অবশ্যই সরি বলতে পারে, একবার নয় অনেকবার ই বলতে পারে কিন্তু পা ধরতে হবে কেন? আবার সেটা মাইকিং করে জানাচ্ছে? নূন্যতম লজ্জা থাকলে কাজটা করে থাকলেও মানুষকে এভাবে জানাতো না, স্বামী পরিবারের কর্তা সেখানে তিনি কিভাবে নিজেকে ছোট করে বউকে উচ্চ আসনে বসাচ্ছে? ভুলে যাবেন না এই সেই লোক যে মসজিদে বিয়ে করে পরের দিন গান বাজনা, নাচানাচি, পার্টি করেছিলো। এদেরকে আদর্শ তকমা দেওয়ার আগে দু'বার ভাবুন!

• রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন — “আমি যদি কাউকে অন্য কোন লোকের প্রতি সিজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার নির্দেশ দিতাম।’’ [তিরমিযি, ১১৫৯]

স্বামীর সম্মান মর্যাদা বোঝার জন্য এই একটি হাদিসই যথেষ্ট মনে করি।

• এই বিষয় টা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে বিষয়টা, না জানি এখন এই শয়তানি বীজ মেয়েদের মধ্যে ঢুকে গিয়ে দাম্পত্য জীবনে কত অশান্তির সৃষ্টি হবে! স্ত্রীদের এখন তার স্বামী কে সরি বলার মনমানসিকতা ই চলে যাবে, স্বামী'কে বলবে আপনি আমার পা ধরে সরি বলুন। আস্তাগফিরুল্লাহ!

• মেয়ে হয়েও বিষয়টা নিয়ে আপনাদের মতো এত লাফালাফি করতে পারলাম না। যেটা শরীয়ত বিরোধী সেটাকে দেখা মাত্রই ভালো মনে হলেও আদৌ ভালো কি না? যাচাই করুন!

• অনেকের চোখে সে হয়তো সো-কলড আদর্শ স্বামী But Sorry To Say সে আমার কাছে দাইয়ূস ও গায়রতহীন পুরুষ ছাড়া আর কিছুই নয়!

© Umme Ayesha [পরিমার্জিত]

Deen - দ্বীন

19 Nov, 13:43


ইসলামে নারী নেতৃত্বের বিধান —

• নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন — “যে সম্প্রদায় তাদের নেতৃত্বের দায়িত্বভার কোনো নারীর উপর অর্পণ করে সেই সম্প্রদায় কখনোই সফল হবে না।” [১]

• ইবন হাযম বলেন — “এ বিষয়ে কোনো ইখতিলাফ নেই যে - একজন নারীকে খলিফাহ বা শাসক হিসেবে নিযুক্ত করা জায়িয নয়।” [২]

• ইমাম আল মাওয়ারদী বলেন — “একজন নারীর জন্য জায়িয নয় শাসকের ভূমিকা পালন করা।” [৩]

• ইমাম আশ-শাওকানী বলেন — “এই হাদিস নির্দেশ করে যে, নারীরা শাসনক্ষমতার উপযুক্ত নন এবং জনগণের জন্যও জায়িয নয় তাদেরকে শাসক হিসেবে নিযুক্ত করা।” [৪]

• শাইখ ইবন বায বলেন — “কোনো নারীকে রাষ্ট্রপ্রধান হিসেবে নিযুক্ত করা অথবা নির্বাচন করা জায়িয নয়। এ বিষয়টি কুরআন, সুন্নাহ এবং আলিমদের ইজমা দ্বারা প্রমাণিত।” [৫]

[১] সহিহ বুখারী, হা/৭০৯৯
[২] আল ফাসল ফিল মিলাল ওয়ান নিহাল, ৪/১২৯
[৩] আহকামুস সুলতানিয়্যাহ, পৃষ্ঠা ৪৬
[৪] নায়লুল আওতার, ৮/৩০৫
[৫] মাজাল্লাতুল মুজতামা, ৮৯০

©️ Abdur Rafi Joy

Deen - দ্বীন

19 Nov, 08:39


হে আল্লাহ, আমাদের সকল ভাই ও বোনদেরকে তাড়াতাড়ি একজন সত্যিকার দ্বীনদার, মুত্তাকী জীবনসঙ্গী দান করো!

জীবনের অর্ধেক সুখ নিহিত দ্বীনদার, মুত্তাকী, যুহুদ এবং অল্পচাহিদাসম্পন্ন জীবনসঙ্গিনী পাওয়ার মধ্যে।

Deen - দ্বীন

18 Nov, 14:10


ইমাম মহীউদ্দীন নববী (রাহিমাহুল্লাহ) বলেন —

“যদি পুরুষ বিয়ের জন্য পাত্রী দেখতে যান এবং দেখার পর তাকে পছন্দ না হয় তবে তাকে চুপ থাকতে হবে। তার জন্য এটি বলা জায়েজ নয় যে, 'আমার তাকে পছন্দ হয়নি', কারণ এটি ঐ নারীর জন্য অপমানজনক।”

[রাওযাতুত তালেবীন, ৭/২১]

Deen - দ্বীন

17 Nov, 16:21


Brother Won His Life & Still Winning 🫶

Deen - দ্বীন

17 Nov, 06:05


নারীশিক্ষা নিয়ে শরীয়তের অবস্থান :

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবক্ষেত্রে, সব কাজে মানুষ শুধু একটি উসুলকেই সামনে রাখবে, একটি বস্তুকেই অনুসরণ করবে, সেটা হলো, শরীয়ত। আরও সহজ ভাষায় বললে, কুরআন-সুন্নাহের বিধান।

মানুষ শরীয়তের বিধানের মুকাল্লাফ হওয়ার পর থেকে কোনো কাজই শরীয়তের বাইরে করতে পারবে না। শরীয়তের বাইরে কিছু চিন্তা করারও অনুমতি তার নেই। এমনকি হাসি-ঠাট্টারও শরয়ী সীমা রয়েছে।

এই মূলনীতির আলোকে নারী শিক্ষা নিয়ে আমাদের বক্তব্য হলো, শরীয়তের বিধান ঠিক রেখে কেউ যদি জেনারেল লাইনে সর্বোচ্চ ডিগ্রিও অর্জন করে, তাতে কোনো আপত্তি নেই। এখন দেখতে হবে, এসব ক্ষেত্রে শরীয়তের বিধান কী কী? মৌলিকভাবে কয়েকটি বিষয়ই সামনে আসে: পর্দার বিধান ঠিক রাখা, শরীয়তের বিপরীত কোনো কিছু না শেখা। সুতরাং কোথাও যদি এমন কোনো প্রতিষ্ঠান থাকে, যেখানে পর্দার বিধান ঠিক থাকে, শরীয়তের খেলাফ কিছুই করা হয় না, তাহলে সেসব প্রতিষ্টানে নারীদের উচ্চশিক্ষাকে শরীয়ত সমর্থন করে। তবে, প্রথমত মাথায় রাখতে হবে, ফরজ পরিমাণ শিক্ষাটা তিনি পাচ্ছেন কি না?

ফরজ পরিমাণ শিক্ষা কী?

মানুষ যখন যে কাজ করবে, সেই কাজে শরীয়তের বিধান কী, সেটা জানা তার জন্য ফরজ। পাশাপাশি নারীদের জন্য সংসার-পরিচালনা বিষয়ক কিতাবী-বাস্তবিক জ্ঞান অর্জন করাও ফরজ। এখন দেখার বিষয় হলো, আমাদের নারীরা কি ফরজ পরিমাণ ইলম শিখেছেন? আমাদের যেসব বোন উচ্চশিক্ষা অর্জন করছেন, তারা কি নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য আবশ্যকীয় পরিমাণ ইলম শিখেছেন? আবশ্যকীয় পরিমাণ মাসআলা তারা শিখেছেন? এগুলো তো তাদের জন্য ফরজ ছিল। এখন যেসব ভাই তাবিয়ী ও তাবে-তাবিয়ীদের যুগে নারীদের উচ্চশিক্ষার হাওয়ালা দিচ্ছেন, তখনো তো কুরআন-হাদীসই ছিল মূল শিক্ষা। এখন কি কুরআন-হাদীসকে মূল শিক্ষা হিসেবে দেখা হচ্ছে? উচ্চশিক্ষায় শিক্ষিত কত পার্সেন্ট নারী ফরজ পরিমাণ ইলম অর্জন করেছেন? এই হিসাবটা আমাদের সামনে রাখা দরকার।

উচ্চশিক্ষা কি ফরজ আইন?

না, জেনারেল লাইনে উচ্চশিক্ষা অর্জন করা ফরজে আইন নয়, বরং ক্ষেত্রবিশেষ ডাক্তার হওয়া, শিক্ষিকা হওয়া ইত্যাদি কিছু পেশা নারীদের জন্যও ফরজে কেফায়া। কারণ আমাদের মা-বোনদের চিকিৎসা, শিক্ষা ইত্যাদি কিছু কাজের জন্য সেসব সেক্টরে নারীদের প্রয়োজন অবশ্যই রয়েছে। তবে এখনকার সময়ে ফরজে কেফায়া পরিমাণ পূর্ণ হয়ে গিয়েছে কি না এটাও আমাদের হিসাব করতে হবে। প্রত্যেক পরিবার থেকে একজন করে ডাক্তার হওয়া ফরজে কেফায়া নয়; বরং একটি এলাকার জন্য পর্যাপ্ত পরিমাণ নারী চিকিৎসক থাকা আবশ্যক। প্রত্যেক পরিবার থেকে একজন শিক্ষিকা হওয়া আবশ্যক না; বরং একটি এলাকার জন্য পর্যাপ্ত পরিমাণ থাকাই আবশ্যক।

এ ছাড়া নারীদের জন্য অন্যান্য পেশা যেমন পাইলট হওয়া, ম্যানেজার হওয়া, ব্যাংকার হওয়া ইত্যাদি যেসব পেশা নারীদের সাথে সংশ্লিষ্ট নয়, সেসব শিক্ষা অর্জন করা, সেসব পেশা গ্রহণ করা আবশ্যক তো দূরের কথা, মুস্তাহাবও নয়।

আমাদের মূল বক্তব্য :

শুরুর কথাটি শেষেও উল্লেখ করছি, আমাদের কাছে শরীয়তই অগ্রগণ্য। শরীয়তের সাথে আমরা অন্য কিছুকে তুলনা করতে চাই না, শরীয়তকে বাদ দিয়ে পুরো দুনিয়াও আমরা পায়ে মাড়াতে চাই না।

আর এ যুগের স্কুল, কলেজ-ভার্সিটির ভেতরগত দৈনদশা দেখে নারীদের তো পরের কথা, আমাদের ভাইদের সেখানে পড়া নিয়েও আমরা শঙ্কিত। তাদের দ্বীন-ঈমান নিয়ে আমরা আতঙ্কিত। সেখানে বোনদের নিয়ে শঙ্কা তো আরও বহুগুণে বেশি।

আমাদের ভাই-বোনেরা দ্বীন-ঈমানকে বিকিয়ে দিয়ে উচ্চশিক্ষা অর্জন করার চেয়ে ফরজ পরিমাণ ইলম শিখে দ্বীন-ঈমান ঠিক রাখাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এতে যদি স্কুল-কলেজের বারান্দাতেও না যেতে হয়, তাতেও আমরা রাজি আছি।

আমরা চাই না আমাদের বোনেরা দুনিয়া কামানোর জন্য উচ্চশিক্ষা অর্জন করুক। আমরা তাদেরকে দুনিয়ার এই কঠিন ময়দানে নামাতে চাই না। তারা আমাদের কাছে প্রস্ফুটিত ফুলের মতো। তারা আমাদের ঘরে রানীর মতো থাকুক, পুরুষের সাথে গা মিলিয়ে, নিজের সতীত্ব, পর্দা, স্বকীয়তা সব কিছু বিলীন করে তারাও আয়-রােজগার করুক, এটা আমরা কখনোই চাই না। এই দায়িত্ব পুরুষদের। আমরা এটা সিদ্ধান্ত নিইনি যে, স্বামীর অবর্তমানে সে কী করে খাবে! তাই তাকে সার্টিফিকেট অর্জন করতে হবে। বরং প্রয়োজনের মুহূর্তে সে যেন প্রয়োজন পরিমাণ আয় করতে পারে, এর জন্য প্রয়োজনীয় হস্তশিল্প, কুটিরশিল্প, বা যেই কাজ তার স্বকীয়তা, তার পর্দাকে ঠিক রাখে, এমন কাজ শেখার ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করি। যেন স্বামীর বর্তমানেও সে প্রয়োজনে স্বামীকে আয়-রোজগারে সাহায্য করতে পারে।

শেষ কথা :

আমরা শরীয়তের বিপরীত কোনো কথা তো দূরের কথা, কোনো শব্দও শুনতে ও মানতে রাজি নই। কলেজ-ভার্সিটি কেন, শরীয়তের খেলাফ কাজ যদি কোনো দ্বীনী প্রতিষ্ঠানেও হয়, তাহলে সেখানেও আমাদের ভাই-বোনদের পড়া জায়েয নয়।

© উস্তাদ তানজীল আরেফীন আদনান (হাফি.)

Deen - দ্বীন

16 Nov, 02:38


শাহম্যাগী বাঙ্গু Now A Days :

নারী স্বামীর কাছেও নিরাপদ না, সন্তানের কাছেও না! 😭

নারী নিরাপদ বয়ফ্রেন্ড, বেস্টফ্রেন্ড, জাস্টফ্রেন্ড, চিনিবাবার কাছে!

Deen - দ্বীন

15 Nov, 15:22


Reminder!

Deen - দ্বীন

15 Nov, 12:31


বিষয়টা যদি সত্যি হয়ে থাকে তাহলে নিজেদের জন্য বড় আফসোস! ছেলেটাকে কত গালি, অপবাদ ও অভিশাপ দিয়েছে লাখ লাখ মানুষ!!

হয়তো কখনো তার কাছে ক্ষমা চাওয়ার সৌভাগ্য হবে না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এগুলোর ভার বহন করা অনেক কঠিন!

এই মিডিয়া ও ঘটনার পিছনের মূল কাহিনি না জেনেই প্রচার ও বিশ্বাস করা যে ভুল সেটা বার বারই প্রমাণিত! তার উপর ছেলেটা মাদ্রাসায় পড়ে, এমন সুযোগ কি আর মিস করা যায়?

এজন্যই আমি অনেক সময় মনে করি চুপ থাকা হলো এই দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে একটা, এই একটা আমল বহু পাপের রাস্তা বন্ধ করে দেয়।

আল্লহুম্মাগফিরলানা!

Deen - দ্বীন

15 Nov, 08:42


জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সল্লল্ল-হু আ'লাইহি ওয়া সাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্ল-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের ম!জলুম, মুজ!হিদ, কার!বন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন। আল্লাহ তা'আলা সকল জ!লিম, মুন!ফিক, ত!গুত ও কুফফ!রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

Deen - দ্বীন

14 Nov, 14:27


ইসলাম বিবাহ সহজ করছে, কিন্তু বর্তমান সমাজ বিবাহ কঠিন করে রাখছে!

সহজ সুন্নাতি বিবাহ দেখার জন্য আজকে ৫ ঘন্টা সফর করেছিলাম। আলহামদুলিল্লাহ তা দেখার সুযোগ ও হইছে।

ভাইয়ের পক্ষ থেকে দেনমোহর ছিলো নগদ ১০ হাজার টাকা। মিষ্টি ৫ কেজি, খেজুর ১ কেজি, এটাই তার বিবাহের খরচ। আর মেয়ের বাবার খরচ বলতে আমরা তিন জন গিয়েছিলাম আমাদেরকে এক বেলা আপ্যায়ন।

ব্যাস বিবাহ শেষ, বারাকাল্লাহ!

— ম. আতিক

Deen - দ্বীন

14 Nov, 09:08


তাই নাকি! প্রতিবেশীর ঘরে আগুন দিলে সে আগুনের দাবানল তোমার মানচিত্রও বদলে দিবে ইনশাআল্লাহ!

ভিডিওটি প্রমাণ করে এ অঞ্চলে নানামুখী অস্থিরতার পিছনে একটা অদৃশ্য হাত কার্যকর রয়েছে।

© শাইখুনা হারুন ইযহার (হাফি.)

Deen - দ্বীন

14 Nov, 03:21


একদম জায়গা মত দিছে 💣🧴

Deen - দ্বীন

13 Nov, 14:58


আমার একটা ফতওয়া জানা বেশ জরুরি, আমরা যে ভোকাল নাশিদগুলো ব্যবহার করি কোন কথা থাকে না যাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করি।

এগুলো ব্যবহার জায়েজ কি? আমি Vocal Remover এ টেস্ট করে অনেকগুলো থেকে Music Remove হয় এরকম পাইছি যদিও সেটা হয়তো Music না, হতে পারে দপ বা এজাতীয় কিছু কারণ এগুলো যাস্ট Vocal কোন কথা থাকে না! এক্ষেত্রে এগুলো ব্যবহার করা যাবে কি না?

অনেক আলেমকেও এগুলো ব্যবহার করতে দেখছি বড় বড় পেজেও ব্যবহার হয়!

কেও জানলে @DeenIslam_Bot এ জানাবেন দয়া করে, শুকরিয়া!

Deen - দ্বীন

13 Nov, 09:05


একজন আল্লাহর ওলী'কে চিনি। যিনি তার কন্যাদেরকে কোন প্রতিষ্ঠানে পড়ান না। খাস পর্দায় রাখেন এবং তিনি নিজে বাসায় তাদের আরবি, বাংলা, ইংরেজি, গণিত, এবং বিজ্ঞান শিক্ষা দেন। তাকে একবার বলেছিলাম, “দুনিয়ায় অনেক মেয়ে ডাক্তার প্রয়োজন। আপনার কন্যাদেরকে ডাক্তার বানান। যাতে ভবিষ্যতে নারী রোগীদের জন্য সুবিধা হয়।”

জবাবে তিনি খুব দামী একটা উত্তর দিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, “ভাইয়া আপনি ১৫-২০ বছর পরে দেশে হাজার হাজার মেয়ে ডাক্তার দেখতে পাবেন কিন্তু ঐ সময়ে খুব করে খুজেও দু'একজন ধার্মিক, পূর্ণ পর্দানশীন মেয়ে খুঁজে পাওয়া বেশ কষ্টকর হবে।” তাই আমি এমন হিরে তৈরির প্রচেষ্টা চালাচ্ছি, যা ১৫-২০ বছর পরে খুব দুষ্প্রাপ্য হবে।

— সংগৃহীত

Deen - দ্বীন

13 Nov, 03:16


নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন —

“ঐ সত্তার কসম! যার হাতে আমার প্রাণ, মানুষের নিকট এমন এক সময় আসবে, যখন হত্যাকারী জানবে না যে, কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে, কি অপরাধে সে নিহত হয়েছে।”

[সহীহ মুসলিম, ৭০৩৯]

Deen - দ্বীন

12 Nov, 16:39


যে সমাজে প্রতিনিয়তই ছেলের হাতে বাবা, গর্ভধারিণী মা, ভাইয়ের হাতে ভাই কিংবা প্রতিবেশীর হাতে নিহত হচ্ছে প্রতিবেশী! যে সমাজে প্রতিটি খিয়ানাতকারী পরম আমানতদারীতার পরিচয় নিয়ে ঘুরছে!

যেখানে নারীর গায়ে আজ পুরুষের পোষাক, যেন কারিয়াতুন আ'রিয়াহ! যেখানে ছোটলোকের দল মত্ত অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায়! যেখানে সুদ হয়েছে ফরজ! যিনা হয়েছে সহজ! ব্যাভিচার হয়েছে কালচার আর হালাল হয়েছে হারাম! জাতীয় নেতা হয়েছে লো'কা ইবনে লো'কা!

সেই সমাজে আজও চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিতে হয় যে 'আমাদের এই শহরতলী' যেন শেষ জামানার শহরতলী!

Dhaka : The City Of Akhiruz Zaman!

— আবু ত্বহা আদনান (হাফি.)

Deen - দ্বীন

12 Nov, 12:51


সহশিক্ষার সবচেয়ে বিপদজনক দিক হল, বেগানার প্রতি আচরণ ও মনোভাবে ‘আড়’ ভেঙে যাওয়া। পুরুষের গাইরত দুর্বল হয়ে যায়, আর নারীর দুর্বল হয় ‘হায়া’-লাজুকতা।

গাইরতহীন পুরুষ আর হায়াহীন নারী ‘কায়ামাত্র’। অনেকে নতুন করে দ্বীন পালন করা শুরু করার পরও পৌরুষীয় গাইরত আর নারীত্বের ‘হায়া’ পুরোপুরি ফিরে পায় না।

— শাইখ আতিক উল্লাহ (হাফি.)

Deen - দ্বীন

11 Nov, 17:24


ফেইসবুকে অনেক গ্রুপ/পেজ আছে যেখানে যেনা, ব্য!ভিচার ও হারাম অনেক কাজগুলো নিয়ে এমনভাবে পোস্ট ও কমেন্ট করা হয় যেন বিষয়গুলো একদম স্বাভাবিক!

অনেকে এগুলোর পক্ষে সাফাই গায়, আবার অনেকে ডাইরেক্টলি ইন্ডাইরেক্টলি সাপোর্ট ও করে! আবার অনেকে যেনা করে নূন্যতম আফসোস বোধ তো নাই উল্টো হাসি-তামাশা করে!

আচ্ছা এই বিষয়গুলো কি আসলেই এত সহজ? আল্লাহর যেকোনো বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা বা কোন হারামকে হালাল ভাবাটা কি ঈমান ভঙ্গের কারণ না?

এগুলো বর্তমানে অনেক বেশি হচ্ছে, অজ্ঞতার কারণেও যদি হয় তারপরও এমন ঈমান বিধ্বংসী কাজ করতে গিয়ে কখনো ওরা ভেবে দেখে না? যেটা হারাম সেটা আমি কিভাবে হালালের মতন ট্রিট করি? যদি ঈমান হারিয়ে কবরে যায় তাহলে কি মাফ পাওয়ার কোন সুযোগ আছে?

পাপকে পাপ মনে করে, কিন্তু তারপরও পাপ করাটা এক বিষয় কিন্তু পাপকে পাপ মনে না করা, তুচ্ছ করে দেখা, সেটার পক্ষে সাফাই গাওয়া, প্রমোট করা ইত্যাদি এগুলো ঈমান বিধ্বংসী বিষয়! যার পরিণতি সোজা জাহান্নাম!

Deen - দ্বীন

11 Nov, 16:40


উমর ইবনুল খাত্তাব (রাদিআল্লাহু তা'আলা আনহু) বলেন —

“আমি সেই যুবককে দেখে কেঁপে উঠি, যার স্ত্রী নেই। যদি আমি জানতাম যে এই পৃথিবীতে মাত্র তিন দিন বেঁচে থাকব, তবে আমি বিয়ে করাকেই পছন্দ করতাম।”

[জামিউল কাবীর : ১৬/২০৪]

Deen - দ্বীন

11 Nov, 02:35


রসূলুল্লাহ্‌ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন —

“যখন কোন দায়িত্ব অযোগ্য ব্যক্তির উপর ন্যস্ত করা হবে, তখনই ক্বিয়ামাতের অপেক্ষা করবে।”

[সহিহ বুখারী, হাদিস নং ৬৪৯৬]

Deen - দ্বীন

10 Nov, 14:10


Calm Your Heart & Rest Your Mind, It's Just A Duniya!

Deen - দ্বীন

10 Nov, 01:16


একটা নিষ্পাপ বাচ্চা, হাসিমাখা মুখে, দূরে কোথায় তাকিয়ে আছে, ক্যাপশনে লেখা নিখোঁজ — এরকম পোস্ট ঘুরছিল না নিউজফিডে গত কয়েকদিন ধরে?

বাচ্চাটার নামটা হয়তো খেয়াল করেন নি, আমি করিও নি। মেয়টার নাম ছিল মুনতাহা।

মুনতাহা মেয়েটা মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মেরে মাটিচাপা দিয়ে রেখেছিল ঘাতক। মেরেছে পাশের ঘরের চাচী-ই।

এটাই জীবন। চোখের সামনে ফুলসদৃশ নাম না জানা মেয়েটার নিখোজ বিজ্ঞপ্তিতে ছেয়ে গেল শহর। এক ফাইন মর্নিংয়ে ঘুম থেকে উঠে ফেসবুকে ডুকে দেখলেন মেয়েটাকে মেরে বাড়ির পাশেই পুতে রাখা হয়েছিল এবং মেয়েটার নাম ছিল মুনতাহা।

© Hammad Osama

Deen - দ্বীন

09 Nov, 12:33


তারা (ইসকন) যদি ভেবে থাকে দিল্লি তাদেরকে সাহায্য করবে, দিল্লি অনেক শক্তিশালী! তাহলে শুনে রাখুন, দিল্লির থেকেও বড় শক্তি আছে মুসলমানদের।

তাদেরকে (ইসকন) টান দিলে যদি দিল্লি আসে, তাহলে আমাদেরকে টান দিলে ওই বড় শক্তি চলে আসবে। আপনারা চিনতে পেরেছেন তো তাদেরকে?

তারা সারাবিশ্বে ছড়িয়ে আছে। তারা খোরাসানে আছে। সারাবিশ্বের মুসলিম এক হয়ে আছে!

— শাইখুনা হারুন ইযহার (হাফি.)

Deen - দ্বীন

09 Nov, 05:59


ভার্সিটি পড়ুয়া দুই ধরনের মেয়ে আছে —

১. এরা অনার্স মাস্টার্স করে সার্টিফিকেট আনে। মাথায় কিছু নাই। শুধু বয়সটা বাড়ায় ভার্সিটিতে গিয়ে। তাদেরকে বেদ্বীন ছেলেরাও তেমন একটা দাম দেয়না বয়স বাড়তি হওয়ার কারণে। প্লাস, তাদের কোন ক্যারিয়ার নাই। ক্যারিয়ারিস্টিক মানুষজন এমন মেয়ে এড়িয়ে যায়। মোটামুটি দ্বীন মানে এমন ছেলেরাও বয়স বেশির কারণে এড়িয়ে যায়।

২. এই টাইপ মেয়েরা অনার্স মাস্টার্স করে চাকরি বাকরি করে, অল্প সংখ্যক বিদেশ যায়। তাদের বিয়ের ক্ষেত্রে যেটা সমস্যা হয় নিজের যোগ্যতার কাউকে পাওয়া। এছাড়া তাদেরকে বেদ্বীন মানুষেরা বিয়ে করতে আগ্রহীই থাকে।

দ্বীন মানে এমন ছেলেদের একটা অংশ এই উভয় শ্রেণীকেই এড়িয়ে যায়। কারণ তারা ভার্সিটির পরিবেশ সম্পর্কে জানে, বয়স কম চায়। কেউ কেউ উপরে বলা দুই নাম্বার ক্যাটাগরির মেয়েদের মাঝে যারা চাকরি করতে চায়না, ভার্সিটিতেও কষ্ট করে পর্দা করে তাদেরকে বিয়ে করে।

উভয় ক্ষেত্রে বিপদে পড়ে প্রথম শ্রেণির মেয়েরা। এদের সময় উপযোগী জ্ঞান নাই, বুদ্ধি নাই, বয়স বাড়িয়েছে এক টুকরো কাগজের আশায়। এই শ্রেণির মেয়েরা বাংলাদেশে সবচেয়ে বেশি।

সবাই যেটা দিনশেষে আফসোস করে, বয়স নিয়ে। বয়স কম থাকতে তাদের যে আবেগ, নমনীয়তা, মেয়েলি স্বভাব থাকে এটা ভার্সিটির পরিবেশ নষ্ট করে দেয় অনেকটুকু।

কিছু কমেন্ট দেখলাম ভার্সিটিতে পড়তে যোগ্যতার আলাপ নিয়ে। ভার্সিটি কোন আহামরি জায়গা না যে এখানে পড়ুয়া মানুষের জ্ঞান বেশি থাকে। এটা নিয়ে অহংকার খুবই লোয়ার ক্লাসের চিন্তা।

— Rafael Hasan

Deen - দ্বীন

08 Nov, 14:51


উম্মুল মুমিনিন মহীয়সী খাদিজা (রাদিআল্লাহু তা'আলা আনহা) মূলত একজন বিনিয়োগকারী ছিলেন।

পুরুষ ব্যবসায়ীদের মাধ্যমে তিনি ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা লাভ করতেন।

[সিরাতু ইবনি হিশাম, খন্ড : ১; পৃষ্ঠা : ১০০]

Deen - দ্বীন

08 Nov, 03:57


জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সল্লল্ল-হু আ'লাইহি ওয়া সাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্ল-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের ম!জলুম, মুজ!হিদ, কার!বন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন। আল্লাহ তা'আলা সকল জ!লিম, মুন!ফিক, ত!গুত ও কুফফ!রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

Deen - দ্বীন

08 Nov, 00:47


আজ ৪ টা দিন পার হয়েছে, তাকে পাওয়া যায়নি!
আপনার সন্তান? বোন? মেয়ে? ভাগ্নি পরিবারের কেউ সে হলে এরিয়ে যেতে পারতেন? মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিগিগ ছুটে বেড়াচ্ছে। উল্লেখ্য আজ প্রায় ৭ দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ । ধারণা করা হচ্ছে মুনতাহাকে বাড়ির পাশ থেকে কেউ নিয়ে গিয়েছে।
মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। আপনারা মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে।

যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮

Deen - দ্বীন

07 Nov, 18:15


সাধারণ বোনদের জন্য সমসাময়িক ইসলামী বইয়ের লিস্টঃ

ফিক্বহ ও জীবনবিধান —

• মু্হাস্বনাত
• আহকামুন নিসা
• তোহফাতুল মুসলিমাহ

মোটিভেশন ও পরিশুদ্ধি —

• ফেরা
• এবার ভিন্ন কিছু হোক
• বেলা ফুরাবার আগে
• সালিহাত
• ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী
• আকাশের ওপারে আকাশ
• মুক্ত বাতাসের খোঁজে
• আত্মপরিচয়ের সংকট
• ইউনিভার্সিটির ক্যান্টিনে
• ফিরে এসো নীড়ে
• ইসলামে নারীর ইলমী অবদান
• হিজাব আমার পরিচয়
• এখন যৌবন যার
• মানসাঙ্ক
• নারী ও হিজাব (কালান্তর প্রকাশনী)
• ইলাল উখতিলনারী ও হিজাব (কালান্তর প্রকাশনী) এর মুসলিমাহ
• নারীবাদের আর্তনাদ
• হে বোন তোমাকে বলছি
• হে বোন জান্নাত তোমার প্রতিক্ষায়

জীবনী —

• উম্মাহাতুল মুমিনীন সিরিজ (দ্বীন পাবলিকেশন)
• নারী সাহাবীদের ঈমানদিপ্ত জীবন
• সীরাতে আয়েশা (সুলাইমান নদভী রহিমাহুল্লাহ)
• নারী সাহাবীদের জীবনকথা
• গল্পে আঁকা মহীয়সী খাদিজা
• জীবন যদি হতো নারী সাহাবীর মত

বিয়ে ও দাম্পত্য —

• বিবাহপাঠ
• কুররাতু আইন ১, ২
• অন্দরমহল
• প্রেমময় দাম্পত্য জীবন
• আমানি বার্থ
• বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক বাস্তবিক প্রস্তুতি
• দাম্পত্য জীবনের আলোকিত পথ
• মাতৃত্ব (গার্ডিয়ান থেকে প্রকাশিত)
• সংসার ভাবনা
• বিয়ে (আকরাম হুসাইন)
• বিয়ে, তালাক ও সচ্চরিত্রের রূপরেখা
• মিয়া-বিবি

প্যারেন্টিং —

• সন্তান গড়ার সোনালী পাথেয়
• ভাল বাবা মার দুষ্ট বাচ্চা
• প্যারেন্টিং (আমির জামান, নাজমা জামান)
• শিশুমনে ঈমানের পরিচর্চা
• নববী তরবিয়ত
• সমকালিনের প্যারিন্টিং সিরিজ
• স্বপ্নের সন্তান

গল্প ও উপন্যাস —

• আঁধার রাতের বন্দিনী
এছাড়া মুহতারাম আতিকুল্লাহ সাহেব সহ আরো যারা আছেন উনাদের বইগুলো পড়া যেতে পারে।

চিন্তা ও মতবাদ —

• ডাবল স্ট্যান্ডার্ড ২, ৩
• আধুনিক প্রাচ্যবাদের কবলে মুসলিম - নারী সমাজ
• বিহাইন্ড ফেমিনিজম
• সিয়ানের নারীবাদ সিরিজ
• বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ ও নারীবাদ
• নারী স্বাধীনতার স্বরূপ
• সংশয়বাদী
• অভিশপ্ত রংধনু
• সারেন্ডার্ড ওয়াইফ

ম্যাগাজিন —

• ত্রৈমাসিক নারী (আল কাউসার)

বুদ্ধিবৃত্তিক সম্পূরক বই —

• অবাধ্যতার ইতিহাস
• হিউম্যান বিয়িং
• চিন্তাপরাধ
• প্রোপাগাণ্ডা
• জাহিলিয়াতের ইতিবৃত্ত

[এটা বোনদের জন্য বিশেষ একটা লিস্ট। এর বাইরে আকিদা, তাফসির, ইতিহাস, সীরাত ইত্যাদি বিষয়ে ভাই বোন সকলের জন্য একই ধরণের সাজেশন প্রযোজ্য]

দ্রষ্টব্যঃ ব্যক্তিগতভাবে লিস্টটি প্রস্তুতকৃত এবং সংযোজন ও বিয়োজন যোগ্য @DeenIslam_Bot

— ইফতেখার সিফাত (হাফি.)
সংযোজন By Deen - দ্বীন

Deen - দ্বীন

07 Nov, 08:50


আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত করেন তাঁর নূরের দিকে

Deen - দ্বীন

06 Nov, 15:00


একটা সত্য কথা বলি! জানি না কথাটা কয়টা মিম্বার, মাইক্রফোন বা সেমিনার থেকে উঠে আসবে! আগেই স্বীকার করছি এই অধম বান্দার নিজেরই সেই সুযোগ, সামর্থ্য বা যোগ্যতা কোনটাই নেই! তবে চিন্তা, আকিদা ও দুরদর্শিতার জায়গাটা স্পষ্ট আছে আলহামদুলিল্লাহ! কথাটা হলো —

বাংলাদেশে আমাদের মতো তরুণদের, তাওহীদপন্থী জনতার, তুল্লাবদের, আমিরদের এমনকি প্রত্যেক প্র‍্যাক্টিসিং মুসলিমদেরই বাধ্যতামূলক 'ইদাদের' অর্থাৎ প্যারা-মিলিটারি সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবী!

আমি জানি না এ ভাষা কজন আল্লাহর বান্দার ক্বলবে তা'সির করবে। তবে এটা আমার ব্যক্তিগত মত, হারানো সুন্নাত, সালাফদের আদর্শ ও আগামীর প্রতিবাদ এ বিজয়ের অন্যতম মৌলিক হাতিয়ার!

© Abu Taw Haa Muhammad Adnan

Deen - দ্বীন

06 Nov, 00:47


নেকাব খুলতে বলায় এয়ারপোর্ট থেকেই ফিরে গেলেন এক মুসলিম নারী!

এই মুসলিম নারী তিউনিসিয়া থেকে বেলজিয়ামে এসে এয়ারপোর্ট থেকে ফেরত গিয়েছেন। কারন এয়ারপোর্টে তাঁকে নেকাব খুলার জন্যে বলা হয়, আর এই পর্দাশীল নারী নেকাব খুলতে অস্বী'কৃতি জানান। শুধু তাই নয়, ব্রাসেলস এয়ারপোর্ট কতৃপক্ষ এই নারীকে আলাদা কোন রুমে নিয়ে নারী কর্মকর্তা দিয়ে চেক করতে অস্বী'কৃতি জানান।

পর্দাশীল এই নারীও জনস'ম্মুখে এবং কোন পুরুষের সামনে নেকাব খুলতে ইচ্ছুক নন, তাই উনি বেলজিয়ামে প্রবেশ না করে ব্রাসেলস এয়ারপোর্ট থেকেই আবার তিউনিসিয়ায় ফিরে যান। সংখ্যাগ'রিষ্ট খৃস্টান দেশের একজন সংখ্যাল'ঘু মুসলিম নারী হওয়ার পরও পর্দার প্রতি তাঁর সম্মান ও ধর্মভীরুতায় সত্যি মুগ্ধ। আল্লাহ তা'আলা আমাদের মা বোনদেরকে সঠিক পর্দায় রাখা এবং পর্দা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।

সুত্র : আল জাজিরা

Deen - দ্বীন

05 Nov, 10:04


এই ভূখণ্ডের ইসলাম এবং মুসলমানের জন্য সবচেয়ে বড় হুমকি‌ হলো সে-ক্যুল!রিজ-ম, শ!হব!গীজম‌, ন!রীব!দ‌ আর উগ্র হি-ন্দু-ত্বব!দ!

এদের বিরুদ্ধে পুরা উম্মাহকে সতর্ক করার জন্য বিশাল জনসমুদ্র করা বেশি জরুরি ছিল!

আমরা যদি শ-ত্রু চিহ্নিত না করতে পেরে নিজেদের মধ্যে কোন্দলে‌ লেগে‌ থাকি তবে এই সুযোগ সবচেয়ে বেশি নিবে‌ শ-ত্রুরাই‌। আল্লাহ আমাদের সবাইকে সুবুদ্ধি দান করুন।

© Md Moniruzzaman

Deen - দ্বীন

05 Nov, 03:27


আপনার পেশা যদি যেকোন হালাল পেশা হয়, তাতে আপনি সম্মানিত বোধ করতে পারেন। আর যদি পেশার পাশাপাশি ভালো সামাজিক অবস্থানও থাকে, তবে আপনার উচিত আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, বিনয়ী থাকা। কিন্তু এতে অহংকারী হবার কোনো যুক্তি নেই।

যদি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উচ্চপদে থেকে নিজেকে বিশেষ কিছু ভাবেন এবং অন্য পেশাজীবী বা কম শিক্ষিত মানুষকে হেয় করেন, তবে আপনার সেই শিক্ষিত পরিচয়ের গর্ব অহংকারে পরিণত হচ্ছে। অহংকারী ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া থেকে বিনয়ী সবজিবিক্রেতা হওয়া অনেক উত্তম। এতে অন্তর জান্নাত হারানোর ভয় থাকে না, আল্লাহ'র দ্বারা লাঞ্চিত হবার সুযোগ থাকে না৷

যদি আপনার মধ্যে অহংকার থাকে, তবে আপনি দ্বীনদার নন—যত বড়ই সেলেব্রিটি হন না কেন। আপনার পোস্টে যত বেশিই লাইক কমেন্ট শেয়ার পড়ুক না কেন৷

© Shah Mohammad Tonmoy

Deen - দ্বীন

05 Nov, 01:33


বরাবরের মতো এবারও খ্রিষ্টানদের হ্যালোইন উৎসবে মেতেছে সৌদিয়ানরা!

Deen - দ্বীন

04 Nov, 06:07


একমাত্র আল্লাহর করুণা

Deen - দ্বীন

04 Nov, 03:06


আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদিআল্লাহু তা'আলা আনহু) তাঁর দাসদের একজন একজন করে ডাকতেন এবং বলতেন —

‎ أَلا أَزْوُجُكَ مَا مِنْ عَبْدٍ يَزْنِي إِلَّا نَزَعَ الله مِنْهُ نُورَ الْإِيمَانِ ‎

“তোমাকে কি বিয়ে করিয়ে দিব? কোনো বান্দা যখন যিনায় লিপ্ত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তার থেকে ঈমানের নূর ছিনিয়ে নেন।”

[ইমাম ইবন হাজার, ফাতহুল বারী, ১২/৫৯]

Deen - দ্বীন

03 Nov, 12:48


পর্ন দেখতে তিনটি জিনিস লাগে —

• চিন্তা
• ডিভাইস
• জায়গা

এই তিনটির মধ্যে যেকোনো একটা সরিয়ে নিন, আপনি পর্ন দেখতে পারবেন না!

বই : ঘুরে দাঁড়াও

Deen - দ্বীন

03 Nov, 08:15


অল্প কথায় অসাধারণ জবাব দিয়েছেন ভাইটি!

Deen - দ্বীন

03 Nov, 01:02


কী আজীব! এই পাগড়ি আমি মক্কায় পড়েছি, মদীনাতেও পড়েছি। অথচ এই পাগড়ির কারণে আজ মদীনায় পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। এটা নাকি ফিলি!স্তিনি!দের নিদর্শন হিসাবে 'মামনু' - নিষিদ্ধ!

সম্ভবত দুপুর থেকে একজন সিআইডি আমাকে ফলো করেছে। বা'দ আসরের পর আমার তাফসীরের দারস সে রেকোর্ড করেছে। মাগরিবের সালাতের পর যখন রিয়াযুল জান্নায় যিয়ারার জন্য বের হই, সি'আই*ডি আমাকে আটকে দেয়। সে পুলিশ কল করে। মিনিট তিনিকের মধ্যে কয়েকজন পুলিশ এসে হাজির।

পুলিশ ভিসা দেখার নাম করে আমার মোবাইল নিয়ে নেয়। ওদের সাথে পুলিশ স্টেশনে যাই। আমাকে বসিয়ে রাখে। প্রথমে ওয়াশরুমেও যেতে দেয় না। আমাকে জিজ্ঞেস করে ফিলি!স্তিনে কোথায় থাকি? আমি বারবার বলি, বাংলাদেশ থেকে এসেছি, সেখানেই থাকি। ভিসা যেন ওরা কোই কোই পাঠাল। অবশেষে নিশ্চিত হল যে, আমি বাংলাদেশী, সেখানেই থাকি।

আমাকে যখন ওয়াশরুমেও যেতে দিল না, তখন আমি তিলাওয়াত শুরু করি। তার আগে দুআ পড়ছিলাম। আমার কী হবে, তা নিয়ে ভাবছিলাম না। শুধু একটাই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, আমাকে যদি ওরা এ দেশে নিষিদ্ধ করে দেয়! তবে নবিজির (ﷺ) রওজায় আর আসা হবে না! কাবায় আল্লাহর সামনে আর হাজরা দেওয়া হবে না। তিলাওয়াত করতে করতে আমি ঘুমিয়ে পড়ি।

অবশেষে একটা নোট লেখেন একজন পুলিশ অফিসার। সেই নোট দিয়ে একজন উর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রেরণ করেন আমাকে। সেই কর্মকর্তা কাউন্সেলিং করে আমাকে হাসিমুখে বিদায় জানান। আমি শুধু এতটুকু নিশ্চিত হই, হারামাইনে আসতে আমার জন্য কোনো নিষেধাজ্ঞা থাকছে না! আলহামদুলিল্লাহ।

— হাফিজ আল মুনাদি

Deen - দ্বীন

02 Nov, 13:05


অপ্রয়োজনে এত এত ছবি আপলোড করার কি দরকার? বেগানা নারীরা কি আপনার ছবি দেখে আকর্ষিত নয়? সব না হয় বাদই দিলাম তবুও তো আপনি কারো চক্ষুশীতলকারী জীবন সঙ্গী আপনি তো প্রদর্শনের কোনো বস্তু নয়।

“যে জাতির পুরুষদের মাঝে গায়রত থাকে, সে জাতির নারীদের মধ্যে পবিত্রতা থাকে।”

[আয-যারিয়াহ ইলা মাকারিমিশ শরীয়াহ, পৃষ্ঠা : ৩৪৭]

Deen - দ্বীন

01 Nov, 17:59


রাত যতই গভীর হবে তখন একটা কাজ করার চেষ্টা করবেন —

আমাদের আশেপাশে বা ফেইসবুকে এড ছিল বা চিনেন এরকম দ্বীনি ভাই-বোনদের আইডিগুলোতে প্রবেশ করবেন। যারা এখন আর দুনিয়ায় বেঁচে নেই, আল্লাহর কাছে চলে গেছে তাঁদের লিখা পোস্টগুলো পড়বেন!

এরপর পোস্টগুলো দেখতে দেখতে নিজেকে নিয়েই হোক বা তাদের নিয়েই হোক চিন্তা করবেন, ভাবনার সাগরে চলে যাবেন, এতে অনেক বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ।

Deen - দ্বীন

01 Nov, 09:26


এক বোনের বার্তা

আমার ৫ বছরের ছেলে তার ৩ মাসের ছোট বোনের পর্দা নিয়ে এখনই কনসার্ন আলহামদুলিল্লাহ। আমাকে সে বলে আম্মু তুমি আপুকে বোরখা পড়াও না কেনো, সব আংকেলরাতো আপুকে দেখে ফেলবে। আপুর তো তাহলে গুনাহ হবে, জান্নাতে যেতে পারবেনা। আমি বললাম এখন দেখলে গুনাহ হবেনা, আরেকটু বড় হলে আপুও বোরখা পড়বে ইনশাআল্লাহ।

আমার মনে হয় ছোট থেকেই বাচ্চাদের গায়রত শেখানো উচিত, বড় হয়ে এসব শেখা অনেক কষ্টের। সব ভাইয়েরা যদি তাদের বোনের প্রতি এমন গায়রতবোধ রাখতো তাহলে কোন বোনই পর্দাহীন থাকতোনা।

— সংগৃহীত

Deen - দ্বীন

01 Nov, 02:07


জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সল্লল্ল-হু আ'লাইহি ওয়া সাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্ল-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের ম!জলুম, মুজ!হিদ, কার!বন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন। আল্লাহ তা'আলা সকল জ!লিম, মুন!ফিক, ত!গুত ও কুফফ!রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

Deen - দ্বীন

31 Oct, 13:52


ইসলামবিরে!ধী মিডিয়াতে চাকরি, সেবা, বিনিয়োগ এবং এরকম পত্রিকা ক্রয়বিক্রয় সম্পূর্ণ হ!রাম।

এটা শরঈ বিধান!

— শাইখুনা হারুন ইযহার (হাফি.)

Deen - দ্বীন

31 Oct, 12:50


“আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সল্লল্ল-হু আ'লাইহি ওয়া সাল্লাম)”

Deen - দ্বীন

31 Oct, 09:05


কিয়ামতের দিন হিসাব দেওয়ার কোন উপায় আছে কি?

Deen - দ্বীন

31 Oct, 06:02


ছাত্রলী!গের মতো এই দুই পত্রিকাকে অনতিবিলম্বে নিষি!দ্ধ ঘোষণা করতে হবে!

Deen - দ্বীন

30 Oct, 02:14


এটা কি পর্দা? পর্দার ডেফিনিশন তাহলে কী? পর্দা করে যেখানে কোনো মুসলিম নন মাহরামের সামনেই যাওয়া নিষেধ সেখানে তারা ৬ জন নারী একটা ম!ল!উনের সাথে বসে আছে। জ্বী, এই ২ টা ম!ল!উন কোন মুসলিম না! ছবি তুলে এসব প্রমোটও করছে! নূন্যতম লজ্জাবোধও কি নেই??

সহশিক্ষা আমাদের বোনদের এত সস্তা পণ্য বানিয়ে ফেলছে যে অনেক মুসলিম বোনকে ম!ল!উনরা ভোগ করে চলে যাচ্ছে! এদেরকে এতো বুঝানোর পরও তাদের কোন হুঁশ নেই, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ একজন ন!পাক ম!ল!উনের কাছে বিলিয়ে দিচ্ছে!

দ্বীনের মূল বিষয়টাই হলো তাকওয়া কোন লেবাস না। এটা মাথায় রাখবেন নয়তো জীবনে বড়ই পস্তাবেন। এরকম অনেক বোন আছে জেনারেলে সেভাবে পরিপূর্ণ পর্দা করতে পারে না দুনিয়ার সাথে যু!দ্ধ করে, পরিবারের সাথে যু!দ্ধ করে দ্বীনের উপর আছে, সকল হ!রাম থেকে দূরে আছে তারা হলো 💎, অপরদিকে এরকম কিছু লেব!সধারী আছে যাদের দেখলে মনে হবে আল্লাহর ওলী! অথচ? কখনোই এরকম লেব!সধারী কাওকে বিয়ে কইরেন না দুনিয়াই জাহান্নাম হয়ে যাবে!

Deen - দ্বীন

28 Oct, 15:23


বিয়ের প্রথম কয়েকটা মাস, একটা হ্যাপি কাপলের সোশ্যাল মিডিয়া এক্টিভিটি, আজীবন (আমরণ) দীর্ঘমেয়াদে সম্পর্ক নষ্ট হবার জন্য যথেষ্ট।

টাইমলাইন আর স্টোরিতে সুখী মুহূর্তের ছবি — জোড়া কাপ, জোড়া হাত, একসঙ্গে ঘুরে বেড়ানো কিংবা রান্নার প্রশংসা — এসবই উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। বেডরুমে একসাথে থাকা হয়, ভালবাসা জানানোর সময় যেন পাওয়া যায় না৷ টাইম লাইনে যেয়ে কিংবা আইডি ট্যাগ করে আই লাভ ইউ পোস্ট করা লাগে ইত্যাদি!

কিন্তু এসবই অনেক সময় অন্যের হিংসা ও ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। যারা নিজেরা অসুখী বা এই প্রত্যাশিত জীবনটা যারা পান নি, তারা সেই সুখী দম্পতিকে দেখে দীর্ঘশ্বাস ফেলে।

ধীরে ধীরে দাম্পত্য জীবনে 'নজর' লাগতে শুরু করে, যা আল্লাহর দেওয়া নেয়ামতগুলোও ছিনিয়ে নিতে পারে। এরপর শুরু হয় অকারণে কলহ আর ভুল বোঝাবুঝি, যা সম্পর্কের ভিত দুর্বল করে দেয়। কিছু ক্ষেত্রে আর কোনভাবেই রিকভার হয় না৷ সাংসারিক সমস্যা এমন পর্যায়ে পৌঁছায় যে তা কখনো ডিভোর্স পর্যন্ত গড়ায়। কয়েক বছরের মধ্যেই সুন্দর সম্পর্ক ভেঙে যায়।

বদ নজরের প্রভাব বাস্তব। তাকে উটকে (জীবিত) পাতিলে (রান্না মাংসে) পরিণত করারও ক্ষমতা দেওয়া হয়েছে৷

নিজেদের সুখের মুহূর্তগুলো শেয়ার করার ক্ষেত্রে সংযমী হওয়া এবং আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া জরুরী।

— শাহ্ মোহাম্মদ তন্ময়

Deen - দ্বীন

28 Oct, 03:16


জীবন শেষ!

Deen - দ্বীন

27 Oct, 16:48


শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন —

“এব্যাপারে কোনো সন্দেহ নেই যে, নারীদের মধ্যে কেউ কেউ এমনও আছে যিনি অনেক পুরুষের চাইতেও বেশি জ্ঞানী।”

[মাজমুঊ' আল-ফাতওয়া, ৬/৪৪৮]

Deen - দ্বীন

27 Oct, 05:29


https://youtu.be/Yb_wKduF2vo?si=tAJwv_A0ZpwASGy7

Deen - দ্বীন

26 Oct, 16:41


মাগো! আমার সময় হয়ত ঘনিয়ে এসেছে। আমি স্বপ্ন দেখেছি আমি তাদের ঘাঁটি লক্ষ্য করে প্রচন্ড হা-মলা চালাচ্ছি।

তাদেরকে ধরে ধরে ভেড়ার মতো জ-বাই দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখলাম, আমি শ-হীদ হয়ে যাচ্ছি!

এরপরেই আমি 'সুখময় জান্নাতে' রাসূলুল্লাহ (ﷺ) - এর সামনে দাঁড়িয়ে আছি!

নবীজি (ﷺ) আনন্দে চিৎকার করে আমার উদ্দেশ্যে বলছেন — 'মারহাবা সিনওয়ার, তোমাকে জান্নাতে স্বাগতম'!

ইনশাআল্লাহ শহিদ ইয়াহ্ইয়া সিনওয়ার (রাহিমাহুল্লাহ)-এর দেখা স্বপ্ন এটি। তাঁর লিখিত 'কাঁটা ও পুষ্প' উপন্যাস থেকে অনূদিত।

Deen - দ্বীন

26 Oct, 16:23


জি-হা-দ ছেড়েছি, গোলাম হয়েছি! বিয়ে কঠিন হয়ে অল্প বয়সে বিয়ে বন্ধ হয়েছে, সমাজে যি-না, হারাম রিলেশন বেড়েছে। একাধিক বিয়েকে পাপ বানিয়েছি, পর-কীয়া আজ ঘরে ঘরে পৌঁছে গেছে!

তিনটি অবহেলিত সুন্নাহ — জি-হা-দ, দ্রুত বিয়ে, একাধিক বিয়ে [এটা সুন্নাহ না]

একাধিক বিয়েটা আমাদের দেশে খারাপ চোখে দেখা হয়, এ ক্ষেত্রে পশ্চিমারা সফল। আমাদের দেশে একাধিক বিয়ে হয় না, তবে অহরহ পর-কীয়া হয়। আবার মেয়েদের দ্রুত বিয়ে হয় না, এখানে পশ্চিমাদের সফলতা। এখনকার মেয়েদের অল্প বয়সে স্বামী হয় না, তবে বয়ফ্রেন্ড অনেকেরই রয়।

— আদিব সালেহ (হাফি.)

Deen - দ্বীন

26 Oct, 14:40


আবার ও বলছি বিয়ে করুন। আপনি যদি দ্বীনদার হয়ে থাকেন রিজিকের টেনশন করবেন না। কোনো রকম ভাবনা চিন্তা বাদ দিয়ে জাস্ট নিজের ঈমান হেফাজত ও রিজিক বৃদ্ধির নিয়তে যেভাবে পারেন বিয়ে করুন। ওয়াল্লাহি আপনার ধারনাতেও নেই আপনার জন্য কি অপেক্ষা করতেছে।

আল্লাহ আমাকে মানুষের বদ নজর থেকে হেফাজত করুন - আমি মন থেকে পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিয়ের নিয়ত করার পরেই রিজিকের ব্যাবস্থা হয়েছে এবং বিয়ের পর রিজিক বৃদ্ধি পেয়েছে সুম্মা আলহামদুলিল্লাহ।

— সুমন আহমাদ

Deen - দ্বীন

26 Oct, 06:25


গ!যার এক ভাইয়ের সাথে কথা হলো, আশ্চর্যের বিষয় হলো আমাকে প্রথমে বাংলায় রিপ্লাই দিয়েছে যদিও অনুবাদ করে দিয়েছে।

পরে জিজ্ঞেস করলাম গ!যার বর্তমান অবস্থা কেমন?

উত্তর দিলো — “পরিস্থিতি কঠিন এবং বিপর্যয়কর আমার ভাই। খাবার নেই, পানি নেই, ওষুধ নেই”

[আমি আরবি জানি না, অনুবাদের মাধ্যমে কথা হয়েছে]

Deen - দ্বীন

26 Oct, 06:04


দুনিয়াতে এমন ভাবে থাকো যেনো, তুমি একজন মুসাফির

Deen - দ্বীন

26 Oct, 02:57


অনেক তো ল!শ ও দ্বিখ!ণ্ডিত শরীরে অংশ দেখলেন, এবার একটু ক্ষুধার জ্বালাও দেখেন।

সেখানে ক্ষুধার যন্ত্রটা কতটুকু সেটা বুঝার জন্য এতটুকুই যথেষ্ট! অথচ বাচ্চাটার চেহারার দিকে তাকান? কোন কষ্টের ক্লেশ ও নাই কত সুন্দর উজ্জ্বল হাসিমুখ!

যাই হোক, আর কিছু না হোক দু'আতে শামিল রাইখেন!

Deen - দ্বীন

25 Oct, 15:58


গেরুয়া পতাকা আরাম, কালেমার পতাকা হারাম! সুন্দর!!

# চট্টগ্রাম

Deen - দ্বীন

25 Oct, 12:26


‘জান্নাত’ না থাকলে আসলে অনেক অবিচার হতো!

কারণ, এই পৃথিবী অনেকের কাছে জাহান্নাম হয়ে গিয়েছে। আর দ্বীনের বুঝ থাকার কারণে তারা আত্মহ-ত্যা বেছে নিতে পারে না। আর জান্নাত আছে বলেই – সব মেনে সয়ে তারা অগোছালো অন্তর নিয়ে, গুছানো জীবনের অভিনয় করে পার করে দিচ্ছে!

© শাহ মুহাম্মদ তন্ময়

Deen - দ্বীন

25 Oct, 04:40


জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সল্লল্ল-হু আ'লাইহি ওয়া সাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্ল-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের ম|জলুম, মুজ|হিদ, কার|বন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন। আল্লাহ তা'আলা সকল জা'লি'ম, মুনা'ফি'ক, তা'গু'ত ও কু'ফফা'রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

Deen - দ্বীন

25 Oct, 03:06


একবার খলিফা হারুনর রশিদ ইমাম মালিককে জিজ্ঞেস করলেন,

“কেউ যদি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে বেয়াদবি করে, তবে তার বিধান কী?”

ইমাম মালিক জবাব দিলেন,

“নবী (ﷺ) কে গালি দেওয়ার পর উম্মতের আর বেঁচে থাকার কী সার্থকতা রয়েছে?”

[আশ-শিফা, কাযি ইয়ায]

Deen - দ্বীন

24 Oct, 08:33


ইমাম সুদ্দী (রাহিমাহুল্লাহ) বলেছেন —

“জান্নাতবাসীদেরকে যখন জান্নাতের দিকে প্রথম নিয়ে আসা হবে, তখন দরজায় পৌঁছে তারা একটি গাছ দেখতে পাবে। সেই গাছের গুঁড়িতে থাকবে দুটি ঝরনা।

একটি থেকে তারা পান করবে, সাথে সাথে তাদের অন্তর থেকে যাবতীয় বিদ্বেষ দূর হয়ে যাবে। এটাই হলো ‘শরাবে তহুর’ বা পবিত্র পানীয়।

আর অন্যটিতে তারা গোসল করবে। তখন তাদের শরীরে ‘নাদ্বরাতুন নাঈম’ বা সুখের লাবণ্য ফুটে উঠবে। এরপর আর কখনো তারা উসকো-খুসকো হবে না, অপরিচ্ছন্ন হবে না।”

[তাফসীরুত ত্বাবারী, ১০/১৯৯]

Deen - দ্বীন

24 Oct, 05:21


আমাদের অনেক ভাইদের মধ্যে ২ টা বিষয় খেয়াল করা যাচ্ছে, একটা হলো আলেমবিদ্বেষী মনোভাব আরেকটি হলো ত!কফিরি ফেতনা!

এই ২ টা ফেতনা ভালোই ছড়িতে যাচ্ছে, যেটা কখনোই ভালো ফলাফল বয়ে আনবে না। আর এই ফেতনা হলো নিতান্তই দ্বীনদার ধার্মিকদের ফেতনা!

আল্লাহ আমাদের এরকম ফেতনা থেকে হেফাজত করুন, আমিন।

Deen - দ্বীন

23 Oct, 17:11


ছাত্রলীগকে নি!ষিদ্ধ করা হয়েছে। দায়ী ভাইয়েরা এই সুযোগকে কাজে লাগাতে পারেন। পরিচিত কেউ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট থাকলে তাকে কোনো আলেমের সাথে তাবলীগে পাঠিয়ে দিন। একজনও যদি আপনার দাওয়াতের কারণে দ্বীনের পথে ফিরে আসে, এর চেয়ে বড় সফলতা আপনার জীবনে আর কী আছে!

শাসকের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেলে দায়ীর দরজা সবার জন্য খোলা থাকে সবসময়। দায়ী আর শাসক এক না। শাসকের দরজা যেখানে বন্ধ হয়ে যায়, দায়ীর দরজা সেখানে খুলে যায়। তাই, সবাই শাসক না হয়ে দায়ী হন।

— তানজীল আরেফীন আদনান (হাফি.)

Deen - দ্বীন

23 Oct, 14:11


আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র, ধার্মিক, চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।

বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খুঁজত। সেটা যতই বেকার ও দরিদ্র হোক৷ তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷

আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি। সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম, জ্বি-না যাই করুক। সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।

এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না। চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে ফূর্তি করি, আবাসিক হোটেলে যাই! যাই করিনা ক্যান!

ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়। তো এই সমাজে ডিভোর্স হবে না! ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে?

— WaraQah WQ

Deen - দ্বীন

23 Oct, 06:05


এক মুজ!হিদ তার স্ত্রীকে বিবাহ করার কিছুদিন পরেই শাহ!দাত বরণ করলেন। অতঃপর তার একটি চিঠি পাওয়া গেলো, যাতে তিনি লিখেছিলেন —

❝কখনোই এমনটি মনে করোনা যে আমি তোমাকে স্বার্থপরের মতো বিবাহ করেছি এটা জানার পরেও যে খুব দ্রুতই আমাকে আল্লাহর রাস্তায় হ!ত্যা করা হবে। বরং আমি তোমাকে বিবাহ করেছি এটা জানার পরে যে একজন শ!হীদ তার পরিবারের জন্য সুপারিশ করতে পারবে। তাই আমি চাই জান্নাতে তুমি আমার পরিবারের অন্তর্ভুক্ত হও।❞

অতঃপর তিনি তার স্ত্রীর উদ্দেশ্যে একটি কবিতা লিখেন —

وخطبتكي قبل النفير
لا لأكسر ذلك القلب الحنون

আর আমি তোমাকে যু!দ্ধের আগে প্রস্তাব দিয়েছিলাম, সেই কোমল হৃদয়টি না ভাঙার জন্য!

وعشتقي لكن قلبي لم يزل
يرنو لساحات المنون

এবং আমি তোমাকে ভালবাসতাম, কিন্তু আমার হৃদয় এখনও শাহ!দাতের মৃ!ত্যুর জন্য আকাঙ্ক্ষিত!

وعلمت فضل شهادةٍ
بشفاعةٍ فأردتها لكِ يا فتون

এবং আমি শিখেছি যে শাফাআত হচ্ছে শাহ!দতের একটি গুণ, তাই আমি এটি তোমার জন্য চেয়েছিলাম, হে সুন্দরী!!

© সংগৃহীত

Deen - দ্বীন

23 Oct, 03:43


আমলে সালেহ

ডান পা আগে :

ঘরে, মসজিদে প্রবেশের সময়। পায়জামা, প্যান্ট, লুঙ্গী, জুতো, মোজা পরার সময়।

বাম পা আগে :

মসজিদ ও ঘর থেকে বের হওয়ার সময়। বাথরুমে প্রবেশের সময়। পায়জামা, প্যান্ট, লুঙ্গী, জুতো-মোজা খোলার সময়।

নিজে আমল করব। সন্তান-শাগরিদকে আমলে উদ্বুদ্ধ করব, ইনশাআল্লাহ।

— শাইখ আতিক উল্লাহ (হাফি.)

Deen - দ্বীন

23 Oct, 01:00


আপনার কাছে কি অনেক টাকা আছে? শুধু শুধু টাকা সঞ্চয় করছেন আর টাকা ব্যাংকে রেখে জোগাচ্ছেন?

একটা পরামর্শ দেই, ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে কিন্তু কারোর কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তার কখনোই টাকা জোগানো বা সঞ্চয় করা উচিত নয়।

ভবিষ্যতে যদি আপনি আরো টাকাওয়ালা হতে চান বা এই বর্তমান টাকা গুলোকে সঠিক কাজে লাগাতে চান তাহলে — সোনা ও জমি কিনুন!

বলা যায় না, এমন সময়ও আসতে পারে যে তখন এই কাগজের টাকার কোন মূল্যই থাকবে না। তখন আপনি লাখ-কোটি টাকার মালিক হলেও আপনার সেই টাকা মূল্যহীন।

তাই, আপনি যদি সত্যিই আপনার টাকাকে সঞ্চয় ও বৃদ্ধি করতে চান তাহলে জমি ও সোনা কিনুন, ইনশাআল্লাহ এর ফলাফল পরবর্তীতেই দেখতে পাবেন।

Deen - দ্বীন

22 Oct, 16:11


শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেন —

“কখনো কখনো বিচ্ছেদের বেদনা (এমন কেউ যাকে আপনি ভালোবাসেন) মৃত্যুর চাইতে বেশি গভীর।”

[মাজমুঊ' আল-ফাতওয়া, অধ্যায় ৩৫, পৃষ্ঠা : ২৯৯]

Deen - দ্বীন

22 Oct, 12:59


ইমাম ইদ্রিস আশ শাফিঈ (রাহিমাহুল্লাহ) বলেন —

“আমি সান'আ শহরে একজন নারীকে মাত্র ২১ বছর বয়সে 'নানী' হতে দেখেছি। পাশে ছিল তার ৯ বছর বয়সী কন্যা। তার কোলে ছিল ১০ মাস বয়সী সন্তান।”

[আস সুনানুল কুবরা, খন্ড - ১, পৃষ্ঠা : ৩২০]

Deen - দ্বীন

22 Oct, 04:30


জীবন একটাই, সুযোগ একবারই! একটু যাচাই-বাছাই করে ইবাদত করেন। অর্থসহ একটু কুরআন-হাদিস পড়লে আপনি আলেম বা মুফতি হয়তো হতে পারবেন না।

কিন্তু, অন্তত এতোটুকু বুঝতে শিখবেন, কোন আলেম ভুল বা মিথ্যা বলে আর কোন আলেম সঠিক বলে!

— ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.)

Deen - দ্বীন

22 Oct, 01:38


আমলে সালেহ

ফজরের সুন্নাতে প্রথম রাকআতে সুরাতুল কাফিরূন, দ্বিতীয় রাকআতে সুরাতুল ইখলাস পড়া সুন্নত।

সন্তানকে, শাগরিদকে নিয়মিত মনে করিয়ে দিবো। নিজেও আমল করব, ইনশাআল্লাহ।

— শাইখ আতিক উল্লাহ (হাফি.)

Deen - দ্বীন

21 Oct, 15:55


সিনওয়ারের দৈনিক অজিফা

‘ইয়াহইয়া সিনওয়ার প্রতিদিন নির্দিষ্ট জিকির করতেন। প্রতিদিনের অজিফা পূর্ণ করতেন। যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক, তিনি কখনো অজিফা ছাড়েননি।’

ইবরাহিম দুআইরির ভাষ্যে ইয়াহইয়া সিনওয়ারের জীবনী

© Iftekhar Jamil

Deen - দ্বীন

21 Oct, 03:06


কারাগারে এক ভাইয়ের কাহিনী, বর্ণনা করেছেন কারাগারের আরেক ভাই :

আব্দুুল্লাহ (ছদ্ম নাম) ভাই প্রায় সময় আমাদের কোর্ট পড়ত উনার সাথে। উনার স্ত্রী প্রতি কোর্টে খাবার নিয়ে আসতেন। উনার স্ত্রীও জেনারেল শিক্ষিত! সম্ভবত সফটওয়্যার ইন্জিনিয়ার। ভাইয়ের ফাঁসির রায় হওয়ার পর উনার স্ত্রী'র জন্য ভার্সিটির প্রফেসরসহ অনেক এলিট ফ্যামেলি থেকে ভালো ভালো প্রস্তাব আসতে থাকে।

তো ভাই প্রায় সময় উনার স্ত্রীকে বলতেন — তুমি অন্য জায়গায় বিবাহ করে নাও! আমার সম্পূর্ণ অনুমতি আছে। আমার তো প্রায় ম!মলার ফঁ!সি (৩টা শ!তিমে রাসূল হ!ত্যা) বের হওয়ার সম্ভাবনা নেই, প্রায়ই বলতেন!

তো একদিন, সম্ভবত উনি যাওয়ার আগের কোর্ট অথাৎ ২২ এর অক্টোবরের দিকে আমাদের একসাথে কোর্ট পরে। উনার স্ত্রী সেদিন মজাদার অনেক খাবার আনেন আমাদের জন্য। সেদিন ভাই পূর্বের মত বললেন — অন্য জায়গাতে বিবাহ করে নাও! তোমার বয়স অনেক কম! সামনে স্পেশাল ক্যারিয়ার রয়েছে। সেদিন উনার স্ত্রী'র আবেগময় এক বক্তব্য আমাকে এতটা কাঁদিয়েছে! ওয়াল্লাহি! আমার এখনো মনে হলে চোখ দিয়ে অনিচ্ছায় পানি বের হয়ে আসে! (আমার চোখে পানি চলে আসছে)

উনার স্ত্রী আমাদের বোন সেদিন বলেছিলেন —

“আপনি এত্ত স্বার্থপর কেন? আপনি একাই জান্নাতে যেতে চান? আমাকে নিবেন না? আমাকে আপনার থেকে পৃথক করে - জান্নাতে একা যাওয়ার ইচ্ছে করেছেন? এতো স্বার্থপর কবে থেকে হলেন? ক!রাগার বুঝি মানুষকে স্বার্থপর বানাই! আগে জানতাম না!” একটুকু বলে হাউমাউ করে কান্না করে দেন! ভাই বিশ্বাস করবেন না! যারা সেদিন কোর্টের গারদে ছিলো! এমন কেও ছিল না যে কান্না করেনি। এক ভাই এটা শুনে ফ্লোরে পরে কান্না করে দিলো।

আমরা সবাই কাঁদতে লাগলাম! আর আফসোস করলাম! আহ্! যদি এমন কেও জীবনে আসে! কতই না সৌভাগ্যবান হতাম!

— Ahmed Sadiqur Rahman

Deen - দ্বীন

20 Oct, 17:00


শাইখ ড. আব্দুল্লাহ ইউসুফ আযযাম (রাহিমাহুল্লাহ) বলেন —

“কিছু লোক ধর্মনির•পেক্ষ রাষ্ট্রের স্বপ্ন দেখে। তাদের বলতে চাই, আমরা কি আমাদের সবচেয়ে মূল্যবান বস্তু প্রাণকে সামান্য ভূখণ্ডের জন্য উৎসর্গ করব? ফিলি-স্তিনের মাটি আর ফু-জাই-রার মাটির মূল্য তো একই! ঘর তো আমার, যেখানে ইচ্ছা সেখানে নির্মাণ করা সম্ভব। ব্যাপার তো জমি আর মাটির নয়। ব্যাপার হচ্ছে দীনের, আকিদার, পবিত্র ভূমির, মসজিদুল আক-সার ও সেসব লোকের যারা হুর ও জান্নাত লাভের প্রতিযোগিতায় নেমেছে। যদি জান্নাত ও হুর না পাই, তাহলে কেন আমি নিজের প্রাণ উৎসর্গ করব?”

বইঃ অ|ফগ|নিস্তানে আমার দেখা আল্লাহর নির্দশন, পৃষ্ঠা : ১২১

Deen - দ্বীন

20 Oct, 14:19


আমার সবচেয়ে পছন্দের সূরা, আলাদা শক্তি জোগাড়, অনেক বিষয় ভাবতে শেখায়।

কেন পছন্দ জানিনা! কিন্তু অনেক বেশি ভালো লাগে, লম্বা সূরা কিন্তু আলাদা প্রশান্তি কাজ করে!

Deen - দ্বীন

20 Oct, 12:44


জেনারেল শিক্ষিত ভাইদের বলছি —

বিয়ের ক্ষেত্রে আপনারা মাদ্রাসা পড়ুয়া আলেমা, মুফতিয়াদের এড়িয়ে চলুন প্লীজ! হ্যা, হাফেজা হলে সমস্যা নেই।

দুনিয়ায় যতো ফখর আছে তন্মধ্যে সবচেয়ে খতরনাক ফখর হচ্ছে ইলমের ফখর। আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাবেন বরং ক্ষেত্রবিশেষে ইলমওয়ালাদের প্রতি আপনার অশ্রদ্ধাবোধ সৃষ্টি হতে পারে।

তাদেরকে মুহতামিম সাহেব আর বাতিলের আতঙ্ক মার্কা বক্তাদের জন্য রেখে দিন! আপনি জেনারেল পড়ুয়া দ্বীনে ফেরা প্রকৃত দ্বীনদার মধ্যবিত্ত খোঁজ করুন! বিয়ের আগে জ্ঞানী ও বিবাহিতদের পরামর্শ নিন!

— সংগৃহীত

Deen - দ্বীন

20 Oct, 06:25


যারা বিয়ে নিয়ে ইন ফিয়ারে ভুগেন তাদের জন্য আমার কিছু অনেস্ট কনসুল্টেশন আছে।

ওয়েল, কোনো একটা জব/কাজকাম হোয়াটেবার রিজিকের ব্যাবস্থা না হলে দ্বীনি মহলের অনেকেই আপনাকে বিয়ে করতে অনুৎসাহিত করে। কিন্তু বিশ্বাস করেন এইটা আপনার জন্য নয়। আপনি যদি দ্বীনদার কেউ হোন তাহলে 'আগে রিজিকের ব্যাবস্থা'-এই ডক্ট্রিন আপনার জন্য প্রযোজ্য নয়।

এই থিউরি বেদ্বীনিদের জন্য। কারন তারা বস্তুবাদী এবং তারা গাইরুল্লাহকে আর-রজ্জাক্ব বানিয়েছে এন্ড দ্যাটস হোয়াই আল্লাহ তাদের সাথে সেই অনুযায়ী'ই ট্রিট করেন।

কিন্তু আপনি যদি দ্বীনদার কেউ হোন এবং নিজের ঈমান হেফাজত করার জন্য বিয়ে করতে চান। পাশাপাশি রিজিক বৃদ্ধির নিয়তে বিয়ে করতে চান। ওয়াল্লাহি আপনার ডানেবামে চিন্তা না করে বিয়ে করা উচিৎ। আপনার রিজিকের ব্যাবস্থা কিভাবে যে হবে, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন এবাউট ইট! বিলিভ মি।

সো রিজিক নিয়ে চিন্তা কইরেন না৷ কজ “নিশ্চয় আল্লাহই রিযিকদাতা।” [সূরা আয-যারিয়াত : ৫৮] বরং আপনার চিন্তা করা উচিৎ বিয়ের সময় চারটি ক্ষেত্রে আপনার স্ত্রী যেন আপনার নিচে থাকে - ১. বয়স ২. উচ্চতা ৩. সম্পদ এবং ৪. বংশমর্যাদা এন্ড মেক শিউর চারটি ক্ষেত্রে যেনো আপনার স্ত্রী আপনার উপরে থাকে - ১. তাকওয়া ২. সৌন্দর্য ৩. শিষ্টাচার ও ৪. পরহেজগারি

— সুমন আহমাদ

Deen - দ্বীন

20 Oct, 03:06


সাজগোজ করে বাহিরে যাওয়ার ব্যাপারে সতর্ক হোন, সাবধান হোন!

রাসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন —

“যে মহিলা সুগন্ধি লাগিয়ে এই উদ্দেশ্যে লোকের মধ্যে গমন করে যে, তারা তার সুগন্ধির ঘ্রাণ পাবে, সে ব্যভিচারিণী।”

[সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৫১২৬]

Deen - দ্বীন

19 Oct, 15:04


আমাদের দাওয়াত স্পষ্ট, আমাদের মিশন স্পষ্ট!

— শাইখুনা হারুন ইযহার (হাফি.)

Deen - দ্বীন

19 Oct, 12:35


আরবের একজন বড় দাঈ বলেছিলেন —

لو غاب حكام العرب عن بلادنا أسبوعا، لصلينا اليوم الثامن في القدس

“আরবের এই শাসকগুলো মাত্র যদি এক সপ্তাহের জন্য হুকুমত ছেড়ে চলে যেতো কোথাও, আমরা অষ্টম দিনেই মসজিদে অ!কসায় নামাজ পড়তে পারতাম।”

Deen - দ্বীন

19 Oct, 09:08


মদিনায় তখন একজন নারী ছিলেন — আতিকাহ বিনতে যায়েদ (রাদি.)। ইন্টারেস্টিং বিষয় হলো — যে পুরুষের সাথেই তার বিয়ে হতো, তিনিই কোন না কোন ভাবে শ!হাদ!তের অমৃত সুধাপানে ধন্য হয়ে যেতেন।

১. যায়েদ ইবনুল খাত্তাব
২. আব্দুল্লাহ ইবনে আবি বকর
৩. উমার ইবনুল খাত্তাব
৪. যুবাইর ইবনুল আওয়াম
৫. হুসাইন ইবনে আলি

পাঁচজনের প্রত্যেকেই বিনতে যায়েদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং শ!হাদ!তে অমরত্ব লাভ করেন!

এমনকি মদিনায় তখন একটা বাকধারা প্রচলিত হয়ে গিয়েছিল —

من أراد الشهادة فليتزوج عاتكة !
“যে ব্যক্তি শ!হিদ হতে চায়, সে যেন আতিকাহ কে বিয়ে করে!”

[তাবাকাতুল কুবরা, ৩/১১২]

Deen - দ্বীন

19 Oct, 05:49


হে বীর, আল্লাহ আপনাকে কবুল করুন!

রাহিমাহুল্লাহু তা'আলা রাহমাতান ওয়াসি'য়্যাহ!

Deen - দ্বীন

19 Oct, 04:02


সিনওয়ারের শাহ!দার পর শাইখ আলী সাল্লাবী (হাফি.) যেভাবে মূল্যায়ন করলেন —

জায়েদ বিন হারেসা নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি শ!হীদ হয়ে গেলেন। তারপর জাফর বিন আবি তালিব নেতৃত্ব নিলেন, তিনিও শ!হীদ হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ বিন রওয়াহা, তিনিও শ!হীদ হয়ে গেলেন।

শেষমেশ খালিদ আসলেন এবং বিজয় করলেন।

আল্লাহর তরবারী খালিদের আসা সময়ের ব্যাপার মাত্র ইন শা আল্লাহ্। আল্লাহ্ খালিদের আগমন ত্বরান্বিত করুন, আমিন।

রদ্বিইয়াল্ল-হু 'আনহুম!
রহিমাহুমুল্ল-হ্!

— মাড়্রদী ফয়সাল

Deen - দ্বীন

18 Oct, 17:02


আপনার নবজাতকের নাম রাখুন ইয়াহ্ইয়া আস সিনওয়ার!

— শাইখুনা হারুন ইযহার (হাফি.)

Deen - দ্বীন

18 Oct, 13:54


'ইয়!হিয়া সিনওয়ার' একজন শের ছিলেন যিনি মৃত্যুর আগেও চেয়ারে বসে ইসর!ইলের ড্রে!নের দিকে লাঠি নিক্ষেপ করেছিলেন!

ইতিহাস তাকে স্মরণ করবে একজন বীর যে!দ্ধা হিসেবে যে বীর কখনোও শত্রুর কাছে মাথা নত করেন নি কিংবা জীবন ভিক্ষা চান নি! একজন লিডার হয়েও ফ্রন্ট লাইনে যু!দ্ধ করে গিয়েছেন।

দুই বিলিয়ন মুসলিমের সম্মান রক্ষায়, ডানহাতসহ পুরো শরীর র!ক্তাক্ত হয়ে যাওয়ার সত্ত্বেও, বামহাতে লাঠি নিয়ে পুরো বিশ্বের বিরুদ্ধে জীবনের শেষবিন্দু দিয়ে ল!ড়ে গেছেন!

রাহিমাকাল্লাহু ইয়া আবা ইবরাহীম!

Deen - দ্বীন

18 Oct, 12:58


ইয়াহইয়া আজ বা কাল বিদায় নিবেন। আবু উব!ইদাও বিদায় নিবেন, এটাই সত্য!

কিত!ল কেউ বেঁচে থাকার জন্য বুকে টেনে নেয় না! পার্থক্য এটাই যে তারা সফল আর আমরা মুন!ফিক!

— Mohammad Saeedul Mostafa

Deen - দ্বীন

18 Oct, 09:25


Dekhne Ko Ya Muhammad (ﷺ)