Fight Against Fahshaa @fightagainstfahshaa Channel on Telegram

Fight Against Fahshaa

@fightagainstfahshaa


একদিন এই জমিন থেকে বিদায় নেবে সমস্ত অশ্লীল উন্মাদনা, কবর রচিত হবে সব জঞ্জালের, বিইযনিল্লাহ!

Facebook: www.facebook.com/FightAgainstFahshaa
Youtube: www.youtube.com/@FightAgainstFahshaa

Fight Against Fahshaa (Bengali)

ফাহশা একটি সমস্যা যা আমাদের সমাজে দিন দিন বেড়ে চলছে। এটি নিয়ে লড়াই তুলে ধরা করার জন্য 'Fight Against Fahshaa' নামক টেলিগ্রাম চ্যানেলটি তৈরি করা হয়েছে। এই চ্যানেলে পাওয়া যাবে সমস্ত ধরনের ফাহশা বিষয়ক তথ্য, সচেতনতা এবং বিভিন্ন উপায় যেন ফাহশা দূর করা যায়। 'Fight Against Fahshaa' চ্যানেলে যোগ দেওয়ার মাধ্যমে আপনি এই লড়াইয়ে অংশ নিতে পারবেন, এবং আপনার পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে এই মানবিক আন্দোলনে যোগ দিতে পারবেন।

চ্যানেলে নতুন নতুন তথ্য, ভিডিও, পোস্ট এবং প্রশ্ন উত্তরের আয়োজন করা হয় যাতে আমরা এই সমস্যার প্রতি সচেতন হতে পারি। যদি আপনি ফাহশার বিরুদ্ধে একটি সক্ষম লড়াই লড়াতে আগ্রহী তাহলে 'Fight Against Fahshaa' চ্যানেলটি সক্রিয়ভাবে ফলো করুন এবং লড়াইয়ে অংশ নিন।

যোগ দেওয়ার জন্য:
Facebook: www.facebook.com/FightAgainstFahshaa
Youtube: www.youtube.com/@FightAgainstFahshaa

Fight Against Fahshaa

12 Nov, 03:28


প্রায় ৫০ দিন আগে বলেছিলাম। অনেকেই হয়তো অবাক হয়েছিলেন তখন। একটি ইসলামী বই পড়ে ব্যাপক প্রশংসা করা সুশীল প্রফেসর স্টুপিড হয় কী করে।

আজকে, ১২ নভেম্বরে এসে বুঝতে পারছেন তো, কেন আসিফ নজরুলকে স্টুপিড বলেছিলাম? কেন তাকে মুসলিমদের শত্রুপক্ষের বলেছিলাম?

চোখ-কান খোলা রেখে চলার চেষ্টা করুন। কোনো মুনাফিককে মাথায় তুলবেন না।

সংযুক্তি: ২২ অক্টোবরের আরেকটি পোস্ট - https://t.me/FightAgainstFahshaa/425

Fight Against Fahshaa

10 Nov, 13:02


তিনমাস আগে যারা শহীদ হয়েছিল, তাদের লালিত আদর্শের বিরোধিতাকারীরাই একে একে সরকারের উপদেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়ার সর্বশেষ সংযোজন- লিটনের ফ্ল্যাটের জনক ফারুকি সাহেব।

আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। এই নষ্ট শয়তানদের অনিষ্ট থেকে আমাদেরকে হিফাজত করুন।

Fight Against Fahshaa

05 Nov, 15:43


Mymensingh Deeni Community গ্রুপে ধারাবাহিক সীরাহ কন্টেস্ট চলছে। সেখানে পুরস্কার হিসেবে থাকবে "ষোলো" ম্যাগাজিনসহ আরও সুন্দর সুন্দর কিছু পুরস্কার। মমিসিংগা ভাইবোনেরা যুক্ত হয়ে অংশগ্রহণ করতে পারেন ইনশা আল্লাহ।

Fight Against Fahshaa

22 Oct, 15:06


গতকাল হাসনাত আব্দুল্লাহ ড. আসিফ নজরুলের উদ্দেশ্যে বললেন, “আসিফ স্যার, আওয়ামীলীগকে যদি নিষিদ্ধ না করেন, তাহলে ধরে নেবো আপনি জুলাই আন্দোলনের শহীদ এবং ছাত্রদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।”
.
হাসনাত আব্দুল্লাহ সম্ভবত ব্যস্ততার কারণে কিছু বিষয় খেয়াল করতে পারেননি। ড. আসিফ নজরুলের নতুন করে বিশ্বাসঘাতকতা করার কিছু নেই। ভদ্দরনোক ইতোমধ্যেই বিশ্বাসঘাতকতা করে বসে আছেন।
.
ড. আসিফ নজরুল জুলাই আন্দোলনের শহীদদের সাথে প্রথমবার বিশ্বাসঘাতকতা করেছেন তখন, যখন তিনি বলেছিলেন যে আওয়ামীলীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না।
.
ড. আসিফ নজরুল জুলাই আন্দোলনের শহীদদের সাথে দ্বিতীয়বার বিশ্বাসঘাতকতা করেছেন তখন, যখন তিনি বা তার মন্ত্রণালয় মানবাধিকার সুরক্ষা আইনে "এলজিটিভি গোষ্ঠীর" বিকৃত আকাঙ্ক্ষাকে স্বীকৃতি ও সুরক্ষা দিয়ে খসড়া তৈরি করেছেন। জুলাই আন্দোলনের শহীদদের সিংহভাগই মুসলিম হিসেবে এই পশ্চিমা অসভ্যতার বিরোধী ছিল।
.
বিশ্বাসঘাতকদের দ্রুত চিনতে হয়। আর চেনার পর অপসারণ করতে হয়। 'জি স্যার, জি স্যার' করে সুবোধ বালক সেজে থাকলে চলে না ভাইয়া! পরে পস্তাতে হয়।

Fight Against Fahshaa

19 Oct, 12:12


ময়মনসিংহের দ্বীনি ভাইবোনদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হতে পারে এই গ্রুপটি ইনশা আল্লাহ।

ভাইয়েরা দারুণ সব পরিকল্পনা নিয়ে শুরু করেছেন। কমিউনিটি তৈরি, সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মধ্যে সেতুবন্ধন তৈরিসহ নানা পরিকল্পনা আছে ভাইদের।

ময়মনসিংহের ভাইদের প্রতি আবেদন থাকবে, সবাই এই গ্রুপে যুক্ত হোন। নিজে যুক্ত হোন, অন্যকে যুক্ত করুন।

তবে অবশ্যই ময়মনসিংহের বাইরের কাউকে ইনভাইট করবেন না। যেহেতু এটি আঞ্চলিক কমিউনিটি গ্রুপ।

গ্রুপ লিংক - https://www.facebook.com/groups/mymensinghdeenicommunity

Fight Against Fahshaa

07 Oct, 15:34


এড়িয়ে যাবেন না প্লিজ!
.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
.
ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণা জেলার বন্যার কথা অনেকেই হয়তো জানেন। নিকট অতীতে এ অঞ্চলে এমন বন্যা আর হয়নি। আল্লাহ তাআলা হিফাজত করুন।
.
বন্যার্তদের মাঝে শুকনা খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছি আমরা। আমাদের টিমে ময়মনসিংহ ও নেত্রকোণার ভাইয়েরা আছেন। এ দুটি জেলার বন্যার্তদের মধ্যে আমরা সরাসরি ত্রাণ পৌঁছে দিতে পারব ইন শা আল্লাহ। আর শেরপুর জেলায় স্থানীয় পরিচিত ভাইদের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করব ইন শা আল্লাহ।
.
আমাদের এই ত্রাণ প্রজেক্টে যার যার সামর্থ্য অনুযায়ী শরিক হবার অনুরোধ করছি। এই অঞ্চলের বন্যা নিয়ে হাইপ নেই বলে এড়িয়ে যাবেন না প্লিজ।
.
অনুদান পাঠানোর নাম্বার:
বিকাশ (পার্সোনাল) -
01797207158
01687962586
.
নগদ (পার্সোনাল) - 01797207158
রকেট (পার্সোনাল) - 017972071589
.
টাকা পাঠানোর সময় রেফারেন্সে Flood লিখে দেওয়ার অনুরোধ।

Fight Against Fahshaa

03 Oct, 17:14


“সত্তরের দশকের শেষ দিকে বিচিত্র একটা প্যাটার্ন দেখতে পেলেন মার্কিন ডাক্তাররা। অদ্ভুত সব রোগ নিয়ে তাদের চেম্বারে হাজির হচ্ছে কিছু রোগী। তাদের রোগগুলো বিচিত্র এবং দুর্লভ। কাপোসি’স সারকোমা নামে বিরল জাতের ত্বকের ক্যানসার, এর আগে যা কেবল ভূমধ্যসাগরীয় অঞ্চলের পুরুষদের মধ্যে কালেভদ্রে দেখা যেত। নিউমোসিসটিস নিউমোনিয়া নামে নিউমোনিয়ার এমন এক সংস্করণ যাতে এর আগে আক্রান্ত হয়েছে কেবল আফ্রিকান শিশুরা। এমন কিছু ব্যাকটেরিয়া আর পরজীবীর কারণে পেটের সমস্যা যেগুলো গবাদিপশুকে আক্রান্ত করে, মানুষকে না। এই রোগগুলোর যেকোনো একটা একসাথে কয়েকজন রোগীর হওয়াটাই বেশ অদ্ভুত ব্যাপার। কিন্তু ডাক্তাররা দেখলেন রোগগুলো দেখা দিচ্ছে এক সাথে, জোট বেঁধে।
.
এছাড়া রোগীদের প্রায় সবার মধ্যে হালকা জ্বর, ক্রনিক ডায়রিয়া, রক্তস্বল্পতা, ঘুমের মধ্যে ঘামা, দ্রুত ও তীব্রভাবে ওজন কমা, হাতে পায়ে ফাঙ্গাসজনিত ইনফেকশন এবং লিম্ফ নোড ফুলে যাবার মতো উপসর্গ দেখা যাচ্ছে। কোনো ওষুধে কাজ হচ্ছে না। ইনফেকশন সারছে না, জ্বর কমছে না, থামছে না ডায়রিয়া। লাভ হচ্ছে না অ্যান্টিবায়োটিক দিয়েও। উলটো দিন দিন রোগীদের অবস্থা খারাপ হচ্ছে। রহস্যময় কোনো কারণে মারাত্বক দুর্বল হয়ে পড়েছে এই রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা। অথচ এরা সবাই পুরুষ, বয়স ত্রিশের নিচে, এর আগে ইমিউন ডিসঅর্ডারে ভোগার ইতিহাস নেই কারও।
.
ডাক্তাররা রীতিমতো হতভম্ব। কেন এমন হচ্ছে? পরস্পর সম্পর্কহীন বিরল এই রোগগুলো কেন ঝাঁক বেধে আক্রমণ করছে? আর কেনই বা কাজ হচ্ছে না কোনো ওষুধে? বোঝা গেল না কিছুই। তবে খুঁজতে খুঁজতে রোগীদের মধ্যে আরও কিছু মিল পেলেন ডাক্তাররা। রোগীদের সবাই—
👉🏻 সমলিঙ্গের সাথে যৌনতায় আসক্ত পুরুষ
👉🏻 তারা নিয়মিত বহু, বহু লোকের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়, এবং
👉🏻 তারা বিভিন্ন বিকৃত ও চরম যৌন আচরণে অভ্যস্ত
.
অল্প কিছু দিন পর আরও একটা মিল পাওয়া গেল। রোগীরা সবাই মারা যাচ্ছে। আর তারপর... ব্যাপারটা ছড়াতে শুরু করলো।
.
প্রথম দিকে এ ধরনের রোগীদের দেখা যাচ্ছিল নিউইয়র্ক আর লস অ্যাঞ্জেলিসে। কিন্তু অল্প কয়েক মাসের মধ্যে মায়ামি, স্যান ফ্রানসিসকো, হিউস্টন, বোস্টন এবং ওয়াশিংটনেও বাড়তে লাগলো রোগীদের আনাগোনা। এই প্রতিটা শহর ছিল সমকামিতার প্রতি উদার মনোভাবের জন্য ‘বিখ্যাত’। বুনো বার্লিনের একেকটা আধুনিক প্রতিচ্ছবি।
.
ডাক্তার এবং গবেষকরা বুঝতে পারলেন, বিচিত্র এই অসুখগুলো আসলে নতুন কোনো এক রোগের উপসর্গ। এমন এক ব্যাধি, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা পুরোপুরি ধসিয়ে দেয়। রহস্যময় এই ব্যাধি সংক্রামক। তীব্র গতিতে তা ছড়িয়ে পড়ছে সমকামী পুরুষের মধ্যে। ১৯৮১ সালে অ্যামেরিকার রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) এক প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো, ‘সমকামী পুরুষদের মধ্যে রহস্যজনক এক রোগ ছড়িয়ে পড়ছে’। ১৯৮৩ নাগাদ এ রোগে আক্রান্ত হবে স্যান ফ্রানসিসকোর প্রায় অর্ধেক সমকামী পুরুষ। রোগ ধরা পরার এক বছরের মধ্যে মারা যায় এদের কমপক্ষে ৪০%।
.
ডাক্তাররা এ রোগের নাম দিলেন গে রিলেটেড ইমিউন ডেফিশিয়েন্সি, সংক্ষেপে গ্রিড (GRID)। লম্বা এ নামটার বাংলা দাঁড়ায় অনেকটা এরকম, ‘সমকামী পুরুষ সম্পর্কিত রোগ প্রতিরোধ ঘাটতি’। তবে পত্রপত্রিকার পাতায় এবং লোকমুখে জনপ্রিয় হয়ে উঠে আরেকটা নাম- গে প্লেগ, সমকামীদের মহামারি। পরে এই মরণব্যাধি বিশ্বজুড়ে কুখ্যাতি পায় এইডস নামে।”
.
~ আসিফ আদনান
বই : অবক্ষয়কাল, পৃষ্ঠা : ৭৩-৭৪

Fight Against Fahshaa

30 Sep, 03:06


https://youtu.be/73ZGzIweHXo?si=nK5vXPmckXrNseko

Fight Against Fahshaa

29 Sep, 16:26


https://youtu.be/8FbJ8_80sQY?feature=shared

Fight Against Fahshaa

26 Sep, 05:30


ইউনুস সরকার সমীপে...

Fight Against Fahshaa

24 Sep, 04:58


গত দেড় দশকে ঢাবিতে এত পরিমাণ চরিত্রহীন আর ইসলামবিদ্বেষী অভদ্রলোক শিক্ষক হয়েছে যে, বিশ্বাস করা কষ্টকর। সকল চরিত্রহীন ও ইসলামবিদ্বেষী অভদ্রলোককে স্থায়ীভাবে বরখাস্ত করা হোক।

Fight Against Fahshaa

24 Sep, 04:57


ঢাকা ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের আজিজুর রহমানের কথা মনে আছে? মাস কয়েক আগে 'ভদ্রলোকের' একটা কমেন্ট এবং আরও কিছু ফেইসবুক অ্যাক্টিভিটি ভাইরাল হয়েছিল।
.
প্রচন্ড ইসলামবিদ্বেষী এই লোকের বিরুদ্ধে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ জানিয়েছিল বেশ আগেই। কিন্তু আওয়ামী ঘরানার হওয়াতে 'ভদ্রলোক' পার পেয়ে যেতেন বার বার।
.
জুলাই আন্দোলনের পর ২২ শে সেপ্টেম্বর ক্লাস শুরু হয়। আবারও ডিপার্টমেন্টে দেখা যায় আজিজুর রহমানকে। শিক্ষার্থীরা প্রতিবাদ করে গতকাল ২৩ শে সেপ্টেম্বর। কিন্তু তখন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দীন এরকম তেড়ে এসে শিক্ষার্থীদের উপর চড়াও হন। বলেন শিক্ষার্থীরা নাকি 'জি হ।। দী'!
.
এই কামাল উদ্দিন সাহেবও বেশ ইন্ট্রেস্টিং ক্যারেকটার। তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগ আছে। এর জন্য ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ডও হয়েছেন এক সময়। আরও আছে ক্লাসরুমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, রোজা রাখতে নিষেধ করা, এবং কর্মচারীদের নামাজে বাধা প্রদানের মতো অভিযোগ।
.
সেই সাথে আওয়ামী কানেকশন তো আছেই, যার কারণে এতোদিন ধামাচাপা পড়েছিল এই সব কিছু। কামাল সাহেবের কীর্তির কিছু স্ক্রিনশট পোস্টে অ্যাড করে দিলাম।
.
শিক্ষার্থীরা এখন অধ্যাপক কামালের পদত্যাগ সহ তিনটি দাবিতে আন্দোলন করছে। তাদের এই দাবি অত্যন্ত যৌক্তিক। এধরণের ইসলামবিদ্বেষী, অ্যাবিউসিভ, এবং আওয়ামী জাহিলিয়াতের সমর্থকদের কোন ধরণের জবাবদিহিতা করা না হলে আমরা চাই বা চাই, আমাদের আগের বাংলাদেশেই ফেরত যেতে হবে।

- আসিফ আদনান ভাই