মুসলিম বাংলা - Muslim Bangla @muslimbanglaa Channel on Telegram

মুসলিম বাংলা - Muslim Bangla

@muslimbanglaa


মুসলিম বাংলা- বাংলাভাষীদের জন্য সবচেয়ে সমৃদ্ধ ইসলামিক অ্যাপ। https://muslimbangla.com/

মুসলিম বাংলা - Muslim Bangla (Bengali)

মুসলিম বাংলা - Muslim Bangla চ্যানেল একটি সম্পূর্ণ বাংলা ভাষার ইসলামিক চ্যানেল। এখানে মুসলিম ভাই ও বোনদের জন্য বিভিন্ন ইসলামিক তথ্য, খুব সহজে পাওয়া যাবে। এই চ্যানেলে আছে ইসলামের প্রতিটি বিষয়ে সঠিক ধারণা ও মার্গনির্দেশন পেতে পারবেন। আপনি যদি ইসলামে আগ্রহী হন এবং বাংলা ভাষায় তার বিভিন্ন বিষয় জানতে আগ্রহী হন, তাহলে মুসলিম বাংলা - Muslim Bangla চ্যানেলটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। এছাড়া, এই চ্যানেলে আপনি ইসলামিক প্রতিষ্ঠান সম্পর্কে সঠিক তথ্য ও উপদেশ পেতে পারবেন। মুসলিম বাংলা - Muslim Bangla চ্যানেলে যোগ দিন এবং ইসলামি বিষয়বস্তু থেকে সমৃদ্ধ হন!

মুসলিম বাংলা - Muslim Bangla

28 Nov, 13:55


আলহামদুলিল্লাহ হজ্জের নিবন্ধের সময় ১৫ ই ডিসেম্বর -২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মুসলিম বাংলা - Muslim Bangla

27 Nov, 07:03


গেরুয়া কালারের গেঞ্জি পরিহিত লম্বা ছুরি হাতে নেওয়া এই লোক যে আলিফ ভাইকে কো-পা-চ্ছে তার একটা স্পষ্ট ভিডিও পাওয়া গেছে৷ কেউ ছাদ থেকে ভিডিওটি করছে। মিলিয়ে নিন৷

মুসলিম বাংলা - Muslim Bangla

27 Nov, 07:02


জানাযা শুধু নয়, এক ধারাবাহিক সুদূরপ্রসারী ভূরাজনৈতিক মুক্তিসংগ্রামের ডাক ইনশাআল্লাহ!
জমিয়তুল ফালাহ চত্বর আজ এক ঐতিহাসিক টার্নিংপয়েন্ট সৃষ্টি করলো। তারিখটা স্মরণ রাখবেন।
শহীদ সাইফুলের লাশকে বুকে ধারণ করে বীরচট্টলার জমিয়তুল ফালাহ জামে মসজিদ যেন শহীদ বাবরি মসজিদের দিকে তাকিয়ে আছে........
- মুফতী হারুন ইজহার হাফিজাহুল্লহ

মুসলিম বাংলা - Muslim Bangla

27 Nov, 04:01


যারা মোবাইলের হোম স্কিনে মুসলিম বাংলা উইজেট অ্যাড করতে পারছেন না তাদের জন্য, https://youtu.be/zhwOWc52so4

মুসলিম বাংলা - Muslim Bangla

27 Nov, 03:59


কাল রাতের ঢাকা বিশ্ববিদ্যালয়।

মুসলিম বাংলা - Muslim Bangla

27 Nov, 03:56


চট্টগ্রামে আদালত চত্বরে আজকে যা হয়েছে তা রীতিমতো বিভীষিকাময়! গ্রেফতারকৃত চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলার পর জামিন না মঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপরই আদালত চত্বরে হামলে পড়ে চিন্ময় এর অনুসারীরা।
কোর্ট চত্বরে চিন্ময়ের সমর্থকেরা সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে জনসম্মুখে প্রকাশ্য দিবালোকে কুপিয়েছে বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন সংবাদমাধ্যমকে। সেই হামলায় সেখানেই সাইফুল মারা যান। আরও ৬-৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। চিন্ময়ের অনুসারীরা আদালত চত্বরের মসজিদও ভাঙচুর করেছে।
থমথমে একটা পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে অতিরিক্ত বিজিবি নিয়োগ করা হয়েছে। তবে রাতের বেলা আরও অতিরিক্ত পুলিশ-বিজিবি-আর্মি মোতায়েন করে কড়া নজরদারির ভেতর রাখা উচিৎ।
আর চিন্ময়ের সমর্থক যারা কুপিয়ে ওই আইনজীবীকে মেরে ফেললো, এদের প্রত্যেককে একেবারে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাছাড়া চিন্ময়ের যেসব সমর্থকেরা কোর্ট চত্বরে এভাবে হামলা করেছে এবং এইরকম নারকীয় কাজ ঘটানোর উষ্কানি দিয়েছে, এদের প্রত্যেককে কঠোর আইনী শাস্তির আওতায় আনতে হবে, এক্ষেত্রে কোন ছাড় দেওয়া চলবে না।
আর ওই সংশ্লিষ্ট এলাকার মুসলমানদের উচিৎ নিজেদের হাতে আইন তুলে না নেওয়া। কোন অবস্থাতেই পাল্টা আক্রমণ করা যাবে না। এটা করলে পুরো ব্যাপারটাই অন্যদিকে মোড় নিবে, তখন এটাকে সাম্প্রদায়িক দা ঙ্গা হিসাবে এস্টাবলিশ করে ফায়দা তুলবে একটা গোষ্ঠী এবং পাশের দেশ। তাই সবারই উচিৎ অস্থিতিশীল পরবেশ তৈরী না করে ধৈর্যধারণ করে সতর্কদৃষ্টি রাখা এবং আইনিভাবে পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে সহায়তা করা।
- সাইয়েদ আব্দুল্লাহ

মুসলিম বাংলা - Muslim Bangla

27 Nov, 03:56


আবারও বলি, সরকারের উচিত অত্যন্ত দ্রুততার সাথে চিন্ময় দাশকে কোন ইস্যুতে, কোন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করেছে সেটা দেশবাসীকে জানানো।
চিন্ময় দাশ শুধু ইসকনের সদস্য হলে সরকার তাকে গ্রেফতার করতো না। ইসকনের হাজার হাজার সদস্য দেশে, সরকার সবাইকে গ্রেফতারের রেড অ্যালার্ট জারি করেনি।
চিন্ময় কী করতে যাচ্ছিল যা কী না সরকার দেশের জন্য থ্রেট মনে করেছে?
পালানোর জন্য চিন্ময় কেন এমন একটা সময়কে বেছে নিল যখন ঢাকায় বিশৃঙ্খলা তুঙ্গে?
চিন্ময়ের দ্বারা হতে যাওয়া অপরাধটা কতোটা গুরুতর আর সেন্সেটিভ হলে, তাকে গ্রেফতার আর তার জবানবন্দি না রাখতে ইসকন একজন মুসলিম আইনজীবীকে দিন দুপুরে Ku Pi Ye মেরে সরকারকে হুশিয়ারি দিতে চাইল?
ইউনুস সরকার যদি চায় আমরা সর্বোতভাবে তার পাশে দাঁড়াই, তার উচিত দেশবাসীর সাথে লুকোচুরি না করা৷ যা ঘটতে যাচ্ছিল বা যা ঘটতে পারে—তা দেশবাসীকে খোলামেলা জানান। প্রেস বিফ্রিং করে জানান। আমরা বুক চিতিয়ে স্বৈরাচার হটিয়েছি, আমরা যেকোনো বিপদ আর দূর্যোগেও পাশে দাঁড়াবো।
তবে, আমাদের অন্ধকারে রাখবেন না। আমাদের সত্যিটা জানান।
ইসকন, চিন্ময় আর তাদের নাটের গুরুদের এই ষড়যন্ত্র লুকোবেন না জনগন থেকে। লুকোলে বিপদ বাড়বে বৈ কমবে না।
- আরিফ আজাদ

মুসলিম বাংলা - Muslim Bangla

25 Nov, 12:54


নেশা করে না, সিগারেট খায় না, ঠিক সময়ে বাড়ি ফেরে, কারণে অকারণে টাকা চায় না, নিয়মিত বাসায় ফোন করে, রেজাল্ট ভালো, প্রেম করে না, খারাপ বন্ধুদের সাথে মেশে না।

এর সাথে সুধু একটা জিনিস যোগ হলেই আপনি গোঙ্গি, আর তা হলোঃ
ধর্মীয় অনুশাসন মেনে চলে, নামাজ পরে।

বোরখা পরা, টুপি পরা, নামাজ পরা, মসজিদে যাওয়া কিভাবে গঙই হতে পারে, তা বাংলাদেশে স্বৈরাচারের দোসর এই সব পত্রিকা ভালো জানে। সাধারণ মানুষের পক্ষে তা জানা সম্বব না।

এটা সাংবাদিকতা না, এটা ধর্ম বিদ্বেষ।
- আবু হুরায়রা বিন আমান

মুসলিম বাংলা - Muslim Bangla

24 Nov, 15:18


ডানে কুয়েটের সিরাত কনফারেন্সের ব্যানার, বামে ড্যান্স ফেস্টের।

বিষয়টা কাকতালীয় হলেও দেখে সাথে সাথেই যেকোনো মুসলিমের সূরা ওয়াকিয়াহর কিয়ামত দিবসের সেই আয়াতগুলো অবশ্যই মনে পড়বে,

"আর তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে। সুতরাং ডান পার্শ্বের দল, ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান! আর বাম পার্শ্বের দল, বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য! আর অগ্রগামীরাই অগ্রগামী। তারাই সান্নিধ্যপ্রাপ্ত।" - সূরা ওয়াকিয়াহ (৭-১১)
কেউ হারাবে হারামের উন্মত্ততায়,
কেউ বা হালালের মিষ্টি সুধায়।

- প্রকৌশলী আসিফ রউফ

মুসলিম বাংলা - Muslim Bangla

20 Nov, 02:35


মাওলানা তারেক মাসুদের একটা বয়ান সামনে এসেছিল অনেকদিন আগে। এজন্য বয়ানের বিষয়বস্তু যা মনে আছে সেভাবে লিখে দিচ্ছি:

“এক ব্যক্তি নিজের স্ত্রীকে স্কাইপিতে পরপুরুষদের সাথে ভিডিও কলে কথা বলতে দেখে অনেকদিন ধরেই। ব্যাপারটা সহ্য করতে না পেরে মুফতি সাহেবের কাছে গেল ফতোয়া নেয়ার জন্য।

কোনো ধরণের শাসনেই কাজ হয় না দেখে মুফতি সাহেব বললেন তালাক দিয়ে দিতে। কিন্তু লোকটা বললো, তালাক দেয়া সম্ভব না। মুফতি সাহেব জিজ্ঞাসা করলেন, কেন?

কারণ হলো তারা দুজনেই লন্ডনের নাগরিক। লন্ডনের নিয়ম অনুযায়ী তালাক হয়ে গেলে স্ত্রী অর্ধেক সম্পত্তি পাবে এবং নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তানের ভরণপোষণ বাবদ একটা খরচ দিতে হবে। কিন্তু তার বর্তমানে এমন অবস্থা নেই।
তখন তিনি মনে মনে বললেন, পশ্চিমাদের সুবিধা গ্রহণ করবে কিন্তু মূল্য দেবে না তা তো হবে না।”

ওদের বাইরে যত চাকচিক্য দেখা যায়, ভেতরটা ততটাই নোংরা। এখন লোকটার একটাই উপায় তা হলো নিজের স্ত্রীকে অন্য লোকের সাথে ভিডিওকলে কথা বলতে দেখায় অভ্যস্ত হওয়া।

ধরলাম আপনার স্ত্রী ঠিক থাকবে। কিন্তু পরবর্তী প্রজন্মকে মানুষ করবেন কীভাবে? তাদেরকে শাসন করতে গেলে, তাদের লাইফস্টাইল নিয়ে কথা বলতে গেলেও আইনের মাইরপ্যাচে পড়ে জেলও খাটতে হতে পারে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য। আপনার চোখের সামনেই তারা নীতি, নৈতিকতা বিসর্জন দেবে আর আপনি বসে বসে দেখা ছাড়া কিছুই করার থাকবে না।

এসব দেশে গিয়ে দুনিয়াবী কিছু ফায়দা পাবেন ঠিকই তবে নিজের পরকাল, পরিবারের ঈমান-আমল সবই হারানোর সম্ভাবনাই বেশি।

- মেরাজ হোসাইন

মুসলিম বাংলা - Muslim Bangla

18 Nov, 09:22


ইসলামপন্থীদের এবং বামপন্থীদের সাথে আচরণের বৈষম্য দেখেন।
দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কারাগার বাম-রামদের জন্য শ্বশুরবাড়ি।
বৈষম্যবিরোধী বাংলাদেশ!
ইউটোপিয়া।
- ডাঃ মেহেদী হাসান