Abdullah Al Masud @masud887 Channel on Telegram

Abdullah Al Masud

@masud887


শিক্ষক, লেখক ও আলোচক

আব্দুল্লাহ আল মাসুদ (Bengali)

আব্দুল্লাহ আল মাসুদ নামের এই টেলিগ্রাম চ্যানেল আপনাকে নিয়ে যাচ্ছে শিক্ষক, লেখক এবং আলোচক একজন দক্ষ ব্যক্তির প্রাসাদই। এই চ্যানেলে আপনি পেতে পারবেন প্রাস্তবিক এবং প্রযুক্তিগত জ্ঞান, সমৃদ্ধ সাহিত্যিক প্রকল্প, এবং মূল্যবান আলোচনা যা আপনার দৈনন্দিন জীবন কে একটু অন্যত্র নিয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেল একজন শিক্ষক, লেখক এবং আলোচক এর প্রতিনিধিত্ব করে এবং তার মাধ্যমে আপনার জ্ঞানের হার বাড়াতে সাহায্য করে। এখানে সকালের কবিতা, বিভিন্ন মেশিন লার্নিং সম্বন্ধে জানার উপায়, এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানের প্রস্তাবনা পাবেন। আপনি যদি নতুন জ্ঞান অর্জন করার জন্য আগ্রহী থাকেন তাহলে এই টেলিগ্রাম চ্যানেলটি আপনার জন্য একটি উত্তম স্থান।

Abdullah Al Masud

21 Nov, 00:56


সাত সকালে একটা কিতাব মুতালাআর জন্য হাতে নিতেই দেখলাম শুরুতে লিখে রেখেছি- হাযিহী হাদিইয়াতুন মিন আখিল কারীম মাশুকুর রহমান রহিমাহুল্লাহ (এটি মাশুকুর রহমান রাহ. এর পক্ষে থেকে হাদিয়া।) আল্লাহ ভাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন৷ যতবারই তাঁর কথা মনে পড়ে, আমি ৩ বার তাঁর জন্য সুরা ইখলাস পড়তে ভুলি না।

Abdullah Al Masud

19 Nov, 16:43


আমাদের মাদরাসার উস্তাদ তানবীর সাহেব মারা গেলেন গত রাতের শেষ দিকে। বয়সে আমার চেয়ে অনেক ছোট হবেন৷ ব্যক্তিগতভাবে খুব বেশি পরিচয় ছিল না। যেহেতু আমি আবাসিক উস্তাদ না। দুই/একবার কথা হয়েছিল শুধু। আগ্রহভরে আমার সাথে দেখা করতে এসেছিলেন। তার চেহারা চোখে ভাসছে বারবার৷ আমরা যারা ভাবছি, বয়স হলে তারপর আল্লাহমুখী হবো, তাদের জন্য সতর্কবার্তা রয়েছে এতে। মাঝেমাঝে মনে হয়, কবে না জানি আমিও এভাবে বিনা নোটিশে হঠাৎ করেই চলে যাব! বিগত দিনগুলোতে আমার কথায় বা আচরণে কষ্ট পেলে মাফ করে দিয়েন।

Abdullah Al Masud

18 Nov, 10:54


ড. ইউনুস শুরু থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে সেই ব্যাপারে খোলাসা করে কিছুই বলেননি। পুরো বিষয়টাকে তিনি প্রতিবারই ধোঁয়াশার ভিতরে রেখেছেন৷ বলেছেন, জনগণ যতদিন চায় আমরা ততদিন থাকব৷ এই কথাটা খুবই অস্পষ্ট একটা কথা। তিনি কি জনগণ থেকে ভোট নিবেন একাধিক মেয়াদের ব্যাপারে যে, জনগণ তাদেরকে কতদিন চাচ্ছে? ক্ষমতা আসলে এমন জিনিস, যে একবার এটা চেখেছে সে সহজে ছাড়তে চায় না। লম্বা সময় থাকাতে আপত্তি ছিল না, যদি তারা গণমানুষের আকাঙ্খাকে শ্রদ্ধা করত এবং বিপ্লবের স্পিরিটকে ধারণ করত। বাস্তব চিত্র পুরো উল্টো। মনে রাখবেন, জনগণের এত এত আপত্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফারুকি/শেখ বশিরদের সুন্দরভাবেই বহাল রাখা হয়েছে সরকারে। এজন্যই 'জনগণ যতদিন চায়' কথাটাকে আমি সন্দেহের চোখে দেখি৷

Abdullah Al Masud

17 Nov, 05:41


একদিকে 'দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা' শ্লোগান দিয়ে বা শ্লোগানের সাথে সহমত পোষণ করে অন্যদিকে প্রথমকালোর সাথে মাখামাখি বহাল রাখার নাম হলো 'পায়জামাবাদ'।

Abdullah Al Masud

15 Nov, 10:17


যারা বলেছিলেন মাওলানা আবদুল মালেক সাহেবের রাজনৈতিক প্রজ্ঞা নেই; ফলে তিনি বাইতুল মোকাররমের মত জাতীয় মসজিদের খতিব হিসেবে মানানসই নন তাদের জন্য এই কথাগুলো। মূলত একজন প্রকৃত আহলে ইলম সরাসরি রাজনীতি না করলেও রাজনৈতিকভাবে সচেতন হয়ে থাকেন।

Abdullah Al Masud

14 Nov, 15:45


কখনোই এই চ্যানেল নিয়ে আমি কিছু লিখিনি৷ একবার ভেবেছিলাম ৫০ হাজার সাবস্ক্রাইব হবার কাছাকাছি সময় যখন হবে, তখন একদিন পোস্ট দিব৷ যাতে দ্রুত ৫০ হাজার হয়ে যায়। কিন্তু সেটা ভাবনাতেই থেকে যায়। তারপর পোস্ট দেবার কথা যখন মনে পড়ল, দেখি সাবস্ক্রাইব ৫০ হাজার অতিক্রম করে ফেলেছে। তাই পরে আর পোস্টটা দেওয়া হয়নি৷ আজকে আবার মনে হলো চ্যানেলটার কথা জানাই। এটি আমাদের একাডেমির চ্যানেল। অনেক উপকারী ভিডিও/আলোচনা পাবেন। চ্যানেলের লিংক আর এতে কী কী বিষয় পাবেন তার একটা তালিকা কমেন্টে দিয়ে রাখব। চালু চালু সাবসক্রাইব করে ফেলতে পারেন।

চ্যানেল লিংক-
https://youtube.com/@nlquran

Abdullah Al Masud

12 Nov, 09:27


ছাত্র সমন্বয়করা ধীরেধীরে জনপ্রিয়তা আর বিশ্বস্ততা হারাচ্ছেন। এটা খুবই বেদনাদায়ক একটা বিষয়। এর তিক্ত ফল শুধু তারাই না, অন্য সবাইকেও ভোগ করতে হবে। কারণ এটা যত তলানিতে নামতে থাকবে, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করার ক্ষমতাও হ্রাস পেতে থাকবে।

Abdullah Al Masud

11 Nov, 06:23


এই হাসিই বলে দেয় সফট লীগার ও জুলাই গণহত্যার আসামী শেখ বশিরের উপদেষ্টা নিয়োগে ৩ ছাত্র উপদেষ্টাও বেজায় খুশি। সবচে বেশি খুশি বোধহয় মাহফুজ আর নাহিদ৷ কারণ এই দুইজনের হাসিটা বেশি প্রসারিত।

Abdullah Al Masud

10 Nov, 17:58


সম্প্রতি উপদেষ্টা হওয়া শেখ বশির ও তার ভাই শেখ আফিল দুজনেই জুলাই গণহত্যার আসামী। দুজনেই লীগের নেতা। তার ভাই শেখ আফিল ছিল লীগের সাবেক এমপি। ৫ই আগস্টের পরে যশোরের চাঁচড়া চেকপোস্টে অবস্থিত আফিলের এগ্রোতে ক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছিল৷ কাদের উপদেষ্টা বানানো হচ্ছে বুঝেন এবার৷

Abdullah Al Masud

10 Nov, 17:37


হিরো আলম কী দোষ করল? তাকেও উপদেষ্টা হিসেবে দেখতে চাই৷

Abdullah Al Masud

10 Nov, 17:04


দেড় হাজার মানুষ শুধু দ্রুত নির্বাচনের জন্য যেমন জীবন দেয়নি, তেমনি শেখ বশির আর ফারুকির মতো লোকদেরকে মন্ত্রীত্বের মর্যাদা দিয়ে নীতিনির্ধারক বানানোর জন্যও জীবন দেয়নি। প্রিয় ছাত্রনেতারা, আপনারা প্রথমটার মতো দ্বিতীয়টা নিয়েও স্পষ্টভাষায় কথা বলুন।

Abdullah Al Masud

10 Nov, 16:28


হাসিনার ফ্যাসিবাদ ছিল মুজিবের বাকশালের সম্প্রসারিত রূপ। আপনারা হাসিনার বিরোধিতা করেন, আবার মুজিবের ছবি মাথার উপর টাঙ্গায়া রাখেন পরম শ্রদ্ধায়। এইসব পায়জামাগিরি বাদ দেন।

Abdullah Al Masud

10 Nov, 16:23


যেভাবে এখন ট্রাম্পের ছবি সম্বলিত ব্যানারের নাটক মঞ্চস্থ করার কুবুদ্ধি দিয়েছে এই বেডি, তেমনি দশ বছর আগে এই বেডিই তার লোকদের পল্টনে কুরআন পুড়িয়ে হুজুরদের উপর দোষ চাপানোর কুবুদ্ধি দিয়েছিল। পার্থক্য কেবল এতটুকু, তখন তার কল ফাঁস করার কেউ ছিল না।

Abdullah Al Masud

10 Nov, 15:09


আপনারা গণঅভ্যুত্থানকে নিজেদের ক্ষমতার বৈধতার সনদ হিসেবে পেশ করবেন। যেহেতু বিদ্যমান সংবিধানের মারপ্যাচে আপনাদের আটকে পড়ার আশঙ্কা আছে। তারপর ঝামেলা দেখা দিলেই 'গণ'কে আহ্বান করবেন মাঠে নামতে ও থাকতে। কিন্তু রাষ্ট্রের নীতিনির্ধারণীতে 'গণ' এর কোন আকাঙ্খার বাস্তবায়ন করবেন না। নীতিনির্ধারক বানাবেন এমন লোকদের, যারা বিপ্লব ও 'গণ' এর আকাঙ্খাকে ধারণ করে না। এমন করতে থাকলে 'গণ' এর ঠ্যাকা পড়েনি যে, আপনারা বিপদ দেখে প্রতিবার তাদের ডাকলে তারা দৌড়ে চলে আসবে৷ দয়া করে মিথ্যা রাখালের চরিত্র থেকে বেরিয়ে আসুন৷ নইলে সত্যিকার প্রয়োজনের সময় ডাক দিলেও কেউ আসবে না আপনাদের বাঁচাতে। মনে রাখবেন, 'গণ' দ্রুতগতিতে আপনাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে৷

Abdullah Al Masud

06 Nov, 11:21


আমার হাতের এই কুরআনটি হাতে লেখা। প্রায় তিনশ বছর আগের। এমন একটা হাতে লেখা পান্ডুলিপি বা মুসহাফ হাতে তুলে ধরে দেখব, এটা অনেক দিনের স্বপ্ন ছিল। ফাইনালি সেটা পূরণ হলো আলহামদুলিল্লাহ। একজন প্রাচীন জিনিস সংগ্রাহকের বাসায় এটি পেলাম। এছাড়াও মোগল আমলের বিভিন্ন দলিল/নথিও তার সংগ্রহে দেখেছি৷ বহু প্রাচীন মুদ্রার বিশাল কালেকশও ছিল। ফুটা পয়সার নাম বইতে পড়লেও এই প্রথম সেটাও ধরে দেখলাম। কুরআনের মুসহাফটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। লিংক-

https://youtu.be/EGvPNO7LZh0?si=kQaDhEcpHd9y4h7z

Abdullah Al Masud

05 Nov, 10:38


গতকাল বইমেলাতে সীরাত প্রবন্ধ প্রতিযোগিতায় ১ম পুরষ্কার লেপটপ যে পেয়েছে, সে ছিল ইডেন কলেজের এক ছাত্রী। তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছে তার ভাই৷ ছেলেদেরকে পেছনে ফেলে একটা মেয়ের এভাবে ১ম পুরষ্কার জিতে নেওয়াটা বেশ ভালো লাগল৷ মেয়েদের লেখালেখির জায়গাটাতে আরও ব্যাপকভাবে আসা উচিত। প্রতিযোগীতাটার আয়োজন করেছিল 'সন্দীপন প্রকাশন'। লেপটপসহ নগত অর্থ ও বই মিলিয়ে মোট ২ লক্ষ টাকার পুরষ্কার দেওয়া হয়েছিল প্রতিযোগীদের। সীরাতচর্চায় এভাবে উৎসাহিত করার ব্যাপারটা বেশ প্রশংসনীয় ছিল।

Abdullah Al Masud

05 Nov, 09:18


বইমেলাতে গেলে পূর্ব গেটে যাবেন। সেখানেই প্রকাশকদের মেলা। পূর্ব গেট হলো মেট্রোরেলের রাস্তা যেদিক দিয়ে গিয়েছে সেদিকে। অর্থাৎ পল্টন মোড় থেকে মতিঝিলের দিকে যেতে যে পাশ সেদিকে। মসজিদের মেহরাব থেকে সোজা উল্টো দিকে হাঁটা দিলেই মেলায় চলে যাবেন। আর মেলাতে গেলে আমার নতুন বইটা দেখার দাওয়াত থাকল। নাম- '২৪-এর গণঅভ্যুত্থানঃ স্মৃতিচারণ ও ইতিহাস'। রাহনুমা প্রকাশনী। স্টল নং ৩৫-৩৬।

Abdullah Al Masud

05 Nov, 09:15


নূরুল আনওয়ার এর সুন্নাহ-ইজমা-কিয়াসের অংশের তালখিস চলে এসেছে। পাবেন বইমেলাতে চেতনা প্রকাশন ও উমেদ প্রকাশন এবং মাকতাবাতুল হাসানে।

Abdullah Al Masud

04 Nov, 16:25


তাবলীগ জামাতের অবদান ও প্রভাব এবং এর টিকে থাকার গুরুত্ব বুঝতে হলে বৈশ্বিক পরিসরে তাবলীগ জামাতের খেদমত বুঝতে হবে। গ্রামের কোন মসজিদে কিছু অতি সাধারণ মানুষের জামাত দেখে বিষয়টি অনুধাবন সম্ভব নয়। এটি বুঝার জন্য সবচে সুন্দর ও সহজ মাধ্যম হলো মুফতি তকি উসমানী সাহেবের সফরনামাটা পড়ে নেওয়া৷ এটি ৩ খন্ডে প্রকাশ করেছে মাকতাবাতুল ইসলাম - প্রকাশনী 'দেশ-দেশান্তর' নামে। এটি পড়লে দেখবেন, ইউরোপের বহু দেশে ও বহু জায়গায় মানুষ এখনো দ্বীনের সাথে জুড়ে আছে এই তাবলিগের মেহনতের কারণে৷ বহু মক্তব ইউরোপের অন্ধকার জগতে আলো ছড়াচ্ছে ও নানানভাবে মুসলিম সন্তানদের দ্বীন শেখাচ্ছে তাবলীগের বা তাদের দ্বারা প্রভাবিত লোকজন। আমি যখন রোহিঙ্গাদের ক্যাম্পে সফরে যাই, তখনও দেখেছি বহু আগ থেকে সেখানে তাবলীগের মেহনত জারি এবং মানুষকে দ্বীনের সাথে জুড়ে রাখার কাজ করে যাচ্ছে। সবমিলিয়ে এই জামাতের মেহনতকে জীবিত রাখা ও বিকৃতি থেকে রক্ষা করা তাই দেশীয় ও বৈশ্বিকভাবে বহু জরুরি৷

সম্প্রতি মুআয বিন নূর নামে এক অকালপক্ক সাদপন্থী যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে লোকজনের সামনে সন্ত্রা·সী কায়দায় হুমকি দিয়ে কথা বলেছে এটা কোনভাবেই মানা যায় না। তার ও তাদের বুঝা উচিত, এদেশের সহীহ মানহাজের তাবলীগের কর্মী ও সমর্থকরা মরে যায়নি বা ঘুমিয়ে নেই৷ তারা যদি মনে করে, এসব ধমকিমার্কা কথা বলে ভয় পাইয়ে দিবে, তাহলে স্বপ্নের দেশে বসবাস করছে। কেননা উলামা-তুলাবারা যেভাবেই হোক এই মহতি মেহনতকে সঠিকভাবে টিকিয়ে রাখতে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আগামীকালের কর্মসূচির সফলতা কামনা করছি।

Abdullah Al Masud

03 Nov, 15:43


৫ই নভেম্বরের সমাবেশ তাবলীগ জামাত নিয়ে। এতটুকু বোধগম্য। যেহেতু দুই পক্ষের বিরোধ দীর্ঘ দিনের এবং সামনেই ইজতিমা। কিন্তু সমাবেশের পরিচয়ে 'কওমী মাদরাসা ও দ্বীন রক্ষা' এর কথাও যুক্ত হয়েছে। এতটুকু পুরোপুরি বোধগম্য হয়নি। হঠাৎ করে নতুন কোন সমস্যায় তো কওমী মাদরাসা বা দ্বীনে ইসলাম পতিত হয়নি। তাহলে এমন শ্লোগানের হেতু কী আল্লাহই ভালো জানেন৷ আবার এখানে দেখা যাচ্ছে কওমী মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়ার কিংবা সবচে বড় বোর্ড বেফাকের অফিসিয়াল কোন সম্পৃক্ততা নেই৷ পক্ষান্তরে আঞ্চলিক কিছু বোর্ড অফিসিয়ালি বিবৃতি দিয়ে এই সমাবেশকে সফল করতে আহ্বান জানাচ্ছে। প্রয়োজনে পরীক্ষাকে পেছাতেও বলছে। হাকিকত আল্লাহই ভালো জানে৷ তবে আমাদের অতীত ইতিহাস তেমন সুখকর নয়। আমাদের নিখাঁদ আবেগকে কীভাবে বিভিন্ন স্বার্থে ব্যবহার করা হয় তা বারবার দেখা হয়ে গেছে। চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলেও ভয় করে। সেজন্য এই বিষয়গুলোকে পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। আপনাদের প্রতিও সামগ্রিকভাবে সবকিছুর উপর পর্যালোচনামুখী নজর রাখার অনুরোধ থাকলো৷ চোখ বন্ধ করে সব কিছু বিশ্বাস করে নেবার দিন বহু আগেই ফুরিয়ে গেছে৷