We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News @wabobsnews Channel on Telegram

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

@wabobsnews


WABOBS News Telegram Channel: Your source for the latest news from around the world, 24/7.

Contact: @wabobsbot

Twitter: https://x.com/wabobs2
Website: kofipost.com

WABOBS News Telegram Channel (Bengali)

এক্সক্লুসিভ ও তাড়াতাড়ি সংবাদের জন্য WABOBS News টেলিগ্রাম চ্যানেলটি আপনার জন্য অভিনন্দন জানাচ্ছে! চ্যানেলটি সারা বিশ্ব থেকে সর্বশেষ খবর অনুষ্ঠান করে এবং ২৪/৭ বস্তুনিয়াতমক খবর সরবরাহ করে। এটি একটি ইউনিক ও মজার উদ্যোগ, যা আপনাকে সর্বদা আপডেট রাখবে। WABOBS News আরও নিজেদের টেলিগ্রাম বট ব্যবহার করে যেকোনো প্রশ্নের জন্য সম্পর্ক স্থাপন করার সুযোগ করে। আপনি চ্যানেলে যোগ দিতে চাইলে @wabobsbot এ যোগাযোগ করতে পারেন। চ্যানেলের টুইটার এবং ওয়েবসাইট লিংকও সরবরাহ করা হয়েছে যাতে আপনি নিজেদের পছন্দ অনুযায়ী খবর পাবেন। এখনই WABOBS News চ্যানেলে যোগ দিন এবং প্রথম হতে চ্যানেলে সর্বশেষ খবর পাওয়া।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

21 Nov, 13:07


নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আন্তর্জাতিক অপরাধ আদালত

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ ছাড়া ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গালান্টের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে হেগের এই আন্তর্জাতিক আদালত।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

21 Nov, 12:19


ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, আদালতে কান্না

হবিগঞ্জের চুনারুঘাটে একটি হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আজ দুপুরে হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক কামরুল হাসানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এ সময় এজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়েন ব্যারিস্টার সুমন।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

21 Nov, 11:56


জাতীয় পার্টি কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়, আমাদের ছাড়া নির্বাচন হলে তা অংশগ্রহণমূলক হবে না

কোন দলকে নিষিদ্ধ না করে যারা অন্যায়ের সঙ্গে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনর সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

তিনি বলেন, জাতীয় পার্টি কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়। অন্যায়ের সঙ্গে জড়িত সেটা জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা বিএনপি যেই হোক না কেন, তাদের অপরাধের শাস্তি নিশ্চিত করা হোক। কিন্তু যারা অপরাধ করেনি, দোষী না, তাদের রাজনীতি থেকে বিরত রাখার পক্ষে আমরা নই। কোনো দলকে নিষিদ্ধ করে বাইরে রাখা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তরায়। জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে তা অংশগ্রহণমূলক হবে না। জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

21 Nov, 08:20


চাহিদামতো টাকা না পেয়ে ট্রেনে হিজড়াদের এলোপাতাড়ি পাথর নিক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রীদের কাছ থেকে চাহিদামতো টাকা না পেয়ে বাগবিতণ্ডার জেরে ট্রেনে এলোপাতাড়ি পাথর ছুড়েছে কয়েকজন হিজড়া। এতে ট্রেনের কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী ট্রেনে বেশ কয়েকজন হিজড়া উঠে যাত্রীদের কাছ থেকে টাকা তুলতে থাকেন। যেসব যাত্রী তাদেরকে টাকা দিচ্ছিলেন না তাদের সঙ্গে অশালীন ব্যবহার শুরু করেন। এ নিয়ে ট্রেনের মধ্যে হিজড়া ও যাত্রীদের বাগবিতণ্ডা হয়। ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিলে সংঘবদ্ধ হিজড়ারা প্ল্যাটফর্মের বদলে বিপরীত দিকে ট্রেন থেকে নেমে হামলা চালায়। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। যাত্রীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

20 Nov, 15:54


হামলার পরিকল্পনা ও হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলো যুবলীগ কর্মী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে হামলা, হামলার পরিকল্পনা ও হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মোট ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন কফিল উদ্দিন নামের এক যুবলীগ কর্মী। তিনি নিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি। পুলিশের খাতায় রয়েছে অস্ত্র, মাদকসহ আরও তিন মামলা।

মামলার বিষয়ে কফিল উদ্দিন বলেন, তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের অত্যাচারের প্রতিবাদ করেছেন। ছাত্র–জনতা দেশ স্বাধীন করেছেন। তিনি নিজে আন্দোলনে অংশ নিয়েছেন। কোনো সুবিধার জন্য মামলা করেননি।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

20 Nov, 12:05


আ.লীগের সমর্থক বাড়াতে তৃতীয় বিয়ে করার ঘোষণার পর মাইর খেয়ে হাসপাতালে লীগ কর্মী

আওয়ামী লীগের সমর্থক বাড়াতে দুটি বউ থাকার পরও আরেকবার বিয়ে করে সন্তান জন্ম দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এক আওয়ামী লীগ কর্মী। তাছাড়া দলের সভাপতি শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরে আসবেন মন্তব্য করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান দেলোয়ার হোসেন ওরফে বগা নামের ওই আওয়ামী লীগ কর্মী।

তবে তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর তাকে তুলে নিয়ে মারধর করেছে কে বা কারা। এখন তিনি গুরুতর আহত হয়ে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

20 Nov, 11:49


ঢাকা-সিটি কলেজ সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, এখনো মুখোমুখি ঢাকা-সিটি কলেজ শিক্ষার্থীরা - আহত বেড়ে ১৫

বাসে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে টিয়ারশেল ছুড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে দু’পক্ষই নিজেদের অবস্থান থেকে পিছু হটেছে। তবে তারা সেখান থেকে চলে যাননি।

আজ দুপুর আড়াইটা থেকে সায়েন্সল্যাব মোড়ে থেমে থেমে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় ১০ জন শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। বিকেল সাড়ে ৪টার দিকে প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ বুঝে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া করেন। বাধ্য হয়ে সিটি কলেজ শিক্ষার্থীদের দিকেও টিয়ারশেল ছুড়তে বাধ্য হয় পুলিশ।

জানা যায়, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর করে সিটি কলেজের শিক্ষার্থীরা এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

20 Nov, 10:45


যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা কমিয়ে দিলে আমরা হেরে যাব : জেলেনস্কি

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ধারণা করা হচ্ছে তিনি হয়তো ইউক্রেনের জন্য সহায়তা কমাবেন। এমন অবস্থায় যুদ্ধে পরাজয়ের শঙ্কা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দিলে “আমরা হেরে যাব”। 

তিনি আরো বলেন, “আমরা লড়াই করব। আমাদের নিজস্ব উৎপাদন আছে, কিন্তু তা যুদ্ধে জয় পাওয়ার জন্য যথেষ্ট নয়। এবং আমি মনে করি এটি (লড়াইয়ে) টিকে থাকার জন্যও যথেষ্ট নয়।”

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

20 Nov, 08:28


আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’ শীর্ষক কফিন মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

20 Nov, 08:23


আপনারা আমাদের ডিস্টার্ব করছেন: তল্লাশিতে খেপে গিয়ে বলেন দরবেশ

সালমান এফ রহমান ওরফে দরবেশের বিরুদ্ধে মোবাইল ফোন ব্যবহারের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কারা কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালমানসহ ডিভিশন পাওয়া ভিআইপি বন্দিদের কক্ষে তল্লাশি চালিয়েছেন কারা কর্মকর্তারা। এ সময় সালমানসহ কয়েকজন কারা কর্মকর্তার ওপর খেপে যান বলে কারা সূত্রে জানা গেছে। সালমান বলেন, ‘আপনারা আমাদের ডিস্টার্ব করছেন।’

গতকাল কালের কণ্ঠে “কারাগারেও তৎপর ‘দরবেশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সালমান এফ রহমানের ফোনালাপের তথ্য তুলে ধরা হয়। এ খবর প্রকাশের পর যেসব কারারক্ষী এতোদিন ভিআইপি বন্দিদের দায়িত্ব পালন করতেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। নতুন কারারক্ষীদের দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ যেন অর্থ দিয়ে মোবাইল ফোন ব্যবহার না করেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

20 Nov, 08:10


হামাসের হাতে জিম্মিদের মুক্তিতে ৫০ লাখ ডলার দেওয়ার ঘোষণা নেতানিয়াহুর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি যারা বন্দি ইসরাইলিদের মুক্ত করতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু।

এ সময় নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষ হয়ে গেলেও হামাস আর কখনও গাজা শাসন করবে না। ইসরাইলি বাহিনী হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। যদি কেউ আমাদের কাছে বন্দিদের এনে দেয় তাহলে সে নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান (গাজা) থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পাবেন। আমরা প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার দেব।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

20 Nov, 05:40


সৌদিতে কাবার আদলে তৈরি মঞ্চে চলছে খোলামেলা নাচ-গান

পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে মঞ্চ। আর সেই মঞ্চে চলছে নাচ-গান, খোলামেলা পোশাকে ফ্যাশান শো! সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য। ১৩ নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে ফ্যাশন শোর পাশাপাশি ছিল নাচ-গানের আয়োজনও। আর সেই আয়োজনেই খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিওনকে। আর এরপর থেকেই বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়।

অনেকেই বলছেন, হজ ও ওমরার দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে! যে দেশকে ইসলামের রাজধানী বলা হয়, যে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (স)। সে দেশে কি হচ্ছে এসব! এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরও বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গেছে এই দেশটিতে।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

19 Nov, 18:12


কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস

কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। ৮ থেকে ১২ বছরের ছিগারুল হুফফাজ (শিশু হাফেজদের গ্রুপ) গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি। আনাস মাহমুদ রাজধানীর মিরপুরের মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী আবু জর গিফারী।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

19 Nov, 18:06


- আশুলিয়ায় যুবলীগের ব্যানারে 'নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের' ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫।
- যশোরে ঝটিকা মিছিল, যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

19 Nov, 17:54


ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলনকে নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

উপজেলা ও পৌর বিএনপি’র সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে হওয়া সংঘর্ষের ঘটনায় অবশেষে ১৪৪ ধারা জারি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সম্মেলনস্থলসহ পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ নভেম্বর) বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরে পল্লী বিদ্যুতের মোড় থেকে আব্দুল খালেক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য রফিক শিকদারের নেতৃত্বে কাউন্সিলবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় উভয়পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৫০জন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের সময় দাঙ্গাবাজরা চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ অন্তত ৩০টি দোকানপাট ব্যাপক ভাঙচুর চালায়।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

19 Nov, 17:00


নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে বাংলাদেশের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন এস আলম

এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করে বাংলাদেশে করা বিনিয়োগের সুরক্ষা চেয়েছেন। এই বিনিয়োগে সুরক্ষা না দিলে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলার হুমকি দিয়েছেন তিনি। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম (এস আলম) ও তাঁর সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে ১ লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এস আলম গ্রুপ হুন্ডিসহ বিভিন্ন মাধ্যমে এই টাকা বিদেশে পাচার করেছে বলে প্রাথমিক তথ্য ধরে অনুসন্ধান শুরু হয়েছে।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

19 Nov, 09:55


আপনাদের ওপর সন্দেহ আসতে শুরু করেছে: অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্দেহ কিন্তু আপনাদের ওপর আসতে শুরু করেছে। আমরা তো চাই, সরকার সাফল্য অর্জন করুক। তাদের সাফল্য মানে আমাদের সাফল্য। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হবো। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক। আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

19 Nov, 09:49


পড়াশোনা না করায় বকা, ইউটিউব দেখে বোমা বানিয়ে ক্লাসে শিক্ষিকার চেয়ার উড়িয়ে দিলো একদল দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

ভারতের হরিয়ানার এক স্কুলে দ্বাদশ শ্রেণির একদল ছাত্রদের পরিকল্পিত ঘটনায় চমকে গেছেন সবাই। শিক্ষিকার বকাঝকার প্রতিশোধ নিতে ছাত্ররা ইউটিউব দেখে রিমোটচালিত বোমা বাজি বানায়। সেই বাজি ক্লাসরুমে শিক্ষিকার চেয়ারের তলায় আটকে দিয়েছিল তারা। পরে শিক্ষিকা ক্লাসরুমে ঢুকে স্বাভাবিকভাবেই চেয়ারে বসতেই রিমোট টিপে বাজিটি ফাটিয়ে দেয় এক ছাত্র। বিকট শব্দ + শিক্ষিকা পড়ে যান চেয়ার থেকে। পুড়ে ছারখার হয় চেয়ারটি।

শিক্ষিকা পড়ে গেলেও শারীরিকভাবে আহত হননি। এ ঘটনায় শিক্ষা দপ্তর ১২ জন ছাত্রকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে, এবং স্কুল আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

19 Nov, 09:20


ক্ষমতায় গেলে বিএনপি সঙ্গে যারা আন্দোলন করেছে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

'নির্বাচিত হয়ে আসতে পারলে বিএনপি একা দেশ চালাবে না। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে আসবে, যারা বিএনপির সঙ্গে আন্দোলন করেছে তাদের নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি।', আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল একথা বলেন।

এছাড়াও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আপনারা শুধু বলেন আমরা শুধু নির্বাচন নির্বাচন করি। নির্বাচন বলি জাতির স্বার্থে। বিএনপির স্বার্থে তো করছি না। কটি বিষয় আমাদের সবার স্বীকার করতেই হবে, এদের কারও রাজনৈতিক অভিজ্ঞতা নেই। এর আলাদা যোগ-বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশন আছে। এটা বুঝতে পারবে রাজনীতিবিদরা। এজন্য আমরা রাজনীতিবিদরা বলছি নির্বাচন দ্রুত করো।

We're all ভক্ত of Bangladeshi ষাঁড়স | WABOBS News

19 Nov, 09:04


সিলেটে ‘জয় বাংলা’ বলে ঝটিকা মিছিলের আহ্বায়কসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সিলেটে মুখে কালো মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়কসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতারা হলেন সিলেট বিমানবন্দর থানা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান (২৫) ও সহসাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ (২৪)। গত ২৯ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা দুই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।