ফুসসিলাত-fussilat @fussilattt Channel on Telegram

ফুসসিলাত-fussilat

@fussilattt


অফিসিয়াল হোয়াটস অ্যাপ চ্যানেল লিংক:
https://whatsapp.com/channel/0029VaODbvmLikgErQciky0I

টুইটার :
https://x.com/fussilattt?s=09

অফিসিয়াল ফেসবুক গ্রুপ(শুধুমাত্র বোনদের জন্য):
https://www.facebook.com/groups/814277436681888/?ref=share

ফুসসিলাত-fussilat (Bengali)

ফুসসিলাত-fussilat হল একটি অফিসিয়াল হোয়াটস অ্যাপ চ্যানেল, যা একটি সামাজিক যোগাযোগ প্লাটফর্মের মাধ্যমে মানুষকে একত্রিত করে তাদের মধ্যে সংযোগ স্থাপন করে। এই চ্যানেলে আপনি বিভিন্ন ধরনের সামাজিক কাজ, তথ্য, ও বিষয়ে আলোচনা করতে পাবেন। চ্যানেলে যোগদান করতে নিম্নলিখিত লিঙ্কগুলি দেখুন: nn অফিসিয়াল হোয়াটস অ্যাপ চ্যানেল লিংক: https://whatsapp.com/channel/0029VaODbvmLikgErQciky0I nn টুইটার: https://x.com/fussilattt?s=09 nn অফিসিয়াল ফেসবুক গ্রুপ(শুধুমাত্র বোনদের জন্য): https://www.facebook.com/groups/814277436681888/?ref=share

ফুসসিলাত-fussilat

08 Feb, 13:21


কোনো গুনাহ করার পরে অন্তরে যে অনুশোচনা তৈরি হয়, তা অবহেলা করতে নেই। দীর্ঘদিন ধরে আপনি যখন একটি গুনাহ করে যাচ্ছেন আর তা করার পরে অনুতাপবোধ আপনার অন্তরকে জাপটে ধরছে, হোক তা ক্ষণিকের জন্য হলেও..সেই অনুতাপ, আফসোস ফেলনা নয়।

পাপ করেই চলেছেন, আর মানসিকভাবে অশান্তিতে আছেন..যে অশান্তি আপনার নাওয়া-খাওয়া-ঘুম কেড়ে নিয়েছে..সবার মাঝে থেকেও আপনি ভালো নেই। মন খারাপের মেঘ ছেয়ে যায় অন্তর মহলে..ভেতরে কোথাও হাহাকার চলে! এই বোধ আপনার রবের পক্ষ থেকে আসা এক উপহার; আগাম সর্তকবার্তা।

চারপাশে খুব কম সংখ্যক মানুষ উপলব্ধি করতে পারেন তার ভালো না থাকার কারণ। আপনি যদি সেই কম সংখ্যক মানুষের মধ্যে একজন হোন, তাহলে আপনাকে অভিনন্দন!

আপনার রব সাময়িক মানসিক অশান্তির মধ্যে রেখে আপনাকে তওবার পথ চেনাতে চান। আপনার রব চান, ভাবলেশহীনভাবে কাটানো জীবনটাকে আপনি আরেকটাবার গুছিয়ে নিন। মানসিক অশান্তি নামক ক্ষণিকের শাস্তি আপনার ভবিষ্যৎ সোনালি পথে চলার সামান্য বিনিময় মাত্র।

"আর অবশ্যই আমরা তাদেরকে মহা শাস্তির পূর্বে কিছু লঘু শাস্তি আস্বাদন করাব যাতে তারা ফিরে আসে।" [সূরা সাজদাহ-২১]

সুতরাং, বুদ্ধিমান তো সেই যে সতর্ক হয়। মন খারাপের কারণ অনুসন্ধান করে ফিরে যায় তার রবের দিকে...রবের পথে। যে পথ বান্দাকে দেখায় জান্নাত তার গন্তব্য; তার সফলতা।

|বোধ|

~ কারিশমা আনান

#Fussilat

ফুসসিলাত-fussilat

07 Feb, 12:08


আমার আইসিইউতে আজ ৭টা ইয়াং পেসেন্ট আছে যাদের বয়স ২০-৩৫ এর মধ্যে। এক্সিডেন্ট, স্ট্রোক, ডায়াবেটিক কিটো এসিডোসিস, পয়জনিং - এগুলো নিয়েই তারা ভর্তি। এর মধ্যে কয়েকজন আছে লাইফ সাপোর্টে এবং কন্ডিশন বেশ ক্রিটিকাল।

যৌবনের গরম রক্ত যাদের গন্তব্য ভুলিয়ে রেখেছে তাদের জন্য এ লেখা। তোমরা কি ভাবছ ফিরে আসার পর্যাপ্ত সময় তোমাদের দেয়া হবে?

ধরো ভালবাসা দিবস নিয়ে তোমাদের কতজনের কত প্লান, প্রোগ্রাম! ১৪ তারিখ পর্যন্ত বেঁচে থাকবা তার গ্যারান্টি তোমাকে কে দিল?

এক সময় আইসিইউ ডায়েরি লিখতাম। মৃত্যু কতরূপে মানুষের সামনে হাজির হয় তার কিছু নমুনা তুলে ধরতাম। মৃত্যুকে স্মরণ করা জরুরী। 'মরতেই হবে' - এই বাস্তবতা নিয়ে ভাবলে ফিরে আসা সহজ হয়, সহজ হয় পাপ থেকে বিরত থাকা।

প্রিয় ভাই, ইউটিউব বা টুইটার থেকে তুরস্কের গতকালের ভূমিকম্পের ভিডিওগুলো দেখো। সেখান থেকেও ফিরে আসার ইনসেন্টিভ পাবে। ভিডিওগুলো দেখে সুরা মূলকের ১৬ নং আয়াতটা মাথায় আসলো।
"যিনি আসমানে আছেন, তিনি তোমাদের সহ যমীন ধসিয়ে দেয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছ, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে? "

পাপ করে গর্ব করোনা। অনুতপ্ত হবার পরিবর্তে এরোগ্যান্ট হয়ো না। অবাধ্যতার অন্ধকারে নিমজ্জিত অবস্থায় হঠাৎ যদি মালেকুল মউতের সাথে দেখা হয়ে যায়, হাশরের ময়দানে কী জবাব দিবা?

বেহায়াপনা ছড়িয়ে পড়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। ফেব্রুয়ারী হয়ে উঠেছে এক অভিশপ্ত মাস। প্রিয় ভাই, ফেব্রুয়ারীর ফেতনা থেকে বেঁচে থাকো। হারাম রিলেশন ছেড়ে দাও। আজ যে ছেলেটা লাইফ সাপোর্টে আছে তার জায়গায় নিজেকে একবার কল্পনা করো৷ ফিরে এসো।

- মেহেদী হাসান

#Fussilat
#Boycottvalentine
#কাছেআসারগল্প

ফুসসিলাত-fussilat

04 Feb, 08:05


ফিরে এসো ভাই/বোন আমার। তোমার রব তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যেনো তওবা করো।

তিনি বলেন, "তারা আল্লাহর কাছে তওবা করে না কেনো? আল্লাহ যে ক্ষমাশীল, দয়ালু।"
~আল কুরআন ( ৫: ৭৪ )

#dhd
#Fussilat

ফুসসিলাত-fussilat

03 Feb, 13:04


বিপদে হৃদয় বেদনাহত হওয়া গুনাহ নয়। বরং দুঃখ-কষ্ট ও বিপদাপদে অনিচ্ছাকৃত যে কান্না আসে, সেটাও ধৈর্যহীনতা নয়। ধৈর্যহীনতা হলো আল্লাহপাকের ফয়সালার উপর আপত্তি ও অভিযোগ উত্থাপন করা।

যদি হৃদয়ে ব্যথার আগুন জ্বলতে থাকে, দু-চোখ থেকে অশ্রু ঝরতে থাকে, মন-মানসিকতা ভালো নেই, বার বার কান্না আসছে, কিন্তু তাকদীরের উপর আপত্তি না করে আল্লাহর হেকমতের উপর বিশ্বাস রাখে, তাহলে এরই নাম সবর। এর উপরই আল্লাহপাকের পক্ষ থেকে অপরিসীম সাওয়াবের প্রতিশ্রুতি রয়েছে।

-মুফতী তাকী উসমানী হাফি.

[সহজ নেক আমাল : ৪৮]

#Fussilat

ফুসসিলাত-fussilat

02 Feb, 13:29


الســـــــــــــــلام عليكم ورحمة اللّٰه وبركاته

আমি কেন মেডিকেল ছেড়ে দিছি?

১. সহশিক্ষা হারাম এটা নিয়ে কোনো ইখতেলাফ নাই। আমি কখনো প্রাকটিস করতে চাই না ইন শা আল্লাহ। কারণ আমি নিজেকে এ বিষয়ে যোগ্য মনে করি না যে আমি আমার স্বামী সন্তানের হক আদায় করে আমার বাইরে সমান তাল রাখতে পারবো। তাই শুধুমাত্র সার্টিফিকেট বা ডিগ্ৰীর জন্য আমি কোনো হারাম পরিবেশে থাকতে চাইনি

বিস্তারিত :
https://telegra.ph/Medical-02-02-2

~উম্মে মারইয়াম

#Fussilat

ফুসসিলাত-fussilat

02 Feb, 10:53


সহশিক্ষা ছাড়ার বিষয়ে আমি কোনো আলেমের সাথে পরামর্শ ছাড়া শুধুমাত্র নিজের ভয়ের কারণে অপারগ হয়ে যাইনি, যেটা আমরা অনেকেই করি। নিজেই নিজের হালত বুঝে অপারগ হয়ে যাই।

হ্যাঁ আমি একভাবে অনেক অপারগ ছিলাম। আমার হালত খুবই ভয়াবহ ছিল আসলে যতটা ভয়াবহ ছিল তার থেকেও শয়তান একটু বাড়িয়েই দেখাচ্ছিল। আর এমনটাই শয়তান সবসময় করে। আমরা নিজেরাও তো ভবিষ্যত জানি না, গায়েব জানি না কিন্তু সেই অজানা বিষয়কে ভয় করে বর্তমানে আল্লাহর সাথে সম্পর্ক আমরা নষ্ট করি, আল্লাহ থেকে দূরে সরে যাই। নিজের জীবনকে কঠিন করি।

বিস্তারিত :

https://telegra.ph/TAQWA-02-02

~ তাসপিয়া নওশিন

#Fussilat

ফুসসিলাত-fussilat

02 Feb, 02:07


বরকতময় মাস শাবান চলমান এবং রমাদান সন্নিকটে ইনশাআল্লাহ।

“নিজেদের জীবন বদলাই, রমাদানের মতোই প্রতিটা দিন কাটাই” আমাদের উক্ত রমাদান প্রস্তুতি কাফেলায় যে বোনেরা আমাদের সাথে শুরু থেকে যুক্ত ছিলেন কিন্তু এখন কোনো কারণ বশত নেই তাদের প্রত্যেকের উদ্দেশ্যে -

السلام عليكم و رحمة الله و بركاته

মুহাব্বাতের বোনেরা, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা আপনাকে খুঁজে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ।

কেন জানেন?

আল্লাহ তাআলার তাওফিক মোতাবেক আমরা নিজের রমাদানকে উত্তম বানাতে এবং নিজের জীবনকে সহজ ও সুন্দর করতে অনেকদিন একসাথে ছিলাম, আলহামদুলিল্লাহ।

তারপর কোনো কারণ বশত আপনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন এবং আমরা এক বরকতময় কাফেলা থেকে আপনাকে হারিয়ে ফেলেছি।

কিন্তু, আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা মোটেও খুশি নই। তাই আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার কাছে দাওয়াত নিয়ে আসলাম -

আর তো মাত্র কয়েকটা দিন বাকি আছে রমাদানের, একসাথে প্রস্তুতি তো নিতেই পারি আমরা যদি আল্লাহ তাআলা কল্যাণকর মনে করেন।

আমরা অনেককেই ইনবক্স করার চেষ্টা করেছি, কিন্তু সবাইকে ইনবক্স করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা অপারগ। আল্লাহ তাআলা ক্ষমা করুক।

আমরা অপারগ হলেও আমাদের রব তো সবকিছুর উপর ক্ষমতাবান। আলহামদুলিল্লাহ।

আল্লাহ তাআলা যা চান, তাই হয়। আল্লাহ তাআলা আপনাদেরকে আবারও সুযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ।

আপনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও আবারও আমাদের কাছে ফিরতে কখনো সংকোচবোধ করবেন না ইনশাআল্লাহ।

আমার মুহাব্বাতের বোন, আপনার যদি সময়-সুযোগ থাকে আপনি কি আবারও রমাদান প্রস্তুতির জন্য যুক্ত হবেন ইনশাআল্লাহ?

আমাদের এই পোষ্টটি যদি আপনি দেখে থাকেন এবং তারপর যদি আগ্রহী হোন তাহলে ইস্তিখারা করার পর @Fuussilattt আইডিতে সালাম জানাবেন ইনশাআল্লাহ।


এছাড়া আমাদের কোনো কথা - আচরণ ইত্যাদির দ্বারা আপনি কাফেলা চলাকালীন কখনো যদি কষ্ট পেয়ে থাকেন এবং আপনার হক আদায়ে যদি আমরা ব্যর্থ হয়ে থাকি তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ক্ষমা করে দিবেন অনুরোধ রইল।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, আমাদের প্রতি রহম করুক,আমিন।

اللهم صل على محمد و على ال محمد

ফুসসিলাত-fussilat

31 Jan, 19:23


আপনি রিযিক চান?
আপনি কি টাকা চান?

দুনিয়াকে আপনার সবচেয়ে বড় উদ্বেগ হতে দিবেন না।

পরকালকে আপনার উদ্বেগ হতে দিন এবং দুনিয়া আপনার কাছে আসবে যাবে।

আল্লাহ তাআ'লা বলেন,

যে আল্লহুকে ভয় করে, তিনি তার জন্য উত্তরনের পথ তৈরি করে দিবেন। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিযিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না।

সূরা তালাক:২,৩

আল্লাহ কি তাঁর প্রতিশ্রতিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী?

অবশ্যই সত্যবাদী।

সক্ষম না অক্ষম?

অবশ্যই সক্ষম।
ঠিক আছে, তাহলে রিযকের অভাব কেন?

আপনি এমনভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন যেন আপনি আল্লাহর প্রতিশ্রুতি সম্পর্কে সন্দিহান।

শুধু একটু অপেক্ষা করুন, আল্লাহ আপনার জন্য আপনার রিযিক প্রসারিত করবেন ইনশাআল্লাহ।

আপনি তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করুন সবকিছু সহজ হবে ইনশাআল্লাহ।

~সংগৃহিত

#Fussilat

ফুসসিলাত-fussilat

31 Jan, 10:03


السلام عليكم و رحمة الله و بركاته

আজকের মুযাকারায় উপস্থিত থাকতে আল্লাহ তাআলার ইচ্ছায় অনেকেই চ্যানেলে রিকোয়েস্ট দিয়েছেন কিন্তু আমাদের টিম থেকে ইনবক্স করার পর কোনো কারণবশত হয়তো মেসেজ দেখতে পাননি।

আল্লাহ তাআলা সহজ করুক,আমিন।

অনুগ্রহ করে যারা চ্যানেলে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সবাই @Fuussilattt আইডির ইনবক্স চেক করুন ইনশাআল্লাহ।

اللهم صل على محمد و على ال محمد

ফুসসিলাত-fussilat

28 Jan, 05:17


মদ খেয়ে যদি আমার কোনো ক্ষতি না হয় বরং উল্টো হাজারটা উপকার ও হয়, তবু মদ যেমন আমার জন্য হালাল হবে না।

ঠিক তেমন-ই সহশিক্ষায় গিয়ে যদি আমার ঈমান, আমলের কোনো ক্ষতি না হয় বরং উল্টো আমার দাওয়াতি খিদমাতের উসিলায় হাজারটা ভাই-বোন দ্বীনে ফেরে, তবু সহশিক্ষা আমার জন্য হালাল হবে না।

~ মুহাব্বাতে কুরআন

#Fussilat

ফুসসিলাত-fussilat

27 Jan, 09:39


আমরা মেয়েরা দ্বীনে ফেরার পর সহশিক্ষা ছেড়ে দেওয়ার বিষয় সামনে আসলে কিংবা শক্তভাবে দ্বীনকে আঁকড়ে ধরতে চাইলেই যে প্রসঙ্গটি সবচেয়ে বেশি মাথায় এবং অন্তরে আসে সেটা হলো “পরিবারের জন্য কিছু করতে চাই তাহলে কিভাবে করব?”


সহশিক্ষা ছেড়ে দিলে পরিবারের জন্য কিছু তো করতে পারব না এমন চিন্তার কারণে অনেক বোন হারাম ছাড়তে পারেন না।

শুধু এইটা না, এমন আরও অনেক বিষয় রয়েছে যা দিয়ে শয়তান আমাদের কুমন্ত্রণা দেয়, হতাশ করে দেয়, আল্লাহ তাআলার কাছ থেকে থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নেয়।

রিজিক নিয়ে আমরা এমনভাবে পেরেশান হয়ে যাই যে আমরা দুনিয়াতে কেন এসেছি সেটাই ভুলে যাই।

আল্লাহ তাআলা হেফাজত করুক,আমিন।

একজন নারী হয়ে কিভাবে আমরা নিজেদের জীবন ও পরিবারের জীবন সহজ ও সুন্দর করব এই বিষয়ে আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের কয়েকটি মুযাকারা অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

কিন্তু এইবার আল্লাহ পাক উত্তম মনে করলে আমরা জানব যে, একজন নারী হয়ে পরিবারের জন্য ঘরে বসেই কিভাবে আমরা ইনকাম করতে পারব, কিভাবে নিজ জীবন সহ পরিবারের সবার জীবন আরো অধিক পরিমাণে সহজ করতে পারব, কিভাবে নিজ পরিবারের রিজিক আসমান থেকে আরো বাড়িয়ে আনতে পারব ইনশাআল্লাহ।

ঘরে বসে থেকেই পরিবারের জন্য কিছু করতে পারবেন এমন সহজ ইনকাম সোর্সের সন্ধান দেওয়া হবে ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা উত্তম মনে করলে আমাদের পরবর্তী মুযাকারার বিষয়বস্তু :

তাকওয়া অবলম্বনের সহিত নারী হয়ে পরিবারের জন্য কী কী করতে পারি।”

তারিখ: ৩১ জানুয়ারি, শুক্রবার
সময়: রাত ৭:৩০ টা - রাত ৯ টা

সবাই ইশার সলাত আদায় করে মুজাকারায় আল্লাহর কাছে দোয়া করে বসব ইনশাআল্লাহ।

চ্যানেল লিংক(শুধুমাত্র বোনদের জন্য) :
https://t.me/+rnGkj-eI_EpjMWVl

উক্ত মুযাকারার জন্য চ্যানেলে যুক্ত হওয়ার কিছু শর্ত -

১) ইস্তিখারা দোয়া করতে হবে

২) @Fuussilattt আইডিতে ভয়েস মেসেজের মাধ্যমে সালাম দিতে হবে ইনশাআল্লাহ।

চ্যানেলে জয়েন রিকোয়েস্ট পাঠালেই আমাদের টিম থেকে মেসেজ দেওয়া হবে এবং ভয়েস দিয়ে কনফার্ম করলেই আপনাকে যুক্ত করা হবে ইনশাআল্লাহ।

সদকায়ে জারিয়াহর নিয়তে নিজের পরিচিতদের যুক্ত করতে পারেন ইনশাআল্লাহ।

اللهم صل على محمد و على ال محمد

ফুসসিলাত-fussilat

25 Jan, 14:56


প্রিয় বোন,

তুমি জানো দুনিয়ার এই মজলিস অত্যন্ত ক্ষণস্থায়ী। তুমি যতক্ষণ এই মজলিসে মঞ্চ কাঁপানো আলাপ করবে, আড্ডা জমানো গল্প শোনাবে, সবাইকে সুস্বাদু খাবার বিতরণ করবে, ততক্ষণই তোমাকে মনে রাখা হবে।

তুমি যখন অনুপস্থিত হয়ে যাবে, তখন হয়তো দুই-এক দিন, দুই-একজন তোমার কথা ভাববে, তোমাকে মনে করবে, তোমার খোঁজ নেবে। বিশ্বাস করো, তা এই দু-চার দিনই। এরপর কেউ মনে রাখবে না। রাখাটা স্বাভাবিক না।

তবে তুমি তোমার কৃতকর্মের ফলকে নিজের পাশে পাবে। সে সব সময় তোমার সাথেই থাকবে। হয়তো আস্থাভাজন পাহারাদার যুবকের মতো, নাহয় হিশহিশ করা ভয়ানক সাপ হয়ে।

তুমি নিজেই জানো, নিজের জন্য কী প্রস্তুত করছ।

~ আসমানী চিঠি

#Fussilat

ফুসসিলাত-fussilat

25 Jan, 11:46


যারা বাধ্য হয়েই এডমিশন দিচ্ছেন, বড় বোন হিসেবে তাদের প্রতি নাসীহাহ - মেহেরবানি করে কোনো প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিতে যাবেন।

কেননা একবার পড়াশোনা ঠিকভাবে করলে, ওই পরিবেশে পরীক্ষা দিতে গিয়েও নিজেকে হারিয়ে ফেলবেন! মনে হবে ঠিকঠাক পরীক্ষা দেই ই না হয়। চান্স পেলে পেলাম। উপরন্ত শয়তান ওয়াসওয়াসা দেবে - এই ক্যাম্পাসেও তো অনেকেই বোরকা পড়েছে! কি সুন্দর নামাজের জায়গা! কি নিরিবিলি! আহ, কি মিষ্টি শালিকের ডাক!

পরিবেশ মাত্র কয়েক মুহূর্তেই আপনাকে মূলনীতি ভুলিয়ে দেবে। অন্য সবার সাথে গলা মিলিয়ে আপনার ও বলতে ইচ্ছে করবে - এই ক্যাম্পাস টা আমার!!

তারপর হয়তো একদিন ঐ সবার সাথেই ঐ 'আপনার ক্যাম্পাসেই' বেপর্দা হয়ে গলা মেলাবেন কোনো গিটারের সুরে।

আল্লহ হিফাজত করুন।

~ বিনতে যাইনুল আবেদীন

#Fussilat

ফুসসিলাত-fussilat

23 Jan, 10:33


নারী হয়ে মারিয়াম আলাইহিস সালামের মত ঘরে বসেই রিযিক পেতে চান!!

এমনকি ছোট ছোট বিষয় যা লাগবে সবকিছু আল্লাহর কাছে চাওয়া মাত্রই ঘরে হাজির এমন অলৌকিকতার সাক্ষী হতে চান!!

তাহলে তাকওয়া অবলম্বন করুন এবং ঘরেই থাকুন ইনশাআল্লাহ।

ঘরের মধ্যে থেকে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন,অফলাইন-অনলাইনে নিজের চোখের হেফাজত করে, কণ্ঠের হেফাজত করে তাকওয়া ও রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন সাজিয়ে এমন একজন নেককার নারী হয়ে যান যে আল্লাহ পাকের কাছে কিছু চাওয়া মাত্রই আল্লাহ পাক কবুল করে নেন, আল্লাহু আকবর।


~ সংগৃহীত

#Fussilat

ফুসসিলাত-fussilat

22 Jan, 08:36


প্রিয় বন্ধু আমার,

তুমি আল্লাহর হও, আল্লাহ তাআলাও তোমার হবেন।

এই কথাটা তুমি যত সহজ ভাবছ তত সহজ ও সিম্পল এটা নয়। এ অনেক বড় ও ভারী কথা। যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা এই কথাকে নিজের হৃদয়ে ধারণ করেছেন, অর্জনের দৃঢ় প্রত্যয় করেছেন। চেষ্টা-মেহনতের দ্বারা একসময় সফলও হয়েছেন।

ভেবে দেখো, যদি আল্লাহকেই না পাওয়া যায়, কী হবে এ জীবনে বেঁচে থেকে? এই দীর্ঘ জীবন, এই সংসার, বন্ধুবান্ধব, প্রিয়তম স্ত্রী, চোখের মণি সন্তান, এই বেঁচে থাকা... এসবের কী মূল্য আছে, যদি আল্লাহকেই না পাওয়া যায়?

দুনিয়া তো শেষ হয়ে যাবে, এ দিনগুলো ফুরিয়েই যাবে, মৃত্যুর মুখোমুখি হতেই হবে। আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। তো কেন আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করব না? কেন তাঁর ভালোবাসার তরে নিজের চাওয়া-পাওয়াকে বিলিয়ে দেব না? অথচ এটা তো আকাঙ্ক্ষিত!

আল্লাহকে পাওয়া কি খুবই কঠিন? আসলে অসাধ্য নয়। যে আল্লাহর হতে চায়, আর সে জন্য চেষ্টা করে, আল্লাহ তাকে সাহায্য করেন। আর আল্লাহ যাকে সাহায্য করেন, তার চেষ্টা তো সফল হওয়াই স্বাভাবিক। তাই না?

আল্লাহকে কীভাবে পাওয়া যায়? এর সহজ উপায় হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। যে নবীজীকে ভালোবাসবে সে নবীজীর সাথেই জান্নাতে থাকবে। এর চেয়ে বড় চাওয়ার আর কিছু থাকতে পারে কি?


~ আসমানী চিঠি

#Fussilat

ফুসসিলাত-fussilat

21 Jan, 13:22


কী বললে! তুমি আশিকে রাসূল! তোমার দিলে আছে ইশকে নবী! তোমার হৃদয়ে বয়ে যায় নবীর প্রতি প্রেম ও ভালোবাসার ঝর্নাধারা!


তাহলে তোমার ঘরে, তোমার পরিবারে এবং তোমার জীবনে নেই কেন সুন্নাতের ছায়া?

নবীর সুন্নাত তোমার চোখের সামনে মিটে যায়, অথচ তুমি নির্লিপ্ত, তোমার দিলে লাগে না চোট!

নবুয়তের উপর হামলা আসে, যামানার মুসায়লামারা উল্লাস করে, আর তুমি নির্বিকার, তোমার হাতে ঝলসে ওঠে না তলোয়ার! তারপরো তুমি আশিকে রাসূল হওয়ার দাবীদার! ইশক ও মুহাব্বাতের এ কেমন দাবী তোমার, আমার! প্রেম ও ভালোবাসার প্রমাণ কি শুধু মুখের স্লোগান!

শোনো বন্ধু! ইশক ও মুহাব্বাত এবং প্রেম ও ভালোবাসার দাবী হলো আনুগত্য।

আমি যাকে ভালোবাসবো, জীবনের সর্বক্ষেত্রে তাকেই অনুসরণ করবো! তার প্রতিটি আচরণ এবং উচ্চারণ, আমি চাইবো আমার মাঝে যেন ঘটে এর পূর্ণ প্রতিফলন! আমার ওঠা-বসা, চলা-ফেরা ও আহার-নিদ্রা সবকিছু যেন হয় তার মত! যুগে যুগে প্রেমের জগতে এটাই হয়েছে এবং হতে থাকবে!

নবীকে যারা ভালোবেসেছেন, আজীবন তারা নবীর সুন্নাতের উপর অবিচল ছিলেন! কখনো পরোয়া করেননি যুগ ও সমাজের নিন্দা-উপহাসের। বরং তাদের দ্ব্যর্থহীন ঘোষণা ছিলো-

أأتْرُكُ سُنَّةً حَبِي لِهَؤُلَاءِ الْحُمَقَاءِ

(আমি কি আমার হাবীবের সুন্নাত ছেড়ে দেবো এই মূর্খদের জন্য?)

উসতুয়ানাতুল-হান্নানার দিকে তাকিয়ে থেকে এই সব ভাবনা অন্তরে উদিত হলো এবং হৃদয় উদ্বেলিত হলো। হযরত তাঁর ভাবের জগতে নিমগ্ন ছিলেন; আমি তা খেয়াল না করেই বললাম, হযরত, আজ এই পবিত্র স্থানে, জান্নাতের এই টুকরায় বসে দু'আ করুন, আল্লাহ যেন আমাকে সুন্নাতের পাবন্দ হওয়ার তাওফীক দান করেন।

বিঘ্ন ঘটালাম, তবু তিনি বিরক্ত হলেন না। মৃদু হেসে দু'আ করলেন, আর বললেন, মিসওয়াকের ইহতিমাম করো


প্রত্যেক কাজে নবীর সুন্নাত কী? সুন্নাত তরীকা কোনটি, তালাশ করে করে তার উপর আমল করার চেষ্টা করো এবং যারা তোমার অধীন তাদের, সুন্নাতের উপর ওঠানোর মেহনত করো। শুধু দু'আ দ্বারা কাজ হয় না, দু'আর সঙ্গে আমলের মেহনতও থাকা চাই।

কিতাব - বাইতুল্লাহর মুসাফির

اللهم صل على محمد و على ال محمد كما صليت على إبراهيم و على ال إبراهيم إناك حميد مجيد.

اللهم بارك على محمد و على ال محمد كما باركت على إبراهيم و على ال إبراهيم إناك حميد مجيد.

#Fussilat

ফুসসিলাত-fussilat

19 Jan, 11:42


১.

গত দেড় বছরে অনেক বোনের সহশিক্ষা ছাড়ার গল্প পড়ার,শোনার এবং উপলব্ধি করার তাওফিক রব্বে কারীম আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু নিজেও যে তাদের খাতায় এত তাড়াতাড়ি নাম লেখাতে পারব তা ভাবতেও পারিনি!

বিবেকের দ্বন্দ্বের শুরুটা প্রথম থেকেই ছিল,একেবারে যখন আমি চান্স পাই তখন থেকেই। আমি জানতাম,সহশিক্ষা হারাম তবুও পারিবারিক চাপ,আর সহনশীল ফতোয়ার কারণে আমিও এ পথে পা বাড়িয়েছিলাম কিন্তু পদে পদে বুঝতে পারি কী ভুলটাই না করেছি। এখানকার পরিবেশ পরিস্থিতির অবস্থা আমি যেমন জানতাম তার চেয়েও বেশি খারাপ ছিল। কয়েকটা অভিজ্ঞতা বলি...


বিস্তারিত :
https://telegra.ph/Important-01-04-5

#Fussilat
#chintarporishuddhi

ফুসসিলাত-fussilat

15 Jan, 12:12


আপনার খাবার হালাল তো?
---

ফুডব্লগিং এর জামানায় ফেসবুকে অনেক খাবারের ছবি ভেসে বেড়ায়। মাঝেমধ্যে অফার থাকে বিশেষ বিশেষ চাইনিজ বা কম্বো প্ল্যাটারে। এখন সমস্যা হল, নতুন খাবার বা অফার দেখলে আমাদের মাথা ঠিক থাকে না।
রাজশাহীতে স্ট্রিট ফুড আর আধুনিক রেস্তোরা নিয়ে খুবই ক্রেজ চলছে। ঢাকায় কি চলছে জানিনা। সেদিন ফুডিজ গ্রুপে রাজশাহীর এক রেস্তোরার এড দেখলাম, নাম তেরো পার্বণ। তাদের রেস্তোরা নিয়ে বেশ কিছু সনাতনীর রিভিউ দেখেছিলাম, তাই খটকা ছিল, কমেন্টে জিজ্ঞেস করলাম - আপনাদের খাবার কি হালাল? সিম্পলি উত্তর হওয়া উচিত ছিল "জ্বি অবশ্যই হালাল" -- কিন্তু না! উনি দেখি কথা ঘুরিয়ে আমাকেই জেরা করছে, "প্রশ্ন কেন করছি, উদ্‌দেশ্য কি ইত্যাদি ইত্যাদি।" কয়েকবার স্পষ্টভাবে প্রশ্ন করেও উত্তর বের হল না। মোটামুটি বুঝে নিলাম কাহিনী কি। অথচ সেই দোকানে মুসলমানরাও খাচ্ছে।
খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে সব চাইনিজ, থাই, ম্যাক্সিক্যান রেসিপির খাবারগুলো, কিংবা খুবই প্রসিদ্ধ আইটেম বার্গার, গ্রিল চিকেন আর সাব-স্যান্ডুইচগুলো খাচ্ছি আমরা। কিংবা পথের ধারে কিমার চপ দেখেই কিনে নিচ্ছি। বিরানির দোকানের নাম শুনে কথাবার্তা ছাড়াই কয়েক প্লেট বসিয়ে দিচ্ছি। কিন্তু এব্যাপারে আমরা কতটুকু খোজ করছি?
ফাস্টফুড শপের প্রায় সব আইটেমই তো গোশতের। একবারও কি জিজ্ঞেস করছি হালাল হওয়ার ব্যাপারে? সে মুসলিম কি না, যদি অমুসলিম হয় তবে কোনো মুসলমানকে দিয়ে জবাই করিয়েছে কি না, জিজ্ঞেস করেছি? এই নুন্যতম তাহকিকটা কি করা উচিত না?
হনুমাঞ্জির মন্দিরের সামনের দোকান থেকে বিখ্যাত চপ আর কাবাব খাচ্ছি যে, আমি নাহয় জানি যে উনি মুসলমান। কিন্তু বাকিরা কি একবারও খোজ নিয়েছে এটা?
..
সুতরাং আমার ক্লিয়ার মেসেজ হল, যেহেতু আমাদের দেশে গত ১ যুগ প্রতিবেশী হিন্দুদের প্রচুর ফ্যাসিলিটিজ দেয়া হয়েছে, খ্রিষ্টান মিশনারি, কাদিয়ানী ও হাদিস অস্বীকারকারিরা যেহেতু আগের চেয়ে বহুগুণ জোরসে কাজ করছে। ফলে মুসলমান ঘরের সন্তানরাও দলে দলে ইমানহারা হচ্ছে। সুতরাং আমাদের সতর্ক হতে হবে।
আমার জানামতে, বিশ্বের অনেক দেশের মুসলিমদের খাবার হালাল কিনা সার্টিফাই করার শক্তিশালী প্রতিষ্ঠান আছে, কিন্তু বাংলাদেশে নাই। সুতরাং অপরিচিত লোকের দোকান থেকে গোশত দিয়ে তৈরি খাবার যদি খাই, আমাদের নিজেদেরই যাচাই করে খাওয়া উচিত। যাচাই করার সুযোগ না থাকলে মাছ, ডিম, শাক-সবজি এসবের তৈরি খাবার দিয়ে বাইরের প্রয়োজন মেটানো উচিত।
..
হালাল খাবার ইবাদাত কবুলের জন্য শর্ত। এছাড়া রুকইয়া করে অনেকে উপকার পায়না, পেছনে কারণ থাকে হারাম খাবার, হারাম কামাই। তাই আপনারা যারা সুস্থতা লাভের আশায় রুকইয়া করছেন, তাদের এই বিষয়টা আরও গুরুত্বের সাথে খেয়াল রাখা উচিত।
..
হালাল খান। ভাল খান। ভাল থাকুন।

~Abdullah Al Mahmud

#Fussilat

ফুসসিলাত-fussilat

04 Jan, 13:12


এইবার দেখলাম তাহসান - মিথিলার জীবনের চক্কর নিয়ে আমাদের বোনরা আলোচনা শুরু করেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক,আমিন।

আমরা রজব মাসে প্রবেশ করেছি, বরকতময় মাস। বোনেরা আমার অহেতুক সময় নষ্ট না করি।

দুটো লেখা দিচ্ছি পড়ে নিবেন এবং সদকায়ে জারিয়াহর নিয়তে শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ।

১)https://telegra.ph/Improtant-01-04

২)https://telegra.ph/SHIKKHA-01-04


দ্বিতীয় লিংকের পোষ্টটি পড়তে ভুলবেন না, এইটা প্রতিদিন একবার করে পড়ার মত পোস্ট, আলহামদুলিল্লাহ।


#Fussilat
#chintarporishuddhi

ফুসসিলাত-fussilat

03 Jan, 15:03


ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ

যারা আমাদের চলমান কাফেলা " নিজের জীবনকে বদলাই, রমাদানের মতোই প্রতিটা দিন কাটাই কার্যক্রমে একদম শুরু থেকে ছিলেন রমাদান প্রস্তুতির জন্য তাদের জন্য এই ছোট ঘোষনাটি, আলহামদুলিল্লাহ।

আপনারা হয়তো অনেকেই নিজেদের বিভিন্ন সমস্যা কিংবা নিজ গাফলতির কারণে কাফেলা থেকে রিমুভ হয়েছেন। আল্লাহ তাআলা ক্ষমা করুক,আমিন।

তবে যারা রিমুভ হয়েছেন সেই সকল বোনদের আবারও যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আমাদের উক্ত চলমান কাফেলায় ইনশাআল্লাহ।

আল্লাহর কাছে দোয়া করে, ইস্তিখারা করে যদি উত্তম মনে হয় এবং আবারও যুক্ত হতে আগ্রহী হোন আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই বছরের রমাদান পরবর্তী কাফেলায় শুধুমাত্র তাদেরই নিব যারা আমাদের চলমান কাফেলায় শেষ পর্যন্ত নিজেকে পরিশুদ্ধ করার মেহনতে লেগে থাকবে, ইনশাআল্লাহ।

এবং এইবারের চলমান কাফেলা থেকে আগামী কাফেলা সম্পুর্ন ভিন্ন হবে আর আমরা আল্লাহর কাছে দোয়া করে আপনাদের উত্তম কিছু দেওয়ারই সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

⚠️যারা বিভিন্ন কারণে রিমুভ হয়েছেন একদমই লজ্জা পাবেন না, বিনা সংকোচে যোগাযোগ করবেন। আমরা কোনোধরনের প্রশ্নও করব না ইনশাআল্লাহ।

ফুসসিলাত-fussilat

03 Jan, 06:16


প্রচন্ড ঠান্ডা। কনকনে শীত। রবের আহবান। কম্বল আর ঘরের আরাম ছেড়ে কিছু দাস সাড়া দিলো।

তাঁরা পরিপূর্ণভাবে ওজু করে কুয়াশা আর আঁধার পেরিয়ে জামাতবদ্ধ হলো ফজরের সলাতে। প্রিয় রবের সাথে কথা বলতে, শুকরিয়া আদায় করতে, মহান আল্লাহর মর্যাদা আর মহিমার ঘোষণা দিতে। সবাই মিলে একত্রে তাঁরা এক রবের দাসত্ব করতে সিজদায় লুটিয়ে পড়লো। কল্পনা করলেই অনুভব করা যায়, পৃথিবীর বুকে এর চাইতে সুন্দর আর পবিত্র দৃশ্য দ্বিতীয়টি নেই।

পুরো পৃথিবী যখন রবের ডাকে সাড়া দিতে অস্বীকৃতি জানায়, বুঝে বা না বুঝে আল্লাহর দাসত্বকে অস্বীকার করে নিজের কিংবা আরামের পুজো করে, তখনও এই শিশু, তরুণ আর বৃদ্ধরা আল্লাহর সাথে সম্পর্ক ত্যাগ করে না। সবকিছুর ঊর্ধ্বে এরা আল্লাহকেই স্থান দেয়, আল্লাহর সাথে সম্পর্ককেই প্রাধান্য দেয়। এরা নিজেকে শুধুমাত্র আল্লাহর কাছেই বিক্রি করে দিয়েছে। কথার কথা না, সত্যি সত্যি বিক্রি করে দিয়েছে।

আল্লাহর জন্য "মরতে চাই" এই সস্তা দাবীটা সবাই করে। কারণ, আল্লাহর জন্য বাঁচতে চাওয়াটা যে কষ্টের! কেন জানি সেই কষ্টে আমরা বেশিরভাগই রাজী না!

আল্লাহর সাথে সম্পর্কের জন্য, পরিপূর্ণ ক্ষমা পেয়ে জান্নাতে আল্লাহর সাথে থাকার জন্য যে দাসগুলো এতো চেষ্টা করে, গুনাহের জীবন ছেড়ে দিয়ে অন্যের সাথে সুন্দর ব্যবহার করে, আল্লাহর পরিপূর্ণ দাসত্ব করে, রাসূলুল্লাহর (সা) পূর্ণ অনুসরণ করতে চায় --

আমরা আশা করতে পারি, মহান আল্লাহ তাদের মৃত্যুকে অত্যন্ত সুন্দর আর সহজ করে দিবেন। তাদের কবর, হাশর আর পুলসিরাতের সময়টাকে আরামে, নিরাপত্তায় আর আলোতে ভরিয়ে দিবেন। রহমতের চাদরে জড়িয়ে নিয়ে বিনা হিসাবে, বিনা আজাবে জান্নাতুল ফিরদাউসে আল্লাহর পাশে থাকতে দিবেন।

সুসংবাদ তো তাদের জন্য, যারা শুধুমাত্র আল্লাহর জন্য বাঁচে।

~মোহাম্মাদ তোয়াহা আকবার

#Fussilat

ফুসসিলাত-fussilat

02 Jan, 14:34


আমাদের মুজাকারা চ্যানেলে যুক্ত হতে চান অবশ্যই আপনাকে ভয়েস দিয়ে কনফার্ম করতে হবে যে আপনি একজন বোন, আলহামদুলিল্লাহ। অন্যথায় আপনাকে চ্যানেলে অ্যাড করা হবে না।

যারা রিকোয়েস্ট পাঠিয়েছেন সবাইকেই আমাদের টিম থেকে মেসেজ দেওয়া হয়েছে ইনবক্সে তাই অনুগ্রহ করে চেক করার অনুরোধ রইল ইনশাআল্লাহ।

আর যারা যুক্ত হতে চাচ্ছেন তারা নিম্নের লিংকের বিস্তারিত পড়বেন ইনশাআল্লাহ।

লিংক:
https://t.me/fussilattt/1022

ফুসসিলাত-fussilat

02 Jan, 07:17


প্রিয় ভাই ও বোনেরা,

উম্মাহর এই অবস্থা দেখে কি আপনারা দুঃখিত হবেন না? গাজার ভূমিতে প্রবাহিত রক্ত কি আপনাদের ক্রোধান্বিত করবে না? ক্ষত-বিক্ষত আকসা কি আপনাদের ঘুম ভাঙাবে না? প্রতিটি অঙ্গনে মুসলিমদের পিছিয়ে থাকা কি আপনাদেরকে বিষণ্ণতার আগুনে দগ্ধ করবে না?

বর্তমান মুসলিমদের অর্থনৈতিক অগ্রগতি মন্থর, উন্নতির হার সীমাবদ্ধ। একচেটিয়া সব ধনীদের দখলদারিত্বে। পুরো সমাজজুড়ে অপরাধ ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে কোনো নিরাপত্তা নেই। অপরাধ দমনে নিরাপত্তা- ব্যবস্থা অকার্যকরপ্রায়। মানুষের মাঝে হতাশা ও আত্মহত্যার প্রবণতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক অবস্থানে শত্রুকে বন্ধু হিসেবে এবং বন্ধুকে শত্রু হিসেবে গ্রহণ করা হচ্ছে। ধ্বংস ও বরবাদির মোকাবিলায় পারস্পরিক সমালোচনা ও দোষারোপের আওয়াজই অনেক উঁচু হচ্ছে।

প্রত্যেক চিন্তাশীল ও জীবিত সত্তার প্রতি আহ্বান আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে প্রতীক্ষিত পরিবর্তন আসার জন্য জরুরি ও মূল বিষয় হলো, নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তনের ব্যাপারে সচেষ্ট হওয়া।

আর এ ব্যাপারেই পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে:

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ

'আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত
না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।[
১]

কিন্তু আজ আমাদের হৃদয়গুলো তালাবদ্ধ হয়ে আছে!! প্রিয় ভাই ও বোন এই পরিবর্তন ও আত্মশুদ্ধির জন্য রমাদান হল সর্বাধিক সুবর্ন সময়।

১. সুরা আর-রাদ, ১৩: ১১।

বই: রমাদান - আত্মশুদ্ধির বিপ্লব

#Fussilat

ফুসসিলাত-fussilat

01 Jan, 12:25


আলহামদুলিল্লাহ! মাহে রজব!
.
আবু বকর আল-বাল্কি (রহঃ) খুব চমৎকার একটি উক্তি করেছেন। তিনি বলেন, "রজব হলো বীজ বপনের মাস, শাবান হলো সেচের মাস আর রমাদ্বান হলো ফসল কর্তনের মাস। তিনি আরো বলেন, রজব মাস হলো বাতাস বওয়ার মাস, শাবান হলো সেই বাতাসে মেঘের ঘনঘটার মাস আর রমাদ্বান হলো বৃষ্টি নামার মাস।"

(লাতাইফ-আল-মা’রিফ, পৃষ্ঠাঃ ২১৮, আল-মাক্তাবতুল ইসলাম সংস্করণ।)

যদি কেউ রজবে বীজ না বপন না করে তাহলে কোথায় সে পানি সেচ দিবে আর কীভাবেই বা তার ফসল পাকবে?

.

اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْ رَجَبَ وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَان
.
(হে আল্লাহ! রজব ও শাবানে আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আমাদের পৌঁছে দিন)
.

- সংগৃহীত

#Fussilat
#Ramadan
#রমাদান

ফুসসিলাত-fussilat

01 Jan, 08:03


ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
‏الحمد لله رب العالمين
لا حول ولا قوة الا با لله

আল্লাহ পাক উত্তম মনে করলে আজ সন্ধ্যা ৭ টায় "রজব মাসের প্রস্তুতি" নিয়ে একটি লাইভ হবে।
إن شاء الله بإذن الله
وما توفيقي إلا بالله
آمين يا رب العالمين

উক্ত প্রস্তুতিমূলক লাইভে যুক্ত হতে আমাদের মুজাকারা চ্যানেলটিতে যুক্ত হতে হবে ইনশাআল্লাহ।


চ্যানেলে যুক্ত হওয়ার কিছু শর্ত -

১) ইস্তিখারা দোয়া করতে হবে

২) ভয়েস দিয়ে কনফার্ম করতে হবে আপনি একজন বোন, আলহামদুলিল্লাহ।

চ্যানেল লিংক:
https://t.me/+rnGkj-eI_EpjMWVl

চ্যানেলে জয়েন রিকোয়েস্ট পাঠালেই আমাদের টিম থেকে মেসেজ দেওয়া হবে এবং ভয়েস দিয়ে কনফার্ম করলেই আপনাকে যুক্ত করা হবে ইনশাআল্লাহ।


সদকায়ে জারিয়াহর নিয়তে নিজের পরিচিতদের যুক্ত করতে পারেন ইনশাআল্লাহ।


اللهم صل على محمد و على ال محمد

#Fussilat

ফুসসিলাত-fussilat

31 Dec, 14:22


থার্টি ফার্স্ট নাইট হতে পারে আপনার লাইফের লাস্ট নাইট!

তাই হারাম খেল-তামাশায় মত্ত হবার আগে একটু ভাবুন, আল্লাহকে ভয় করুন...

~ সংগৃহীত

#Fussilat
#NOhappyNewYear
#dirtyfirstnight

ফুসসিলাত-fussilat

31 Dec, 07:24


আজ #থার্টিফার্স্ট নাইট!
.
প্রতিটা বিজাতীয় অপসংস্কৃতির পৈচাশিক উদযাপন একুশ শতকের জাহিলিয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায়। মানুষ আজ ভালো নেই। দারিদ্র ও দুর্ভিক্ষপীড়িত মানুষের হাহাকারে ভারী হয়ে আছে আমাদের চারপাশ। পৃথিবীর দিকে দিকে বাড়ছে বঞ্চিত ও ক্ষুধিত মানুষের মিছিল। পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ যখন মৌলিক অধিকার থেকেও বঞ্চিত—ধুকে ধুকে মরছে অনাহারে-অর্ধহারে; মানুষের মতো প্রাণীরা তখন যেকোনো অজুহাতেই মেতে উঠছে উল্লাসে, আকাশে উড়াচ্ছে-বাতাসে পুড়াচ্ছে অগুনতি অর্থ।
.
গরিব-অসহায় মানুষের হাহাকারকে উপহাস করে একদল মানুষ আকাশে ওড়াবে রংবেরঙের ফানুশ। আল্লাহর জমিন কেঁপে উঠবে তাদের আতশবাজির আওয়াজে। তবু কাঁপবে না তাদের অন্তর। মানুষের হৃদস্পন্দন বন্ধ করে দেবার মতো আওয়াজে চারদিকে বাজবে ‘ডিজে’।
.
মানুষ, কীসে তোমাকে তোমার মহান পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?

[সুরা ইনফিতার, আয়াত : ৬]

কথা - সংগৃহীত
#Fussilat
#NOhappyNewYear
#dirtyfirstnight

ফুসসিলাত-fussilat

30 Dec, 15:17


আবারও উম্মাত বায়তুল্লাহর মুসাফিরের কাছ থেকে ঘুরে আসুক, না হয় কোন ইসলাহী মাজালিস থেকে, আর সীরাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো উম্মাহর সমস্ত রোগের উপশম। সাহাবী, তাবেঈদের ঈমানদীপ্ত জীবন থেকে কত শিক্ষাপটই না বাকি রয়ে গেল। হায়াতুস সাহাবাহ নিয়ে এখন আর সময় কাটানো হয় না।
-
মা’আরিফুল হাদিস অথবা রিয়াদুস সালেহীন খুলে দেখার সময় হয়ে উঠে না। কত রজনী, কত দিন কুরআনুল কারীমের সান্নিধ্যে সময় কাটারনোর সুযোগ হয় না। দরদী মালী অনেক কিছু বলতে চায়, বলতে চায় কিভাবে তুমি জীবন পথের পাথেয় সংগ্রহ করতে পারবে।
-
কতশত ভ্রান্ত মতবাদ নিয়েও উম্মাহ আজ সংশয়ের মধ্যে পড়ে আছে। ইসলামকে জানতে হলে ঈমান সবার আগে, সাথে সাথে অনেক প্রচলিত ভুল সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন। এজন্য আবদুল মালিক সাহেবের নির্বাচিত প্রবন্ধ দুই খন্ড তো অতুলনীয়। জীবনের কত হুকুম-আহকাম এখনও জানার সুযোগ হলো না। অথচ আহকামে যিন্দেগী টা আমি চেখে দেখি না।
-
পথের দিশার জন্য একজন আলোকিত মানুষ আজ খুবই প্রয়োজন। এজন্য প্রফেসর হযরতের বয়ানগুলো খুব গুরুত্বপূর্ণ। পরকালের পথে যাত্রা তো ঠিকই শুরু হয়ে যাবে, এজন্য পরকালের সম্বল যোগানো চাই। মনের উপর লাগাম দেওয়া চাই, মন তো অনেক কিছুই চাইবে, এজন্য পয়গামে মুহাম্মাদী আজ খুব প্রয়োজন। কেমন ছিল প্রিয় নবীর দিন রাত, কেমন ছিলেন মহীয়সীরা।
-
হে বোন, ফিরে এসো নীড়ে। তোমার জন্য আহকামুন নিসার মত এত বিস্তারিত বই দেখিনি এখনও। খুলে দেখো হে বোন, এ জীবনে জানা হয়নি কত কিছু। এখনও অনেক পথ বাকি, উম্মাহ আজ সালাহউদ্দিন আইয়ুবীর অপেক্ষায়, কিতাবুল জিহাদ খুলে দেখ, খুলে দেখ উম্মাহর ১৪০০ বছরের ইতিহাস...
-
আবারো হারিয়ে যাই ১৪০০ বছরের সেই পুরনো এক রজনীতে, এমন এক মজলিস, যেই মজলিসে সবাই শরীক হতে চায়। ইনশাআল্লাহ, সেই মজলিস আবারো বসবে, বেহেশতের শুরাখানায়…..

-
আরও কত কি বাকি রয়ে গেলে, ভারসাম্য টা রাখা খুব প্রয়োজন আজ, সম্প্রতি আমরা অধিকাংশই নাস্তিকদের বিরুদ্ধে লিখিত বইয়ের পিছনে ছুটছি। তা নিষেধ করছি না, বলছি নিজের ঈমান-আমলের দিকেও একটু খেয়াল রাখি।

-
-
১) বায়তুল্লাহর মুসাফির - আবু তাহের মিছবাহ - দারুল কলম
২) ইসলাহী মাজালিস - তাকী উসমানী - মাকতাবাতুল আশরাফ
৩) সীরতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - ইদরীস কান্ধলভী রহ. - ইসলামিয়া কুতুবখানা
৪) সাহাবীদের ঈমানদীপ্ত জীবন - রাফাত পাশা - রাহনুমা
৫) তাবেঈদের ঈমানদীপ্ত জীবন - ঐ
৬) মা’আরিফুল হাদিস - মনযূর নুমানী রহ. - এমদাদিয়া লাইব্রেরী
৭) রিয়াদুস স্বালেহীন - ইমাম নববী (মাকতাবাতুল আশরাফ/মাকতাবাতুস সুন্নাহ
৮) দরদী মালীর কথা শুনো - আবু তাহের মিছবাহ - দারুল কলম
৯) জীবন পথের পাথেয় - আবুল হাসান আলী নদভী - দারুল কলম
১০)
১১) ইসলামকে জানতে হলে - আবু তাহের মিছবাহ - দারুল কলম
১২) ঈমান সবার আগে - মাওলানা আবদুল মালেক
১৩) নির্বাচিত প্রবন্ধ - ঐ
১৪) পথের দিশা - মুহাম্মদ আদম আলী - মাকতাবাতুল ফুরকান
১৫) একজন আলোকিত মানুষ - মুহাম্মদ আদম আলী (সংকলিত) - মাকাতবাতুল ফুরকান
১৬) প্রফেসর হযরতের বয়ানসমূহ - মাকতাবাতুল ফুরকান
১৭) পরকালের পথে যাত্রা - আনওয়ার আল আওলাকী রহ.
১৮) পরকালের সম্বল - ইবনুল কায়্যিম - এমদাদিয়া লাইব্রেরী
১৯) মনের উপর লাগাম - ঐ - ওয়াফি লাইফ
২০) পয়গামে মুহাম্মদী - সুলায়মান নদভী রহ. - ইফা
২১) প্রিয় নবীর দিন রাত - রাহনুমা প্রকাশনী
২২) গল্পে আঁকা মহীয়সী খাদিজা রাযি. - রাহনুমা প্রকাশনী
২৩) অপরাজিতা
২৪) ফিরে এসো নীড়ে - রাহনুমা প্রকাশনী
২৫) আহকামুন নিসা - হেমায়েত উদ্দীন - মাকতাবাতুল আশরাফ

-শাহাদাত হুসাইন

#Fusislat

ফুসসিলাত-fussilat

30 Dec, 08:29


আরেকটি #থার্টিফার্স্ট নাইট সামনেঃ—

বিখ্যাত ‘আলিমদের শত শত ফাতওয়া ও লেকচার অগ্রাহ্য করে কিছু মানুষ আদিম নেশায় ঘর থেকে বের হবে আজ রাত। কোনো কিছুকেই তারা মানবে না, সকল পবিত্র বিধানকে তারা তুচ্ছজ্ঞান করবে।

বড় অদ্ভুত প্রজন্ম; আফসোস!

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন –

❝আমার ও লোকদের উদাহরণ হলো এমন লোকের মত - যে আগুন জ্বালালো আর যখন (আগুনের আলোর মাধ্যমে) তার চারদিক আলোকিত হয়ে গেলো, তখন কীটপতঙ্গ ও ঐ সমস্ত প্রাণী যেগুলো আগুনে পুড়ে, তারা তাতে (ঝাঁপ দিয়ে) পুড়তে লাগলো। তখন সে সেগুলোকে (কীটপতঙ্গগুলোকে) আগুন থেকে ফেরানোর চেষ্টা করলো। কিন্তু সেগুলো (কীটপতঙ্গগুলোকে) তাকে পরাজিত করলো এবং আগুনের মধ্যে পতিত হলো। (তদ্রূপ) আমিও তোমাদের কোমর ধরে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছি। কিন্তু তোমরা তাতেই পতিত হচ্ছো❞

— [মুত্তাফাক্বুন আলাইহিঃ বুখারী ও মুসলিম। আবু হুরায়রাহ (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত]
_
নিশ্চয়ই রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সত্য বলেছেন। সত্য বলেছেন। সত্য বলেছেন।

~মোহাম্মাদ জাভেদ কায়সার রহিমাহুল্লাহ.


আল্লাহর সন্তুষ্টির জন্য এই লেখাটা রিমাইন্ডার হিসেবে বেশি বেশি প্রচার করি ইনশাআল্লাহ...

#No31stNight
#Fussilat

ফুসসিলাত-fussilat

29 Dec, 18:06


#থার্টিফার্স্ট নাইট: এ অসভ্যতার শেষ কোথায়?

পাশ্চাত্য কালচার কথিত থার্টি ফার্স্ট নাইট উদযাপনে জাতির জাগ্রত বিবেক আলেম-উলামা শত নিষেধ ও সতর্কবার্তা দিয়েছেন। কারণ তা ইসলামে নিষিদ্ধ। তারপরও পশ্চিমা কালচারে গা ভাসিয়ে দেওয়া একশ্রেণীর উদ্ভট ও উগ্র মানুষ (যারা অধিকাংশই নামধারী মুসলিম) গভীর রাতের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে ডিজে পার্টি এবং উচ্চ ভলিউমে গান-বাজনা করে কত মানুষের ক্ষতি করলো, কত রোগী, শিশু, ক্লান্ত-পরিশ্রান্ত ও ঘুমন্ত মানুষের আরাম-আয়েশ ও ঘুম কেড়ে নিলো, পরীক্ষার্থীর পড়া-শোনায় ব্যাঘাত সৃষ্টি করলো, সালাত ও জিকির-আজকারে নিমগ্ন মানুষকে বিরক্ত করলো। আতশবাজির ভয়ঙ্কর আওয়াজে মনে হচ্ছিল, যেন দেশে যুদ্ধ শুরু হয়েছে।

ফানুস ও আতশবাজিতে পুড়ে শেষ হল এভাবে কোটি-কোটি টাকা। ঘটলো বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা। খবরে বলা হয়, সারাদেশ থেকে প্রায় ২০০ স্থানে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম এবং জরুরি সেবা ৯৯৯ এর কাছে। [rtvonline]

যদিও প্রশাসনের পক্ষ থেকেও আতশবাজি এবং ফানুস উড়ানোয় নিষেধাজ্ঞা ছিল কিন্তু কোথায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? কোথায় শব্দ দূষণ নামক আইনের প্রয়োগ?
এভাবে মানুষের ক্ষতি করা এবং মানুষকে কষ্ট দেওয়া কোন সভ্যতার সংজ্ঞায় পড়ে?
এ অসভ্যতার শেষ কোথায়?

সত্যি যখন কোনো জাতির কপাল পুড়ে যায় তখন দেশ আগুনে পুড়ে গেলেও তাদের চেতনা বোধ জাগ্রত হয় না। কিন্তু এ তো দুনিয়ার আগুন। আখিরাতের আগুনে পোড়ার জন্য তারা কি প্রস্তুত?

হে অন্ধ, বেহুঁশ ও নির্বোধ জাতি, কখন তোমাদের হুঁশ ফিরবে? কখন তোমরা এই অন্ধ অনুকরণ থেকে ফিরে আসবে?

হে কচুরিপানার মত ভেসে বেড়ানো শেকড়বিহীন যুবক, কখন তুমি তোমার শেকড়কে চিনবে? তোমার শেকড় তো ইসলাম। এটাই তোমার মূল পরিচয়।

পাশ্চাত্যের গোলক ধাঁধায় তোমরা যারা আজ হাবুডুবু খেয়ে ইসলামকে অবহেলা করছ, মনে রাখবে, এই রঙ্গ ভরা যৌবন দীর্ঘস্থায়ী নয়। হঠাৎ মৃত্যুর নীল স্পর্শে তোমার কাল্পনিক রঙ্গিন দুনিয়াটা ফ্যাকাসে হয়ে যাবে। তারপর এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়ে কেবল আফসোস করবে। কিন্তু তখন তা আর কোনও কাজ আসবে না।

সুতরাং সময় থাকতে তওবা করে ফিরে আসো তোমার রবের পথে। অতীতের সকল পাপাচার এবং হারাম কর্মকাণ্ডে লজ্জিত হয়ে রবের দরবারে হাজির হও ধ্বংসের করাল গ্রাসে নিপতিত হওয়ার পূর্বেই। দয়াময় প্রতিপালক তোমার তওবা কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। নিশ্চয় তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল।
রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের নির্বোধদেরকে দীনের সঠিক জ্ঞান ও সুবুদ্ধি দান করুন-নতুন বছরের শুরুতে প্রতিপালকের দরবারে সেই দুআ করি। আল্লাহুম্মা আমিন।
.
লেখাঃ উস্তাদ আব্দুল্লাহিল হাদী (হাফিজাহুল্লাহ)

ফুসসিলাত-fussilat

29 Dec, 07:33


ফুসসিলাত-fussilat pinned «ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ ফুসসিলাতের বিভিন্ন মুজাকারায় যুক্ত হতে চাইলে নিম্নোক্ত লিংকের মাধ্যমে চ্যানেলে যুক্ত হোন ইনশাআল্লাহ। চ্যানেলে যুক্ত হওয়ার কিছু শর্ত - ১) ইস্তিখারা দোয়া করতে হবে ২) ভয়েস দিয়ে কনফার্ম করতে হবে…»

ফুসসিলাত-fussilat

29 Dec, 03:16


ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ

ফুসসিলাতের বিভিন্ন মুজাকারায় যুক্ত হতে চাইলে নিম্নোক্ত লিংকের মাধ্যমে চ্যানেলে যুক্ত হোন ইনশাআল্লাহ।

চ্যানেলে যুক্ত হওয়ার কিছু শর্ত -

১) ইস্তিখারা দোয়া করতে হবে

২) ভয়েস দিয়ে কনফার্ম করতে হবে আপনি একজন বোন, আলহামদুলিল্লাহ।

চ্যানেল লিংক:
https://t.me/+rnGkj-eI_EpjMWVl

চ্যানেলে জয়েন রিকোয়েস্ট পাঠালেই আমাদের টিম থেকে মেসেজ দেওয়া হবে এবং ভয়েস দিয়ে কনফার্ম করলেই আপনাকে যুক্ত করা হবে ইনশাআল্লাহ।


সদকায়ে জারিয়াহর নিয়তে নিজের পরিচিতদের যুক্ত করতে পারেন ইনশাআল্লাহ।

اللهم صل على محمد و على ال محمد

ফুসসিলাত-fussilat

28 Dec, 12:32


রজব মাস শুরু হওয়ার আর মাত্র ৫ দিন ইনশাআল্লাহ। আমরা নিম্নোক্ত দোয়াটি রজব মাসে প্রবেশের আগেই শিখে নিতে পারি ইনশাআল্লাহ।


.

হাদিসে এসেছে, রজব মাস এলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন—
.
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْ رَجَبَ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
.
উচ্চারণ: আল্লা-হুম্মা বা-রিক লানা ফি রজাবা ওয়া শা‘বান, ওয়া বাল্লিগনা রমাদা-ন
.
হে আল্লাহ! আপনি আমাদের রজব ও শাবানে বরকত দিন এবং রমাদানে পৌঁছে দিন।

[ইমাম ইবনুস সুন্নি, ‘আমালুল ইয়াউম ওয়াল লাইলাহ: ৬৫৯; শায়খ আরনাউত্ব, তাখরিজুল মুসনাদ: ২৩৪৬]
.
হাদিসটির সনদ (বর্ণনাসূত্র) মুহাদ্দিসগণের ঐক্যমতে দ্বয়িফ (দুর্বল)। তবে, যেহেতু এটি কোনো বিধি-বিধানের হাদিস নয়, সেহেতু কেউ চাইলে এর উপর আমল করতে পারে। অর্থাৎ, দুর্বল হাদিস কখনই হুজ্জাহ (প্রমাণ/রেফারেন্স) হিসেবে গ্রহণযোগ্য নয়, তাই দুর্বল হাদিস দ্বারা কোনো আহকাম (বিধান) সাব্যস্ত করা যায় না। কারণ দুর্বল হাদিসের ব্যাপারে মৌলিক কথা হলো, এটি নবিজি থেকে অপ্রমাণিত। কিন্তু কোনো সাধারণ ফজিলতের বিষয় বা দু‘আ ইত্যাদি দুর্বল হাদিসের উপর ভিত্তি করে আমল করা যায়।
.
সালাফে সালিহিন থেকে প্রমাণ পাওয়া যায় যে, তাঁরা রামাদানের অনেক আগে থেকেই বিভিন্ন দু‘আ করতেন, যাতে রামাদান নসিব হয়। সুতরাং আমরাও রামাদান পাওয়ার জন্য আল্লাহর সাহায্য চেয়ে উপরিউক্ত দু‘আটি করতে পারি কিংবা নিজ ভাষায় অন্য যেকোনো দু‘আ করতে পারি।
.
~Nusus

#Fussilat

ফুসসিলাত-fussilat

28 Dec, 10:17


সামনে থার্টি ফার্স্ট নাইট না এ যেন এক ডার্টি ফার্স্ট নাইট!!!

থার্টি ফাস্ট নাইট—মুসলিমদের কালচার নয় নিঃসন্দেহে থার্টি ফাস্ট নাইট বিজাতীয় সংস্কৃতির কুৎসিত একটি অধ্যায়ের নাম।

অশ্লীলতা, অপচয় ও পাপাচারে ভরপুর এ বিজাতীয় সংস্কৃতি আত্মমর্যাদাশীল কোনো মুসলিম গ্রহণ করতে পারে না।


#NOhappyNewYear
#dirtyfirstnight
#Fussilat

ফুসসিলাত-fussilat

25 Dec, 12:51


বিশ্ববিদ্যালয়ের ইবাদতখানায় জুমার নামাজ পড়াচ্ছিলেন একজন বিদেশি ছাত্র। ওনার খুৎবার বিষয় ছিল - নামাজ।

তিনি ১৫ মিনিটে ইংরেজিতে অনেক চমৎকার কিছু কথা বলেছেন; সামারি করার সময় একটা ‘লাইন’ উচ্চারণ করেছেন, যা আজও আমার কানে-মনে বাজে -

*“সারাদিনের পরিকল্পনায় পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে ঠিকভাবে আদায় করবেন, আগে সেই পরিকল্পনা নিন; তারপর বাকি কাজগুলো ঐ অনুযায়ী এডজাস্ট করে পরিকল্পনা করুন; আপনার জীবন পাল্টে যাবে।”*

আসুন আমরা আল্লাহর কাছে এভাবেই পরিকল্পনা নেওয়ার তাওফিক কামনা করি।

~সংগৃহীত

#Fussilat

ফুসসিলাত-fussilat

20 Dec, 10:02


“নেককারদের সাথে চলাফেরা করলে মানসিকভাবে প্রশান্তিতে থাকা যায়। এমনকি একজন নেক সঙ্গী পাওয়া মানে কল্যাণের আধার পাওয়া। তুমি যদি কখনো গাফেল হয়ে পড়ো, তারা তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। আর তোমার যদি আখিরাতের কথা মনে থাকে, তারা তোমাকে আমল করতে সহায়তা করবে।”
.
— যুন-নূন আল-মিসরি (রহ.)

সূত্র: সিফাতুস সাফওয়া, ২/৩৮৭
.
আপনার বন্ধুবান্ধবের সার্কেলে এমন মানুষ আছে তো? যদি না থাকে, তাহলে এখনই সময় নিজের সার্কেল নিয়ে ভাবুন। চিন্তা করুন, আপনি কাদের সাথে চলছেন এবং কোন পথে হাঁটছেন।

~wafilife

#Fussilat

ফুসসিলাত-fussilat

18 Dec, 14:54


- হুযুর। আপনি বলেছিলেন আল্লাহর কাছে দু'আ করলে, তিনি শোনেন।

- ঠিকই তো বলেছি।

- কই, আমি তো দিনরাত ইয়া লম্বা লম্বা দু'আ করছি। কিছুই তো হচ্ছে না।

- কবুল হওয়ার জন্যে লম্বা দু'আ লাগবে এটা তোমাকে কে বললো? নূহ (আ.) তার দু'আয় মাত্র চারটা শব্দ উচ্চারণ করেছেনঃ

★ رَبِّ أَنِّي مَغْلُوبٌ فَانتَصِرْ ★

অর্থ: *রব্বি! আমি অসহায়, সাহায্য করুন!*

এই দু'আর ফলে কী হলো? আল্লাহ দুনিয়াটাকে ডুবিয়ে দিলেন।

আরও দেখো, সুলাইমান (আ.) তার দু'আয় মাত্র তিনটা শব্দ উচ্চারণ করেছেনঃ

رَبِّ هَبْ لِي مُلْكًا
রব্বি, আমাকে রাজত্ব দান করুন।

কী হলো? পুরো বিশ্বের তো বটেই, পশু-পাখিরও রাজত্ব নিয়ে দিলেন।

শব্দসংখ্যা নয়
,
★“ইখলাস”, ★“আন্তরিকতা” আর ★ “আত্মনিবেদন” -ই দু'আর প্রাণশক্তি।

©️ Mashwara Official

#Fussilat

ফুসসিলাত-fussilat

17 Dec, 14:42


পৃথিবীর খুব অল্প মানুষই এখন চিন্তা করে, ভাবে।

বেশিরভাগই আর চিন্তাভাবনা করতে পারে না -- এই কথাটাকেই ভদ্রভাবে বলসি।

সুন্দর হইসে না?

যারা চিন্তাভাবনা করে অভ্যস্ত, তাদের একাংশ পড়ে। অন্যদের চিন্তাভাবনাগুলো জানার চেষ্টা করে, নিজের ঘাটতি পূরণ করতে চেষ্টা করে।

এই পড়ুয়াদের অতি সামান্য একটা অংশ ফিকশান অতিক্রম করে নন-ফিকশানে অভ্যস্ত হতে শেখে। গভীর জিনিসপত্র নিয়ে আরও চিন্তা করে, আরও গভীরে যেতে চায়।

অলরেডি অনেক অনেক ক্ষুদ্র একটা অংশে চলে এসেছি আমরা, রাইট?

অথচ এর মাঝেও আরো অতি ক্ষুদ্র একটা অংশ শুধু চিন্তাভাবনা করেই বসে থাকে না। তারা পড়াশোনা আর চিন্তাভাবনার পরে যেটা পায়, সেটাকে কৃতজ্ঞচিত্তে দু'হাত পেতে নেয়। আর নিজের জীবনে "কাজে লাগানো" শুরু করে।

বলা বাহুল্য, এরাই সত্যিকারের পরিবর্তনটা দেখে। প্রথমে নিজের মাঝে পরিবর্তনটা শুরু হয়। ধীরে ধীরে চারপাশের কাছের মানুষদেরকেও তারা সাহায্য করতে চায়, করা শুরু করে। সেখান থেকেও অতি ক্ষুদ্র একটা অংশ সাহায্যটা নেয়ার জন্য এগিয়ে আসার সাহস করতে পারে।

কুরআন খুলে দেখেন। একটা মজার জিনিস পাবেন। সেটা হচ্ছে "অধিকাংশ" শব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক বৈশিষ্ট্যর সাথে বর্ণিত হয়েছে। অতি ক্ষুদ্র একটা অংশই আসলে শেষ সফলতা পর্যন্ত যেতে চায়, যাওয়ার চেষ্টা করে। সাথে দু'য়া। আল্লাহর ইচ্ছায় এরাই হয়তো সত্যি সত্যি সফল হয়ে যাবে।

আল্লাহ আপনাকে আর আমাকে সেই স্বল্প সংখ্যক চেষ্টা করা, আল্লাহর সংজ্ঞায় যারা সফল, তাদের কাতারে যেন অন্তর্ভুক্ত করে নেন। ফেনার মতো "অধিকাংশ"র ভীড়ে ভেসে যাওয়া থেকে যেন রক্ষা করেন। আ-মীন।

ও হ্যাঁ, আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আর কাউকে কয়টা বই পড়ে "ফেলসো" জিজ্ঞেস করবো না।

জিজ্ঞেস করবো, কয়টা বই পড়ে সত্যি সত্যি "কাজে লাগাইসো?"

~মোহাম্মদ তোয়াহা আকবার

#Fussilat

ফুসসিলাত-fussilat

16 Dec, 15:00


بسم الله الرحمٰن الرحيم

প্রিয় বোনেদের সমীপে,

আমি আপনাদেরই এক ছোট দ্বীনি বোন। আজ আমি আপনাদের আমার সহশিক্ষা ছেড়ে আসার জার্নি বলব, না, জার্নি না বরং মোটিভেশান বলব।

আমি কমজোর ঈমানের আল্লাহর এক বান্দী, যে আল্লাহর চেয়ে বেশি অন্য কাউকে ভয় করে সহশিক্ষায় জড়িয়ে পড়ি। যাই হোক, তো আমার মন কোনভাবে স্থির থাকতে পারছিল না। আল্লাহর সাথে আমার সম্পর্ক এত দূরে হয়ে গিয়েছিল যে আমি কোন ইবাদতে মনযোগই দিতে পারতাম না। ফ্রি মিক্সিং ক্লাস, আশেপাশে এতগুলা গায়রে মাহরাম, দৌড়াদৌড়ি করে সালাত...যেন নিজেকে শেষ করে দিচ্ছিলাম। তখন আমার উস্তাদার একটা কথা আমার মনে পড়ে যায়, আমার উস্তাদা বলছিলেন, ❝কাউকে যে পরীক্ষা দেওয়া হয় তাকে সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা দিয়েই পরীক্ষায় নামানো হয়❞।

আসলেই তো, আল্লাহ তো কাউকে সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেন না। তারমানে আমি যে এখানে এসে পড়েছি এখান থেকে বের হওয়ার যোগ্যতাও আল্লাহ আমার মধ্যে দিয়েছেন। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নিজের ক্ষেত্রে এবং আমি আশেপাশে যত বোনকে সহশিক্ষায় দেখি তাদের ক্ষেত্রেও। আল্লাহ কারও উপর সাধ্যের বাহিরে কিছুই চাপিয়ে দেন না।

এরপর আমি দুআই করে গেছি শুধু...আল্লাহ সহজ করেছেন। বান্দার কোন কৃতিত্ব নেই এখানে।


প্রিয় বোনেরা আমার,
আমি আপনাদের মতোই একজন, আমি আপনাদের ভালেবাসি-আল্লাহর জন্য। আজকে আমি লিখতে বসেছিও তাই। আমি চাইনা একটি ফুলও ঝরে যাক।

প্রিয় বোনেরা,
জিজ্ঞেস করুন নিজেকে আপনি কেন এখানে। আপনি কি এখানে থাকতে চান- যদি চানই আল্লাহকে পেশ করার মতো কোন গ্রহণযোগ্য ওজর কি আপনার আছে।
যদি না থাকে, তাহলে পাক্কা নিয়ত করে ফেলুন যে এখানে থাকবেন না।
দুআ করতেই থাকেন, কিভাবে কি করবেন আল্লাহর কাছ থেকে সাহায্য চান। অবশ্যই যেন সুন্দরভাবে বের হয়ে আসতে পারেন, সবার সাথে আদব রক্ষা করে। সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য চান।
অতঃপর রাতে যখন মাসনূন আমল গুলা করবেন তখন আয়াতের একাংশে পাবেন, "লা ইয়াকাল্লিফুল্লহু নাফসান ইল্লা উস'আহা"। দৃঢ় বিশ্বাসের সাথে পড়তে থাকুন। আল্লাহ সহজ করবেন।

এই উম্মতের প্রতি আপনার অনেক দায়িত্ব, এভাবে নিজেকে ধ্বংসের দুয়ারে নামিয়ে আনবেন না। অনেক দায়িত্ব আপনার। আল্লাহর সাহায্য লাগবেই, আল্লাহর ইচ্ছা-সাহায্য ছাড়া কিছুই হয়না। জীবনের ছোট থেকে বড় কোন ক্ষেত্রেই না।

প্রিয় বোনেরা আমার,
আপনাদেরকে ভালবাসি, আল্লাহর জন্য। সকলের কবুলিয়াতের জন্য দুআ করি। একটি ফুলও ঝরে না যাক...

(আল্লাহ আমার ভুল ত্রুটি মাফ করুন, আমাকে উত্তমরূপে আমার বলা কথার উপর লেগে থাকার তৌফিক দিন)

-আপনাদেরই ছোট বোন

[ইনবক্স হতে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন]

#বেরিয়ে_আসুক_লুকিয়ে_থাকা_সত্য
#সহশিক্ষা_সিরিজ
#সহশিক্ষা
#Fussilat

ফুসসিলাত-fussilat

16 Dec, 12:25


একবার সালাফদের একজনকে প্রশ্ন করা হয়েছিল, ‘ভালো কাজ কেন এত ভারী মনে হয়? অন্যদিকে পাপ কাজ কেন এত হালকা মনে হয়?’
.
তিনি উত্তরে বলেন, “কারণ, ভালো কাজের তিক্ততা আমাদের সামনে উপস্থিত, আর মিষ্টতা অনুপস্থিত যেটা কিনা জান্নাতে মিলবে; তাই ভারী মনে হয়। ভারী হওয়ার কারণে কাজটা যেন তুমি ছেড়ে না দাও। আর খারাপ কাজের মিষ্টতা উপস্থিত, আর তিক্ততা অনুপস্থিত যেটা কিনা জাহান্নামে মিলবে; তাই হালকা মনে হয়। হালকা হওয়ার কারণে কাজটা যেন তুমি করে না বসো।”

সূত্র: ফাতহুল বারী, ১৭/৬৩২

#Fussilat

ফুসসিলাত-fussilat

12 Dec, 14:38


🍀রিমাইন্ডার | শুক্রবার🍀

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.

#Fussilat

ফুসসিলাত-fussilat

12 Dec, 13:03


একটি হাদিস, জীবন পরিবর্তনকারী চারটি কথা।

গভীর চিন্তাভাবনার সহিত পড়ুন ইনশাআল্লাহ।

https://telegra.ph/একট-হদস-12-12

ফুসসিলাত-fussilat

12 Dec, 12:40


আর এই দুনিয়ার কারণে আপনি আল্লাহর ইবাদতে গাফলতি করছেন? আল্লাহকে ভুলে যাচ্ছেন?

চিন্তা করুন! গভীর চিন্তা করুন।

#Fussilat

ফুসসিলাত-fussilat

12 Dec, 11:14


মাথায় তোমার পাপের বোঝা! নিরাশ হয়ো না। চাওয়ার মত যদি চাইতে পারো তাহলে তুমিও অনেক কিছু পেতে পারো। এ দুয়ার থেকে তো ডাক আসে দিন-রাত, এসো হে নেককার, এসো হে গুনাহগার, লুটে নাও আমার দানের ভান্ডার।

আসমান থেকে সৌভাগ্য যখন নামে তখন নামতে থাকে....


~বাইতুল্লাহর মুসাফির কিতাব থেকে

#Fussilat

ফুসসিলাত-fussilat

11 Dec, 14:27


নাসিহাহ গ্রহণ কারীর জন্য সবচেয়ে বড় নাসিহাহ আর উপদেশ হলো ,

"তার একদিন মৃত্যু হবে অতঃপর যা নিয়ে সে ব্যস্ত আছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সামনে দাঁড়াতে হবে ।"

~KOLOM

#Fussilat

ফুসসিলাত-fussilat

11 Dec, 12:11


বেশি বেশি মৃত্যুর স্মরণ যে একটি সুন্নাহ, এটা আমরা অনেক সময় বিস্মৃত হয়ে যাই। মৃত্যুর স্মরণ অনেক কার্যকর ও ফলপ্রসূ একটি সুন্নাহ। মৃত্যুর স্মরণ করলে আমল আখলাক উন্নত হয়। গুনাহের পরিমাণ কমে আসে। আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়। আম্মাজানের হাদীস থেকে একথা স্পষ্ট, আমরা সবাই মৃত্যুকে অপছন্দ করি। মুমিনের কর্তব্য হল, এই অপছন্দের মৃত্যুকে সুন্নত পালনের নিয়্যতে জোর করে স্মরণ করা।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ يَعْنِي الْمَوْتَ

তোমরা বেশি পরিমাণে জীবনের স্বাদ হরণকারীর অর্থাৎ মৃত্যুর স্মরণ কর।

(আবূ হুরায়রা রা.।তিরমিজী ২৩০৭)

#Fussilat

ফুসসিলাত-fussilat

09 Dec, 15:23


যখন আপনার ভাগ্যের রায় আপনার বিপক্ষে যেতে শুরু করে, তখনই আল্লাহ আপনার জন্য দোয়ার অসীম এক সম্ভাবনার দরজা খুলে দেন। তিনি যা আপনার জন্য নির্ধারণ করেন বা যা তিনি আপনার ভাগ্যে সংযোজন করতে চান, সেই পথেই তিনি আপনার হৃদয়কে মোড় দেন।
.
এরপর সেই দোয়াগুলো এক অপূর্ব কবুলিয়াতের পথে অগ্রসর হয়—তাহাজ্জুদের গভীর সিজদায় অথবা আল্লাহর একমাত্র "কুন" আদেশের মাধ্যমে। আল্লাহর শক্তি অপরিসীম; তিনি যা চান তা মুহূর্তেই বাস্তবায়িত করতে পারেন।
.
তাই কখনোই নিরাশ হবেন না। আল্লাহর করুণার প্রতি আপনার আস্থা অটুট রাখুন। দোয়া কখনোই বন্ধ করবেন না, কারণ দোয়াই এমন এক অলৌকিক শক্তি, যা আপনার ভাগ্যকেও নতুন আলোয় আলোকিত করতে পারে। আল্লাহর রহমতের দরজায় প্রার্থনার হাত প্রসারিত রাখুন।
.
~Hikmah

#Fussilat

ফুসসিলাত-fussilat

09 Dec, 02:50


পাঁচ মাসের মধ‍্যে দুই ফ‍্যাসিস্ট শয়তানের (হাসিনা/বাশশার আল আসাদ) পতন আল্লাহ সুবহানাহু ওয়া তা'লা দেখালেন যারা ভেবেছিলো তাদের মসনদ, তাদের ক্ষমতা কেড়ে নেওয়ার কেউ নাই। তারা অপ্রতিরোধ‍্য।

শতাব্দী থেকে শতাব্দী সকল কুফফার ও যালেমদের পতন হ‍য়েছে। পূর্বের পতিত যালেমদের কোন নিশানা আজ নাই কিন্তু ইসলাম আগেও ছিলো, কিয়ামত পর্যন্ত থাকবে। আর এটাই আল্লাহর ওয়াদা।

চক্ষু শীতল হলো, অন্তর প্রশান্ত হলো …. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ । নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত‍্য ।

"হে আল্লাহ! আপনি সার্বভৌম শক্তির অধিকারী। আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা অপমানে পতিত করেন । আপনার-ই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই আপনি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।”

[সুরা আলে-ইমরান, ২৬ ]


~সংগৃহীত

#Fussilat

ফুসসিলাত-fussilat

08 Dec, 10:48


হে আদমসন্তান, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর প্রতি তোমার যে পরিমাণ প্রয়োজন রয়েছে, সে পরিমাণ তুমি তাঁর আনুগত্য করো। আর যে পরিমাণ আগুনের তেজ তুমি সহ্য করতে পারবে বলে মনে করো, সে পরিমাণ তাঁর অবাধ্য হতে পারো।

-আব্দুল্লাহ বিন মুবারক রহ.

[বই : দুনিয়া এক ধূসর মরীচিকা]

#Fussilat

ফুসসিলাত-fussilat

05 Dec, 13:08


🍀রিমাইন্ডার | শুক্রবার🍀

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.
সাদাকাহ পোস্ট:
https://t.me/fussilattt/946

#Fussilat

ফুসসিলাত-fussilat

03 Dec, 15:58


একটা সত্যি কথা কি জানেন?
আমাদের মধ্যে না আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, না আছে ভয়।

এমন একজনের কথা একটু আগে বাসায় বলছিলাম, যে কিনা আমাদের সময়েরই একটা ছেলে।

এই ছেলে ইশার পরপরই ঘুমায়ে যায়, কারণ এটা রাসূলুল্লাহর (সা) সুন্নাহ। আর রাসূলুল্লাহর (সা) সুন্নাহই তার কাছে গাইডেন্স। আর গাইডেন্স ফলো করলেই সে সফল। নইলে তো সে মিসগাইডেড, ব্যর্থ!

এই ছেলে প্রতি রাতে ঘুম থেকে সাড়ে বারোটায় উঠে যায়। ভোর পাঁচটা পর্যন্ত সে চুপিচুপি টানা সলাত করে। কিয়াম করে।
কেন?

কারণ, সে আল্লাহর প্রতি সত্যিই কৃতজ্ঞ।
সে নিজের ভুল আর জাহান্নাম নিয়ে সত্যিই ভীত।
এই কৃতজ্ঞতা প্রকাশ করতে আর আশ্রয় চাইতে চাইতে সে দুই পা ফুলায়ে ফেলে।
প্রতিদিন।

একটা ট্যুরে ত্রিশদিনের একদিনও তার এই রুটিন মিস হয় নাই। তীব্র মশার প্রকোপেও আল্লাহর প্রতি ভালবাসা তাকে সুন্নাহর অনুসরণ থেকে থামাইতে পারে নাই। কোন পরিস্থিতি আর অজুহাতই তাকে আল্লাহর সাথে কথোপকথনের মিষ্টতা মিস করার দুঃসাহস দেয় নাই।

মনিব নিজে নেমে আসবেন, কথা শুনতে চাইবেন, মাফ করতে চাইবেন, আর এই কথার উপরে ঈমান থাকলে দাস হয়ে সে ঘুমাবে, তা কী হয়?
হয় না।

এই ছেলেটা তাওহীদ "বুঝেছে"।
আল্লাহকে চিনেছে।
সফলতা দেখেছে।

আর আমরা?
আমরা বয়ান দিয়ে, বয়ান শুনেই বিন্দাস!
ঠিক না?

আল্লাহর জন্য বাঁচা!
এতো সস্তা?


~মোহাম্মদ তোয়াহা আকবার

#Fussilat

ফুসসিলাত-fussilat

01 Dec, 16:04


আবদুল্লাহ ইবনে উমর রা. বলতেন : ‘তুমি যখন সন্ধ্যা করেছ, তখন সকালের জন্য অপেক্ষা কোরো না। যখন তোমার জীবনে সকাল এসেছে, তখন সন্ধ্যার জন্য বসে থেকো না। তোমার সুস্থতার প্রতি মিনিটে অসুস্থতার জন্য, স্বাভাবিক জীবনের প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য— প্রস্তুত থাকো।’

আল্লাহর নবী ঈসা আ. বলতেন : ‘চিরদিন যেহেতু থাকতে পারবে না, দ্রুত পার হও। এই দুনিয়া সমুদ্রের মতো উত্তাল। কখনো শুনেছ সমুদ্রে কেউ বাড়ি বানিয়েছে? সুতরাং পরকালের পাড়ে নৌকা ভেড়াতে হবে, প্রস্তুতি নাও, পাল তোলো।’

- সহিহ বুখারি, হাদিস নং ৬৪১৬
- কিতাবুয যুহদ, আহমাদ বিন হাম্বল; ৯৩ পৃ.

#Fussilat

ফুসসিলাত-fussilat

01 Dec, 08:14


হযরত আবুল হুসাইন ওয়াররাক রহ. বলেন, যে ব্যক্তি আল্লাহ কর্তৃক হারাম বিষয় থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তার জবানে এমন হেকমত ও প্রজ্ঞাপূর্ণ আলোচনা প্রদান করবেন; যার মাধ্যমে শ্রোতাগণ হেদায়েতপ্রাপ্ত হরে। যে ব্যক্তি সন্দেহপূর্ণ জিনিস থেকে নিজের দৃষ্টি হেফাজত করবে, আল্লাহ তাআলা তার অন্তরকে এমনভাবে আলোকিত করবেন, যার দ্বারা সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হবে।

[প্রবৃত্তির নিন্দাচার : ১৯৭]

#Fussilat

ফুসসিলাত-fussilat

30 Nov, 15:17


ব্যক্তিবিশেষ মাঝেমধ্যে আমরা দেখতে পাই, কেউ কেউ দুআ করলে সাথে সাথে কবুল হয়ে যায়। এক্ষেত্রে হয়তো দুআকারী ব্যক্তির প্রয়োজনের তীব্রতা অনুসারে, আল্লাহমুখিতার এক বিশেষ অবস্থা দুআ কবুলে প্রভাব বিস্তার করে। অথবা দুআর মধ্যে সে এমন চমৎকার পন্থায় আল্লাহর নিকট ফরিয়াদ করে বসে, আল্লাহ তাআলা তার এই চমৎকার দুআর বদৌলতে দুআকে কবুল করে নেন।

কিংবা দুআ কবুলের বিশেষ সময়ে তার দুআটি আল্লাহর দরবারে উপস্থাপিত হয়। এ ছাড়াও অন্যান্য অনেক কারণে তার দুআর ফলাফল দ্রুত প্রকাশ পায়। তখন অনেকেই ধারণা করে, দুআর মধ্যে উচ্চারিত কোনো কালিমা বা শব্দের কারণে হয়তো অমুকের দুআ কবুল করা হয়েছে। ফলে সেও দুআ কবুলের পারিপার্শ্বিক আবশ্যক বিষয়াবলির প্রতি লক্ষ না রেখে শুধুমাত্র ঐ শব্দ বা কালিমাসমূহ দিয়ে দুআ করতে থাকে আর অপেক্ষা করতে থাকে যে, আমার দুআও এখন কবুল হয়ে যাবে।

এর একটি উদাহরণ হলো-একজন অসুস্থ ব্যক্তি সঠিক পদ্ধতিতে যথাসময়ে সঠিক ওষুধ ব্যবহার করায় সুস্থ হয়ে উঠল। তখন অপরজন চিন্তা করল, শুধুমাত্র এই ওষুধটির ব্যবহারই হয়তো রোগমুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। সময়ানুবর্তিতা কিংবা প্রয়োগপদ্ধতির কথা না ভেবে কেবল ওষুধকেই রোগমুক্তির একমাত্র কারণ ভাবাটা তার সুস্পষ্ট ভুল। একইভাবে শুধুমাত্র নির্দিষ্ট দুআকেই দুআ কবুলের ক্ষেত্রে একমাত্র উপায় ভাবাটাও এধরনের ভুল। অনেক মানুষই এসব ভুলের শিকার হন।

আমাদের সমাজে দেখা যায়, বিপদগ্রস্ত কেউ হয়তো বিপদে পেরেশান হয়ে কোনো কবরের সামনে আল্লাহ তাআলার নিকট মনের গভীর থেকে একাগ্রচিত্তে কাকুতি-মিনতি করে দুআ করতে থাকে। আর বিপদগ্রস্ত লোকটির মনের এই ব্যথা-বেদনার কারণে আল্লাহ তাআলা তার দুআকে কবুল করে নেন। তখন অনেকের মাঝেই এই ভুল বিশ্বাস জন্ম নেয় যে, হয়তো এই কবরবাসীর কারণেই এই লোকটির দুআ কবুল হয়েছে। এইভেবে বহু আবেগপ্রবণ মানুষ কবরের সামনে এসে দুআ করতে থাকে। অথচ এক্ষেত্রে দুআ কবুলের জন্য অন্তরের বিশেষ অবস্থা, শতভাগ আল্লাহমুখিতা-এসবের প্রতি কোনো মনোযোগ দেয়া ব্যতীতই নিরেট কবরবাসীর কারণে দুআ কবুলের আশায় বসে থাকে তারা। আবেগী অজ্ঞ লোকেরা বুঝতে পারে না, দুআ কবুলের সেই গোপন রহস্য হলো, বিপদগ্রস্ত ব্যক্তির সত্যিকারের আল্লাহমুখী হওয়ার তীব্র প্রচেষ্টা।

বস্তুত কবরের সামনে না বসে আল্লাহর ঘর মসজিদে যদি অন্তরের এই বিশেষ অবস্থায় দুআ করা হয় তাহলে তো সেই দুআ আরো উত্তম ও আল্লাহর নিকট আরো বেশি গ্রহণযোগ্য হয়।

বই - রুহের খোরাক।

#Fussilat

ফুসসিলাত-fussilat

30 Nov, 12:25


‏الحمد لله رب العالمين
سبحان الله وبحمده
سبحان الله العظيم

এই হলো আমাদের নতুন কার্যক্রম “কুরআনের অর্থ পড়ি” গ্রুপের অবস্থা। আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এখনো ডে ৪ এর টার্গেট দেইনি। আজকে সন্ধ্যার পর দেওয়ার কথা উক্ত টার্গেট কারণ ডে ৩ এর আপডেট নেওয়ার সময় চলতেছে যা রাত ৯ টা পর্যন্ত।

কিন্তু আল্লাহর বান্দীগণ তারা অগ্রগামী বান্দা হিসেবে নিজেদের নাম লেখানোর জন্য প্রতিযোগিতা করেই যাচ্ছেন কে কার আগে আপডেট দিবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।

আল্লাহ পাক প্রত্যেকের জীবনে অধিক পরিমাণে বারাকাহ দান করুক, আল্লাহ পাকের অগ্রগামী বান্দা হিসেবে কবুল করুক,আমিন।


আমরা কিন্তু বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে রমাদান প্রস্তুতি শুরু করে দিয়েছি, আপনি প্রস্তুতি শুরু করেছেন তো?

আমাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে নিম্নের গ্রুপে যুক্ত হোন ইনশাআল্লাহ।

গ্রুপ লিংক:( শুধুমাত্র বোনদের জন্য)
https://t.me/+FkkqKSLy_fUwMzFl

لا حول ولا قوة الا با لله
اللهم صل على محمد و على ال محمد

ফুসসিলাত-fussilat

29 Nov, 14:18


হাসান বাসরি (রহ.) বলেন,

“বাড়ি-ঘরে, পথে-ঘাটে, হাটে-বাজারে, বৈঠক-মজলিসে যেখানেই থাকো, *বেশি বেশি ইস্তিগফার* করো।

কারণ জানা তো নেই, “কোন মুহুর্তে ক্ষমার ঘোষণা নেমে আসে!”

বইঃ নবীজির পরশে
পৃষ্ঠাঃ ১৩৮

#Fussilat
#chintarporishuddi

ফুসসিলাত-fussilat

29 Nov, 12:24


আমরা কত-ই না বেখবর!! কত-ই না গাফেল!! আল্লাহ রহম করুক আমাদের প্রতি,ক্ষমা করুক আমাদের। আমাদেরকেও কাঁদার তৌফিক দান করুক, আমিন।

#chintarporishuddhi
#Fussilat

ফুসসিলাত-fussilat

29 Nov, 11:40


যুক্ত হয়েছেন আমাদের নতুন ফেসবুক পেইজে? যারা যুক্ত হয়েছেন পরিচিতদের সদকায়ে জারিয়াহর নিয়তে ইনভাইট করতে পারেন ইনশাআল্লাহ।

লিংক কমেন্ট বক্সে ইনশাআল্লাহ।

ফুসসিলাত-fussilat

29 Nov, 10:56


একটা আরবী লেখায় দেখলাম,
দুনিয়ার সমস্যা হচ্ছে হাম্মুন, মানে দুশ্চিন্তা।

আখেরাতের সমস্যা হবে যাম্বুন, মানে গুনাহ।
.
আর অধিক দরূদ পাঠ এই দুইটাই দূর করে।
.
যেমন প্রিয়নবী সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দরূদ পাঠের ব্যাপারে উবাই ইবনু কা'ব রদ্বিইয়াল্ল-হু আনহুকে বলেছিলেন,

"এটা তোমার দুশ্চিন্তার জন্য যথেষ্ট হবে, আর তোমার গুনাহও মাফ করা হবে।"
.
আজ শুক্রবার!

— মাহদী ফয়সাল (হাফি.)
#Fussilat

ফুসসিলাত-fussilat

29 Nov, 07:25


সত্যিকার ধার্মিকই সত্যিকার মানুষ। স্রষ্টার অবাধ্যতায় কিসের মনুষ্যত্ব? তিনি ধর্মের জন্যই মানুষ পাঠিয়েছেন।
তাই, আগে ধর্ম, পরে মানুষ।


মুহতারাম উসতায শাইখুল ইসলাম

#Fussilat

ফুসসিলাত-fussilat

29 Nov, 06:41


ঈমান হেফাজত করে আল্লাহর বিধান মেনে জীবন কাটাতে আসহাবে কাহফ যুবকেরা শহর ছেড়ে এক আল্লাহর উপর ভরসা আশা করে গুহাবাসী হয়েছিলেন। তাঁরা দুনিয়ার অন্য কোন কিছুকে নিজেদের ঈমানের উপর প্রাধান্য দেননি।

দুনিয়ার কোন কিছুর বিনিময়ে আল্লাহর অবাধ্য হতে চাননি! আল্লাহ তায়ালা তাঁদের দুনিয়া আখেরাত উভয় জগতের সম্মান দিয়েছেন। আল্লাহ তাঁদের চেষ্টা ত্যাগ দুয়া তাকওয়ার বর্ণনা দিয়ে কুরআনের মাঝেই জায়গা দিয়ে দিয়েছেন ছুবহানাল্লহ! প্রতি জুমাতেই অসংখ্য অসংখ্য মানুষ দুনিয়াজুড়ে তাদের বর্ণনা পড়ি সুরা কাহফে।

সূরা কাহফ অর্থ ব্যাখ্যা সহ মন দিয়ে ভেবেচিন্তে কখনো পড়ে দেখেছি সবাই?

বুঝার চেষ্টা করে দেখেছি?

তাকওয়া ও তাওয়াক্কুলের অকল্পনীয় ফলাফল আল্লাহ দিয়েছেন তাঁদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!

এবং তা আমাদের কুরআনে জানিয়ে দিয়েছেন।

কেন জানিয়েছেন?

নিশ্চয়ই আমাদের কিছু বুঝাতে শিক্ষা দিতেই

জানিয়েছেন!

যুগ পাল্টাতে পারে সবি কঠিন হতে পারে কিন্তু মুমিনের অভিভাবক আমাদের রব আল্লাহ তো সব সময় ই আছেন।
অথচ আমরা অনেকে আজকাল যে কোন উপায়ে ইসলামের বিধিবিধানের তোয়াক্কা না করে গুনাহ আর গাফলতিতে ডুবে হলেও সম্মান খ্যাতি ও সম্পদ অর্জন করতে চাই। ক্যারিয়ার গড়তে চাই। ইউটিউবে ইন্টারনেটে ব্লগ ভিডিও করে হোক বা সুদী ব্যাংকে জব করেই হোক হারাম কামাই হলেও যেম্নে হোক সম্পদ গড়ার প্রতিযোগিতা করি!

উপার্জন বা পেশা হালাল হলো কিনা সেটা আলিমদের হতে জানার চেষ্টা পর্যন্ত অনেকের থাকেনা..

রিজিক ও প্রকৃত সম্মানদাতা আল্লাহর উপর ভরসা ভুলে আমাদের অনেকে উন্নত জীবন আর অর্থসম্পদ ও ক্যারিয়ারকেই বড় করে দেখে কাফিরদের দেশে পড়াশোনা বা বসবাসের জন্য গিয়ে নিজেই ঈমান আমল বা দ্বীনের প্রকৃত বুঝ ও তাকওয়া হারান বা নিজেদের সন্তানাদী এবং বংশধরদের ঈমান আমল ধংসের মুখে ফেলে দেন। কাফিরদের দেশে বসবাসের জন্য যাওয়ার হুকুম জেনে তা মানার গুরুত্ব তো দূরের বিষয়....

আল্লাহ তো দুনিয়ায় অনেক সুখ আরাম আয়েশ মজা, নামধাম খ্যাতি সম্মান, সম্পদ এসব ই কাফিরদের ও দেন। কারণ দুনিয়া অমুসলিম কাফিরের জন্যেই জান্নাত! মুমিনের জন্য কারাগার।

সুতরাং যেকোনো উপায়ে এসব প্রাপ্তি তো একজন মুমিন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লক্ষ্য হবার কথাই না তাইনা!

মুমিন হিসেবে কেয়ামত জান্নাত জাহান্নাম তো আমাদেরঅস্বীকারের বিষয় ই না।

আর মৃত্যু তো দৃশ্যমান কঠিন বাস্তবতা যা একবার আসলে দুনিয়ার সবাই মিলেও কোনকিছু দিয়েই ফেরাতে পারবেনা নিশ্চিত! সবকিছু ছেড়ে মৃত লাশ হয়ে চলে যেতে হবে।

সুতরাং একমাত্র নিশ্চিত ভবিষ্যত মৃত্যু আর কবরের চাইতে অন্যান্য ভবিষ্যৎ ভীতি কিভাবে আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ এবং পদে পদে প্রাধান্য পেতে পারে? পাওয়াটা কি শয়ত্বানের ধোকায় চক্রান্তে পা দেয়া নয়? শয়ত্বান তো আমাদের যেভাবে হোক যে কোন গুনাহ গাফলতিতে ডুবিয়েই হোক জাহান্নামে নেয়ার চেষ্টায় আজীবন থাকবেই আছেই এটাও জানা কথা।

সত্যি বলতে আমি কাওকে কস্ট দেয়া বা হেয় করার উদ্দেশ্যে মোটেই লিখছিনা।

আমার আসলে খারাপ লাগে মায়া লাগে অনেক মানুষের জন্য। আমার যে কেমন লাগে বা কতটা দরদ হতে কতজনকে রিকুয়েস্ট করতে মন চায় তা মুখে বলতেও পারিনা আসলে.....

মৃত্যু ও আখিরাতের জীবনের অকল্পনীয় কঠিন ভয়াবহ ও দীর্ঘতম যাত্রার ব্যাপারে আমরা কয়জনে ভালো ভাবে কুরআন হাদীস হতে জানা ও ভাবনা চিন্তা করি প্রতিনিয়ত?

নিজের মৃত্যুর কথাই প্রতিনিয়ত ভাবি তো?

আমাদের কাছে ঈমান আমলের হেফাজত ও গুনাহ হতে বাঁচার চাইতে দুনিয়াবি ক্যারিয়ার সার্টিফিকেট। দুনিয়ায়পুরোপুরি স্বচ্ছলতা+ অভাববিহীন জীবন। দুনিয়ার চোখে সম্মান সফলতা অধিক গুরুত্বপূর্ণ কিনা সেটা ভেবে দেখাটা খুব খুব গুরুত্বপূর্ণ।

একটু ভেবে দেখবেন প্লিজ?

সবকিছু নিয়ে সাফাই দেয়া বা তর্ক বিতর্ক করাতে বা জবাব দিতে পারলেই ফায়দা নেই। আল্লাহর সামনে গিয়ে সব দোহাই টিকবেনা বা যে কোন বুঝ দিয়ে দেওয়াও যাবেনা। বেঁচে থাকতেই কিছু জিজ্ঞাসা এবং জবাবদিহি সবার আগে নিজেকেই করি প্লিজ।

~Jumana Puspo

#Fussilat

ফুসসিলাত-fussilat

29 Nov, 05:35


দু'আ কবুলের যে অদ্ভুত সুন্দর গল্পটি এতোবার পড়ার পর-ও কক্ষনো পুরোনো হয় না!

আমি তখন আল-খানসা হিফজোখানায় পড়ি, বয়স ১৫/১৬ হবে,আমাদের হালাকায় এক মাঝ বয়সী মহিলা ছিলেন,আফ্রিকান মহিলা,একদিন দুয়া কবুলের তালীম চলছিল,তখন সেই মহিলা কান্না করতে করতে বলেন- “ আমার মেয়ে অনেক জিদ্দি,সে এমন কিছুর আবদার করছিল যা আমরা সবাই বুঝতাম যে বিষয়টা অসম্ভব। তার বয়স হচ্ছিল,তার জন্য আমাদের গোত্রীয় ছেলেদের কত প্রস্তাব আসে কিন্তু সে রাজি হয়না, সে কালো চামড়ার,সে অনেক লম্বা আর অনেক স্বাস্থ্যবতী,আমাদের গোত্রে এমন মেয়ে মানে অনেক সুন্দরী, কিন্তু এই আরবে তো কালো স্বাস্থ্যবতী মেয়েরা সুন্দরী না,আরবরা সাদা চামড়ার পাতলা ফিনফিনা মেয়ে পছন্দ করে। তো আমার মেয়ের ইচ্ছে সে আরবের সুন্দর ফর্সা চামড়ার ছেলের বউ হবে।আমরা তাকে অনেক বকা দিতাম,বুঝাতাম, যে এমন আশা করলে জীবনেও বিয়ে হবে না,মেয়ে বলতো আমার বিয়ে তোমরা দিবা নাকি আমার আল্লাহ দিবেন? কদিন পর আমার বড় ছেলে এক আরবের পক্ষ থেকে প্রস্তাব আনলো,আমরা সবাই খুশি হয়েছি অনেক, কিন্তু আমার মেয়ে না করে দিলো,কারণ সেই আরব লোকটা বৃদ্ধ ছিল আর তার আগের ৩ বউ ছিল। আমার মেয়ে খুব রাগ হলো আর আমাদেরকে সাফ জানিয়ে দিলো সে দ্বীনদার,আরব, নীল চোখ ওয়ালা সুন্দর যুবক চায় আল্লাহর কাছে। তার জন্য যেন আমরা কেউ পেরেশান না হই। আল্লাহই এনে দিবে তার এই স্বপ্নের রাজপুত্র। 

আমরা বুঝেছিলাম ওর আর বিয়েই হবেনা,একে তো ও কালো চামড়া, চেয়ে বসছে সুন্দর সাদা চামড়ার আরব,আমরা নিচু বংশীয় গরিব মানুষ,  আর আরবরা সেই ধনী আর উঁচু বংশীয়, সব নাহয় মানলাম,কিন্তু নীল চোখ? এ আবার কোন পাগলামি?  আরবদের বেশি থেকে বেশি খয়েরি চোখ হয়,কালো আর খয়েরি,নীল তো ইংলিশদের হয়!আমাদের তখন মনে হচ্ছিল ও আসলে বিয়েই করতে চায়না তাই এমন সব আবদার করে। একদিন ওকে অনেক বকা দিয়েছি,গায়েও হাত তুলেছি। আমার মেয়ে কান্না করতে করতে বলছে এক সপ্তাহের ভিতরেই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে তার নীল চোখা আরব জামাইর সাথে।

আমরা খুব রাগ হলাম, মেয়ে পাগল হয়ে গেছে,মেয়ে বেয়াদব হয়ে গেছে এসব বলে বলে ওকে বকা দিচ্ছিলাম।

সেই এক সপ্তাহ আমার মেয়ে অনেক কান্না করেছে জায়নামাজ বিছিয়ে,সারাক্ষণ সারা রাত সে কান্না করে করে তার রবের নিকট দুয়া করেছে। ঠিক ৭ দিনের দিন তার জন্য এক নীল চোখ ওয়ালা সুদর্শন আরব যুবকের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে। আমরা সবাই এতো বেশি খুশি হয়েছিলাম ভাষায় প্রকাশ করার মত না। ওয়াল্লাহি যদি মানুষকে সিজদা করা জায়িজ থাকতো,শিরক না হতো সেদিন আমরা সবাই আমার সেই আল্লাহওয়ালা মেয়েকে সিজদা করতাম। আমি অবাক হয়েছি আমার মেয়ের ইয়াকিন দেখে,ওর তাওয়াক্কুল দেখে আর ওর দুয়ার ক্ষমতা দেখে।

আমি বিয়ের দিন আমার মেয়েকে বলছিলাম কী বলে সে আল্লাহর কাছে দুয়া করতো? মেয়ে বললো আমি সারাদিন ইস্তেগফার করতাম আর সারারাত আমার পছন্দ ব্যক্ত করে দুয়া করতাম।আর আমার ইয়াকিন ছিল আল্লাহর কাছে সবই সম্ভব।

আজ ৮/১০ বছর আমার মেয়ে অনেক সুখেই সংসার করছে। ওদের বাচ্চা গুলাও অনেক সুন্দর সুন্দর। কেউ সাদা কেউ কালো কেউ মাঝামাঝি।  কিন্তু মজার বিষয় ওদের সবার চোখের রঙ নীল।”

আমরা সবাই একটা ঘোরের মাঝে চলে গিয়েছিলাম এই গল্প শুনে। মহিলা প্রচুর কান্না করতে করতে বলছিলেন,আর আমরা মারাত্মক রকমের ইমোশনাল হয়ে পড়েছিলাম।

এই গল্প সেইদিন ঐ মজলিশের সবাইকেই এমন নাছোড়বান্দা বানিয়ে ছাড়ছিল। রাতের তাহাজ্জুদ আর ইসতেগফারের কি ক্ষমতা তা এই দুইটা না করে বোঝা যাবেনা ! 

- উস্তাযাহ যাইনাব আল গাজী হাফিযাহাল্লাহ

ফুসসিলাত-fussilat

28 Nov, 13:52


🍀রিমাইন্ডার | শুক্রবার🍀

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.
সাদাকাহ পোস্ট:
https://t.me/fussilattt/946

#Fussilat

ফুসসিলাত-fussilat

28 Nov, 10:58


আর সন্ধ্যাবেলা আমরা কী করি?? তাদের আর আমাদের মাঝে কত তফাৎ!!!

#chintarporishuddhi
#Fussilat

ফুসসিলাত-fussilat

28 Nov, 04:56


বই - সালাফদের জীবনকথা

একজন মুমিনের জীবন কিভাবে স্বার্থক হতে পারে বুঝতে পেরেছেন তো??

#chintarporishuddhi
#Fussilat

ফুসসিলাত-fussilat

28 Nov, 03:54


আমাদের নতুন ফেসবুক পেইজে যুক্ত হয়েছেন?

না হয়ে থাকলে এখনই যুক্ত হোন এবং নিজের পরিচিতদের ইনভাইট করুন, ইনশাআল্লাহ।

লিংক:
https://www.facebook.com/Chintarporishuddhii


বিঃদ্রঃ আমাদের আগের পুরোনো অফিসিয়াল পেইজ হ্যাক করা হয়েছিল।

ফুসসিলাত-fussilat

18 Nov, 16:56


"আপনাদের প্রবলেমটা কোথায়? যে নামায পড়তে চায় না, হিজাব করতে চায় না – তাকে তার মতো থাকতে দিন। কেন তাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলাচ্ছেন? প্রাইভেসি বোঝেন না কেন? নিজেরটা নিয়েই থাকুন..."

বিনীতভাবে উত্তর দেয়া হলো,

"মহান আল্লাহ তা’আলা সাক্ষী; আমরা সবাইকে নিয়ে, একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই ইং শা আল্লহ। পরিচিত কাউকে পেছনে রেখে যেতে চাই না আমরা – এটিই আমাদের প্রবলেম।“

~ মুহাম্মাদ জাভেদ কায়সার (রহিমাহুল্লাহ.)

#Fussilat

ফুসসিলাত-fussilat

18 Nov, 09:44


[১]
জুমার নামাজ ওয়াজিব। কিন্তু এমন একজন আলেমের বক্তব্য আপনি দেখাতে পারবেন না এই বিষয়ে যে জুমার নামাজ নারীদের জন্য ওয়াজিব কিংবা এই নামাজ না পড়লে নারীদের গুনাহ হবে। জুমার খুতবাও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়। এখন কেউ যদি এসে বলে, এই গুরুত্বপূর্ণ বয়ান থেকে মেয়েদেরকে বঞ্চিত করা হবে কেন, তাদের অংশগ্রহণও দরকার–তাহলে তার উচিত সালাফদের সময়কার কঠিন বর্ণনাগুলোর দিকে দৃষ্টিপাত করা, যেটা বিশেষ কারণে এখানে দিচ্ছি না।

এখন, একটা ওয়াজিব বিধান কেন মেয়েদের জন্য শিথিল হয়ে গেল? এই প্রশ্নের জবাবটা একদমই সহজ। তা হলো, পর্দার বিধানের জন্য। পর্দার বিধানের উদ্দেশ্য কী? নারীদেরকে সুরক্ষিত রাখা তাদের পবিত্রতার জন্য এবং অতি অবশ্যই আল্লাহর সন্তুষ্টি।

তাহলে সেমিনার কিংবা বইমেলায় নারীদের উপস্থিতির প্রয়োজনীয়তা কি একটা ওয়াজিব বিধানের চেয়েও বেশি? এসব কথা বললে অবশ্য অনেকে বলতে আসে–মেয়েরা রাস্তাঘাটে, বাজারে, সবখানে যাওয়া-আসা করে তখন কিছু বলেন না, ইসলামি সেমিনারে গেলেই আপনার আপত্তি কেন?

এটার জবাবে বলব, রাস্তাঘাটে ঘোরাফেরা করা মেয়ে, অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া মেয়েরা এটাকে সওয়াবের কাজ বলে মনে করে না, আর না তো তারা শরীয়াহর বিধানের ধার ধারে। কিন্তু সেমিনার, বইমেলা ইত্যাদি জায়গায় যারা যায়, তাদের বড় অংশ ইসলাম প্র্যাকটিস করতে চায়। সুতরাং এগুলোকে সওয়াবের কাজ ভেবে যেন বিভ্রান্ত হয়ে না পড়ে, সেজন্যই মূলত এসব আলোচনা।

নারীদের ফরজ সালাতের জন্য মসজিদের থেকে যদি নিজের ঘরকে উত্তম বলা হয়, তবে অন্যান্য নফল কাজের জন্য বাহিরে যাবার কথা টেনে আনাটাও কি অবান্তর নয়?

আমরা যদি সালাফদের বুঝকে যথেষ্ট মনে করি, তাহলে যুক্তি-তর্ক যে একদমই অপ্রাসঙ্গিক, তা আশা করি বোঝানো গেছে।

[২]
সিয়ানের সেমিনারে মেয়েদেরকে দ্বিতীয় তলায় জায়গা করে দেয়া হয়েছে। কিন্তু মেয়েদের চলাচলের পথটা পুরুষদের সামনে দিয়েই ছিল। সেখানে যে পর্দা দেয়া উচিত, তার ব্যবস্থা অনেক পরেই করা হয়। সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে, মেয়েদের সেকশনে প্রজেক্টরের মাধ্যমে বক্তাদেরকে বড় স্ক্রিনে দেখানো, এটা অনুমোদিত কাজ কি না আল্লাহ ভালো জানেন তবে এটার দ্বারা যে ফিতনার সৃষ্টি হয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই।

সেমিনারকেন্দ্রিক এই প্র্যাকটিসটা একেবারেই নতুন, যেটা নিঃসন্দেহে পরবর্তীতে আরো বড় ফিতনার দরজা খুলে দেবে। ঘণ্টার পর ঘণ্টা ধরে মেয়েরা স্ক্রিনে তাকিয়ে, বক্তাদের চেহারা দেখে বক্তব্য শুনবে এটা যদি আদতে কল্যাণকর কিছু হতো তাহলে সালাফগণ মসজিদে যাওয়ার বিষয়টা নিয়েও এত কঠোর হতেন না, কারণ সালাতে সর্বোচ্চ কতক্ষণই বা লাগে?

শতকরা কত ভাগ ফিতনায় পড়েছে এটা সম্পূর্ণ অযৌক্তিক আলাপ, সুযোগ থাকলে ফিতনার পরিবেশ তৈরি না করাটাই মূল কথা।
আরেকটা বিষয় হচ্ছে নারী-পুরুষের জন্য একই সময়ে প্রস্থানের সমস্যা। উচিত ছিল এমন ব্যবস্থা থাকলে ছেলেদেরকে মেয়েদের অন্তত দশ মিনিট পরে বের হতে দেওয়া, যেন এখানে অসুন্দর পরিবেশ সৃষ্টি না হয়। আমি প্রোগ্রামে আলাদা রাখলাম, বের হওয়ার সময় সবাইকে মিক্স করে ফেললাম, জিনিসটা তখন মোটেও সুন্দর দেখায় না। যেহেতু ইসলামি সেমিনার সেহেতু আগে ইসলামের চাহিদাকেই, শরীয়তের বিধানকেই গুরুত্ব দিতে হবে।

এখন কমেন্টে অনেকেই বলতে আসবেন তাহলে মেয়েরা দ্বীন শিখবে কীভাবে? আমরা কি বোনদেরকে বঞ্চিত করতে চাচ্ছি সবকিছু থেকে?

মহিলারা কি আগে দ্বীন শিক্ষা করেনি? আগে কি আলেমা ছিলেন না? তাঁরা কীভাবে শিখতেন? অনলাইনের কল্যাণে সেভাবেও কষ্ট করা লাগে না এখন। তাই অনলি সিস্টার্স অনেক সেমিনার হোক, তবে অনলাইনেই হোক। ভাইদের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে বঞ্চিত যেন না হয় কেউই, সেই লক্ষ্যে অনলাইনেও এগুলো প্রচার হোক।

দ্বীনশিক্ষার জন্য সশরীরে গিয়ে এসব সেমিনারে অংশ নিতে হবে, অনলাইনে নিলে হবে না–এমন কোনো শর্ত আছে কি না আল্লাহ ভালো জানেন। বরং ফরজে আইনের ইলম আগ্রহ নারী-পুরুষ সবাই নির্বিশেষে আগ্রহী হবে এটাই কাম্য।

লেখা আর লম্বা করার আগ্রহ হচ্ছে না। তাই বাকি জিনিসগুলো আপাতত থাকুক।

~Mayraj Hussain

#Fussilat

ফুসসিলাত-fussilat

17 Nov, 04:57


দ্বীন শেখানোর নামে ফিতনাময় কাজকর্ম করলে তো সমস্যা । নজরের হিফাযতের ব্যাপারে শুধু পুরুষ না, নারীর বেলায়ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সুরা নূরে ।

ইন্টারেস্টিং বিষয় হলো, সুরা নূরের ৩০ নং আয়াতে আল্লাহ সুবহনাহু ওয়া তা’লা সকল মুমিনকে (নারী ও পুরুষ) এড্রেস করে দৃষ্টি নত রাখতে বলার পরও পরের আয়াত অর্থাৎ ৩১ নং আয়াতে শুধু আলাদা করে মুমিন নারীদের বলেছেন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং গোপন অঙ্গের হেফাযত করে ।

প্রশ্ন হলো মুমিন নারীদের কে আলাদা করে কেন এড্রেস করা হলো ? তাফসীরে আহসানুল বায়ানে সুরা নূরের ৩১ নং আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উল্লেখ করে দিচ্ছি ।

“ যদিও মহিলারা দৃষ্টি সংযত রাখা ও গুপ্তাঙ্গের হিফাযত করার প্রথম আদেশেই শামিল, যা ব্যাপকভাবে সকল মু'মিনদেরকে দেওয়া হয়েছে; যেহেতু মু'মিন মহিলারাও ব্যাপকার্থে মু'মিনদেরই অন্তর্ভুক্ত। তবুও এখানে বিষয়টির গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে বিশেষভাবে মহিলাদেরকেও দ্বিতীয়বার সেই একই আদেশ দেওয়া হচ্ছে। যার উদ্দেশ্য হল তাকীদ ও গুরুত্ব আরোপ। এখান হতে কিছু উলামাগণ দলীল গ্রহণ করে বলেছেন যে, যেরূপ পুরুষদের জন্য বেগানা মহিলাদেরকে তাকিয়ে দেখা নিষিদ্ধ, অনুরূপ মহিলাদের জন্যও বেগানা পুরুষদেরকে তাকিয়ে দেখা ব্যাপকভাবে নিষিদ্ধ।”

এখন এই যে এসব সেমিনারে আমাদের বোনদের সামনে জায়ান্ট স্ক্রীনে এসে ভাইরা আলোচনা করছেন, যে কারও জন্য দৃষ্টি নত করে শুধু আলোচনা শুনে যাওয়া তো নিঃসন্দেহে ডিফিকাল্ট ।

হ্যা আপনারা হয়তো বলবেন অনলাইনে তো বক্তারা এসে ভিডিও তে আলোচনা করে । আমি নিশ্চিত ইন শা আল্লাহ আমাদের পর্দানশীন বোনেরা ভিডিও না দেখে কেবল আলোচনা শুনে যাওয়ার অপশন বেছে নেন দ্বীন শেখার নিয়তে । কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে হাদীস অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম রদিআল্লাহু আনহু কে নিয়ে সেটা নিশ্চয়ই অনেকে বোনেরা ওয়াকিবহাল আছেন ।

আর আমাদের ভাইরা বলেন, বোনেরা ঘরে থাকেন । কিন্তু সেমিনারের নাম করে সাত/আট ঘন্টা বোনদের ঘরের বাইরে অবস্থান করানো হচ্ছে । আপনি বলবেন, বোনদের মানসিক বিনোদনের দরকার আছে । আছে, তবে হাদীসে এও আছে নারী যতক্ষণ ঘরের বাইরে অবস্থান করে শয়তান তার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখে আর যখন সে ঘরে অবস্থান করে তখন তারা আল্লাহর রহমতের নিকটবর্তী হয় ।

দ্বীন শেখার নিয়তে অতি আধুনিকতা দেখাতে গিয়ে যদি ফিতনা তৈরী করা হয় তবে বিষয়টা দুঃখজনক ।

জুলাই আন্দোলনের পর ভাইদের মধ্যে দাওয়াহর একটা জোয়ার আসছে … উত্তম বিষয় । আল্লাহ তাদের নেক চেষ্টাগুলো কবুল করুন । কিন্তু দাওয়াহ যদি কুরআনের বিধানের সাথে সাংঘর্ষিক হয় তবে এই দাওয়াহ তে কোন বারাকাহ না আসার সম্ভাবনাই বেশি আল্লাহু আলাম ।

~Nusrat Zahan

#Fussilat

ফুসসিলাত-fussilat

16 Nov, 03:11


"আল্লাহ তোমাকে দুনিয়া দিয়েছেন, যাতে এটা দিয়ে তুমি পরকাল তালাস করতে পারো। এজন্য দেননি, যাতে তুমি দুনিয়ার দিকেই ঝুঁকে পড়ো"

— উসমান ইবনু আফফান (রাদ্বি.)
[আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ৭/২৪১]


বুঝেছেন?? শুধু বুঝলে হবে! আখিরাতও তালাস করতে হবে, ইনশাআল্লাহ।

#Fussilat

ফুসসিলাত-fussilat

16 Nov, 02:35


অদ্ভুত না! আগামি রমাদান আসার আগেই যাদের নামের আগে মৃত যোগ হবে, তাদের কেউ আজ মার্কেটে দামাদামিতে, কেউ বা চাকুরিতে, কেউ ফেসবুকে ব্যস্ত। নিশ্চিন্ত নির্লিপ্ত ভাব দেখে কে বলবে জীবন নামক মোমের বাতিটির অধিকাংশই যে গলে গিয়েছে।

© রিযওয়ানুল কবির


মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন তো?? নাকি দুনিয়া নিয়েই শুধু ব্যস্ত আছেন?

#Fussilat

ফুসসিলাত-fussilat

15 Nov, 12:41


সহশিক্ষা ছাড়তে গিয়ে আমরা যে আজিব ধরনের একটা ওয়াসওয়াসার স্বীকার হই/পরিবার হয়, সেটা হলো:

পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসে থাকলে তো আমায় কেউ বিয়ে-ই করবে না/পড়াশোনা বাদ দিয়ে ঘরে বসে থাকলে তোকে কে বিয়ে করবে??

.
আচ্ছা। আপনি হারাম ছাড়লেন বলে যে আপনাকে বিয়ে করলো না সে ঠিক কতটা দ্বীনদার বলে আপনার মনে হয়?

আরেকটা বিষয় খেয়াল করুন। আপনি সহশিক্ষায় থাকলেন। আপনার স্বামী ও আপনাকে সহশিক্ষায় রাখলেন। আলটিমেটলি আপনার ফরয পর্দা তরক করানোর মাধ্যমে আপনার স্বামী পরিনত হলেন দাইয়্যুসে। আর হাদীসে স্পষ্টভাবে দাইয়্যুসের জন্য জাহান্নামের হুমকি এসেছে।

তাহলে ভাবুন একবার!

কোনো এক 'হবু জাহান্নামী' যেন আপনাকে বিয়ে করে, এই আশায় আপনি সহশিক্ষা ছাড়ার হিম্মাত পাচ্ছেন না/আপনার পরিবার আপনাকে সহশিক্ষা ছাড়তে দিচ্ছে না.......!!!!


#CoEducation
#MuhabbateQuran

ফুসসিলাত-fussilat

14 Nov, 10:52


🍀রিমাইন্ডার | শুক্রবার🍀

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.
সাদাকাহ পোস্ট:
https://t.me/fussilattt/946

#Fussilat

ফুসসিলাত-fussilat

14 Nov, 08:19


"হাল লাকা সিররুন ইন্দাল্লাহ
বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ

হাল লাকা সাদাক্বাতুন তাখফা
লা ইয়া'লামুহা ইল্লাল্লাহ?”

এই লাইনটুকু শুনলেই একজনের কথা মনে পড়ে যায়!
জানেন কার কথা? কে ছিলেন তিনি? কী করতেন তিনি?

তিনি যথেষ্ট সচ্ছল ছিলেন, এরপরেও মাস শেষে বেতন সময়মত হাতে না পেলে অস্থির হতেন! কারণ বেতন পাওয়া মাত্রই তিনি একশ পরিবারের পুরো মাসের বাজার করতেন নিজ হাতে। এরপর নিজেই সেই ১০০ পরিবারের ঘরে ঘরে যেয়ে দিয়ে আসতেন সেসব বাজার। ফজরের পর বাজার করে ঘরে ঘরে পৌঁছাতে প্রায় জোহর হয়ে যেতো। আর উনার এই সাদাকার কাজ উনার ছেলে/মেয়ে/বউ কিংবা আর কেউই জানত না। ঠিক তখনই মনে পড়ে যায় “ তোমার কি এমন গোপন সাদাক্বা আছে, যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না?”

তিনি একজন ইমাম, ক্বারী, স্কলার শাইখ মুহাম্মাদ আইয়ুব। যিনি দীর্ঘ সাত বছর মাসজিদ আন নাবাওইতে ইমামতি করেছিলেন। উনি যে সকালে মারা গিয়েছিলেন তার আগের রাতে এক প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বার বার জিজ্ঞাসা করে বিরক্ত করছিলেন যে উনার স্যালারী কখন দেওয়া হবে। কর্তৃপক্ষ এই ভেবে হয়রান হচ্ছিলেন যে, উনার তো কোনো টানাপোড়ন নাই, মাত্র দুই হাজার রিয়ালের জন্য এমন কেন করছেন?!

তারপর উনাকে যখন দেওয়া হয় দুই হাজার রিয়াল, উনি সেই রিয়াল এক বাবাহীন সন্তানকে দিয়ে দেন। এই ছিল উনার শেষ সাদাক্বা!

উনার ইন্তিকালের পর যারা নিয়মিত সাদাক্বা পেতো, তাদের মাধ্যমে সবাই জানতে পারে এই গোপন সাদাক্বার কথা।

ভাবনায় ফেলে দেয়, আমাদেরও কি আছে এমন কোনো গোপন সাদাক্বা, যার কথা শুধু রব্বে কারীম জানেন?

~যাইনাব আল গাজী

#Fussilat

ফুসসিলাত-fussilat

13 Nov, 03:29


একজন আল্লাহর ওলী'কে চিনি। যিনি তার কন্যাদেরকে কোন প্রতিষ্ঠানে পড়ান না। খাস পর্দায় রাখেন। এবং তিনি নিজে বাসায় তাদের আরবি, বাংলা, ইংরেজি, গণিত, এবং বিজ্ঞান, শিক্ষা দেন। তাকে একবার বলেছিলাম,“দুনিয়ায় অনেক মেয়ে ডাক্তার প্রয়োজন। আপনার কন্যাদেরকে ডাক্তার বানান। যাতে ভবিষ্যতে নারী রোগীদের জন্য সুবিধা হয়।”

জবাবে তিনি খুব দামী একটা উত্তর দিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, “ভাইয়া আপনি ১৫-২০ বছর পরে দেশে হাজার হাজার মেয়ে ডাক্তার দেখতে পাবেন কিন্তু ঐ সময়ে খুব করে খুজেও দু'একজন ধার্মিক, পূর্ণ পর্দানশীন মেয়ে খুঁজে পাওয়া বেশ কষ্টকর হবে।” তাই আমি এমন হিরে তৈরির প্রচেষ্টা চালাচ্ছি, যা ১৫-২০ বছর পরে খুব দুষ্প্রাপ্য হবে।
.
সংগৃহীত

#parenting #nari #career

#Fussilat

ফুসসিলাত-fussilat

12 Nov, 15:43


হযরত সুফিয়ান ছাওরী রহ. বলেন, মুত্তাকি ও পরহেজগারদের মজলিসে বস, তাহলে আল্লাহ তাআলা তোমাদের দ্বীনী বিষয়াদি ঠিক করে দেবেন অর্থাৎ তোমাদেরকে পূর্ণ দ্বীনদার বানিয়ে দেবেন। নিজেদের দ্বীনী বিষয়ে ওই সকল লোকদের সাথে পরামর্শ কর, যারা আল্লাহকে ভয় করে। নেক কাজে অগ্রসর হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মাঝে ও তোমাদের গুনাহের মাঝে অন্তরায় হয়ে যাবেন।

[মাজালিসে হাসানা : ১/৬৯]

#Fussilat

ফুসসিলাত-fussilat

12 Nov, 14:32


কুরআনের দারসে বসার ইচ্ছা জাগে না?
মনে চায় না, যতটুকু পড়ি ততটুকুর অর্থও জানি, তা নিয়ে সময়ে সময়ে ভাবতেও বসি?

কুরআন তিলাওয়াতের গভীর স্বাদ নিহিত আসলে বুঝতে পারা ও তাদাব্বুর করতে পারার মাঝে।

আসুন, কুরআন তিলাওয়াতের মাহাত্ম্য আরও গভীরভাবে অন্তরে ধারণ করি আমরা, তাদাব্বুর-তাফাক্কুরে ডুবে যাই কুরআনের মাঝে। অংশ নেই, 'দারসে কুরআন' হালাকাহয়।

আলোচনা করবেন: ফারহীন জান্নাত মুনাদী।

হালাকাহ শুরু: ১৩নভেম্বর, ২০২৪, বুধবার।
সময়: দুপুর ২.৩০মি.-৪.০০মি. (সপ্তাহে ৩দিন)

রেজি. ফি: ২০০/-
মান্থলি ফি: ১৫০/-

ফি প্রেরণের নাম্বার: 01327202761 (নগদ/বিকাশ, পার্সোনাল)

রেজি. করতে এই ফরমটি ফিলাপ করুন:
https://forms.gle/5kgaKYrLwPUUAXEY6

আল্লাহ তাওফীক দিন। নিজে যুক্ত হই, অন্যকে দাওয়াত দেই৷ প্রিয়জনকে মেনশন দেই। আমার আহ্বানে কেউ যুক্ত হলে তার সওয়াবে আমিও শরীক থাকবো ইন শা আল্লাহ।

পেইজ লিংক:
https://www.facebook.com/markazunnahda

ফুসসিলাত-fussilat

12 Nov, 14:15


“ভার্সিটিতে না পড়লে ভালো জায়গায় বিয়ে হবে না।”

এই অজুহাত দেখিয়ে মেয়েদেরকে ভার্সিটিতে পড়তে বলা হয়। এমনকি তাদের যখন ইচ্ছা থাকে না তখনো এই একটা কারণ সামনে এনে জোর করে, ঈমান-আমলের ক্ষতি করে হলেও বছরের পর বছর পড়তে বাধ্য করা হয়। এই চাপটা বেশিরভাগ সময় পরিবার থেকেই আসে।

তর্কের খাতিরে ধরে নিই এই কথাটা সত্য।এই কথার সাথে আরেকটা অভিযোগ আসে সেটা হলো, “যারা সহশিক্ষার বিরুদ্ধে তারাও বিয়ের সময় গ্র্যাজুয়েট মেয়ে খোঁজে।” ধরে নিই এটাও সত্য। এই কথাগুলোকে সত্য ধরে নিয়েও এসব কুযুক্তির জবাব দেয়া যায়।

বিশ্বাসী যারা, তারা বিশ্বাস করে সবকিছুর ফয়সালা আসমান থেকেই হয়। যারা মডারেট মুসলমান তারাও বিশ্বাস করে “জন্ম-মৃত্যু-বিয়ে” এই তিনটা জিনিস আল্লাহর ফয়সালা। তাই আপনি যেই দৃষ্টিভঙ্গি থেকেই জিনিসটা দেখেন না কেন, সহশিক্ষা ছেড়ে দিলে আপনার ভালো জায়গায় বিয়ে হবে না এই আলাপটা সম্পূর্ণ মনগড়া, ফালতু কথা।

যারা সহশিক্ষার বিরোধিতা করেও গ্র্যাজুয়েট মেয়ে খোঁজে তাদের জন্য আপনি গ্র্যাজুয়েট হবেন কেন? আপনার কথা অনুযায়ী তারা তো হি[পো]ক্রিট। এমন ছেলেদের কথা ভেবে সহশিক্ষা কন্টিনিউ করবে নাকি আল্লাহর বিধান মেনে সহশিক্ষা ছেড়ে দিবে? যৌক্তিকভাবেই চিন্তা করুন।

সহশিক্ষা হারাম এটা যেহেতু আমাদের কারোই ব্যক্তিগত কোনো অপিনিয়ন না সেহেতু এই বিধানকে ব্যক্তির সাথে জুড়ে কোনো আর্গুমেন্ট করা নিঃসন্দেহে ধোঁকাবাজি। আমরা কেবল আল্লাহর বিধান প্রচার করি। আপনার কাছে বিপরীত দলিল থাকলে দলিল আনুন, কুযুক্তি না।

যাই হোক, সহশিক্ষায় পড়ে, কলেজ-ভার্সিটিতে ভালো রেজাল্ট করলে ধরে নিলাম আপনার বিয়ে ভাল জায়গায় হবে। আপনি সুখে শান্তিতে সংসার করবেন। কিন্তু আপনার এসব কোয়ালিটি দেখে যে বিয়ে করবে, সে আপনাকে ঘরে বসিয়ে খাওয়াবে এমন আশা করা উচিত হবে না। আপনার ভালো রেজাল্টের জন্যই তখন আপনার শ্বশুর-শ্বাশুড়ি, স্বামী আপনাকে বলবে চাকরি করো।

এখন যেই লজিকে পরিবারের চাপে পড়ে, যোগ্য হওয়ার লোভে সহশিক্ষা কন্টিনিউ করবেন, বিয়ের পর আপনার শ্বশুরবাড়িতে গিয়ে সেটা চাকরির জন্য চাপাচাপির কারণ হবে। এই জিনিসটা আপনাকে এমন একটা লুপের মধ্যে ফেলবে যেটার জন্য দুনিয়া, আখিরাতে ক্ষতিগ্রস্থ তো হবেনই সাথে একটা লোভী মানুষের সাথে জীবন কাটাতে হবে যে জীবিত থাকতে আপনাকে দিয়ে চাকরিও করাবে, ঘরের কাজও করাবে।

এসব মিথ্যার উপর ভিত্তি করে যারা সহশিক্ষা কন্টিনিউ করার সিদ্ধান্ত নিচ্ছেন, তাদেরকে কথিত “দ্বীনি বোনদের” আরেকটা প্রতারণা ধরিয়ে দিই। আমরা যখন কলেজ-ভার্সিটির অভ্যন্তরীণ বিষয়গুলো প্রকাশ করি তখন এসব ফেমিরাই বলে কলেজ-ভার্সিটির সব মেয়ে খারাপ না। আপনাদের এসব মন্তব্যের কারণে কলেজ-ভার্সিটির মেয়েদেরকে কেউ বিয়ে করতে চাইবে না। আশা করি এটা নিয়ে আর কিছু বলতে হবে না।

পরিশেষে একটা কথাই বলব, আপনি অপারগ হলে সেটা ভিন্ন কথা তবে মুমিনের বৈশিষ্ট্য হলো শুনলাম এবং মান্য করলাম। আমাদের দায়িত্ব ছিল সহশিক্ষা হারাম হওয়ার বিষয়টা আপনাদের কাছে পৌঁছে দেয়া, আমরা সেই চেষ্টাই করি।

আপনার উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া, হারাম থেকে বেঁচে থাকার দুআ করা, যারা ভাবে ইহকাল চিরস্থায়ী তাদের ওয়াসওয়াসা থেকে দূরে থাকা।


~Mayraj Hossain

#Fussilat

ফুসসিলাত-fussilat

12 Nov, 10:45


“কম জানি” এটা বুঝার সাথে সাথেই জানার জন্য পদক্ষেপ নেয়া। আর্থিক সমস্যা, বিভিন্ন দায়িত্ব, শিক্ষক পড়াতে চাচ্ছে না, এরকম নানা সমস্যা থাকবেই। কিন্তু হাল ছাড়া যাবে না। ম্যানেজ করতে হবে। সর্বোচ্চ চেষ্টা করে সমাধান করে নিতে হবে।

সত্যকে বুঝে নিতে, ভ্রান্তি আর রিয়েলিটিকে পরিস্কারভাবে বুঝে নিতে হলে জ্ঞানের যাত্রায় কোন আপোষ করা যাবে না, তা যত কষ্টই হোক না কেন! এমনকি একজন নবী হওয়া সত্ত্বেও মূসা আলাইহিস সালাম জ্ঞানার্জন করতে ঘর ছেড়েছেন।

ফ্যামিলি কিংবা কমিউনিটির অন্যান্য বাধা আর সমস্যার কথা কল্পনা করে নিলেই হয়। বনী ইসরাইল বলে কথা! অর্থাৎ আমাদের মতোই আর কি!

যা হোক, জায়গামতো পৌঁছানোর পরে এমন একটা কোর্সে নিজেকে এনরোল করেছেন যে কোর্সের টিচার উনাকে কিছুতেই নিতে চাচ্ছিলেন না। বরাবরের মতোই মূসা আলাইহিস সালাম ম্যানেজ করেছেন। অজুহাত বের করেননি। সুরা ফাতিহাতে তো আমরা এরকম বৈশিষ্ট্যের অধিকারী হতে চেয়েই শেষ আয়াতে দুয়া করি। ঠিক না?

সুরা কাহাফ সহ পুরো কুরআন-ই বেশিরভাগ মানুষ শুধু উচ্চারণ করে, আবৃত্তি করে। আমরা এদের মতো হতে চাই না। যারা নিজের জীবনের পথনির্দেশনার জন্য কুরআন পড়ে, নিজেকে গাইডেড রাখার জন্য কুরআন পড়ে, মানার জন্য কুরআন পড়ে, আমরা ইন-শা-আল্লাহ তাদের মতো হতে চাই।

আর তাই কুরআন-সুন্নাহর জ্ঞানার্জনের জন্য যা করার করতে হবে। ম্যানেজ করতে হবে, ব্যালেন্স করতে হবে। কিন্তু জ্ঞানার্জনের পথে কোন অজুহাত আমরা দিবো না। হাল ছাড়বো না।

আবার বলি। কুরআন অনুযায়ী জীবনটা সাজাতে চাইলে বুঝে বুঝে স্টাডি করে যেতে হবে কিন্তু।
মানার নিয়্যাতেই জানতে হবে।

~মোহাম্মদ তোয়াহা আকবর

#Fussilat

ফুসসিলাত-fussilat

10 Nov, 09:17


আল্লাহর জন্য কিছু ত্যাগ করার পর যদি দুনিয়াবি কিছু কষ্ট সহ্য করতে গিয়ে আপনি আফসোস করেন তাহলে আপনাকে নিজেকে নিয়ে আরো চিন্তা-ভাবনা করা উচিত।

আল্লাহর জন্য কোনো হারাম ত্যাগ করার পর আপনি অত্যাচার সহ্য করলে সেটা হোক মানসিক কিংবা শারীরিক যদি এমন মনে হয় যে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিয়ে তো বিপদে পড়ে গেলাম, সবাই আমাকে রিজেক্ট করতেছে, কটু কথা শুনাচ্ছে তাহলে আপনি তায়াক্কুলের পরীক্ষায় কি ফেইল করেননি??

বাস্তবতা অনেক কঠিন আমি জানি, দুনিয়া এত সহজ না। আর সহজ না বলেই, প্রতিদান হিসেবে রাখা হয়েছে জান্নাতকে।

এছাড়া কুরআনেই আল্লাহ্ পাক বলেন,

‘হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছাতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।’

[ সুরা আল-ইনশিকাক, ৮৪ : ৬ ]

আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন কেন! কেন আপনাকে সৃষ্টি করেছেন! সুরা বাকারার ২১ নং আয়াত নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, আল্লাহর কাছে সেই আয়াতের গভীরের জ্ঞান চেয়ে কাকুতি মিনতি করেন। আল্লাহ ফিরিয়ে দিবেন না।

কিছু মানুষ যারা দ্বীনের মধ্যেও অধিক পরিমাণে দুনিয়া খুঁজে তাদের জন্য আমার করা আল্লাহর জন্য কুরবানীকে আমি তুচ্ছ করব, আল্লাহ তাআলার প্রতি ইবরাহীম আলাইহিস সালামের মত, ইয়াকুব আলাহিস সালামের মত তায়াক্কুল রাখব না, সেটা নিয়ে বরং আমার আফসোস করা উচিত।

আল্লাহর জন্য ত্যাগ করার পর কিছু দুনিয়াবি মানুষ কিংবা তথাকথিত দ্বীনি ট্যাগ লাগানো মানুষ আমাকে নানাভাবে কষ্ট দিচ্ছে এই বিষয় নিয়ে আফসোস করার চেয়ে, কিসে আমাকে ধোঁকায় ফেলতেছে, শয়তানের কোন ফাঁদে আমি পা দিয়ে দিচ্ছি যার কারণে দুনিয়ার প্রতিদানই শুধু আমার কাছে গুরুত্বপুর্ন মনে হচ্ছে সেটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করা উচিত।

সকল বিষয়েই আল্লাহ তায়ালা ভাল জানেন।


~সংগৃহীত

#Fussilat

ফুসসিলাত-fussilat

09 Nov, 09:55


কুরআন তিলাওয়াত তো নিঃসন্দেহে অনেক সওয়াবের একটা কাজ। কিন্তু কুরআন কি শুধুই তিলাওয়াত করার কথা? তিলাওয়াত করলেই কি কুরআনের সব হক্ব আদায় হয়ে যায়? উঁহু, হয় না। কুরআনের অর্থ বুঝতে হয়, একেকটা আয়াত নাজিলের পটভূমি জানতে হয়, শিখতে হয় কীভাবে তা আমরা প্রয়োগ করতে পারবো নিজ জীবনে। এই হক্বগুলো আদায় করা যায় তাফসির জানার মাধ্যমে। কিন্তু কুরআন বলেন বা তাফসির বলেন —এসব একা একা পড়লে লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি।

শুধু আরবি জানলেই তো চলে না, আরবি তো আমাদের সাহাবায়ে কেরামরাও (রাদ্বিয়াআল্লাহু আনহুমা) জানতেন। কিন্তু তবুও প্রতিটি আয়াতের অর্থ, ব্যাখ্যা আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের বুঝিয়ে দিতেন, শিখিয়ে দিতেন।

সেই শেখানোর আর বোঝানোর ধারা অব্যাহত রাখতেই আইওএম নিয়ে এসেছে "ধারাবাহিক তাফসিরুল কুরআন" কোর্স। এই কোর্সে মুফতি জুবায়ের আহমেদ হাফিজাহুল্লাহু এর সান্নিধ্যে তাফসির জানা যাবে। পাশাপাশি সময়টাও সুবিধাজনক (মাগরিব থেকে এশার মধ্যবর্তী সময়ে‌) এবং সম্পূর্ণ বিনামূল্যেই!
কি দারুণ সুযোগ! তাই না?

বিস্তারিত:
https://t.me/iomeduorg/3192

ফুসসিলাত-fussilat

09 Nov, 02:19


গ্রুপ লিংক (শুধুমাত্র বোনদের জন্য):
https://facebook.com/groups/295277608054948/


চাইলে আপনারা অন্য যেকোনো অথেনটিক পেইজ এবং গ্রুপেও এইভাবে সাদাকাহ করতে পারেন, ইনশাআল্লাহ।

ফুসসিলাত-fussilat

09 Nov, 02:18


লাস্টে 600 এই নাম্বার থেকে নিয়ম করে প্রতিদিন রাতে 1 পয়সা করে সাদাকা আসে আমাদের সাদাকায়ে জারিয়াহ্ "আখিরাতের ডিপোজিট" (Only sister's) গ্রুপের বিকাশ নাম্বারে।

রাতের বেলায় মেসেজের শব্দ শুনলেই মনে হয় এই বুঝি আসলো 1 পয়সা সাদাকার মেসেজ।
লাস্টে 600 নাম্বার দেখে বুঝি,হ্যা ধারণা আমার সঠিক!

আগে প্রথমে বুঝিনি।
এরপর থেকে আমিও বিষয়টা খেয়াল করেছি!

কী সুন্দর না বিষয়টা?

হয়তো তাঁর সামর্থ কম,কিন্তু প্রতিদিন সাদাকাকারীর তালিকায় নিজের নামটা দেখতে চায়,রব্বে করীমের কাছ থেকে প্রতিদান পেতে চায়,যে কোনো আমল নিয়মিত পালনকারীদের অন্তর্ভূক্ত হতে চায় তাই এই ছোট্ট সুন্দর প্রচেষ্টা!সুবহানাল্লাহ,মুগ্ধ হওয়ার মত একটা ব্যাপার।এমন ঘটনা আগেও ঘটেছে।প্রায়ই ঘটে!

সাদাকা রিলেটেড কাজ করতে গিয়ে কত অন্তর প্রশান্তকারী ঘটনার যে সাক্ষী হই সুবহানাল্লাহ,রব্ব এই ওসীলায় আমাকেও কবুল করুন।

আচ্ছা এই যে কত সহজে,কত সুন্দর ভাবে,কত বেশি সওয়াব পাওয়া যায় মুমিন কী তা জানে?
নিজেকে নিয়ে এমন প্রচেষ্টা করেছে সে কখনো?
না করলে কেন করেনি?কে তাঁকে নিষেধ করেছে?
কিসে তাঁকে বাধা দিয়েছে?
সামর্থ্য?
দিন 1 পয়সা করে পাঠালে ১ মাসে 30 পয়সা হয়,1 টাকাও না! 1 টাকার তিন ভাগের এক ভাগ!
বলি মুমিনের কি এই সামর্থ্যটুকুও নেই?

যে রবকে চায় সে তার সাধ্য,ক্ষমতা,পারিপার্শ্বিকতার মধ্যেই খুঁজে চলে হররোজ,দিবানিশি।
পরিশেষে সে খুঁজতে খুঁজতে সত্যিই পেয়ে যায়!

আর কি লাগে?🌸

~শামছুন্নাহার রুমি

#Fussilat

ফুসসিলাত-fussilat

07 Nov, 12:11


🍀রিমাইন্ডার | শুক্রবার🍀

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.
সাদাকাহ পোস্ট:
https://t.me/fussilattt/946

#Fussilat

ফুসসিলাত-fussilat

06 Nov, 03:27


ফিতরাতই বদলে গেছে, বারাকাহ আসবে কীভাবে?

মানুষের জীবনের স্বাভাবিক ছন্দটাই যেন উল্টে গেছে। এখন মানুষ রাতে জাগে, ভোর বেলা ঘুমায়। দিন আর রাতের এই পরিবর্তন বারাকাহের রাস্তাটাকে অনেকাংশে বন্ধ করে দিচ্ছে।

আমাদের মেয়েরা ঘরের কাজ কে অপছন্দ করছে, অথচ বাইরের কাজে ঝুঁকছে, পছন্দ করছে। ঘরে থাকলে পরিবারে সজীবতা থাকত, শিশুরা মায়ের সাহচর্য পেত, স্বামীরা স্ত্রীর থেকে সুকুন পেতো৷ কিন্তু মাতৃত্বের বা স্ত্রীত্বের ক্যারিয়ারের থেকে কর্পোরেট ক্যারিয়ার প্রাধান্য পাচ্ছে৷ এই পরিবর্তনেও বারাকাহ হারিয়ে যাচ্ছে।

পাশাপাশি, আমাদের ছেলেরা কর্মজীবনের চ্যালেঞ্জ এড়িয়ে ঘরে থাকতে আগ্রহী হয়ে পড়েছে। কাজের প্রতি উদ্যম কমে গেছে, বাসাতেই বেশি সময় কাটাতে চায়। যা আগের দিনগুলোর পুরুষের ব্যক্তিত্বের চেষ্টাশীলতার সংস্কৃতির সাথে বেমানান।

নারীরা হচ্ছে রাস্তামুখী আর পুরুষেরা ঘরমুখী৷

অন্যদিকে আমাদের শিশুরা ছোট থেকেই মোবাইল বা গ্যাজেটে আসক্ত হচ্ছে, প্রকৃতি, মাঠ, বাগান, পুকুরের সান্নিধ্য কিংবা পরিবারের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।

সব মিলিয়ে সবাই যন্ত্র হয়ে গিয়েছে, মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহনশীলতা ও একাত্মতা কমে যাচ্ছে। এই পরিবর্তিত জীবনের মধ্যে কীভাবে বারাকাহ আশা করা যায়?

ফিতরাত থেকে বিচ্যুত হয়ে বারাকাহ আশা করা কঠিন। মানুষ প্রকৃতিতে ফিরুক, সঠিক ছন্দে জীবন যাপন করুক—তাহলেই হয়ত জীবনে বারাকাহ ফিরে আসবে। (ইনশাআল্লাহ)

~ শাহ মোহাম্মদ তন্ময়

#Fussilat

ফুসসিলাত-fussilat

31 Oct, 11:57


🍀রিমাইন্ডার | শুক্রবার🍀

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.
সাদাকাহ পোস্ট:
https://t.me/fussilattt/946

#Fussilat

ফুসসিলাত-fussilat

29 Oct, 04:31


আল্লাহ কখনো মানুষের ভালো কাজকে ভুলে যান না। আপনি অন্যের যে উপকার করেছেন, যাদের কষ্ট লাঘব করেছেন...কোনকিছুই তিনি ভুলেন না। যে চোখে বেদনার অশ্রু গড়িয়েছে, তার চোখ মুছে আপনি তার মুখে হাসির ছটা বইয়ে দিয়েছেন...আপনি কি মনে করেন আল্লাহ সেটা ভুলে যাবেন? সত্য ও ন্যায়ের আদর্শের উপর নিজের বোধকে টিকিয়ে রাখাটাই জীবনের সংজ্ঞা। ভালো কাজ করে যান, যদিও কেউ আপনার সেই কাজের প্রতিদান না দেয়। আকাশের ওপারে আমাদের একজন রব আছেন, যিনি আপনার প্রতিটি কাজের হিসেব মিটিয়ে দিবেন। তিনি কখনো ভুলে যান না, মুমিনের হৃদয় থেকে বের হওয়া প্রতিটি দীর্ঘশ্বাসের হিসেব তিনি রাখেন।

#RainDrops
#Fussilat

ফুসসিলাত-fussilat

28 Oct, 16:34


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

এক মুসলিম অপর মুসলিমের ভাই। কাজেই সে তার উপর নির্যাতন করবে না এবং তাকে অসহায় অবস্থায়ও ছেড়ে যাবে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটাবে, আল্লাহ তার প্রয়োজন মিটাবেন। একইভাবে যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবেন, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবেন কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন।

~সুনানে আবু দাউদ হাদীস নং ৪৮৯৩(সহীহ)

এখন পর্যন্ত এসেছে ১১ হাজার টাকা, আলহামদুলিল্লাহ। টার্গেট এমাউন্ট ২ লাখ টাকা।

যার যতটুকু সামর্থ্য ঠিক ততটুকুই করে সাদাকাহ করেন, আল্লাহ্ পাক আপনাদের নিয়ত এবং ইখলাস দেখবেন ইনশাআল্লাহ।

আমরা কি একটা পরিবারকে সহযোগিতা করতে পারি না আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য? কেউ টাকা দিতে না পারলেও এটলিস্ট উক্ত পরিবারকে জন্য খাস করে দোয়া করে দেওয়ার অনুরোধ রইল।

সাদাকাহ পোস্ট :
https://t.me/fussilattt/946

ফুসসিলাত-fussilat

28 Oct, 08:58


গুরুত্বপুর্ন লেখা, সবাই পড়ার চেষ্টা করব এবং চিন্তাভাবনা করব ইনশাআল্লাহ।

লিংক:
https://telegra.ph/Deener-pothe-10-28

ফুসসিলাত-fussilat

28 Oct, 04:59


শুধু ইলম যথেষ্ট নয়, তাকওয়া চাই। আর তাকওয়ার মর্ম হল, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর অনুভূতি মনে জাগরূক থাকা। হিসাব, আমলনামা, মীযান ও পুলসিরাতের কথা স্মরণ থাকা। আল্লাহর ক্ষমতা ও মাহাত্ম্য এবং তাঁর নেয়ামতরাজির কথা সদা মনে থাকা, যেন গোনাহ থেকে নিজেকে বাঁচানো সহজ হয়। আর কোনো গোনাহ হয়ে গেলে তৎক্ষণাৎ তওবা করতে পারে এবং ইসতেগফার করতে থাকতে পারে।

[ফরয ইলম : শিক্ষা ও বিস্তার, ৮৩]

#Fussilat

ফুসসিলাত-fussilat

26 Oct, 13:18


'সাদাকাহ' আল্লাহর ক্রোধকে দমিত করে এবং অপমৃত্যু থেকে হিফাজত করে।

[তিরমিজি-৬৬৪]


যার যতটুকুই সামর্থ্য রয়েছে সেটা দিয়েই আল্লাহর সন্তুষ্টির জন্য উক্ত পরিবারকে সহযোগিতা করার অনুরোধ রইল।

প্রজেক্ট কিন্তু এখনো চলমান...

সাদাকাহ বিস্তারিত পোস্ট :
https://t.me/fussilattt/946

ফুসসিলাত-fussilat

25 Oct, 08:39


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

এক মুসলিম অপর মুসলিমের ভাই। কাজেই সে তার উপর নির্যাতন করবে না এবং তাকে অসহায় অবস্থায়ও ছেড়ে যাবে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটাবে, আল্লাহ তার প্রয়োজন মিটাবেন। একইভাবে যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবেন, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবেন কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন।

~সুনানে আবু দাউদ হাদীস নং ৪৮৯৩(সহীহ)

যার যতটুকু সামর্থ্য ঠিক ততটুকুই করে সাদাকাহ করেন, আল্লাহ্ পাক আপনাদের নিয়ত এবং ইখলাস দেখবেন ইনশাআল্লাহ।

সাদাকাহ পোস্ট :
https://t.me/fussilattt/946

ফুসসিলাত-fussilat

25 Oct, 08:07


আজকে জুমুআ বার, অনেকেই সাদাকাহ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ। আমাদের ফুসসিলাত টিমকে যারা আল্লাহর জন্য বিশ্বাস করেন আপনারা এইখানে নির্দ্ধিধায় সাদাকাহ করতে পারেন ইনশাআল্লাহ। একইসাথে উক্ত পরিবারের জন্য একটু খাস করে দোয়া করে দিয়েন আজকে দোয়া কবুলের সময় ইনশাআল্লাহ। আল্লাহ্ পাক যেন উত্তমভাবে ব্যবস্থা করে দেন আফিয়াতের সহিত এবং সবকিছু সহজ করে দেন।

আল্লাহ্ পাক আপনাদের এই উত্তম সাদাকাহর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুক, আমিন।

-----------

**একজন অসুস্থ আংকেলের ঋণ পরিশোধের জন্য সাদাকাহ প্রজেক্ট।

তিনি নিজে শারীরিকভাবে ভীষন অসুস্থ হওয়া সত্ত্বেও চেষ্টা করছিলেন কাজ করে যাবার যেহেতু তিনিই পরিবারের খুৃটি। এমতাবস্থায় তাকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তার কিছু শুভাকাঙ্ক্ষী। তারা নির্দিষ্ট একটি সময়ের মধ্যে সাহায্যের নিশ্চয়তা দিলে, আংকেল কর্জ করে ছোট একটি কর্মসংস্থান এর ব্যবস্থা করেন অনেক কষ্টে। তবে আল্লাহ তাআলার পরিকল্পনা ভিন্ন, আলহামদুলিল্লাহ। তার সেই শুভাকাঙ্ক্ষীজন নির্ধারিত সময় পাড় হবারও প্রায় দু তিনমাস পর জানান যে তারা এই বিষয়টায় আর আগাতে পারছেন না, তারাও বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। আর এত অল্প দিনের ব্যবসায় আংকেলের পক্ষে সম্ভবও নয় এত বড় এ্যামাউন্ট পরিশোধ করা।
কর্জের জন্যও চেষ্টা করা হয়েছে। তবে কোনদিক থেকে কিছু উপায় না হওয়ায় আমরা নিয়াত করেছি ঋণ পরিশোধে আংকেলকে সাহায্য করার। ঋণের পরিমাণ ২ লাখ। পরিমাণ দেখে কেউ ঘাবড়ে যাবেন না, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা একজন বাবার অসহায়ত্বকে দূর করতে পারে।

** উল্লেখ্য যে, ঋণ পরিশোধের সময় আরো ২ মাস আগেই শেষ হয়ে গিয়েছে।

সাদাকাহ পাঠানোর নাম্বার -

বিকাশ, নগদ - 01618470493 (personal)
রেফারেন্স - sadaqa

ফুসসিলাত-fussilat

24 Oct, 13:00


সহশিক্ষা ছাড়া নিয়ে যে দুইটা প্রশ্ন সবার মাথায়ই আসে -

১) সহশিক্ষা ছাড়ার সময় কী কী কষ্টের বা সমস্যার সম্মুখীন হতে হবে বা হতে পারে?

এই একটা প্রশ্নের কারণে আমরা সহশিক্ষা ছাড়তে অনেকেই ভয় পাই। শয়তান তখন সুযোগ নেয়, আর কিছু মানুষ তো আছেই।

প্রথমেই বলে রাখি উক্ত প্রশ্নটাকেই দোয়াতে পরিনত করে ফেলতে হবে ইনশাআল্লাহ যে আল্লাহ পাক সহশিক্ষা ছাড়ার সময় কিংবা এর পর আমার যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। মাথার মধ্যে শয়তানের দেখানো যা যা সমস্যা ঘুরপাক খাবে সবকিছুকে দোয়াতে পরিণত করতে হবে।
উদাহরণস্বরূপ যদি এমন ভয় কাজ করে বাবা মা খুব কটু কথা শুনাবে তাহলে আগে থেকেই দোয়া করতে থাকতে হবে যে আল্লাহ বাবা মা যেন সহশিক্ষা নিয়ে একটা কথাও আমাকে শুনাতে না পারে।
আল্লাহ তায়ালার কাছে নিজের সব কিছু নিয়ে আত্মসমর্পণ করতে হবে। মনে রাখতে হবে, প্রতিটা সৃষ্টির নিয়ন্ত্রণ আল্লাহর কাছে। কেউ চাইলেও আপনার যেমন ক্ষতি করতে পারবে না আবার কেউ চাইলেই আপনার উপকার করতে পারবে না আল্লাহ পাকের হুকুম ছাড়া। আপনি আল্লাহ পাকের বিধান হেফাজত করলে, আল্লাহ পাক আপনার হেফাজত করবেন এইটা আল্লাহ পাকের ওয়াদা।

এবং দ্বিতীয় প্রশ্ন থাকে যে সহশিক্ষা ছাড়ার পর কী করব? হতাশা, আফসোস কাজ করে ইত্যাদি।

প্রথমেই স্মরণ রাখতে হবে হতাশা আসে শয়তানের পক্ষ থেকে। আপনি আল্লাহর জন্য হারাম ছেড়েছেন, আল্লাহর জন্য দুনিয়াবি সফলতা কুরবানী করেছেন তাকওয়া অবলম্বন করে। আর যে তাকওয়া অবলম্বন করে সে মুত্তাকী।

আল্লাহ পাক সুরা আর রহমানে মুত্তাকীদের পুরস্কারের বর্ণনা দিয়ে বলেছেন - "উত্তমের বিনিময় উত্তম ছাড়া আর কী হতে পারে।"

আপনার সহশিক্ষা ছাড়ার মত নেক কাজের প্রতিদান কি আল্লাহ্ দিবেন না?? আর দুনিয়াতেই কি সবকিছু পেতে হবে?

সুরা সিজদাহতে আল্লাহ্ বলেছেন -

কেউ জানে না তাদের জন্য চক্ষু শীতলকারী কত কিছু লুকায়িত রাখা হয়েছে।

এবং কুরআনে আরো বলা হয়েছে - যে ব্যক্তি নিজের প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান।

এমন অসংখ্য প্রতিশ্রুতি রয়েছে কুরআনে যা আল্লাহ্ পাক আমাদের দিয়েছেন, তাহলে শয়তানকে অন্তরে হতাশা পয়দা করার সুযোগ কেন দিব? সেগুলোকে পাত্তা দিয়ে কেন বলব সহশিক্ষা ছেড়ে দিয়ে আমি ডিপ্রেসড? আপনি হতাশ হওয়ার জন্য সহশিক্ষা ছেড়েছেন? নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য!!

আল্লাহর জন্য নিজের কুরবানীকে শয়তানের কুমন্ত্রণা শুনে কিভাবে তুচ্ছ করছেন যেখানে আল্লাহ্ পাক আপনার জন্য সম্মানীয় পুরস্কার রেখেছেন??

তারপর সহশিক্ষা ছাড়ার পর কী করব??

নারী হিসেবে আপনাকে যে কারণে বানানো হয়েছে সেই দায়িত্ব পালন করবেন। আল্লাহর প্রিয় বান্দি হবেন, তাকওয়াবান ও পবিত্র নারী হবেন, নিজেকে সংশোধন করার মেহনত করবেন, নিজের স্বামীর জন্য নিজেকে চক্ষুশীতলকারি বানানোর, সন্তানের জন্য উত্তম মা হওয়ার প্রস্তুতি নিবেন বাবা মায়ের খেদমত করবেন। পরিবারের খেদমত করবেন। নিজের আখলাককে উত্তম বানানোর মেহনত করবেন। আল্লাহ্ পাকের সাথে নিজের সম্পর্ক কিভাবে আরো মজবুত করা যায় সেই ফিকির করবেন, চেষ্টা করবেন।

শুধু দুনিয়াবি স্কিল অর্জন করাই কি গুণ!! এইগুলা কি উত্তম গুণ না?? অজস্র নারী পাবেন যারা অধিক পরিমাণে দুনিয়াবি ডিগ্রি + স্কিল অর্জন করেছে কিন্তু গিয়ে দেখেন আখলাক ভাল না, নিজের সাথে মা বাবা, স্বামী, পরিবারের সম্পর্ক ভাল না।

এবং অনেক দ্বীনে ফেরা বোনদের মধ্যেও অসংখ্য এমন আছে তাহলে আগে সহশিক্ষা ছাড়া পর এইগুলা সংশোধন করার ফিকির কি করা উচিত না??

আল্লাহ্ বলেছেন যে নিজেকে পরিশুদ্ধ করল সেই সফলকাম।

তাহলে আমি কোন সফলতার পিছনে দৌড়াচ্ছি?? আদৌ কি সেটা সফলতা।

উপরোক্ত গুণ গুলো অর্জন করার পর যদি মনে হয় কিংবা পাশাপাশি যে আমার আরো কিছুও দরকার তখন আল্লাহর কাছে সেটা কল্যাণের সহিত চাইতে থাকুন। আল্লাহ্ তায়ালার মুখাপেক্ষী হোন মুসা আলাইহিস সালামের মতো।

দোয়া মুমিনের জন্য হাতিয়ার তাই আল্লাহ পাকের মুখাপেক্ষী হয়ে সেই হাতিয়ারকে কাজে লাগিয়ে নিজের জীবনকে সহজ- সুন্দর ও পবিত্র করে নিন। সেই হাতিয়ারকে কাজে লাগিয়ে আল্লাহ পাকের বিধানগুলোকে হেফাজত করুন। বিশ্বাস করুন, তখন আল্লাহ পাক আপনার জীবনের সবকিছুর জন্য যথেষ্ট হয়ে যাবেন।

আল্লাহ পাক আমাদের আফিয়াতের সহিত গভীরের জ্ঞান দান করুক, আমিন।

اللهم صل على محمد و على ال محمد

~সংগৃহীত
#Fussilat

ফুসসিলাত-fussilat

23 Oct, 09:02


বিস্তারিত :
https://telegra.ph/Sohoshikkha-series-2-10-23

#Fussilat

ফুসসিলাত-fussilat

22 Oct, 16:29


মুসলিমের ব্যাপারটাই আসলে অন্যরকম। একজন প্রকৃত মুসলিম ভুল করে, গুনাহ করে, দ্বীনের পথে চলতে হোঁচট খায়, কিন্তু হোঁচট খাওয়ার পর আর থেমে থাকে না ; ভেঙে পড়ে না, চূড়ান্ত হতাশা তাকে গ্রাস করতে পারে না। সে আবার উঠে দাঁড়ায়। প্রত্যেক আদম সন্তান মাত্রই গুনাহগার। কিন্তু শ্রেষ্ঠ সে যে ভুল করার পর তওবা করে। ভুল শোধরানোর জন্য সে মরিয়া হয়ে ওঠে। তার অন্তর তাকে ধিক্কার দেয়, তার বিবেক তাকে শোধরাতে বাধ্য করে। একজন মুসলিম দ্বীনের মধ্যে পিছিয়ে পড়ে, কিন্তু সে অনুশোচনা করে আর সেই অনুশোচনা তাকে দ্বিগুণ উৎসাহে এগিয়ে যেতে প্রেরণা যোগায়।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেনঃ

" আল্লাহ তা'আলাকে যারা ভয় করে, যদি শয়তানের কুমন্ত্রণা কখনো তাদের স্পর্শ করে, তবে সাথে সাথে তারা আত্নসচেতন হয়ে আল্লাহকে স্মরণ করে এবং তাদের চোখ খুলে যায়। "

[সূরা আরাফঃ ৭/২০১]

~সংগৃহিত

#Fussilat

ফুসসিলাত-fussilat

21 Oct, 14:17


আপনি নিশ্চিতভাবে জেনে গেলেন যে, আপনি আর মাত্র ৩ ঘন্টা বাঁচবেন। এরপরেই সব শেষ।

কী করবেন আপনি এই ৩টা ঘন্টা? এটা নিয়ে গভীরভাবে সিরিয়াস চিন্তা করুন, প্লিজ।

যদি সত্যি সত্যি গভীরভাবে চিন্তা করেন, তাহলে আপনার পুরা লাইফের গোল আর প্রায়োরিটি একদম ক্লিয়ার হয়ে যাবে।

এরপরে নিজের লাইফে সেই প্রায়োরিটিগুলাকে বেশি বেশি জায়গা দিন। নতুন করে রুটিন সাজান।

নতুন জীবন শুরু করুন।

তবে আগে চিন্তা করুন। খুব গভীরভাবে চিন্তা করুন।

আর মাত্র ৩ ঘন্টা বেঁচে থাকলে কী কী করবেন এই ৩ ঘন্টায়?

~মোহাম্মদ তোয়াহা আকবর

#Fussilat

ফুসসিলাত-fussilat

20 Oct, 16:13


কুরআনের যে অংশের সাথে আমাদের সবচেয়ে বেশি সম্পর্ক তা বোধ হয় জুয আম্মা। সালাতে এবং হিফজে সবার আগে আমরা জুয আম্মাকে এনে থাকি।

কেমন হয় যদি এই জুয আম্মা'র তরজমা এবং কিছু তাদাব্বুর নিয়ে কিছুটা সময় কাটাই? যে অংশের সাথে আমাদের বাহ্যিক সম্পর্কটা বেশি, তার সাথে অন্তরের সম্পর্ক তৈরি করে নেই?

সে উদ্দেশ্যেই নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত আমাদের দারসে কুরআন হালাকাহ হবে ইন শা আল্লাহ।

আলোচনা করবেন: ফারহীন জান্নাত মুনাদী।

হালাকাহ শুরু: ১৩নভেম্বর, ২০২৪, বুধবার।
সময়: দুপুর ২.৩০মি.-৪.০০মি. (সপ্তাহে ৩দিন)

রেজি. ফি: ২০০/-
মান্থলি ফি: ১৫০/-

ফি প্রেরণের নাম্বার: 01327202761 (নগদ/বিকাশ, পার্সোনাল)

রেজি. করতে এই ফরমটি ফিলাপ করুন:
https://forms.gle/5kgaKYrLwPUUAXEY6

আল্লাহ তাওফীক দিন। নিজে যুক্ত হই, অন্যকে দাওয়াত দেই।

বিস্তারিত জানতে পেইজে যোগাযোগ করুন ইনশাআল্লাহ।

পেইজ লিংক:
https://www.facebook.com/markazunnahda

ফুসসিলাত-fussilat

18 Oct, 08:50


আল্লাহ পাকের প্রতি সুধারণা আর অধিক পরিমাণে দোয়া জীবনকে এত সহজ করবে এবং সকল সমস্যা গুলোর সমাধান এমনভাবে করবে যা কল্পনাতীত।

আমল করেই দেখুন, নিজেই উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ।

#Fussilat

ফুসসিলাত-fussilat

18 Oct, 08:35


লাগাতার দু'আর পরও যদি বিপদ-আপদ ও দুর্যোগের সময়কাল দীর্ঘ হতে থাকে, তাহলে জেনে রাখেন, আল্লাহ শুধুমাত্র আপনার দু'আ কবুল করেই ক্ষান্ত হবেন না; বরং তিনি আপনাকে আরও অনেক কিছু দিতে চাচ্ছেন যা আপনি তাঁর কাছে চান নি।

~সংগৃহীত

#Fussilat

ফুসসিলাত-fussilat

18 Oct, 01:13


🍀রিমাইন্ডার | শুক্রবার🍀

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.
#Fussilat

ফুসসিলাত-fussilat

18 Oct, 01:05


আমি আপনাদেরকে ছোট্ট একটা রুকইয়ার পদ্ধতি বলবো। মোটামুটি টানা ৩ থেকে ৫ মাস এটা করতে পারেন। আপনাদের জীবনের অনেক অনেক সমস্যা চলে যাবে ইন শা আল্লাহ।

আপনারা যখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠার পর সালাত, দুআ জিকির শেষ করে,আপনারা দেড় লিটার বা দুই লিটার পানির বোতল নিবেন।

পানির বোতল নিয়ে নিয়ত করবেন যে, আমার উপর যদি কোন যাদু থাকে, বদ নজর থাকে, হাসাদ থাকে বা কোন জ্বিন শয়তানের সমস্যা থাকে, যা আমার জীবনকে ধ্বংস করছে,আমার ঈমান, আখলাক, পরিবারকে ধ্বংস করছে, অথবা আমার পিছনে এমন কোন চক্রান্ত আছে মানুষ বা জ্বীন শয়তানের যা আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। আল্লাহ আপনি সেগুলোকে ধ্বংস করে দিন। আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। আমরা এই দোয়া করবো।

এই দোয়া করে পানির বোতল মুখের সামনে নিবো, মুখের সামনে নিয়ে আমরা কুরআন থেকে যাই পারি সূরা ফালাক, ইখলাস, ফালাক, নাস, কাফিরুন যাই পারি না কেনো আমরা টানা এগুলো পড়তে থাকবো সুস্থতার নিয়তে, যেই দোয়া করেছি সেই দোয়ার নিয়তে।

আমরা এরকম করে ১৫/২০/৩০ মিনিট তিলাওয়াত করে মাঝে মাঝে পানিতে ফু দিবো এবং তিলাওয়াত শেষে সেই পানিটা আমরা পেট ভরে পান করবো। এমন অনেক কিছু দেখতে পারবেন, অনেক সফলতা, এমন অনেক সমস্যার সমাধান আপনি দেখতে পাবেন, আপনি অনুভব করতে পারবেন,স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারবেন যার জন্য ইতিমধ্যে আপনি লাখ লাখ টাকা খরচ করেছেন অথবা আশা ছেড়ে দিয়েছেন।

~সংগৃহীত

#Fussilat

ফুসসিলাত-fussilat

11 Oct, 17:27


প্রত্যেক ঈদে আশেপাশের মুসলিম ফ্যামিলি থেকে অনেক দাওয়াত পেতাম। একদম ছোটকাল থেকেই দেখে আসছি। কিন্তু ফ্যামিলি কখনো এলাউ করে নি। সবসময় বলত, " ওরা যা রান্না করে তা তোমাকে বাসায় রান্না করে খাওয়াব। কিন্তু ওদের ঈদে তোমার কি? " কুরবানির ঈদে তো ফ্যামিলি আরও স্ট্রিক্ট হয়ে যেত। ওইদিন পুরো দিন আমাদের সব বাচ্চাদের বাসায় বন্ধ করে রাখতেন, নিজেরাও বের হতেন না। শুধু ওইদিন না, এর পরের প্রায় তিন-চারদিন। আগে থেকেই সপ্তাহখানিক বাজার করে রাখা হত, যেন বের না হওয়া লাগে। তাও যেন গরুর রক্ত, গন্ধ আমাদের না ছোঁয়। শুধু ঈদ'ই না, মুসলিমদের প্রত্যেকটা অনুষ্ঠানেও তাই হত।

দিন যত আধুনিক হয়েছে হয়তো কঠোরতা একটু কমেছে কিন্তু এখনো এমন আছে মুসলিমদের দেওয়া কোনো খাবার খান না হিন্দুর পরিবাররা। আমার ঠাকুমা তো মুসলিমদের স্পর্শ পর্যন্ত পছন্দ করেন না এমন একটা ব্যাপার স্যাপার। কাজের মহিলা হিসেবে কাউকে রাখলে হিন্দুর মেয়ে খুঁজতেন। যাক ছোট থেকেই দেখে আসছি প্রত্যেকটা নিয়ম-নীতি, রুলস-রেগুলেশন। শুধু দেখা না, মানতেই হবে।

তা যাক, পূজায় যে ভোগ বা প্রসাদ টা দেওয়া হত দেখতাম পূজা শেষে সবাইকে বিলি করা হতো। দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না, এতটাই ভীড়। ওখানে মুসলিম ক্লাসমেটদের দেখে যাহাপরনাই অবাক হতাম। ভোগ নেওয়ার জায়গায় হা করেই ওদের দিকে তাকিয়ে থাকতাম। খুব কিউরিসিটি জাগত, ' ওরা এখানে কেন? পূজায় কেন মুসলিমরা? '। আজ পর্যন্ত এর উত্তর খুঁজে পাই নি, আজ পর্যন্ত না। ড্যান্স প্যানেলে হিন্দু'দের চেয়েও বেশি ভরা থাকতো মুসলিম দিয়ে। শুধুমাত্র সেজদা দেওয়া ব্যতীত সব কিছুতেই মুসলিমদের সম্পৃক্ততা থাকত। বলছিলাম, সেই অনেক বছর আগের কথা যখন ছোট ছিলাম। তাহলে বর্তমানে কেমন অবস্থায় এসে দাঁড়িয়েছে?

বলতে চাচ্ছি মূল ঐক্যের কথা, নীতির কথা। 'ধর্ম যার যার উৎসব সবার', এইটা অন্য কোনো ধর্মই মানে না যতই উপরে বলুক। কিন্তু যারা মানে তারা আদৌতে মুসলিম বৈ আর কেউ নয়। তাহলে কোথায় গড়ছে আর কোথায় ভাংগছে? নাকি আগে থেকেই গড়া ছিল, আর আগে থেকেই ভাংগা ছিল?

~ যাহরাহ্ আয়াত

#Fussilat

ফুসসিলাত-fussilat

10 Oct, 07:18


আহলিয়া'স সাপ্তাহিক হালাকা

বোনদের জন্য এই ফ্রি প্রোগ্রামটি পাবলিশ করতে চাচ্ছিলাম আমরা বহুদিন আগে থেকে। প্রস্তুতি ও যোগ্য ব্যক্তিকে প্রস্তাবনা ইত্যাদি কাজে সময় গিয়েছে আলহামদুলিল্লাহ। প্রচুর ইলম থাকা স্বত্বেও শাইতানের ধোঁকায় পিছলে কিংবা পিছিয়ে পরি আমরা। একটু দ্বীনি সোহবত, একটুখানি রিমাইন্ডার অন্তরের ঈমানী হালতকে পুনরায় জাগিয়ে তুলতে সাহায্য করে আল্লাহ'র দয়ায়। বোনদের জন্য আয়োজিত সাপ্তাহিক হালাকা অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার ইনশাআল্লাহ।

🌼হালাকা গ্রুপে যুক্ত হওয়ার নিয়ম:
১. এই পোস্টের কমেন্টে উদ্যোগটি ছড়িয়ে দেয়ার নিয়্যতে অন্তত ২ জন বোনকে মেনশান করতে হবে এবং পেইজের ইনবক্সে স্ক্রিনশট দিতে হবে ইনশাআল্লাহ।

২. পেইজের ইনবক্সে সালামের রেকর্ডিং দিয়ে গ্রুপ লিংক নেয়া আবশ্যক।

আমরা মানুষ,গাফেল,অকৃতজ্ঞ। আমরাও ছিটকে পড়ি। প্রোগ্রামটি সম্মিলিত। সবাই সবার প্রতি সুধারণা রাখবো ইনশাআল্লাহ তবে সকল প্রশংসা কেবল আল্লাহ'র জন্য। আল্লাহ কবুল করুন।

পেইজ লিংক:
https://www.facebook.com/100063905238335/posts/pfbid0FD6vqEWjLAXwiepp15PS1JKp92AyJRupjtcjSyEyj7VFuTJFV4gMzhzbfhzc9W17l/?app=fbl

#ahliyashomeschooling
#muslimreminder

ফুসসিলাত-fussilat

04 Oct, 07:33


তাকওয়া ও সবরের সহিত আরেকটু অপেক্ষা করুন, আল্লাহ্ পাক আপনার দোয়া এমনভাবে কবুল করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি আল্লাহ্ পাকের উপর ভরসা করুন আল্লাহ্ পাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ।

#Fussilat

ফুসসিলাত-fussilat

04 Oct, 06:03


কুরআনের অনেক সুন্দর একটি দোয়ার বিশ্লেষণ। আজকে দোয়া কবুলের সময় উক্ত দোয়াটি পড়তে পারি এই বিশ্লেষণ উপলব্ধি করে ইনশাআল্লাহ।

লিংক:
https://telegra.ph/Quranic-Duwa-10-04

#Fussilat

ফুসসিলাত-fussilat

03 Oct, 17:01


🍀রিমাইন্ডার | শুক্রবার🍀

-সূরা কাহফ
-ইস্তেগফার
-দুরুদ
-মাজলুম মুসলিমদের জন্য অনেক দোয়া

শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here
.
#Fussilat

ফুসসিলাত-fussilat

02 Oct, 08:05


"তোমার সামনে যখন দুটো বিষয় আসবে, একটা দুনিয়ার আরেকটা আল্লাহর তখন তুমি আল্লাহর জন্য যেটা সেটাকে এগিয়ে রাখবে। তাহলে দুইটাই তুমি একদিন পেয়ে যাবে। আর যদি দুনিয়াকে আজ প্রাধান্য দাও এবং আল্লাহর জন্য যেটা সেটাকে পিছিয়ে রাখো, দেখবে দুনিয়ারটা পেলেও সেটাতে বরকত পাচ্ছ না।"

— আবু বকর আল-ফিহরী (রহ.)

সূত্র: আহকামুল কুরআন, ইবনুল আরাবীর, ৩/৩২৯

#Fussilat

ফুসসিলাত-fussilat

02 Oct, 06:17


রামাদানের প্রস্তুতি ৩

ফরয সালাত এবং সালাতের পরের যিকির যখন আমরা ঠিকমত করার অভ্যাস করবো, এরপর আমরা মন দিতে পারি সুন্নাহ সালাতের দিকে।

▪️পাঁচ ওয়াক্ত সালাতের সুন্নাহ গুলো অভ্যাস করা। কিছুই পড়ার অভ্যাস না থেকে থাকলে ফজরের ফরয সালাতের আগের দুই রাকাত সুন্নাহ এবং এশার ওয়াক্তে বিতির পড়ার সুন্নাহ। এগুলো ঠিক হয়ে আসলে মাগরিব আর এশার সালাতের পরের দুই রাকাত সুন্নাহ সালাত। সব শেষে যোহরের সালাতের আগের ও পরের সুন্নাহ। সুন্নাহ সালাত কোনো কারণ ছাড়া বসে আদায় করা যায়- সোয়াব কম হবে। কিন্তু আদায় হবে। অলস লাগলে বসে হলেও সুন্নাহ গুলো পড়া, প্রথম দিকে। তারপর ধীরে ধীরে দাঁড়িয়ে সুন্দর করে পড়ার অভ্যাস করা।

▪️যাদের কুরআন মুখস্থ করার অভ্যাস নেই, তাদের ছোট ছোট কিছু সূরা মুখস্থ থাকে। সবদিন একই একই সূরা না পড়ে, ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারেন, সালাতে, সূরা ফাতিহা পড়ার পর।

▪️ তাহাজ্জুদে উঠার অভ্যাস না থাকলে এশার সময় বিতির পড়ার আগে দুই রাকাত অথবা চার রাকাত নফল সালাত পড়তে পারেন। সেটা কিয়াম হিসেবে কাউন্ট হবে ইন শা আল্লাহ। (কিয়াম- মাগরিবের পর থেকে ফজরের আগে আদায়কৃত নফল সালাত। তাহাজ্জুদ- রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠে আদায় করা হয় যেই সালাত)

তাহাজ্জুদের অভ্যাস থাকলে বা সেই অভ্যাস করে নিলে সবচেয়ে ভালো।

▪️ সালাতুদ দোহা পড়ার অভ্যাস করা যায়। সূর্য ওঠার পনেরো মিনিট পর থেকে নিয়ে জোহরের ওয়াক্তের পনেরো মিনিট আগে পর্যন্ত যেকোনো সময় এই সালাত আদায় করা যায়। দুই রাকাত দিয়েই নাহয় শুরু হোক। পাঁচ মিনিট সময়ও লাগবে না। শুধু অভ্যাস করা লাগবে।

(চলবে)

~With the Quran

#Fussilat

ফুসসিলাত-fussilat

01 Oct, 09:39


রামাদানের প্রস্তুতি ২

নিজের সালাতের অবস্থা পর্যবেক্ষণ করুন। সালাত কি ঠিক আছে? গত রামাদানের পর অনেকের সালাত সুন্দর হয়েছিল। এখনো কি সেরকম আছে?

প্রথমে একদম ফরয সালাতের দিকে তাকিয়ে দেখুন।

ধীরে সুস্থে পড়া হচ্ছে কি?

শেষ মুহূর্তে তাড়াহুড়া করে পড়া হচ্ছে না তো?

সালাতের রোকন, ফরয, এগুলো সুন্দর করে করছেন কি?

সালাতের সুন্নাহগুলো কি করা হচ্ছে নাকি "সুন্নাহ" বলে বাদ চলে যাচ্ছে?

সালাতে আলস্য আসছে না তো?

সালাম ফিরানোর পরের যিকির গুলো করা হচ্ছে তো?

ভাইদের ক্ষেত্রে, মসজিদে জামাত ধরা হচ্ছে তো?

--------

রামাদানের বড় একটা অংশ জুড়ে থাকে সালাত এবং কুরআন পাঠ। এই দুইটা এমন অভ্যাস যা আগে থেকে ঠিক না করলে অর্ধেক রামাদান চলে যায় এসব একটা রুটিনে নিয়ে আসতে। অথচ আগে থেকে কতগুলো অভ্যাস ঠিক করা হলে রামাদানের সময় আর মনোযোগ- আমাদের হারিয়ে ফেলা অভ্যাস ঠিক করতে নষ্ট হয়না। সেই সময়টা আরো সুন্দর করে কাটানো যায়।

তাই আমরা একেবারে ফরয সালাত ঠিক করা দিয়ে শুরু করবো ইন শা আল্লাহ।

(গতদিন রামাদানের প্রস্তুতি হিসেবে আমরা বলেছিলাম সোশ্যাল মিডিয়ার একাউন্ট যথাসাধ্য বন্ধ করার কথা। অনেকেই যারা বন্ধ করেছেন আগে, জানিয়েছিলেন যে আর সালাতে দাঁড়িয়ে অস্থিরতা, তাড়াহুড়া থাকে না। এটাও স্মরণ রাখার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করার অনুরোধ রইলো।)

~With the quran

🟥রমাদান প্রস্তুতি ১:
https://t.me/fussilattt/924

#Fussilat

ফুসসিলাত-fussilat

29 Sep, 15:07


"খেদমত" এখন একটা খুচরো শব্দতে রূপান্তর হয়েছে কিন্তু আদৌতে এই শব্দের মূল ভাবার্থ কেউ প্রয়োগ করে না। অনেকের জন্যই এই শব্দ এখন নাজায়েজ কাজকে হালালাইজ করার জন্য শুধুই নাম মাত্র একটা ট্যাগ।

কিছু হোক বা না হোক শুরুতেই বলে দেওয়া, "আমি সহশিক্ষায় পড়ছি কারণ আমি উম্মাহ'র খেদমত করতে চাই"।

আমাকে উত্তর দিবেন এই খেদমত কিভাবে করবেন? কোন ওয়েতে? আপনাদের জন্য কঠিন না করে আমিই আপনাদের মুখস্ত উত্তর আওড়ে সহজ করে দিচ্ছি।
'দাওয়াহ দিব', তাই না? নারীদের দাওয়াহ দিব সহশিক্ষায় থেকে, সহশিক্ষায় পড়ে নফসের সাথে যুদ্ধ করে। আই মিন সিরিয়াসলি? হারামে থেকে দাওয়াহ দিবো হারাম থেকে না বের হয়ে? কিসের ভিত্তিতে? নিজেই হারামে আছি, অন্যদের কিভাবে বলি হারাম ছাড়তে?

খুব প্রাক্টিসিং একজন মেয়ে, দ্বীনদার।সম্পূর্ণ কালো বোরকায় আবৃত।কিন্তু ফ্যামিলির দিকে তাকালে দেখা যায় উল্টো দৃশ্য। নামাজ ওই হলো একদিন পড়লো কি পড়লো না, পর্দার বালাই নাই, চাকরি-বাকরি সব হারাম টাকা থেকে। এই মানুষগুলা তো আমাদের পরিবারের মানুষ, আপন মানুষ।দাওয়াহ দেওয়ার জন্য এই মানুষগুলাই সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি হক্বদার। কিন্তু ব্যাপারটা এখন কেমন দাঁড়ালো জানেন, আমি বাসা অগোছালো করে রেখে বাইরে গিয়ে চিল্লিয়ে সবাইকে বলছি, "বাসা পরিপাটি করে গুছাও"। ফানি না? ওয়াল্লাহি, দেখি বুকে হাত রেখে বলেন কয়জন নারী নিজ বাসায়, নিজ রুমমেট, নিজ প্রতিবেশীকে আগে দাওয়াহ দিছেন সাহস নিয়ে? নাকি এই "দাওয়াহ" ট্যাগটা আপনার হারামে থাকা নাজায়েজ কাজটাকে হালালাইজ করার জন্য ইউজ করছেন?

#সহশিক্ষা_সিরিজ
#zahrahayat
#Fussilat

ফুসসিলাত-fussilat

29 Sep, 14:50


বিস্তারিত:
https://telegra.ph/বরয-আসক-লকয-থক-সতযসহশকষ-09-29

ফুসসিলাত-fussilat

29 Sep, 09:09


রামাদানের প্রস্তুতি

এই প্রসঙ্গে কথা এবার বেশি আগে শুরু হয়ে গেল তাই না?

গত রামাদানের পর অনেকে জানিয়েছিলেন মোবাইল আসক্তির কারণে তাদের রামাদান সুন্দর ভাবে পার হয়নি। অনেক কষ্টের কথা। সারাবছরের অপেক্ষা। আর ঠিক সেই সময়েই পদস্খলন।

তাই মনে হলো এবার একটু আগে থেকেই এই বিষয়ে কথা শুরু হোক।

পদস্খলন কিভাবে হয়?

ইদানিং প্রচুর মানুষের বর্ণনায় যা বুঝা যায়, সেটা হলো ভালো উদ্দেশ্যে স্ক্রল করতে গিয়েও পদস্খলন হয়। কী রকম?

মনে করুন কেউ এমনিই ঢুকেছিল ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে। ধরুন রান্না দেখতে। একটা ভিডিও শেষ হতে আরেকটা চলে এসেছে। সেটা কোনো মুভির ক্লিপ। না চাইতেও একটু দেখা হয়ে গিয়েছে। হয়ত বর্তমানে চলছে এমন কোনো মুভি বা হঠাৎ trending আগের কোনো মুভির ক্লিপ। বেশ কয়েকবার চোখে পড়লো। কয়েকবার সামনে আসার কারণে নামটাও জানা হয়ে গিয়েছে মুভির। সিন টা ভালো লাগছে। এবার মন চাইলো একটু সার্চ দিয়ে দেখতে। ট্রেলার দেখে আরো ভালো লাগলো। মন চাইলো দেখতে। দেখা হলো। অনুশোচনা হলো। কিন্তু আবার কিছু একটা করতে গিয়ে আরেকটা রিল আসলো। এবার সেটা কোনো ড্রামার দৃশ্য। একটু মুসলিম মুসলিম লাগছে- ভদ্র। "মুসলিমদের" ড্রামা। কিছুক্ষণের জন্য শয়তান ভুলিয়ে দিবে যে, ভদ্র হলেও সেটা অশ্লীলতা। হারাম। এবার ওটা খুঁজে দেখা। এগুলো আবার অল্প দেখায় শেষ হয়ে যায় না। অজস্র পর্ব। এবার অভ্যাস হয়ে গেল দেখার। একটা থেকে আরেকটা। অনুশোচনা এখনও আছে। কিন্তু পাপ থেকে সরে থাকার মজবুত মনটা কেমন দুর্বল হয়ে যাচ্ছে।

গতবার যারা মন খারাপ করে নিজেদের অধঃপতনের বর্ণনা দিয়েছিলেন, এভাবেই দিয়েছেন। কিভাবে একটু একটু করে হারিয়ে ফেলে মানুষ নিজেকে। অতঃপর সালাতে তাড়াহুড়া। সুন্নাহ বাদ দেয়া। কুরআনে সময় না দেয়া। ড্রামা এমন জায়গায় এসে থামলো, যে রামাদানে না দেখলে পর্ব মিস।

এই বিষয়টা থেকে রামাদান এ না শুধু, সবসময়ই সতর্ক হওয়া উচিত।কারণ, মৃত্যুর তো কোনো নির্দিষ্ট মাস নেই!

যাদের এধরনের সমস্যা নেই, তাদের জন্যও কিন্তু সময় নষ্ট এক অনেক বড় সমস্যা। এই অযথা স্ক্রল করার অভ্যাস রামাদানের অনেক অমূল্য মুহূর্ত ছিনিয়ে নেয়।

তাহলে কী করণীয়?

এই একাউন্টগুলো বন্ধ করে দিন। যেকোনো আসক্তির মত প্রথম প্রথম খারাপ লাগবে। তারপর দেখবেন, এসব ছাড়া চলা যায় এবং খুব ভালোই চলা যায়। অ্যাপ মুছে দিন। যেন অন্যমনস্ক হয়ে সেসবে ঢুকতে না পারেন।

এই চেষ্টা এখন থেকে শুরু হোক। ইন শা আল্লাহ আমরা অনেক সুন্দর একটি রামাদান পাবো সামনে।

~With the Quran

#Fussilat

ফুসসিলাত-fussilat

26 Sep, 10:33


সকাল-সন্ধ্যার আমলগুলো কেন এত জরুরি?
.
সকাল-সন্ধ্যার আমলগুলো একজন মুমিনের প্রধান নিরাপত্তবলয় ও সুরক্ষা হিসেবে কাজ করে। এগুলো ঈমানকে নিরাপত্তা দেয়, আমলকে তরতাজা রাখে, মনের অশান্তি দূর করে, বদনজর থেকে সুরক্ষা দেয় এবং শয়তান ও নিকৃষ্ট জ্বিনের আক্রমণ থেকে হেফাজত করে। এবার বলুন, একজন বুদ্ধিমান ঈমানদার কী করে সকাল-সন্ধ্যার আমলগুলো থেকে দূরে থাকতে পারে?
.
এজন্যই আল্লাহ তাআলা কুরআন কারিমে বারবার সকাল-সন্ধ্যায় তাঁর যিকর (স্মরণ) ও তাসবিহ পড়তে বলেছেন। আল্লাহ বলেন—
.
“হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল-সন্ধ্যায় তাঁর মহিমা ঘোষণা করো।” [সুরা আহযাব, আয়াত: ৪১-৪২]
.
“অতএব, তোমরা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো, যখন তোমরা সকাল করো এবং যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও।” [সুরা রুম, আয়াত: ১৭]
.
“তুমি তোমার রবের প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করো সকালে ও সন্ধ্যায়।” [সুরা গাফির, আয়াত: ৫৫]
.
এরকম অসংখ্য আয়াত আছে কুরআনে। আর আল্লাহ তাআলার এসব নির্দেশনার আলোকে তাঁর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকাল-সন্ধ্যার বিভিন্ন আমল, আযকার ও তাসবিহাতের সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করবো, ইনশাআল্লাহ।
.
যারা সকাল-সন্ধ্যায় আল্লাহকে ডাকে, তাদেরকে যেন দূরে ঠেলে দেওয়া না হয়, সেজন্য নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, “যারা সকাল-সন্ধ্যায় তাদের রবকে ডাকে তাঁরই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাদেরকে আপনি দূরে সরিয়ে দেবেন না।” [সুরা আনআম, আয়াত: ৫২]
.
জীবনের সার্বিক নিরাপত্তা, শান্তি ও সফলতার জন্য সকাল-সন্ধ্যার আমলগুলোর কোনো বিকল্প নেই। আল্লাহওয়ালা ব্যক্তিগণ এসব আমলকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছিলেন।
.
সকাল-সন্ধ্যার আমলগুলো করলে যেসব উপকার ও ফজিলতের কথা হাদিস থেকে জানা যায়, সেগুলোর উল্লেখযোগ্য কয়েকটি হলো:
.
— বদনজর, জাদু, শয়/ তানের প্রভাব-কুমন্ত্রণা ও নিকৃষ্ট জিনের আক্র/ মণ থেকে নিরাপত্তা;
— আল্লাহর পক্ষ থেকে গুনাহমাফি এবং কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ;
— জাহা/ ন্নাম থেকে মুক্তি ও জান্নাতের সুসংবাদ;
— দুঃখ-বেদনা ও পেরেশানি থেকে মুক্তিলাভ;
— জীবনের সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা।
.
আজ কোনো হাদিসের রেফারেন্স উল্লেখ করছি না। সামনের পর্বগুলোতে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ।
.
#সকালসন্ধ্যার_আমল (প্রথম পর্ব)
ধারাবাহিকভাবে চলবে, ইনশাআল্লাহ। মোট ৫ পর্বে সিরিজটি সমাপ্ত করার ইচ্ছা আছে। নিশ্চয়ই আল্লাহই একমাত্র তাওফিকদাতা।
.
#Tasbeeh
#Fussilat

ফুসসিলাত-fussilat

26 Sep, 09:14


একদিন ঠিকই আফসোস করব!

১. ঘুমের চেয়ে নামাজ উত্তম জেনেও আমি ফজরে ঘুমিয়ে ছিলাম।

২. কুরআন তিলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে, তারপরও আমি কুরআন ত্যাগ করেছিলাম।

৩. আল্লাহর যিকির আমার সারাদিনের কাজেকর্মে বরকত আনে জেনেও, অলসতা করে যিকির ছেড়েছি।

৪. ইস্তেগফারে আমার রিযিক বৃদ্ধি জেনেও, গাফেল থেকেছি।

৫. তাহাজ্জুদ আমার জন্য শান্তি, শৃঙ্খলা, সুস্থিরতাসহ আরো অসংখ্য উপকারিতা নিয়ে আসে জেনেও, আমি এমন মহার্ঘ তাহাজ্জুদও আমি হেলাভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি।

৬. তাওবার দরজা সদা-সর্বদা উন্মুক্ত, আমি আজ করছি, কাল করছি করে শুধু পিছিয়েছি।

৭. গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে, আল্লাহ আমার বিপদ দুর করে দিতেন। আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গুনাহে অনঢ় থেকেছি। গুনাহে লিপ্ত থেকেছি।

৮. যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আরেকটু কাছে চলে যেতাম। জাহান্নাম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি উদাসীন থেকেছি।

একদিন ঠিকই আফসোস করবো।
ইয়া আল্লাহ সুমতি দান করুন। আ-মীন।

.
- শায়খ আতীক উল্লাহ (হাফি.)
#Fussilat
#Self_Reminder