- সত্য কথা
- মিথ্যা কথা
- তাউরিয়া (কথাটা সত্যই, তবে উদ্দেশ্য ভিন্ন)
৩ প্রকার কথাই বক্তা জানে কী উদ্দেশ্যে বলছে। সত্য বলেছি, মিথ্যা বলেছি, আমি জানি আমার উদ্দেশ্য কী।
আরেক প্রকার কথা আছে: 'রাজনৈতিক কথা'। এর উদ্দেশ্য কী বক্তা নিজেও জানে না, কিন্তু বলে। উদ্দেশ্য যখন যেমন পরিস্থিতি তেমন ঘুরিয়ে নেয়া যাবে। একেকবার একেক কথা।
এটা গণতান্ত্রিক পদ্ধতির আরেক বৈশিষ্ট্য। সব দেশের। জনগণকে এরা ভোদাই মনে করে। কথা বার বার ঘুরিয়ে ঘুরিয়ে খেলতে থাকে। অনিশ্চয়তা তৈরি করে।
ইসলাম এমন না। ইসলাম শত্রুর সাথেও স্ট্রেইটফরোয়ার্ড। শত্রুকে দেয়া কথাও নড়চড় করে না। যেখানে এরা নিজ দেশের মানুষের সাথে কথার খেলা খেলে। শরীয়াহ সবলের এই অনিশ্চয়তা থেকে দুর্বলকে মুক্তি দেয়। দেশ পরিচালনা কোন খেলা না, জনগণের আমানত ও খেদমত। ইবলিসের মতো কথার খেলা দেখতে হবে আর কতকাল কে জানে।
#শরীয়াহ_ছাড়া_সমাধান_নাই