Shamsul Arefin Shakti Official @shamsularefin2091 Channel on Telegram

Shamsul Arefin Shakti Official

@shamsularefin2091


Physician | Author | Dreamer

Shamsul Arefin Shakti Official (English)

Are you looking for a channel that will inspire you to chase your dreams and live your best life? Look no further than Shamsul Arefin Shakti Official! This Telegram channel is the official platform of renowned physician, author, and dreamer, Shamsul Arefin Shakti. Through his channel, Shakti shares valuable insights, motivational messages, and thought-provoking content to help you unleash your full potential and achieve your goals. Whether you are a fan of his books, want to learn more about his medical expertise, or simply need a daily dose of inspiration, this channel is the perfect place for you. Join Shamsul Arefin Shakti Official today and embark on a transformative journey towards self-improvement and personal growth!

Shamsul Arefin Shakti Official

20 Nov, 17:59


কথা ৩ প্রকার।
- সত্য কথা
- মিথ্যা কথা
- তাউরিয়া (কথাটা সত্যই, তবে উদ্দেশ্য ভিন্ন)

৩ প্রকার কথাই বক্তা জানে কী উদ্দেশ্যে বলছে। সত্য বলেছি, মিথ্যা বলেছি, আমি জানি আমার উদ্দেশ্য কী।

আরেক প্রকার কথা আছে: 'রাজনৈতিক কথা'। এর উদ্দেশ্য কী বক্তা নিজেও জানে না, কিন্তু বলে। উদ্দেশ্য যখন যেমন পরিস্থিতি তেমন ঘুরিয়ে নেয়া যাবে। একেকবার একেক কথা।

এটা গণতান্ত্রিক পদ্ধতির আরেক বৈশিষ্ট্য। সব দেশের। জনগণকে এরা ভোদাই মনে করে। কথা বার বার ঘুরিয়ে ঘুরিয়ে খেলতে থাকে। অনিশ্চয়তা তৈরি করে।

ইসলাম এমন না। ইসলাম শত্রুর সাথেও স্ট্রেইটফরোয়ার্ড। শত্রুকে দেয়া কথাও নড়চড় করে না। যেখানে এরা নিজ দেশের মানুষের সাথে কথার খেলা খেলে। শরীয়াহ সবলের এই অনিশ্চয়তা থেকে দুর্বলকে মুক্তি দেয়। দেশ পরিচালনা কোন খেলা না, জনগণের আমানত ও খেদমত। ইবলিসের মতো কথার খেলা দেখতে হবে আর কতকাল কে জানে।

#শরীয়াহ_ছাড়া_সমাধান_নাই

Shamsul Arefin Shakti Official

18 Nov, 14:05


লালন, পালন, ইসকন...
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।

Shamsul Arefin Shakti Official

13 Nov, 12:32


শনিবার সিয়ান সেমিনারে থাকছি ইনশাআল্লাহ সকাল সকাল। আলোচনার বিষয়:
আধুনিক আমলাতন্ত্রের কী কী সমস্যা এবং ইসলামী রাষ্ট্রে এর সমাধান কীভাবে হবে।

জার্মান সমাজবিদ ম্যাক্সভেবার আমলাতন্ত্রের ৬ টি বৈশিষ্ট্য বলেছেন। প্রতিটি বৈশিষ্ট্যই একইসাথে দরকারি এবং সমস্যা তৈরিকারক।

আর আমলাতন্ত্রের মৌলিক সমস্যা ৫টা, যেগুলো আমলাতন্ত্রে অনিবার্য। কীভাবে এসবের সমাধান হবে, তা নিয়ে লোকপ্রশাসন স্কলাররাও হয়রান। আমি জিগ্যেস করেছিলাম কেবিনেট সচিবকে একটা ক্লাসের শেষে: 'স্যার, সুশাসন তো বুঝলাম। কিন্তু আক্ষরিক অর্থেই দুর্নীতির পর শাস্তি ছাড়া দুর্নীতির আগেই দুর্নীতি ঠেকানোর কোনো কর্মকৌশল আছে'। ভীষণ স্মার্ট হ্যান্ডসাম কেবিনেট সচিব মুচকি হেসে বললেন: এটা আসলে নেই।

ব্যুরোক্রেসির মূল ডিলেমা : Accountability-Autonomy dilemma
Law-Output dilemma
কীভাবে হাসিনা কাজে লাগিয়েছে এবং ইসলাম কীভাবে সেটা সমাধান করে এসেছে। এসব হাবিজাবি নিয়েই আলাপ করবো যদি মিনিট চল্লিশেক টাইম পাই।

ইনশাআল্লাহ...

Shamsul Arefin Shakti Official

11 Nov, 02:04


প্রাচ্যবিদদের বই পড়তে গেলে সবার আগে আপনাকে মনে রাখতে হবে, সে অমুসলিম। সে শত্রুপক্ষ। এবার আপনি পড়তে পারেন।

দুঃখের বিষয়, মেসেঞ্জারে প্রায়ই এমন মানুষ আমি খুঁজে পাই, প্রাচ্যবিদদের কথায় তাদের ঈমান টলে যাচ্ছে। ভাই, অমুক বইটা পড়ে আমি নামাজে শান্তি পাচ্ছি না, এটার জবাব কী হতে পারে, হ্যান ত্যান।

অনেক ভালো ভালো কথা লিখলেও সে কিন্তু শত্রুপক্ষই। সালেহ আহমদ শামীর সীরাত বা রাহীকুল মাখতুম পড়ার সময় আমরা যেমন হৃদয়টা গছিয়ে দিয়ে পড়ি। প্রাচ্যবিদদের লেখা পড়লে ততখানিই ভুরু কুঁচকে পড়তে হবে।

Shamsul Arefin Shakti Official

11 Nov, 01:42


মুসলমানরা কি পারবে? মন্টোগোমারি ওয়াট বলেছে: পারবে না।

তার মতে, তাওহীদের ব্যাপারে মুসলমানদের থেকে মানবজাতির শেখার আছে। কিন্তু নৈতিকতার ব্যাপারে ইউরোপই বেশি উন্নত।

MUHAMMAD: Prophet and Statesman
William Montgomery Watt

Shamsul Arefin Shakti Official

07 Nov, 18:05


https://youtu.be/8TXbvbUlejo?si=vh46mBTJ1U7TKc3U

Shamsul Arefin Shakti Official

05 Nov, 01:27


https://youtu.be/OiPsyNcZpB0?si=2lYbfZ3gGh7RUqRM

Shamsul Arefin Shakti Official

05 Nov, 01:07


আসিতেছে... ইনশাআল্লাহ।
প্রশ্ন জাগাতে... প্রশ্ন চেনাতে...
শামিল হোন ক্যারাভানে।

Shamsul Arefin Shakti Official

03 Nov, 01:49


https://youtu.be/YOPIFaUxsG0?si=0hYP4KlwNJhDjpiO

Shamsul Arefin Shakti Official

03 Nov, 01:00


দাওয়াতী কর্মপন্থা .... https://youtu.be/TXehMpm3hks?si=FJmH0IYPjzKo_xu-

Shamsul Arefin Shakti Official

02 Nov, 04:35


https://youtube.com/shorts/MWNhakOxxDg?si=JuMCAGuPADpQp_I_

Shamsul Arefin Shakti Official

02 Nov, 00:13


Marco Mula [MD PhD, Consultant in Neurology and Neuropsychiatry] এবং Michael R Trimble [Emeritus Professor
of Behavioural Neurology, Institute
of Neurology, University College London]

শিল্পীদের মাঝে মানসিক রোগের প্রাদুর্ভাব নিয়ে এক রিভিউয়ে প্রসঙ্গটা টেনেছেন। যদিও পশ্চিমা একাদেমিয়াতে মিউজিক নিয়ে পজিটিভ আলাপই বেশি, বিশেষ কিছু জনরা নিয়ে নেগেটিভ রিসার্চও আছে (যেমন রক মেটাল, স্যাড মিউজিক ইত্যাদি)। এই রিভিউয়ে তাঁরা ওয়েস্টের বিখ্যাত গায়ক-মিউজিশিয়ানদের জীবনী নিয়ে গবেষণা করে দেখেছেন।

[Marco Mula and Michael R Trimble, Music and madness: neuropsychiatric aspects of music, Clinical Medicine Vol 9 No 1 February 2009]

যেমন ৪০ জন জ্যাজ মিউজিক শিল্পীর মাঝে ২৮%-এর মুড ডিজর্ডার, ২.৫% এর আত্মহত্যাপ্রবণতা, ৭.৫% এর সাইকোটিক ডিজর্ডার এবং ৫%-এর এংজাইটি। ৫২.৫% ছিল হিরোইঞ্চি। ক্ল্যাসিকাল শিল্পীদের ৩৫-৪১% এর মুড ডিজর্ডার ছিল। আমাদের সময়ের শিল্পীদেরকে অনেককে আমরা আত্মহত্যা করতে দেখেছি।

[বই: এই অবেলায়, সন্দীপন প্রকাশনী, আসছে ইনশাআল্লাহ]

Shamsul Arefin Shakti Official

01 Nov, 23:05


সিয়ান সেমিনার (সিস্টার্স অনলি)
বিশেষ করে বোনেরা শুনতে পারেন। আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করলে ভাল হয়।
[সামনে ২ লাইন পুরুষ অডিয়েন্স। একদম পিছনে ১০ লাইন বোনরা আছেন। অডিয়েন্সে পুরোটাই অন্ধকার। শুধু স্টেজে আলো আছে।]

https://youtu.be/B5vAnUqcd-k?si=K0r7b0C6Z9kXXGLv

Shamsul Arefin Shakti Official

31 Oct, 10:23


অথচ সাফ গেমসে জয়ের চেয়ে এই হাফেজের জয় আরও বেশি বড় বিশ্বদরবার। সাফ গেমসের খবর কয়টা দেশ জানে, আর এই হাফেজের জয়ের খবর কতগুলো দেশ কাভার করে। কার হাত থেকে পুরস্কার নিচ্ছে।

আমাদের সমাজে-রাষ্ট্রে ইসলামবিদ্বেষের সূক্ষ্ম প্রকাশ এটা। ইসলাম নিয়ে বললেই ইউসুফ সরকারকে চাপের মধ্যে পড়তে হবে নানা জায়গা থেকে। প্রথমআলো-দিল্লিস্টার কলাম লেখবে। নানান বুদ্ধিবেশ্যা দুয়ো দেবে। এই যে ভয়, এই ভয় ফ্যাশিজমের তৈরি। খুনী হাসিনার তৈরি। ভারতবিরোধিতা ও আঞ্চলিক অখণ্ডতার রক্ষাকবচ এই জমিনে একমাত্র ইসলাম। স্বাধীনতার দেয়ালে সিমেন্ট ইসলাম। এই ইউসুফ সরকার বুঝলে ভালো হতো। হাসিনার তৈরি করা ভয়কে কাঁচকলা দেখানোর মধ্যেই স্বাধীনতা নিহিত।

Shamsul Arefin Shakti Official

31 Oct, 10:19


বাংলাদেশের রাজনীতিই ইসলাম। এই জমিনটুকুর জন্মই ইসলাম দিয়ে। এই দেশের ফ্যাশিজমও ইসলামের বিরুদ্ধে। এই দেশের ভারতবিরোধিতাও ইসলামেরই গ্রাউন্ডে। যাদের ইনক্লুড করার জন্য বাংলাদেশী জাতীয়তাবাদের গান তোলেন, তারা গত ১৬টা বছর কীসের পক্ষে থেকেছে, তা আর নতুন করে বলার কী আছে। সবাই এখন ন্যাকা সাজতেছে।

যেকোনোমাত্রার ইসলামবিদ্বেষ ও মুসলিমবিদ্বেষই ফ্যাশিজমের জনক। গুম-খুনের জাস্টিফায়ার। দেখুন কীভাবে ইসলামবিদ্বেষের গ্রাউন্ডে ফিরে ফিরে আসে ফ্যাশিবাদ। বিএনপি এই ভুলটা এবারও করছে।

Shamsul Arefin Shakti Official

31 Oct, 03:11


জাবি ক্যাম্পাসে শিবির চাই না। ইনাদের সমস্যা হয়। ইউসুফ সরকারের কাছে আকুল আবেদন। ফরহাদ মজহার স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, এই পাতাখোর বাঘিনীদের শিবিরের হাত থেকে বাঁচান।
শিবিরমুক্ত জাবি চাই
আকাশভরা তারা চাই।

Shamsul Arefin Shakti Official

29 Oct, 23:58


[2/2] - বাংলাদেশে জাতিগত কোনো সংঘাত হয়নি। বাংলাদেশে সিভিল ওয়ার অথবা ভঙ্গুর নিরাপত্তা অবস্থা নেই।
.
- এই অফিস স্থাপন করতে দিলে বাংলাদেশকে সিভিল ওয়ারে পতিত ভঙ্গুর নিরাপত্তার দেশ হিসেবে স্বীকার করে নেয়া হিসেবে দেখা হতে পারে।
.
- জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর সব সময় দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত হয়। দাতা সংস্থাগুলো এই সংস্থাকে যেকোনো দেশের অভ্যন্তরীণ নীতি প্রণয়নে প্রভাব সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কোন দেশের কোনো নীতি যখন দাতা দেশগুলোর বিপক্ষে যায়, তখন তারা মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই কার্যালয়ের মাধ্যমে।
.
- কিছু স্পর্শকাতর পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে জাতিসংঘের মানবাধিকার অফিস কাজ করে। অথচ চুক্তি করা বা অফিস স্থাপনের অনুমতি দেয়ার পর তাদের বিরুদ্ধে কোনো দেশই ব্যবস্থা নিতে পারে না। এটি করলে উভয় সংকট তৈরি হয়।
.
- মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিসের মাধমে এলজি টিভি এজেন্ডা প্রসারের তীব্র আশংকা রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় ঘোষণা নিয়ে মানবাধিকারের নামে এলজি টিভির বৈধতা ও সামাজিকীকরণের জন্য কাজ করে আসছে বহু বছর যাবত।
.
- বাংলাদেশে ভূরাজনৈতিক অবস্থানগত বিভিন্ন জটিলতা আছে। যেমন রোহিঙ্গা রিফিউজিদের অবস্থান, মিয়ানমারের যুদ্ধ, বঙ্গোপসাগর নিয়ে পরাশক্তিদের টানাপোড়েন ইত্যাদি। এই জটিল সমীকরণের মধ্যে ঢাকায় এই কার্যালয় খোলার সিদ্ধান্ত জটিলতা আরও বৃদ্ধি করবে।
.
এর ফলে তথাকথিত আদিবাসী আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠার প্রবল আশংকা রয়েছে।
.
পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা হুমকিতে পড়া এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তীব্র আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।
.
ইয়েমেন, সুদান, তিউনিসিয়া অভিজ্ঞতা পর্যালোচনা করে দেখা যায় যে, কমিশনের কান্ট্রি অফিসের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় অ্যামেরিকা ও ইস্র।। লবির অপতৎপরতা বৃদ্ধি পাবে। যা ইতোমধ্যে ইয়েমেন, সুদান ও তিউনিসিয়াতে ঘটেছে।
.
জনগণের মূল্যবোধ, আকাঙ্ক্ষা এবং দেশের স্বার্থের বিরুদ্বে গিয়ে একতরফাভাবে এ সিদ্ধান্ত নেয়ার কোন অধিকার উপদেষ্টাদের নেই। এটা মূলত এনজিও লবির লোকেদের মাধ্যমে নেয়া সিদ্ধান্ত। হাসিনার আমলে যেভাবে ইচ্ছেমতো নানা সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হতো, ঠিক একইভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
.
দাজ্জালী সাম্রাজ্যবাদীদের মদদে চাপিয়ে দেয়া এই সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেয়া যায় না। পশ্চিমের রংধনু সাম্রাজ্যবাদ আমদানীর জন্য বাংলাদেশের মানুষ দিল্লীর দাসত্বের জিঞ্জির ভাঙ্গেনি।

(কালেক্টেড)