Hope: Islamic Tech @hopeislamictech Channel on Telegram

Hope: Islamic Tech

@hopeislamictech


Hope এর টেকনিক্যাল বিষয়গুলোর সমাধান এখানে দেয়া থাকবে ইন শা আল্লাহ

Hope: Islamic Tech (Bengali)

হোপ: ইসলামিক টেকnn"Hope: Islamic Tech" চ্যানেলে আপনি পাবেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রযুক্তি ও টেকনোলজি সম্পর্কিত সকল তথ্য। এই চ্যানেলে "Hope" নামে আনতে আছে একটি সম্প্রদায়িক প্রকল্প, যা মূলত ইসলামিক ভিত্তিক প্রযুক্তি বিষয়ে তথ্য ও সহায়তা সরবরাহ করতে নিশ্চিত করতে লক্ষ্য করছে।nnএই চ্যানেলে আপনি পাবেন ইসলামিক এবং প্রযুক্তিগত বিষয়ে সঠিক ও মানসম্মত তথ্য, যা আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই চ্যানেলে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা এবং সমাধান, টিপস, ট্রিকস, এবং নতুন প্রযুক্তি সংক্রান্ত তথ্য ও হাদিস পাবেন।nnএই চ্যানেলে "Hope" নামে প্রকাশিত সকল তথ্য এবং উপায় আপনার সহায়ক হতে পারে এবং আপনার প্রযুক্তিগত জ্ঞানকে আরও মজবুত উন্নত করতে সাহায্য করতে পারে। আপনি এই চ্যানেলে যোগ দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং সহায়তা পেতে পারেন এবং আপনার জীবনে আরও ধরনের প্রযুক্তিগত সুযোগ পেতে পারেন।

Hope: Islamic Tech

11 Oct, 13:07


যারা ইউটিউব,ফেসবুক থেকে টাকা ইনকাম করছেন বা করবেন বলে ভাবছেন তারা একটু হলেও শুনে যান...

Hope: Islamic Tech

08 Aug, 23:56


এই শুক্র ও শনিবার গ্রামীণ ফোন নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

*কোন রিচার্জ লাগবে না
*শুধুমাত্র ৯-১০ আগস্ট ২০২৪ এর জন্য প্রযোজ্য

Hope: Islamic Tech

04 Aug, 09:15


ভিপিএন ইউজ করুন, প্লে স্টোর ব্যাতিত আরো কোনো জায়গা থেকে নামাবেন না। কিছু টেলিগ্রাম গ্রুপে ক্র্যাক ভিপিএন দিতেসে, ফাঁদে পা দিবেন না আপাতত। এড সহ ফ্রী গুলো চালান, সেফ থাকেন। বিস্তারিত ভিডিও রাতে দিব ইন শা আল্লাহ

Hope: Islamic Tech

04 Aug, 07:18


ইন্টারনেট বন্ধ হবার প্রবল সম্ভাবনা
(কিছু জায়গায় ফোন ডাটা বন্ধ)

Hope: Islamic Tech

02 Aug, 08:48


Briar বেটার কিছুটা। দুটারই লিংক দিচ্ছি। নেট থাকতে থাকতে সেটআপ করে নিতে পারেন। তবে জেনে রাখেন এগুলো কয়েকশন মিটার এ কানেক্ট হয়। এগুলো তে ফাদ পাতা সহজ আর এগুলা বেশ রিসোর্স হ্যাবি এপ। তবু কারো লাগতে পারেন, কমেন্টে প্লে স্টোরের স্ক্রিনশট থাকবে

Hope: Islamic Tech

02 Aug, 08:03


ইন্টারনেট স্লো আবার। ভিপিএন ব্যবহার করুন।

Hope: Islamic Tech

01 Aug, 16:37


ইন্টারনেট ছাড়া বিকল্প উপায়ে সারা দেশে ব্যাংকিং সেবা কীভাবে সার্বক্ষণিক সচল রাখা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্ণেরের সাথে।

সোর্স- প্রথম আলো

তার মানে আবার ইন্টারনেট বন্ধ করার প্ল্যান আছে!
আপনারা আগেভাগেই ব্রিজফাই অ্যপটা ইনস্টল করে রাখতে পারেন। আন্দোলনকারী প্রত্যেকে এই এপটি ডাউনলোড করুন এবং আন্দোলনের সব গ্রুপে জানিয়ে দেন এটা যাতে ডাউনলোড করে রাখে। ইন কেস নেটওয়ার্ক বন্ধ করে দিলে যাতে কমিউনিকেশন ঠিক থাকে আমাদের। যদি নেটওয়ার্ক অফ না করে তাহলে তো আর সমস্যা নাই। মনে রাখবেন এই এপস্টি কার্যকর হওয়ার জন্য প্রতি ৩০০ ফিটে অন্তত একজন ইউজার থাকা আবশ্যক। তাই মেইক শিওর করতে হবে যে সবার ফোনে এইটা ইন্সটল্ড আছে।

© টোকানো 💐 - আবু সুমাইয়া ভাই

📣 ব্রীজফাই এপ ভালো কাজ করে না। এটা দিয়ে রিস্ক বাড়তে পারে, আর খুব লিমিটেড ফিচারস (ব্লুটুথ এর উপর নির্ভর করে তাই), তবু লাগলে ইন্সটল রাখতে পারেন

Hope: Islamic Tech

01 Aug, 13:59


চলমান ছাত্র আন্দোলনে লোকেশন ট্রাকিং চালু রাখা টা বিপজ্জনক হতে পারে। নিজের লোকেশন ট্রাকিং কাস্টমাইজ করার এবং অযথা যেকোন মোবাইল এপ্লিকেশন বিশেষত ফেসবুক, মেসেঞ্জার, গুগল বা ওয়াটসএপের মত এপ্লিকেশন থেকে নিজের লোকেশন পারমিশন অফ রাখার পরামর্শ দিচ্ছেন আইটি বিশেষজ্ঞরা। কোনো বিশেষ প্রয়োজনে ব্যবহার করতে হলে তাৎক্ষণিক ডিভাইস থেকে পারমিশন চালু করে দিয়ে কাজ শেষে আবার লোকেশন পারমিশন বন্ধ রাখার কথাও বলছেন তারা।

📌আরো কিছু নিউজ কমেন্ট এ দেয়া হলো

Hope: Islamic Tech

31 Jul, 16:49


নিউজবক্স বাংলা হ্যাক করা হইসে নাকি?

🔹চ্যানেল এডমিনরা কারো লিংকে ক্লিক করা, এড দেয়ার অফার গ্রহণ করবেন না।

🔹আপডেট: নেট আবার স্লো

Hope: Islamic Tech

31 Jul, 08:15


ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আজ বুধবার বিকেল থেকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। তিনি বলেছেন, ‘যেসব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি। ফেসবুক,  টিকটক ও ইউটিউব, বিকেলের মধ্যে সব চালু হবে।’- প্রথম আলো

Hope: Islamic Tech

29 Jul, 17:33


ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা VPN নিয়ে অনেকে শংকায় আছেন যে, ফেসবুক হ্যাক হয় কিনা বা ডিসেবল হয় কিনা। এই ব্যাপারে কয়েকটা কথা বলি।

১। আপনি নিশ্চয়ই মহা গুরুত্বপূর্ণ কোনও ব্যক্তি নন যে আপনার একাউন্ট হ্যাক করে হ্যাকারদের কোনও লাভ আছে। হ্যাকররা আপনার আমার চেয়ে বহু স্মার্ট। যেখানে লাভ নেই সেখানে তারা ১ সেকেন্ড সময় দিবে না।

২। ফেসবুক জানে আপনি কোন ডিভাইস থেকে কোথা থেকে ফেসবুকে ঢুকেছেন। কি ব্রাউজার ব্যবহার করছেন। ভিপিএন ব্যবহার করলে আপনার লোকেশন চেঞ্জ হয় কিন্তু ডিভাইস আইডি চেঞ্জ হয় না। কাজেই একই ডিভাইস থেকে আপনি একবার বাংলাদেশে, একবার জাপান, একবার রাশিয়া, ইউএস থেকে লগিন করলে/ফেসবুক ব্রাউজ করলে ফেসবুক এলগরিদম সন্দেহজনক হিসেবে ধরতে পারে। তবে এক্ষেত্রে উচিত হল two factor login চালু করা। পাসওয়ার্ড দেয়ার পরেও লগিন কোড (OTP or Authenticator app code) ব্যবহার করা। পূর্বের Session এর সাথে ফেসবুক তখন মিলিয়ে দেখবে। তখন ডিভাইস একই পাবে। ঝামেলা হবে না।

৩। ঝামেলা তখনই হবে যখন আপনার আইডি নতুন। আগের সেশনের তেমন তথ্য নেই ফেসবুকের কাছে। আপনি নতুন কোনো ডিভাইস থেকে ফেসবুক চালাতে চাচ্ছেন যার তথ্য ফেসবুকের কাছে নেই। তখন ফেসবুক সন্দেহ করবে অন্য কেউ আপনার একাউন্টের দখল নিতে চাচ্ছে। তখন নানা রকম প্রশ্ন করতে পারে। ইমেইলে কোড দিতে পারে, OTP দিতে পারে। সেগুলোর যদি আপনার হাতে না থাকে অথবা আপনি ভুলভাল কোড দেন তখন একাউন্ট লক করে দিবে। সেই লকড একাউন্ট হয় আপনাকে ভেরিফাই করে বের করে আনতে হবে। নাহয় আগে যেসব ডিভাইস দিয়ে ফেসবুক চালিয়েছেন সেসব দিয়ে লগিন করতে হবে।

ফেসবুক এলগরিদম বহুত স্মার্ট। একারনেই যাদেরকে জনগুরুত্বপূর্ণ ব্যক্তি (মানে যাদের কার্যক্রম থেকে পাব্লিক উপকৃত হয় বা যাদের পোস্টে লোকেদের এক্টিভিটি বেশি) তাদের আইডিতে two factor authentication বাধ্যতামূলক করেছে। প্রথম প্রথম এসবে বিরক্ত লাগলেও এখন ধীরে ধীরে বুঝে আসছে। - আহমেদ রবিন

Hope: Islamic Tech

29 Jul, 13:26


একাধিক ইন্টারনেট প্রোভাইডার অফ দি রেকর্ড জানিয়েছে যে বিটিআরসি থেকে ইন্টারনেট স্পিড ক্যাপ বা লিমিট করে দেয়ার নির্দেশ আছে - যতদিন আন্দোলন চলবে।

ওদিকে মিথ্যুকের বাচ্চারা বলে বেড়াচ্ছে "আমরা ইন্টারনেট বন্ধ করিনি", এই ঐ।

আর এই লিমিট কত জানেন ? ১০ ভাগের এক ভাগ। এক প্রোভাইডার জানালো তাদের অ্যালোকেশন হচ্ছে ৯০০ এমবি, কিন্তু দিতে বলেছে ৯০ এমবি। এই স্পিড ভাগাভাগি করে কোন কাজ কেউ করতে পারছে না।

দেশের রেমিট্যান্স নিয়ে কুমিরের কান্না করা হচ্ছে, অথচ এই ইন্টারনেট এর কারণে হাজার হাজার ফ্রিল্যান্সারের জব চলে যাবে, মাসের বেতন অর্ধেকও আনতে পারবে না। আইটি থেকে রেমিট্যান্স চাইলেও আসবে না।

ক্ষমতা কত ইম্পর্টেন্ট! এই দেশ, এই দেশের মানুষের প্রতি আসলেই যদি কোন কনসার্ন থাকতো, তাহলে এসব করতো না। সব মিথ্যাবাদি, বাটপার, এবং ক্ষমতালোভী। একদিন ইনশা আল্লাহ এদের হাশর দুনিয়াতেই হবে, তখন মানুষ হাসবে আর বলবে "কেউ করেনি, অটোম্যাটিক হয়ে গেছে"।

© মাহবুবুর রহমান

🔴ফোন ইন্টারনেট স্লো করে দেয়া হইসে, যা না চলার মতই

Hope: Islamic Tech

29 Jul, 01:34


Whatsapp কি ট্র‍্যাক করা সম্ভব!!

জ্বি, Whatsapp এ কল করার মাধ্যমে কলারের IP Address বা ISP Provider Name দেখার সম্ভবনা আছে! এটা আমার কথা না Whatsapp এর নিজের কথা!!

তো, এই ট্র‍্যাক করা থেকে সেইফ থাকবো কিভাবে!!

চলেন, Whatsapp এর দুইটা সেটিংস সম্পর্কে জেনে নেই।

Whatsapp এর Setting > Privacy > Advance অপশনে গেলে "Protect IP Address In Calls" নামের একটা অপশন দেখা যায়। ডিফল্টভাবে এটা বন্ধ থাকে, তবে Whatsapp এর ভাষ্যমতে , এটা চালু করলে "কেও আপনার whatsapp call ট্র‍্যাক করতে বা কলের মাধ্যমে আপনার লোকেশন/ip address বা ISP Provider বের করতে/ দেখতে পারবেনা"

কারন, এই অপশন চালু করলে WhatsApp এর Call গুলো সরাসরি রিসিভারের কাছে না গিয়ে Whatsapp এর নিজস্ব সার্ভারের মাধ্যমে যাবে। ফলে , IP/ISP Provider Name হাইড হয়ে যাবে বা দেখা যাবেনা!!!

এই অপশন চালু করে ফেলেছেন!
ব্যাস! কাজ শেষ!!
এখন আপনি Whatsapp Calling এর মাধ্যমে ট্র‍্যাকিং থেকে নিরাপদ!
কিন্তু, এখনো পুরোপুরি নিরাপদ?
না!!!
কারন, হুট করে কোনো তরুন/তরুনী আপনাকে একটা ওয়েবলিংক দিয়ে বল্লো এখানে আপনার ছবি/ভিডিও ভাইরাল কিংবা এখানে অমুক তমুকের ১৯/২০ আছে, আপনিও লিংকে ক্লিক করে ঢুকলেন, আর আপনার IP Address এবং ডিভাইসের ডিটেইলস টাও তার কাছে চলে গেল!!

কি লাভ হইলো এতো সিকিউরিটি শিখাইয়া, যদি এমন লিংকেই ক্লিক করেন!!

যাই হোক, এটা থেকে নিরাপদ থাকতে, ওই advance অপশনে আরো একটা অপশন আছে "Disable Link Previews" ওইটা আবার চালু করতে যাইয়েন্না, যেমন আছে তেমন-ই থাক!
ওইটা বন্ধ থাকলে, কেও যখন আপনাকে WhatsApp এ লিংক দিবে, ক্লিক করার সময় Whatsapp আপনাকে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে প্রবেশ করার জন্য ডিজিটালি রিমাইন্ডার দিবে...

সো, লিংকে ক্লিক করার আগে সাবধান!
আর, এই সময়ে বিশেষ ভাবে সাবধান🙂

Abdullah Al Imran
Founder - Probfly IT

Hope: Islamic Tech

28 Jul, 17:45


রেমিট্যান্স নিয়ে কনফিউশন? বিকাশ নগদের মাধ্যমে টাকা দিলেও কি সেইটা রেমিট্যান্স হিসেবে গন্য হবে? চলেন কনফিউশন দূর করি।

*
- আপনি যে দেশে থাকেন সেই দেশের ব্যাংক থেকে আপনি যদি বিকাশ নগদ বা ব্যাংকে টাকা পাঠান তবে সেইটা রেমিট্যান্স হিসেবেই যাবে।

উদাহরণ হিসেবে ধরুন আপনি ট্যাপট্যাপ সেন্ড থেকে টাকা পাঠাবেন আর দেশে রিসিভার সিলেক্ট করলেন বিকাশ বা নগদ।সেক্ষেত্রে টাকাটা আপনার রেমিট্যান্স হিসেবেই বাংলাদেশে যাবে।কারন টাকাটা আপনি অফিসিয়াল ভাবেই দিচ্ছেন শুধু রিসিভার হিসেবে ব্যাংকের বদলে এখানে রিসিভার বিকাশ বা নগদ।

*
-আপনি যে দেশে থাকেন সেই দেশে দেখবেন আনেক বাংলাদেশি লোকাল লোকজন থাকে যারা টাকা নিয়ে কাজকারবার করে।সেইটা হতে পারে কোন মুদি দোকানের লোক বা আপনার পরিচিত কেও।

যেমন মিডেল ইস্টে বিভিন্ন মুদি দোকান বা বাংলাদেশি লোকজনের দোকানে এভেইলেবল দেখা যায়।তাদের হাতে টাকা দিলে,তারা সেই টাকা দেশে আপনার ফ্যামিলির কাছে বিকাশ বা নগদে পাঠিয়ে দেয়।

এই সিস্টেমে তাদের হাতে আপনি আপনার ডলার,রিয়াল,দিরহাম যাই দেন না কেন,সেইটা সেই লোকাল দোকানদার নিজের কাছে রেখে দেয় এবং দেশে তাদের সেট করা এজেন্ট আপনার বাসাই নিদিষ্ট টাকা পাঠিয়ে দেয়।অনেক সময় তারা আপনার চাহিদা বা পছন্দ অনুযায়ী আপনার ব্যাংক একাউন্টেও টাকা ডিপোজিট করে দিতে পারে।আর এই সম্পূর্ণ প্রসেসটাই হলো হুন্ডি।আশাকরি কনফিউশন টা দূর হইছে।

এখন আমার সল্প মাথার জ্ঞানে কিছু কথা বলি।

হাজারো হোক দেশে আমাদের ফ্যামিলি থাকে আবার অনেকে দেশ থেকে ধার দেনা বা কিস্তিতে টাকা নিয়ে আসছে,সেক্ষেত্রে মাস শেষে টাকা পাঠাতেই হবে।সুতরাং একদম রেমিট্যান্স দেয়া অফ করা কখনোই সম্ভব নয় কিন্তু ৭০/৮০% পর্যন্ত কমানো সম্ভব।

আবার সবাই যদি হুন্ডিতে ঝুকে যাই তাহলে হুন্ডি ব্যাবসায়ীরাও একপ্রকার চান্স নিয়ে টাকার রেট কমিয়ে দিবে।সুতরাং এই ক্ষেত্রে আপনার ফ্যামিলি চলতে বা আপনার যতটুকু টাকা দরকার ঠিক ততটুকুই দেশে পাঠান আপাতত।

অনেকে হয়তো ৫০ হাজার পাঠান ১০ হাজার ফ্যামিলি খরচ বাকিটা ব্যাংকে রেখে দেন।আপাতত এই জিনিস টা করার দরকার নাই।আমার মনে হয় আপনি যদি এই ট্রিকটা ফলো করেন তাহলে একসাথে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে।

রিসেন্ট টাইমে দেখবেন ব্যাংক গুলো রেমিট্যান্স নেয়ার জন্য টাকার রেট অনেক হাই করে দিবে,আবার হাই প্রণোদনা অফার করবে বিভিন্ন ক্যাম্পেইন চালাবে।
এখন আপনি লোভে পরে রেমিট্যান্স পাঠিয়ে সরকার কে আপনার সন্তান,ভাই বা আত্মীয় স্বজনদের মারার জন্য বুলেট কেনার টাকা দিবেন নাকি দেশ শোধরাবেন তা একান্তই আপনার উপর নির্ভর করছে।

ধন্যবাদ।

যদি উপকারী পোষ্ট মনে হয় তবে সেয়ার করে রাখতে পারেন।

#NoRemittanceNoTolerance

Hope: Islamic Tech

28 Jul, 08:12


🔴দুপুর তিনটা থেকে মোবাইল ডাটা চালু করা হবে। দেয়া হবে ৫ জিবি বোনাস(তিনদিন মেয়াদে) - সূত্র প্রথম আলো।

🔴সারাদেশে মোবাইল চেক করে গণগ্রেফতার করা হচ্ছে- সূত্র সমকাল

🔴ভিপিএন ব্যবহারে ডাটা চুরি হয় এমন তথ্য ছড়ানো হচ্ছে। এটা মিথ্যা নয়। তবে এই ডাটা চুরি গুগল, ফেসবুক সহ আপনার ফোনের প্রতিটা এপই করে। ভালো রিভিউ সহ ভিপিএন ব্যবহারে সাধারণ মানুষের জন্য কোনো রিস্ক নেই। - হোপ।

Hope: Islamic Tech

25 Jul, 22:28


বর্তমানে একধরণের কথা চালু আছে যে বিশাল আকারে অনলাইনে আমাদের কার্যক্রম মনিটর করা হচ্ছে।কিন্তু আসলে গণহারে কোনো নজরদারি চলমান নেই বর্তমানে। আসুন কারণগুলো দেখি:

১. এনক্রিপশন: আপনার মেসেঞ্জারের ডাটা হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। এনক্রিপশন হচ্ছে অনেকটা এমনযে আপনি আপনার বন্ধুর কাছে সিন্দুক পাঠাচ্ছেন। সিন্দুকের চাবি শুধু আপনার এবং আপনার বন্ধুর কাছেই আছে।অন্য কেউই এইটা খুলতে পারবে না। মেসেঞ্জারেও জিনিসটা একই ভাবে কাজ করে। আপনার সাথে আপনার বন্ধুর মেসেজ শুধু আপনারা দুইজনই দেখতে পারবেন। ফেসবুকও চাইলে দেখতে পারবে না এটা। এর উপর দিয়ে ভিপিএন ব্যবহার করলে আরো নিরাপদ।

২. ডাটার বিশাল পরিমাণ: বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী প্রায় ০৫ কোটি। এখন কল্পনা করুন কি বিশাল পরিমাণ ডাটা আমরা প্রতি সেকেন্ডে জেনারেট করছি। এই বিশাল পরিমাণ Raw ইন্টারনেট ট্রাফিক ক্যাপচার করা, এবসর্ব করা,স্টোর করা এবং এনালাইসিস করা এবং আগের ডাটার সাথে প্যাটার্ন ম্যাচ করা অনেক বড় একটা বিষয়। এইগুলো করতে বিশাল পরিমাণ কম্পিউটিং পাওয়ার বা টাকা লাগে। আপনার কাছে এইটা সত্যি লাগলে আপনি আসলে এই সরকার যারা কিনা একটা ঠিকমতো টিকেট কেনার প্ল্যাটফর্ম বানাতে পারেনা তাদেরকে বেশি ক্রেডিট দিয়ে ফেলতেছেন। এই সরকার অলমোস্ট ২ বিলিয়ন ডলার হারায়ে ফেলছিলো হ্যাকড হয়ে ( আপনাদের জ্ঞাতার্থেঃ আজকে বাংলাদেশের ব্যাংকের ওয়েবসাইট আবার হ্যাকড হইছে)।

এখন দেখা যাক আপনার তথ্য কিভাবে সরকার এক্সেস করতে পারে -

১. তথ্য চাওয়াঃ সরকার ফেসবুকের কাছ থেকে আপনার তথ্য চাইতে পারে। কিন্তু এভাবে তথ্য পাওয়ার জন্য কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, এবং সেইক্ষেত্রেও প্রথমে আপনার বিরুদ্ধে লিগ্যাল ওয়্যারান্ট জারি করতে হবে, যেইটা আবার ফেসবুক রিভিউ করবে। এরপরেও ফেসবুক শুধু তাদেরকে মেটাডাটা দিবে- কখন মেসেজ পাঠানো হয়েছে, মেসেজের সাইজ, কে পাঠাইছে, কে রিসিভ করছে এইগুলা। কিন্তু কখনোই মেসেজের কনটেন্ট বা আপনার একচুয়াল মেসেজ আসলে কি এইটা দেখাবেনা। এরপরে চিন্তা করেন, বাংলাদেশে ফেসবুক এখন পর্যন্ত কোনো অফিস খুলতে চায় না। সিম্পলি বিকজ, বাংলাদেশের মার্কেট তাদের জন্য প্রফিটেবল না তেমন।

২. আড়িপাতা প্রযুক্তিঃ আপনাকে Pegasus প্রযুক্তি দিয়ে টার্গেট করা হইতে পারে। যেই ৪৫টা দেশ ইজরায়েলের কাছে থেকে এই প্রযুক্তি কিনেছে বাংলাদেশ তাদের মধ্যে একটা দেশ। এই আড়িপাতা প্রযুক্তি আপনার ডিভাইসে যেকোনোভাবে ইন্সটল হয়ে যেতে পারে- টেক্সট মেসেজ, ছবি, যেকোনো কিছুই। আপনাকে কোনো ক্লিকও করতে হবে না। এরপরে এই প্রযুক্তি আপনার ফোনের ডাটা চুরি করতে পারে বা আপনার ডিভাইসের ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করতে পারে, আপনি জানবেনও না। এইটা আসলেও দুঃস্বপ্ন। কিন্তু এইখানে একটা ঝামেলা আছে- ঝামেলাটা হচ্ছে এক একটা ব্যক্তিকে টার্গেট করতেই ২৫ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। সো আপনি যদি একদম কি ফিগার না হন (যেমন বিরোধী দলের নেতা বা এমন কিছু), আপনাকে মনিটরিং তারা করবে না।

আপনাদের মনে এই ভয় বসায়ে দেওয়া হয়েছে যে সবকিছু মনিটর করা হচ্ছে, যেন আপনি এই ভয় থেকেই কিছু না করেন। আপনি মুক্ত ভাবেই কথা বলেন, লেখেন। কাওয়ার্ড হয়েন না, ভয়ে পেয়েন না।

(অনুবাদিত। মূল লেখা: সায়েম ফারুক)

📌এই পোস্টে যেটা মিসিং সেটা হইল ম্যানুয়াল মনিটরিং। আপনার সাথে কারো শত্রুতা থাকলে আপনার ফেসবুক পোস্ট সে অথোরিটির কাছে দিতে পারে, যেটা বারবার হইসে ডিজিটাল সিকিউরিটি এক্ট এর কারণে। বিভিন্ন অফিস আদালতেও স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে ক্যাচাল লাগাইতেসে। আপনার যদি ভয় থাকে, লিস্ট ক্লিয়ার রাখেন। কই থাকেন, কী করেন এত ইনফর্মেশন প্রোফাইলে রাইখেন না। (copy)

Hope: Islamic Tech

24 Jul, 17:35


WARP:
https://play.google.com/store/apps/details?id=com.cloudflare.onedotonedotonedotone

এটা ইন্সটল করেন। উপরের নিয়মে pro key নিয়ে নিন। না পেলে আমাকে জানাবেন।

কমেন্ট করলে আমি key দিয়ে দিব ইন শা আল্লাহ। সেটাপ করে নিন আগে। - @HopeDM

🔴(আমার লিমিট শেষ, আর কি জেনারেট করা সম্ভব না)

Hope: Islamic Tech

24 Jul, 17:33


WiFi যথেষ্ট স্লো, তাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে ভিপিএন ইউজ করুন, অথবা Cloudflare এর Warp (1.1.1.1) ইউজ করুন।

WARP এ স্পিড একটু বাড়বে, তবে কানেকশন স্মুথ রাখতে চাইলে Warp Plus এ আপগ্রেড করতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, রেফারেল এর মাধ্যমে আগে আমরা bot দিয়ে তৈরি করতাম। এখন অবশ্য একটা Telegram Bot আছে @generatewarpplusbot (https://t.me/generatewarpplusbot) যেটা ইনস্ট্যান্ট কাজটা করে দেয়।

শুধু bot থেকে পাওয়া Key টা আপনার অ্যাপ এর সেটিংস এ গিয়ে এডিট করে সেভ করে রাখবেন তাহলেই হবে।

Hope: Islamic Tech

24 Jul, 15:54


শহীদ ডট ইনফো
আপনার আশপাশে যারা শহীদ/আহত/নিখোঁজ হয়েছে, বন্ধু প্রতিবেশী যতটুকু পারেন তথ্য দিয়ে সহায়তা করুন।
এর সাথে ভিডিও ডকুমেন্টেশন ও সংযোজিত হবে এখানে।
নাম; শহীদডটইনফো
https://www.shohid.info/
তথ্য দেয়ার লিংক: https://forms.gle/rTrphbmxGoi2xgvp9