The Muslim POV @themuslimpov Channel on Telegram

The Muslim POV

@themuslimpov


The "dead" in Gaza are a number in media, a score to Israel, and collateral damage to the West.

But to us, they're not even dead (Quraan 2:154).

That is the Muslim point of view, unrelented by political correctness and rhetoric.

The Muslim POV (English)

Are you looking for a fresh perspective on Muslim issues and news? Look no further than 'The Muslim POV' Telegram channel! As the name suggests, this channel provides a unique viewpoint on various topics related to Islam and the Muslim community. From current events to cultural discussions, 'The Muslim POV' offers insightful analysis and commentary that you won't find anywhere else. Who is 'The Muslim POV'? This channel is run by a team of dedicated individuals who are passionate about sharing their perspectives and opinions on issues that matter to Muslims around the world. Whether you are a practicing Muslim or simply interested in learning more about Islam, this channel is the perfect place to engage in meaningful discussions and gain a better understanding of the Muslim faith. What is 'The Muslim POV'? It is a platform for open-minded individuals who are willing to explore different viewpoints and engage in constructive dialogue. The content shared on this channel is thought-provoking and informative, aimed at promoting understanding and tolerance among people of all backgrounds. Whether you are looking for news updates, cultural insights, or spiritual guidance, 'The Muslim POV' has something for everyone. Join 'The Muslim POV' Telegram channel today and be a part of a community that values diversity, respect, and unity. Gain a fresh perspective on Muslim issues and connect with like-minded individuals who are committed to fostering positive change in our world. Don't miss out on this opportunity to broaden your horizons and engage in meaningful conversations. See you there!

The Muslim POV

20 Nov, 16:07


দেশে থাকলে চামড়ায় এমন কালসিটের জন্য ট্যাটু করতে হত না

The Muslim POV

20 Nov, 13:44


— এইযে এত মেয়ে বিয়ে নিয়ে নেগেটিভ সবই কি আশিক জিন কেইস?

— না, প্রচুর রোকেয়া জিনও আছে।

The Muslim POV

19 Nov, 16:57


হয় মোজেবের দলকে নিষিদ্ধ করো।

নয়তো নিষিদ্ধ করবে কিনা তার গণভোট করো।

The Muslim POV

18 Nov, 13:37


বিএনপির মাতৃহীন প্রো-এন্ডিয়া নেতাদের মায়েরা মরে বেঁচেছেন। আদারওয়াইজ তাদের ছেলেরা ক্ষমতার জন্য তাদেরকেও এন্ডিয়ার কাছে বেচে দিত।

The Muslim POV

18 Nov, 10:41


এটা দেখে যেন স্মৃতির এক দীর্ঘ ট্রেইন এসে হাজির হল।

২০০১ সালের অক্টোবার মাস।

১ অক্টোবার ছিল বাংলাদেশের জাতীয় নির্বাচন। সম্ভবত সর্বনিম্ন স্ট্যান্ডার্ডেও এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বশেষ গ্রহণযোগ্য ইলেকশান। মোজেবের দল সেদিন গোহারা হেরেছিল।

৭ অক্টোবার অ্যামেরিকা আফগানিস্তানে লোকাল টাইম ভোরে এয়ারস্ট্রাইক শুরু করে। আবিষ্কারের পর এই প্রথম প্রিডেটর ড্রোনের অপারেশনাল ইউজ শুরু হয়। ওরা প্রথম ভোরেই 'উমার সালিস রা'হীমাহুল্লাহকে ডিটেক্ট করে ফেলেছিল, কিন্তু মারতে পারেনি।

১০ অক্টোবার বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট সরকার গঠন করে।

১৯ অক্টোবার আফগানিস্তানে অ্যামেরিকান আর ব্রিটিশদের দৃশ্যমান গ্রাউন্ড অপারেশান শুরু হয়, যদিও ছোটবড় প্রচুর ক্ল্যান্ডেস্টাইন অপারেশান অক্টোবারের প্রথম থেকেই চালু ছিল।

দৃশ্যমান গ্রাউন্ড অপারেশানের পর প্রথম জুমু'আবার ছিল ২৬ অক্টোবার। তখন আমরা বায়তুল মুকাররমে জুমু'আ পড়ি। পূর্ব গেইটের সাথের বড় জায়গাটা (সম্ভবত যেখানে রিসেন্টলি বইমেলা হল) তখন খোলা, অর্থাৎ উপরে শেড নাই। আমরা যেখানে বসেছি তার পাশেই দেখি দেয়ালের সাথে কাঁচা হাতে তৈরি স্টেনগান আর আরপিজির বেশ কিছু রেপ্লিকা, আর কিছু ব্যানার-পতাকা গুছিয়ে রাখা। আমাদের আশেপাশে মুসল্লীদের মধ্যে মাদরাসার একেবারেই ইয়াং কিছু ছেলে। সলাত আদায় শেষ করেই ছেলেগুলো তাদের সরঞ্জাম নিয়ে উঠে চলে গেল।

পরে মাসজিদ থেকে বেরিয়ে দেখি মাইকযুক্ত রিকশা, ব্যানার-ফেস্টুন আর সেসব রেপ্লিকা হাতে কওমি মাদরাসার 'উলামা-ত্বলাবাদের বিশাল ডেমোনস্ট্রেশান চলছে। বিষয়বস্তু— অ্যামেরিকার আফগানিস্তান-হামলার বিরুদ্ধে প্রতিবাদ। তখন খতীব উবায়দুল হক, মুফতি ফজলুল হক আমিনী, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক, সবাই জীবিত। এক অন্যরকম সময়।

২৭ অক্টোবারে দেশের সব জাতীয় পত্রিকা এমন ছবিতে ছেয়ে গেল। দেশের বাম-অধ্যুষিত ও এন্ডিয়া-নিয়ন্ত্রিত মেইনস্ট্রীম মিডিয়া এসব ছবি ও খবর শত অস্বস্তি আর চাপা আশংকা সত্ত্বেও নিরাবেগ ভাবেই প্রকাশ করল। কারণ দেশে তখন এক প্রবল অ্যান্টি-এন্ডিয়া ও প্রো-ইসলাম ওয়েইভ চলছে।

২০০১ সালের শেষের ঐ কয়েকটা মাস, বিশেষ করে অক্টোবার মাসটা যে বাংলাদেশ তো বাংলাদেশ গোটা দুনিয়ার মুসলিমদের আগামী কয়েক দশকের দিনগুলিকে কীভাবে শেইপ করতে যাচ্ছে আমরা কি ঘুণাক্ষরেও টের পেয়েছিলাম?

The Muslim POV

17 Nov, 15:56


*কুকুরটা জ্বালাচ্ছে

লজিক— পিডা!

জামায়ত মহাসচিব— মানুষ হতে চাইলে সহযোগিতা করব।

The Muslim POV

17 Nov, 11:20


*মশা বসেছে

লজিক— মার!

জামাত আমীর— মারা পছন্দ করি না। মশা আমাদের জীবপরিবারেরই সদস্য।

The Muslim POV

17 Nov, 09:15


বাই দ্য ওয়ে প্রথম আলোর সুধী সমাবেশ ফকির খাওয়ানো কম পলিটিকাল মাস্‌ল ফ্লেক্সিং বেশি ছিল। ওরা দেখালো ওরা ডাকলে পাড়ার সব কুকুর জড়ো হয়।

The Muslim POV

17 Nov, 08:38


প্রথম আলোর সুধী সমাবেশের সাথে ফাঁড়া কাটানোর জন্য ফকির খাওয়ানোর তুলনাটি যে ভাই দিয়েছেন, আল্লাহ তা'আলা তার বুদ্ধিতে বারাকাহ দিন।

The Muslim POV

16 Nov, 18:08


যেভাবে চাটছে তাতে জিহ্বার সফট টিস্যু ইনজুরি অবধারিত। দেশবাসী বিকাশে চিকিৎসার টাকা পাঠানোর জন্য প্রস্তুত থাকুন।

The Muslim POV

16 Nov, 15:18


জানি কথাটা অনেকের হজম হবে না— এই হলটি সব অকুপ্যান্ট সমেত ভস্মীভূত হয়ে গেলে পরদিন আমরা একটি অপেক্ষাকৃত নিরাপদ বাংলাদেশ পেতাম।

The Muslim POV

16 Nov, 06:06


শুনেছি শিবিরের নেতাকর্মীদেরকে প্রচুর অ্যাকাডেমিক এক্সারসাইজের মধ্য দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে মূল সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের এসব ছাগলামি মার্কা কথাবার্তার তাউয়ীলের একটা কনটেস্ট আয়োজন করা যেতে পারে।

আশা করা যায় আজকের এই তাউয়ীলে পারদর্শীদের মধ্য থেকেই বের হয়ে আসবে আগামী দিনের বলিষ্ঠ আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারি জেনারেলরা। সেই সাথে চলমান থাকবে মেধার ইয়ে মারা সারার এই ফল্গুধারা।

The Muslim POV

15 Nov, 10:35


আমীরে জামায়ত তাদের প্রতি নম্র হতেই পারে কারণ তারা পরপর কয়েক জেনারেশানের সম্ভাব্য আমীরকে ঝুলিয়েছে বলেই সে আজ আমীর হতে পেরেছে।

The Muslim POV

15 Nov, 08:29


▪️ কমপ্লিট হোক আর ইনকমপ্লিট, জুলাইতে হতাহতদের দু'টা বেশ লম্বা-চওড়া লিস্ট ওদের কাছে আছে। একটা গাজীদের, একটা শহীদদের।

▪️ এ ধরণের লিস্ট যখন তৈরি হয়ে যায়, তখন চাইলেই প্রত্যেকটা নামকে সাথে টাইম আর লোকেশান দিয়ে স্ট্যাম্পিং করা সম্ভব (যদি অলরেডি করা না হয়)। অর্থাৎ একজন ব্যক্তি কখন ও কোথায় আহত বা শহীদ হয়েছে।

▪️ টাইম ও লোকেশান জানা মাত্রই বের করে ফেলা যাবে ঐ সময়ে ঐ জায়গায় পুলিশের কোন ইউনিট ডেপ্লয়েড ছিল, ঐ এলাকা কোন থানার আন্ডারে ও থানার ওসি কে ছিল, কোন ফাঁড়ির আন্ডারে ও ফাঁড়ি-ইনচার্জ কে ছিল, ঐ এলাকা কোন ডিসির আন্ডারে।

▪️ একেকটা ঘটনাস্থলের আশপাশের সরকারী বেসরকারী সব সিসিটিভি ফুটেজ পাওয়া সম্ভব। শহরাঞ্চলে সরকারের প্রচুর সিসিটিভি ক্যামেরা তো থাকেই, আজকাল প্রাইভেট ও কমার্শিয়াল প্রপার্টিতেও সিসিটিভি ক্যামেরার ছড়াছড়ি। জুলাইয়ের ক্রিমিনালরা সেগুলোর ফুটেজ সরানোর সুযোগও পায় নাই কারণ ৫ অগাস্ট হঠাৎ পটবদল হয়েছে। অর্থাৎ ফুটেজগুলো চাইলেই সংগ্রহ করা সম্ভব।

▪️ হতাহতের ফুটেজগুলো পুলিশের স্থানীয় পদস্থদের নিয়ে যাচাই-বাছাই করলে সরাসরি জড়িতদেরকে আইডেন্টিফাই করা সম্ভব। কিংবা পুলিশের পক্ষ থেকে যদি দাবী আসে এবং সেটা যদি ফুটেজ দ্বারা প্রমাণিত হয় যে দোষী ব্যক্তি লীগের কেউ, সেটাও বের করা সম্ভব।

▪️ লীগের লোক দোষী হওয়ার ক্ষেত্রে হতাহতের লোকেশানগুলো লীগের কোন অঙ্গসংগঠনের কোন ইউনিটের আওতায় ছিল, পুলিশের নাম বের করার একই পদ্ধতিতে সেসব দলীয় ইউনিটেরও দায়িত্নশীলদের পরিচয় বের করা সম্ভব।

🟥 এবার আমাকে বলেন, উপরের প্রসেসটা হাজার হাজার আহত ও শহীদের কয়জনের ক্ষেত্রে চালানো হয়েছে?

🟥 কয়টা স্পেসিফিক মামলা হয়েছে (ঢালাও মামলায় মন্ত্রী-এমপিরা আসামী এমন না)?

🟥 কয়জন পুলিশ বা লীগের লোক সরকারী ভাবে চিহ্নিত হয়েছে?

🟥 এসব তদন্তের ক্ষেত্রে কোন প্রকারের অগ্রগতির কয়টি রিপোর্ট তৈরি বা প্রকাশ হয়েছে?

অতএব, আমরা যে বলি বিপ্লব ছিনতাই হয়েছে এবং সরকার বিশ্বাসঘাতক, অকারণে বলি না।

The Muslim POV

14 Nov, 17:32


একটি স্বঘোষিত ইসলামী দলের প্রধান, অথচ বিশ্বাস করে ক্ষমতার জন্য আল্লাহকে ﷻ ছাড় দিয়ে বিদেশি শক্তিকে খুশি করতে হবে।

কী আজব, তাই না?

The Muslim POV

14 Nov, 12:17


মিনিস্ট্রিতে মোজেবের ফটো নামানো ফারুকির বাটপারিরই নমুনা— মন্ত্রীর চাকরি বাঁচাতে এতদিনের পূজনীয় দেবতাকে বিসর্জন দিয়ে দিয়েছে।

The Muslim POV

14 Nov, 07:35


শিক্ষার্থী ভাইয়ারা, এখানে বিক্ষোভ না করে আগে খোঁজ নাও এই মোজেবছানাদের সাথে তাদের ল' ডিপার্টমেন্টের ছুটিতে থাকা কলিগ প্রফেসার ড. মোঃ নজরুল ইসলাম (আসিফ) ওরফে আসিফ নজরুলের সম্পর্ক কেমন।

সম্পর্ক ভালো না হলে বিক্ষোভ চালিয়ে যাও, ফল পাওয়ার সম্ভাবনা আছে।

আর যদি সম্পর্ক ভালো হয় তাহলে আসলে এসব বিক্ষোভ-টিক্ষোভ করে বিশেষ লাভ হবে না। দেখো না বউকে মোজেবের বিছানায় পাঠানো ফারুকিকেই আমরা কিছু করতে পারছি না।

The Muslim POV

01 Nov, 09:19


"জীবন্ত শহীদ" ত্বল'হাহ ইবনু উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু 'আনহুর উপাধি। উবাইদুল অ্যামেরিকার ক্ষেত্রে এটা প্রযোজ্য না।

The Muslim POV

31 Oct, 23:56


এই আদর্শ মুজিবছানাটি রাতে শেওড়াপাড়া থেকে অ্যারেস্ট হয়েছে

The Muslim POV

31 Oct, 17:14


দেশের সামরিক বেসামরিক যেকোন এজেন্সি প্রথম আলো ডেইলি স্টারকে ডিফিউজ/ডেস্ট্রয় করার সক্ষমতা রাখে। অভাব শুধু পলিসি ও লিডারশিপের।

The Muslim POV

31 Oct, 16:02


আরব নবী মু'হাম্মাদ সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের প্রচারিত ইসলামের সার্বজনীনতা ও বিশ্বময়তাকে যে মানে না, সে না জীবিতাবস্থায় মুসলিম, না মৃতাবস্থায় শহীদ।

The Muslim POV

31 Oct, 10:35


প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কওমি উলামা ছাড়া আর কোন মূলধারা দলকে পাশে পাবেন না। তাই কাজ যা করার আমাদেরকেই করতে হবে, মব হিসেবে।

The Muslim POV

31 Oct, 04:34


প্রথম আলো ডেইলি স্টার সংশোধনের পাত্র না। এদের একমাত্র সমাধান দখল নয়তো বিলুপ্তি।

The Muslim POV

30 Oct, 18:46


প্রথম আলো ডেইলি স্টারের যত এমপ্লয়ি ফেসবুকে আছে সব আইডির লিস্ট করেন। কুকর্ম উম্মোচনের যেকোন পোস্টে সবাই ওদেরকে ট্যাগ/মেনশান করবেন।

The Muslim POV

30 Oct, 17:30


প্রথম আলো নির্মূল করো

লা ইলাহা ইল্লাল্লাহ

The Muslim POV

30 Oct, 15:25


Farhad Mazhar বলেছে লীগ থেকে সেকুলারিজম নেয়া যেতে পারে। সে জানে না মুসলিমরাও তার উপর প্রয়োগের জন্য লীগ থেকে অনেক কিছু নিতে পারে।

The Muslim POV

30 Oct, 13:00


— ভাই আপনার দীনে ফেরার গল্পটা বলেন।

— ফেরা আর হল কই।

The Muslim POV

30 Oct, 10:38


মুসলিমবঙ্গ রিভাইভাল স্টার্টার প্যাক—

▪️ ইসলামের জ্ঞান
▪️ মুসলিম পরিচয়
▪️ মুসলিম সঙ্গ
▪️ মুসলিম গৌরব ও কুফফারের কৌশলের জ্ঞান
▪️ দা'ওয়াহ।

The Muslim POV

29 Oct, 15:45


বংশগত হারামী

The Muslim POV

29 Oct, 10:33


যে ধরণের হেভিওয়েট প্যানেল মা শা আল্লাহ, তাতে তো শুধু কুমিল্লা শহর না বরং আশপাশের ভাইদেরও যাওয়া উচিত। বারাকাল্লাহ ফীহিম।

কুমিল্লা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে (ঈদগাহের অপজিটে, সার্কিট হাউজ ও প্রেস ক্লাব সংলগ্ন) এই শনিবার ইন শা আল্লাহ। আমার জন্মস্থান এখান থেকে জোরে হাঁক দিলে শোনা যায় এমন দূরত্বে হলেও এই মুহুর্তে যাওয়ার সুযোগ নাই।

কিন্তু যাদের সুযোগ আছে তারা মিস করা সমীচীন হবে না।

The Muslim POV

29 Oct, 09:09


লেগেছে রে লেগেছে

The Muslim POV

29 Oct, 03:00


কালবেলা সম্পাদক ও র এজেন্ট সন্তোষ শর্মাকে নিয়ে কথা না বলার জন্য Harun Izhar-কে নয়া দিগন্তে ১২ বছর চাকরি করা এক দালালের ফোন

https://youtu.be/38TuLuel6J0?si=aq0pkaIktP7D3yZH

The Muslim POV

28 Oct, 15:33


শেখ মুজিবের তিন উপাধি

(শেষ পর্ব)

শেষ পর্বেই মূল বিষয়বস্তু অর্থাৎ শেখ মুজিবের বহুল ব্যবহৃত তিন উপাধি— বঙ্গবন্ধু, জাতির জনক, ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

প্রথমে ক্লিয়ার করে নেই, আমি সেবার আতাউস সামাদের দেয়া অ্যাসাইনমেন্টে শেখ মুজিবের নামের আগে কোন উপাধি ব্যবহার করি নাই এবং কখনওই করি না যতটা না সে ঐ উপাধিগুলোর অযোগ্য হওয়ার জন্য, তার চেয়ে বেশি এজন্য যে আমি সাধারণত ইতিহাস প্রসঙ্গে কিছু লিখতে বা বলতে গেলে কারও নামের আগে রাষ্ট্রীয় ও সামরিক পেশাগত পদবী ছাড়া আর অতিরিক্ত আর কিছু লেখা প্রেফার করি না। উদাহরণ স্বরূপ ১৯৭২-৭৫ সালের প্রসঙ্গ আসলে হয়তো প্রেসিডেন্ট মুজিব বা প্রাইম মিনিস্টার মুজিব লিখব। সেটাও কোন অমোঘ রীতি না, ব্যত্যয় হতে পারে এবং হয়। অতএব, ঐ ঘটনায় আতাউস সামাদ আমাকে উপাধি না লেখার কারণ জিজ্ঞেস করলে আমি উত্তরে এটাই বলতাম। কিন্তু উনি জিজ্ঞেস করেননি।

আর মূলত, ঐ তিন উপাধি শেখ মুজিবের জন্য প্রযোজ্য বা যথাযথ কোনটাই না। কেন না, সেটার আলোচনা কোন দীর্ঘ তত্ত্ব বা ইতিহাস চর্চাও না। সেটার আলোচনা অত্যন্তই সংক্ষিপ্ত ও অবজেক্টিভ।

১. প্রথমে বঙ্গবন্ধু উপাধির কথাই বলি।

শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। সেদিন রেসকোর্স মাঠে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক জনসভায় কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদের নেতা, ডাকসুর তদানীন্তন ভিপি ও পরবর্তীতে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রী তোফায়েল আহমেদ শেখ মুজিবকে এই উপাধি দেয়।

তোফায়েল কোন ক্যাপাসিটিতে “জাতির পক্ষ থেকে” ঐ উপাধি দিতে পারে আর জাতিও সেটা ব্যবহারে বাধ্য থাকে সেই যুক্তি ও পদ্ধতিকে আলোচনায় আনার প্রয়োজনই নাই। কেন নাই? কারণ তার ঠিক চার বছর পর ৩রা জানুয়ারী ১৯৭৩ তারিখে পল্টন ময়দানের এক জনসভায় ডাকসু-র তদানীন্তন ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম শেখ মুজিবকে আরও বিস্তর রাজনৈতিক গালাগাল দেয়ার পাশপাশি তাকে দেয়া সেই বঙ্গবন্ধু উপাধিটি ফিরিয়ে নেয়।

অতএব সেই যুক্তি ও পদ্ধতিকে আমলে নিলেও সেদিনের পর থেকে শেখ মুজিব আর বঙ্গবন্ধু না। এটা একটা অযচিত ভাবে প্রদত্ত উপাধি যেটা পরে শেখ মুজিবের ফ্যাশিস্ট চরিত্র উম্মোচনের পর ফিরিয়েও নেয়া হয়েছে। আজও কেউ এই উপাধি ব্যবহার করলে বুঝে নিবেন সে হয় নির্বোধ, নয়তো নির্লজ্জ, নয়তো ফ্যাশিট, এবং সম্ভবত তিনটাই।


২. তারপর আছে জাতির জনক।

শেখ মুজিব কোন জাতির জনক? বাঙালি জাতির জনক? কোন হিসেবে? শেখ মুজিব কি বাংলা ভাষা বা সংস্কৃতির প্রবর্তক? বাংলা ভাষার মৌখিক ফর্মের প্রায় বারো-তেরো’শ বছর বয়স আর লিখিত ফর্মের প্রায় নয়’শ বছর বয়স পার হওয়ার পর জন্ম নেয়া একজন ব্যক্তির পক্ষে সেটা কীভাবে সম্ভব?

ও আচ্ছা, যে রাজনৈতিক সংগ্রামের ফলে বাংলাভাষীদের জন্য পৃথক রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে সে সেই সংগ্রামের ফিগারহেড ছিল, সেজন্য সে জাতির জনক? তো সেই রাষ্ট্রের সব নাগরিক কি বাংলা বলে? অধিকাংশই বলে, কিন্তু সবাই তো আর বলে না। দেশে বাংলা ছাড়াও আরও ৩৫-৪০টির মত ভাষার মানুষ আছে। শেখ মুজিব বাঙালি জাতির পিতা হলে ঐ ভাষাভাষী প্রায় ১৫ লাখ লোকের পিতা কে?

তাছাড়া জাতি যদি বাঙালিই ধরা হয় তাহলে বাংলাদেশি নাগরিক ছাড়াও তো প্রায় ৮-১০ কোটি লোক বাংলা বলে যাদের প্রায় সবাইই ইন্ডিয়ান। শেখ মুজিব কি তাদেরও পিতা?

সর্বোপরন্তু, গোটা দুনিয়ায় বাংলাভাষীদের মধ্যে প্রায় ৭০% হচ্ছে মুসলিম, আর মুসলিম জাতির পিতা যে ইবরাহীম ‘আলাইহিস সালাম সেটা আল্লাহ তা’আলা কর্তৃক ঘোষিত ও মীমাংসিত একটি বিষয়। এটা যে অস্বীকার করে সে মুসলিমই নয়। তাহলে শেখ মুজিব আবার কীসের জাতির পিতা!


৩. সর্বশেষ এবং সবচেয়ে হাস্যকর হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

গণমাধ্যমের হরেক রকম ফরম্যাট। তার মধ্যে একটা ফরম্যাট হচ্ছে রেডিও। তাও আবার ২০০৪ সাল যখন দেশে রেডিওশ্রোতা একটা খুঁজে বের করার মত বস্তু। তাও আবার দেশ-বিদেশের বহু চ্যানেলের মধ্যে একটি চ্যানেল বিবিসি বাংলা। তাও আবার সেই বিবিসি বাংলার শ্রোতাদের মধ্যে ২০০৪ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ মাত্র ৩৯ দিন ধরে করা জরীপ।

মাত্র ৪ দিনেই ঝপাঝপ সমস্ত যাচাই-বাছাই শেষ করে ২৬ মার্চ থেকে শুরু হয় বিজয়ীদের নামে নাটকীয় ঘোষণা। প্রতিদিন একজন করে মোট ১৮ জনের নাম ঘোষণা করতে করতে নাটকীয়তা যখন তুঙ্গে, তখন ১৪ এপ্রিল শাহবাগ ধর্মের প্রধান দুই দেবতা শেখ মুজিব আর রবীন্দ্রনাথের মধ্যে ফাইনাল কুস্তি আয়োজিত হয়। স্বাভাবিক ভাবেই সিফিলিসে জর্জরিত রবীন্দ্রনাথ তাতে হেরে যায়। জিতে যায় শেখ মুজিব। আওয়ার কান্ট্রি লিডার স্যার, উই আর বেরি প্রাউড স্যার।

সর্বশ্রেষ্ঠ বাঙালি নামক রাবিশটি নিয়ে আশা করি আর কিছু বলার প্র‍য়োজন নাই।


তো, এই হচ্ছে শেখ মুজিবের তিন উপাধির আদ্যোপান্ত।

তিনোটাই ভুয়া।

The Muslim POV

27 Oct, 14:06


ব্রাদার আস্কড আ ভেরি গুড কোয়েশ্চেন। কেউ ইসলামী নারীবাদী পাড়ায় দমকল বাহিনী পাঠান প্লিজ।

The Muslim POV

26 Oct, 16:17


আজ যারা জামায়তের হিন্দু শাখার পক্ষে যুক্তি দেয়, কাল ওরা মাসজিদের কোণে হিন্দুদের পূজার জায়গা রাখার পক্ষেও যুক্তি দিবে। মা'আযাল্লাহ।

The Muslim POV

26 Oct, 14:50


প্রথম আলো ও ডেইলি স্টারকে নিয়ে কথা বলছি আজ ১৮ বছর চলে। ফলে যাই বলতে চাই দেখা যায় আগেই বলা হয়ে গেছে। যেমন গত রেজিমের পতনের ৬ষ্ঠ দিনের এই পোস্ট।

তার মানে কি সব বলা হয়ে গেছে? না। এতদিন শুধু তারা কী কী করে সেসব বলা হয়েছে।

এখন তাদের বিষয়ে আমরা কী কী করণীয় সেটা ঠিক করতে হবে।

The Muslim POV

26 Oct, 05:02


লীগ নিষিদ্ধ করার বিপক্ষে যেই থাকবে জুলাইয়ের শহীদদের কয়েকটা মামলায় তার নাম দিয়ে দিবেন। বাকি জীবন কোর্টের লেজে লেজে ঘুরুক হারামজাদা।

The Muslim POV

25 Oct, 19:30


বনানীতে একটা রেস্টুরেন্ট ছিল। টার্কিশ কুইজিন। কিন্তু অর্ডার করতে গিয়ে দেখা গেল মেনুতে কোন বীফ নাই। অবাক হওয়ার মত ব্যপার কারণ টার্কিশ কুইজিনে তো বীফ কমন।

ওয়েইটারকে জিজ্ঞেস করতে জানা গেল রেস্টুরেন্টের বয়স ১২ বছরের বেশি (সাত মাস আগে) এবং তারা কখনওই বীফ সার্ভ করেনি।

সন্দেহ হওয়ায় রেস্টুরেন্ট ম্যানেজারের কাছে রেস্টুরেন্টের মালিকের নাম জানতে চাওয়া হল। উত্তর এল, মালিক নাকি চারজন। সবাই নাকি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু কারও নাম বলল না।

ওয়েইটারকে তার নাম জিজ্ঞেস করা হল। উত্তর এল, তপন। পুরো নাম জানতে চাওয়া হল। উত্তর, মিস্টার তপন!

মূল ওয়েইটারকে তার নাম জানতে চাওয়া হল। উত্তর এল, প্রণব।

ওকে।

একটা ছুতোয় আরেক ওয়েইটারকে ডেকে তার নাম জানতে চাওয়া হল। উত্তর, বাবু। পুরো নাম? উত্তর, শুধু বাবু ডাকলেই চলবে।

পরিস্থিতি বিবেচনায় দ্রুত পদক্ষেপে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময়ে পাশের একটা বাড়ির গার্ডের নেইমপ্লেট খেয়াল করে দেখা গেল মুসলিম নাম। চেহারাতেও মুসলিমদের ছাপ। তাকে জিজ্ঞেস করা হল, কী ব্যপার এই রেস্টুরেন্টের কি হিন্দু স্টাফ বেশি নাকি? উত্তর, বেশি কম না স্যার, সবই হিন্দু।

ওকে।

সবই "ঠিক" ছিল।

কিন্তু মুশকিল হচ্ছে, ৫ অগাস্টের পর থেকে রেস্টুরেন্টটা আর খোলেনি।

তো এই হচ্ছে ঘটনা।

২০১২-১৩ সালের দিকে খুব শোনা গিয়েছিল ঢাকার বিভিন্ন বড়লোক এরিয়ায় রেস্টুরেন্ট ফ্রন্ট বিজনেসের আড়ালে র-য়ের প্রচুর স্লীপার সেল আছে। অনেকটা কোল্ড ওয়ারের সময় সিআইএর "অপারেশান গ্ল্যাডিও"-র মত। আগ্রহীরা Operation Gladio লিখে গুগল করতে পারেন।

বিশেষ রেস্টুরেন্ট বলতে ধানমন্ডি ৩২ নাম্বারে শাহবাগ মন্দিরের (শেখের বাড়ি) ঠিক পাশে সান্তুর (Santoor) রেস্টুরেন্টের এই বদনাম ছিল সেই ৯০ এর দশকের শেষে রেস্টুরেন্টের জন্মলগ্ন থেকেই। ৫ অগাস্টে শেখের বাড়ির সাথে সান্তুর-ও পুড়িয়ে দেয়া হয়।

সান্তুর পোড়ানো হয়েছে শুনে খুব আশ্চর্য হয়েছিলাম কারণ র‍্যান্ডম মবের তো জানার কথা না ওটা যে র-য়ের আড্ডাখানা। অতএব থিওরি হচ্ছে হয় সত্যিই মবের ভেতর থেকে কেউ জেনেশুনে কাজটা করেছে, নয়তো অ্যাকসিডেন্টালি পুড়েছে, আর নয়তো র-য়ের লোকজন নিজেরাই এভিডেন্স ডেস্ট্রয় করতে কাজটা করেছে।

এছাড়াও কানে আসছে ঢাকার বড়লোক এলাকার অনেক রেস্টুরেন্ট আর অন্যান্য বিজনেসও নাকি ৫ অগাস্ট থেকে বন্ধ।

বলা বাহুল্য সেগুলার মধ্যে পলাতক লীগারদের বিজনেসের পাশাপাশি র-য়ের কিছু স্পটও আছে। প্লাস দু'টোর মধ্যে তফাতও বেশি না। যেমন সান্তুর-এর মালিকের বাবা ছিল শেখের আমলের লীগ নেতা।

তো এই হচ্ছে অবস্থা।

The Muslim POV

25 Oct, 14:56


মুজিব ও রবীন্দ্রনাথের কুকর্মের কথা বলবেন আর দলমত নির্বিশেষে প্রো-ইন্ডিয়ানরা ধরা দিবে না, এটা অসম্ভব। ট্রাই করেই দেখেন।

The Muslim POV

25 Oct, 10:32


শারী'আহপন্থীদের বিরুদ্ধে ওদের জ*গী ট্যাগিংয়ের ইতিহাস অন্তত ২০ বছর পুরনো, যখন আজকের ট্যাগদাতারা অনেকেই ডায়পার পরতো বা কিছু পরতো না।

The Muslim POV

25 Oct, 08:17


বাংলাদেশে প্রো-ইন্ডিয়ানদের ২টা দেবতা— মুজিব ও রবীন্দ্রনাথ। এদেশ এক কদম আগানোরও শর্ত হচ্ছে এই দু'জনের প্রকৃত দানব রূপকে সামনে আনা।

The Muslim POV

24 Oct, 05:02


যে যার কলেজ/ইউনিভার্সিটির রানিং ছাত্রদেরকে ছাত্রলীগের রানিং কমিটির লিস্ট পোস্ট করতে বলেন, কমেন্টে নেতাদের প্রোফাইলের লিংক সহ।

The Muslim POV

23 Oct, 18:10


The moment of truth

The Muslim POV

23 Oct, 12:40


বই কিনুন, বই পড়ুন, বই হাদিয়া দিন।

আল্লাহ 'আজ্জা ওয়া জাল এই বই মেলাকে অগণিত মুসলিমদের জন্য ইসলামকে জানার ও মানার মাধ্যম বানিয়ে দিন।

The Muslim POV

22 Oct, 15:09


নিজেদেরকে "ইসলামী সংগঠন" দাবী করে পুরুষ সদস্যের প্রপার দাড়ি ও নারী সদস্যের প্রপার পর্দা না থাকাকে মেনে নেয়া একটা বড়রকমের প্রতারণা।

The Muslim POV

21 Oct, 06:08


Reminder