তবে ভাবুন এই আয়াত পরিবর্তনের সাধ্য কার আছে?
[كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ ]
- আল্লাহ তায়ালা লিখে দিয়েছেন যে, অতিঅবশ্যই আমি এবং আমার রাসূল বিজয়ী হবো। নিশ্চয়ই আল্লাহ তায়ালা শক্তিশালী ও মহাপরাক্রমশালী।
এই উত্তরাধিকার কে ছিনিয়ে নিতে পারে?
[وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا]
- আমি সেই জাতিকে পৃথিবীর পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকার প্রদান করেছি - যাতে আমি বরকত প্রদান করেছি - যাদেরকে দূর্বলজ্ঞান করা হতো।
এই কালিমা পিছিয়ে দেবে এমন সাধ্য কার?
[وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ إِنَّهُمْ لَهُمُ الْمَنْصُورُونَ * وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ ]
আমার বিধান সাব্যস্ত হয়ে আছে আমার প্রেরিত বান্দাদের জন্য এই মর্মে যে, তারা হবে সাহায্যপ্রাপ্ত আবার আমার সেনাবাহিনীই হবে বিজয়ী।