১. স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে, সে স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত। (মুসলিম শরীফ হাদিস ৫৭৯)
১. স্ত্রীর থেকে চুল আঁচড়ে নেওয়া সুন্নাত। হজরত আয়েশা (র.) রসুল (সা.)-এর চুল আঁচড়ে দিতেন। (বুখারি শরিফ হাদিস ২৯৫)।
২. স্বামী-স্ত্রীর একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা সুন্নাত। (মুসলিম শরীফ হাদিস ৬২০)
৩. স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২২৯, ৩৪১১)
৪. স্ত্রীর সঙ্গে খেলার প্রতিযোগিতা করা সুন্নাত। (ইবনে মাজাহ হাদিস ১৯৭৯,আবু দাউদ হাদিস ২৫৭৮)
৫. স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাত। (মুসলিম হাদিস ৫৭৯)
৬. স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নাত।
৭. স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুন্নাত। (আবু দাউদ হাদিস ২৮৬৪)
৮. স্ত্রীকে কখনো মারধর না করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২০৪)
৯. স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। (বুখারি হাদিস ২৯৭)
১০. স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাত। (বুখারি হাদিস ৬৭৬)
১১. হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাত। (বুখারি হাদিস ৩০০)
১২. স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২২৮)
১৩. স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাত। স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসুল (সা.) লটারি করতেন, যার নাম আসত তাকে নিয়ে ঘুরতে যেতেন। (বুখারি হাদিস ২৫৯৩)
১৪. স্ত্রীর ব্যবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত। (বুখারি হাদিস ৫২২৬)