রজব মাস শুরু হলে তিনি দুআ করতেন,
اللهم بارك لنا في رجب وشعبان، وبلَّغنا رمضان
“ হে আল্লাহ,
আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন, আর আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। ”
একইভাবে সালাফরাও ( রাহিমাহুমুল্লাহ ) রমাদানের আবির্ভাবে আনন্দিত হতেন, এর জন্য আল্লাহর কাছে দুআ করতেন।
তাঁরা ৬ মাস যাবৎ দুআ করতেন যেন আল্লাহ তাঁদেরকে রমাদান পাইয়ে দেন,
এরপর বাকি ৬ মাস দুআ করতেন যেন রমাদানের আমলগুলো কবুল হয়ে যায়।
এভাবে গোটা বছরই তাঁরা রমাদানের ইহতিমাম করতেন। ❞
- শাইখ আব্দুল্লাহ বিন জিব্রীন রাহিমাহুল্লাহ
[ ফাতাওয়াউশ শাইখ ইবন জিব্রীনঃ ৫/৫৯ ]
#রজব
#Ramadan
https://t.me/RamadanReminder