বরকতময় রমাদান @ramadanreminder Channel on Telegram

বরকতময় রমাদান

@ramadanreminder


রমাদান বিষয়ে লেখনী সমূহ একত্রে সহজ প্রাপ্য করার উদ্দেশ্যে এই ক্ষুদ্র প্রয়াস।
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান (Bengali)

বরকতময় রমাদান চ্যানেলটি রমাদান মাসের গুরুত্বপূর্ণ ছোট লেখনী সমূহ সহজেই অ্যাক্সেস করার জন্য উদ্দেশ্য করে। এই চ্যানেলে রমাদান মাসের প্রতিটি দিনের সঠিক পদ্ধতিতে পালন করতে সহায়ক লেখনী, মেসেজ, ওয়াজ, আয়াতের ভিডিও, ওয়াজিদের ভিডিও, ভক্তি পর্ব, এবং আরও অনেক কিছু পাওয়া যাবে। ক্ষুদ্র প্রয়াসে রমজান মাসের মাহকে আরো সুন্দর করার চেষ্টা করছে 'বরকতময় রমাদান' চ্যানেল। আরও অনেক কিছু জানতে, https://t.me/RamadanReminder এ যোগদান করুন।

বরকতময় রমাদান

30 Oct, 17:46


বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

পবিত্র রমজান মাস আগমনের দিনগণনা শুরু হয়েছে। হিজরি ক্যালেন্ডার অনুয়ায়ী, শাবানের পরই আসে রমজান মাস, সেই হিসাবে আর চার মাস বাকি আছে। এর মধ্যেই ২০২৫ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ( ইউএই )।

মধ্যপ্রাচ্যভিত্তিক দেশটির সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে আগামী বছরের ১ মার্চ রমজান শুরু হতে পারে। আর সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ থেকে শুরু হতে পারে রোজা।

দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি সোমবার ( ২৮ অক্টোবর ) জানায়, ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। এর আগে আকাশে হিজরি রমজান মাসের চাঁদ দেখা যাবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়ে গেছে, আর মাত্র চার মাস বাকি আছে। এই সময় দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি রমজান শুরুর সময় নিয়ে পূর্বাভাস দিয়েছে।

সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজার শুরুর তারিখ। এই মাসের চাঁদ আগামী ৩ নভেম্বর দেখা যেতে পারে।

এখন চাঁদ দেখার পরেই নিশ্চিত করা যাবে, রোজা কবে শুরু হবে। দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানান, সম্ভবত আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হবে, তবে সবকিছু চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, সাধারণত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরুর একদিন পর বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে।

রমজান হলো ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির নবম মাস। এই মাসের ৩০ বা ২৯ দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন মুসলিমরা। সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর নির্ভর করে উপবাসের সময়কাল পরিবর্তিত হয়।

অবশ্য হিজরি সনের তারিখ গণনা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই স্থানভেদে এর তারিখ পরিবর্তন হতে পারে। পবিত্র রমজানসহ অন্য মাসগুলো শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা কমিটি দিয়ে থাকে।

[ সূত্রঃ গালফ নিউজ ]
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

22 Oct, 20:16


রোজা বা উপবাস ( ফাস্টিং ) ক্যানসার মোকাবিলা করতে পারে!

অটোফেজি ও অ্যাপোপটোসিস-এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত কোষ অপসারিত হয়।

অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ক্যান্সার হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়।

ডিএনএ-এর ক্ষতি আটকায় এবং মেটাস্টেসিসকে ধীর করে।

ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে, ক্যান্সারের কোষগুলিকে বাড়তে দেয়না।

ইমিউনোসার্ভিলেন্স-এর মাধ্যমে ক্যান্সারের কোষগুলি বিনাশ করে।

এইচও-1 এবং এসওডি মজবুত করে কোষের বিস্তারে বাধা দেয়।

- ডাঃ কে. এম. সাইফুল্লাহ
ওয়ার্ল্ড-রিনাউন্ড আয়ুষ চিকিৎসক
( অল প্রেইজ বি টু দ্য লর্ড অফ ইউনিভার্সেস )
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

16 Oct, 12:58


তাকওয়া অর্জনের মাস রমজান ❞

- শাইখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ

#Ramadan
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

16 Oct, 12:57


কিভাবে কাটাবো রমজানুল মোবারক

- শাইখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ

#Ramadan
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

16 Oct, 09:49


রমাদান বিষয়ক দুইটি গুরুত্বপূর্ণ অডিও লেকচার আজকে আপলোড করা হবে ইন শা আল্লাহ, যেগুলো রমাদান মাসের জন্য সহায়ক হবে।

https://t.me/RamadanReminder/3527

https://t.me/RamadanReminder/3528

বরকতময় রমাদান

10 Aug, 10:18


JOIN 👇
শেষ জামানা এবং ফিৎনা।
https://t.me/ShesJamanarFitnah

বরকতময় রমাদান

14 Jul, 13:50


আসছে টানা ৮ দিন ধারাবাহিক নফল সিয়ামের অভাবনীয় সুযোগ!

আগামীকাল সোমবার সাপ্তাহিক সুন্নাহ সিয়ামের দিন।
মঙ্গল ও বুধবার আশুরার সিয়াম। বৃহস্পতিবারও সাপ্তাহিক সুন্নাহ সিয়ামের দিন।


নিছক জুমা হিসেবে নফল রোযা নিষেধ হলেও মুহাররম মাস হিসেবে এবং আগে-পরে রোযার সাথে জুমার দিনও রোযা রাখা যায়। আবার চাইলে বিরতিও দেওয়া যায়।

এরপর শনি, রবি ও সোম আইয়্যামে বিজ তথা চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের সিয়াম।

এই সুবর্ণ সুযোগ হেলায় হারানো উচিত হবে না।

★ একজন মুসলমান ফরজ ইবাদত তো পালন করবেনই, এটা তার অপরিহার্য দায়িত্ব; পাশপাশি আল্লাহর প্রিয় হয়ে ওঠার জন্য, আল্লাহর কাছে নিজের মর্যাদা বৃদ্ধির জন্য সব ধরনের নফল ইবাদতের প্রতিও তিনি যত্নবান হবেন।

- শাইখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

21 Apr, 14:24


“ রমাদান ছাড়াও বছরে সাতটি সময়ে রোজা রাখা সুন্নত। ”

- শাইখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

20 Apr, 15:06


শাওয়ালের ছয় রোজায় ডাবল সওয়াব লাভের উপায়।

- শাইখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

19 Apr, 20:35


রমাদান পেয়ে কে ক্ষমাপ্রাপ্ত?
আর কে অভিশপ্ত?


- মাওলানা মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

19 Apr, 20:35


পুরো বছরকে রমাদানময় করতে রমাদানের তিনটি আমল ছাড়বেন না।

- শাইখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

19 Apr, 20:15


“ রমাদান শেষ হলেও -

রোজা রাখার ‍সুযোগ শেষ হয়নি,
কিয়ামুল লাইল শেষ হয়ে যায়নি,
কুরআনও হারিয়ে যায়নি;
সওয়াবের আশ্বাসও ফুরোয়নি।

- শাইখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

19 Apr, 14:23


প্রশ্নঃ- মা-বোনরা রমাদানের কাযা রোযাগুলো আগে রাখবেন?
নাকি শাওয়াল মাসের ছয় রোযা আগে রাখবেন?


মা-বোনদের রমাদানের ভাঙতি কাযা রোযার সাথে শাওয়ালের ছয় রোযার নিয়ত করলে আদায় হবে?

بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله

উত্তরঃ- এক্ষেত্রে উত্তম হচ্ছে, কাযা রোযাগুলো আগে রেখে পরে শাওয়ালের ছয় রোযা রাখা৷
কেননা নফলের চেয়ে ফরযের গুরুত্বই বেশি৷

কাযা রোযাগুলো হচ্ছে ফরয৷ আর শাওয়ালের রোযা নফল৷
যদিও এই ছয় রোযার ফযীলত অপরিসীম৷

হাদীসে এসেছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত -
‘যে ব্যক্তি রমাদানের রোযা রাখার পর শাওয়াল মাসে ৬ টি রোযা রাখবে, সে যেন পুরো বছরজুড়ে রোযা রাখল৷’
( মুসলিম হাদীস নং- ১১৬৪ )

তবে কেউ যদি মনে করেন -
আগে শাওয়ালের ছয়টি রোযা রেখে দেই, পরে কাযা রোযা আদায় করব; তাহলেও সমস্যা নেই৷

কেননা শাওয়ালের ছয়টি রোযা তো এই মাসের সঙ্গে সংশ্লিষ্ট৷ শাওয়ালের মধ্যেই রাখতে হবে৷

অপরদিকে কাযা রোযা বছরের যে কোনো মাসে, যে কোনো দিনে বিক্ষিপ্তভাবে রাখতে পারবেন৷

হানাফী, শাফেঈ ও মালেকী মাযহাবের রায়ও এইট যে - কাযা রোযার আগে শাওয়ালের রোযা বা যে কোনো নফল রাখা যাবে, কোনো সমস্যা নেই৷

পক্ষান্তরে হাম্বলী মাযহাব মতে আগে কাযাগুলো রাখতে হবে৷ পরে নফল৷ কাযার আগে নফল রাখা জায়েয নেই৷ যদিও হাম্বলী মাযহাবের এই মতটি জুমহূরের বিপরীত৷

তাছাড়া হাদীসে প্রথমে কাযা আদায় করে শাওয়ালের রোযা রাখার কোনো কথা সুস্পষ্টভাবে আসেনি৷

বরং আয়িশা রাদিয়াল্লাহু আনহা আগের রমাদানের কাযা পরের শা'বানে রাখতেন বলে বুখারি-মুসলিমসহ অন্যান্য হাদীসের কিতাবে বিবরণ পাওয়া যায়৷
‘আবু সালামা বলেন, আমি শুনেছি আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেছেনঃ
আমার উপর বিগত রমযানের রোযা বাকি থাকত, যার কাযা আমি ( পরবর্তী ) শা‘বান মাস ছাড়া আদায় করতে পারতাম না।’
( বুখারী হাদীস নং - ১৮৪৯ ও মুসলিম হাদীস নং - ১১৪৬ )

আয়িশা রাদিয়াল্লাহু আনহা যদি শাওয়ালের রোযা আদায় করে থাকেন, আর উম্মুল মুমিনীন থেকে তো না রাখার ধারণা করা যায় না৷ তাহলে তো রামাযানের কাযা আদায় না করেই তিনি শাওয়ালের ছয়টি রোযা আদায় করেছেন, সেটাই এই রেওয়ায়াত দ্বারা প্রতীয়মান হয়৷

তাছাড়া শাওয়ালের রোযা রাখতে হলে আগে কাযা আদায় করতে হবে, এমন বাধ্যবাধকতা অনেকটা কঠিন হয়ে যায়৷
বিশেষত নারীদের জন্যে একমাস রোযা রাখার পর শাওয়াল মাসেরও আরো অর্ধেক রোযা পালন আসলেই কঠিন কাজ৷

এইজন্য শরীয়ত এমন নির্দেশনা দেয়নি৷
তাই শাওয়ালের রোযা আগে রেখে পরে যে কোনো সময় কাযা আদায়েরও সুযোগ রয়েছে৷
বিশেষত মা-বোনরা এই সুযোগ গ্রহণ করতে পারেন৷

রমাদানের কাযা রোযার সাথে শাওয়ালের রোযার নিয়ত করলে আদায় হবেনা৷
বরং কাযা এবং শাওয়ালের রোযা পৃথক পৃথকভাবে রাখতে হবে৷

‘যদি রমাদানের কাযা এবং নফলের নিয়ত করা হয়, তাহলে এক বর্ণনা মতে ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহ ও ইমাম আবু ইউসুফ রাহ. এর মত হলো - এতে রমাদানের কাযা আদায় হবে৷’
( আল-বাহরুর রায়িকঃ ২/২৯৯ )

দারুল ইফতা দেওবন্দের ফতোয়া -
কাযা রোযা পৃথক রাখবে৷ শাওয়ালের নফল ছয় রোযা পৃথক রাখবে৷
কাযা রোযার সাথে নফল রোযার নিয়ত করা ঠিক নয়৷
( ফতোয়া নং - ৫৫৫২৪ )

والله تعالي اعلم بالصواب.

উত্তর লিখনে-
মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ,
আম্বরখানা সিলেট।
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

15 Apr, 14:41


শাওয়ালের ছয়টা সিয়াম কি পরের মাসগুলোতে আদায় করা যাবে?

শাওয়াল চলে গেলে এই সিয়াম পূর্ণ করার বিধান শরীআতে নেই। কেননা এটি হচ্ছে সুন্নাহ।

এর আদায়ের সময় তখন চলে যাবে, তা সেটা ব্যক্তি কোনো ওজরের জন্য ছাড়ুক বা ওজর ব্যতীতই ছাড়ুক। ❞

[ শাইখ বিন বাযকে রাহিমাহুল্লাহ,
মাজমুঊ ফাতাওয়াঃ ১৫/৩৮৯ ]
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

15 Apr, 14:40


মহিলারা রমজানের কাজার আগে শাওয়ালের ৬ রোজা রাখতে পারবে কি?

- শাইখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ
https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

12 Apr, 23:56


রমাদানের পর মুমিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি?

- শাইখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ

https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

12 Apr, 23:56


রমাদানের পরের সময়টা কিভাবে কাটাবেন?

- শাইখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ

https://t.me/RamadanReminder

বরকতময় রমাদান

11 Apr, 14:09


শাওয়াল ও আইয়্যামে বীজের রোজা একসাথে রাখা যাবে কিনা ?

- শাইখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ

https://t.me/RamadanReminder