রমজানের প্রস্তুতি
১) আল্লাহর ওপর তাওয়াক্কুলের মানসিকতা গড়ে তুলব।ছোট-বড় প্রতিটি বিষয়ে আল্লাহর সাহায্য চাওয়ার অভ্যেস গড়ে তুলতে সচেষ্ট হবো।বেশি বেশি দোয়া করব।দোয়ায় যথাসম্ভব কাকুতিমিনতি করব।
দোয়ায় বলবঃ
ইয়া রব!
দয়া করে,মায়া করে,আমাকে ইবাদত করার তাওফিক দান করুন।
আপনার আনুগত্যের পথে যাবতীয় বাধা-প্রতিবন্ধকতা যেন দূর করে দিন,আমিন।
২) নিজেকে বারবার মনে করিয়ে দিবো,বারবার সংকল্প করবঃ
শাবান ও রমজানে সম্ভাব্য একটা নেকআমলও যেন বাদ দিবো না,ইন শা আল্লাহ।শাবান ও রমজানের যাবতীয় কল্যাণ অর্জনে সচেষ্ট থাকব,ইন শা আল্লাহ।
৩) এখন থেকে আমার রুটিন হবে এমনঃতাওবা,ইস্তেগফার,সিয়াম,কেয়াম (তারাবি-তাহাজ্জুদ),কুরআন তিলাওয়াত,দানসদকা,বেশি বেশি নেকনিয়ত,২৪ ঘণ্টার যাবতীয় ফরজ, ওয়াজিব,মাসনুন আমল।ইন শা আল্লাহ।
৪) ছোটবড় সব ধরণের গুনাহ এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখব। মন্দ অভ্যেসগুলো খুঁজে চিহ্নিত করে দূরীকরণে মরিয়া হয়ে উঠব।ইনশা আল্লাহ।
৫) মসজিদ ও জামাতে হাজির হওয়ার ব্যাপারে অনীহাকে বিন্দুমাত্র প্রশ্রয় দিবো না।কোনো অবস্থাতেই সলাতকে সঠিক সময়ের পরে যেতে দিবো না।সলাত আদায়ে অত্যন্ত তৎপর হবো।ইন শা আল্লাহ।
৬) বিভিন্ন ক্ষেত্রের মাসনুন আমলগুলো খুঁজে খুঁজে পালন করব। খাবারের,হাম্মাম-বাথরূমের, মসজিদের,বাজারের,গৃহে প্রবেশ ও বের হওয়ার,পাঁচ নামাজের পরের, সকাল-সন্ধ্যার,ঘুমের আগে ও পরের।ইন শা আল্লাহ।
৭) অবশ্যই অবশ্যই নির্দিষ্ট পরিমাণ কুরআন তিলাওয়াত করব।বুঝে বুঝে একখতম কুরআন তিলাওয়াত করবো।না বুঝলেও যত বেশি সম্ভব তিলাওয়াত করব।না বুঝলে বেশি বেশি তিলাওয়াত করার পাশাপাশি প্রতিদিন অন্তত একটা আয়াত হলেও বোঝার চেষ্টা করব।ইন শা আল্লাহ।
৮) প্রতিদিন অন্তত একটি আয়াত হলেও হিফজ করার জানতোড় মেহনত করব।হিফজ করার আয়াতগুলো সুন্নতে-নফলে-তাহাজ্জুদে পড়ব।ইন শা আল্লাহ।
৯) তাজকিয়া নাফস বা আত্মিক পরিশুদ্ধির ক্ষেত্রে আমার মেহনত হবে দুইভাবেঃ
ক) তাহাল্লি (التحلي) সজ্জিতকরণ। খুঁজে দেখব,আমার মধ্যে কোন কোন গুণের অভাব আছে।আমি কোন কোন ইবাদত করি না।সেগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করব।ইন শা আল্লাহ।
খ) তাখাল্লি (التخلي) বিসর্জন।
আমার মধ্যে যেসব বদখাসলত আছে,কু-প্রবৃত্তি আছে,সেগুলোকে শেকড়বাকড়সহ উপড়ে ফেলে দিবো। নিজেকে সব ধরণের ‘কু’ থেকে অবমুক্ত করার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠবো।ইন শা আল্লাহ।
১০) রমজান বিষয়ক আয়াতে কারিমা ও হাদিস শরিফ পড়ব। সালাফ রমজান কিভাবে কাটাতেন, সেটা জানার চেষ্টা করব।নিয়মিত ফাজায়েলে রমজান পড়ব।ইন শা আল্লাহ।
১১) ভালো একটা মসজিদ বেছে নিয়ে,সব ধরণের বাধাবিপত্তির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে হলেও ত্রিশদিন তারাবিতে অংশ নিয়ে, নামাজে একটা খতম শুনব।ইন শা আল্লাহ।
১২) কুরআনের দোয়াগুলো মুখস্থ করে ফেলব।সম্ভব হলে অর্থসহ। নিয়মিত মুনাজাতে পড়ব। সুন্নত-নফলের সিজদা ও শেষবৈঠকে দোয়াগুলো পড়ব।ইন শা আল্লাহ।
১৩) দোয়া ও জিকির মুখে মুখে রাখব।হাতে কাজ করব,মুখে জিকির জারি রাখব।উঠতে বসতে, শয়নে-স্বপনে-জাগরণে জিকির করব।দুরূদ শরিফ পড়ব।ইস্তেগফার করব।কুরআনি দোয়াগুলো পড়ব। বিশেষ করে নতুন হিফজ করা আয়াতগুলো বারবার পড়তে থাকব।ইন শা আল্লাহ।
১৪) নিজের জন্য, পরিবারের জন্য, পাড়া-প্রতিবেশি-বন্ধুবান্ধবের জন্য আলাদা আলাদা আমলি রুটিন বানানোর চেষ্টা করব।এতে করে আমার চারপাশে আমলের পরিবেশ সৃষ্টি হবে।আমল করা সহজ হয়ে যাবে।একে অপরকে আমলের তাগিদ দিবো।একে অপরের কাছ থেকে আমলের হিসেব নিবো।সম্ভব হলে পুরস্কারের ব্যবস্থা রাখব।ইন শা আল্লাহ।
১৫) সম্ভব হলে পুরো কুরআনের আরবি আয়াত তিলাওয়াতের পাশাপাশি তরজমা পাঠেরও একটা খতম দেয়ার চেষ্টা করব।ইন শা আল্লাহ।
১৬) গুনাহের সম্ভাবনাময় ব্যক্তি-বস্তু-স্থানকে শতভাগ বয়কট করার চেষ্টা করব।গুনাহের সব পথ বন্ধ করার নিশ্ছিদ্র ব্যবস্থা গ্রহণে সুতা পরিমাণ ফাঁক-ফাটল রাখব না। বিশেষ করে নজরের হেফাজত করার ব্যাপারে কোনো আপস করা চলবে না। ইন শা আল্লাহ।
১৭) সবসময় মনে রাখব,আমার নিজের কোনো ক্ষমতা নেই।আল্লাহ তাআলার তাওফিক ছাড়া আমার একার পক্ষে গুনাহ থেকে বাঁচা, নেককাজ করা মোটেও সম্ভব নয়। তাই নিয়মিত আল্লাহর তাওফিক কামনা করব।
নিয়মিত পড়বঃলা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম।
১৮) আমি নিজেকে যতবেশি ছোট করে,ক্ষুদ্র-তুচ্ছ-নগন্য মনে করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারব,রাব্বে কারিম আমার প্রতি অনুগ্রহ করার নিশ্চয়তা ততবেশি বাড়বে।
১৯) পুরো রমজানে আমার নামাজের গুণগত মান ও পরিমাণ বাড়ানোর চেষ্টা করব।আগের তুলনায় রমজানে আমার নামাজ যেন আরো বেশি খুশুখুজু,বিনয়নম্রতাপূর্ণ হয়।ইন শা আল্লাহ।
২০) ইয়া আল্লাহ!
আমাদের কাছে রমজান পৌঁছে দিন। রমজানে আপনার পছন্দনীয় আমল করার তাওফিক দান করুন।রমজানে আপনার অপছন্দনীয় কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার তাওফিক দান করুন।উপরের আমলগুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন।আরো যা যা দরকার সেগুলোও পালন করার তাওফিক দান করুন।আমীন।
- শাইখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ
#Shaban
#Ramadan
https://t.me/RamadanReminder