Dawah - দাওয়াহ @dawaahofficial Channel on Telegram

Dawah - দাওয়াহ

@dawaahofficial


Facebook.com/dawaaofficial

Instagram.com/dawaahofficial

ইসলামকে দাওয়াত সুন্দরভাবে প্রচার করার ক্ষুদ্র প্রয়াস।

Dawah - দাওয়াহ (Bengali)

দাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম যা মানুষকে তার প্রধান জীবনের উদ্দেশ্য স্থির করতে সহায়ক। এটি একটি উজ্জ্বল আলোর ধর্ম যা একজন মুসলিমের জীবনে সমৃদ্ধি এনে। @dawaahofficial চ্যানেলটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে মানুষদের মধ্যে ইসলাম এবং তার মূল ধারার বিষয়ে বিস্তৃত ধারণা দেওয়া হয়। nnআপনি এই চ্যানেলে মোটামুটি সব ধরণের ইসলামিক তথ্য, উপদেশ, সলাত, রোজা, জিহাদ এবং বিভিন্ন ধরনের ইসলামিক যুক্তি সম্পর্কে জানতে পারেন। @dawaahofficial চ্যানেলটি একজন প্রচারকের ভূমিকা প্রস্তাবিত করে, যা আপনাকে ইসলামের সুন্দরভাবে প্রচার করার এবং এটির গুরুত্ব সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনি এই চ্যানেলে যোগ দিয়ে মেটাইন করতে, ধর্মীয় প্রশ্নের জন্য উত্তর খুঁজতে এবং শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষদের মধ্যে ইসলামের সুন্দরভাবে প্রচার করার জন্য সাহায্য প্রদান করার সুযোগ পাবেন।

Dawah - দাওয়াহ

21 Nov, 04:46


"রাগ হলো সিংহের মতো; এর মালিক যদি ওকে মুক্ত করে দেয়, তাহলে তাকে খেয়ে ফেলবে।

আর প্রবৃত্তি হলো আগুনের মতো; এর মালিক যদি একে এবার জ্বালায়, তাকে পুড়িয়ে ফেলবে।

যে ব্যক্তি তার প্রবৃত্তি ও রাগকে বাগে রাখতে পারে, শয়তান তার থেকে দূরে সরে যায়। আর যে এই প্রবৃত্তি ও রাগের কাছে হার মানে, শয়তান তার সঙ্গী হয়ে যায়।"

---ইবনে কাইয়্যিম (রহ.)
সূত্র: আল-ফাওয়ায়িদ, ২৬৭

- Iqra Online Academy - IOA

Dawah - দাওয়াহ

20 Nov, 04:22


🔴 কলেজের মসজিদে মাইক লাগিয়ে আজান দিতে স্থানীয় হিন্দুদের বাঁধা, সাধারণ শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে দুধর্ষ হামলা!

মাদারীপুর জেলার ডাসার উপজেলার শশীকর গ্রামের শহীদ স্মৃতি কলেজের মসজিদে মাইক লাগিয়ে আজান দিতে গেলে বাধা দেয় স্থানীয় হিন্দুরা।

শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে ৩০-৩৫ জন হিন্দু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মুসলমান ছাত্রদের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়।

তারিখ: ১১ নভেম্বর ২০২৪
লোকেশন: ডাসার, মাদারীপুর।

Dawah - দাওয়াহ

20 Nov, 03:16


বাংলাদেশের কোন প্রত্যন্ত গ্রাম্য এলাকায় হিন্দু বেশি হলে (বড়জোর ত্রিশ শতাংশ) মুসলমান আযান দিতে পারবে না,গরুও কোরবানি করতে পারবে না।
কিন্তু ঢাকার বিভিন্ন এলাকায় হিন্দুরা চার পাঁচজন করে হলেও তাদেরকে আবার সংখ্যালঘুর অধিকার দিতে গিয়ে স্থানীয় ঈদগাহের মাঠে মন্ডপ তৈরি করে দিতে হবে।
-হারুন ইজহার

Dawah - দাওয়াহ

19 Nov, 08:10


সালাহরা ঘুমিয়ে পড়েছে
দেখার কেউ যেন নেই,
দায়িত্বশীলেরা সবে
হারিয়ে ফেলেছে
দায়িত্ব পালনের খেই| ❤️‍🩹😞

Dawah - দাওয়াহ

18 Nov, 18:22


গ্রুপ স্টাডির নামে ক্লাসরুমে বসেই 'পর্নগ্রাফি' দেখছে মাইলস্টোন কলেজের ছাত্রীরা!

কলেজ কতৃপক্ষের যেন কিছুই করার নেই। ইনবক্সে প্রমাণস্বরুপ ভিডিও পাঠিয়েছেন মাইলস্টোন কলেজের এক ছাত্রী

🌐 টেলিগ্রাম : https://t.me/Muslim_Persecution

Dawah - দাওয়াহ

18 Nov, 09:22


“তুমি একজন পুরুষকে ধ্বংস করলে একজন পুরুষই ধ্বংস হবে, আর একজন নারীকে ধ্বংস করলে ধ্বংস হবে পরবর্তী প্রজন্ম।”

এজন্যই মুসলিম নারীদের মাঝে ফেমিনিজম ছড়ানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যায় করা হয়। নারীরাও ওদের ফাঁদে পা দেয়। নারীদের ব্যাপারে আলোচনা করতে নারী বিশেষজ্ঞ হওয়া লাগে না, শত্রুদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত থাকলেই যথেষ্ট হয়।

আমরা চাই বোনেরা সুরক্ষিত থাকুক, কোনো এজেন্ডার অংশ না হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে গড়ে তুলুক।

Dawah - দাওয়াহ

18 Nov, 09:02


অনেকেই সিন্ডিকেট কি সেটা বুঝে না। এটাই হচ্ছে সিন্ডিকেট যে প্রয়োজনে ফেলে দিব নস্ট করব তবুও কম দামে বাজারে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে দাম নিম্নগামী হবে। দাম নিম্নগামী করা যাবে না।🙂

Dawah - দাওয়াহ

17 Nov, 07:20


নাশীদ শিল্প এখন বলিউড ছেড়ে হলিউডকে ধরে ফেলেছে। নাটক মুভির সিন না রাখলে আজকাল বেইমান মানুষের দিল আর নাশীদ শুনে বিগলিত হয়না। তাই শিল্পী আবু উবায়দা নাশিদে হলিউড মুভির মত এক্টিং করার পাশাপাশি তার নাশীদের ব্যাকগ্রাউন্ডে ব্লার করে অর্থাৎ ঝাপসা করে স্কুল ছাত্রীও আজকাল রাখছেন! অচিরেই নাশীদে এসব ঝাপসা টাপসা উঠে গিয়ে নায়িকারা ঝকঝকা স্ক্রিনে নায়কদের সাথে ফিরে আসবে এই প্রত্যাশা রইলো। উন্নতি যখন হচ্ছেই, এটাই বা বাকি থাকবে কেন! কলরবের ভাইয়েরা এই দিকটাকে দৃষ্টি দিতে পারেন কিন্তু।

Dawah - দাওয়াহ

15 Nov, 12:53


আল্লাহ মাবুদ! কিচ্ছু বলার নাই 💔

Dawah - দাওয়াহ

13 Nov, 09:05


নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ (শেষ যামানায়) ‘ইল্‌ম উঠিয়ে নেয়া হবে, অজ্ঞতা ও ফিতনা ছড়িয়ে পড়বে এবং ‘হার্‌জ’ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রসূল! ‘হার্‌জ’ কী? তিনি হাত দ্বারা ইঙ্গিত করে বললেনঃ ‘এ রকম’। যেন তিনি এর দ্বারা হত্যা বুঝিয়েছিলেন।

সহিহ বুখারী,৮৫

Dawah - দাওয়াহ

12 Nov, 16:35


বিস্তারিত পড়তে ক্লিক করুন 🙂💔
আপডেট এখানে

Dawah - দাওয়াহ

12 Nov, 11:07


No need to say where it is. When you eat, try to remember them and think what can you do for them, beginning from a sincere dua.

Dawah - দাওয়াহ

10 Nov, 13:31


বই:দাসত্বের মহিমা

Dawah - দাওয়াহ

10 Nov, 10:17


বাকরুদ্ধ ❤️‍🩹💔

Dawah - দাওয়াহ

08 Nov, 18:01


প্রথম আলুকে তো চিনলেন,
কিশোর আলু (কিআ) তাহলে বাদ কেন?

কিআ (কিশোর আলো) প্রথম আলুর সহযোগী একটি ম্যাগাজিন প্রতিষ্ঠান। যারা সাধারণত শিশু কিশোরদের নিয়ে কাজ করে। এদের মূল লক্ষ্য হচ্ছে শিশু কিশোরদের মাঝে
পশ্চি'মা আদর্শের বীজ বোনা।
যার সম্পাদক হিসেবে রয়েছেন ক'ট্ট র ইস' লা ম বি'দ্বেষী আনিসুর রহমান।