🔴 ❝হজ্জ/উমরায় ইহরাম অবস্থায় নিক্বাব পরা যাবেনা❞ এটার অর্থ কি ইহরাম অবস্থায় মুখ খোলা রাখতে হবে??
খুব বেশি ভুল বোঝাবুঝি এই বিষয়টা নিয়ে। ইহরাম অবস্থায় নিক্বাব পরা নিষেধ, এই কথাটা সত্য। কিন্তু তার মানে এই না যে, মুখ খুলে রাখতে হবে, মুখ ঢাকা লাগবেনা। মুখ ঢাকতে হবে, তবে নিক্বাব ছাড়া অন্য কোন উপায়ে। অথচ হজ্জ-উমরার মত পবিত্র একটা ইবাদাত করতে গিয়ে নিক্বাবী বোনেরা পর্যন্ত ইহরামের সময় যে মুখ খোলা শুরু করেন, তো পুরোটা সফরই মুখ খুলে কাটিয়ে দেন, যেন মক্কা-মদীনায় মুখ ঢাকার জরুরত নেই।
🔴 উলামায়ে কেরামদের অধিকাংশের মতে, এই ফিত্নার জামানায় শরয়ী পর্দার জন্য মুখ ঢেকে রাখা জরুরি। যেখানে স্বাভাবিক অবস্থায়ই মুখ ঢেকে রাখা জরুরি বলা হচ্ছে, সেখানে হজ্জ/উমরার মত পবিত্র ইবাদাত, আবার যেখানে কিনা শত শত নারী-পুরুষ একত্রিত হচ্ছেন— এমন জনবহুল জায়গায় একটা ফরজ/নফল ইবাদাত করতে গিয়ে পর্দার বিধান একেবারে শিথিল হয়ে যাবে? এটা কি যুক্তিযুক্ত মনে হয়? আলবৎ না।
🟢 তাহলে "নিক্বাব করা যাবেনা" কথাটার অর্থ কী?
- অর্থ হলো, মুখ ঢেকে যারা নিক্বাব করেন, তাদের মুখ ঢেকেই রাখতে হবে (এবং এটা অতি অবশ্যই মুখ খুলে রাখার চেয়ে উত্তম), তবে ঢাকার পদ্ধতি ভিন্ন হবে। অর্থাৎ, সাধারণ সময় আমরা যেমন বেধে রাখা নিক্বাব পরি, তেমন নিক্বাব পরা যাবেনা, অন্য কোন উপায়ে মুখ ঢেকে চলতে হবে।
🟢 এই ভিন্ন উপায়টা কেমন?
- আয়িশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিসটি দেখি—
عائشة قالت كان الركبان يمرون بنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم محرمات فإذا حاذوا بنا سدلت إحدانا جلبابها من رأسها على وجهها فإذا جاوزونا كشفناه
"অনেক কাফেলা আমাদের পাশ দিয়ে অতিক্রম করছিল। তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ইহরাম অবস্থায় ছিলাম। তারা আমাদের সামনা-সামনি আসলে আমাদের নারীরা নিজেদের মুখাবরণ মাথা থেকে নামিয়ে নিজ মুখমন্ডল ঢেকে ফেলতেন। অতঃপর তারা অতিক্রম করে চলে গেলে আমরা মুখ খুলতাম।" (সুনানে আবি দাউদ- ১৮৩৩, মুসনাদে আহমাদ- ২৪০৬৭)
হাদিসে যে 'সাদল (سدل)' শব্দটি এসেছে, তার অর্থ হলো, লটকানো বা ঝুলিয়ে দেওয়া। উনারা ইহরাম অবস্থায় নিক্বাব ব্যবহার করতেন না। তবে কোন পুরুষ আশেপাশে চলে আসলে তখন মাথার উপর থেকে চাদর/কাপড় ঝুলিয়ে মুখ ঢেকে নিতেন।
★ দেখুন, যারা বলে মুখ ঢাকা লাগবেনা, তারা এই হাদিসের প্রথম অংশটুকু নিচ্ছেন। অথচ পরের অংশে যেভাবে মুখ ঢাকার কথা বলা হয়েছে, সেভাবে মুখ ঢাকলে চোখটাও ঢেকে থাকে, এটাতো সাধারণ নিক্বাবের চেয়েও বেশি, যেখানে আমরা অধিকাংশ নিক্বাব পরে চোখ খুলে রাখি। এই রেফারেন্স দিয়ে কিভাবে মুখ খোলা জায়েয বানানো যায়?
🟢 তাহলে প্রচলিত নিক্বাব ব্যবহার না করে মাথার উপর থেকে কাপড় ঝুলিয়ে দেয়ার উপায় কী?
- এখানে ২ টি মত আছে:
১. আলেমদের একাংশের মতে, এই কাপড়টি এমনভাবে মাথার উপর থেকে ঝুলিয়ে দিতে হবে যেন তা মুখের চামড়ার সাথে লেগে না থাকে। হাদিসে বর্ণিত 'সাদল' শব্দটি মূলত এজন্যই ব্যবহৃত হয়েছে। এভাবে মুখ ঢাকার জন্য একরকম বিশেষ ক্যাপ নিক্বাব কিনতে পাওয়া যায়, যেখানে একটা ক্যাপের উপর দিয়ে কাপড় ঝুলানো থাকে, যাতে করে কাপড়টি মুখ ঢেকে রাখে, আবার মুখের সাথে স্পর্শ করেও না থাকে। (লিসানুল আরব ১১/৩৩৩, তা'জুল উরুস ৭/৩৭৪)
২. আলেমদের আরেকটি অংশের মত হচ্ছে, এই কাপড়টি মাথার উপর থেকে ঝুলিয়ে দিলেই হবে, নাক-মুখের সাথে স্পর্শ করতে পারবেনা, এমন কোন শর্ত নেই। সাদল কথাটি দ্বারা ঝুলিয়ে দেয়াই উদ্দেশ্য, মুখে স্পর্শ করতে পারবেনা, এমন জরুরি নয়। এক্ষেত্রে সাধারণ যে কোন কাপড় বা ওড়না মাথার উপর থেকে ঝুলিয়ে দিলেই হয়, যাতে করে মুখটা ঢেকে থাকে। (islamqa.info)
🟢 আমি আমার নিজের মুখের কথা বলছি না, অনলাইনে হানাফী/সালাফী যতগুলো নির্ভরযোগ্য ফতোয়া খুজে পেলাম, সবগুলোর লিংক দিচ্ছি। কেউ ভিন্ন কথা বলেছেন কিনা, ফতোয়াগুলো পড়লেই জানতে পারবেন, ইনশাআল্লাহ—
▪ শাইখ আহমাদুল্লাহ: https://www.facebook.com/share/v/nJgAHWkJhZxMDWxt/?mibextid=oFDknk
▪️হানাফী ফিকহ গ্রুপ:
https://www.facebook.com/share/p/JugK6tr8pAVLuSy4/?mibextid=oFDknk
▪️শাইখ মুহাম্মদ বিন সালিহ আল উসায়মীন রহ:
https://www.hadithbd.com/books/link/?id=1164
▪️আল- কাউসার:
https://www.alkawsar.com/bn/article/1445/
▪️শাইখ লুৎফর রহমান ফরায়েজি
https://ahlehaqmedia.com/7540-2/
▪️islamqa.info:
https://islamqa.info/en/answers/223954/why-is-niqab-not-allowed-in-hajj
▪️islamqa.org:
https://islamqa.org/hanafi/daruliftaa/7779/covering-the-face-niqab-whilst-in-ihram/