Dawah - দাওয়াহ @dawaahofficial Channel on Telegram

Dawah - দাওয়াহ

@dawaahofficial


Dawah - দাওয়াহ (Bengali)

দাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম যা মানুষকে তার প্রধান জীবনের উদ্দেশ্য স্থির করতে সহায়ক। এটি একটি উজ্জ্বল আলোর ধর্ম যা একজন মুসলিমের জীবনে সমৃদ্ধি এনে। @dawaahofficial চ্যানেলটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে মানুষদের মধ্যে ইসলাম এবং তার মূল ধারার বিষয়ে বিস্তৃত ধারণা দেওয়া হয়। nnআপনি এই চ্যানেলে মোটামুটি সব ধরণের ইসলামিক তথ্য, উপদেশ, সলাত, রোজা, জিহাদ এবং বিভিন্ন ধরনের ইসলামিক যুক্তি সম্পর্কে জানতে পারেন। @dawaahofficial চ্যানেলটি একজন প্রচারকের ভূমিকা প্রস্তাবিত করে, যা আপনাকে ইসলামের সুন্দরভাবে প্রচার করার এবং এটির গুরুত্ব সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনি এই চ্যানেলে যোগ দিয়ে মেটাইন করতে, ধর্মীয় প্রশ্নের জন্য উত্তর খুঁজতে এবং শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষদের মধ্যে ইসলামের সুন্দরভাবে প্রচার করার জন্য সাহায্য প্রদান করার সুযোগ পাবেন।

Dawah - দাওয়াহ

23 Jan, 17:05


পর্ন ইন্ডাস্ট্রি এর লিডিং কারা জানেন? ইহুদিরা। তারা প্লাটফর্ম বানায় রেখে দিয়েছে। একটা নাম নেন, **হাব, ওনলি ফ্যান্স, সব ই’হুদি ফাউন্ডার এর।
আর সব থেকে বেশি পর্ন কনজিউম করে কারা জানেন? মুস’লিমরা। সব মুসলিম অধ্যাসিত দেশ পর্ন এডিক্টেড। টপেই পাকিস্তান।
বেঙ্গালোরে ২০১৬ সালে একটা ইসরা’ইলি টুরিজম মেলা হইছিল। মেট্রো স্টেশন থেকে যাবার সময় দেখি হইতেছে। ঢুকছি। একদম ইয়াং আমি কথা বলতেই ভয় পাই। একটা ইজরা’ইলি পাইলাম। নিজের দেশের টুরিজম প্রমোট করতে আসছে। নিউক্লিয়ার সাইনস্টিস্ট!
বললাম তোমরা এত উন্নত, এত মেধাবী , এত সৌখিন, তবু যু’দ্ধ বন্ধ কর না কেন?
উত্তরে বলেছিল, মুস’লিমরা যেদিন বুঝবে ইহু’দিরা বুলেটের যু’দ্ধ করে না সেদিন থেকে তারা স্বাধীন।
বয়স বাড়ার সাথে সাথে ৯-১০ বছর আগের সব কথা বার্তা বুঝে আসতেছে।
লেখা: ফাহাদ বিন হুসনে আলী।

Dawah - দাওয়াহ

23 Jan, 14:57


রুকাইয়ার নাম করে যেসব চটকবাজ ভন্ড আকাজগুলো করে এদের ধরে ধরে ছ্যাচা দেওয়া উচিত। 😡

Dawah - দাওয়াহ

22 Jan, 12:00


🔴 ❝হজ্জ/উমরায় ইহরাম অবস্থায় নিক্বাব পরা যাবেনা❞ এটার অর্থ কি ইহরাম অবস্থায় মুখ খোলা রাখতে হবে??

খুব বেশি ভুল বোঝাবুঝি এই বিষয়টা নিয়ে। ইহরাম অবস্থায় নিক্বাব পরা নিষেধ, এই কথাটা সত্য। কিন্তু তার মানে এই না যে, মুখ খুলে রাখতে হবে, মুখ ঢাকা লাগবেনা। মুখ ঢাকতে হবে, তবে নিক্বাব ছাড়া অন্য কোন উপায়ে। অথচ হজ্জ-উমরার মত পবিত্র একটা ইবাদাত করতে গিয়ে নিক্বাবী বোনেরা পর্যন্ত ইহরামের সময় যে মুখ খোলা শুরু করেন, তো পুরোটা সফরই মুখ খুলে কাটিয়ে দেন, যেন মক্কা-মদীনায় মুখ ঢাকার জরুরত নেই।

🔴 উলামায়ে কেরামদের অধিকাংশের মতে, এই ফিত্নার জামানায় শরয়ী পর্দার জন্য মুখ ঢেকে রাখা জরুরি। যেখানে স্বাভাবিক অবস্থায়ই মুখ ঢেকে রাখা জরুরি বলা হচ্ছে, সেখানে হজ্জ/উমরার মত পবিত্র ইবাদাত, আবার যেখানে কিনা শত শত নারী-পুরুষ একত্রিত হচ্ছেন— এমন জনবহুল জায়গায় একটা ফরজ/নফল ইবাদাত করতে গিয়ে পর্দার বিধান একেবারে শিথিল হয়ে যাবে? এটা কি যুক্তিযুক্ত মনে হয়? আলবৎ না।

🟢 তাহলে "নিক্বাব করা যাবেনা" কথাটার অর্থ কী?
- অর্থ হলো, মুখ ঢেকে যারা নিক্বাব করেন, তাদের মুখ ঢেকেই রাখতে হবে (এবং এটা অতি অবশ্যই মুখ খুলে রাখার চেয়ে উত্তম), তবে ঢাকার পদ্ধতি ভিন্ন হবে। অর্থাৎ, সাধারণ সময় আমরা যেমন বেধে রাখা নিক্বাব পরি, তেমন নিক্বাব পরা যাবেনা, অন্য কোন উপায়ে মুখ ঢেকে চলতে হবে।

🟢 এই ভিন্ন উপায়টা কেমন?
- আয়িশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিসটি দেখি—

عائشة قالت كان الركبان يمرون بنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم محرمات فإذا حاذوا بنا سدلت إحدانا جلبابها من رأسها على وجهها فإذا جاوزونا كشفناه

"অনেক কাফেলা আমাদের পাশ দিয়ে অতিক্রম করছিল। তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ইহরাম অবস্থায় ছিলাম। তারা আমাদের সামনা-সামনি আসলে আমাদের নারীরা নিজেদের মুখাবরণ মাথা থেকে নামিয়ে নিজ মুখমন্ডল ঢেকে ফেলতেন। অতঃপর তারা অতিক্রম করে চলে গেলে আমরা মুখ খুলতাম।" (সুনানে আবি দাউদ- ১৮৩৩, মুসনাদে আহমাদ- ২৪০৬৭)

হাদিসে যে 'সাদল (سدل)' শব্দটি এসেছে, তার অর্থ হলো, লটকানো বা ঝুলিয়ে দেওয়া। উনারা ইহরাম অবস্থায় নিক্বাব ব্যবহার করতেন না। তবে কোন পুরুষ আশেপাশে চলে আসলে তখন মাথার উপর থেকে চাদর/কাপড় ঝুলিয়ে মুখ ঢেকে নিতেন।

★ দেখুন, যারা বলে মুখ ঢাকা লাগবেনা, তারা এই হাদিসের প্রথম অংশটুকু নিচ্ছেন। অথচ পরের অংশে যেভাবে মুখ ঢাকার কথা বলা হয়েছে, সেভাবে মুখ ঢাকলে চোখটাও ঢেকে থাকে, এটাতো সাধারণ নিক্বাবের চেয়েও বেশি, যেখানে আমরা অধিকাংশ নিক্বাব পরে চোখ খুলে রাখি। এই রেফারেন্স দিয়ে কিভাবে মুখ খোলা জায়েয বানানো যায়?

🟢 তাহলে প্রচলিত নিক্বাব ব্যবহার না করে মাথার উপর থেকে কাপড় ঝুলিয়ে দেয়ার উপায় কী?
- এখানে ২ টি মত আছে:

১. আলেমদের একাংশের মতে, এই কাপড়টি এমনভাবে মাথার উপর থেকে ঝুলিয়ে দিতে হবে যেন তা মুখের চামড়ার সাথে লেগে না থাকে। হাদিসে বর্ণিত 'সাদল' শব্দটি মূলত এজন্যই ব্যবহৃত হয়েছে। এভাবে মুখ ঢাকার জন্য একরকম বিশেষ ক্যাপ নিক্বাব কিনতে পাওয়া যায়, যেখানে একটা ক্যাপের উপর দিয়ে কাপড় ঝুলানো থাকে, যাতে করে কাপড়টি মুখ ঢেকে রাখে, আবার মুখের সাথে স্পর্শ করেও না থাকে। (লিসানুল আরব ১১/৩৩৩, তা'জুল উরুস ৭/৩৭৪)

২. আলেমদের আরেকটি অংশের মত হচ্ছে, এই কাপড়টি মাথার উপর থেকে ঝুলিয়ে দিলেই হবে, নাক-মুখের সাথে স্পর্শ করতে পারবেনা, এমন কোন শর্ত নেই। সাদল কথাটি দ্বারা ঝুলিয়ে দেয়াই উদ্দেশ্য, মুখে স্পর্শ করতে পারবেনা, এমন জরুরি নয়। এক্ষেত্রে সাধারণ যে কোন কাপড় বা ওড়না মাথার উপর থেকে ঝুলিয়ে দিলেই হয়, যাতে করে মুখটা ঢেকে থাকে। (islamqa.info)

🟢 আমি আমার নিজের মুখের কথা বলছি না, অনলাইনে হানাফী/সালাফী যতগুলো নির্ভরযোগ্য ফতোয়া খুজে পেলাম, সবগুলোর লিংক দিচ্ছি। কেউ ভিন্ন কথা বলেছেন কিনা, ফতোয়াগুলো পড়লেই জানতে পারবেন, ইনশাআল্লাহ—

শাইখ আহমাদুল্লাহ: https://www.facebook.com/share/v/nJgAHWkJhZxMDWxt/?mibextid=oFDknk

▪️হানাফী ফিকহ গ্রুপ:
https://www.facebook.com/share/p/JugK6tr8pAVLuSy4/?mibextid=oFDknk

▪️শাইখ মুহাম্মদ বিন সালিহ আল উসায়মীন রহ:
https://www.hadithbd.com/books/link/?id=1164

▪️আল- কাউসার:
https://www.alkawsar.com/bn/article/1445/

▪️শাইখ লুৎফর রহমান ফরায়েজি
https://ahlehaqmedia.com/7540-2/

▪️islamqa.info:
https://islamqa.info/en/answers/223954/why-is-niqab-not-allowed-in-hajj

▪️islamqa.org:
https://islamqa.org/hanafi/daruliftaa/7779/covering-the-face-niqab-whilst-in-ihram/

Dawah - দাওয়াহ

17 Jan, 10:47


সম্প্রতি কিছু ইস্যুতে আমরা ২০+ খ্যাতনামা আলেম, হিজাবী সহ ফেসবুকের সো কল্ড "ডীনি" বোনদের উপর নজরদারি করেছি, এদের ম্যাক্সিমাম খুব পর্দানশিন, আলেম নামে কিছু খাকির পোলাদের অবস্থা তো আরো খারাপ,ফেসবুকের ভিডিওতে নাশীদ লাগিয়ে মোটিভেশন মারে, আর ইনবক্স দেখলে বমি আসে, তার মত ডীনি বোনদের নুর ছবি দিয়ে পুরুষত্ব জাহির করে, এবার আমরা অফিশিয়ালি তাদের সব চ্যাট, ছবি, আসল পরিচয় ঠিকানা সব প্রকাশ করে দিব। জাস্ট ওয়েট এন্ড সী😶

আমরা তাদের বিভিন্নজনকে নক দিয়ে কথা বলার চেষ্টা করলেও কোন কারণ ছাড়াই ব্লক করে দিয়েছে। যাদের ভিতর এই চ্যানেলের এডমিন ও ছিলো একজন। যে আমাদের সাথে কো-অপারেট করেনি অন্যদের ব্যাপারে।

সুতরাং সময় হয়েছে ডীনি বাঈ বোনদের আসল রহস্য উন্মোচন করার।


Posted By Systemadminbd 🖱

Dawah - দাওয়াহ

17 Jan, 10:30


কেন এক্সপোজ করবোনা সে ব্যাপারে
আপনার গুরুত্বপূর্ণ মতামত এখানে প্রকাশ করুন🦋

Bot : @dawaaofficialbot
Personal : @sysbdadm

Dawah - দাওয়াহ

17 Jan, 10:24


🙂সো কল্ড কিছু ডিনী বোনদের এক্সপোজ করা হবে, চ্যানেল ফলো দিয়ে রাখুন💥

Dawah - দাওয়াহ

17 Jan, 10:22


একজন হিগাভীর আত্মকাহিনী 😂

Dawah - দাওয়াহ

16 Jan, 08:22


তারে গোলাম বানাই ফেললেই তো সব খেল খতম 🥴🥴🥴

Dawah - দাওয়াহ

15 Jan, 10:56


Marriage is scary if he- 🥀

Dawah - দাওয়াহ

15 Jan, 10:52


আমার পাশের বাসায় f ব্লক ৩ number road য়ে বসুন্ধরা তে কেও এ বাবু টাকে ময়লার drum ফেলে দিলো। বসুন্ধরা অনেক secured এরিয়া, বাহিরের লোক এসে কোন বিল্ডিং এর ময়লার box বাচ্চা ফেলে রেখে যাওয়া কিছুটা তো অসম্ভব মনে হয়। মানুষ আল্লার কাছে চাইতে চাইতে বাচ্চা পায় না আর এটা কত নিষ্ঠুর। পুলিশ এসে বাবুটাকে নিয়ে গেল। এটা আরো কয়েকদিন আগের ঘটনা তখন শেয়ার করিনি আজকে একটু স্বাভাবিক হয়ে শেয়ার করলাম। আমার দারোয়ান এসে যখন আমাকে বলল আমি বিশ্বাস করতে পারিনি অনেক traumatized হয়ে গেছিলাম. আল্লাহ তো নিষ্ঠুর মানুষ ও পৃথিবীতে সৃষ্টি করছে জানা ছিল না. মানুষ চাইতে চাইতেও আল্লাহর কাছে একটা বাবু পায় না আর এরা আহহহ দুনিয়া।
বাবু টা কে মৃত পেয়েছে

আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক...
এক আপুর থেকে নেওয়া....

Dawah - দাওয়াহ

14 Jan, 14:51


🚨 হত্যlর ভয় দেখিয়ে অসহায় মুসলিম মেয়েকে জোরপূর্বক একাধিকবার ধ˚র্ষ˚ণ করল হি˚ন্দু যুবক, থানায় অভিযোগ দেওয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগ।

দিনাজপুরের চিরিরবন্দর থানার রাণীরবন্দরের ১নং নশরতপুর ইউনিয়ন এর বশির মেম্বার পাড়ায় মাহফুজা আক্তার (১৫) নামের এক অসহায় মুসলিম মেয়েকে হত্যlর ভয় দেখিয়ে একাধিকবার ধ˚র্ষ˚ণ করে একই গ্রামের রুকন পাল (৩৫) নামের এক হি˚ন্দু যুবক।

মাহফুজা আক্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন ভয় ভীতি এবং তার মাকে মারার হুমকি দেখিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতন করে রুকন পাল (কালু)।

ধ˚র্ষ˚ণের পর হুমকি ধামকি ও শারীরিক নির্যlতনে অতিষ্ট হয়ে, গত ১৪ ডিসেম্বর ২০২৪ থানায় একটি মামলা করে মাহফুজা। এরই জের ধরে চলতি মাসের ৭ জানুয়ারি মাহফুজার বাড়ির চতুর্দিক খড় দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে এই পুরো মুসলিম পরিবারকে পুরিয়ে মারার হ˚ত্যlচেষ্টা করে রুকন পাল (কালু)।

আশ্চর্যজনক হলেও সত্য, ঘটনার প্রায় ১ মাস কেটে গেলেও এখন পর্যন্ত এই ভয়াবহ অপরাধের দায়ে হি˚ন্দু যুবককে আটক করেনি পুলিশ। অন্যদিকে অপরাধী ও তার সহযোগীরা এখনো মুসলিম মেয়ে ও তার পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিয়েই চলেছে।

#JusticeForMahfuja #Dinajpur #DinajpurRape

Dawah - দাওয়াহ

13 Jan, 17:19


সিরিয়ার এক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এর সাথে কথা হলো। সে ও আমার মত গোল্ডম্যান স্যাকসে ২০২৫ সালের সামার ইন্টার্নশিপে সিলেক্ট হয়েছে।

তার কাহিনী শুনে আমার মাথায় হাত। এই মেয়ে ফুল-রাইড স্কলারশিপ পেয়েও অন-ক্যাম্পাসে ২০ ঘন্টা চাকরি করে। চাকরি করে সে সিরিয়াতে বাবা-মা এর কাছে টাকা পাঠায়। তার টাকাতে সংসার চলে। অনেকসময় তার আব্বু-আম্মু ফোন ধরেনা, সে ধরে নেয় আব্বু-আম্মু হয়তো মারা গেসে কোন ড্রোন-স্ট্রাইকে। একবার নাকি ৩ সপ্তাহ ফোন ধরেনাই। সে এখান থেকে গায়েবানে জানাজা পড়েছিল তার বাবা-মা-ভাইয়ের জন্য। তারপরে ৩ সপ্তাহ পরে শুনে তারা বাংকারে লুকিয়ে ছিল এতদিন।

এতকিছুর ভিতরেও তার এক ওয়াক্ত নামাজ মিস যায়না। কি শক্ত ইমান। কি শক্ত বিশ্বাস। এদের সাথে কিভাবে পারা যায়? হাসিমুখে জীবন পার করে যাচ্ছে। কোন কম্পলেইন নাই, আল্লাহর উপরে বিশ্বাস রেখে চলে যাচ্ছে ওদের জীবন।

কিয়ামতের দিন এদের সামনে দাড়াইতে লজ্জা লাগবে। তাদের মত মুসলিম কি আদৌ আমরা হতে পারব?

~আরাফাত আনজুম খান

Dawah - দাওয়াহ

13 Jan, 00:56


একটু আনপপুলার কথা বলে যাই। নিজের জন্য রিমাইন্ডার হিসেবে লিখছি। যদি অন্য কারো কাজে আসে আলহামদুলিল্লাহ।

সংসার করেও এতকিছু....
সংসার বাচ্চা সামলে বিজনেসে অনেক অর্জন....
সংসার বাচ্চা সামলে বড় বড় ডিগ্রি....
সংসার বাচ্চা সামলে পিএইচডি,পোস্ট ডক ইত্যাদি ইত্যাদি....অথচ আমরা পিছিয়ে আছি, আমরা পরে আছি রান্নাঘরে,বেডরুমে হাবিজাবি যত কথা আছে....

প্রথম কথা হলো এগুলো কিন্তু এক্সেপশনাল কেইস।
ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না।
দ্বিতীয়ত, একা হাতে এসব কেউ পারে না। পেছনে সাপোর্ট সিস্টেম লাগেই। যে বলে সে একা করেছে সে পুরোপুরি সত্য বলছে না বেশিরভাগ ক্ষেত্রে। পেছনের গল্পের মানুষদের প্রতি কৃতজ্ঞতা থাকা আবশ্যক।

তৃতীয়ত, জরুরী না দুনিয়াতে খ্যাতি অর্জন করতেই হবে। আকাশের বুকে দামী হওয়া,খ্যাতি অর্জন করতে পারা জরুরী। হ্যাঁ, দুনিয়ার বুকে বিখ্যাতরা অনেকে আকাশের বুকেও বিখ্যাত।কিন্তু দুনিয়াতে বিখ্যাত না এমন অনেকেই সেখানে স্বীকৃতি পেয়েছে। আখিরাতে গ্রহণযোগ্যতা,স্বীকৃতি এবং খ্যাতিই হলো প্রকৃত অর্জন। এজন্য নিয়তের পরিশুদ্ধি, বিশুদ্ধ অন্তর,পরিতৃপ্ত অন্তর, শুকরিয়া আদায়কারী অন্তর জরুরী।
ছোট্ট কিন্তু প্রতিদিন করব এমন আমলে নিজের জীবন সাজানো জরুরী।
নিজের দায়িত্বগুলোকে ইবাদত হিসেবে নিয়ে সিরিয়াসলি করা জরুরী। এসব আমাকে আসমানে দামী হতে সাহায্য করবে।
.
আমার সাধ্যের বাইরে গিয়ে, শরীরের হক্ব নষ্ট করে, না ঘুমিয়ে,নিজের দায়িত্ব অন্যের কাধে তুলে দিয়ে দুনিয়ার চোখে কোনো অর্জনের পিছনে ছুটে চলাকে কেউ গ্লোরিফাই করলেই সেটা অনুসরণ করা জরুরী না। ব্যতিক্রম এক্সট্রা অর্ডিনারি কিছু মানুষ থাকে। আপনি যদি সেই শ্রেণীর হোন, তবে করুন কাজ, নিজের স্বপ্নের পিছনে ছুটতে পারেন শরীয়াহর সীমারেখার মধ্যে থেকে। কোনো সমস্যা নাই। আপনাদেরকে ডিসকারেজ করার জন্য আমার এই পোস্ট না। আমার মতো যারা এভারেজ ক্যাটাগরির মানুষ তাদের জন্য আমার এই লেখাটা।
.
আপনি অবিবাহিত, পড়ালেখা/কাজ যা করেন করেন, বাবা মায়ের সেবা করেন, আমল বাড়ান। অবসরকে কাজে লাগান। আপনি বিবাহিত; সংসার করেন,বাচ্চা হওয়ার আগে পাওয়া অবসরকে কাজে লাগান। বাচ্চা হলে বাচ্চা পালেন, বাচ্চা জন্মের আগে এ সংক্রান্ত পড়াশোনা করেন অল্প অল্প করে, বাচ্চা জন্মের পরেও করবেন অল্প অল্প যা পারেন। নিজেকে সময় দেবেন, মি টাইম দেবেন। যদি একদমই পড়তে না পারেন তবু হতাশ হওয়ার কিছু নাই। একটা না একটা সময় আসবে যখন আপনি বাচ্চার টেককেয়ার করেও পড়ালেখার বা নিজের সখের কাজ করার সুযোগ পাবেন যদি আল্লাহ আপনার জন্য এতে খাইর রাখেন। শরীর একটা সময়ে রেস্ট চায়,আরাম চায়, তখন এই নিয়তেই শরীরকে আরাম দেওয়া উচিত যে, শরীর আরাম পেলে আল্লাহর ইবাদত সহজ হবে,বাচ্চার টেককেয়ার সহজ হবে, আল্লাহ প্রদত্ত আমানাহর হক্ব আদায় সহজ হবে, আল্লাহ প্রদত্ত দায়িত্বগুলোর হক্ব আদায় সহজ হবে এবং আরো অনেককিছু।

.
জীবনকে সহজভাবে নেন। মানুষের কথায় প্রভাবিত হয়ে জীবনকে অনেক বেশি কঠিনভাবে না নেওয়াই ভালো।
পরিতৃপ্ত, পরিশুদ্ধ, কৃতজ্ঞ অন্তরের অধিকারী হওয়া জরুরী। জীবনে এটাই সবথেকে বড় অর্জন। এই অর্জনের জন্য কাজ করাটাই ফরজ। সারাদিন আমরা যা কিছু করি, যা কিছুকে মনে করা হয় প্রডাক্টিভিটি না, সেসবের মাঝেও এই অন্তর অর্জন করা সম্ভব, আল্লাহ চাইলে। কিভাবে সম্ভব তা অনেকভাবেই ব্যাখ্যা করা যায়। আপাতত সে আলাপে না যাই।
হীনমন্যতায় ভুগবেন না বোনেরা। আপনি কি পারেন না বা পারবেন না তা নিয়ে চিন্তিত না হয়ে, যে কাজটা করছেন সেটা ঠিকভাবে করতে পারলেই আলহামদুলিল্লাহ বলা উচিত।

~ সাদিয়া তামান্না

Dawah - দাওয়াহ

12 Jan, 16:37


একজন রিযিকের আধিক‍্যতা চাইলো, তার ইনকাম বেড়ে গেলো। গাড়ি কিনলো, বাড়ি করলো। কিন্তু সেই সাথে যুক্ত হলো নতুন নতুন খরচ। মেডিকেল চেকআপ, ৮/১০ টা ক্রেডিট কার্ডের বিল, বড় বড় ক্লাবের মেম্বারশীপ ফী। বোনাস হিসেবে আছে আরও নানা দুশ্চিন্তা আর অশান্তি।

আরেকজন রিযিকের বারাকাহ চাইলো। তার চাকরীটা চলে গেলো। একজন আলিমকে হতাশ হয়ে প্রশ্ন করাতে জবাব দিলেন, হারাম ইনকামের চাকরী চলে যাওয়াটাই দুআ কবুলের প্রথম ধাপ।

ছোট খাট আরেকটা চাকরী পেলেও ইনকাম আগের চেয়ে অর্ধেক। আয় কমলেও সেই সাথে সংকুচিত হতে থাকলো ব‍্যয়ও। দিন শেষে তার কোন সেভিংস থাকছে না, কিন্তু নতুন করে তার কোন লোনও যোগ হয় না।
এই তো সেদিন ডাক্তার তার ঘুম আর প্রেসারের ঔষধের ডোজ কমিয়ে দিলেন। ঘুম এখন যদি নিয়মিত হয়, ঔষধ খাবেনই বা কেন।

রিযিকের বারাকাহ এক অদ্ভুত রহমত। আধিক‍্যতা ছাড়াই যা পাওয়া সম্ভব। আল্লাহ! আপনি যা রিযিক দিবেন তাতে সন্তুষ্ট বানিয়ে দিন। এবং তাতে বরকত নাযিল করুন

~Rizwanul Kabir

Dawah - দাওয়াহ

10 Jan, 17:45


মেয়েরা মুখে নিক্বাব পড়লে ডাকাতের মতো লাগে, পর্দা করলে মাদ্রাসায় যাও—কলেজে কি?

পর্দা ও নারী নিয়ে উখিয়া কলেজের অধ্যাপক তৌহিদুর রহমানের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন!

Dawah - দাওয়াহ

10 Jan, 16:37


সারা দুনিয়ার মাংসের চিত্র,
দাম
র‍্যাংক,
পারচেজ পাওয়ার,
গড়ে একজন কত কেজি খান ।

সবচে বেশি দাম সুইজারল্যান্ডে -
৫৯০০ টাকা কেজি, কিন্তু এই দাম হলেও তাদের উপার্জন বেশি হবার কারনে একজন সুইস নাগরিক বছরে ৬৬ কেজি মাংস খান ।

এই চার্টে সবচে কম পাকিস্তানের - ২৫৫ টাকা কেজি, গড়ে তারা খায় ১৮ কেজি ।

আর্জেন্টিনায় দাম - ৩৮৩ টাকা কেজি,
পারচেজ পাওয়ার ৩০ কিন্তু তারাও বছরে ১১০ কেজি মাংশ খায় ।

সবচে বেশি - এই চার্টে খায় ১৩৬ কেজি মাংস, হংকং এ, প্রতি কেজি মাংস ১১৬০-

আমরা বাংলাদেশিরা - পারচেজ পাওয়ার সবচে কম, মাংস খাইও সবচে কম - বছরে ৪ কেজি মাত্র ।

দুনিয়ায় সবচে কম মাংস খায় বুরুন্ডীতে ৩ কেজি গড়ে,
শেষের দিক থেকে আমরা ৩য় নাম্বারে আছি
বুরুন্ডি ৩ কেজি
কংগো ৩.২৫
বাংলাদেশ ৪.৩২ কেজি

//.\\

আমাদের দেশে দরকার ডুয়াল পারপাস গরু, অর্থাৎ এক্সে গরু দুধ বেশি দেবে যদি বকনা হয়,
আর যদি ষাড় হয় তাহলে যেন মাংস উতপাদনের জন্যও সেটা ভাল হয়।

সেই হিসেবে, আমাদের দেশের জন্য জার্সি, ফ্রিজিয়ান এসব গরু আমাদের দেশে আছে।

কিন্তু এই গরুগুলো আনার সময়ে আমাদের অতি জ্ঞানী প্রানি সম্পদ মন্ত্রণালয় বিবেচনায় আনে নাই যে, a1 milk এর প্রোটিন আমাদের এই ট্রপিকাল দেশের মানুষের জন্য উপকারি না।
যেমন ভাবে সয়াবিন যেসব ট্রপিক্যাল দেশে শুরু করেছিল অন্য স্থানীয় ভোজ্য তেল বাদ দিয়ে সেখানে পরের ১০ বছ্রে ডায়াবেটিস বেড়েছে ৬৪%

আমাদের জন্য দরকার ছিল জেবু জাতের গরুর জাত উন্নয়ন a1 দুধের জন্য যা আমাদের আবহাওয়ার মানুষের জন্য অধিক পুস্টিকর।
জেবু জাত মানের যেসব গরুতে চুট আছে।

ব্রাহমা, শাহীওয়াল, সিন্ধি, বোরান এসব গরু দুধ দেয় মাঝারি মানের, ষাড় গরুও আমাদের আবহাওয়ায় উপযোগী।

২০০১ এ গীর জাতের গরু আনার কথায় আমলারা যুক্তি দিয়েছিল - আমাদের স্থানীয় জাত এতে নস্ট হবে।
তা হয়েছে বটে, ইনব্রিডিং মিলিয়ে, ইনব্রিডিং করে আমাদের জন্য মন্দের ভাল ফ্রিজিয়ান জাতের ধ্বংস করা হয়েছে।

২০০১ এই, কেনিয়া গীর জাতের গরু আমদানি করে, লোকাল ব্রিডকে জাত উন্নয়ন করে দুধে স্বয়ংসম্পূর্ণ হয়ে এখন দুগ্ধজাত পন্য রফতানি করছে।
সেদিন পড়লাম ব্রাজিলে একটা গীর রেকর্ড ১২৭ লিটার দুধ দেয়।
ফ্রিজিয়ান ত আছেই....

আমরা, আগায় না একই সময়ে, পিছিয়েছি৷

//.\\

১৯৮১ সালে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে হয়ে বোয়ার জাতের ছাগলের ভ্রুণ স্মাগলিং করে নিয়ে যায়।

এটাকে অস্ট্রেলিয়ার লোকাল কিকো জাতের ছাগলের সাথে ক্রস করে তারা ছাগলের জাত উন্নত করে। তাদের এই নতুন ছাগলের ক্রস জাতের উদ্ভাবনের কারনে, বর্তমানে তারা দুনিয়ায় সবচে বড় ছাগল রফতানি করা দেশ।

১৯৯৫ সালে, আমেরিকায় একটা বোয়ার জাতের লাইসেন্স করা পাঠার দাম উঠেছিল ১ লাখ ডলার।

ছাগল বা গরুর ক্ষেত্রে আ্যসট্রাস সিনক্রোনাইজেশন নামের একটা টার্মস আছে,
মানে হল - একই সময়ে খামারের সকল ছাগল বা গরুকে হিটে নিয়ে এসে বীজ দেয়া। ছাগলের ক্ষেত্রে এভাবে ৩০% থেকে ক্রিত্রিম প্রজনন এর সফলতা ৬৭% এ নেয়া সম্ভব হয়েছিল। এভাবে সময়, অর্থ সবই অপচয়রোধ করে দ্রুতভাবে জাত উন্নয়ন করেছে তারা।

আমাদের দেশের,
ভাল জাত নাই,
জাত থাকলেও প্রজনন কর্মীরা জাত উন্নয়ন বোঝে না।

আমরা ত জয় বাংলার লোক!
~ Mujahidul Islam Jahid

Dawah - দাওয়াহ

10 Jan, 06:32


বুদ্ধিমানদের জন্য ঈশারাই যথেষ্ট ❤️

Dawah - দাওয়াহ

09 Jan, 18:27


বাংলাদেশের মানুষের কোথাও একটা জেনেটিক্যাল গড়বড় আছে!
এই ছবিটা দেখলেই বুঝবেন কেন এই দেশে ৭১ হয়, ২৪ হয়!পৃথিবীর দূরতম ইতিহাস ঘাটলেও আপনি কোথাও এই রকম অদ্ভুত জনগোষ্ঠীর খোঁজ পাবেন না।যারা নিজের দেশ রক্ষায়, অস্ত্রের মুখে খালি হাতে, হাসি মুখে দলে দলে এসে দাড়ায়া থাকে! ভয় নাই, ডর নাই, লোভ নাই, লালসা নাই. বুক জুড়ে শুধু বিষ্ময়কর একটা সাহসের নদী।একটা অদ্ভুত জেদ! মাথা না নোয়ানোর একটা ভয়ংকর সংকল্প! এদেরকে কে দাবায়া রাখবে?
© ইমরান কায়েস

Dawah - দাওয়াহ

06 Jan, 07:33


😁😁

Dawah - দাওয়াহ

06 Jan, 06:49


এখন আওয়ামী লীগের ২০% ভালো কাজের উপর হাইলাইট করা মানে জালিমের জুলুমের পক্ষে সফট কর্ণার দেখানো এটা অবশ্যই মাথায় রাখা উচিত আমির সাহেবের 😊

Dawah - দাওয়াহ

06 Jan, 02:47


এজন্যই তো বলি জামাইর নাম মুখেও নেয়না কেন সেক্সিনা আপায়! 💀

Dawah - দাওয়াহ

05 Jan, 18:23


নিম্মির (মেজর ডালিমের স্ত্রী) ক্যান্সার ছিল। তাকে গৃহবন্দী করে রাখা হয় ১৯৯৬ থেকে। এমনকি বিএনপি সরকারের সময়ও পাসপোর্ট দেয়া হয়নাই তাকে, ফলে ক্যান্সারেই মারা যায় নিম্মি।

- মেজর ডালিম
#bml3

Dawah - দাওয়াহ

05 Jan, 18:17


প্রাণঢালা দুআ, রাব্বে কারীম সকল ধরনের জালেম ও তা*গূত শাসক থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। ইন শা আল্লাহ তায়ালা, লক্ষ্য এখনো বাকি,একটাই হাকিকত, একটাই নাজাত, তা হলো শরীয়ত ❤️‍🔥

Dawah - দাওয়াহ

05 Jan, 13:15


Successfully a RED FLAG. Alhamdulillah 🤲🏻

“Definitely don't marry her. Because if she constantly listens to these scholars THEN she'll come to learn about her rights according to the Qur'an and Sunnah and once that happens then no man could even exploit her, hurt her and reprimand her without reason. In short, no domestic violence 👌
Girls should definitely marry the guy who follows them..❤️ (∞)

Dawah - দাওয়াহ

04 Jan, 18:33


https://t.me/+89Ra16cKkmEwNTdl

Dawah - দাওয়াহ

04 Jan, 18:29


" আমাদের চোখ থাকতেও অন্ধ,আমাদের হাত পা বাঁধা " এই উছিলা দিয়ে বাঁচা যাবে সেদিন বলেন তো? 💔🥀😅

Dawah - দাওয়াহ

04 Jan, 12:14


সাহাবিরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল! পশুপাখিদের মধ্যেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? তিনি বললেন, “প্রতিটি তাজা কলিজায় সওয়ব রয়েছে।’ (বুখারি, হাদিস : ৩৪৬৭; মুসলিম, হাদিস : ২২৪৫)

Dawah - দাওয়াহ

04 Jan, 06:20


#জুমার_বয়ান_সারাংশ (০৩ জানুয়ারি ২০২৫ ইং)
বাইতুল মুকাররম জাতীয় মসজিদ
খতীব: মুফতি আব্দুল মালেক হাফিযাহুল্লাহ

লেখক: মুহাম্মাদ লুতফেরাব্বী আফনান

বাইতুল মুকাররাম জাতীয় মসজিদের জুমার খুতবায় মুফতি আব্দুল মালেক সাহেব বলেন: সুন্দর কথা বলা, সুন্দরভাবে বলা কুরআনের নির্দেশনা। এর মাধ্যমে ব্যক্তি-সমাজ-রাষ্ট্র সকল পর্যায়ে মানুষের মাঝে শান্তি-সম্প্রতি বজায় থাকবে। যে কোনো বিষয়ে কথা বলতে হলে ইনসাফের সাথে সুন্দরভাবে বলতে হবে। কাউকে ঘায়েল করে বা আক্রমণাত্মকভাবে কথা বলা অনুচিত। সৎকাজের আদেশ অসৎকাজ থেকে নিষেধ করার ক্ষেত্রে যে কোনো প্রকার জুলুম করা, আক্রমণাত্মক ভাবে ঘায়েল করা, কাউকে গালমন্দ করা বা তিলকে তাল বানিয়ে প্রকাশ করা গুনাহের কাজ। সর্বদা নসিহতের নিয়তে কল্যাণকামী হয়ে সুন্দরভাবে সুন্দর কথা হবে। এর মাধ্যমেই সমাজের সংশোধন হবে।

এক্ষেত্রে তিনি বলেন, ইনসাফের সাথে সুন্দর কথা সুন্দরভাবে বলার কারণে স্বার্থপর মানুষ যদি কষ্ট পায় তাহলে আমার গুনাহ হবে না। কিন্তু আমার উপস্থাপনের অসুন্দর্য বা কথার মাধুর্যতা মার্জিত ভাব না থাকার কারণে যদি কেউ কষ্ট পায় তাহলে এতে গুনাহ হবে। অসুন্দর কথার কারণে দূরত্ব তৈরি হয়, বিভেদ তৈরি হয়; যা অনেক সময় হাতাহাতি বা মারামারির দিকেও নিয়ে যায়। এটি কখনো মুসলমানের কাজ হতে পারে না।

বিশেষভাবে তিনি উম্মাহর মাঝে মতবিরোধপূর্ণ বিষয়ে আলোচনার ক্ষেত্রে সতর্ক করে বলেন: বিদআতের পথে চলতে চলতে কেউ যদি আহলে সুন্নাহ ওয়াল জামাত এর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তাকেও হকের পথে দাওয়াত দেয়ার ক্ষেত্রে আচরণ-উচ্চারণ মার্জিত হতে হবে। তাকে বুঝানোর জন্য দলিল প্রমাণ উপস্থাপন করতে হবে; কিন্তু তাকে কষ্ট দিয়ে কোন কথা বলা যাবে না। আর যাদের গোমরাহী এতটা কঠিন নয়, যা আহলে সুন্নাহ আল জামাত থেকে তাদেরকে বের করে দেয় না, যা বিভিন্ন মুসলিম দল-উপদলের মধ্যে হয়ে থাকে, তাদেরকে আহলে সুন্নাহল জামাতের পথে আহবান এর ক্ষেত্রে আরো বেশি মার্জিত আচরণ করতে হবে।

এই বিষয়টির জন্য কোরআনের দুইটি আয়াত খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমটি হচ্ছে, ১৫ পারার ১৭ নাম্বার সূরা বানি ইসরাইলের ৫৩ নাম্বার আয়াত। আল্লাহ তায়ালা বলেন—

وقل لعبادي يقول التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا

অর্থ: হে নবী আপনি আমার বান্দাদের কে বলে দিন, তারা যেন সুন্দর কথা বলে, সুন্দরভাবে বলে। কারণ তাদের মাঝে বিভেদ এবং বিভেদ তৈরি করে দেয়। কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।

দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা আহযাবের শেষে। আল্লাহ তাআলা বলেন— يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا —অর্থ: হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং ভালো কথা বল। আমাদের ঘরে বাহিরে সকল জায়গার জন্য নির্দেশনা পালন করা অপরিহার্য।

এছাড়াও খতিব সাহেব তার আলোচনায় রজব মাসের ফজিলত ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। রজব আরবি শব্দ যার অর্থ সম্মানিত। এই মাসকে আল্লাহ তায়ালা বিশেষ চারটি সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করেছেন। এই সম্মানিত মাসগুলোতে আল্লাহ জুলুম এবং অন্যায় করতে নিষেধ করেছেন। জুলুম এবং অন্যায় তো সর্বাবস্থায় নিষেধ, তবুও এই সম্মানিত মাসে এর শাস্তি আরো বেড়ে যাবে। তাই সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা জরুরী।

তিনি বলেন: সাহাবায়ে কেরাম রজব মাস আসলেই রমজানের জন্য দোয়া করতেন এবং রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। সম্মানিত চার মাসের মধ্যে রমজানের নাম নেই, কারণ এটি এমনি সম্মানিত। অনেকের রমজানের প্রস্তুতি সম্পর্কে জানতে চান, এক্ষেত্রে আমার বক্তব্য হল, রমজানের আলাদা কোন প্রস্তুতি নেই।

একজন মুমিন পুরো বছর যদি ঈমানী জীবন যাপন করে তাহলে সেটাই তার জন্য রমজানের প্রস্তুতি। মুমিনের সব সময় জীবন গুনাহ মুক্ত হবে। গুনাহ থেকে মুক্ত অবস্থায় রমজানকে প্রবেশ করতে হবে। এটাই রমজানের ইস্তেকবাল এবং প্রস্তুতি। পানাহার, পোশাক, লেনদেন সকল কিছু হালাল হওয়া রমজানের প্রস্তুতির অংশ। অনেকে হারাম থেকে বাঁচার চেষ্টা করেও পারেনা, তাদের জন্য আল্লাহর নির্দেশনা হলো—

ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب

অর্থাৎ কেউ যদি আল্লাহর ভয়ে চেষ্টা করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন, এবং এবং তাকে অভাবনীয় স্থান থেকে রিজিক দান করবেন। মুমিন হিসাবে তার দায়িত্ব হলো হালালের পথে চলার জন্য চেষ্টা করা।

এছাড়াও রমজানের প্রস্তুতি হিসেবে কোরআন তেলাওয়াত করা জামাতের সাথে পূর্ণ খতমের সাথে আদায় করা ইত্যাদি বিষয়ক তিনি আলোকপাত করেন।

Dawah - দাওয়াহ

04 Jan, 02:10


অন্য লেভেলের তাকওয়া। 🌸

Dawah - দাওয়াহ

03 Jan, 03:18


💔 দান সদাকাহ কইরেন ভাই।
দান সদাকাহ কইরেন

Dawah - দাওয়াহ

02 Jan, 15:33


তিনিও একজন মা 💔

Dawah - দাওয়াহ

01 Jan, 08:45


আলাহুম্মাগফিরলী 💔🥀

Dawah - দাওয়াহ

31 Dec, 17:56


একটি আকাশ দুই টি বাস্তব চিত্র 💔🥀

Dawah - দাওয়াহ

31 Dec, 12:58


সিজদারত অবস্থায় শ| হ| দ| ত

ফিলিস্তিনি মুজ| হিদ তাইসির আবু তাইমা (রাহি.) এর জীবনের শেষ মুহূর্তের দৃশ্য এটি... গত বছরের ডিসেম্বরে ইজ্রায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করার সময় ড্রোন থেকে টার্গেট করা হয় তাঁকে। গুরুতর আহত হওয়ার পর জীবনের সব শক্তি এক করে আঙ্গুল উঁচিয়ে তিনি
শ| হ| দ| ত বাক্য পাঠ করেন এবং সিজদায় লুটিয়ে শ| হ| দ| তের অমিয় সুধা পান করেন। এমন সৌভাগ্য কয়জনের হয়?

তাইসির আবু তাইমা (রাহি.) এর মৃত্যুর ১ বছর পূর্ণ হলো।

Dawah - দাওয়াহ

30 Dec, 15:15


থার্টিফার্স্ট নাইটে ১৪৪ ধারার নির্দেশনা চেয়ে রিট

খ্রিষ্টীয় বর্ষবরণের রাতে (থার্টি ফার্স্ট নাইট) বাসা-বাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এই রিট করেন।

জনসমাগম ও আতশবাজি ঠেকাতে ৩১ ডিসেম্বর রাত ১০টা থেকে ১টা পর্যন্ত ১৪৪ ধারা জারির মত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন রিটকারী আইনজীবী আশরাফ উজ্জামান।
©

Dawah - দাওয়াহ

30 Dec, 13:42


বউকে কড়া শাসনে না রাখলে মাথায় চড়ে বসবে

ছেলের বউ ঘরে পা দেয়ার সাথে সাথে কিছু কিছু শাশুড়ি-মায়ের মাথার মধ্যে একধরনের অদ্ভুত চিন্তা খেলে যায়। আর তা হলো, যেকোনো উপায়েই হোক বউ-মাকে হাতের মধ্যে রাখতে হবে। তাদের মনে একধরনের আশঙ্কা হয়- এখন যদি বউ-মাকে হাতের মধ্যে না রাখতে পারি, তাহলে বউ-মা আমাদের নিয়ন্ত্রণ করার দুঃসাহস দেখাবে! তাকে হাতের মধ্যে নেয়ার এটাই মোক্ষম সময়। বউ হাতে থাকা মানে ছেলেও হাতে থাকা। আর বউকে করতলগত করার সহজ উপায় হলো তাকে কড়া শাসনের মধ্যে রাখা। হয়তো এই শাশুড়ির যিনি শাশুড়ি ছিলেন তিনিও তাকে এই উপায়েই হাতের মধ্যে রাখার চেষ্টা করেছিলেন!

সুযোগ দিলে মাথায় চড়ে বসবে এই ধারণার বশবর্তী হয়ে শাশুড়ি তার পুত্রবধূকে কড়া শাসনের মধ্যে রাখতে চান। কিন্তু ব্যাপারটা সব সময় এভাবে কাজ করে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দমিয়ে রাখা যায়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই পরিণতি ভয়াবহ আকার ধারণ করে। নতুন সংসারে সে একেবারে আনাড়ি, আস্তে আস্তে তার শক্তি বাড়তে থাকবে, সন্তান-সন্ততি হওয়ার মাধ্যমে জনবল বাড়বে, তখন সুযোগ পেলেই তার এই চাপা ক্ষোভ বিদ্রোহে পরিণত হতে পারে।

বিয়ের পর বউ-মা যখন শ্বশুরবাড়িতে আসে, তখন সে তার মূল্যবোধ, বিশ্বাস, আচার-আচরণ সবকিছু সঙ্গে নিয়ে আসে। শাশুড়ি যদি বউ-মাকে বোঝাতে পারে যে, শাশুড়ির আদর্শ, নীতি-নৈতিকতা, আচরণ অনেক বেশি কুরআন- সুন্নাহর কাছাকাছি এবং বউ-মার জন্য উপকারী, তাহলে বউ-মা ধীরে ধীরে এই বিষয়গুলোর সাথে আপনা-আপনি খাপ খাইয়ে নিতে পারবে। শাশুড়ির ভালো ব্যবহার, আন্তরিক আচরণ থেকে যে বউ-মা শাশুড়ির প্রতি আনুগত্য করা শেখে না, তাকে কড়া শাসনের মধ্যে রেখেও আনুগত্য শেখানো যায় না। ড্যামকেয়ার টাইপের বউ-মা আছে, তাদের ছেড়ে দেয়াই ভালো; তারা একসময় ঠেকে শিখবে।

কিন্তু ড্যামকেয়ার বউ-মা এবং যারা অনুগত বউ-মা তাদের উভয়কে নিয়ন্ত্রণের ক্ষেত্রেই শাশুড়ি যদি কড়া শাসনের উপায়গুলো বেছে নেন, তবে এটা শাশুড়ির একটা ভুল। কাউকে ইশারায় শেখানো যায় আবার কাউকে মেরে বকেও শেখানো যায় না। সব ধরনের মানুষকে শেখানোর পদ্ধতি এক না; বরং ভিন্ন ভিন্ন।

বউ-শাশুরির সম্পর্কের মেলবন্ধনের জন্য পড়ুন : অন্দরমহল
.
বই : অন্দরমহল
লেখক : উম্মে মুসআব
উমেদ প্রকাশ থেকে প্রকাশিত

Dawah - দাওয়াহ

29 Dec, 18:19


সাহাবীরা জানতেন না যে, তারা যে সাপটিকে দাফন করেছিলেন, সেটা ছিলো একটি জিন! কয়েকজন সাহাবী হজ্জে যাবার সময় দেখলেন একটি সাপ ছটফট করে মারা যাচ্ছে। সাপটি মারা গেলে তারা তাদের সাথে থাকা কাপড়ে সাপটি পেঁচিয়ে দাফন করেন। অতঃপর তারা চলে যান মক্কায়, মসজিদুল হারামে।সেখানে একজন লোক তাদেরকে জিজ্ঞেস করলো, "আপনাদের মধ্যে কে আমর ইবনে জাবেরের সঙ্গী?" তারা এই নামে কাউকে চিনেনই না। সেই লোক বললো, "আপনারা যে সাপকে দাফন করে এসেছেন, তিনি হলেন আমর ইবনে জাবের।" সাহাবীরা বেশ অবাক হলেন। সাপটি আবার কীভাবে আমর ইবনে জাবের হবেন? লোকটি বিস্তারিত বললো। রাসূলুল্লাহ ﷺ -এর দাওয়াতে যেসব জিন ইসলাম গ্রহণ করেছিলো, আমর ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাঁদের মধ্যে একজন। তিনি ছিলেন একজন জিন সাহাবী! সেই লোকটি সাহাবীদেরকে ধন্যবাদ জানিয়ে বলে, "আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন।"
(ইমাম ইবনে হাজার আসকালানী, আল-ইসাবাতু ফি তাময়িজিস সাহাবা: ৪/৫০৩)
#সীরাহ

Dawah - দাওয়াহ

29 Dec, 16:20


অনেকের চেহারা ভালো মাশাআল্লাহ তবুও নেয়ামত অস্বীকার করে বলেন সে তিনি অসুন্দর অথবা কালো আদতে তিনি এমন নন।কারণ কথাটির মধ্যে তিনটি জিনিস বিদ্যমান থাকতে পারে।
১. মিথ্যা
২. অহংকার
৩. নিয়ামতের অস্বীকার
আল্লাহুম্মাগফিরলি
এসব মজা করে হলেও বলা যাবে না।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের হেফাজত করুন।আমিন
© হালিমাতুস সাদিয়া

নিজেকে অসুন্দর বলার ইখতিয়ার আল্লাহ দেন নাই
আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছেন
আমি মানুষকে সুন্দর ভাবে বানিয়েছি।
সুরা তীন
আরো আরেকটা
فِیۡۤ اَیِّ صُوۡرَۃٍ مَّا شَآءَ رَکَّبَکَ ؕ﴿۸﴾
ফীআইয়ি সূরাতিম মা- শাআ রাক্কাবাক।
যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন।
In whatever form He willed, He put you together

@ Mukta Islam

Dawah - দাওয়াহ

28 Dec, 05:06


কক্সবাজারের প্রোগ্রামে সিম রেজিস্ট্রেশন হয়েছে আনুমানিক ১২ লক্ষ, মানুষের উপস্থিতি ১২-১৫ লক্ষ! (কমবেশি হবার সম্ভাবনা রয়েছে)

তবে ৫ লক্ষ হলেও,এত মানুষের উপস্থিতি একটা জেলায় অবাক করা মতো! বাকি জেলাগুলো এখনো বাকি রয়েছে!

এই সম্মানিত ব্যক্তিকে দেখলেই একটা হাদিস মাথায় আসে,"আল্লাহ তাকে ভালোবাসেন।"
মনে হবার কারণ-

আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরীলকে ডেকে বলেন, ‘নিশ্চয় আল্লাহ অমুককে ভালোবাসেন, অতএব তুমিও তাকে ভালোবাস।’ সুতরাং জিবরীলও তাকে ভালোবাসেন। অতঃপর তিনি আকাশবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে, ‘আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, কাজেই তোমরাও তাকে ভালোবাসো।’ তখন আকাশবাসীরা তাকে ভালোবাসে। অতঃপর যমীনের বুকেও তার জন্যে গ্রহণযোগ্যতা রাখা হয়।”

Dawah - দাওয়াহ

27 Dec, 16:14


একটা pookie ওয়ালপেপার 😁🎀

Dawah - দাওয়াহ

27 Dec, 15:01


এই ভদ্রমহিলা তার ভাইয়ের মৃত্যুর পর জানাযা শেষ কবরস্থানে যায়। সেখানে গিয়ে তার ভাইকে দাফন করানোর পর সে উপস্থিত সকালের সামনে উঁচু আওয়াজে বলেন;"হে আল্লাহ! এখন সে আপনার উপর অর্পিত। আপনিই আদিল (ন্যায়পরায়ণ) এবং আহকামিল হাকিমিন ( শাসকদের শাসক) তুমি উত্তম ফয়সাল কারী আল্লাহ।তাই আমি আপনাকেই বলছি। সে যেভাবে আমাকে ৩০ বছর ধরে আমার বাবার সম্পতি থেকে বঞ্চিত রেখেছিল, সেভাবে আপনিও তাকে আপনার রহমত থেকে বঞ্চিত করুন।"আমি মনে করি, এই ঘটনাটি আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা । বান্দার হক অনেক কঠিন জিনিস। আপনার বোনদের সম্পওি বন্টনের ক্ষেএে,, হক আদায় করুন,, আল্লাহর প্রতি ভয় করুন ছুম্মা আমিন

Dawah - দাওয়াহ

26 Dec, 07:06


মক্কার সামনে দাঁড়ায় থাইকা কুফরি করা নাউযুবিল্লাহ মিন যালিক।আরে কি হলো এই উম্মাহের 😅 💔

Dawah - দাওয়াহ

26 Dec, 06:12


- দুনিয়া কে আঁ'কড়ে ধরার পরিনতি..!

🎙️ জাকারিয়া মাসুদ

Dawah - দাওয়াহ

26 Dec, 04:08


"যে ব্যক্তি কুরআন ভুলে যায়, সে আমানত নষ্ট করে। নিয়মিত মুরাজা‘আ(রিভিশন) করা এই আমানত রক্ষা করার উপায়।”

~ ইমাম আত-তাবারি রহিমাহুল্লাহ

Dawah - দাওয়াহ

26 Dec, 01:06


আল্লাহ তায়ালা জালিদের হিসাব নেন, আল্লাহ তায়ালা মাজলুমদের জন্য যথেষ্ট 🥀

Dawah - দাওয়াহ

25 Dec, 17:05


প্রতি একর টমেটো চাষে, বছরের সকল খরচ বাদ দিয়ে , ১ কোটি ১০ লাখ টাকা লাভ (92,261.00, USD)...!!

জী, এভাবেই আমেরিকার এক কৃষক কেভিন আমার/ সামনে তার ডাটা গুলো প্রেজেন্ট করছিলেন (নিচের ছবিতে); যখনই কৃষকদের কনফারেন্সে যাই তখনই দেখি তাদের চাষাবাদের ও জীবনযাপনের ধরন।

এইখানের কৃষকদের জীবন দেখলে মনে হবে, এরা এক একজন রাজা/সম্রাট। যেকোনো কিছু আবাদ করতে তাদের ৫-৬ স্তরের ডিফেন্স সিস্টেম রেডি থাকে।
একটু ক্লিয়ার করে বলি,

১। একটা কৃষক যখন আবাদ শুরু করবে তার আগেই ওই ফসলের চাহিদা, বাজারের অবস্থা, ও অন্যান্য ফিজিবিলিটি স্টাডি করে সেই রিপোর্ট কৃষকে দিয়ে দেয়, ওই রাজ্যের বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট; ওই ফসলের জন্য যদি আলাদা কোন টেকনোলজি বা কোন স্পেশাল কিছুর দরকার হয় তাহলে সেটা জানানোর জন্য আছে প্রত্যেক স্টেটের এগ্রিকালচার এক্সপেরিমেন্ট স্টেশন!!

২। সম্রাটদের দ্বিতীয় লেয়ারের ডিফেন্স হলো মাস্টার গ্রোয়ার এন্ড গ্রোয়ার কনসালটেন্সি ফার্মস; আপনি যে কোন একটা ফার্মের রেজিস্টার মেম্বার হলে তারাই আপনাকে সকল প্রকার পরামর্শ দিবে, কখন কোন ওষুধ প্রয়োগ করবেন কখন কোন ধরনের রোগ-বালাই আসতে পারে সবকিছু; আপনার কাজ হলো এদেরকে ফলো করা এবং এদের টাকা দেওয়া! তাদের ভুল পলিসিতে যদি আপনার ফসল মারা যায় তাহলে সেই কম্পেনসেশন আপনি পাবেন!

৩। সম্রাটদের তৃতীয় লেয়ারের ডিফেন্স হলো ক্রপ ইন্সুরেন্স ও ফ্যাসিলিটি ইন্সুরেন্স পলিসি; তারা নিয়মিত আপনার চাষাবাদ ও চাষাবাদ সম্পর্কিত স্থাপনা পর্যবেক্ষণ করবেন এবং আপনাকে পরামর্শ দিবেন; তারপরে যদি কোন রোগ অথবা ব্যাধিতে ফসল টার্গেটেড ইল্ড পরিমাণ না হয়, তাহলে তারা পুরা ক্ষতিপূরণ দিবেন!

৪। উপরে সবগুলো যদি ফেল করে তাহলে সম্রাটের চতুর্থ লেয়ার ডিফেন্স হলো তার নিজের স্টেটের ডিপার্টমেন্ট এগ্রিকালচার; আপনি স্টেটের রেজিস্টার্ড কৃষক হলে, বড় ধরনের দুর্যোগে তো ভর্তুকি পাবেনই সাথে উপরের কোন সিস্টেম কাজ না করলে সেই ভর্তুকিও পাবেন।

৫। কৃষকদের সর্বশেষ অথবা পঞ্চম লেয়ার অফ ডিফেন্স হলো তাদের ফেডারেল গভমেন্ট; যেহেতু কৃষকরা প্রাথমিক স্তরের উৎপাদক, তাই গ্রেট আব্রাহাম লিংকনের সময় থেকে কৃষকদের জন্য আলাদা ভর্তুকি ও আলাদা সুবিধা সাংবিধানিকভাবে তাদের বাজেটের মধ্যে সবসময় রাখা হয়। এদের সব কৃষক জানে; যে কোন বড় দুর্যোগে যদি কোন নির্দিষ্ট ফসলের কোন বড় ধরনের ক্ষতি হয় অথবা কোন ধরনের সমস্যা হয় যেখানে উপরের চারজনের কেউই দায়ী নয় তাহলে তাদের রাষ্ট্রপ্রধান তাদের পাশে থাকবে, এবং ভর্তুকি ঘোষণা দিবেন !!!

তাদের জিডিপির মাত্র ৫.৫-৬ ভাগ আসে কৃষি থেকে; তারপরও তারা তাদের কৃষকদের প্রতি কি পরিমান যত্নশীল!!!!

আর আমাদের কৃষি নির্ভর দেশে………??

– Sazan Rahman

Dawah - দাওয়াহ

24 Dec, 17:24


আমার সেই সব ভাইদের মুখে জুতা মারি যারা মুসলিম হয়েও কিছু একটা পালন করবে। 🩴

Dawah - দাওয়াহ

24 Dec, 15:03


সমন্বয়কদের "দ্বীনের পথে ফিরে এসে" মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে বললেন গুপ্তঘাতকরা।দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে মৃত্যুবার্তা। মুমিনরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। যে বা যারা করেছেন, তাদের উদ্দেশ্য যাই হোক, আমরা এটা দাওয়াত হিসেবেই নিলাম। কিন্তু প্রশাসনও কি এসব দেয়াললিখন দ্বীনের পথে দাওয়াত হিসেবেই দেখছে?

Dawah - দাওয়াহ

24 Dec, 14:31


یہ مردوں کی خوبصورتی ہے۔🤍
এটাই পুরুষের সৌন্দর্য 🤍

Dawah - দাওয়াহ

23 Dec, 17:58


একটা কলিজার টুকরা 🥀 সমস্ত মুখে কাটছেড়া সেলাই, হাতে প্লাস্টার তাও ফ্রাকচার সারিয়ে তুলতে এই ছোট্ট পাখিটার হাতে রডগুলো 💔💔 আমাদের ক্ষমা করে দিস পাখি

Dawah - দাওয়াহ

23 Dec, 17:06


দেখুন, বড় বোনের ছেলে অর্থাৎ ভাগিনা। যে কিনা মাহরাম, তবুও কত বড় ফিতনায় পতীত হলো। 🥀

Dawah - দাওয়াহ

23 Dec, 10:45


🤣🤣

Dawah - দাওয়াহ

22 Dec, 17:13


প্রায় দেড় দশক পরে, পাঠকদের হাতের নাগলে 'আমার দেশ'!সাংস্কৃতিক লড়াইয়ে বুনিয়াদ হলো আগে আদর্শকিতা তারপর উদারনৈতিকা.. যাত্রার শুরুতে রইলো আমার দেশের কাণ্ডারী জনাব আঙ্কেল মাহমুদুর রহমান ও তাঁর এসোসিয়েটদের প্রতি ভালবাসা💝 সঙ্গে তাঁদের উদ্দেশ্যে নিবেদিত হলো উপরের ছোট্ট পর্যবেক্ষণটি।

— মুফতি হারুন ইযহার

Dawah - দাওয়াহ

22 Dec, 12:12


🥀🥀

Dawah - দাওয়াহ

22 Dec, 07:02


মানুষ কতটা অসহায় হলে এই কথা বলতে পারে😅
আল্লাহ উনার জন্য যথেষ্ট হোন। কেউ চিনলে যোগাযোগের মাধ্যম থাকলে জানাবেন প্লিজ,সবাই মিলে সহায়তার হাত বাড়াব ইন শা আল্লাহ 🥀

Dawah - দাওয়াহ

22 Dec, 05:19


অদ্য সন্ধ্যায় ধানমন্ডির রাস্তায়, সুশীল সমাজ প্যান্ট ভিজার ফেলবে 😌😌

Dawah - দাওয়াহ

06 Dec, 09:22


ইন শাআল্লাহ
💚🥀

Dawah - দাওয়াহ

06 Dec, 08:21


কি হে ভাইলোগ?
আজকে কার কার জুতা হারিয়েছে? 💀😆

Dawah - দাওয়াহ

06 Dec, 05:32


Dawah - দাওয়াহ pinned «»

Dawah - দাওয়াহ

06 Dec, 05:16


আমিন ❤️‍🩹

Dawah - দাওয়াহ

06 Dec, 04:54


ওপ্সসস!! 💀

Dawah - দাওয়াহ

05 Dec, 18:34


@systemadminbd থাকতে দাওয়াহ হ্যাক হবে is it possible ? 💀💀

Dawah - দাওয়াহ

05 Dec, 18:18


সদাকাহ CLOSED ☑️

বিকাশ + নগদে (২২৪১+২৭৯) টোটাল টাকা এসেছে ২৫২০ টাকা। আমাদের পক্ষ থেকে ঐ বোনের জন্য কেরানীগঞ্জের সমাজ সেবক সমিতির উপর বোনটির দায়িত্ব দেওয়া হয়েছে। আর কারও সদাকাহ না পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে ইন শা আল্লাহ তায়ালা। পূর্বের অর্থ+ নতুন প্রাপ্ত অর্থ এবং সমাজ সেবক সংস্থা থেকে অর্থ নিয়ে তাকে ইন শা আল্লাহ অপারেশন এবং তার ভরণপোষণের ব্যবস্থা নেওয়া হবে ইন শা আল্লাহ তায়ালা। আমরা সামনে আরও আপডেট জানাব ইন শা আল্লাহ। এবং ব্যাংকসহ সকল অর্থ আগামীকাল দায়িত্বশীলের (মুহাব্বাতে কুরআনের উস্তাযার) কাছে প্রেরণ করে প্রমাণ দিব ইন শা আল্লাহ। সকলকে জাজাকুমুল্লাহু খাইর৷ @dawaahofficial

Dawah - দাওয়াহ

04 Dec, 19:06


I am lefting carry on..

Bye

Dawah - দাওয়াহ

04 Dec, 17:25


ছবিতেই সব আছে। ইগ্নোর কইরেন না 💔 কেউ সরাসরি সাহায্য করতে চাইলেও জানাবেন প্লিজ।
বিকাশ/নগদ:
01676321835
ভিসা :( ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড)
4170338050652221

@dawaahofficial
সদাকাহ ক্লোজড

Update:
https://t.me/dawaahofficial/1544?single

Dawah - দাওয়াহ

04 Dec, 07:45


ভারত ও ভাগ্য গোমাতা!! 🤣🤣🤣
©

Dawah - দাওয়াহ

04 Dec, 05:59


হজরত ওমর (রা.) এই দোয়া করতেন বলে সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে—اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ উচ্চারণ: ‘আল্লাহুম্মার যুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াঝআল মাওতি ফি বালাদি রাসুলিকা’ অর্থ: ‘হে আল্লাহ! আমাকে আপনার রাস্তায় শাহাদাত নসিব করুন এবং আমার মৃত্যু আপনার রাসুলের শহরে দান করুন।’ (সহিহ বুখারি: ১৮৯০)

Dawah - দাওয়াহ

03 Dec, 17:00


বল দৌড়াইয়া গেল কই 💀

Dawah - দাওয়াহ

02 Dec, 17:20


মসজিদ ভা’ঙা হচ্ছে কোন দেশে?
- Hi’ন্দুস্তানে।

দিনে-দুপুরে মুসলিম Kuপিয়ে Ho’ত্যা হচ্ছে কোন দেশে?
- Hi’ন্দুস্তানে।

মুসলিমদের ঘর বুলডোজার দিয়ে গুঁ’ড়িয়ে দেওয়া হচ্ছে কোন দেশে?
- Hi’ন্দুস্তানে।

রাষ্ট্রীয় মদদে মুসলিম নি’ধন করা হচ্ছে কোন দেশে?
- Hi’ন্দুস্তানে।
.
এরপরেও নাকি শান্তিরক্ষী বাহিনী আমাদের দেশেই পাঠাতে হবে। গো-মূ’ত্রখেকুদের কবে শুভবুদ্ধি হবে?
.
আমরা তাদের ব্যাপারে ঐক্যবদ্ধ না হলেও, ওরা কিন্তু ঠিকই আমাদের বিরুদ্ধে একমত।
মমতা থেকে Mo’দি - সবার গোড়া একই জায়গায়। আর সেটা হলো Hi’ন্দুত্ববাদ।

আমাদের গোড়াও একই জায়গায় আনতে হবে। আর সেটা অবশ্যই এবং অবশ্যই ইসলাম। ভিন্ন কিছু নয়।

– জাকারিয়া মাসুদ

Dawah - দাওয়াহ

02 Dec, 10:10


আমাদের পুরুষরাই যেখানে গান-বাদ্য ছাড়তে পারল না, সেখানে নারীরা আর কি দোষ করল।আল্লাহ আমাদের হিদায়েত দিন 💔

Dawah - দাওয়াহ

02 Dec, 09:52


ইলিশ না দিলে নাই 😮‍💨

Dawah - দাওয়াহ

02 Dec, 05:41


Bibi shocked
Imam rocks 😌😏
@dawaahofficial

Dawah - দাওয়াহ

01 Dec, 18:39


😒

Dawah - দাওয়াহ

01 Dec, 15:13


গা যা য় এক ছোট শিশুর লা!শ খাচ্ছে কু*কুর! 💔😭

Dawah - দাওয়াহ

01 Dec, 06:19


Ewwwwwww 🤢

Dawah - দাওয়াহ

01 Dec, 05:33


তিনটা সাউন্ড আমাকে খুশী করেঃ
১) কুরআন তিলাওয়াতের সাউন্ড ❤️
২) এটিএম মেশিনের krrrr সাউন্ড 🤑
৩) বন্দুক,বো ম আর স্নাইপারের সাউন্ড 🔥

Dawah - দাওয়াহ

30 Nov, 15:43


মৃত্যু নিয়ে ডা: শামসুল আরেফিন শক্তির খুব শক্তিশালী একটি কথা আছে। তিনি বলেছিলেন-"ইসলাম নিয়ে যেহেতু কাজ করি, স্বাভাবিক মৃত্যুর আশা করি না। উটের মত শুয়ে মরতে চাইও না। শুধু দুআ করি, আমার মৃত্যুটা যেন অনর্থক না হয়। আসহাবে উখদুদের ছেলেটার মত আমার মৃত্যু যেন বারুদ হয়। সবুজ ঘাসে লাল হয়ে পড়ে থাকবো... লাল গালিচায় করে চলে যাবো রাইহান ফুলের তোড়া হাতে আর পিছনে রেখে যেতে চাই দাবানল... আমার মৃত্যু হবে সেই শর্টসার্কিট। আল্লাহ যেন অহেতুক হায়াত আর অহেতুক মউত থেকে হেফাজত করেন। মউতের দ্বারাও যেন দীনের কাজ নেন।
©

Dawah - দাওয়াহ

30 Nov, 06:17


দিল্লী বাংলাদেশে কুকুর লেলিয়ে দিয়েছে , কুকুরের সাথে কোন বোঝাপরা নাই।
-মুফতি হারুন ইজহার (হাফি:)

@dawaahofficial

Dawah - দাওয়াহ

30 Nov, 05:37


বাপ্রে বাপ কি আবদার

Dawah - দাওয়াহ

29 Nov, 21:44


রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম বাসীর বরকতের জন্য দোয়া করেছেন।

শাম হলো সেই স্থান যেখানে ৮০টি পতাকাবাহী ইমাম ম।হ।দীর বিরুদ্ধে অবস্থান নিবে৷

এই শামেই ঈসা ইবনে মারঈয়ামের আগমন ঘটবে৷

শাম জেগে উঠেছে মানে আমরা প্রতীক্ষিত মহাকালের মহা সন্ধিক্ষণের সাক্ষী হতে যাচ্ছি।

আল্লাহ আমাদের শেষ হায়াত পর্যন্ত ঈমানের তাবুতে থাকার তৌফিক দিক৷ আর এদিকে গা য ও য়া তু ল হি ন্দ এর দামামা বেজে উঠছে।

আমরা এমন এক সময়ে হাজির হয়েছি। যদি নিজেকে ইসলামের জন্য উৎসর্গ করা যায় আমরা সহজেই শ্রেষ্ঠ শ'হী'দের মর্যাদা পাবো ইনশাআল্লাহ।

©

Dawah - দাওয়াহ

29 Nov, 19:56


কমেন্ট গুলা দেইখা আসেন জাস্ট, দাদাদের পেছনে কি আগুনটাই না লেগেছে 😂
ক্লিক করুন

বুয়েট ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের প্রবেশ পথে ভারতীয় পতাকার অনুরূপ একটি আর্টওয়ার্ক তৈরি করা হয়েছে, এটি পায়ে হেঁটে পার হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।

#Bangladesh #BUET #DhakaUniversity

Dawah - দাওয়াহ

29 Nov, 17:22


Ewwwwwwwwww 💀

Dawah - দাওয়াহ

29 Nov, 11:58


📌
মসজিদ থেকে মন্দির: ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস!!

জার্মানির হিটলারের প্রধান উপদেষ্টা জোসেফ গোয়েবলস এর একটি বহুল পরিচিত উক্তি হলো - “Repeat a lie often enough and it becomes the truth” অর্থাৎ একটি মিথ্যাকে বারংবার প্রচার করতে থাকলে মানুষ সেটাকে সত্যি হিসাবে মেনে নেয়।

ঠিক একইভাবে ভারতের মোদীর প্রধান সহযোগী অমিত শাহ একবার বিবৃতি দিয়েছিল যে – “ আমরা যে কোন মিথ্যাকে ভাইরাল করে দিতে পারি। “ অর্থাৎ তারা যে কোন মিথ্যাকে মিডিয়ার মাধ্যমে সত্য হিসাবে উপস্থাপন করতে পারে।

অবাক হওয়ার কিছু নেই, তারা ঠিক এইভাবেই হিন্দুদের বিশ্বাস করিয়েছে যে তাদের কল্পিত রাম বলে কেউ ছিল এবং তার জন্ম নাকি বাবরি মসজিদের স্থানে। এর ফলশ্রুতিতে তারা বাবরি মসজিদ ভেঙ্গে গায়ের জোরে সেইস্থানে রাম মন্দির তৈরি করছে।ওদের সবকিছু মিথ্যার উপর প্রতিষ্ঠিত

এইবার আসা যাক মূল প্রসঙ্গে:

ঢাকেশ্বরী মন্দিরের জায়গায় ছিলো,
খাজা আজমির জামে মসজিদ।

বর্তমান ঢাকেশ্বরী মন্দিরের স্থানে পূর্বে মুসলিম আমলে একটি ঈদগাহ ছিল, যা "মুসলিমবাগ ঈদগাহ" নামে পরিচিত ছিল। শায়েস্তা খাঁর শাসনামলে (১৬৬৪-১৬৮৮) এটি প্রতিষ্ঠিত হয়। এই ঈদগাহটি ঢাকার বৃহৎ ঈদগাহগুলোর একটি ছিল এবং এর পাশেই একটি মসজিদ ও ঐতিহাসিক একটি কূপ ছিল, যা সুস্বাদু পানির জন্য খ্যাতি অর্জন করে। মানুষের জন্য উপকারী ছিলো। দূর দূরান্ত থেকে মানুষ পানি পান করতে আসতো।বহু বিধর্মীকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছিল।শুধু তাই নয়, ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশে আসার পরে এই কূপের পানি খেয়ে উপকৃত হয়ে এটাকে তাদের বুঝ অনুযায়ী “প্রফেসিক ওয়াটার” বলে আখ্যায়িত করেছিলো। অথচ কূপটির মূল ইতিহাস ও মালিকানা মুসলমানদের সাথে সম্পৃক্ত।

ঐতিহাসিক তথ্য অনুসারে, হিন্দু সম্প্রদায় ব্রিটিশ শাসনের সময়ে তাদের দালালি করে ছলে-বলে-কৌশলে মুসলিমদের ঈদগাহ দখল করে সেখানে ঢাকেশ্বরী মন্দির স্থাপন করে। যদিও মন্দিরটি সেন যুগে নির্মাণের দাবি করা হয়, এর নির্মাণশৈলী মুসলিম স্থাপত্য রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সময়ের আবর্তনে এই কূপের পানির লোভ তথা ঈদগাহ ময়দানের সৌন্দর্যবোধ হিন্দুদের স্বপ্নের বিষয় হয়ে দাঁড়ায়। ব্রিটিশ আমলে হিন্দুরা ব্রিটিশদের পা চেটে, অনেক কাকুতি মিনতি করে অতি কৌশলে স্থানটি দখলদারিত্ব নিয়ে নেয়। পরবর্তীতে হিন্দুরা এই বরকতময় পানিকে তাদের মতো পবিত্র করার লক্ষ্যে এর ভেতর গো-চনা নিক্ষেপ করে ও নানা পূজা পার্বন করার কারণে কিছুদিন পর পানি ঐশ্বরিকভাবে বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও সেই পানি আর তারা উত্তোলন করতে পারেনি। এক পর্যায়ে ব্রিটিশদের সহযোগিতায় এই কূপ ও ঈদগাহের সমস্ত ইতিহাস তারা মুছে দেয় এবং মিথ্যা ইতিহাস তৈরি করে। সেই মিথ্যা ইতিহাসে হিন্দুরা বলে, ১২শ শতাব্দিতে বল্লাল সেন এই মন্দির প্রতিষ্ঠিত করে।

কিন্তু ঐতিহাসিকরা আগেই প্রমাণ করেছে তৎকালীন যুগের মন্দিরের নির্মাণ শৈলীর সাথে এর কোনো মিল নেই।এর নির্মাণশৈলী মুসলিম স্থাপত্য রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

স্থানটি পরবর্তীতে ঢাকেশ্বরী মন্দিরে রূপধারণ করে। হিন্দুরা সেখানে দুর্গা পূজার প্রচলন ঘটায়। বর্তমানে ঢাকেশ্বরী মন্দিরটি হচ্ছে দূর্গাপূজার সবচেয়ে বড় স্থান। যেহেতু দুর্গাপূজার বিশেষত্বেই এই মন্দিরের পরিচিতি সুতরাং এই মন্দিরের প্রতিষ্ঠা ব্রিটিশ আমলেই। কেননা, ব্রিটিশ আমলেই দুর্গাপূজার প্রচলন হয়। এর আগে দুর্গা পূজা বলতে হিন্দুদের মধ্যে কোনো উৎসব ছিলো না।তারা বৃটিশদের সাথে হাত মিলিয়ে মুসলিমদের পরাজিত করে বিজয় উৎসব হিসেবে পালন করতে থাকে।বৃটিশদের বরণ করে নেয়।

_সংগৃহীত

Dawah - দাওয়াহ

29 Nov, 04:24


অর্থের আগামাথা কিছুই বুঝা যাচ্ছে না, কিন্তু গায়ের পশম পর্যন্ত কণ্ঠ মিলাইতেসে যেন। আপনার ভেতরে ঈমান থাকবে আর এই টোনে "লা ইলাহা ইল্লাল্লাহ" শুনে আপনার ক্ষত সারবেনা -আমার ধারনা এটা হতেই পারে না। @dawaahofficial

Dawah - দাওয়াহ

28 Nov, 17:17


Proud of you MAN ❤️‍🔥
Dhaka University website hacked, কারণ পড়তে লিংকে ক্লিক করুন
All people should #boycott india, iskon, prothom alo,daily star and all those people who supports it 💀🔥
@systemadminbd

Dawah - দাওয়াহ

28 Nov, 15:04


Context : Saiful Islam Alif. ❤️‍🩹
তার সন্তানটাকে দেখেন একটাবার ❤️‍🩹
ক্লিক করুন

Dawah - দাওয়াহ

21 Nov, 04:46


"রাগ হলো সিংহের মতো; এর মালিক যদি ওকে মুক্ত করে দেয়, তাহলে তাকে খেয়ে ফেলবে।

আর প্রবৃত্তি হলো আগুনের মতো; এর মালিক যদি একে এবার জ্বালায়, তাকে পুড়িয়ে ফেলবে।

যে ব্যক্তি তার প্রবৃত্তি ও রাগকে বাগে রাখতে পারে, শয়তান তার থেকে দূরে সরে যায়। আর যে এই প্রবৃত্তি ও রাগের কাছে হার মানে, শয়তান তার সঙ্গী হয়ে যায়।"

---ইবনে কাইয়্যিম (রহ.)
সূত্র: আল-ফাওয়ায়িদ, ২৬৭

- Iqra Online Academy - IOA

Dawah - দাওয়াহ

20 Nov, 04:22


🔴 কলেজের মসজিদে মাইক লাগিয়ে আজান দিতে স্থানীয় হিন্দুদের বাঁধা, সাধারণ শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে দুধর্ষ হামলা!

মাদারীপুর জেলার ডাসার উপজেলার শশীকর গ্রামের শহীদ স্মৃতি কলেজের মসজিদে মাইক লাগিয়ে আজান দিতে গেলে বাধা দেয় স্থানীয় হিন্দুরা।

শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে ৩০-৩৫ জন হিন্দু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মুসলমান ছাত্রদের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়।

তারিখ: ১১ নভেম্বর ২০২৪
লোকেশন: ডাসার, মাদারীপুর।

Dawah - দাওয়াহ

20 Nov, 03:16


বাংলাদেশের কোন প্রত্যন্ত গ্রাম্য এলাকায় হিন্দু বেশি হলে (বড়জোর ত্রিশ শতাংশ) মুসলমান আযান দিতে পারবে না,গরুও কোরবানি করতে পারবে না।
কিন্তু ঢাকার বিভিন্ন এলাকায় হিন্দুরা চার পাঁচজন করে হলেও তাদেরকে আবার সংখ্যালঘুর অধিকার দিতে গিয়ে স্থানীয় ঈদগাহের মাঠে মন্ডপ তৈরি করে দিতে হবে।
-হারুন ইজহার

Dawah - দাওয়াহ

19 Nov, 08:10


সালাহরা ঘুমিয়ে পড়েছে
দেখার কেউ যেন নেই,
দায়িত্বশীলেরা সবে
হারিয়ে ফেলেছে
দায়িত্ব পালনের খেই| ❤️‍🩹😞

Dawah - দাওয়াহ

18 Nov, 18:22


গ্রুপ স্টাডির নামে ক্লাসরুমে বসেই 'পর্নগ্রাফি' দেখছে মাইলস্টোন কলেজের ছাত্রীরা!

কলেজ কতৃপক্ষের যেন কিছুই করার নেই। ইনবক্সে প্রমাণস্বরুপ ভিডিও পাঠিয়েছেন মাইলস্টোন কলেজের এক ছাত্রী

🌐 টেলিগ্রাম : https://t.me/Muslim_Persecution

Dawah - দাওয়াহ

18 Nov, 09:22


“তুমি একজন পুরুষকে ধ্বংস করলে একজন পুরুষই ধ্বংস হবে, আর একজন নারীকে ধ্বংস করলে ধ্বংস হবে পরবর্তী প্রজন্ম।”

এজন্যই মুসলিম নারীদের মাঝে ফেমিনিজম ছড়ানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যায় করা হয়। নারীরাও ওদের ফাঁদে পা দেয়। নারীদের ব্যাপারে আলোচনা করতে নারী বিশেষজ্ঞ হওয়া লাগে না, শত্রুদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত থাকলেই যথেষ্ট হয়।

আমরা চাই বোনেরা সুরক্ষিত থাকুক, কোনো এজেন্ডার অংশ না হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে গড়ে তুলুক।

Dawah - দাওয়াহ

18 Nov, 09:02


অনেকেই সিন্ডিকেট কি সেটা বুঝে না। এটাই হচ্ছে সিন্ডিকেট যে প্রয়োজনে ফেলে দিব নস্ট করব তবুও কম দামে বাজারে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে দাম নিম্নগামী হবে। দাম নিম্নগামী করা যাবে না।🙂

Dawah - দাওয়াহ

17 Nov, 07:20


নাশীদ শিল্প এখন বলিউড ছেড়ে হলিউডকে ধরে ফেলেছে। নাটক মুভির সিন না রাখলে আজকাল বেইমান মানুষের দিল আর নাশীদ শুনে বিগলিত হয়না। তাই শিল্পী আবু উবায়দা নাশিদে হলিউড মুভির মত এক্টিং করার পাশাপাশি তার নাশীদের ব্যাকগ্রাউন্ডে ব্লার করে অর্থাৎ ঝাপসা করে স্কুল ছাত্রীও আজকাল রাখছেন! অচিরেই নাশীদে এসব ঝাপসা টাপসা উঠে গিয়ে নায়িকারা ঝকঝকা স্ক্রিনে নায়কদের সাথে ফিরে আসবে এই প্রত্যাশা রইলো। উন্নতি যখন হচ্ছেই, এটাই বা বাকি থাকবে কেন! কলরবের ভাইয়েরা এই দিকটাকে দৃষ্টি দিতে পারেন কিন্তু।

Dawah - দাওয়াহ

15 Nov, 12:53


আল্লাহ মাবুদ! কিচ্ছু বলার নাই 💔

Dawah - দাওয়াহ

13 Nov, 09:05


নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ (শেষ যামানায়) ‘ইল্‌ম উঠিয়ে নেয়া হবে, অজ্ঞতা ও ফিতনা ছড়িয়ে পড়বে এবং ‘হার্‌জ’ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রসূল! ‘হার্‌জ’ কী? তিনি হাত দ্বারা ইঙ্গিত করে বললেনঃ ‘এ রকম’। যেন তিনি এর দ্বারা হত্যা বুঝিয়েছিলেন।

সহিহ বুখারী,৮৫

Dawah - দাওয়াহ

12 Nov, 16:35


বিস্তারিত পড়তে ক্লিক করুন 🙂💔
আপডেট এখানে

Dawah - দাওয়াহ

12 Nov, 11:07


No need to say where it is. When you eat, try to remember them and think what can you do for them, beginning from a sincere dua.

Dawah - দাওয়াহ

10 Nov, 13:31


বই:দাসত্বের মহিমা

Dawah - দাওয়াহ

10 Nov, 10:17


বাকরুদ্ধ ❤️‍🩹💔

Dawah - দাওয়াহ

08 Nov, 18:01


প্রথম আলুকে তো চিনলেন,
কিশোর আলু (কিআ) তাহলে বাদ কেন?

কিআ (কিশোর আলো) প্রথম আলুর সহযোগী একটি ম্যাগাজিন প্রতিষ্ঠান। যারা সাধারণত শিশু কিশোরদের নিয়ে কাজ করে। এদের মূল লক্ষ্য হচ্ছে শিশু কিশোরদের মাঝে
পশ্চি'মা আদর্শের বীজ বোনা।
যার সম্পাদক হিসেবে রয়েছেন ক'ট্ট র ইস' লা ম বি'দ্বেষী আনিসুর রহমান।

Dawah - দাওয়াহ

07 Nov, 17:29


নাউযুবিল্লাহ মিন যালিক! কোপানোই উচিত। আল্লাহ হেদায়েত দিন।

Dawah - দাওয়াহ

06 Nov, 00:22


ইমাম শাফেয়ী (রহ:) বলেন:

আমরা পাপ মুক্তি চেয়েছিলাম
দ্বোহার নামাজে তা আমরা পেয়েছি

আমরা কবরের আলো চেয়েছিলাম
কোরআন তিলাওয়াতে আমরা তা পেয়েছি

আমরা পুলসিরাত পারাপারের নিশ্চয়তা চেয়েছিলাম
রোজা ও সাদকায় আমরা তা পেয়েছি

আমরা আরশের ছায়া চেয়েছিলাম
নেককারদের সোহবতে আমরা তা পেয়েছি

সুত্র: (আল বুহুরুয যাখিরাহ: ১/৮৫)

Dawah - দাওয়াহ

05 Nov, 16:46


পুরুষ কখনোই তার ❝ স্ত্রী ❞ ব্যাতীত মানসিক শান্তি পাবেনা।

Dawah - দাওয়াহ

05 Nov, 04:07


জীবন যে কত্তটা ক্ষণস্থায়ী তা বুঝতে পারলে রাগ-ক্ষোভ, মান-অভিমান আর অহংকার ধুলোয় মিশে যাওয়া উচিত। 😔

Dawah - দাওয়াহ

04 Nov, 12:27


ফাতিহা আয়াতদের মাধ্যমে দেশে আমে রিকান ইসলাম পুশ করা হবে খুব দ্রুতই। অনেকটা ইসলামের মালালা ভার্সন। দীর্ঘ মনস্তাত্ত্বিক লড়াইয়ের জন্য তৈরি হন ভায়েরা। ড. ইউনুস দেশে ওয়েস্টার্ন থিংক স্ট্যাবল করে যাবেন। পশ্চিমে আমুদে জীবন ছেড়ে ফাতিহা হঠাত দেশে কেন, ভাবুন।

ফাতিহা এখন মিডিয়াতে গুরুত্ব পাবে। সরকারিভাবে প্রমোটেড হবে। যাদের চোখ আছে তারা বাহ্যিক দেখে, যাদের অন্তর্চোখ আছে তারা ভেতরটাও দেখতে পায়।

সাদিক ফারহান

Dawah - দাওয়াহ

04 Nov, 10:10


পুরুষ মানুষ!

Dawah - দাওয়াহ

03 Nov, 07:43


সম্পদ কমে যাওয়ায় যদি দুশ্চিন্তা হয়, তবে হায়াত কমে যাওয়ার ফলে তোমার ক্রন্দন করা উচিত।’’

ইমাম ইবনুল জাওযি (রহ.)
[সিফাতুস সাফওয়া: ১/৫৫৯]

Dawah - দাওয়াহ

02 Nov, 18:28


কী আজীব! এই পাগড়ি আমি মক্কায় পড়েছি, মদীনাতেও পড়েছি। অথচ এই পাগড়ির কারণে আজ মদীনায় পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। এটা নাকি ফিলি*স্তিনি*দের নিদর্শন হিসাবে 'মামনু' - নিষিদ্ধ।

সম্ভবত দুপুর থেকে একজন সিআইডি আমাকে ফলো করেছে। বা'দ আসরের পর আমার তাফসীরের দারস সে রেকোর্ড করেছে। মাগরিবের সালাতের পর যখন রিয়াযুল জান্নায় যিয়ারার জন্য বের হই, সি'আই*ডি আমাকে আটকে দেয়। সে পুলিশ কল করে। মিনিট তিনিকের মধ্যে কয়েকজন পুলিশ এসে হাজির।

পুলিশ ভিসা দেখার নাম করে আমার মোবাইল নিয়ে নেয়। ওদের সাথে পুলিশ স্টেশনে যাই। আমাকে বসিয়ে রাখে। প্রথমে ওয়াশরুমেও যেতে দেয় না। আমাকে জিজ্ঞেস করে 'ফিলি*স্তিনে কোথায় থাকি?'। আমি বারবার বলি, বাংলাদেশ থেকে এসেছি, সেখানেই থাকি। ভিসা যেন ওরা কোই কোই পাঠাল। অবশেষে নিশ্চিত হল যে, আমি বাংলাদেশী, সেখানেই থাকি।

আমাকে যখন ওয়াশরুমেও যেতে দিল না, তখন আমি তিলাওয়াত শুরু করি। তার আগে দুআ পড়ছিলাম। আমার কী হবে, তা নিয়ে ভাবছিলাম না। শুধু একটাই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, আমাকে যদি ওরা এ দেশে নিষিদ্ধ করে দেয়! তবে নবিজির রওজায় আর আসা হবে না! কাবায় আল্লাহর সামনে আর হাজরা দেওয়া হবে না। তিলাওয়াত করতে করতে আমি ঘুমিয়ে পড়ি।

অবশেষে একটা নোট লেখেন একজন পুলিশ অফিসার। সেই নোট দিয়ে একজন উর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রেরণ করেন আমাকে। সেই কর্মকর্তা কাউন্সেলিং করে আমাকে হাসিমুখে বিদায় জানান। আমি শুধু এতটুকু নিশ্চিত হই, হারামাইনে আসতে আমার জন্য কোনো নিষেধাজ্ঞা থাকছে না! আলহামদু লিল্লাহ।

- হাফিজ আল মুনাদি

Dawah - দাওয়াহ

02 Nov, 14:52


' তোমাকেই বলছি' বই থেকে

Dawah - দাওয়াহ

25 Oct, 13:26


ছবি নয়, বাস্তব 💔

Dawah - দাওয়াহ

25 Oct, 05:10


সূরা কাহাফ পাঠ, দুরুদ পাঠ,
নিজ, স্বপরিবার ও মাজলুমদের জন্য দুয়া করা। ❤️

Dawah - দাওয়াহ

24 Oct, 09:54


❤️‍🔥

Dawah - দাওয়াহ

24 Oct, 04:35


সূরা তাকাসুর

Dawah - দাওয়াহ

23 Oct, 04:45


আমার রব্ব ❤️‍🩹

Dawah - দাওয়াহ

22 Oct, 12:17


Big welcome from putin ❤️

Dawah - দাওয়াহ

22 Oct, 10:25


আল্লাহ তায়ালা যাকে শহীদ হিসেবে নির্বাচিত করেন তাকে চিরকাল স্মরণীয় হওয়া থেকে কে আটকায়?

Dawah - দাওয়াহ

22 Oct, 10:11


"তোমাদের জিনিস তোমাদের কাছে ফিরিয়ে দিচ্ছি "
❤️🇵🇸

Dawah - দাওয়াহ

21 Oct, 12:46


ইনি হলেন ফুটবল জগতের বিখ্যাত আরব ধারাভাষ্যকার খলিল আল বালোশি। গতকাল একটি ম্যাচ চলাকালীন সময়ে কিছু শ্বেতাঙ্গ বাচ্চাদের হাসতে খেলতে দেখলেন। এই দৃশ্য দেখে তিনি অসহায় হয়ে গেলেন এবং চোখ দিয়ে পানি ঝরে পড়লো। তিনি বললেন, "মিষ্টি বাচ্চারা! প্রচুর হাসুন কিন্তু আরেকটি জগৎ আছে (ফিলিস্তিন), যেখানে আপনার কিছু বন্ধু আছে যারা হাসতে খেলতে জানে না"

~Muaz Maroof.

Dawah - দাওয়াহ

21 Oct, 09:58


মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ

Dawah - দাওয়াহ

20 Oct, 17:26


💯

Dawah - দাওয়াহ

20 Oct, 16:03


নানীর মনে হয় ইনকাম বন্ধ হইয়া গেসে 💀

Dawah - দাওয়াহ

20 Oct, 12:31


It's heart breaking 💔
im crying Rn😭

Dawah - দাওয়াহ

20 Oct, 12:17


জাতির পিতা ইবরাহিম (আ)
শেখ মুজিব ঘোড়ার ডিম 😏

Dawah - দাওয়াহ

19 Oct, 17:44


কনটেক্সট দিব না 😂😩

Dawah - দাওয়াহ

19 Oct, 15:16


Poopjeet 💀💩