যুহদ @juhod Channel on Telegram

যুহদ

@juhod


ফর দাওয়াহ!

যুহদ (Bengali)

যুহদ টেলিগ্রাম চ্যানেলটি মুসলিম যুবক ও যুবতীদের জন্য একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম। চ্যানেলটি 'ফর দাওয়াহ!' নামে পরিচিত। এখানে ইসলামিক শিক্ষা, সংবাদ, এবং আলোচনা সামগ্রী প্রকাশ করা হয়। চ্যানেলটি মুসলিম যুবক ও যুবতীদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। চ্যানেলে মুসলিম ধর্ম, ইসলামিক শিক্ষা, নীতি, পরামর্শ, উপদেশ এবং বিভিন্ন ধর্মিক বিষয়ের সঠিক জ্ঞান সংক্ষিপ্ত এবং স্পষ্টভাবে দেওয়া হয়। যুহদ চ্যানেলে দৈনন্দিন সমস্যাগুলির সমাধান, ইসলামিক প্রশ্ন-উত্তর, আলোচনা, চর্চা এবং আলোকচক্ষু স্থাপনের লক্ষ্যে বিভিন্ন ধর্মিক বিষয়ে সামগ্রিক জ্ঞান বাড়াতে হয়। তাই, এই চ্যানেলে যুবক এবং যুবতীদের জন্য মার্ফিক একটি সম্পূর্ণ প্যাকেজ সমগ্র পাওয়া যায়।

যুহদ

19 Sep, 14:02


আল কুরআনের দারস ০১ - প্রি অর্ডার ঘোষণা!

আমি আপনাদের সবসময় দুটো কথা বলি। তার মধ্যে একটি হলো, আমাদের এই আল-কুরআনের দারস নিছক কোনো তাত্ত্বিক আয়োজন নয়। ফিলোসোফিক কিংবা দর্শনগত কোনো আয়োজন নয়। আবার বাস্তবতাবিবর্জিত আয়োজনও নয়। আপনি বাংলাদেশের অধিকাংশ মাহফিল কিংবা বড় বড় সমাবেশগুলোতে উত্তেজনা, আবেগ, জোশ অনেক কিছুই পাবেন। কিন্তু বাস্তবসম্মত কাজের কোনো রূপরেখা কিংবা জামাআবদ্ধ হওয়া, চিন্তার পুর্নগঠন করা, বাস্তব কর্মসূচি প্রদান করার মতো কোনো উদ্যোগ নেই, পাবেন না। আমি আশা করব, আমাদের আল-কুরআন দারসে আসা প্রত্যেক ভাই দারসের প্রতিটি কথা তাদের বাস্তবজীবনে ধারণ করবে। এখানে লক্ষ জনতার সমাবেশ নেই। আবার সংখ্যা একদম কমও নয়। আপনাদের প্রত্যেকের পেছনে একেকটি জামাআহ বা জনশক্তি রয়েছে আশা করি। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় বা স্থানে আমাদের চিন্তা ও চেতনার প্রতিনিধিত্ব করবেন। আমাদের এই কুরআনের দারসের সাথে আপনারা যারা সম্পৃক্ত আছেন-আপনারা এই দারসকে, এই আয়োজনকে, এই দীনি আঞ্জামকে, এই দীনি সম্পর্কগুলোকে তাত্ত্বিক অথবা নিছক বিনোদন অথবা গতানুগতিকভাবে নিচ্ছেন, নাকি একে বাস্তবিকভাবে নিচ্ছেন, সেটাই মুখ্য বিষয়। এ জন্য আমাদের প্রতিটি আলোচনা হয়তো আমরা আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারি না, যা আমাদের বিভিন্ন দুর্বলতার কারণ। কিন্তু আপনাদেরকে এই আলোচনা শুনে বুঝে নিতে হবে এবং বাস্তবিক জীবনে আপনাদেরকে দারসুল কুরআনের বিষয়গুলো নিয়ে আসতে হবে।

আল-কুরআনের দারস - এক জীবন্ত আন্দোলন। এটা নিছক কোনো আয়োজন নয়, ফ্যান্টাসিও নয়। শাইখ বারংবার তাঁর দারসে এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যেন আমরা স্রেফ সুখপাঠ্যে বিভোর না হয়ে যাই, যেন হারিয়ে না যাই এক কল্পিত জগতে। এই দারসের মাকসাদই ছিল জাগরণ। শাইখ তাঁর দারসে বারবার সেই আজান দিয়েছেন। এই দারসের পরতে পরতে আমরা তা খুঁজে পাব ইনশাআল্লাহ। 

বই: আল কুরআনের দারস ০১
মূল: মুফতি হারুন ইজহার
প্রকাশক: Chintapotro Prokashon - চিন্তাপত্র প্রকাশন
পৃষ্ঠাসংখ্যা: ১৭৬
মুদ্রিতমূল্য: ৩০০৳
প্রি অর্ডার মূল্য: ২১০৳ (৩০% ছাড়ে)
কভার: পেপারব্যাক
সম্ভাব্য প্রকাশকাল: ২৫শে সেপ্টেম্বর ২০২৪

প্রি অর্ডার করতে 01779053767 (Bkash/nagad - personal) এই নাম্বারে ২৬০৳ (কুরিয়ার ফি ৫০৳ সহ) পাঠিয়ে কমেন্টে দেয়া গুগল ফর্মটি পূরণ করুন অথবা নক করুন আমাদের ইনবক্সে।

যোগাযোগ: 01834054856 (Contact & what's app)

https://docs.google.com/forms/d/1H9wI1D5rhmG_T0-pI8YiOxHYB3NaenEP2BR-dw7bQPI/edit?usp=drivesdk

যুহদ

26 Jun, 04:42


"আমার অবাক লাগে সেই মানুষগুলোর প্রতি, যারা অন্যের মন জয় করার জন্য এটা-সেটা করে। অথচ তারা ভুলে যায় মানুষের অন্তর আল্লাহর নিয়ন্ত্রণে।"

─ ইবনুল জাওযী রহিমাহুল্লাহ।

https://t.me/juhod

যুহদ

01 Jun, 15:45


https://t.me/juhod

যুহদ

30 Apr, 13:29


হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, জীবনের স্বাদ অনুসন্ধান করো তিনটি জিনিসের মধ্যে: সালাত, কুরআন এবং জিকির।

যদি এ তিনটির মাঝে জীবনের স্বাদ ও আনন্দ খুঁজে পাও তবে চালিয়ে যাও এবং সুসংবাদ গ্রহণ করো। আর যদি না পাও তবে আর কি! জেনে নাও, দুয়ার তোমার বন্ধ হয়ে আছে।

আবু নুয়াইম, হিলয়াতুল আউলিয়া: ৪/৩১৮

https://t.me/juhod

যুহদ

10 Apr, 13:44


تقبل الله منا ومنكم صالح الأعمال....

🌙🌙 ঈদ মুবারক🌙🌙

যুহদ

30 Mar, 14:18


যুহদ pinned Deleted message

যুহদ

26 Feb, 16:37


মূসা আলাইহিসসালাম ছিলেন কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন।

একদিন এক মহিলা মূসা আলাইহিসসালাম এর কাছে এসে অনুরোধ করলো, যাতে তিনি আল্লাহর কাছে তার ব্যাপারে ফরিয়াদ করেন। ওই মহিলা নিঃসন্তান ছিলেন। তিনি চাচ্ছিলেন মূসা আলাইহিসসালাম যাতে আল্লাহকে অনুরোধ করেন আর আল্লাহ তাকে সন্তান দান করেন।

মহিলাটি বিবাহের পর অনেকদিন হয়ে গিয়েছিল, মনেপ্রাণে তিনি মা হতে চাচ্ছিলেন। মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ জবাব দিলেন- সেই মহিলা বন্ধ্যা, সে সন্তান জন্মদানে অক্ষম। মূসা আলাইহিসসালাম মহিলাকে এ কথা জানালে সে চলে গেলো।

আমি বা আপনি যদি আল্লাহর কাছ থেকে এব্যাপারে জানতে পারতাম, আমরা হয়তো থেমেই যেতাম। আমরা অনেকে তো কিছুদিন দু'আ করেই হতাশ হয়ে যাই আর নালিশ জানাই। অনুযোগ করে বলে ফেলি- আল্লাহ কখনোই আমার দু'আ শুনেন না। কিন্তু ওই মহিলা ক্রমাগত আল্লাহর কাছে দু'আ করে যাচ্ছিলো। সে অকাতরে, বিনীত ও বিনম্রভাবে আল্লাহর কাছে চাইতে থাকলো। কখনো দু'আ করা বাদ দিলোনা।

এরপর একদিন তিনি দ্বিতীয়বার মূসা আলাইহিসসালাম এর কাছে গিয়ে বললেন, "আপনার প্রভুকে বলুন, হে মূসা!"

মূসা আলাইহিসসালাম জানালেন- আল্লাহ একই জবাব দিয়েছেন, আপনি বন্ধ্যা।

এভাবে তিনি তিনবার মূসা আলাইহিসসালাম এর কাছে অনুরোধ জানিয়ে প্রত্যাখ্যান হলেন। প্রতিবারই একই উত্তর পেলেন- তিনি বন্ধ্যা, সন্তান জন্মদানে অক্ষম।

তিনি চতুর্থবার মূসা আলাইহিসসালাম এর সাথে দেখা করলেন। কিন্তু, এবার তার কোলে একটি ফুটফুটে শিশু ছিলো। তার হাত ধরে নারছিলো আরেকটি শিশু। তিনি বললেন, "দেখুন মূসা! আল্লাহ আমাকে দুটো সন্তান দান করেছেন।"

মূসা আলাইহিসসালাম বিব্রতবোধ করলেন। আল্লাহকে তিনি জিজ্ঞেস করলেন, "হে আল্লাহ! আপনি তিনবার আমাকে জানালেন যে, সে বন্ধ্যা, তার সন্তান হবেনা। কিন্তু তারপর আপনি তাকে সন্তান দান করলেন!"

আল্লাহ জবাব দিলেন, "প্রত্যেকবার যখন আমি লিখে রাখি যে সে বন্ধ্যা, তখনই সে দু'আ করছিলো আর বলছিলো: 'হে দয়াময়! হে দয়াময়!"

আল্লাহ বলেন- হে মূসা, তখন আমার দয়া তার জন্য নির্ধারিত তাক্বদীরকে পরিবর্তন করে দিয়েছে।

(শিক্ষা: ক্রমাগত দুয়া তাকদীরকে উত্তম কিছু দ্বারা পরিবির্তন করে দিতে পারে।)
.
.
.
- শাইখ মূসা জিবরীল
বই: বিপদ যখন নিয়ামত, পৃষ্ঠা ৫৭

https://t.me/juhod

যুহদ

23 Feb, 15:27


যুহদ pinned Deleted message

যুহদ

15 Feb, 16:32


উমার ইবন কায়েস রাহিমাহুল্লাহ বলেন,

“ সুসংবাদ তার জন্যে,যে রমাদানের পূর্বেই নিজেকে সংশোধন করেছে । ”

[ লাতায়িফুল মা'আরিফ, ১৩৮ ]

#Dawah

https://t.me/juhod

যুহদ

23 Jan, 14:29


সমকামী ব্যক্তি আকাশের প্রতি ফোঁটা পানি দিয়ে গোসল করলেও আল্লাহর সামনে নাপাক অবস্থায় উঠবে ৷

___ইবনুল জাওযী; যাম্মুল হাওয়া, ২০৮

https://t.me/juhod

যুহদ

06 Jan, 13:32


হে আরশের মালিক, আগুন দিয়ে মানুষ পোড়ানো অমানুষদের তুমি এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি দিও। তাদের মুখোশগুলো মানুষের সামনে উন্মোচন করে দিও।

~ শাইখ আহমাদ উল্লাহ।

https://t.me/juhod

যুহদ

05 Jan, 00:55


‘হে ইমানদারগণ! যখন জুমুআর দিন সালাতের জন্য ডাকা (আযান) হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং কেনাবেচা বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’

[ সুরা আল-জুমুআ, ৬২ : ১০ ]

https://t.me/juhod

যুহদ

20 Dec, 16:57


Photo credit: Sadaqa for haya

https://t.me/juhod

যুহদ

18 Dec, 12:34


" যে ব্যক্তি গুনাহ করতে গিয়ে আল্লাহর ব্যাপারে লজ্জা পায়,
তাঁর সাথে সাক্ষাতের দিনে আল্লাহ তাকে শাস্তি দিতে লজ্জা পাবেন। "

— ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[ আলজাওয়াবুল কাফীঃ ১/৬৯ ]

https://t.me/juhod

যুহদ

06 Dec, 15:10


চারটি বিষয় মাথায় রেখে দুরুদ পড়ুন, আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।

১) আপনি যখনি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর দুরুদ পড়েন, সাথে সাথে একজন ফেরেশতা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে গিয়ে আপনার নাম বলে। হ্যাঁ, স্বয়ং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে আপনার "নাম" বলে।

২) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি একবার সালাম পাঠালে, স্বয়ং আল্লাহ, হ্যাঁ স্বয়ং আল্লাহ, আপনার উপর ১০ বার সালাম পাঠান।

৩) অবিরত দুরুদ পড়লে আপনার সমস্ত সমস্যার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন। এমনকি যদি আপনি ঐসব সমস্যার জন্য আলাদা করে দুআ না ও করেন।

৪) আপনি তার প্রতি সালাম পাঠাচ্ছেন, যিনি শুধুমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার রক্তাত্ত হয়েছিলেন। যার সামনে তার প্রিয় সাহাবীদের পিটিয়ে হত্যা করা হয়েছিল।

সাথে যোগ করুন অবিরত ইস্তেগফার, এবং দুআ ইউনুস। আপনার জীবনে মিরাকেল আসতেই থাকবে ইনশাআল্লাহ।

©

https://t.me/juhod