যুহদ @juhod Channel on Telegram

যুহদ

@juhod


ফর দাওয়াহ!

যুহদ (Bengali)

যুহদ টেলিগ্রাম চ্যানেলটি মুসলিম যুবক ও যুবতীদের জন্য একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম। চ্যানেলটি 'ফর দাওয়াহ!' নামে পরিচিত। এখানে ইসলামিক শিক্ষা, সংবাদ, এবং আলোচনা সামগ্রী প্রকাশ করা হয়। চ্যানেলটি মুসলিম যুবক ও যুবতীদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। চ্যানেলে মুসলিম ধর্ম, ইসলামিক শিক্ষা, নীতি, পরামর্শ, উপদেশ এবং বিভিন্ন ধর্মিক বিষয়ের সঠিক জ্ঞান সংক্ষিপ্ত এবং স্পষ্টভাবে দেওয়া হয়। যুহদ চ্যানেলে দৈনন্দিন সমস্যাগুলির সমাধান, ইসলামিক প্রশ্ন-উত্তর, আলোচনা, চর্চা এবং আলোকচক্ষু স্থাপনের লক্ষ্যে বিভিন্ন ধর্মিক বিষয়ে সামগ্রিক জ্ঞান বাড়াতে হয়। তাই, এই চ্যানেলে যুবক এবং যুবতীদের জন্য মার্ফিক একটি সম্পূর্ণ প্যাকেজ সমগ্র পাওয়া যায়।

যুহদ

18 Jan, 01:01


আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার সব দুআই না শিখিয়েছেন! এই দেখুন একটি দুআ...

ربِّ اغفِرْ لي خَطِيئتي وجَهْلي وإسرافي في أمري وما أنتَ أعلَمُ به منِّي اللَّهمَّ اغفِرْ لي خطاياي وعَمْدي وجَهْلي وجِدِّي وهَزْلي وكلُّ ذلكَ عندي اللَّهمَّ اغفِرْ لي ما قدَّمْتُ وما أخَّرْتُ وما أسرَرْتُ وما أعلَنْتُ إنَّك أنتَ المُقدِّمُ وأنتَ المُؤخِّرُ وأنتَ على كلِّ شيءٍ قديرٌ

[রাব্বিগফির লি খত্বিয়াতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়ামা আনতা আ'লামু মিন্নি। আল্লাহুম্মাগফিরলি খাত্বায়ায়া ওয়া আমদি ওয়া জাহলি ওয়া জিদ্দি ওয়া হাযলি ওয়া কুল্লু যালিকা ইনদি। আল্লাহুম্মাগফিরলি মা ক্বদ্দামতু ওয়া মা আখখারতু ওয়ামা আসরারতু ওয়ামা আলানতু ইন্নাকা আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন ক্বদির]

অর্থ: মাওলা! আমার গুনাহ মাফ করে দাও। না জেনে যা করেছি মাফ করে দাও। আমার যত বাড়াবাড়ি ছেড়ে দাও। আমার যে কাজ আমি গুনাহ মনে করিনি কিন্তু তুমি জানো সেগুলো গুনাহ সেসবও মাফ করে দাও। ওগো আমার রব! ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে যা ভুল আমি করেছি সবটা মাফ করে দাও। বুঝে শুনে ও হাসি তামাশায় যা কিছু আমার দ্বারা হয়ে গেছে সব ক্ষমা করো। মালিক! আগে যা গুনাহ করেছি পরে যা করব সেগুলোও মাফ করে দাও। গোপনে কিবা প্রকাশ্যে যত গুনাহ করে ফেলেছি তাও দাও মাফ করে। আপনিই তো আগে বাড়িয়ে দেয়ার মালিক। পিছিয়ে দেয়ারও মালিক আপনিই। সবকিছুতে আপনিই ক্ষমতাবান।

[সহীহ ইবনে হিব্বান ৯৫৭ | আবু মূসা আল আশআরী রাদ্বিয়াল্লাহু আনহুর বর্ণনা]

আল্লাহর কোনো গোলাম আল্লাহর কাছে তার হাবীবের শিখিয়ে দেয়া এই দুয়া করবে আর আল্লাহ মাফ করবেন না তা কি কখনো সম্ভব!

যুহদ

01 Jan, 03:18


আজ যেমন পহেলা জানুয়ারী তেমনি পহেলা রজবও। রমাদ্বানের স্বাগতিক মাস। নতুন বছরের নানা রেজুলেশন তো আমাদের ঠিক করা। কিন্তু রমাদ্বানের প্রস্তুতি কতদূর নেয়া শুরু করছি?

যুহদ

12 Dec, 13:25


প্রাচীন লেভান্ট বলতে বোঝানো হতো দক্ষিন পশ্চিম এশিয়ার বিস্তৃত এলাকাকে। টরাস পর্বতমালা থেকে সিনাই মরুভূমি ও হিজাজ পর্যন্ত এই বিশাল ভূখণ্ডের আওতায় ছিলো সিরিয়া, লেবানন, জর্ডান ও ফিলিস্তিন। সাথে আনাতোলিয়ারও কিছু অংশ। এই অঞ্চল এতই প্রাচীন যে, এখানে প্রস্তর, লৌহ ও তাম্র যুগ পর্যন্ত গত হয়েছে। দীর্ঘ সময় রোমানদের শাসনের পর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুরু হয় লেভান্টমুখী অভিযান। মুতা ও তাবুকের পর এই অভিযান টেনে নিয়ে যান প্রথম খলিফায়ে রাশিদ সিদ্দিকে আকবর রাদ্বি.। এই বিজয় পূর্ণতা পায় দ্বিতীয় খলিফায়ে রাশিদ ফারুকে আজম রাদ্বি. এর যুগে। লেভান্ট হয়ে ওঠে - বিলাদুশ শাম।

মুসলমানদের শাম নবীজির ভাষায়—পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম ভূমি। হাদিসের ভাষায়—মাহশার ও মানশারের ভূমি। ভৌগোলিক, রাজনৈতিক, ঐতিহাসিক ও ধর্মীয়—সব দিক থেকেই শাম গুরুত্বপূর্ণ অঞ্চল। শেষ যামানার গুরুত্বপূর্ণ সব মালাহিম ও ফিতান, ঈসা আলাইহিস সালামের অবতরণ—এসবেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শাম। ইসলাম-পূর্ব রোমান-বাইজেন্টাইন অ্যাম্পায়ার থেকে অদ্যাবধি—শামের গুরুত্ব সবসময়ই ছিল প্রাসঙ্গিক। যে-কারণে, প্রাচীন বাইজেন্টাইন থেকে বর্তমানের সুপারপাওয়ার ইউএসএ, রাশিয়া, ইরান, তুরস্ক—সকলেরই প্রচেষ্টা, শামে নিজেদের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ বজায় রাখা।

কেন শাম এত গুরুত্বপূর্ণ? হাদিসেই বা কেন এতবার এসেছে শামের কথা? কোন-কোন ফিতান ও মালাহিম শামে সংঘটিত হবে? যুগে-যুগে শামের ইতিহাস কী? কারা কারা শাসন করেছে শাম? বর্তমানেই বা কেন এত টানাপোড়েন শামকে নিয়ে? এই প্রশ্নগুলোর উত্তর পেতেই AOI এর ইতিহাস কোর্স ০২ এর এই আয়োজন - শামের ইতিহাস, হাদিসের ভাষ্য ও আন্তর্জাতিক রাজনীতি।

০৪ টি মডিউলে ১৪টি ক্লাসের এই চমৎকার কোর্সটি শাম নিয়ে আপনার যত সংশয়, প্রশ্ন ও সম্ভাবনার উত্তর দেবে ইনশা আল্লাহ। কোর্স ইন্সট্রাক্টর মাওলানা মাহমুদ সিদ্দিকী এব্যাপারে প্রাজ্ঞ ব্যক্তি। তার প্রাঞ্জল বর্ণনা আমাদের এই কোর্সটিকে করে তুলবে আরো প্রাণবন্ত।

কোর্সের বিস্তারিত ~

ইতিহাস কোর্স ০২
শামের ইতিহাস, হাদিসের ভাষ্য ও আন্তর্জাতিক রাজনীতি কোর্স

ইন্সট্রাক্টর: মাওলানা মাহমুদ সিদ্দিকী
সাবেক মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া খিলগাঁও, ঢাকা
লেখক ও সম্পাদক, পেনফিল্ড পাবলিকেশন

কোর্স ফি: ৫০০৳

২০শে ডিসেম্বর হতে ২০ শে জানুয়ারী
রবি মঙল বৃহস্পতি। প্রতিদিন রাত ১০.০০-১১.০০।

ক্লাস হবে যুম অ্যাপে
ক্লাসের পর সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলে রেকর্ড ও লেকচার নোট দেয়া হবে।

★নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করতে পারবে★
★কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে★

মডিউলস

মডিউল ১ : শামের ভূমি ও ঐতিহাসিক পরিচিতি

ক্লাস-১ : ভৌগোলিক ও প্রাকৃতিক বিবরণ
শামের ভৌগোলিক সীমানা (ঐতিহাসিক ও আধুনিক)
শামের প্রাচীন সভ্যতা : ক্যানানাইট, আরামিয়ান এবং ফিনিশীয় জনগোষ্ঠী
ভূমধ্যসাগরের সংযোগ এবং এর অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব
ইসলামের পূর্ববর্তী যুগে শাম (বাইজেন্টাইন ও রোমান যুগের শাম)
শামের ধর্মীয় ঐতিহ্য : ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র স্থান
শামের ঐতিহাসিক শহর ও স্থাপত্য
আধুনিক শামের বিভক্তির সারকথা

মডিউল ২ : হাদিসের আলোকে শামের ফজিলত, গুরুত্ব ও ভবিষ্যদ্বাণী

ক্লাস-২ : ফাযায়িলুশ শাম
শামের প্রশংসায় কুরআনের আয়াত
হাদিসে শামের ভূমি, জনপদ ও মানুষ সম্পর্কে বর্ণনা
শামের বরকত ও নিরাপত্তার গুরুত্ব

ক্লাস-৩ : শেষ যামানার ভবিষ্যদ্বাণী ও শামের ভূমিকা
মাহদির আবির্ভাব এবং শামে তাঁর কার্যক্রম
দাজ্জালের আগমন ও ঈসা আলাইহিস সালামের অবতরণ
মুজাহিদদের স্থান হিসেবে শামের ভূমিকা

ক্লাস-৪ : শামে সংঘটিত কিয়ামতের পূর্ববর্তী ফিতান ও মালাহিম
মালাহিম (The Great Wars)
আখিরি যামানার ফিতনা ও শামের অবস্থান
হাদিসের আলোকে যুদ্ধের শিক্ষা ও করণীয়

মডিউল ৩ : যুগে-যুগে শামের ইতিহাস

ক্লাস-৫-৬ : ইসলামের আবির্ভাব এবং ফুতুহুশ শাম
নববী যুগের শাম, বাস্তবতা ও গুরুত্ব।
খলিফা আবু বকর (রা.) ও উমর (রা.)-এর সময়ে ফুতুহুশ শাম।
ইয়ারমুকের যুদ্ধ এবং শামে আনুষ্ঠানিক ইসলামী শাসন।

ক্লাস-৭ : উমাইয়া খিলাফতের অধীনে শাম
এক নজরে উমাইয়া খিলাফতের ইতিবৃত্ত
দামেশক শহর : উমাইয়া শাসনের রাজধানী।
উমাইয়া শাসকদের প্রশাসনিক সংস্কার।
মসজিদুল আকসার নির্মাণ ও উমাইয়াদের ধর্মীয় অবদান।

ক্লাস-৮ : আব্বাসী খিলাফতের অধীনে শাম
এক নজরে আব্বাসী খিলাফতের ইতিবৃত্ত
শামে আব্বাসীয় খিলাফতের প্রভাব।
ফাতেমীয় শাসন ও শামের ভূ-রাজনৈতিক পরিবর্তন।

ক্লাস-৯ : ক্রুসেড ও শাম
এক নজরে ক্রুসেডের ইতিবৃত্ত।
প্রথম ক্রুসেড এবং জেরুজালেমের দখল।
সালাহউদ্দিন আইয়ুবী ও ক্রুসেডের প্রতিরোধ।
হিত্তিনের যুদ্ধ এবং শামের পুনরুদ্ধার।

ক্লাস-১০ : মামলুক শাসন
মামলুক শাসনের ইতিবৃত্ত।
মঙ্গোলদের আক্রমণ ও ধ্বংসযজ্ঞ।
মামলুকদের পুনর্গঠন এবং শামের সুরক্ষা।
বাইবার্সের শাসন।

ক্লাস-১১ : উসমানীয় খিলাফতের অধীনে শাম
এক নজরে শামে উসমানী শাসনের ইতিবৃত্ত।
শামে উসমানীয় শাসনের সূচনা।
প্রশাসনিক কাঠামো।

যুহদ

19 Sep, 14:02


আল কুরআনের দারস ০১ - প্রি অর্ডার ঘোষণা!

আমি আপনাদের সবসময় দুটো কথা বলি। তার মধ্যে একটি হলো, আমাদের এই আল-কুরআনের দারস নিছক কোনো তাত্ত্বিক আয়োজন নয়। ফিলোসোফিক কিংবা দর্শনগত কোনো আয়োজন নয়। আবার বাস্তবতাবিবর্জিত আয়োজনও নয়। আপনি বাংলাদেশের অধিকাংশ মাহফিল কিংবা বড় বড় সমাবেশগুলোতে উত্তেজনা, আবেগ, জোশ অনেক কিছুই পাবেন। কিন্তু বাস্তবসম্মত কাজের কোনো রূপরেখা কিংবা জামাআবদ্ধ হওয়া, চিন্তার পুর্নগঠন করা, বাস্তব কর্মসূচি প্রদান করার মতো কোনো উদ্যোগ নেই, পাবেন না। আমি আশা করব, আমাদের আল-কুরআন দারসে আসা প্রত্যেক ভাই দারসের প্রতিটি কথা তাদের বাস্তবজীবনে ধারণ করবে। এখানে লক্ষ জনতার সমাবেশ নেই। আবার সংখ্যা একদম কমও নয়। আপনাদের প্রত্যেকের পেছনে একেকটি জামাআহ বা জনশক্তি রয়েছে আশা করি। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় বা স্থানে আমাদের চিন্তা ও চেতনার প্রতিনিধিত্ব করবেন। আমাদের এই কুরআনের দারসের সাথে আপনারা যারা সম্পৃক্ত আছেন-আপনারা এই দারসকে, এই আয়োজনকে, এই দীনি আঞ্জামকে, এই দীনি সম্পর্কগুলোকে তাত্ত্বিক অথবা নিছক বিনোদন অথবা গতানুগতিকভাবে নিচ্ছেন, নাকি একে বাস্তবিকভাবে নিচ্ছেন, সেটাই মুখ্য বিষয়। এ জন্য আমাদের প্রতিটি আলোচনা হয়তো আমরা আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারি না, যা আমাদের বিভিন্ন দুর্বলতার কারণ। কিন্তু আপনাদেরকে এই আলোচনা শুনে বুঝে নিতে হবে এবং বাস্তবিক জীবনে আপনাদেরকে দারসুল কুরআনের বিষয়গুলো নিয়ে আসতে হবে।

আল-কুরআনের দারস - এক জীবন্ত আন্দোলন। এটা নিছক কোনো আয়োজন নয়, ফ্যান্টাসিও নয়। শাইখ বারংবার তাঁর দারসে এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যেন আমরা স্রেফ সুখপাঠ্যে বিভোর না হয়ে যাই, যেন হারিয়ে না যাই এক কল্পিত জগতে। এই দারসের মাকসাদই ছিল জাগরণ। শাইখ তাঁর দারসে বারবার সেই আজান দিয়েছেন। এই দারসের পরতে পরতে আমরা তা খুঁজে পাব ইনশাআল্লাহ। 

বই: আল কুরআনের দারস ০১
মূল: মুফতি হারুন ইজহার
প্রকাশক: Chintapotro Prokashon - চিন্তাপত্র প্রকাশন
পৃষ্ঠাসংখ্যা: ১৭৬
মুদ্রিতমূল্য: ৩০০৳
প্রি অর্ডার মূল্য: ২১০৳ (৩০% ছাড়ে)
কভার: পেপারব্যাক
সম্ভাব্য প্রকাশকাল: ২৫শে সেপ্টেম্বর ২০২৪

প্রি অর্ডার করতে 01779053767 (Bkash/nagad - personal) এই নাম্বারে ২৬০৳ (কুরিয়ার ফি ৫০৳ সহ) পাঠিয়ে কমেন্টে দেয়া গুগল ফর্মটি পূরণ করুন অথবা নক করুন আমাদের ইনবক্সে।

যোগাযোগ: 01834054856 (Contact & what's app)

https://docs.google.com/forms/d/1H9wI1D5rhmG_T0-pI8YiOxHYB3NaenEP2BR-dw7bQPI/edit?usp=drivesdk

যুহদ

26 Jun, 04:42


"আমার অবাক লাগে সেই মানুষগুলোর প্রতি, যারা অন্যের মন জয় করার জন্য এটা-সেটা করে। অথচ তারা ভুলে যায় মানুষের অন্তর আল্লাহর নিয়ন্ত্রণে।"

─ ইবনুল জাওযী রহিমাহুল্লাহ।

https://t.me/juhod

যুহদ

01 Jun, 15:45


https://t.me/juhod

যুহদ

30 Apr, 13:29


হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, জীবনের স্বাদ অনুসন্ধান করো তিনটি জিনিসের মধ্যে: সালাত, কুরআন এবং জিকির।

যদি এ তিনটির মাঝে জীবনের স্বাদ ও আনন্দ খুঁজে পাও তবে চালিয়ে যাও এবং সুসংবাদ গ্রহণ করো। আর যদি না পাও তবে আর কি! জেনে নাও, দুয়ার তোমার বন্ধ হয়ে আছে।

আবু নুয়াইম, হিলয়াতুল আউলিয়া: ৪/৩১৮

https://t.me/juhod

যুহদ

10 Apr, 13:44


تقبل الله منا ومنكم صالح الأعمال....

🌙🌙 ঈদ মুবারক🌙🌙

যুহদ

30 Mar, 14:18


যুহদ pinned Deleted message

যুহদ

26 Feb, 16:37


মূসা আলাইহিসসালাম ছিলেন কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন।

একদিন এক মহিলা মূসা আলাইহিসসালাম এর কাছে এসে অনুরোধ করলো, যাতে তিনি আল্লাহর কাছে তার ব্যাপারে ফরিয়াদ করেন। ওই মহিলা নিঃসন্তান ছিলেন। তিনি চাচ্ছিলেন মূসা আলাইহিসসালাম যাতে আল্লাহকে অনুরোধ করেন আর আল্লাহ তাকে সন্তান দান করেন।

মহিলাটি বিবাহের পর অনেকদিন হয়ে গিয়েছিল, মনেপ্রাণে তিনি মা হতে চাচ্ছিলেন। মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ জবাব দিলেন- সেই মহিলা বন্ধ্যা, সে সন্তান জন্মদানে অক্ষম। মূসা আলাইহিসসালাম মহিলাকে এ কথা জানালে সে চলে গেলো।

আমি বা আপনি যদি আল্লাহর কাছ থেকে এব্যাপারে জানতে পারতাম, আমরা হয়তো থেমেই যেতাম। আমরা অনেকে তো কিছুদিন দু'আ করেই হতাশ হয়ে যাই আর নালিশ জানাই। অনুযোগ করে বলে ফেলি- আল্লাহ কখনোই আমার দু'আ শুনেন না। কিন্তু ওই মহিলা ক্রমাগত আল্লাহর কাছে দু'আ করে যাচ্ছিলো। সে অকাতরে, বিনীত ও বিনম্রভাবে আল্লাহর কাছে চাইতে থাকলো। কখনো দু'আ করা বাদ দিলোনা।

এরপর একদিন তিনি দ্বিতীয়বার মূসা আলাইহিসসালাম এর কাছে গিয়ে বললেন, "আপনার প্রভুকে বলুন, হে মূসা!"

মূসা আলাইহিসসালাম জানালেন- আল্লাহ একই জবাব দিয়েছেন, আপনি বন্ধ্যা।

এভাবে তিনি তিনবার মূসা আলাইহিসসালাম এর কাছে অনুরোধ জানিয়ে প্রত্যাখ্যান হলেন। প্রতিবারই একই উত্তর পেলেন- তিনি বন্ধ্যা, সন্তান জন্মদানে অক্ষম।

তিনি চতুর্থবার মূসা আলাইহিসসালাম এর সাথে দেখা করলেন। কিন্তু, এবার তার কোলে একটি ফুটফুটে শিশু ছিলো। তার হাত ধরে নারছিলো আরেকটি শিশু। তিনি বললেন, "দেখুন মূসা! আল্লাহ আমাকে দুটো সন্তান দান করেছেন।"

মূসা আলাইহিসসালাম বিব্রতবোধ করলেন। আল্লাহকে তিনি জিজ্ঞেস করলেন, "হে আল্লাহ! আপনি তিনবার আমাকে জানালেন যে, সে বন্ধ্যা, তার সন্তান হবেনা। কিন্তু তারপর আপনি তাকে সন্তান দান করলেন!"

আল্লাহ জবাব দিলেন, "প্রত্যেকবার যখন আমি লিখে রাখি যে সে বন্ধ্যা, তখনই সে দু'আ করছিলো আর বলছিলো: 'হে দয়াময়! হে দয়াময়!"

আল্লাহ বলেন- হে মূসা, তখন আমার দয়া তার জন্য নির্ধারিত তাক্বদীরকে পরিবর্তন করে দিয়েছে।

(শিক্ষা: ক্রমাগত দুয়া তাকদীরকে উত্তম কিছু দ্বারা পরিবির্তন করে দিতে পারে।)
.
.
.
- শাইখ মূসা জিবরীল
বই: বিপদ যখন নিয়ামত, পৃষ্ঠা ৫৭

https://t.me/juhod

যুহদ

23 Feb, 15:27


যুহদ pinned Deleted message

যুহদ

15 Feb, 16:32


উমার ইবন কায়েস রাহিমাহুল্লাহ বলেন,

“ সুসংবাদ তার জন্যে,যে রমাদানের পূর্বেই নিজেকে সংশোধন করেছে । ”

[ লাতায়িফুল মা'আরিফ, ১৩৮ ]

#Dawah

https://t.me/juhod

যুহদ

23 Jan, 14:29


সমকামী ব্যক্তি আকাশের প্রতি ফোঁটা পানি দিয়ে গোসল করলেও আল্লাহর সামনে নাপাক অবস্থায় উঠবে ৷

___ইবনুল জাওযী; যাম্মুল হাওয়া, ২০৮

https://t.me/juhod

যুহদ

06 Jan, 13:32


হে আরশের মালিক, আগুন দিয়ে মানুষ পোড়ানো অমানুষদের তুমি এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি দিও। তাদের মুখোশগুলো মানুষের সামনে উন্মোচন করে দিও।

~ শাইখ আহমাদ উল্লাহ।

https://t.me/juhod

যুহদ

05 Jan, 00:55


‘হে ইমানদারগণ! যখন জুমুআর দিন সালাতের জন্য ডাকা (আযান) হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং কেনাবেচা বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’

[ সুরা আল-জুমুআ, ৬২ : ১০ ]

https://t.me/juhod

যুহদ

20 Dec, 16:57


Photo credit: Sadaqa for haya

https://t.me/juhod

যুহদ

18 Dec, 12:34


" যে ব্যক্তি গুনাহ করতে গিয়ে আল্লাহর ব্যাপারে লজ্জা পায়,
তাঁর সাথে সাক্ষাতের দিনে আল্লাহ তাকে শাস্তি দিতে লজ্জা পাবেন। "

— ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[ আলজাওয়াবুল কাফীঃ ১/৬৯ ]

https://t.me/juhod

যুহদ

06 Dec, 15:10


চারটি বিষয় মাথায় রেখে দুরুদ পড়ুন, আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।

১) আপনি যখনি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর দুরুদ পড়েন, সাথে সাথে একজন ফেরেশতা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে গিয়ে আপনার নাম বলে। হ্যাঁ, স্বয়ং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে আপনার "নাম" বলে।

২) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি একবার সালাম পাঠালে, স্বয়ং আল্লাহ, হ্যাঁ স্বয়ং আল্লাহ, আপনার উপর ১০ বার সালাম পাঠান।

৩) অবিরত দুরুদ পড়লে আপনার সমস্ত সমস্যার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন। এমনকি যদি আপনি ঐসব সমস্যার জন্য আলাদা করে দুআ না ও করেন।

৪) আপনি তার প্রতি সালাম পাঠাচ্ছেন, যিনি শুধুমাত্র আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার রক্তাত্ত হয়েছিলেন। যার সামনে তার প্রিয় সাহাবীদের পিটিয়ে হত্যা করা হয়েছিল।

সাথে যোগ করুন অবিরত ইস্তেগফার, এবং দুআ ইউনুস। আপনার জীবনে মিরাকেল আসতেই থাকবে ইনশাআল্লাহ।

©

https://t.me/juhod