আমি আপনাদের সবসময় দুটো কথা বলি। তার মধ্যে একটি হলো, আমাদের এই আল-কুরআনের দারস নিছক কোনো তাত্ত্বিক আয়োজন নয়। ফিলোসোফিক কিংবা দর্শনগত কোনো আয়োজন নয়। আবার বাস্তবতাবিবর্জিত আয়োজনও নয়। আপনি বাংলাদেশের অধিকাংশ মাহফিল কিংবা বড় বড় সমাবেশগুলোতে উত্তেজনা, আবেগ, জোশ অনেক কিছুই পাবেন। কিন্তু বাস্তবসম্মত কাজের কোনো রূপরেখা কিংবা জামাআবদ্ধ হওয়া, চিন্তার পুর্নগঠন করা, বাস্তব কর্মসূচি প্রদান করার মতো কোনো উদ্যোগ নেই, পাবেন না। আমি আশা করব, আমাদের আল-কুরআন দারসে আসা প্রত্যেক ভাই দারসের প্রতিটি কথা তাদের বাস্তবজীবনে ধারণ করবে। এখানে লক্ষ জনতার সমাবেশ নেই। আবার সংখ্যা একদম কমও নয়। আপনাদের প্রত্যেকের পেছনে একেকটি জামাআহ বা জনশক্তি রয়েছে আশা করি। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় বা স্থানে আমাদের চিন্তা ও চেতনার প্রতিনিধিত্ব করবেন। আমাদের এই কুরআনের দারসের সাথে আপনারা যারা সম্পৃক্ত আছেন-আপনারা এই দারসকে, এই আয়োজনকে, এই দীনি আঞ্জামকে, এই দীনি সম্পর্কগুলোকে তাত্ত্বিক অথবা নিছক বিনোদন অথবা গতানুগতিকভাবে নিচ্ছেন, নাকি একে বাস্তবিকভাবে নিচ্ছেন, সেটাই মুখ্য বিষয়। এ জন্য আমাদের প্রতিটি আলোচনা হয়তো আমরা আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারি না, যা আমাদের বিভিন্ন দুর্বলতার কারণ। কিন্তু আপনাদেরকে এই আলোচনা শুনে বুঝে নিতে হবে এবং বাস্তবিক জীবনে আপনাদেরকে দারসুল কুরআনের বিষয়গুলো নিয়ে আসতে হবে।
আল-কুরআনের দারস - এক জীবন্ত আন্দোলন। এটা নিছক কোনো আয়োজন নয়, ফ্যান্টাসিও নয়। শাইখ বারংবার তাঁর দারসে এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যেন আমরা স্রেফ সুখপাঠ্যে বিভোর না হয়ে যাই, যেন হারিয়ে না যাই এক কল্পিত জগতে। এই দারসের মাকসাদই ছিল জাগরণ। শাইখ তাঁর দারসে বারবার সেই আজান দিয়েছেন। এই দারসের পরতে পরতে আমরা তা খুঁজে পাব ইনশাআল্লাহ।
বই: আল কুরআনের দারস ০১
মূল: মুফতি হারুন ইজহার
প্রকাশক: Chintapotro Prokashon - চিন্তাপত্র প্রকাশন
পৃষ্ঠাসংখ্যা: ১৭৬
মুদ্রিতমূল্য: ৩০০৳
প্রি অর্ডার মূল্য: ২১০৳ (৩০% ছাড়ে)
কভার: পেপারব্যাক
সম্ভাব্য প্রকাশকাল: ২৫শে সেপ্টেম্বর ২০২৪
প্রি অর্ডার করতে 01779053767 (Bkash/nagad - personal) এই নাম্বারে ২৬০৳ (কুরিয়ার ফি ৫০৳ সহ) পাঠিয়ে কমেন্টে দেয়া গুগল ফর্মটি পূরণ করুন অথবা নক করুন আমাদের ইনবক্সে।
যোগাযোগ: 01834054856 (Contact & what's app)
https://docs.google.com/forms/d/1H9wI1D5rhmG_T0-pI8YiOxHYB3NaenEP2BR-dw7bQPI/edit?usp=drivesdk