ঐতিহাসিক রেকর্ড $220 বিলিয়ন ডলার খরচ করে কি কাতারীরা ইসলাম প্রচারের জন্য ফুটবল বিশ্বকাপের আয়োজন করছিলো! ইসলাম প্রচারের জন্যই বুঝি কাতার বছরের পর বছর ফিফার কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে গিয়েছে। এজন্যই বুঝি এই আয়োজনের জন্য ১৫ হাজারের মতো শ্রমিকের জীবন গিয়েছে।
গ্যালারির নিরাপত্তার জন্য মদ নিষিদ্ধ কইরা এক্সট্রা ক্রেডিট নেওয়া সুশীল কাতার ঠিকই ফ্যান-জোন স্থাপন করে উচ্চমূল্যে মদ বিক্রি করে মদের আসর জমাইছে। এই হিপোক্রিটের দল ঠিক'ই ইসরায়েলকে কাতার বিশ্বকাপে খেলার পারমিশন দিয়েছিলো ( দুর্ভাগ্যবশত ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েল শেষ পর্যন্ত বাদ পড়ে যায়)। ফাইনাল ম্যাচের ৮৮ হাজার ৯৬৬ জন দর্শক সহ মোট টুর্নামেন্টের ৩০ লক্ষ দর্শক'কে, শতাধিক শিপিং কনটেইনার সমন্বিত একেকটি অফিসিয়াল ফ্যান ভিলেজ স্থাপন কইরা থাকার ব্যাবস্থা করে বিবাহবহির্ভূত অবাদ যৌ[ন]তার সুযোগ করে দিয়েছিলো।
হায় আফসোস! ইসলাম কি এতটাই মিসকিনের পর্যায়ে চলে গিয়েছে যে, মদ, জুয়া আর যিনা ব্যাভিচারের আয়োজন করে তার মাধ্যমে ইসলামের দাওয়াত পৌছাতে হবে! ইয়া আল্লাহ এতটা কাপুরুষ এই জামানার মুসলিমদের বানাইলা?
[পোস্ট লিংক: এখানে ]