সুমন আহমাদ @withsumonahmed Channel on Telegram

সুমন আহমাদ

@withsumonahmed


Facebook: https://www.facebook.com/profile.php?id=100074019309430

WhatsApp: https://whatsapp.com/channel/0029VaPsiQDDp2QEuaKhec1n

সুমন আহমাদ (Bengali)

এই চ্যানেল সুমন আহমাদের একটি অভাবনীয় প্রতিষ্ঠান। এখানে তিনি তার অনুযায়ী বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তার অভিজ্ঞতা এবং সংশোধনার পরামর্শ দেয়। যদি আপনি একজন নির্মিত ও প্রযুক্তি প্রিয় হতে চান, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। সুমন আহমাদ বা উইথসুমনাহমেদ নামে চ্যানেলটি সম্পর্কে আরও জানতে আপনি তার ফেসবুক প্রোফাইল এবং WhatsApp চ্যানেলে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে আপনি একজন নেতা, ব্যবসায়ী, বা সাধারণ মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে পারেন এবং আপনার পেশার উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য পেতে পারেন। তাছাড়া, এই চ্যানেলে আপনি সুমন আহমাদ এবং তার দলের শিক্ষা, প্রশাসন, বা প্রযুক্তিগত বিষয়ে আলোচনা করে তাদের অভিজ্ঞতা এবং দক্ষতার সংশোধনার পরামর্শ পেতে পারেন। এই চ্যানেল আপনাকে সাথে নিযুক্তিগত করে আপনাকে দেখাতে সাহায্য করতে পারে, সুতরাং এটি আপনার জীবনে গভীরভাবে প্রভাবিত হতে পারে।

সুমন আহমাদ

07 Jan, 16:24


মাজহাবগত ভিন্নতা কিনবা আকিদা নিয়ে জাকির নায়েক হাফিজাহুল্লাহর সাথে হয়তো আপনার দ্বিমত থাকতে পারে। কিন্তু একবিংশ শতাব্দীতে ইসলাম প্রশ্নে উনার খেদমত'কে আপনি চাইলেই তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন না। কিনবা কোনো বিষয়ের সাথে তার অবদানকে কম্পেয়ার করে ইনসিগনিফিক্যান্লি চালায় দিতেও পারবেন না।

ঐতিহাসিক রেকর্ড $220 বিলিয়ন ডলার খরচ করে কি কাতারীরা ইসলাম প্রচারের জন্য ফুটবল বিশ্বকাপের আয়োজন করছিলো! ইসলাম প্রচারের জন্যই বুঝি কাতার বছরের পর বছর ফিফার কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে গিয়েছে। এজন্যই বুঝি এই আয়োজনের জন্য ১৫ হাজারের মতো শ্রমিকের জীবন গিয়েছে।

গ্যালারির নিরাপত্তার জন্য মদ নিষিদ্ধ কইরা এক্সট্রা ক্রেডিট নেওয়া সুশীল কাতার ঠিকই ফ্যান-জোন স্থাপন করে উচ্চমূল্যে মদ বিক্রি করে মদের আসর জমাইছে। এই হিপোক্রিটের দল ঠিক'ই ইসরায়েলকে কাতার বিশ্বকাপে খেলার পারমিশন দিয়েছিলো ( দুর্ভাগ্যবশত ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েল শেষ পর্যন্ত বাদ পড়ে যায়)। ফাইনাল ম্যাচের ৮৮ হাজার ৯৬৬ জন দর্শক সহ মোট টুর্নামেন্টের ৩০ লক্ষ দর্শক'কে, শতাধিক শিপিং কনটেইনার সমন্বিত একেকটি অফিসিয়াল ফ্যান ভিলেজ স্থাপন কইরা থাকার ব্যাবস্থা করে বিবাহবহির্ভূত অবাদ যৌ[ন]তার সুযোগ করে দিয়েছিলো।

হায় আফসোস! ইসলাম কি এতটাই মিসকিনের পর্যায়ে চলে গিয়েছে যে, মদ, জুয়া আর যিনা ব্যাভিচারের আয়োজন করে তার মাধ্যমে ইসলামের দাওয়াত পৌছাতে হবে! ইয়া আল্লাহ এতটা কাপুরুষ এই জামানার মুসলিমদের বানাইলা?

[পোস্ট লিংক: এখানে ]

সুমন আহমাদ

06 Jan, 13:11


📌
হাইলি রিকমেন্ডেড

সুমন আহমাদ

06 Jan, 12:00


নিজেকে পাপিষ্ঠ মনে হচ্ছে ||

সুমন আহমাদ

06 Jan, 09:57


আপনাগো পিও এই কবিটা এত সুশীলতা মারাচ্ছে কেনো.?

সুমন আহমাদ

06 Jan, 05:36


আমার গাছের ডালিম🍎

সুমন আহমাদ

06 Jan, 04:26


মাশা-আল্লাহ, যুবকরা কনসার্ট বন্ধ করে দিল!

নীলফামারীর বাবরিঝারে মসজিদের পাশেই কনসার্ট কে বন্ধ করে দিল তাওহিদী জনতা//
যুবকরা জেগে উঠলে সমাজ বদলে যাবে "

সুমন আহমাদ

05 Jan, 18:47


diyen kintu vai

সুমন আহমাদ

05 Jan, 15:59


কলেজের বন্ধু ফোন দিছে। কইতাছে..
- হ্লা কই আসোস, তাত্তাড়ি ইউটুবে যা।
- আমি কইলাম কেন?
- দেখ শালা ইলিয়াস হোসাইনের ভিডিও। বঙ্গবন্ধুর গুষ্টি হুদ্দা যেই লোকে জয়বাংলা কইরা দিছিলো সেই মেজর ডালিম আইছে।

(ওই বন্ধু আমার অনলাইন এক্টিভিটি সম্পর্কে জানে না btw)

সুমন আহমাদ

05 Jan, 15:46


Masterpiece

সুমন আহমাদ

05 Jan, 15:34


Dady of the Dady>>🗿

সুমন আহমাদ

05 Jan, 15:06


Vhai 💥

সুমন আহমাদ

05 Jan, 11:53


১৫ ই আগস্টের বিপ্লবীরা না থাকলে এদেশে বিএনপি বলে কোন শব্দই থাকত না। জিয়া কোজ দিন সেনাপ্রধান বা প্রেসিডেন্ট হতে পারত না৷ কিন্তু বিএনপি ১৫ ই আগস্টের বিপ্লবীদের সাথে কি করল? আওয়ামীলীগের হাতে তুলে দিল আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে।

৫ ই আগস্ট না ঘটলে হাসুবু বিএনপির বাপের নাম ভুলাইয়া দিত। মুসলিমলীগের পরিণতি ওদের বরণ করতে হতো৷ কিন্তু ৫ই আগস্টের পর ওরা কি করল? জুলাই বিদ্রোহের নেতাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করল। এই মিথ্যাবাদীর দল সাদিক কায়েমকেও ছাত্রলীগ বানিয়ে দিল৷৯ দফার কারিগর এস এম ফরহাদকে লীগের ক্যাডার বানিয়ে দিল। এমনকি এখন রীতিমতো ফেসবুকে তাকে পেটানোর হুমকি দিচ্ছে।

বিএনপি হলো জন্ম থেকেই একটা মুনাফেক দল। ওদেত কোন লক্ষ্য নাই, আদর্শ নাই, উদ্দেশ্য নাই, নীতিনৈতিকতার বালাই নাই। আছে চুরি চাঁদাবাজির দক্ষতা, মিথ্যাচারের শিল্পতা।

আপনি শিউর থাকেন এই জাতীয়তাবাদী বেইমান পার্টি আগামী পাঁচ বছরের মধ্যে লীগের পুনর্বাসন করবে। হাসনাত, সার্জিস, ফরহাদ, সাদিক কায়েমদের শেষ করে চেষ্টা করবে। আর বিএনপি চুপ থাকবে, যেমন চুপ ছিল আগস্ট বিপ্লবের নায়কদের প্রতি।

যদি বিএনপি লীগের পুনর্বাসন করিয়েই ফেলে, তবে শিবির, বৈবিছা এর প্রতি আমার আহবান থাকবে যে তারা যেন আর কখনো লীগের বিরুদ্ধে না যায়৷ কারণ যারাই ফ্যাসিস্ট লীগকে উৎখাত করে তাদেত সাথেই বিএনপি বেইমানি করে। মেজর ফারুক - রশিদদের সাথে তারা বেঈমানি করেছে। এবার সাদিক- ফরহাদদের সাথেও করবে।

- Ahmed Figani

সুমন আহমাদ

05 Jan, 06:09


আজহারী ওয়াজে লোক দেখানো মর্ডানিজম ঘষামাজা করে এটা আমি মানি না। এটা তার সহজাত একটা বৈশিষ্ট্যই হবে। কেননা আজহারী অনর্গল ইংরেজিতে লেকচার দিতে পারে। তাই সে মর্ডান এটা তার প্রমাণ করতে হবে না।

তাহলে আজহারীর ভুল কোথায়! হ্যাঁ আজহারীর ভুল হচ্ছে শব্দচয়নে। এর আগেও 'সিক্স প্যাক' ভার্জিন/ইন্ট্যাক' কতিপয় শব্দচয়নের জন্য যথেষ্ট কন্ট্রোভার্সি হয়েছে।

দেখেন শেফার্ড থেকে কাউবয় শব্দটা আসে ১৮ শতকের দিকে আধুনিক সময়ে। এজন্য মূল জিনিস একই দিকে হলেও আমাদের বুঝতে হবে বর্তমান সময়ের কাউবয় দ্বারা আমরা কি বুঝি।

বাঙ্গালী ওয়েস্টার্ন জনরার মুভির কল্যাণে কাউবয় কে ভালো ভাবেই চিনে। কাউবয় বলতেই আমাদের চোখের সামনে ভেসে উঠে ‘ঘোড়ার উপর সওয়ারী নায়ক গোছের এক লোক। যার কোমড়ে ঝুলন্ত সিক্স রাউন্ড রিভলভার, মাথায় লম্বা টুপি এবং পায়ে বিশেষায়িত জুতা। সেই সাথে বারে গিয়ে মদ পান এবং পতি/তা নিয়ে নষ্টামি এবং খু / ন খারাবি।

আজহারীর বুঝতে হবে ‘বাল' আর ‘চুল' দুটা এক জিনিস হলেও বাল বাঙ্গালীর কাছে গালি। কাকা আমাদের কাছে চাচা হলেও ফ্রেঞ্চদের কাছে ‘পায়খানা'। স্ত্রী বাচক ‘জনাবা’ শব্দকে নারীদেরকে সম্মানার্থে আমরা ব্যবহার করলেও আরবদের কাছে এটা কিন্তু ‘অপবিত্র'। থাক বেশি কইয়া ফালাইলাম মনে হয়।

[পোস্ট: লিংক]

সুমন আহমাদ

04 Jan, 17:25


লন্ডনের এক রেস্তোরাঁয়, মেনুতে গরুর গোশত থাকায় কিছু মালাউন রেন্ডি এসে তাফালিং শুরু করে। দ্যান এক আফগানি ভাই গিয়া একাই সব কয়টারে পিডায়া হাড্ডি ভাইঙ্গা দেয়।

এই জন্যই কই আপনাগো শরীর চর্চা করুন। ই'দাদ গ্রহণ করুন। কখন কোথায় মালুটালু পিডাইতে হয় কে জানে। কিন্তু কে শুনে কার কথা!!

সুমন আহমাদ

04 Jan, 04:33


যেই Shit*

সুমন আহমাদ

03 Jan, 14:15


কইলে তো কইবেন কইলো

BNP এর নেতাকর্মীরা BNP কে পরবর্তী স্বৈরাচার বানিয়ে ছাড়বে। আর এরা আম্লিকের থেকেও বড় জানোয়ার হতে যাচ্ছে।

সুমন আহমাদ

30 Dec, 17:30


এই বছরে আমার পড়া বিভিন্ন জনরার কিছু বইয়ের তালিকা::

(১) সিক্রেটস অফ জায়োনিজম by হেনরি ফোর্ড।
(২) পারমানেন্ট রেকর্ড by এডওয়ার্ড স্নোডেন।
(৩) রিথিংকিং ওয়ার্ল্ড হিস্ট্রি by মার্শাল জি এস হডসন।
(৪) সম্রাজ্যের ত্রাস by মাইকেল শইয়ার।
(৫) মাইন্ড ওয়ারস by মেরি ডি জোনস এন্ড ল্যারি ফ্লাক্সম্যান।
(৬) ইসলামের ইতিহাসে যুদ্ধ (নববী যুগ থেকে বর্তমান) by সাদিক ফারহান।
(৭) আমরা অজেয় (অনিবার্য বিজয়ের হাতছানি) by ড. রাগিব সারজানি।
(৮) ফিতনার ইতিহাস by ড. রাগিব সারজানি।
(৯) ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা (ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার) by হেদায়েতুল্লাহ মেহমান্দ।
(১০) বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত by মাওলানা ইসমাইল রেহান।
(১১) মুসলিম উম্মাহর ইতিহাস (১ম খন্ড) by মাওলানা ইসমাইল রেহান।
(১২) নববি কাফেলা by মাহমুদ শীত খাত্তাব।
(১৩) ঘোড়ার খুরে পদানত করলো যারা সম্রাজ্যের সিংহাসন by ইমরান রাইহান।
(১৪) মুঘল আমলে বাংলায় মুসলিম শাসনের ইতিহাস by ড. মুহাম্মদ মোহর আলী।
(১৫) ইহুদি ও খ্রিস্টান জাতীর ইতিহাস by ড. জিয়াউর রহমান আজমী।
(১৬) ইন সার্চ অফ অ্যা সিক্রেট হিস্ট্রি by আব্দুল বারি আতওয়ান।
(১৭) বা(ভ)রতে সন্তাস বাদের আসল চেহারা।
(১৮) R A W বাংলাদেশসহ এশিয়ার দেশে দেশে ভরতের গোপন মিশন by যদিশ যাদব।
(১৯) উমর ইবনুল খাত্তাব by ড. আলি মুহাম্মদ সাল্লাবি।
(২০) আধুনিক প্রাচ্যবাদের কবলে মুসলিম নারী সমাজ by হাসান বিন সাবিত।
(২১) সংশয়বাদী by ড্যানিয়েল হাকিকাতযু।
(২২) অভিশপ্ত রঙধনু by আসিফ আদনান, শামসুল আরেফিন...।
(২৩) মানসাঙ্ক by ড. শামসুল আরেফিন।
(২৪) অবাধ্যতার ইতিহাস by ড. শামসুল আরেফিন।
(২৫) ব্যাটল ফর পাওয়ার (তেল রাজনীতি ও পরাশক্তির উত্থান পতন) by সোহেল রানা।
(২৪) জান্নাতের সবুজ পাখি by আলী হাসান উসামা।
(২৭) ফেমিনিস্ট প্রোপাগাণ্ডা by বব লুইস।
(২৮) হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় by ড. শাইখ মুস্তফা আহমদ মুতাওয়াল্লী।
(২৯) ইসলামি মনোবিজ্ঞান by মোহাম্মদ হেমায়েত উদ্দীন।
(৩০) পাওয়ারফুল ফোকাস by থিবো মেরিস।
(৩১) আল ওয়ালা ওয়াল বারা by শাইখ আবু হাফস আস শামী।
(৩২) ‘How to talk to anyone'_by Leail Londec.
(৩৩) আল মুকাদ্দিমাহ by ইবনে খালদুন।
(৩৪) ব্লাড এন্ড টীয়ার্স- কুতুবউদ্দিন আজিজ।
(৩৫) আরব্য রজনীর নতুন অধ্যায়- সাইয়্যাদ সেলিম।
(৩৬) অবক্ষয়কাল- আসিফ আদনান।
(৩৭) আল্লাহর আইন পরিবর্তনে পৃথিবীর কি ক্ষতি হলো- উমর সুলাইমান আশকার।
(৩৮) প্রটোকলস অফ জায়োনিজম- মোহাইমিন পাটোয়ারী।
(৩৯) আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি- মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
(৪১) লাইফ অফ মোল্লা ওমর- ফকিরুল্লাহ ওয়ারদাগ।
(৪২) শ্বেত সন্ত্রাসের এই সময়- সাইদ মোহাম্মদ আবরার।
(৪৩) ইসলামি বিচার ব্যাবস্থার ইতিহাস- আয যুহাইলি।
(৪৪) মেইক টাইম- জ্যাক নেপ, জন জেরাস্কি।
(৪৫) ডিপ ওয়ার্ক- নুরুন আজম
(৪৬) ট্রান্সজেন্ডার - মুফতি ফিদাউল্লাহ
(৪৭) সিন্দু থেকে বঙ্গ- মনযুর আহমাদ।
(৪৮)ইসলামে দাসদাসীর ব্যাবস্থা- শামসুল আরেফিন শক্তি।
(৪৯) ডিভাইন রিয়েলিটি- হামজা জার্জিস।
(৫০) ইসলামি শিক্ষাব্যবস্থার ইতিহাস - ড. আহমদ সালাবী
(৫১) পাশ্চাত্যের কালিমা - খালেদ এইচ আরমান
(৫২) দ্যা আর্ট অব থিংকিং ক্লিয়ারলি- রোলফ ডোবেল্লি।
(৫৩) দ্যা সাইকোলোজি অফ মানি- মর্গান হাউসেল।
(৫৪) ম্যানস সার্চ ফর মিনিং- ভিক্টর ই ফ্রাঙ্কেল
(৫৫) সাইকোলজি: ইসলামি দৃষ্টিকোন- সিফাত ঈ মুহাম্মদ।
(৫৬) আহ্বান- মিজানুর রহমান আজহারী।

(৫৭) ইমাম আজমের আকিদা- মিজান হারুন।
(৫৮) ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ- মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন।
(৫৯) ইসলামি আকিদার ব্যাখ্যা- সাইয়িদ আবুল হাসান আলি নাদাবি রাহিঃ।
(৬০) আকিদাতুত তহাবী- অনুবাদ তানজিল আরেফিন আদনান।

(৬১) বিয়ের আগে- তানজিল আরেফিন আদনান।
(৬২) তালাক: মানব জীবনের এক দুঃস্বপ্ন- তানজিল আরেফিন আদনান।
(৬৩) মিলনতত্ব- শামসুল আরেফিন শক্তি
(৫৪) পুশিদারাজ- হাকিম আল্লামা আশরাফ আমরহবি।

(৬৫) আমি মেজর ডালিম বলছি- মেজর ডালিম।
(৬৬) দেয়াল- হুমায়ুন আহমেদ।
(৬৭) তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা - শারমিন আহমদ
(৬৮) তিনটি সেনা অভ্যুত্থান ও না বলা কিছু কথা - লে কর্নেল হামিদ।
(৬৯) Bangladesh: A Legacy of Blood - নেভিল অ্যান্থনি ম্যাসকারেনহাস।
(৭০) যা দেখেছি যা শুনেছি যা করেছি- মেজর ডালিম।
(৭১) মূলধারা ৭১।
(৭২) বাংলাদেশে 'র'- আবু রুশদ।
(৭২) আমার ফাশি চাই- রেন্টু
(৭৪) Raw & CIA- মাসুদুল হক।
(৭৫) স্বাধীনতা উত্তর বাংলাদেশ- পিনাকি ভট্টাচার্য।
(৭৬) যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে- করিম শাওন।
(৭৭) ইসলামি আইনে কার কি লাভ ক্ষতি- আবুল খায়ের।

(৭৮) মেডিটেশন- মার্কাস অরেলিয়াস।

সুমন আহমাদ

30 Dec, 17:30


(৭৯) মনের উপর লাগাম- ইবনুল জাওযি রাহি:
(৮০) লস্ট ইসলামিক হিস্ট্রি- ফিরাস আল খতিব।
(৮১) বিশ্ব রাজনীতির ১০০ বছর- ড. তারেক শামসুর রহমান।
(৮২) মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো- সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)
(৮৩) মুসলিমবিশ্বে ইসলাম ও পাশ্চাত্যের সংঘাত- সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)

(৮৪) ইসলামি ব্যাংক: ভুল প্রশ্নের ভুল উত্তর: ড. মুহাম্মাদ যাহিদ সিদ্দিকী মুঘল
(৮৫) ইসলামের অর্থনীতি- মাওলান আব্দুর রহিম
(৮৬) ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতিঃ সমস্যা ও সমাধান- শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি হাফি:।
(৮৭) ইসলাম ও আধুনিক অর্থনীতি - শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফি:।
(৮৮) ডলারের খেলা ও রাষ্ট্রের দেউলিয়াত্বের রহস্য- মোহাইমিন পাটোয়ারী।
(৮৯) বিশ্ব বাণিজ্য ও আধিপত্যবাদ- মোহাইমিন পাটোয়ারী।
(৯০) গল্পে গল্পে অর্থনীতি- মোহইমিন পাটোয়ারী।
(৯১) ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য - মোহাইমিন পাটোয়ারী।
(৯২) ইসলামি অর্থ ব্যাবস্থার ইতিহাস- আহমেদ আল আশকার

এবং অর্ডার করা আছে দুটি বই: দ্য গ্রেট গেইম- শায়েখ আতিকউল্লাহ
হাউ টু এনালাইজ পিপল লাইক শার্লক- প্যাট্রিক লাইটম্যান।

- সুমন আহমাদ

সুমন আহমাদ

30 Dec, 13:00


এ বছরে আমার পড়া বিভিন্ন জনরার কিছু বইয়ের লিস্ট।।

পোস্ট লিংক: এখানে

সুমন আহমাদ

30 Dec, 03:02


সব কথাই বিস্তারিত বলে কয়ে সবাইকে বুঝানো যায় না। আপনার জন্মস্থান যদি ভাগ্যক্রমে এই সাবকন্টিনেন্টে হয়ে থাকে এবং সেটা যদি একবিংশ শতাব্দীতে হয় তাহলে আপনার জন্য জান্নাত লাভের এক বিগ বিগ অপরচুনিটি রয়েছে ইনশাআল্লাহ।

তাই প্রতিদিন অন্তত কিছু সময় নিজ দেশের মানচিত্র তো অবশ্যই সেই সাথে ভারত, পাকিস্তান ও মায়ানমারের মানচিত্র সম্পর্কে জ্ঞান লাভ করুন। বিশ্বমানচিত্র সম্পর্কে ধারনা থাকা খুব খুব দরকার। অন্তত বাংলাদেশের সিমান্তবর্তী অঞ্চলগুলোর রাস্তাঘাট সম্পর্কে গুগল ম্যাপ দেখে মুখস্থ রাখুন।

সুমন আহমাদ

29 Dec, 14:59


হে প্রভু! ইয়ে কিয়া হুয়া😆
নেতানিয়াহুর প্রোস্টেট ক্যান্সার তথা মূত্রথলির ক্যান্সার ধরা পড়ছে। তাও আবার স্টেজ 3।

[কমেন্টে ছবি দিচ্ছি দেখুন এই ক্যান্সারের ফলে কি সমস্যা হয়।]

সুমন আহমাদ

29 Dec, 13:12


আসাম, ত্রিপুরা অন্য রাষ্ট্রের বলতে যেমন কিছু নেই এগুলা আমাদের এই বাংলার৷ তেমনি পাকিস্তান বইলা কিছু নেই। ব্রিটিশরা ‘ডুরান্ড লাইন' চুক্তির মাধ্যমে জোর করে আফগানিস্তান থেকে ভুমি দখল করে। আফগান মূল জাতি পশতুনিদেরকে তারা বিভক্ত করে ফেলে।

৪৭-এ ব্রিটিশরা চলে যাওয়ার সময় আফগানিদের ভুমি ফেরত না দিয়ে অন্যায়ভাবে পাকিস্তান নামক আলাদা রাষ্ট্র বানিয়ে সেখানে দিয়ে যায়।

তাই মোল্লাদের পূর্ন অধিকার আছে তাদের জমি ফিরিয়ে নেওয়ার। আর যদি মোল্লারা সত্যি সত্যি তাই করে তাহলে, পাকিস্তান আপনার বাড়ির উঠান হয়ে যাবে।

সুমন আহমাদ

29 Dec, 12:18


দ্বীনি ভাইদের ইম্বেল্যান্স হওনডা মানায় না। অথচ ভাইদের বেশিরভাগই দেখা যায়, যেকোনো কন্টেক্সে এডিশনালগীরিতে হেইডারে আউট অফ কন্টেক্সটে নিয়া যায়।

পাকিস্তানে গাদ্দারে ভরপুর। পাকিস্তানেও পাকি শাহবাগী আছে। পাকি এলিটদের শরীরে ডলার কৃতদাসের রক্ত এটা লুকোচুরির কিছু নেই। তাই বলে এই দ্বায় কিন্তু পুরো পাকিস্তানিদের উপর বর্তায় না। কিনবা মুসলিম বিশ্বে পাকিস্তানি আলেম ওলামাদের অবদান ও কিন্তু এতে ঢাকা পরে যায় না।

তাই পাকিস্তানিরা মুনাফেক, মুরত|দ না বলে বরং নাপাকিস্তান এলিট আর সেনাবাহিনী মুরত|দ এটা বলেন। স্বয়ং ওই দেশের অনেক আলেম ওলামাদের এই মর্মে ফতোয়া আছে যে, নাপাকিস্তান আর্মিফৌজ মুরত|দ এবং ক্ষেত্রবিশেষে তাদের জানাযা পড়ানোও জায়েন নেই। সো তারাও কিন্তু পাকিস্তানি মাথায় রাইখেন।

আরেকটা কথা বলি হয়তো হাসবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে মুসলিম বিশ্বে একমাত্র পারমানবিক ক্ষমতাধর রাষ্ট্র কিন্তু পাকিস্তান। আর এই তকমা তালপাতার সিপাই হিসেবে কাজ করে। পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন্সধারী না হলে এই অঞ্চলের মুসলিমদেরকে ড়|রৎ আরো আগেই গিলে খাইতো।

সুমন আহমাদ

29 Dec, 08:15


ইসলামাবাদের ঐতিহাসিক লাল মসজিদের ইমাম আব্দুল আজিজ ফতোয়া দিয়েছিলেন, টি/টি/পির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত হওয়া পাকসেনারা কেউই শহীদ নয়, এবং তাদের জানাজা পড়ানোও জায়েজ নেই।

এবার তিনি পাকিস্তান সরকারকে কঠোরভাবে হুঁশিয়ার করে দিলেন-
'যদি তা লে বান ইসতেশহাদী (আত্মঘাতী) হামলার আদেশ জারি করে, তাহলে পাক শাসকদের নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করতে হবে।'

সুমন আহমাদ

28 Dec, 14:44


[১]
পারভেজ মোশাররফদের আপনারা ভুইল্লা গেলেন! আফগানে আমেরিকার ২১ বছরের ধ্বংসযজ্ঞে সবথিকা বড় সহযোগী আছিলো মুরতাদ পাকিস্তানি সরকার ও সেনাবাহিনী। আমেরিকা বছরের পর বছর আফগানে নিরিহ মানুষগুলার উপর হামলা চালাইয়া হত্যা করছে পাকিস্তানের আকাশ ও ভূমি ব্যাবহার কইরা। এই ইতিহাস গুলা এত্ত তাড়াতাড়ি কেমনে ভুইলা যান ভাই.?

[২]
আফগানদের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করার কারনে পাকিস্তানের কয়েকশো আলেম ২০০৬ সালে নাপাকিস্তান আর্মিকে কাফির মুরতাদ ঘোষনা দিছিলো তা কি মনে নাই আপনাগো। এই নাপাকিস্তানি মুনাফিক, গাদ্দার, ডলারের গোলাম, লিবারেল ফৌজ বিগত দুই দশকে লক্ষ লক্ষ নিরিহ আফগানি হত্যা কইরাই ক্ষান্ত হয় নাই বরং এখনো মাঝে মাঝে আফগানের অভ্যন্তরে বিমান হামলা চালায়া মানুষ হত্যা করে। একই সাথে নাপাকিস্তান দায়েশকে ব্যবহার কইরা আফগানকে ইনস্ট্যাবল করার সর্বাত্মক চেষ্টা চালায় যাইতাছে।

[৩]
আপনাকে তাই আগে বুঝতে হইবো, পাকিস্তানের সাধারণ মানুষ ধর্মপ্রিয়। তাগোর লগে তালিবানের না বিরোধ আছিল,আর না সামনে থাকবো। মোনাফেকি এরা করে নাই ,করেনা। মোনাফিক হিলো নাপাকিস্তানি এলিট সোসাইটি যাগোর রক্তে আমেরিকান দাসত্ব মিশা আছে এবং আছে ডলারের প্রতি লালায়িত মানসিকতা।

[৪]
তাই অন্ধ হবেন না, নাপাকিস্তান বিমান হামলায় ৭৬ জন সাধারণ আফগানি জনগনকে হত্যা করছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। কিন্তু তালিবানরা তার প্রতিশোধে ১৯ পাকিস্তানি সেনা আবার ও কইতাছি নাপাকিস্তানি ১৯ সৈন্যকে জাহান্নামে পাঠাইছে (ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা)। জ্বী হ্যাঁ এটাই তালিবান এরাই মুজাহিদ।

তাই ভাই ভাই কে মারছে মাদখালিগোর বয়ানে গলা মিলাবেন না অনুরোধ। আগে কে ভাই আর কে মুদির ভাই তা বুইঝা লন।

[Post link: here ]

সুমন আহমাদ

28 Dec, 04:55


মিজানুর রহমান আজহারীর মাহফিলে রেকর্ড সংখ্যক জনতার সমাবেশ হয়েছে। এতে আমাদের দ্বীনি ভাইদের সমস্যা কোথায় বুঝতেছিনা। সেলিব্রিটিজমের ফিতনা বলতে আসলে এরা কি বুঝায়?

নাকি ন্যারো ব্র‍্যান্ড মাইন্ডসেট! এত লক্ষ লক্ষ লোকের মাঝে কি কেউ'ই হেদায়েত পাবে না? নাকি ইতিপূর্বে কেউ আজহারীর ওয়াজ শুইনা হেদায়েত পায় নাই? নাকি আজহারীর মাহফিলে আজকেই এত লোক হইলো আগে এর ছিটেফোঁটাও হয় নাই? আজহারীকে নতুন করে সেলিব্রিটিজমে আর কিভাবে পাবে ঠিক জানিয়েন তো?

সুমন আহমাদ

28 Dec, 02:17


Loud and Clear ||

[Post]

সুমন আহমাদ

27 Dec, 14:51


আমার স্ত্রীকে আমার ভাই দেখবে এটাই তো কখনো সম্ভব নয় সেখানে অন্য পুরুষ দূর কি বাত। আমার স্ত্রী বাহিরের পর-পুরুষদের সাথে কথা বলছে হাসিঠাট্টা করছে এটা তো আমি চিন্তাও কর‍তে পারি না। নিজের অজান্তেই হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে।

আমি জানি এই ফিলিংস এবং এই চিন্তাধারা প্রত্যেক মুমিন পুরুষের। কেননা আল্লাহ তা'য়ালা প্রত্যেক মুমিন পুরুষদের এই গায়রতওয়ালা ফিতরাত দিয়ে বানিয়েছেন। আর এটা মুমিন নর-নারীদের জন্য খুবই স্বাভাবিক।

কিন্তু আপনি এই গায়রত নিয়ে তথাকথিত আধুনিক শিক্ষিত সমাজে চলতে পারবেন না। এজন্য সেকুলার সমাজের প্রত্যেকটা পুরুষ হিজড়া। কেননা যে পুরুষের মাঝে গায়রত নেই সেই পুরুষ আর পুরুষ নেই। কজ আপনাকে সেকুলার বঙ্গীয় সুশীল সমাজে প্রবেশ করতে হলে নিজের গায়রত পুরুষত্বকে বনবাসে পাঠাতে হবে।

তথাকথিত সেক্যুলার সমাজে আপনাকে উদার মানুষিকতার হতে হবে। আপনার স্ত্রী অফিসের কলিগদের সাথে, বসের সাথে কিনবা কাজিনদের সাথে ডলাডলি করলেও আপনাকে নেভারমাইন্ডিং হতে হবে। কিনবা এলাকার পোলাপানদের সাথে যদি আপনার বউ দেবর-ভাবী কিউট জোক্সে মাতে তার পরেও আপনি কিছুই বলতে পারবেন না।

আর যদি কিছু বলতে যান, ছিঃ আপনি এত নিচু জঘন্য মানুষিকতার! আর যদি আপনি এগুলা সহ্য করতে না পেরে আপনার স্ত্রীকে বাধা দেন তাহলে আপনি 'সিজোফ্রেনিয়ায়' আক্রান্ত সন্দেহ প্রবন ব্যাক্তি যে সব কিছুতেই সন্দেহ করে।

তার পরেও যদি আপনি সহ্য করতে না পেরে কারো কাছে নালিশ বা বিচার জানান তাহলে আপনার খবর আছে। এই সেক্যুলার সমাজ আপনাকে ডিলিউশন প্যারানয়েড সাইকোসিস এবং মরবিড জেলাসির চিপায় ফালাইয়া মানুষিক রোগি বানিয়ে দিবে।

আর তখন আপনিও বাধ্য হয়ে অন্য আরেক ওমেনের সাথে উদারমনা হয়ে উদার কিছু করতে থাকবেন। আর এজন্যই যেখবেন পরিমনি রাজদের মতো উদারচিন্তার শিক্ষিত সেলিব্রিটি এলিটদের সংসার বেশিদিন টিকে না।

- সুমন আহমাদ
ডিসেম্বর ২৭, ২০২১

সুমন আহমাদ

27 Dec, 01:38


এত দিন পর আইসা আমারো সত্যিই রিগ্রেট হচ্ছে..
.
এই হেডার অর্জনের জন্য হুদাই ছাত্রলীগের পিটানি খাইয়া কয়েক সপ্তাহ সাফার করেছি।

সুমন আহমাদ

26 Dec, 08:15


সাইবার বুলিং এক্ট না থাকলে আমি ইউনুসরে বুইড়া খাটাশের বাচ্চা বইলা গালি দিতাম।

পাব্লিক হাইপের অতিরঞ্জিত এই বুইড়ার বুঝা উচিৎ সমিতি চালানো আর দেশ চালানো এক বিষয় নয়। মুসলিম রাষ্ট্রে সুদের সয়লাব করে পশ্চিমা দান-দক্ষিনা নোবেলডাই যা পাইছে।

সুমন আহমাদ

26 Dec, 06:25


একটা সময় ফিরিঙ্গীরা কালো মানুষদের চিড়িয়াখানা বানিয়ে বিনোদন নিতো! সর্বশেষ এটির একটি ছিল নিউ ইয়র্কে ১৯০৬ সালেও, গুগুলে "Bronx zoo human exhibit" লিখে সার্চ করলে তথ্য পাবেন।

আর আজকে ওদের কাছ থেকেই আমাদের সভ্যতা শিখতে হচ্ছে।

সুমন আহমাদ

25 Dec, 15:43


আমি গুমাইলাম। সুবো রাত্তি।

সুমন আহমাদ

25 Dec, 15:17


হায় হায় রে এখন য়ামার কি হবে গোউউউ😭🤲

সুমন আহমাদ

25 Dec, 14:36


আপনাদের ধারণাও নেই দেশে কী ঘটে গেছে।
আসলে খবরটা আপনার সামনে এসেছিলো, আপনি গুরুত্ব দেননি।

অবশ্য আপনার দোষ নেই এখানে।
খবর হলো, হিন্দু জগদীশ মন্ডলের ছেলে আকাশ মন্ডল নির্মমভাবে কুপিয়ে একে একে সাতজন মুসলিমকে হত্যা করেছে।
আপনি পত্রিকার হেডলাইনে পড়েছেন খুনীর নাম 'ইরফান'। তাও একটা দুটো না, প্রায় সব পত্রিকার খবরের একেবারে শিরোনামেই ইরফান উল্লেখ করে দেওয়া হয়েছে।

ফলে র‍্যান্ডম ঘটনা ভেবে সবাই এড়িয়ে গেছে। কিন্তু এটি কী আসলেই র‍্যান্ডম? কী ধরণের ক্ষোভে মানুষ একে একে সাতজনকে খুন করে? আবার সামহাও ভিকটিম সবাই মুসলিম!

হেডলাইনের এই খেলাটা ইউজ করে পাশের দেশের মিডিয়াগুলো। মুসলিম হলে হেডিংয়ে, হিন্দু হলে ম্যাক্সিমাম সময়ে নামই জানায় না।

যেটা শামীম ওসমানের শীতলক্ষ্যাকান্ডের মত আলোচিত হতে পারতো, সাংবাদিকদের দেওয়া একটা নাম পুরো ন্যারেটিভ চেঞ্জ করে দিলো। ওরা আবার অন্যদের বলে সাম্প্রদায়িক!

(এবার খবরটা হজম করার চেষ্টা করুন। বাংলাদেশে সাতজন নির্দোষ-ঘুমন্ত মুসলিমকে কুপিয়ে হত্যা করেছে এক হিন্দু)

-Unfazed

সুমন আহমাদ

25 Dec, 14:22


আজকের পর থিকা বিয়া নিয়া ফ্যান্টাসি মার্কা পোস্ট, দ্বীনি ভাইবোনদের নিয়া তুলুতুলু পোস্ট সহ বিভিন্ন লতাপাতা বিষয়ক পোস্ট হবে।

ভালোই হলো আইডির রিচ ফিরা আসলে আর কখনো রেস্ট্রিকশনও পরবে না, আর রাতারাতি লাইক ফলোয়ার্স বেড়ে সেলেব বনে যাইতে পারবো। সরি অডিয়েন্স ২-৩ বছর জেল এবং ২০-৩০ লক্ষটাকা জরিমানা দেওয়ার মুরোদ নাই।

সুমন আহমাদ

25 Dec, 13:36


আমার কাছে একাধিক তথ্য আছে, যেখানে আইন শৃ*ঙ্খলাবাহিনী ও গো*য়েন্দা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে, এমন কোন তথ্য যেন প্রকাশ না করা হয়, যার মাধ্যমে হি*ন্দুদের সন্ত্রাসী পরিচয় ফাঁস হয়ে যায়।

আলোচিত জাহাজে ৭ জন মুসলমানকে জবা*ইকারী ব্যক্তির নাম আকাশ মণ্ডল। আকাশ মণ্ডলের পিতার নাম জগদীশ মণ্ডল। অথচ মিডিয়ার কাছে আকাশ মণ্ডলের একটি ফেক নাম ‘ইরফান’ প্রচারিত হচ্ছে।

আশ্চর্য সেক্যুলার রাষ্ট্রে বাস করছি আমরা। প্রধান উপদেষ্টা ইকোনোমিস্টকে সাক্ষাৎকারে বলেছে, বাংলাদেশে ই*সলামি চর*মপন্থা আসবে না। মাদ্রাসা শিক্ষা বোর্ডে নোটিশ দেয়া হয়েছে, শিক্ষার্থীরা যেন ইসলামী উ*গ্রবাদের দিকে আকৃষ্ট না হয়। অথচ উ*গ্রহি*ন্দুত্ববাদকে লুকিয়ে ফেলা হচ্ছে। এর থেকে ভয়*ঙ্কর সংবাদ আর কী হতে পারে ?

- নয়ন চ্যাটার্জি ৯

সুমন আহমাদ

02 Dec, 16:29


মালাউন ইন্ডিয়া যে কারনে হুমকি ধমকি দিচ্ছে..

সুমন আহমাদ

02 Dec, 13:50


আপনি চান বা না চান..

সুমন আহমাদ

02 Dec, 12:08


নয়াদিল্লির নির্দেশে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রকাশ্যে লংঘনের প্রথম পদক্ষেপ হিসাবে আজ কিছুক্ষণ পূর্বে আগরতলার বাংলাদেশ হাই-কমিশনে আক্রমণ পরিচালনা করা হয়েছে।

দূতাবাস বিদেশের মাটিতে একটি দেশের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। পুলিশ ও প্যারা-মিলিটারি ফোর্সের উপস্থিতিতে এমন একটি স্থানে হামলা চালানো এবং দূতাবাসের কর্মকর্তাদের শারীরিক নির্যাতন করাটা দূত বিষয়ক হাজার বছরের আন্তর্জাতিক নীতির চূড়ান্ত লঙ্ঘন এবং সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। এর মাধ্যমে বাংলাদেশের ওপর সরাসরি আগ্রাসন পরিচালনা শুরু হলো।

- Reven M

সুমন আহমাদ

02 Dec, 11:41


আগরতলায় বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুত্ববাদরা হামলা করেছে।

সুমন আহমাদ

02 Dec, 08:01


ওদের মন্দিরগুলো যেনো অস্ত্রের গোডাউন। প্রতিটা মন্দিরেই ওরা অস্ত্রের মজুদ রেখেছে। আর ট্রেনিংয়ের ব্যাবস্থা তো বহু আগেই করেছে।

সুমন আহমাদ

02 Dec, 06:16


সিরিয়াসলি ভাই! আমগো পাশের বাসার আন্টিও তো এর থিকা ভালো অভিনয় জানে।

সুমন আহমাদ

02 Dec, 01:52


ঘরহারা মুসাফিরের যাত্রার মতো,
দুঃখের এই পথ কভু শেষ হয় না,
রাস্তার পাশ দিয়ে তুমি যাও,
চোখ তুলে দেখার সাহস হয় না
-আবরার
*🍂
০১.১২.২০২৪ ঈসায়ী

সুমন আহমাদ

01 Dec, 17:40


আতিফ আসলামের কনসার্ট হইলো ফেসবুকের সুবাদে জানলাম। এবং জানলাম এবারের কনসার্টে নাকি কপোত-কপোতীরা একে অন্যকে জড়াই ধইরা কিস-টিস দিছে। এবং এইটা নিয়া দেখলাম ফেবুতে সমালোচনা আর নিন্দার ঝড়ে বয়ে যাচ্ছে।

ওয়েল.. আতিফ আসলামের কনসার্টের জন্য ফেবু কমিউনিটিতে হাইপ থাকলেও, কনসার্ট মুলত দেখতে গেছে বেশিরভাগ আরবান এলিট কিড'সরা। আর তাগোর কাছে ওপেনে কিস-টিস দেওয়া জাস্ট প্লেইন পলাইটন্যাস।

আপনার এতে চিন্তিত আর ব্যাথিত হওয়ার কিছুই নাই। কজ আপনে এই ক্যাটাগরির পোলা মাইয়াগোরে বিয়া করবেন না। আপনার বউ বিয়ার আগে অন্য এক পোলার লগে ওপেনে হাগিং,কিসিং করছে এই দুঃস্বপ্নোও আপনার লাইফে না ঘটুক।

এগোরে ছাইড়া দেন। এরা গুলশান বনানীর কুলডুডস, ভার্সিটির উচ্চশিক্ষিত ছাপড়ি। এগোর কোরাম আলাদা। আপনার বরং শুকরিয়া আদায় করা উচিৎ যে এগোরে দেখলে আপনের বমি আসে। ওদের বাপের প্রচুর টাকা, এজন্য অগোর পেছনে অনেক কারেন্ট।

সুমন আহমাদ

01 Dec, 12:53


হ্যাঁ এতাই য়ামি🙂😀💔🤙🐸

সুমন আহমাদ

01 Dec, 06:12


2021 সালে বানিয়েছিলাম।

সুমন আহমাদ

01 Dec, 04:12


তাকবির! আল্লাহু আকবার।

কাবুলে সেলিব্রেশনের পর আমিও এমনটাই ধারনা করেছিলাম। উল্লেখ্য উজবেকিস্তান কিন্তু আফগানিস্তানের প্রতিবেশী। ইয়া মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তালিবানদেরকে আরো দীর্ঘায়িত করুন। সুম্মা আমিন সুম্মা আমিন🥺😍

সুমন আহমাদ

01 Dec, 02:37


মুরতাদ আসাদ সরকারের প্রতি পূর্ন সমর্থন জানিয়েছে সৌদি আরব, মিশর, ইরাক, আরব আমিরাত।

আসাদ সরকার মূলর টিকে আছে ইরান আর রাশিয়ার জন্য। আসাদ সরকার না বলে ইরান শিয়া সরকার বলা ভালো। ওয়েল উপরের তথাকথিত ওই সুন্নি রাষ্ট্রগুলা তো ইরানের শত্রু তাই না। এরা তো ইরানের নাম মুখে নেওয়ার পর দশবারো বার কুলি করে। তাহলে এখন কেনো ইরান সুন্নি(!) মিলে একাকার।

এটাই স্বার্থ আর রাজনীতির খেলা। ক্ষমতার লোভে মানুষ নিজের পেছনকেও অন্যের কাছে বর্গা দেয়। তো সিরয়ায় কেনো শিয়া আর কথিত সুন্নি রাষ্ট্র নেতারা এক গোয়ালের গরু হলো!

ওয়েল গ্রাম্য একটা প্রবাদ আছে। ‘দাদা মরলো তাতে দুঃখ নাই কিন্তু আজরাঈল যে বাড়ি চিনা গেলো'। এই মুহুর্তে সিরিয়ায় আসাদের পতন মানে পুরো আরব বিশ্ব উলটপালট হয়ে যাওয়া। এত সাপোর্ট, এত অস্ত্র আর এত অগণিত গনহত্যার পরেও যদি আসাদের পতন ঘটে তাহলে আরবের বাকি স্বাধীনতাকামীদের জন্য একটা দৃষ্টান্ত হবে। এত দিন যারা কথা বলার ও সাহস পায়নি তারা রাতারাতি বিদ্রোহী হয়ে উঠবে। তাই বাশারের মৃত্যু মানে আজরাঈলের বাড়ি চেনা। তাই এখানে শিয়া সুন্নির স্বার্থের থেকে এই মুনাফেক মুরতাদ শাসকদের কাছে নিজেদের ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ।

সুমন আহমাদ

30 Nov, 15:12


সিরিয়ায়!! এ যেন চীরচেনা দৃশ্য। জালিমদের স্মৃতিচিহ্ন এক সময় মানুষ এভাবেই নর্দমায় নিক্ষেপ করে।

সুমন আহমাদ

30 Nov, 13:32


মুজাহিদীনদের সুন্নাহ'ই এটা। তারা যেখানেই যায়, সবার আগে শিরকের আস্তানা গুড়িয়ে দেয়।

ভিডিওতে আলেপ্পোর গভর্নরের প্রাসাদে থাকা আসাদের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে।

সুমন আহমাদ

30 Nov, 12:52


আলেপ্পো সিরিয়া❤️‍🩹

সুমন আহমাদ

30 Nov, 08:39


বিলাদুশ শাম।

সুমন আহমাদ

30 Nov, 05:12



অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের ঘাড়ে আঘাত কর। [মুহাম্মদ, আয়াত: ৪]

সুমন আহমাদ

30 Nov, 01:55


চোখের শান্তি। Yeah! What a Setisfection!!

মুজাহিদীন ভাইয়েরা এভাবেই কুকুরদেরকে পদদলিত করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিচ্ছেন। আপনি জেনে অবাক হবেন, আসাদগং রাশিয়া, ইরান সেই সাথে প্রায় ১০ এর অধিক মিলিশিয়ার সহায়তায় আলেপ্পো দখল করেছিলো প্রায় ৫ বছরে লক্ষ লক্ষ মানুষ হত্যা করে।

আর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সহায়তায় মুজাহিদীন ভাইয়েরা তা পুনরুদ্ধার করেছেন মাত্র তিন দিনে।

সুমন আহমাদ

25 Nov, 10:45


বুটেক্স পলিটেকনিকের ছাত্ররা গ্রুপে উপেনলি লড়াইয়ের ডাক দিচ্ছে। লাইভ করতে করতে ম|র|ম|রি করতেছে। একে অন্যের মাথা ফ|টাচ্ছে। অথচ সেখানে পুলিশের কোনো বাধা নেই। কেনো জানেন,কারন ওইখানে ছাত্ররা আছে।

কিন্তু মতিআলুর সামনে শত শত পুলিশ। আর এরা শান্তিকামী সমাবেশকারীদেরকে উলটা পিটাচ্ছে। কেনো জানেন, কারন এইখানে দাড়ি টুপিওয়ালারা আছে। এদেরকে যাই করা হোক সাত খুন মাফ।

সুমন আহমাদ

25 Nov, 01:00


প্রথমালুর বিরুদ্ধে কইতে গেলে যাদের আতেঁ ঘা লাগে তারা এইটা দেখুন। আবরার ফাহাদ রাহিমাহুল্লাহর মৃত্যুর নিউজ মতিচোরা এইভাবেই করেছিলো।

এমন লক্ষাধিক উদাহরণ দেওয়া যাবে। বিগত ১৬ বছর এই প্রথমালু ফ্যাসিস্ট টিকিয়ে রাখার জন্য যা যা করেছে তা যদি একটুও জানতেন।

সুমন আহমাদ

24 Nov, 18:49


ছাত্রসমাজ আর সমন্বয়কদের মুখের উপর ছাঁই। ওদের আশা বাদ দেন। প্লিজ কাল মাদ্রসার থেকে আপনারা বের হোন। আর কাউরে লাগবে না।

আমার কথা আর কে শুনবে! তবুও বলে গেলাম এখন না হলে আর কখন?

সুমন আহমাদ

24 Nov, 18:25


শুনেন আজকে যারা প্রতিবাদ আর ম|ইর খাইছে এরা বেশিরভাগই ইসলামপন্থী। এই ইসলামপন্থীদের কে রাস্তায় নামানোর জন্য দুইদিন আগেও ছাত্রজনতা আর সমন্বয়করা কি কান্নাকাটিই না করেছে। অথচ আজকে যখন এরা ম|ইর খাইলো তখন সব চুপ।

রাজুতে আয় বইলা যারা চিল্লাইতো তারা আর কারওয়ান বাজার আয় বইলা ডাক দিচ্ছে না। প্রাইভেট ভার্সিটি স্টুডেন্ট এ্যালায়েন্স PUSAB হঠাৎ করে সবাইকে শান্ত থাকার গান্ধিবাদী নীতি নিলো। সেই সাথে বিভিন্ন পাড়ায় সুনশান নিরবতা নেমে এলো। যেনো কোথাও কিছু হয় নি।

যাইহোক আপনাদের বলতে চাই, আজকে ৫'ই মের ছোট্ট একটা ট্রায়াল কিন্তু হলো। আর দিন শেষে এই দেশ থেকে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিবাদ আপনাকেই কর‍তে হবে। সাথে অন্য আর কেউ আইবো না। আর এই দেশে দাড়ি-টুপিওয়ালাদের রক্ত কিন্তু সবচেয়ে সস্তা মনে রাইখেন।

সুমন আহমাদ

24 Nov, 18:03


রাজুতে আয়
=আরাম
কারওয়ান বাজায় আয়
=হারাম

সুমন আহমাদ

24 Nov, 17:49


আচ্ছা আমারে এইডা কন যে, পুলিশ তো সন্ধ্যার আগ পর্যন্ত হামলা করে নাই। কিন্তু সন্ধ্যার পরে কোন শুয়ারের বাচ্চায় হুকুম দিলো শান্তিপূর্ণ সমাবেশকারীদের উপ্রে হামলা করার? হেই কালসাপরে বাইর করেন।

জালিম যায় আরেক জালেম আসে। সব শালাই বেঈমান ভালো তো শুধু আমি আমারেই দেখি।

সুমন আহমাদ

24 Nov, 17:00


বিষয়টা কি স্পষ্ট হচ্ছে যে, হাসিনার সরকার হোক আর বিপ্লবী সরকার, কোনো সরকারই ইসলামপন্থী ও দেশপ্রেমিকদের পক্ষের সরকার নয়?

সুমন আহমাদ

24 Nov, 15:23


পুলিশের হামলায় বাচ্চাটার পায়ের রগ ছিড়ে গেছে! পুলিশ জালেম চিরকাল থাকবে। যদি না আল্লাহ এদের গজব দিয়ে ধসিয়ে না দেয়।

সুমন আহমাদ

24 Nov, 15:12


মসজিদের ভিতরে ঢুকে পুলিশের হামলা এটা ভারতের কোনো চিত্র নয় এটা কারওয়ান বাজারের চিত্র। জ্বী হ্যাঁ ভাই আপনার স্বাধীন বাংলাদেশের চিত্র।

সুমন আহমাদ

24 Nov, 15:03


ওয়াল্লাহি পুরো ভারতের মালাউনদের রক্তের চেয়ে আমার ভাইয়ের এক ফোঁটা রক্তের মূল্য আমার কাছ বেশি। শতকোটিবার প্রথমালু আর দিল্লি স্টারকে বিক্রি করলেও এই রক্তের ঋণ শোধ হবে না।

সুমন আহমাদ

24 Nov, 14:22


গরু জবাই দেখলে এভাবেই গৌড় গোবিন্দের ছানারা রেগে যায়। এবার শেখ বোরহান উদ্দীনের পোলারা বাঁচতে চাইলে শাহজালাল হও।

সুমন আহমাদ

24 Nov, 14:11


আবার স্বরণ করিয়ে দিচ্ছি..
“প্রথম কালো ডিল্লি স্টার এই মুহুর্তে বাংলা ছাড়"

সুমন আহমাদ

24 Nov, 13:47


প্রথম কালো আর ডিল্লি স্টারের পক্ষ হয়ে পুলিশের গুলিতে এখন পর্যন্ত ১ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত ১০ জনেরও বেশি।

সুমন আহমাদ

24 Nov, 13:38


শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা করলো। গতো ক'দিন আতলামি করা লোকেরা কি এখন এ নিয়ে কিছু বলবে? নাকি এখনো কারওয়ান বাজারের সিম্পিং চলবে?

~ আসিফ আদনান ভাই

সুমন আহমাদ

23 Nov, 08:27


ভার্সিটির অতি উচ্চশিক্ষিত মেয়ে বিয়ে করার মুরোদ কারো না হোক।

সুমন আহমাদ

23 Nov, 04:00


চাকরি নেই, ব্যবসা নেই, বিদেশ যাত্রায় অনিশ্চয়তা, ইনকাম কমে যাচ্ছে ঋনে জর্জরিত চারিদিকে অন্ধকার দেখি - এরকম কত হতাশা আমাদের মধ্যে কাজ করে।

কিন্তু অবাক হই এসবের সমাধান আল্লাহ অনেক আগেই পবিত্র কুরআনে রেখে দিয়েছেন।

রিযিকের সকল দরোজা বন্ধ হয়ে গেলেও কিছু দরোজা সব সময় খোলা থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এসব দরোজা সম্পর্কে তিনি নিজেই নিশ্চয়তা দিয়েছেন।

একান্তই সমস্যায় যদি পড়ে যান ওই দরোজা দিয়ে আপনি আপনার জন্য জরুরি সাহায্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

একটু সময় আছে আপনার?

দুটো আয়াত একটু মনযোগ সহকারে পড়েন এবং অবশ্যই চিন্তা করেন কিছুক্ষণ। আল্লাহ কি বলতে চেয়েছেন চিন্তা করুন এবং নিজের পরবর্তী প্ল্যান নির্ধারণ করুন৷

আপনি যদি সমস্যাগ্রস্ত হন তাহলে আল্লাহ আপনাকেই বলছেন। এই ইমার্জেন্সি প্যাকেজ আপনার জন্য।

আল্লাহ বলছেন -

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى أُمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكْتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنُ كَذَّبُوا فَأَخَذْنُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ

"জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত আর তাকওয়া অবলম্বন করত, তা হলে আমি অবশ্যই তাদের জন্য আসমান-জমিনের যাবতীয় বরকতের দরজা খুলে দিতাম। কিন্তু তারা আমার পয়গামকে মিথ্যা বলে উড়িয়ে দিলো। ফলে তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকড়াও করলাম।"

অপর আয়াতে আল্লাহ জানাচ্ছেন -

وَمَنْ يَتَّقِ اللهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا *

যে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকবে, আল্লাহ তার জন্য (সংকট থেকে) বের হওয়ার রাস্তা করে দেবেন এবং তাকে এমন- সব দিক থেকে জীবিকা দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।

দুটো আয়াত বারবার পড়ুন। ফিকির করুন কি করবেন। কোনোও মুত্তাকি আলেমের সাথে পরামর্শ করুন।

সমস্যা মুক্ত হওয়ার কারও কাছে হাত পাতার দরকার নাই। আপাতত আল্লাহর নিকট সাহায্য চান তাওবায়, তাকওয়ায় ও সিজদায়।

- রুহুল আমিন সাদি হাফিজাহুল্লাহ

সুমন আহমাদ

22 Nov, 14:21


আচ্ছা মাদারীপুর কি ইন্ডিয়ার কোনো অঙ্গরাজ্য। হিন্দুরা কিভাবে মাইকে আজান দেওয়া আর নামাজ পড়ায় বাধা দেয়?

ওই এলাকার মুসলমানরা কি হাতে চুরি পরে ঘরে থাকে নাকি সব মহিলা?

নিউজ

সুমন আহমাদ

22 Nov, 03:09


আবু বকর জাকারিয়া মাদখালি শায়েখরা কোথায়!!

সুমন আহমাদ

22 Nov, 01:15


খালেদা জিয়ার এমন হাস্যজ্বল মায়াবি চেহারা আর বডি লেঙ্গুয়েজ দেখে কি আদৌও বুঝার উপায় আছে যে >>

এই মহিলার অসুস্থতার জন্য বিদেশে বেড়াতে যাওয়ার জন্য বিএনপি কান্নাকাটি করতো।

সুমন আহমাদ

21 Nov, 08:14


সফলতা কিসে ভাই!

সুমন আহমাদ

21 Nov, 04:32


এই দুনিয়াতে মানুষকে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার শ্রেষ্ঠ নিয়ায়ামত গুলোর অন্যতম একটি হচ্ছে নেক সন্তান। নেক সন্তান মা-বাবার শ্রেষ্ঠ অর্জনগুলোর একটি।

ছবিতে যে পিচ্চির হাত দেখতেছেন, সে আমার কলিগের ছেলে। খুবই মিষ্টি আর দুষ্টু। আমার হাতে ঘড়ি দেখ সেও তার হাতের ঘড়ি নিয়ে এসে আমার সাথে মিলাবে আর বলবে তার টা ভালো।

বিবি বাচ্চা আর দু-মুঠো হালাল ইনকামের লোকমা যদি নসিবে মিলে যায় তাহলেই তো সুখ। এর থেকে বেশি এই পচা দুর্গন্ধযুক্ত দুনিয়াতে কিইবা চাওয়ার আর পাওয়ার আছে। নেক সন্তান রেখে দুনিয়ার থেকে গরীবি হালতে চলে যাওয়াটাই নিয়ামত। কেননা-

রাসুলুল্লাহ ﷺ বলেছেন: “মানুষের মৃত্যুর পর তিনটি আমল ছাড়া আর সব আমল বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া। এমন ইলম, যা দ্বারা উপকৃত হওয়া যায় এবং নেককার সন্তান, যে তার জন্য দোয়া করে।” [সহীহ মুসলিম, হাদীস ৪৩১০]

সুমন আহমাদ

20 Nov, 15:33


দাড়ি আর বাবরি আসল পুরুষদের সৌন্দর্য>🗿

সুমন আহমাদ

20 Nov, 03:34


অলওয়েজ আমরা<3

সুমন আহমাদ

20 Nov, 01:10


হায়! আমি তো মুনাফিক হয়ে গেছি

সুমন আহমাদ

19 Nov, 16:20


ভাই এত্ত চিঠি আপনারা লিখছেন!! পড়তে পড়তেই তো সময় শেষ। এতগুলোর উত্তর কিভাবে দিবো।

সিরিয়াসলি আমাকে আপনারা এত ভালোবাসেন, এত মহব্বত করেন🙂। এনিওয়ে চিঠি পড়তে খুব ভালোই লাগতেছে।

চিঠি লিখুন: https://chithi.me/sumonahmad

সুমন আহমাদ

19 Nov, 08:02


নতুন বোতলে পুরানো মদ।।

সুমন আহমাদ

19 Nov, 05:37


অনেক চিঠি জমা পড়েছে। আজকে উত্তর দিবো। তাই যা পারেন লিখেন।

[বি:দ্র: লিখে সেন্ডে ক্লিক করলেই মেসেজ আসে। আইকন ঘুরতে থাকুক সমস্যা নেই]

লিংক: https://chithi.me/sumonahmad

সুমন আহমাদ

19 Nov, 03:37


আয় হায়! পীর RJ Kebria দেখি শাহডগী!

সুমন আহমাদ

18 Nov, 15:15


নব্য দ্বীনে ফেরা ভাইদের আকিদা নিয়ে সাবধান করছি। আমার চোখে দেখা নতুন দ্বীনে ফেরা ভাইদের আকিদায় তিনটা বিভক্তি হয়।

❑ অতি শৈথিল্যবাদী।
❑ চরমপন্থী।
❑ মধ্যমপন্থা।

অতি শৈথিল্যবাদী: একে গান্ধীবাদী ইসলাম বলা চলে। মুসলিম শাসকদের দোহাইয়ে মু'না'ফিক আর ত্ব'গু'দকেও মুসলিম হিসেবে ধরে নেয় এরা। এইখানে মূল সাবজেক্ট হচ্ছে ঝিহ|দ। এই ঘরনার সিনড্রোম হচ্ছে ঝিহ|দোফোবিয়া। এরা মু[জা]হিদ আর ঝিহ|দিস্টদেরকে খারেজি বলে ট্যাগায়। এদের শেষ আশ্রয়স্থল মাদখালিজম।

চরমপন্থী: এরা মানুষকে কেবল মুমিন ও Qaফের দুই ভাগে ভাগ করে। মধ্যবর্তী ত্রুটিপূর্ণ ঈমানদার তথা ফাসেক মুমিনদেরকেও তারা Qa'ফের হিসেবেও ট্রিট করে। এইখানেও মূল সাবজেক্ট হচ্ছে ঝিহ|দ। এদের সিনড্রোম হচ্ছে এরা ত|ক'ফি'রি। এরা অতি ঝিহ|দিস্ট। এদের শেষ আশ্রয়স্থল খারেজি দায়েশি।

মধ্যমপন্থি: এই ঘরানা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝামাঝি অবস্থান করে। এরা সুনির্দিষ্ট কারন ছাড়া কাউকে ত|কফির করে না আবার সুনির্দিষ্ট কারন পেলে তাকে কখনো ছেড়েও দেয় না। এই ঘরানাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। 'আশআরি', 'মাতুরিদি', এবং 'আসারি' আকিদা এই তিনটিই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর ধারা।

লিংক

সুমন আহমাদ

18 Nov, 12:26


অতঃপর ভাই আমিও খুললাম। যার যা ইচ্ছে আমাকে চিঠি লিখুন (যারা লজ্জায় ভালোবাসা জানাতে পারেন না আর যারা ভয়ে গালি দিতে পারেন না তাদের জন্য সুখবর)। উত্তর টেলিগ্রামেই দিবো।

লিংক: https://chithi.me/sumonahmad

সুমন আহমাদ

18 Nov, 06:33


কইলে তো কইবেন কইলো।।

সুমন আহমাদ

18 Nov, 03:20


আয়মান সাদিক অয় তার স্ত্রীর পা ধইরা মাফ চাইছে। এইটা নিয়া বঙ্গীয় ফেবু কমিউনিটি তোলপাড়। এক শ্রেণির নারীপাড়ায় আয়মান সাদিক আদর্শ স্বামী। ইশ এমন একটা জামাই যদি আমার হইতো এই স্বপ্ন ওই বৈদ্যুতিক নারীগোর দোষ হয়ে অর্গাজম হইতাছে।

আর এইদিকে পুরুষ কমিউনিটিতে জাত গেলো জাত গেলো বইলা সবাই লালনবাদী হইয়া যাচ্ছে।

Well... who is Ayman Sadiq? Does he represent any men? অয় যে সোসাইটিতে বিলং করে এবং ওর যে ফ্রেন্ড সার্কেল সবগুলাই তো কাকোল্ড। আর প্রত্যেকটা কাকোল্ড'ই লোটেস্টোস্টেরন। এরা শুধু পা ধরে মাফ কেনো স্ত্রীর কথায় শাড়ী চুরি পড়েও থাকবে।

প্রকৃত পুরুষ দেখতে চাইলে আপনার দাদা নানাকে দেখুন। উনাদের এই বয়সেও যে গায়রত আর স্ট্যামিনা আছে তা বর্তমানের সিম্প পোলাদের নাই।

- সুমন আহমাদ

সুমন আহমাদ

17 Nov, 16:31


আমেরিকা অবিএল রাহিমাহুল্লাহকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আল্টিমেটাম দিলো। না হলে পুরো অ|ফ★গা*ন কে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু মো|ল্লা উমর রাহিমাহুল্লাহ তা প্রত্যাখ্যান করলেন। অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিলো। আমেরিকা সব প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতেছিলো। অবস্থা খুবই বেগতিক দেখে স্বয়ং তাকি উসমানী হাফিজাহুল্লাহ প্রস্তাব নিয়ে গেলেন। একজন লোকের জন্য এত কোটি মানুষের জান ও মাল বিপদের দিকে কেনো ফেলবেন। মোল্লা উমর রাহিমাহুল্লাহ সেদিন যথাযথ সম্মান দেখিয়ে পালটা প্রশ্ন করেছিলেন, রাসুলুল্লাহ ﷺ কি কখনো তার কোনো সাহাবাকে কু$ফরের হাতে তুলে দিয়েছেন কিনা। এমন একটা ঘটনা দেখানোর জন্য। অতপর তিনি যু°দ্ধকেই বেছে নিলেন।

কিন্তু কেনো! মো|ল্লা উমর রাহিমাহুল্লাহ তো ছিলেন হানাফি,মাতুরিদী, দেওবন্দী। আর শায়েখ অবিএল রাহিমাহুল্লাহ ছিলেন সালাফি। ভিন্ন আকিদার একজন লোকের জন্য কেনো এত বড় যু★দ্ধে জড়ালেন। লক্ষ লক্ষ মানুষের জীবন ও সম্পদকে ঝুকিতে ফেললেন। অথচ তারা এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জামানার সবচেয়ে বড় কু★ফ★ফারদের বিরুদ্ধে লড়াই করেছেন।

তাই আজকে যারা আকিদা নিয়ে বিভক্তির ফায়দা নিতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান। এখানে নিজেদের ঘরানাকে বড় করে দেখানোর কিছু নেই। ইতিহাস দেখুন অবিএল রাহিমাহুল্লাহ হানাফি মাতুরিদী আকিদাকে প্রাধান্য দিয়েই কাজ করে গিয়েছেন। এবং তিনি তার অনুসারীদেরকে কখনোই আকিদার ক্ষেত্রে মোল্লাদের উপরে কর্তৃত্ব করতে বলেন নি। কিন্তু আপনারা কিছু জ্ঞানপাপী যা করতেছেন। আফসোস না আপনারা হানাফিয়্যাত বুঝলেন না সালাফিয়্যাত।

শেষ কথা এই ভূখন্ড দেওবন্দীদের জন্যই ইসলাম টিকে আছে। না হলে এই ভূখণ্ড দ্বিতীয় কালের আন্দালুসিয়া হতো। এই ভূখন্ডে ভবিষ্যত শ|রি|য়া প্রতিষ্ঠা দেওবন্দীদের দ্বারাই হবে। দেওবন্দীদের থেকে বড় জি|হ।দিস্ট এই ভূখন্ডে নেই। তাই খারেজি আর মাদখালিদের কূটকচালে বিভক্তি না হয়ে আসুন ঐক্যবদ্ধ হই।

লিংক

সুমন আহমাদ

17 Nov, 14:36


কি আশ্চর্য আমি এখানে কেনো

সুমন আহমাদ

17 Nov, 14:00


Muslim women before western colonisation

সুমন আহমাদ

12 Nov, 16:50


জানি না আদৌও ইহা সম্ভব কিনা। তবে বাংলাদেশে বর্তমানে কিছু Underrated Person আছেন যারা উপযুক্ত স্থানে উপদেষ্টা যাওয়ার যোগ্য। আর যদি সেটা কখনো হতো তাহলে গল্পের নয়, বাস্তবের সোনার বাংলা হতো।

[বিঃদ্রঃ ইহা সম্পুর্ন আমার ব্যাক্তিগত মতামত। পোস্ট লিংক এখানে ]

সুমন আহমাদ

12 Nov, 07:00


এই ভয়াবহ নিকৃষ্ট তথ্য জানতেন কি??

https://www.facebook.com/100074019309430/videos/1074131097511151/?app=fbl

সুমন আহমাদ

12 Nov, 05:18


আচ্ছা ব্র‍্যাক কোন লেভেলের বেজন্মা

সুমন আহমাদ

11 Nov, 17:33


eww! yak thu-🤢🤮

link

সুমন আহমাদ

11 Nov, 15:51


মেহেরবানি করে কইয়া যান..

লিংক

সুমন আহমাদ

11 Nov, 14:18


তোমাদের বিপ্লব বিপ্লব খেলা
এতো স্রেফ মাত্র প্রহসন,
আমি হতে চাই এমন বিপ্লবী
কুফফ|র হাকিবে মোর কল্লা বিলিয়ন।

সুমন আহমাদ

11 Nov, 10:30


অহ তাইলে এই কাহিনি

সুমন আহমাদ

11 Nov, 08:18


কেউ মরে বিল সেঁচে, কেউ খায় কৈ >>

সুমন আহমাদ

11 Nov, 03:40


জানি এই কথা আগে বললে অনেকেই আমাকে আওয়ামিলীগের দালাল বলতেন। কিন্তু এখন আমি বলছি...

বৃদ্ধলোকের সেক্স পাওয়ার কম থাকে।।

সুমন আহমাদ

11 Nov, 00:34


তোমরা রিয়ালিটি মাইনে নেও..
তোমগো স্বাধীনতা 2.0 মায়ের ভোগে।।

সুমন আহমাদ

10 Nov, 14:35


বোকাচন্দ্র বাঙ্গালীরে রাস্তায় ব্যাস্ত রাইখা, ডান্ডিয়ার চামচারে গণভবনে তুললা তুমি!
-
ইয়া মালিক দেখাইলা কবুতর খাওয়াইলা শালিক।

সুমন আহমাদ

10 Nov, 14:01


খাইছেরে! ইয়া কিয়া হুয়া। ট্রাম্পের প্রথম দিনের আইন: শুধুমাত্র পুরুষ এবং নারীর লিঙ্গই স্বীকৃতি পাবে। নারীদের খেলায় পুরুষরা নিষিদ্ধ। এবং এটা ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দিনেই একটি বিল প্রস্তাব করবে যা শুধুমাত্র পুরুষ ও নারীর লিঙ্গ স্বীকৃতি দেবে।

উল্লেখ্য এটা মূলত L-g-b-t-q এর বিরুদ্ধে তার যুদ্ধের প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির একটি অংশ, যা সে তার প্রশাসনের প্রথম দিন থেকেই বাস্তবায়ন করতে চায়। যাইহোক বঙ্গীয় প|য়ুকামীরা কোথায়..

লিংক

সুমন আহমাদ

10 Nov, 04:58


Bangladesh Awami League এর পেইজ ঘেটে দেখলাম, নয়জন এডমিন এবং নয়জন বাংলাদেশেই আছে৷ দেশের র‍্যাব, ডিবি,গয়েন্দারা কি ঘাস খায় নাকি? বুঝলাম না৷
.
আমরা কি করি না করি সব তথ্য গোয়েন্দারা রাখতে পারতো, জঙ-ই নাটক সাজাইতে পারতো শুধু এদেরকে ধরতে পারেনা।

- ইবনে ফাহাদ

সুমন আহমাদ

08 Nov, 13:12


ভার্সিটি পড়ুয়া দুই ধরনের মেয়ে আছে।

এক। এরা অনার্স মাস্টার্স করে সার্টিফিকেট আনে। মাথায় কিছু নাই। শুধু বয়সটা বাড়ায় ভার্সিটিতে গিয়ে। তাদেরকে বেদ্বীন ছেলেরাও তেমন একটা দাম দেয়না বয়স বাড়তি হওয়ার কারণে। প্লাস, তাদের কোন ক্যারিয়ার নাই। ক্যারিয়ারিস্টিক মানুষজন এমম মেয়ে এড়িয়ে যায়। মোটামুটি দ্বীন মানে এমন ছেলেরাও বয়স বেশির কারণে এড়িয়ে যায়।

দুই। এই টাইপ মেয়েরা অনার্স মাস্টার্স করে চাকরি বাকরি করে, অল্প সং্খ্যক বিদেশ যায়। তাদের বিয়ের ক্ষেত্রে যেটা সমস্যা হয় নিজের যোগ্যতার কাউকে পাওয়া। এছাড়া তাদেরকে বেদ্বীন মানুষেরা বিয়ে করতে আগ্রহীই থাকে।

দ্বীন মানে এমন ছেলেদের একটা অংশ এই উভয় শ্রেণীকেই এড়িয়ে যায়। কারণ তারা ভার্সিটির পরিবেশ সম্পর্কে জানে, বয়স কম চায়। কেউ কেউ উপরে বলা দুই নাম্বার ক্যাটাগরির মেয়েদের মাঝে যারা চাকরি করতে চায়না, ভার্সিটিতেও কষ্ট করে পর্দা করে তাদেরকে বিয়ে করে।

উভয় ক্ষেত্রে বিপদে পড়ে প্রথম শ্রেণির মেয়েরা। এদের সময় উপযোগী জ্ঞান নাই, বুদ্ধি নাই, বয়স বাড়িয়েছে এক টুকরো কাগজের আশায়। এই শ্রেণির মেয়েরা বাংলাদেশে সবচেয়ে বেশি।

সবাই যেটা দিনশেষে আফসোস করে, বয়স নিয়ে। বয়স কম থাকতে তাদের যে আবেগ, নমনীয়তা, মেয়েলি স্বভাব থাকে এটা ভার্সিটির পরিবেশ নষ্ট করে দেয় অনেকটুকু।

কিছু কমেন্ট দেখলাম ভার্সিটিতে পড়তে যোগ্যতার আলাপ নিয়ে। ভার্সিটি কোন আহামরি জায়গা না যে এখানে পড়ুয়া মানুষের জ্ঞান বেশি থাকে। এটা নিয়ে অহংকার খুবই লোয়ার ক্লাসের চিন্তা।

- Rafael Hasan

সুমন আহমাদ

08 Nov, 11:59


এই সেক্যুলাঙ্গার শাহমাগীদেরকে আমি আস্ত শুয়ারের বাচ্চা কেনো বলি জানেন..
.
কারন আজকেও বিএনপির ঢাকার সমাবেশে কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। কিন্তু এ নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই। কারন বিএনপির মাথায়-গায়ে জাস্ট টুপি-পাঞ্জাবি নেই।

সুমন আহমাদ

08 Nov, 00:24


A Japanese Mujahid in the 1980s and now in 2024 (84 years old today)

He embraced Islam in Afghanistan and fought against the Soviets.

Being a martial artist, he taught many skills to the Mujahideen.

সুমন আহমাদ

07 Nov, 09:37


টু বি হনেস্ট, ইসকন কোনো হিন্দুত্ববাদী সংগঠন নয় এবং ভারত একা এটাকে রান করায় না। বরং ইসকন একটি র্যাকেট, একটি বিশাল সিন্ডিকেট, সর্বোপরি ডিপ স্টেটের একটি সিস্টার অর্গানাইজেশন। যেখানে হিন্দু, মুসলিম, ক্রিশ্চিয়ান সবাই আছে।

এখন হয়ত আপনি বলতে পারেন, সম্প্রতি হাজারী গলির যে কাহিনী ঘটলো সেটাকে বিশ্লেষণ করলে এটাই প্রমান হয়, ই স ক ন হি ন্দু ত্ব বা দী সংগঠন।

তাহলে হাজারী গলির কাহিনী একটু খুলে বলি

হাজারী গলি এবং পাথরঘাটার ফাদারবুদ্র হসপিটাল ইসকনের স্বর্গরাজ্য

হাজারী গল্লির ভেতরের অবস্থান বাহির থেকে কারো কল্পনা করা সম্ভব নয়। এখানে ভিতরে এক টুকরো ইসকন রাজ্য। হি ন্দু রাজ্য হলেও আমার কোন আফসোস থাকতোনা কিন্তু এটা হি ন্দু রাজ্য নয় বরং জ ঙ্গি সংগঠন ই স ক নে র রাজ্য।

ই স ক নে র সবচেয়ে বড় শত্রু প্র্যাকটিসিং হি ন্দু রা। এজন্য অনেক সরলমনা হি ন্দু ও ইসকনকে কে পছন্দ করেনা।

হাজারী গলিতে ইসকন টিকে আছে কিছু মুসলিম মেডিসিন এবং গোল্ড ব্যবসায়ীর জন্য। হাজারি গলি থেকে এদের কে নির্মুল করার একমাত্র প্রসেস হচ্ছে মুসলিম ঔষধ ব্যবসায়ীরা এবং গোল্ড ব্যবসায়ীরা সেখান থেকে ঔষধ আর গোল্ড ক্রয় না করা। এছাড়াও এখানে প্রতিদিন কোটি কোটি টাকার বিজনেস হয়। যার ৮০% গ্রাহক মুসলিমরা অথচ সেলারদের কিন্তু ৯৫% হি ন্দু। আবার এই হি ন্দু দে র মাঝে ৮০% ই স ক নে র।

তাহলে প্রশ্ন উঠছে, মুসলিম গ্রাহকরা হাজারী গলির মেডিসিন শপ বাইপাস করলেই তো হয়, করছে না কেনো??

এখানেই চলে আসছে পাথরঘাটার ফাদারব্রুড হসপিটাল

এটা কিন্তু ক্রি শ্চি য়া ন মিশনারীর হসপিটাল, কিন্তু খেয়াল করে দেখবেন উক্ত হসপিটালের বেশিরভাগ কর্মচারী ই স ক নে র

সরলমনা হি ন্দু, মুসলিম বা অন্য ধর্মের গ্রাহকরা তাদের থেকে বিরাট বেনিফিট পায়। যেমন ধরুন- একটা ইসিজি, ইকোকার্ডিওগ্রাম বা এমআরআই টেস্ট এর জন্য যে টাকা প্রয়োজন, সেটা নামমাত্র মূল্যে করিয়ে দেওয়া। আর মেডিসিনের জন্য ছোট্ট কাগজে নাম নাম্বার লিখে পাঠিয়ে দেওয়া হয় হাজারী গলির নির্দিষ্ট সেইসব ই স ক নে র দোকানে। যেখান থেকে তারা খুব সাশ্রয়ে মেডিসিন নিতে পারে।

এই কাজটা কেন করা হয় জানেন? কারন মানুষের সহজাত প্রবৃত্তি হলো, মানুষ সিমপ্যাথির চেয়ে এমপ্যাথি বেশি খায়। অর্থাৎ পুরো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আর এই কাজে তাদেরকে বহু মুসলমানও হেল্প করে।

কিন্তু এত কথার মূল কথা হলো ই স ক ন যে একটা সিস্টার অর্গানাইজেশন- সেটা বুঝবেন কিভাবে?

দেখুন, ই স ক ন কে আমাদের সাথে উগ্র হি ন্দু ত্ব বা দী এবং ভারতীয় ইন্টিলিজেন্সের সহায়ক সংগঠন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও এটা পুরোপুরি সত্য নয়। বরং আংশিক সত্য।

ইসকন যদি হিন্দুদের সংগঠনই হতো তাহলে এর জন্ম হতো ভারতে, অথচ এর জন্মেরই ঠিক নাই। অন্তত ভারত যে এর জন্মস্থান নয়, তা শতভাগ নিশ্চিত। বরং যতটুকু জানা যায়, যুক্তরাষ্ট্র থেকেই ইসকনের উত্থান

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন, ডালাস, এছাড়াও মিশিগান স্টেট সহ বিভিন্ন জায়গায় ইসকনের বহু পুরানো টেম্পল আছে। কিন্তু ইতিহাস ঘাটলে এসবের সাথে হি ন্দু ধ র্মে র দূরতম কোনো সংযোগ পাওয়া যায়না। তাহলে কালের পরিক্রমায় তারা কিভাবে হি ন্দু হয়ে গেলো? তার চেয়ে বড় প্রশ্ন এই সাবকন্টিনেন্টে কেন তাদেরকে ইনজেক্ট করা হলো?

দেখুন, উপরে আমি বলেছিলাম পূর্ব তিমুরে ফ্রেটিলিনকে পশ্চিমারাই কমিউনিস্ট ব্যানার দিয়েছিল, কারন ওখানে কমিউনিস্ট ব্যানার দিলে যুদ্ধটা বাঁধবে

ঠিক একইভাবে এই অঞ্চলে ইসকনকে উ গ্র হি ন্দু ত্ব বা দে র মালা পরিয়ে একবার ঢুকিয়ে দিতে পারলেই ঝামেলা বাঁধবে কারন এখানে এবসুলেট সলিড অপোজিশন 'মুসলমানরা' আছে। খুব সহজেই যেকোনো একজনের ইমোশন্সকে ট্রিগার করে ঝামেলা বাঁধানো যাবে।

দ্বিতীয় প্রশ্ন, বিগ ব্রাদার তাহলে এখানে ভারতকে কেন খেলাচ্ছে?

আমরা জানি ভারতে প্রায় ৭৯ টি ইসকন টেম্পল আছে। অর্থাৎ ভারতকে স্টেশন মাস্টার হিসেবে রাখা হয়েছে এবং “ভারতকে এই মূল ঝুলিয়ে দেওয়া হয়েছে যে সবকিছু তুমিই অপারেট করবে এবং পার্বত্য চট্টগ্রামে ম্যাসিভ ব্রেকথ্রু দিতে পারলে কন্ট্রোলিং পাওয়ার তোমার হাতেই দেওয়া হবে। তুমি চাইলে ব্রেক চাপবে, চাইলে এক্সেলরেটর চাপবে। দ্যাটস ইওর চয়েস”। আর ভারত ঠিক সেই কাজটিই করছে। তাদের নির্দেশে, অর্থায়নে পাহাড়ে ট্রেনিং হয় আবার দিনের বেলায় সব সাধু। সাধারণ মানুষকে ঘিরে তাদের প্রচুর কর্মসূচি রয়েছে, যা আপনার আমার কল্পনারও বাইরে। তারা এতটা প্রফেশনালি সবকিছু হ্যান্ডেল করে যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। গতকাল সীতাকুন্ডু পাহাড়ে স্নাইপিং প্রাকটিস নিয়ে যে লিখাটা দিয়েছিলাম তা এদেরই কর্মসূচির অংশ।

আমরা কল্পনাও করতে পারছি না বাংলাদেশ কতটা ক্রান্তিলগ্ন পার করছে। আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, ই স ক ন কে উ গ্র হি ন্দু ত্ব বা দি না বলে জ ঙ্গি সংগঠন বলা। কোনো ধর্মীয় ট্যাগ ব্যবহার না করা। একইসাথে ই স ক ন এবং হি ন্দু গুলিয়ে না ফেলা। ই স ক ন মানেই হি ন্দু না, ই স ক ন একটি মাল্টিটাস্কিং পারফেকশনিস্ট অর্গানাইজেশন, যাদের লবিং বহু

সুমন আহমাদ

07 Nov, 09:37


আপনারা যারা সীতাকুন্ডু চন্দ্রনাথ পাহাড়ে উঠেছেন, তারা পাহাড়ের পূর্ব-দক্ষিণ এবং উত্তর পশ্চিম সাইডের মোটা গাছ গুলোকে কখনও খেয়াল করেছেন? যদি কখনও সুযোগ হয় তাহলে দেখবেন- কিছু গাছের এপাশ-ওপাশ ছিদ্র হয়ে আছে, কিছু গাছের একপাশে বেশ গভীর ক্ষত, কিন্তু অপর পাশে নেই। আপনি এই লাইনে এক্সপারটিজ হলে সহজেই ধরে ফেলবেন ক্ষতটা কিসের?

ক্ষতগুলো বুলেটের।

আমার সোর্স এতটুকু কনফার্ম করেই বলেছেন “বুলেট গুলো 12.7‌×99 অথবা 12.7×108 mm ক্যালিবারের”, যেগুলো স্নাইপার রাইফেলে ব্যবহার করা হয়।

খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন, বুলেটের ছিদ্র থাকা গাছগুলোর অপজিটে স্ট্রেইট ফরোয়ার্ড বা 45° কিংবা 90° এঙ্গেলে ৪০০/৬০০ মিটারের কোনো ব্যারিয়ার নেই। অর্থাৎ গাছটিকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে প্রাকটিস হয় এবং আসলেই হয়।

চট্টগ্রামের স্থানীয় যে কেউ ভাল জানবেন, রাতের বেলা এই পাহাড়ে উঠতে গেলে স্থানীয় ছেলেপেলেরা বাঁধ সাধে।

আধুনিক বিশ্বে ক্রস বর্ডার ইন্টারভেনশন বিলুপ্ত হওয়ার পর থেকে পৃথিবীর শক্তিশালি দেশগুলো শত্রুদেশ বা যে দেশকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, সেই দেশের অভ্যন্তরে নিজেদের এজেন্ট, সিস্টার অর্গানাইজেশন বা কন্ট্রোল অপোজিশন তৈরি করে রাখে। যাতে করে প্রয়োজনের মুহূর্তে এদেরকে একটিভ করে স্বার্থসিদ্ধি করা যায়।

পৃথিবীর পরাশক্তি দেশসমূহ যেমন- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ফ্রান্স, ব্রিটেন সহ অন্যান্যরা এই পদ্ধতিতে আজও তৃতীয় বিশ্বের অনেক দেশে নিও-কলোনিয়ালিজমের উত্থান ঘটাচ্ছে দেশটির সবচেয়ে স্ট্র্যাটেজিক এরিয়াকে টার্গেট করে। এমনকি যদি সেটা জিওগ্রাফিক্যালি ইম্পরট্যান্ট হয় তবুও।

এমন বহু উদাহরণ থাকলেও এশিয়ার ভেতরে ইন্দোনেশিয়া থেকে হাতছাড়া হয়ে সদ্য স্বাধীন হওয়া পূর্ব তিমুর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণই বটে।

পূর্ব তিমুরের ইতিহাস আপনারা সবাই জানেন, যেখানে মুসলিম খ্রিস্টান সমানে সমান বসবাস করত কিন্তু পর্তুগালে বিপ্লবের পর থেকে এই অঞ্চলে জিওপলিটিক্যাল আর্থকুয়াক সংগঠিত হতে শুরু করে।

খুব বেশি ইতিহাস নাড়াচাড়া করলে কনসান্ট্রেশন ব্রেক হবে তাই পূর্ব তিমুর স্বাধীন হওয়ার উল্লেখযোগ্য কয়েকটা পয়েন্ট সংক্ষেপে বলি

৭৫' পরবর্তী সময় থেকেই পূর্ব তিমুর স্বাধীন হওয়ার পথ সুগম হতে থাকে এবং সেখানে ইন্দোনেশিয়ান আর্মির পক্ষে এবং বিপক্ষে আর্মড উইং'ও তৈরি হয়। যাদের মধ্যে উল্লেখযোগ্য UDT এবং FRETELIN

ইউডিটি ছিল পূর্ব তিমুরকে ইন্দোনেশিয়ার সাথে সংযুক্তকরন করতে ইন্দো আর্মির পক্ষে এবং ফ্রেটিলিন ছিল স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন।

বলে রাখা ভাল, ৭৫' এর আগেও ফ্রেটিলিন ছিল কিন্তু তখন ফ্রেটিলিনের আন্ডারে আরো কয়েকটা সিস্টার্স অর্গানাইজেশন ফ্রেটিলিনের ন্যারেটিভ সার্ভ করত। অর্থাৎ ফ্রেটিলিন নিজে কিছু করত না এবং তাদের কোনোপ্রকার সশস্ত্র মুভমেন্টও ছিল না।

এই ফ্রেটিলিনকে ইন্দোনেশিয়ান আর্মি পরিচয় করিয়েছিল কমিউনিস্ট হিসেবে। তাদের দাবি ছিল ফ্রেটিলিন পূর্ব তিমুরের স্বাধীনতা নিয়ে বসলে তারা কমিউনিস্টপন্থী চীন রাশিয়ার পার্পাস সার্ভ করবে এবং এতে করে যুক্তরাষ্ট্র বা তার এলাইদের এই অঞ্চলে থ্রেট তৈরি হবে। তাই ইন্দোনেশিয়ান আর্মি পুরোদমে পূর্ব তিমুর আক্রমণ শুরু করলো।

এটাই ছিল ভুল। কারন ফ্রেটিলিন কোনোভাবেই কমিউনিস্ট আদর্শ অনুসরণকারী সংগঠন ছিল না। তারা ছিল ক্যাথলিক ক্রিশ্চিয়ান এবং খ্রিষ্ট ধর্মের পার্পাস সার্ভকারী আর্মড মিলিশিয়া গ্রূপ। তাদের পেছনে ক্রিশ্চিয়ান ধর্মযাজকরা কোটি কোটি ডলার ইনভেস্ট করেছিল।

তাহলে এখন সহজেই প্রশ্ন উঠবে, ফ্রেটিলিনকে কমিউনিস্ট হিসেবে সাব্যস্ত করে মার্কিন অস্ট্রেলিয়ান কোয়ালিশনের লাভটা হলো কি?

লাভ হলো ইন্দোনেশিয়ান আর্মিকে দিয়ে পূর্ব তিমুর আক্রমণ করানো এবং তিমুরের অভ্যন্তরে আর্মি পন্থী মিলিশিয়া তৈরি করে সংঘাত বাঁধানো। অতঃপর সেই সংঘাতের কারনে সংগঠিত ম্যাসিভ ব্ল্যাডশেডকে পুঁজি করে জাতিসংঘে তিমুরের স্বাধীনতার বিষয়ে প্রস্তাবনা পাশ করানো, যার আড়ালে ছিল তিমুরকে ক্রিশ্চিয়ান স্টেটে পরিণত করার ভয়ঙ্কর চক্রান্ত।

ফ্রেটিলিন যদি কমিউনিস্টপন্থী দলই হবে তাহলে ৯৯'সালে যখন জাতিসংঘের শান্তি মিশন টিম INTERFET পূর্ব তিমুরে আসে, তারা কেনো ফ্রেটিলিনকে অভিবাদন জানায় এবং ইন্দোনেশিয়ান আর্মিপন্থী সংগঠনকে নিউট্রলাইজ করতে থাকে? অর্থ্যাৎ, পুরোটাই বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবেই কাজ করেছে।

এবার বলি বাংলাদেশের সাথে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরকে দখল করার প্যাটার্ন আপনি কিভাবে মিলাবেন?

ভারত, ই স ক ন এবং পার্বত্য চট্টগ্রাম

ওকে, ই স ক নে র নাম শুনে নিশ্চয়ই আপনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন। এটাই ভুল। ইসকনের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তাদের এক্টিভিটিস। মুহূর্তেই আমাদের মানসপটে স্মৃতি একে যায় যে, ইসকন একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, যারা ভারতীয় গোয়েন্দা সংস্থা র কতৃক পরিচালিত― এই পুরো ধারনাই ভুল।

সুমন আহমাদ

06 Nov, 16:04


ট্রাম্প নাকি কামালা এই হিসাব করার আগে দুটা জিনিস আপনাকে সাইডে রাখতে হবে। আমেরিকার ক্ষমতায় যেই আসুক তাদের মূলনীতির কোনই পরিবর্তন হবে না। দুই মুসলিমদের এখানে খুশি হওয়ার কিছু নেই। ইসলাম না কোপাইলে সাদাচামড়ার সম্রাজ্য টিকবে না।

এবার ট্রাম্পের প্রশ্নে আসা যাক। হোয়াই ডোনাল্ড ট্রাম্প? বিশ্বে আমরা যারা কনজার্ভেটিভ লোক তারাই যে শুধু নারীবাদ, ট্রান্সজেন্ডার এদের দৌরাত্ম্যে অতিষ্ঠ তা কিন্তু নয়। বরং খুদ আমেরিকাতেও দিনকে দিন এন্টি নারীবাদ,এন্টি ট্রান্সযেন্ডার সোসাইটি হুহু করে বাড়তেছে। অনেক ফ্যামিলি তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য চিন্তিত। হয়তো জেনে থাকবেন পশ্চিমে বিভিন্ন ডানপন্থী তরুণ সংগঠনগুলো নিজ উদ্যোগে এগুলার বিরুদ্ধে প্রচারণা চালায়। তাদের অন্যতম একটা সাফল্য হচ্ছে ‘নো হাইমেন নো ডাইমন্ড' বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া।

মোদ্দাকথা বিগত বছরগুলো থেকেই আমেরিকাতে ডানপন্থীদের জোয়ার চলতেছিলো। আর এজন্যই প্রবল সম্ভাবনা ছিলো ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসার। কারন ট্রাম্প এবং তার দল লিবারেল ডানপন্থী। সো হোয়াট নাও..

আমার কুফফারদের প্রেসিডেন্ট নিয়া নূন্যতম মাথা ব্যাথা নেই৷ তবে একটা বিষয়ে ভেবে আনন্দ পাচ্ছি যে, এবার খুদ আমেরিকাতেই নে»ড়িবাদ আর ট্রান্স«গন্ডার'রা ডলা খাবে। বিশেষ করে নে«ড়িবাদি সংগঠনগুলা। এব্রোশন নিষিদ্ধ হতে পারে। কেমন প্রভাব পড়বে তার একটা ছোট্ট তথ্য দেই, ইতিমধ্যে আমেরিকার ন্যাশনাল সুইসাইড হটলাইন জ্যাম হয়ে গিয়েছে। কারন ট্রাম্প জেতার পর পুরো আমেরিকাতে প|য়ু'ক*মীদের অ|ত্ম'হ«ত্যার প্রবণতা ইতিমধ্যে বেড়ে গিয়েছে।

সর্বশেষ ট্রাম্পের মাধ্যমে আমার মতে দুটো বড় ঘটনা ঘটতে পারে। হয় WW3 পিছিয়ে যাবে যেমনটা আমরা পূর্বে তার আ*গানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের মাধ্যমে নিজেদের পেছন বাচানোর রাস্তা দেখেছি। অথবা WW3 তার আমলেই ঘটতে পারে৷ কারন ডানপন্থীরা চরম মাত্রায় জাতীয়তাবাদী। সামনে আমেরিকান অভিবাসীদের জয় বাংলা হতে চলতেছে সম্ভবত।

পোস্ট লিংক: এখানে

সুমন আহমাদ

06 Nov, 14:21


বিগত কয়েক মাসের পোস্ট ডিলিট করার জন্য একজন সুদক্ষ ধৈর্যশীল লোক প্রয়োজন। হাদিয়া আলোচনা সাপেক্ষে।।

সুমন আহমাদ

06 Nov, 12:47


আম্মো তার নতুন বাপরে নিয়া আইলো বলে। যার যার ওবস্তান থেকে পালাও >>

লিংক

সুমন আহমাদ

06 Nov, 09:09


আম্লীগের নতুন আব্বা টেরাম জিতা গেছে। যারা যার অবস্তান থিকা পালাও😭

সুমন আহমাদ

06 Nov, 08:00


ওয়াল্লাহি গতকালের চট্রগ্রামের ঘটনা শুধুমাত্র একটা ট্রায়াল ছিলো।

তারাই মুসলিম ব্যক্তির দোকানে হামলা করেছে, ৭ পুলিশকে এসিড নিক্ষেপ করে আহত করেছে আর পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদের সাথেও সংঘর্ষে জড়ানোর স্পর্ধা দেখিয়েছে। শুধুমাত্র কয়েকটা লাঠির আঘাত খেয়ে এখন ভারতীয় সেনাবাহিনীর সাহায্য খুঁজছে টুইটারে!

সামনে এই ঘটনা আরো বড় আকারে হবে। দ|ঙ্গা লাগবেই লাগবে। ওরা পরিকল্পনা মাফিক সব করতেছে। শুনে রাখেন আজ হোক বা কাল অচিরেই ডান্ডিয়া এই দেশে গ্রাউন্ড ইনভেশন চালাবে। আর তখন ও আপনি ঘুমিয়েই থাকবেন।

সুমন আহমাদ

06 Nov, 06:04


এখন পর্যন্ত ট্রাম্প এগিয়ে এবং ৯৫% সম্ভাবনা আছে ট্রাম্পই জিতবে। আচ্ছা আপনার মনে প্রশ্ন জাগে না যে, যেই দেশটা নারী নারী আর নারীর অধিকার নিয়া বিশ্বব্যাপী এত কিছু করে তাদের দেশেই কেনো কখনো কোনো নারী সর্বোচ্চ ক্ষমতায় যেতে পারে না।

কারন মার্কিনিরা জাতে মাতাল হলেও তালে ঠিক। হিউম্যান সাইকোলজি তথা ফিতরাতগত ভাবে ওই জাতি কখনোই উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে না, যে জাতিকে কোনো মহিলা নেতৃত্ব দিবে। আর এই কথা অন্যরা না জানলেও সাদা চামড়ার এই ধুরন্ধর জাতি ঠিকই জানে।

সুমন আহমাদ

06 Nov, 00:04


Winter is coming >>

সুমন আহমাদ

25 Oct, 08:42


নেক্সট পোস্টে বিস্তারিত দিবো ইনশাআল্লাহ। পড়তে জয়েন হোন:

https://t.me/sumon_ahmad_articles

সুমন আহমাদ

24 Oct, 14:36


আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন<3

লিংক: এখানে

সুমন আহমাদ

24 Oct, 09:07


*without any explanation*👆

সুমন আহমাদ

24 Oct, 06:49


প্রায় তিন মাস আগে লিখেছিলাম-
এবার সময় এসেছে অভিশপ্ত জা.র.জলীগকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার। ছাত্রলীগের মাত্র টপ ৫% পালিয়েছে। কিন্তু বাকিরা দেশেই আছে৷ তারাও যেহেতু ছাত্র এবং এখন তাদের নিয়মতান্ত্রিক ভাবেই চলতে হবে। একটা চাকরি, পদ আর পজিশনের লোভেই ছাত্রলীগ করতো এরা। এজন্য এরা ধরাকে সরা জ্ঞান করেছে।

কিন্তু এখন এই অ.ভি.শপ্ত জানোয়ারদেরকে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এদেরকে বয়কট করতে হবে। উঠতে-বসতে, চলতে-ফিরতে, হাটে-বাজারে, মাঠে-ঘাটে, ঘরে-বাহিরে, স্কুল-কলেজে, কাজে-কর্মে-চাকরিতে অর্থাৎ সর্বাবস্থায় এদেরকে বয়কট করুন। তাদের সাথে কোনো প্রকার ওঠাবসা, লেনাদেনা, বন্ধুত্ব, আত্মীয়তা, সাহায্য সহযোগী চলবে না। তাদেরকে প্রকাশ্যে তিরস্কার করুন, কাছে ভিড়তে গেলে ঘৃণাভরে তাকান, দূরে সরে যান।

কোনো প্রতিষ্ঠানে কিনবা কর্মক্ষেত্রে এদেরকে কোনো কাজ বা চাকরি দিবেন না। এদের সাথে মেয়ে বিয়ে দিবেন না। সর্বপুরি এদের সাথে সহবস্থান হারাম করে দিন। এরা উচ্ছিষ্ট হয়ে বাঁচুক সমাজে কিছুকাল। তাতে যদি তাদের মহাপাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়। আজ থেকেই শুরু হোক। আপনি আজকে শুরু করুন বাকিরা কাল থেকে শুরু করবে।

- সুমন আহমাদ

সুমন আহমাদ

24 Oct, 05:00


লিংক

সুমন আহমাদ

24 Oct, 05:00


[১]
আতাউর রহমান বিক্রমপুরী আগাগোড়া মাথামোটা ও সাইকোপ্যাথ একজন লোক। উনার ঘরানার অনেক বড় ভাইকে চিনি যারা উনার কাজ কারবারকে পছন্দ করেন না। বিভিন্ন বিষয়ে উনার ছাগলামি আর বাড়াবাড়ি চরমপন্থীদের মতো। এজন্য অনেকেই তাকে খারেজি এবং দা/য়ে/শী বলে।

[২]
জি-ন্দিক কি? সহজ ভাষায় Ka*ফে*রের পরেই জি-ন্দিকের অবস্থান। আর ইসলামে জি-ন্দিকের শাস্তি ‘ওয়াজিবুল ক*ত*ল'। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বিক্রমপুরীর মতে আলি হাসান উসামা ক*ত*লের যোগ্য। এবং এটাও বুঝতে পারছেন কেনো এই লোক একজন উন্মাদ আর লোকে তাকে কেনো দা*য়ে*সী বলে।

[৩]
আলী হাসান উসামা ভাই অবশ্যই ভুলের উপর আছেন। উনি বিপথগামী হয়েছেন। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং এর কঠোর বিরোধীতা করছি। কিন্তু এর জন্য উনি কি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন? নাকি এর জন্য সে তাকফিরের যোগ্য। উনি কি এই স্বীকৃতি দিয়েছেন যে, শ'রীয়াহ পরিবর্তে গণতন্ত্র এখন সমাধান বা গণতন্ত্র মুক্তির মূলমন্ত্র। আল্লাহর দ্বীন ও বিধানের চাইতে গণতন্ত্র বিধান কে কি উনি উত্তম বলেছেন। তার গণতন্ত্রে অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার যে চিন্তা এটা ভুল। আর এমন না যে তার ফ্যান ফলোয়ার একজনও তার সাথে গনতান্ত্রিক দলে যোগ দিয়েছে। সো তাকে জি-ন্দিক বলাটা চরম লেভেলের শয়তানি।

লিংক

সুমন আহমাদ

24 Oct, 00:17


এই দেশে শুধু একটি মাত্র লীগ'ই থাকবে।

- আর সেটা তাবলীগ<3

সুমন আহমাদ

23 Oct, 16:59


Remembering Abrar Fahad Rahimahullah

সুমন আহমাদ

23 Oct, 16:42


আর ছাত্রলীগের পোলাপান নিষিদ্ধ হওয়ায় তোমরা যারা অভিভাবক হারা হইলা,তারা আপাতত আমাকে আব্বা ডাকতে পারো।

সুমন আহমাদ

23 Oct, 15:47


বিগ ব্রেকিং: সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।

সুমন আহমাদ

23 Oct, 15:06


লা লা লা

সুমন আহমাদ

23 Oct, 03:55


পৃথিবীতে মুসলমান ব্যাতিত আর সকল ধর্মীয় জাতিগোষ্ঠীর লোক তাদের ইতিহাস ঐতিহ্যের কথা স্বরণ রাখে, নিজ নিজ ধর্মীয় প্রফেসি অনুযায়ী কাজ করে নিজেদের শেকড়কে তারা আঁকড়ে ধরে থাকে।

কিন্তু আপনাকে যদি বলি হাদিসে বর্ণিত মালহামা বা মহাযুদ্ধ খুব দ্রুত ঘনিয়ে আসতেছে, গা°জ°ওয়াতুল হি°ন্দের কড়া নাড়ছে আপনার দোয়ারে। তাহলে এগুলো নিয়ে আমাদের মাঝে তর্ক শুরু হয়ে যাবে। কেউ বলবে এগুলা দেরি আছে এত তাড়াতাড়ি হবে না এখনো প্রচুর সময় বাকি। আর কিউট মুসলিম ভাইয়েরা বলবে যখন হবে সেটা তখন দেখা যাবে এখন এগুলা নিয়া বাড়াবাড়ি করার দরকার নাই। ইভেন গ্রামের এবং মধ্য ও বৃদ্ধ বয়সি প্রায় ৬০% লোক জানেই না এগুলা আবার কি। ইমাম মাহদি (আঃ) উনি আমার কে?

কিন্তু আপনি কি জানেন! চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে গত বৃহস্পতিবার- "ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা একের পর এক এলাকা পুনরুদ্ধার করছে দেশটির যোদ্ধারা। এমন পরিস্থিতিতে যুদ্ধে জেতার জন্য রাশিয়া যদি কৌশলগত পারমাণবিক বোমা ব্যবহার করে তবে বিশ্ব ‘আরমাগেডন’ বা কেয়ামত তথা মহাবিপর্যয়ের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তাহলে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট কেনো আরমাগেডনের কথা উল্লেখ করলেন। আর 'আরমাগেডন' কি?- বাইবেলে পৃথিবী ধ্বংসের আগে সত্য ও অসত্যের মধ্যে ভয়াবহ যুদ্ধের পূর্বাভাসের কথা উল্লেখ রয়েছে তা বাইবেলের ভাষায় আরমাগেডন যুদ্ধ হিসেবে সজ্ঞায়িত করা হয়েছে।

তাহলে এবার কি হিসাব মিলাতে পারছেন? অর্থাৎ আমাদের হাদিস অনুযায়ী যা মালহামা বাইবেল অনুযায়ী তা আরমাগেডন আর সেক্যুলার হিসেবে তা তৃতীয় বিশ্বযুদ্ধ।

আরেকটা ইন্টারেস্টিং তথ্য দেই। পুতিন এবার যে কশাইয়ের হাতে যুদ্ধের ভার দিয়েছেন তার নাম সের্গেই সুরুভিকিন। কিন্তু লোকে তাকে আদর করে কি নামে ডাকে জানেন? সের্গেই আরমাগেডন।

আপনি পৃথিবীর বড় বড় প্রত্যেকটা ধর্মীয় জাতীগোষ্টির দিকে তাকান দেখুন কি হচ্ছে- বৌদ্ধ তথা চীনারা বিশ্বকে সমাজতান্ত্রের বলয়ে আনার জন্য রাত দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে। eহুদিদের কথা বাদই দিলাম আপনি আমাদের প্রতিবেশির দিকেই তাকিয়ে দেখুন না অখন্ড ভা°র°ত প্রতিষ্ঠার জন্য কি না করতেছে তারা। কিন্তু আফসোস আমরা মুসলমান আকিদা মানহাজ আর শত রকমের ক্যাচাল নিয়া আছি।

- সুমন আহমাদ
অক্টোবর ২৩, ২০২২

সুমন আহমাদ

23 Oct, 00:19


قدم ہے راہِ الفت میں تو منزل کی ہوس کیسی
পদযুগল যদি প্রেমের পথে চলতে থাকে তবে গন্তব্যের কামনা কিসের?

সুমন আহমাদ

21 Oct, 14:14


Link:

সুমন আহমাদ

21 Oct, 12:39


গা.জার এই ছোট্ট শিশু পিচঢালা উত্তপ্ত রাস্তায় তার আহত ছোট বোনকে কাঁধে করে ২ মাইল পথ খালি পায়ে পাড়ি দিয়েছে।

আপনি একবার চিন্তা করুন, যেই বাচ্চার নিজেরই থাকার কথা মায়ের কোলে, সেই ছোট বাচ্চা তার ছোট বোনকে কাঁধে করে নিয়ে ২ মাইল রাস্তা পাড়ি দিয়েছে। তা-ও আবার খালি পায়ে উত্তপ্ত পিচঢালা রাস্তায়।

গা.জার শিশুরা তার ছোট্ট ভাইবোনের জন্য পিতামাতার দায়িত্ব পালন করছে। জানি না আল্লাহর কাছে আমরা কীভাবে জবাব দিব?

সুমন আহমাদ

20 Oct, 07:59


প্রয়োজনের তাগিদে এখন আহলিয়ার ভোটার আইডি কার্ড বানাতে হচ্ছে। কিন্তু আফসোস জাতীয় পরিচয়পত্রে যদি ছবি বাধ্যতামূলক না হতো, কতোই না ভালো হতো।

স্বামী হিসেবে স্ত্রীর প্রতি হয়তো এটা আমার জুলুম যে আমি এই ক্ষেত্রে কিছুই করতে পারতেছি না। রাগে নিজের ভিতরে নিজেই মরে যাচ্ছি। কিন্তু আমি অন্তর থেকে বদদোয়া আর লান'ত দিচ্ছি যারা আমাদেরকে ইসলামি জীবন-বিধান (Khi*লাফা) থেকে বঞ্চিত করেছে।

হয়তো আজ ইসলামি জীবন-বিধান থাকলে আমাদের নারীদের কোথাও বঞ্চনার স্বীকার হতে হতো না। উল্লেখ্য: এনআইডি নির্ভুলভাবে শনাক্ত করার জন্য ফিঙ্গার ও আইরিসই যথেষ্ট। মুখচ্ছবি পুঁজি করে বরং অপরাধ ও দুর্নীতি করার সুযোগ তৈরি হয়।

সুমন আহমাদ

19 Oct, 04:48


সকল ক্ষমতার উৎস আল্লাহ> থেকে জনগণে আসছে।
.
জীবন বিধান কুরআন> থেকে লিখিত সংবিধানে আসছে।
.
ইসলামের সুশীতল ছায়ায় আসলে জান্নাত লাভ > থেকে এবার ছাত্রশিবিরে যোগ দিলে জান্নাত পাওয়া যাচ্ছে।

লিংক

সুমন আহমাদ

18 Oct, 12:10


এই লোকটির জুতার তলায় যে ধূলো লেগে থাকতো। সেই একটি ধূলোকণার যে মূল্য রয়েছে, ওয়াল্লাহি পুরো আরবের শাসকদের ততোটুক মূল্য নেই। রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসি'আহ

সুমন আহমাদ

17 Oct, 14:11


وَ لَا تَقُوۡلُوۡا لِمَنۡ یُّقۡتَلُ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ اَمۡوَاتٌ ؕ بَلۡ اَحۡیَآءٌ وَّ لٰكِنۡ لَّا تَشۡعُرُوۡنَ ﴿۱۵۴﴾

"যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে মৃত বলো না। বরং তারা জীবিত; কিন্তু তোমরা অনুভব করতে পার না।" [আল বাকার: ১৫৪]

সুমন আহমাদ

17 Oct, 11:30


এদেশে এখনো নবীজি ﷺ এর সুন্নাহ নিয়ে মকারি করা হয়। হাসিনার আমল আর এই আমলের পার্থক্য কই? ইসলাম বি*ষীরা এখনো বহাল তবিয়তেই। তাহলে স্বাধীনতা 2.0 কাদের?

সুমন আহমাদ

17 Oct, 05:51


কেমন মেয়ে বিয়ে করবেন? অবশ্যই দ্বীনদারিত্ব দেখে। কুরআন সুন্নাহের মানদন্ডে যে পাক্কা মুমিন-মুমিনাত তাকেই তো।

কিন্তু 'অতীত'-এর প্রশ্নে এসে কি করবেন। বর্তমান সময়ে বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অতীত। অতীতকে কিভাবে ডিফাইন করবেন আর কিভাবেই বা এটাকে পাস বাই করবেন। নাকি একজন অতীত ওয়ালীকেই বিয়ে করবেন।

ওয়েল, এখানে এসে আপনাকে লিটারেলি সৎ হতে হবে। আপনি যদি কখনো কোনো হারাম রিলেশনশীপে জড়ান নি, তাহলে নিসন্দেহে আপ্নিও একজন পূত-পবিত্র জীবন সঙ্গিনী ডিজার্ভ করেন।

আমার কথাটি ভালো করে বুঝতে চেষ্টা করুন। আপনি অবশ্যই বিয়ের সময় পূত ও পবিত্র, কুমারী দ্বীনদার নম্র ভদ্র মেয়েকেই খুঁজে বিয়ে করবেন। কিন্তু সবাই তো আর এমন হয়না এবং অনেকে পায় ও না। অনেক মেয়ে আছে যাদের বিভিন্ন ক্যাটাগরির অতীত আছে। কিন্তু এখন তারা তওবা করে দ্বীনে ফিরেছে এবং একজন প্রেক্টিসিং মুসলিম। তাহলে এই ক্ষেত্রে কি করবেন?

আপনার অতীত অনুযায়ী ছাড় দিবেন। আপনার অতীতের লেভেল যদি প্রেম ভালোবাসা পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাহলে আপনিও সেই পর্যন্তও মেনে নিবেন। আপনার অতীত যদি যিনা-ব্যাভিচারে যায় তাহলে আপনারও উচিৎ সেই পর্যন্ত ছাড় দেওয়া। মনে রাখবেন আপনি যেমন তাওবা করে দ্বীনে ফিরেছেন সেও তাওবা করে দ্বীনে ফিরেছে। আপনার অতীত যদি খুব জঘন্য থাকে এবং আপনি যদি তা লুকিয়ে একজন পূত-পবিত্র কাউকে বিয়ে করেন তাহলে এটা কিন্তু কাইন্ডস অফ ছলচাতুরী হয়। কারন সেও কিন্তু একজন পরিষ্কার অতীতওয়ালাকেই ডিজার্ভ করে। কিন্তু এর মানে এই নয় যে আপনার অতীত খারাপ ছিলো বলে আপনি ভালো কাউকে বিয়ে করবেন না। প্লিজ আমাকে মাফ করুন।

লিংক

সুমন আহমাদ

16 Oct, 16:21


তিন বছরের শরীয়াহ!
পঞ্চাশ বছরের সেক্যুলার।

সুমন আহমাদ

16 Oct, 13:56


যারা বিয়ে নিয়ে ইন ফিয়ারে ভুগেন তাদের জন্য আমার কিছু অনেস্ট কনসুল্টেশন আছে।

ওয়েল, কোনো একটা জব/কাজকাম হোয়াটেবার রিজিকের ব্যাবস্থা না হলে দ্বীনি মহলের অনেকেই আপনাকে বিয়ে করতে অনুৎসাহিত করে। কিন্তু বিশ্বাস করেন এইটা আপনার জন্য নয়। আপনি যদি দ্বীনদার কেউ হোন তাহলে 'আগে রিজিকের ব্যাবস্থা'-এই ডক্ট্রিন আপনার জন্য প্রযোজ্য নয়।

এই থিউরি বেদ্বীনিদের জন্য। কারন তারা বস্তুবাদী এবং তারা গাইরুল্লাহকে আর-রজ্জাক্ব বানিয়েছে। এন্ড দ্যাটস হোয়াই আল্লাহ তাদের সাথে সেই অনুযায়ী'ই ট্রিট করেন।

কিন্তু আপনি যদি দ্বীনদার কেউ হোন এবং নিজের ঈমান হেফাজত করার জন্য বিয়ে করতে চান। পাশাপাশি রিজিক বৃদ্ধির নিয়তে বিয়ে করতে চান। ওয়াল্লাহি আপনার ডানেবামে চিন্তা না করে বিয়ে করা উচিৎ। আপনার রিজিকের ব্যাবস্থা কিভাবে যে হবে, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন এবাউট ইট! বিলিভ মি।

সো রিজিক নিয়ে চিন্তা কইরেন না৷ কজ “নিশ্চয় আল্লাহই রিযিকদাতা।” [সূরা আয-যারিয়াত: ৫৮]। বরং আপনার চিন্তা করা উচিৎ বিয়ের সময় চারটি ক্ষেত্রে আপনার স্ত্রী যেন আপনার নিচে থাকে- ১.বয়স ২.উচ্চতা ৩.সম্পদ এবং ৪. বংশমর্যাদা। এন্ড মেক শিউর চারটি ক্ষেত্রে যেনো আপনার স্ত্রী আপনার উপরে থাকে- ১.তাকওয়া ২.সৌন্দর্য ৩.শিষ্টাচার ও ৪.পরহেজগারি।

লিংক

সুমন আহমাদ

16 Oct, 04:21


মীর আসিফ জাফর নজরুল

সুমন আহমাদ

15 Oct, 18:39


প্রতিটা লোকের ভিতরেই একটা করে আসিফ নজরুল বসবাস করে। শুধু সুযোগের অভাবে সবাই সৎ

সুমন আহমাদ

15 Oct, 14:23


সেদিন আমি হবো শত্রুর বিভীষিকা,
তার বিদীর্ণ বক্ষে জ্বালাবো জাহান্নামের লেলিহান শিখা ||

সুমন আহমাদ

15 Oct, 12:09


জীবনে কোনো পাব্লিক পরিক্ষায় এ+ পাইনি। অন্য সবার মতো নামীদামী কোনো ভার্সিটিতেও চান্স পাইনি। খুব ভালো সাবজেক্ট নিয়াও পড়ছি না, সো হোয়াট?

আমার স্কুল ফ্রেন্ড রাজশাহীতে ত্রিপল ই নিয়া পড়ে, কেউ ডিফেন্সে। কলেজ ফ্রেন্ড দুইটা মেডিকেলে, কয়েকটা গুচ্ছে, অনেকেই জাবিতে, চবিতেও আছে, । সো হোয়াট?

আজকে যারা হসচ পরিক্ষার ভালো রেজাল্ট দিয়া খুব বেশি খুশি হচ্ছেন, আবার অনেকে জাস্ট এক্টুর জন্য এ+ পাননি বা ভালো রেজাল্ট হয়নি বলে নিজের লাইফ টাই লস ভাবছেন। ওয়েল আল্লাহর দেওয়া এই লাইফ, এই আমানত'কে এতই তুচ্ছ মনে হচ্ছে! হোয়াই?

আচ্ছা আপনি যদি বস্তুবাদী হয়ে থাকেন তাহলে জীবনের সফলতা আমি আপনাকে শুনাই। স্কুল লাইফের অনেক ক্লাসমেট পড়ালেখা বাদ দিয়া মাছ চাষ করতো, অনেকে গার্মেন্টস এ চলে যায়, অনেকে দোকানে চলে, কলেজের অনেক বন্ধুবান্ধব ব্যাবসায় নামে। কেউ বা প্রবাসী হয়ে দেশের বাহিরে। তখন আমিও ভাবতাম তারা সব কয়টায় গুল্লায় গেলো। আমিই ওদের থেকে সফল।

কিন্তু বাস্তবতা কি জানেন, তাদের অনেকেই এখন বড় মাছের ব্যাবসায়ী, কেউ গার্মেন্টস এর সুপারভাইজার, অনেকে বড় দোকান দিয়েছে, অনেকে ছোট ব্যাবসায়ী, অনেকে বিদেশে থেকে লাখ টাকা কামাচ্ছে। কেউবা জমি জমা আবাদ করে পুরুদোস্তর সংসারী। সবাই প্রায় বিয়ে করেছে, বাচ্চা আছে দু-একটা করে।

অথচ আমি এখনো এই সে[ক্যু]লার পড়ালেখারা সিস্টেমের চিপায় আটকাইয়া যখন হাহুতাশ করছি। নিজের চোখের হেফাজত, ঈমানের হেফাজত নিয়ে টানাটানি, এখনো দু-পয়সার জন্য মা-বাবার কাছে হাত পাততে হয়। আর ওইদিকে আমার সেই গোল্লায় যাওয়া ফেন্ডস'রা উলটো মা-বাবার দেখাশুনা করছে, বউ বাচ্চা নিয়া ফুর্তি করছে,খাচ্ছে-দাচ্ছে আর আরামে ঘুমাচ্ছে।

ভাই আসলে সফলতা কিসে? শুনেন আপনে লাইফে ডাক্তার হোন নাই, ইঞ্জিনিয়ার হোন নাই তো হেইডা আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীগাইবো না। কিন্তু আপনার যৌবন কোন রাস্তায় ব্যয় করেছেন, কোন পথে কামাই করছেন আর কোন পথে ব্যয় করছেন এই ব্যাপারে কিন্তু এক অণু পরিমাণ ছাড় দিবেন না। মাইন্ড ইট।।

- সুমন আহমাদ

সুমন আহমাদ

15 Oct, 07:52


আইজ না হয় কাইল আপনাকে দ্বীনে ব্যাক করতেই হইবো। ইউ মাস্ট বি রিটার্ন টু দ্যা ইসলাম।

কপাল যদি ভালা হয় তাইলে আজইকাই তওবা কইরা ফিরা আইবেন, যা করছেন করছেন সব কিছুর উপ্রে লাত্থি মাইরা এখনি ব্যাক করেন। আর যদি কপাল খারাপ থাকে তাইলে এই ভাবেই জীবন যাইবো আর শেষ বয়সে আইসা মসজিদে দৌড়াবেন, মাজায় বল পাইবেন না চেয়ারে বইসা টেডি নামাজি সাজবেন। সেভিং করতে করতে গালের চামড়া ঝুলাই ফালাইছেন তখন ওই গালে পাকা দাড়িও হয়তো রাইখা দিবেন।

আর যদি কুত্তা ভাগ্য থাকে তাইলে আর কি এই জাহেলিয়াতের উপ্রেই কোনো একদিন মইরা পইড়া থাকবেন। কেউ মনে রাখবো না আপনারে, দুনিয়া ভুইলা যাইবো স্বয়ং আল্লাহ আপনারে ভুইল্লা যাইবো।

সো এখন দেখার বিষয় আপনে কখন ফিরে আসছেন? সময় থাকতে নাকি সময় শেষ হইতে হইতে। নিজের ভালা পাগলেও বুঝে আফসোস আপনে বুঝবেন কবে?

- সুমন আহমাদ
অক্টোবর ১৫, ২০২২

সুমন আহমাদ

15 Oct, 05:45


এতদিন যাদেরকে শাইখ ভাবতাম, আজ দেখি তাদের রেজাল্ট দিচ্ছে।

Btw হসচতে যারা রেজাল্ট করছো ভালো আর খারাপ নাই, ইনবক্সে আইসা বিকাশে টাকা পাঠাও মিষ্টি খাবো।

সুমন আহমাদ

14 Oct, 13:12


সাধারণত সামান্য কুরবানির পশুর বর্জ নিয়ে কি দু-একটা কথা হয়। যদিও সিটি কর্পোরেশন পরে সেগুলা পরিষ্কার করে ফেলে btw. কিন্তু সুশীলদের পরিবেশ গেলো গেলো বলে মায়াকান্না থামেনা।

ওয়েল.. এই যে পূ&জা ডুবিয়ে শত সহস্র নদিনালা,খাল বিল পুকুর আর জলাশয় নোংরা করা হলো। এটা কি পানি দূষণ নয়? এটা কি পরিবেশের জন্য হুমকি নয়? কিন্তু এখন সুশীলরা কোথায়, শাহবাগিন্ডিয়ারা কোথায়?