খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী @quranerjyti Channel on Telegram

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

@quranerjyti


হযরতজি মাওলানা উমায়ের কোব্বাদী হাফিজাহুল্লাহ

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী (Bengali)

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী টেলিগ্রাম চ্যানেলটি একটি ধর্মীয় চ্যানেল, যেখানে আপনি শায়খ উমায়ের কোব্বাদী হুজুরের খুতুবা শুনতে পারবেন। এই চ্যানেলটি ইসলামিক শিক্ষা, ধর্মীয় প্রসঙ্গ, ও লাইভ সম্প্রদায়ের মাধ্যমে মানুষকে ধর্মীয় আলোকে পরিচিত করানোর লক্ষ্যে প্রতিদিন নতুন খুতুবা পরিবেশিত করে। আপনি যদি ইসলামের মৌলিক তত্ত্বাবলম্বী হতে আগ্রহী হন এবং মনোযোগ দিতে চান, তাহলে খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী চ্যানেলটি আপনার জন্য একটি অবশ্যই মাধ্যম হতে পারে। এখানে আপনি শায়খ উমায়ের কোব্বাদী হুজুরের সমস্ত বক্তব্য শুনতে পাবেন এবং আপনার ধর্মীয় জীবনকে আরও উন্নত করতে পারবেন। আপনি যদি ধর্ম, শান্তি, ও আল্লাহর দিকে অনুগামী হন, তাহলে খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী চ্যানেলটি আপনার জন্য একটি বাধ্যতামূলক মাধ্যম হতে পারে। ধরণের এই ধর্মীয় চ্যানেলগুলি আপনার মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার ক্ষেত্রে অপার্থিভূত ভূমিকা পালন করতে পারে। তাই, খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী চ্যানেলটি আপনার ধারণাগুলি প্রস্তুত করুন এবং আপনার ধর্মীয় জীবনকে আরও সমৃদ্ধ করতে আরম্ভ করুন!

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

20 Nov, 14:18


ইসলাহি মজলিস
তারিখ: ২১/১১/২০২৪
রোজ বৃহস্পতিবার।
সময়: বাদ এশা।
এশার নামাজের জামায়াতের সময়: ৭:৩০ মিনিটে।
স্থানঃ বায়তুল ফালাহ জামে মসজিদ,(খেজুর তলা মসজিদ) মিরপুর, ঢাকা.


☀️হযরতুল আল্লাম হযরত মাওলানা শায়েখ উমায়ের কোব্বাদী নকশবন্দী দামাত বারাকাতুহুমুল আলিয়া।
(খতীব, বায়তুল ফালাহ জামে মসজিদ, খেজুর তলা,দ‌ক্ষিন মনিপুর, মিরপুর, ঢাকা।
সিনিয়র মুহাদ্দিস,দারুর রাশাদ মাদ্রাসা, মিরপুর-১২,ঢাকা।) ☀️

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল, স‌ওয়াব এর আশায় অন্যান্য ভাইদের নিকট দাওয়াত পৌঁছে দেয়ার বিনীত অনুরোধ রইলো।

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

20 Nov, 12:57


https://maps.app.goo.gl/skHpKb2ChFUHZVzw8

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

20 Nov, 12:56


ইসলাহী মজলিস
.
আগামী কাল বৃহস্পতিবার। বাদ ইশা।
.
বায়তুল ফালাহ জামে মসজিদ, মধ্য মনিপুর [খেজুরতলা], মিরপুর, ঢাকা।
.
সকলের প্রতি দীনী দাওয়াত।

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

15 Nov, 09:07


ওমর রাযি. জনৈক অবিবাহিতকে লক্ষ্য করে বলেছিলেন,
ما يمنعُك من النِّكاحِ إلَّا عجزٌ أو فجورٌ
তোমাকে বিয়ে করতে বাধা দিচ্ছে- হয়তো অক্ষমতা; নয়তো পাপাচারিতা। [আলইসাবা ৪/৭৮]

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

12 Nov, 00:08


দেশ কি এ পথেই হাঁটছে
.
হাদিসে এসেছে, আমার উম্মত থেকে কল্যাণ বন্ধ হবে না, যতক্ষণ না তাদের মাঝে জারজ সন্তান বেড়ে যায়। যখন তাদের মাঝে জারজ সন্তান বিস্তার লাভ করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ব্যাপক আযাবের সম্মুখীন করবেন।
[মুসনাদে আহমাদ : ২৬৮৩০]

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

08 Nov, 09:48


দুনিয়ার লোভ ও তার প্রতিকার

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

07 Nov, 10:40


সব সময় একজন হক্কানি আলেমের টাচে থাকবেন, তাঁর মজলিসে নিয়মিত অংশগ্রহণ করবেন।
বলতে পারেন, ভেজালের এই জামানায় নেক মজলিস পাবো কোথায়? কার কথা শুনে নিজেকে সংশোধন করবো? কীভাবে বুঝবো যে, অমুক মজলিসটি নেক এবং আল্লাহ তাআলার কাছে মাকবুল।
এর সমাধানও হাদিসে আছে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযি. থেকে বর্ণিত,
قِيلَ: يَا رَسُولَ اللهِ، أَيُّ جُلَسَائِنَا خَيْرٌ؟ قَالَ: مَنْ ذَكَّرَكُمُ اللهَ رُؤْيَتُهُ، وَزَادَ فِي عِلْمِكُمْ مَنْطِقُهُ، وَذَكَّرَكُمْ بِالْآخِرَةِ عَمَلُهُ
এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসুলাল্লাহ! আমাদের বসার সঙ্গী বা মজলিস হিসেবে কোনটি সবচেয়ে উত্তম? রাসুলুল্লাহ ﷺ উত্তর দিলেন, যার সাক্ষাৎ তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যার কথায় তোমাদের ইলম বেড়ে যায় এবং যার আমল তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। (মুসনাদ ইবন আব্বাস রাযি. ৬৩৮)
সুতরাং যে শায়খের মজলিসে এই তিনটি প্রভাব অনুধাবন করবেন তাঁর মজলিসে নিয়মিত আসা-যাওয়া করবেন। তাঁর কথা শুনবেন। এমনকি মাঝে মধ্যে কোনো কাজ না থাকলেও তাঁর কাছে যাবেন, যতক্ষণ পারেন সময় দিবেন, যেতে দেরী হয়ে গেলে ফোন করে খোঁজখবর নিবেন এবং দিবেন।
দেখবেন, আমি আপনাকে আশ্বস্ত করছি, এর প্রভাব আপনি তখনও নিশ্চিত অনুভব করবেন, যখন রাতের অন্ধকারে আপনি স্মার্ট ফোনটা হাতে নিবেন। ব্রাউজিং করার সময় গুনাহর চিন্তা যখন আপনাকে তাড়িত করবে, তখন এই নেক সোহবতের নূর আপনি অনুভব করবেন।
دم كے دم میں قلب نورانی ہوئی
مرد حق سے ملکے حقا نی ہوئی
ধীরে ধীরে অন্তর আলোকিত হয়েছে, আল্লাহওয়ালার সঙ্গে মিলে হক্কানি হয়ে উঠেছে।
#খুতুবাত

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

07 Nov, 08:50


ইসলাহি মজলিস।
আন নূরী জামে মসজিদ।
তারিখঃ ০৫ই নভেম্বর ২০২৪। বাদ এশা।
আলোচনা পেশ করেনঃ- হযরত মাওলানা  শায়েখ ওমায়ের কোব্বাদী দামাত বারকাতুহুম।

বিষয়ঃ- আল্লাহ তায়ালাকে পাওয়ার পথে বাধা হচ্ছে চারটিঃ- ১) দুনিয়ার মহব্বত, ২) অহংকার, ৩) হিংসা, ৪) তওবা করতে দেরি করা।

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

05 Nov, 10:29


উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা হবে দুই পর্বে, ইনশাআল্লাহ।

প্রধম পর্ব -
৩১-শে জানুয়ারী ও ১-২- ফেব্রুয়ারী পর্যন্ত।

দ্বিতীয় পর্ব -
৭-৮-৯ ফেব্রুয়ারী পর্যন্ত।
.
আল্লাহ কবুল করুন। সবাই সংবাদটা প্রচার করুন।

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

04 Nov, 12:04


সুফিয়ান ইবনে হুসাইন রহ. বলেন, আমি ইয়াস ইবনু মুআবিয়া রহ.-এর নিকট কোনো এক লোকের বদনাম করলাম। তিনি আমার চেহারার দিকে তাকিয়ে বললেন, তুমি কি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ করেছ?
.
আমি বললাম, না।
.
তিনি বললেন, ভারতবর্ষ, তুর্কী, সিন্ধু প্রদেশের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করেছ?
.
আমি বললাম, জী না।
.
তিনি বললেন, তোমার থেকে রোমান, সিন্ধু, তুর্কী, ভারতীয়রা নিরাপদে রইল, অথচ তোমার মুসলিম ভাই তোমার থেকে নিরাপদ নয়! তিনি বলেন, এরপর থেকে আর কখনও আমি এরূপ করিনি।
(আলবিদায়াহ ওয়ান নিহায়াহ : ১৩/১২১)

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

03 Nov, 15:00


https://www.youtube.com/live/ENfD0miH3jY?si=hYffThAYmh-zsZm1

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

03 Nov, 06:07


আজ রাত ৯ টায়, ইনশাআল্লাহ।

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

02 Nov, 01:10


এই অন্তরের একটা তালা আছে। ওই তালা খোলার একটা চাবি আছে। যে চাবির নাম হল মুচকি হাসি। আপনি এই চাবি যত ব্যবহার করতে পারবেন, মানুষের হৃদয়ে তত বেশি পৌঁছতে পারবেন। যত বেশি মুচকি হাসবেন, মানুষের হৃদয় তত বেশি জয় করতে পারবেন।
.
রাসূলুল্লাহ ﷺ বলেছেন
إِنَّكُمْ لا تَسَعُونَ النَّاسَ بِأَمْوَالِكُمْ وَلَكِنْ يَسَعُهُمْ مِنْكُمْ بَسْطُ الْوَجْهِ وَحُسْنُ الْخُلُقِ
ধন-সম্পদ দিয়ে তোমরা ব্যাপকভাবে লোকেদের সম্ভষ্ট করতে সক্ষম হবে না, কিন্তু মুখমণ্ডলের প্রসন্নতা ও প্রফুল্লতা এবং চরিত্র মাধুর্য দ্বারা ব্যাপকভাবে তাদেরকে সন্তুষ্ট করতে পারবে। (বুলুগুল মারাম : ১৫৩৪)

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

31 Oct, 17:23


আল্লাহ যেন আমার ডাকে সাড়া দেন। তিনি যেন আমাকে ক্ষমা করেন; এর জন্য আমাদের কত ভাবনা!
.
আর রাতের শেষ প্রহরে স্বয়ং আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন বান্দাকে ক্ষমা করার জন্য! আর এর জন্য তিনি প্রথম আসমানে চলে আসেন।

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

31 Oct, 13:46


হয়তো এরই নাম হবে মহব্বত; যা হৃদয়ে এক প্রজ্বলিত আগুন হয়ে বিরাজ করে।
.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

28 Oct, 03:08


গরিব আমি নিশ্চয় দেয়ার কিছু নেই।
আছে শুধু ভালবাসা গ্রহণ করুন তা-ই।
.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

27 Oct, 04:30


যিনি পাপীকে তাঁর উদারতার চাদরে ঢেকে নিয়েছেন।
.
যিনি দুশমনের হাতে আঘাত খেয়েও তাদের জন্য দোয়া করেছেন।
.
যামানা তাঁর আর কী নাম দিবে ‘রাহমাতুল লিল আলামীন’ ছাড়া!
.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

খুতুবাতে শায়খ উমায়ের কোব্বাদী

26 Oct, 05:10


সেই চক্ষু কত সৌভাগ্যবান যে প্রিয় নবী ﷺ-এর কান্তিময় অবয়ব দর্শন করেছে।
.
সেই হৃদয় কত সার্থক ও ভাগ্যবান যেখানে প্রিয় নবী ﷺ-এর খেয়াল-ধ্যান বাস করে।