Mayraj Hossain @mayraj_neo_official Channel on Telegram

Mayraj Hossain

@mayraj_neo_official


Facebook: https://www.facebook.com/mayraj.neo.official?mibextid=ZbWKwL
Hushup: https://hushup.app/mayraj_hossain

Mayraj Hossain Telegram Channel (English)

Welcome to the Mayraj Hossain Telegram Channel! Are you a fan of engaging content, motivational quotes, and personal growth tips? Look no further, as this channel is dedicated to providing you with just that and much more. Mayraj Hossain, the driving force behind the channel, is a renowned motivational speaker and life coach who has helped countless individuals unlock their full potential and achieve their goals. Through a combination of personal anecdotes, insightful advice, and thought-provoking discussions, Mayraj Hossain aims to inspire and motivate his audience to strive for greatness in all aspects of their lives. Whether you're looking for a daily dose of inspiration or seeking guidance on how to overcome obstacles, this channel is the perfect place for you. Join the community today to embark on a journey of personal development and self-discovery. Don't miss out on exclusive content and updates – follow Mayraj Hossain's official Facebook page (https://www.facebook.com/mayraj.neo.official?mibextid=ZbWKwL) and connect with like-minded individuals on Hushup (https://hushup.app/mayraj_hossain) as well. Together, we can all strive for success and lead fulfilling lives. Join the Mayraj Hossain Telegram Channel now and start your transformational journey!

Mayraj Hossain

21 Nov, 08:18


“বাধ্য হয়ে সহশিক্ষায় যুক্ত থাকা”
Facts and myths

এটা অনেক ইম্পরট্যান্ট ইনশাআল্লাহ।
এই একটা পোস্ট পড়ে মোটামুটি লিটমাস টেস্টের মতো আলাদা করে ফেলতে পারবেন দুই দলকে।

https://www.facebook.com/share/p/15gAvHvzid/

Mayraj Hossain

21 Nov, 05:36


ওরা নারীবাদের সবক দিবে, দিতেই পারে, সমস্যা নেই। কিন্তু আমরা কাউন্টার দিলে আবার নারী গবেষক ট্যাগ খাবো।

Mayraj Hossain

21 Nov, 04:09


সতর্ক করার দরকার ছিল বিধায় করেছিলাম আলহামদুলিল্লাহ।

https://www.facebook.com/share/p/19sKWo7hmf/

Mayraj Hossain

21 Nov, 04:06


এই মহিলাকে নিয়ে অনেক আগেই লিখেছিলাম। এখন দ্বীনের খোলস ফেলে নারীবাদী চেহারায় আত্মপ্রকাশ করছে। আগে আমরা বললে মানুষ স্বীকার করতে চাইতো না।

কী লিখেছে দেখেন, ইসলামী নারীবাদ! আল্লাহর লানত এদের প্রতি।

Mayraj Hossain

20 Nov, 18:25


ওরা মুসলিমদেরকে ক্রুসেডের মাধ্যমে হারাতে না পেরে হতাশ হয়নি, বুদ্ধিবৃত্তিক আগ্রাসন চালিয়েছে যার ফলে আমরা জিহাদ ছেড়ে দিয়েছি।

জিহাদ ছেড়ে দেয়াটাই উম্মাহর এই দুর্দশার মধ্যে পতিত থাকার কারণ। আমরা যতদিন ময়দানে ছিলাম, ততদিন বিজয়ী ছিলাম। আমরা যখনই ময়দান ছেড়ে আসলাম, ওরা আমাদের রন্ধ্রে রন্ধ্রে গোলামি ঢুকিয়ে দিলো।
এখন আমরা হতাশার মধ্যে ডুবে গেলাম।

Mayraj Hossain

20 Nov, 18:05


“যারা পাপী তারা দ্বীনের কথা বলবে না, দ্বীন প্রচার করবে না।”

https://www.facebook.com/share/p/1AZLvHug7k/

Mayraj Hossain

20 Nov, 17:17


আর্লি ম্যারেজ, লেট ম্যারেজের আলাপ চলে ফেসবুকে। এই ব্যাপারে আমার মত:

https://www.facebook.com/share/p/1MCYw2xKTr/

Mayraj Hossain

20 Nov, 11:51


এজন্য সবসময় মনে রাখবেন ব্যক্তি কখনো হকের মাপকাঠি না। লেবাসধারী, ইলমওয়ালা হলেই যে তার সব কাজ শরীয়াহসম্মত এটাও ভুল।

Mayraj Hossain

20 Nov, 07:10


আপনারা মেয়েদের শিক্ষিত হওয়ার বিরোধিতা করেন আবার নিজের সন্তানের জন্য শিক্ষিত মা চান!

কেমন হিপোক্রিট আপনারা!

https://www.facebook.com/share/p/14SSQxLfpG/

Mayraj Hossain

19 Nov, 17:13


চ্যানেলের অবিবাহিত সকলের জন্য আরেকটা দীর্ঘ রাত উপহার দিতে চলে আসলাম। শেয়ার করে সবার সাথে কষ্ট ভাগাভাগি করে নিতে পারেন।

Mayraj Hossain

19 Nov, 16:43


পশ্চিমে স্যাটেল হওয়ার স্বপ্ন দেখেন যারা:

https://www.facebook.com/share/p/14PCEmHoNE/

Mayraj Hossain

19 Nov, 11:50


একটাসময় হাশাপ ইউজ করতাম। একেকদিন কয়েকশো ম্যাসেজ এসেছে এমনও দিন গেছে।
এমন এমন বাস্তব কাহিনী ভাই এবং বোনেরা শেয়ার করতেন যেগুলো পড়ে অজান্তেই চোখে পানি চলে আসতো। আল্লাহর কাছে দুআ করতে থাকতাম তাদের জন্য।

একেকজনের জীবনে কত স্ট্রাগল গেছে সেগুলো আমার কল্পনারও বাইরে ছিল। এসব নিয়ে অনেক আলেমের কাছে গিয়েছিলাম, অনেকের সাহায্য চেয়েছিলাম।পরিস্থিতির কারণে হতাশ হয়ে ফিরতে হয়েছে। দিনদিন পরিস্থিতি কঠিন হলে সমাধানও কঠিন হচ্ছিল বিধায় একাউন্টে ঢুকা বন্ধ করে দিই।

আবার এমনও হয়েছে, যারা সাহায্যপ্রার্থী তারা নিজেরাই নিজেদের অবস্থা সম্পর্কে অজ্ঞ। ঝুঁকি নিয়ে কোনো সাহায্য করতে গেলেও সেটার ব্যাপারে সাহায্যপ্রার্থীও কনফিউজড থাকতো।

পরবর্তীতে আমাদের মুফতি সাহেবের সাথে একটা কেস নিয়ে আলোচনা করলে তিনি বললেন সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু না করতে। এমনটা হলে নিজের ক্ষতির সম্ভাবনাই প্রবল। বিশেষ করে গায়রে মাহরামদের কেস হ্যান্ডেল করাটা খুবই সেন্সিটিভ বিষয়।

তাদের আকলের ঘাটতি, পরিস্থিতি যেমন না তেমনভাবে উপস্থাপন, সংশয়ে থাকা, দৃঢ়তা না থাকা ইত্যাদি কারণে ওলামায়ে কেরামও এসব ব্যাপারে হাত দিতে চান না। একজনকে উদ্ধার করতে গিয়ে দশজন বিপদে পড়বে এমনটা তখনই উত্তম যখন সাহায্যপ্রার্থী নিজের সিদ্ধান্তের ব্যাপারে নিজে দৃঢ় থাকে।

বড় বড় সমস্যার সমাধান হবে এমন ব্যবস্থা করার প্রচেষ্টা দীর্ঘদিন থেকেই চলছে। বিশেষ করে সেফহোমের ব্যবস্থা করার খেয়াল বড়দের কাছে ইতিমধ্যে দিয়ে রেখেছি। এটা হয়ে গেলে, অনুমোদন নেয়া গেলে অনেক কাজ সহজ হতো।

এত কথা বললাম ইদানীং চিঠি দেয়ার নতুন একটা অ্যানোনিমাস সার্ভিস চালু হয়েছে। কিন্তু আগের কথা ভেবে সাহস হচ্ছে না সেখানে একাউন্ট খোলার। আল্লাহ প্রত্যেক মজলুম মুসলমানের সহায় হোন। শরীয়াহ না থাকায় আমরা যে সংকটে আছি সেটা অবর্ণনীয়।

Mayraj Hossain

18 Nov, 09:11


“তুমি একজন পুরুষকে ধ্বংস করলে একজন পুরুষই ধ্বংস হবে, আর একজন নারীকে ধ্বংস করলে ধ্বংস হবে পরবর্তী প্রজন্ম।”

এজন্যই মুসলিম নারীদের মাঝে ফেমিনিজম ছড়ানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যায় করা হয়। নারীরাও ওদের ফাঁদে পা দেয়। নারীদের ব্যাপারে আলোচনা করতে নারী বিশেষজ্ঞ হওয়া লাগে না, শত্রুদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত থাকলেই যথেষ্ট হয়।

আমরা চাই বোনেরা সুরক্ষিত থাকুক, কোনো এজেন্ডার অংশ না হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে গড়ে তুলুক।

Mayraj Hossain

18 Nov, 06:31


সানা বিনতে আসমা আস সালামিয়্যাহ। আরবের আর দশটা নারীর মত উনারও স্বপ্ন ছিল আখেরী নবীর ﷺ স্ত্রী হবেন। হয়তো তিনি দোয়াও করেছিলেন আল্লাহর কাছে।

এক সময় রাসূলুল্লাহ'র ﷺ কাছে সানা বিনতে আসমার জন্য প্রস্তাব আসে। তিনি সম্মতি প্রদান করেন। বার্তাবাহক ছুটে যায় বনু সালিমের দিকে।

এক সময় সানা বিনতে আসমার কাছে খবরটি পৌঁছে। তার কাছে এটি স্বপ্ন ছিলো বটে, তবে তা বাস্তব হবে এমনটা তার ধারণাতেও ছিলো না।

আকস্মিক এই সংবাদে তিনি এতটা আনন্দিত হন যে, অত্যধিক খুশির চোটে তিনি মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহর ﷺ সাথে সংসার হওয়ার আগেই তিনি মারা যান।

-Mohammad Saeedul Mostafa (হাফি.)

Mayraj Hossain

17 Nov, 12:13


জামাতিরা কেন সাহাবা বিদ্বেষী হয় সেটা বুঝবেন এখানে। সাহাবাবিদ্বেষ প্রদর্শন না করলে এসব ফান্ডামেন্টাল বিধান মেনে চলতে বাধ্য হতো, ছাত্রীসংস্থার মতো মডারেট দল বন্ধ হয়ে যেত।

আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক বিধায় ছবিটা দিলাম। কাউকে মিসোজিনিস্ট ট্যাগ দেয়ার আগে পড়াশোনা করা জরুরী।

Mayraj Hossain

17 Nov, 09:22


গতকালকের সেমিনার নিয়ে কিছু কথা:

https://www.facebook.com/share/p/1AuVzyFPv9/

Mayraj Hossain

16 Nov, 09:39


ছাত্রী সংস্থার গোমরাহ মেয়েদের কাজ দেখেন।

এগুলো নিয়ে বেশি বেশি কথা বলা উচিত বোনদের। আমরা সব ব্যাপারে কথা বলতে গেলেও সমস্যা। এসব নিয়ে আলোচনা হলে আমরা আলাপ থেকে দূরে থাকলেও চলতো।

Mayraj Hossain

16 Nov, 08:36


বুয়েটের নাচানাচি নিয়ে শেষ পোস্ট।

https://www.facebook.com/share/p/1Nbg6xpbKs/

Mayraj Hossain

16 Nov, 05:35


নারীশিক্ষা নিয়ে শরীয়তের অবস্থান:

Mayraj Hossain

15 Nov, 17:20


হিজাবী ফেমিনস্টাদের একটা স্ট্র্যাটেজি:

https://www.facebook.com/share/p/1DdahybCeu/

Mayraj Hossain

14 Nov, 20:48


যারা জেগে আছেন তাদের জন্য

https://www.facebook.com/share/p/1BC9ivgLsn/

Mayraj Hossain

14 Nov, 16:35


এসব বড় ভাইয়েরা নারী মুক্তি চাইবে না তো কারা চাইবে? আমরা বিরোধিতা করি দেখে আমরা খারাপ।

https://www.facebook.com/share/p/19QWWRpzzz/

Mayraj Hossain

14 Nov, 16:28


আমিন না বলে যাবেন না।

Mayraj Hossain

14 Nov, 10:45


গুরুত্বপূর্ণ এই নিউজটা ভাইরাল করুন।

https://www.facebook.com/share/p/153qSEXuhv/

Mayraj Hossain

13 Nov, 11:51


সহশিক্ষা ইসলামের অকাট্য বিধান পর্দার পরিপন্থী। এটি বিজাতীয় শিক্ষা-পদ্ধতি। পাশ্চাত্যের অনুকরণে এ সহশিক্ষা চালু করা হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এটি সম্পূর্ণ নাজায়েয এবং ইসলামের মূলনীতি পরিপন্থী। আল্লাহ তাআলা ইরশাদ করেন-

وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ. –الأحزاب: 53

“আর তোমরা তাঁর (অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাঁদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ।” -সুরা আহযাব (৩৩) : ৫৩

ইমাম কুরতুবী রহ. (৬৭১ হি.) উক্ত আয়াতের তাফসীরে বলেন,

في هذه الآية دليل على أن الله تعالى أذن في مسألتهن من وراء حجاب، في حاجة تعرض، أو مسألة يستفتين فيها، ويدخل في ذلك جميع النساء بالمعنى، وبما تضمنته أصول الشريعة من أن المرأة كلها عورة، بدنها وصوتها. -تفسير القرطبي (14/ 227)

“উক্ত আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের কাছে পর্দার আড়াল থেকে কোনো প্রয়োজনে কিছু চাওয়া বা কোনো মাসআলা জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছেন। সাধারণ নারীরাও উপরোক্ত হুকুমের অন্তর্ভুক্ত। তাছাড়া শরীয়তের মূলনীতির দাবিও এটিই। কারণ, মূলনীতি হলো, নারীর কণ্ঠস্বরসহ গোটা শরীর পর্দার অন্তর্ভুক্ত।” -তাফসীরে কুরতুবী : ১৪/২২৭

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ হলেন সকল মুমিনের মা। অথচ তাঁদের সাথেই লেনদেন বা কথা-বার্তা বলতে হলে পর্দার আড়াল থেকে করতে বলা হয়েছে। তাহলে অন্যান্য সাধারণ বেগানা নারীদের ক্ষেত্রে হুকুমটি কত গুরুত্বপূর্ণ, তা সহজেই অনুমেয়।



নারী পুরুষের সংশ্রব ফিতনার জনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء. -صحيح البخاري: 4808، صحيح مسلم: 7122

“আমার পর পুরুষদের জন্য মহিলাদের চেয়ে অধিক ক্ষতিকর কোনো পরীক্ষা রেখে যাইনি।” -সহীহ বুখারি: ৪৮০৮, সহীহ মুসলিম: ৭১২২

অন্য হাদিসে ইরশাদ করেন,

إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بنى إسرائيل كانت فى النساء. صحيح مسلم : 7124

“দুনিয়া (নয়ন-মন আকর্ষণকারী) সুমিষ্ট ও সুসজ্জিত বস্তু। পূর্ববর্তীদের প্রতিনিধি করে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দেখতে চান তোমরা কেমন আমল কর। অতএব, দুনিয়ার ফাঁদ থেকে বেঁচে থাকবে। বেঁচে থাকবে নারীদের ফাঁদ থেকে। বনী ইসরাইলের সর্বপ্রথম ফিতনা নারীদের নিয়েই সংঘটিত হয়েছিল।” -সহীহ মুসলিম: ৭১২৪

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. (৭২৮ হি.) বলেন,

اختلاط أحد الصنفين بالآخر سبب الفتنة فالرجال إذا اختلطوا بالنساء كان بمنزلة اختلاط النار والحطب. -الاستقامة (1/ 361)

“নারী-পুরুষ এ দুই শ্রেণীর পরস্পরের সংমিশ্রণ ফিতনার জনক। যখন বেগানা নারী-পুরুষের পরস্পর সংশ্রব ঘটে, তখন তা আগুন-লাকড়ির সংশ্রবের মতোই ভয়ঙ্কর হয়।” -আল ইস্তেকামা: ১/৩৬১

অতএব, সহশিক্ষা সম্পূর্ণ হারাম। শরীয়ত প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের জন্য সম্পূর্ণ আলাদা ও পর্দার ব্যবস্থা রক্ষা করে শিক্ষা প্রদানের নির্দেশ দেয়।

উল্লেখ্য, বর্তমান সাধারণ শিক্ষা ব্যবস্থায় পর্দার লঙ্ঘন ছাড়াও অসংখ্য কুফর শিরক ও নাস্তিকতা রয়েছে। একজন মুমিনের জন্য যে এসব শিক্ষা গ্রহণের সুযোগ একদমই নেই এবং ক্ষেত্রবিশেষে ঈমান হারিয়ে মুরতাদ হয়ে যেতে হয়, তা বলার অপেক্ষা রাখে না।

আরও দেখুন, সুরা আহযাব (৩৩): ৫১; সুরা নুর (২৪): ৩১-৩২; রদ্দুল মুহতার: ৬/৩৬৯-৩৭০; আপকে মাসায়েল আওর ইনকা হল: ৮/১০০; ফাতাওয়া লজনায়ে দায়িমা: ১২/২২৩, ১৭/১৪৭, মাজমুউ ফাতাওয়া বিন বায: ৪/২৪৮-২৫৩; মাজমুআতু আসইলাহ তুহিম্মুল উসরাতাল মুসলিমা, ইবনে উসাইমিন: ৭৫-৭৬; আসইলাতু মিম্বারিত তাওহিদ, প্রশ্ন নং ১১১৩

فقط، والله تعالى أعلم بالصواب

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

Mayraj Hossain

12 Nov, 17:07


সুশিক্ষা থেকে বঞ্চিত কোটি কোটি শিশুদের পিতামাতা হয়তো বুঝবে না এটা কতবড় নেয়ামত।

https://www.facebook.com/share/v/19JvziLfnN/

Mayraj Hossain

12 Nov, 13:21


ভার্সিটিতে না পড়লে ভাল জায়গায় বিয়ে হবে না।

আপত্তি এবং জবাব:
https://www.facebook.com/share/p/1HrYhTjKUj/

Mayraj Hossain

11 Nov, 17:06


ইশরাক ভাইয়াও এটা শেয়ার দিয়েছে। এসব দেখে ডরে আমার শরীর কাঁপতেয়াছে!

তবে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি হক বাতিলকে স্পষ্ট করেন। মানুষের সামনে সত্য উন্মোচন করেন।

Mayraj Hossain

11 Nov, 16:53


আমার বিরুদ্ধে আবার অনলাইনে লাফালাফি শুরু হয়েছে দেখলাম। এজন্য লেখাটা দিয়ে ওদের লাফালাফি বাড়িয়ে দিই ভাবলাম।

https://www.facebook.com/share/p/17ucgV6e3p/

Mayraj Hossain

08 Nov, 17:33


ভার্সিটির দ্বীনদার ভাইয়ের কাহিনী:
(২ বছর আগে শেয়ার করেছিলাম)

https://www.facebook.com/share/p/188p9zk3QC/

Mayraj Hossain

08 Nov, 17:05


-আচ্ছা দোস্ত “ফরজে কেফায়া” পালন করা ফরজ নাকি “হারাম থেকে বেঁচে থাকা” ফরজ?
-ফরজে কেফায়া তো কিছুসংখ্যক আদায় করলেই হয়ে যায়। অন্যদিকে হারাম থেকে বাঁচা তো সবার জন্য ফরজ। তাহলে উত্তর হবে দ্বিতীয়টা।

-চমৎকার! এই ব্যাপারটা তো একটা বাচ্চাও বুঝবে তাই না?
-হ্যাঁ। এটা না বোঝার কী আছে! শরীয়তের ন্যুনতম জ্ঞান থাকলেও এটা সহজে বোঝা যায়।
-ফরজে কেফায়ার জন্য কি ফরজ বিধান বাদ দেয়া যায়?
-কী বুঝাতে চাইছিস বল তো!

-বোঝাতে চাচ্ছি এই যে “Ramছাগলদের” কথায় ফরজে কেফায়াকে ফরজ ভেবে প্রতিদিন অসংখ্য ফরজ বাদ দিয়ে বসে আছিস, হারামে লিপ্ত হচ্ছিস, এটাকে দ্বীনের খেদমত বলে চালিয়ে দিচ্ছিস এটা কি নিজের সাথে নিজে প্রতারণা হচ্ছে না? একটা বাচ্চাও যেটা বোঝে সেটা তুই বুঝিস না?
-আমরা মেডিকেলে পড়া ছেড়ে দিলে নারী ডাক্তার পাবে কোথায়? ফরজে কেফায়া যদি কেউই আদায় না করে তাহলে তো গুনাহ হবে সকলেরই।

-৬০% নারী শিক্ষার্থী থাকার পরেও এই সেক্টরে দ্বীনের খেদমত করতে এসেছিস? নিজের কাছে অন্তত সৎ থাক!
ফরজে কেফায়া কিছুসংখ্যক লোক আদায় করলেই যদি হয়ে যায় তাহলে ৬০% আদায়ের পরেও এই সহশিক্ষা নামক হারামের মধ্যে দ্বীনের খেদমত করতে এসেছিস বলে প্রহসন করছিস না? আল্লাহর সামনে এসব গোঁজামিল দিয়ে পার পাবি?
-পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত তো আসতে হবে। নাকি?

-প্রতিবছর হাজার হাজার মেয়ে পড়েও যদি ডাক্তারের সংকট হয় তাহলে বুঝতে হবে এই সিস্টেমে সমস্যা আছে। এই ফরজে কেফায়ার চাহিদা কিছুতেই এভাবে পূরণ হবে না বরং নারীবাদ, ফ্রি-মিক্সিং, অবাধ মেলামেশার কালচারে অভ্যস্ত হয়ে গিয়ে আখিরাত বরবাদ হবে! দ্বীনের দোহাই দিয়ে নিজের নফসের ক্ষুধা মেটাতে গিয়ে দিনশেষে তো ঠকেই যেতে হবে!
-এভাবে পড়েও তো মানুষ ভালো থাকে। সবাই কি খারাপ হয় নাকি?

-মদ খেয়ে যদি কেউ মাতাল না হয় তবুও মদ খাওয়াটা হারাম। এতক্ষণ তুই ফরজে কেফায়া আদায়ের দোহাই দিচ্ছিলি, কিন্তু দেখ এখন এই হারামের সাফাই গাইছিস!
একটু নিজেকে প্রশ্ন করে দেখিস, এটা আসলেই শরীয়াহ নাকি নফসের খায়েশ!
-....

[Ramছাগল একটা অর্গানাইজেশনের নাম, কোনো ব্যক্তির কথা বোঝানো হয়নি]

-রিপোস্ট।

Mayraj Hossain

08 Nov, 09:13


সত্য চাপা থাকে না

Mayraj Hossain

08 Nov, 08:56


আলোচকের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই।
যারা মিস করবেন আসলেই অনেক কিছু মিস করবেন।

Mayraj Hossain

08 Nov, 08:31


বোনদের জন্য নতুন ফিতনা অন দ্যা ওয়ে
https://www.facebook.com/share/p/1EnXBvbDit/

Mayraj Hossain

07 Nov, 11:07


চাকরিজীবী মেয়ে বিয়ে করা থেকে বিরত থাকুন।

(পোস্টে ভুলভাল ইংলিশ ইগনোর করুন)

Mayraj Hossain

07 Nov, 08:32


আপনারা যারা সীতাকুন্ডু চন্দ্রনাথ পাহাড়ে উঠেছেন, তারা পাহাড়ের পূর্ব-দক্ষিণ এবং উত্তর পশ্চিম সাইডের মোটা গাছ গুলোকে কখনও খেয়াল করেছেন? যদি কখনও সুযোগ হয় তাহলে দেখবেন- কিছু গাছের এপাশ-ওপাশ ছিদ্র হয়ে আছে, কিছু গাছের একপাশে বেশ গভীর ক্ষত, কিন্তু অপর পাশে নেই। আপনি এই লাইনে এক্সপারটিজ হলে সহজেই ধরে ফেলবেন ক্ষতটা কিসের?

ক্ষতগুলো বুলেটের।

আমার সোর্স এতটুকু কনফার্ম করেই বলেছেন “বুলেট গুলো 12.7‌×99 অথবা 12.7×108 mm ক্যালিবারের”, যেগুলো স্নাইপার রাইফেলে ব্যবহার করা হয়।

খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন, বুলেটের ছিদ্র থাকা গাছগুলোর অপজিটে স্ট্রেইট ফরোয়ার্ড বা 45° কিংবা 90° এঙ্গেলে ৪০০/৬০০ মিটারের কোনো ব্যারিয়ার নেই। অর্থাৎ গাছটিকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে প্রাকটিস হয় এবং আসলেই হয়।

চট্টগ্রামের স্থানীয় যে কেউ ভাল জানবেন, রাতের বেলা এই পাহাড়ে উঠতে গেলে স্থানীয় ছেলেপেলেরা বাঁধ সাধে।

-শাফিন রহমান।

Mayraj Hossain

07 Nov, 07:17


হ্যালোউইন পালন করতে মন চায়
ক্রিসমাসে উইশ করলে জাতে ওঠা যায়
পূজায় শুভেচ্ছা জানিয়ে লিবারেল হওয়া যায়।

যেখানেই নোংরামি সেখানেই আনন্দ পাই
হারাম বুঝি না শিরকও বুঝি না ভাই
ঈদের দিন ভাল্লাগে না, বোরড হয়ে যাই।

Mayraj Hossain

06 Nov, 10:18


হাহা রেইড দরকার।

https://www.facebook.com/share/p/179GkTU6e9/

Mayraj Hossain

06 Nov, 06:59


ভাইদের জন্য স্পেশাল ম্যাসেজ:

https://www.facebook.com/share/p/1JXd2z4UDZ/

Mayraj Hossain

05 Nov, 20:34


চট্টগ্রামের আজকের ঘটনার পেছনের মাস্টারমাইন্ড যারা

Mayraj Hossain

05 Nov, 09:05


নেতৃত্বের অভাবে ধ্বংস হবার দ্বারপ্রান্তে থেকেও আমরা অনেক স্বপ্ন দেখছি। বাস্তবতা হলো এই অভাব রাতারাতি মেটানো সম্ভব না।

অপরদিকে দেখা যায় সবার নেতা হওয়ার ইচ্ছা, কর্মী হওয়ার ইচ্ছা কারো নেই। একারণেই যে নেতা হয়, সে চায় না তার বিকল্প থাকুক। অপরদিকে যে কর্মী, সে অনুগত থাকে না মনের মধ্যে নেতৃত্ব দেয়ার লোভ থাকার কারণে।

এক অদ্ভুত সংকট! সমাধানের চিন্তা করাও যেন এখন বিলাসিতা।

Mayraj Hossain

05 Nov, 06:51


পরশু রাতে ধরা খাওয়া এক ইন্ডিপেন্ডেন্ট ওম্যান এবং মডার্ন সোসাইটির শিক্ষিতদের চেহারা:

https://www.facebook.com/share/p/1HYp4a7qcaNiwsLs/

Mayraj Hossain

04 Nov, 18:12


বইটা বইমেলা থেকেই নিয়েছিলাম। এটা একটা ভালো কাজ হয়েছে। মোটামুটি অনেক দরকারি তথ্য আছে বইটায়।

Mayraj Hossain

04 Nov, 17:50


সহশিক্ষা হারাম বললেই কেমন আক্রমণ করে সেটা কমেন্টের একটা লিংকে গেলেই বুঝবেন।

যদিও এসব প্রশ্নের উত্তর অনেক আগেই দিয়ে রেখেছিলাম। তবুও দেখবেন একই প্রশ্ন ঘুরেফিরে বারবার।

(পোস্ট ফেসবুকের পাশাপাশি কমেন্টেও পাবেন)

https://www.facebook.com/share/p/j3KeaN5stk6WkdLY/

Mayraj Hossain

03 Nov, 16:55


ইনি নিজেও খুব সম্ভবত মেডিকেলের ছাত্রী। মেডিকেলে সহশিক্ষা জায়েজ এটা কেবল জাহেলরাই বলতে পারে। ছাড়ের যে বিষয়টা সেটা এখন অ্যাপ্লিকেবল হবে কি না এই ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে হলে অবশ্যই তথ্য উপাত্ত লাগবে।

আমার প্রাপ্ত তথ্য উপাত্ত অনুযায়ী এই রুখসাত এখন আর প্রযোজ্য না। বর্তমানে মেডিকেল যে নারীদের জন্য ফিতনার জায়গা, যাওয়ার ব্যাপারে যে হকপন্থীরা অনুৎসাহিত করেন সেটা উনাদের সাথে কথা বলেই নিশ্চিত হয়েছি আলহামদুলিল্লাহ। এমন এমন শায়েখরাও আছেন যাদের নাম বললে আপনারাও চিনবেন।

Mayraj Hossain

03 Nov, 16:45


এডমিশনের টাইম, নারীদের সহশিক্ষা:

https://www.facebook.com/share/p/miWUhYNPosbXcAyX/

Mayraj Hossain

03 Nov, 12:27


গুরুত্বপূর্ণ একটা লেখা। অবশ্যই পড়বেন। প্রয়োজনীয় মনে হলে শেয়ার করবেন।

https://www.facebook.com/share/p/FHdQN1homTAewPFA/

যারা ফেসবুকে পড়তে পারেন না তারা কমেন্ট দেখুন।

Mayraj Hossain

21 Oct, 16:45


ওরাও তো কারো না কারো সন্তান! ওরাও মানুষ...

https://www.facebook.com/share/v/kkUUSgv2uyofK6Zv/

Mayraj Hossain

20 Oct, 18:45


কমেন্ট+হাহা রেইড দেন।

https://www.facebook.com/share/p/T4QLs7ZnuNxBc78W/

Mayraj Hossain

20 Oct, 07:58


প্রত্যেকটা বাড়ি ও ফ্ল্যাটে বাথরুম ছোট হয় বেডরুম বড় হয়, কেন জানেন ?

কারণ বাথরুম জরুরাত আর বেডরুম মাকসাদ।

মাকসাদের পরিধি বিস্তৃত হওয়া আর জরুরতের পরিধি সংকীর্ণ হওয়ার উপলব্ধিটা আমরা আমাদের ঘর ও ফ্ল্যাট থেকেই নিতে পারি।

আল্লাহর গোলামী আপনার জিন্দেগীর মাকসাদ আর অর্থ কামানো এটা জিন্দেগীর জরুরাত।

কিন্তু আমাদের জরুরত মাকসাদে পরিণত হয়ে পুরো জীবনব্যাপী বিস্তৃত হয়ে গেছে।

আর আল্লাহর গোলামী মাকসাদ এটা বাথরুমের মত সংকুচিত হয়ে গেছে। কোন কোন জীবনে মাকসাদের অস্তিত্বই খুঁজে পাবেন না, বাথরুম দিয়েই পুরো ফ্ল্যাট ভরে গেছে।

আসুন আমরা আমাদের ফ্ল্যাট দেখে জীবনের চেতনায় পরিবর্তন আনি। মাকসাদকে বেড রুমের মতো বড় বানিয়ে দিই আর জরুরতকে বাথরুমের মত ছোট বানিয়ে দিই।

- মুফতী আব্দুল মাজিদ (হাফি.)

Mayraj Hossain

20 Oct, 04:22


ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হাতে আল সৌদের কিছু মুনাফিক (ইজরাইলের পক্ষের) সরাসরি জাহান্নামে পৌঁছেছে।

Mayraj Hossain

19 Oct, 19:30


এই ছবিটা অন্তর প্রশান্ত করে দিলো। দুই নেতা একসাথে। দুজনকেই আল্লাহ তা’আলা কবুল করেছেন উম্মাহর জন্য।

আল্লাহ তা’আলা আপনাদেরকে জান্নাতেও একত্রিত করুন। ইনশাআল্লাহ আপনারা জান্নাতেও একত্রিত হবেন।

Mayraj Hossain

19 Oct, 16:50


আমাদের ব্রেইন আমাদেরকে যেভাবে ধোঁকা দেয়

https://www.facebook.com/share/p/n4SHYo26AkG2mn8N/

Mayraj Hossain

19 Oct, 08:13


Channel photo updated

Mayraj Hossain

19 Oct, 06:56


মুসলিম নামধারী যে দলকে ইহুদীদের দালাল বললে অপরাধ হবে না সেই দল হচ্ছে মাদখালী।

Mayraj Hossain

19 Oct, 06:51


এসব প্রতিবেদক মুসলমান ঘরে জন্ম নিলেও ইহুদীদের রূহানী সন্তান। হেডলাইনটা দেখেন...
আল্লাহর লানত তোদের প্রতি!

Mayraj Hossain

19 Oct, 06:46


প্রতিবেদক আমাদের ফিলিস্তিনের স্বাধীনতাকামীদেরকে জঙ্গী বলেছে এতবড় সাহস!

এরা কি ইহুদীর বাচ্চা?

Mayraj Hossain

19 Oct, 06:05


মডারেটরা উম্মাহর জন্য সবচেয়ে ক্ষতিকর।

আল্লাহ তা’আলা নারীদেরকে স্বগৃহে অবস্থানের আদেশ দেন, অপ্রয়োজনে বাইরে বের হতে নিষেধ করেন। অন্যদিকে জামাতি মডারেট আমির সাহেবের কথা দেখেন।

Mayraj Hossain

18 Oct, 22:07


ইহুদীর বাচ্চারা উনার শাহাদাত আঙুল কেটে নিয়েছিল। কিন্তু উনার শাহাদাহ ঠেকাতে পারেনি ইনশাআল্লাহ।

ইনিই সেই সৌভাগ্যবান, ইনিই সেই নেতা
ইনিই ইয়াহইয়া সিনওয়ার রহিমাহুল্লাহ।

উনার কপালে চুমু খেয়ে, নিষ্প্রাণ দেহটাকে বুকে টেনে নিয়ে، উনার মিশনকে সামনে রেখে যদি এগিয়ে যেতে পারতাম!

Mayraj Hossain

18 Oct, 18:10


ইমারাহ থেকে বার্তা:

Mayraj Hossain

18 Oct, 18:08


দরবারি আলেম, দুনিয়ার জন্য দ্বীন ছেড়ে দেয়া জাহেল, দ্বীন বিকৃতকারী মডারেটরা কি দেখে না এই উম্মাহ সব ভেদাভেদ ভুলে নির্বিশেষে কাদেরকে গ্রহণ করে নেয়?

কাদের বিদায়ে বিশ্বের সকল মুমিনের অন্তর চূর্ণ বিচুর্ণ হয়? সবকিছু দেখেও তারা আল্লাহর দ্বীন এবং আল্লাহর বান্দাদের সাথে প্রতারণা করে।
তাদের পরিণতিও হয় নিকৃষ্ট। যে সম্মান আল্লাহ তা'আলা মুজাহিদদের জন্য আমাদের অন্তরে গেঁথে দেন, সেই সম্মানের শরিক ওরা কখনোই হতে পারবে না।

হকের পথে যারা চলে, চলতে চায়
আল্লাহর অনুগ্রহে তারা এক হয়ে যায়।

Mayraj Hossain

18 Oct, 17:56


কবরকে অনেক ভয় পান? অন্ধকারে, ছোট্ট একটা জায়গায় কীভাবে থাকবেন পোকামাকড়ের সাথে? কীভাবে সহ্য করবেন মাটির চাপ? চিন্তা আসে না?

চিন্তা আসলে সূরা মূলক পড়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। প্রতি রাতের আমলে এটাকে যুক্ত করে নেবেন।

Mayraj Hossain

18 Oct, 13:18


রহিমাহুল্লাহ!

https://www.facebook.com/share/p/Jou2KPFLWgDix6jc/

Mayraj Hossain

18 Oct, 08:43


শায়েখ আলী হাসান উসামার ব্যাপারে ফাইনাল কথা এটাই আপাতত।
https://www.facebook.com/share/p/a2pUCTLsL6sHT211/

Mayraj Hossain

17 Oct, 22:50


সিনওয়ারের শাহাদাতের ক্লিপ শেয়ার করে এক ইহুদী ক্যাপশন দিয়েছে, “দুঃখজনক হলেও সত্য যে তিনি মৃত্যুর মাধ্যমে জিতে গেছেন।”

আমাদের মুসলমানদের জীবন, মৃত্যু কোনোকিছুই অর্থহীন হওয়া উচিত না। আমরা যেন লড়াই করতে করতে দেহ ত্যাগ করে আল্লাহর সামনে পুনরুত্থিত হই, আল্লাহ তা’আলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।

আমরা যোদ্ধা নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মত। আমাদের জীবনের উদ্দেশ্য হোক জান্নাতের সবুজ পাখি হওয়া।

Mayraj Hossain

17 Oct, 22:30


সব সোর্স থেকে পাওয়া তথ্য,প্রমাণ অনুযায়ী ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাতের খবরই সত্য। পুরোটা রাত ঘুমোতে পারিনি।

অস্থিরতায় কেটেছে পুরোটা সময়। খুব করে চেয়েছিলাম খবরটা মিথ্যা হোক!
আল্লাহ আপনি ফিলিস্তিনবাসীর জন্য যথেষ্ট হয়ে যান।

Mayraj Hossain

17 Oct, 16:41


ইমাম আলীর (রাদিয়াল্লাহু আনহু) এই কথাটি আমি খুব ভালোভাবে মনে রেখেছি– মানুষের জীবনে দুই রকম দিন আছে: এমন একটি দিন যেদিন মৃত্যু তার তকদিরে নেই, আর এমন একটি দিন যেদিন মৃত্যুই তার তকদির। প্রথম দিনে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, এবং দ্বিতীয় দিনে কেউ আপনাকে বাঁচাতে পারবে না।

— ইয়াহইয়া সিনওয়ার

Mayraj Hossain

17 Oct, 16:00


Our Hero, Our leader 🔥

Mayraj Hossain

17 Oct, 15:31


আল কাসসাম ব্রিগেডের অফিশিয়াল বক্তব্যের জন্য অপেক্ষা করি ইনশাআল্লাহ।

এখনো সবকিছু ঘোলাটে। আল্লাহ তা’আলা উনাকে জীবিত রাখুন! খবরটা মিথ্যা হোক এই দুআ করি!

Mayraj Hossain

17 Oct, 15:04


تحذير: مجد أمني: الصورة التي نشرها الاحتلال وادعى أنها للسنوار تشبه الصورة التي نشرها سابقا لأحد المعتقلين وادعى أنه السنوار، وهذا ما يجب الانتباه إليه.

Warning: Security Glory: The photo published by the occupation and claimed to be of Sinwar is similar to the photo it previously published of a person it arrested and claimed to be Sinwar. This should be noted.

هذه الصورة لمواطن فلسطيني نشرها الاحتلال في بداية الإبادة في غزة، لشخص يشبه القائد يحيى السنوار.

This photo of a Palestinian citizen was published by the occupation at the beginning of the genocide in Gaza, of a person who resembles the leader Yahya Sinwar.

-Gaza Now