Mayraj Hossain @mayraj_neo_official Channel on Telegram

Mayraj Hossain

@mayraj_neo_official


Facebook: https://www.facebook.com/mayraj.neo.official?mibextid=ZbWKwL
Hushup: https://hushup.app/mayraj_hossain

Mayraj Hossain Telegram Channel (English)

Welcome to the Mayraj Hossain Telegram Channel! Are you a fan of engaging content, motivational quotes, and personal growth tips? Look no further, as this channel is dedicated to providing you with just that and much more. Mayraj Hossain, the driving force behind the channel, is a renowned motivational speaker and life coach who has helped countless individuals unlock their full potential and achieve their goals. Through a combination of personal anecdotes, insightful advice, and thought-provoking discussions, Mayraj Hossain aims to inspire and motivate his audience to strive for greatness in all aspects of their lives. Whether you're looking for a daily dose of inspiration or seeking guidance on how to overcome obstacles, this channel is the perfect place for you. Join the community today to embark on a journey of personal development and self-discovery. Don't miss out on exclusive content and updates – follow Mayraj Hossain's official Facebook page (https://www.facebook.com/mayraj.
eo.official?mibextid=ZbWKwL) and connect with like-minded individuals on Hushup (https://hushup.app/mayraj_hossain) as well. Together, we can all strive for success and lead fulfilling lives. Join the Mayraj Hossain Telegram Channel now and start your transformational journey!

Mayraj Hossain

19 Feb, 12:21


গতবছরের একটা কাহিনী। বিয়ের বয়স হয়নি বলে বিয়ে না দিয়ে দ্বীন, দুনিয়া সব নষ্ট করলো এই ভাইয়ের। আল্লাহ মাফ করুন।

https://www.facebook.com/share/p/1E2zxA2BKU/

Mayraj Hossain

18 Feb, 18:21


মাইর তো দুর্বলরা খায়!

Mayraj Hossain

18 Feb, 17:01


২ মিনিট সময় নিয়ে চিন্তা করতে পারেন। কী বুঝতে পেরেছেন সেটা জানাতে পারেন।

https://www.facebook.com/share/p/15scEH1vVH/

Mayraj Hossain

16 Feb, 17:25


২০১৮ সালের রমজান মাসের শবে কদরের দিন ভুক্তভোগী ইতেকাফে বসায় গুমের হুমকি দিয়ে গোপনে ভুক্তভোগীর স্ত্রীকে ধ র্ষ ণ করে আলেপ। এমনটা RAB সদস্যদের জন্য অঘোষিতভাবে অনুমোদিত। এর কিছুদিন পরেই মানসিক ভারসাম্যহীন হয়ে মারা যান সেই বোন। এবং ভুক্তভোগী যখন বন্দী ছিলেন তখন কাউকে না জানিয়েই গোপনে ভুক্তভোগীর স্ত্রীকে দুইবার ধর্ষণ করে আলেপ। তারপরে তার সাথে দেখা করতে দেয়া হয় তার স্ত্রীর। ভুক্তভোগী লক্ষ্য করেন যে, এবার তাকে যেন বিনা বাধায় তার স্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে, এবং এটা দেখে তিনি নিজেও অবাক হয়ে যান কারণ অন্যান্য বন্দীদেরকে যেখানে তাদের ঘরের লোক এদের সাথে দেখা তো দূরের কথা তারা তাদের খোঁজখবর পর্যন্ত জানতে দিত না, সেখানে কিভাবে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে? তখন পর্যন্ত তিনি কিছু জানতেন না।

তারপরে তিনি যখন মুক্ত হলেন তখন তাকে বাইরে বসিয়ে রেখে বললেন যে আপনি এখানে থাকুন আপনার স্ত্রীর সাথে আমার কিছু গোপন কথা আছে, এটা বলে তাকে বাইরে রাখা অবস্থাতেই তার অজান্তে তার স্ত্রীকে তৃতীয়বারের মতো ধ র্ষ ণ করে আলেপ। তার স্ত্রী যখন বাইরে বেরিয়ে এলেন তখন তিনি দেখতে পান তার স্ত্রীর চোখ মুখ কালো হয়ে আছে, তখন পর্যন্ত তিনি কিছু জানতেন না। তিনি পরবর্তীতে জানতে পারেন। এবং ক্যাপশনের প্রথমে উল্লেখিত ঘটনা অনুযায়ী পরবর্তীতে রমজান মাসে ঘটনাটি ঘটে চতুর্থবারের মত।

এটা তো শুধু প্রকাশিত একটি ঘটনা, নাম না জানা কত মুসলিম বোনের যে এরা সম্ভ্রমহানি করেছে তা আল্লাহই ভাল জানেন। সেলিব্রেটি আলেম এবং লেখকরা আছে সামনের বইমেলায় তাদের কয়টা বই বের হবে এবং কিভাবে পেট পূজা করবে এগুলো নিয়ে। ইসলাম তাদের কাছে পেটপূজার সামগ্রী মাত্র। এই ঘটনার বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো দূরের কথা একটা পোস্ট করলে আমাকে নক দিয়েন। আল্লাহ তাআলা জালিমদেরকে য*ন্ত্রণাদায়ক আ যাব দান করুন, এবং সেলিব্রেটিদেরকে হেদায়েত দান করুন, আমীন।

আল মাহমুদ হোসেন আবিদ

Mayraj Hossain

16 Feb, 17:03


এই জমিনে উম্মাহর পুরুষরা কেউই অবশিষ্ট নেই।
সবাই আমার মতো কাপুরুষ, অপদার্থ, আবর্জনা।

Mayraj Hossain

16 Feb, 16:36


ভাই এবং বোনদের জন্য আলাদা জায়গা আছে। বোনেরা যাওয়ার জন্য শর্ত মেনে যেতে হবে। পেইজে বিস্তারিত আছে।

https://www.facebook.com/share/19x6oaRgHm/?mibextid=wwXIfr

Mayraj Hossain

16 Feb, 05:53


ইয়াসির কাজিকে নিয়ে গতকালকে পোস্ট দেয়ায় জামাতি পোলাপান কমেন্টে তামাশা শুরু করে দিয়েছিল।

আমাদের বিশ্বাসের সাথে (ঈমান) LGBTQ কমিউনিটির সামঞ্জস্য তৈরি করতে চাওয়া লোকদের মধ্যে দেখেন ইয়াসির কাজির নাম মাঝখানে সুন্দরভাবে লেখা আছে। ভেতরে যে আলোচনাই হোক না কেন, এই শিরোনামটাই যথেষ্ট আপত্তিকর।

জামাত যদি কখনো ক্ষমতায় যায়, ইয়াসির কাজিকে শায়েখ মনে করা জামাত LGBTQ এর ব্যাপারে কী করবে সেটা সহজেই বোঝা যাচ্ছে।

Mayraj Hossain

14 Feb, 19:12


সবাই যে গ্র‍্যাজুয়েশনের জন্য দেরি করে ব্যাপারটা এমন না। অনেক পরিবার এমনটা তো ভাবতেও পারে না যে মেয়েকে কখনো বিয়ে দিতে হবে।

https://www.facebook.com/share/p/1AHRhWrCQY/

Mayraj Hossain

13 Feb, 06:28


আয়নাঘর, গুয়েন্তেনামো কারাগার, সিদনায়া এবং সমপর্যায়ের সকল সেলের মেকানিজম এক। সিটিটিসিকে তো দুইদিন আগে এসেও ট্রেইন করে গেল এফবিআই। এগুলো ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডওয়াইড একটা সিস্টেম।

ওয়ার অন টেরর পরবর্তী সময় থেকেই এগুলো আরো বেশি একটিভ হয়েছে বলে মনে হচ্ছে কারণ এগুলোর শিকার ব্যাপকভাবে ইসলামিক এক্টিভিস্ট, স্কলার। বাকিদেরকে নিজ স্বার্থেই পলিটিকাল কারণে ভিক্টিম বানাতে পারে ক্ষমতাসীন দল।

Mayraj Hossain

13 Feb, 06:00


স্বপ্নে দেখলাম আবু সুমাইয়া ভাইয়ের আইডি অনলাইনে, নতুন একটা পোস্ট দিয়েছেন। লেখাটা মনে করতে পারছি না তবে সংক্ষিপ্ত একটা পোস্ট ছিল।

অনেকেই আনন্দে কমেন্ট করছিলো, ভাই ফিরে এসেছেন? উঠে ফেসবুকে যাওয়ার পর স্বপ্নটার কথা মনে আসছিলো। উনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দুআ করলাম।

দেশের আয়নাঘর নিয়ে কথা বলে কিছু করা গেলেও বাইরের আয়নাঘর নিয়ে আমাদের কিছু করার ক্ষমতা নেই। এই অসহায়ত্ব আল্লাহর কাছে স্বীকার করে, ভাইয়ের জন্য দুআ করি। আল্লাহ যেন তাঁকে হেফাজত করেন, সুস্থভাবে আমাদের মাঝে, তাঁর পরিবারের মাঝে ফিরিয়ে দেন।

Mayraj Hossain

12 Feb, 15:17


আয়নাঘরের কিছু সাধারন শারীরিক নির্যাতনসমূহঃ

১) হাতলওয়ালা কাঠের চেয়ারে বসিয়ে মেটালের বেল্টের মাধ্যমে হাত পা ও মাথা আটকে দিয়ে হাই ভোল্টেজ ইলেক্ট্রিক শক দেওয়া হতো। কিছু আয়নাঘরে লোহার তৈরি চেয়ারও আছে/ছিলো যেগুলো দিয়ে সারাশরীরে প্রচন্ড শেইক/শক দেওয়া হতো। এই চেয়ারের বেশিরভাগ বন্দীই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে।

২) প্লাস্টিকের একটি চেয়ারের নিচের অংশ ছিদ্র করে রাখা হতো। এই চেয়ারে বন্দিকে বসিয়ে অন্ডকোষে সূক্ষ্ম সূতা পেঁচিয়ে চেয়ারের ছিদ্র দিয়ে নিচের দিকে টান দেওয়া হতো।

৩) মেঝে থেকে আনুমানিক ৮/৯ ফুট উচ্চতায় ঝুলন্ত লোহার বার বা সেলিং-এ ফ্যানের হুকের সাথে উল্টো করে ঝুলিয়ে পেটানো হতো।

৪) জানালা অথবা দেয়ালে লাগানো হুকের সাথে বন্দির হাত এমনভাবে হ্যান্ডকাফ/শিকল দিয়ে বেধে রাখা হতো যেন মেঝেতে কোনমত পায়ের আঙ্গুল স্পর্শ করে, কিন্তু পুরোপুরি দাঁড়ানো সম্ভব না হয়।

৫) মেঝেতে পা ছুঁইছুঁই করে দুই হাত উপরে তুলে ঝুলিয়ে বন্দিকে ঝুলিয়ে রাখতো, নিচে পেরেকযুক্ত কাঠ ফেলে রাখা হতো। অনেক বন্দি নিজের ভার সইতে না পেরে পায়ে পেরেক বিধে ফেলতো।

৬) বিশেষ প্লায়ার্স ব্যবহার করে বন্দির হাত ও পায়ের নখ কাঁচা টেনে উপড়ে ফেলা হতো।

৭) বন্দির হাত ও পায়ের নখের অগ্রভাবে সূচালো ক্ষুদ্র সূচ ফুটিয়ে নির্যাতন করা হতো।

৮) পা মুড়িয়ে হাতের ভেতর দিয়ে লাঠির সাহায্যে আটকে রাখা হতো, হাত হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখা হতো।

৯) ২৪/৭ বন্দির হাতে হ্যান্ডকাফ থাকতো, ফলে অনেকের হাতের চামড়া কেটে হ্যান্ডকাফ ঢুকে যেত।

১০) ঘুমের সময় অনেক বন্দীর হাত পেছনমোড়া করা রাখা হতো। বন্দীদের বুকের উপর ভর করে ঘুমাতে বাধ্য করা হতো।

১১) অনেক বন্দীকে শুয়ে ঘুমানোর অনুমতি ছিলোনা। দেয়ালে পিঠ ঠেকিয়ে সারারাত শুয়ে থাকতে হতো।

১২) লাঠির অগ্রভাগ দিয়ে বন্দীর শরীরের স্পর্শকাতর স্থান, লজ্জাস্থানে আঘাত করা হতো।

১৩) হুট করে বন্দীর দুই কান বরাবর সজোরে চড় দিয়ে বন্দীর কান ফেটে দিতো।

১৪) বন্দীকে মেঝেতে শুইয়ে শরীরের উপর দিয়ে বাঁশ ও লাঠি দিয়ে রোল করে মাড়াই করতো।

১৫) বন্দীকে প্রসাব করতে দিতোনা, জরুরী প্রকৃতির ডাক আটকে রাখতে বাধ্য করতো।

১৬) বন্দীর অন্ডকোষ সজোরে চাপ দিতো। এতে অনেক বন্দী ব্যথা সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে যেত।

১৭) লজ্জাস্থানের প্রসাবের স্থান দিয়ে প্লাস্টিকের রয়্যাল প্লাগ ঢুকিয়ে দিয়েই প্লায়ার্স দিয়ে চাপ দেওয়া হতো। বন্দীর প্রসাবের স্থান কেটে গিয়ে রক্ত পড়তো।

১৮) নারী ও পুরুষ উভয় বন্দীদের অনেককে ধর্ষণ করা হতো। বন্দীদের চোখ বেধে রেখে তার মুখে অফিসাররা গোপনাঙ্গ প্রবেশ করিয়ে দিতো।

১৯) অনেক বন্দীদের শরীরে বীর্যপাত করতো। এমনকি পুরুষ বন্দীদের সাথেও এমন আচরন করত।

২০) পুরুষ বন্দীদের সামনে স্ত্রী-কন্যাকে উলঙ্গ করে একাধিক র‍্যাব সদস্য ঝাঁপিয়ে পড়তো।

উপরের ঘটনাগুলো আমি নিজ কানে সরাসরি বন্দীদের থেকে শুনেছি। সুতরাং আমার পরিচিতজনের কাছে এর সোর্স নিয়ে কোন সন্দেহ থাকার কথা নয়।

[ নেক্সটঃ আয়নাঘরের সাধারন মানসিক নির্যাতনসমূহ]

-জাফরান হাসান

Mayraj Hossain

12 Feb, 13:34


ওদের আসল চেহারা এমন!

Mayraj Hossain

12 Feb, 04:23


ইতিমধ্যে বিভিন্নভাবে নোংরামি করে মুসলিমদেরকে আবারো কোণঠাসা করার চেষ্টা চলছে। আপনারা মুসলিম হলে অন্তত ওদের এসব মিথ্যা ন্যারেটিভ কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দিবেন না ইনশাআল্লাহ।

https://www.facebook.com/share/p/1662mBGqm6/

Mayraj Hossain

11 Feb, 08:37


আজকেই রেজিস্ট্রেশনের শেষদিন বিধায় ভাইয়েরা বললেন প্রচার করতে। কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর ভাইয়েরা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন ইনশাআল্লাহ।

আসন সংখ্যাও শুনলাম অল্প বাকি আছে।
লিংক: https://www.facebook.com/share/p/1XxTnRFCkx/

Mayraj Hossain

10 Feb, 15:36


এই স্পষ্ট বার্তাটা ওদের কাছে পৌঁছে দিন

https://www.facebook.com/share/p/1K3ZM6irBt/

Mayraj Hossain

09 Feb, 20:27


see you not for mind

Mayraj Hossain

09 Feb, 06:56


নারী স্পোর্টসের বাস্তবতা:

https://www.facebook.com/share/p/1BAakL7B86/

Mayraj Hossain

07 Feb, 08:11


আমরা কি এই সিস্টেমকে প্রভু হিসেবেই নিচ্ছি?
কোনো প্রশ্ন ছাড়াই আনুগত্য ওরা কি ওদের জন্য হওয়ার কথা?

https://www.facebook.com/share/p/1BcH2EHxza/

Mayraj Hossain

04 Feb, 16:49


বাদ্দেন ভাই, মেয়েটা মাইনর।

https://www.facebook.com/share/p/1H5pXnTPHu/

Mayraj Hossain

04 Feb, 16:23


Hushup এ একজন অনেকগুলো বিষয়ে প্রায় ৭-৮ টা ম্যাসেজ দিয়েছিলেন। আপনার বিষয় তো অনেকগুলো, বুঝতে অসুবিধা হচ্ছে আপনি আসলে কী জানতে চাইছেন বা কোন বিষয়ের সমাধান চাচ্ছেন।

Mayraj Hossain

04 Feb, 10:49


আমাদের নিজেদের দ্বিমুখী নীতি নিয়ে আমি খুবই লজ্জিত। গোপন পাপ এক জিনিস, প্রকাশ্যে নিজের স্ট্যান্ডার্ড ম্যান্টেইন করে না চলাটা আরেক জিনিস।

আমার মনে হয় না কোনো দ্বীনি একটিভিস্ট এই ব্যাপারে দ্বিমত পোষণ করবেন যে এই ১১ বছর বয়সী মেয়ের উপর পর্দা ফরজ। বরং অনেকে তো আগ বাড়িয়ে বলবো যে এই মেয়ে পর্দা করে না কেন? কিন্তু এই কথাগুলো বলতে হলে যে এই মেয়ের ছবি, ভিডিও প্রচার করা যাবে না সেটা তো বুঝতে হবে।

বেপর্দা মেয়ের ছবি কেন আমার টাইমলাইনে অযথা, অপ্রয়োজনে থাকবে? যদি এমন হতো এখনো পাওয়া যায়নি, খুঁজতে হবে তখন হয়তো এগুলো নিয়ে দ্বিমত থাকতে পারতো কিন্তু এখন তো এই সিচুয়েশনও না। তাহলে একদম বেসিক এই জিনিস অমান্য করলাম কীভাবে আমরা?

Mayraj Hossain

04 Feb, 09:59


একটা তথ্য দিয়ে রাখি:

according to multiple studies, the age at which puberty begins is generally decreasing, meaning children are starting puberty at a younger age than previous generations, particularly in girls; this trend has been observed across many developed countries over the past several decades. 

অর্থাৎ বিশেষ করে মেয়েদের বয়ঃসন্ধিকাল আগের জেনারেশনের চেয়ে গত কয়েক দশক ধরেই কমে আসছে। কনসার্নিং, রাইট?

Mayraj Hossain

03 Feb, 15:34


পূজায় শুভেচ্ছা জানিয়েছেন, এখানেও জানান

Mayraj Hossain

03 Feb, 11:55


ভার্সিটিগুলো কতটা ইসলামবান্ধব?

https://www.facebook.com/share/p/19oeqMtWni/

বিশেষ করে ইসলামিক ডেপ্টগুলো?

Mayraj Hossain

03 Feb, 10:38


পূজায় গিয়ে শুভেচ্ছা জানানো ব্যক্তিবর্গ:

https://www.facebook.com/share/p/1BV2MG4Qou/

Mayraj Hossain

02 Feb, 16:03


একটা পোস্ট লিংক দিচ্ছি, পোস্ট পড়ে আমার কমেন্ট পড়বেন।

মেয়েরা তো বেকুবগিরি করেই সাথে আমাদের একটিভিস্টরা এসব প্রতারণা না বুঝে আহ্লাদে গদগদ হয়ে পোস্ট করে। shame shame!!

যেটা ভালো মনে হয় আপনারাও গিয়ে কমেন্ট করতে পারেন।

https://www.facebook.com/share/p/163jNHzDgF/

Mayraj Hossain

02 Feb, 09:41


মেয়েদের পর্দা নিয়ে ছেলেরা বেশি কনসার্নড কেন?

https://www.facebook.com/share/p/1BFLwsKTZt/

Mayraj Hossain

01 Feb, 11:01


বিশ্ব হিজাব দিবস ২০২৫

https://www.facebook.com/share/p/1BRJwQq2Dn/

Mayraj Hossain

01 Feb, 09:08


BREAKING NEWS! 🚨

Interpol have arrested Yoel Alter, a 35 year old Israeli who is a member of Lev Tahor, the world's largest child sex trafficking ring.

Over 160 children have been rescued from this Jewish pedophile gang and 40 women from alleged abuse by cult members.

Founded in Israel in 1988, Lev Tahor has been under scrutiny for a range of serious crimes, including child abuse, human trafficking, and forced marriages of minors.

The cult has been operating in Mexico and Guatemala since 2014.

He appeared in a Guatemalan court, where he was subsequently detained, and will likely be extradited to Mexico for trial.

You might want to ask yourself why the media, politicians and social influencers have buried this story.

This should be all over the news

Mayraj Hossain

31 Jan, 19:31


এই সিস্টেম আবারো চারটা মেয়েকে এতিম করলো, একজন মহিলাকে বিধবা করলো। চার মেয়ের মধ্যে দুই মেয়ে হাফেজা। গতরাত আড়াইটায় সেনাবাহিনী তাকে তুলে নিয়ে যায়। আজ সকালে তার লাশ পাওয়া যায়, সাথে সারাশরীরে নির্যাতনের চিহ্ন!

এই লোকের নামে কোনো মামলা ছিল না, কোনো জিডি ছিল না। এসেছিলো বাবার কুলখানি করতে।

Mayraj Hossain

31 Jan, 19:22


মানুষ যখন মানুষের রব হওয়ার চেষ্টা করে তখন সে অহংকারের সকল সীমা অতিক্রম করে ফেলে। তার পাহাড়সম অহংকার থেকেই সে সীমাহীন জুলুম করে।

এই নিকৃষ্ট শ্রেণীটাকেও তাগুত হিসেবে ডিফাইন করা হয়েছে। ভোট দিয়ে আরেকজনকে তাগুত হওয়ার দিকে ঠেলে দেয়ার আগে এটাই মনে রাখতে হবে এই সিস্টেমটার সার্টেইন লেভেলে গেলেই মানুষ নিজেকে রব ভাবতে শুরু করে।

আইনদাতা যিনি, বিধানদাতা যিনি শাসক হবে তাঁর প্রতিনিধি। আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র হবে তাঁর। সার্বভৌমত্বের অধিকারী একমাত্র তিনি। কোনো শাসক না, কোনো নেতা না, কোনো তাগুত না!

লা ইলাহা ইল্লাল্লাহ! লা ইলাহা ইল্লাল্লাহ! লা ইলাহা ইল্লাল্লাহ!

Mayraj Hossain

31 Jan, 19:12


ভাইরে, আপনি যে একটা মানুষ, আপনার জীবনেরও যে একটা মূল্য আছে, আপনিও যে দুনিয়ায় একবারই বাঁচবেন সেটা শরীয়াহ ছাড়া কোনো তন্ত্র মন্ত্র বুঝবে না ভাই!

আর কত প্রমাণ লাগবে বলেন? আর কতভাবে বললে বুঝবেন? আর কত মানুষ হারালে বুঝবেন?

Mayraj Hossain

31 Jan, 08:57


সহশিক্ষার পক্ষে কিছু কুযুক্তি

https://www.facebook.com/share/p/12Htn9J1xms/

Mayraj Hossain

30 Jan, 17:36


আল কাসসাম ব্রিগেডের প্রধান মুহাম্মাদ দেইফ শহীদ হয়েছেন! আল্লাহ তা’আলা এই ত্যাগ কবুল করুন।

এই কাফেলাকে আরো শক্তিশালী হওয়ার তৌফিক দান করুন।

Mayraj Hossain

30 Jan, 15:46


মদ খেয়ে যদি আমার কোনো ক্ষতি না হয় বরং উল্টো হাজারটা উপকার ও হয়, তবু মদ যেমন আমার জন্য হালাল হবে না।

ঠিক তেমন-ই সহশিক্ষায় গিয়ে যদি আমার ঈমান, আমলের কোনো ক্ষতি না হয় বরং উল্টো আমার দাওয়াতি খিদমাতের উসিলায় হাজারটা ভাই-বোন দ্বীনে ফেরে, তবু সহশিক্ষা আমার জন্য হালাল হবে না।

~সংগৃহিত

Mayraj Hossain

30 Jan, 08:44


আপনার হাতে থাকা ডিভাইসটা নিয়ে আরেকটু ভাবা উচিত। সেই অনুযায়ী সতর্ক থাকা উচিত।


https://www.facebook.com/share/p/14gnKRxuYk/

Mayraj Hossain

30 Jan, 06:27


একজন নারী রাসুলুল্লাহ ﷺ-এর কাছে এসে তার স্বামীর বিষয়ে অভি-যোগ করলেন। তিনি বললেন যে, তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান এবং তাদের জন্য বারবার খাবার প্রস্তুত ও তাদের আপ্যায়ন করতে করতে তিনি ক্লা-ন্ত হয়ে পড়েছেন। রাসুলুল্লাহ ﷺ কোনো উত্তর দিলেন না, আর সেই নারী চলে গেলেন।

কিছুক্ষণ পরে রাসুলুল্লাহ ﷺ সেই নারীর স্বামীকে ডেকে বললেন, “আজ আমি তোমার অতিথি হবো।”

তখন সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন, “আল্লাহর রাসুল ﷺ আজ আমাদের অতিথি হবেন।”

তার স্ত্রী খুব আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়ে রাসুলুল্লাহ ﷺ-এর জন্য খাবার প্রস্তুত করলেন।

যখন রাসুলুল্লাহ ﷺ তাদের ঘরে এসে তাদের আতিথেয়তার সম্মান গ্রহণ করলেন, তখন তিনি সেই ব্যক্তিকে বললেন, “তোমার স্ত্রীকে বলো, সে যেন সেই দরজা দেখে, যেখান দিয়ে আমি এই ঘর ত্যা-গ করব।”

নারী সেই দরজা দেখলেন এবং দেখতে পেলেন, রাসুলুল্লাহ ﷺ-এর পেছনে ঘর থেকে বিভিন্ন ধরনের প্রা-ণি, বি-চ্ছু এবং ক্ষতি-কর জীব বের হয়ে যাচ্ছে। তিনি এ দৃশ্য দেখে এতটাই বিস্মিত হলেন এবং আল্লাহর মহান কুদরত উপলব্ধি করে অ-জ্ঞান হয়ে পড়লেন।

যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তখন রাসুলুল্লাহ ﷺ তাকে বললেন, “এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয়। তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতি, পরীক্ষা-নিরীক্ষা এবং বিপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায়। অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যা-য়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই হেকমত।”

রাসুলুল্লাহ ﷺ আরও বলেন, “যে ঘরে বেশি অতিথি আসে, আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন। এর চেয়ে উত্তম ঘর আর কিছুই হতে পারে না যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে। এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে।”

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যখন আল্লাহ কোনো জাতির জন্য কল্যাণ চান, তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান।” সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, “কী ধরণের উপহার, হে আল্লাহর রাসুল?” তিনি বললেন, “অতিথি তার নিজের রিজিক নিয়ে আসে এবং গৃহের লোকদের পা-প সঙ্গে নিয়ে যায়।”

তাই, হে প্রিয়, জেনে রাখুন, অতিথি হলো জান্নাতে যাওয়ার একটি মাধ্যম।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, তাকে অবশ্যই তার অতিথির প্রতি উদার হতে হবে।”

[বুখারি : ৫৫৬০]

©

Mayraj Hossain

27 Jan, 15:46


- হারামকে হারাম বলতে হলে দলিল লাগবে।
- Hands over the “দলিল”।

- আপনি হারাম বলছেন যে, who are you? মাজহুল ব্যক্তি!
- আমার কথা মানবেন না সমস্যা নেই। দলিল চেক করে হকপন্থী আলেমদের ফতোয়া জেনে নিন।

- মেরাজ হোসেনের ব্যাপারে সাবধান! এরা মানুষকে পথভ্রষ্ট করে। অনলাইন মু "জা" হিদদের থেকে দূরে থাকুন।
- (ব্যঙের ইমোজিওয়ালা এক্সপ্রেশন)

https://www.facebook.com/share/p/17V8omPFBN/

Mayraj Hossain

27 Jan, 12:11


ক্যারিয়ার ওম্যান বিয়ে করার শাস্তিস্বরূপ একটু আগেই এক ভাই আত্মহত্যা করলেন মিরপুরে।

https://www.facebook.com/share/p/196PRMvjLX/

Mayraj Hossain

27 Jan, 10:43


এই লেখায় উল্লেখিত ঘটনাটা নিয়ে চিন্তা করলে অনেক জিনিস অনুধাবন করতে পারবেন।

https://www.facebook.com/share/p/1Yi13unX3x/

Mayraj Hossain

27 Jan, 01:37


গতকাল থেকেই কথিত শিক্ষিতদের জাহেলিয়্যাতের সাক্ষী হচ্ছে পুরো জাতি।

কেউ কিন্তু তাদের শিক্ষা নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলছে না। কে বেশি যৌক্তিক সেই আলাপটা আসবে, কার অন্যায় কম, কার বেশি এমনটাও বলতে পারে।

এসব জাহেলিয়্যাত অনেক ভাগে বিভক্ত।
যেমন: প্রাইভেট বনাম পাবলিক, পাবলিক বনাম পাবলিক, প্রাইভেট বনাম প্রাইভেট, পাবলিক বনাম ন্যাশনাল, মেডিকেল বনাম ইঞ্জিনিয়ারিং, কলেজ বনাম কলেজসহ এমন নানা ভাগে বিভক্ত।

মোটাদাগে বিষয়গুলো আমাদের কাছে এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে এগুলো আমরা খেয়ালও করি না। কিন্তু ধরেন এক রিকশাওয়ালার সাথে আরেক রিকশাওয়ালার মারামারি লেগেছে।

তখন দেখবেন ঠিকই তার শিক্ষা নিয়ে কথা উঠবে, অশিক্ষিত-ছোটলোক বলে গালি খাবে।
এগুলো হচ্ছে শিক্ষিত হওয়ার মাপকাঠি ইন্সটিটিউটের উপর অন্ধভাবে ফেলে দেয়ার ফলাফল। এসব থেকেই তৈরি হয় “ইন্সটিটিউশনাল প্রাইড” যেটাকে আরেকভাবে বলা যায় “ইন্সটিটিউশনাল আসাবিয়্যাহ”।

Mayraj Hossain

27 Jan, 01:21


জালিম যখন জুলুম করে, তখন সর্বপ্রথম নিজের সাথে বোঝাপড়া করে। নিজেকে কনভিন্স করে, “আমি যেটাই করছি, সেটা ওরা ডিজার্ভ করে।”

জুলুম চলতে থাকে, নিজ ক্ষমতার সর্বোচ্চটুকু দিয়ে জালিম সীমালঙ্ঘন করে। কিন্তু একসময় যখন জালিম নিজেই অসহায় হয়ে যায়, মজলুম তার উপর শক্তিশালী হয় তখন সে ক্ষমার মাহাত্ম্য তুলে ধরে।

তখন অনুতাপের চেয়েও ক্ষমাপ্রার্থী হওয়ার আকাঙ্ক্ষাই বেশি থাকে। প্রতিশোধ থেকে ক্ষমা উত্তম কিংবা ক্ষমা মহৎ গুণ ইত্যাদি বয়ান এমনভাবে শোনায় যেন ক্ষমা পাওয়াটাই তার অধিকার।

অথচ বান্দার হকের বিষয় তো বান্দার কাছেই। মজলুম অবস্থায়, দুর্বল থাকাকালীন যখন জালিমকে আল্লাহর ভয় দেখিয়ে জুলুম থেকে বিরত থাকতে বলা হয় তখন জালিম অন্ধভাবেই সীমালঙ্ঘন করে।

যখন সে দুর্বল হয়, তখন ইসলামের কথা মনে পড়ে, ইসলামকে ব্যবহার করে নিজেকে ক্ষমার হকদার মনে করে। অথচ সুযোগ যদি আবার পায়, ক্ষমতা যদি আবার হস্তগত হয় তবে এদেরকেই আবার জালিম হিসেবে পাওয়া যায়।

Mayraj Hossain

26 Jan, 08:51


ইনবক্সে ভাইয়েরা এনে অনেকসময় অনেক জিনিস দেখান। যেটা দেখলে স্বাভাবিকভাবে দাওয়াতি কাজ থামিয়ে দেয়ার কথা, একটিভিজম বন্ধ করে দেয়ার কথা। কিন্তু দেখে মনে মনে আলহামদুলিল্লাহ পড়ি।

কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক আমলদার মানুষ না। হয়তো দ্বীনের সাথে লেগে থাকার চেষ্টা করি দেখেই আল্লাহ সুবহান ওয়া তা’আলা আমার আমলনামা অন্যায়ভাবে গীবতকারী, সমালোচনাকারী এবং দ্বীনের স্বার্থে যাদের সাথে বিরোধ আছে তাদের মাধ্যমে সমৃদ্ধ করে দেন আলহামদুলিল্লাহ।

দাওয়াতের কাজ করতে গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি কম অত্যাচার সহ্য করেছিলেন? সেখানে মানুষের বলা শব্দ, বাক্য আমাকে ভেঙে দিলে আল্লাহর নগণ্য বান্দা হিসেবেও তো আমি ফিট না। তাই এসব জিনিস বরং নতুন করে অনুপ্রেরণা দেয়।

Mayraj Hossain

25 Jan, 06:17


সহশিক্ষা, শিকারী এবং শিকারকে যে শিক্ষাব্যবস্থা এক খাঁচায় বন্দী করে...

https://www.facebook.com/share/p/1BEeuBHmwG/

Mayraj Hossain

24 Jan, 17:19


মেডিকেলপড়ুয়া এই বোনের জন্য সবাই দুআ করবেন ইনশাআল্লাহ। আমরা সহশিক্ষার বিরুদ্ধে কথা বললে মেয়েদেরকে লিমিট করে দেই বিষয়টা এমন না।

যেসব বোন ফিতরাতের উপর আছেন তাঁদেরকে রক্ষা করাটাও এসব আলোচনার মূল বিষয়।

https://www.facebook.com/share/p/15dgLh559B/

Mayraj Hossain

24 Jan, 17:04


অনলাইন অনেক উস্তাদ, উস্তাযা দ্বীন প্রচারের জন্য ইউরোপ, আমেরিকায় থাকেন। আসুন তাদের সমালোচনা না করি।

https://www.facebook.com/share/p/15x4gBphxT/

Mayraj Hossain

24 Jan, 08:24


ভ্যাক্সিন নিয়ে জাকারবার্গের খুব রিসেন্ট একটা সাক্ষাৎকার। ক্যাপশনটা পড়বেন না বুঝলে।

https://www.facebook.com/share/v/15tshKzLoD/

Mayraj Hossain

24 Jan, 07:09


এতদিনে মোটামুটি এটা তো সবাই জানেন যে, বিশ্বব্যাপী ডিপপুলেশন এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। New world order বাস্তবায়নের জন্য এই এজেন্ডা বাস্তবায়নও সমানভাবে জরুরি।

এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো,
এই ডিপপুলেশন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কি মেডিকেল সেক্টরকে ব্যবহার করা হচ্ছে না?

যারা মডার্ন সাইন্সকে ওহী হিসেবে নেন, কোনোভাবে মেডিকেল সাইন্সকে প্রশ্নবিদ্ধ করলে তেড়ে আসেন তাদের কাছে আমার প্রশ্ন একাডেমিকালি নলেজ গেইন করে এসব এজেন্ডার বিরুদ্ধে জানা সম্ভব? বোঝা সম্ভব?

কোভিড ভ্যাক্সিন নিয়ে আমরা যারা কথা বলেছিলাম, তাদের বাইরে কয়জন সার্টিফাইড ডাক্তার এটার বিরোধিতা করেছে? এগুলো নিয়ে কথা বললেই আপনারা ভাবেন আমরা ডাক্তারের রোল, মেডিকেল সাইন্সের রোল ডিসমিস করে দিচ্ছি।

কিন্তু বিষয়টা কি আসলেই এমন? এই ব্লাইন্ড ফেইথ এন্ড ডিসমিস করার মাঝখানে কোনো অবস্থান থাকতে পারে না? মেডিকেল সাইন্সের প্রয়োজনীয়, উপকারী জিনিসগুলো গ্রহণ করা হবে, বাকি এটাকে অন্ধের মতো ফলো করা যাবে না কারণ এটাও বিজ্ঞানবাদের মতোই একটা টুল হিসেবে ব্যবহৃত হতে পারে, এটাকেও ম্যানিপুলেট করার সুযোগ আছে।

তবে এসব শুনে আবার নিজে নিজে ডাক্তারি করবেন না, ডাক্তারদের কথা শুনবেন সাথে আল্লাহর কাছে গাইডেন্সও চাইবেন, তাদের কথা অন্ধের মতো সব বিশ্বাস করবেন না। জটিল সমস্যা হলে প্রয়োজনে একাধিক ডাক্তার দেখিয়ে এরপর কোনো সিদ্ধান্তে উপনীত হবেন।

কর্পোরেট ওয়ার্ল্ডে একটা জিনিসই মাথায় রাখবেন। When something is free, You are the product. এজন্য বিনা পয়সায় কিছু পেলেও প্রয়োজন ছাড়া সেটা গ্রহণ করবেন না।

Mayraj Hossain

23 Jan, 17:09


“পুরুষ বনাম নারী” এই মাইন্ডসেট থাকা কি সঠিক?

https://www.facebook.com/share/p/1BfdXZGsp1/

Mayraj Hossain

22 Jan, 16:54


মেয়েদের মেডিকেলে পড়ার প্রয়োজনীয়তা:

https://www.facebook.com/share/p/189tmBDH7n/

Mayraj Hossain

21 Jan, 16:59


https://www.facebook.com/share/p/15FmT76NRJ/

হিজাবী ফেমিনিস্টদের টোন যদি এই লেখায় হুবহু না আসে তাহলে পয়সা ফেরত।

Mayraj Hossain

20 Jan, 09:42


ভচ যেহেতু বলেছে, সোয়াহি তো হবেই।
মানসিক প্রতিবন্ধী একটা।

Mayraj Hossain

19 Jan, 21:24


(১) একজন আলেম পরিচয়ধারী ব্যক্তি অনলাইনে সুযোগ পেলেই মেয়েদের কাছে বিয়ের প্রস্তাব পাঠায় মাসনা, সুলাসা কিংবা রুবাআ হওয়ার জন্য। প্রস্তাব গ্রহণ করলে তার ইতিমধ্যে থাকা চার স্ত্রীর যেকোনো একজনকে তালাক দেয়।

শুধু এতটুকুই না, তার প্ল্যাটফর্মে কোনো মেয়ে বায়োডাটা দিলে পাত্র হিসেবে একজন যদি সাধারণ পাত্র হয় বাকি পাঁচজন হয় তার প্ল্যাটফর্মের কর্মীরা। অর্থাৎ উদ্দেশ্য থাকে মেয়েদেরকে তার অধীনস্থ কর্মীদের মাসনা, সুলাসা, রুবাআ বানানো।

(২) এতটুকু হলেও যথেষ্ট হতো কিন্তু মেয়েদেরকে প্রস্তাব দিয়েই একান্ত ব্যক্তিগত তথ্য যেমন: বুক, পিঠের রং কেমন ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসা করে।

শরীয়াহ এসবের অনুমোদন দেয় কি না সেটা তখন আলোচ্য বিষয় হবে যখন পাত্রী প্রস্তাব গ্রহণ করবে। প্রস্তাব গ্রহণ না করলেও বায়োডাটা দেয়ামাত্রই কোনো মেয়েকে এসব প্রশ্ন করা কথিত আলেমকে প্রশ্নবিদ্ধ করা হলে শরীয়াহর দোহাই দেয় কিছু লোক।

মাসনা, সুলাসা, রুবাআ আল্লাহর নাযিলকৃত বিধান। সার্বিকভাবে এই বিধানের বিরোধিতা করলে ঈমান থাকবে না। কিন্তু যারা আল্লাহর বিধানকে সামনে রেখে নোংরামি করে? তাদের ব্যাপারে আমাদের কেমন অবস্থান নেয়া উচিত?

(৩) মেয়ে দেখলেই বিয়ের জন্য হুমড়ি খেয়ে পড়া এসব টিম স্ত্রীর হক যথাযথভাবে পালন করে না। এলিট পিপল যেভাবে “রক্ষিতা” রাখে ঠিক সেভাবেই মাসের পর মাস মহিলাদেরকে শুধুমাত্র “ভোগের” উদ্দেশ্যে ভরণপোষণ না দিয়ে ফেলে রাখে।

নতুন মেয়ে পেলে? তখন তালাক। এসব লোকের পক্ষে যারা সাফাই গায় তাদের লেভেল কেমন? তারা অনেক দ্বীনদার?

(৪) এসব জঘন্য কাজের পরেও এদের বিরুদ্ধে কেউ একশন নেয় না কেন?

এই প্রশ্নের জবাবটা খুব সহজ। রাজনৈতিকভাবে প্রভাবশালী, সামাজিকভাবে সম্মানিত লোকদেরকে নারী সাপ্লাই দেয়। এসব লোক একাধিক বিয়ে করে কিন্তু কোনো নারীকে সামাজিকভাবে স্ত্রীর মর্যাদা দেয় না।

এই সাপ্লাই চেইন ম্যান্টেইন করলে সুবিধা হচ্ছে সমাজের এসব সম্মানিত ব্যক্তি প্রতিষ্ঠানের ইমেজ রক্ষার্থে ক্ষমতা, শ্রম, অর্থ সব ব্যয় করে কারণ ওরা এই প্রতিষ্ঠানের কাছে নিজেদের গোপনীয়তার ব্যাপারে দায়বদ্ধ।

(৫) এদের অর্থ কোথা থেকে আসে? এটার জবাব আগের পয়েন্টে আছে। দ্বিতীয় উৎস হচ্ছে প্ল্যাটফর্ম থেকে। আরো কিছু উৎস পাওয়া যাবে যদি তদন্ত করা হয়।

মুরিদ শ্রেণী দূরে থাকেন, আমি কারো নাম নিইনি। এটা যে কেউই হতে পারে। কেউ গায়ে টানলে বুঝে নিবেন এসব কাজ তাদেরই।

Mayraj Hossain

19 Jan, 13:14


লক্ষ্মীপুর এবং নোয়াখালীর ভাইদের জন্য দিনব্যাপী দাওয়াহ প্রশিক্ষণ কর্মশালার সুযোগ আছে।

আগামীকাল ১২ টা পর্যন্ত সুযোগ রেজিস্ট্রেশনের। স্থানীয়রা মিস করবেন না ইনশাআল্লাহ।

Mayraj Hossain

19 Jan, 09:49


মিডিয়াসাহা.png

Mayraj Hossain

19 Jan, 09:26


নিকাব পরে ইন্টার্ভিউ দিতে হবে এমন কথা আছে? আব্বো মাইন্ড কব্বে।

https://www.facebook.com/share/p/15bUajnuwc/

Mayraj Hossain

16 Jan, 17:46


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

আমি একজন নার্সিং স্টুডেন্ট সেহেতু আমাদের হসপিটালে ডিউটি থাকে। পর্দা করেও আমাদের নন মাহারাম অনেকের সাথে কথা বলতে হয় আবার রোগীর কাজও করা লাগে।

সেক্ষেত্রে আমার পর্দার লঙ্ঘন তো হচ্ছে আমার মনে হয়। কিন্তু আমার করণীয় কি?আমি কি এই পেশাতে কাজ করতে পারবো?প্রশ্নটার উত্তর জানা প্রয়োজন দয়া করে কেউ খারাপ ভাবে নিবেন না।

জবাব⬇️⬇️⬇️

Mayraj Hossain

15 Jan, 09:39


ছবিটা শেয়ার করে কাউকে কষ্ট দিলাম না।

https://www.facebook.com/share/p/15vPwAm8tk/

Mayraj Hossain

14 Jan, 12:11


জবাব:

https://www.facebook.com/share/p/19fWNj5JkY/

Mayraj Hossain

13 Jan, 07:45


মোরাল অফ দ্যা স্টোরি: আমাদের কিছু নারী ওদের আশেপাশে বেশি সেফ ফিল করে। সাদা চামড়ার খ্রিস্টানরা বেটার।

Mayraj Hossain

13 Jan, 07:07


মানুষ তার পাশেই ঘুমায়, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে। কারণ- একমাত্র এই ঘুমের সময় মানুষ সবচেয়ে অসহায় থাকে। কোনো অ্যাসল্টকে প্রতিহত করতে পারে না। সে হিসেবে, মানুষ যাকে বিয়ে করে, তাকে সবচেয়ে বেশি ট্রাস্ট করে। তারচেয়ে ট্রাস্টেবল কেউ হতে পারে না।

কিন্তু সেই মানুষটিই যখন বছরের পর বছর ড্রাগড করে ওয়াইফকে ৭০+ মানুষ দিয়ে ৯০+ বার রেইপ করায়, তখন স্পিচলেস হওয়া ছাড়া উপায় থাকে না। এই ঘটনাটি ঘটেছে ফ্রান্সে Gisèle Pelicot-এর সাথে। কিন্তু, মহিলাটি এই ঘটনা যে তার সাথে ঘটছে তা’ই জানতো না। এটা সামনে এসেছে যখন তার হাসব্যান্ড পাবলিক প্লেসে অচেনা এক মেয়ের স্কার্টের নিচের ছবি তুলতে গিয়ে পুলিশের কাছে ধরা খেয়েছে।

পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে বের করলো, লোকটি তার ওয়াইফকে ৯ বছর ধরে র‍্যান্ডম পিপল দিয়ে রেইপ করাচ্ছে! প্যারা লাগতেছে? তাহলে, আরেকটা ফাইন্ডিং শেয়ার করি। ইনভেস্টিগেশনে পুলিশ একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পেয়েছে যেখানে ৭০ হাজার মানুষ, আই রিপিট ৭০ হাজার মানুষ ওয়াইফকে ড্রাগড করে ইউনিক ওয়েতে কীভাবে রেইপ করানো যায়, তা নিয়ে পরামর্শ দিয়ে বেড়াচ্ছে।

অ্যান্ড দিস ইজ নট আ ডার্ক ওয়েব শিট। এটা সার্ফেস ওয়েবে আপনার আমার মতো সাধারণ মানুষেরা করেছে। গুড লাক ইউথ ইউর হিউম‍্যানিটি। গুড লাক সৃষ্টির সেরা জীব!

১২.০১.২০২৫

-সংগৃহিত

Mayraj Hossain

12 Jan, 19:11


🚨 হত্যার ভয় দেখিয়ে অসহায় মুসলিম মেয়েকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করল হিন্দু যুবক, থানায় অভিযোগ দেওয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগ।

দিনাজপুরের চিরিরবন্দর থানার রাণীরবন্দরের নশরতপুর ইউনিয়নের বশির মেম্বার পাড়ায় মাহফুজা আক্তার (১৫) নামের এক অসহায় মুসলিম মেয়েকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে একই গ্রামের উপেন চন্দ্র পাল (৩৫) নামের এক হিন্দু যুবক।

মাহফুজা আক্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন ভয় ভীতি এবং তার মাকে মারার হুমকি দেখিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতন করে উপেন চন্দ্র পাল (কালু)।

ধর্ষণের পর হুমকি-ধামকি ও শারীরিক নির্যাতনে অতিষ্ট হয়ে, গত ১৪ ডিসেম্বর ২০২৪ থানায় একটি ধর্ষণ মামলা করে মাহফুজা। এরই জের ধরে গত চলতি মাসের ৭ জানুয়ারি মাহফুজার বাড়ির চতুর্দিক খড় দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে এই পুরো মুসলিম পরিবারকে পুরিয়ে মারার চেষ্টা করে উপেন চন্দ্র পাল (কালু)।

আশ্চর্যজনক হলেও সত্য, ঘটনার প্রায় ১ মাস কেটে গেলেও এখন পর্যন্ত এই ভয়াবহ অপরাধের দায়ে হিন্দু যুবককে আটক করেনি পুলিশ। অন্যদিকে অপরাধী ও তার সহযোগীরা এখনো ঐ মুসলিম মেয়ে ও তার পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিয়েই চলেছে।

#JusticeForMahfuja

Mayraj Hossain

12 Jan, 09:07


এই দুইটা জেম যারা যারা পড়েননি পড়ে নেবেন ইনশাআল্লাহ। বিষয়বস্তু এবং আমার মন্তব্য:

https://www.facebook.com/share/p/1BPVdeRqTg/

Mayraj Hossain

11 Jan, 17:21


যেসব আপত্তি রোদেলা আপাদের বিরুদ্ধে আমি করেছি সেগুলো কেন গুরুতর? এই ব্যাপারে প্রশ্নটা কি আপনাদের তোলা উচিত ছিল না?

https://www.facebook.com/share/p/19p1t73zN1/

Mayraj Hossain

11 Jan, 09:17


“পশ্চিমে মুসলিমরা সবচেয়ে বেশি ফ্রিডম পায়”

https://www.facebook.com/share/p/15wCeXv7VY/

Mayraj Hossain

11 Jan, 03:22


শুরু হয়ে গেল আসলাফ একাডেমির বাৎসরিক অফার!! চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত ইন শা আল্লাহ।
.
- থাকছে ৮০% পর্যন্ত ছাড়! AA22IAT কোড ব্যবহার করে অতিরিক্ত ছাড় পাবেন ১০%
- একজন সৌভাগ্যবান পাবেন উমরা করার সুযোগ!
- দুইজন পাবেন স্বর্ণের রিং হাদিয়া!
.
কোর্সগুলোর লিংক

আমাদের কোর্স তালিকা দেখতে - https://aslafacademy.com/all-courses/

Mayraj Hossain

10 Jan, 19:14


এই মুরতাদ কলেজে থাকবে, নাহয় মুসলিম শিক্ষার্থীরা থাকবে। একটা লাথি দিয়ে এটাকে কলেজ থেকে বের করার ব্যবস্থা করেন কেউ।

মাথায় রক্ত উঠে গেছে এটা দেখে। অসহ্যকর!

Mayraj Hossain

10 Jan, 17:59


“ক্যালিফর্নিয়ার আগুন যদি গজব হয় তবে ওখানে থাকা মুসলিমরাও গজবে পতিত হয়েছে? এটা তাহলে গজব না?”

https://www.facebook.com/share/p/1GNKHqChg4/

Mayraj Hossain

10 Jan, 17:14


এ রকম আসমানী গজব নতুন কিছু না। এদের ওপর এমন গজব প্রায় প্রতি বছরই নেমে আসে। এই ক্যালিফোর্নিয়াতেই প্রায়ই এমন দাবানল ছড়ায়।

ইউরোপের দেশুলোতেও এমন গজব নামে। গ্রীসে তো একবার আগুন তাড়া করতে করতে এদেরকে সাগরে নিয়ে ফেলেছিল।

অস্ট্রেলিয়ায়ও প্রায়ই হয় এমন। অস্ট্রেলিয়ানরা এর দায় চাপিয়েছিল উটের ওপর। উট প্রচুর পানি পান করে। এ জন্য নাকি অস্ট্রেলিয়ার প্রকৃতি পানিশূণ্য হয়ে গেছে। এরপর হাজার হাজার উট হ*ত্যা করে অস্ট্রেলিয়ান সরকার। সামুদ জাতির মতো। আন্তর্জাতিক পশুপ্রেমীরা কোনো আন্দোলন কিন্তু করেনি। বুঝলেন কেমন ধান্দাবাজ এই ইতরগুলো!

কিন্তু এই গজবকে ওরা ওয়াইল্ড ফায়ার নাম দিয়ে এটার পেছনে নানান গাঁজাখোরি থিওরী দাঁড় করায়। উষ্ণ ও শুষ্ক পরিবেশে পাতার ঘর্ষণে আগুন জ্বলেছে ইত্যাদি কথাবার্তা বলে।

আগুনের সূত্রপাত হতে হয়। আগুন জ্বলতে একটা মাধ্যম লাগে। যেমন: কাঠ, জ্বালানী। জ্বালানী ফুরিয়ে আসলে ফের জ্বালানি দিতে হয়। বাতাস দিতে হয়। শীতের রাতে সামান্য ক্যাম্প ফায়ার করতে কত কারিগরি করা লাগে!

অথচ দিনের পর দিন একের পর এক ইট-পাথরের ঘর-বাড়ি, রাস্তা-ঘাট দাউ দাউ করে জ্বলছে কোনো জ্বালানী ছাড়া। পানি দিয়েও নেভানো যাচ্ছে না। পাপের সাগরে ডুবে থাকা লোকজন বিলাস সামগ্রী ফেলে পালিয়ে যাচ্ছে। একের পর এক পাহাড়, বন দাউ দাউ করে জ্বলে ওঠে হঠাৎ। দৃশ্যগুলো দেখলে মনে হয় জাহান্নামের একটা টুকরো।

অথর্বরা তবুও এটাকে অলৌকিক শক্তির শাস্তি বলবে না। কারণ, কোনো চোরই ধরা খেয়ে স্বীকার করে না। এটা ওদের আদর্শিক পরাজয়।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা প্ররাক্রমশালী। কঠোর শাস্তিদাতা। সীমালঙ্ঘনকারী অবাধ্য জাতিকে তিনি আগেও আসমানী শাস্তি দিয়েছেন। এখনও দিচ্ছেন।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,

"ফেরাউনের লোকজন ও তাদের আগের লোকেদের মতোই ওরা আল্লাহর নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করেছে, কাজেই তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, শাস্তিদানে অত্যন্ত কঠোর।" (সূরা আল-আনফাল : আয়াত ৫২)

"তোমার প্রতিপালকের পাকড়াও এ রকমই হয়ে থাকে যখন তিনি পাকড়াও করেন কোনো জনপদকে যখন তারা জুলুমে লিপ্ত থাকে। অবশ্যই তাঁর পাকড়াও ভয়াবহ, বড়োই কঠিন।"
(সূরা হুদ : আয়াত ১০২)

"ওদের প্রত্যেককেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম। তাদের কারো প্রতি আমি পাঠিয়েছিলাম পাথরসহ ঝটিকা, কারো প্রতি আঘাত হেনেছিল বজ্রের প্রচন্ড আওয়াজ, কাউকে আমি প্রোথিত করেছি ভূগর্ভে আর কাউকে দিয়েছিলাম ডুবিয়ে।" (সূরা আল-আনকাবূত : আয়াত ৪০)

-karim shawon

Mayraj Hossain

10 Jan, 09:35


এসব শব্দচয়ন খুবই জঘন্য। এগুলো মেয়েদের প্রতি থাকা নোংরা মনোভাবের ফল বলে মনে করি।

https://www.facebook.com/share/p/15k5VRhY9E/

Mayraj Hossain

10 Jan, 06:18


লস এঞ্জেলসের ফায়ার ডিপার্টমেন্টের অধিকাংশ সাপ্লাই গত দুইবছর ধরে ইউক্রেনে পাঠানো হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

Mayraj Hossain

09 Jan, 20:24


আমাদের অন্তরে ওরা যে আগুন জ্বালিয়ে রেখেছে তা যদি শরীর নামক খাঁচাটা ভেঙে একবার বেরিয়ে আসে তা সমগ্র আমেরিকাকে কয়েকশোবার জ্বালিয়ে দেবে।

সেই তুলনায় আসলেই এটা কিছুই না! কিচ্ছু না। ওদের ট্রিলিয়ন ডলারের চেয়েও এই উম্মাহর একটা সন্তানের দাম বেশি। সেই হিসেবে ওরা এই ঋণ কখনো শোধ করতে পারবে না। তাই ওরা ধ্বংস হোক, একবার না। হাজারবার ধ্বংস হোক।

Mayraj Hossain

08 Jan, 15:21


রৌদ্রময়ী পরিবারের আসল চেহারা:

https://www.facebook.com/share/p/15oh7yqoZJ/

লেখার দায়িত্ব ছিল আমার, প্রচারের দায়িত্ব আপনাদের।

Mayraj Hossain

08 Jan, 07:16


কালকে যাদেরকে ধরেছিলাম ওরা ভেবেছে তাকিয়ার আশ্রয় নিয়ে অডিয়েন্স ধরে রাখবে, সবাইকে বোকা বানাবে। অথচ ওরা ক্ষমা চেয়ে নিজেদের ভুল স্বীকার করতে পারতো।

এসব না করে ওরা শুধু আমার কষ্টটাই একটু বাড়িয়েছে। আজকে ওদের আদর্শের আংশিক এক্সপোজ করবো কিছু মানুষের পরিচয়সহ ইনশাআল্লাহ। কালকে বলেছিলাম না? ওদের বাইরে যতটা ফিটফাট ভেতরটা ততটাই কুৎসিত?

সেটা আপনারা দেখেই নাহয় ডিসাইড করেন। যা ভালো মনে হয়। রোদেলা আপারা সফট ওয়ার্নিংকে অনেক সফটলিই নিয়েছে।

Mayraj Hossain

07 Jan, 15:38


https://www.facebook.com/share/p/1BM4ccJAxb/

রৌদ্রময়ী পেইজ থেকে সাবধান!

Mayraj Hossain

06 Jan, 18:44


হারাবেন? নাকি হারিয়ে যাবেন?

https://www.facebook.com/share/p/1H29PhjKYj/

Mayraj Hossain

05 Jan, 22:45


যখন ফিলিস্তিনের মানুষগুলো আমাদের কাছে কেবল সংখ্যায় পরিণত হলো তখন এই অবস্থায় কবরে যাওয়ার ব্যাপারে কি ভয় হওয়া উচিত না?

Mayraj Hossain

05 Jan, 22:02


আল্লাহ তা’আলা দ্রুত নাপাকিস্তানকে ইমারাহ হিসেবে কবুল করুন।

Mayraj Hossain

04 Jan, 09:58


অথচ আমাদের জীবন 💔
বরং আমরাই তো মৃত, ওরাই জীবিত।

Mayraj Hossain

04 Jan, 08:00


নারীদের জন্য মেডিকেলে পড়া ফরজে কেফায়া। কিন্তু শতকরা কত শতাংশ নারী মেডিকেলে থাকলে ফরজে কেফায়ার দোহাই দিয়ে ফরজ বাদ দেয়া জাস্টিফাইড হবে?
https://www.facebook.com/share/p/1A7ekXHH1f/

Mayraj Hossain

03 Jan, 23:27


...

Mayraj Hossain

03 Jan, 23:08


হে আল্লাহ, আপনি রহম করুন!
আর কার কাছে বিচার দেবো?
এত অপারগতার জবাব কীভাবে দেবো?

Mayraj Hossain

30 Dec, 23:20


পরবর্তী প্রজন্মের কাছে কি কখনো ফিলিস্তিনের গল্প শোনাবেন?

যদি শোনানোর ভুল করেন তবে একটা পর্যায়ে যখন তারা আপনাকে জিজ্ঞাসা করবে, যখন পৃথিবী থেকে ফিলিস্তিন এবং ফিলিস্তিনের অধিবাসীদের মুছে দেয়া হচ্ছিল তখন আপনি কী করছিলেন? জবাব দেবার মতো কিছু কি খুঁজে পাবেন?

আমি তো পাবো না। আমার তো মনে আসবে যখন আরাম করে কমফোর্টারের নিচে শুয়ে ছিলাম তখন শীতের তীব্রতায় পাঁচজন নবজাতকের মৃত্যু হয়েছিল। আরো তিনটা শিশু দুনিয়ার আলো বেশিদিন দেখার আগেই শীতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল।

কত শীতে মানুষ মরে? একটা বাচ্চার কতটুকু যন্ত্রণা হতে পারে সেই শীতে?

Mayraj Hossain

30 Dec, 13:02


থার্টি ফার্স্ট নাইট পালন কখন কুফরি হতে পারে? কখন হারাম? কেন কুফর এর সাথে যুক্ত?

প্রয়োজনীয় মনে হলে কপি করে প্রচার করবেন ইনশাআল্লাহ।

https://www.facebook.com/share/p/18Zsoe2PXm/

Mayraj Hossain

29 Dec, 12:53


কাফেরদের মাঝে বসবাসের সুফল

Mayraj Hossain

28 Dec, 21:19


Going with the flow is just systematically wasting your life.
A system creates slave, they demand slavery from us.

We offer them our loyalty and they give us rewards. They buy the most precious things of ours which is “time” and in exchange we get money, a place to live in, food to eat.

We never seek for freedom because they've changed the definition of “freedom” and we are pleased with that. We satisfy our families exactly how the system wants and it goes on to society, country, international laws etc.

They have us chained everywhere. Even if we break a chain, another one is still holding us back. Recognizing these may seem easy but look at all the blind people you have around you.

Even coming to this point seems impossible for them. The real challenge is to find a way out. The challenge is to fight against everything, everyone, even with yourself.

Mayraj Hossain

28 Dec, 20:12


ওরাও বারবার বিপ্লবের স্বপ্ন দেখাবে, আমরাও বারবার রক্ত ছাড়া বিপ্লবের স্বপ্ন দেখব।

বিপ্লব তো ছেলের হাতের মোয়া, কেড়ে নিয়ে জাস্ট খেয়ে ফেলা যাবে। শক্তির অপচয় না করে এখন আল্টিমেট উদ্দেশ্যের দিকে ফোকাসড হওয়াই জরুরী। ওরা ওদের মতো লাফালাফি করুক।

Mayraj Hossain

26 Dec, 17:05


থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন:

https://www.facebook.com/share/p/19bRxGzTWJ/

Mayraj Hossain

25 Dec, 17:02


“এদেশে ইমারাহ, খিলাফাহ নিয়ে যারা ফ্যান্টাসিতে আছে”

https://www.facebook.com/share/p/19bKnCnwqy/

Mayraj Hossain

24 Dec, 19:10


নিজেকে খুঁজে পেতে পেতেই তো জীবনের অনেকটা সময় কেটে গেছে তাই না?
পরবর্তী অনেক বড় একটা সময়ও নিজের সাথে লড়াই করতে করতে কেটে যাবে।

সবকিছু শেষে যখন বিশ্রাম নিতে মন চাইবে তখন দেখবেন পুরো দুনিয়া আপনার বিপরীতে দাঁড়িয়ে আছে। তখন যদি ক্লান্ত হয়ে থেমে যান, তাহলে সব শেষ। যদি সব ভুলে সামনে আগানোর শক্তি থাকে তবে অনেকদূর যেতে পারবেন ইনশাআল্লাহ।

Mayraj Hossain

24 Dec, 16:57


গাজা থেকে পাওয়া তথ্য অনুসারে সেখানকার স্থানে স্থানে মুসলিমদের লাশ পড়ে আছে। পরিত্যক্ত অন্ধকার গলির মাঝে, ধ্বংসস্তুপের আশপাশে, ফাঁকা ময়দানে অগণিত মুসলমানের লাশ। খণ্ড-বিখণ্ড, অনেক লাশে পচন ধরতে শুরু করেছে।

সবচেয়ে সাম্প্রতিক রিপোর্ট যেটি উপত্যকা থেকে বের হয়েছে, তা অনুযায়ী সেখানে ইঁদুরের খাবারের অভাব হচ্ছে না। লাশের মাংস খেতে খেতে ইঁদুরগুলো দানবীয় আকার নিয়েছে। সেখান থেকে বেরিয়ে আসা ভিডিওতে একটি অন্ধকার স্থানে অনেকগুলো লাশের ওপর বড় বড় ইঁদুর বসে থাকতে দেখা যায়। ওগুলো লাশ ভক্ষণ করছিল।

ফিলিস্তিনি EMT (Emergency Medical Technicians) দের একটি অ্যামবুলেন্স তখন সেখানে এসে দাঁড়িয়েছিল। যেখান থেকে মূলত ভিডিওটি ধারণ করা হচ্ছিল। EMT দের একজন এসময় গাড়ি থেকে নেমে শুহাদাদের লাশ উদ্ধার করে আনতে চাইলে তৎক্ষণাৎ রাগান্বিত কন্ঠে আরেকজন তাঁকে বাঁধা প্রদান করেন।

কারণ, উপত্যকায় কোথাও মুসলিমদের লাশ স্তুপ হয়ে পড়ে থাকা এবং ইঁদুর ও হিংস্র প্রাণী তা খেতে পারার অর্থ হলো, আশপাশে IDF এর স্নাইপাররা মোতায়েন রয়েছে। এবং কেউ লাশ উদ্ধার করতে এলে ওরা সেখানে গুলি চালিয়ে তাঁকেও শহীদ করে দিচ্ছে।

-Revan M

Mayraj Hossain

24 Dec, 12:22


ওয়ালাইকুম আসসালাম।
এই বান্দা তো হয়তো সুপার সালাফি নাহয় দরবারি নাহয় দেওখালী। এড়িয়ে যাওয়া উত্তম।

Mayraj Hossain

24 Dec, 07:59


প্রায় ২০-২৫ দিন ধরে আইডিতে শ্যাডো ব্যান দিয়ে ফেলে রেখেছিলো। শ্যাডো ব্যান দিলে যেটা হয় সেটা হচ্ছে, আমাকে সি ফার্স্টে দিয়ে রাখলেও আমার লেখা সবার কাছে যাবে না। সাপোর্ট ইনবক্সেও বলেনি কোনো পোস্টে সমস্যা হয়েছে দেখে রিচ ডাউন নাকি।

অবশেষে কালকে রাতে নোটিফিকেশন পেলাম একটা পোস্ট রিমুভড হওয়ার। সেটা ফেরতও আনলাম, তবুও আইডির অবস্থা আগের মতো। ফেসবুক মনে হয় আইডিটাকে আলাদাভাবে মার্ক করে রেখেছে নাহয় ওদের সাথে আমার ব্যক্তিগত শত্রুতা আছে। ইটস ফানি।

Mayraj Hossain

24 Dec, 07:50


লেখাটা কপি-পেস্ট করে হলেও সুশীল মুসলিমদের কাছে, খ্রিস্টানদের কাছে ছড়িয়ে দিন ইনশাআল্লাহ। আমার আইডিতে ক্রমাগত রিপোর্ট, রেস্ট্রিকশনের কারণে ফিডে কন্টেন্ট যায় না।

https://www.facebook.com/share/p/1Cma1y3NLx/

Mayraj Hossain

23 Dec, 09:36


Here we go again...

Mayraj Hossain

22 Dec, 16:26


সহশিক্ষামূলক প্রতিষ্ঠানের শিক্ষকতায় অনেক সমস্যা রয়েছে। একে তো তাতে পর্দার বিধান লঙ্ঘিত হয়। দ্বিতীয়ত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নানান কুফর শিরক ও নাস্তিক্যবাদ রয়েছে। তৃতীয়ত একজন শিক্ষককে সভ্যতা সংস্কৃতি ও বিভিন্ন আচার অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন অন্যায় ও পাপাচারমূলক কাজে লিপ্ত হতে হয়।

এছাড়া এদেশে দুর্নীতি যে মহামারির রূপ ধারণ করেছে, আমাদের ধারণা, কেউ দুর্নীতি না করলে সরকারি চাকরিতে টিকে থাকা তার জন্য প্রায় অসম্ভব। সুতরাং সহশিক্ষামূলক প্রতিষ্ঠানে চাকরি করলে যদি এসব বিষয় থেকে বেঁচে থাকা সম্ভব না হয়, তাহলে তা জায়েয হওয়ার প্রশ্নই আসে না; বরং ক্ষেত্রবিশেষে ঈমান হারানোরও আশঙ্কা রয়েছে।

হ্যাঁ, কারো পক্ষে যদি এসকল অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব হয় এবং পাঠ্য বিষয়ের শরিয়াহ পরিপন্থী ও কুফরি-শিরকি বিষয়গুলো পড়ানোর সময় ছাত্রদের সামনে পরিষ্কার করে দিতে পারেন যে, এগুলো কুফর শিরক এবং ঈমান পরিপন্থী, তাহলে তার জন্য এ চাকরি তাগুতের অধীন হওয়ার কারণে মাকরুহ হলেও জায়েয হবে; যদিও তা অসম্ভব প্রায়।

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি  (উফিয়া আনহু)

Mayraj Hossain

22 Dec, 09:03


১৯৭৫ সালে নেসক্যাফে প্রথম যখন জাপানে যায় তখন দেখলো জাপানের মানুষ কফি খায় না। সেই দেশে কফি সংস্কৃতিই নেই। তাই জাপানে নেস্ক্যাফে এক অভিনব পন্থা অবলম্বন করে। শিশুদের জন্য কফি মিশ্রিত খাবার তৈরি করা শুরু করে। বিশেষ করে জাপানের শিশুরা ক্যান্ডি অনেক পছন্দ করত। তাই কফি দিয়ে ক্যান্ডি তৈরি করে তারা শিশুদের দিতে থাকে (ছোট বেলাতে আপনি খেয়েছেন?)। তাছাড়া বাচ্চাদের যেমন কেক, পেস্ট্রি ইত্যাদির কফি ভার্সন আনতে থাকে। পাশাপাশি অভিভাবকদের মধ্যে শিক্ষা কার্যক্রম চালাতে থাকে যে শিশুদের অল্প অল্প করে কফি জাতীয় খাবার খাওয়ালে ভালো। কেননা এক কাপ চায়ের তুলনায় এই সামান্য কফির আইটেমগুলোতে কম ক্যাফেইন থাকে। বিভিন্ন স্কুল ইভেন্টে তারা ফ্রিতে কফি পণ্য দিতে থাকে এবং অভিভাবকদের ও শিক্ষকদের মাঝে তথ্যবহুল লিফলেট বিলি করে।

এই শিশুরাই যখন বড় হলো তখন তারাই হয়ে গেল কফির ক্রেতা। এভাবে কফি বিমূখ একটি সমাজকে নেস্ক্যাফে কফিতে আশক্ত করতে সক্ষম হলো। বর্তমানে জাপান বছরে ২,৬৪,০০০,০০,০০,০০০ টাকা (২০২৪ সাল) কফির পিছে ব্যয় করে।

-মোহাইমিন পাটোয়ারি

Mayraj Hossain

22 Dec, 05:44


ওয়ালাইকুম আসসালাম।

https://t.me/mayraj_neo_official/3772

Mayraj Hossain

22 Dec, 05:28


ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। এই অ্যাপ ব্যবহার করে সমস্যা অনুযায়ী রুকইয়াহ করতে হবে।

কিছু প্রশ্নের উত্তর দিলে সম্ভাব্য সমস্যা এবং রুকইয়াহর পদ্ধতি জেনে নিতে পারবেন উনি এখান থেকে।

"সেলফ রুকইয়াহ ডায়াগনোসিস"
https://play.google.com/store/apps/details?id=org.ruqyahbd.check

Mayraj Hossain

21 Dec, 18:46


কতগুলো সুন্দর জীবন নষ্ট হয়ে যায় শরীয়াহর অভাবে। এই সমাজব্যবস্থায় শান্তি ছাড়া সবই সম্ভব। জীবনগুলো ধ্বংস করে দিয়ে কোনো পরিবারও দায় নেয় না।

দুনিয়াকে কঠিন করে দেয়ার মতো লোকের অভাব নেই অথচ তারা সবাই শুভাকাঙ্ক্ষী।
তাদের আচরণ এমন যেন, আল্লাহর চেয়ে আল্লাহর বান্দাকে তারা বেশি চেনে।

আল্লাহর নিয়মে আল্লাহর বান্দা চলবে, এমনটা ছাড়া নাকি সব মেনে নেয়া যায়।
লড়াইগুলো চলতে থাকবে, ক্লান্ত হওয়া যাবে না। মানুষ হিসেবেই বাঁচতে হবে, ওদের কাতারে নামা যাবে না।

Mayraj Hossain

21 Dec, 08:08


একটা গুরুত্বপূর্ণ মূলনীতি:

https://www.facebook.com/share/p/1LpjrB8Dm3/

আইডির অবস্থাও ভাল না, শ্যাডোব্যানে আছে।

Mayraj Hossain

21 Dec, 07:24


মাত্র একটা দিন, চব্বিশটা ঘন্টার ভেতরে নিউজফীডে দেখলাম একটা অটোরিকশার ধাক্কায় স্বামীর বাইকের পেছন থেকে স্ত্রী রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় থেতলে মরে গেলো। পুলিশের তল্লাশির সামনে একটা বেপরোয়া গাড়ি অনায়াসে ধাক্কা দিয়ে একটা ছেলেকে মেরে ফেললো, সেই গাড়িচালকের মায়ের বক্তব্যে আবার যেন এটা কিছুই না, একটা 'উপ্সি ডেইজি!' অটোরিকশাতে ধাক্কা লেগেছে বলে একজন বৃদ্ধ রিকশাওয়ালাকে এক মোটরসাইকেল চালক পেটাতে পেটাতে মেরেই ফেললো। গ্রামের সহজ সরল লোক যাদেরকে ডাকেন আপনারা, তাদের কয়েকজন মিলে মাকে বেঁধে রেখে তার সামনে কন্যাকে ধর্ষণ করলো, উদ্দেশ্য ছিলো স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া, ধর্ষণটা তাদের সাইড হাসলের মত। অন্য এক শহরে একজন নারীকে একা বাড়িতে জেনে সিঁধ কেটে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণ এবং কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দিলো কিছু লোক, পরে তারই কানের দুল খুলে নিয়ে বিক্রি করলো দোকানে। এক অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে প্রাক্তন প্রেমিক চা খেতে ডেকে নিয়ে গিয়ে বন্ধুরা মিলে ধর্ষণ করে অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠিয়ে দিলো আবার, ভেরি থটফুল!

এগুলো কেবল কয়েকটা সংবাদ যেগুলো সামনে এলো আমার, কেননা এই মানুষগুলোর একেকটা আলাদা করে পরিচয় ছিলো, যেই পরিচয়ের প্রতি দূর্বলতা তাদেরকে পরিচিত করে তুলেছে আমাদের কাছে, কেউ পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, কেউ বুয়েটিয়ান, কেউ বৃদ্ধ রিকশাওয়ালা কোটায় আমাদের 'আহারে' টুকুতে জায়গা করে নিয়েছে। এর বাইরে আরও কত মানুষের চোখের সামনে তার কাছের মানুষ নাই হয়ে গেছে সারাদিনে কি জানি!

এই বিধ্বংসী দুনিয়ার দিকে আমি আর তাকাতে পারিনা। আমার এমন অসুস্থ আর অসহায় লাগে। এইসব দেখেটেখে আফসোস করে উঠে গিয়ে আমরা ভাত খাই, চা বানাই, আমাদের সন্তানকে টিভিতে কার্টুন ছেড়ে দেই, একটা নতুন কাপড় পরে জন্মদিনের অনুষ্ঠানে যাই। কেননা, জীবন দাবী করে এতখানি আমাদের কাছে।

কি ভীষণ নির্লজ্জের মতন বেঁচে আছি, নিজের সামনে দাঁড়াতে পারিনা। রোজ যেখানে সেখানে রাস্তাঘাটে মশার মতন মানুষ মরে যাচ্ছে, আর এসব দেখেশুনেও গালে রঙ মেখে বেঁচে থাকতে হচ্ছে, এর চাইতে ভয়ংকর নির্মমতা আর কী হতে পারে! নিজেকে একটা কুৎসিত পোকা মনে হয়, যদিও কুৎসিত পোকাদের মানুষ হওয়ার মতন দুর্বিষহ অপরাধবোধ নেই।

©কালেক্টেড

Mayraj Hossain

21 Dec, 05:42


এই দেখেন ইউএস ডেপট সেক্রেটারীর অবস্থা! আফগানের মেয়েদের কেন এনজিওতে কাজ করতে দিতেসে না, কেনো তাদের কারিকুলামে পড়তে দিতেসে না - এই নিয়ে তাদের মাথা ব্যাথা। কত ইস্যু থাকতে এটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ এই এনজিও, এই শিক্ষা কারিকুলামের মাধ্যমেই আসলে তারা আমাদের ব্রেইনের কন্ট্রোল নেয়।

মিউসিক যেমন শয়তানকে আমাদের শিরায় শিরায় চলতে সাহায্য করে, বিষয়টা ঠিক তেমন। আর নারীরা পুরুষদের চেয়ে বেশী সহজে এসবের প্রতি আকর্ষিত হয়। সত্য মনে করে যা পড়ে, যা শুনে। তাই টার্গেট নারী। নারী ইস্যু তুলে ভিকটিম কার্ড প্লে করা হয়, সীমপ্যাথী গেইন করা হয়।

অথচ তাদের দেশে বেশীরভাগ নারী উচ্চশিক্ষার সুযোগ থাকা সত্ত্বেও সেই পথে না গিয়ে, সহজে শরীর বিক্রি করে কম সময়ে বেশী অর্থ উপার্জনের দিকে নযর দিচ্ছে। এই বিষয়ে তাদের কোন কথা নেই, নাই কোন মাথা ব্যাথা।

©Bearded Bengali

Mayraj Hossain

19 Dec, 18:17


দুইটা ঘটনা বলে রাখি আপনাদেরকে। খেয়াল থেকে ছুটে যেতে পারে ভেবেই লিখে রাখছি কেবল।

(১) একটা কলেজে সিরাত কনফারেন্স হয়েছিল। বোনদের বসার জন্য আলাদা রুম, আলাদা জায়গার ব্যবস্থা ছিল। বড় দুইজন আলেম এসেছিলেন বিধায় অনেক মানুষ হয়েছিল।

কিন্তু ম্যান্টেইনেন্সে সমস্যা দেখা দেয় অনভিজ্ঞতা, ভলেন্টিয়ারের স্বল্পতার কারণে। ক্যাম্পাসের বাইরের ছেলেপেলেও ঢুকে গেছিল প্রোগ্রামে। অনেক বখাটে ছেলের টার্গেট ছিল মেয়েদের রুমগুলোকে কেন্দ্র করে। মেয়েরা ভেতরে ঢুকতে, বের হতেও অস্বস্তিবোধ করছিলো। পরবর্তীতে এক-দেড় ঘণ্টা পর রিপোর্ট গেলে খুব কষ্ট করে ওখান থেকে বখাটেদেরকে সরানো হয়েছিল।

(২) “অনলি সিস্টার্স” সেমিনারের আয়োজন হয়েছিল এক জায়গায়। স্পেসিফিকালি সেমিনারের নাম না বলে আরেকটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে, ওখানে রুমজুড়ে সিসিটিভি ক্যামেরা ছিল। অনেক “পর্দানশীন বোন” নিকাব খুলেছিলেন।

এই ক্যামেরাগুলো মনিটর করছিল যারা তারা ছিল পুরুষ। যারা নিকাব খুলেছিল তারা হয়তো ভাবেনি এখানে নিকাব খুললে পরপুরুষ দেখবে। অনেক বোনের খাস পর্দা সেদিনের এক প্রোগ্রামেই শেষ।

নতুন করে যে ট্রেন্ড শুরু হয়েছে, সেটার বিরুদ্ধে কিছু বলার যোগ্যতা নেই, তাই কিছু না বলে দুটো চিত্র তুলে ধরলাম। তবে এগুলো কোথায় গিয়ে মিলবে সেটা ধীরে ধীরে সামনে আসতে থাকবে দেখবেন ইনশাআল্লাহ।

Mayraj Hossain

19 Dec, 07:17


ওরাও স্কুল-কলেজ, কোচিংয়ে যাবার নাম করেই বেরিয়েছিল।
ছবিতে দেখলাম সবাই বাহ্যিকভাবে পর্দা করে। বোরকা, হিজাব-নিকাব পরা প্রত্যেকেই।

Mayraj Hossain

18 Dec, 10:02


https://www.facebook.com/share/p/1DT7fLu7Jc/

Mayraj Hossain

25 Nov, 21:00


শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে আবু সুমাইয়া ভাই (ফা.আ.) নবী ইউসুফের পাঠশালায় বন্দী আছেন দুবাইতেই।

ভাইয়ের জন্য প্রত্যেকে অন্তত একবার হলেও দুআ করি। আল্লাহ তা'আলা উনাকে আমাদের মাঝে দ্রুত ফিরিয়ে দিন, জুলুম থেকে হেফাজত করুন।

Mayraj Hossain

23 Nov, 17:08


সবকিছু আমার মনমতো প্রচার করবা। আমার সঙ্গে থাকলে সঙ্গী, হক বললে জঙ্গী।

https://www.facebook.com/share/p/1Ts6pxAsXB/

Mayraj Hossain

23 Nov, 06:47


ইসলামের বিরোধিতা করতেই হবে। গুড করেছো।

Mayraj Hossain

22 Nov, 07:46


পর্দার ভেতর থাকার অর্থ অলস ও অকর্মণ্য থাকা নয়। বোনদের বলব, প্লিজ কাজবাজে থাকুন। শুয়ে-বসে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। বয়সের আগেই শরীরে অতিরিক্ত মেদ জমে গেলে পর্দাও করতে পারবেন না। বোরকা পরে লাভ কী, যদি দৈহিক গঠন লুকোতে না পারেন? এজন্য শতভাগ পর্দার স্বার্থে হলেও আপনাদের বাসার কাজবাজ করা দরকার। ঠিক এ-কারণে আমি মেয়েদের চার-‍দেয়ালবন্দি মহিলা মাদরাসায় থাকার পক্ষে না।

তাদের জন্য গভীর ইলমের চেয়ে আমলের উদ্দীপনা এবং বাসাবাড়ির কাজে সক্রিয় থাকা জরুরি। বেইসিক তো শিখতেই হবে, তারপর শিখতে হবে সংসার। স্বামীর পরিবারকে মুঠোয় পুরা নয়, আপন করা জানতে হবে। এসবের শিক্ষা আসে মায়ের কাছ থেকে, আসে ঘনিষ্ঠ নারী আত্মীয়াদের সাথে মিলেমিশে। তাই, তাদের জন্য পড়াশোনার পাশাপাশি পরিবারে সময় দেয়ার সুযোগ থাকতে হবে। দরকারে সিলেবাস ঢেলে সাজাতে হবে।

আপনি শরীরের যত্ন না নিলে পরবর্তীতে নরমালে সন্তান জন্ম দিতে পারবেন না। দৈহিক যে ফিটনেস আপনার থাকতেই হবে, তার ব্যাপারে যত্নশীল হোন। সত্য করে বললে, একজন পুরুষ নারীর ঠোঁটের লিপস্টিকের চেয়ে তার দৈহিক কাঠামোয় বেশি আকর্ষিত হয়। তাই স্বামী সামলাতে ঝগড়া না করে ফিট ও পরিপাটি থাকুন। শুকিয়ে কাঠও হবেন না, মুটিয়ে মাঠও হবেন না। সাজগোজের পাশাপাশি কাজবাজ করুন। সুস্থ থাকুন।

বিয়ের পর পুরুষের কাজ অনেক সময় সহজ হয়। সে দোকানে বসে থাকে, মাদরাসায় জমে থাকে বা এসির বাতাসে বসে কারবার সামলায়। কিন্তু ঘরের মহিলাকে ঠিকই কষ্টের কাজগুলো করতে হয়। বাচ্চা সামলানো, কিচেন ও ঘরদোর গোছানো নিশ্চয়ই অলস কোনো কাজ নয়। তাই নিশ্চিত করুন আপনার বেড়ে ওঠার প্রক্রিয়ায় পরবর্তী জীবনের যোগ্য হয়ে গড়ে ওঠার ব্যাপার আছে কি না। নতুবা সব দিক থেকে পস্তাবেন। না পারবেন ঠিকভাবে পর্দা করতে, না নিরাপদে সন্তান জন্ম দিতে পারবেন, না স্বামীর চোখে সোহাগী হতে পারবেন।

আল্লাহ জানে কথাগুলো কতজন বুঝবে...

-সাদিক ফারহান

Mayraj Hossain

21 Nov, 17:01


অডিওটা শুনে রাখেন।

https://www.facebook.com/share/v/15gT3WYRqQ/

Mayraj Hossain

21 Nov, 08:18


“বাধ্য হয়ে সহশিক্ষায় যুক্ত থাকা”
Facts and myths

এটা অনেক ইম্পরট্যান্ট ইনশাআল্লাহ।
এই একটা পোস্ট পড়ে মোটামুটি লিটমাস টেস্টের মতো আলাদা করে ফেলতে পারবেন দুই দলকে।

https://www.facebook.com/share/p/15gAvHvzid/

Mayraj Hossain

21 Nov, 05:36


ওরা নারীবাদের সবক দিবে, দিতেই পারে, সমস্যা নেই। কিন্তু আমরা কাউন্টার দিলে আবার নারী গবেষক ট্যাগ খাবো।

Mayraj Hossain

21 Nov, 04:09


সতর্ক করার দরকার ছিল বিধায় করেছিলাম আলহামদুলিল্লাহ।

https://www.facebook.com/share/p/19sKWo7hmf/

Mayraj Hossain

21 Nov, 04:06


এই মহিলাকে নিয়ে অনেক আগেই লিখেছিলাম। এখন দ্বীনের খোলস ফেলে নারীবাদী চেহারায় আত্মপ্রকাশ করছে। আগে আমরা বললে মানুষ স্বীকার করতে চাইতো না।

কী লিখেছে দেখেন, ইসলামী নারীবাদ! আল্লাহর লানত এদের প্রতি।

Mayraj Hossain

20 Nov, 18:25


ওরা মুসলিমদেরকে ক্রুসেডের মাধ্যমে হারাতে না পেরে হতাশ হয়নি, বুদ্ধিবৃত্তিক আগ্রাসন চালিয়েছে যার ফলে আমরা জিহাদ ছেড়ে দিয়েছি।

জিহাদ ছেড়ে দেয়াটাই উম্মাহর এই দুর্দশার মধ্যে পতিত থাকার কারণ। আমরা যতদিন ময়দানে ছিলাম, ততদিন বিজয়ী ছিলাম। আমরা যখনই ময়দান ছেড়ে আসলাম, ওরা আমাদের রন্ধ্রে রন্ধ্রে গোলামি ঢুকিয়ে দিলো।
এখন আমরা হতাশার মধ্যে ডুবে গেলাম।

Mayraj Hossain

20 Nov, 18:05


“যারা পাপী তারা দ্বীনের কথা বলবে না, দ্বীন প্রচার করবে না।”

https://www.facebook.com/share/p/1AZLvHug7k/

Mayraj Hossain

20 Nov, 17:17


আর্লি ম্যারেজ, লেট ম্যারেজের আলাপ চলে ফেসবুকে। এই ব্যাপারে আমার মত:

https://www.facebook.com/share/p/1MCYw2xKTr/

Mayraj Hossain

20 Nov, 11:51


এজন্য সবসময় মনে রাখবেন ব্যক্তি কখনো হকের মাপকাঠি না। লেবাসধারী, ইলমওয়ালা হলেই যে তার সব কাজ শরীয়াহসম্মত এটাও ভুল।

Mayraj Hossain

20 Nov, 07:10


আপনারা মেয়েদের শিক্ষিত হওয়ার বিরোধিতা করেন আবার নিজের সন্তানের জন্য শিক্ষিত মা চান!

কেমন হিপোক্রিট আপনারা!

https://www.facebook.com/share/p/14SSQxLfpG/

Mayraj Hossain

19 Nov, 17:13


চ্যানেলের অবিবাহিত সকলের জন্য আরেকটা দীর্ঘ রাত উপহার দিতে চলে আসলাম। শেয়ার করে সবার সাথে কষ্ট ভাগাভাগি করে নিতে পারেন।

Mayraj Hossain

19 Nov, 16:43


পশ্চিমে স্যাটেল হওয়ার স্বপ্ন দেখেন যারা:

https://www.facebook.com/share/p/14PCEmHoNE/

Mayraj Hossain

19 Nov, 11:50


একটাসময় হাশাপ ইউজ করতাম। একেকদিন কয়েকশো ম্যাসেজ এসেছে এমনও দিন গেছে।
এমন এমন বাস্তব কাহিনী ভাই এবং বোনেরা শেয়ার করতেন যেগুলো পড়ে অজান্তেই চোখে পানি চলে আসতো। আল্লাহর কাছে দুআ করতে থাকতাম তাদের জন্য।

একেকজনের জীবনে কত স্ট্রাগল গেছে সেগুলো আমার কল্পনারও বাইরে ছিল। এসব নিয়ে অনেক আলেমের কাছে গিয়েছিলাম, অনেকের সাহায্য চেয়েছিলাম।পরিস্থিতির কারণে হতাশ হয়ে ফিরতে হয়েছে। দিনদিন পরিস্থিতি কঠিন হলে সমাধানও কঠিন হচ্ছিল বিধায় একাউন্টে ঢুকা বন্ধ করে দিই।

আবার এমনও হয়েছে, যারা সাহায্যপ্রার্থী তারা নিজেরাই নিজেদের অবস্থা সম্পর্কে অজ্ঞ। ঝুঁকি নিয়ে কোনো সাহায্য করতে গেলেও সেটার ব্যাপারে সাহায্যপ্রার্থীও কনফিউজড থাকতো।

পরবর্তীতে আমাদের মুফতি সাহেবের সাথে একটা কেস নিয়ে আলোচনা করলে তিনি বললেন সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু না করতে। এমনটা হলে নিজের ক্ষতির সম্ভাবনাই প্রবল। বিশেষ করে গায়রে মাহরামদের কেস হ্যান্ডেল করাটা খুবই সেন্সিটিভ বিষয়।

তাদের আকলের ঘাটতি, পরিস্থিতি যেমন না তেমনভাবে উপস্থাপন, সংশয়ে থাকা, দৃঢ়তা না থাকা ইত্যাদি কারণে ওলামায়ে কেরামও এসব ব্যাপারে হাত দিতে চান না। একজনকে উদ্ধার করতে গিয়ে দশজন বিপদে পড়বে এমনটা তখনই উত্তম যখন সাহায্যপ্রার্থী নিজের সিদ্ধান্তের ব্যাপারে নিজে দৃঢ় থাকে।

বড় বড় সমস্যার সমাধান হবে এমন ব্যবস্থা করার প্রচেষ্টা দীর্ঘদিন থেকেই চলছে। বিশেষ করে সেফহোমের ব্যবস্থা করার খেয়াল বড়দের কাছে ইতিমধ্যে দিয়ে রেখেছি। এটা হয়ে গেলে, অনুমোদন নেয়া গেলে অনেক কাজ সহজ হতো।

এত কথা বললাম ইদানীং চিঠি দেয়ার নতুন একটা অ্যানোনিমাস সার্ভিস চালু হয়েছে। কিন্তু আগের কথা ভেবে সাহস হচ্ছে না সেখানে একাউন্ট খোলার। আল্লাহ প্রত্যেক মজলুম মুসলমানের সহায় হোন। শরীয়াহ না থাকায় আমরা যে সংকটে আছি সেটা অবর্ণনীয়।

Mayraj Hossain

18 Nov, 09:11


“তুমি একজন পুরুষকে ধ্বংস করলে একজন পুরুষই ধ্বংস হবে, আর একজন নারীকে ধ্বংস করলে ধ্বংস হবে পরবর্তী প্রজন্ম।”

এজন্যই মুসলিম নারীদের মাঝে ফেমিনিজম ছড়ানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যায় করা হয়। নারীরাও ওদের ফাঁদে পা দেয়। নারীদের ব্যাপারে আলোচনা করতে নারী বিশেষজ্ঞ হওয়া লাগে না, শত্রুদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত থাকলেই যথেষ্ট হয়।

আমরা চাই বোনেরা সুরক্ষিত থাকুক, কোনো এজেন্ডার অংশ না হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে গড়ে তুলুক।

Mayraj Hossain

18 Nov, 06:31


সানা বিনতে আসমা আস সালামিয়্যাহ। আরবের আর দশটা নারীর মত উনারও স্বপ্ন ছিল আখেরী নবীর ﷺ স্ত্রী হবেন। হয়তো তিনি দোয়াও করেছিলেন আল্লাহর কাছে।

এক সময় রাসূলুল্লাহ'র ﷺ কাছে সানা বিনতে আসমার জন্য প্রস্তাব আসে। তিনি সম্মতি প্রদান করেন। বার্তাবাহক ছুটে যায় বনু সালিমের দিকে।

এক সময় সানা বিনতে আসমার কাছে খবরটি পৌঁছে। তার কাছে এটি স্বপ্ন ছিলো বটে, তবে তা বাস্তব হবে এমনটা তার ধারণাতেও ছিলো না।

আকস্মিক এই সংবাদে তিনি এতটা আনন্দিত হন যে, অত্যধিক খুশির চোটে তিনি মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহর ﷺ সাথে সংসার হওয়ার আগেই তিনি মারা যান।

-Mohammad Saeedul Mostafa (হাফি.)

Mayraj Hossain

17 Nov, 12:13


জামাতিরা কেন সাহাবা বিদ্বেষী হয় সেটা বুঝবেন এখানে। সাহাবাবিদ্বেষ প্রদর্শন না করলে এসব ফান্ডামেন্টাল বিধান মেনে চলতে বাধ্য হতো, ছাত্রীসংস্থার মতো মডারেট দল বন্ধ হয়ে যেত।

আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক বিধায় ছবিটা দিলাম। কাউকে মিসোজিনিস্ট ট্যাগ দেয়ার আগে পড়াশোনা করা জরুরী।

Mayraj Hossain

17 Nov, 09:22


গতকালকের সেমিনার নিয়ে কিছু কথা:

https://www.facebook.com/share/p/1AuVzyFPv9/

Mayraj Hossain

16 Nov, 09:39


ছাত্রী সংস্থার গোমরাহ মেয়েদের কাজ দেখেন।

এগুলো নিয়ে বেশি বেশি কথা বলা উচিত বোনদের। আমরা সব ব্যাপারে কথা বলতে গেলেও সমস্যা। এসব নিয়ে আলোচনা হলে আমরা আলাপ থেকে দূরে থাকলেও চলতো।

Mayraj Hossain

16 Nov, 08:36


বুয়েটের নাচানাচি নিয়ে শেষ পোস্ট।

https://www.facebook.com/share/p/1Nbg6xpbKs/

Mayraj Hossain

16 Nov, 05:35


নারীশিক্ষা নিয়ে শরীয়তের অবস্থান:

Mayraj Hossain

15 Nov, 17:20


হিজাবী ফেমিনস্টাদের একটা স্ট্র্যাটেজি:

https://www.facebook.com/share/p/1DdahybCeu/

Mayraj Hossain

14 Nov, 20:48


যারা জেগে আছেন তাদের জন্য

https://www.facebook.com/share/p/1BC9ivgLsn/

Mayraj Hossain

14 Nov, 16:35


এসব বড় ভাইয়েরা নারী মুক্তি চাইবে না তো কারা চাইবে? আমরা বিরোধিতা করি দেখে আমরা খারাপ।

https://www.facebook.com/share/p/19QWWRpzzz/

Mayraj Hossain

14 Nov, 16:28


আমিন না বলে যাবেন না।

Mayraj Hossain

14 Nov, 10:45


গুরুত্বপূর্ণ এই নিউজটা ভাইরাল করুন।

https://www.facebook.com/share/p/153qSEXuhv/

Mayraj Hossain

13 Nov, 11:51


সহশিক্ষা ইসলামের অকাট্য বিধান পর্দার পরিপন্থী। এটি বিজাতীয় শিক্ষা-পদ্ধতি। পাশ্চাত্যের অনুকরণে এ সহশিক্ষা চালু করা হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এটি সম্পূর্ণ নাজায়েয এবং ইসলামের মূলনীতি পরিপন্থী। আল্লাহ তাআলা ইরশাদ করেন-

وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ. –الأحزاب: 53

“আর তোমরা তাঁর (অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাঁদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ।” -সুরা আহযাব (৩৩) : ৫৩

ইমাম কুরতুবী রহ. (৬৭১ হি.) উক্ত আয়াতের তাফসীরে বলেন,

في هذه الآية دليل على أن الله تعالى أذن في مسألتهن من وراء حجاب، في حاجة تعرض، أو مسألة يستفتين فيها، ويدخل في ذلك جميع النساء بالمعنى، وبما تضمنته أصول الشريعة من أن المرأة كلها عورة، بدنها وصوتها. -تفسير القرطبي (14/ 227)

“উক্ত আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের কাছে পর্দার আড়াল থেকে কোনো প্রয়োজনে কিছু চাওয়া বা কোনো মাসআলা জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছেন। সাধারণ নারীরাও উপরোক্ত হুকুমের অন্তর্ভুক্ত। তাছাড়া শরীয়তের মূলনীতির দাবিও এটিই। কারণ, মূলনীতি হলো, নারীর কণ্ঠস্বরসহ গোটা শরীর পর্দার অন্তর্ভুক্ত।” -তাফসীরে কুরতুবী : ১৪/২২৭

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ হলেন সকল মুমিনের মা। অথচ তাঁদের সাথেই লেনদেন বা কথা-বার্তা বলতে হলে পর্দার আড়াল থেকে করতে বলা হয়েছে। তাহলে অন্যান্য সাধারণ বেগানা নারীদের ক্ষেত্রে হুকুমটি কত গুরুত্বপূর্ণ, তা সহজেই অনুমেয়।



নারী পুরুষের সংশ্রব ফিতনার জনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء. -صحيح البخاري: 4808، صحيح مسلم: 7122

“আমার পর পুরুষদের জন্য মহিলাদের চেয়ে অধিক ক্ষতিকর কোনো পরীক্ষা রেখে যাইনি।” -সহীহ বুখারি: ৪৮০৮, সহীহ মুসলিম: ৭১২২

অন্য হাদিসে ইরশাদ করেন,

إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بنى إسرائيل كانت فى النساء. صحيح مسلم : 7124

“দুনিয়া (নয়ন-মন আকর্ষণকারী) সুমিষ্ট ও সুসজ্জিত বস্তু। পূর্ববর্তীদের প্রতিনিধি করে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দেখতে চান তোমরা কেমন আমল কর। অতএব, দুনিয়ার ফাঁদ থেকে বেঁচে থাকবে। বেঁচে থাকবে নারীদের ফাঁদ থেকে। বনী ইসরাইলের সর্বপ্রথম ফিতনা নারীদের নিয়েই সংঘটিত হয়েছিল।” -সহীহ মুসলিম: ৭১২৪

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. (৭২৮ হি.) বলেন,

اختلاط أحد الصنفين بالآخر سبب الفتنة فالرجال إذا اختلطوا بالنساء كان بمنزلة اختلاط النار والحطب. -الاستقامة (1/ 361)

“নারী-পুরুষ এ দুই শ্রেণীর পরস্পরের সংমিশ্রণ ফিতনার জনক। যখন বেগানা নারী-পুরুষের পরস্পর সংশ্রব ঘটে, তখন তা আগুন-লাকড়ির সংশ্রবের মতোই ভয়ঙ্কর হয়।” -আল ইস্তেকামা: ১/৩৬১

অতএব, সহশিক্ষা সম্পূর্ণ হারাম। শরীয়ত প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের জন্য সম্পূর্ণ আলাদা ও পর্দার ব্যবস্থা রক্ষা করে শিক্ষা প্রদানের নির্দেশ দেয়।

উল্লেখ্য, বর্তমান সাধারণ শিক্ষা ব্যবস্থায় পর্দার লঙ্ঘন ছাড়াও অসংখ্য কুফর শিরক ও নাস্তিকতা রয়েছে। একজন মুমিনের জন্য যে এসব শিক্ষা গ্রহণের সুযোগ একদমই নেই এবং ক্ষেত্রবিশেষে ঈমান হারিয়ে মুরতাদ হয়ে যেতে হয়, তা বলার অপেক্ষা রাখে না।

আরও দেখুন, সুরা আহযাব (৩৩): ৫১; সুরা নুর (২৪): ৩১-৩২; রদ্দুল মুহতার: ৬/৩৬৯-৩৭০; আপকে মাসায়েল আওর ইনকা হল: ৮/১০০; ফাতাওয়া লজনায়ে দায়িমা: ১২/২২৩, ১৭/১৪৭, মাজমুউ ফাতাওয়া বিন বায: ৪/২৪৮-২৫৩; মাজমুআতু আসইলাহ তুহিম্মুল উসরাতাল মুসলিমা, ইবনে উসাইমিন: ৭৫-৭৬; আসইলাতু মিম্বারিত তাওহিদ, প্রশ্ন নং ১১১৩

فقط، والله تعالى أعلم بالصواب

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

Mayraj Hossain

12 Nov, 17:07


সুশিক্ষা থেকে বঞ্চিত কোটি কোটি শিশুদের পিতামাতা হয়তো বুঝবে না এটা কতবড় নেয়ামত।

https://www.facebook.com/share/v/19JvziLfnN/

Mayraj Hossain

12 Nov, 13:21


ভার্সিটিতে না পড়লে ভাল জায়গায় বিয়ে হবে না।

আপত্তি এবং জবাব:
https://www.facebook.com/share/p/1HrYhTjKUj/

Mayraj Hossain

11 Nov, 17:06


ইশরাক ভাইয়াও এটা শেয়ার দিয়েছে। এসব দেখে ডরে আমার শরীর কাঁপতেয়াছে!

তবে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি হক বাতিলকে স্পষ্ট করেন। মানুষের সামনে সত্য উন্মোচন করেন।

Mayraj Hossain

11 Nov, 16:53


আমার বিরুদ্ধে আবার অনলাইনে লাফালাফি শুরু হয়েছে দেখলাম। এজন্য লেখাটা দিয়ে ওদের লাফালাফি বাড়িয়ে দিই ভাবলাম।

https://www.facebook.com/share/p/17ucgV6e3p/

Mayraj Hossain

08 Nov, 17:33


ভার্সিটির দ্বীনদার ভাইয়ের কাহিনী:
(২ বছর আগে শেয়ার করেছিলাম)

https://www.facebook.com/share/p/188p9zk3QC/

Mayraj Hossain

08 Nov, 17:05


-আচ্ছা দোস্ত “ফরজে কেফায়া” পালন করা ফরজ নাকি “হারাম থেকে বেঁচে থাকা” ফরজ?
-ফরজে কেফায়া তো কিছুসংখ্যক আদায় করলেই হয়ে যায়। অন্যদিকে হারাম থেকে বাঁচা তো সবার জন্য ফরজ। তাহলে উত্তর হবে দ্বিতীয়টা।

-চমৎকার! এই ব্যাপারটা তো একটা বাচ্চাও বুঝবে তাই না?
-হ্যাঁ। এটা না বোঝার কী আছে! শরীয়তের ন্যুনতম জ্ঞান থাকলেও এটা সহজে বোঝা যায়।
-ফরজে কেফায়ার জন্য কি ফরজ বিধান বাদ দেয়া যায়?
-কী বুঝাতে চাইছিস বল তো!

-বোঝাতে চাচ্ছি এই যে “Ramছাগলদের” কথায় ফরজে কেফায়াকে ফরজ ভেবে প্রতিদিন অসংখ্য ফরজ বাদ দিয়ে বসে আছিস, হারামে লিপ্ত হচ্ছিস, এটাকে দ্বীনের খেদমত বলে চালিয়ে দিচ্ছিস এটা কি নিজের সাথে নিজে প্রতারণা হচ্ছে না? একটা বাচ্চাও যেটা বোঝে সেটা তুই বুঝিস না?
-আমরা মেডিকেলে পড়া ছেড়ে দিলে নারী ডাক্তার পাবে কোথায়? ফরজে কেফায়া যদি কেউই আদায় না করে তাহলে তো গুনাহ হবে সকলেরই।

-৬০% নারী শিক্ষার্থী থাকার পরেও এই সেক্টরে দ্বীনের খেদমত করতে এসেছিস? নিজের কাছে অন্তত সৎ থাক!
ফরজে কেফায়া কিছুসংখ্যক লোক আদায় করলেই যদি হয়ে যায় তাহলে ৬০% আদায়ের পরেও এই সহশিক্ষা নামক হারামের মধ্যে দ্বীনের খেদমত করতে এসেছিস বলে প্রহসন করছিস না? আল্লাহর সামনে এসব গোঁজামিল দিয়ে পার পাবি?
-পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত তো আসতে হবে। নাকি?

-প্রতিবছর হাজার হাজার মেয়ে পড়েও যদি ডাক্তারের সংকট হয় তাহলে বুঝতে হবে এই সিস্টেমে সমস্যা আছে। এই ফরজে কেফায়ার চাহিদা কিছুতেই এভাবে পূরণ হবে না বরং নারীবাদ, ফ্রি-মিক্সিং, অবাধ মেলামেশার কালচারে অভ্যস্ত হয়ে গিয়ে আখিরাত বরবাদ হবে! দ্বীনের দোহাই দিয়ে নিজের নফসের ক্ষুধা মেটাতে গিয়ে দিনশেষে তো ঠকেই যেতে হবে!
-এভাবে পড়েও তো মানুষ ভালো থাকে। সবাই কি খারাপ হয় নাকি?

-মদ খেয়ে যদি কেউ মাতাল না হয় তবুও মদ খাওয়াটা হারাম। এতক্ষণ তুই ফরজে কেফায়া আদায়ের দোহাই দিচ্ছিলি, কিন্তু দেখ এখন এই হারামের সাফাই গাইছিস!
একটু নিজেকে প্রশ্ন করে দেখিস, এটা আসলেই শরীয়াহ নাকি নফসের খায়েশ!
-....

[Ramছাগল একটা অর্গানাইজেশনের নাম, কোনো ব্যক্তির কথা বোঝানো হয়নি]

-রিপোস্ট।

Mayraj Hossain

08 Nov, 09:13


সত্য চাপা থাকে না

Mayraj Hossain

08 Nov, 08:56


আলোচকের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই।
যারা মিস করবেন আসলেই অনেক কিছু মিস করবেন।

Mayraj Hossain

08 Nov, 08:31


বোনদের জন্য নতুন ফিতনা অন দ্যা ওয়ে
https://www.facebook.com/share/p/1EnXBvbDit/

Mayraj Hossain

07 Nov, 11:07


চাকরিজীবী মেয়ে বিয়ে করা থেকে বিরত থাকুন।

(পোস্টে ভুলভাল ইংলিশ ইগনোর করুন)

Mayraj Hossain

07 Nov, 08:32


আপনারা যারা সীতাকুন্ডু চন্দ্রনাথ পাহাড়ে উঠেছেন, তারা পাহাড়ের পূর্ব-দক্ষিণ এবং উত্তর পশ্চিম সাইডের মোটা গাছ গুলোকে কখনও খেয়াল করেছেন? যদি কখনও সুযোগ হয় তাহলে দেখবেন- কিছু গাছের এপাশ-ওপাশ ছিদ্র হয়ে আছে, কিছু গাছের একপাশে বেশ গভীর ক্ষত, কিন্তু অপর পাশে নেই। আপনি এই লাইনে এক্সপারটিজ হলে সহজেই ধরে ফেলবেন ক্ষতটা কিসের?

ক্ষতগুলো বুলেটের।

আমার সোর্স এতটুকু কনফার্ম করেই বলেছেন “বুলেট গুলো 12.7‌×99 অথবা 12.7×108 mm ক্যালিবারের”, যেগুলো স্নাইপার রাইফেলে ব্যবহার করা হয়।

খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখবেন, বুলেটের ছিদ্র থাকা গাছগুলোর অপজিটে স্ট্রেইট ফরোয়ার্ড বা 45° কিংবা 90° এঙ্গেলে ৪০০/৬০০ মিটারের কোনো ব্যারিয়ার নেই। অর্থাৎ গাছটিকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে প্রাকটিস হয় এবং আসলেই হয়।

চট্টগ্রামের স্থানীয় যে কেউ ভাল জানবেন, রাতের বেলা এই পাহাড়ে উঠতে গেলে স্থানীয় ছেলেপেলেরা বাঁধ সাধে।

-শাফিন রহমান।

Mayraj Hossain

07 Nov, 07:17


হ্যালোউইন পালন করতে মন চায়
ক্রিসমাসে উইশ করলে জাতে ওঠা যায়
পূজায় শুভেচ্ছা জানিয়ে লিবারেল হওয়া যায়।

যেখানেই নোংরামি সেখানেই আনন্দ পাই
হারাম বুঝি না শিরকও বুঝি না ভাই
ঈদের দিন ভাল্লাগে না, বোরড হয়ে যাই।

Mayraj Hossain

06 Nov, 10:18


হাহা রেইড দরকার।

https://www.facebook.com/share/p/179GkTU6e9/

Mayraj Hossain

06 Nov, 06:59


ভাইদের জন্য স্পেশাল ম্যাসেজ:

https://www.facebook.com/share/p/1JXd2z4UDZ/

Mayraj Hossain

05 Nov, 20:34


চট্টগ্রামের আজকের ঘটনার পেছনের মাস্টারমাইন্ড যারা

Mayraj Hossain

05 Nov, 09:05


নেতৃত্বের অভাবে ধ্বংস হবার দ্বারপ্রান্তে থেকেও আমরা অনেক স্বপ্ন দেখছি। বাস্তবতা হলো এই অভাব রাতারাতি মেটানো সম্ভব না।

অপরদিকে দেখা যায় সবার নেতা হওয়ার ইচ্ছা, কর্মী হওয়ার ইচ্ছা কারো নেই। একারণেই যে নেতা হয়, সে চায় না তার বিকল্প থাকুক। অপরদিকে যে কর্মী, সে অনুগত থাকে না মনের মধ্যে নেতৃত্ব দেয়ার লোভ থাকার কারণে।

এক অদ্ভুত সংকট! সমাধানের চিন্তা করাও যেন এখন বিলাসিতা।

Mayraj Hossain

05 Nov, 06:51


পরশু রাতে ধরা খাওয়া এক ইন্ডিপেন্ডেন্ট ওম্যান এবং মডার্ন সোসাইটির শিক্ষিতদের চেহারা:

https://www.facebook.com/share/p/1HYp4a7qcaNiwsLs/

Mayraj Hossain

04 Nov, 18:12


বইটা বইমেলা থেকেই নিয়েছিলাম। এটা একটা ভালো কাজ হয়েছে। মোটামুটি অনেক দরকারি তথ্য আছে বইটায়।

Mayraj Hossain

04 Nov, 17:50


সহশিক্ষা হারাম বললেই কেমন আক্রমণ করে সেটা কমেন্টের একটা লিংকে গেলেই বুঝবেন।

যদিও এসব প্রশ্নের উত্তর অনেক আগেই দিয়ে রেখেছিলাম। তবুও দেখবেন একই প্রশ্ন ঘুরেফিরে বারবার।

(পোস্ট ফেসবুকের পাশাপাশি কমেন্টেও পাবেন)

https://www.facebook.com/share/p/j3KeaN5stk6WkdLY/

Mayraj Hossain

03 Nov, 16:55


ইনি নিজেও খুব সম্ভবত মেডিকেলের ছাত্রী। মেডিকেলে সহশিক্ষা জায়েজ এটা কেবল জাহেলরাই বলতে পারে। ছাড়ের যে বিষয়টা সেটা এখন অ্যাপ্লিকেবল হবে কি না এই ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে হলে অবশ্যই তথ্য উপাত্ত লাগবে।

আমার প্রাপ্ত তথ্য উপাত্ত অনুযায়ী এই রুখসাত এখন আর প্রযোজ্য না। বর্তমানে মেডিকেল যে নারীদের জন্য ফিতনার জায়গা, যাওয়ার ব্যাপারে যে হকপন্থীরা অনুৎসাহিত করেন সেটা উনাদের সাথে কথা বলেই নিশ্চিত হয়েছি আলহামদুলিল্লাহ। এমন এমন শায়েখরাও আছেন যাদের নাম বললে আপনারাও চিনবেন।

Mayraj Hossain

03 Nov, 16:45


এডমিশনের টাইম, নারীদের সহশিক্ষা:

https://www.facebook.com/share/p/miWUhYNPosbXcAyX/

Mayraj Hossain

03 Nov, 12:27


গুরুত্বপূর্ণ একটা লেখা। অবশ্যই পড়বেন। প্রয়োজনীয় মনে হলে শেয়ার করবেন।

https://www.facebook.com/share/p/FHdQN1homTAewPFA/

যারা ফেসবুকে পড়তে পারেন না তারা কমেন্ট দেখুন।

Mayraj Hossain

21 Oct, 16:45


ওরাও তো কারো না কারো সন্তান! ওরাও মানুষ...

https://www.facebook.com/share/v/kkUUSgv2uyofK6Zv/

Mayraj Hossain

20 Oct, 18:45


কমেন্ট+হাহা রেইড দেন।

https://www.facebook.com/share/p/T4QLs7ZnuNxBc78W/

Mayraj Hossain

20 Oct, 07:58


প্রত্যেকটা বাড়ি ও ফ্ল্যাটে বাথরুম ছোট হয় বেডরুম বড় হয়, কেন জানেন ?

কারণ বাথরুম জরুরাত আর বেডরুম মাকসাদ।

মাকসাদের পরিধি বিস্তৃত হওয়া আর জরুরতের পরিধি সংকীর্ণ হওয়ার উপলব্ধিটা আমরা আমাদের ঘর ও ফ্ল্যাট থেকেই নিতে পারি।

আল্লাহর গোলামী আপনার জিন্দেগীর মাকসাদ আর অর্থ কামানো এটা জিন্দেগীর জরুরাত।

কিন্তু আমাদের জরুরত মাকসাদে পরিণত হয়ে পুরো জীবনব্যাপী বিস্তৃত হয়ে গেছে।

আর আল্লাহর গোলামী মাকসাদ এটা বাথরুমের মত সংকুচিত হয়ে গেছে। কোন কোন জীবনে মাকসাদের অস্তিত্বই খুঁজে পাবেন না, বাথরুম দিয়েই পুরো ফ্ল্যাট ভরে গেছে।

আসুন আমরা আমাদের ফ্ল্যাট দেখে জীবনের চেতনায় পরিবর্তন আনি। মাকসাদকে বেড রুমের মতো বড় বানিয়ে দিই আর জরুরতকে বাথরুমের মত ছোট বানিয়ে দিই।

- মুফতী আব্দুল মাজিদ (হাফি.)

Mayraj Hossain

20 Oct, 04:22


ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হাতে আল সৌদের কিছু মুনাফিক (ইজরাইলের পক্ষের) সরাসরি জাহান্নামে পৌঁছেছে।

Mayraj Hossain

19 Oct, 19:30


এই ছবিটা অন্তর প্রশান্ত করে দিলো। দুই নেতা একসাথে। দুজনকেই আল্লাহ তা’আলা কবুল করেছেন উম্মাহর জন্য।

আল্লাহ তা’আলা আপনাদেরকে জান্নাতেও একত্রিত করুন। ইনশাআল্লাহ আপনারা জান্নাতেও একত্রিত হবেন।

Mayraj Hossain

19 Oct, 16:50


আমাদের ব্রেইন আমাদেরকে যেভাবে ধোঁকা দেয়

https://www.facebook.com/share/p/n4SHYo26AkG2mn8N/

Mayraj Hossain

19 Oct, 08:13


Channel photo updated

Mayraj Hossain

19 Oct, 06:56


মুসলিম নামধারী যে দলকে ইহুদীদের দালাল বললে অপরাধ হবে না সেই দল হচ্ছে মাদখালী।

Mayraj Hossain

19 Oct, 06:51


এসব প্রতিবেদক মুসলমান ঘরে জন্ম নিলেও ইহুদীদের রূহানী সন্তান। হেডলাইনটা দেখেন...
আল্লাহর লানত তোদের প্রতি!

Mayraj Hossain

19 Oct, 06:46


প্রতিবেদক আমাদের ফিলিস্তিনের স্বাধীনতাকামীদেরকে জঙ্গী বলেছে এতবড় সাহস!

এরা কি ইহুদীর বাচ্চা?

Mayraj Hossain

19 Oct, 06:05


মডারেটরা উম্মাহর জন্য সবচেয়ে ক্ষতিকর।

আল্লাহ তা’আলা নারীদেরকে স্বগৃহে অবস্থানের আদেশ দেন, অপ্রয়োজনে বাইরে বের হতে নিষেধ করেন। অন্যদিকে জামাতি মডারেট আমির সাহেবের কথা দেখেন।

Mayraj Hossain

18 Oct, 22:07


ইহুদীর বাচ্চারা উনার শাহাদাত আঙুল কেটে নিয়েছিল। কিন্তু উনার শাহাদাহ ঠেকাতে পারেনি ইনশাআল্লাহ।

ইনিই সেই সৌভাগ্যবান, ইনিই সেই নেতা
ইনিই ইয়াহইয়া সিনওয়ার রহিমাহুল্লাহ।

উনার কপালে চুমু খেয়ে, নিষ্প্রাণ দেহটাকে বুকে টেনে নিয়ে، উনার মিশনকে সামনে রেখে যদি এগিয়ে যেতে পারতাম!

Mayraj Hossain

18 Oct, 18:10


ইমারাহ থেকে বার্তা:

Mayraj Hossain

18 Oct, 18:08


দরবারি আলেম, দুনিয়ার জন্য দ্বীন ছেড়ে দেয়া জাহেল, দ্বীন বিকৃতকারী মডারেটরা কি দেখে না এই উম্মাহ সব ভেদাভেদ ভুলে নির্বিশেষে কাদেরকে গ্রহণ করে নেয়?

কাদের বিদায়ে বিশ্বের সকল মুমিনের অন্তর চূর্ণ বিচুর্ণ হয়? সবকিছু দেখেও তারা আল্লাহর দ্বীন এবং আল্লাহর বান্দাদের সাথে প্রতারণা করে।
তাদের পরিণতিও হয় নিকৃষ্ট। যে সম্মান আল্লাহ তা'আলা মুজাহিদদের জন্য আমাদের অন্তরে গেঁথে দেন, সেই সম্মানের শরিক ওরা কখনোই হতে পারবে না।

হকের পথে যারা চলে, চলতে চায়
আল্লাহর অনুগ্রহে তারা এক হয়ে যায়।

Mayraj Hossain

18 Oct, 17:56


কবরকে অনেক ভয় পান? অন্ধকারে, ছোট্ট একটা জায়গায় কীভাবে থাকবেন পোকামাকড়ের সাথে? কীভাবে সহ্য করবেন মাটির চাপ? চিন্তা আসে না?

চিন্তা আসলে সূরা মূলক পড়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। প্রতি রাতের আমলে এটাকে যুক্ত করে নেবেন।

Mayraj Hossain

18 Oct, 13:18


রহিমাহুল্লাহ!

https://www.facebook.com/share/p/Jou2KPFLWgDix6jc/

Mayraj Hossain

18 Oct, 08:43


শায়েখ আলী হাসান উসামার ব্যাপারে ফাইনাল কথা এটাই আপাতত।
https://www.facebook.com/share/p/a2pUCTLsL6sHT211/

Mayraj Hossain

17 Oct, 22:50


সিনওয়ারের শাহাদাতের ক্লিপ শেয়ার করে এক ইহুদী ক্যাপশন দিয়েছে, “দুঃখজনক হলেও সত্য যে তিনি মৃত্যুর মাধ্যমে জিতে গেছেন।”

আমাদের মুসলমানদের জীবন, মৃত্যু কোনোকিছুই অর্থহীন হওয়া উচিত না। আমরা যেন লড়াই করতে করতে দেহ ত্যাগ করে আল্লাহর সামনে পুনরুত্থিত হই, আল্লাহ তা’আলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।

আমরা যোদ্ধা নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মত। আমাদের জীবনের উদ্দেশ্য হোক জান্নাতের সবুজ পাখি হওয়া।

Mayraj Hossain

17 Oct, 22:30


সব সোর্স থেকে পাওয়া তথ্য,প্রমাণ অনুযায়ী ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাতের খবরই সত্য। পুরোটা রাত ঘুমোতে পারিনি।

অস্থিরতায় কেটেছে পুরোটা সময়। খুব করে চেয়েছিলাম খবরটা মিথ্যা হোক!
আল্লাহ আপনি ফিলিস্তিনবাসীর জন্য যথেষ্ট হয়ে যান।

Mayraj Hossain

17 Oct, 16:41


ইমাম আলীর (রাদিয়াল্লাহু আনহু) এই কথাটি আমি খুব ভালোভাবে মনে রেখেছি– মানুষের জীবনে দুই রকম দিন আছে: এমন একটি দিন যেদিন মৃত্যু তার তকদিরে নেই, আর এমন একটি দিন যেদিন মৃত্যুই তার তকদির। প্রথম দিনে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, এবং দ্বিতীয় দিনে কেউ আপনাকে বাঁচাতে পারবে না।

— ইয়াহইয়া সিনওয়ার

Mayraj Hossain

17 Oct, 16:00


Our Hero, Our leader 🔥

Mayraj Hossain

17 Oct, 15:31


আল কাসসাম ব্রিগেডের অফিশিয়াল বক্তব্যের জন্য অপেক্ষা করি ইনশাআল্লাহ।

এখনো সবকিছু ঘোলাটে। আল্লাহ তা’আলা উনাকে জীবিত রাখুন! খবরটা মিথ্যা হোক এই দুআ করি!

Mayraj Hossain

17 Oct, 15:04


تحذير: مجد أمني: الصورة التي نشرها الاحتلال وادعى أنها للسنوار تشبه الصورة التي نشرها سابقا لأحد المعتقلين وادعى أنه السنوار، وهذا ما يجب الانتباه إليه.

Warning: Security Glory: The photo published by the occupation and claimed to be of Sinwar is similar to the photo it previously published of a person it arrested and claimed to be Sinwar. This should be noted.

هذه الصورة لمواطن فلسطيني نشرها الاحتلال في بداية الإبادة في غزة، لشخص يشبه القائد يحيى السنوار.

This photo of a Palestinian citizen was published by the occupation at the beginning of the genocide in Gaza, of a person who resembles the leader Yahya Sinwar.

-Gaza Now