মুসলিম টেকনিশিয়ান @muslimtechnician Channel on Telegram

মুসলিম টেকনিশিয়ান

@muslimtechnician


❝মুসলিম টেকনিশিয়ান গ্রুপের
অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল❞

স্লোগানঃ "তথ্য প্রযুক্তি হোক রুচিশীলতার বহিঃপ্রকাশ"

সকল প্লাটফর্ম:
t.me/MuslimTechnician/27

মুসলিম টেকনিশিয়ান (Bengali)

আপনি যদি মুসলিম হোক এবং টেকনোলজির প্রেমিক হন, তাহলে 'মুসলিম টেকনিশিয়ান' টেলিগ্রাম চ্যানেলটি আপনার জন্য একটি আদর্শ স্থান। এই চ্যানেলে আপনি পাবেন টেকনোলজি সম্পর্কিত তথ্য, টিপস, গাইডলাইন, এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াবলী। 'মুসলিম টেকনিশিয়ান' চ্যানেলটি মুসলিম প্রযুক্তিবিদ্রা ও প্রযুক্তি প্রেমীদের জন্য ঠিক ঠাক একটি স্থান হয়ে উঠেছে। চ্যানেলে আপনি প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন উপযোগী পোস্ট, টিউটোরিয়াল, এবং আরও অনেক কিছু খুঁজতে পাবেন। 'মুসলিম টেকনিশিয়ান' চ্যানেলে থাকা আপনি নিজেই একটি প্রযুক্তিবিদ্র হিসেবে অগ্রগতি করতে পারবেন এবং তাছাড়া এই চ্যানেলে আপনি মুসলিম প্রযুক্তিবিদ্রদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন। 'মুসলিম টেকনিশিয়ান' চ্যানেলে আপনি নতুন প্রযুক্তি উপায় শিখতে পারবেন এবং আপনার প্রযুক্তি জ্ঞানকে প্রতিষ্ঠিত করতে পারেন। সুতরাং, 'মুসলিম টেকনিশিয়ান' চ্যানেলটি আপনার ডেভেলপমেন্ট এবং প্রোফেশনাল জীবনে সাহায্য করতে পারে। যারা প্রযুক্তির সাথে অভিযোগ করেন তাদের জন্য 'মুসলিম টেকনিশিয়ান' এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ।

মুসলিম টেকনিশিয়ান

02 Oct, 01:43


যারা নিয়মিত টেলিগ্রাম ব্যবহার করেন, তারা চাইলে @SkeddyBot কে দৈনন্দিন কাজের রিমাইন্ডার হিসেবে ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে যেকোনো ধরনের রিমাইন্ডার সহজেই সেট করা যায়, প্রয়োজনে পরে ইডিট করাও যায়। আপনি যে সময় নির্ধারণ করবেন, ঠিক সেই মুহূর্তে @SkeddyBot আপনাকে মেসেজ পাঠিয়ে আপনার কাজ সম্পর্কে স্মরণ করিয়ে দিবে। ফলে টেলিগ্রামে চ্যাট করতে করতে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাবেন না।

#ProductivityTips #ReminderBot #TelegramBot

মুসলিম টেকনিশিয়ান

30 Sep, 07:29


MiTool হলো শাওমি ডিভাইসের জন্য একটি অল-ইন-ওয়ান টুল, যা ব্যবহার করে পিসি ছাড়াই টারমাক্স-এর মাধ্যমে বুটলোডার আনলক করা, রম ফ্ল্যাশ করা, রেস্ট্রিকশন বাইপাস করা ও আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যায়।

ফিচার:
- বুটলোডার আনলক করা
- ফাস্টবুট রম ফ্ল্যাশ করা
- সাইডলোডে জিপ ফ্ল্যাশ করা
- রেস্ট্রিকশন বাইপাস করা
* সিমে অ্যাকাউন্ট যুক্ত করার রেস্ট্রিকশন বাইপাস
* এমআই কমিউনিটি থেকে অনুমোদন নেয়ার পলিসি বাইপাস
-এমআই অ্যাসিস্টেন্ট

লিংক:
সোর্স কোড (এখানেই ইন্সটল পদ্ধতী দেয়া আছে)

🌐 @MuslimTechnician
🏷 Tags: #Android #Xiaomi #Tools

মুসলিম টেকনিশিয়ান

25 Sep, 06:38


🔐 ডিজিটাল নিরাপত্তায় অপরিহার্য: পাসওয়ার্ড ম্যানেজার ও অথেন্টিকেটর

আজকের ডিজিটাল যুগে আপনার অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে চান? জেনে নিন পাসওয়ার্ড ম্যানেজার ও অথেন্টিকেটর সম্পর্কে!

💡 এই পোস্টে জানুন:
-পাসওয়ার্ড ম্যানেজার ও অথেন্টিকেটর কী?
-কেন এগুলো ব্যবহার করা প্রয়োজন?
-সেরা পাসওয়ার্ড ম্যানেজার কোনটি?
-Bitwarden বনাম Vaultwarden: তুলনামূলক পর্যালোচনা
-Keyguard: একটি বেস্ট মোবাইল ক্লায়েন্ট

🛡️ আপনার ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে আজই ব্যবহার শুরু করুন!

🔗 বিস্তারিত জানতে পড়ুন

মুসলিম টেকনিশিয়ান

21 Sep, 06:45


আমরা টেকএন্থুসিয়াস্ট। ইন্ডাস্ট্রি সাইডের জ্ঞান নেই বললেই চলে।

মুসলিম হিসেবে আমাদের সর্বদা উচিত জারজ পশ্চিমা আমেরিকা-ইহুদিদের প্রোডাক্ট বয়কট করে চলা। অথচ আমরা সেগুলোই বেশি অগ্রাধিকারে রাখি। গত সপ্তাহের লেবাননে নানারকম সাধারন ডিভাইস বিস্ফোরনও কী আপনাদের মনে দাগ কাটে না? এরা কিভাবে এসব দ্বারা নিয়ন্ত্রন করতেছে?

আর আরেকটা আফসোস থেকেই যায়, ২০০ কোটির মুসলিমদের টেক জায়ান্ট কোনো কোম্পানির ধারে কাছেও কিছু নেই। যাইহোক, তা হওয়ার জন্য ভিত্তি দরকার, যা আপাতত নেই। এখনও যদি সচেতন না হোন তবে আর কিছু বলার নেই।
#Out_of_The_Box

মুসলিম টেকনিশিয়ান

07 Sep, 17:58


আমরা সবাই কম-বেশি গুগলের প্রোডাক্ট ব্যবহার করি। এরমধ্যে গুগল ফর্ম উল্লেখযোগ্য। গুগলের সকল প্রোডাক্টেরই কিন্তু কম-বেশি বিকল্প আছে। কিন্তু আমরা সেগুলো সম্পর্কে তেমন একটা জানার চেষ্টা করি না যদিও সেগুলো ui, ux এর দিক দিয়ে অনেকটা ভালো হলেও।
গুগল ফর্মের একটি বিকল্প হচ্ছে https://tally.so/

যারা Notion এর সাথে পরিচিত তাদের কাছে ট্যালি এর ui পরিচিত লাগার কথা। যারা নিয়মিত গুগল ফর্ম ব্যবহার করেন তারা চাইলে এটি ব্যবহার করে দেখতে পারেন। (ফীডব্যাক কাম্য)

মুসলিম টেকনিশিয়ান

21 Aug, 09:21


LocalSend একটি ফ্রি এবং ওপেন সোর্স টুল যা একই লোকাল নেটওয়ার্ক ব্যবহারকারী ডিভাইসগুলোর মাঝে ফাইল শেয়ার করতে ব্যবহার করা হয়। এটি একই ওয়াফাই বা হটস্পটের লোকাল নেটওয়ার্ক ব্যবহার করে, তাই ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। এটি অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক সব গুলোতেই ব্যবহার করা যায়।

LocalSend ব্যবহার করে, আপনি লোকালনেটওয়ার্কে যুক্ত ডিভাইসগুলির মধ্যে দ্রুত এবং নিরাপদে ফাইল আদান-প্রদান করতে পারেন।

মুসলিম টেকনিশিয়ান

07 Aug, 08:20


এমন কোন আইটি প্রজেক্ট নেই, যেখান থেকে পলক সাহেব ৩০% পর্জন্ত খান নাই ।
আগে উনার শেয়ার রেখে তার পর প্রোজেক্ট করতে হইত ।
দুনিয়ার এক মাত্র দেশ, যে দেশের "আইটি পার্ক " এ মাউসের দোকান আর কমিউনিটি সেন্টার আছে ।
আইটি পার্ক মানে মাউস কি বোর্ড এর দোকান, এটা দুনিয়াকে শিখিয়েছেন পলক সাহেব ।
আইটি পার্ক ঠিক ঠাক চলছে, সেটা প্রমান করার জন্য,
বিল্ডিং বানিয়ে, সেখানে কোম্পানি গুলাকে শো রুম বানাইতে বাধ্য করা হইত ।
ব্রাঞ্চ রাখতেই হবে । কারন দেখাইতে হবে আইটি পার্ক হেব্বি চলতেসে ।
৮০ হাজার ফ্রিলান্সার বানানোর প্রোজেক্ট,
লার্নিং এন্ড আর্নিং প্রোজেক্ট, অমুক এপ, তমুক অয়েব সাইট,
৫ লাখের অয়েব সাইটের সরকারী বিল ৫ কোটি, কিন্তু পলক সাহেব এর
% ৩০%, না দিলে প্রোজেক্ট নাই ।
আইটি সেক্টরের লোকেরা যদি মুখ খুলে, জানতে পারবেন এই লোক
কত কোটি টাকা খেয়েছেন ।
সব হিসাব নেয়া হোক,
এবং প্রতিদিন উনি কয়েক লাখ টাকার বুস্ট করতেন উনার পেইজ,
পার ইয়ার তিন কোটি টাকার বেশি খরচ শুধু মাত্র পেইজ এর কন্টেণ্ট বুস্টে ।
এই টাকা গুলা কার?
এগুলার হিসাব চাই পলক সাহেব ।
লাস্টে, ডেটা সেন্টার পুড়ে গেলে কিভাবে নেট চলে যায়, এই প্রশ্নের ও আন্সার চাই ।
#wewantanswers #PalakNeedToAnswer #ICTDivision #Bangladesh #ictministry #JusticeForAll
© Tm Moniruzzaman Sunny

মুসলিম টেকনিশিয়ান

25 Jul, 06:59


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

অফলাইনের জন্য প্রয়োজনীয় ফাইল আগে থেকেই রেখে দেয়া ভালো। ইন্সটল রাখা যেতে পারে কিন্তু এর পাশাপাশি অবশ্যই ব্যাকআপ হিসেবে মেমোরিতে রাখবেন।
আর এপগুলো অবশ্যই universal app version ব্যাকআপ রাখবেন। কারন ইন্সটল দেয়ার পর তা ইন্সটল করা ডিভাইসের জন্য কনফিগারড হয়ে যায়। (universal এপ এর সাইজ বেশি হয়ে থাকে)

আর apk, apks, xapk এসব ফরম্যাটের এপ ম্যানেজ(ইন্সটল ব্যাকআপ) করার জন্য SAI এর বিকল্প খুব কমই আছে।

যদিও সামনে কী পরিস্থিতি দাড়াবে বলা যাচ্ছে না সেহেতু প্রস্তুতি আগে থেকেই নেয়া ভালো।
আর অফলাইনে কমিউনিকেশনের জন্য Briar এবং Bridgefy এপ এর কথা অনেক প্রচার হচ্ছে। যথা সম্ভব দুটো এপই ব্যাকআপ করে রাখা উচিত। কখন কোনটা লাগে বলা যায় না।

MT App Store চ্যানেলে আমরা ইনশাআল্লাহ এপগুলোর universal version গুলো আপলোড করে দেয়ার চেষ্টা করবো। আর এই পোস্টে এপগুলোর লিস্ট আস্তে আস্তে আপডেট করে দেয়া হবে।
1. SAI
2. Briar
3. Bridgefy (⚠️ ⚠️ ⚠️ খুবই বাজে এড আসে। এড ব্লকার চালু না করে কেউ ব্যবহার করবেন না।)
4.

মুসলিম টেকনিশিয়ান

11 Jul, 01:51


#meme

মুসলিম টেকনিশিয়ান

16 Jun, 15:56


তাক্বাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম,
“আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু (সবই) আল্লাহর জন্য।“

কবির ভাষায়-
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন।
দুর্বল! ভীরু! চুপ রহো, ওহো খাম্‌খা ক্ষুব্ধ মন!
ধ্বনি ওঠে রণি দূর বাণীর,–
আজিকার এ খুন কোর্‌বানির!
“আল্লাহর কাছে (কুরবানির) গোশত ও রক্ত পৌঁছায় না। বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের আল্লাহভীতি।“ (সুরা হাজ্জ)

আল্লাহ তায়ালা সমস্ত মুসলিমের সালাত-সিয়াম, হজ্জ-কুরবানি কবুল করে নিক। আমিন।

মুসলিম টেকনিশিয়ান

15 Jun, 17:21


প্রত্যেক মুসল্লীর জন্য যিলহজ্বের নয় তারিখের ফজর থেকে তের তারিখের আসর পর্যন্ত প্রতি ফরয নামাযের সালাম ফিরানোর সাথে সাথে উচ্চস্বরে একবার তাকবীরে তাশরীক বলা ওয়াজিব।

মুসলিম টেকনিশিয়ান

13 Jun, 10:39


Discord...🤮

মুসলিম টেকনিশিয়ান

07 Jun, 10:56


স্টোরেজ ডিভাইস বিক্রির আগে সতর্কতা

ডিজিটাল যুগে আমাদের প্রায়ই ব্যবহৃত মোবাইল, কম্পিউটার, মেমোরি পেনড্রাইভ এবং অন্যান্য স্টোরেজ ডিভাইস বিক্রির প্রয়োজন পড়ে। আমরা অনেকেই জানি যে, স্টোরেজ থেকে ফাইল মুছে ফেললেও তা সম্পূর্ণরূপে মুছে যায় না; ফাইলটি কেবল দৃশ্যমান থেকে অদৃশ্য হয়ে যায়, কিন্তু স্টোরেজে তা থেকে যায়। এই ফাইলগুলো বিশেষ রিকভারি টুলসের মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব।

যখন নতুন কোনো ফাইল সেই স্থান দখল করে, যেখানে পূর্বের ফাইলটি ছিল তখন পূর্বের ফাইলটি নতুন ফাইলের দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। তাই, নিজের ব্যক্তিগত ফাইলের নিরাপত্তার জন্য, স্টোরেজ ডিভাইস বিক্রি করার আগে আমাদের উচিত ব্যক্তিগত ফাইলগুলো মুছে ফেলার পর স্টোরেজটি রেনডম ফাইলের মাধ্যমে পূর্ণ করা। উদাহরণত যদি স্টোরেজের আকার ৬৪ জিবি হয়, তাহলে ফাইলগুলো মুছে ফেলার পর ৬৪ জিবি পরিমাণের ফাইল ডাউনলোড করে স্টোরেজটি পূর্ণ করতে হবে। এই প্রক্রিয়াটি দুইবার করা উচিত সতর্কতার জন্য। এরপর, ফরম্যাট করে ডিভাইসটি বিক্রি করা যেতে পারে।

আমি কমেন্ট বক্সে কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ এর লিঙ্ক দিয়ে দিচ্ছি এগুলো এই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে করে। তবে স্টোরেজে বেশি সেনসেটিভ কোন ফাইল থাকলে এই কাজটি ম্যানুয়ালি করা উচিত।

( আর পিসি (উইন্ডোজ) থেকে ড্রাইভ ফর্ম্যাট করতে চাইলে CCleaner এর Drive Wiper দিয়ে ইরেজ করলে সব চলে যাবে ইনশাআল্লাহ। এই গুরুত্বপূর্ণ তথ্যটির জন্য জাযাকাল্লাহু আহসানাল জাযা @thealmahmud ভাই)

মুসলিম টেকনিশিয়ান

30 May, 03:30


এই কল রেকর্ডারটি কেউ ব্যবহার করে ফিডব্যাক দিয়েন তো ভালোভাবে কাজ করে কিনা।

মুসলিম টেকনিশিয়ান

17 May, 15:34


🤫 টেলিগ্রামে টুইটারের মতো পাবলিক হ্যাশট্যাগ আসতে চলেছে আগামী মাসে...

মুসলিম টেকনিশিয়ান

16 May, 15:37


⚠️ ডিলিট করা ছবি ফিরে আসছে আইফোন, আইপ্যাডে!

লেটেস্ট iOS 17.5 আপডেটের পর অনেক আইফোনে কয়েক বছরের পুরনো ডিলিট করা ছবি ফিরে এসেছে। আপনি ভাবতে পারেন আইক্লাউড সাইনআউট করে ফ্যাক্টরি রিসেট দিলে তো আসার কথা না। কিন্তু তা সত্ত্বেও ডিভাইসে ছবি চলে আসছে। এবার একবার চিন্তা করেন আপনার আইফোনটি আপনি বিক্রি করে দিয়েছেন, আর নতুন ইউজারের কাছে আপনার কয়েক বছরের পুরোনো ডিলিট করা ব্যক্তিগত ছবি দেখাচ্ছে। কেমন হবে বিষয়টা? 😑

এই ঘটনায় আমরা জানতে পারলাম আমাদের রেকর্ডেড ডেটা আসলে কখনো ডিলিট হয় না।
©Tech Marvels

মুসলিম টেকনিশিয়ান

26 Apr, 17:40


Still down...👀

মুসলিম টেকনিশিয়ান

26 Apr, 17:32


প্রায় এক+ ঘন্টা ধরে ডাটা সেন্টার অফ ছিল।