Deen Of Ummah @deenofummah23 Channel on Telegram

Deen Of Ummah

@deenofummah23


ইসলামের সুমধুর বানী মানুষের কাছে পৌছে দিতে চাই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়, সাথে থাকুন ❤️

Page: https://www.facebook.com/Deenofummah?mibextid=ZbWKwL

Deen Of Ummah (Bengali)

ডিন অফ উম্মাহ চ্যানেলটি ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের বিষয়ে আলোচনা করার একটি প্লাটফর্ম। চ্যানেলটির উদ্দেশ্য হল ইসলামের সুমধুর বাণী মানুষের কাছে পৌছে দেয়া। এখানে আপনি পাবেন ইসলামী বিষয়ক আলোচনা, প্রচার, এবং শেয়ার করার সুযোগ। চ্যানেলটির মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। চ্যানেলটির ছাত্র-ছাত্রীরা পেজটির ফেসবুক লিংকে ফলো করতে পারেন: https://www.facebook.com/Deenofummah?mibextid=ZbWKwL

Deen Of Ummah

23 Nov, 16:19


পুরুষের ফোকাস থাকে নারীদের দিকে........🫰

ভিডিও : কালেক্টেড

Deen Of Ummah

23 Nov, 13:21


মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো আজ। মিডিয়া মারফত জানতে পারি, বিরল কৃতিত্বের অধিকারী এই মেধাবী শিশুটি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়।

এই খবর দেখামাত্র হাবিবের প্রতি বিশেষ স্নেহ ও ভালোবাসা অনুভব করি। সিদ্ধান্ত নিই, বিরল মেধার অধিকারী হাফেজ শিশুটির সাথে কিছু সময় কাটাব।

দেশের বাইরে থাকায় এতদিন সম্ভব হয়নি। আজ সপরিবারে তাকে ও তার উস্তাযকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার সাথে কিছু সময় কাটিয়েছি, স্বপ্নের কথা শুনেছি, শুনেছি তার সুন্দর কন্ঠের তিলাওয়াত।

কুরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কুরআনের একটি মু'জিযা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়।

দোয়া করি, মহান আল্লাহ হাবিবকে কুরআনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। তার উস্তাযকে উত্তম বিনিময় দান করুন।

Deen Of Ummah

23 Nov, 12:29


'কোনো একদিন আমি এক লোককে মসজিদে দেখেছিলাম, নামাজে কাঁদছে। মনে মনে সেদিন বলেছিলাম, "যতসব লোকদেখানো কাজকারবার।" এর ফলে দীর্ঘ এক বছর আমি চাইলেও কাঁদতে পারিনি। কান্না উঠিয়ে নেওয়া হয়েছিল।'
.
— মাকহুল (রহ.)
.
সূত্র: আল-উকূবাত, ৮৩

Deen Of Ummah

23 Nov, 04:57


সত্যিকারের আশেকে রাসূল দেখতে যেমন হয়...❤️‍🔥

এই ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন, তাদেরকে কি আপনারা চেনেন? ফ!সির আদেশ শুনেও সেদিন তাঁরা কেন হেসেছিলেন, তা কি আপনারা জানেন?

#The_real_heroes_of_the_Ummah

Deen Of Ummah

22 Nov, 12:27


"আর তুমি ভিক্ষুককে ধমক দিও না"

আদ-দুহা: ১০

Deen Of Ummah

21 Nov, 15:00


সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚

Deen Of Ummah

20 Nov, 23:58


বরকতময় ফজর
আলহামদুলিল্লাহ

Deen Of Ummah

20 Nov, 15:12


"সামনের দিনগুলোতে ভালো থাকার চেষ্টা করো, তাহলে পেছনের দিনগুলো ক্ষমা করে দেওয়া হবে।"
.
— আহমাদ ইবনু আসিম (রহ.)

সূত্র: সিয়ার আলামিল নুবালা, ১০/৪৭৭

Deen Of Ummah

20 Nov, 12:33


শীতকাল একটি পর্দাশীল ঋতু যা মানুষকে অশ্লীল পোশাক থেকে দূরে রাখে।

#DOU

Deen Of Ummah

20 Nov, 10:27


এক জ্ঞানীলোকের কাছে জানতে চাওয়া হল, সবচেয়ে দুর্ভাগা লোক কে?

Deen Of Ummah

19 Nov, 23:58


ফজর নামাজ হচ্ছে মুমিনদের জন্য, শয়তানের বিরুদ্ধে প্রথম বিজয়.!

আলহামদুলিল্লাহ!

Deen Of Ummah

19 Nov, 15:29


সহজে ঘুম না-ভাঙার রোগ বোধহয় অনেকেরই আছে। আমার অবশ্য পাতলা ঘুম, হালকা আওয়াজেই লাফ দিয়ে উঠে বসে পড়ি। তবে অনেকেই আছেন, ওপর দিয়ে গাড়ি চলে গেলেও ঘুম ভাঙবে না অবস্থা।

এই সমস্যার কারণে অনেকের নামাজ কাযা হয়ে যায়। যতই অ্যালার্ম বাজুক, ঘুম আর ভাঙে না। কেউ কেউ তাহাজ্জুদে উঠতে চাইলেও উঠতে পারেন না। তাদের জন্য সহজে নির্দিষ্ট টাইমে

ঘুম ভাঙার একটি পরীক্ষিত আমল বলে দিচ্ছি। হেফজখানায় পড়া অবস্থায় হুজুর

শিখিয়েছিলেন। তখন থেকেই এটা আমল করি আলহামদুলিল্লাহ।

আমলটি হলো, ঘুমানোর সময় সূরা কাহাফের শেষ দুই আয়াত পড়ে আপনি যখন উঠতে চান ঠিক সে সময়টা মনে মনে ভাববেন, এরপর চুপচাপ ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ, আবারও বলছি, ইনশাআল্লাহ আপনার ঘুম ভাঙবেই ভাঙবে।

এমনকি আপনি যদি মনে মনে ভাবেন, ঠিক তিনটা ছয় মিনিটে ঘুম থেকে উঠবেন, ঠিক তখনই আপনার ঘুম ভেঙে যাবে ইনশাআল্লাহ। এখন আপনি যদি আলস্যের আধার হন তাহলে তো ঘুম ভাঙলেও উঠতে পারবেন না। এর জন্য প্রবল আগ্রহ লাগবে। এই আমলের কিছু দলিলপ্রমাণ আব্দুল্লাহ বিন বশীর ভাই বের করেছেন:

১.

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রা.-এর কাছে এক ব্যক্তি এসে বলল- মনে মনে সর্বদাই ইরাদা থাকে রাতে উঠে তাহাজ্জুদ পড়ব, কিন্তু ঘুমের প্রবলতার কারণে পারি না। তার কথা শুনে ইবনে আব্বাস রা. বললেন- যখন তুমি ঘুমাতে যাবে, সূরা কাহাফের শেষ দুই আয়াত পড়ে শোবে। এতে তুমি যখনই ঘুম থেকে ওঠার ইচ্ছে করবে আল্লাহ তখনই তোমায় জাগিয়ে দিবেন।

(তাফসিরে সালাবির সূত্রে তাফসিরে মাআরিফুল কুরআন ৫/৬৬৪, আনওয়ার বুক ডিপু দেওবন্দ)

২.

বিশিষ্ট তাবেয়ি যির ইবনু হুবাইশ রহ. বলেন- যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দুই আয়াত পড়ে ঘুমাবে, সে যে সময় ওঠার নিয়ত করবে সে সময়ে জাগ্রত হয়ে যাবে। (সুনানে দারেমি বর্ণনা নং, ৩৭২৭)

৩. হযরত আবদাহ রহ. বলেন- আমি এই আমলটি পরীক্ষা করেছি এবং উনি যেভাবে বলেছেন ঠিক সেরকমই পেয়েছি।

(সুনানে দারেমি বর্ণনা নং, ৩৭২৮)

8.

বিশিষ্ট মুহাদ্দিস হযরত জিকরুল্লাহ খাঁন সাহেব দা.বা. কিছুদিন পূর্বে যাত্রাবাড়ী জামিয়াতুল মাআরিফ মাদরাসার উদ্বোধনী দরসে ছাত্রদের উদ্দেশ্যে বয়ানে বলেন- সুরা কাহাফের শেষ দুই আয়াতের এই আমলটি এতটাই পরীক্ষিত যে, আজ পর্যন্ত কেউ এটা করে ভিন্ন কোনো ফলাফল পায়নি। এমনকি তোরা যদি মনে কর তিনটা পঞ্চাশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে উঠতে চাস, দেখবে কোনো অজানা কারণে ওই সময় তোর চোখ খুলে গেছে। তখন আশপাশে ঘড়ি থাকলে মিলিয়ে নিবি।

লেখা তানজিল আরেফিন আদনান এর ফেসবুক থেকে নেওয়া

Deen Of Ummah

19 Nov, 11:42


ঘটকের কাছে ছবি দেয়া :

পাত্র ঠিক করার জন্য ঘটকের কাছে ছবি দেয়ার প্রচলন রয়েছে বহু আগ থেকেই। প্রথম কথা হচ্ছে ঘটককে ছবি দিলে ঘটক তো অবশ্যই দেখবে, এতে পর্দার লঙ্ঘন হবে, তাই ঘটকের কাছে ছবি দেয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, ছবি আদানপ্রদান বা মেয়ে দেখার পর্ব তো হবে উভয় পরিবারের বিস্তারিত জানাশোনার পর-যখন বিয়ের আগ্রহ সৃষ্টি হবে এর পরে। এর আগে অযথা মেয়ে দেখে বেড়ানো দৃষ্টিকটু কাজ। এ থেকে বিরত থাকা উচিত।

ঘটকের মাধ্যমে বিয়ের কাজ আগাতে চাইলে তার কাছে শুধু বায়োডাটা দেয়া যাবে। কোনো ছেলে এসব দেখে আগ্রহবোধ করলে এরপর সরাসরি ছেলে এসে মেয়ে দেখে যাবে। ঘটকের কাছে মেয়ের ছবি দেয়া সম্পূর্ণ নাজায়েয।
.
বই : পর্দা গাইডলাইন
প্রকাশনী : উমেদ প্রকাশ

Deen Of Ummah

19 Nov, 00:08


ফজরের নামাজ বাকি চার নামাজের চেয়ে আলাদা।
ফজরের নামাজের সবকিছুই সুন্দর আর অন্যরকম। এমনকি যারা ফজরে শরীক হন, তারাও একটু অন্যরকম। আলহামদুলিল্লাহ। 💛

- আতীক উল্লাহ হাফি:

Deen Of Ummah

18 Nov, 13:23


তোমার গুনাহ যতই বড় হোক, আল্লাহর রহমত
তার চেয়েও বড়। তওবা কর, ফিরে আসো।”

🎙️শায়েখ আহমাদুল্লাহ (হাফি:)

Deen Of Ummah

18 Nov, 00:00


ফজর নামাজের পর বাতাস টা আপনার কাছে কেমন লাগে?
"বরকতময় ফজর আলহামদুলিল্লাহ।

Deen Of Ummah

17 Nov, 15:59


শীত কাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ...

Deen Of Ummah

17 Nov, 11:54


সর্বশেষ আপডেট অনুসারে— চোখ ভালো আছে,বড় ধরনের কোনো বিপদ হয়নি, আলহামদুলিল্লাহ। শায়খকে পূর্ণ বিশ্রামের জন্য হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। শায়খ ও শায়খের পরিবারের জন্য দোয়ার আবেদন রইল।

9,706

subscribers

1,305

photos

266

videos