Deen Of Ummah @deenofummah23 Channel on Telegram

Deen Of Ummah

@deenofummah23


ইসলামের সুমধুর বানী মানুষের কাছে পৌছে দিতে চাই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়, সাথে থাকুন ❤️

Page: https://www.facebook.com/Deenofummah?mibextid=ZbWKwL

Deen Of Ummah (Bengali)

ডিন অফ উম্মাহ চ্যানেলটি ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের বিষয়ে আলোচনা করার একটি প্লাটফর্ম। চ্যানেলটির উদ্দেশ্য হল ইসলামের সুমধুর বাণী মানুষের কাছে পৌছে দেয়া। এখানে আপনি পাবেন ইসলামী বিষয়ক আলোচনা, প্রচার, এবং শেয়ার করার সুযোগ। চ্যানেলটির মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। চ্যানেলটির ছাত্র-ছাত্রীরা পেজটির ফেসবুক লিংকে ফলো করতে পারেন: https://www.facebook.com/Deenofummah?mibextid=ZbWKwL

Deen Of Ummah

14 Feb, 10:13


আর তোমারা যি*না-ব্য*ভি*চা*রের কাছেও যেও না,
নিশ্চয়ই তা অ*শ্লী*ল কাজ আর অতি জঘন্য পথ।

— সূরা বনী ইসরাইল || আয়াত-৩২ —

Deen Of Ummah

13 Feb, 16:59


ভালোবাসা দিবস বর্জন করাও এক প্রকার ভালোবাসা।

Deen Of Ummah

13 Feb, 16:20


আসল পুরুষ বিয়ে করে, কাপুরুষ
প্রেম করে, ভালো হোক ফেব্রুয়ারি!

#No_Valentines_Day
#Only_Wedding_Day

Deen Of Ummah

13 Feb, 15:48


আগামীকাল আপনার মেয়ে/বোন বাসার বাহিরে গেলে, সে কোথায় যাচ্ছে; তার খোঁজ রাখুন। প্রয়োজনে তার সাথে আপনিও যান। মেয়ে আপনার, বোন আপনার; তাই তাকে রক্ষা করার দায়িত্বও আপনার।

— মাহমুদুল হাছান

#No_Valentines_Day
#Only_Wedding_Day

Deen Of Ummah

13 Feb, 12:15


আয়নাঘরে নারী বন্দীদেরকে রেপ করা হতো, পুরুষ বন্দীদের স্ত্রী/মেয়ে কে রেপ করা হতো

এই হলো আমাদের দেশের সো কল্ড দেশপ্রেমিক আর্মি/র‍্যাব অফিসারদের নমুনা।

থুতু মারি তোদের মুখে। পাকিস্তান আর্মিকে ঘৃণা করলে তোরাও ঘৃণার যোগ্য। কোনো তফাত নাই।

— মর্তুজা শাহরিয়ার

Deen Of Ummah

12 Feb, 13:32


আয়নাঘরে কোথাও হুমায়ূন আজাদ, তসলিমা নাসরিনদের কবিতা, গল্প পাওয়া গেল না। পাওয়া গেল আল্লাহর নাম, কুরআনের আয়াত।

এ ভূখণ্ড তৌহিদি জনতার, শাহবাগীদের না!

Deen Of Ummah

08 Feb, 16:36


ভালো হোক ফেব্রুয়ারি।

Deen Of Ummah

08 Feb, 04:05


যুবকেরা শুনো!

🎙️ড.খন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর (রহ.)

#deen_of_ummah

Deen Of Ummah

07 Feb, 15:06


হাসিনার চাটুকার গুলা মেট্রোরেল বোঝে৷ পদ্মা সেতু বোঝে। ৩২ নাম্বারের বাড়ি বোঝে। বোঝে না শুধু মানুষের জীবনের মূল্য। এদের মত নির্লজ্ব, মনুষ্যত্বহীন চাটুকার জীবনে দেখিনি। একটা বাড়ির জন্য এদের কলিজা ফেটে যায়, অথচ নির্মম ভাবে খুন হওয়া লাশ গুলো এদের অন্তরকে নাড়া দেয় না। জালিম এবং জালিমের (জেনে বুঝেও যারা চাটুকারিতা করে) সমর্থকদের উপর আল্লাহর লানত।

- রনি মুন্সি

Deen Of Ummah

06 Feb, 02:19


তাকবির!

Deen Of Ummah

05 Feb, 14:48


আজকের রাত রেহান আহসান, আবরার ফাহাদ, আবু সাঈদ, আসহাবুল ইয়ামীন, আর ৫-ই মে-র শ’হীদের জন্য...

রাহিমাহুমুল্লাহ

– আসিফ আদনান

Deen Of Ummah

02 Feb, 14:54


বাস্তবতা!

Deen Of Ummah

01 Feb, 15:33


হে যুবক আল্লাহর পথে ফিরে এসো!


🎙️আনিসুর রহমান আশারাফী (হাফি.)

#deen_of_ummah

Deen Of Ummah

01 Feb, 01:58


এটা কোনো বসবাসযোগ্য জায়গা দুনিয়ার?

Deen Of Ummah

31 Jan, 14:08


হে যুবক, যৌবনকে গুরুত্ব দাও। মনে রেখো, কিয়ামতের দিন তুমি আল্লাহ তাআলার সামনে যৌবনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। যৌবনে কী আমল করেছ এ ব্যাপারেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে। কারণ শৈশবে তুমি ছিলে দুর্বল; বুদ্ধিবৃত্তিও তখন পরিপূর্ণ হয়নি। বৃদ্ধ বয়সে তুমি হয়ে যাবে আরও দুর্বল, একাকী চলাও দুঃসাধ্য হয়ে যাবে। অঙ্গপ্রত্যঙ্গগুলো তখন ধীরে ধীরে নিস্তেজ হতে থাকবে। কিন্তু যৌবনের এই সময়টাতে তো তুমি বেশ বুদ্ধিদীপ্ত সময় কাটাচ্ছ। দেহে তোমার শক্তির অভাব নেই। যেকোনো কঠিন কাজ নিমিষেই করতে পার। সুতরাং জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে তুমি কতটুকু আমল করলে এর হিসাবও তোমাকে দিতে হবে।

• বই - যুবকদের প্রতি সালাফের উপদেশ, পৃষ্ঠা-৯

Deen Of Ummah

31 Jan, 09:57


আলহামদুলিল্লাহ ❤️‍🔥

Deen Of Ummah

31 Jan, 09:18


মৃত্যু তোমারে একদিন একদম নিস্তব্ধ করে দিবে!

🎙️আনিসুর রহমান আশারাফী (হাফি.)

Deen Of Ummah

31 Jan, 04:20


জুমার দিন ভাগ্যবান মুসলমানদের জন্য ইবাদত-বন্দেগি ও দোয়া-দরুদের সুবর্ণ সুযোগ।

Deen Of Ummah

30 Jan, 10:33


সুইডেনে টিকটক লাইভ করার সময় কুরআন পোড়ানো "সালওয়ান মোমিকাকে" স্নাইপার দিয়ে গুলি করে ওর প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে ❤️‍🔥💥

(শান্তির খবর)

Deen Of Ummah

29 Jan, 16:00


Loud and clear❤️‍🔥

Deen Of Ummah

29 Jan, 09:06


আখেরাতকে প্রাধান্য দিতে গিয়ে যারা দুনিয়া ত্যাগ করেছে, তারা কখনো বিফল হয়নি।

Deen Of Ummah

28 Jan, 10:47


দুনিয়ার মানুষ আর আল্লাহর সাথে পার্থক্য হলো, মানুষ আপনার অতীত দিয়ে আপনাকে মূল্যায়ন করবে।

কিন্তু আল্লাহ মূল্যায়ন করবেন আপনার তাওবা দিয়ে। এখন আপনি কেমন—সেটা দিয়ে।

- মহিউদ্দিন রূপম

Deen Of Ummah

27 Jan, 16:39


"শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা।"

Deen Of Ummah

27 Jan, 13:18


পুরো শরীরটাই কলি'জা! 🔥
আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন।

Deen Of Ummah

27 Jan, 10:08


তখন কয়জনকে আটকাবা?

Deen Of Ummah

27 Jan, 03:14


"মানবাধিকার কি সবার জন্য সমান?"

Deen Of Ummah

26 Jan, 17:26


সেই একই ইউনিফর্ম, একই স্টাইল, একই বাহিনী...
হাসিনা পালিয়েছে, কিন্তু বাহিনী আগের মতোই আছে...
.
(মাদরাসা শিক্ষকদের আন্দোলনে ফ্যা*সি*বা*দি কায়দায় পুলিশের হামলা)

Deen Of Ummah

24 Jan, 05:10


আপনাকে ভালোবাসি ইয়া রাসুলুল্লাহ! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🖤

Deen Of Ummah

23 Jan, 15:10


দরুদ পড়েছেন তো?

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : প১/২৭৩)

Deen Of Ummah

10 Jan, 15:23


আল্লাহর উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আল্লাহপাক বেহিসাব রিজিক দিবেন ইনশা-আল্লাহ..!

🎙️আবু ত্বহা মুহাম্মাদ আদনান (হাফিজাহুল্লাহ)

Deen Of Ummah

10 Jan, 08:43


ইয়া রাসুলুল্লাহ! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামﷺ

Deen Of Ummah

09 Jan, 16:43


দা হাতে সীমান্তে বিজিবির সাথে বসে থাকা একজন বইঙ্গা, ভাতখেকো, ঘাড়ত্যাড়া মুসলমানের ছবি।

যেনো বলতেছে আয় খালি কা"ইট্টা রাইখা দিমো। এই যে বইঙ্গা মুসলমানের বিদ্রোহী বেপরোয়া রুপ এই রুপের থাইকা চমৎকার আর কিছু নাই।

Elias Hossain

Deen Of Ummah

09 Jan, 16:07


আমেরিকার ট্রাম্প পুরো গ|জ|কে জ্ব|লিয়ে দিবে বলেছিলো আকাশ থেকে বো*মা হা*মলা করে। আল্লাহ আমেরিকাকে পাতালের আগুনেই পু*ড়িয়ে ছাঁই করে দিয়েছেন।

Deen Of Ummah

09 Jan, 12:01


সেই দিন বেশি দূরে নয়।

Deen Of Ummah

09 Jan, 10:29


আপনি এই শহরটাকে গ|জ| ভাবলে ভুল করবেন। অশ্লীলতার রাজধানী ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস দাবানলে পুড়ছে।

Deen Of Ummah

09 Jan, 03:59


সৎ কাজের আদেশ করা, মানুষকে অসৎ কাজে নিষেধ করা। এই কাজটা যে যত বেশি করবে, সে তত বড় ব্যবসায়ী। —কারন কি??
🎙️ আবু ত্বহা মুহাম্মদ আদনান

Deen Of Ummah

08 Jan, 17:00


গুনাহ, মানুষের চেহারাকে কুৎসিত করে দেয়।

ইমাম ইবনে তাইমিয়া (রহিমাহুল্লাহ)"

Deen Of Ummah

08 Jan, 15:40


কি অদ্ভুত তাইনা!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম🖤

Deen Of Ummah

08 Jan, 14:22


আমি গত এক বছর ধরে ইস্তিগফার করছি। আমি ২০২৩ এর রমাদান থেকে ইস্তিগফার করা শুরু করি। প্রথম প্রথম আমি দিনে ১০০০ বার ইস্তিগফার করতাম। এখন দিনে ২০ হাজার/২৫ হাজার বার ইস্তিগফার করি৷

ফলাফল : আমি কোনো কিছু ভাবার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সেটা কবুল করে নেন।

আমি উমরাহ যেতে চেয়েছিলাম। আল্লাহ একদিনের মধ্যে আমার ভিসার ব্যবস্থা করে দেন। ট্রাভেল এজেন্টও অবাক হয়ে গিয়েছিলো কারন ভিসা আসতে কমপক্ষে ৫ দিন লাগে।

আমার জীবনে ইস্তিগফারের আরো অনেক অনেক অলৌকিক গল্প আছে। আমি কিছু চাইলেই সেটা কবুল হয়ে যায় সাথে সাথে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।

বিঃদ্রঃ নির্দিষ্ট সংখ্যায় ইস্তিগফার করলে বিশেষ ফজিলত আছে এমন ভাবা যাবে না৷ টার্গেট রাখতে পারেন যে আমি দিনে এতোবার ইস্তিগফার করবো। তবে এতোবারই করতে হবে বা এতোবার করলেই দু'আ কবুল হবে এমন ভাবলে বিদআত হবে। বরং যতো ইচ্ছা করতে পারেন ইনশাআল্লাহ।

- সংগৃহীত

Deen Of Ummah

08 Jan, 10:52


কখনো কী এমন হয়েছে আপনার? আপনি সকালে ঘুম থেকে উঠলেন। প্রচুর চাপ অনুভব হচ্ছে, এমন একটা অদ্ভুত অনুভূতি। মানে মনের মধ্যে একটা অবসাদ, কোনো উৎসাহ নেই। খাবারের সময়ও ঠিক স্বাদ লাগছে না।সবকিছুই যে অগুছালো লাগে, এক ধরনের অস্বস্তি বোধ হতে থাকে।

মসজিদে যাওয়ার ইচ্ছাও জাগে না। কুরআন পড়তেও ভাল লাগছে না। মনে হয়, সুরগুলো আর আগের মতো মধুর না। বরং, ইউটিউবের সেই গানের সুর সেটাই কেমন জানি মন ছুঁয়ে যাচ্ছে।

হয়তো ক’দিন ধরে কাজের চাপে নামাজ ঠিকমতো আদায় করতে পারেননি। আর কাউকে একটা মিথ্যা কথাও বলে ফেলেছেন।

এই যে অন্তরের এই অবসাদ, ইবাদতে অনীহা, সৎ কাজের প্রতি অনাগ্রহ - এগুলোই হতে পারে আল্লাহ্‌র অসন্তুষ্টির ইঙ্গিত।

আল্লাহ্‌ তা'আলা হয়তো আপনাকে কোনো দুর্ঘটনা দিয়ে শাস্তি দিচ্ছেন না। হয়তো আপনার রুটিন, রিজক - সবকিছুই ঠিকঠাক আছে। কিন্তু, তিনি আপনার অন্তরে প্রশান্তি সরিয়ে নিয়েছেন।

এখানে আমার কুরআনের একটি আয়াত আমার খুব মনে পরে,
৽ارۡجِعِیۡۤ اِلٰی رَبِّكِ رَاضِیَۃً مَّرۡضِیَّۃً ৽یٰۤاَیَّتُهَا النَّفۡسُ الۡمُطۡمَئِنَّۃُ
হে প্রশান্ত আত্মা! তোমার রব-এর দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং (তোমার রব-এর) সন্তুষ্টির পাত্র হয়ে। (৮৯:২৭,২৮)
যখনই আপনার এমন মনে হবে, তখন ই বুঝে নিবেন আল্লাহর সাথে আপনার সম্পর্কের দুরত্ব বাড়ছে। মনে রাখবেন, আল্লাহ্‌ ক্ষমাশীল। তিনি চান, আপনি তার দিকে ফিরে আসুন।

-Muminul Islam ভাই

Deen Of Ummah

07 Jan, 15:21


অল্প ইনকাম হোক। জীবনটা সাদামাটা ভাবে কেটে যাক! তাও যেন হারামের সংস্পর্শে না যাই...!

Deen Of Ummah

07 Jan, 12:32


অন্তরগুলো সৃষ্টি করা হয়েছিল আল্লাহকে স্মরণ করার জন্য। কিন্তু সেগুলো আজ দুনিয়াবি লোভ-লালসায় ভরে গেছে।

— ইউসুফ ইবনু আসবাত (রহ.)
[সিয়ার আলামিন নুবালা, ৯/৮৭০]

Deen Of Ummah

07 Jan, 03:19


'মেরেজ ডে' নিয়ে শ'য়তানের কী চাল! এক ঢিলে কতটা পাখি শিকার করছে— ভেবে দেখেছেন কি?

১। একজন মেয়ে পর্দা ছেড়ে তার সব কিছু পর-পুরুষদের কাছে উন্মুক্ত করে দিচ্ছে। এতে তার পর্দা লঙ্ঘনের গুনাহ হচ্ছে।

২। একজন স্বামী তার বউকে সকলের কাছে প্রদর্শনী বস্তু বানিয়ে দিয়েছে। এতে স্বামী-সহ মেয়ের বাপ-ভাই দাইয়ুসে পরিণত হচ্ছে।

৩। অনুষ্ঠানে আগত সকলেই বেগানা নারীকে দেখে চোখের জি'না করছে। এতে আগত সকল ব্যক্তির-ই গুনাহ হচ্ছে।

বই : শয়তানের বিরুদ্ধে লড়াই

Deen Of Ummah

06 Jan, 04:47


মেজর ডালিম 🔥

Deen Of Ummah

05 Jan, 18:16


আইন শিখতে হলে অন্যদের কাছে  শিখতে হবে কেন? 
আমাদের কোরআন আছে না?

— মেজর ডালিম

Deen Of Ummah

04 Jan, 14:20


রাসূল ﷺ বলেছেন,ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করো না।কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, তাবারানীর আউসাত, সহীহ তাগরীব ৫৬৬নং

Deen Of Ummah

03 Jan, 15:58


এক তা'গুত ছেড়ে আরেক তা'গুতকে ধরার পরিণতি এটাই হবে।

— মুফতি আরিফ বিন হাবিব (হাফি.)

Deen Of Ummah

03 Jan, 08:21


বোমারু বিমান কেড়ে নিয়েছে প্রিয়ঘর, প্রিয়জন। তাবুতে আশ্রয় নেয়া মা ও শিশুদের পেটে রাজ্যের ক্ষুধা। শীত। প্রচন্ড শীত। তুষার ঝড়ে উড়ে গেছে তাবু। আদরের সন্তান ঠকঠক করে কাঁপছে তীব্র শীতে। মাথার ওপর তখনও বোমারু বিমান। এ কেমন অসহায়ত্ব?

পবিত্র ভূমির বাসিন্দাদের আল্লাহ পাক এতো পরীক্ষা করছেন কেন?

আল্লাহ আসলে তাদের তৈরি করছেন। আগুনে পুড়ায়ে খাটি সোনা বানাচ্ছেন বায়তুল মাকদিসের আজাদীর জন্য। আর পরীক্ষা নিচ্ছেন আমাদের। আমাদের গাফলতির ঘুম আর আয়েশি জিন্দেগীতে নিফাকির চিহ্ন স্পষ্ট।

~ ডা.মেহেদী হাসান

Deen Of Ummah

25 Nov, 09:16


ওদের প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই।

Deen Of Ummah

24 Nov, 12:11


যে অন্তর আল্লাহর জন্য ভাঙতে জানে না, তাকে শয়তান বার বার ভাঙ্গে।
.
আল্লাহর জন্য ভাঙ্গা অন্তর আল্লাহই জোড়া লাগায়। কিন্তু যে অন্তর শয়তানের হাতে ভাঙ্গে, তাকে কে জোড়া লাগাবে?
.
فَفِرُّوا إِلَى اللَّهِ...

- মহিউদ্দিন রূপম

Deen Of Ummah

23 Nov, 16:19


পুরুষের ফোকাস থাকে নারীদের দিকে........🫰

ভিডিও : কালেক্টেড

Deen Of Ummah

23 Nov, 13:21


মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো আজ। মিডিয়া মারফত জানতে পারি, বিরল কৃতিত্বের অধিকারী এই মেধাবী শিশুটি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়।

এই খবর দেখামাত্র হাবিবের প্রতি বিশেষ স্নেহ ও ভালোবাসা অনুভব করি। সিদ্ধান্ত নিই, বিরল মেধার অধিকারী হাফেজ শিশুটির সাথে কিছু সময় কাটাব।

দেশের বাইরে থাকায় এতদিন সম্ভব হয়নি। আজ সপরিবারে তাকে ও তার উস্তাযকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার সাথে কিছু সময় কাটিয়েছি, স্বপ্নের কথা শুনেছি, শুনেছি তার সুন্দর কন্ঠের তিলাওয়াত।

কুরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কুরআনের একটি মু'জিযা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়।

দোয়া করি, মহান আল্লাহ হাবিবকে কুরআনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। তার উস্তাযকে উত্তম বিনিময় দান করুন।

Deen Of Ummah

23 Nov, 12:29


'কোনো একদিন আমি এক লোককে মসজিদে দেখেছিলাম, নামাজে কাঁদছে। মনে মনে সেদিন বলেছিলাম, "যতসব লোকদেখানো কাজকারবার।" এর ফলে দীর্ঘ এক বছর আমি চাইলেও কাঁদতে পারিনি। কান্না উঠিয়ে নেওয়া হয়েছিল।'
.
— মাকহুল (রহ.)
.
সূত্র: আল-উকূবাত, ৮৩

Deen Of Ummah

23 Nov, 04:57


সত্যিকারের আশেকে রাসূল দেখতে যেমন হয়...❤️‍🔥

এই ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন, তাদেরকে কি আপনারা চেনেন? ফ!সির আদেশ শুনেও সেদিন তাঁরা কেন হেসেছিলেন, তা কি আপনারা জানেন?

#The_real_heroes_of_the_Ummah

Deen Of Ummah

22 Nov, 12:27


"আর তুমি ভিক্ষুককে ধমক দিও না"

আদ-দুহা: ১০

Deen Of Ummah

21 Nov, 15:00


সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚

Deen Of Ummah

20 Nov, 23:58


বরকতময় ফজর
আলহামদুলিল্লাহ

Deen Of Ummah

20 Nov, 15:12


"সামনের দিনগুলোতে ভালো থাকার চেষ্টা করো, তাহলে পেছনের দিনগুলো ক্ষমা করে দেওয়া হবে।"
.
— আহমাদ ইবনু আসিম (রহ.)

সূত্র: সিয়ার আলামিল নুবালা, ১০/৪৭৭

Deen Of Ummah

20 Nov, 12:33


শীতকাল একটি পর্দাশীল ঋতু যা মানুষকে অশ্লীল পোশাক থেকে দূরে রাখে।

#DOU

Deen Of Ummah

20 Nov, 10:27


এক জ্ঞানীলোকের কাছে জানতে চাওয়া হল, সবচেয়ে দুর্ভাগা লোক কে?

Deen Of Ummah

19 Nov, 23:58


ফজর নামাজ হচ্ছে মুমিনদের জন্য, শয়তানের বিরুদ্ধে প্রথম বিজয়.!

আলহামদুলিল্লাহ!

Deen Of Ummah

19 Nov, 15:29


সহজে ঘুম না-ভাঙার রোগ বোধহয় অনেকেরই আছে। আমার অবশ্য পাতলা ঘুম, হালকা আওয়াজেই লাফ দিয়ে উঠে বসে পড়ি। তবে অনেকেই আছেন, ওপর দিয়ে গাড়ি চলে গেলেও ঘুম ভাঙবে না অবস্থা।

এই সমস্যার কারণে অনেকের নামাজ কাযা হয়ে যায়। যতই অ্যালার্ম বাজুক, ঘুম আর ভাঙে না। কেউ কেউ তাহাজ্জুদে উঠতে চাইলেও উঠতে পারেন না। তাদের জন্য সহজে নির্দিষ্ট টাইমে

ঘুম ভাঙার একটি পরীক্ষিত আমল বলে দিচ্ছি। হেফজখানায় পড়া অবস্থায় হুজুর

শিখিয়েছিলেন। তখন থেকেই এটা আমল করি আলহামদুলিল্লাহ।

আমলটি হলো, ঘুমানোর সময় সূরা কাহাফের শেষ দুই আয়াত পড়ে আপনি যখন উঠতে চান ঠিক সে সময়টা মনে মনে ভাববেন, এরপর চুপচাপ ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ, আবারও বলছি, ইনশাআল্লাহ আপনার ঘুম ভাঙবেই ভাঙবে।

এমনকি আপনি যদি মনে মনে ভাবেন, ঠিক তিনটা ছয় মিনিটে ঘুম থেকে উঠবেন, ঠিক তখনই আপনার ঘুম ভেঙে যাবে ইনশাআল্লাহ। এখন আপনি যদি আলস্যের আধার হন তাহলে তো ঘুম ভাঙলেও উঠতে পারবেন না। এর জন্য প্রবল আগ্রহ লাগবে। এই আমলের কিছু দলিলপ্রমাণ আব্দুল্লাহ বিন বশীর ভাই বের করেছেন:

১.

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রা.-এর কাছে এক ব্যক্তি এসে বলল- মনে মনে সর্বদাই ইরাদা থাকে রাতে উঠে তাহাজ্জুদ পড়ব, কিন্তু ঘুমের প্রবলতার কারণে পারি না। তার কথা শুনে ইবনে আব্বাস রা. বললেন- যখন তুমি ঘুমাতে যাবে, সূরা কাহাফের শেষ দুই আয়াত পড়ে শোবে। এতে তুমি যখনই ঘুম থেকে ওঠার ইচ্ছে করবে আল্লাহ তখনই তোমায় জাগিয়ে দিবেন।

(তাফসিরে সালাবির সূত্রে তাফসিরে মাআরিফুল কুরআন ৫/৬৬৪, আনওয়ার বুক ডিপু দেওবন্দ)

২.

বিশিষ্ট তাবেয়ি যির ইবনু হুবাইশ রহ. বলেন- যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দুই আয়াত পড়ে ঘুমাবে, সে যে সময় ওঠার নিয়ত করবে সে সময়ে জাগ্রত হয়ে যাবে। (সুনানে দারেমি বর্ণনা নং, ৩৭২৭)

৩. হযরত আবদাহ রহ. বলেন- আমি এই আমলটি পরীক্ষা করেছি এবং উনি যেভাবে বলেছেন ঠিক সেরকমই পেয়েছি।

(সুনানে দারেমি বর্ণনা নং, ৩৭২৮)

8.

বিশিষ্ট মুহাদ্দিস হযরত জিকরুল্লাহ খাঁন সাহেব দা.বা. কিছুদিন পূর্বে যাত্রাবাড়ী জামিয়াতুল মাআরিফ মাদরাসার উদ্বোধনী দরসে ছাত্রদের উদ্দেশ্যে বয়ানে বলেন- সুরা কাহাফের শেষ দুই আয়াতের এই আমলটি এতটাই পরীক্ষিত যে, আজ পর্যন্ত কেউ এটা করে ভিন্ন কোনো ফলাফল পায়নি। এমনকি তোরা যদি মনে কর তিনটা পঞ্চাশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে উঠতে চাস, দেখবে কোনো অজানা কারণে ওই সময় তোর চোখ খুলে গেছে। তখন আশপাশে ঘড়ি থাকলে মিলিয়ে নিবি।

লেখা তানজিল আরেফিন আদনান এর ফেসবুক থেকে নেওয়া

Deen Of Ummah

19 Nov, 11:42


ঘটকের কাছে ছবি দেয়া :

পাত্র ঠিক করার জন্য ঘটকের কাছে ছবি দেয়ার প্রচলন রয়েছে বহু আগ থেকেই। প্রথম কথা হচ্ছে ঘটককে ছবি দিলে ঘটক তো অবশ্যই দেখবে, এতে পর্দার লঙ্ঘন হবে, তাই ঘটকের কাছে ছবি দেয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, ছবি আদানপ্রদান বা মেয়ে দেখার পর্ব তো হবে উভয় পরিবারের বিস্তারিত জানাশোনার পর-যখন বিয়ের আগ্রহ সৃষ্টি হবে এর পরে। এর আগে অযথা মেয়ে দেখে বেড়ানো দৃষ্টিকটু কাজ। এ থেকে বিরত থাকা উচিত।

ঘটকের মাধ্যমে বিয়ের কাজ আগাতে চাইলে তার কাছে শুধু বায়োডাটা দেয়া যাবে। কোনো ছেলে এসব দেখে আগ্রহবোধ করলে এরপর সরাসরি ছেলে এসে মেয়ে দেখে যাবে। ঘটকের কাছে মেয়ের ছবি দেয়া সম্পূর্ণ নাজায়েয।
.
বই : পর্দা গাইডলাইন
প্রকাশনী : উমেদ প্রকাশ

Deen Of Ummah

19 Nov, 00:08


ফজরের নামাজ বাকি চার নামাজের চেয়ে আলাদা।
ফজরের নামাজের সবকিছুই সুন্দর আর অন্যরকম। এমনকি যারা ফজরে শরীক হন, তারাও একটু অন্যরকম। আলহামদুলিল্লাহ। 💛

- আতীক উল্লাহ হাফি:

Deen Of Ummah

18 Nov, 13:23


তোমার গুনাহ যতই বড় হোক, আল্লাহর রহমত
তার চেয়েও বড়। তওবা কর, ফিরে আসো।”

🎙️শায়েখ আহমাদুল্লাহ (হাফি:)

Deen Of Ummah

18 Nov, 00:00


ফজর নামাজের পর বাতাস টা আপনার কাছে কেমন লাগে?
"বরকতময় ফজর আলহামদুলিল্লাহ।

Deen Of Ummah

17 Nov, 15:59


শীত কাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ...

Deen Of Ummah

17 Nov, 11:54


সর্বশেষ আপডেট অনুসারে— চোখ ভালো আছে,বড় ধরনের কোনো বিপদ হয়নি, আলহামদুলিল্লাহ। শায়খকে পূর্ণ বিশ্রামের জন্য হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। শায়খ ও শায়খের পরিবারের জন্য দোয়ার আবেদন রইল।

Deen Of Ummah

17 Nov, 00:08


হে যুবক কাতার বদ্ধ হও
ফজরের জামাতে!

রাসুল (সা.) বলেন, ‘মুনাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই।

এ দুই নামাজের ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো।’

(সহীহ বুখারি)

Deen Of Ummah

16 Nov, 11:49


কারও কাছ থেকে আঘাত পেলে, কষ্ট পেলে,তাকে পুরোপুরি মাফ করে দিন, মন থেকে ক্ষমা করুন, তার জন্য দুআ করুন।

Deen Of Ummah

16 Nov, 00:11


দিনের প্রথম সিদ্ধান্ত যদি ফজর কে ঘিরে না হয়, তাহলে দিনের বাকি সিদ্ধান্তগুলো প্রায় মূল্যহীন। শুরুতেই ব্যর্থ হয়ে বসে আছি।

- শায়েখ আতিক উল্লাহ হাফি.

Deen Of Ummah

15 Nov, 11:43


"তোমার নফস তোমার শত্রুর মতো। যখন সে দেখে তুমি সচেতন, মানসিকভাবে শক্ত, তোমাকে মেনে চলে। আর যখন দেখে তুমি গাফেল, মানসিকভাবে দূর্বল, সে তোমাকে তার জালে আটকে ফেলে।"
.
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)

সূত্র: বাদাই আল-ফাওয়ায়িদ, ৩/১২০২

Deen Of Ummah

15 Nov, 09:28


ফেইসবুকে অনেক গ্রুপ/পেজ আছে যেখানে যেনা, ব্য!ভিচার ও হারাম অনেক কাজগুলো নিয়ে এমনভাবে পোস্ট ও কমেন্ট করা হয় যেন বিষয়গুলো একদম স্বাভাবিক!

অনেকে এগুলোর পক্ষে সাফাই গায়, আবার অনেকে ডাইরেক্টলি ইন্ডাইরেক্টলি সাপোর্ট ও করে! আবার অনেকে যেনা করে নূন্যতম আফসোস বোধ তো নাই উল্টো হাসি-তামাশা করে!

আচ্ছা এই বিষয়গুলো কি আসলেই এত সহজ? আল্লাহর যেকোনো বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা বা কোন হারামকে হালাল ভাবাটা কি ঈমান ভঙ্গের কারণ না?

এগুলো বর্তমানে অনেক বেশি হচ্ছে, অজ্ঞতার কারণেও যদি হয় তারপরও এমন ঈমান বিধ্বংসী কাজ করতে গিয়ে কখনো ওরা ভেবে দেখে না? যেটা হারাম সেটা আমি কিভাবে হালালের মতন ট্রিট করি? যদি ঈমান হারিয়ে কবরে যায় তাহলে কি মাফ পাওয়ার কোন সুযোগ আছে?

পাপকে পাপ মনে করে, কিন্তু তারপরও পাপ করাটা এক বিষয় কিন্তু পাপকে পাপ মনে না করা, তুচ্ছ করে দেখা, সেটার পক্ষে সাফাই গাওয়া, প্রমোট করা ইত্যাদি এগুলো ঈমান বিধ্বংসী বিষয়! যার পরিণতি সোজা জাহান্নাম!

#dou

Deen Of Ummah

14 Nov, 12:41


"আল্লাহ তোমাকে দুনিয়া দিয়েছেন, যাতে এটা দিয়ে তুমি পরকাল তালাস করতে পারো। এজন্য দেননি, যাতে তুমি দুনিয়ার দিকেই ঝুঁকে পড়ো"
.
— উসমান ইবনু আফফান (রাদ্বি.)

সবচেয়ে ধনী সাহাবিদের একজন।
.
সূত্র: আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ৭/২৪১

Deen Of Ummah

13 Nov, 16:34


নারী কে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না।

আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলে ছিলাম।

সেদিন সে শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে ছিল।
থাপ্পরের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্ত বিন্দু জমে গেছিল।

নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার, কোন প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যায়নি।
বরং আরো কঠোর হয়েছিলাম।
তার পর থেকে দেখলাম আমার সমস্ত কাজ কর্ম বেশ গুছিয়ে করতো।

কোন কাজের আর ঝামেলা ছিল না। তখন বুঝে ছিলাম নারী জাতিকে মাথাতে নয় পায়ের তলায় রাখতে হয়।
বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম।

এক সময় দেখলাম, আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই, প্রয়োজন ছাড়া কথা বলে না, কোন আবেগ আর দেখায় না।
যা বলি বিনা বাক্যে করে দেয়। মাঝে মধ্যে মনে হতো যেন এখন রোবট নিয়ে বাস করছি। ওর হাসি মাখা মুখটা ভুলে গেছিলাম।

এক রাতে দেখি স্ত্রী পাশে নেই, আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর ও আসছে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই। বাইরে বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে,বাজে তখন ৩:২৫মিনিট। হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছে।

খানিক ক্ষন আড়াল থেকে দেখলাম। মোনাজাতের সময় সেজদাহ হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলতো বড্ড বিরক্ত লাগতো।
কিন্তু এই নামাজে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিলো। পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল।

আমি আর দাঁড়াতে পারলাম না। চলে আসলাম ঘরে । শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিলো যে এমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম।

আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিলে আমি তাকে বলি , কোথায় যাচ্ছো? সে ভীতু চোখে বলে,এই সময় তো চা খাও,আমি এখনি চা করে আনছি। আরে চা লাগবে না এখন , তুমি আমার পাশে বসো একটু। আমার কথায় সে কিছু ক্ষন বোকার মত চেয়ে রইল

তার পর বাধ্য মেয়ের মত আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো।
আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম। তোমার কি কোন অভিযোগ আছে আমার প্রতি?? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো

কিছুক্ষন, হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছি।
অন্য দিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল অভিযোগ আমার আর কোন মানুষের কাছে বলিনা। যা অভিযোগ তা সব আল্লাহর কাছে পেশ করি।

কারন কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দিবেন আর না ঠিক করার হলে বদলে দিবেন। সব কিছু তার হাতেই। তাই কারো প্রতি আমার অভিযোগ,রাগ ক্ষোভ কিছুই নেই। তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করছিলে যে কাঁদছিলে তুমি? সে আমার দিকে তাকিয়ে বলল,

একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক ঐ ভাবে কাঁদতাম,প্রতিটি মোনাজাতে। এখন ও ঠিক সেই ভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে।

আমার স্ত্রীর এই কথা টা সেদিন আমার কলিজা ছেদ করেছিল। একটা সুক্ষ্ম ব্যাথা অনুভব করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই।

আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল। আমি বুঝে ছিলাম নারী কে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না।
মেয়ে মানুষ আল্লাহর কাছে অন্তত প্রিয় এবং দামী। তাই পুরুষের কাছে সে দাসী নয়।

ভালোবাসা, সম্মান , ধৈর্য,যত্ন দিয়ে নারীকে যে ভাবে ইচ্ছে চালনা করা যায়। অবহেলা,অসম্মান,অযত্ন দিয়ে যেমন কিছু হাসিল করা যায় না।
তেমন এক জন রক্তে মাংসে গড়া মানুষ কে আয়ত্তে রাখা যায় না !

সংগৃহীত

Deen Of Ummah

13 Nov, 11:54


"বাতাস যেভাবে শুকনো পাতাকে উড়িয়ে দেয়, গুনাহ হয়ে গেলে যদি কাঁদতে পারেন, আপনার গুনাহগুলোও সেভাবে উড়ে যাবে।"
.
— মালিক বিন দীনার (রহ.)
সূত্র: যাম্মুল হাওয়া, ২২৩

#DOU

Deen Of Ummah

13 Nov, 09:08


"কেউ যদি বিপদে পড়ে এবং কমপক্ষে ৩দিন সেটা নিজের মধ্যে গোপন রাখতে পারে, কাউকে না জানায়, আল্লাহ তাআলা তাঁর দয়াস্বরূপ এর উত্তম প্রতিদান দেবেন।"
.
— তাবেয়ী হাসান বাসরি (রহ.)

সূত্র: আল-মারাদ ওয়াল কাফফারাত, ২২৯

Deen Of Ummah

12 Nov, 16:22


যাদের নিয়ত বিশুদ্ধ ছিল, যারা আল্লাহর জন্য হারাম সহশিক্ষা ছেড়েছে তাদের কাউকে এখন পর্যন্ত আমি হতাশ হতে দেখিনি।

জীবন নিয়ে ডিপ্রেশনে ভুগতে দেখেছি বরং তাদেরকেই যারা ক্যারিয়ারের জন্য দ্বীন কম্প্রোমাইজ করে, সমাজের জন্য ইসলাম থেকে দূরে থাকে। শেষে ইসলামের সাথে সম্পর্কচ্ছেদের ঘটনাও নিতান্তই কম না।

আল্লাহ এবং আল্লাহর রাসুলের ﷺ ওয়াদা সত্য। ঈমানের স্বাদ যারা আস্বাদন করে তাদেরকে পৃথিবীর মোহ আকৃষ্ট করতে পারে না। যুক্তি-তর্ক দিয়ে সবার জীবন চললেও মুমিনের জীবন চলে আল্লাহর বিধান দিয়ে। মানবজীবনের সুখ, সফলতা একমাত্র আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণের মধ্যেই নিহিত।

- মেহরাজ হোসাইন ভাই

Deen Of Ummah

12 Nov, 14:16


আবেগের বয়সে বিয়ে করে ফেললেই ভালো।
বিবেকের বয়স ভালো না, বিয়ের আগ্রহ চলে যায়।

#DeenOfUmmah

Deen Of Ummah

11 Nov, 14:09


ইনশাআল্লাহ 💛

Deen Of Ummah

11 Nov, 09:13


রক্তের দাগ শুকায় নাই, কিন্তু আওয়ামী দালালদের পুনর্বাসন শুরু হয়ে গেছে। উপদেষ্টা পরিষদে ফারুকীর অন্তর্ভুক্তি জাতির সাথে তামাশা।

Deen Of Ummah

10 Nov, 12:43


কুদৃষ্টির কারণে কুরআনে কারিম ভুলে যাওয়া

হযরত উমর ইবনে জাফর রহ.-এর সূত্রে হযরত আবু আবদুল্লাহ ইবনে জাল্লা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন দাঁড়িয়ে সুদর্শন এক খ্রিষ্টান বালকের দিকে তাকিয়ে ছিলাম। এ সময় আমার নিকট থেকে হযরত আবু আবদুল্লাহ আল-বলখি রহ. অতিক্রম করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কী কারণে এখানে দাঁড়িয়ে আছ? আমি বললাম, হে মহামান্য, আপনি কি দেখছেন, এমন একটি সুদর্শন আকৃতিকেও জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে? এই কথা শুনে তিনি আমার কাঁধে হাত দিয়ে বললেন, তুমি কিছুদিন পরে হলেও এই অপরাধের শাস্তি ভোগ করবে! ইবনুল জাল্লা বলেন, আমি ওই অপরাধের ফলাফল চল্লিশ বছর পর উপলব্ধি করি। তখন আমি পুরো কুরআনে কারিম ভুলে যাই।

[প্রবৃত্তির নিন্দাচার : ১৮১]

Deen Of Ummah

10 Nov, 11:46


"মুমিন বান্দার জন্য তার নিজের চোখ, হাত, পায়ের চেয়ে উত্তম (নেয়ামত) হলো একজন নেককার স্ত্রী।"
.
— মাসলামাহ ইবনু আব্দুল মালিক (রহ.)

সূত্র: আহসান আল-মাহাসিন, ৩৬৮

Deen Of Ummah

09 Nov, 16:46


আপনার স্ত্রীর, মা বোনদের ডেলিভারিতে পুরুষ ডাক্তার কেন?
আমি আমার স্ত্রীর ডেলিভারির সময়, আমি পুরো সিলেটের মেডিকেল দেখলাম, সবাই বলে ভাই একজন পুরুষ ভিতরে থাকবে ইনজেকশন দেবার জন্য।
আমি প্রশ্ন করলাম পুরুষের কি দরকার এখানে, মহিলা ডাক্তার, নার্স কি দেশে এতোই অভাব? তারা বললো এটা মহিলা পারে না ভাই, পুরুষ ডাক্তার লাগবেই, আপনি পুরো সিলেট দেখেন আপনি শুধু মহিলা দিয়ে ডেলিভারি পাবেন না, আমি বললাম ওকে না পেলে নাই, আমি দরকার হয় মেডিকেলই আনবো না, তার পড় একটা মেডিকেল পেলাম তারা বললো শুধু মহিলা দিয়ে ডেলিভারি করতে হলে টাকা আপনি আমাদেরকে ২০ হাজার টাকা বেশি দিতে হবে মূল টাকা থেকে।
তাদের সাথে হলো না, আমার আম্মা, শাশুড়ী, খালা শাশুড়ী, সবাই বলেন আমাকে পুরুষ একজন থাকবে এটা এখন চল হয়ে গেছে, আমি বললাম না এটা বন্ধ করতে হবে আমাদের এই জেনারেশন, আমি খুজে বের করবো শুধু মহিলা দিয়ে ডেলিভারি, সব শেষ

Mother Care Clinic গেলাম তারা বললো হ্যাঁ আপনি যদি চান পুরুষ Not allow অপারেশন তো মহিলা দিয়ে করানো হবে, আলাদা একটা ফাইল করা লাগবে মাহারাম, এমন কি পুরুষ ডাক্তার ডিউটিতে থাকলে ও আপনাদের কেবিনে যাবে না। টাকা কিছু বেশি যাবে মূল করছো থেকে ৩/৪ হাজার বেশি, আমি বললাম ঠিক আছে সমস্যা নেই।

আমার ছেলে হওয়ার পড় আমার ছেলেকে দেখার জন্য ডাক্তার কেবিনে আসবে আগে অনুমতি চাচ্ছে যে পুরুষ ডাক্তার কি এসে বাচ্ছাকে দেখতে পারবেন?

সবশেষে বলবো এটা আমাদেরই বন্ধ করতে হবে।
আপনি গ্রাম থেকে, যেখান থেকেই আসেন আপনি সাহস নিয়ে বলবেন যে পুরুষ কেনো থাকবে ভিতরে?
মেডিকেলের এরা আরো সাহস পায় কেউ কথা বলতে পারে না এই কথা টা তাদের সাথে।

MuHammad Ali

Deen Of Ummah

09 Nov, 16:46


বিস্তারিত...👇

Deen Of Ummah

08 Nov, 16:07


একদিন ঠিকই আফসোস করবো!

১: ঘুমের চেয়ে নামাজ উত্তম জেনেও আমি ফজরে ঘুমিয়ে ছিলাম।

২: কুরআন তিলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে, তারপরও আমি কুরআন ত্যাগ করেছিলাম।

৩. আল্লাহর যিকির আমার সারাদিনের কাজেকর্মে বরকত আনে জেনেও, অলসতা করে যিকির ছেড়েছি।

৪. ইস্তেগফারে আমার রিযিক বৃদ্ধি জেনেও, গাফেল থেকেছি।

৫. তাহাজ্জুদ আমার জন্য শান্তি, শৃঙ্খলা, সুস্থিরতাসহ আরো অসংখ্য উপকারিতা নিয়ে আসে জেনেও, আমি এমন মহার্ঘ তাহাজ্জুদও আমি হেলাভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি।

৬. তাওবার দরজা সদা-সর্বদা উন্মুক্ত, আমি আজ করছি, কাল করছি করে শুধু পিছিয়েছি।

৭. গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে, আল্লাহ আমার বিপদ দুর করে দিতেন। আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গুনাহে অনঢ় থেকেছি। গুনাহে লিপ্ত থেকেছি।

৮. যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আরেকটু কাছে চলে যেতাম। জাহান্নাম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি উদাসীন থেকেছি।

একদিন ঠিকই আফসোস করবো।
ইয়া আল্লাহ সুমতি দান করুন। আমীন।

- শায়খ আতীক উল্লাহ

Deen Of Ummah

07 Nov, 18:05


মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বয়*কট শুরু হয়েছে... এই ধারা অব্যাহত থাকুক আমাদের ইনশাআল্লাহ

Deen Of Ummah

07 Nov, 10:37


"সতর্কতা ও ধৈর্য ধারণের আহ্বান করছি।

শায়খ আহমাদুল্লাহ

Deen Of Ummah

06 Nov, 10:41


উচিত কথা।

Deen Of Ummah

05 Nov, 14:24


আল্লাহওয়ালা বন্ধুবান্ধব দিয়ে নিজেকে ঘিরে রাইখো।

নইলে দুই কদম আল্লাহর দিকে আগাইতে না আগাইতেই দেখবা বিশ কদম পিছায়ে গেসো।

তাই, বন্ধুবান্ধব নির্বাচনে সাবধান। খুব বেশি সাবধান।

অনেক আল্লাহ-প্রেমী তাহাজ্জুদগুজার বান্দাকেও আমি রাস্তা হারাইতে দেখসি বারবার।

- মোহাম্মদ তোয়াহা আকবর

#DOU

Deen Of Ummah

05 Nov, 10:45


ইনশাআল্লাহ.. 💛

Deen Of Ummah

03 Nov, 13:37


শুধু গাজা না, শাম ইরাক আফগান উইঘুর কাশ্মির আরাকান যখন একে একে ধ্বংস হচ্ছিলো,

মুসলিম রা তখন ফিফা, আইসিসি, নিউ ইয়ার আর গ্ল্যামারে মত্ত ছিলো। বিশ্বকাপে সেই কাফির দের পতাকাই হাতে নিয়ে উল্লাস করছিলো।

কাজেই মুসলিমদের গাফিল থাকার সিলসিলা অনেক পুরোনো।

- Niloy Abedin Siddique

Deen Of Ummah

03 Nov, 09:17


"এই স্লোগানের সাথে
বাংলাদেশের কোন সম্পর্কই নেই.."

Deen Of Ummah

02 Nov, 12:44


হিজাব বা পর্দা আপনার ইচ্ছা বা স্বাধীনতা না। এইটা আল্লাহর ইচ্ছা এবং ফরজ বিধান। আপনার উপর বাধ্যতামূলক।

ইসলামে কোনো ধর্ম নিরপেক্ষতা নাই। আপনি যদি পর্দা না করেন আপনি কবিরা গুনাহগার।

আর যদি আপনার মনে হয় পর্দা আপনার স্বাধীনতা হরন করে তাহলে আপনি অমুসলিম।

আপনাকে আবার কালেমা পড়ে মুসলিম হতে হবে।

- রনি মুন্সি

Deen Of Ummah

02 Nov, 03:46


ধার্মিক এক যুবক দ্বীনদার এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়ের বাবা প্রস্তাব মেনে নেন নি; কারণ ছেলেটা ছিল গরীব।

কিছুদিন পরে আরেকজন যুবক বিয়ের প্রস্তাব দেয়। যদিও সে ধনী ছিল, কিন্তু তার পাপের কথা লোকদের অজানা ছিল না। অথচ মেয়ের বাবা প্রস্তাবটি সাথে সাথে মেনে নেন।

মেয়ে বিয়েতে অমত পোষণ করলে বাবা তাকে বার বার বোঝাতে লাগলেন। বললেন, "দেখ, আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারেন।"

একথা শুনে মেয়েটি বলল, "যিনি হেদায়েত দানের মালিক, তিনি কি রিযিক দানের মালিক নন?"

[শায়খ আল মুনাজ্জিদ (হাফি.)

Deen Of Ummah

01 Nov, 15:05


আল্লাহ যদি আপনার ইবাদাত অনুপাতে আপনাকে রিযিক দিতেন, তবে এই জগতে এক ঢোক পানিও আপনার কপালে জুটতো না।

- শাইখ ড. রাতিব আন-নাবুলুসি

Deen Of Ummah

01 Nov, 12:12


ঢাকায় অফিস চালু করার আগে এই প্রশ্নের জবাব দিতে বলুন ওদের...

Deen Of Ummah

01 Nov, 10:16


কিছু পুরুষ মানুষ "শুধুই সৌন্দর্য" দেখে বিয়ে করে ফেলে। আর বিয়ের পর স্ত্রীর আচার-ব্যবহার, গুনের ঘাটতির আফসোস করে বেড়ায়।

Deen Of Ummah

01 Nov, 02:16


দরুদ শরীফের কথা স্মরণ করিয়ে দিলে মুমিন খুশি হয়।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

- আব্দুল্লাহ আল মনসুর (হাফি.)

Deen Of Ummah

31 Oct, 16:40


Loud & Clear.

Deen Of Ummah

31 Oct, 15:08


অপ্রয়োজনে এত এত ছবি আপলোড করার কি দরকার? বেগানা নারীরা কি আপনার ছবি দেখে আকর্ষিত নয়? সব না হয় বাদই দিলাম তবুও তো আপনি কারো চক্ষুশীতলকারী জীবন সঙ্গী আপনি তো প্রদর্শনের কোনো বস্তু নয়।

"যে জাতির পুরুষদের মাঝে গায়রত থাকে, সে জাতির নারীদের মধ্যে পবিত্রতা থাকে।"

কিতাবঃ আয-যারিয়াহ ইলা মাকারিমিশ শরীয়াহ,
পৃষ্ঠা নং ৩৪৭

Deen Of Ummah

31 Oct, 06:30


বয়কট বয়কট প্রথম আলো বয়কট!

• মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ

Deen Of Ummah

31 Oct, 05:31


পৃথিবীতে যা কিছু আছে কালো সবকিছুর সাথে আছে প্রথমআলো..

কনটেক্সটঃ https://www.youtube.com/watch?v=uFZ_5aQuecc

Deen Of Ummah

31 Oct, 03:09


দুনিয়াতে পরিচিতি পেয়ে কি লাভ..?

Deen Of Ummah

30 Oct, 16:34


আমাদের লড়াই চলতেই থাকবে, ইনশাআল্লাহ 🔥

Deen Of Ummah

30 Oct, 14:31


জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় এর মুসলিম শব্দটি পুনরায় ফিরিয়ে আনতে হবে। 🔥

Deen Of Ummah

30 Oct, 10:45


আমাদের গন্তব্য...

মাঝে শুধু কিছু সময়ের ব্যবধান মাত্র...

Deen Of Ummah

30 Oct, 03:17


একসময় ছোটবড় সবকিছু আল্লাহর কাছে চাইতাম। মসজিদে গেলে মনে হতো আল্লাহর কাছে অনেককিছু বলার আছে, চাইবার আছে। পরীক্ষার আগে প্রশ্ন যেন কমন পড়ে, এজন্য কত কাকুতিমিনতি করে আল্লাহর কাছে চেয়েছি। হয়তো খুব সিলি মনে হবে, কিন্তু সেইসময় আমাদের ছোট্ট হৃদয়গুলো জানত, এমন একজন আছেন, যার কাছে সবকিছু চাওয়া যায়, যিনি সবকিছু দিতে পারেন, ওনার কাছে অসম্ভব বলে কিছু নেই।

এখন আমরা শিখছি ইউ ক্যান ডু ইট, স্বপ্ন যেন তোমাকে ঘুমাতে না দেয়, নিজের উপর বিশ্বাস রাখলে কেউ আটকাতে পারবে না, তুমি চাইলে সব পারবে নানান ‘আমিময়’ মোটিভেশন।

এই দুনিয়ার মোটিভেশন রবের সাথে সেই নিষ্পাপ সম্পর্কটা নষ্ট করে দিয়েছে। আল্লাহর কাছে নাছোড়বান্দার মতো কিছু চাইবার সেই সহজ সরল জীবনটা আমাদের ছেড়ে চলে গেছে। অতি সাধারণ কিছু চাইতে গেলেও যে চোখে পানি চলে আসত, সারাদিন আল্লাহর নাফরমানিতে কাটিয়েও সেই চোখ আজ মরুভূমি—কাঁদলেও চোখে পানি আসে না। কী এক জিল্লতির জীবন!
.
বই: কাল আবার পাখিরা আকাশে উড়বে, পৃষ্ঠা: ৫৫

Deen Of Ummah

29 Oct, 15:51


আমার বাবার ইচ্ছা ছিলো তার জানাযা আমি পড়াবো...

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমীন ইয়া'রব।

Deen Of Ummah

29 Oct, 14:19


শতাধিক এতিমসহ তিনশ শহীদ পরিবারের সাথে এক বেদনাঘন ও স্মরণীয় সকাল কাটল আজ।

আমাদের আহ্বানে সাড়া দিয়ে ৩০০ শহীদ-স্বজন হাজির হয়েছিলেন নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে। প্রত্যেককে দেয়া হয়েছে ১ লাখ টাকার সম্মাননা চেক। এর মধ্যে ১০৯ জন এতিম, ১৮৯ টি সাধারণ পরিবার এবং ২ টি হিন্দু পরিবার ছিল।

চেক প্রদানের পূর্বে বাবাহারা দুই শিশু, সন্তানহারা তিন পিতা এবং স্বামীহারা দুই স্ত্রী কান্নাভেজা কণ্ঠে তাদের বেদনাদায়ক স্মৃতিচারণ করেন। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে।

কোটি টাকা দিয়েও একটি জীবনের ক্ষতিপূরণ সম্ভব নয়। তারপরও, সীমিত সাধ্যের মধ্যে এতিম ও শহীদ পরিবারগুলোকে আমরা সম্মান প্রদর্শনের চেষ্টা করেছি।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনে আহত ১৪৬৯ জনকে ইতোপূর্বে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আজ তার সাথে যুক্ত হলো আরো ৩ কোটি টাকা।

©শায়খ আহমাদুল্লাহ

Deen Of Ummah

29 Oct, 12:27


যারা সুদিনে ও দুর্দিন সবসময় আলহামদুলিল্লাহ বলে, তাদেরকে সবার আগে জান্নাতে প্রবেশ করানো হবে।

তাবেয়ি সাঈদ ইবনু যুবাইর (রহ.) (হিলইয়া, ৫/৬৯)

Deen Of Ummah

29 Oct, 07:53


আলহামদুলিল্লাহ! শহীদ পরিবারের পাশে As sunnah Foundation

Deen Of Ummah

29 Oct, 03:47


হেদায়াতের জার্নিটা শুরু হয় আল্লাহর জন্য ছেড়ে দেবার মধ্য দিয়ে এবং শেষ হয় আল্লাহকে পাওয়ার মধ্য দিয়ে।
.
অন্যদিকে গোমরাহীর জার্নিটা শুরু হয় দুনিয়ার জন্য আল্লাহকে ছেড়ে দেবার মধ্য দিয়ে এবং শেষ হয় দুনিয়া-আখিরাত সব হারানোর মধ্য দিয়ে।
.
সিদ্ধান্ত এবার আপনার...

-মহিউদ্দিন রূপম

Deen Of Ummah

28 Oct, 13:22


পাত্রীর ছবি তুলে নিয়ে যাওয়া:

ছেলেপক্ষের মহিলারা পাত্রীর ছবি তুলে নিয়ে যান পরিবারের অন্যান্য মহিলা বা ছেলেকে দেখানোর জন্য। শুধু এটুকুতে কোনো সমস্যা নেই। তবে অধিকাংশ ক্ষেত্রেই এটা এটুকুতে সীমাবদ্ধ থাকে না; বরং এই ছবি পরিবারের অন্যান্য পুরুষের কাছেও চলে যায়, তারাও দেখে। তাই ছবি তোলাই উচিত না। তবে কোনো পরিবারের দ্বীনদারির ওপর যদি আস্থা হয়, সেটা ভিন্ন ব্যাপার। আর পাত্রপক্ষেরও বিষয়টি মাথায় রাখা উচিত, শুধু পাত্র বা মহিলাদের ব্যতীত অন্য কাউকে ছবি দেখানো জায়েয নেই। এটা সুস্পষ্ট আমানতের খেয়ানত হয়। একজন মেয়েকে অন্যের কাছে পর্দাহীন করে দেয়ার দায়ভারও মাথায় নিতে হবে।
.

বই : পর্দা গাইডলাইন
লেখক : তানজীল আরেফীন আদনান
প্রকাশনা: উমেদ প্রকাশ

Deen Of Ummah

28 Oct, 12:16


ছয় বছরের মেয়েটা কিছুদিন আগে মক্তবে যাওয়া শুরু করেছিল। তো মক্তবের উস্তাদজী পড়ানোর এক পর্যায়ে নামাজের ব্যপারে বললেন, প্রতিদিন আমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়। নামাজ না পড়লে আল্লাহ অনেক শাস্তি দিবেন।

সেই থেকে মেয়েটি বাসায় এসে অনবরত কাঁদতে লাগলো। প্রথমে সবাই ভাবলো, সম্ভবত উস্তাদজির কথায় ভয় পেয়েছে।কিন্তু পরে সে কাঁদতে কাঁদতে বললো,

“আমার বাবা তো নামাজ পড়ে না। আল্লাহ তো তাহলে বাবাকে অনেক শাস্তি দিবে”।

মেয়ের কান্না থামেনা কোনভাবেই। শেষ পর্যন্ত বাবা আশ্বস্ত করলেন, এখন থেকে নামাজ পড়বেন। কান্না থামানোর জন্য দাড়িয়েও গেলেন নামাজে।

অবশেষে থামলো চোখের পানি। নামাজ শেষে বাপ-মেয়ের উভয়ের মুখে এক চিলতে হাসি।

সুন্দর না দৃশ্যটা!

লেখা - রিযওয়ানুল কবির সানিন হাফিজাহুল্লাহ

Deen Of Ummah

28 Oct, 09:36


অথচ বোন আফি*য়াকে বাচাতে কোনো মুহাম্মদ বিন কাসেম আসেনি...

পুরো লেকচার শুনতে পারেন ইনশা আল্লাহ।

https://youtu.be/Yb_wKduF2vo?si=vp_f_ENbdN5KbYMq

Deen Of Ummah

27 Oct, 17:16


দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বেসামাল আপনার প্রতিবেশী গরিবের সাহায্যে
নফল উমরাহ্'র টাকা দিয়ে দেন!
শরীআহ্ এমনটাই বলে।

মুফতি হারুন ইজহার হাফি.

Deen Of Ummah

27 Oct, 12:36


বিস্তারিত - https://www.facebook.com/100077063713247/posts/562962959615823/?mibextid=rS40aB7S9Ucbxw6v

Deen Of Ummah

27 Oct, 12:06


আমাদের চূড়ান্ত বিচ্ছেদ সেদিন ঘটবে, যেদিন চোখের সামনেই দেখতে পাবো— আমাদের পরিচিত লোকগুলোর অনেকে জান্নাতে যাচ্ছে আর অনেকে জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে।
.
ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, 'ক্ষণিকের জীবনে প্রিয়জনকে হারিয়ে ব্যাথাতুর হওয়া, এটি বড় কোনো ব্যথা নয়।' ❝প্রকৃত ব্যথা-বেদনা আর কষ্ট তখনই হবে, যখন অনন্তকালের জীবনে প্রিয়জনকে হারাতে হবে।❞
.
❝বিচ্ছেদ তো সেদিন হবে, যেদিন জান্নাতি ও জাহান্নামিদের মাঝে পর্দা ফেলে দেওয়া হবে, দেয়াল ওঠানো হবে।❞

©️

Deen Of Ummah

26 Oct, 12:10


১. সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফির।
২. প্রাপ্তবয়স্ক নারীর উপর নিক্বাব পরে বের হওয়া বাধ্যতামূলক বিধান।
৩. গানবাজনা হারাম।
৪. পুরুষদের দাড়ি কামানো হারাম।
৫. ধূমপান করা হারাম।
৬. পুরুষদের কাপড় টাখনুর উপরে পরা ওয়াজিব।

কোনো একজন আলেম বলেছেন, "একজন মুসলিমকে তার দীনের বিধান মানানোর বিষয়টি কাফিরকে মানানোর চেয়ে কঠিন হয়ে গেছে।" আল্লাহর কাছে এ অবস্থা থেকে নিরাপত্তা চাই।
.
- শাইখ আবু বকর জাকারিয়া হাফিযাহুল্লাহ

Deen Of Ummah

26 Oct, 06:02


বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বই মেলায় -শায়খ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ।

Deen Of Ummah

25 Oct, 15:24


"আগে নামাজের ঝামেলাটা শেষ করে ফেলি!"

নামাজ আমাদের জীবনে কতোটা গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন বা অপছন্দ সত্ত্বেও আমরা নামাজ পড়ছি, সেটা আমাদের কথাবার্তা থেকেই বুঝা যায়।

ইবাদতকে আমরা উপভোগ করি না কেনো?

এটার অন্যতম কারণ হলো অজ্ঞতা।

আপনার-আমার যদি কখনো নামাজকে 'ঝামেলা' মনে হয়, তাহলে নামাজ, খুশুখুজু এগুলো নিয়ে আমাদের পড়াশোনা করা উচিত।

রাসূলুল্লাহর ﷺ কাছে নামাজ ছিলো সবচেয়ে পছন্দের। তাঁর মন খারাপ হলে বা তিনি খুব আনন্দিত হলে নামাজ পড়তেন।

আমরা কেনো এটাকে 'ঝামেলা' বলছি? আমরা কেনো মিটিং বা গুরুত্বপূর্ণ কাজ শুরুর আগে ঝামেলার কাজটা আগে করে নিতে চাচ্ছি?

আল্লাহ আমাদেরকে বুঝার তাওফিক দান করুন।

সংগৃহীত

Deen Of Ummah

25 Oct, 12:15


বিশ্বের কাছে গাযার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্তা...

Deen Of Ummah

25 Oct, 09:10


এভাবেই দেশের প্রতিটি মিম্বার থেকে হকের আওয়াজ বুলন্দ হােক, আমীন।

Deen Of Ummah

25 Oct, 08:11


আল্লাহ পাক বায়তুল মোকাররমের মিম্বারকে উম্মাহর জন্য কল্যানকর বানিয়ে দিন। সংকটে এই মিম্বার উম্মাহর আস্থার জায়গা হয়ে উঠুক।

মেহেদী হাসান (হাফি.)

Deen Of Ummah

24 Oct, 13:31


আমি কাশিমপুর হাইসিকিউরিটিতে শাফিউর রহমান ফারাবীর সাথে একই ব্লকে ছিলাম অনেক দিন। ওর মতো এত সহজ সরল দ্বিতীয় কাউকে আমি সেখানে পাইনি। ধর্মীয় বোঝাপড়ার ক্ষেত্রে সে একেবারেই আমাদের অধিকাংশ বাঙালি মুসলমানের মতো একেবারেই সাদামাটা ও ট্রেডিশনাল। এমনকি নেয়ামুল কোরআন বা বারোচান্দের ফজিলত টাইপের বই আমি তাকে পড়তে দেখেছি।

তার একটাই গুন, একটাই দোষ--সে আল্লাহর রাসূলকে ভালোবাসে। সে এমন গভীরভাবে ভালোবাসে যে আমি তাকে এ ব্যাপারে ঈর্ষা করি। এই ভালোবাসার প্রমাণই সে তার জীবনের সোনালী সময়টা জেলে কাটিয়ে দিচ্ছে।

ছেলেটার বাবা নেই, ভাই নেই, দেখাশোনার কেউ নেই। আমরা ১৫ কোটি মুসলমান মিলেও তার বাবা ভাইয়ের দায়িত্বটা পালন করতে পারলাম না। অথচ ওয়াজে আমরাই বলি মুসলমান মুসলমানের ভাই।

শাফিউর রহমান ফারাবির জন্য এটা যতটা পরিক্ষা তার চেয়ে বড় পরীক্ষা এই বাংলার মুসলমানদের জন্য। একজন মানুষ কেবল আল্লাহর রাসূলকে মুহাব্বাত করে, আল্লাহর রাসূলকে অবমানকারীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে অন্যায়ভাবে জেলে পড়ে আছে, আর আমরা আরামসে জীবন উপভোগ করছি। আমরা কী জবাব দেবো আল্লাহর কাছে?

রাষ্ট্রের প্রচলিত আইনেও যদি বলি তার বিরুদ্ধে কোনো হত্যাকাণ্ডে যুক্ত থাকার কোনো প্রমাণ নেই, এমনকি প্রত্যক্ষ কোনো অভিযোগও নেই। অথচ মিথ্যা মামলায় সে জেল খাটছে এক যুগেরও বেশি সময় ধরে।

যারা আল্লাহর রাসূলকে ভালোবাসেন বলে দাবি করেন তাদের সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে শাফিউর রহমান ফারাবির মুক্তির জন্য আওয়াজ তুলুন, কথা বলুন।

আমরা যদি এই ব্যাপারে আওয়াজ তুলতে না পারি তবে আমাদের বাকশক্তির হক্ব আমরা আদায় করলাম না। আমাদের জন্য অধিক উপযুক্ত উপাধি হলো "বোবা শয় তান"।

- Ahmed Rafique

Deen Of Ummah

24 Oct, 12:09


ভুলিনি

Deen Of Ummah

24 Oct, 09:01


সর্বশেষ কবে এমন নামাজ পড়েছেন, যখন দুনিয়ার কোনো চিন্তাই মনে উঁকি দেয়নি?
.
সর্বশেষ কবে ইচ্ছে করেছে, সিজদা থেকে মাথা না তুলি? রুকূতে আরেকটু থাকি?
.
সর্বশেষ কবে ইয়াকানা'নুবুদুর তিলাওয়াতে হারিয়ে গেছেন? ফাতিহা পড়ে কেঁদেছেন?
.
যদি মনে করতে না পারেন, তাহলে নিজের দ্বীনদারি নিয়ে প্রশ্ন তুলুন। দ্বীনের তো অনেক কাজ করলেন। কিন্তু আদৌ কি আপনার উন্নতি হয়েছে?

- মহিউদ্দিন রূপম

#DOU

Deen Of Ummah

24 Oct, 03:38


আলহামদুলিল্লাহ, আল্লাহ্‌ সহজ করুন।

Deen Of Ummah

23 Oct, 18:04


মাশাআল্লাহ! ছাত্রলীগের জন্য আধ্যাত্মিক আইসোলিউসিনে গিয়ে মানুষ হওয়ার এক ঐতিহাসিক সুযোগ তৈরী হলো।
আশা করি এ সুযোগ তারা হাতছাড়া করবেনা।

– শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ্

Deen Of Ummah

23 Oct, 16:46


শুধু নিষিদ্ধ নয়; এদেরকে বিচারের আওতায় আনা উচিৎ যাতে অন্য কারোর এরকম সাহস না হয়।

Deen Of Ummah

23 Oct, 15:25


উন্নত জীবন ও পবিত্র ভূমি...

Deen Of Ummah

23 Oct, 12:40


হে যুবক! যদি তুমি আল্লাহর নৈকট্য অর্জন করতেই চাও, জান্নাতের সুখ পেতেই চাও, তবে শয়তানের প্ররোচনায় পড়ে কখনো সময় নষ্ট করো না; অলসতাকে ঠাই দিও না। করবো করবো বলে কখনো নেককাজে বিলম্ব করো না। লড়াই করে উঠে যাও, নেককাজে লেগে যাও, জীবনের শুরুটাই হোক ইবাদতময়।

বই: শয়তানের বিরুদ্ধে লড়াই
লেখা: মাহমুদ বিন নূর হাফি.

Deen Of Ummah

23 Oct, 09:41


সেক্যুলারদের ডাবলস্ট্যান্ডার্ড

Deen Of Ummah

22 Oct, 18:55


যে তুমি ঘুমের আগেই নেক কাজ করতে পারো না, সেই তুমি কিনা মৃত্যুর আগে করতে পারবে—এই গ্যারান্টি কে দিল?

- মহিউদ্দিন রূপম

Deen Of Ummah

22 Oct, 16:05


রাব্বি কল দেয়নি, বোনদের কলও ধরেনি; শহরে অলিগলি ঘুরে পরদিন বোনরা হাসপাতাল থেকে ভাইয়ের লাশ খুঁজে নিয়েছে। হাসিনা যখন পালাচ্ছে, মায়ের আদরে বড় করা ছোট ভাইয়ের লাশ তখন দুই বোন মেডিকেলের মর্গ থেকে কাঁধে করে ঘরে ফিরেছে। বেশ কয়েকবার ভেবেছি জিজ্ঞেস করব কিনা - ঐ মুহূর্তটা কেমন ছিল।

পরক্ষণে আবার ভাবলাম, এটা হবে অমানবিক। একজন শহীদের বোনকে বেদনাদায়ক স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে তার অন্তরে ক্ষত বাড়ানোর অধিকার আমার নাই।

দুইমাস আগেও রাব্বি ক্লাস করেছে সহপাঠীদের সাথে। আজ ঠিকই তার সহপাঠীরা ক্লাস করছে, হাসিতে খুশিতে সময় পার করছে, কিন্তু রাব্বি শুয়ে আছে মাটির নিচে।

রাব্বিরা শহীদ হয়ে আমাদের ঋণী করে গেল; দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমরা কী পারব তাদের খু-নের বিচার করতে?

মূল পোস্ট- Farid Uddin Rony

#বিচার_চাই
#স্বাধীনতা_২.০

Deen Of Ummah

22 Oct, 16:05


মা বাসাবাড়িতে বাচ্চাদের আরবি শেখান; বাবা ভ্যানচালক। এসবের আয়ে চলে পরিবার। দুই বোনের টিউশনের টাকায় চলে ভাইয়ের পড়ালেখা।

৪আগষ্ট মা গেছেন বাচ্চাদের আরবি পড়াতে; বড়বোনও গেছেন টিউশনে; সিমেন্টের ছোট্ট ঘরে রডের তৈরি বাসার গেটের আঙটা ভেঙে আনুমানিক দুপুর ১২টার দিকে রাব্বি বাসা থেকে বের হয়ে চলে যায় চানখারপুল আন্দোলনে।

দুপুর ২টার দিকে মা-বোন ঘরে ফিরে দেখেন দরজা খোলা, রাব্বি নাই। মোবাইলে কল দেয়, রিং বাজে কিন্তু রিসিভ হয় না। কয়েকবার কল দেওয়া শেষে মনে মনে ভেবে নেন, থাক প্রতিদিনের মতো রাত হলে আন্দোলন থেকে ঘরে ফিরে আসবে। রাত দশটা পার হয়ে যায়, রাব্বি আর ঘরে ফিরে না। দুশ্চিন্তা বেড়ে যায় মা-বোনদের। আবারও বারবার কল দিতে থাকে, রিসিভ হয় না। পরে খোঁজ নিতে বের হয় ঘরের সবাই। সায়দাবাদ-যাত্রবাড়ি পুরো এলাকা তন্য তন্য করে খোঁজে কোথাও ভাইকে না পেয়ে মধ্যরাতে ফিরে যায় ঘরে। রাত পার হয় ভাইয়ের চিন্তায় নির্ঘুমে। তারপরও আশায় থাকে, হয়ত কোনো হাসপাতালে আহত অবস্থায় পরে আছে।

পরদিন একদম ভোরে দুই বোন বের হয়ে চলে আসে ঢাকা মেডিকেল। ঘন্টাখানেক ধরে ভাইকে খোজা-খুঁজি করেও দেখতে পায়না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন এখান থেকে বের হয়ে অন্য হাসপাতালে যাবেন। বের হতে যাবেন, এমন সময়
একজন বলেন, আপনারা মর্গে গিয়ে খোঁজে একটু দেখতে পারেন। ঐখানে অনেক লাশ আছে, হতে পারে সেখানে।

ঐ লোকের কথামতো মর্গে যান দুই বোন। মর্গে দায়িত্বে থাকা ব্যক্তি তাদেরকে মোবাইলে দুইটা ছবি দেখান। কিন্তু তারা চিহ্নিত করতে পারেন নাই ভাইকে। রাব্বির বড়বোন মীম ঐ সময়ের বর্ণনা ঠিক এভাবে দিছেন, ঐ দুইটা ছবি দেখে আমি আর সাহস পায়নি দেখার। এতো ভয়ংকর অবস্থা ছিল ছেলেগুলোর। যেকেউ আতকে উঠবে। আমি সরে দাঁড়াই, পরে আমার বোন উনার ফোনে একে একে সবগুলো ছবি দেখতে থাকে। হটাৎ করে একটা ছবিতে দেখে আমার রাব্বি (বড় বোনকে রাব্বি সবসময় বলতো তুই আমার মা। বোনও তাকে আদর করে ডাকতো আমার রাব্বি)। আমি বিশ্বাস করি নাই। লাশের কাছে গিয়ে দেখি স্ট্রেচারে আমার রাব্বির নিথর দেহ। গায়ের চাদরটা সরিয়ে দেখি রক্তাক্ত। তার কপালের ঠিক মাঝ বরাবর গুলি ঢুকে পেছনের দিক দিয়ে বের হয়। স্ট্রেচারে তার মগজ ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক ঐ মুহূর্তে মনে হল আমার কলিজাটা ফেটে গেল!

দুই বোনের কান্নায় মর্গের সামনে মানুষের ভীড়-জমে যায়। লাশ নিতে গিয়ে শুরু হয় নানা বিপত্তি। মেডিকেল কতৃপক্ষ বলে, এই লাশ জিগাতলা থেকে পুলিশ পাঠিয়েছে। ধানমন্ডি থানার পুলিশ নিয়ে আসেন, নাহয় লাশ পাবেন না। আমরা পুলিশের অনুমতি ছাড়া লাশ দিতে পারব না।

দুই বোন তাদের ভাইয়ের লাশ ধরে কান্নাকাটি করতে থাকে, ছোট মামা যান ধানমন্ডি থানায় অনুমতি আনতে। পুলিশের কাছে গেলে তার মামার সাথে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয়। বলে, যান তো। এসবের এখন সময় নাই। কোত্থেকে আসছে!

শেষ পর্যন্ত মামা ফিরে আসেন ঢাকা মেডিকেলে। কিন্তু তারা কোনো কথাই শুনবে না। পুলিশের গ্রিণ সিগন্যাল ছাড়া লাশ দেওয়া হবে না। হাসপাতালে দায়িত্বরত ব্যক্তিদের সাথে জেরাজেরি চলে বিকাল আড়াইটা পর্যন্ত। এরপর ছাত্র ভাইদের সহযোগীতায় বিকালে লাশ বুঝে পান বোনরা। কিন্তু মেডিকেল কোনো ডেটথ সার্টিফিকেট দেবে না। শেষ পর্যন্ত ৭নং ওয়াড থেকে নাম এবং রেজিস্ট্রেশন নম্বর লিখে ফটোকপি করা একটা কাগজ ধরিয়ে দেয়। সেখানে উল্লেখ করা নাই gu'লিতে মৃত্যুর কথা।

দুই বোন ভাইয়ের লাশ কাঁধে নিয়ে মেডিকেল গেইট থেকে মিছিল নিয়ে বের হন এই স্লোগান দিতে দিতে - আমার ভাই মরল কেন, খু-নি হা-সি-না-র বিচার চাই ...আশপাশে থাকা মানুষজনও তাদের সাথে মিছিলে যোগ দেয়।

( আমি ঐতিহাসিক সেই মুহূর্তের কয়েক সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ সংরক্ষণ করে রেখেছি। দুই বোনের সাহসী এ মুহূর্তটি আগামীতে আমাদের পাথেয়। এ দৃশ্য যতবার দেখব, ততবার কাঁদব, আবার সাহস খুঁজে পাব। )

ঐ রাতেই রাব্বিকে নিয়ে যাওয়া হয় তাদের গ্রামের বাড়ি মাদারীপুর। সেখানে রাত দশটায় পর তাকে দাফন করা হয়।

রাব্বির পুরো নাম ইসমাঈল হোসেন রাব্বি। শরিয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ার ইলেকট্রনিকস-এ ২য় সেমিস্টারের ছাত্র ছিল। বোনদের টিউশনের টাকায় চলতো তার পড়ালেখার খরচ।

কোটা সংস্কার আন্দোলন শুরু থেকেই রাব্বি প্রতিদিন রাস্তায় নেমেছে। এই কারণে বোনরা ১৭ জুলাই তাকে শরিয়তপুর থেকে ঢাকা সায়দাবাদে তাদের কাছে নিয়ে আসে। ঢাকায় আসার পরও রাব্বি বোনদের ফাঁকি দিয়ে আন্দোলনে চলে যেত। ১৯জুলাই রাবার bu'লেটের আঘাতে বুকে ক্ষত নিয়ে ঘরে ফিরলে বোনদের সাথে কথা কাটাকাটি হয়।

‘তুই আর ঘর থেকে বাইর হইতি পারবি না।’

কিন্তু রাব্বিকে আটকিয়ে রাখা যায় না। মা-বোন ঘর থেকে টিউশন করাতে বের হলেই, সে-ও বের বের হয়ে যেত।

সর্বশেষ ৩আগষ্ট রাতে বড় বোন মীমের সাথে বাড়াবাড়ি হয় রাব্বির। রাব্বি বোনকে বলে, তোরা আমারে নিয়ে এতো চিন্তা করিস না। মরলে কী হইবে, দেশের জন্যই ত মরব! আবু সাঈদ, মুগ্ধরা মরে নাই! আমি বাইর হইলে তোরা কল দিছ না। তোদের কল দিব না। আমার কিছু হইলে খুঁজে নিছ তোরা।

Deen Of Ummah

22 Oct, 12:15


"তখন তোমাদের কী অবস্থা হবে, যখন দেখবে তোমাদের যুবকরা গুনাহ করছে আর তোমাদের নারীরা অবাধ্য হচ্ছে"
.
উপস্থিত সাহাবীরা বললেন, "ইয়া রাসূলাল্লাহ! এটাও কি হওয়া সম্ভব?"
.
"অবশ্যই, বরং এর চেয়েও ভয়ংকর হবে। আচ্ছা, তখন তোমাদের কী অবস্থা হবে, যখন তোমরা ভালো কাজের আদেশ করবে না এবং খারাপ কাজে বাধাও দেবে না?"
.
সাহাবীরা আবারও অবাক হলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ! এটাও কি হওয়া সম্ভব?
.
"অবশ্যই, বরং এর চেয়েও ভয়ংকর হবে। আচ্ছা, তখন তোমাদের কী অবস্থা হবে, যখন তোমরা খারাপ কাজকে দেখবে ভালো বলা হচ্ছে আর ভালোকে দেখবে খারাপ বলতে?"
.
মুমিনের পাথেয়,
ইবনুল মুবারক,
২য় খণ্ড, হা. ১০৭০
.
হাদীসটা পড়ে মনে হচ্ছে না, যেন আমাদের যুগের কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন! আল্লাহু আকবার! আল-ইয়াযু বিল্লাহ!

- মহিউদ্দিন রূপম

Deen Of Ummah

22 Oct, 09:12


আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।

বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খোজতো। সেটা যতই বেকার ও দরিদ্র হোক৷ তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷

আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি।
সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম,জ্বিনা যাই করুক। সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।

এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না। চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে ফুর্তি করি,আবাসিক হোটেলে যাই। যাই করিনা ক্যান।

ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়।
তো এই সমাজে ডিভোর্স হবে না। ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে৷

-Waraqah WQ

Deen Of Ummah

21 Oct, 15:16


ইনকাম ডাবল মন্দ না!!

Deen Of Ummah

21 Oct, 12:08


অল্প বয়সে বিয়ে করা হলো যিনা থেকে বাঁচার সর্বোত্তম মাধ্যম!

#DOU

Deen Of Ummah

21 Oct, 04:54


"নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।"

_ড. বিলাল ফিলিপস

Deen Of Ummah

20 Oct, 15:32


আর এই দুনিয়া খেল তামাশা ছাড়া কিছুই না, এবং আখিরাতের জীবনই প্রকৃত জীবন। যদি তারা জানতো

সূরা আনকাবুত ৬৪

Deen Of Ummah

20 Oct, 10:54


বিস্তারিত পড়ুন : https://www.facebook.com/100077063713247/posts/pfbid02DiWCtb4hTaJUmcXfWxeLXz5SB5QRhq6BDQJb9vQzAGgU8YGP6M9a9RRnobT2YMixl/

Deen Of Ummah

20 Oct, 03:56


উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে ? (55:60)

Deen Of Ummah

19 Oct, 16:48


জীবিতদের যেমন খাবার প্রয়োজন, মৃতদের তার চেয়ে বেশি প্রয়োজন দোয়ার। ইয়া রব, কবরবাসী মুমিনকে মাফ করে দিন। আমীন।

শায়েখ আতিক উল্লাহ হাফিঃ

Deen Of Ummah

19 Oct, 12:10


ইয়াহ''ইয়া সিন''ওয়ার রহিমাহুল্লাহ যিনি আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যে বাস্তবায়ন করেছেন।
আল্লাহ তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করুন।

সূরা আহযাব : ২৩ |🎙️ মুহাম্মাদ আল লুহাইদান

Deen Of Ummah

19 Oct, 04:07


আপনার নবজাতকের নাম রাখুন..
ইয়াহইয়া আস সিনওয়ার।

Deen Of Ummah

18 Oct, 15:30


সব সোর্স থেকে পাওয়া তথ্য, প্রমাণ অনুযায়ী ইয়াহইয়া সিনওয়ারের শা’হাদাতের খবর সত্য। গ| য| নাও চ্যানেল থেকেও শা’হাদাতের কথা বলা হয়েছে।

হ|ম|স নেতা ইয়াহইয়া সিনওয়ার (রাহিমাহুল্লাহ) বলেন —

“শত্রু যদি আমাকে হ-ত্য| করে, সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় উপহার। আমি চাই শত্রুর হাতে শ-হীদ হয়ে আল্লাহর কাছে যেতে।

আমার বয়স ৫৯ বছর। করোনা ভাইরাসে মারা যাওয়ার চেয়ে আমি এফ-১৬ বিমান থেকে বোম|য় শ-হীদ হতে চাই।

স্ট্রোক, হার্ট অ্যাটাক বা দুর্ঘটনায় আমি মর-তে চাই না। সাধারণভাবে ম|রা যাওয়ার চেয়ে শ-হীদ হওয়াটাই আমার ইচ্ছা।”

কথাগুলো উনি অনেক আগেই বলে রেখেছিলেন। আল্লাহ উনার দু'আ কবুল করেছেন। আল্লাহ যেনো উনাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে রাখেন, এই দোয়া করি

রাহিমাহুল্লাহু তা'আলা রাহমাতান ওয়াসি'য়্যাহ।

Deen Of Ummah

18 Oct, 13:37


দুই বিলিয়ন মুসলিমের সম্মান রক্ষায়, ডানহাতসহ পুরো শরীর রক্তাক্ত হয়ে যাওয়ার সত্ত্বেও, বামহাতে লাঠি নিয়ে, পুরো বিশ্বের বিরুদ্ধে জীবনের শেষবিন্দু দিয়ে লড়ে গেছেন।

রাহিমাকাল্লাহু ইয়া আবা ইবরাহীম!

Deen Of Ummah

18 Oct, 10:44


ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আল্লাহ তা'আলা তাঁর শাহাদাতকে কবুল করুন এবং মাজলুম মুসলমানদের হেফাজত করুন।

১৯৬২ - ২০২৪ ইয়াহিয়া সিনওয়ার (রহি.) চিফ অব হামাস।

Deen Of Ummah

18 Oct, 08:46


আপনাকে অনেক ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ(ﷺ)

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

Deen Of Ummah

17 Oct, 16:26


দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)

Deen Of Ummah

17 Oct, 11:06


ফি*লি*স্তিন ইস্যু মুনাফিকদের জন্য ফজরের নামাজের মত ভারী!!