Qalbun Saleem - قلب سليم @qalbunsaleem19 Channel on Telegram

Qalbun Saleem - قلب سليم

@qalbunsaleem19


Join with us:
Facebook page: https://www.facebook.com/qalbunsaleem19?mibextid=ZbWKwL
YouTube channel: https://youtube.com/@qalbunsaleem-65
Telegram channel: https://t.me/qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم (Arabic)

قلب سليم - القناة الأمثل لتعزيز الصحة النفسية والروحية. هل تبحث عن مكان لتعزيز صحة قلبك وروحك؟ إذا كانت الإجابة نعم، فقناة قلب سليم هي المكان المثالي لك. تعتبر قناة قلب سليم واحدة من أفضل القنوات على تطبيق تيليجرام التي تهتم بالعافية النفسية والروحية. من وصفات طبيعية لتعزيز صحة القلب إلى نصائح للتأمل والاسترخاء، ستجد كل ما تحتاجه للعناية بنفسك بشكل دوري. يمكنك الانضمام إلينا على صفحتنا على الفيسبوك للحصول على مزيد من المحتوى المفيد والإيجابي، وكذلك زيارة قناتنا على يوتيوب لأشرطة الفيديو التفاعلية والتوجيهات المرئية. إذا كنت تبحث عن مكان للاسترخاء وتحقيق التوازن الداخلي، فإن قلب سليم هو المكان المناسب لك. انضم إلينا اليوم وابدأ رحلتك نحو الصحة والسعادة النفسية والروحية!

Qalbun Saleem - قلب سليم

07 Feb, 04:08


ধানমন্ডি ৩২ এর বাড়ির নিচে ৫-৬ তালা রহস্যে ঘেরা আন্ডারগ্রাউন্ডের সন্ধান। পাওয়া গিয়েছে মানুষের পরিত্যক্ত জুতা, হেলমেট, জামা-কাপড়, রক্ত মাখা ইট ইত্যাদি। অভিযান চলছে জনতার।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

06 Feb, 03:02


فَتِلْكَ بُيُوتُهُمْ خَاوِيَةًۢ بِمَا ظَلَمُوٓا۟ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةً لِّقَوْمٍ يَعْلَمُونَ

সুতরাং ঐগুলো তাদের বাড়ীঘর, যা তাদের যুলমের কারণে বিরান হয়ে আছে। নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে সে কওমের জন্য যারা জ্ঞান রাখে।

— সূরা নামল, আয়াত: ৫২


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Feb, 18:57


৫ ফেব্রুয়ারি ২০১৩
৫ ফেব্রুয়ারি ২০২৫
.
ঠিক এক যুগ পর শাহবাগের প্রতিশোধ।
ইনকিলাব জিন্দাবাদ!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Feb, 18:35


থাকবে না বাংলাদেশে থেকে থাকবে না ৩২...

এটাই মুসলিমবঙ্গ!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Feb, 17:48


আল্লাহু আকবার! 🔥


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Feb, 17:32


৩২ এর পক্ষে সাফাই গাওয়ার আগে এই ছবিটার কথা মনে রাইখেন।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Feb, 17:13


তাকবির!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Feb, 16:13


রচনা লিখো - “একটি জোছনাময় সন্ধ্যা”


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Feb, 16:12


আজ রাত রেহান, আবরার, আবু সাইদদের।

জেগে থাকুন।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Feb, 14:51


আজকের রাত রেহান আহসান, আবরার ফাহাদ, আবু সাঈদ, আসহাবুল ইয়ামীন, আর ৫-ই মে-র শহীদের জন্য...

রাহিমাহুমুল্লাহ!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Feb, 14:33


ভুইলাই গেসিলাম ফেব্রুয়ারির এই ৫ তারিখে শাহডগিদের রাস্তায় নামাইসিল লীগ ২০১৩ সালে।

আর আজকে এক যুগ পর লীগের মাজার ভাঙ্গা হচ্ছে।

আহ!
কী আনন্দ আকাশে বাতাসে!

আলহামদুলিল্লাহ!
.
— জিম তানভীর (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Feb, 14:24


ইতিহাসের নির্মাণ শুরু হয়ে গেল।

ধানমন্ডি ৩২ ভাঙা শুরু করেছে ছাত্র জনতা।

Qalbun Saleem - قلب سليم

05 Feb, 03:02


এছাড়াও গতকাল রাতের বিভৎস বর্ণনা শুধু কুমিল্লাবাসী-ই দিতে পারবে! 💔


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

04 Feb, 12:37


নানা কথাবার্তা অনেকেই তো বলছি। কিন্তু অবাধ প্রেম আর যৌনতার সংস্কৃতি এবং ভ্যালেন্টাইনের নামে যিনা দিবস উদযাপনের বিরুদ্ধে সমাজে সচেতনতা তৈরির জন্য কয় জন রাজি? নাহি আনিল মুনকারের জন্য নুন্যতম চেষ্টাটুকু করতে কয় জন কাজ করতে রাজি?
.
— আসিফ আদনান (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

04 Feb, 11:21


আমাদের সমাজ কতটা পঁচে গেছে। পঁচে যাওয়া সমাজের ক্ষতচিহ্ন মাঝে মাঝেই বীভৎস হয়ে প্রকাশ পায়, কিন্তু আমরা উদাসীনই থেকে যাই।

আপনি আপনার সন্তানকে ভাবছেন ছোট। আরে তার তো কেবল ৯ বছর, ১১ বছর, ১২ বছর। কিন্তু আপনি জানেন না আধুনিক এই দুনিয়ার জাল আপনার সন্তানের সেক্সুয়াল মাইন্ডসেটকে কতটা বড় করে তুলেছে।

আপনি জানেন না, ছোট বলে আপনি নিজ সন্তানকে যখন ছেড়ে দিচ্ছেন, তখন সে হয়ত কোন অন্যায় কাজে নিজেই জড়িয়ে যাচ্ছে কিংবা সে কারো ট্র‍্যাপে পরে গেছে অথবা কারো দ্বারা গোপনে গোপনে সে হেরেজমেন্টের শিকার হচ্ছে।

মহান আল্লাহ তায়ালা আপনাকে কি নির্দেশ দিয়েছেন? ছোটবেলা থেকেই নিজ সন্তানকে (ছেলে-মেয়ে উভয়কেই) পর্দা শিখাবেন, গায়রাত শিখাবেন। তাদেরকে পর্দার বিধানের উপর প্রতিপালিত করবেন, গায়রাতের গুণের উপর গড়ে তুলবেন। কিন্তু আপনার আল্লাহর এই নির্দেশনা পছন্দ না। আপনার পছন্দ ওয়েস্টের শেখানো কুফুরের, ফাহেশার, অশ্লিলতার লাইফস্টাইল।

কি জবাব দিবেন আল্লাহর কাছে? পার পেয়ে যাবেন? কখনোই না। আপনি দায়িত্বে অবহেলা করে সমাজটাকে নষ্ট করেছেন। আল্লাহর দেয়া স্বচ্ছ, পবিত্র ও আত্মমর্যাদার লাইফস্টাইলকে আপনি পশ্চাতে নিক্ষেপ করেছেন।

সামাজিক এই অবক্ষয়ের সমাধানে সেকুলাররা আপনাকে শিখাবে, আপনার শিশুদের আরো ফ্রি মাইন্ডে বড় করতে। ছেলে মেয়েকে ছোট বেলা থেকেই পরস্পরে মিলতে দিতে। তাদেরকে নিরাপদভাবে যৌন চাহিদা মিটানো ও প্রেমের শিক্ষা দিতে ছোট কাল থেকেই। আরো বলবে গুড ডাচ, বেড টাচ বুঝাতে। ( গুচ টাচ/ বেট টাচ বুঝা জরুরী) কিন্তু আল্টিমেটলি এগুলো কোন সমাধান না।

এগুলো কখনোই সমস্যা সমাধান এনে দিতে পারবে না। সমাধান এনে দিতে পারবে একমাত্র আপনার রবের দেয়া ফর্মূলা। আপনার রব আপনাকে নির্দেশনা দিয়েছেন, সেটা বাস্তবায়ন করুন, এই অবক্ষয় থেমে যাবে। আপনার সন্তানকে পশ্চিমা ভোগবাদী লাইফস্টাইলের দাস বানিয়েন না। তাকে পর্দা শিখান, এর ভিতরে প্রতিপালন করেন৷ তার ভিতর গায়রাতের বীজ বপন করেন, এই গুণ তার ভিতর তৈরি করেন। পর্দা আর গায়রাত ছাড়া সামাজিক এসব অবক্ষয় কখনো থেমে যাবে না।
.
— মাওলানা ইফতেখার সিফাত (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

03 Feb, 16:08


ক্রিকেট এনালিস্ট দেব চোধুরী মুসলিম হয়েছেন। তিনি বললেন,

'আমি স্বেচ্ছায় মুসলিম হয়েছি। আমি আরবি পড়তে পারি না। আমার বাসায় তিনটা ট্রান্সলেটেড কোরআন আছে।'

এই তিনটা লাইন আমারে নাড়া দিছে আসলে।

একটা ভিন্ন ধর্মের মানুষ এই ধর্মে এসেছে৷ অবশ্যই তাকে এই ধর্ম সম্পর্কে রিসার্চ করতে হয়েছে।

আলোর পথ খুঁজতে হয়েছে। সত্য জানতে হয়েছে। এই আলো এবং সত্যই যে ধ্রুব সেটুকু আত্মবিশ্বাস তার তৈরী হয়েছে এবং তা গ্রহণ করতে হয়েছে সাহসিকতার সাথে।

কারণ একটা মানুষ নিজ ধর্ম ছেড়ে তার চারপাশেই সবচেয়ে বেশি প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়। ঘরেই শত্রু তৈরী হয়।

আর আমি ধর্মটা পালন করতেছি বাপ দাদার ধর্ম হিসেবে। আলো যেটুকু হাতে আছে তা উত্তরাধিকার সূত্রে পাওয়া।

কোরআন আমার বাসায়ও আছে। রমজান ছাড়া ছুঁয়ে দেখি না।

নামাজটা শুক্রবারে হয় নিয়মিত। বাকি সময় তিন ওয়াক্ত, দুই ওয়াক্ত পড়ি। বিপদে না পড়লে খোদারে ডাকি না।

কখনো পীর হয়ে থাকি৷ কখনো আবার ভন্ড।

খোদারে জানার চেয়ে বেশি জানতে চাইতেছি পৃথিবীরে। খোদারে চাওয়ার চাইতে বেশি চাইতেছি মানুষরে।

আমার এই ফিলিংস এর আলাদা কোনো বিশেষত্ব নেই তা জানি।

কিন্তু আমার হুট করে মনে হইলো, একটা মানুষ অন্ধকারে জন্ম নিছে ফিল কইরা আলো খুঁজতেছে, আর আমি আলোতে জন্ম নিয়াই অন্ধকারের দিকে চইলা যাইতেছি...
.
লিখা: সংগৃহীত


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

03 Feb, 13:27


নিজেদেরকে "অসাম্প্রদায়িক" প্রমাণ করার জন্যে ওরা একবার আসুক আমাদের কু’রব|নির ঈদে। দাঁড়িয়ে দেখুক, কিভাবে আমরা গরু কু’রব|নি করি।
ওরা কি সেটা সহ্য করতে পারবে?

তাহলে শি’রকের মতো সবচেয়ে গর্হিত অপরাধ কী করে একজন মুসলমান সহ্য করবে?

"অসাম্প্রদায়িক" হওয়ার জন্যে যদি "তাওহিদ" এ ছাড় দিতে হয়, তবে ইসলামের আর বাকি থাকল কী?
.
– জাকারিয়া মাসুদ (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

02 Feb, 17:05


“যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরী করে, তাদের অভিভাবক হল তাগূত (শয়তানের পক্ষ)। আর তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।”
— সূরা বাকারাহ: ২৫৭

আল্লাহকে ত্যাগ করে কারা জয় বাংলাকে অভিভাবক রূপে গ্রহণকারী?


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

02 Feb, 08:09


এটা নিছক কোন ডাস্টবিন না, এটা একটা উচ্চ সক্ষমতার কারেন্ট জাল যাতে আটকা পড়ছে নানা ধরনের ছোট-বড় দালাল।
.
— ডা. মেহেদী হাসান (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

01 Feb, 17:21


প্রশংসার আশায় দিও না, আর পাওয়ার আশায় প্রশংসা করো না।

Qalbun Saleem - قلب سليم

31 Jan, 09:44


আলহামদুলিল্লাহ!
আল্লাহু আকবার!
.
Deb Chowdhury converts to Islam After Jummah prayers at Darussalam sahi Mashjid. May Allah (SWT) bless him. Ameen!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

30 Jan, 11:13


সুইডেনে টিকটক লাইভ করার সময় কুরআন পো•ড়া•নো সালওয়ান মোমিকাকে স্না•ই•পা•র দিয়ে গু•লি করে ওর প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে! 💥💥💥

সুম্মা আলহামদুলিল্লাহ!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

30 Jan, 08:06


কত বাড়িঘর আর ফ্ল্যাটের মালিকদের তুমি চেন, যারা কিছুতেই নিজের বাসা ছেড়ে কবরে ঢুকতে চান নাই। তবুও তাদেরকে ঢুকতে হইসে; আসলে ঢুকায়ে মাটিচাপা দেয়া হইসে।

আরও চিন্তা করলে পৃথিবীতে কত বাড়িওয়ালাকে তোমার মনে পড়বে, তাদেরকে হটায়ে তাদের শত্রুরাই এখন সেইসব ঘরবাড়ি আর ফ্ল্যাটে থাকতেসে।

প্রতিটা সেকেন্ডে নিজের কবরের গর্তের দিকে নিশ্চিতভাবেই আগায়ে যাচ্ছো তুমি, অথচ তোমার চলাফেরা আর চিন্তাভাবনা দেখলেই মনে হয়--

তুমি যেন কবরের ভয়াবহ আজাব সম্পর্কে কিছুই জানো না! যেন তুমি কবরে ঢুকবা না, কিংবা ঢুকলেও তুমি নিরাপদে থাকার গ্যারান্টি পাই গেসো!

এ কেমন আচরণ তোমার, হ্যাঁ?

(ইমাম ইবনুল জাওযি রহিমাহুল্লাহ'র সইদুল খাতির থেকে ভাবানুবাদ করা।)
.
— Mohammed Touaha Akbar


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

28 Jan, 15:53


ইয়া রব! এখানের এক টুকরো যমিন কি আমার ভাগ্যে জুটবে না? বেশি নড়াচড়া করব না, লাশ হয়ে পড়ে থাকব। প্রয়োজনে কয়েক মাস পর আমি মাটির সাথে মিশে গেলে এর ওপর আরেকজনকে কবর দেয়া হোক, কোনো সমস্যা নেই। তবুও রওযা ছুঁয়ে আসা বাতাসটা ছুঁয়ে যাক আমাকে।

সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

28 Jan, 02:24


মা ওয়াহান্না!
(আমরা দূর্বল হইনা)

হার না মানা বিচ্ছিন্ন এক পায়ে ভর দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া এই যুদ্ধার কাছে মুখ থুবড়ে পড়েছে বিশ্বের সুপার পাওয়াররা। কারণ আমাদের উত্তরসূরীরা হচ্ছেন মুসান্নারা। কতো গৌরবের পথ তারা মাড়িয়েছেন, কিন্তু আমরা ইতিহাস খুলে দেখিনা।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

26 Jan, 17:15


ছবিগুলো আজকের। নারী অধিকার নিয়ে যারা কথা বলেন, তারা চুপ। কারণ এই নারীরা মাদ্রাসা শিক্ষিকা।
.
সেই একই ইউনিফর্ম, একই স্টাইল, একই বাহিনী...
হাসিনা পালিয়েছে, কিন্তু বাহিনী আগের মতোই আছে...
.
(মাদরাসা শিক্ষকদের আন্দোলনে ফ্যা*সি*বা*দি কায়দায় পুলিশের হামলা)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

26 Jan, 09:51


‘‘যে ব্যক্তি দিনে ভালো আমল করে, রাতে তার সাওয়াব পেয়ে যায়। যে ব্যক্তি রাতে ভালো আমল করে, দিনে তার সাওয়াব পেয়ে যায়। আর যে ব্যক্তি কোনো গুনাহ ছেড়ে দেবার ব্যাপারে সৎ, আল্লাহ তার অন্তর থেকে সেটা বের করে দেন।’’
.
— আবূ সুলাইমান আদ-দারানী রাহিমাহুল্লাহ
সূত্র: আল-বিদায়াহ ওয়ান নিহায়া, ৬/২৩৪

Qalbun Saleem - قلب سليم

24 Jan, 14:13


আমাদের গুনাহগুলো তো বড়ই ভারী! আর অন্তরগুলো তো খুবই দুর্বল!


اللهمَّ بارِكْ لنا في رَجَبَ وشَعْبانَ. وبَلِّغْنا رمَضَانَ

উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শা‘বান। ওয়া বাল্লিগনা রমাদান।

অর্থ: ইয়া আল্লাহ! আমাদেরকে রজব ও শা’বানে বরকত দান করুন। আমাদের কাছে রামাদানকে পৌঁছে দিন।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

23 Jan, 18:02


ঘুমের ঘোরে আত্মা আমার শূন্যে ভেসে যায়,
যেতে যেতে যায় যেন সে রাসুলের রওজায়।
.
— ইমতিয়াজ মাহমুদ

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিইয়্যিনা মুহাম্মাদ!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

22 Jan, 13:41


আসিফ মাহতাব যে ইস্যুটা নিয়ে সমালোচনা করেছে, আপনি বলতে পারেন এখানে সমালোচনা করার মতো কিছু নেই। সেকুলার মানদন্ডে সেটা ঠিকই আছে। কিন্তু তার ওপর যে তীব্রতা নিয়ে মানুষ ঝাপিয়ে পড়ছে সেটা থেকে বোঝা যায় যে ক্ষোভটা আগের।

যাই হোক, এখানে জুলকারনাইনের যে আকিদা সেটা ধর্মীয় গ্রাউন্ডে ডিপলি প্রবলেমেটিক। পূজাতেও যাবেন, নবীর রওজাতেও যাবেন - ইসলাম এতোটা ইনক্লুসিভ না ব্রো। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তাঁর সাথে শরিক স্থাপন করা ইসলাম ধর্ম অনুযায়ী সবচেয়ে বড় গুনাহ। আপনার ঈমান কি লোহার তৈরি যে শিরকের উৎসবে আপনি নাচবেন আর ঈমান অটুট থাকবে?

যে নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রওজায় আপনি গিয়েছেন, সেই নবীকে চরম পারসিকিউশনের মুখে অপশন দেয়া হয়েছিলো, আমরা এক বছর আপনার আল্লাহর ইবাদত করবো আর আপনি এক বছর আমাদের দেবতাদের পূজা করবেন - তাহলে আমরা আপনার নেতৃত্ব মেনে নিবো। তখন নাজিল হয়েছে, লাকুম দ্বিনুকুম ওয়ালইয়াদিন।
.
— ডা. মেহেদী হাসান (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

22 Jan, 07:56


বাংলাদেশে, এমনকি পুরা পৃথিবীতে হালের টপ টেন জালিম এর মধ্যে এই ডাইনি টপ থ্রিতে থাকবে বলে আমার বিশ্বাস।

এদের চেয়ে খারাপ হওয়া সম্ভব না। আল্লাহ যেন এই শয়তান মহিলাটাকে এবং তার এসব দেখার পরেও সমর্থকদের দুনিয়াতে চুড়ান্তভাবে লাঞ্ছিত করেন।
.
— M. Mahbubur Rahman (Hafi.)

News link: https://www.dhakapost.com/international/338436


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

21 Jan, 17:40


“রজব হলো ফসল রোপণের মাস, শাবান ফসলে পানি সেচ দেবার মাস আর রমাদান ফসল তোলার মাস।"

— আবু বকর বলখি রাহিমাহুল্লাহ
[ লাতায়েফুল মাআরেফ, পৃষ্ঠা: ১৪৩ ]

Qalbun Saleem - قلب سليم

21 Jan, 03:01


News:
President Joe Biden denies pardon request for Dr. Aafia Siddiqui.

আমেরিকার আগুনে যারা কষ্ট পেয়েছে তারা আফিয়া সিদ্দিকীর (ফা. আ.) জন্য কাঁদেনি!

আল্লাহ তার মুক্তি ত্বরান্বিত করুন, আ-মীন!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

20 Jan, 16:18


নিচে হিসরা/য়েলের হাত থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি মুসলিমদের ছবি। ছবিগুলোই বলে দেবে তাদের ওপর দিয়ে কী গেছে। এরাই হলো সেক্যুলার ইয়াহুদী।

উপরের ছবিগুলো হামাসের হাত থেকে মুক্তি পাওয়া হিসরা/য়েলি বন্দীদের। তাদের হাস্যোজ্জ্বল মুখ সাক্ষ্য দিচ্ছে তারা কেমন আচরণ পেয়েছেন।

এই যে ম্যারিকা এন্ড ওয়েস্ট, রাশিয়া বা চীন, কিংবা আমাদের দেশের আওয়ামী বাম কিংবা অন্যান্য সেক্যু-- এদের কারোই মানুষের প্রতি আচরণ কিন্তু এই ইহুদিদের চেয়ে বিশেষ ভালো কিছু নয়।

এখন আপনারাই বলুন, পৃথিবী কি হামাসের মতো লোকদের হাতে অধিক নিরাপদ নাকি হিসরায়েলের মতো লোকদের হাতে অধিক নিরাপদ!

আপনারাই সিদ্ধান্ত গ্রহণ করুন আগামী দিনের পৃথিবী কাদের হাতে তুলে দেবেন!

.
— আবু তাসমিয়া আহমেদ রফিক
পরিচালক, সিয়ান পাবলিকেশন।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

19 Jan, 00:50


আপনার অনেক প্রয়োজন কিন্তু কিছুই পাচ্ছেন না। এমন কি হচ্ছে? তো বসে আছেন কেন? কী করতে হবে তা তো বলে দেয়াই আছে। কুরআনকে ধরুন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

أخرجه الدارمي عن ‏عطاء بلفظ: بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال: من قرأ
يس صدر النهار، ‏قضيت حوائجه

- যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তায়ালা তার সমস্ত প্রয়োজন পূরণ করে দেবেন।

সূরা ইয়াসিন পড়া হয় সবার ফজরের পর?
.
— উস্তাদ আম্মারুল হক (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

18 Jan, 18:15


The quran is so much relatable!

.
রমাদান আসন্ন। ম’দপান করলে চল্লিশ দিন সালাত কবুল হয়না এজন্য মানুষকে দেখলাম ডেডলাইন রিমাইন্ডার দিচ্ছে।
শেয়ার, মেনশন দিয়ে তামাশা করছে।
.
ম’দ্যপান মারাত্মক বিষয়।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন,
সাহাবারা বলতেন-
“ম’দকে শি’র’কের পাশাপাশি অবস্থানে রাখা হয়েছে।” (রদ্বিইয়াল্ল-হু আনহুম)
.
প্রিয় নবীজি সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম-এর অ’ভি’শা’প ম’দের সাথে সম্পৃক্তদের উপর। সেবনকারী, প্রস্তুতকারী, বাহক, পরিবেশক সহ সকলের উপর। তাহলে যারা রিমাইন্ডার দিচ্ছে? মজা নিচ্ছে?
.
নবীজি সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। কাউকে অ’ভি’শা’প দিতেন না। যেমন, তায়েফবাসী কি কষ্ট দিলো, অ’ভি’শা’প দেননি। কিন্তু মাঝেমধ্যে অ’ভি’শা’প যাকে দিয়েছেন, সে শেষ। সীরাহ পড়লে বুঝা যায়।
.
— মাহ্দী ফয়সাল (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

18 Jan, 11:18


কল্পনা করো, সম্ভবত তোমার ফ্যামিলির প্রত্যেককে একে একে বিদায় দেয়া মানুষটা তুমিই হবা।

হয়তো তোমার মৃত্যুর সময়টাতে তোমার মা-বাবা, ভাই-বোন, স্বামী/স্ত্রী কেউই থাকবে না। সবাই-ই তোমার আগে নিজের ঠিকানায় পাড়ি জমাবে।

কিংবা হয়তো তুমিই সবার আগে সবাইকে ছেড়ে চলে যাবা।

যেভাবেই হোক না কেন, সবাইকে, সবকিছুকে একদিন তোমার ছাড়তে হবেই।

একদিন সেই আল্লাহ ছাড়া তোমার আর কেউ থাকবে না, যে আল্লাহ'র সাথে সম্পর্কটা ছিলো তোমার লাইফে জাস্ট একটা "পার্ট টাইম রিলেশনশীপ"। যার কাছে তুমি "না পারতে", অর্থাৎ শুধু ঠেকায় পরলেই যেতে।

অথচ তিনিই সত্য। শুধু তিনিই থাকেন, থাকবেন।

সেই দিন সব ইকুয়েশানের ভুল উত্তর দেখে যেন ঘাবড়ে যেও না।

কারণ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইকুয়েশানটা মেলানোর জন্য তুমি সর্বোচ্চ সময় আর চেষ্টাটা দাওনি, সেই ইকুয়েশান তোমার জন্য কখনোই মিলবে না।
মিলবার কথাও না।
এটাই স্বাভাবিক।

কাজেই, "তুমি রিয়েলিটি মাইনে নেও।"
আর নিজের পায়ে নিজেই কোপায়ে যাও।

অথবা,
স্টিয়ারিং হাতে নাও। গাড়িটা ঘোরাও।
নতুন করে শুরু করো। ঠিক রাস্তায় চালাও।

তুমি জানো না,
হয়তো এই লেখাটাই তোমার জন্য শেষ রিমাইন্ডার।
.
— মোহাম্মদ তোয়াহা আকবর


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

17 Jan, 12:41


আল্লাহকে যে চিনেছে, সে শুধুমাত্র আল্লাহকেই নিজের হৃদয় সঁপে দিয়েছে। দেয়। দিবে।

আল্লাহ ছাড়া তার বাকি সব উদ্দেশ্য, পথচলা আর কার্যকারণের যে সলিল সমাধি ঘটে যায়!

সে তাওহীদের আলোময় রাজপথে পা রাখে প্রথমবারের মতো।
শুরু করে হাঁটা।
তার দৃপ্ত কিন্তু টলটলে কোমল অন্তরে রাজ করতে থাকে শুধু একজন।
এবং একজনই শুধু।

আল্লাহকে যার হৃদয়টা বারবার মিস করে,
হাহাকার করে শুধু গুমরে গুমরে কাঁদে,
চোখ থেকে অবলীলায় জল উপচে পড়ে সেই আলোয় ভরা চলার পথটাকে ঝাপসা করে দেয় প্রতিবার...

তার তো আর কারো কাছ থেকে ভালবাসা শেখবার প্রয়োজন নেই।
.
— মোহাম্মদ তোয়াহা আকবর (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

15 Jan, 05:51


A visual representaion of 'দ্বিধাহীন কাছে আসার গল্প'

.
'নারী স্বাধীনতা' আধুনিক নারীদের একটি মন্দির।

এই দুর্ভাগা সন্তানটিকে সেই মন্দিরের বেদীতে বলি দিয়েছে তাঁরই 'স্বাধীন' 'আত্মনির্ভরশীল' জননী।
.
— সাজিদ হাসান


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

14 Jan, 01:01


আপনার শেষ রাতের রোনাজারিতে গাযযাবাসীকে রাখুন। আপনার আয়ে রাখুন গাযযাবাসীর জন্য একটা অংশ। কে জানে! হয়তো বা হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিনের কোনো এক পাথরশিশুর হাতের রুটিতে আপনার আয় মিশে থাকবে। লাল চুলো নিষ্পাপ কন্যার গায়ে উলের জ্যাকেটে থাকবে আপনার উপার্জিত অর্থের অংশ!

আপনার শেষ রাতের চোখের পানি আর দিনের শেষের ঘাম মিশ্রিত আয় - এই দুইয়ের মিশ্রণের বদৌলতে ক্ষত বিক্ষত উম্মাহর ক্ষুধা নিবারণ হবে। শীতে পাবে উষ্ণতা। আর পার্থিব জীবন আপনার ছেয়ে যাবে বারাকাহতে। আপনার মনে হতে পারে আরে! আমার ৫০০/১০০০ টাকায় কীইবা হবে এমন! কিন্তু আপনার জীবনের অফুরন্ত বারাকাহর উৎস হবে কোনো এক গাযযা মায়ের দুআ। আপনার মিযানের পাল্লা ভারী করবে আপনার এই ক্ষুদ্র দান। নাজাতের উসীলা হয়ে যাবে এমন কিছু যার কল্পনাও আপনি দুনিয়াতে করেননি।

আল্লাহ তায়ালা তার রাস্তায় জান মাল দিয়ে লড়তে থাকা উম্মাহর জন্য আমাদের থেকে বেনিয়ায। তিনি একাই যথেষ্ট। আমার আপনার জাহান্নামের আগুনে পানি ঢালবে কীসে!
.
— আম্মারুল হক (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

13 Jan, 16:36


রজব মাসের আইয়ামে বীযের রোজা:

১৪, ১৫ ও ১৬ই জানুয়ারি। আজ রাতে সাহরি খেয়ে আগামীকাল প্রথম রোজা রাখতে হবে। যাদের সুযোগ ও সামর্থ্য আছে, চেষ্টা করি, ইন শা আল্লাহ।

রব্বে কারীম তাওফীক দিন, আ-মীন!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

13 Jan, 01:34


গতকাল জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে আমি প্রথমবারের মতো যাই। আমি সাধারণত কোথাও গেলে সাংবাদিক পরিচয় দেই না, তাই প্রথমে অনেকে আমাকে ভাবছিল আমি শহিদ পরিবারের কেউ। নিচে দেখলাম একটা পুলিশের গাড়ি, দুজন পুলিশ দাঁড়িয়ে নিচু গলায় কথা বলছে। আমি তাদের পেরিয়ে গিয়ে লিফটে উঠতেই দেখতে পাই তিনজন আমার সমান ছেলে অপেক্ষা করছে। তাদের মধ্যে একজন নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা।

আমি আর নাহিদ ইসলাম দুজনেরই গন্তব্য ছিল জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন, তাই একসাথে লিফটে উঠে নামলাম সেখানেই। ওখানে শুক্রবার দেখে তেমন একটা মানুষ নেই। তবে কিছু শহিদ পরিবার আছেন। সম্ভবত নাহিদ ইসলাম, তাদের সঙ্গে দেখা করবেন।

স্নিগ্ধ ও তাসনিম জারাকেও দেখলাম, সম্ভবত শহিদের পরিবারের কথা শোনার জন্য এসেছেন। আমি যখন রিসিপশনের জায়গাটায় বসে আছি, তখন একটা ছোট ছেলে ফোনে কার্টুন দেখছে। ওর বড় ভাই জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহিদ হন, মা’কে নিয়ে ও এসেছে মিটিংয়ে।

তখন দেখলাম কাঁচের দরজার ওপারে সিঁড়ির দিকে একজন বয়স্ক মহিলা বসে আছেন। বোরকায় আপাদমস্তক ঢাকা মহিলার চোখের রঙ ওঠা চশমা দেখলেই বোঝা যায়, তার বয়স ষাটের বেশি। তাকে ডাকতেই তিনি বললেন, তার মেয়ে জেসমিনের সঙ্গে তিনি এসেছেন, মেয়ে ভেতরে। আমি তাকে বললাম, ‘সিঁড়ির এখানে বসেছেন কেন? ভেতরে আসুন। এখানে বসুন’।

উনি সম্ভবত ভাবলেন, আমি এখানেরই কেউ। তিনি আমাকে আঞ্চলিক ভাষায় বললেন, ‘বাবা আমার মেয়ে জেসমিন একটা কথা বলতে চায়, টাকা পয়সার কথা না। কিন্তু কারে বলবে বুঝতে পারতেসে না। তোমারে বলি, তুমি বলে দিও?’

আমি এই ধরণের কথার সাথে পরিচিত। জুলাইয়ের পরে অনেকেই ভাবেন, তাদের সব ধরণের সমস্যা আমরা সমাধান করতে পারব। তার বাসা ভাড়া দেয় না ভাড়াটিয়ারা, এই কথাও তারা উপদেষ্টাদের বলতে চান। আমি আশ্বস্ত করে বললাম, ‘বলুন আমাকে, সমস্যা নেই’।

তিনি আমাকে শোনালেন জেসমিনের ছেলে অর্থাৎ তার নাতি রাসেল ইদানীং পাড়ার বিভিন্ন ছেলেপেলের সাথে ঝামেলা করছে। এবং পাড়ার ছেলেরা তার কাছে এসে নালিশ করছে নাতি রাসেলের নামে। আমি যেন রাসেলকে বকা দেয়ার জন্য উপদেষ্টা নাহিদ ইসলামকে বলি। রাসেলের গল্প থেকে তিনি চলে গেলেন তাদের গ্রামের পূব পাড়ার চাষের জমি সংক্রান্ত ঝামেলার দিকে। সেখানেও রাসেলের এক শিক্ষক ঢাকায় এসে একটা মাদ্রাসায় পড়ান। সেই মাদ্রাসার চাকরি পার্মানেন্ট হচ্ছে না। আমি যেন সেই ব্যাপারটাও দেখি।

এই গল্প তিনি চালিয়ে গেলেন, আমি হা হু করছি। অনেকক্ষণ পর আমার কাজ শেষ হলো, আমি বের হবো। সেসময় একজন মহিলা এসে আমাকে বললেন, আমার মা কি আপনাকে কিছু বলেছে?

আমি বুঝলাম, তিনি সে-ই, যাকে একজন মহিলা জেসমিন নামে পরিচয় দিচ্ছিল। আমি কিছু বলার আগেই উনি বললেন, ‘উনি নিশ্চয়ই রাসেল ও গ্রামের মাস্টারের বিষয়ে বলেছেন?’ আমি বলতে চাইলাম, কোন সমস্যা নেই বয়স্ক মানুষ বলতেই পারেন। কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি আমাকে বললেন, ‘রাসেল আমার ছেলে। ও রায়েরবাগে পুলিশের গুলিতে মারা যাওয়ার পর আমার মা পাগল হয়ে গেছেন। সবাইকে এসব বলেন। যাদের নামে বলেন, তারা কেউই বেঁচে নাই। অদ্ভুত কারণে তিনি মৃত মানুষদের সমস্যা নিয়ে সবাইকে বলেন। এজন্যই ভেতরে আনি না, মাফ করবেন’।

আমি এক মিনিটে ভাবি, কীভাবে জুলাই অভ্যুত্থানে শহিদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, যেভাবে একটা দমকা হাওয়া চড়ুই পাখিতে গৃহহীন করে দেয় অনন্তকালের জন্য।
.
— জুবায়ের ইবনে কামাল


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

12 Jan, 18:36


কবি এখানে নীরব‼️


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

12 Jan, 16:33


Some flowers make us sad, don’t they?


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

11 Jan, 15:48


আলহামদুলিল্লাহ! ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে করা পিটিশনে দশ লক্ষ মানুষ স্বাক্ষর করেছেন। মানুষ গভীর সমুদ্রে ডোবার সময় যদি হাতের সামনে একটি ছোট্ট ভাসমান কাঠের খণ্ডও পায়, তাহলে সেটাকেই আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। আমাদের প্রচেষ্টাও ছিল সেরকম।

স্বাক্ষর দেখানোটা ড. আফিয়ার মুক্তির পক্ষে জনসমর্থন দেখানোর অংশ। উনার আইনজীবি আরও কয়েকজন বন্দীর আইনজীবি হিসেবে কাজ করেছেন এবং আল্লাহর ইচ্ছায় তারা মুক্তিও পেয়েছেন। জনসমর্থন কাজে লাগার ভালো একটা সম্ভাবনা আছে ইন শা আল্লাহ।

সর্বোপরি, আমরা মহান রব্বের দরবারে আমাদের বোনের মুক্তির জন্য দু'আ করি। খড়কুটোর সাহায্যে আমাদের বোনের মুক্তির এই নগন্য প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের অপারগতা ও অক্ষমতাকে ক্ষমা করুন।
.
— সাদ ভাই


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

11 Jan, 14:07


আর মাত্র ৭১০০...
আল্লাহ চাইলে আজ রাতের মধ্যেই হয়ে যাবে, ইন শা আল্লাহ। 🤲

আপনার এই সিগনেচার বোন আফিয়া সিদ্দিকীর মুক্তির জন্য বড় কোনও অবদান রাখবে কি না সেটা সময়ই বলে দিবে। কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার সামান্য একটু উসিলা তো হবে।

এই লিংকে গিয়ে শুধু নাম আর ইমেইল/জিমেইল দিয়ে ওকে করলেই হয়ে যাবে। আর কিছুই করতে হবে না।

https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency

Qalbun Saleem - قلب سليم

11 Jan, 05:54


সবাই মিলে চেষ্টা করলে কাজটা খুব একটা কঠিন হবে না, ইন শা আল্লাহ।

১০ সেকেন্ড সময় নিয়ে সাপোর্টে অংশগ্রহণ করুন। লিংক: https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency

Qalbun Saleem - قلب سليم

11 Jan, 05:08


.
একে তো নাচুনে বুড়ি, তার ওপর ঢোলের বাড়ি…এ খবর পাবার পর মার্কিনীরা পারলে রেড অ্যালার্ট জারি করে। দেখামাত্র তারা গুলি চালায় আফিয়ার ওপর। কিন্তু তারপর হতাশ হয়ে আবিস্কার করে আফিয়ার কাছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ কিছুই নেই। ‘দুঃখজনক’ভাবে গুলি খাবার পরও বেঁচে গিয়ে মার্কিনীদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তোলেন আফিয়া।
.
মানবাধিকার ও ন্যায়বিচারের মহান অগ্রপথিক অ্যামেরিকা তখন নতুন এক গল্প ফাঁদে। বলে: ‘সন্দেহভাজন’ আফিয়াকে মার্কিনীরা গজনীতে বন্দী করে। সুস্থ অবস্থায়। ভয়ঙ্কর বন্দী হওয়া সত্ত্বেও তাঁকে হ্যান্ডকাফ পরানো হয়নি। এ সুযোগ কাজে লাগিয়ে এক সেনার বন্দুক কেড়ে নিয়ে এলোপাথাড়ি গুলি করে পালানোর চেষ্টা করেন তিনি। তাঁকে থামাতে বাধ্য হয়ে মার্কিনীরাও গুলি করে। এতেই আফিয়া আহত হন। তবে ‘সৌভাগ্যবশত’ আফিয়ার ‘এলোপাথাড়ি’ গুলিতে কোন মার্কিনী আহত হয়নি।
.
আফিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। আর এ অভিযোগেই নিউইয়র্কের এক কোর্টের রায়ে তাঁকে ৮৬ বছরের কারাদণ্ড দেয়া হয়। সেই থেকে ড. আফিয়া সিদ্দীকী বন্দী টেক্সাসের ফোর্ট ওয়ার্থে। মজার ব্যাপার হল এ মামলায় আফিয়ার বিরুদ্ধে আগেকার সেই ‘সন্ত্রাসবাদ’-এর কোন অভিযোগ আনা হয়নি। হয়তো অভিযোগ আনা হলে তা প্রমান করতে হবে, আর এসব অভিযোগ প্রমান করা সম্ভব না জেনেই এমন সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার।
.
বহু কাঠখড় পুড়িয়ে, কিডন্যাপ হবার বিশ বছর পর অল্প কিছুদিন আগে আফিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন তাঁর বোন ড. ফৌজিয়া এবং আইনজীবি ক্লাইভ স্মিথ। ক্লাইভ স্মিথ সম্প্রতি একটি পডক্যাস্ট ড আফিয়া সিদ্দীকীর কেইস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ওপরের লেখার তথ্যগুলো সেই আলোচনার থেকে নেয়া। মূল পডক্যাস্টের লিঙ্ক কমেন্ট দেয়া হল। আলোচনাটুকু শোনার জন্য আমি জোরালোভাবে সবাইকে অনুরোধ করবো।
.
আফিয়ার আইনজীবি ক্লাইভ স্মিথ এর আগে গুয়ানতানামো বে-র অনেক বন্দীদের নিয়ে কাজ করেছেন এবং এসব বন্দীদের অনেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন। তিনি আশাবাদী এক সময় না এক সময় আফিয়াও মুক্তি পাবেন। আমরা আশা করি আল্লাহ অতি দ্রুত সেই দিনটি নিয়ে আসবেন। মহান আল্লাহ মুসলিম বন্দীদের কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন। আমাদের অক্ষমতা, অকর্মণ্যতা ও গাফেলতি ক্ষমা করুন।
.
ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে পিটিশন করা হয়েছে। ১০ লক্ষ স্বাক্ষরের টার্গেট পূরণ করতে আরও ১ লাখ ৭৫ হাজার স্বাক্ষর দরকার, রবিবারের মধ্যে। পিটিশনের লিংক নিচে দিয়ে দিচ্ছি। সবাই মিলে চেষ্টা করলে কাজটা খুব একটা কঠিন হবে না, ইন শা আল্লাহ।

পিটিশনের লিংক: https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency

.
— আসিফ আদনান

Qalbun Saleem - قلب سليم

11 Jan, 05:08


৩০শে মার্চ ২০০৩, পাকিস্তান। করাচী এয়ারপোর্টের দিকে ছুটে চলা ট্যাক্সিটার পেছনে বসা চারজন যাত্রী। একজন মা এবং তাঁর তিন সন্তান। তিন জনের মধ্যে সবচেয়ে বড় ৬ বছর বয়েসী আহমাদ, তারপর ৪ বছরের মারইয়াম, সবার ছোট সুলাইমান। ওর বয়স ছয় মাস।
.
ট্যাক্সির ভেতর মা-র সাথে আহমাদের তুমুল তর্ক চলছে। আহমাদের ইচ্ছে ছিল ট্রেনে চড়ে করাচী থেকে ইসলামাবাদ যাবার। এই ইচ্ছার পেছনে থমাস দা ট্যাংক কার্টুনের একনিষ্ঠ ভক্ত হওয়াটা সম্ভবত বড় একটা কারণ। কিন্তু মা ঠিক করেছেন ইসলামাবাদ যাওয়া হবে প্লেনে করে। তাই আহমাদ বেশ ক্ষুব্ধ।
.
তর্ক চলার সময় হঠাৎ ভোজবাজির মতো ওদের ট্যাক্সিকে চারপাশ থেকে ঘিরে ধরলো কয়েকটা গাড়ি। টেনেহিচড়ে ওদের নামানো হল ট্যাক্সি থেকে। সুলাইমান ওর মা-র কোলে। আহমাদ আর মারইয়াম তখন চিৎকার করে কান্না করছে। জোর করে ওদের বসানো হল একটা গাড়ির ব্যাকসিটে। গাড়িটা চলতে শুরু করার পর পেছনের জানালা দিয়ে তাকিয়ে আহমাদ দেখলো সুলাইমানের ছোট্ট শরীরটা মাটিতে পড়ে আছে। ওর চারপাশে রক্ত।
.
এই চারজন মানুষের কোন খোঁজ পাওয়া যাবে না পরের পাঁচ বছর। তারপর কাবুলের এক কিশোর সংশোধানাগারে পাওয়া যাবে আহমাদকে। গলায় রহস্যময় কলার লাগানো অবস্থায় এক নির্জন ভোরে মরিয়মকে পাওয়া যাবে করাচীর রাস্তায়। ওদের হতবিহবল, বিধ্বস্ত ও মূমুর্ষু মা নিজেকে আবিস্কার করবেন টেক্সাসের ফোর্ট ওয়ার্থের এক জেলে। যেখানে ৮৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তাকে। আর ঘটনার ২০ বছর পরও খোঁজ পাওয়া যাবে না ছোট্ট সুলাইমানের। ফোর্ট ওয়ার্থের জেলে বন্দী তিন সন্তানের এই মায়ের নাম ড. আফিয়া সিদ্দীকী।
.
আফিয়ারা তিন ভাইবোন। বড় ভাই মুহাম্মাদ আর্ক্টিটেক্ট। হিউস্টনের বেশিরভাগ মসজিদের ডিসাইন তাঁর করা। বোন ফৌজিয়া পড়াশোনা করেছেন হার্ভাডে। একসময় ছিলেন জন হপকিন্স ইউনিভার্সিটির নিউরোবায়োলজির হেড। সবার ছোট আফিয়া গ্র্যাজুয়েট করেছেন এমআইটি থেকে, তারপর ব্র্যান্ডেইস ইউনিভার্সিটি থেকে নিউরোসায়েন্সের ওপর পিএইচডি। এমআইটি থাকা অবস্থায় কাজ করেছেন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ও বুদ্ধিজীবি নৌম চমস্কির সাথে। তবে আফিয়ার মূল আগ্রহ ছিল শিক্ষা নিয়ে। বিশেষ করে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে নিজ উদ্যোগে ভালোরকমের গবেষণা করেছিলেন তিনি।
.
ওয়ার অফ টে-র-রের সেই দিনগুলোতে সন্দেহভাজন ‘সন্ত্রাসীদের’ ধরিয়ে দেয়ার জন্য বিপুল পরিমাণ পুরস্কার ঘোষণা করে মার্কিনীরা। সেই সুযোগে পাকিস্তানের ‘মহান ইসলামী’ শাসকগোষ্ঠী ও আর্মি বিভিন্ন আরব ও পাকিস্তানী নাগরিকদের ধরে মার্কিনীদের কাছে বিক্রি করতে থাকে। এগুলো কোন ষড়যন্ত্র তত্ত্ব না কিন্তু। খোদ পারভেজ মোশাররফ, সেই সময়কার পাক প্রেসিডেন্ট, নিজের আত্মজীবনীতে মার্কিনীদের কাছে মুসলিমদের বিকিকিনির বিষয়টা স্বীকার করেছে গর্বের সাথে।
.
এই বিকিকিনির ফাঁদে পড়ে যান আফিয়া। ‘সন্ত্রাসী’ হবার অভিযোগে তাঁকে খুজতে শুরু করে অ্যামেরিকা। যেহেতু আফিয়া উচ্চশিক্ষিত এবং দীর্ঘ সময় অ্যামেরিকাতে থাকার অভিজ্ঞতাসম্পন্ন প্র্যাকটিসিং মুসলিম; তাই মার্কিনিদের ধারণা হয় আফিয়া নিশ্চয় অত্যন্ত উচ্চ পর্যায়ের ‘সন্ত্রাসী’দের সাথে মিলে কাজ করছে। পুরস্কারের কথা শোনামাত্র লোভে উদগ্রীব হয়ে ছুটে আসে পাক শাসকগোষ্ঠী এবং আর্মি।
.
বলা হয়ে থাকে ৫০ হাজার ডলারের বিনিময়ে আফিয়াকে মার্কিনীদের কাছে বিক্রি করা হয়। এ টাকার প্রায় পুরোটাই যায় পাকিস্তানের ‘মহান ইসলামী’ আর্মির পকেটে। যাদের মতো ভালো মুসলিম বাহিনী পৃথিবীতে নাকি আর একটাও নেই।
.
করাচী থেকে কিডন্যাপ করার পর আফিয়াকে নিয়ে যাওয়া হয়ে আফগানিস্তানের কুখ্যাত বাগরাম কারাগারে। পৃথিবীর বুকে প্রায় এক টুকরো নরকে পরিণত হওয়া বাগরামে বন্দীদের ওপর চালানো হতো চরম পর্যায়ের টর্চার। সেই বাগরামেও আফিয়ার জন্য ছিল ‘বিশেষ ট্রিটমেন্ট’। বাগরাম থেকে মুক্ত হওয়া অনেকে পরে জানাবে প্রতি রাতে এক নারীর আর্তচিৎকার শোনার কথা, এই নারীই ছিলেন আফিয়া সিদ্দিকী।
.
আফিয়া যখন বাগরামে নির্যাতিত হচ্ছেন ঠিক সেই সময়টাতে আহমাদকে কাবুলের এক কিশোর সংশোধনাগারে পাঠিয়ে দেয়া হয়। ৬ বছরের আহমাদকে বলা হয়, এখন থেকে ওর নাম ‘আলী’। নিজের আসল পরিচয় কাউকে জানালে, ওকে স্রেফ মেরা ফেলা হবে। অন্যদিকে ৪ বছরের মারইয়ামকে দুই মার্কিন নাগরিকের কাছে দত্তক হিসেবে দেয় মার্কিন সরকার।
.
২০০৮ সালে আফিয়াকে বাগরাম থেকে ছেড়ে দেয়া হয়। বলা হয় গজনীতে গেলে মেয়ে মারইয়ামকে তিনি পাবেন। ৫ বছরের ভয়ঙ্কর নির্যাতন সহ্য করা, সন্তান হারানোর ভয়ে পাগলপারা আফিয়া ঐ অবস্থাতেই ছুটে যান গজনীতে। কিন্তু তাঁকে কিডন্যাপ ও বিক্রি করা ‘মহান পাক’ আর্মি, সেই সময়কার আফগান গোয়েন্দাবাহিনীর সাথে মিলে শেষ একটা চাল চালে। তারা অ্যামেরিকানদের জানায় খুব শীঘ্রই আফিয়া নাকি গজনীর গভর্নরের ওপর আত্মঘাতী হামলা চালাতে যাচ্ছেন।

Qalbun Saleem - قلب سليم

11 Jan, 01:16


ডিপ্রেশন দূর করার অন্যন্য উপায়:

দুরুদের ফযিলত বলে শেষ করার মতো না। দুরুদের দ্বারা পেরেশানী, দুঃখ-কষ্ট ও ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার ঘটনা অনেক রয়েছে। দুরুদ হলো জ্বলন্ত আগুনে ঠান্ডা পানি ছিটানোর মতো। যখন দেখবেন মন প্রচণ্ড খারাপ হয়ে আছে। কাউকেই সহ্য হচ্ছে না। কিচ্ছু ভালো লাগছে না। তখন ঘরের এক কোণে চুপ করে বসে যান। অথবা নীরব কোনো জায়গায় যান। এরপর শান্তশিষ্ট ভাবে বসে ধীরে ধীরে দুরুদ পড়া শুরু করুন। ধ্যানের সাথে পড়ুন। চোখ বন্ধ করে পড়ুন। ছোট্ট দুরুদ পড়লেও হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে একটু ইশকের ফ্লেভার যুক্ত করতে পারেন, ইয়া সাইয়েদী বলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাইয়েদী!

আহ! কল্পনায় ভাসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আপনি দুরুদ পড়ছেন। তিনি সরাসরি শুনছেন আপনার দুরুদ। একটু কল্পনা করুন, কেমন লাগবে তখন? দুনিয়ার কোনো দুঃখ-কষ্ট তখন আপনাকে ছুঁতে পারবে? বিষাদের কোনো রং আপনাকে বেদনার রঙে রঙিন করতে পারবে?

ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই। একবার যে এই ইশকে সামান্য ডুব দিয়েছে, দুনিয়ার কোনো ইশক তাকে কাবু করতে পারবে না। দুনিয়ার কোনো ভালোবাসা তাকে ব্যস্ত রাখতে পারবে না। পার্থিব কোনো কিছু তার মন খারাপ করে দিবে না। ডিপ্রেশন বলে কোনোকিছু তার জীবনে থাকবে না। ডিপ্রেশন তো তারই হয়, যে পার্থিব কিছু পাওয়ার আশায় থাকে। আর একজন আশেকে রাসূলের দুনিয়া থেকে পাওয়ার কিছুই নেই। সে চায় শুধু দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, আর আখেরাতের তাঁর শাফায়াত। সাথে যদি জান্নাতের তাঁর ছায়াতেও একটু আশ্রয় হয়, এরচেয়ে ভাগ্যের আর কী আছে জীবনে?


বই: দ্বীনের পথে রাহনুমায়ী
লেখক: তানজীল আরেফীন আদনান
উমেদ প্রকাশ থেকে আসবে ইনশাআল্লাহ।

Qalbun Saleem - قلب سليم

10 Jan, 14:37


লস এঞ্জেলেসের একটি আবাসিক এলাকা। আগুনে ছাই হওয়ার পর স্যাটেলাইট ছবি।
গাজ্জার চেহারা এমন করাতে হাজার হাজার টনকে টন বোমা ফেলতে হয়েছে/হচ্ছে। কিন্তু আমাদের সর্বশক্তিমান রব এক আগুন দিয়েই এদেরকে সেই চেহারা উপহার দিয়ে দিয়েছে।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

10 Jan, 08:34


সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম! 🧡


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

09 Jan, 17:24


আজকের সংবাদে দেখলাম, আমেরিকার লসএঞ্জেলস আগুনে পুড়ছে। এদিকে সৌদি আরবে প্রচুর বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা। পবিত্র মক্কা মদিনায় রেড অ্যালার্ট জারি।

ঘুমাতে এসে ভাবতে ভাবতে দুটো সংবাদের কোথায় জানি এক সুতো মিল দেখতে পেলাম! মনে পড়ছে, গত এক/দেড় সপ্তাহ ধরে তীব্র শীত ও তুষারপাতে গাজা উপত্যকার হৃদয় এফোঁড়ওফোঁড় করা দৃশ্যগুলো উপায়হীন সাধারণ মুসলমানদের কাঁদাচ্ছে।

হায়, সুখে থাকে মানুষগুলো মনে করে দুখিরাই শুধু দুঃখ ভোগ করবে, কিন্তু আরশে আজিমের মালিক মিটি মিটি হেসে বলেন, দাঁড়া, তোদের পালাও আসছে।
.
— আলী হাসান তৈয়ব (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

09 Jan, 16:46


কিছু আগুনে যদি ভালো কিছু হয়, তাহলে আগুনই ভালো!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

09 Jan, 15:53


এক সপ্তাহও হয়নি, আমেরিকা জারজ রাষ্ট্রটাকে ৮বিলিয়ন ফান্ড দিয়েছে ছোট্ট শিশুদের হত্যা করার জন্য।  বোমা মেরে তাদের ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে স্বপ্ন। তীব্র শীতে তারা মানবেতর জীবনযাপন করছে।

আগুন লাগা খুশির কোন বিষয় নয়, তবু আমেরিকায় আগুন লাগাতে মানুষ খুশি কেন হচ্ছে?  এটাও ভেবে দেখা দরকার। এই খুশি হওয়াকে অমানবিক ট্যাগ দেবার আগে আমেরিকাকে সন্ত্রা=\সী রাষ্ট্র ট্যাগ দাও, তারপর কথা বলতে আসো।
.
— ডা. মেহেদী হাসান (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

06 Jan, 06:04


সত্যিকারে বিপ্লবীরা কখনও ইসলামবিরোধী হয় না বরং মুসলিম আইডেন্টিটি নিয়ে সবসময় গর্ববোধ করে। যেমন: ডালিম সাহেব।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Jan, 18:10


“আমি মেজর ডালিম বলছি...”

মেজর শরিফুল হক ডালিম, বীর উত্তমের ঐতিহাসিক সেই ঘোষণা। খুনি মুজিবকে উৎখাত করে এই বীর যোদ্ধা বেতারে এই ঘোষণা দিয়েছিল।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Jan, 17:14


৫০ বছরের লুকানো ইতিহাস, সারা রাত বললেও শেষ হবে না...


আজকের সাক্ষাৎকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা সাক্ষাৎকার!

ধন্যবাদ ইলিয়াস ভাই।
আপনি দেশের #১ সাংবাদিক।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Jan, 16:25


মেজর ডালিম 🔥


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

04 Jan, 03:55


আল্লাহুম্মাগফিরলী!

আমরা সারা সপ্তাহে কী কী গুনাহ করছি - সেটা ছেলেটির সাথে তুলনা করে দেখা যেতে পারে। জান্নাত কেন ওদের - সেই প্রশ্নের উত্তর নিজেই পাওয়া যাবে, ইন শা আল্লাহ!


#self_reminder
@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

03 Jan, 12:17


অন্য লেভেলের তাকওয়া! 🧡


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

03 Jan, 10:29


ইয়া রব্বা মুহাম্মাদ! গাজ্জাবাসীর উপর রহম করুন! তাদের হিফাযাত করুন। তাদের কষ্ট দূর করে দিন। নারী ও শিশুদের প্রতি আপনার খাস আফিয়াত নাজিল করুন ইয়া রব্ব!
.
হে আল্লাহ! তাদের স্বাধীন ও শত্রুমুক্ত করুন
আর আমাদের ক্ষমা করুন ইয়া রব্ব! আমিন।
.
আল্লাহুমা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম।
.
— আবু ত্বহা মুহাম্মদ আদনান (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

03 Jan, 05:33


আমাদের বেঁচে থাকার কী অর্থ! 💔


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

03 Jan, 05:18


বোমারু বিমান কেড়ে নিয়েছে প্রিয়ঘর, প্রিয়জন। তাবুতে আশ্রয় নেয়া মা ও শিশুদের পেটে রাজ্যের ক্ষুধা। শীত। প্রচন্ড শীত। তুষার ঝড়ে উড়ে গেছে তাবু। আদরের সন্তান ঠকঠক করে কাঁপছে তীব্র শীতে। মাথার ওপর তখনও বোমারু বিমান। এ কেমন অসহায়ত্ব?

পবিত্র ভূমির বাসিন্দাদের আল্লাহ পাক এতো পরীক্ষা করছেন কেন?

আল্লাহ আসলে তাদের তৈরি করছেন। আগুনে পুড়ায়ে খাটি সোনা বানাচ্ছেন বায়তুল মাকদিসের আজাদীর জন্য। আর পরীক্ষা নিচ্ছেন আমাদের। আমাদের গাফলতির ঘুম আর আয়েশি জিন্দেগীতে নিফাকির চিহ্ন স্পষ্ট।
.
— ডা. মেহেদী হাসান (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

02 Jan, 16:38


9 seconds only, but I'm challenging you never to see it twice! 💔

#july

@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

02 Jan, 01:32


রিযিকের পেরেশানি আর মানসিক অশান্তি দুর হবে ৭ টি আমলে:

(১) প্রচুর পরিমানে দুরুদ শরিফ পাঠ করা। এটার কোন বিকল্প নাই। হাঁটতে চলতে দুরুদ পাঠ করা।

(২) প্রচুর পরিমানে ইস্তেগফার করা। ক্ষমা চাওয়া আল্লাহর কাছে।

(৩) পুরা দিনে অন্তত ২৫ বার ‘‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” পাঠ করা।

(৪) রাতে ঘুমানোে পূর্বে অজু সহকারে ঘুমানো। 

(৫) মানুষকে আগে আগে সালাম দেয়ার চেস্টা করা।

(৬) অবশ্যই হালাল খাওয়া।

(৭) অবশ্যই অবশ্যই নামায কাযা না করা।

আপনি চেক করে দেখুন। অল্পদিনেই ফল পাবেন, ইন শা আল্লাহ।
.
— HM Sulayman


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

01 Jan, 01:20


উঁচু পাহাড়ে চড়ার জন্য পাহাড়ের গায়ে যে খাঁজ কাটা হয় আরবীতে একে বলে 'উতবাহ' । মানুষ পাহাড়ে চড়ার সময় যতটা উতবাহ পাড়ি দেয় তত সতর্ক হয়। দেখে শুনে পা ফেলে। একবার চূড়ায় পৌঁছে গেলে স্বস্তি পায়। যে বছর গুলো চলে যায় এগুলো একেকটা উতবাহ। যে উতবাহ বেয়ে আমরা মৃত্যুর মনযিলে যাই। একটু একটু করে আল্লাহর দিকে আগাই। প্রত্যেকটা উতবাহ আমাদেরকে যিন্দেগীর হিসাবের কাছাকাছি নিয়ে যায়। পাহাড়ে চড়ার সময় মানুষ প্রতিটা উতবাহতে যতটা সতর্ক হয় ততটা কি আল্লাহর কাছে যাওয়ার উতবাহতে সতর্ক হয়? নাকি বাজি ফুটিয়ে আরো বেশি অসতর্কতায় মত্ত হয়?

اَوَ لَا یَرَوۡنَ اَنَّهُمۡ یُفۡتَنُوۡنَ فِیۡ كُلِّ عَامٍ مَّرَّۃً اَوۡ مَرَّتَیۡنِ ثُمَّ لَا یَتُوۡبُوۡنَ وَ لَا هُمۡ یَذَّكَّرُوۡنَ 

“তারা কি দেখে না যে, তারা প্রতি বছর এক বার কিংবা দু’বার বিপদগ্রস্ত হয় ? এর পরও তারা তাওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না।” [সূরা তাওবা: ১২৬]
.
— আম্মারুল হক (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

31 Dec, 18:32


এই শব্দ যদি আপনাকে ব্যথিত না করে; জেনে নিবেন আপনি মৃত। তাই আপনার অনুভূতি নেই।

Qalbun Saleem - قلب سليم

31 Dec, 18:22


একঝাক পরিযায়ী পাখি এসে বলল ওরা থেকে যাবে শুধু স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাটুকু পেলে।

তাদের বললাম
ফিরে যাও-এটা আতশবাজির দেশ।
.
— ডা. মেহেদী হাসান (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

31 Dec, 17:30


বজ্রপাতসহ প্রবল বৃষ্টি গা’জ্জায়। আমাদের সন্তানেরা, আমাদের মা-বোনেরা তাবুতে অবস্থান করছেন।

কোনো তাবুতে হাটু পরিমান পানি। কোনো তাবু থেকে ভাসিয়ে নিয়েছে একেবারে শেষ সম্বলটুকুও...
.
— Hammad Osama

Qalbun Saleem - قلب سليم

31 Dec, 14:46


শব্দগুলো একই, কেবল অনুভূতিগুলো ভিন্ন...

বারুদের গন্ধ দুই আকাশেই ভাসে, কোথাও তার সাথে ভাসে রক্তের গন্ধ, ক্ষুদার চিৎকার কোথাও ভাসে প্রমোদ আর সুস্বাদু খাবারের বিলাসি গন্ধ।

আমরা কখনোই এক ও অভিন্ন জাতি হতে পারিনা, মাজলুমের শিবির আর জালিম দের অনুসরণকারী রা কখনোই একই জাতি হতে পারেনা।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

31 Dec, 11:10


মনে আছে ৪ মাসের ছোট্ট শিশু তানজীমের কথা?

থার্টি ফার্স্ট নাইটের রাতেও তানজীম মনের আনন্দে খেলছিলো। রাত তখন প্রায় পৌনে বারোটা। হঠাৎ শহরজুড়ে শুরু হলো আতশবাজি আর পটকার বিকট শব্দ।
.
হাসিখুশী তানজীমের চেহারা বদলে গেলো মুহূর্তের মধ্যে। প্রতিটা বিকট আওয়াজে প্রচন্ডভাবে কেঁপে উঠছিলো ওর দেহ। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেলো ওর। আতঙ্কে চোখগুলো যেন বেরিয়ে আসছিলো গর্ত থেকে। শ্বাসকষ্ট শুরু হলো। যদিও তার আর্তনাদগুলো আতশবাজি আর পটকার শব্দের কাছে অসহায় আত্মসমর্পণ করছিলো।
.
কোনোমতে রাতটা কাটিয়ে ভোরে ভোরেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিকেলে ডাক্তার বললেন, হার্টফেল করে ছোট্ট তানজীম উমায়ের আল্লাহর কাছে চলে গিয়েছে।
.
ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিভোর জাতি যখন উত্তাল, ঠিক তখনই এক বৃদ্ধের বাড়িতে নেমে এসেছিলো শোকের ছায়া। পটকা আর আতশবাজির শব্দে কেউ কষ্ট পেলে বা মারা গেলে কি বা এসে যায়। দেশে তো এমনিতেই জনসংখ্যার বিস্ফোরণ।

এবার কার পালা?


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

30 Dec, 01:15


পড়া মনে থাকে না?
সমাধান: দুরুদ

মেধা কম?
সমাধান: দুরুদ

আমলে মন বসে না?
সমাধান: দুরুদ

দ্রুত হজ-উমরায় যেতে চান?
সমাধান: দুরুদ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান?
সমাধান: দুরুদ

হাশরে তাঁর অবধারিত সুপারিশ পেতে চান?
সমাধান: দুরুদ

জান্নাতে তাঁর কাছাকাছি থাকতে চান?
সমাধান: দুরুদ

আল্লাহ তাআলার প্রিয় হতে চান?
সমাধান: দুরুদ

দুরুদে-দুরুদে ঝলসে যাক আমাদের যবান। জিহ্বা যেন সাক্ষ্য দেয়, তাকে দিয়ে সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়েছে দুরুদ— সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
.
— উস্তাদ তানজীল আরেফীন আদনান (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

28 Dec, 12:43


২৭ বছরের সম্ভাবনাময় এক টগবগে যুবক। পেশায় প্রকৌশলী। জাপানে যাবার সব কাগজপত্র রেডি। বিয়ের কথাবার্তা চলছে। এক কথায় সমানে স্বপ্নময় এক ভবিষ্যত।

কনস্ট্রাকশন সাইট ভিজিট করার সময়  গায়ের উপর ক্রেন পড়েছে। লাম্বার রিজিওনে স্পাইনাল কর্ড ট্রান্সেকশান নিয়ে আমাদের কাছে এসেছে। ছেলেটা বেঁচে থাকবে, তবে আর কোনদিন শরীরের নীচের অংশ নাড়াতে পারবে না। আর কোনদিন সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, আর কোনদিন সে সিজদা দিতে পারবে না।  ছেলেটার জন্য এখন স্বপ্নহীন একটা হুইলচেয়ার অপেক্ষা করছে।

টোলপ্লাজার ঘটনা তো এখনো তরতাজা। মুহূর্তেই ফিকে হয়ে যায় স্বপ্নের রঙগুলো। জীবন আর মৃত্যুর মাঝে কেবল একটা নিশ্বাসের ব্যবধান। স্বপ্ন আর বাস্তবতার মাঝে একটা দূর্ঘটনার ব্যবধান।

এইতো জীবন। পদ্মপাতায় জলের মত।
কীসের এত অহংকার?
দাপটে তোমার পা মাটিতে যে পড়ে না, হতে পারে একটু পরেই তোমার পা তুলে হাঁটার ক্ষমতা-ই কেড়ে নেয়া হবে।

خُلِقَ الۡاِنۡسَانُ ضَعِیۡفًا

এতটা অসহায় ভালনারেবল এক মাখলুকের বড়াই করা সাজে না। সিজদাহ করার ক্ষমতা হারিয়ে ফেলার আগেই বেশি বেশি সিজদাহ করা দরকার।

#আইসিইউ_ডায়েরি

.
— ডা. মেহেদী হাসান (হাফি.)

Qalbun Saleem - قلب سليم

28 Dec, 02:24


দ্যা টেলিগ্রাফে প্রকাশিত এই আর্টিকেলের মূল বক্তব্য হলো সংসার পোক্ত করতে চাইলে বউকে মাঝেমধ্যে অন্য পুরুষের কাছে যেতে দিন। এ দাবিটা করা হচ্ছে আবার কিছু 'সোশ্যাল ও সায়েন্টিফিক' কিছু স্টাডির ভিত্তিতে।

জ্ঞানের কাঠামো কতোটা কলুষিত হতে পারে, সুখের ধারণা কতোটা বিকৃত হতে পারে, প্রগতির ধারণা কতোটা অন্ধকারাচ্ছন্ন হতে পারে, অধিকারের ধারণা কতোটা সমাজবিধ্বংসী হতে পারে -- এটা আধুনিক সমাজ না দেখলে জানা যেত না।

ঠিক কতোটা অন্ধকার হলে একটা সভ্যতার কর্ণধাররা এভাবে চিন্তা করতে শেখায়?

#একেই_বলে_সভ্যতা

.
— Zim Tanvir (Hafi.)

Qalbun Saleem - قلب سليم

08 Dec, 05:57


আল্লাহ ২০ দিনে হাসিনার ১৫ বছরের জুলুমের অবসান ঘটিয়ে দিলেন। আমরা অবাক হয়ে গেলাম।

আল্লাহ মাত্র ১২ দিনে আসাদের ২৪ বছরের জুলুমের অবসান ঘটিয়ে দিলেন। আমরা অবাক হলাম।

আল কুদসের বিজয়ও আল্লাহ এমনভাবে দিবেন - আমরা অবাক হয়ে বলবো এভাবেও হয়! তবে তার আগে এক রক্তের নদীর, কষ্টের সাগর আর হতাশার দীর্ঘ রজনী পাড়ি দিতে হবে।
.
— ডা. মেহেদী হাসান (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

08 Dec, 05:49


কতো রক্ত! কতো অশ্রু!
কতো কষ্টের রজনী শেষে
এলো নতুন ভোর!

সিরিয়ায় উদযাপিত হচ্ছে ঈদ...


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

08 Dec, 05:29


সিরিয়ার বিপ্লবী যোদ্ধারা হোমসের খালিদ বিন ওয়ালিদ মসজিদে প্রবেশ করে শুকরিয়া জ্ঞাপন করছিল মহান রবের প্রতি।

Qalbun Saleem - قلب سليم

07 Dec, 18:38


যুগে যুগে জালিমের পরিণতি...


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

07 Dec, 18:33


For every fall there is a time fixed from Allah.

And the time for Tel aviv is coming.

This century is the century of our victory.

Takbir! Allahu Akbar!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

07 Dec, 18:24


শামের কারাগারের নিরপরাধ বন্দীদের চোখের পানি যখন শুকানোর পথে - তখন তারা গভীর বিস্ময়ে দখলো কারারক্ষীরা প্রাণ হাতে নিয়ে পালাচ্ছে।

আল্লাহ তাঁর বান্দাদেরকে কখনো ছেড়ে যান না।

— ডা. মেহেদী হাসান (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

07 Dec, 17:36


দেহ বাংলাদেশে হলেও মন পড়ে আছে শামের ধুলিময় অলিগলিতে। শামকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আ করেছেন- আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা- হে আল্লাহ, আমাদের শামে বরকত দান করুন৷ নবীজি শামকে যখন বলেন 'আমাদের শাম', তখন একে ভালো না বেসে কি পারা যায়?

দামেস্ক হয়ত আজ রাতেই বিজয় হতে যাচ্ছে বিইযনিল্লাহি৷

.
— আব্দুল্লাহ আল মাসউদ হাফিজাহুল্লাহ

Qalbun Saleem - قلب سليم

07 Dec, 11:00


একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্নেহধন্য শিষ্য মুআয রাদ্বিয়াল্লাহু আনহু’র হাত ধরে বললেন, 'মুআয, তোমাকে আমি খুব খুউব ভালোবাসি!'

নবীজি শুধু 'উহিব্বুকা- তোমাকে ভালোবাসি' বলেন নি। বলেছেন, 'ইন্নি লাউহিব্বুকা- খুব খুউব ভালোবাসি।' ভালোবাসা কতোটা প্রগাঢ় হলে এভাবে গভীর মমতামাখা শব্দে তা প্রকাশ করা যায়!

এই কথা শুনে কেমন হয়েছিল মুআয রাদ্বিয়াল্লাহু আনহু’র হৃদয়ের স্পন্দন? হাদীসটা পড়ার সময় নিজেকে বারবার প্রশ্ন করেছি। হৃদয়ের সবটুকু অনুভূতি ঢেলে দিয়ে অনুভব করতে চেয়েছি তাঁর সেসময়ের খুশিটুকু। তিনি প্রতিউত্তরে বললেন, 'আমিও আপনাকে ভালোবাসি হে আল্লাহর রাসূল!'

তারপর নবীজি তাকে একটা দুআ শিক্ষা দিলেন। বললেন, 'প্রত্যেক নামাজের পর এই দুআটা পড়তে ভুলবে না। তা হল,

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِك وَحُسْنِ عِبَادَتِك
[ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ]

অর্থ : হে আমার প্রভু, তোমাকে স্মরণ করার, তোমার কৃতজ্ঞতা আদায় করার ও সুন্দরভাবে তোমার ইবাদাত করার ক্ষেত্রে আমাকে সাহায্য করো।

নবীজি একটা দু’আ শিক্ষা দিবেন নিজের শিষ্যকে। এর জন্য কতো সুন্দর সম্বোধনে ভালোবাসার পরশ বুলিয়ে তার হৃদয়-মন বিগলিত করে পুরোটা মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করে নিলেন। তারপর সেই দুআটা শিক্ষা দিলেন। নববী শিক্ষা বলেই হয়তো তাতে এতো মধুরতার দেখা পাই।

হাদীসটা পড়ার পর থেকে বারবারই মুআয রা. এর উপর ঈর্ষা হচ্ছে। আমি যদি প্রিয় নবীর মুবারক যবানে এমন মনোহরা প্রেমময় বাক্য শুনার সৌভাগ্য অর্জন করতাম তবে এর বিনিময়ে জগতের সকল ভালোবাসাকে তুচ্ছ জ্ঞান করতাম। আমাকেও যদি নবীজি এমন ভালোবাসতেন!

[ হাদীসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদে (১৫৩২), সুনানে নাসায়ীতে (১৩০৩), মুসনাদে আহমাদে (২২১১৯) সনদ সহীহ ]

.
— আবদুল্লাহ আল মাসউদ হাফিজাহুল্লাহ

Qalbun Saleem - قلب سليم

06 Dec, 16:59


For Fb cover

Qalbun Saleem - قلب سليم

06 Dec, 16:58


ইন শা আল্লাহ!

@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

06 Dec, 15:44


মধ্য গাজার নুসাইরাতের এই মসজিদটি গত সপ্তাহে শহিদ করা হয়েছে। আজ সেই ধ্বংসপ্রাপ্ত মসজিদের অভ্যন্তরে মুসল্লীদের জুমার নামাজের দৃশ্য।

মসজিদটির নাম “মসজিদ-এ ফারুক”। মসজিদের মুসল্লীরাও ঠিক ফারুকে আজম উমর ইবনুল খাত্তাব (রা.) এর মতোই সাহসী।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

06 Dec, 13:49


আবারও আসিব ফি‌রে
যমুনা নদীর তী‌রে
গ‌ড়িব তাওহী‌দের মিনার
ধ্ব‌নিব 'আল্লাহু আকবার'!
ইন শা আল্লাহ!
.
— সাইফুদ্দীন গাযী (হাফি.)

@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

06 Dec, 09:36


বাবরি মসজিদ আমরা অবশ্যই আবার নির্মাণ করব। যেখানে ছিলো সেখানেই। ইন শা আল্লাহ!
— আহমেদ রফিক (হাফি.)

ছবি: Mayraj Hossain

Qalbun Saleem - قلب سليم

06 Dec, 07:59


একটা আরবী লেখায় দেখলাম,
দুনিয়ার সমস্যা হচ্ছে হাম্মুন, মানে দুশ্চিন্তা।
আখেরাতের সমস্যা হবে যাম্বুন, মানে গুনাহ।
.
আর অধিক দরূদ পাঠ এই দুইটাই দূর করে।
.
যেমন প্রিয়নবী সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দরূদ পাঠের ব্যাপারে উবাই ইবনু কা'ব রদ্বিইয়াল্ল-হু আনহুকে বলেছিলেন, "এটা তোমার দুশ্চিন্তার জন্য যথেষ্ট হবে, আর তোমার গুনাহও মাফ করা হবে।"
.
আজ শুক্রবার!
.
— মাহদী ফয়সাল (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Dec, 09:20


আল আক্বসার প্রতি জাতির দায়িত্ব ┇ শায়খ হারুন ইজহার হাফিযাহুল্লাহ


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

04 Dec, 15:20


একটা সত্যি কথা কি জানেন?
আমাদের মধ্যে না আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, না আছে ভয়।

এমন একজনের কথা একটু আগে বাসায় বলছিলাম, যে কিনা আমাদের সময়েরই একটা ছেলে।

এই ছেলে ইশার পরপরই ঘুমায়ে যায়, কারণ এটা রাসূলুল্লাহর (সা) সুন্নাহ। আর রাসূলুল্লাহর (সা) সুন্নাহই তার কাছে গাইডেন্স। আর গাইডেন্স ফলো করলেই সে সফল। নইলে তো সে মিসগাইডেড, ব্যর্থ!

এই ছেলে প্রতি রাতে ঘুম থেকে সাড়ে বারোটায় উঠে যায়। ভোর পাঁচটা পর্যন্ত সে চুপিচুপি টানা সলাত করে। কিয়াম করে।
কেন?

কারণ, সে আল্লাহর প্রতি সত্যিই কৃতজ্ঞ।
সে নিজের ভুল আর জাহান্নাম নিয়ে সত্যিই ভীত।
এই কৃতজ্ঞতা প্রকাশ করতে আর আশ্রয় চাইতে চাইতে সে দুই পা ফুলায়ে ফেলে।
প্রতিদিন।

একটা ট্যুরে ত্রিশদিনের একদিনও তার এই রুটিন মিস হয় নাই। তীব্র মশার প্রকোপেও আল্লাহর প্রতি ভালবাসা তাকে সুন্নাহর অনুসরণ থেকে থামাইতে পারে নাই। কোন পরিস্থিতি আর অজুহাতই তাকে আল্লাহর সাথে কথোপকথনের মিষ্টতা মিস করার দুঃসাহস দেয় নাই।

মনিব নিজে নেমে আসবেন, কথা শুনতে চাইবেন, মাফ করতে চাইবেন, আর এই কথার উপরে ঈমান থাকলে দাস হয়ে সে ঘুমাবে, তা কী হয়?
হয় না।

এই ছেলেটা তাওহীদ "বুঝেছে"।
আল্লাহকে চিনেছে।
সফলতা দেখেছে।

আর আমরা?
আমরা বয়ান দিয়ে, বয়ান শুনেই বিন্দাস!
ঠিক না?

আল্লাহর জন্য বাঁচা!
এতো সস্তা?
.
— মোহাম্মদ তোয়াহা আকবর (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

02 Dec, 18:53


"আজাদী-আজাদী" শ্লোগানে উত্তাল ঢাকা

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।

Qalbun Saleem - قلب سليم

02 Dec, 01:38


সানা বিনতে আসমা আস সালামিয়্যাহ। আরবের আর দশটা নারীর মত উনারও স্বপ্ন ছিল আখেরী নবীর (ﷺ) স্ত্রী হবেন। হয়তো তিনি দোয়াও করেছিলেন আল্লাহর কাছে।

এক সময় রাসূলুল্লাহ'র (ﷺ) কাছে সানা বিনতে আসমার জন্য প্রস্তাব আসে। তিনি সম্মতি প্রদান করেন। বার্তাবাহক ছুটে যায় বনু সালিমের দিকে।

এক সময় সানা বিনতে আসমার কাছে খবরটি পৌঁছে। তার কাছে এটি স্বপ্ন ছিলো বটে, তবে তা বাস্তব হবে এমনটা তার ধারণাতেও ছিলো না।

আকস্মিক এই সংবাদে তিনি এতটা আনন্দিত হন যে, অত্যধিক খুশির চোটে তিনি মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহর (ﷺ) সাথে সংসার হওয়ার আগেই তিনি মারা যান।
.
— Mohammad Saeedul Mostafa (হাফি.)

Qalbun Saleem - قلب سليم

29 Nov, 18:13


হে শাম! তুমি আমাদের হৃদয়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছো। তোমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর পবিত্র যবানে তোমার নাম উচ্চারণ হয়েছে বারবার। তোমার বুকেই নামবেন সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম। তোমার বুকেই থাকবেন পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সন্তানেরা। তোমার বুকেই আমাদের চূড়ান্ত বিজয়ের লড়াই শুরু হবে ইনশাআল্লাহ। সেই পবিত্র কাফেলায় থাকার জন্যই তো আমাদের এত মেহনত, এত আয়োজন আর এত দুআ। তাই আল্লাহর শত্রুদের থেকে তোমার ভূমি পবিত্র হওয়া জরুরি।

শুধু আলেপ্পো নয়, পুরো শাম জুড়ে ধ্বনিত হোক তাওহীদের একচ্ছত্র ধ্বনি।

.
— তানজীল আরেফীন আদনান (হাফি.)

Qalbun Saleem - قلب سليم

29 Nov, 18:11


আরবীতে একটা কথা আছে।

من ملك حلب ملك الشام

যে হালব দখল করতে পেরেছে সে শামের মালিক হয়ে গেছে।

ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তায়ালা শামবাসীর ললাটে শামের মালিকানা লিখে রেখেছেন। খালিদ বিন ওয়ালিদের তরবারিতে যারা শান দিচ্ছে তাদের হাতে উম্মাহর মানচিত্র বদলে দিন। আ-মীন।

.
— আম্মারুল হক (হাফি.)

Qalbun Saleem - قلب سليم

29 Nov, 17:46


আলেপ্পর মসজিদ থেকে ভেসে আসছে তাকবীরের ধ্বনি। বিজয়ের তাকবির।

আল্লাহু আকবার!

Qalbun Saleem - قلب سليم

29 Nov, 04:04


একটা আরবী লেখায় দেখলাম,
দুনিয়ার সমস্যা হচ্ছে হাম্মুন, মানে দুশ্চিন্তা।
আখেরাতের সমস্যা হবে যাম্বুন, মানে গুনাহ।
.
আর অধিক দরূদ পাঠ এই দুইটাই দূর করে।
.
যেমন প্রিয়নবী সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দরূদ পাঠের ব্যাপারে উবাই ইবনু কা'ব রদ্বিইয়াল্ল-হু আনহুকে বলেছিলেন, "এটা তোমার দুশ্চিন্তার জন্য যথেষ্ট হবে, আর তোমার গুনাহও মাফ করা হবে।"
.
আজ শুক্রবার!

— মাহদী ফয়সাল (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

27 Nov, 05:57


গেরুয়া কালারের গেঞ্জি পরিহিত লম্বা ছুরি হাতে নেওয়া এই লোক যে আলিফ ভাইকে কো-পা-চ্ছে তার একটা স্পষ্ট ভিডিও পাওয়া গেছে৷ কেউ ছাদ থেকে ভিডিওটি করছে। মিলিয়ে নিন৷

— আব্দুল্লাহ আল মাসউদ (হাফি.)

Qalbun Saleem - قلب سليم

27 Nov, 04:37


দেখেন মালাউনের বাচ্চারা কি নৃশংসভাবে আমার ভাইটারে কোপাইছে!

Qalbun Saleem - قلب سليم

26 Nov, 19:02


টুইটারে ভারত এবং ফ্যাসিস্টের দোষররা এই বলে প্রচারণা চালাচ্ছে যে যিনি চট্টগ্রামে মারা গেছেন - তিনি আসলে মুসলিম না, তিনি হিন্দু!

ওরা যে কোন সত্যকে মিথ্যা বানাতে পারে - তাই আমাদের উচিত আরও স্মার্ট হওয়া। পোস্টের ছবিগুলো সবার টুইটার একাউন্ট দিয়ে এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করে ছড়িয়ে দিন প্লিজ।
.
— আব্দুল্লাহ জাবের


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

22 Nov, 12:03


পারফেক্ট! 🔥


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

19 Nov, 12:35


Speechless 💔🥺


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

17 Nov, 15:03


আল্লাহু আকবার!

@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

15 Nov, 05:55


আল্লাহকে আমি সবকিছু বলে দিব...


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

14 Nov, 14:44


গলার ভেতর থেকে দলাপাকানো কান্নারা উঠে আসতে চায়। কাঁদি না, যদিও চোখ ভিজে যায়। কাঁদতে চাই না কারণ, এই র/ক্তের পবিত্রতার সামনে আমার কান্নাগুলোর কোনো পবিত্রতা নেই।
.
আমি আসলে এগুলো সামনে নিয়ে লিখতে বসলে কেমন যেন প্যাঁচ খেয়ে যাই। আমার কথাগুলো প্রায়শই এলোমেলো হয়ে যায়। ভেতরে কতোকিছু তড়পায়, সেগুলো লেখায় নিয়ে আসতে পারি না। তাই Hasan Sharif ভাই চমৎকার একটা ক্যাপশন দিয়েছিলেন, উনার ক্যাপশনটাই এখানে তুলে দিচ্ছি:
.
"আমাদের পরোটায় লেগে থাকে চিকেন চাপ আর টমেটো সস আর জান্নাতীদের পরোটায় লেগে থাকে শহীদি চিহ্ন।"
.
আল্লাহ, আমাদেরকে আপনি সংশোধন করে দেন প্লিজ। আমরা নফসের গোলকধাঁধায় হারিয়ে গিয়েছি। আমাদেরকে আপনি আবার আপনার অনুগ্রহে ধন্য পথটায় নিয়ে আসুন, ইয়া আল্লাহ! আমরা পথহারা হয়ে গিয়েছি!
.
আর এই পবিত্র লহুর বদলা—যথাযোগ্য বদলা নেওয়ার তাওফীক আপনি আমাদের দান করুন, ইয়া রব্ব!
.
— মুহাম্মাদ নাফিস নাওয়ার (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

13 Nov, 00:47


কুরআনুল কারীমের দুটি আয়াত, যা পড়লে আমরা লজ্জিত হতে বাধ্য:
.
“আমি যখন মানুষের উপর কোনো অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং উল্টা দিকে ধাবিত হয়। আবার যখন কোনো বিপদ এসে তাকে স্পর্শ করে তখন সে দীর্ঘ দোয়া নিয়ে আমার কাছে হাজির হয়।”

(সুরা-হামীম সিজদাহ, আয়াত-৫১।)

.
“মানুষের অবস্থা হচ্ছে যখন সে কোনো কঠিন সময়ের মুখোমুখি হয় তখন সে দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আমাকে ডাকে। কিন্তু যখন আমি তার বিপদ দুর করে দিই তখন সে এমনভাবে চলতে থাকে যেনো সে কখনও তার নিজের কোনো খারাপ সময়ে আমাকে ডাকেইনি। ঠিক তেমনিভাবে সীমা অতিক্রমকারীদের জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দেওয়া হয়েছে।”

(সুরা ইউনুস, আয়াত-১২।)


© An Nahyan Khan Zeeshan

Qalbun Saleem - قلب سليم

12 Nov, 00:55


ইবলিশ যদি কখনো আপনাকে এই ওয়াসওয়াসা দেয়, আপনি ওমুক মুসলিমের চেয়ে ভালো, তাহলে খেয়াল করে দেখুন সেই মানুষটা বয়সে আপনার বড় কিনা। যদি বড় হয় তাহলে নিজেকে বলুন: সে তো আমাকে ঈমান আর নেক আমলের ছাড়িয়ে গেছে, কাজেই সে আমার চেয়ে ভালো মানুষ। আর যদি সে আপনার চেয়ে বয়সে ছোট হয়, তাহলে নিজেকে বলুন: আমি তাকে গুনাহের কাজে ছাড়িয়ে গেছি এবং নিজের ওপর শাস্তি ডেকে আনছি, কাজেই সে আমার চেয়ে ভালো মানুষ।

— বকর আল-মুযানী রাহিমাহুল্লাহ
সূত্র: হিলয়াতুল আউলিয়া, ২/২২৫

Qalbun Saleem - قلب سليم

11 Nov, 05:13


উপদেষ্টা হল একজন নষ্ট সমাজের কারিগর, অশ্লিলতার প্রচারক, বিশিষ্ট শাহবাগী, পায়ুকামী সৈনিক মোস্তফা সারোয়ার ফারুকী। যার বউ আবার ফ্যাসিস্ট হাসিনার আশেপাশে- চরিত্রে অম্লান বদনে অবতীর্ণ হয়ত।

এই ফারুকীরা দেশে শাহবাগ ও ফ্যাসিজম তৈরির সাংস্কৃতিক কারিগর ছিল। এই ব্যক্তি কখনো আন্দোলনে রক্ত ও ত্যাগ স্বীকারকারী ৯০% মানুষের চিন্তা ও আদর্শের প্রতিনিধিত্ব করে না। এরাই প্রথম আলো- দিল্লি স্টারের ফেইস।

ছবিতে দেখুন ফ্যাসিস্টের চিহ্নিত দোসররা ফারুকীর উপদেষ্টা হওয়াকে কি নিদারুণ আনন্দ- ফূর্তিতে স্বাগত জানাচ্ছে, উপভোগ করছে।

.
— ইফতেখার সিফাত (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

10 Nov, 02:15


একটা নিষ্পাপ বাচ্চা, হাসিমাখা মুখে, দূরে কোথায় তাকিয়ে আছে, ক্যাপশনে লেখা নিখোজ- এরকম পোস্ট ঘুরছিল না নিউজফিডে গত কয়েকদিন ধরে?

বাচ্চটার নামটা হয়তো খেয়াল করেন নি, আমি করিও নি। মেয়টার নাম ছিল মুনতাহা।

মুনতাহা মেয়েটা মারা গেছে। মেরে মাটিচাপা দিয়ে রেখেছিল ঘাতক। মেরেছে পাশের ঘরের চাচী-ই।

এটাই জীবন। চোখের সামনে ফুলসদৃশ নাম না জানা মেয়েটার নিখোজ বিজ্ঞপ্তিতে ছেয়ে গেল শহর। এক ফাইন মর্নিংয়ে  ঘুম থেকে উঠে ফেসবুকে ডুকে দেখলেন মেয়েটাকে মেরে বাড়ির পাশেই পুতে রাখা হয়েছিল। এবং মেয়েটার নাম ছিল মুনতাহা।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

10 Nov, 00:27


যখন আল্লাহ কাউকে ভালবাসেন, তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে দেন না। তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতার মধ্যেও কোন প্রবৃদ্ধি ঘটে না। বরং তিনি যদি কাউকে ভালবাসেন তাকে নেক আমলের তাউফিক দেন। যদি পাঁচ ওয়াক্ত নামাজের তাওফিক হয়, পুরো রমাদান যদি আপনি রোজা রাখতে পারেন, যদি রাত জেগে তার ইবাদত করার সৌভাগ্য হয়, আপনি বিশ্বাস করতে পারেন, সেই মহান রব আপনাকে অনেক ভালবাসেন। তিনি আপনাকে পছন্দ করেন বলেই আপনি তার দিকে দুহাত তুলে চাইতে পারেন, তিনি ভালবাসেন বলেই তার নাম উচ্চারনের সৌভাগ্য আপনার হয়।

এর উল্টো দিকে, যখন আল্লাহ কারো উপর রাগ হন, তিনি কিন্তু তাঁকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেন না। তার খাবার দাবারের যোগানও বন্ধ হয় না। বরং হয়তো সে আগের চেয়ে আরও ভাল থাকার কিংবা খাওয়ার সুযোগ পায়। কেউ তাঁর নাফরমানি করলে, তাকে তিনি সাথে সাথে শাস্তি দেন না। তার পায়ের নিচ থেকে জমিন সরে যায় না, মাথার উপর ছাদও ভেঙ্গে পড়ে না।

কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হলে, তার অন্তরে মরিচা পড়ে যায়। ইবাদতে তার মন বসে না, নামাজ পড়তে তার আর ভাল লাগে না। দ্বীনের কোন কথা শুনলে বিরক্তি আসে, তিলাওয়াতের সুরের চেয়ে গানের সুরই তার কাছে প্রিয় মনে হয়। তার সাধ জাগে না, গভীর রাতে একাকী সিজদায় যেয়ে কাঁদতে। আফসোস তার হয় না, কেন সে ফজরে আর উঠতে পারে না।

সেই মানুষটি তো ভাবতে থাকে, এসবই তার ইচ্ছাধীন বিষয়। সে নামাজ পড়তে চায় না বলেই,পড়া হয় না। তার তেমন ভাল লাগে না বলেই, অন্যান্য আমলগুলোও সবসময় করা হয় না। কিন্তু প্রকৃত সত্য হল, তারই গুনাহের কারণে, তার থেকে সেই ইবাদতের নিয়ামত ছিনিয়ে নেয়া হয়েছে। তারই বদআমলের কারণে, সে আর পায় না আমলের সেই মিষ্টতা....
.
— Rizwanul Kabir (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

08 Nov, 08:02


সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম! 🧡


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

07 Nov, 00:12


সাবাহাল খাইর - ফজর মোবারক 🧡

ফজরের স্নিগ্ধ বাতাস শুধু শরীর নয়, মনকেও শীতল করে দেয়!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

05 Nov, 17:11


ইস্কন নিয়ে মাহমুদুর রহমানের বক্তব্য শেয়ার দেওয়াতে চট্টগ্রাম হাজারি গলিতে এক মুসলিম ব্যবসায়ীর দোকানে জয় শ্রীরাম শ্লোগান দিয়ে ভাঙচুর চালানোর নিউজটা সত্য।

হামলাকারীদের গ্রেফতার না করে উল্টা ভিক্টিমকেই গ্রেফতার করে পুলিশ ক্ষমা চাইতে বাধ্য করছে।

— Tanzirul Islam Nibeer


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

04 Nov, 12:29


শহীদের বাবা... 💔❤️‍🩹


#Remembering_Our_Heroes
@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

04 Nov, 00:19


সাবাহাল খাইর, ফজর মোবারক 💙

নুরিস্তান, আফগানিস্তান।

Qalbun Saleem - قلب سليم

31 Oct, 09:21


যা কিছু কালো, তার সঙ্গে প্রথম কালো।

বয়কট বয়কট
প্রথম আলো
বয়কট!

Design: Irfan Nafis

Qalbun Saleem - قلب سليم

30 Oct, 00:30


যখন আল্লাহ কাউকে ভালবাসেন, তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে দেন না। তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতার মধ্যেও কোন প্রবৃদ্ধি ঘটে না। বরং তিনি যদি কাউকে ভালবাসেন তাকে নেক আমলের তাউফিক দেন। যদি পাঁচ ওয়াক্ত নামাদের তাওফিক হয়, পুরো রমাদান যদি আপনি রোজা রাখতে পারেন, যদি রাত জেগে তার ইবাদত করার সৌভাগ্য হয়, আপনি বিশ্বাস করতে পারেন, সেই মহান রব আপনাকে অনেক ভালবাসেন। তিনি আপনাকে পছন্দ করেন বলেই আপনি তার দিকে দুহাত তুলে চাইতে পারেন, তিনি ভালবাসেন বলেই তার নাম উচ্চারনের সৌভাগ্য আপনার হয়।

এর উল্টো দিকে, যখন আল্লাহ কারো উপর রাগ হন, তিনি কিন্তু তাঁকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেন না। তার খাবার দাবারের যোগানও বন্ধ হয় না। বরং হয়তো সে আগের চেয়ে আরও ভাল থাকার কিংবা খাওয়ার সুযোগ পায়। কেউ তাঁর নাফরমানি করলে, তাকে তিনি সাথে সাথে শাস্তি দেন না। তার পায়ের নিচ থেকে জমিন সরে যায় না, মাথার উপর ছাদও ভেঙ্গে পড়ে না।

কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হলে, তার অন্তরে মরিচা পড়ে যায়। ইবাদতে তার মন বসে না, নামাজ পড়তে তার আর ভাল লাগে না। দ্বীনের কোন কথা শুনলে বিরক্তি আসে, তিলাওয়াতের সুরের চেয়ে গানের সুরই তার কাছে প্রিয় মনে হয়। তার সাধ জাগে না, গভীর রাতে একাকী সিজদায় যেয়ে কাঁদতে। আফসোস তার হয় না, কেন সে ফজরে আর উঠতে পারে না।

সেই মানুষটি তো ভাবতে থাকে, এসবই তার ইচ্ছাধীন বিষয়। সে নামাজ পড়তে চায় না বলেই,পড়া হয় না। তার তেমন ভাল লাগে না বলেই, অন্যান্য আমলগুলোও সবসময় করা হয় না। কিন্তু প্রকৃত সত্য হল, তারই গুনাহের কারণে, তার থেকে সেই ইবাদতের নিয়ামত ছিনিয়ে নেয়া হয়েছে। তারই বদআমলের কারণে, সে আর পায় না আমলের সেই মিষ্টতা.....
.
— রিজওয়ানুল কবির


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

29 Oct, 15:53


শতাধিক এতিমসহ তিনশ শহীদ পরিবারের সাথে এক বেদনাঘন ও স্মরণীয় সকাল কাটল আজ।

আমাদের আহ্বানে সাড়া দিয়ে ৩০০ শহীদ-স্বজন হাজির হয়েছিলেন নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে। প্রত্যেককে দেয়া হয়েছে ১ লাখ টাকার সম্মাননা চেক। এর মধ্যে ১০৯ জন এতিম, ১৮৯ টি সাধারণ পরিবার এবং ২ টি হিন্দু পরিবার ছিল।

চেক প্রদানের পূর্বে বাবাহারা দুই শিশু, সন্তানহারা তিন পিতা এবং স্বামীহারা দুই স্ত্রী কান্নাভেজা কণ্ঠে তাদের বেদনাদায়ক স্মৃতিচারণ করেন। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে।

কোটি টাকা দিয়েও একটি জীবনের ক্ষতিপূরণ সম্ভব নয়। তারপরও, সীমিত সাধ্যের মধ্যে এতিম ও শহীদ পরিবারগুলোকে আমরা সম্মান প্রদর্শনের চেষ্টা করেছি।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনে আহত ১৪৬৯ জনকে ইতোপূর্বে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আজ তার সাথে যুক্ত হলো আরো ৩ কোটি টাকা।
.
— শায়খ আহমাদুল্লাহ (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

28 Oct, 05:36


ছেলেটার নাম সৈয়দ আল ইয়াসীন। পরিবারের সদস্যরা তাকে জুনায়ীন বলে ডাকে। দেখতে আমার ছোটো ভাই, আবিরের মতো। আবিরের বয়স আর তার বয়স কাছাকাছি।

যতোবার তার পিকচার সামনে আসছে ততোবার ছোটোভাইয়ের চেহারাটা মনে পড়ছে। তাদের মধ্যে পার্থক্য হচ্ছে আবির ২৬ পারা মুখস্থ করেছে আর পিকচারের ছেলেটার হিফজ কমপ্লিট করতে মাত্র দুই পারা বাকি।

আরেকটা পার্থক্য বলি, যেটা আপনি হয়তো এক্সপেক্ট করেন না অথবা শুনতে চান না..

আবির আজ সকালে মাদ্রাসায় যেতে পারলেও এই নিষ্পাপ চেহারা ছেলেটা যেতে পারবে না। অন্যকথায় সে আর কখনোই যেতে পারবে না; তার শিক্ষক তাকে মে/রে ফেলসেন তুচ্ছ কারনে।

প্রিয় জুনায়ীন,

আমি আশা রাখি তোমার প্রানের বিনিময়ে মুসলিমবঙ্গের হিফজখানাগুলো নিরাপদ হয়ে উঠবে বাচ্চাদের জন্য। যেখানে বাচ্চারা শাসনের নামে জুলুমের শিকার হবে না। কুরআন শিখতে এসে বাসায় ট্রমা নিয়ে ফিরবে না।

আল্লাহ তোমাকে জান্নাতের উচু মাকাম দান করুন। তোমার মা-বাবাকে সাবরে জামীল দান করুন।

বিস্তারিত: https://www.facebook.com/share/p/RFBzBjsG2b6qz686/


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

23 Oct, 17:42


Remembering our HERO!

আবরার ফাহাদের (রাহি.) র*ক্ত,
বৃথা যেতে পারে না...

আল্লাহ আপনাকে তাঁর রহমতের ছায়ায় আবৃত করে রাখুন, আ-মীন।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

23 Oct, 17:07


আ-মীন ইয়া রব!
আবরার ফাহাদ (রাহি.) নিঃসন্দেহে তাদের মধ্যে আইকন হয়ে থাকবেন।

@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

23 Oct, 15:34


🛑 ব্রেকিং:

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ কে নিষিদ্ধ ঘোষণা করলো সরকার।

আমাদের গত এক দশকেরও বেশি সময় ধরে ব্যবহৃত #BanBSL হ্যাশট্যাগ অবশেষে পূর্ণতা পেলো।

Qalbun Saleem - قلب سليم

22 Oct, 02:51


৬০ বছরের জীবনে মানুষের ক্যারিয়ার গড়তে লেগে যায় ৩০ বছর। বাকি ৩০ টা বছর কে সে ফিউচার ভেবে বসে আছে। অথচ সে ভাবে না ক্যারিয়ার গড়তে যে ৩০ বছর চলে গেছে। ক্যারিয়ার গড়ার পর বাকি ৩০ টা বছর কেটে গেলেই মৃত্যু হাজির হবে৷

তারপরও মানুষের হুশ নেই। কথায় কথায় বলে আমার ফিউচার গড়তে হবে৷ অথচ মানুষের একমাত্র ফিউচার হওয়ার কথা ছিলো আখিরাত!
.
ইন্তিফাদা


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

19 Oct, 15:10


৯০ বছর ধরে উম্মাহ সালাহুদ্দীনের অপেক্ষায়। সালাহুদ্দীন এসে জীবনের শেষবিন্দু দিয়ে, লাঠি হাতে লড়ে শহীদ হয়ে গেলেন। উম্মাহ তখন ঘুমিয়ে।
.
— শায়খ আতীক উল্লাহ (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

19 Oct, 00:20


ফজর নামাজ একটি অফুরন্ত সম্ভাবনাময় বীজ। দিনের শুরুতে বপন করলে, সারাদিন প্রতিটি মুহূর্তে বরকত ও মানসিক স্বস্তির ফসল তুলতে পারব। ফজর নামাজ অপূর্ব এক চাষাবাদ।
.
— শায়খ আতীক উল্লাহ হাফিযাহুল্লাহ

Qalbun Saleem - قلب سليم

18 Oct, 13:01


দুই বিলিয়ন মুসলিমের সম্মান রক্ষায়, ডানহাতসহ পুরো শরীর রক্তাক্ত হয়ে যাওয়ার সত্ত্বেও, বামহাতে লাঠি নিয়ে, পুরো বিশ্বের বিরুদ্ধে জীবনের শেষবিন্দু দিয়ে লড়ে গেছেন।

রাহিমাকাল্লাহু ইয়া আবা ইবরাহীম!
.
— শাইখ আতীক উল্লাহ (হাফি.)


ভিডিও: Gaza Now

Qalbun Saleem - قلب سليم

18 Oct, 04:45


রব্বে কারীম তাঁর শাহাদাত কবুল করুন। এবং জান্নাতের সবুজ পাখিদের কাতারে শামিল করুন। আমাদেরকেও তাঁদের পথে উজ্জীবিত হওয়ার তাওফীক দান করুন। আ-মীন।


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

17 Oct, 16:59


Our Hero, Our leader 🔥

ইমাম আলীর (রাদিয়াল্লাহু আনহু) এই কথাটি আমি খুব ভালোভাবে মনে রেখেছি– মানুষের জীবনে দুই রকম দিন আছে: এমন একটি দিন যেদিন মৃত্যু তার তকদিরে নেই, আর এমন একটি দিন যেদিন মৃত্যুই তার তকদির। প্রথম দিনে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, এবং দ্বিতীয় দিনে কেউ আপনাকে বাঁচাতে পারবে না।
.
— ইয়াহইয়া সিনওয়ার

Qalbun Saleem - قلب سليم

15 Oct, 09:11


ছেলেকে উৎসর্গ করা এক শহীদের বাবা...

.
রব্বে কারীম শহীদ শাহরিয়ার ভাইয়ের ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করুন, আ-মীন!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

15 Oct, 04:54


আমরা ব্যর্থ! আমরা কিছুই করতে পারছিনা! হে ভাই আমার! ক্ষমা করে দিও আমাদের! 💔


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

15 Oct, 01:52


১৯ বছর বয়সী শা'বানকে গতরাতে জ্যান্ত পুড়িয়ে মেরেছে অভিশপ্তরা।

সে ছিলো হাফিজে কুরআন!

আল্লাহ তাকে শহীদ হিশেবে কবুল করুন। তার ভুলত্রুটিকে ক্ষমা করে দিন। আর অভিশপ্তদের যথাযোগ্য প্রাপ্য বুঝিয়ে দিন।
.
— Hammad Osama (Hafi.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

14 Oct, 15:37


আলহামদুলিল্লাহ!

সোর্স: https://www.facebook.com/share/p/m6YzFT5H8UHXPKvD/

@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

13 Oct, 16:16


স্বাধীন দেশ 2.0 (⁉️)
সোর্স: https://www.facebook.com/share/p/VkmzKPCtSQ5k6eBx/

@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

13 Oct, 06:56


পুলিশ হত্যার বিচার শুরু হইসে, এই পুলিশদের বিচার কে করবে? এমন বহু হত্যার?

Qalbun Saleem - قلب سليم

12 Oct, 04:38


একটি টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল মহাবীর শহীদ নাফিস কে! অথচ তখনও বেঁচে ছিল নাফিস।

রিকশার পাদানিতে আড়াআড়িভাবে ঝুলে আছে নাফিসের দেহ। এক পাশে শূন্যে ঝুলছে দেশের পতাকা মোড়ানো মাথা অন্যপাশে ঝুলছে গুলিবিদ্ধ নিথর পা দুটো। একজন রিকশা ড্রাইভার প্যাডেল চালিয়ে নিয়ে যাচ্ছেন নাফিসকে। এই দৃশ্য যতবার মনে পড়ে ততবার চোখে ভিজে যায়।

নাফিস তখনো জীবিত ছিল। টুকরিতে করে নিয়ে গুলিবিদ্ধ আহত নাফিসকে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল পুলিশ, তারপর পোড়াতেও ট্রাই করে। শেষ পর্যন্ত পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে নাফিসকে বাঁচানোর চেষ্টা করে রিকশাচালক এই ভাইটি।

নাফিস সবেমাত্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছে। বয়স মাত্র ১৭। এ বয়সে এতবড় স্যাক্রিফাইস করে ফেলল সে।

৪ আগষ্ট সকালে নাফিস শাহবাগ হয়ে ফার্মগেটে মুভমেন্টে যোগ দেয়। দুপুর দেড়টার দিকে সর্বশেষ তার মাকে কল দিয়ে জানায় সে নিরাপদে আছে। মা তাকে তাড়াতাড়ি ঘরে ফিরতে বলে। এরপর সময় গড়াতে থাকে, নাফিসের আর কোনো সন্ধান পাচ্ছিল না তার মা। মোবাইলেও কোনভাবে কানেক্টে করতে পারছিল না। সন্ধ্যা নাগাদ তার বাবা বের হয় ছেলের খোঁজে। শাহবাগ থেকে ফার্মগেট, হাসপাতাল টু হাসপাতাল খোঁজাখুজি করে কোথাও ছেলের সন্ধান না পেয়ে রাত বারোটায় ফিরে যান বাসায়। এরমধ্যে নাফিসের সেই হৃদয়বিদারক ছবি ফেসবুক ভাইরাল হয়ে যায়। বোন সেই ছবি দেখায় বাবাকে। সেখান থেকে তারা শনাক্ত করতে পারে নাফিসকে। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালের মর্গে খোজাখুঁজি করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নাফিসের বাবা মানবজমিন পত্রিকার অফিসে ছুটে যান সেই ছবিটির ফটোগ্রাফারের কাছে৷ মানবজমিনের অফিসে থাকা অবস্থায় তার শালা (মানে নাফিসের মামা) কল দিয়ে জানায় সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাওয়া গেছে নাফিসের লাশ।

আসলে নাফিসের সাথে সেদিন কী ঘটেছিল তার বর্ণনা দিই এই রিকশাওয়ালা ভাইয়ের জবানিতে। উনার নাম মো. নূর মোহাম্মদ। উনিই নাফিসকে পুলিশের কাছ থেকে উদ্ধার করে বাঁচাতে হাসপাতালে নিয়ে যায়।

সেদিন তিনি ২৭-এ যাত্রী নামিয়ে দিয়ে সংসদের সামনের দিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন, বিজয় সরণীর দিকের রোডে সংসদের কোণায় দেখেন মারামারি, তিনি তখন রং সাইড দিয়ে পাশ কাটিয়ে ফার্মগেট চলে যান। এরমধ্যে একজন যাত্রী তুলেন মগবাজারের। ফার্মগেট পুলিশ বক্স পার হবেন তখন দেখছেন বৃষ্টির মত গোলাগুলি চলছে। বিজ্ঞান কলেজের সামনে পুলিশ গতিরোধ করে উনাকে, টানেন সামনে নিতে। উনি তখন বলেন, ঐদিকে গোলাগুলি হইতেছে যামু ক্যান। পুলিশ ধমক দিয়ে বলে, তোরে আইতে কইছি আয়। এই বলে হাত ধরে টেনে নিয়ে যায়। তিনি তখন, দোয়াদরুদ পড়তে থাকেন। কপালে তার কী আছে আল্লাহ জানে।

সামনে নেওয়ার পর বলে, এইডা তোল রিকশায়। মো. নুর মোহাম্মদ (রিকশাচালক) বলেন, কী তোলমু?

তখন পাশে প্লাস্টিকের কিছু একটা আর একটা টুকরি দেখতে পান, বলেন এগুলো তোলমু?

তখন খেয়াল করেন নাই পাশে একটা গুলিবিদ্ধ দেহ কুণ্ডলি পাকিয়ে পরে আছে। পুলিশ তাকে ধমক দিয়ে বলে, আরে বেটা লাশ পালাই রাখছি দেখছ না! এই যে, এইডা তোল।গালি শুরু করে পুলিশ।

নূর মোহাম্মদ তখন নাফিসের পেছনের সাইড ধরে আলগি দেয়। পুলিশ তার দুই পা ধরে পিক্কা মেরে রিকশার পাদানিতে ফেলায়।
গাড়িতে ফেলানোর পর বলতেছে, আরও দুইটা গুলি কইরা দে। বাইচ্চ্যা যাইতে পারে। রিকশার ড্রাইভারকে দেখিয়ে গালাগালি করে বলে, ওই শালার পায়েও গুলি মার। রিকশা টান দিতে গেছে দেখে নাফিস পরে যাচ্ছে। তখন পাশের আরেকজন পুলিশ এসে বলে সোয়া তারে। (ড্রাইভারের ভাষায় এই পুলিশ কিছুটা মানবিক ছিল) রিকশা ড্রাইভার দেখতেছে হাতটা চেইনে আটকে যাচ্ছে, তাই হাতটা টেনে রডের সাথে ঝুলিয়ে রাখে। রিকশার ড্রাইভার আল রাজিতে নিতে চেষ্টা করে। তখনও নাফিসকে বাঁচানো যেত হয়ত। বাট পুলিশ গালাগালি করে বলে, বেটা এইডা সোহরাওয়ার্দী বা ঢাকা মেডিকেলে নিয়ে ফালা। পুলিশের বাঁধা উপেক্ষা করেও আল রাজির দিকে টানে রিকশা ড্রাইভার। তখন কেউ ধরতে আসে নাই। ছাত্রলীগ-যুবলীগের বাঁধার মুখে সেখান থেকে ফিরে আবার চক্ষু হাসপাতালে নিয়ে যায়। সেখানে সেনাবাহিনী দেখে এগিয়ে আসে। বলে তাকে ইমার্জেন্সিতে নিতে হবে। দুই তিনজন তাকে ধরাধরি করে একটা অটোতে তুলে৷ তাকে সোহরাওয়ার্দী নিয়ে যাওয়া হয়। ততক্ষণে আমাদের নাফিসে পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। শহীদের তালিকায় তার নামও যোগ হয়ে যায়,
রিকশার ড্রাইভারের ভাষ্যমতে, পুলিশ প্রথমে ট্রাই করছিল তাকে টুকরিতে করে ম্যানহোলে ফেলে দিতে, বাট কোথাও আশপাশে ম্যানহোলের ঢাকনা খুঁজে দেখতে পায় নাই। পরে বলতেছে, তাকে পুইড়া ফেল। তখন রিকশা ড্রাইভার পাশেই দাঁড়ানো। রিকশার যখন তুলছিল তখন মানবজমিনের যে সাংবাদিক ছবি তুলছিল তাকেও গালাগালি দিতে থাকে, ক্যামরা বন্ধ কর। তোর ক্যামরা ম্যামরাসহ পুড়া দিয়ে লামু।

Qalbun Saleem - قلب سليم

12 Oct, 04:38


আমাদের স্মৃতি থেকে নাফিসরা কোনদিন সরবে না, এই পুলিশ বাহিনীও যতদিন থাকবে আমরা তাদেরকে ততদিন ঘৃ-ণার চোখের দেখব। এরা আমাদের ভাই, বন্ধু, সহপাঠীদের নির্মমভাবে হ-ত্যা করেছে, কিভাবে আমরা তাদের ক্ষমা করব।
.
— ফরিদ উদ্দীন রনি

Qalbun Saleem - قلب سليم

11 Oct, 13:08


🔴 নির্মম দৃশ্য 🔴

ইসরায়েলের হামলায় হত্যার শিকার এক ফিলিস্তিনি শিশুর নাড়িভুঁড়িসহ ভেতরের সব বেরিয়ে গেছে। শরীরের উপরের অংশে ভয়াবহ নৃশংসতার চিহ্ন।

আল্লাহ এদের ধ্বংস ত্বরান্বিত করুন। বদ দু’আ করতে ভুলবেন না যেন, ইন শা আল্লাহ!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

10 Oct, 13:07


সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম! 🧡


@qalbunsaleem19