Qalbun Saleem - قلب سليم @qalbunsaleem19 Channel on Telegram

Qalbun Saleem - قلب سليم

@qalbunsaleem19


Join with us:
Facebook page: https://www.facebook.com/qalbunsaleem19?mibextid=ZbWKwL
YouTube channel: https://youtube.com/@qalbunsaleem-65
Telegram channel: https://t.me/qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم (Arabic)

قلب سليم - القناة الأمثل لتعزيز الصحة النفسية والروحية. هل تبحث عن مكان لتعزيز صحة قلبك وروحك؟ إذا كانت الإجابة نعم، فقناة قلب سليم هي المكان المثالي لك. تعتبر قناة قلب سليم واحدة من أفضل القنوات على تطبيق تيليجرام التي تهتم بالعافية النفسية والروحية. من وصفات طبيعية لتعزيز صحة القلب إلى نصائح للتأمل والاسترخاء، ستجد كل ما تحتاجه للعناية بنفسك بشكل دوري. يمكنك الانضمام إلينا على صفحتنا على الفيسبوك للحصول على مزيد من المحتوى المفيد والإيجابي، وكذلك زيارة قناتنا على يوتيوب لأشرطة الفيديو التفاعلية والتوجيهات المرئية. إذا كنت تبحث عن مكان للاسترخاء وتحقيق التوازن الداخلي، فإن قلب سليم هو المكان المناسب لك. انضم إلينا اليوم وابدأ رحلتك نحو الصحة والسعادة النفسية والروحية!

Qalbun Saleem - قلب سليم

22 Nov, 12:03


পারফেক্ট! 🔥


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

19 Nov, 12:35


Speechless 💔🥺


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

17 Nov, 15:03


আল্লাহু আকবার!

@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

15 Nov, 05:55


আল্লাহকে আমি সবকিছু বলে দিব...


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

14 Nov, 14:44


গলার ভেতর থেকে দলাপাকানো কান্নারা উঠে আসতে চায়। কাঁদি না, যদিও চোখ ভিজে যায়। কাঁদতে চাই না কারণ, এই র/ক্তের পবিত্রতার সামনে আমার কান্নাগুলোর কোনো পবিত্রতা নেই।
.
আমি আসলে এগুলো সামনে নিয়ে লিখতে বসলে কেমন যেন প্যাঁচ খেয়ে যাই। আমার কথাগুলো প্রায়শই এলোমেলো হয়ে যায়। ভেতরে কতোকিছু তড়পায়, সেগুলো লেখায় নিয়ে আসতে পারি না। তাই Hasan Sharif ভাই চমৎকার একটা ক্যাপশন দিয়েছিলেন, উনার ক্যাপশনটাই এখানে তুলে দিচ্ছি:
.
"আমাদের পরোটায় লেগে থাকে চিকেন চাপ আর টমেটো সস আর জান্নাতীদের পরোটায় লেগে থাকে শহীদি চিহ্ন।"
.
আল্লাহ, আমাদেরকে আপনি সংশোধন করে দেন প্লিজ। আমরা নফসের গোলকধাঁধায় হারিয়ে গিয়েছি। আমাদেরকে আপনি আবার আপনার অনুগ্রহে ধন্য পথটায় নিয়ে আসুন, ইয়া আল্লাহ! আমরা পথহারা হয়ে গিয়েছি!
.
আর এই পবিত্র লহুর বদলা—যথাযোগ্য বদলা নেওয়ার তাওফীক আপনি আমাদের দান করুন, ইয়া রব্ব!
.
— মুহাম্মাদ নাফিস নাওয়ার (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

13 Nov, 00:47


কুরআনুল কারীমের দুটি আয়াত, যা পড়লে আমরা লজ্জিত হতে বাধ্য:
.
“আমি যখন মানুষের উপর কোনো অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং উল্টা দিকে ধাবিত হয়। আবার যখন কোনো বিপদ এসে তাকে স্পর্শ করে তখন সে দীর্ঘ দোয়া নিয়ে আমার কাছে হাজির হয়।”

(সুরা-হামীম সিজদাহ, আয়াত-৫১।)

.
“মানুষের অবস্থা হচ্ছে যখন সে কোনো কঠিন সময়ের মুখোমুখি হয় তখন সে দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আমাকে ডাকে। কিন্তু যখন আমি তার বিপদ দুর করে দিই তখন সে এমনভাবে চলতে থাকে যেনো সে কখনও তার নিজের কোনো খারাপ সময়ে আমাকে ডাকেইনি। ঠিক তেমনিভাবে সীমা অতিক্রমকারীদের জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দেওয়া হয়েছে।”

(সুরা ইউনুস, আয়াত-১২।)


© An Nahyan Khan Zeeshan

Qalbun Saleem - قلب سليم

12 Nov, 00:55


ইবলিশ যদি কখনো আপনাকে এই ওয়াসওয়াসা দেয়, আপনি ওমুক মুসলিমের চেয়ে ভালো, তাহলে খেয়াল করে দেখুন সেই মানুষটা বয়সে আপনার বড় কিনা। যদি বড় হয় তাহলে নিজেকে বলুন: সে তো আমাকে ঈমান আর নেক আমলের ছাড়িয়ে গেছে, কাজেই সে আমার চেয়ে ভালো মানুষ। আর যদি সে আপনার চেয়ে বয়সে ছোট হয়, তাহলে নিজেকে বলুন: আমি তাকে গুনাহের কাজে ছাড়িয়ে গেছি এবং নিজের ওপর শাস্তি ডেকে আনছি, কাজেই সে আমার চেয়ে ভালো মানুষ।

— বকর আল-মুযানী রাহিমাহুল্লাহ
সূত্র: হিলয়াতুল আউলিয়া, ২/২২৫

Qalbun Saleem - قلب سليم

11 Nov, 05:13


উপদেষ্টা হল একজন নষ্ট সমাজের কারিগর, অশ্লিলতার প্রচারক, বিশিষ্ট শাহবাগী, পায়ুকামী সৈনিক মোস্তফা সারোয়ার ফারুকী। যার বউ আবার ফ্যাসিস্ট হাসিনার আশেপাশে- চরিত্রে অম্লান বদনে অবতীর্ণ হয়ত।

এই ফারুকীরা দেশে শাহবাগ ও ফ্যাসিজম তৈরির সাংস্কৃতিক কারিগর ছিল। এই ব্যক্তি কখনো আন্দোলনে রক্ত ও ত্যাগ স্বীকারকারী ৯০% মানুষের চিন্তা ও আদর্শের প্রতিনিধিত্ব করে না। এরাই প্রথম আলো- দিল্লি স্টারের ফেইস।

ছবিতে দেখুন ফ্যাসিস্টের চিহ্নিত দোসররা ফারুকীর উপদেষ্টা হওয়াকে কি নিদারুণ আনন্দ- ফূর্তিতে স্বাগত জানাচ্ছে, উপভোগ করছে।

.
— ইফতেখার সিফাত (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

10 Nov, 02:15


একটা নিষ্পাপ বাচ্চা, হাসিমাখা মুখে, দূরে কোথায় তাকিয়ে আছে, ক্যাপশনে লেখা নিখোজ- এরকম পোস্ট ঘুরছিল না নিউজফিডে গত কয়েকদিন ধরে?

বাচ্চটার নামটা হয়তো খেয়াল করেন নি, আমি করিও নি। মেয়টার নাম ছিল মুনতাহা।

মুনতাহা মেয়েটা মারা গেছে। মেরে মাটিচাপা দিয়ে রেখেছিল ঘাতক। মেরেছে পাশের ঘরের চাচী-ই।

এটাই জীবন। চোখের সামনে ফুলসদৃশ নাম না জানা মেয়েটার নিখোজ বিজ্ঞপ্তিতে ছেয়ে গেল শহর। এক ফাইন মর্নিংয়ে  ঘুম থেকে উঠে ফেসবুকে ডুকে দেখলেন মেয়েটাকে মেরে বাড়ির পাশেই পুতে রাখা হয়েছিল। এবং মেয়েটার নাম ছিল মুনতাহা।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

10 Nov, 00:27


যখন আল্লাহ কাউকে ভালবাসেন, তাকে অনেক অর্থ সম্পদ দিয়ে দেন না। তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতার মধ্যেও কোন প্রবৃদ্ধি ঘটে না। বরং তিনি যদি কাউকে ভালবাসেন তাকে নেক আমলের তাউফিক দেন। যদি পাঁচ ওয়াক্ত নামাজের তাওফিক হয়, পুরো রমাদান যদি আপনি রোজা রাখতে পারেন, যদি রাত জেগে তার ইবাদত করার সৌভাগ্য হয়, আপনি বিশ্বাস করতে পারেন, সেই মহান রব আপনাকে অনেক ভালবাসেন। তিনি আপনাকে পছন্দ করেন বলেই আপনি তার দিকে দুহাত তুলে চাইতে পারেন, তিনি ভালবাসেন বলেই তার নাম উচ্চারনের সৌভাগ্য আপনার হয়।

এর উল্টো দিকে, যখন আল্লাহ কারো উপর রাগ হন, তিনি কিন্তু তাঁকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেন না। তার খাবার দাবারের যোগানও বন্ধ হয় না। বরং হয়তো সে আগের চেয়ে আরও ভাল থাকার কিংবা খাওয়ার সুযোগ পায়। কেউ তাঁর নাফরমানি করলে, তাকে তিনি সাথে সাথে শাস্তি দেন না। তার পায়ের নিচ থেকে জমিন সরে যায় না, মাথার উপর ছাদও ভেঙ্গে পড়ে না।

কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হলে, তার অন্তরে মরিচা পড়ে যায়। ইবাদতে তার মন বসে না, নামাজ পড়তে তার আর ভাল লাগে না। দ্বীনের কোন কথা শুনলে বিরক্তি আসে, তিলাওয়াতের সুরের চেয়ে গানের সুরই তার কাছে প্রিয় মনে হয়। তার সাধ জাগে না, গভীর রাতে একাকী সিজদায় যেয়ে কাঁদতে। আফসোস তার হয় না, কেন সে ফজরে আর উঠতে পারে না।

সেই মানুষটি তো ভাবতে থাকে, এসবই তার ইচ্ছাধীন বিষয়। সে নামাজ পড়তে চায় না বলেই,পড়া হয় না। তার তেমন ভাল লাগে না বলেই, অন্যান্য আমলগুলোও সবসময় করা হয় না। কিন্তু প্রকৃত সত্য হল, তারই গুনাহের কারণে, তার থেকে সেই ইবাদতের নিয়ামত ছিনিয়ে নেয়া হয়েছে। তারই বদআমলের কারণে, সে আর পায় না আমলের সেই মিষ্টতা....
.
— Rizwanul Kabir (হাফি.)


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

08 Nov, 08:02


সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম! 🧡


@qalbunsaleem19

Qalbun Saleem - قلب سليم

07 Nov, 00:12


সাবাহাল খাইর - ফজর মোবারক 🧡

ফজরের স্নিগ্ধ বাতাস শুধু শরীর নয়, মনকেও শীতল করে দেয়!


@qalbunsaleem19