আজব দেশ এক।
সেখানে রক্ত কখনো
জমাট বাধার ফুসরতটুকু পায় না।
সে দেশে অনাগত শিশুর রূহ
দুনিয়ায় নামে না;
নামে কাওছারের তীরে।
ও দেশের লোকগুলো বড্ড অদ্ভুত
বাচ্চাগুলোও স্বজনের জানাযা পড়তে পড়তে
বুড়িয়ে গেছে;
তাই মাস শেষে ত্রাণ না পেয়ে
খালি পাত মায়ের দিকে এগিয়ে দিয়ে হাসে।
ওখানে গ্যাস নেই, বিদ্যুৎ নেই
ক্ষুধা আছে, মৃত্যু আছে;
কাপুরুষ নেই, ভীতু মেয়ে নেই
তাকওয়া আছে, জযবা আছে।
মৃত্যুর সাথে দু’দানা একপাতে খেয়ে,
ঘুমোয় শুনে মিসাইলের ঘুমপাড়ানী গান।
শেষবার ঘুমিয়ে ওরা প্রতিরাতে দেখে
বুলেটে বা মিসাইলে ঝাঁঝরা দেহে
জান্নাতুল ফেরদৌসে খুঁজছে আপন স্থান।
ওরা মৃত্যুর জন্য বাঁচে,
ওরা যুদ্ধের জন্য বাঁচে।
আল-আকসার যোগ্য প্রহরী ফিলিস্তিনি
ওরা জান্নাতে বসে হাসে।
.
এক দূর দেশের গল্প
–হুমাইরা আনজুম
.
[ষোলো ৭ম সংখ্যা থেকে নেওয়া, পাওয়া যাচ্ছে সারাদেশে।অর্ডার লিংক কমেন্টে]
.
#ষোলো
#ষোলোর_পাতা_থেকে