Do Halal Design @dohalaldesign Channel on Telegram

Do Halal Design

@dohalaldesign


জীবন রাঙাই আল্লাহর রঙে..

Facebook: https://www.facebook.com/dohalaldesign

Do Halal Design (Bengali)

ডো হালাল ডিজাইন চ্যানেলটি হল একটি দৃশ্যমূলক প্লাটফর্ম, যেখানে ইসলামিক ডিজাইন এবং ক্রেয়েটিভ আইডিয়াগুলি ভাগ করা হয়। এখানে দেখা যায় একটি প্রকার সার্কাস দৃশ্য যেখানে আল্লাহর দানাই এবং কবিরার চেহারা থাকে। চ্যানেলটির সিদ্ধান্তের সাথে প্রস্তুত করা হয়েছে ভিন্নধর্মী দৃশ্য, যা মানবতার মৌলিক মূল্যানুযায়ী তৈরি করা।nnডো হালাল ডিজাইন চ্যানেলটি সামাজিক মাধ্যমে উপস্থিতি রেখে তাদের বিশ্বাসবদ্ধ অনুগামীদের সাথে মিলিয়ে আসছে। এই চ্যানেলটির আওতায় রয়েছে আল্লাহর দানাই ও কবিরার অসীম ক্ষমতা এবং এদানায় তাদের চেহারা থাকে। ডো হালাল ডিজাইন চ্যানেলটি মানবতার উন্নতি এবং ধর্মীয় একতা মেলানোর জন্য একটি নতুন পথ খুঁজে আসছে।nnযদি আপনি ইসলামিক ডিজাইন এবং ভাস্বর আবিষ্কারে আগ্রহী হয়ে থাকেন, তাহলে ডো হালাল ডিজাইন চ্যানেলটি এক নজর ডাকুন। আপনি নিজের জীবনকে আল্লাহর রঙে রঙানোর প্রেরক পেতে পারেন এবং আল্লাহর দানাই ও কবিরার চেহারার মূল্যায়ন করতে পারেন। চ্যানেলটি সকলের জন্য, যারা সৃষ্টিকর্তার সুন্দরতা এবং কাদম্বরীয়তা মেলে নিয়েছেন।nnডো হালাল ডিজাইন চ্যানেলটি লাইফস্টাইল, ক্রিয়েটিভ ডিজাইন ও ইসলামিক সেন্সেশন এর সমন্বয়ে পূর্ণতা প্রদান করে। এখানে পাওয়া যায় আল্লাহর নাম এবং আল্লাহর রঙে রঙানো বিভিন্ন ধর্মীয় ডিজাইন। ডো হালাল ডিজাইন চ্যানেলটির মাধ্যমে আপনি নিজের হৃদয়ে আল্লাহর রঙে রঙিত করতে পারেন এবং দুনিয়ায় আল্লাহর রহমত এবং কবিরার দানাইর মূল্যায়ন করতে পারেন।nnসোশ্যাল মিডিয়ায় এক নজর প্রদান করা যায় ডো হালাল ডিজাইন চ্যানেলটির প্রকার। এখানে আপনি প্রাচুর্যে আল্লাহর রঙে ডিজাইন মূল্যায়ন করতে পারেন। এছাড়াও এখানে একটি কমিউনিটি উপস্থিত, যেখানে সকলেরই মতামত আদান প্রদান করা হয়। তাদের স্বপ্নের ডিজাইন এবং আল্লাহর দানাই ও কবিরার চেহারা ম্যাটেরএও।nnসম্বন্ধে তারা প্রশিরন করেন, u201cআপনি উচ্চ ধারণার ধারণা করতে পারেন, আপনি কোন ভয়ঙ্কর মোড়দার বিষয় সামনে দেখতে পারেন না, এবং অন্য দরকার হল আপনার মনকে তুলনা করা হল, আপনি কোন ভয়ঙ্কর মোড়দার বিষয় পেতে পারেন না।u201d ডো হালাল ডিজাইন চ্যানেলটি দ্বারা আপনার ব্যক্তিগত জীবনে আল্লাহর রঙে রঙিত হতে সহায়ক হওয়ার সুযোগ আছে।

Do Halal Design

18 Jan, 15:08


পৃথিবীতে নেককার লোকদের সঙ্গে সঙ্গে বদকার লোকেরাও আল্লাহর প্রচুর রহমত লাভ করে,পরকালে সেটা অসম্ভব সেখানে আল্লাহর রহমত শুধু নেক ও
সজ্জনদের জন্যই!

- সালামাহ ইবনে দিনার (রাহ.)

(সংগৃহীত)

#dhd

Do Halal Design

14 Jan, 15:09


তুমি সাবধান হও! অনলাইনে তোমার শেয়ার করা টেক্সট, ছবি ভিডিও যেন না হয়, তোমার মৃ'ত্যুর পরের জীবনের জন্য আযাবের কারণ।

– কথা: সংগৃহীত

#dhd

Do Halal Design

13 Jan, 15:07


এমনকি অশ্লীলতা প্রচার করেছে বলে যে চানেলটিকে আপনি আন-সাবস্ক্রাইব করেন, অশ্লীল কন্টেন্ট দিচ্ছে বলে যে পেইজটিকে আপনি আন-লাইক করেন, অশ্লীল কথা বলে বিধায় যে লোকটিকে আপনি আন-ফলো করেন, এসব কিছুর জন্যই আপনার আমলনামায় সওয়াব যুক্ত হয়।

আরিফ আজাদ

#dhd

Do Halal Design

12 Jan, 15:05


রাসুল (স.) বলেছেন, তোমরা মসজিদে বাজারের ন্যায় কোলা*হল ও দ্ব*ন্দ্ব-বিরো*ধ থেকে দূরে থাকবে

মুসলিম হাদীস: ৪৩২

#dhd

Do Halal Design

11 Jan, 15:02


"মানুষ যখন কোনো আমলের ইচ্ছা পোষণ করে অথবা আমল শুরু করে, তখনই শয়তান তার উপর চড়াও হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন থাকে। শয়তান তৎক্ষণাৎ তার ওপর চেপে বসে এবং তাকে আমলটা করা হতে বিরত রাখার চেষ্টা করে।"

— ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[ ইগাসাতুল লাহফান: ১/১৬০ ]

#dhd

Do Halal Design

08 Jan, 15:06


শীত মুমিনের জন্য বসন্তকাল। তখন সে আল্লাহর আনুগত্যের বাগানে ঘুরে বেড়ায়। দিন থাকে ছোট এবং শীতল, যেন সহজেই রোজা রাখা যায়। আর রাত থাকে দীর্ঘ, যেন ভালো করে ঘুমানো যায় এবং রাতে সালাতও আদায় করা যায়।

লাতায়িফুল মাআরিফ: ৪৩৫
বই: পরিশুদ্ধ অন্তর

#dhd

Do Halal Design

05 Jan, 15:06


"আল্লাহ তোমাকে দুনিয়া দিয়েছেন, যাতে এটা দিয়ে তুমি পরকাল তালাস করতে পারো। এজন্য দেননি, যাতে তুমি দুনিয়ার দিকেই ঝুঁকে পড়ো"

~ উসমান ইবনু আফফান (রাদ্বি.)
সবচেয়ে ধনী সাহাবিদের একজন।

সূত্র: [আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ৭/২৪১]

#dhd

Do Halal Design

01 Jan, 14:59


আখিরাতে যাওয়ার পূর্বে এই দুনিয়াতে মৃত্যুকে ভয় পাও! নইলে আখিরাতে তুমি মৃত্যুকে কামনা করবে, কিন্তু তোমার কামনা পূর্ণ হবে না।

বই - জীবনের ওপারে, পৃষ্ঠা - ৩৪

#dhd

Do Halal Design

31 Dec, 14:59


থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা তো দূরের কথা, শুধু দেখেও মজা নেওয়া জায়েজ নাই।

রাসূল ﷺ বলেছেন, "যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গন্য হবে।" (আবু দাউদ: ৪০৩১)

#dhd

Do Halal Design

31 Dec, 12:47


গা/জ্জা/র সর্বশেষ হাসপাতালটিকে
ধ্বংস করে দেওয়া হয়েছে। আর পৃথিবী 31st নাইট উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

-আহমেদ রফিক হাফি.

#dhd

Do Halal Design

30 Dec, 14:59


বান্দার জীবনে সবচেয়ে বেশি বিপদ ডেকে আনে বেকার, অবসর সময়। কারণ, প্রবৃত্তি কখনো বেকার বসে থাকে না। আপনি যদি তাকে ভালো কাজে ব্যস্ত না রাখেন, সে ঠিকই খারাপ কাজে ব্যস্ত হয়ে পড়বে।

[সূত্র : তরিকুল হিজরাতাইন, ২/৫৯৭]

#dhd

Do Halal Design

29 Dec, 14:59


তোমার ভাইকে ক্ষমা করে দাও। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কারণে যদি তোমার ভাইকে আল্লাহ শাস্তি দেন, তাতে তোমার কী এমন লাভ হবে?

— ইমাম আহমাদ বিন হাম্বাল (রহ.)
সূত্র: সিয়ার আলামিল নুবালা, ১১/২৬২

#dhd

Do Halal Design

28 Dec, 14:59


নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য বহু নির্দশন।

(সূরা আল-ইমরান | ১৯০)

#dhd

Do Halal Design

27 Dec, 14:59


তোমরা কি দেখছো না, প্রতিদিন সকাল-সন্ধ্যা কাউকে না কাউকে তোমরা আল্লাহ তা'আলার দিকে বিদায় জানাচ্ছো। তোমরা তাকে মাটির ফাটলে রেখে আসছো। সে মাটিকে বিছানা বানিয়েছে। প্রিয়জনদের রেখে গেছে। পৃথক হয়ে গেছে ধন-সম্পদ থেকে।

— উমর ইবনে আব্দুল আজিজ (রহ.)
[সূত্র : আল-ইহইয়া, ৪/৪৮০]

#dhd

Do Halal Design

26 Dec, 14:59


“হে প্রশান্ত মন, তুমি তোমার রবের কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। এরপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো।”

[সূরাহ ফাজর : ২৭-৩০]

#dhd

Do Halal Design

25 Dec, 14:59


খ্রিস্টানরা মেরি ক্রিসমাস পালন করে কারণ ২৫ ডিসেম্বর নাকি আল্লাহ পুত্র সন্তান জন্ম দিয়েছেন।

আর আল্লাহ বলেন: "অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়।"
-(সূরাঃ মারইয়াম আয়াত ৯২)

#dhd

Do Halal Design

24 Dec, 14:59


আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি ঈমান আনে, তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। আল্লাহ সব বিষয়ে সম্যক জ্ঞাত।

(সূরা তাগাবুন, ৬৪: ১১)

#dhd

Do Halal Design

23 Dec, 14:59


পর্দা করে সব করা গেলেও পর্দা করা যায় না। আর বোরকা আর পর্দার মধ্যে পার্থক্য করতে না পারলে কিছু বলার নাই। যেখানে আইডল বানাতে হবে খাদিজা (রদ্বিয়াল্লাহু আনহা), ফাতিমা (রদ্বিয়াল্লাহু আনহা) উনাদের। সেখানে কোন নারী বোরকা পরে চাকরি করেন উনাকে কেন আইডল বানাতে যাব?

আল্লাহ তা'আলা যে নারীদের সর্বশ্রেষ্ঠ করেছেন উনারা কেউ কি পর্দা করে চাকরি করেছিলেন? নাকি উত্তম মা, উত্তম স্ত্রী ছিলেন বলে উনাদের সর্বশ্রেষ্ঠ করা হয়েছিল?

—সংগৃহীত

#dhd

Do Halal Design

22 Dec, 14:59


বান্দার আমল কমে গেলে, আল্লাহ তায়ালা তাকে দুশ্চিন্তার পরীক্ষায় ফেলেন।

— ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.)
[সূত্র : কিতাবুত যুহুদ, ৬৪]

#dhd

Do Halal Design

21 Dec, 14:59


"এমন কত ছোট আমলই তো রয়েছে নিয়ত যাকে বড় করে দেয়, আবার এমন কত বড় আমলই তো রয়েছে নিয়ত যাকে ছোট বানিয়ে দেয়।"

-ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাক [রাহ.]
[ ইমাম ইবনু রাজাব হাম্বলী (রাহ.), জামিউল উলূমি ওয়াল হিকাম: ১/৭১, মুওয়াসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৯৭ঈ.]

#dhd

Do Halal Design

20 Dec, 14:59


বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও। অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

[সূরা আলা, ৮৭: ১৬-১৭]

#dhd

Do Halal Design

19 Dec, 14:59


"গুজব ও অপপ্রচার"
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- “কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে কোনো কথা শোনামাত্রই (তার সত্যতা যাচাই না করেই) মানুষের কাছে বলে বেড়ায়।”

(আবু দাউদ ৪৯৯২)

#dhd

Do Halal Design

18 Dec, 14:59


যে লোক বলে 'সুবহানাল্লাহিল আযিম ওয়াবি হামদিহি-আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি', জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ লাগানো হয়।

-জামিয়ুত তিরমিযি, হাদিস নং : ৩৪৬৫

#dhd

Do Halal Design

17 Dec, 14:59


কবরে গিয়ে যদি দেখা যায়, মাফ পাইনি ধরা খেয়ে গিয়েছি, তারচেয়ে বেশি দম বন্ধ করা কোন কিছু কি হতে পারে? কল্পনা করলেও তো হাত পা ঠান্ডা হয়ে যায়।

- হোসাইন সাকিব

#dhd

Do Halal Design

16 Dec, 14:59


মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায়।
আর যে কেউ এরূপ করবে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে। আর আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহর নিকটই প্রত্যাবর্তন।

সূরা আল-ইমরান || আয়াত: ২৮


#dhd

Do Halal Design

15 Dec, 14:59


আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস ছিল, তিনি আগামীকালের জন্য কিছু জমা রেখে দিতেন না।
-শামেয়েলে তিরমিজি : ২৭২

#dhd

Do Halal Design

14 Dec, 14:59


আমাদের নামাজের সাথে তাঁদের কত পার্থক্য!

আলি বিন হুসাইন রাহিমাহুল্লাহ যখন অযু করতেন এবং নামাজের প্রস্তুতি নিতেন তখন প্রচণ্ড ভয়-আতঙ্কে কাঁপতে থাকতেন। এ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দেন — "তোমাদের জন্য আফসোস! তোমরা কি জান না আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি? কার সাথে কথোপকথন করতে যাচ্ছি?"

[ হিলয়াতুল আউলিয়া: ৩/১৩৩ ]

#dhd

Do Halal Design

02 Dec, 15:03


তোমরা নিয়ত করতে শেখো; কারণ নিয়ত আমলের চেয়ে অগ্রবর্তী।

– ইয়াহইয়া বিন আবু কাসির রাহিমাহুল্লাহ
[ হিলইয়াতুল আওলিয়া: ৩/৭০ ]

#dhd

Do Halal Design

01 Dec, 15:01


"যে নিজেকে অন্যদের চেয়ে বেশি ভালো মনে করলো, সে অহংকার করলো"।

[ ইমাম যাহাবী (রাহ.), সিয়ারু আ'লামিন নুবালা: ৮/৪৬৮, মুওয়াসসাসাতুর রিসালাহ, ১৯৮৫ ঈ.]

#dhd

Do Halal Design

30 Nov, 15:02


ইমাম সুফইয়ান ইবনে উয়াইনাহকে [রাহ.] জিজ্ঞেস করা হয়েছিল যে বিষণ্ণতার কারণ জানা যায় না সেটা কেন হয়?

তিনি বলেছিলেন, এটা হচ্ছে তোমার সেই গুনাহের ফল যেটা তুমি গোপনে করতে চেয়েছিলে, কিন্তু করতে পারো নি। এর ফলশ্রুতিতে তা তোমায় বিষণ্ণতায় ভোগাচ্ছে।

[ ইমাম ইবনু তাইমিয়াহ (রাহ.)
মাজমুঊল ফাতাওয়া: ১৪/১১১]

#dhd

Do Halal Design

29 Nov, 15:02


ধোঁকা হিসেবেই মানুষকে দুনিয়ার সম্পদ দেওয়া হয় আর পরীক্ষা করার জন্যই তা গুটিয়ে নেওয়া হয়।

ইমাম সুফিয়ান সাওরি (রাহিমাহুল্লাহ্)
[আবু নু‘আইম, হিলয়াতুল আউলিয়া: ৭/৭১]

#dhd

Do Halal Design

28 Nov, 11:13


সবাই আমাদের ডিএইচডির টেলিগ্রাম ভাইদের গ্রুপে এড হোন ইন শা আল্লাহ ! ভাইয়েরা এড হবেন শুধু।

https://t.me/+0tEHuppgxc5kMDk1

Do Halal Design

27 Nov, 17:13


Do Halal Design pinned «আমাদের Do Halal Design. এর ব্যাকআপ গ্রুপ। সবাই যুক্ত হোন ও ইনভাইট করুন। https://www.facebook.com/groups/dohalaldesign2.0»

Do Halal Design

27 Nov, 17:12


আমাদের Do Halal Design. এর ব্যাকআপ গ্রুপ। সবাই যুক্ত হোন ও ইনভাইট করুন। https://www.facebook.com/groups/dohalaldesign2.0

Do Halal Design

27 Nov, 17:08


#BanIskcon
@dohalaldesign

Do Halal Design

27 Nov, 17:07


শহীদ ভাই আমার ❤️

Do Halal Design

27 Nov, 15:01


মনে রেখো ইলম হলো নূর আর আল্লাহর নূর কোনো অবাধ্য কে দেওয়া হয় না।

(কথা: সংগৃহীত)

#dhd

Do Halal Design

27 Nov, 15:01


তাহাজ্জুদের ফযিলত এটুকুই যথেষ্ট, নিয়মিত তাহাজ্জুদ পড়লে আমি উর্ধ্বজগতে আলোকিত ব্যক্তি হয়ে যাব। আমাকে অনুপস্থিত দেখলে ফিরিশতাগণ আল্লাহর কাছে আমার সম্পর্কে জানতে চাইবে।

-লেখা: শাইখ আতিক উল্লাহ হাফি.

#dhd

Do Halal Design

26 Nov, 15:02


“পাশ্চাত্য স্বাধীনতা অস্বীকার করে আল্লাহর আবদিয়্যাতকে।
পাশ্চাত্য সমতা প্রত্যাখ্যান করে ইসলামের ন্যায্যতাকে।
পাশ্চাত্য উন্নতির ধারণা ছুড়ে ফেলে তাকওয়ার মানদণ্ডকে।

আমাদের মুক্তি স্বাধীনতায় নয়; আবদিয়্যাতে, আল্লাহর দাসত্বে।
আমাদের প্রাপ্তি সমতায় নয়; ন্যায্যতায়।
আমাদের উন্নতি পুঁজিতে নয়; তাকওয়ায়।”


বই - হিউম্যান বিয়িং : শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব। পৃষ্ঠা - ৯২


#dhd

Do Halal Design

25 Nov, 15:01


তাওহিদের শাহাদাহ বা সাক্ষ্যদান কল্যাণের দরজা খুলে দেয়, আর গুনাহ থেকে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা অকল্যাণের দরজা বন্ধ করে দেয়।

[শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়াহ রাহ.
মাজমুঊল ফাতাওয়া : ১০/২৫৬]

#dhd

Do Halal Design

24 Nov, 15:03


সিজদায় সব সম্ভব!

কখনো যদি মনে হয় তোমাকে দিয়ে কিছু হবে না৷ মনকে বলে দিয়ো, তুমি এমন রব'এর ইবাদত করো, যার কাছে তোমাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া অসম্ভব কিছু না। তোমার তো দরকার কেবল তাঁর নিকটে সিজদায় পড়ে কাঁদবার!

-আদিব সালেহ হাফি.

#dhd

Do Halal Design

23 Nov, 14:59


আল-কুদস এমন এক দুলহান যার মোহরানা আমাদের রক্ত।

🎙 আসিফ আদনান

#dhd

Do Halal Design

22 Nov, 15:01


আপনি চাইলেই আজ মু'আযযিনের আযান শুনে হেঁটে-হেঁটে মাসজিদে যেতে পারছেন। তবে এমন একটি সময় আপনার জীবনে আসতে পারে, যখন আপনি আযান শুনবেন ঠিকই কিন্তু শত চেষ্টা করেও বিছানা থেকে একটুও নড়তে পারবেন না! ফ্যালফ্যাল করে মাসজিদের ঐ পথের দিকে তখন আপনি তাকিয়ে রইবেন। আর আপনার চক্ষু-যুগল থেকে অঝোরে অশ্রু ঝরতে থাকবে।

কথাঃ সংগৃহীত।

#dhd

Do Halal Design

21 Nov, 14:59


❝কখনো কখনো আল্লাহ তা'আলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি।❞

-[ড. বিলাল ফিলিপ্স]

#dhd

Do Halal Design

20 Nov, 14:59


সাঈদ ইবন জুবাইর রহ: কে জিজ্ঞাসা করা হয়েছিল, “কে সবচেয়ে ইবাদতগুজার ব্যক্তি?”

তিনি উত্তর দিয়েছিলেন, “ঐ ব্যক্তি, যে অতীতে কোনো একটি পাপ কাজ করেছিল, তারপর যতবার ঐ পাপের কথা তার স্মরণ আসে ততবার নিজের আমল তুচ্ছ মনে হয়।

- আল বিদায়া ওয়ান নিহায়াহ: ৯/৯৯

#dhd

Do Halal Design

19 Nov, 14:59


"যে আল্লাহর যিকর ও আল্লাহর কিতাবের তিলাওয়াত বাড়িয়ে দেয় তাঁর ঈমান বেড়ে যায়। আর যে জবানের আবশ্যক যিকর ছেড়ে দেয় তার ঈমান কমে যায়"।

ইমাম ইবনু রাজাব আল হাম্বলী (রাহ.)
[ ফাতহুল বারী: ১/৯]

#dhd

Do Halal Design

18 Nov, 14:59


গুনাহ ছোট না বড় সেটা নিয়ে তর্ক না করে শুধু একবার ভেবে দেখো তুমি কার অবাধ্যতা করছো?

• কথা সংগৃহীত •

#dhd

Do Halal Design

17 Nov, 14:59


দুনিয়া একটি ঘোর, নেশা কেটে গেলেই মানুষ নিজেকে গোরস্থানে আবিষ্কার করে।

[বই: জীবনের ভাঁজে ভাঁজে, পৃষ্ঠা/৩৫]

#dhd

Do Halal Design

16 Nov, 14:59


ইয়া আল্লাহ! আমি আপনার আশ্রয় নিচ্ছি আমার কানের অনিষ্ট থেকে, আমার চোখের অনিষ্ট থেকে, আমার জিহ্বার অনিষ্ট থেকে, আমার অন্তকরণের অনিষ্ট থেকে এবং আমার (লজ্জাস্থানের) অনিষ্ট থেকে।

[সুনানে আবু দাউদ, ১৫৫১]

#dhd

Do Halal Design

15 Nov, 14:59


আল আকসা আমাদের প্রথম কিবলা। প্রথম প্রেমের বাতিঘর। হয়ত আমরা কপাল ফিরিয়েছি, ফিরাইনি আমাদের অন্তর।
[কথা সংগৃহীত]

#dhd

Do Halal Design

14 Nov, 14:59


আমাদের নবী ﷺ বলেছেনঃ যে ব্যক্তি কোনো কল্যাণের দিকে পথ দেখায় সে আমলকারীর অনুরূপ প্রতিদান পায়।

[তিরমিযী ২৬৭১]

#dhd

Do Halal Design

13 Nov, 14:59


রাসুল ﷺ বলেছেন যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে, তারা হলো সেইসব লোক যারা অনর্থক কথা বলে এবং যারা অন্যকে ছোট করে এবং যারা কথা বলার সময় নিজেদের (পাণ্ডিত্য) জাহির করে।

[আত তিরমিযি; হাদিস:৬৩১]

#dhd

Do Halal Design

12 Nov, 14:59


"গোপনে অন্য কোনো বক্তির জন্য করা দু'আ সবচেয়ে বেশি তাড়াতাড়ি কবুল হয়।"

- ইমাম ইবনে তাইমিয়্যা (রহ.)
[মাজমুউয়াল ফাতাওয়া ২৮/৯৬)

#dhd

Do Halal Design

11 Nov, 14:59


এটা হালাল, ওটা হারাম- এই শিক্ষা একটি আল্লাহওয়ালা প্রজন্ম গড়ে। এটা দোষণীয়, ওটা প্রশংসনীয়- এই শিক্ষা ‘লোকে কী বলবে?’ প্রজন্ম গড়ে।

- শাইখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ

#dhd

Do Halal Design

10 Nov, 14:59


ওহে লোক-দেখানো আমলকারী!
তুমি যাকে দেখিয়ে আমল করছ, তার অন্তরও ঐ সত্তার হাতেই যার অবাধ্যতা তুমি করছ।

- ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ
[ আল-মুদহিশ: ২/৫৮৪ ]

#dhd

Do Halal Design

09 Nov, 14:59


রিকশাওয়ালাকে সালাম দিতে যদি আপনার সাহেবিপনায় আঘাত লাগে। মনে খচ খচ করে, তাহলে দ্রুতই আপনার আত্মার চিকিৎসা করা দরকার।

– আরিফ আজাদ

#dhd

Do Halal Design

08 Nov, 14:59


রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘকে বকরীর পালে ছেড়ে দিলেও তারা এতটুকু ক্ষতি করতে পারে না যা একজনের অর্থ ও প্রতিপত্তির মোহ তার দ্বীনের যতটুকু ক্ষতি করতে পারে।

[ সুনান আত তিরমিজী ২৩৭৬]

#dhd

Do Halal Design

07 Nov, 14:59


“নেয়ামত তখনই আসে বান্দা যখন শোকরগুজার হয়। মূলত নেয়ামত বাড়বে না কমবে - এর সম্পর্ক শোকরের সাথে। এইজন্যই ততক্ষণ পর্যন্ত নেয়ামত আসতে থাকবে, যতক্ষণ না বান্দা শোকরগুজার থাকা বন্ধ করে দেয়।”

— আলি ইবনু আবি তালিব রাদ্বিয়াল্লাহু আনহু
[ আশ-শুক্‌র, ইবনে আবিদ দুনইয়া, ১৮ ]

#dhd

Do Halal Design

06 Nov, 14:59


যা আছে আকাশমন্ডলীতে, পৃথিবীতে, এই দুয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে তা তাঁরই। তুমি যদি উচ্চস্বরে কথা বল, তাহলে তিনি তো গুপ্ত ও অব্যক্ত সবই জানেন।

- সূরা ত্বোয়াহ, আয়াত: ৬-৭

#dhd

Do Halal Design

06 Nov, 04:43


আমাদের সময়ে সবচেয়ে অন্ধকার গলিটির নাম “প্রথম আলো"
— আরিফ আজাদ।

#dhd

Do Halal Design

05 Nov, 14:59


মানুষ গুনাহ করে এই নিয়ত করে যে তাওবাহ করে নেব কিন্তু সে জানে না তার জীবনের কয়টি মুহূর্ত বাকি আছে।

—শায়খ যুলফিকার আহমাদ নকশবন্দী (হাফি.)
[খুতুবাতে যুলফিকার: ১/১৪৪]

#dhd

Do Halal Design

04 Nov, 14:59


কেউ যদি অন্যের কোনো দুর্বলতা, আর্থিক সংকট এবং রোগশোক নিয়ে ঠাট্টা করে, তবে সে-ও একদিন একই সমস্যায় পতিত হবে। কেউ কাউকে নিয়ে উপহাস করলে, লোকেরাও তাকে নিয়ে একদিন উপহাস করবে। পৃথিবী একটি পানশালা, এখানে যে শরবত আমরা ঢালব, সেটিই আবার আমাদের পান করতে হবে।

• কথা সংগৃহীত •

#dhd

Do Halal Design

03 Nov, 14:59


সত্যিকার বন্ধুরাই জান্নাতে একে অপরের প্রতিবেশী হতে চায়।

কথাঃ ড. বিলাল ফিলিপ্স

#dhd

Do Halal Design

02 Nov, 14:59


বড্ড ভয়ংকর আমার নফস,সে আমাকে আমার রবের প্রিয় হতে দেয় না!

কথা: সংগৃহীত।

#dhd

Do Halal Design

01 Nov, 14:59


কুন ফায়াকুন "হও - এবং এটি হয়ে যায়"
কখনো ভাববেন না যে, আল্লাহর কাছে আপনার জন্য কোন পথ নেই। জেনে রাখুন সেকেন্ডে তিনি আপনার জন্য হাজারো পথ খুলে দিতে পারেন।

কথা- সংগৃহীত

#dhd

Do Halal Design

31 Oct, 14:59


ফিতনার স্রোতে গা ভাসানো শত শত বন্ধুর চেয়ে অল্প কয়েকজন দ্বীনদার বন্ধু থাকাই হাজার গুণ উত্তম।
-শায়েখ আহমাদুল্লাহ

#dhd

Do Halal Design

30 Oct, 14:59


সম্পদ কমে যাওয়ায় যদি দুশ্চিন্তা হয়, তবে হায়াত কমে যাওয়ার ফলে তোমার ক্রন্দন করা উচিত।’’

ইমাম ইবনুল জাওযি (রহ.)
[সিফাতুস সাফওয়া: ১/৫৫৯]

#dhd

Do Halal Design

29 Oct, 14:59


রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

"তোমার ভাইকে সাহায্য করো। সে জালিম হোক অথবা মাজলুম। অর্থাৎ জালিম ভাইকে জুলুম থেকে বিরত রাখবে এবং মাজলুম ভাইকে জালিমের হাত থেকে রক্ষা করবে।"

(সহিহ বুখারী: ২৪৪৩)

#dhd

Do Halal Design

28 Oct, 14:59


মুনাফিকদের জন্য কুরআন পড়ার চেয়ে ভারী পাথর বহন করা সহজ।

সূত্র: হিলইয়াতুল আউলিয়া, ১/৪৫৯

#dhd

Do Halal Design

27 Oct, 14:59


রাসূল (স) বলেছেন, দু' জন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফাহা করলে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের ক্ষমা করে দেয়া হয়।

[ সুনানে আবু দাউদ ৫২১২]

#dhd

Do Halal Design

26 Oct, 14:59


একজন নারী। বাহ্যিক শক্তিতে দুর্বল। কিন্তু আল্লাহর রজ্জু যে ধারণ করে, সে কখনো দুর্বল হয় না।

সারা (আঃ) অজু করলেন। নামাজ পড়ে রবের কাছে সাহায্য চাইলেন। দুআ করলেন:

'হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন যে, আমি আপনার প্রতি ইমান এনেছি এবং আপনার রাসুলের প্রতিও... আমি আমার লজ্জাস্থানের হিফাজত করেছি... তবে আমার ওপর এ কা'ফিরকে চাপিয়ে দেবেন না... হে আল্লাহ, যেভাবেই হোক তার কাছ থেকে আমাকে বাঁচান।...'

কা'ফির বাদশাহ যখন সারার (আঃ) দিকে হাত বাড়ানোর ইচ্ছে করল, তখন সে নিজের জায়গাতেই জমে গেল। নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলল।

বই- ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী
পৃষ্ঠা- ৩৮

#dhd

Do Halal Design

22 Oct, 14:59


আবূ লুবাবাহ বিন আবদুল মুনযির (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, জুমুআহ্‌র দিন হলো সপ্তাহের দিনসমূহের নেতা এবং তা আল্লাহ্‌র নিকট অধিক সম্মানিত। এ দিনটি আল্লাহর নিকট কুরবানীর দিন ও ঈদুল ফিতরের দিনের চেয়ে অধিক সম্মানিত। এ দিনে রয়েছে। এ দিনে রয়েছে পাঁচটি বৈশিষ্ট্যঃ এ দিন আল্লাহ আদম (আঃ) -কে সৃষ্টি করেন, এ দিনই আল্লাহ তাঁকে পৃথিবীতে পাঠান এবং এ দিনই আল্লাহ তাঁর মৃত্যু দান করেন। এ দিনে এমন একটি মুহূর্ত আছে, কোন বান্দা তখন আল্লাহ্‌র নিকট কিছু প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন, যদি না সে হারাম জিনিসের প্রার্থনা করে এবং এ দিনই কিয়ামাত সংঘটিত হবে। নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ, আসমান-যমীন, বায়ু, পাহাড়-পর্বত ও সমুদ্র সবই জুমুআহ্‌র দিন শংকিত হয়।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১০৮৪

#dhd

Do Halal Design

21 Oct, 14:59


মদীনাবাসীগণ যখন খেজুর কাটতেন তখন তাঁরা কিছু অংশ মসজিদে নববীতে ঝুলন্ত অবস্থায় রেখে দিতেন। দরিদ্র-পীড়িত লোকেরা তা খেয়ে নিত।
.
[মাওলানা মো. আমিনুল ইসলাম (রাহ.), তফসীরে নূরুল কোরআন: ৮/৭৪] p: 596.

#dhd

Do Halal Design

20 Oct, 14:59


অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।
[সূরা আহযাব ২১:৩৩]

#dhd

Do Halal Design

19 Oct, 14:59


আবু হুমায়দ আস সায়দী (রা:) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলছেন: তোমরা পার্থিব জীবনাপোকরণ লাভে উত্তম পন্থা অবলম্বন করো। কেননা যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, তা তার জন্য সহজতর করা হয়েছে।

[সুনানে ইবনে মাজাহ, হাদিস নং: ২১৪২]

#dhd

Do Halal Design

18 Oct, 14:59


সবার প্রথম ইবাদত হলো চুপ থাকা। এরপর ইলম তলব করা। এরপর তদনুযায়ী আমল করে ইলম সংরক্ষণ করে ছড়িয়ে দেয়া।

-সুফিয়ান সাওরী রহ. [রওদ্বাতুল উক্বালা ৪৩ পৃঃ]

#dhd

Do Halal Design

17 Oct, 14:59


সে গল্প আমি বলব কাকে?

'আমি আপনাকে ভালোবাসি!' এই অদ্ভুত সত্যটা যেদিন থেকে উপলব্ধি করতে পেরেছি, ততদিনে সাড়ে চৌদ্দশ বছর অতিবাহিত হয়ে গিয়েছে ইয়া রাসুলাল্লাহ; ﷺ আপনি চলে গিয়েছেন আপনার প্রিয় বন্ধুর সাক্ষাতে।

পৃথিবীতে তখনও আমার আগমন ঘটেনি। জন্মায়নি কালের বহু রথি-মহারথি। আপনি ছিলেন। আপনি ছিলেন ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আজও কত গল্প হয়। কত স্লোগান উত্থিত হয় মাশরিক থেকে মাগরিবে।

অথচ আপনি নেই। আপনি নেই ইয়া রাসুলাল্লাহ। এই বিরহী আর্তনাদ কেউ কি শুনতে পাবে! নির্জনতার মাঝে দাঁড়িয়ে আমি যে ফেতনা নামক মহামারির গন্ধ পাই নাকে—সে গল্প আমি বলব কাকে?

বই : জীবনের ভাঁজে ভাঁজে; পৃষ্ঠা : ২৭

#dhd

Do Halal Design

16 Oct, 14:59


আদম সন্তান!
তোমার অন্তর কীভাবে নরম হবে, যেখানে তোমার ভাবনা থাকে সূরাটা শেষ করা?

[মারওয়াযীর ‘মুখতাসারু কিয়ামিল্লাইল’: পৃ. ১৫০]

#dhd

Do Halal Design

15 Oct, 14:59


আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ এবং তাঁর রাসুলের সঙ্গে ভালোবাসার স্থান করতে চায় সে যেন কুরআন তেলাওয়াত করে।

হুলাইয়াতুল আউলিয়া, হাদিস : ১৮৭২

#dhd

Do Halal Design

12 Oct, 14:59


ফিতনার স্রোতে গা ভাসানো শতশত বন্ধুর চেয়ে অল্প কয়েকজন দ্বীনদার বন্ধু থাকাই হাজার গুণ উত্তম।

- শায়খ আহমাদুল্লাহ হাফি:

#dhd

Do Halal Design

08 Oct, 16:55


"এমন কে আছে, যে তোমাদেরকে রিযক দান করবে যদি আল্লাহ তার রিযক বন্ধ করে দেন?"

[সূরা আল-মুলক: ২১]

#dhd

Do Halal Design

07 Oct, 16:21


মুক্তির এক পথ
খিলাফত! খিলাফত!

- সংগৃহীত

#dhd

Do Halal Design

06 Oct, 14:59


আসমান হতে বৃষ্টি বর্ষণ না হবার দরুন তোমরা আশ্চর্য হচ্ছো, অথচ আমি আসমান হতে পাথর বর্ষণ না হবার দরুন আশ্চর্য হচ্ছি।

~মালিক ইবনু দীনার (রাহিমাহুল্লাহ)
[হিলয়াতুল আউলিয়া,আবূ নুয়াইম আল-আসহাফানি পৃষ্ঠা : ৩৭৪]

#dhd

Do Halal Design

06 Oct, 14:13


নিয়মিত জামাতে সালাত আদায় করতে পারা মুমিনের অন্যতম কারামত।

— ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহ.)
[রাহে বেলায়াত, পৃ: ৪০২]

#dhd

Do Halal Design

06 Oct, 14:10


‘হে ইমানদারগণ! তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন। তারা তো আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমনিভাবে কবরবাসী কাফিররা নিরাশ হয়ে গিয়েছে।’

- [ সুরা আল-মুমতাহিনা, ৬০ : ১৩ ]

#dhd

Do Halal Design

27 Sep, 15:01


ফিতনার স্রোতে গা ভাসানো শতশত বন্ধুর চেয়ে অল্প কয়েকজন দ্বীনদার বন্ধু থাকাই হাজার গুণ উত্তম।

• শায়খ আহমাদুল্লাহ হাফি:

#dhd

Do Halal Design

24 Sep, 15:02


আমি মানুষের প্রতি যখন কোনো অনুগ্রহ করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় ও পার্শ্ব পরিবর্তন করে দূরে সরে যায়। আবার তাকে যখন কোনো অমঙ্গল স্পর্শ করে, তখন সে লম্বা-চওড়া দো'আকারী হয়ে যায়। 

- সূরা : ফুসসিলাত, ৫১

#dhd

Do Halal Design

23 Sep, 15:03


গুনাহের শাস্তি হিসেবে এই যথেষ্ট যে, তা তোমাকে ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে।

ইমাম ইবনুল কাইয়িম
[ আদ-দা ওয়াদ-দাওয়া, পৃষ্ঠা : ৮৭ ]

#dhd

Do Halal Design

22 Sep, 15:01


হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদাত কর, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।

সূরা:আল বাকারা,আয়াত -২১

#dhd

Do Halal Design

21 Sep, 15:02


'আপনার উপর যখন কোনো বিপদ নেমে আসে তখন ধরেই নেন সেটি আপনার খোলাচিঠি।এ চিঠি আপনাকে বলছে,' আপনার একজন রব আছেন। অতএব তাকেই ডাকুন।'

বই: তিনিই আমার রব
পৃষ্ঠা: ৩০

#dhd

Do Halal Design

20 Sep, 15:02


দুআ থেকে মিরাকল পর্যন্ত, কুন থেকে ফায়াকুন পর্যন্ত, জমিন থেকে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছার পথ হলো তাহাজ্জুদ।

-রুকাইয়া মাবরুরা

#dhd