পরিস্থিতি একেবারেই ভালো না—না দেশের আর না বিশ্বের। সব দিক থেকেই ভয়ংকর এক বিপর্যয় ধেয়ে আসছে। মুসলিমরা এখনো ঘুমে বিভোর, অথচ ওদিকে মুশরিকদের সকল প্রস্তুতি সম্পন্ন। উম্মাহ আজও তথাকথিত শান্তির বার্তা নিয়ে আছে, অথচ ইউরোপ-আমেরিকা নয়া ক্রুসেডের ডাক দিয়েছে। গোটা বিশ্বের কুফফার সম্প্রদায় আজ ইসলাম ও মুসলিম নির্মূলের মিশনে এক প্লাটফর্মে দাঁড়িয়েছে, অথচ মুসলিমরা এখনো দলীয় দ্বন্দ্ব আর মতানৈক্যের চোরাবালিতে আটকে আছে।
এ কথা আজ স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে যে, হিন্দুস্তানে গাজওয়ার পটভূমি তৈরি হয়ে গেছে। RSS ও হিন্দুত্ববাদী দলগুলো মুসলিম নিধনের সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। ইন্ডিয়ায় মুসলিমদের ঘর-বাড়ি, দোকান-পাট ও মসজিদ-মাদরাসা সমূলে উৎখাত করছে। এখন ওরা বাংলাদেশের মুসলিমদেরকেও হুমকি দিচ্ছে এবং অখণ্ড ভারত তৈরির মিশনে দ্রুত অগ্রসর হচ্ছে। সরল-সহজ মুসলিমরা একসময় এগুলোকে প্রোপাগাণ্ডা মনে করলেও বাস্তবতা এখন তাঁদের চোখের সামনে।
সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করলে বুঝা যায়, সময় খুবই কম। আমরা চাই বা না চাই, আজ বা কাল এ সংঘর্ষ হবেই হবে। তাই ভয়ংকর এ বিপর্যয় আসার পূর্বেই মুসলিমদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ জরুরি। যারা এ বাস্তবতা বুঝতে যত দেরি করবে, তারা তত বেশি ক্ষতির সম্মুখীন হবে। তাই নিজেদের জান, মাল, ইজ্জত ও ভূখণ্ডের অস্তিত্ব রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ ফরজ—জরুরি। তবে পরিস্থিতি যাই হোক, সংখ্যায় যত অল্পই হোক, চূড়ান্ত বিজয় মুসলিমদেরই হবে ইনশাআল্লাহ।
~ মুফতি তারেকুজ্জামান হাফিজাহুল্লাহ