Mayeen Editz @mayeen_editz Channel on Telegram

Mayeen Editz

@mayeen_editz


Official Telegram Channel of Mayeen Editz.
Subscribe to our YouTube Channel - https://www.youtube.com/c/MayeenEditz

Mayeen Editz (English)

Welcome to Mayeen Editz, the official Telegram channel of Mayeen Editz! If you're a fan of creative and innovative editing techniques, then you've come to the right place. Mayeen Editz is a talented editor who showcases his skills through captivating videos on his YouTube Channel. By subscribing to our channel, you'll have access to a world of editing tips, tricks, and tutorials that will take your editing game to the next level. Whether you're a beginner looking to improve your skills or an experienced editor seeking inspiration, Mayeen Editz has something for everyone. Join our community today and unlock your editing potential! Subscribe to our YouTube Channel - https://www.youtube.com/c/MayeenEditz

Mayeen Editz

03 Dec, 06:02


চূড়ান্ত সময় নিকটবর্তী :

পরিস্থিতি একেবারেই ভালো না—না দেশের আর না বিশ্বের। সব দিক থেকেই ভয়ংকর এক বিপর্যয় ধেয়ে আসছে। মুসলিমরা এখনো ঘুমে বিভোর, অথচ ওদিকে মুশরিকদের সকল প্রস্তুতি সম্পন্ন। উম্মাহ আজও তথাকথিত শান্তির বার্তা নিয়ে আছে, অথচ ইউরোপ-আমেরিকা নয়া ক্রুসেডের ডাক দিয়েছে। গোটা বিশ্বের কুফফার সম্প্রদায় আজ ইসলাম ও মুসলিম নির্মূলের মিশনে এক প্লাটফর্মে দাঁড়িয়েছে, অথচ মুসলিমরা এখনো দলীয় দ্বন্দ্ব আর মতানৈক্যের চোরাবালিতে আটকে আছে।

এ কথা আজ স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে যে, হিন্দুস্তানে গাজওয়ার পটভূমি তৈরি হয়ে গেছে। RSS ও হিন্দুত্ববাদী দলগুলো মুসলিম নিধনের সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। ইন্ডিয়ায় মুসলিমদের ঘর-বাড়ি, দোকান-পাট ও মসজিদ-মাদরাসা সমূলে উৎখাত করছে। এখন ওরা বাংলাদেশের মুসলিমদেরকেও হুমকি দিচ্ছে এবং অখণ্ড ভারত তৈরির মিশনে দ্রুত অগ্রসর হচ্ছে। সরল-সহজ মুসলিমরা একসময় এগুলোকে প্রোপাগাণ্ডা মনে করলেও বাস্তবতা এখন তাঁদের চোখের সামনে।

সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করলে বুঝা যায়, সময় খুবই কম। আমরা চাই বা না চাই, আজ বা কাল এ সংঘর্ষ হবেই হবে। তাই ভয়ংকর এ বিপর্যয় আসার পূর্বেই মুসলিমদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ জরুরি। যারা এ বাস্তবতা বুঝতে যত দেরি করবে, তারা তত বেশি ক্ষতির সম্মুখীন হবে। তাই নিজেদের জান, মাল, ইজ্জত ও ভূখণ্ডের অস্তিত্ব রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ ফরজ—জরুরি। তবে পরিস্থিতি যাই হোক, সংখ্যায় যত অল্পই হোক, চূড়ান্ত বিজয় মুসলিমদেরই হবে ইনশাআল্লাহ।

~ মুফতি তারেকুজ্জামান হাফিজাহুল্লাহ

Mayeen Editz

02 Dec, 06:01


যাকে তাকে তোমার সন্তানের শিক্ষক বানিয়ো না। বরং দ্বীনদারি দেখে শিক্ষক নির্বাচন করো। কারণ, বাচ্চারা শিক্ষকের দ্বীনদারির দ্বারা প্রভাবিত হয় এবং সেভাবে নিজেদের গড়ে।
.
— আবু ইসহাক আল-যুবনায়ানী রাহিমাহুল্লাহ
সূত্র: তারতীবুল মাদারিক, ২/১৫৭

Mayeen Editz

01 Dec, 06:02


খুব প্রয়োজন ছাড়া বাজারে যাওয়া তো উচিত নয়ই, এমনকি বাজারের পাশেও বসো না। কারণ, বাজার মানুষকে আল্লাহর স্মরণ করতে দেয় না, বাধা হয়ে দাঁড়ায়।

— আবূ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু
সূত্র: আল-উযলাহ, ২৬

Mayeen Editz

30 Nov, 06:01


একজন মুমিনের কোমল হৃদয়ের আলামত হলো, তার কোনো মুসলিম ভাই বিপদে পড়লে বা ভুল করে বসলে, মুমিন নিজের অন্তরে সেই বেদনা অনুভব করে। যেন সেই বিপদ বা ভুল তার নিজেরই হয়েছে। আর মুমিন কখনোই তার ভাইয়ের বিপদে আনন্দিত হয় না।

— ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
সূত্র: মাদারিজুস সালিকীন ১/৪৩৬

Mayeen Editz

29 Nov, 11:00


মদিনায় থাকাকালীন উস্তাদ সাঈদুল মোস্তফা হাফিজাহুল্লাহ এই দরুদটা দিয়েছিলেন পড়ার জন্য:
اللهمَّ صلِّ على محمدٍ، وأَنزِلْه المقعدَ المقرَّبَ عندك يومَ القيامةِ

কীভাবে যে ১০দিন হয়ে গেলো!
আল্লাহ তায়া’লা যেন আবারও যাওয়ার তাওফিক দেন।

Mayeen Editz

29 Nov, 04:02


একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্নেহধন্য শিষ্য মুআয রাদ্বিয়াল্লাহু আনহু’র হাত ধরে বললেন, 'মুআয, তোমাকে আমি খুব খুউব ভালোবাসি!'

নবীজি শুধু 'উহিব্বুকা- তোমাকে ভালোবাসি' বলেন নি। বলেছেন, 'ইন্নি লাউহিব্বুকা- খুব খুউব ভালোবাসি।' ভালোবাসা কতোটা প্রগাঢ় হলে এভাবে গভীর মমতামাখা শব্দে তা প্রকাশ করা যায়!

এই কথা শুনে কেমন হয়েছিল মুআয রাদ্বিয়াল্লাহু আনহু’র হৃদয়ের স্পন্দন? হাদীসটা পড়ার সময় নিজেকে বারবার প্রশ্ন করেছি। হৃদয়ের সবটুকু অনুভূতি ঢেলে দিয়ে অনুভব করতে চেয়েছি তাঁর সেসময়ের খুশিটুকু। তিনি প্রতিউত্তরে বললেন, 'আমিও আপনাকে ভালোবাসি হে আল্লাহর রাসূল!'

তারপর নবীজি তাকে একটা দুআ শিক্ষা দিলেন। বললেন, 'প্রত্যেক নামাজের পর এই দুআটা পড়তে ভুলবে না। তা হল,
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِك وَحُسْنِ عِبَادَتِك
[ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ]
অর্থ : হে আমার প্রভু, তোমাকে স্মরণ করার, তোমার কৃতজ্ঞতা আদায় করার ও সুন্দরভাবে তোমার ইবাদাত করার ক্ষেত্রে আমাকে সাহায্য করো।

নবীজি একটা দুআ শিক্ষা দিবেন নিজের শিষ্যকে। এর জন্য কতো সুন্দর সম্বোধনে ভালোবাসার পরশ বুলিয়ে তার হৃদয়-মন বিগলিত করে পুরোটা মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করে নিলেন। তারপর সেই দুআটা শিক্ষা দিলেন। নববী শিক্ষা বলেই হয়তো তাতে এতো মধুরতার দেখা পাই।

হাদীসটা পড়ার পর থেকে বারবারই মুআয রা. এর উপর ঈর্ষা হচ্ছে। আমি যদি প্রিয় নবীর মুবারক যবানে এমন মনোহরা প্রেমময় বাক্য শুনার সৌভাগ্য অর্জন করতাম তবে এর বিনিময়ে জগতের সকল ভালোবাসাকে তুচ্ছ জ্ঞান করতাম। আমাকেও যদি নবীজি এমন ভালোবাসতেন!

[ হাদীসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদে (১৫৩২), সুনানে নাসায়ীতে (১৩০৩), মুসনাদে আহমাদে (২২১১৯) সনদ সহীহ ]


~আবদুল্লাহ আল মাসউদ হাফিজাহুল্লাহ

Mayeen Editz

28 Nov, 13:18


Shorts Series -এর টেলিগ্রাম চ্যানেল পাবলিক করে দেওয়া হলো।

চ্যানেল লিংক: https://t.me/ShortsSeriesME

Mayeen Editz

28 Nov, 06:02


আবূ হুরাইরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

যখন তোমাদের কেউ জুতা পরিধান করবে, তখন প্রথমে ডান পায়ে পরিধান করবে। আর যখন খুলবে, তখন আগে বাম পায়ের জুতা খুলবে। আর হয় দুপায়ে জুতা পরবে নতুবা দুপায়ের জুতাই খুলে ফেলবে।

~ মুসলিম : ৫৩১৮

*এক পা খালি রেখে আরেক পায়ে জুতা পরা যাবে না। এ হাদীসে একে নিষিদ্ধ করা হয়েছে। জুতা পরলে উভয় পায়েই পরতে হবে। নতুবা খালি পায়ে চলতে হবে। এটাই হাদীসের শিক্ষা।

Mayeen Editz

28 Nov, 02:45


আগামী সপ্তাহে আসছে ইনশাআল্লাহ

Mayeen Editz

27 Nov, 06:01


মানুষ মাঝে মাঝে এমন কথা বলে ফেলে, যা শুনে তার বন্ধু-বান্ধব হয়ত খুশী হয়, কিন্তু সেই কথার কারণে সে জাহান্নামে এত তলে চলে যায় যে, আসমান জমিনের ব্যবধানের চেয়েও তা বিশাল।

— আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু
সূত্র: আয-যুহদ, ইবনুল মুবারক, ১১৪৫

Mayeen Editz

26 Nov, 06:01


তোমার উচিত হলো নিজের হিসাব নেওয়া। দিনে-রাতে তোমার কাজগুলো তুমি গুছিয়ে নিবে। সময়ের প্রত্যেক ভাগের জন্য তুমি এমন একটি কাজ নির্ধারণ করে নিবে, যে কাজটি ঐ সময়কে অতিক্রম করবে না। সে সময়ে অন্য কোনো কাজকে জায়গা দিবে না। এভাবে করলেই সময়ে বরকত হবে।

- ইমাম গাযালী রাহিমাহুল্লাহ
সূত্র: বিদায়াতুল হিদায়াহ, পৃ. ১০০

Mayeen Editz

25 Nov, 06:01


দুনিয়া হলো শয়তানের মদ। যে এটা পান করবে, তার ততক্ষণ পর্যন্ত হুঁশ ফিরবে না, যতক্ষণ না সে মৃতদের দলে শামিল হচ্ছে এবং ব্যর্থদের সাথে থেকে আফসোস করছে।
.
— ইয়াহইয়া ইবনু মুয়ায রাহিমাহুল্লাহ
সূত্র: আল-ইয়াকুতাহ, ৬৭

Mayeen Editz

23 Nov, 06:01


উমাইয়া খলীফা সুলাইমান ইবন আব্দুল মালিক হজ্জে বের হলেন। তার সফরসঙ্গী ছিলেন উমর ইবন আব্দুল আযীয। সুলাইমান তায়েফ অভিমুখী হলে আকাশে বজ্র-বিদ্যুৎ চমকানো শুরু হল। সুলাইমান ভড়কে গিয়ে উমরকে বললেন, ‘আবু হাফস, এটা কী?!’ উমর বললেন, ‘আল্লাহর রহমত (বৃষ্টি) নামার সময় যদি এই অবস্থা হয়, তাহলে তার ক্রোধ নেমে আসার সময় হলে কী অবস্থাটা হত?

[ হিলয়াতুল আউলিয়া: ৫/২৮৮ ]

Mayeen Editz

22 Nov, 04:00


একদিন দরগাহ মাদরাসার দারুস সুন্নাহ ছাত্রাবাস থেকে দরগাহ মসজিদে জুমার উদ্দেশ্যে বের হয়েছি৷ সম্ভবত তখন মুখতাসার কী জালালাইন জামাতে পড়ি৷
.
আমাদের উস্তাযে মুহতারাম মুফতি আতাউর রহমান পাকিস্তানি হুজুর দা.বা.ও মসজিদের উদ্দেশ্যে বের হয়েছেন৷ হুজুরের পিছনে পিছনে হেঁটে যাচ্ছি৷ হুজুর ডাক দিলেন৷ কাছে এলাম৷ বললেন এই দরুদ শরিফ পড়ো-

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ

তখনও এই দরুদ শিখি নাই৷ হাঁটতে হাঁটতে শেখালেন৷ ফযীলত বললেন৷ এই দরুদ পড়লে নবীজী বলেছেন- “কিয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত ওয়াজিব৷”
.
এরপর থেকে জুমাবার এলে এই দরুদের কথা ভুলি না৷ দিলের গভীর থেকে কোনো কথা বের হলে তার আসর থেকে যায় মৃত্যু পর্যন্ত৷ আল্লাহ উস্তাযে মুহতারামের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন৷

© মুফতি জিয়াউর রহমান দা. বা.

Mayeen Editz

21 Nov, 06:01


সালাফরা মক্কায় প্রবেশ করলে কোরআন খতম না দেয়া পর্যন্ত সেখান থেকে বের হতে পছন্দ করতেন না।

– ইব্রাহিম নাখয়ী রাহিমাহুল্লাহ
[মুসান্নাফ ইবনে আবি শায়বা: ৮৭৭০]

আল্লাহ তায়া’লা তাওফিক দিন। আমীন।

Mayeen Editz

20 Nov, 06:00


তেলাওয়াত, যিকর এবং দোয়া ছাড়া কেবল চুপ থাকা কোনো প্রকার ইবাদত ও কাম্য বিষয় না। বরং এটি ওয়াসওয়াসার দরজা খুলে দেয়। নীরব থাকার চেয়ে আল্লাহর যিকরে ব্যস্ত থাকা উত্তম।

– ইমাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ
[ মাজমুউল ফাতাওয়া ]

Mayeen Editz

19 Nov, 06:01


যে ব্যক্তি কোন দুঃখ-দুর্দশার ব্যাপারে আল্লাহ্ ছাড়া অন্য কারো কাছে অভিযোগ করে, সে ইবাদতের মিষ্টতা অনুভব করতে পারে না।

– শাকিক আল-বালখি রাহিমাহুল্লাহ
[ আস সিয়ার: ৯/৩১৫ ]