Sirah @me_sirah Channel on Telegram

Sirah

@me_sirah


হে প্রশান্ত আত্মা!
ফিরে এসো তোমার রবের কাছে.

Sirah (Bengali)

সিরাহ একটি টেলিগ্রাম চ্যানেল যেখানে আপনি প্রশান্ত আত্মা পাবেন। এই চ্যানেল টি "@me_sirah" এই ইউজারনেমে পাওয়া যায়। এখানে আপনি আপনার রবের কাছে ফিরে এসতে ইচ্ছুক হলে একটি অভ্যন্তরীন পরিবেশ উপলব্ধ করানো হয়েছে। এখানে আপনি আপনার মনের শান্তি এবং আধ্যাত্মিক উন্নয়নের পথে সাহায্য পাবেন। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগদান করুন Sirah চ্যানেলে এবং নিজেকে পরিবর্তন করার পথে অগ্রসারিত হোন।

Sirah

21 Nov, 14:33


যে দিন লোকেরা প্রকাশ হয়ে পড়বে। সে দিন আল্লাহর নিকট তাদের কিছুই গোপন থাকবে না। আজ রাজত্ব কার? প্রবল প্রতাপশালী এক আল্লাহর।

সূরাঃগাফির (আল মু'মিন), আয়াত ১৬

Sirah

21 Nov, 13:59


দুনিয়া নিয়ে মগ্ন থাকা মানুষদের সাথে যখন মিশি, তখন এই দুনিয়ার ক্ষমতা টাকা ইত্যাদির অভাব বুঝি।

আর যখন আখিরাত নিয়ে মগ্ন থাকা মানুষদের সাথে যখন মিশি, তখন ঈমান আমল ইলমের অভাব বোধ করি।

এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই না। আল্লাহ্ আমাদের সবাইকে হিদায়েত দান করুন, আমিন।

কথা : সংগৃহীত

#সীরাহ

Sirah

21 Nov, 13:13


হিদায়েত প্রাপ্তির পর...

🎙️ সাঈদ আহমদ ফাহাদ

Sirah

21 Nov, 12:38


দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)

Sirah

21 Nov, 10:01


আমাদের সালাফগণ বাদ্যযন্ত্রের আওয়াজ কানে আসলেই কানে আঙুল দিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়তেন। আর, আজকাল আমাদের তরুণ-যুবকরা দলবেঁধে কনসার্টে মেতে উঠাকে নিজেদের জন্য স্বাভাবিক ব্যাপার বানিয়ে নিয়েছে। অ'শ্লীল কনটেন্ট বানানো ও প্রচার করাকে গর্বের বস্তু বলে মনে করে। তবুও আমরা লাঞ্ছিত হবো না কেন?

— তাহিব আব্দুল্লাহ

Sirah

21 Nov, 08:02


যে নিজেকে অন্যদের চেয়ে বেশি ভালো মনে করলো,সে অহংকার করলো।

— ইমাম আয-যাহাবী (রহি.)
[সূত্র : সিয়ারু আ'লামিন নুবালা, ৮/৪৬৮]

Sirah

21 Nov, 06:02


মনে করুন সেই বালিকার কথা যিনি লজ্জা সহিত এসেছিলেন মূসা (আ.) এর কাছে। তিনি ছিলেন লজ্জার চাদরে ডাকা।

অতঃপর বালিকাদ্বয়ের একজন হায়া (লজ্জা) জড়িত পদক্ষেপে তাঁর কাছে আগমন করল। বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, যাতে আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন, তার বিনিময়ে পুরস্কার প্রদান করেন। (আল কাসাস : ২৫)

বালিকা মূসা (আ.) এর কাছে আসলো, সে আসলো যেভাবে সতী-সাধ্বী মেয়েরা পথে চলে সেই ভাবে। অর্থাৎ সে আসলো অত্যন্ত লজ্জাজড়িত চরণে চাদর দ্বারা সারা দেহ আবৃত করে। মুখমণ্ডলও সে চাদরের আচল দ্বারা ঢেকে রেখেছিল। (তাফসির ইবনে কাসির)

নারীদের বৈশিষ্ট্যই তো এটা। তারা থাকবে সবচেয়ে নম্র, তাদের চাল-চলন থাকবে অন্যরকম। তাদের তো লজ্জাই সবকিছু, লজ্জা ছাড়া একজন নারী কল্পনাই করা যায় না। লজ্জাই নারীর ভূষণ।

Sirah

21 Nov, 05:01


ঐ ব্যক্তি কিভাবে বুদ্ধিমান হতে পারে, যে কিছু সময়ের স্বাদ উপভোগের জন্য জান্নাত বিক্রি করে দিলো।

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[সূত্র : কিতাবুল যুহদ, ১১৬]

Sirah

21 Nov, 04:01


যদি নবী (ﷺ)-র প্রেমিক হয়ে থাকো, অবশ্যই নবী (ﷺ)-র সমস্ত বিধানকেও বাস্তবায়ন করতে হবে...

🎙️ শায়খ হারুন ইজহার (হাফি.)

Sirah

20 Nov, 16:06


দুনিয়ায় তোমার জীবনটাই বা কতটুকু?
অর্ধেকটা যায় ঘুমে আর বাকিটা গাফলতিতে।

— ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)
[সূত্র : সাইদুল খাত্বের, পৃ. ৩৩০]

Sirah

20 Nov, 14:28


নিশ্চয়ই জা'হান্নাম ওঁৎ পেতে রয়েছে। আর তা হলো সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল। সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। সেখানে তারা কোন শীতলতা আস্বাদন করবে না এবং না কোন পানীয়। ফুটন্ত পানি ও প্রবাহিত পূঁ'জ ব্যতীত।
— সূরা নাবা, আয়াত : ২১-২৫

দাহহাক (রাহিমাহুল্লাহ) বলেন, “আসমান ও জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই জা'হান্নামিদের জন্য পানি জ্বাল দেওয়া হচ্ছে। সেই পানি জা'হান্নামিদের পান করতে দেওয়া হবে এবং তাদের মাথায় ঢালা হবে।”

[বই : জেগে ওঠো আবার; পৃষ্ঠা : ৪৮]

Sirah

20 Nov, 13:18


সারাজীবন দুনিয়ায় বেঁচে থাকার জন্য কতকিছুই না করি। আহ! কি নির্মম বাস্তবতা। এতকিছু করেও দুনিয়ায় থাকার সুযোগ তো হয়ই না; বরং শূন্য হাতে বিদায় নিতে হবে আমায়।

— আদিব সালেহ

Sirah

20 Nov, 11:53


তুমি কি এমন দিনের জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছো?

Sirah

20 Nov, 09:58


অতএব তাদের কী হল যে, তারা ঈমান আনছে না? আর যখন তাদের কাছে কুরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না।

— সূরা ইনশিকাক, আয়াত : ২০-২১

Sirah

20 Nov, 09:30


দুনিয়া প্রতিযোগিতার ময়দান। উড়ন্ত ধুলো যেমন আড়াল করে রাখে ঘোড়সওয়ারদের। তেমনই এখানে গোপন হয়ে আছে কত প্রতিযোগী। কে পদাতিক, কে ঘোড়সওয়ার আর কে উটে আরোহী, তার কিছুই বোঝা যাচ্ছে না এখানে। কিন্তু ধুলো যখন উড়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে সবই। দুনিয়াতে কার কেমন স্বরূপ তা স্পষ্ট বোঝা মুশকিল। তবে দুনিয়ার ওপারে স্পষ্ট হয়ে যাবে সবার আসল পরিচয়।

سَوْفَ تَرَى إِذَا الْجَلَى الْغُبَارُ أَفَرَسُ تَحْتَكَ أَمْ حِمَارُ

'ধূলিঝড় যখন থেমে যাবে, খুঁজে পাবে তুমি আপন পরিচয় কে তুমি? ঘোড়সওয়ার, না গাধায় আরোহী।'

মিরকাতুল মাফাতিহ শারহুল মিশকাতুল মাসাবিহ। ৫৪৭২, ৮/৩৪৫৪। জাহরুল আকামি ফিল আমছালি ওয়াল হিকামি। ৩/৭৭

বই : দুনিয়া এক ধূসর মরিচীকা

Sirah

20 Nov, 08:28


হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর; আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে; তোমরা আল্লাহকে ভয় কর। তোমরা যা কর নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।

— সূরা আল হাশর, আয়াত : ১৮

Sirah

20 Nov, 07:08


পুঁজিবাদী ও ভোগবাদীরা নারীকে পণ্য হিসেবে ব্যবহার করছে; এক শ্রেনীর সুশীল (পড়ুন শিয়াল) এটাকে নাম দিয়েছে নারীর সফলতা। নারীর এমন বিশ্রী প্রদর্শনী কখনোই, নারীর সফলতা হতে পারে না। বরং নারীর সফলতা হলো— নিজের সম্মান ও পবিত্রতা রক্ষা করা।

— মাহমুদুল হাছান

Sirah

20 Nov, 05:24


ঐ ব্যক্তি সফলকাম হবে, যাকে আল্লাহ তা'আলা শ'হীদ হিসেবে কবুল করবেন।

🎙️ শায়খ OBL (রহি.)

Sirah

19 Nov, 17:29


‘স্বল্প পুঁজিতেই কাটিয়ে দাও ছোট্ট এ জীবন—খানিক বাদেই তো বেজে যাবে বিদায় ঘণ্টা—শুরু হবে যাত্রা তোমার অনন্ত জীবনের পথে। ব্যথিত হয়ো না ধনীদের ঐশ্বর্য দেখে, অবনত রেখো তোমার দৃষ্টি । সুষুপ্ত নিশীথে লুটিয়ে পড়ো রবের দরবারে। দুচোখে লাগাও দীর্ঘ অনিদ্রার পবিত্র সুরমা। দূরে রেখো হৃদয়কে প্রবৃত্তির লালসা থেকে জীবন চলার পথে এটিই হবে তোমার পরম সাধনা। পার্থিব এ জীবন পরীক্ষা বৈ কিছু নয়। খেল-তামাশায় মগ্ন হয়ে বরবাদ করো না অমূল্য সময়গুলো। দুনিয়াপূজারিদের এই সমৃদ্ধি একদিন চিরতরে নিঃশেষিত হবে।'

(আল-মুনতাখার ৪০১)

Sirah

19 Nov, 16:55


শত দুঃখ, কষ্ট, হতাশার মাঝেও আমার অন্তরে প্রশান্তি মিলে আমার রবের স্বরণে!

— মাহমুদুল হাছান