CHINTA BINIRMAN @chintabinirman Channel on Telegram

CHINTA BINIRMAN

@chintabinirman


(ক্রমাগত পরিপক্ক চিন্তা বিনির্মাণের প্রয়াস)
আমাদের লক্ষ্য ইতিহাসের মূল নির্যাস আপনাদের কাছে পৌঁছানো। এবং নতুন নতুন চিন্তার বিনির্মাণ করা। Contact:- @mdfarhan313

CHINTA BINIRMAN (Bengali)

চিন্তা বিনির্মাণ - একটি চ্যানেল যা ক্রমাগত পরিপক্ক চিন্তা বিনির্মাণের প্রয়াস করে। এখানে আমরা ইতিহাসের মূল নির্যাস আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি এবং নতুন নতুন চিন্তার বিনির্মাণ করায় আপনাদের উদ্দেশ্যে সাহায্য করতে চাই। যদি আপনি ইতিহাস এবং চিন্তা উভয়ে আগ্রহী হন এবং নতুন জ্ঞান এবং ধারণা অর্জন করতে চান, তাহলে 'CHINTA BINIRMAN' চ্যানেলটি আপনার জন্য একটি অত্যন্ত উপকারী স্থান। একজন বিশেষজ্ঞ দল এখানে আপনার প্রশ্নের উত্তর দিবে এবং আপনাকে ইতিহাস এবং চিন্তার জগতে নিয়ে যাবে। যোগাযোগ করতে পারেন: @Alauddin010101

CHINTA BINIRMAN

21 Nov, 11:53


ওরা দুনিয়াটা ভোগ করুক

নবীজি একদিন চাটাইয়ের বিছানায় শুয়ে ছিলেন। শক্ত চাটাই। নবীজির একপার্শ্বে দাগ বসে গিয়েছিল। উমর রাজিঃ দেখেই কান্না করে দিলেন। নবীজি বললেন। কান্না করছো কেন? উমর বললেন, কায়সার ও কিসরা কি আরামে থাকে আর আপনি কত কষ্টে থাকছেন। নবীজি উত্তরে বললেন, উমর, আমাদের জন্য তো আখেরাত আছেই, তারা দুনিয়াটা ভোগ করুক!

CHINTA BINIRMAN

21 Nov, 09:24


‘যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রাখ, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়’।


• আর-রাদ | আয়াত ২৮

CHINTA BINIRMAN

21 Nov, 09:05


পোর্ক খাওয়া হারাম এটা সবাই জানে। একজন ব্যক্তি একটা দ্বীপে আটকে খাদ্যাভাবে মৃতপ্রায় অবস্থা। তার কাছে কোনো বিকল্প না থাকায় বাধ্য হয়ে এটা খেতে হবে। সেই ব্যক্তি ফতোয়া খুঁজতে গেল, শায়েখ আমার কোনো উপায় নেই। এখন এটা খাওয়া কি হালাল হবে?

অবশ্যই যেটা হারাম সেটা হারামই থাকবে কিন্তু ভিন্ন উপায় না থাকায়, বাধ্য হওয়ায় এটা খাওয়ার ফলে ব্যক্তির গুনাহ হবে না। বিষয়টা সর্বোচ্চ এতটুকুই হবে। শায়েখ এটাকে হালাল বলবেন না কখনোই।

সহশিক্ষা হারাম জানা একদল বাধ্য হয়ে সহশিক্ষায় অংশ নেয়ার দাবী করে। কিন্তু সহশিক্ষাকে হারাম বললে তাদের আঘাত লাগে।
তারা দাবী করে তারা অপারগ অথচ এই অপারগতার মধ্যে থেকেও ইন্সটিটিউশনাল প্রাইড প্রকাশ করে, কেন সহশিক্ষায় যুক্ত থাকতে হবে এই যুক্তি পেশ করে, ক্যাম্পাস, ক্লাস, ফেস্টসহ বিভিন্ন জিনিসের ছবি অপ্রোয়জনে আপলোড করে। একান্ত বাধ্য হয়ে যতটুকু যুক্ত থাকতে হয় এর বাইরেও ক্লাবে যুক্ত থাকা, কো কারিকুলার একটিভিটে ইনভলব হওয়া, শিক্ষাসফরে যাওয়া ইত্যাদি কাজ করে।

তাদের এসব কার্যক্রম পোর্ক খাওয়া ওই ব্যক্তির মতো হয়, যে ব্যক্তি অপারগ দাবী করে পোর্ক খায় অথচ এটাকে কীভাবে রান্না করলে মজা হবে, এটার স্বাদ কেমন, এটা লালন-পালনের প্রয়োজনীয়তা কী ইত্যাদিও একইসাথে বলে।

অপারগতার দোহাই দিয়ে পোর্ক খেয়ে, পোর্কের স্বাদে অভ্যস্ত হয়ে যাওয়া, প্রয়োজনের অতিরিক্ত খাওয়া, খেয়ে আনন্দিত হওয়ার ব্যাপারটা যেমন গুনাহের কাজ এসব ব্যাপারও একইরকম। এক্ষেত্রে অপারগতার দোহাই থাকা সত্ত্বেও গুনাহগার হবে।

আরো একটা সত্য কথা বলি। কোনটা অপারগতা, কোনটা নফসের খায়েশ মেটানো সেটার ব্যাপারে আল্লাহ তা’আলা ভালোভাবেই অবগত আছেন। তাই সবাইকে প্রতারিত করতে পারলেও, আল্লাহর সাথে প্রতারণা করতে পারবেন না। এতটুকু মনে রাখাই যথেষ্ট। - মেরাজ হোসাইন

নোট: পোর্ক- শুয়রের মাংস

CHINTA BINIRMAN

21 Nov, 06:38


টার্গেট দাওয়াহ
আগামীর তাওহীদবাদী প্রজন্ম বিনির্মাণ:


প্রজন্ম আজ শ'রীয়াহ চেনার আগে গণতন্ত্র চেনে।
প্রজন্ম আজ শ'রীয়াহ চেনার আগে সে'ক্যু'লারিজম চেনে৷
প্রজন্ম আজ শ'রীয়াহ চেনার আগে লিবারেলিজম চেনে৷

কিন্তু ;;

আমরা কি পারবো না মোড় ঘুরিয়ে দিতে?
প্রজন্মের স্রোত তা'ও'হীদের দিকে ঘুরিয়ে দিতে।

তাহলে!!

প্রজন্ম আজ গণতন্ত্র চেনার আগে শ'রীয়াহ চিনবে।
প্রজন্ম আজ সে'ক্যু'লারিজম চেনার আগে শ'রীয়াহ চিনবে।
প্রজন্ম আজ লিবারেলিজম চেনার আগে শ'রীয়াহ চিনবে।

সর্বত্র তা'ও'হীদ কে ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টার বিকল্প নেই। উদীয়মান প্রজন্ম কে শুরুতেই শ'রীয়াহ চেনানো হবে ইনশাআল্লাহ।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তা'ও'হীদ ও সীরাত চেনানো হবে ইনশাআল্লাহ।

আল্লাহর জমীনে আল্লাহর আইন কায়েমের দীপ্ত শপথ নিবে এই প্রজন্ম।

CHINTA BINIRMAN

21 Nov, 05:04


এই দুনিয়াতে মানুষকে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার শ্রেষ্ঠ নিয়ায়ামত গুলোর অন্যতম একটি হচ্ছে নেক সন্তান। নেক সন্তান মা-বাবার শ্রেষ্ঠ অর্জনগুলোর একটি।

ছবিতে যে পিচ্চির হাত দেখতেছেন, সে আমার কলিগের ছেলে। খুবই মিষ্টি আর দুষ্টু। আমার হাতে ঘড়ি দেখ সেও তার হাতের ঘড়ি নিয়ে এসে আমার সাথে মিলাবে আর বলবে তার টা ভালো।

বিবি বাচ্চা আর দু-মুঠো হালাল ইনকামের লোকমা যদি নসিবে মিলে যায় তাহলেই তো সুখ। এর থেকে বেশি এই পচা দুর্গন্ধযুক্ত দুনিয়াতে কিইবা চাওয়ার আর পাওয়ার আছে। নেক সন্তান রেখে দুনিয়ার থেকে গরীবি হালতে চলে যাওয়াটাই নিয়ামত। কেননা-

রাসুলুল্লাহ ﷺ বলেছেন: “মানুষের মৃত্যুর পর তিনটি আমল ছাড়া আর সব আমল বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া। এমন ইলম, যা দ্বারা উপকৃত হওয়া যায় এবং নেককার সন্তান, যে তার জন্য দোয়া করে।” [সহীহ মুসলিম, হাদীস ৪৩১০]

CHINTA BINIRMAN

21 Nov, 03:40


ভাবা যায়??

এক ৯ বছরের বাচ্চা মেয়ে বলছে তার মাকে, সে বেহেশতে যেতে চায় না। এক বেহেশতে এতোদিন একটা মানুষ কিভাবে থাকে?
বোরিং লাগে না! (nauzubillah)

আরেক বাচ্চা তার বাবাকে বলছে, বেহেশতে ওয়াইফাই নেই, কাজেই সে বেহেশতে যেতে চায় না। (nauzubillah)

প্রথমটা আমার এক ফিমেল হিজাবি কলিগের কাছে শোনা তার নিজের বাচ্চার ব্যাপারে।

দ্বিতীয়টা ফেসবুকে এক বাবা কমেন্ট করেছেন তার নিজের বাচ্চার ব্যাপারে।

উভয় প্যারেন্টই তাদের বাচ্চাদের এরূপ কথা বলার মতো প্রতিভায় পুলকিত। হাসির রিএক্ট দেখলাম চোখেমুখে উভয়েরই।
আমার চোখেমুখে ভয়ের রিএক্ট। কি জেনারেশন আমরা রেখে যাচ্ছি পৃথিবীতে। এদের উপরই কি তাহলে কিয়ামত হবে??

বাসায় ফিরে বাচ্চার মাকে অভিজ্ঞতা শেয়ার করলাম। বাচ্চার মা সাথে সাথে মেয়েকে ডাকলো। বলল, এখনই আবার শিউর হয়ে নেই। অনেকদিন বাসায় জান্নাত জাহান্নামের আলোচনা হয় না। বাচ্চার মেন্টালিটি এখনো ঠিক আছে কি না পরীক্ষা নেয়া দরকার? বর্তমানে বিগড়ে যেতে সময় লাগে না।

জিজ্ঞাসা করল, তুমি কি জান্নাতে যেতে চাও, নাকি জাহান্নামে।
উত্তর দিল জান্নাতে।
বাচ্চার মা বলল, কেন যেতে চাও? পয়েন্টগুলো বলো।
এরপর একে একে পয়েন্ট বলা হলো। আমরাও কিছু হেল্প করলাম।
বাচ্চার মা বলল, দেখো, জান্নাতে কিন্তু ওয়াইফাই নাই। সমস্যা হবে না।
উত্তর এলো, না। এরচেয়ে ভালো জিনিস আছে।
জিজ্ঞাসা করা হলো, জাহান্নামে কেন যেতে চাও না? সেখানের খাবারের নামগুলো বলো। ক্ষুধায় কাঁটাযুক্ত যাককুম ফল, রক্ত পূজ, আগুন, এবং সাপ।
ওকে। ঠিক আছে যাও।

এরপর আজকে আবার ডাকা হলো। আজকের বিষয়বস্তু সম্পত্তি বন্টন। কারণ আমার মা তার ছেলেমেয়েদের শিখিয়েছিলেন, ছেলে মেয়ে সমান। যার জন্য আমার বোনের সেভাবে মাইন্ড সেটআপ হয়েছিল। আমি চাই নাই, আমার সন্তান ভুল মাইন্ড সেটআপ নিয়ে বড় হোক।

বাচ্চার মা জিজ্ঞেস করল, ধরো, তোমার বাবা একটা সম্পত্তি রেখে গেল। এটা তুমি আর তোমার ছোট ভাই মুহাম্মাদ কিভাবে ভাগ করে নিবে?
আমার মেয়ে অনেকক্ষন চিন্তা করে বলল, অর্ধেক অর্ধেক।
বাচ্চার মা বলল, এটা তো তোমার কথা বললা। কিন্তু আল্লাহর কথা বলো। আল্লাহ কিভাবে ভাগ করতে বলছেন?

উত্তর এলো, জানি না।
বাচ্চার মা বলল, দেখ, তোমার কিন্তু কোন খরচ নেই। এখন তোমার খরচ কে চালায়?
- বাবা।
- তোমার বিয়ের পর তোমার খরচ কে চালাবে? তোমার স্বামী চালাবে। বুঝতে পারছ।
আর অন্যদিকে তোমার ভাইয়ের খরচ কে চালাবে?
তাকে নিজেই চালাতে হবে। এমনকি ওর বৌয়ের খরচও ওকেই চালাতে হবে। ওর ছেলেমেয়েদের খরচও চালাতে হবে। এমনকি প্রয়োজনে আমার খরচও চালাতে হবে। এমনকি আল্লাহ না করুক, তুমি যদি কখনো ওর বাসায় উঠতে বাধ্য হও, তাহলে তোমার খরচও চালাবে।

কারণ মেয়েদের খরচ সবসময়ই ছেলেরা চালায়। এটাই মেয়েদের সম্মান।
বুঝতে পারছ?

তাহলে এখন বলো, ওর খরচ কত বেশি। আর তোমার কোন খরচই নেই।
তাহলে এখন বলো, বাবার সম্পত্তিতে ওর কতভাগ পাওয়া উচিত, আর তোমার কতভাগ??

আল্লাহ একটা সমাধান দিছেন। সে অনুযায়ী তুমি পাবে ১ ভাগ, আর তোমার ভাই ২ ভাগ।
ঠিক আছে??

আর কখনো শুনবো না তো, অর্ধেক অর্ধেক পাবা?
- নাহ।
প্যারেন্টিং। এভাবেই আলহামদুলিল্লাহ, নিজের জ্ঞান বুদ্ধিকে আল্লাহর হুকুমের সামনে নত করে দেয়ার নামই মুসলমান।

- সংগৃহীত

মা হিসেবে করনীয় পর্ব-২০

CHINTA BINIRMAN

21 Nov, 02:47


যখন রাসূলুল্লাহ (সা) এর উপর তায়েফের লোকেরা যুলুম করে তখন রাসূলুল্লাহ (সা) এই দোয়াগুলো করেছিলেন আল্লাহর কাছে।
সুবাহানআল্লাহ

CHINTA BINIRMAN

21 Nov, 00:15


আজ বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪    
১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬  
০৬ অগ্রহায়ণ ১৪৩১   
-------------------    
ফজর- ৪:৫৮ মিনিট    
জোহর- ১১:৪৭ মিনিট    
আসর- ৩:৩৬ মিনিট    
মাগরিব- ৫:১৫ মিনিট   
ইশা- ৬:৩২ মিনিট   
--------------------   
আজ সূর্যাস্ত- ৫:১২ মিনিট    
আজ সূর্যোদয়- ৬:১৬ মিনিট

CHINTA BINIRMAN

20 Nov, 17:03


🚨 সতর্ক থাকুন! সাইবার অপরাধীরা এনএফসি প্রযুক্তি ব্যবহার করে এবং আপনার 💳 ডিজিটাল ওয়ালেট থেকে তহবিল চুরি করার জন্য Google Pay এবং Apple Pay ব্যবহার করে একটি ভয়ঙ্কর নতুন ক্যাশ-আউট পদ্ধতি আনলক করেছে – কোনো ফোনের প্রয়োজন নেই🚨 সতর্ক থাকুন! সাইবার অপরাধীরা NFC প্রযুক্তি ব্যবহার করে এবং আপনার 💳 ডিজিটাল ওয়ালেট থেকে তহবিল চুরি করার জন্য Google Pay এবং Apple Pay ব্যবহার করে একটি ভয়ঙ্কর নতুন নগদ-আউট পদ্ধতি আনলক করেছে – কোনো ফোনের প্রয়োজন নেই।

ঘোস্ট ট্যাপ নামে একটি নতুন কৌশল ডিভাইসগুলির মধ্যে NFC ট্র্যাফিক রিলে করে, অপরাধীদের বিভিন্ন দেশে নগদ আউট করার অনুমতি দেয়, সনাক্ত করা যায় না।

CHINTA BINIRMAN

20 Nov, 16:24


দুনিয়া প্রতিযোগিতার ময়দান। উড়ন্ত ধুলো যেমন আড়াল করে রাখে ঘোড়সওয়ারদের। তেমনই এখানে গোপন হয়ে আছে কত প্রতিযোগী। কে পদাতিক, কে ঘোড়সওয়ার আর কে উটে আরোহী, তার কিছুই বোঝা যাচ্ছে না এখানে। কিন্তু ধুলো যখন উড়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে সবই। দুনিয়াতে কার কেমন স্বরূপ তা স্পষ্ট বোঝা মুশকিল। তবে দুনিয়ার ওপারে স্পষ্ট হয়ে যাবে সবার আসল পরিচয়।

سَوْفَ تَرَى إِذَا الْجَلَى الْغُبَارُ أَفَرَسُ تَحْتَكَ أَمْ حِمَارُ

'ধূলিঝড় যখন থেমে যাবে, খুঁজে পাবে তুমি আপন পরিচয় কে তুমি? ঘোড়সওয়ার, না গাধায় আরোহী।'

মিরকাতুল মাফাতিহ শারহুল মিশকাতুল মাসাবিহ। ৫৪৭২, ৮/৩৪৫৪। জাহরুল আকামি ফিল আমছালি ওয়াল হিকামি। ৩/৭৭

বই : দুনিয়া এক ধূসর মরিচীকা

CHINTA BINIRMAN

20 Nov, 07:41


কাসামি শহীদ, রামি আল-হাজুজি, যিনি জেনিনে দখলদার বাহিনীর সাথে সংঘর্ষের সময় শহীদ হন।
#HAMAS

CHINTA BINIRMAN

20 Nov, 05:25


আয়মান সাদিক'কে যারা আদর্শ স্বামী উপাধি দিচ্ছেন তারা কি আদৌ আদর্শ স্বামীর ডেফিনেশন জানেন?

• প্রথমত দাইয়ূস কখনোই আদর্শ স্বামী হতে পারে না। বউকে সবার সামনে প্রেজেন্ট করে আখিরাত নষ্ট করছে,,

• দ্বিতীয়ত পা ধরে সরি বলা, স্বামী তার স্ত্রীর রাগ অভিমান ভাঙাতে অবশ্যই সরি বলতে পারে, একবার নয় অনেকবার ই বলতে পারে কিন্তু পা ধরতে হবে কেন? আবার সেটা মাইকিং করে জানাচ্ছে,? নূনতম লজ্জা থাকলে কাজটা করে থাকলেও মানুষকে এভাবে জানাতো না, স্বামী পরিবারের কর্তা সেখানে তিনি কিভাবে নিজেকে ছোট করে বউকে উচ্চ আসনে বসাচ্ছে? ভুলে যাবেন না এই সেই লোক যে মসজিদে বিয়ে করে পরের দিন গান বাজনা, নাচানাচি, পার্টি করেছিলো। এদেরকে আদর্শ তকমা দেওয়ার আগে দুবার ভাবুন।

আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,

"নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কাউকে কারো জন্য সিজদাহ করার আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদাহ করে।’’ [তিরমিযি ১১৫৯]

স্বামীর সম্মান মর্যাদা বোঝার জন্য এই একটি হাদিস ই যথেষ্ট মনে করি।

• এই বিষয় টা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে বিষয়টা, না জানি এখন এই শয়তানি বীজ মেয়েদের মধ্যে ঢুকে গিয়ে দাম্পত্য জীবনে কত অশান্তির সৃষ্টি হবে! স্ত্রীদের এখন তার স্বামী কে সরি বলার মনমানসিকতা ই চলে যাবে, স্বামী'কে বলবে আপনি আমার পা ধরে সরি বলুন। আস্তাগফিরুল্লাহ।

• মেয়ে হয়েও বিষয়টা নিয়ে আপনাদের মতো এত লাফালাফি করতে পারলাম না। যেটা শরীয়ত বিরোধী সেটাকে দেখা মাত্রই ভালো মনে হলেও আদৌ ভালো কি না যাচাই করুন।

Umme Ayesha

অনেকের চোখে সে হয়তো সো কলড আদর্শ স্বামী but sorry to say সে আমার কাছে দাইয়ুস আর গায়রতহীন পুরুষ ছাড়া আর কিছুই নয়।

CHINTA BINIRMAN

19 Nov, 19:37


মহান আল্লাহ মালিকুল মুলক। অর্থাৎ সমগ্র জগতের রাজাধিরাজ বাদশাহ। আর আমরা যারা তাঁর উপর বিশ্বাস স্থাপন করেছি তাঁরা হলাম খলিফাহ বা মহান আল্লাহর প্রতিনিধি। এই বিশ্বাস যাদের আছে তাঁরা কখনও অরাজনৈতিক হতে পারে না। কারন রাজার নীতি বাস্তবায়নই রাজনীতি।

যারা ইসলাম থেকে রাজনীতিকে ছেটে ফেলেছেন তাঁরা মূলত সেকুলারিজমকেই প্রতিষ্ঠা করেছেন। অনেকে বলবেন প্রচলিত রাজনীতি তো ইসলামিক রাজনীতি না। সেটা ঠিক তবে এতে অংশ নেওয়া ছাড়াই রাজনীতি করা যায়।

আসলে ইসলামি রাজনীতিতে বিরোধী দল বৈধ না। এখানে সরকার পরিবর্তন হয় না যদি না সরকার ইসলাম থেকে বের হয়ে যায়। এখানে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয় জ্ঞানীগুনি মানুষের সুপারিশে। যদু মধুর ভোটে না। ইসলামে সর্বসাধারনকে রাষ্ট্রের মালিক মনে করা হয় না। খলিফা থেকে শুরু করে আম জনতা সবার একটাই কাজ আল্লাহর যমীনে আল্লাহর আদর্শ, ন্যায়, নীতি ও আদেশ নিষেধ অনুযায়ী চলা। এই কথাগুলোর প্রচার প্রসারই ইসলামী রাজনিতি। যে মানবে মানবে। যে মানবে না পথভ্রষ্ট হবে।

— S M Nahid Hasan (Hafi.) অত্যন্ত বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার মেহেরবানীতে দ্বীনি বিষয়ে বেশ জ্ঞান রাখেন। আল্লাহ উনাকে উত্তম জাযা দান করুন, আমিন।

CHINTA BINIRMAN

19 Nov, 14:29


হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ
#BANGLADESH

CHINTA BINIRMAN

19 Nov, 12:32


"পুত্রবধু তার শশুর শাশুড়ির দেখাশুনা করতে বাধ্য নাকি বাধ্য না?" এই প্রসঙ্গে বেশ কিছু লেখা পড়েছি, ডজনের উপরে হবে। সবার লেখাই আংশিক, এক পাক্ষিক এবং এক দিকের সমস্যা নিয়ে আলোচনা করে। কিন্তু শুধুমাত্র কন্যা সন্তানদের পিতা-মাতাকে তাদের জামাই দেখা শুনা করতে বাধ্য কিনা, এই কথার আলোচনা হয় না। প্রশ্নটাই কেউ তুলে না!

কারণ, সম্ভবত শুধুমাত্র কন্যা সন্তানদের মা-বাবারা কখনই বৃদ্ধ হন না, অসহায় হন না, বিপদে পড়েন না, তাদের জীবনে কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র পুত্র সন্তানদের মা-বাবারাই বৃদ্ধ হন, অসহায় অবস্থায় পড়ে যান, তাদের জীবনে ছেলের বউদের সেবা যত্ন খুব দরকার।

(সম্ভবত এটাও যে, বাবা-মায়েরা মাথার ঘাম পায়ে ফেলে শুধু ছেলে সন্তানকেই মানুষ করেন, মেয়ে সন্তানকে কেউ কষ্ট করে মানুষ করে না, তারা বিনাক্লেশেই বড় হয়ে যায়।)

যাই হোক, এবার যদি প্রশ্ন করি যে, "একজন কি তার স্ত্রীর মা-বাবাকে দেখা শুনা করতে বাধ্য, তাদের জন‍্য খরচ করতে বাধ্য (ধরে নিচ্ছি তার স্ত্রীর মা-বাবার শুধু কন্যা সন্তান আছে এবং সবার বিয়ে হয়েছে)?" আমার জানা, ইসলামে এর উত্তর হলো "না, তিনি বাধ্য নন। ইসলাম তাকে এই দায়িত্ব দেয়নি।" একই ভাবে যদি প্রশ্ন করা হয় "একজন মহিলা তার হাজবেন্ডের মা-বাবাকে দেখা শুনা করতে কি বাধ্য?" এরও উত্তর হলো "না, তিনিও বাধ্য নন।"

এখন প্রশ্ন হলো, "তাদের উভয়ের জন‍্যই কি উভয়ের মা-বাবার দেখা শুনা করা উত্তম?" এই প্রশ্নের উত্তর হলো "জ্বী, উত্তম। এবং যদি উভয়ে উভয়ের মা-বাবার প্রতি খেয়াল রাখে, যোগাযোগ রাখে, সামর্থানুসারে খরচ করে - তাহলে তাদের উভয়ের সম্পর্ক আরো মধুর হবে। এবং প্রত্যেকের মা-বাবার সেবার মাধ্যমে তাদের জান্নাতে যাবার সুযোগ বাড়বে ইনশাআল্লহ। পরের প্রজন্ম তাদের নানা-নানী, দাদা-দাদী পাবে। তারা যখন দেখবে তাদের মা-বাবা তাদের দাদা-দাদী, নানা-নানীদের সাথে উত্তম আচরণ করে - তখন তারাও তাদের নিজের মা-বাবাকে সর্বোত্তম আচরণ দিবে ইনশাআল্লহ।"

সুতরাং যখন বলা হয় "পুত্রবধু শশুর শাশুড়িকে দেখা শুনা করতে বাধ্য নয়।" তখন প্রকৃতপক্ষে ইসলামের বিধানটা বলা হয় (ইসলামের বিধান লুকাবার দরকার তো নাই)।

"দেখাশুনা করা উত্তম নাকি উত্তম না?" এ প্রশ্নের উত্তর "অবশ্যই উত্তম"। যদি প্রশ্ন করা হয়, "দেখাশুনা করা কি উচিত?" - সেটা নির্ভর করবে ঐ পরিবারের সকলের উপর। হতেও তো পারে, বউ সেবা করতে চায় কিন্তু শাশুড়ি চরম শুচিবাই, তাদের মিল মহব্বত হচ্ছে না।

বিষয়টা অনেকটা এমন যদি প্রশ্ন করা হয় "আমরা কি তাহাজ্জুদ পড়তে বাধ্য?" উত্তর "না।" যদি প্রশ্ন করা হয় "তাহাজ্জুদ পড়া কি উত্তম/উচিত?" তাহলে উত্তর "সর্বোত্তম এবং উচিতও।"

লেখা : Shiblee Mehdi

এডমিন কমেন্ট:

আমি রুকাইয়াহ ও মানসিক কনসালটেন্সির সাথে জড়িত। আমাদের কাছে যখন স্বামীর আয় উন্নতি নেই এমন বিষয়ে পরামর্শ চাইতে আসেন বোনরা; আমরা বলি স্বামীর মা বাবার প্রতির দায়িত্বে স্বামীকে সাহায্য করুন। সহজ করুন। আপনার স্বামী আপনার জীবন সহজ করলে আপনিও তার জীবন সহজ করুন। মা বাবার দায়িত্ব পূরণ না করলে সন্তানের ভাগ্য ভালো হবে না,আখিরাত ও দুনিয়া কষ্টকর হবে। তাই স্বামীর দায়িত্বটা সহজ করুন, সাহায্য করুন।

এছাড়া সন্তানরা যখন এসব দেখে বড় হবে, একদিন আপনি যখন শ্বাশুড়ি হবেন তখন তারাও মায়ের সেবার বিষয়গুলোতে তাদের স্ত্রীদের বুঝাবে। বৈবাহিক জীবন সেক্রিফাইসের। সাথের মানুষটা জীবন সহজ করার একটা চেষ্টা। যত বেশি স্বামী/স্ত্রীর জীবন সহজ করবেন সে তত বেশি নিজেদের সম্পর্ক ভালো হবে(তবে জীবনসঙ্গীকেও এসব বুঝতে হবে; এসব নিয়ে বিস্তারিত কথা অন্যদিন ইন শা আল্লাহ)

আর এতকিছুর পর ও অশান্তি হলে?
দুআ, সবর ও দুআ।

CHINTA BINIRMAN

19 Nov, 09:22


অনুমতি ছাড়া অবরোধ ও যানবাহন চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কে দুর্ভোগ সৃষ্টি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই আবেদন দায়ের করার অনুমতি নেন। রিটে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আইনজীবী নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সোমবার (১৮ নভেম্বর) তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে আন্দোলন করেছিলেন। এমনিভাবে যেন জাতীয় মহাসড়ক অবরুদ্ধ এবং দুর্ভোগ সৃষ্টি না হয়। তার আলোকে আগেই আন্দোলনকারীরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমোদন নিতে হবে সভা-সমাবেশ বা মানববন্ধন করবেন বলে।
তা না হলে জনগণের চলাচলের বিঘ্নকারী সংবিধান লঙ্ঘন করে জনগণের জানমাল ও নিরাপত্তাসহকারে স্বাধীনভাবে রাস্তায় চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বিষয়টি মঙ্গলবার আদালতে উপস্থাপন করলে আদালত করার অনুমোদন দিয়েছেন।

সূত্র : নয়াদিগন্ত!

CHINTA BINIRMAN

19 Nov, 07:39


গ্রামে মাইকিং হচ্ছে শিশুদের সরকারি টিকা প্রদান নিয়ে। মাইক থেকে ঘোষণা হচ্ছে, এই টিকাটি বিশ্বের ৪০টি মুসলিম দেশে দেয়া হয়েছে। এই টিকাটি ১০০% হালাল। আপনারা নিশ্চিন্তে শিশুদের এই টিকা দেয়াতে পারেন।
এটা শুনে আমি কিছুক্ষণ 'থ' হয়েছিলাম। শিশুদের জরুরী টিকার জন্যেও মানুষকে এভাবে কনফিন্সড করা লাগছে! বিষয়টি যেমন ইন্টারেস্টিং, তেমনি গবেষণারও। এর থেকে দুইটা জিনিস প্রতিয়মান হয়:
১. এই দেশে আপনি যাই করেন মুসলিম পরিচয় দিয়ে, মুসলমানদের আবেগকে কাজে লাগিয়েই করতে হবে (পজিটিভ-নেগেটিভ দুই অর্থেই)। আপামর জনসাধারণের ইসলামের প্রতি ভালোবাসাকে শ্রদ্ধা করেই করতে হবে।
২. বিগত সরকার মানুষের মধ্যে এত এত অনাস্থা তৈরি করেছে যে, মানুষ এখন সরকারি কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। কি বলে কি খাওয়াবে, মানুষ তা নিয়ে কনসার্নড৷
আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবপক্ষকে এই বিষয়গুলো মাথায় রেখেই আগাতে হবে। ওয়াজ-মাহফিল বলেন আর রাজনৈতিক নেতার বক্তব্য বলেন, বেফাঁস কথা বললে ইসলামের দোহাই দিয়েও খাওয়াতে পারবেন না, এমনকি শিশুর টিকাও।
- সাইফুল ইসলাম

CHINTA BINIRMAN

19 Nov, 06:31


ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে গাজায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।
স্থানীয় সময় সোমবার গাজা উপত্যকায় এ হামলা চালানো হয়।
সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া, মধ্য গাজার নুসেইরাত শিবির এবং দক্ষিণের খান ইউনিস ও রাফাহ শহরে বাস্তুচ্যুতদের আবাসিক বাড়ি-ঘর ও আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইসরাইলি বোমা হামলা চালানো হয়েছে।
এতে বলা হয়, ইসরাইলি অব্যাহত হামলা ও আগ্রাসনের কারণে গাজার উত্তরাঞ্চলে তাদের কাজ বন্ধ রয়েছে। এর ফলে হাজার হাজার নাগরিক মানবিক সহায়তা, চিকিৎসা সেবা ও ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির গণমাধ্যম কর্মকর্তা রায়েদ আল-নামাস গাজায় সাংবাদিকদের বলেছেন, ‘চিকিৎসা সরবরাহ ও কর্মীর সঙ্কটের কারণে উত্তরাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হচ্ছে।
আল-নামাস বলেন, একেবারে ন্যূনতম সেবা দেয়া হচ্ছে। এছাড়া ১২ হাজার আহত লোককে উপত্যকার বাইরে চিকিৎসা প্রয়োজন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় এক হাজার দুই শ’ জন নিহত এবং প্রায় আড়াই শ’ জনকে জিম্মি করা হয়।
সোমবার এক বিবৃতিতে গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে।

সূত্র : ইউএনবি

CHINTA BINIRMAN

19 Nov, 05:50


মানুষের মুখ খুব শক্তিশালী এক জিনিস। মানুষ যেটা বলে সেটার একটা প্রভাব আছে।

অভিজ্ঞতা থেকে দেখেছি একটা ছেলেকে ক্ষেপানোর জন্য বলা হতো, অমুক মেয়ের সাথে তুই প্রেম করিস। কদিন পরে সত্যি সত্যি তারা প্রেম করা শুরু করে দিয়েছিল।

স্বামী-স্ত্রীর মনোমালিন্যর সময় হয়ত স্ত্রী আফসোস করে বলল, আমি পুরোনো হয়ে গেছি - এখন তো আর আমাকে ভালো লাগবে না।

সত্যি সত্যি দেখা যাবে কদিন পরে স্বামীর ঠিক ওই জিনিসটাই মনে হতে থাকবে। অথচ হয়ত সে এ ব্যাপারে আগে ভাবেইনি।

একটা ছেলেকে পরিবারের সবাই বলে, তুই কোনো কাজের না - দেখা যাবে ছেলেটা আসলেই কিছু করতে পারছে না।

এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হয় ভালো কথা বলো নয়ত চুপ থাক।

আমাদের জীবনের বহু ভালো পরিস্থিতি খারাপ থেকে খারাপ হয়েছে শুধুমাত্র আমাদের কথার কারণে।

জিহবা সাবধান ভাইয়েরা। মুখ সাবধান বোনেরা।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাটাকে দাম দিই - সংসারে শান্তি আসবে, আয়ে বারাকাহ আসবে ইন শা আল্লাহ ।
.
.
- শরীফ আবু হায়াত অপু