Sumon Kais @sumonkaiss Channel on Telegram

Sumon Kais

@sumonkaiss


I'm a content creator

Sumon Kais (English)

Are you a fan of captivating content that keeps you engaged and entertained? Look no further than the Sumon Kais Telegram channel! Sumon Kais, known as @sumonkaiss on Telegram, is a talented content creator who brings a unique perspective to his audience. With a passion for storytelling and creativity, Sumon Kais delivers a wide range of content that is sure to captivate and inspire. From thought-provoking videos to insightful articles, this channel has something for everyone. Whether you're interested in the latest trends, informative discussions, or just looking for some entertainment, Sumon Kais has you covered. Join the Sumon Kais Telegram channel today and experience the world through the eyes of a talented content creator. Stay up to date with all the latest content and be a part of a growing community of like-minded individuals. Don't miss out on this opportunity to be inspired and entertained by Sumon Kais. Subscribe now and start enjoying the unique content that this channel has to offer!

Sumon Kais

19 Feb, 15:10


আর এক সপ্তাহ অপেক্ষা করেন, দেখেন এই দামে থাকতে পারে কিনা।

যে দাম এখানে দেয়া হয়েছে সেটাও নাগালের বাইরে বলে মনে করছি।

গত বছর নিউজ দেখছিলাম খেজুর আমদানি হয় ১০০-৪০০ টাকায় আর বিক্রি হচ্ছে ১০০০-২৫০০ টাকায়।

এবার সেভাবে নিউজ এখনো পাইনাই, কিন্তু যে দাম দিয়েছে সেটাও ব্যাবসায়ীদের কথা চিন্তা করেই দিয়েছে বলে মনে করি।

Sumon Kais

19 Feb, 10:09


বাংলাদেশে একটা চিরাচরিত নিয়ম দেখে আমরা বড় হয়েছি, তা হলো।
কোথাও কোন অপরাধ হলেই সেখানে পুলিশ আসে এবং অপরাধীকে তাদের জিম্মায় নিয়ে যায়। কদিন বা কয়েক ঘন্টা থানা জেল কাটিয়ে সে জামিনে মুক্তি পেয়ে যায় এবং ভিক্টিমকেই পুনরায় থ্রেট দিতে থাকে।

যে চেইন প্রক্রিয়া Law & Order প্রতি মানুষের আস্থা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে।

এই ভিডিও আমাকে সেটাই রিমাইন্ড করছে, খুব হাসিখুশি ভাব, মাসাল্লাহ নাদুস নুদুস সাস্থ, জামাই আদরে আদালতে নেয়া আনা মানে কোন ডান্ডা বেরি নেই যদিও এরা সবাই খুনি বা খুনির দোসর।

ভাবেনতো ভারত এক মাদার অফ খুনির সাথে তার সহযোগিদের আশ্রয় দিয়েছে আমরা সারা দেশ এখন ভারত বিরোধী।

কিন্তু আমাদের দেশেই খুনিদের যে যত্নে রাখা হচ্ছে সেটার ব্যাপারে আমাদের সুশীল থেকে আম, কাম, কোন জনতার কোন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছিনা।

Photojournalist Shahidul Alam কিংবা Mushtaq Ahmed (writer) এর মাত মানুষের সাথে কি আচরণ করেছিল ভুলে গেছেন?
বাদ দেন তারা এত জন প্রিয় না, নূরের (গণঅধিকার পরিষদ) সাথে কি আচরন করেছিল ভুলে গেছে?

সেটাও বাদ দেন নাহিদ এবং আসিফের সাথে এরা কি করেছি মনে নাই, নাহিদের নিতম্বের ছিবিতো কত কদিন আগেও টক অফ দ্যা টাউন ছিল, তাও ভুলে গেছেন? 😓

এরাইতো এসব করেছি।

ইন্টেরিম আপনারা যে খেদমত তাদের করছেন তারা এর কাছাকাছিও কিছু ডেজার্ভ করেনা।

এরা খুনি স্বৈরাচার এদের সেভাবেই ট্রিট করা উচিত ছিল, আপনারা তা করতে ব্যার্থ হয়েছে।
আর যদি তা না হয় তারা আপনাদের সেখাবে কিভাবে ট্রিট করতে হয়।

Sumon Kais

17 Feb, 13:45


ট্রাম্পের কাছে ধরাশায়ী মোদী, টেরিফ এবং ইউনূস ধাক্কা । Eagle Eyes । Sumon Kais

মোদি মিডিয়া এবং আওমীলিগ গত ছয় মাসে যে বিশাল প্রস্তুতি নিয়েছে ট্রাম্পের কাছে নালিশ করার তার সবকিছু মাতর ছয় সেকেন্ডেই ট্রাম্প ধূলিসাৎ করে দিয়েছেন। এর বাইরে আমেরিকার সথে মোদির করা সব চুক্তি হয়েছে মূলত সার্থ বিরোধী বলা যায়।

https://youtu.be/oNkL4ti-NGE

Thanks For Watching
দেখার জন্য ধন্যবাদ.
#trump #modi #bangladesh

Sumon Kais

16 Feb, 15:07


Freedom of speech and democracy are practiced in India followed by Hasina style.
Tamil Vikatan Magazine made this epic cartoon of Modi & Trump.

guess what happened next?
Modi got angry & has banned this magazine's website.

But the Magazine was brilliant, they described everything properly in a single cartoon........LoL

Sumon Kais

13 Feb, 14:49


Total of 60 katha plots in Purbachal in the name of former Killar Sheikh Hasina and her family members are being canceled

what do you think?

Sumon Kais

12 Feb, 17:33


I read the UN report and was shocked when I reached paragraph 177. It's hard to hold back the tears, the Prime Minister of the country directly ordered to shoot students and put the body to disappear. 😢😢
How much of a beast was she?
#Hasina15YearsofFascism

Sumon Kais

12 Feb, 09:05


Mikel Chakma, One of the worst victims of Ayna Ghor. He described how he was detained and where with the room number.

He's one of the minority in our country, did India ever rise any questions about him?

Sumon Kais

12 Feb, 09:04


This is where Hasina held Asif Mahmud for four days during the July uprising.

Sumon Kais

12 Feb, 08:31


As many as 1,400 people may have been killed during last year’s protests vast majority of whom were shot by security forces of Bangladesh.

The Official UN Report is out have a look

https://www.ohchr.org/en/press-releases/2025/02/bangladesh-un-report-finds-brutal-systematic-repression-protests-calls

Sumon Kais

11 Feb, 17:23


ইউনুস সরকার যত গলাবাজিই করুকনা কেন, আপনি কোন ভাবেই ব্যুরোক্রেসির এই করাপ্ট আমলা রেখে কোন ধরনের রিফর্ম কার্জকার করতে পারবেন না।

আপনার সব পরিশ্রম ব্যার্থ করবে এরা। এরা এখন দুই দিক থেকেই টাকা খাচ্ছে, আওমীলিগ থেকেও খাচ্ছে, দেশে থাকা বাকী দলগুলো থেকেও খাচ্ছে, কিন্তু আল্টিমেটলি কাজ করছে আওমীলিগের পক্ষেই।

তাই হাসনাত সারজিস যত আওয়াজই দেকনা কেন এটা কোন কাজেই দিবেনা, কারন সব দপ্তর এদের নিয়ন্ত্রনে।

বেকুবের মত গলাবাজি না করে সঠিক জায়গায় হাত দিন, যেভাবে কাজ হবে সেভাবে কাজ করুন।

Sumon Kais

11 Feb, 14:26


According to EC Five institutions leaked information from NID system.

01. Directorate General of Health Services (DGHS)
02. UCB Bank’s Upay
03. Chattogram Port Authority
04. the Department of Women Affairs
05. iBAS system of the Ministry of Finance

Togather they have lacked 50 Million Bangladeshis personal Data.

Sumon Kais

10 Feb, 08:44


একটা খুনির কাছে বিক্ষা চাওয়ার পর যদি পুর্বাচলে ১০ কাঠা প্লট পেয়ে যান তাহলে গত পনের বছরে আপনি ভয় কিভাবে পাবেন? আপনি আসলেই ১৫ বছরে ভয়ে ছিলেন না, আপনি খুনির গোলাম ছিলেন। গোলামের আবার ভয় কিসের?
ওনার ভাবটা এমন আগে বাংলাদেশ জাপান ছিল, এখন সোমালিয়া হয়ে গেছে।
এরাই দেশের জন্য বিপদ ডেকে আনে। আওমী এবং ইন্ডীয়ান নেরেটিভকে এরাই বাজারজাত করে।
নোংরা

Sumon Kais

08 Feb, 13:21


অন্তরবর্তি সরকারের বেশ কিছু ব্যার্থতার ফসল এসব ককটেল এবং সারা দেশ জুড়ে বিশৃঙ্খলতা।
এখানে দুইটা গ্রুপ খুব সক্রিয় ভাবে দেশকে অস্থির করার জন্য শতভাগ কাজ করে যাচ্ছে।
গ্রুপ এক আওমীলিগ এবং তারা গুন্ডারা
গ্রুপ দুই জেল থেকে ছাড়া পাওয়া জঙ্গি খ্যাত সন্ত্রাসীরা, যাদের অতীত রেকর্ড বলে তারা কি করতে পারে।
ছাত্ররা শুরু থেকে এদের ব্যাপারে কোঠর অবস্থান নিলেও সরকার বাস্তবতায় নিস্ক্রিয়।

আপনাকে আওমীলিগ যেমন নিষিদ্ধ করতে হবে আপনাকে যেকোন ধরনের জঙ্গিদেরকে শক্ত হাতে দমন করতে হবে।

নয়ত এর বিপদটা কল্পনাতীত।

Sumon Kais

08 Feb, 11:50


Once TSMC Arizona starts full production, America will destroy TSMC Taiwan at any cost.

They know how to do it, and they also know if TSMC Taiwan is alive they will be unable to control the global chip market.

Sumon Kais

07 Feb, 12:18


What the Pakistan Army didn’t do in nine months of Bangladesh’s liberation war happened in nine hours.
India should understand they are playing with the wrong card.

Sumon Kais

06 Feb, 14:57


আজকে ধানমন্ডি ৩২ ছিলাম প্রায় দুই ঘন্টার বেশি, এখনো আংশিক ভবন দাঁড়িয়ে আছে, পেছনের লাল ভবনের তেমন কাঠামোতে তেমন কোন ক্ষতি হয়নি, তবে ভেতরে আগুনে কারনে সব কিছুই জ্বলে গেছে।
গ্যারেজের তিনটা গাড়ি পুরো জ্বলে গেছে, এবং প্রতিটা ভবনের দেয়ালে এমন অসংখ্য লিখা আছে যা আপনাকে ভাবাবে যে মানুষ কতটা ঘৃণার দৃষ্টিতে দেখছে হাসিনা এবং মুজিব লিগ্যাসিকে।
আমি যতক্ষন সেখানে ছিলাম সেখানে সারক্ষন শুনতে পেয়েছি মিসিল আর স্লোগান। তবে সবচেয়ে কমন স্লোগান ছিল "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা"
তবে এই বাড়ি যে এত বিশাল ছি সেটা আমি বুঝতে পারিনি সেখানে প্রবেশ করার আগে, সব মিলিয়ে তিনটা ভবন।
বাংলাদেশ নিয়ে দিল্লীর মনোভাব যদি না বদলায় তবে এ আগুনের বিষ বাস্প হয়ত দিল্লীর মসনদেও বড় ধাক্কা দিবে অচিরেই।
এসব ইভেন্টের জীবন্ত সাক্ষী যখন হবেন তখনই কেবল বুঝতে পারবেন এর গভীরতা কত বিশাল।

4K & 8K রেজুল্যাশনে প্রায় ৫০ মিনিটের ভিডিও রেকর্ডিং করেছি, কিছু ভিডিও আগামী কালকের মধ্যেই রিলিজ করবো।

Sumon Kais

06 Feb, 05:53


ধানমন্ডি ৩২ এত দিন টিকে থাকাটাই ছিল সরকারের ব্যার্থতা। সরকার ছাত্রজনতার মূল দাবিগুলো গত সাত মাসে ঠিক ভাবে পুরনের চেষ্টা করেছে বলেও আমার মনে হয়না।

সরকারের সাত মাস পরে এসেও যদি ছাত্রদের মাঠে নামতে হয় বা মব জাস্টিস দেখাতে হয় তবে নিশ্চিত ভাবেই বুঝতে হবে সরকার আওমীলিগ ও তার দোশরদের বেশ হেল্প করে যাচ্ছে।

কালকের ঘটনা অনাকাঙ্খিত ছিলনা, তবে এই ঘটনা আওমীলিগকে অনেক অংশে হেল্প করবে সহানুভূতি আদায় করে নিতে।
আবার এটা জাস্টিফাই করার সুযোগ তারা পাবে যে দেশে মত প্রকাশ ও তাদের রাজনীতির গলা চেপে ধরা হচ্ছে যেহেতু তারা এখনো নিষিদ্ধ নয়।

সবমিলিয়ে যেভাবে এগুচ্ছে তাতে এই সরকার দেশকে বিপদে ফেলতে যাচ্ছে বলেই আমা ধারনা।

Sumon Kais

30 Jan, 14:09


only in china

Sumon Kais

20 Jan, 13:22


পুলিশের ইউনিফর্ম পাশের দেশের পুলিশের ইউনিফর্মের কপি মনে হচ্ছে আমার কাছে।
র‍্যাবের ইউনিফর্ম দেখে মনে হচ্ছে পুলেশের ফেলে দেয়া ইউনিফর্ম
আনসার সম্পর্কে কিছু বলতেপারছিনা।

আপনারা কি মনে করছেন?

Sumon Kais

19 Jan, 17:46


Israel killed 46K Gaza Citizens.
Also Isreel created half a Million Hamas Fighters.
like these childrens most of them will be future Hamas fighter.

So, history will remember Netanyahu as a killer but he alone made Hamas much stronger.

Sumon Kais

19 Jan, 17:46


Israeli journalist Gideon Levy: "Its not only about the killing, its about being proud of the killing, its about being proud of the destruction. No shame, nothing. Israel is very proud... look at Gaaza, look at the destruction, Israel is proud about it, & this is very troubling"

Sumon Kais

18 Jan, 12:53


সর্বশেষ ভিডিওটি অন এয়ার করার পরে আমার গলা পুরাপুরি বসে গেছে, মানে গত ১৫ দিণে আমার গলার আওয়াজ আমি নিজেই চিনিনা অবস্থায় চলে গেছে। গলার এই বিরাগ প্রতিবছরই ২/১ ঘটে আমার সাথে। খুব কোন টিট্মেন্ট নিতে হয়না নিজে নিজেই আবার ঠিক হয়ে যায়। এবারও তাই হয়েছে।

আজকে বলা যায় যে রেকর্ডিং করার মত অবস্থায় ফিরেছে আমার কণ্ঠস্বর। এর মাঝে অনেক কনটেন্টের লিস্ট জমা হয়ে গেছে।

দোয়া করেন যেন কাল পরশুর মধ্যে ভিডিও দিতে পারি।

অনেকের অনেক রিকোয়েস্ট আছে পেন্ডিংয়ে। আমি একা এতসব আবদার মেটাতে পারছিনা সত্যি। আশা করি ক্ষমাসুলভ দৃশটিতে দেখবেন। ❤️🙏

Sumon Kais

17 Jan, 08:41


টিএসসিতে হাসিনার ছবিতে জুতা মারা কর্মসুচি হয়েছে, এটা পলাতক হাসিনার প্রতি ঘৃণা প্রদর্শন মাত্র। কিন্তু হাসিনার মত করাপ্ট মানুষ এগুলোকে গুনায় নেয় না।
এখন সাংবাদিক সফিক রেহমান যে কাজ করে যাচ্ছে যেভাবে টাকার বিনিময়ে নিজেক বিক্রি করে দিয়ে ফ্যাসিবাদীদের পুনর্বাসনে মেতেছে তার জন্য কি একই কর্মসুচি নেয়া যায়না?

শুধুতো ফেসিবাদের পুনর্বাসনই না। সেতো মুনিয়ার হত্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে রীতিমত। এমন ন্যাক্কারজনক কাজ যে করতে পারে তার ৯০ বছর বয়সে এসে তাকে আপনি কিভাবে সন্মানের চোখে দেখবেন ?

সেতো হাসিনার সমান জুতা পাওয়ার যোগ্য 🤔

Sumon Kais

15 Jan, 19:50


"আদিবাসী" কেন?
সুশীলরা এই দেশ, এই সমাজকে সারাজীবন ধংসের পথে ঠেলে দিয়ে নিজে ফায়দা লুটেছে। সেটা ব্রিটিশ শাসনের আগে আর পড়ে যখনই তাকান একই চিত্র খুজে পাবেন।
এরা এতটাই নির্লজ্জ যে প্রতিবারই ব্যার্থ হয়ে গর্তে লুকায় আবার যখন কিছুটা শান্ত পরিবেশ আসে তখন সবার আগে চেয়ার দখল করে সাধারকে ঠকায়। 😓
নিজেদেরকে পরিচয় দেয় বুদ্দিজীবি আবা এরাই ফেইল মারছে একাত্তরে।
আবার দেখেন ২৪ এদের পরাজয় কি ভয়াবহ। আন্দাজও করতে পারেনি হাটুর বয়সী ছাত্ররা কি করতে যাচ্ছে।
এখনো সচিবালয় থেকে উপদেষ্টা পরিষদ যেখানেই তাকাবেন এদেরকে খুজে পাবেন। এরা আমার কাছে এক অদ্ভুত প্রজাতির "ছারপোকা", যাকে ধ্বংস করা যাচ্ছেনা কিন্তু একটু সুযোগ পেলেই রক্ত পানে ব্যাস্ত হয়ে পড়ে।
এবারও দেখেন তারা একটা শব্ধ দিয়ে অভ্যুত্থান পরবর্তি বাংলাদেশের ছাত্র সমাজকে মুখোমুখি দাড় করে দিয়েছে।
আর তা হচ্ছে "আদিবাসী"
আদিবাসী কেন হবে, এদেরতো পরিচয় আছে, কেউ চাকমা, কেউ মারমা, কেউ ম্রো, কেউ খিয়াং আর এদের সবার ন্যাশনাল আইডেন্টিটি একটাই বাংলাদেশী।
তাহলে যিনি পাঠ্যবইয়ে এই শব্ধ যুক্ত করেছেন তিনি কি জানতেন না এই শব্ধ কত বড় বিবাজন তৈরি করতে পারে?
আমারতো মনে হয় জানতেন, এবং জেনে শুনে এই শব্ধ যুক্ত করেছেন কারন তার দেশের প্রয়োজন নেই তার প্রয়োজন বিভক্তি।
যে বিভক্তির সুবিধা হয়ত আমাদের প্রতিবেশী পাবে, হয়ত পাবেন তিনি নিজে নয়ত কোন গোষ্ঠীর সার্থ হাসিলে তার সার্থ জরিত রয়েছে।
সবার পরিচয় হউক সন্মানের ❤️🙏

Sumon Kais

15 Jan, 18:56


Hamas won the war. 🎯🔥 🇵🇸
If you have doubt you don't understand the Gaza Israel war

Sumon Kais

15 Jan, 11:18


এই আলোচনাটা আমরা বছর দশেক পড়ে করি .........😂

যারা আমাকে ইদানিং টেক্সট করছেন ভাই ২০ তারিখ কি হবে। শেখ হাসিনা কি আসলেই চট করে ঢুকে পরবে... ব্লা ব্লা ব্লা।

আমার উত্তরটাও ঠিক এটাই

Sumon Kais

14 Jan, 17:28


একটা সমাজ বা একটা রাষ্ট্র কিভাবে চলবে তার সবকিছুই কোরানে বর্ননা করা আছে। কোরানে এইটাও বলা আছে আপনার লাইফস্টাইল আসলে কি হওয়া উচিত কিভাবে হওয়া উচিত।

আর বিএনপির এই পীর বলতেছে কোন সম্পর্ক নেই।

দেখেন আপনারা যা ভালো মনে করেন 🤔

Sumon Kais

14 Jan, 17:19


The dynasty of corruption started to fall from Bangladesh to the UK.

Sumon Kais

14 Jan, 11:31


তিন জন ছাত্রকে কমিটিতে রেখে রেলওয়ের লোকমোটিভের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারনের জন্য কমিটি গঠন করা হয়েছে।

আপনার কি মনে, এটা কতটা কার্যকরি হবে?

Sumon Kais

13 Jan, 18:45


India has the right to fence its border if they want. But they have to follow international law. that means they should build a border fence inside 150 yards of the border pillar.

But instead of doing that, they are building barbed wire fences at about five places on the border, which are within a yard of the border pillar. which is not right.

At that point, our BGB intercepted and forced BSF to stop the fence construction, which was according to the law. you can see the picture below.

Now what Palki Sharma telling you is a lie. She did not tell you why BSF doing wrong. instead, she tells you Bangladesh playing a Dangerous game.

let me tell you we are not playing any dangerous game. India is trying to create a Dengar on the border.

it will be costly as equal as India escalate.

Sumon Kais

12 Jan, 18:00


😂

Sumon Kais

12 Jan, 17:53


USA 2025

Sumon Kais

09 Jan, 09:16


🙏❤️

Sumon Kais

09 Jan, 09:09


আসিফ মাহমুদ বলেছিলেন "মাতৃভূমি অথবা মৃত্যু"

চাঁপাইনবাবগঞ্জের সেটাই প্রমান করতে এসেছিল বিডিআরের সাথে স্থানীয় বাংলাদেশীরা। গত ৮ জানুয়িরা.২০২৫ তারা একটা নতুন অধ্যায়ের সুচনা করেছে বাংলাদেশের মানুষের দেশপ্রেম এবং একতা নিয়ে।

২০০১ এর পুনরাবৃত্তি আমরা চাইনা, তবে যদি আমাদের বাধ্য করা হয় এবার ফলাফল অনেক ভিন্ন হবে।

এই ছবিটা যেমন তেমন শক্তিশালী এর ভিডিওটাও। ফেইসবুকে ভিডিও আপ করা সম্ভব না তাই সেটা টুইটারে আপ করেছি।

Sumon Kais

09 Jan, 05:38


জবাব এভাবেই দিতে হয়.
রীতিমতো জুতোপেটা করে ছেড়েছে এই ভাই. 😂
আর হিন্দু মানেই ভারতের দালাল নারে পাগলা. এদেশে মুক্তিযুদ্ধও আছে হিন্দু.

এদেরযে লজ্জা নাই সেটা কি আবার ভেঙে বলতে হবে?🤔

Sumon Kais

09 Jan, 05:36


এই জাতীর ইউনিটির দিকে তাকান, আর রিসেন্ট স্বৈরাচার পতনের যুদ্ধের দিকে তাকান, উত্তর ক্লিয়ার হয়ে যাবে।
যারা একটা ফেসিস্ট পতনের জন্য এভাবে তাজা রক্ত ঢেলে দেয় তারা মাতৃভূমি রক্ষার জন্য কি করবে?

ভয় পাও ভারত ভয় পাও............ এটা বদলে যাওয়া বাংলাদেশ।

If you repeat 2001 you will see different parts of Bangladesh.

Sumon Kais

08 Jan, 06:44


রেমিট্যান্সের অতীত ধারা অনেকটাই বদলে যাচ্ছে।

ধীরে ধীরে এই তালিকায় স্থান করে নিচ্ছে ইউরোফ আমেরিকার উন্নত দেশগুলো, এখন সেরা দশে আমেরিকা, ইউকে, ইতালি, ফ্রান্স, জার্মানের মত দেশের নাম খুজে পাওয়া যাচ্ছে যা অতীতে খুবই দুস্কর ছিল।

যত বেশি দক্ষ বাংলাদেশী উন্নত দেশে পাড়ি জমাবে তত বেশি রেমিট্যান্স দেশে আসবে। এই তালিকায় উচ্চশিক্ষার জন্য বিলেতে পাড়ি জমানো ছাত্ররা সবচেয়ে বড় রোল প্লে করে।

সো যদি অফশন থাকে দেশের বাইরে যান, দেশের জন্য অবদান রাখার অনেক পথ রয়েছে এটা তার মধ্যে একটা।

Sumon Kais

07 Jan, 05:33


১৯৭১ সালে ভারতের সাথে করা সেই সাত দফা চুক্তি সমপর্কে দেশের অনেক মানুষ এখনো ক্লিয়ার কোন ধারনা নেই।

এই সেই সাত দফা চুক্তি যা সই করেছিলেন সয়দ নজরুল ইসলাম। যে চুক্তি বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল যুদ্ধ চলাকালীন সময়ে।

শেখ মুজিব সেই চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছিলেন বলেই তার জীবনে ৭৫ আসতে বাধ্য হয়েছে।

Sumon Kais

02 Jan, 19:52


Is it true or Official that Bangladesh going to buy Chinese J-10C which is almost equal to F-16?

Sumon Kais

02 Jan, 14:43


তাদের উচিত ছিল ফেইসবুকের পাশাপাশি টুইটারে (এক্স) এক্টিভিটি বাড়ানো।
ফেইসবুক পলিসিগত দিক থেকে জগন্য, এক্সও খুব বেশি ভালো না। তবে তুলনামূলক ভাবে এক্স অনেক বেশি রিলায়বল বলা যায়।
আমার মনে হচ্ছে ফেইজগুলো খুব সহজে আর ফেরত পাওয়া হচ্ছেনা। কারন ফেইসবুক টাকার কাছে বিক্রি হয়েছে অনেক আগে, আর সমন্বয়কদের যারা টার্গেট করেছে তাদের যথেষ্ট টাকা আছে।

Sumon Kais

01 Jan, 09:43


২০২৪ এর ইতিহাস আপনি অনেক ভাবেই লিখতে পারেন। তবে এই এক ব্যাক্তিকে ইতিহাস ভিন্ন ভাবে শ্রদ্ধার সাথে স্মরণে রাখতে বাধ্য।

তিনি ছিলনে বিপ্লবী ছাত্র জনতা এবং স্বৈরাচারের মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র নিয়ন্ত্রক। যার একটা ভুল পদক্ষেপ সেদিন বাংলাদেশকে গৃহ যুদ্ধের দিকে নিয়ে যেতে পারত।

কিন্তু অতীতের জেনেরেলদের মত তিনি সেটা না করে ক্ষমতাকে পাস কাটিয়ে জনতার পক্ষে দাঁড়িয়েছেন।
এটা সম্ভবত আমাদের মিলিটারির গত ৩০ বছরের সবচেয়ে বড় পাওয়া।

পাঁচই আগস্ট পরবর্তি আট তারিখ পর্যন্ত আমি এক ধরনের আতঙ্কে ছিলাম এটা বলতে দ্বিধা নেই। কিন্তু দেশ আজকের যেই স্থিতিশীলতা আছে তার সবচেয়ে বড় ক্রেডিট জুনিয়র মিলিটারি অফিসার এবং সেনা প্রধানকে দিতেই হবে।

এম জেনেরেলর জন্ম বাংলাদেশ মিলিটারিতে প্রতিদিন জন্মাক।

Sumon Kais

31 Dec, 17:52


Respect ❤️🙏

Sumon Kais

31 Dec, 17:51


This video is from last year's 31st-night celebration, you can see how disturbing this video is. how those birds helplessly fly for life.
Do not harm birds, children, the sick, and the elderly by bursting crackers like insensitive beings. please celebrate with peace.
your celebration can cause major fire breakouts on skyscrapers' critical infrastructure and even it can damage your house.

Sumon Kais

31 Dec, 17:51


এটাই সারা বছরের সবছেয়ে নির্মম নির্দয় রাত, যেখানে কোন কারন ছাড়াই পাখিদের হত্যা করা হয়।
আজ সন্ধ্যা থেকে এখন পর্যন্ত থেমে থেমে বাজি ফুটানো হচ্ছে একটু পরে যে সেটা সব মানবতাকে ছাড়িয়ে যাবে বুঝাই যাচ্ছে।
এ সমাজে মানুষের পাশে কিছু ভয়ঙ্কর জানোয়ার বসবাস করে যাদের কাছে বাকী সব কিছু খুবই তুচ্ছ।

থার্টিফাস্ট নাইট সারাবছরের সবচেয়ে বাজে রাত।

Sumon Kais

30 Dec, 14:41


সফলতা এবং ব্যার্থতার ২০২৪ কিভাবে মনে রাখবে মানুষ? Eagle Eyes | Sumon Kais
ইতিহাসের পাতা আগামীতে যতই পুরনো হবে তাতেও কোন দিন ২০২৪ কে মুছে দেয়া যাবেনা। আগামী হাজার বছর পরেও যদি বাংলাদেশের ইতিহাস নিয়ে কোন আলোচনা হয় তখনো এটা স্পস্ট করেই লিখা থাকবে পৃথিবীতে প্রথম বারের মত কোন স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশের ছাত্রদের কাছে। তাই আমাদের কি সফলতা এবং ব্যার্ততা এই বছর ছিল সেটাই আলোচনা করব এই ভিডিওতে।
https://youtu.be/D6vmNJsFtsk
Thanks For Watching
দেখার জন্য ধন্যবাদ.#Bangladesh #dhaka #StudentMovement

Sumon Kais

29 Dec, 10:52


who did this??

But they make India great again 😂😂

Sumon Kais

29 Dec, 07:35


আচ্ছা, তাহলে হাসিনার ১৫ বছর নির্বাচিত সরকারই ছিল? কারন বিএনপি সেই ১৫ বছরের আজকের দিনের মত কথাই বলেনি।

বিএনপি সেগুলা মেনে নিয়েছে এটার হাজারও প্রমান আছে,
তার মানে মির্জা সাহেব বলতে চাচ্ছেন ছাত্রদের আন্দোলন অবৈধ ছিলো?

ইউনুস সরকার অবৈধ এবং ভঙ্গুর অবস্থায় আরেকটা প্রহসনের নির্বাচন দিয়ে স্বৈরাচারকে স্বৈরাচার দিয়েই রিপ্লেস করা উচিত?

নোটঃ
ঈদের পর কোঠোর আন্দোলন ছিল এদের একমাত্র লাইন যা ১৫ বছর ধরে ব্যাবহার করেছে এবং দেশের মানুষকে ঠকিয়েছে।

Sumon Kais

28 Dec, 20:51


আপনার কি মনে হয়?
৩১শে জুলাই কি ঘোষণা করতে যাচ্ছে ছাত্ররা?

Sumon Kais

28 Dec, 11:26


শেখ হাসিনা, তার বোন, ছেলে, মেয়ে এবং ভাগ্নি সবাই চুরি করেছে এটার প্রমান আমেরিকান FBI তার সরকারকে দিয়েছে।

এইদিকে দেশের একদল চোর লীগ মনে করছে শেখ হাসিনা নিস্পাপ। আর কদিন যদি সময় পেত নামের আগে "হজরত" শেখ হাসিনা লাগাইয়াই ফেলত।

কি ভায়াবহ ছিল এই মহিলা, চুরি ডাকাতি, ঘুম, খুন, আর সর্বশেষ দেশ বিক্রি। এটা কিভাবে কোন মানুষের ক্যারেক্টার হয়ে?
আর কিভাবে এটা এক্টা গোটা পরিবার ধারন করতে পারে?

আবার কিভাবে এদেরকে মানুষ সুস্থ হিসাবে বিবেচনা করে?

Sumon Kais

26 Dec, 17:48


wolf's strategy is the opposite of human

Sumon Kais

25 Dec, 07:52


In the 21st century world, the smartest people live in Ireland 🇮🇪. Those who have a deep respect for humanity.

Sumon Kais

24 Dec, 08:17


মুক্তিযুদ্ধা মানেই সাতখুন মাফ এই ধারনা থেকে বেরিয়ে আসতে হবে।
বরং ভয়ংকর অপরাধ করেছে অনেক মুক্তিযুদ্ধা যার কোন বিচার হয়নি।

Sumon Kais

24 Dec, 08:17


জার্মানে এখনো হিটলার ভক্ত লাখ লাখ আছে।
ভারতের সাভারকার থেকে আম্বেদকার ছিলনেন হিটলার ভক্ত, এমন লাখ লাখ হিটলার ভক্ত প্রতিবেশী দেশে এখনো ক্ষমতায় আছে।
তাই বলে হিটলারের পাপমোচন হয়ে যায়নাই, হিটলার স্বৈরাচার ছিল আছে এবং থাকবে অনন্ত কাল।
একই ভাবে হাসিনার অনেক ভক্ত আছে থাকবেও হয়ত, তারা চাইবে তাকে নিষ্পাপ প্রমান করতে। কিন্তু সে কখনো নিষ্পাপ আর হবেনা, ইতিহাসের হাজার বছরও যদি পাড়ি দেয় বাংলাদেশ তখনো শেখ হাসিনা একজন প্রমানিত স্বৈরাচার হিসাবেই থাকবে।
আর যারা তাকে নিয়ে আবেগ দেখাচ্ছে তারাও সমান স্বৈরাচারের দোষর হিসাবেই গন্য হবে।
বাংলাদেশে স্বৈরাচার থাকার কোন সুযোগ নেই।

Sumon Kais

19 Dec, 06:30


এই গার্ভেজেরে তোমরা জারা বুদ্ধিজীবী বানাইয়া ফেলছিলা 😓

Sumon Kais

18 Dec, 13:26


মেজাবিনের মত ফকিন্নির পক্ষে সম্ভব না তনুকে চেনা। সে সম্ভত জানেও না তনু কে ছিল, কেন সে এত বেশি পরিচিত, কেন তার ছবি তার জন্মস্থান কুমিল্লা থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে আছে।

তাইতো সে তার মিথ্যা বানোয়াট এবং কাল্পনিক চরিত্রকে পর্দার ব্যাবসার প্রসারের ময়দান হিসাবে তনুর গ্রাপিতির উপর লাগিয়েছে।

আমি মনে করি এটা তার টিম জেনে শুনে লাগিয়েছে। কারন তার নেগেটিভ মার্কেটিমে মারাত্মক ভাবে বিশ্বাস করে।

তারা মনে করে পর্দায় কটা টাকা আর সস্থা জনপ্রিয়তার জন্য যেমন নীতি নইতিকরতা দরকার হয়না, নিজেদের অর্ধ নগ্ন ছবি ভিডিও যেমন তার জনপ্রিয়তা আর অর্থের মাধ্যম তেমনি সেই জনপ্রিয়তার সবচেয়ে সস্থা রাস্তা হচ্ছে নেগেটিভ মার্কেটিং।

এই সস্থা মেজাহবিনরা কালের বিবর্তনে খুব দ্রুত হারিয়ে যায়, পর্দার আড়াল হলে কদিন পরে রাস্তার পাশের কুকরও ওদের মনে রাখেনা।

কিন্তু তনুরা আমৃত্যু এই সমাজ ও দেশের প্রতিক হিসাবে টিকে থাকে।

ক্ষমা চান, নয়ত তনুদের অপমানের অভিশাপ আপনাকে মুক্তি দিবেনা।

Sumon Kais

18 Dec, 08:39


এরাও কি বাংলাদেশের মুজাহিদিন?
এই দুই গ্রুপের কোনটা সম্পর্কে আমার কোন ধারনা নেই। এদের উদ্দেশ্য আসলে কি?

এটুকু নিশ্চিত এরা প্রতিবছরই ইজতেমাকে কলঙ্কিত করছে।

Sumon Kais

16 Dec, 07:09


আইন মন্ত্রনালয়, হাইকোর্ট এবং আইন উপদেষ্টা সবাই বলছে বিডিআর বিদ্রোহের পুন্তদন্ত করতে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন বিডিআর বিদ্রোহের তদন্তের কমিশন করা হবেনা।

দেশটা কি উনার বাপের? বললাম আর হবেনা...!!

স্বাধীন বাংলাদেশ রাস্ট্রপক্ষথেকে দেশের সাথে এর ছেয়ে বড় প্রতারনা আর হতে পারেনা। আমার চরম ভাবে সন্দেহ হচ্ছে এই মাল আসলে কার এজেন্ট? কার হয়ে কাজ করছে?

নিশ্চিত ভাবেই বাংলাদেশের জন্য তিনি কাজ করছেন না......... লাউড এন্ড ক্লিয়ার।

হতাশ......।।

Sumon Kais

15 Dec, 19:59


বিজয় ব্যাপারটাই অন্যরকম, আমাদের ৭১ থেকে ২৪ কত রক্ত কত লাশ আর কত ইতিহাস।
৫৩ বছরে এই জাতিকে তিনবার স্বৈরাচার পতন করতে হয়েছে। এমন ইতিহাস এমন আর কয়টা দেশের আছে তা আমার জানা নেই।

আমরা মুক্তি চাই, সত্যিকারের মুক্তি চাই।
সবাইকে মহা বিজয় দিবস ২০২৪ এর শুভেচ্ছা 🇧🇩

Sumon Kais

15 Dec, 19:19


বিজয় হউক সব অন্যায় অবিচার থেকে।
বিজয় হউক সত্যিকারের মুক্তির 🇧🇩🤟

Sumon Kais

15 Dec, 11:13


এই ভিডীও ফুটেজ বলে দিচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আসলে কি?

Sumon Kais

14 Dec, 12:46


কেন এই যুদ্ধে ইসরাইল বিজয়ী?
কেন ইরান সবচেয়ে বড় পরাজয়ী?
তুর্কির স্ট্যাটিজি কিভাবে বেকফায়ার করবে?
রাশিয়া কি থাকতে পারবে সিরিয়াতে?
আমেরিকার নেক্সট প্লান আসলে কি?
কুর্দি কি আরও শক্তিশালী হবে?
মুজাহীদিন বলতে আসলে কারা সিরিয়াতে?
https://youtu.be/2vc-SzHxd-Q
Thanks For Watchingদেখার জন্য ধন্যবাদ.
#syria #turkey #iran

Sumon Kais

13 Dec, 20:52


In 1937, the Imperial Japanese invaders barbarically massacred 300,000 Chinese in 6 weeks. That’s the notorious Nanjing Massacre. 😢😢

Forgetting history is to risk its repetition.

Sumon Kais

13 Dec, 17:14


The saddest part after 72 hours of hard work.

Sumon Kais

08 Dec, 17:33


এই পোস্টও নাকি ফেইসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে গেছে। তাই এটা ডিলিট করতে হইছে আমাকে।
এবং এসব কারনে গত বছর ফেইসবুকে Eagle Eyes পেইজটাও ডিলিট করে দিয়েছি। এখন মনে হচ্ছে টোটালি ফেইসবুক থেকে অবসর নিতে হবে।
কারন ফেইসবুকে সফট পরন লিগ্যালি চলছে কিন্তু রিয়েল স্টোরিতে স্ট্রাইক খেতে হচ্ছে।

ওটা একটা ফালতু প্লাটফর্মে পরিনত হয়েছে।

Sumon Kais

07 Dec, 10:00


This is the reality, Now Bangladeshi people aren't interested in going to India even for Medical tourism. What percentage? Nearly 95% plus. India has destroyed every trust. Now people are afraid to visit India.

Trust is Incomparable Assat, India probably doesn't know how to care about it.

এটাই বাস্তবতা, এখন বাংলাদেশীরা মেডিকেল ট্যুরিজমেও ভারতে যেতে আগ্রহী নয়। কত শতাংশ? প্রায় 95% বেশি। ভারত প্রতিটি বিশ্বাসকে ধ্বংস করেছে। এখন মানুষ ভারতে যেতে ভয় পায়।

বিশ্বাস অতুলনীয় অস্যাট, ভারত সম্ভবত জানে না কিভাবে এটির যত্ন নিতে হয়।

Sumon Kais

07 Dec, 09:30


2021 থেকে 2023 আমি সেভাবে কোন কাজ করিনি, আর গত দুই মাস আগের গতিতে কাজ করে যাচ্ছি। ফলাফল গত দুই মাসে সাবস্ক্রাইবার এসেছে 130000 এর বেশি।

যে কেউ কনটেন্ট ক্রিয়েশনে আসতে চান তাদের জন্য একটাই পরামর্শ। কোয়ালিটি কনটেন্টের দিকে নজর দেন সাবস্কাইবার তার নিজ গতিতে আসবে।

আমার চ্যানেলের এমনও রেকর্ড আছে আমি এক মাসে 159000 সাবস্ক্রাইবার পেয়েছিলাম অটা 2019 এর দিকের কথা। এবং এটা আমার খাছে খুব স্বাভাবিক মনে হয়েছিল তখনো।

Sumon Kais

04 Dec, 09:34


এইবার ঠিক আছে ...।
২৫ হাজার টন চিনির পুরোটাই আসত ভারত থেকে। কিন্তু এক ইস্যুতে ভারত সেটা হারিয়েছে।
২০১৪ পরবর্তি সময় থেকে তারা গরু বিক্রির বাজার হারিয়েছে। খুব অল্প দিনের মধ্যে তুলা রপ্তানির সবচেয়ে বড় বাজারটা হারাবে আমি নিশ্চিত। এভাবে একদিন ভারতের সাথে ১৬ বিলিয়নের ব্যাবসা ১/২ বিলিয়নে নেমে আসতে পারে।

পৃথিবী সামনে এগুচ্ছে আর ভারত?

আমরা ক্রেতা, আমাদের টাকা আছে, সো যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে কিনব। এখানে দাদাগিরির থার্ডক্লাস নীতি আর চলবে না...............।

ভারত লুজার, সারা পৃথিবীর উইনার 🤟

Sumon Kais

03 Dec, 14:40


আগরতলায় এম্বাসিতে ভারতীয়দের হামলা এবং বাংলাদেশের আগামী ? Eagle Eyes | Sumon Kais ভারতীয় বিশৃঙ্খল জনতা বাংলাদেশের আগরতলা এসিস্ট্যান্ট এম্বাসিতে হামলা করেছে। যে হামলার ধরন দেখে বেশ স্পষ্টই মনে হয়েছে ভারত এই অপরাধ করার সুযোগ করে দিয়েছে। মুহর্তে উত্তাল হয়ে পড়ে ঢাকা।
https://youtu.be/eQPyMJddX2s
Thanks For Watching
দেখার জন্য ধন্যবাদ.#Agartala #embassy #Bangladesh

Sumon Kais

02 Dec, 23:08


বাংলাদেশের এম্বাসিতে হামলা করা আর বাংলাদেশে সার্বভৌমত্বের উপর হামলা করা একই ব্যাপার।

উদ্যতপূর্ণ উগ্র হিন্দুত্ববাদীরা আগরতলায় যা করেছে সেটা ক্ষমার অযোগ্য।
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশের স্বার্থ রক্ষায় যত ডাক এসেছে তার কোনটা ব্যার্থ হয়নি আগামীতেও হবেনা।

রাজু ভার্স্কর্যের ৭১ এর সেনানীদের পদতলে দাঁড়িয়ে অনুজদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট ডাক কোন ভাবেই বৃথা যেতে পারেনা।

ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছে এখান থেকে দাপন সম্পর্ন হবে ইনশাল্লাহ।

Sumon Kais

02 Dec, 17:31


People of #Bangladesh come together on the streets in the capital city of #Dhaka to protest an Indian state-sponsored Terrorist #Attack at the Bangladesh High Commission in #Agartala.

#India has broken all ties unofficially with Bangladesh just because of One woman who is the Biggest fascist in Bangladesh. The way India is Treating us we will never forget nor will be Forgive soon.
They have to face the consequences of this #Hinduttova Terror.

Our 170 Million people are united when it comes to Indian aggression.

Sumon Kais

02 Dec, 12:27


#Hindutva Indian extremist MOB inside #Bangladesh High Commission boundary in #Agartala.
#India as a state failed to secure Diplomatic security. this is highly alarming.

Sumon Kais

02 Dec, 11:30


মমতা ব্যানার্জির হিপোক্রিসির লেভেল দেখেন।

বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র ৯ জন হিন্দুর মৃত্যু হয়েছে তার মধ্যে ধর্মীয় কোন্দোলে পড়ে মৃত্যু মাত্র ২ জনের বাকী ৭ জনের মৃত্যুই রাজনইতিক, ব্যাক্তিগত শত্রুতা এবং মাদক কেন্দ্রিক।

তাতে মমতার হিন্দুত্ববাদী চেতনা এতেটা দাঁড়িয়েছে যে বাংলাদেশে UN শান্তিরক্ষী মোতায়েনের জন্য মোদীর কাছে কান্না কাটি শুরু করেছেন। যেই মোদি নিজেই গুজরাটের কসাই, এবং বর্তমানে মনিপুরে তার গুন্ডারাই প্রমানিত ভাবে ৪০০ ক্রিস্টান চার্চ ধংস করেছে।
১৭০০ বাড়িঘর পুরাপুরি ধ্বংস করেছে মুদি পান্নডারা সাথে এখন পর্যন্ত প্রায় ৫০০০০ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আস্রয় নিয়েছে। সেই মুদির কাছে মমতার প্রার্থনা। 😂

মমতার দেশে নারীদের বিবস্ত্র করে পাব্লিলি হাটানো হয়েছে কদিন আগে, আবার তার রাজ্য কলকাতায় R. G. Kar Medical College কি নিসংস ভাবে নারী ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে তাতো একেবারে তরতাজা।

সেই মমতা বাংলাদেশের হিউম্যান রাইটস এবং মাইনোরিটি রাইটস নিয়ে প্রশ্ন তোলে যা অত্তন্ত্য হাস্যকর।

তার দাবির ধরন এমন যেন সানি লিয়ন দাবি করছে সে ভার্জিন এবং পৃথিবীকে সেটা মেনে নিতে হবে। 🤣

মিনিমাম লজ্জা বলতে কিছু নেই এই মহিলার নেই।

ভারতে যে পরিমান হিউম্যান রাইটস ভায়োলেশন হয়ে, এবং যেভাবে প্রকাশ্যে মাইনোরিটি এবং নারীদের অত্যাচার করা হয় তার ১% ও বাংলাদেশে হওয়ার কোন রেকর্ড নেই। সেই ভারত এবং তার নেতাদের এমন কান্না কাটি নিতান্তই ছোটলোকি এবং উদ্দেশ্যপ্রনোদিত।

বাংলাদেশ তার গতিতে চলবে, আমাদের অভ্যন্তরীণ সমস্যা আমরা মেটাব।

ভারত কোন চ্যাঁটের বাল?

Sumon Kais

01 Dec, 18:37


তাহলে কোনটা সঠিক?

Sumon Kais

01 Dec, 12:21


ধন্যবাদ Akash Banerjee 🙏❤️
ভারতের যেকটা চ্যানেলকে ভারত সম্পর্কে জানার জন্য সেরা মনে হয়। যাদের মধ্য তেমন কোন পক্ষপাতিত্ব আমি অন্তত খুজে পাইনি তাদের মধ্যে "The Deshbhakt" অন্যতম।

সেই দেশবক্তের আকাশ ব্যানার্জি আমার ভিডিও দেখেছে এবং এপ্রিশিয়েট করেছে এটা অবশ্যই কনটেন্ট ক্রিয়েটর হিসাবে আমার বড় পাওয়া।

Sumon Kais

30 Nov, 20:30


These two users are from India. One spreading misinformation targeting the #Bangladeshi #Hindu community.
Another one spreading Misinformation about #Gaza, claiming himself #Israeli Jew.

It tells us how havely #India is investing in the propaganda campaign.

Sumon Kais

30 Nov, 10:43


বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনলাইনের মতামতকে খুব একটা প্রাধান্য দেয়না। তারা ক্লাসিক্যাল ভাবনায় বেশি বিশ্বাসী। তাতে আমার কোন সমস্যাও নেই।
কিন্তু তারা ভুলে গেছে দেশের প্রায় ৬৮% ভোটার ইয়ং জেনেরেশন এবং এই পুরা জেনেরেশন তাদের সব মতামতে দেয়া এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রায় শতভাগ অনলাইন নির্ভর। যেকো ভোটের মাঠে তারা কি রোল প্লে করে।
আমার এই জরিপের রেজাল্ট গন্য না করলে কিছু যায় আসেনা। তবে এটা নিশ্চিত দিয়ে বলতে পারি ISKCON আজকে ব্যান না করলেও আগামীতে তওবা করে তাকে ব্যান করতে হবে।
কারন দেশের মানুষ এই ক্যান্সার নিয়ে চলতে চায়না। যেমনটা চায়নি অনেক ইসলামিক জঙ্গি সংগঠন দেশে টিকে থাকুক।

Sumon Kais

30 Nov, 09:02


কল রেকর্ডের সত্যতা নিশ্চিত করতে পারিনি। তবে কথা বলার ধরন এবং প্লানিং এর আলোচনা বেশ ভয়ঙ্কর। ক্লিয়ার বুঝা যাচ্ছে ছাত্র নেতাদের উপর মৃত্যু ঝুঁকি অনেক বেশি

Sumon Kais

29 Nov, 22:21


আসিফ নজরুল থেকে হারফি খোর কি ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে আমরা।
এদের দেশবিরোধী প্লান থেমে যাবেনা, তবে আমাদের অনেক বেশি ইউনাইটেড থাকতে হবে।
সরকার যদি উল্লেখযোগ্য এই মানুষগুলো এখনি টার্মিনেট নাক করে তবে কদিন পরে সরকার তো টার্মিনেট হবেই সাথে কাউয়া যে বলেছিল ৫-১০ লাখ মানুষ হত্যা হবে, সেটা তারা বাস্তবায়ন করবে।
@EliasHo29283472
ভাইকে ধন্যবাদ এবং
ধন্যবাদ
@ZulkarnainSaer
ভাইকে আজকের ভিডিওর অনেক তথ্য আগে থেকেই জানি আপনার কারনে।

Sumon Kais

29 Nov, 13:09


প্রতিবেশী দাদাদের উচিত এইটা দেখা। ভয়েজ অফ আমেরিকা রিসেন্টলি একটা সার্ভে করেছে সংখ্যালগুদের উপর।

যেখানে প্রায় ৬৪.১ শতাংশ সংখ্যালগু বলেছে তারা আগের ছেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে।
১৭.৯ শতাংশ সংখ্যালগু বলেছে তারা আগের মতই নিরাপত্তা পাচ্ছে।
২.৫ শতাংশ বলেছে তারা জানেনা নিরাপত্তা কেমন আছে।

আরা মাত্র ১৫.৩ শতাংশ সংখ্যালগু বলেছে নিরাপত্তা ব্যাবস্থা আগের ছেয়ে খারাপ।

৬৪.১+১৭.৯=৮২% সংখ্যালগু নিরাপত্তা নিয়ে শতভাগ সন্তুষ্ট। তাহলে ভারত যে সারা পৃথিবীতে ঢোল পেটাচ্ছে তাতে কার লাভ হচ্ছে? 😍

দক্ষিন এশিয়ায় যেকোন সংখ্যায়লগুর কথা বলেন সেটা বাংলাদেশের ছেয়ে বেশি নিরাপত্তা আর কোন দেশ দেয়না।

Sumon Kais

28 Nov, 14:39


এই ছবিগুলো দেখে আমাদের দেশের সুশীলরা অনেক কষ্ট পেয়েছেন, তারা চিন্তিত আমাদের ইয়ং জেনেরেশনকে নিয়।

কিন্তু একই সুশীল কোনদিন কষ্ট পায়নি যখন অমিত শাহ বলেছিল বাংলাদেশীদের উলটো করে পিটাবে।

এই সুশীলদের আমি দেখিনি কষ্ট পেতে যখন ফেলানির লাশ তার কাটায় ঝুলছিল।

আবরার ফাহাদের নির্মম হত্যায়ও তাদের খুব একটা কাতর হতে দেখিনি।

এভাবে কত হত্যা গত ৫৩ বছরে ভারত বাংলাদেশের মাটিতে ঘটিয়েছে এবং কত জঘন্য ভাবে বাংলাদেশকে ছোট করে কথা বলেছে ন্যাশনাল থেক ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত তার কোন ইয়ত্তা নেই।

কিন্তু যখনই ভারতের একটা পতাকাকে ভারতীয় আগ্রাসনের নির্মমতার বিরুদ্ধে চপলতলায় দেখেছে তখনই কথিত সুশীলদের চেতনা দাঁড়িয়ে গেছে।

আমি জানিনা এই সুশীলতাকে কিভাবে সন্মান করা যায়।

তবে বলতে চাই

it's terrible but do it again and again until they stop.
The bastard doesn't understand any other language except his own.

Sumon Kais

28 Nov, 11:07


#India is ending all relations with #Bangladesh based on a characterless demon.

Imagine how stupid it is. It is unfortunate for Indians that their country is not being run by any patriot. 1.5 billion people are being held hostage by a mafia ringleader.

একটা ক্যারেক্টারলেস নরপিশাচকে কেন্দ্র করে ভারত রাষ্ট্র বাংলাদেশের সাথে সব সম্পর্ক শেষ করে দিচ্ছে।

ভাবা যায় কতাটা বেকুব। ভারতীয়দের দুর্ভাগ্য যে তাদের দেশ কোন দেশপ্রেমিক পরিচালনা করছেনা। সাক্ষাত একটা মাফিয়া চক্ররের হাতে ১.৫ বিলিয়ন মানুষ জিম্মি।

Sumon Kais

27 Nov, 21:16


দেশে বসবাস কারী ভারতীয় এজেন্ট রুপে যত বরেন্য ও গন্য মান্য ইতর প্রজাতির রাজনীতিবিদ আছেন এটা তাদের জন্য। আপনাদের বয়স অনেক হয়েছে, ক্ষমতার লোভে ভুলতে বসেছেন রাজনীতির ভাষা আর ভাষার বেড়াজালে পেছিয়ে প্রতিবেশী এবং স্বৈরাচারকে সহযোগিতা করার নিখুত খেলা আপনার ধরতে না চাইলেও আমরা খুব ভালো করে বুঝি।

এখনো সময় আছে সাবধান হন। না পারলে যায়গা ছেড়ে অন্য কাউকে যায়গা দিন। কিন্তু যদি ধর্য্যের বাধ ভেঙ্গে যায় তবে আপনাদের বিছির অবস্থা কালা মানিকের মত হবে আমাদের হাতেই।

এ দেশ প্রতিবেশীর কলোনি হবার কোন সুযোগ নেই। আর আপনারা সেই কলোনির মির্জাফর হতে চান?

অন্তত আমরা থাকতে তা হতে দিব না।

Sumon Kais

27 Nov, 17:17


lol

Sumon Kais

26 Nov, 21:55


তোদের কোন দিক দিয়া মনে হইছে ভারত অন্তত এই বিষয়ে হস্তক্ষেপ করে সমাধান করতে পারবে? ভারত যে স্টেটমেন্ট আজকে দিছে তার পরে বাংলাদেশ সরকার যদি ভারতের সাথে এই বিষয়ে কোন নেগোসিয়েশনে যায় তো নিশ্চিত এই দেশের মানুষ হাসিনার মত করে এই সরকারকেও ক্ষমতা থেকে নামাবে।
চিন্ময় বাংলাদেশের দেশের আইনে অধীনে, এবং তার বিচার এখানেই হবে। এক্টা মিথ্যার উপর ভিত্তি করে যে ব্যাক্তি কোটি মানুষকে দেশদ্রোহী করে ফেলেছে তার বিচারে যে হস্তক্ষেপ করবে সে রাষ্ট্রীয় শত্রু।
ভারতে এটা মনে রাখা উচিৎ।

Sumon Kais

26 Nov, 21:36


Dear
@ReutersWorld
shame on you.
The prosecution and Chinmoy's case was a treason case.
How did he become Chinmoy's lawyer?
you are blindly spreading Indian disinformation.

Sumon Kais

26 Nov, 21:13


some unconfirmed sources said "Dhaka College" was under fire at midnight.something is very much fishy.

Sumon Kais

26 Nov, 21:03


চিন্ময়কে গ্রেপ্তারে ভারতের যে রিএকশন দেখতে পাচ্ছি তাতে আমি নিশ্চিত, বাংলাদেশ ভারতে ষড়যন্ত্র করার মূল চাবিটাতে হাত দিয়ে দিয়েছে। আগে সেই চাবিটা ছিল হাসিনা।

দেখে মনে হচ্ছে ফাঁসির দড়িতে ঝুলে পড়া কোন ব্যাক্তি শেষ বাচার আকুতি করে যাচ্ছে।

বাঙালি মাথা নত করেনা, কখনো করবেওনা

Sumon Kais

26 Nov, 16:56


একেবারে হাই ডেফিনেশন ফিক্সার অপরাধীদের ধরার জন্য আর কি ইভিডেন্স প্রয়োজন?
এদের সবার হাতে দেশীয় অস্র এবং মুভমেন্ট দেখে বুঝতে বাকী থাকার কথা নয় যে এরা বেশ ভালো ভাবে প্লান করে এসেছে।

ওদের উপরতো কেউ এটাক করেনি তাহলে এরা অস্রসহ কেন এসেছে?

উত্তর, পুর্ব পরিকল্পিত ছিল।

Sumon Kais

25 Nov, 17:05


কথায় কথায় ভারতীয় আর্মির পায়ের তলায় মাথা নত করার এই অভ্যাসই বাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় সঙ্কট তৈরি করবে।
দেশে অন্তত দুই ডজনের বেশি মুসলিম স্কলার এন্ড টপ লিডারও গত ১৫ বছরে এর ছেয়ে খারাপ সময় পার করছে, তাদের মুক্তির জন্য মুসলিমরাতো কারো কাছে ধর্না দেয়নি।

Sumon Kais

21 Nov, 14:01


ICC অনেক দেরি করেছে কিন্তু ফাইনাল্লি এরেস্ট ওয়ারেন্ট জারি করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে।
পৃথিবীর ১৪২ টা দেশে এখন তার জন্য কোন জায়গা নেই।

Sumon Kais

21 Nov, 13:17


কেন পাকিস্তানী জাহাজে ভারতের এত ভয়? Eagle Eyes | Sumon Kais
পাকিস্তান থেকে প্রথমবারের মত পণ্যবাহী জাহাজ ভিড়েছে চট্রগ্রামে এতে কেপে উঠেছে ভারত, কি কারন ভারত টেনশনে পড়েছে এবং কেন এ জাহাজ যাত্রা বাংলাদেশের জন্য একটা আগামীর পথ তৈরি করতে যাচ্ছে।
https://youtu.be/DhdeuuCk9nc
Thanks For Watchingদেখার জন্য ধন্যবাদ.
#pakistan #chattogram #banlgadesh

Sumon Kais

21 Nov, 12:50


একজন মুক্তিযুদ্ধা হিসাবে এই লোকের নিজের গালে নিজেই জুতাপেটা করা।
এমন পেশাকে আমি কখনো ধারন করতে চাইনা যে পেশা গনহত্যাকারীকে বাঁচানোর জন্য মিথ্যা কতা বলতে হবে।

Sumon Kais

20 Nov, 21:17


OMG......!! এটা কি শুনলাম?
প্রস্তুত থাকেন জুলাই শেষ হয়নাই, খুব দ্রুত সময়ে আবার দেখা হতে পারে রাজ পথে।
৭১ রে বিজয়ের পরে ৭২রে সংবিধান পরিবর্তন করে জাতীর সাথে প্রতারনা করা হয়েছে
আর ২৪শে স্বৈরাচার পতনের পর সংবিদান বাদ না দিয়ে স্বৈরাচারী কাঠামো পুনর্বহাল রাখা হয়েছে।

প্রতারিত 💔

Sumon Kais

20 Nov, 14:01


আপনি কি মনে করেন দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার জন্য এবং আওমী ফ্যাসিবাদীদের পুনর্বহাল করার জন্য কাজ করে যাচ্ছে বড় রাজনৈতিক দলগুলো?

Sumon Kais

19 Nov, 03:11


মানুষ আসলে কি চায় রাজনৈতিক দলগুলোর বুঝা উচিৎ, মানুষ মেনে নিবেনা বলে চিৎকার চেচামেসি করলেই হবেনা।

বাস্তবতা বেশ ভিন্ন, মানুষ সত্যিকার অর্থেই এসব বিষয়ে নির্যাতিত, সবাই মুলত রাজনৈতিক দলগুলোর নির্যাতন থেকেই মুক্তি চাচ্ছে, গনতন্ত্রের নামে মানুষকে জিম্মি করা কেউই মেনে নিচ্ছেনা আসলে।

Sumon Kais

18 Nov, 13:31


সম্ভবত "আমার দেশ" যখন বন্ধ করে দেয়া হয়েছিল তখন TIB বড় অঙ্কের অর্থ সহযগিতা পেয়েছিল, নয়ত সেটা নিয়ে তাদের কোন প্রতিবাদ কিংবা স্বাধীনতার হুমকি সরূপ উগ্র বুলি কেন শুনতে পাইনি?
কিছু গনমাধ্যম সরাসরি দেশের স্বার্থবিরোধী কাজ করে যাচ্ছে এটা লুকানোর কিছু নেই।

Sumon Kais

18 Nov, 13:12


তিতুমীরের দাবি যদি যোক্তিকও হয় তবে তাদের এপ্রোচ খুবই জঘন্য। আজকে তাদের কারনে সারা ঢাকার মানুষ চরম আকারের ভোগান্তিতে পড়েছে। অনেকে ফ্লাইট মিস করেছে, কেউ আবার ডাঃ দেখানোর জন্য হাসপাতালে পোউচতে পারেনি, কেউ এম্বুল্যান্সে আটকে আরও অসুস্থ হয়েছে।
দেশের পরিস্থিতি অনেক অস্থিতিশীল এখন, এমন অবস্থায় গলা চেপে ধরে যদি মনে করে দাবি আদায় করা সঠিক তবে আমি মনে করি ছাত্র আন্দোলনের স্প্রিট ধারন করতে তিতুমীর শতভাগ ব্যার্থ হয়েছে।
এই মুহুর্তে দেশের সবচেয়ে ইম্পোরটেন্ট হচ্ছে বাজার নিয়ন্তর, দ্রব্যমুল্য নিয়ন্ত্রন এবং তিতুমীরের দাবি তার ছেয়ে গুরুত্তপুর্ন নয়।

আর একটা দাবি থাকলেই যে রাস্তা অবরোধ করতে হবে এবং সাধারন মানুষকে কষ্ট দিতে হবে সেটা কোন শিক্ষায় তারা পেয়েছে? যেকোন দাবি আদায়ের জন্য যথাযথ চ্যানেলে যোগাযোগ করার জন্য অনুরুধ করেছেন প্রধান উপদেষ্টা গতকালে, সম্ভবত এরা একজন সেই ভাষণ মনোযোগ দিয়ে শুনেনি। .............................. আফসোস।

Sumon Kais

17 Nov, 15:01


এসব দেখার পরে যারা আগে ভালো ছিলেন তারা এখন অনেক যন্ত্রনায় আছেন।

Sumon Kais

17 Nov, 11:48


বাংলাদেশে নাটকে প্রথম গালি আমদানিকারকের সাথে দেশের প্রথম ইসরাইলি এজেন্ট (বিকাশ)

একটা ভারতীয় এজেন্ট আরেকটা ইসরাইলী এজেন্ট............ কি একটা অবস্থা আমাদের। জিম্মি জিম্মি

এখন আপনারাই যা ভালো মনে করেন

Sumon Kais

15 Nov, 20:27


কোন কনটেন্ট যখন তৈরি করি তখন এই মানুষগুলোর কথা মনে হলে ভয় জিনিসটা আমার কাছ থেকে চলে যায়।
আমি ভাবি অরা কত হাজার গুন যন্ত্রনা নিয়ে বেঁছে আছে?

Sumon Kais

15 Nov, 17:34


ইতিহাসের সেরা ক্যালেন্ডার হতে পারে এটা 🙏

Sumon Kais

14 Nov, 13:27


আমার লাস্ট ভিডিওটার উপর ভিত্তি করে ETV দুইটা প্রতিবেদন করেছে।

আমি জানতে পেরেছি বাসায় ফেরার পর। অনেকগুলো স্ক্রিনশর্ট পেয়েছি আপনাদের অনেকের কাছ থেকে। যারা আমাকে প্রতিবেদনের লিঙ্ক ও ছবি পাঠিয়েছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ একুশে ETV কে। 🙏❤️

Ekushey Television - ETV র জন্য একটা ছোট্ট কারেকশন আছে, আমি প্রবাসী নয় দেশেই আছি।

দোয়া করেন যেন এভাবে আরও ভালো কিছু করতে পারি, এই দেশ আমাদের সবার, সবাই মিলে যেন আমরা ভালো থাকতে পারি সেই চেষ্টা থাকবে সবসময়। ❤️

Sumon Kais

13 Nov, 23:15


সাইদ আবদুল্লাহ ভাই এইটা সেরা ছিল............। 😍😍

Sumon Kais

13 Nov, 22:13


Chechen Soldiers Laugh during havey fire excenge at frontline. these people are born different

Sumon Kais

13 Nov, 12:41


The delusion of these people is extremely high. do they know what they are talking about? While the entire 7 sisters are on the brink of collapse.

Sumon Kais

13 Nov, 11:34


এটা আমাদের সোভাগ্য যে জীবদ্দশায় শয়তানের ধর্ম প্রচার দেখতে পাচ্ছি, আরও যদি বলি সম্ভবত এই প্রথম ১৭ কোটি মানুষ দেখতে পাচ্ছে পালিয়ে যাওয়া শয়তন এখনো "আয়াতুল কুরসি" পড়ে শুনাচ্ছে আমাদেরকে।

ভাবেন কতটা নির্লজ্জ এরা, চিন্তা করেন কেন এরা এখনো কোন অনুশচনায় নেই।

যারা এই দলকে এখনো ধারণ করছেন বা ওই শয়তান মহিলার নেতৃত্ব মেনে নেয়ার জন্য রাস্তায় নেমে যাচ্ছেন তাদের ছেয়ে বোকা, ব্রেইনলেস ইডিয়ট দুনিয়াতে আর জন্মাতে পারবে বলে আমার মনে হয়না।

Sumon Kais

12 Nov, 18:58


Brutality against female farmers in Haryana, #India.the same India has created a fake genocide narrative about #Bangladesh. show me one piece of evidence that the Bangladesh govt. has done with any specific peoples. Reality vs. Fact is far away.

Sumon Kais

12 Nov, 13:34


ব্যার্থ হয়ে যাচ্ছে ছাত্র আন্দোলন, চরম বিপদের মুখে বাংলাদেশ । Eagle Eyes | Sumon Kais
ছাত্র আন্দোলনের মূল সব দাবিকে রীতিমত বিপল করে দেয়া হচ্ছে। বাস্তবতায় ঐতিহাসিক ছাত্র আন্দোলনকে শতভাগ ব্যার্থ করে দেয়া হচ্ছে। অত্যন্ত সুকৌশলে ছাত্রদেরকে ব্যার্থ প্রমান করে দেয়ার সব চেষ্টা করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে সেটা দেখবেন আজকের ভিডিওতে।
https://youtu.be/t6PJbXBtcVQ
Thanks For Watchingদেখার জন্য ধন্যবাদ.
#students #Dhaka #Banlgadesh

Sumon Kais

11 Nov, 21:01


খুনি, চোর, বাটপার, চাদাবাজ সবাই সন্মান চায়, কিন্তু ক্ষমতা পাইলে এরা ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয়।

এরা আবার নিজেদেরকে পরিচয় দিত রাজনীতিবিদ।

Sumon Kais

11 Nov, 17:29


অসামাপ্ত জুলাই, 2024

Sumon Kais

11 Nov, 17:29


Channel photo updated

Sumon Kais

11 Nov, 15:01


তার গোলামীর কির্তী নিশ্চিত ভাবেই ইতিহাস স্মরণে রাখবে জনতা।
অন্যের উপর প্রভাব খাটিয়ে নিজে টীকে থাকা মানুষ কখনো সৎ হতে পারেনা।
আর ব্যাক্তি পূজায় যে দেশের কল্যানকে দূরে ঠেলে দেয় সে নিশ্চিত ভাবেই দেশকে ভালোবাসেনা।

Sumon Kais

11 Nov, 14:40


ঘুড়িয়ে পেঁচিয়ে বলার দরকার নেই, জুলাই আন্দোলনের যে গতি ছিল বা যে উদ্দেশ্যে আন্দোলন হয়েছিল তা পুরোপুরি ধংস করা হয়েছে ফারুকি আর বশিরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়ে।

নাহিদ অনেক সফল সেই আন্দোলনে কিন্তু সে একা ওই অন্দোলন করেনি। এভাবে চলতে থাকলে তাকেই চূড়ে ফেলে দিবে ছাত্র জনতা।

Sumon Kais

11 Nov, 11:13


এটা সত্যিকার অর্থে একটা বিশাল প্রশংসনীয় উদ্দ্যাগ। এটার অনেক বেশি প্রয়োজন ছিল। বিগত সরকার টানা প্রবাসীদের নির্যাতন করে এসেছে। ইউনূস সরাকার হয়ত বুঝতে পেরেছে এটার গুরুত্ব কত। তবে আমার মনে হয় ডঃ আসিফ নজরুল এই ক্ষেত্রে অনেক অবদান রেখেছে, কারন তিনি অতিতেও সবসময় প্রবাসীদের পক্ষে সরব ছিলেন।

তবে এখনো অনেক কিছু বাকি আছে, যা মধ্য অন্যতম প্লেন ফেয়ার। দক্ষিন এশিয়া সবচেয়ে বেশি অর্থ গুনতে হয় বাংলাদেশ থেকে। প্রবাসিরা নিশ্চয়ই এটা থেকে মুক্তি চায়। এত ভাড়া আর কোন দেশে নেই। অতিরিক্ত ভাড়ার পেছনের করান আমাদের দেশের অনিয়ম দুর্নিতী এবং উচ্চ মুল্যের হেঙ্গার কস্ট, যা সরকার চাইলেই নিয়ন্ত্রন করতে পারে।

এবং বিমানের সিন্ডিক্যাট সাথে টিকেট বানিজ্যের কালো থাবা যাতে মুলত প্রশাসনের লোকজন জড়িত। এগুলো ভেঙ্গে দিতে হবে। মানুষ যেন সহজে ওয়েভ থেকে টিকেট কিনতে পারে সেই ব্যাবস্থা করতে হবে। এখনো ওয়েভে সেই ব্যাবস্থা আছে কিন্তু টিকেট পাওয়া যায়না আবার বিমান খালি যায় এগুলো বন্ধ করতে হবে।

শুভ কামনা প্রবাসীদের জন্য, ধন্যবাদ ইউনূস সরকারকে ❤️🙏

Sumon Kais

10 Nov, 17:46


তেমন কিছুনা আমাদের অন্তসত্তা সরকার একটা জীবন্ত ক্যান্সারকে সরকারে ইঙ্কোড করছে। সে খালি একটা পা চাঁটা গোলামই নয় বরং সুযোগ পাইলে নেংটা হয়ে নাচতে দেরি করেনা।
আপনি নিশ্চিত থাকেন এভাবে চলতে থাকলে এই অন্তসত্তা সরকারকে সাধারন মানুষই পিটাইয়া গদি ছাড়া করবে।
সে একটা জগন্য ক্যারেক্টার 😓

Sumon Kais

10 Nov, 12:27


এমন মুক্তিযুদ্ধাকে আমি সন্মান করতে পারছিনা যে ভাবে স্বৈরাচার এসে দেশ ঠিক করবে। তিনি আসলে ব্যাক্তি এবং দলে আসক্ত একজন জ্ঞানপাপী। দেশকে তিনি সন্মান করতে ব্যার্থ হয়েছেন।

Sumon Kais

03 Nov, 17:56


Haifa coast few hours ago.

Sumon Kais

03 Nov, 13:43


2020 সালে, নির্বাচনে ট্রাম্পের একই ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং শেষ পর্যন্ত, ট্রাম্প বাইডেনের কাছে পরাজিত হন। এখন দেখুন, এ বছরও প্রায় একইভাবে যাচ্ছে। ট্রাম্প সম্ভবত আবার হারতে চলেছেন কারণ ডিপ স্টেট একটি শক্তিশালী নির্বাচনী আর্কিটেকচার তৈরি করেছে নির্বাচনকে ঘিরে যা ব্যর্থ হতে পারে না।

Sumon Kais

03 Nov, 10:55


এই ব্যাক্তির মনে রাখা উচিৎ কালা মানিকের বিছি ফাটাইয়া দিছিল সাধারন পাব্লিক পুলিশের উপস্থিতিতেই।

এমন অদ্ভুত আচরন খুব কম রাজনইতি নেতাই করেছেন বলে আমার মনে হয়। ভিডিওতে ক্লিয়ার উনি একজনকে থাপ্পর মেরেছেন।

বিএনপি তাকে কিভাবে এত বড় আসনে এখনো রেখেছে?

Sumon Kais

03 Nov, 08:31


আসলেই দরকার ছিল, তার অপরাধের বিশালতার বিচার আন্তর্জাতিক ভাবেই হওয়া উচিৎ।

Sumon Kais

01 Nov, 21:49


রাশিয়ান একটা কোম্পানি নতুন এক ধরনের ড্রোন ডিজাইন করেছে যা শুত্রুপক্ষের ড্রোঙ্কে ইন্টারসেফট করে মাটিতে নামাতে পারে।

Sumon Kais

01 Nov, 17:58


এরদোগান তুর্কির সাধারন মানুষের সাথে চরম প্রতারনা করে যাচ্ছে।
কদিন আগে বলেছে ইসরাইলের সাথে সব ব্যাবসা বন্ধ। এবং সেনশন ইমপোজ করেছে।
কিন্তু চুপে চুপে সেই ব্যাবসা পুরোদমে চালিয়ে যাচ্ছিল।
কিছু তার্কিশ নাগরিক গত পরশুদিন বন্দরে হানা দিয়েছে এবং উদ্ঘাটন করেন তুরস্ক থেকে এভাবে মালামাল যাচ্ছে ইসরাইলে।


মুসলিম সুলতান 💔

Sumon Kais

01 Nov, 16:44


Some North Korean solders with russian uniform

Sumon Kais

01 Nov, 12:39


ট্রাম্পের টুইটে বাংলাদেশ যে ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত । Eagle Eyes | Sumon Kais
বাংলাদেশের ইস্যু নিয়ে সরাসরি টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। যে টুইটের সাথে বাংলাদেশে অবস্থান করা বাস্তবতা বিশাল ব্যাবধান রয়েছে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিন দিন যে পথে যাচ্ছে তা ভালো কোন ইঙ্গিত দিচ্ছেনা।
https://youtu.be/NLQZK64i3BY
Thanks For Watchingদেখার জন্য ধন্যবাদ.
#india #Bangladesh #Trump

Sumon Kais

31 Oct, 22:43


কিছুদিন আগে ভারতে বাংলাদেশ বিষয়ক ষড়যন্ত্র নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছি ভারতে কিভাবে একটা নেরেটিভ তৈরি করারা সিরিয়াস চেষ্টা করে যাচ্ছে।
আমি ক্লিয়ার করে বলেছিলাম আমাদের বুঝতে হবে ভারতের ইনফ্লোয়েন্সটা কোথায়? তারা কি করতে পারে কিভাবে করতে পারে।
এখন তার রিফ্লেকশন দেখেন, মোদির সাথে ট্রাম্পের সম্পর্ক অনেক আগে থেকেই ভালো। মোদি সেটাকে সিরিয়াসলি কাজে লাগাচ্ছে এভাবেই।
ভারতীয়রা অনেক গুছানো ভাবে এগুচ্ছে, তারা এই নেরেটিভ তৈরি করে বাংলাদেশের অনেক বড় ক্ষতি করেই ছাড়বে।
আমেরিকা ভারতের কথা শুনবেও কারন চায়নাকে টেক্কা দেয়ার জন্য ভাত তাদের শেষ অফশন এই অঞ্ছলে।

Sumon Kais

31 Oct, 13:07


ইরান কি আবারও ইসরাইলে হামলা করবে? । Eagle Eyes | Sumon Kais
ইসরাইলের ইরানে এটাকের পর পর এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন ইরান কি ইসরাইলে এটাক করবে? যদি এটাক করে তবে কি পরিনতি হতে যাচ্ছে? আবার ইসরাইলের হামলায় কি ক্ষতি হয়েছে ইরানের? ইরানকে কে হেল্প করে যাচ্ছে? কি এয়ার ডেফেন্স সিস্ট্যাম ইরান ব্যাবহার করে যাচ্ছে?
https://youtu.be/5XEsMWhHQuM
Thanks For Watchingদেখার জন্য ধন্যবাদ.
#iran #Israel #Lebanon

Sumon Kais

31 Oct, 00:24


that much synchronization is really unbelievable. Chinese are born different

Sumon Kais

30 Oct, 22:38


আহ ১৬ বছর ধরে নির্যাতন নির্যাতন বলে যে কান্নাকাটি করে তার মানে তা ছিল মুলত প্রহসন?
কত টাকার বিনিময়ে এরা বিক্রি হয়েছিল আম্লিগের কাছে?

Sumon Kais

30 Oct, 17:32


মনে আছে চার আগস্ট চারটা লাশ পড়ছিল মাগুরায়? তার মধ্যে দুইটা লাশ পড়ার পেছনের কারিগরি লিঙ্ক ছিল সাকিবের বাবার।
এর পরও আপনাদের কেম্নে মনে হয় তারে দেশের হয়ে খেলতে দেয়া উচিৎ? তার জন্য কিভাবে মিরপুরে মিছিল বের করেন?

Sumon Kais

30 Oct, 14:12


আজ থেকে ডঃ ইউনুস বিম্পি বিরুধী হয়ে গেলো। 😃😂

Sumon Kais

30 Oct, 11:26


Some Pakistani and Bihari criminals got serious lessons in life.

Sumon Kais

29 Oct, 11:03


Beautiful, Karbala 🇮🇶

Sumon Kais

28 Oct, 18:02


"BJP is our Ideological Enemy"

Joseph Vijay Chandrasekhar (Thalapathy)

Sumon Kais

27 Oct, 21:17


চার হাজার তুর্কিশ নাগরিক ইসরাইলি সিটিজেন, এবং তারা সরাসরি গাজা গণহত্যায় অংশগ্রহন করেছে।
যারা আমার ভিডিওতে এসে কান্না কাটি করেন এরদোগানের সমালোচনা করলে তাদের প্রতি সমবেদনা।
এদের ভিতরে মানবতার ছিটেফোটাও নেই। আল্লাহ্‌ এদের নিশ্চিত বিচার করবে।

Sumon Kais

27 Oct, 21:08


পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিলিটারি একটি তালিকা করেছে U.S. News and World Report তাদের বিচারে ২০২৪ সালের সেরা মিলিটারি হচ্ছে রাশিয়ান আর্মি। আর তালিকার ৩০ তম স্থানে বাংলাদেশ। বুঝতে বাকি আছে কি আমরা কতটা খারাপ অবস্থায় আছি? ভাবছি মিলিটারির ডিটেইলস নিয়ে একটা এনাল্যাটিকেল ভিডিও তৈরি করবো

Sumon Kais

27 Oct, 18:10


ছাত্রলীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগ মুক্ত কি বার্তা বা বিপদ অপেক্ষা করছে? Eagle Eyes । Sumon Kais
ছাত্রলীগ নিষিদ্ধকরনের ফলে কতটা লাভ হয়েছে বাংলাদেশ? এবং আগামিতে এর প্রভাব কি হতে পারে? কিভাবে এরা দেশের বিরুদ্ধ কাজ করতে পারে। কেন আওমী লীগ নিষিদ্ধ করা খুব জরুরী এখন।
https://youtu.be/v1TIneL2BO4
Thanks For Watchingদেখার জন্য ধন্যবাদ.
#awamileague #bangladesh #politics

Sumon Kais

27 Oct, 18:09


Israeli northern settlements few hours ago

Sumon Kais

26 Oct, 04:42


আমি ভেবেছিলাম ইরানিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থা অনেক দুর্বল, যা ইসরাইলের ধংশাত্তক আক্রমনের বিরুদ্ধে টিকতে পারবেনা। কিন্তু আমার ধারনার পুরাপুরি উলটো বাস্তবতা দেখতে পাচ্ছি। 😍😍

ইত্না বড়া ধোকা?

ইরানকে মোসাদ কোনদিন ক্ষমা করবেনা এভাবে এয়ার ডিফেন্সের তথ্য গোপন করার অপরাধে।

Sumon Kais

25 Oct, 21:14


ইসরাইল লেবানন ইনভেশনের সমাপ্তি ঘোষণা করেছে। আগামি দুই সপ্তাহের মধ্যেই লেবানন ছেড়ে যাবে বলে নিশ্চিত করেছে।

হিজবুল্লাহর কাছে চরম ভাবে পরাজিত ইসরাইল আরও একবার।

কিছুদিন আগে আমি আমার ভিডিওতে এই কথাটা বলেছি যে লেবাননে আবারও পরাজিত হতে যাচ্ছে ইসরাইল।

এবং তাই হয়েছে 🤘🤟

Sumon Kais

25 Oct, 13:50


যে কারনে ব্রিক্‌স নেতৃত্ব দেবে বিশ্বকে । Eagle Eyes | Sumon Kais
ব্রিক্‌স এখন পর্যন্ত যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে এটা নিশ্চিত ব্রিক্‌স অনেক বড় মাপের প্রভাব বিস্তার করবে আগামীর ওয়ার্ল্ড অর্ডারে। ব্রিক্‌স এবারের আয়জনে অংশ নিয়েছে ৩৫ টি দেশ সাথে ব্রিক্‌সে নতুন করেছে যোগ দিয়েছে আরও ১৩টি দেশ। তুর্কি, কিউবা, মালয়েশিয়া, ভিয়েতনামের মত গ্রুত্তপুর্ন অনেক নাম আছে এখানে।
https://youtu.be/cwdUlq6lB9M
Thanks For Watchingদেখার জন্য ধন্যবাদ.
#Brics #russia #Bangladesh

Sumon Kais

25 Oct, 00:03


G-7 কোনদিনও এই গ্রুপকে ক্ষমা করবেনা বিশ্বকে ওইক্কের পথ দেখানোর অপরাধে 😍

কিন্তু ছবিতে একজন মিসিং? খুজে বের করেনতো কে মিসিং?

Sumon Kais

24 Oct, 23:52


I will never forget this genocide in my lifetime. and I will never forgive those who did and were allowed to do this. 😥😥

Sumon Kais

24 Oct, 01:10


পুতিন অনেক খারাপ 😂😂

Sumon Kais

23 Oct, 19:10


অফিসিয়াল BRICS নোটের একটা মোকাপ। এখানে 100 BRICS এর একটা নোট এটা।
নোটের এক পিঠে BRICS এর চার প্রাতিষ্ঠানিক সদস্য দেশের পতাকা। অপর পিঠে New Development Bank এর সদস্য দেশগুলির পতকা স্থান পেয়েছে।

গর্বের বিষয় প্রথমবারের মত কোন রিজার্ভ কারেন্সিতে বাংলাদেশের পতাকা স্থান পেয়েছে।
কারন বাংলাদেশে প্রতিষ্ঠাকালীন সময় থেকে NDB র মেম্বার।

Sumon Kais

23 Oct, 18:12


A mock-up of a “BRICS bill” at the BRICS Summit in Kazan.
I love this one. it's gorgeous.
did you notice Bangladesh is there?

Sumon Kais

23 Oct, 17:57


কথা হচ্চে ছাত্রলীগ যাদের ইশারায় বা নির্দেশে এসব করেছে তাদের বা সেই দলের ব্যাপারে কোন সিদ্ধান্ত না নিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করাটা খুব একটা ভালো সিদ্ধান্ত হয়েছে বলে আমার মনে হয় না।
সমস্যার গোড়ায় হাত দেয়া হয়নি, এর পরিনতি আরও খারাপ হতে পারে।

Sumon Kais

23 Oct, 10:41


Russia is too isolated and now hosted the BRICS Summit 2024 over 30 plus world leaders participated in the summit Kazan

Sumon Kais

23 Oct, 00:11


দশ বছর আগের স্টরি এটা, এধরনের স্টরি প্রতিদিনই জন্ম দিচ্ছিল গত ৮০ বছর ধরে।
তাই যারা অক্টোবর সেভেনকে সোজা তালগাছ বানাতে চাচ্ছেন দয়া করে হিস্টোরি ঘটেন।

ইসরাইল কোন দেশ নয়, এরা গনহত্যাকারী একটা সন্ত্রাসী গ্রুপ।

Sumon Kais

23 Oct, 00:08


Bro, block by block

Sumon Kais

23 Oct, 00:04


Holocaust 2024

Sumon Kais

22 Oct, 12:50


ANKA-3 UAV combat drone is close to entering service in the Turkish army

Big breakthrough over US Israeli air superiority.

Sumon Kais

21 Oct, 20:34


Fashion show in Riyadh. Saudi Arabia.

Sumon Kais

21 Oct, 20:28


Israel is now targeting all the hospitals in Beirut, Lebanon

Sumon Kais

21 Oct, 20:09


Nakba 2024
at Jabalia Refuge camp 💔

Sumon Kais

21 Oct, 18:45


যথার্থ বলেছিলেন আহমদ ছফা, দেশে এমন শুকরের বাচ্ছার ক্রমান্বয়ে বংশ বিস্তার নিয়ন্ত্রন করা জরুরী। প্রয়োজনে স্পেশাল টিকার ব্যাবস্থা করা হোক।

Sumon Kais

21 Oct, 13:05


Bro took it seriously 😂

Sumon Kais

21 Oct, 12:27


She’s carrying her sister on her feet for more than 2km. 💔💔
we are still blaming each other on who's right or wrong.
divided us into Shia and Sunni

Sumon Kais

21 Oct, 07:48


তার রিজাইন লেটারের কোন দরকার আছে বলেওতো আমার মনে হয় না। কারন তারে ক্ষমতা থেকে লাথি মেরে বের করে দেয়া হয়েছে, কারা বের করছে? জনগন যারা তাকে ক্ষমতায় এনেছিল ২০০৮ সালে।

এমন লাথি খাওয়ার পরে তার রিজাইন লেটার নিয়ে যারা খুজাখুজি করে তারা কি আবার তার দালালী শুরু করল??