বাঁশেরকেল্লা - Basherkella @basherkella Channel on Telegram

বাঁশেরকেল্লা - Basherkella

@basherkella


Official Telegram Channel of Basherkella Page.
Page Link: https://www.facebook.com/Basherkella05

বাঁশেরকেল্লা - Basherkella (Bengali)

বাঁশেরকেল্লা - Basherkella চ্যানেলটি ব্যক্তিগত ও সামাজিক সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে গঠিত হয়েছে। এই চ্যানেলে আমরা বিভিন্ন সুস্থ, বিশ্বাসঘাতক ও রাজনৈতিক বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। Basherkella পেজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল হওয়ায়, এখানে আপনি পাবেন রোজানা আপডেট এবং গুরুত্বপূর্ণ সংবাদ। যদি আপনার জমি আরও বড় হোক, আপনার মতামত প্রকাশ করুন এবং অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করুন। Basherkella পেজ লিঙ্ক: https://www.facebook.com/Basherkella05

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 17:56


শিক্ষার্থীরা কি আবারও এই সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে যাবে?

এই সন্ত্রাসীদের দেখতে কোন এঙ্গেলে "ছাত্রনেতা" মনে হয়?

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 17:47


এই চিহ্নিত চাঁদাবাজেরা ক্যাম্পাসগুলোতে ছাত্রশিবিরের শক্ত অবস্থানের কারণে আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, মাদক ব্যবসা করতে পারছেনা দেখেই কি এদের মাথা খারাপ হয়ে গেছে?

(ছবিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন)

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 17:46


এই চাঁদাবাজটা ০৫ই আগস্টের পর থেকে সোহরাওয়ার্দী কলেজের আশপাশের টেম্পুস্ট্যান্ড থেকে কত লাখ টাকার চাঁদাবাজি করেছে সেটার একটা খতিয়ান চাই সাংবাদিক বন্ধুদের কাছ থেকে।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 17:04


এখন যদি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সাথে এমন কোলাকুলির ছবি থাকায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে কেউ "ছাত্রলীগ" ট্যাগ দিয়ে হামলা করতে যায় সেটা কি যৌক্তিক হবে?

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 16:49


রাজধানীর সূত্রাপুর থানায় ছাত্র-নাগরিক প্রতিনিধিদের নিয়ে সভা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিকে "ছাত্রলীগ ট্যাগ" দিয়ে হট্টগোল সৃষ্টি করেছে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। এসময় তার সাথে থাকা অন্যান্য ছাত্রদল সন্ত্রাসীরা খুবই আক্রমণাত্মক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছাত্রশিবির নেতার উপর হামলা চালাতে যায়।

এবিষয়ে জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের বক্তব্য। তিনি তার এই বক্তব্যে অনেকগুলো বিষয় স্পষ্ট করেছেন।

(ফেসবুকে দেখতে এখানে ক্লিক করুন)

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 16:29


সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে?

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 16:24


নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির মালিকানায় থাকছে গ্রামীণ ট্রাস্ট। রাজধানীর উত্তরায় বেসরকারি গ্রামীণ বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সূত্র এ তথ্য নিশ্চিত করে। সম্প্রতি ইউজিসির প্রতিনিধিদল ক্যাম্পাসটি পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 15:22


জবি শিবির সেক্রেটারিকে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে হট্টগোল, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

রাজধানীর সূত্রাপুর থানায় সভা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হট্টগোল সৃষ্টি করেছেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে শাখা শিবির সেক্রেটারির নিকট ক্ষমা চেয়েছেন তিনি। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সূত্রাপুর থানায় নাগরিক কমিটির সভা চলাকালীন এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার সূত্রাপুর থানা পুলিশের আহ্বানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সভা চলছিল। সভা চলাকালীন উপস্থিত জবি শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামকে জেরা করতে থাকেন সোহরাওয়ার্দী কলেজে শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করতে থাকেন ও মারতে তেড়ে আসেন। পরে পুলিশ ব্যারিকেড দিয়ে শাখা শিবির সেক্রেটারিকে সরিয়ে ওসির কক্ষে নিয়ে আসেন।

কালের কণ্ঠ

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 14:03


সরকারকে সফল করতে সমালোচনা করা হচ্ছে : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহামন

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 13:27


মতিআলু দেখি জায়নিস্ট দখলদারদের ভাষায় সংবাদ প্রচার করে!

জায়নিস্টরা যে ভাষায় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে ট্যাগ দেয় ঠিক একই ভাষায় তাদেরকে "জঙ্গি গোষ্ঠী" বলে ট্যাগ দিচ্ছে মতিআলু!

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 12:44


অন্তর্বর্তী সরকার ভয় দেখিয়ে সমর্থন নিতে চায়: রিজভী

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 12:07


জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যালট ছিনতাইয়ের রিহার্সাল চলছে!

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 11:54


দ্বিতীয় দফায় আরও ৪ ইসরাইলি নারী সেনাসদস্যকে মুক্তি দিলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই নিয়ে তারা এখন পর্যন্ত দ্বিতীয় দফায় সর্বমোট ৭ জন বন্দীকে মুক্তি দিলো।

যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের কয়েক মাসের মধ্যস্থতায় টানা ১৫ মাসের সংঘাতের পর গত সপ্তাহে (১৫ জানুয়ারি) গাজায় দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। চুক্তি অনুযায়ী ছয় সপ্তাহের মধ্যে হামাসের হাতে থাকা ৩৩ ইসরাইলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরাইল তাদের হাতে আটক কয়েকশ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। সেই হিসেবে হামাস আগামী পাঁচ সপ্তাহের মধ্যে আরও ২৬ জন বন্দি মুক্তি দেয়ার কথা।

ছবিগুলো আজকে বন্দীদের মুক্তি দেওয়ার পর হামাসের সামরিক শাখা আল-কাসসাম কর্তৃক প্রকাশিত হয়েছে।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 11:27


আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

বাঁশেরকেল্লা - Basherkella

25 Jan, 10:37


ছাত্রদল ক্যাম্পাসে আক্রমণাত্মক ভূমিকায়

বাঁশেরকেল্লা - Basherkella

20 Jan, 04:33


একটি ডাকাতির ঘটনা অনুসন্ধানে ‘গড়িমসি’র অভিযোগে রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাঁশেরকেল্লা - Basherkella

20 Jan, 03:33


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলে বহিরাগত যুবককে মেয়ে সাজিয়ে রাতে নিজ কক্ষে নেওয়া ওই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী আশ্রাফুল আলম পারভেজ নামের এক যুবককে রাতে নিজের কক্ষে নিয়ে যাওয়ায় ওই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রীর সঙ্গে কপালে টিপ, প্লাজু ও ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এরপর পারভেজকে আটক করে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশে দেওয়া হয়।

বাঁশেরকেল্লা - Basherkella

20 Jan, 02:33


ভারতীয় মদদপুষ্ঠ আওয়ামী ফ্যাসিবাদের কালে তাদের মাফিয়ারা কেউ হাজার কোটি টাকার নিচে লুট করেনি!

বাঁশেরকেল্লা - Basherkella

20 Jan, 00:33


আজ সোমবার
২০ জানুয়ারি ২০২৫
১৯ রজব ১৪৪৬ হিজরি
৬ মাঘ ১৪৩১ বাংলা
-------------------

ফজর- ৫:২৬ মিনিট
জোহর- ১২:১৩ মিনিট
আসর- ৩:৫৮ মিনিট
মাগরিব- ৫:৩৯ মিনিট
ইশা- ৬:৫৫ মিনিট
--------------------

আজ সূর্যোদয়- ৬:৪৩ মিনিট
আজ সূর্যাস্ত- ৫:৩৬ মিনিট

বাঁশেরকেল্লা - Basherkella

19 Jan, 20:04


জুলাই ঘোষণাপত্রে জনতার চাওয়া : “পররাষ্ট্র ও রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্তগুলো সকল রাজনৈতিক দল একত্রে গ্রহণ করবে”

বাঁশেরকেল্লা - Basherkella

19 Jan, 19:04


পুরো শেখ পরিবারটাই যেন চোর-ডাকাত আর ফ্যাসিস্ট-খুনীদের মিলনমেলা!

বাঁশেরকেল্লা - Basherkella

19 Jan, 18:40


জুলাই ঘোষণাপত্রে জনতার চাওয়া : “প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে”

বাঁশেরকেল্লা - Basherkella

19 Jan, 18:37


ছাত্রজনতার ওপর নির্মম গণহত্যা চালিয়ে ক্ষমা না চেয়ে উল্টো ঢাবি শিক্ষার্থীদের তালিকা করে সরাসরি হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সকল ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন "ছাত্রলীগ নিধন" কর্মসূচী ঘোষণা করা উচিৎ। অন্ততপক্ষে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠপর্যায়ে কাজ শুরু করা উচিৎ। এদের বিরুদ্ধে ইউনুস সরকারের প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন ছাত্রজনতাকে এই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। এই পিশাচদের ধরে ধরে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে জামাই আদরে তুলে দেওয়া হচ্ছে দেখে এরা এমন আস্ফালন দেখাচ্ছে। এরা যেভাবে নির্মমভাবে আমাদের বন্ধুদের হত্যা করেছিল তাদেরকে সেটা ফিরিয়ে দেইনি বলেই এরা এমন হুমকি দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে।

আর মিডিয়াগুলো তাদেরকে এখন আর "নিষিদ্ধ ঘোষিত" বলছেনা সেটাও খুব নিবিড়ভাবে খেয়াল রাইখেন সবাই। ছাত্রলীগ সংশ্লিষ্ট প্রতিটা প্রতিবেদনে যদি এই "নিষিদ্ধ ঘোষিত" শব্দগুচ্ছ লেখা না হয় তবে সাথে সাথে ঐ প্রতিবেদক আর সংশ্লিষ্ট পোর্টাল/দৈনিকের সম্পাদকের কাছে এর কঠিন জবাবদিহিতা চাইতে হবে।

এই সন্ত্রাসীদের অপকর্মগুলো একসাথে পেতে আমাদের টেলিগ্রাম অথবা টুইটারে #BanBSL হ্যাশট্যাগ সার্চ করুন।

বাঁশেরকেল্লা - Basherkella

19 Jan, 18:07


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের অফিশিয়াল পেইজ থেকে ঢাবি শিক্ষার্থীদের তালিকা করে তাদেরকে সরাসরি হত্যার হুমকি দেওয়ার সাহস পেলো কোথায়?

এখনো নিষিদ্ধ সংগঠনের অনলাইন কার্যক্রম কিভাবে চলে? তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কি করে? আর তাদের একজন সাইবার সন্ত্রাসীকেও কি এইপর্যন্ত ইউনুস সরকারের প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে? এই সব গণহত্যাকারী সন্ত্রাসীদের আস্ফালন দেখার জন্যই কি ২৪-এর বিপ্লবীরা হাত গুঁটিয়ে বসে আছে?

বাঁশেরকেল্লা - Basherkella

19 Jan, 17:46


ঢাবিতে চরম বৈষম্যমূলক কোটাপ্রথার বিরুদ্ধে পুনরায় শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টে কোটা বহাল থাকায় ঢাবি শিক্ষার্থীরা এই প্রতিবাদ বিক্ষোভ করেছে।

বাঁশেরকেল্লা - Basherkella

19 Jan, 17:37


বিএনপি যেভাবে ২৪-এর গণহ'ত্যাকারী খু'নীদের দল আ.লীগকে ভোটে আনার জন্য উঠেপড়ে লেগেছে।

বাঁশেরকেল্লা - Basherkella

19 Jan, 17:18


দুই দশক পরে এভাবে দলীয় প্যাডসহ ছাত্রশিবির তাদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট কমিটি ঘোষণা দিল। তারা মূলত চরম রাষ্ট্রীয় নিপীড়নের মুখোমুখি হওয়ার কারণে নিরাপত্তাহীনতার শঙ্কায় দীর্ঘদিন এটা থেকে বিরত ছিল।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের জন্য ৪৬ জন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শ করে ১৪ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন। পরবর্তীতে তিনি কার্যকরী পরিষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন করেন।

বাঁশেরকেল্লা - Basherkella

19 Jan, 17:12


জুলাই ঘোষণাপত্রে জনতার চাওয়া : “রাষ্ট্রের সকল সংসদিয় কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি রাখতে হবে”

বাঁশেরকেল্লা - Basherkella

19 Jan, 16:05


গাজা উপত্যকা থেকে ইসরায়েলী ৩ নারী বন্দীকে মুক্তি দেওয়ার মুহুর্ত।

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 13:36


ভারতে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সত্যজিত পান্ডে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এই চিহ্নিত সন্ত্রাসীরা যদি কোনমতে বর্ডার পার হতে পারতো নিশ্চিত ঐখানে গিয়ে সংখ্যালঘু ভিক্টিম কার্ড খেলে সেখানকার মিডিয়ায় আবেগী বক্তব্য দিয়ে বেড়াতো। অথচ এই সন্ত্রাসীরা এতদিন সাধারণ শিক্ষার্থীদের ওপর কি নির্মম নির্যাতন ই না চালাতো!

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 13:00


২০২৪ সালের আগস্ট মাসে "যারা দখলদারিত্ব বা চাঁদাবাজি করবে তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে" বলে জানিয়েছিলেন তৎকালীণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ঐদিকে সাথে সাথেই একটা দলের নেতারা গর্জে উঠলেন। তাদের দাবি উপদেষ্টা সাখাওয়াত নাকি তাদের দলের নেতাকর্মীদের পা ভেঙ্গে দেওয়ার কথা বলেছে। সাখাওয়াতের বিরুদ্ধে তারা রাজপথে মিছিল বের করে তার পদত্যাগের আল্টিমেটামও দিয়েছিল। যার ফলশ্রুতিতে শাখাওয়াতকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ ছেড়ে দিতে হয়েছিল। অথচ সাখাওয়াত তার পুরো বক্তব্যে একবারের জন্যও কোন দলের নাম উচ্চারণ করেননি। বরঞ্চ তিনি স্পষ্টভাবে "দখলদার" এবং "চাঁদাবাজ" শব্দগুচ্ছ উল্লেখ করেছিলেন।

এরপর আজহারী হুজুর উনার বক্তব্যে বললেন, ‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য বসে আছে’। এইবারও যথারীতি এক দলের সর্বস্তরের নেতাকর্মীরা আজহারী হুজুরের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কুৎসা রটনা করা শুরু করে দিল। আজহারী হুজুর কি একবারও কারো নাম নিয়েছিল? তারা যদি সত্যিই খাওয়ার জন্য বসে না থাকে তবে কথাটা তাদের গায়ে লাগলো কেন?

এরপর জামায়াত নেতারা যখন সারাদেশে চাঁদাবাজি আর দখলদারিত্বের বিরুদ্ধে কয়েকটা বক্তব্য দিল সাথে সাথেই ঠিক ঐ দলটার সিনিয়র নেতারা জামায়াতকে পতিত ফ্যাসিস্টদের মতো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী ইত্যাদি ট্যাগ দিয়ে দমিয়ে ফেলার চেষ্টা করা শুরু করলো। এমনকী প্রেসক্লাবে ঐ দলের নেতা হারুন খুব অশালীন ভাষায় জামায়াতকে আক্রমণ করে বক্তব্য দিয়েছিল। যে হারুন কিনা হাসিনার অধীনে অনুষ্ঠিত হওয়া ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে জয়লাভ করেছিল!

এদিকে বাঁশেরকেল্লায় যখন আমরা টেম্পুস্ট্যান্ড দখল, চাঁদাবাজি, দখলদারিত্ব, গরু চুরি ইত্যাদি বিষয়ে যথাযথ সোর্সসহ সংবাদ প্রকাশ করি তখন সাথে সাথেই সেই একই দলের কর্মী-সমর্থকেরা এসে আমাদেরকে "গুজবকেল্লা" বলে সম্বোধন করে। কিন্তু যখন জিজ্ঞেস করি কোনটা গুজব তখন তারা চুপসে যায়। অথচ আমরা অনলাইনে সাম্প্রতিক সময়ে প্রত্যক্ষ করেছি, একদলের সকল অপকর্মের খতিয়ান সম্বলিত মিডিয়ার ফটোকার্ডগুলো এডিট করে সেটা অন্যদলের নামে চালিয়ে দিতে। আর আমরা তো তাদেরকে সবসময় বলি আমাদের সরবরাহ করা কোন তথ্য নিয়ে যদি তাদের সংশয় থাকে তবে সেটা থার্ডপার্টি ফ্যাক্টচেকারদের কাছে দেন। তারাই এই সংবাদের সত্যতা যাচাই করে সেটা যদি আসলেই গুজব হয়ে থাকে তবে তারা সেটা বিস্তারিত তথ্যসহ প্রকাশ করবে তাদের প্লাটফর্মে। কিন্তু এভাবে কোন প্রমাণ ছাড়া অহেতুক ট্যাগ দিয়ে কোন লাভ আছে? ০৫ই আগস্টের আগে এভাবে তো অন্যদলের কর্মী-সমর্থকেরাও আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিত। কারণ তখন তাদের অপকর্মগুলো আমরা তুলে ধরতাম বলে!

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 11:40


বিএনপির সন্ত্রাসীরা নিজেদের দলীয় নেতাকর্মীদের খুন করার পাশাপাশি এখন জামায়াত নেতাকর্মীদেরও হত্যার মিশন শুরু করেছে!

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতা নাসিরের নেতৃত্বে বিএনপির শতাধিক সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে খোকন আলী (৩৫) নামের এক জামায়াত কর্মীকে খুন করেছে।

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 11:23


কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত খোকন আলী (৩৫) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 11:19


আমাদের শহীদের মায়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছে জুলাই হত্যাকান্ডের বিচারের জন্য। তাদের জন্য হলেও এই গণহত্যার বিচার নিশ্চিত করতেই হবে। ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারণ করা।

"সাজিদের গ্রাফিতি দেখে কান্নায় ভেঙে পড়লেন শহীদ সাজিদের মা, অপলক দৃষ্টিতে তাকিয়ে বাবা।"

©️Md. Mehedi Hasan

উল্লেখ্য, শহীদ ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান বিভাগের এমবিএর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ এর ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে গুলিতে আহত হয়ে ১৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন শহীদ সাজিদ।

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 11:13


বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। রাজা চার্লসের প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থায় আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছেন সায়ান।

শেখ রেহানার পরিবারকে যারা ব্রিটেনে সম্পত্তি দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম দাতা শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে সায়ান রহমান। মূলত, সম্পত্তি নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের জেরে সায়ান রহমানের এসব অর্থ লেনদেন খুঁজে পায় দ্য টাইমস।

অনেকটা কেঁচো খুঁড়তে সাপ বেরিয়েছে।
সানডে টাইমসের প্রতিবেদন অনুসারে, সায়ান রহমান একটি অফশোর ট্রাস্টে অ্যাকাউন্টের মাধ্যমে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ১২ লাখ পাউন্ড দিয়ে একটি বাড়ি কিনেছিলেন। সেই বাড়িতে থাকতেন টিউলিপের মা ও শেখ হাসিনার বোন শেখ রেহানা। এছাড়াও লন্ডনের গ্রসভেনর স্কয়ারে সায়ান রহমানের একাধিক সম্পত্তি রয়েছে যার মোট দাম ৪ কোটি ২০ লাখ পাউন্ড। শেখ রেহানা লন্ডনে ১৩ লাখ ডলার মূল্যের সায়ানের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন।

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 11:06


স্বাধীনতার পক্ষ-বিপক্ষ শক্তির বয়ান তরুণ সমাজ ‘রিজেক্ট’ করে দিয়েছে : ড. মাহমুদুর রহমান

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 10:47


ডাকসু নির্বাচন ও গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন। (ফেসবুক লিঙ্ক)

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 10:45


জুলাই গণহত্যার বিচার চাই।
#JulyMassacre

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 09:58


জুলাই গণঅভ্যুত্থানে শরীক হওয়া ছাত্রজনতার ওপর যেভাবে হামলে পড়েছিল আওয়ামী খুনীরা।

আনসার একাডেমি, সফিপুর, গাজীপুর

#JulyMassacre

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 09:25


সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া ছয় সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

যাঁদের নিয়োগ বাতিল করা হয়েছে, তাঁরা হলেন অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহ্‌মদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 08:59


নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে ডিবি।

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 08:43


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মামুন হোসাইনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ জানুয়ারী, রবিবার রাত ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমানত হলে "শহীদ মামুন স্মৃতি পরিষদ" এর আয়োজনে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী, শাহ্ আমানত হল ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শহীদ মামুন হোসাইনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে শহীদ মামুন হোসাইনের জীবনী ও হত্যাকাণ্ডের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, শহীদ মামুন হোসাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের আমানত হল শাখার ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৪ সালের ১২ই জানুয়ারি আমানত হলের দ্বিতীয় তলায় তাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা।

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 08:37


জুলাই গণহত্যা: হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড প্রসিকিউশনের হাতে

জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। পরে ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জ্বোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে।

এ বিষয়ে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, অনলাইন প্লাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই-আগস্ট গণহত্যার সময়ে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 08:34


৩ আগষ্ট ২০২৪ অসহযোগ আন্দোলনের ডাক আসে সারাদেশে। ছাত্রজনতার সাথে একাত্মতা পোষণ করে রাস্তায় নেমে আসে ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মী। তাদেরই একজন আলী রায়হান। রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক।

সারাদিন ময়দানে অবস্থান শেষে ৪ আগষ্ট কর্মসূচী সফল করার পর গ্রেপ্তার এড়াতে সহযোদ্ধাদের নিয়ে আশ্রয় নেন নিকটস্থ এক বাসায়। পরদিন ভোর বেলা ফজরের নামাজ শেষে মোনাজাতে শহীদী মৃত্যু কামনা করে আলী রায়হান। ৫ আগষ্ট আগষ্ট সকালে তালাইমারী নর্দান মোড়ে এসে আলী রায়হান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,

‘যদি সামনের দিক থেকে আক্রমণ হয়, পেছনের দিক থেকে ছাত্র-জনতাকে বের করে দেবে। আর পেছন দিক থেকে আক্রমণ হলে সামনের দিক থেকে বের করে দেবে। আঘাত এলে যেন আমার শরীরেই আগে লাগে। যদি শহীদও হয়ে যাই, তবু সামনের সারিতেই থাকব, ছাত্রদের রক্ষা করব।’

মিছিলের সামনের সারির ডানপাশে থেকে ছাত্র-জনতাকে নেতৃত্ব দিয়ে রায়হান যাচ্ছিলেন জিরো পয়েন্টের দিকে। আন্দোলনকারীরা কাছাকাছি আসতেই তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা।এতে লোকজন কিছুটা ছত্রভঙ্গ হলেও রায়হানদের সাহসী নেতৃত্বে সামনে অগ্রসর হতে থাকে ছাত্র-জনতা।

সামনে এগুতেই ছাত্রজনতাকে উদ্দেশ্য করে মুহুর্মুহু গুলি বর্ষণ করে আওয়ামী সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হয় আন্দোলনরত আল মারুফের হাত। আহত মারুফকে মোটরসাইকেলে তোলার সময় একটি গুলি এসে লাগে আলী রায়হানের মাথায়। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মুমূর্ষু অস্থায় ভর্তি করা হয় রামেক হাসপাতালে। তিনদিন পর ৮ আগষ্ট শাহাদাতের পেয়ালা পান করেন শহীদ আলী রায়হান।

সূত্র : আমার দেশ

বাঁশেরকেল্লা - Basherkella

13 Jan, 08:34


৫ আগষ্ট আগষ্ট সকালে তালাইমারী নর্দান মোড়ে এসে আলী রায়হান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,

‘যদি সামনের দিক থেকে আক্রমণ হয়, পেছনের দিক থেকে ছাত্র-জনতাকে বের করে দেবে। আর পেছন দিক থেকে আক্রমণ হলে সামনের দিক থেকে বের করে দেবে। আঘাত এলে যেন আমার শরীরেই আগে লাগে। যদি শহীদও হয়ে যাই, তবু সামনের সারিতেই থাকব, ছাত্রদের রক্ষা করব।’

বাঁশেরকেল্লা - Basherkella

11 Jan, 07:09


"২০১০ সালে ঢাবি শিবিরের মেসে পুলিশ অভিযান চালিয়ে শাখার ১৫১ জন সদস্যের তালিকা পায়। নাম ও ডিপার্টমেন্ট সম্বলিত তালিকাটি পুরো ছেপে দেয় কালের কন্ঠ। আমিও তার একজন। এ পেপার কার্টিং বিভিন্ন ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে ঝোলানো হয় তখন। সংশ্লিষ্ট বিভাগের ছাত্রদের নাম হাইলাইটার দিয়ে মার্ক করা ছিল। ১৫১ জনের জীবন ও পড়ালেখাকে হুমকির মুখে ফেলে পত্রিকাটি। ঢাবি শিবির তখন পত্রিকায় বিবৃতি দেয় যে নিরাপত্তা বিঘ্নিত হলে দায় নিতে হবে কালের কণ্ঠকে"।
-রাকিব উদ্দিন

বাঁশেরকেল্লা - Basherkella

11 Jan, 06:17


পিলখানা হ*ত্যার বিচার নিয়ে হাসিনার মত ইউনূস সরকারও কেন এত গড়িমসি করছে?

বাঁশেরকেল্লা - Basherkella

11 Jan, 05:04


কে আন্দোলন করে, কারা জীবন দেয় আর কারা সুবিধা পায়? এ সমীকরণগুলো আগে বোঝা দরকার। এটি ঐতিহাসিকভাবে প্রমানিত যে, যারা বেশি স্যাকরিফাইস করে, বিপদের সময় পাশে থাকে- সুদিনে তারা মুল্যায়ন পায় না। কোথা থেকে যেন দুধের মাছিরা সব এসে ভীড় করে। তাদের কারণে দুঃসময়ের ত্যাগীরা আরা কাছেই ভীড়তে পারে না।
বাংলাদেশে এটা আরো বেশি হয়, দ্রুত হয়। কারণ এখানে মানুষ দুই তিন লাখ টাকাতেই বিক্রি হয়ে যায়। অপশক্তি আর তাদের দোসরেরা এই নির্মম সত্যটি ভালো করেই জানে। তাই ফ্যাসিবাদি আমলে যারা কিছু ভুমিকা রেখেছে, তাদেরকে তারা শুরুতেই কিনে নিয়েছে আর তারাও বিক্রি হয়ে গেছে।
মিডিয়া হাউসগুলোতে এই সংকট বড়ো বেশি। বাংলাদেশের মিডিয়া চালায় মাল্টি মিলিওনার আর বিলিওনারেরা। তাদের অনেক ক্যালকুলেশন থাকে। মিডিয়া তাদের মূল ব্যবসা নয়। মিডিয়ার টাকায় তাদের সংসার চলে না। এটা তাদের ব্যাকআপ সাপোর্ট। আর প্রশাসনও টাকা ছাড়া চলতে পারে না।
তাই শত অন্যায় করার পরও এই টাকাওয়ালারা সব আমলেই ভালো থাকে। পেছনের অন্যায় মুছে ফেলার মতো অসংখ্য ইরেজার তারা পকেটে নিয়েই ঘোরে। মাঝখান দিয়ে রক্ত দিয়ে যাওয়া ত্যাগীরা হারিয়ে যায়। যদি তাদের নিয়ে কোনো স্মরণিকা বের করতে হয়, তাহলেও আবার সেই টাকাওয়ালাদের কাছেই স্পন্সরের জন্য যেতে হয়।
খোঁজ নিয়ে দেখেন, আপনার আমার চারপাশের অনেক কাজেও তাদের সহযোগিতার তথ্য হয়তো পেয়ে যাবেন। এটা ভিসিয়াস সার্কেলের মতো অদ্ভুত এক চক্র যা থেকে বের হওয়ার আপাত কোনো সুযোগ আমি দেখি না..

- আলী আহমদ মাবরুর

বাঁশেরকেল্লা - Basherkella

11 Jan, 04:33


কালেরকেণ্ঠে প্রচারিত বক্তব্য নিয়ে শিবির সেক্রেটারির স্টেটমেন্ট

বাঁশেরকেল্লা - Basherkella

11 Jan, 03:56


আরও যারা কালের কণ্ঠের প্রশংসা করেছেন।

বাঁশেরকেল্লা - Basherkella

11 Jan, 03:13


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানা গেছে।

বাঁশেরকেল্লা - Basherkella

11 Jan, 01:42


🌲🌲ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলেন:
الدنيا دار عمل والآخرة دار جزاء فمن لم يعمل هنا، ندم هناك !

"দুনিয়া হলো আমলের জায়গা,আর পরকাল হলো প্রতিদান প্রাপ্তির জায়গা।যে ব্যক্তি এখানে (দুনিয়ায়) আমল করবে না, সে সেখানে (পরকালে) আফসোস করবে।"

💐[الزهد للبيهقي ٢٨٢]

🥀"নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব।"

📖[সূরা আল-আহযাবঃ৫৭]🌿

বাঁশেরকেল্লা - Basherkella

11 Jan, 00:32


আজ শনিবার
১১ জানুয়ারি ২০২৫
১০ রজব ১৪৪৬ হিজরি
২৭ পৌষ ১৪৩১ বাংলা
-------------------
ফজর- ৫:২৪ মিনিট
জোহর- ১২:০৮ মিনিট
আসর- ৩:৫০ মিনিট
মাগরিব- ৫:৩০ মিনিট
ইশা- ৬:৪৮ মিনিট
--------------------
আজ সূর্যোদয়- ৬:৪২ মিনিট
আজ সূর্যাস্ত- ৫:২৯ মিনিট

বাঁশেরকেল্লা - Basherkella

10 Jan, 20:17


লন্ডনের ক্লিনিকে বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা স্থিতিশীল ও পূর্বের চেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানা গেছে।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Jan, 19:23


কোথাও তালিবান সন্দেহে, কোথাও শিবির সন্দেহে, কোথাও মুসলিম সন্দেহে যুগে যুগে সন্ত্রাসীদের কর্মপন্থা একই।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Jan, 17:41


সাব্বাস বেটা!

বাঁশেরকেল্লা - Basherkella

10 Jan, 17:12


নিশি রাতের ভোটে হারুন শেখ হাসিনার কোলে বসেছিল - চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সভাপতি গোলাম জাকারিয়া।

কিসের বিনিময়ে অবৈধ সংসদে শপথ নিয়েছিলো খতিয়ে দেখা দরকার। হারুন যে ফ্যাসিবাদের দোসর আগেও ছিলেন এখনও আছে জাতি তা জেনে গেছে। জামায়াতের বিরোধীতা করে নিজেকে সাধু সাজাতে পারবেনা!

বাঁশেরকেল্লা - Basherkella

10 Jan, 16:57


যারা সারাদিন গুজব টা ছড়ালেন তারা এইবার এইটাও পোস্ট করেন একটু!

বাঁশেরকেল্লা - Basherkella

10 Jan, 16:43


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিধি লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করে দেশটির সীমান্তরক্ষীরা। এ ঘটনায় দহগ্রাম সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Jan, 16:12


মেয়েরা মুখে নেকাব পড়লে ডাকাতের মতো লাগে, পর্দা করলে মাদ্রাসায় যাও কলেজে কি?🗣উখিয়া কলেজের অধ্যাপক তহিদুল ইসলাম

বাঁশেরকেল্লা - Basherkella

10 Jan, 16:03


এ রিয়েল হিরো

বাঁশেরকেল্লা - Basherkella

10 Jan, 15:14


সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামানের যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট ৫৮০টি অ্যাপার্টমেন্টের সন্ধান মিলেছে। আরো সম্পদের খোঁজে নেমেছে দুদক অনুসন্ধান টিম।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Jan, 14:12


চরমপন্থি নেতা থেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হয়ে ওঠেন কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত গোলাম রাব্বানী টিপু।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Jan, 13:10


যারা যারা আমাদের পোস্ট করা ভিডিও'র সত্যতা জানতে চেয়েছিলেন তাদের জন্য। এইসব স্ক্রিনশট দেখবেন এখন এডিট করে অন্য দলের নামে চালিয়ে দেওয়া শুরু হবে এখন!

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 18:41


ভারতীয় আগ্রাসন রুখে দিবে বাংলার জনগণ।

ভারত-বাংলাদেশ সীমান্তে বিজিবির সহায়তায় এগিয়ে গেল বাংলার বীর জনতা। (ফেসবুকে দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।)

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 18:08


অনুসন্ধানী সাংবাদিকতার নামে কপি-পেস্ট ও তথ্য গোপন

২০২২ সালের ফাঁস হওয়া একটি তালিকায় থাকা ব্যক্তিদের দুবাইয়ে সম্পত্তির মালিকানা সম্পর্কে আজ রিপোর্ট করেছে ডেইলি স্টার। অনুসন্ধানী প্রতিবেদন বলা হলেও সেটি মূলত কপি-পেস্ট নিউজ। প্রতিবেদনে দুবাইতে আবাসন কেনা শীর্ষ ১২ জন বাংলাদেশীর ছবিসহ সম্পদের পরিমাণ দেয়া হয়েছে। তাদের বিনিয়োগ ১০ কোটি থেকে ৭০ কোটি টাকা।

যদিও ১৯ কোটি টাকা বিনিয়োগ করলেও এই তালিকায় ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের ছেলে জারাইফ আয়াত হোসাইনের কথা পুরোপুরি চেপে গেছে পত্রিকাটি। অথচ ২০২২ সালের ওই তালিকায় স্পষ্ট উল্লেখ আছে জারাইফ আয়াত দুবাইয়ের কৃত্তিম-দ্বীপ পাম জুমেরার বালকিস রেসিডেনসে ৫.৭ মিলিয়ন দিরহামে (প্রায় ১৯ কোটি টাকা) একটি ফ্ল্যাট কিনেছেন।

একে তো কপি-পেস্ট তার ওপর তথ্য গোপন করে এভাবেই চলছে বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতা। এরাই আবার টিআইবির শ্রেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদনের পুরস্কার পায়। তবে সে পুরস্কারের বিচারকও আবার তাদের পত্রিকার লোকজনই।

- ইসমাঈল আলী
সাংবাদিক, শেয়ার বিজ

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 17:56


এই অভিযোগ করেছে তাদেরই সাবেক একজন বহিষ্কৃত নেতা!

এই অপরাধ কি ক্ষমাযোগ্য? এরা আর কাকে কাকে ভারতে পালাতে সহযোগিতা করেছে সেই তথ্য এই জাতির জানাটা খুব বেশি জরুরি।

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 17:44


আমি আগেও বলেছি আবারো বলছি আমার ভাই শহীদ ফারহান ফাইয়াজ কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। সে একজন সাধারণ ছাত্র হিসেবেই অংশ নিয়েছিল জুলাই অভ্যুত্থানে। শহীদদের নিয়ে রাজনীতি করা দয়া করে বন্ধ করুন আপনারা প্লিজ।

- Saiyema Farin
(ফারহান ফাইয়াজ এর বোন)

#FarhanFaiyaaz

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 17:40


এক গুমের ভিক্টিম তার জিজ্ঞাসাবাদ এবং টর্চারের কাহিনী বর্ণনা করছিলেন। ওনাকে বেসিক্যালি অনলাইনে লেখালেখির জন্য গুম করা হয়। তো চোখ বেঁধে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওরা ওনার ফেসবুক পাসওয়ার্ড চায়। উনি সাথে সাথে বলে দেন। অতঃপর কেউ একজন বলল, "স্যার, মেলেনি।"

আর যায় কোথায়। বেদম টর্চার শুরু হল। উনি বারবার বললেন উনি মিথ্যে বলেননি, কিন্তু কে শোনে কার কথা। নেক্সট ব্রেকে ওনাকে কাগজ কলম দেয়া হল, যাতে চোখ বাঁধা অবস্থাতেই উনি "সত্যিকারের" পাসওয়ার্ডটা লিখে দেন। উনি একই পাসওয়ার্ড লিখলেন। এবারে পাসওয়ার্ড নিয়ে আর কোন কথা নাই। মিলে গিয়েছে। কেন? এবারে মিলল কেন? "ম্যাডাম, আমার পাসওয়ার্ডের @-কে তো মুখে বলেছিলাম, তো ওরা ওটাকে পূর্ণাঙ্গ at the rate of লিখেছিল।"

এটা শুনে আমি হাসি আটকাতে পারলাম না। ভদ্রলোকও দেখি চোখের পানি মুছে আমার সাথে মন খুলে হাসছেন। কি অকাট গণ্ডমূর্খগুলো আমাদের এত বছর বন্দি করে রেখেছিল, আল্লাহ!

- নাবিলা ইদ্রিস

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 17:29


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 16:56


রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে আগুন দিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে মো. আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আল-আমিনের বয়স আনুমানিক ৩৯ বছর। তিনি রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরে ভাড়া বাসায় বসবাস করেন।

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 16:46


মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার ফ্লাইট ছিল রাত ১০টায় কিন্তু ১০ টা বেজে ৪২ মিনিট হয়ে গেলেও এখনো উনার গাড়ি এয়ারপোর্ট অবধি-ই পৌঁছুতে পারেনি। যদি চার্টার্ড না হয়ে অন্য ফ্লাইট হতো তবে বেশ সমস্যায় পড়তে হতো।

এখানে অহেতুক যারা রাস্তা আটকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে খালেদা জিয়ার গাড়িবহর সামনে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন আবার রাস্তায় থাকা নগরবাসীর জন্যও মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করেছেন তারা কাজটা ভাল করেন নি। জনগণ এসব ভাল চোখে দেখেনা।

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 16:35


সুস্থ হয়ে উঠুন বাংলাদেশের রাজনীতির ঐক্যের প্রতীক। পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে দলের নেতৃত্বভার গ্রহণ করুন। এই দেশের রাজনীতিতে আপনার শূণ্যস্থান কোনভাবেই পূরণ হওয়ার নয়।

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 16:25


জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং ছাত্রজনতার ওপর গণহত্যা পরিচালনাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগের রাজনৈতিক নিবন্ধন বাতিলের দাবীতে টিএসসিতে "জুলাই ঐক্যজোট" (জুলাই বিপ্লবের ১৩ টি সংগঠন) মানববন্ধন করেছে।

মানববন্ধনে ৩ দফা দাবী পেশ করা হয়:

১. জুলাই বিপ্লবে খুনি হাসিনা, আওয়ামী লীগ ও তার দোসররা বিপ্লবী ছাত্র-জনতার উপর যে গণহত্যা চালিয়েছে দ্রুত তার বিচার করতে হবে।
২. গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।
৩. ভারতীয় আধিপত্যবাদী শক্তি বিএসএফ কর্তৃক ফেলানী হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

#JulyMassacre

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 16:14


খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের পরিচর্যাকারী গৃহকর্মী ফাতিমা বেগমও। খালেদা জিয়া কারাবন্দী থাকা অবস্থায় ফাতেমা তাঁর সঙ্গে ছিলেন। আরও যাচ্ছেন তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয়জন সদস্যও। এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও প্রটোকল অফিসার এস এম পারভেজও খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাজ্যে নিয়ে যেতে কাতারের আমির গতকাল সোমবার বিশেষ এক এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। আজ রাতেই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছে।

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 16:12


লক্ষ্মীপুরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রকাশ্যে গুলিবর্ষণকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. শাহীন আলমকে বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শাহীন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 15:28


একদা বলিতেন, বাকিটা আপনাই দেখেছেন।

বাঁশেরকেল্লা - Basherkella

07 Jan, 14:17


৭ই জানুয়ারি সীমান্তে ঘাতক বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক ফেলানী হ*ত্যার ১৪তম বার্ষিকীতে মানববন্ধন আয়োজন করেছে বংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর উত্তর শাখা৷
শাখার অফিস সম্পাদক এসএম সাইমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি রেজাউল করিম শাকিল।
বক্তারা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক অব্যাহত হ*ত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশ সরকারকে শক্তিশালী অবস্থান গ্রহণ করে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নেওয়ার দাবী জানান।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 12:57


ইসকনের নেতা সন্ত্রাসী চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 11:51


স্বৈরাচারী সরকার উৎখাতে ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের দিনগুলোতে দেশের মূলধারার বেশিরভাগ সংগীতশিল্পী যখন মুখে প্রায় কুলুপ এঁটে ছিলেন, ঠিক তখনই শিক্ষার্থীদের কণ্ঠে আগুন ঢেলে দিয়েছিলেন দুই তরুণ র‌্যাপার হান্নান হোসাইন শিমুল এবং মোহাম্মদ সেজান। সেই কণ্ঠযোদ্ধারা এবার ঠাঁই করে নিয়েছেন পাঠ্যবইয়েও।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 11:27


জাবি তে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হয়না প্রায় ৮ বছর, এদিকে চলছে নবীন-প্রবীণের দ্বন্দ্ব!

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 11:19


সুদীপ্ত বিশ্বাস বিভু নামের এই ফেসবুক ব্যবহারকারী শিবিরের বিরুদ্ধে এই গুজব ব্যাপকভাবে ভাইরাল করে দিয়ে পরবর্তীতে যখন প্রমাণ হয় যে এই ঘটনার সাথে শিবির কোনভাবেই জড়িত নয় তখন সে এই পোস্ট ডিলিট করে দেয়। এমনকী ধরা খাওয়ার পর সে এখন তার আইডি লকও করে ফেলেছে। কিন্তু ততক্ষণে এই পোস্ট কপি-পেস্ট হয়ে অনলাইনে ভাইরাল হয়ে গেছে। এর দায়ভার কার? কেন কোন ঘটনার সত্যতা সম্পর্কে পূর্ণাঙ্গ ভাবে জানার আগেই এভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রপাগান্ডা চালানো হচ্ছে?

এখন এদের বিরুদ্ধে যদি কোন আইনি পদক্ষেপ নেওয়া হয় তবে কি সেটা সংখ্যালঘু নির্যাতন হবে?

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 11:00


আপনারা যে এভাবে নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে পারছেন সেই সুযোগ পেয়েছেন কাদের বদৌলতে? আপনাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করেছে কারা? ছাত্রদের বিরুদ্ধে যে এভাবে অশালীন ভাষায় বিষোদগার করছেন এটার সুযোগ কে করে দিয়েছে?

অথচ আপনাদের উচিৎ ছিল ২৪-এর বিজয় এনে দেওয়ায় ছাত্রজনতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ তাদেরকে সবসময় শ্রদ্ধা ও সম্মান করা।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 10:29


বরগুনার পাথরঘাটায় যুবদল কর্মী নাসিরের হত্যাকান্ডের আসামি হিসাবে অভিযুক্ত রাব্বি'কে ৫ই আগস্টের পরে ছাত্রদলের মিছিলে যোগ দিতে দেখা গিয়েছে।

পাথরঘাটা পৌরসভা ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদের নেতৃত্বে ছাত্রদলের মিছিলে রাব্বির যোগদানের ভিডিও।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 10:15


যমুনা টিভি তাহলে গতকাল কিসের ভিত্তিতে এই গুজব ছড়িয়েছিল?

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 08:06


মেহেরপুরে যুবদল নেতার গ*লাকা*টা লা*শ উদ্ধার

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 07:19


জান্নাতের টিকিট বিক্রি করা বিএনপি নেতা আরও যা বলেছিলেন.... যা ভাইরাল হয়নি।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 06:48


ড. মোবারক হোসাইনের পরীক্ষায় অংশ নেওয়া বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বক্তব্য।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 06:29


কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কর্মী শরিফুল ইসলাম নিষাদের জন্মদিন পালিত হচ্ছে সিএনজি স্ট্যান্ডে। রেস্টুরেন্টে গিয়ে অর্থের অপচয় না করে এভাবেই জনতার কাতারে এসে জনমানুষের সংগঠন হয়ে উঠুক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 06:04


' প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত' উক্তির যে বক্তব্যটা আজ ভাইরাল হয়েছে সেটা এখানকারই।
.
লাল মার্ক করা দরজাটা একটা মসজিদের দরজা। মসজিদের ঠিক সামনেই বিএনপির প্রোগ্রামের প্যান্ডেল তা মূল কথা এটা না।
.
যোহরের সময় মসজিদের মাইকে আযান দিতে দেয়নি। মুয়াজ্জিন না থাকা মুয়াজ্জিনের পরিবর্তে একজন মসজিদে আযান দিতে আসে। বিএনপির নেতা কর্মী তাঁকে মসজিদের মাইকে আযান দিতে বাঁধা দিয়ে বাহিরে আযান দিতে বলে। কারণ মাইকে আযান দিলে প্রোগ্রামে ব্যঘাত ঘটবে।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 06:02


ব্যানারে নামের ছোট অক্ষরকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমেদের নাম ব্যানারে ছোট অক্ষরে লিখায় উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এক পর্যায়ে ব্যানার খুলে ফেললে উত্তেজনা চরমে পৌঁছে ও ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটে।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 05:45


শিবির এ দেশের ছাত্র সংগঠনগুলোর প্রানের ঐতিহ্য বিরিয়ানির প্যাকেট ভাগাভাগি আর চেয়ার খেলার সংস্কৃতি বন্ধের পায়তারা করছে যা ছাত্রসমাজ মেনে নিবে না।

-অমুকদল

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 05:43


রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি করায় ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন গ্রেপ্তার। গত ২৩ ডিসেম্বর কবরস্থানে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক করে সেনাবাহিনী। পরবর্তীতে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 04:33


ছাত্ররা পার্টি ঘোষণা করুক, ঢাকার বাইরেও যেতে পারবে না : সাংবাদিক এম এ আজিজ

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 03:39


এই প্যাটার্ন আমরা চিনি। এধরণের আচরণ এবং ব্যক্তিদের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে অতীতের পুনরাবৃত্তি হবে। মানুষ রক্ত দিয়ে, আন্দোলন করে লীগ সরিয়েছে ডিসকাউন্ট লীগের যুলুম সহ্য করার জন্য না।
নিজ নিজ জায়গা থেকে সবাই প্রতিবাদ করুন৷

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 03:01


সিলেটে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক দুই জনের মধ্যে একজনের নাম বোমিং স্টার (৩২)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার কয়াইতের ছেলে। অপরজন লোকাস (৫৫)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার গোমারুর ছেলে।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 02:19


নোয়াখালীর চাটখিল উপজেলার পৌরএলাকার একটি স্কুলে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Jan, 01:29


যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন।
-আনকাবূত ৬৯

বাঁশেরকেল্লা - Basherkella

28 Dec, 04:59


বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৪
বর্ষসেরা উক্তি
“করিনি হয়ে গেছে”
(পল্টি পলক)
#BorshoSera24

বাঁশেরকেল্লা - Basherkella

28 Dec, 04:39


২০১৭ সালে শিবিরের মিছিল থেকে আমার খুব কাছের ছোট ভাই অ্যারেস্ট হয়। সে ওই মিছিলে শ্লোগান দিয়েছিলো।
গ্রেফতারের রাতে চট্টগ্রামের কতোয়ালী থানার হি*ন্দু অফিসার ভিডিও বের করে দেখে বলে- “নারায়ে তাকবির চু**র জন্য দেশ স্বাধীন হয়নি, জয় বাংলার জন্য হয়েছে।” আরেকজনকে প্লাস দিয়ে টেনে দাড়ি ছিড়ে ফেলে ঐ হিন্দু এস আই।সে এখন পটিয়া থানায় ডিবিতে আছে।
-ইনবক্সে আরাফাত শরীফ মুহিত

বাঁশেরকেল্লা - Basherkella

28 Dec, 04:38


ভারতে গুম হওয়া নিয়ে সুখরঞ্জন বালির বাসসকে দেয়া লোমহর্ষক সাক্ষাৎকারেরর অংশ বিশেষ :

“...এর দুদিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয়। সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাঈদী হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায়। আমার ভাইয়ের হত্যায় সাঈদী হুজুর জড়িত কি-না জানতে চাইলে আমি যখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি। তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারব, কিন্তু তারা বারবার আমাকে সাঈদী হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিতে বলে এবং একপর্যায়ে তারা আমাকে মারধরসহ কারেন্টের শক দেয়, নির্যাতন করে। তারা আমাকে একপর্যায়ে টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টা করে এরপরও রাজি না হলে তারা অমানবিক নির্যাতন চালায় “

বাঁশেরকেল্লা - Basherkella

28 Dec, 04:17


আর নয় অপসংস্কৃতি বিকাশ হোক ইসলামী সংস্কৃতি

বাঁশেরকেল্লা - Basherkella

28 Dec, 03:57


“এত রক্ত শুধু নির্বাচনের জন্য দেইনি”

(এফবিএস আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ স্লোগান নিয়ে দুই দিনব্যাপী জাতীয় সংলাপে শহীদ শাহরিয়ার হাসান আলভীর পিতা)

বাঁশেরকেল্লা - Basherkella

28 Dec, 03:45


কুড়িগ্রামের উলিপুর থানা চত্বরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম নিহত।

বাঁশেরকেল্লা - Basherkella

28 Dec, 02:49


জুলাই হত্যাকান্ডের বিচার চাই।

#JulyMassacre

বাঁশেরকেল্লা - Basherkella

28 Dec, 01:32


নিশ্চই সালাত অ*শ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।-সূরা আনকাবুত : ৪৫

বাঁশেরকেল্লা - Basherkella

28 Dec, 00:22


আজ শনিবার
২৮ ডিসেম্বর ২০২৪
২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
১৩ পৌষ ১৪৩১ বাংলা
-------------------
ফজর- ৫:২০ মিনিট
জোহর- ১২:০৫ মিনিট
আসর- ৩:৪৩ মিনিট
মাগরিব- ৫:২৫ মিনিট
ইশা- ৬:৪২ মিনিট
--------------------
আজ সূর্যোদয়- ৬:৩৯ মিনিট
আজ সূর্যাস্ত- ৫:২১ মিনিট

বাঁশেরকেল্লা - Basherkella

27 Dec, 19:44


ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিমান হামলার মুহূর্তের এক্সক্লুসিভ ফুটেজ। এই হামলার সময়টাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস সেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বাঁশেরকেল্লা - Basherkella

27 Dec, 19:38


বিজয়-২৪ এর ঐতিহাসিক মুহুর্ত।

ক্লিক: Wing Shots

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 09:21


ধন্যবাদ শিবিরকে। জুলাইটা আমাদের হৃদয়ে গেঁথে থাক।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 08:37


একটি লজ্জাজনক অপ্রকাশিত সত্য

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 08:21


আওয়ামী লীগের ক্ষমতার দাপটে নিজ স্ত্রী, দুই মেয়ে, আপন বোন ও বোনের জামাই এবং আরো দুই জনসহ নিজ পরিবারের মোট আটজনকে পরিচালক করে কোম্পানিকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছে। আটজন উদ্যোক্তা পরিচালককে সরিয়ে পরিবারের আট সদস্যকে করেছে পরিচালক।

এভাবেই সাঈদ খোকন প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে শত কোটি টাকা লুটপাট করেছে বলে বিতাড়িত পরিচালকরা অভিযোগ করেছেন। তারা বলছেন, সাঈদ খোকনকে দুদকের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। প্রতিষ্ঠানের নথি পরীক্ষা করলেই তার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 07:39


গণঅভ্যুত্থানে সেবা দেওয়া চিকিৎসক;

যতদিন বেঁচে থাকবো, মনে একটা প্রশান্তি কাজ করবে এই ভেবে যে, আমি জুলাই আন্দোলনের জাতীয় বীরদের পাশে থেকে তাদেরকে চিকাৎসাসেবা দিতে পেরেছিলাম।

⭕️ডা. ইশরাত জাহান ইভা

#Dhaka #Bangladesh

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 07:06


শিবির নেতাদের উচিত স্পষ্ট স্টেটমেন্ট দেয়া যে এই শীতের মধ্যে কাউকে জোর করে গোসল করানোর কোন ইচ্ছা ছাত্রশিবিরের নেই।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 06:47


আওয়ামী লীগ আমলে প্রতিবছরই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের নামে টাকা লুটপাট হত। এইগুলা সবই প্রায় ভূয়া প্রকল্প। স্রেফ টাকা মেরে দেয়ার প্রকল্প। এখনও যেহেতু এই ধরণের প্রকল্প পাশ হচ্ছে, তাহলে বুঝাই যাচ্ছে, দুর্নীতিবাজ আমলারা, সরকারী কর্মকর্তারা বহাল তবিয়তেই আছে এবং সময়ের ব্যবধানে গুছিয়ে নিয়ে তারা আবারও লুটপাট শুরু করে দিয়েছে।

এইসব প্রকল্পের ডিজাইন গুলোই এমনভাবে করা হয় যাতে সহজেই টাকা মেরে দেয়া যায়। প্রশিক্ষণ দেওয়ার জন্য এমন বিষয় বাচাই করা হয়, যা সহজেই ইউটিউব ভিডিও দেখে দেখে শিখে ফেলা যায়।

শিখানোর টপিকস দেখলেই বুঝা যায়,

- কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয়
- স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

২৯৭ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৬০০ টাকা - দেশের মানুষের টাকার কি নিদারুন অপচয়। অথচ, এই টাকা দিয়ে অর্থবহ কত কিছুই করা যেত।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 06:28


এটার একটা বিহিত করতে হবে।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 06:01


২০০৮, ১৪, ১৮ এবং ২৪ সালে যারা সংসদে ছিল, তাদের কাউকে সাবেক এমপি বলবেন না। তাদেরকে বলবেন ভোট চোর, ভোট ডাকাত।
🗣শাহজাহান চৌধুরী

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 05:36


ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে এবং শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হ*ত্যার দায়ে উ*গ্র হি*ন্দু_ত্ব*বlদী স*ন্ত্রlসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জ ইউথ ক্লাবের আয়োজনে বিক্ষোভ মিছিল।

তারিখ: ৩০ নভেম্বর, ২০২৪
লোকেশন: ফতুল্লা রেলস্টেশন রোড, নারায়ণগঞ্জ

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 05:29


ক্রেডিট কার্ডের সুদ হার বেড়ে হচ্ছে ২৫ শতাংশ!

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 05:05


কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় চলতি বছর ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 04:54


আর এদিকে বাংলাদেশের ছাত্ররা তাদের ক্যাম্পাসের মেইন গেটের রাস্তায় ভারতের পতাকা রেখে দিয়েছে পাপস হিসেবে। নেক্সট উইকে নাকি মু*তার কর্মসূচী দিবে শুনলাম।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 04:21


১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বিনা ট্রেনিংয়ে যুদ্ধ করে জিতেছি, ২৪ সালে স্বৈরাচার হাসিনা পতনেও কোনো অস্ত্র ব্যাবহার করিনি। ভারতের মনে যদি কখনো বাংলাদেশ দখলের খায়েশ জন্মায় তবে ২০ কোটি মানুষের রক্তের উপর দিয়ে যেতে হবে।
🗣মির্জা আব্বাস

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 03:46


জুলাই গণ–অভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা ছিল ফিলিস্তিনের লড়াই।
(ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা নাহিদ ইসলাম)

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 03:32


“জীবন দেব, তবুও দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না”
🗣জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 02:46


ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Dec, 01:11


❝নিশ্চয়ই আল্লাহ্ তাওবাকারীদেরকে ভালবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে❞
-সূরা আল-বাকারা : ২২২

বাঁশেরকেল্লা - Basherkella

01 Dec, 23:59


আজ সোমবার
০২ ডিসেম্বর ২০২৪
২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
১৭ অগ্রহায়ণ ১৪৩১
-------------------
ফজর- ৫:০৬ মিনিট
জোহর- ১১:৫২ মিনিট
আসর- ৩:৩৫ মিনিট
মাগরিব- ৫:১৪ মিনিট
ইশা- ৬:৩২ মিনিট
--------------------
আজ সূর্যাস্ত- ৫:১১ মিনিট
আজ সূর্যোদয়- ৬:২৪ মিনিট

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 17:50


আওয়ামী লীগের শাসনামলে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত সব অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শুধু তাই নয়, ছাত্রলীগকে যেখানে পাবেন সেখানেই ধোলাই দেওয়ার ঘোষণা দেন ছাত্রদল নেতারা।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 17:26


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অভ্যন্তরে হল ডাইনিং, ক্যান্টিন, পত্রিকার হকার এবং আশপাশের বিভিন্ন দোকান, হোটেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বাকি প্রায় আট লাখ টাকা। গত কয়েক বছরে বিভিন্ন সময়ে এসব দোকান এবং হলের ডাইনিং, ক্যান্টিন থেকে বাকি খেয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ডাইনিং ক্যান্টিন মালিকদের অভিযোগ, বাকি খেয়ে তো টাকা দিতই না, আবার তাদের খাবার দিতে দেরি হলে ক্যান্টিনের ওয়েটারদের উলটো ধমক দিতেন। এমনকি কোনো সমস্যা হলেই ডাইনিং থেকে বের করে দেবে বলেও হুমকি দিতেন।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 17:09


অভিশপ্ত স্বৈরাচার মুজিবের দল করে বলে আর কোনদিন এভাবে প্রকাশ্যে বলার সাহস দেখাবেনা খাটাশ টা!

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 17:05


দিনশেষে সাধারণ ছাত্র-জনতাই আমাদের আশা ভরসার একমাত্র কেন্দ্রস্থল। তারা আছে বলেই আমরা এখনো স্বপ্ন দেখি, বিপ্লবের স্বাদ আস্বাদন করি। তারাই এখনো ফ্রন্টলাইনে আমাদের এই মাতৃভূমির ফিরে পাওয়া স্বাধীনতাকে সর্বোচ্চ সাহসিকতার সহিত ডিফেন্ড করে যাচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে আজ নুর হোসেন চত্ত্বরে এক ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীকে "জয় বাংলা" শ্লোগান দিয়ে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালানোর পূর্বমুহুর্তে ছাত্রজনতা গণধোলাই দিচ্ছে।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 16:54


সারাদেশে ছাত্রজনতা স্বৈরাচার মুজিবের ছবি আর মূর্তি সব অপসারণ করে এদেরকে ক্ষমতায় বসিয়েছে। আর এরা কিনা এখনো মুজিবকে এভাবে মাথার উপর রেখে শপথ গ্রহণ করে!

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 16:28


বাংলাদেশের অতিথি নেই, কলকাতার হোটেল আর দোকানের ব্যবসা কমেছে ৭০%

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 16:07


মেট্রোরেলের টিকিটের নকশা পরিবর্তনের প্রক্রিয়া হয়েছে প'তি'ত স্বৈ'রা'চা'রী আ.লীগ সরকারের আমলে: ডিএমটিসিএল

মেট্রোরেলের একক যাত্রার টিকিটের কার্ড এর পুরোনো নকশার কার্ডের জায়গায় সম্প্রতি তারা নতুন কার্ড তৈরি করে। নতুন কার্ডে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় সংসদ ভবনের ছবি নেই, আছে মেট্রোট্রেনের প্রতীকী ছবি। বিষয়টি নিয়ে আওয়ামী শাহবাগী চেতনাবা'জরা ফেসবুকে গু'জ'ব ছড়াচ্ছিল।

আজ মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল জানিয়েছে, নতুন টিকিটের নকশা গত ২৮ জুলাই পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ঠিকাদারকে জানানো হয়েছিল। এই পরিবর্তনের প্রক্রিয়া গত সরকারের আমলে শুরু হয়, ডিজাইন চূড়ান্ত হয় এবং সরবরাহের আদেশ দেওয়া হয়।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 15:44


ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানো আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ সারাদিনই চট্টগ্রামের রাজপথে ছিল শিক্ষার্থী বন্ধুরা।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 15:41


ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) পাঁচ শিক্ষার্থীকে হ*ত্যাচেষ্টার মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের সংস্থাপন প্রশাসন-১ এ কর্মরত ও তৎকালীন ঢাবি শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 15:33


জুলাই গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে রাজধানীর শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর। সমাবেশের পর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ শেষ হয়। বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে শেষ হয়।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 14:56


ধানমন্ডি প্রেমী শাহবাগী ফারুকী নয়া উপদেষ্টা

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 14:29


ছাত্রলীগের কর্মী সন্দেহে

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 13:02


বকেয়া বেতনের দাবিতে (ভোগরা বাইপাস এলাকায়) প্রায় ৩০ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলার যাত্রীরা।

বাঁশেরকেল্লা - Basherkella

10 Nov, 12:11


কচিকাচার মগজধোলাই, শিশু ইউনিয়ন।

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 13:37


মানুষ পাপ করলে তার বিরুদ্ধে চারটি সাক্ষী প্রস্তুত হয়ে যায়;
⭕️ পাপ করার জায়গাটি
⭕️ মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ
⭕️ ফেরেশতা
⭕️ মানুষের আমলনামা

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 13:36


এইবার দলীয় নেতাকর্মীদেরকে ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দিল পলাতক হাসিনা। যাতে করে প্রশাসন যদি সেই মিছিলে হামলা করে তবে সেই ফুটেজ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠিয়ে ড. ইউনুস সরকারকে বেকায়দায় ফেলে রাজনৈতিক সুবিধা নেওয়া যায়। এসময় ট্রাম্পের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকার দাবি করে হাসিনা।

https://youtu.be/Dj9c3w8wPhM

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 13:28


উত্তরাঞ্চল আর কখনো অবহেলিত থাকবে না উল্লেখ করে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “উত্তরাঞ্চলের জেলাগুলো বিশেষ মর্যাদার দাবি রাখে। কিন্তু এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চল আর অবহেলিত থাকবে না। উত্তরাঞ্চলের মানুষগুলো অনেক ধর্মপ্রাণ ও অল্পে তুষ্ট। তিনি বলেন, এ অঞ্চলে আল্লাহ রহমত বরকত দান করুন। তিনি ভারতের উদ্দেশে বলেছেন, প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকবো। প্রতিবেশীদের কাছ থেকে আমরা প্রতিবেশীসুলভ আচরণ চাই। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গুমসহ অসংখ্য মামলা রয়েছে। আদালত যখন চাইবে তখন তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার জন্য তিনি ভারতের প্রতি আহবান জানান।”

আজ ৮ নভেম্বর শুক্রবার সকালে নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে পৌরসভা মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 13:24


৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি’র র‍্যালিতে নেতাকর্মীদের ঢল।

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 11:28


বিএনপির তরুণ প্রজন্মের নেতৃত্বের মধ্যে সাদেক হোসেন খোকার যোগ্য উত্তরসূরী ইশরাক হোসেন খুবই জনপ্রিয় ও কর্মীবান্ধব। তাকে আজপর্যন্ত কোন বিতর্কিত কর্মকান্ডেও জড়াতে দেখা যায়নি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

আজ বিকেলে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির র‍্যালি থেকে ধারণ করা ভিডিওচিত্র।

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 10:57


আজ জুমার নামাজের পর মোঘল শাসকের চট্টগ্রাম বিজয়ের স্মারক ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা সন্ত্রাসবিরোধী মিছিল বের করে। যে মিছিল থেকে ভারতীয় মদদপুষ্ট সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠী ইসকন কে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের আহবান জানানো হয়।

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 10:39


ইসকনের তো মন্দিরে থাকা উচিত ছিল, তারা কেন বাইরে আসবে : বিজন কান্তি সরকার

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 10:20


দেশ "স্বাধীন" হওয়ার পর আমরা স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজেদের পকেটের টাকায় এই গ্রাফিতিগুলো একেঁছিলাম। ভেবেছিলাম এই গ্রাফিতিগুলোর মধ্যেই বেঁচে থাকবে জুলাই বিপ্লবের স্মৃতিগুলো। পথচারীরা হেটে যাওয়ার সময় এই দৃশ্যগুলো দেখে স্মরণ করবে আমাদের অভ্যুত্থানের বীর শহীদদের। আজকে দেখলাম আমাদের ঘন্টার পর ঘন্টা কষ্ট করে আঁকা এই গ্রাফিতিগুলোকে এভাবে রাজনৈতিক পোস্টার দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এই অন্যায়ের বিচার আমরা কার কাছে দিব?

- চট্টগ্রাম থেকে এক শিক্ষার্থী বন্ধু

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 10:02


গত ৫ বছর ধরে অফিসে না গিয়ে প্রতিমাসের বেতন ৮০ হাজার টাকা তুলে নিচ্ছে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর (অফিস কাম ম্যানেজমেন্ট) মাহমুদা খাতুন।

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 09:58


বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি সৈকত শুভ্র আইচ মমন। জাবিতে সম্প্রতি কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব আয়োজিত এক নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে যে কুরআন বিতরণ হয়েছে সেটার ঘোরতর বিরোধীতা করেছে সে। এমনকী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়া জাবির বর্তমান ভিসি স্যারেরও কঠোর সমালোচনা করেছে সে। কোন সংগঠন নবীন বরণে শিক্ষার্থীদের কি স্বারক উপহার দিবে তা একান্তই সেই সংগঠনের সিদ্ধান্ত। অতিথি বা প্রধান অতিথির এখানে কোন ভুমিকা থাকে না কখনো। এটা তো আর জাবি'র অফিশিয়াল প্রোগ্রাম ছিলনা। এটা নিয়েও ছাত্র ইউনিয়নের এই নেতাদের যত সমস্যা!

অথচ একটি তথাকথিত "ধর্মনিরপেক্ষ" সংগঠনের প্রাক্তন প্রধান হওয়ার পরেও দেখা যাচ্ছে সে নিয়মিতই হি'ন্দুদের বিভিন্ন প্রোগ্রামের ছবি নিজের টাইমলাইনে শেয়ার করছে। আর তার প্রথম আলোতে চাকরি করা স্ত্রীকেও হিন্দু রীতিতে শাঁখা পড়তে দেখা যাচ্ছে। তারপর সম্প্রতি চট্টগ্রামে সংঘটিত হওয়া ঘটনায় একটি ভূইপোঁড় পোর্টালের হিন্দুত্ববাদী প্রপাগান্ডামূলক নিউজও শেয়ার করতে দেখা গেছে তাকে। এটাই ছাত্র ইউনিয়নের প্রগতিশীলতা ও মুক্তচিন্তার নমুনা!

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 09:14


স্বৈরাচার পতনে দারুন ভূমিকা রেখেছিল কার্টুন।

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 08:43


গত তিন মাসে বিদেশি প্রতিষ্ঠানগুলোর বকেয়া ৫৭৮ মিলিয়ন ডলারের বিল অপরিশোধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), এটি এমন এক অর্জন, যা গত দুই বছরে করতে হিমশিম খেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

গত দুই বছরের বেশি সময় ধরে জ্বালানি সরবরাহকারীদের কাছে বিপিসির প্রতি মাসে বকেয়া বিলের পরিমাণ গড়ে ছিল ২০০ মিলিয়ন (২০ কোটি) ডলারের কাছাকাছি। বকেয়া বিলের কারণে অনেক সময় জ্বালানিবোঝাই জাহাজ চালান খালাস না করতে পেরে— চট্টগ্রাম বন্দরের অদূরে সাগরে অপেক্ষা করেছে। যার ফলে বেড়েও যায়, জাহাজ ভাড়া ও ক্ষতিপূরণ মাশুল (ডেমারেজ চার্জ)।

তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি, বন্টন ও বিপণনের দায়িত্বে থাকা বিপিসির চেয়ারম্যান আমিন আল আহসান দ্রুত দেনা পরিশোধের এই অর্জনের কৃতিত্ব কিছু কৌশলগত পরিবর্তনকে দেন, যার ফলে জ্বালানি সরবরাহকারীদের কাছে তাঁর সংস্থার ভাবমূর্তির উন্নয়ন যেমন হয়েছে, তেমনি বেড়েছে দর কষাকষির সক্ষমতা।

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 08:38


বিএনপির শোভাযাত্রায় খাঁচায় বন্দী খুনি হাসিনা!

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি। এই কর্মসূচিতে অংশ নিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন।

বাঁশেরকেল্লা - Basherkella

08 Nov, 08:36


লেবাননে হামলা চালিয়ে তিন হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ১০৩ জন নিহত এবং ১৩ হাজার ৮৫৬ জন আহত হয়েছেন।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Nov, 02:49


গণবিরোধী প্রথম আলো ও দিল্লিস্টারের অপসাংবাদিকতার বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Nov, 02:41


রাজধানীর শাহবাগ, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, খিলগাঁও ও উত্তরা। এই ৬ স্পটে আজ সংখ্যলঘুদের ব্যনারে দলীয় নির্দেশনায় আ.লীগ মাঠে থাকার পরিকল্পনা করেছে। এই সন্ত্রাসীদের চিহ্নিত করুন।

বাঁশেরকেল্লা - Basherkella

02 Nov, 01:43


গাজার শিশু জুলিয়া তার বাবা মুহাম্মদের সাথে ইসরায়েলী সন্ত্রাসী বাহিনীর হাতে আটক হয়েছে।

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 23:08


আজ শনিবার
২ নভেম্বর ২০২৪
২৯ রবিউস সানি ১৪৪৬
১৭ কার্তিক ১৪৩১
-------------------
ফজর- ৪:৪৯ মিনিট
জোহর- ১১:৪৫ মিনিট
আসর- ৩:৪৩ মিনিট
মাগরিব- ৫:২৩ মিনিট
ইশা- ৬:৩৮ মিনিট
--------------------
আজ সূর্যাস্ত- ৫:১৯ মিনিট
আজ সূর্যোদয়- ৬:০৫ মিনিট

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 21:02


ঢাবি ক্যাম্পাসে রাতে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতেই মশাল মিছিল বের করলো ছাত্র ইউনিয়ন। তারা এই সময় সেনাবাহিনীর বিরুদ্ধে শ্লোগান দেয়।

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 20:30


বেগম জিয়া কত আগে বিষয়টা বুঝতে পেরেছিলেন!

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 19:37


ট্রাম্পের প্রপাগান্ডামূলক টুইটের প্রতিবাদ জানালো বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন।

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 18:38


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) ছাত্রশিবির নিষিদ্ধের বিভিন্ন কথা প্রচলিত থাকলেও আদতে প্রশাসনিকভাবে ক্যাম্পাসে কখনোই শিবির নিষিদ্ধ ছিলোনা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

তিনি বলেন ৩৫ বছর আগে একটি সংঘর্ষের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে নিষিদ্ধের জন্য বেশ কিছু সামাজিক সংগঠন দাবি করে, কিন্তু নিষিদ্ধের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার বহির্ভূত হওয়াই বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি, তাই প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির কখনো নিষিদ্ধ ছিলনা।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর দীর্ঘ ৩৫ বছর পর প্রকাশ্যে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কমিটি।

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 18:01


গণবিরোধী প্রথম আলো ও দি'ল্লিস্টারের বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ।

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 17:40


ওরে বাটপার
ওরে চিটার

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 17:14


নোবিপ্রবি ক্যাম্পাসের আশেপাশে আড্ডার সময় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ শুভকে শিক্ষার্থীরা আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন।

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 16:49


বাংলার জমিনে কোনো আওয়ামী দোসরের ক্ষমা হবে না।আপা আর জাপাকে একই নরকে পাঠানোর ঘোষণা ছাত্রজনতার।

ক্ষমা চাওয়ার সুযোগ শেষ। আর ক্ষমা নেই এদের। এরা ক্ষমতার লোভে আবারও পুরো জাতীর সাথে বেঈমানী করবে। সুতরাং এদেরকেও উৎখাত করতে হবে।

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 16:39


ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা এখন যাত্রাপার্টির ঘাড়ে ভর করে মাঠে নামার চেষ্টা করছে। যাত্রাপার্টির কোনো লোকবল তেমন নাই। বিগত নির্বাচনগুলোতে আওয়ামী উচ্ছিষ্ট খেয়ে বেচেঁ ছিল কোনমতে।

তাহলে হঠাৎ করে এত লোক আসলো কোথা থেকে। খুবই ষ্পষ্ট বিষয় এটি যে পতিত ফ্যাসিস্টরা কোনভাবেই মাঠে নামতে না পেরে এবার বেঈমান পার্টিকে কাজে লাগাচ্ছে। যে কোনো সভা সমাবেশে আওয়ামী খুনিরা ছদ্দবেশে উপস্থিত থাকবে বলে খবর পাওয়া গেছে।

সুতরাং একবার চিন্তা করে দেখেন আওয়ামী দোসররা অবৈধভাবে ক্ষমতায় থাকার সময়ও এই জাতীয় বেঈমান পার্টি সুযোগ সুবিধা নিয়েছে এবং তাদের সহযোগীতা করেছে। আর ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার পরে সেই দেশ বিরোধী অপশক্তিকে জাতীয় বেঈমান পার্টি সহযোগীতা করার জন্য উঠে পড়ে লেগেছে।

জাতীয় বেঈমানদের কোনো ক্ষমা নাই। এদেরকে উচিৎ শিক্ষা দেয়া দরকার। নিষিদ্ধ করা দরকার।

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 16:28


দিল্লিস্টারে দেশপ্রেমিক শিক্ষার্থীদের আগুন।

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 15:03


পতিত স্বৈরাচারের দোসর, গণবিরোধী প্রথম আলো ও দিল্লিস্টারের বিরুদ্ধে শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত ক্যাম্পাস বেরোবির শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ।

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 13:56


>>>এইমাত্র পাওয়া<<<
আগামীকাল শনিবার কাকরাইল ও আশপাশে সভা-মিছিল নিষিদ্ধ

বাঁশেরকেল্লা - Basherkella

01 Nov, 13:52


"বাংলাদেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়নের কিছু তথ্য: ৪ আগস্ট থেকে ২০ আগস্ট ২০২৪" শিরোনামে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ একটি রিপোর্ট প্রকাশ করেছে চলতি মাসে।

সেখানে দাবি করা হয়েছে, ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশে জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯ জন হিন্দু ব্যক্তিকে খুন করা হয়েছে। হামলাগুলো একটি তালিকা প্রকাশ করেছে ঐক্য পরিষদ। সেখানে নিহত ৯ জন হিন্দু ব্যক্তির নাম ও ঘটনার সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করা হয়েছে।

ঐক্য পরিষদ যে ৯টি হত্যার ঘটনাকে 'ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়নের' ফলে সংগঠিত বলে দাবি করেছে, সেগুলো গত কয়েকদিনে একটু ঘেঁটে দেখার চেষ্টা করা হয়েছে। ফ্যাক্টচেকার কাদিরুদ্দীন শিশিরের ব্যক্তিগত অনুসন্ধানে উঠে এসেছে এই ঘটনাগুলোর বিস্তারিত তথ্য।

সংক্ষেপে ৯টি ঘটনার ভিকটিমদের পরিচয় এবং ঘটনার বিবরণ তুলে ধরেছেন তিনি। বিস্তারিত পড়তে এই লিঙ্কে ক্লিক করুন।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 20:28


আমি নিয়মিত পড়াশোনা করছি কি-না ?
ক্লাস নিয়মিত করছি কি-না ?
কি খাচ্ছি ?
টাকা পয়সা আছে কি-না ?
বাড়িতে বাবা মা কেমন আছেন ? সকল কিছুরই তিনি খবরাখবর রাখতেন।

আমি হিন্দু বলে, আমাকে ঘৃণা করেন নি।
আমার ভালো রেজাল্টের পিছনে তাঁর গৌণ ভুমিকা ছিলো অপরিসীম। যেটা তখন আমি বুঝতে পারিনি,এখন অনুভব করি।

প্রার্থনা করি তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন।ঈশ্বর তাঁর মঙ্গল করুন 🙏

-A. P. Aditya

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 20:28


ছাত্র শিবিরের রং ও রূপ।

২০০২-২০০৩ শিক্ষাবর্ষে আমি চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় ভর্তি হই। বিশ্ববিদ্যালয় কেউ পরিচিত না থাকায়,আমাদের ডিপার্টমেন্টের এক বড়ো ভাইয়ের(প্রসীদ চক্রবর্তী) সহোযোগিতায় শহরের ০২ নং গেটে, অর্থাৎ,ষোলশহরে আলফাল্লাহ্ গলীর কাজী মঞ্জিলের পঞ্চম তলায় স্থান পেলাম। আমি-সহ আরও পাঁচ জন ছাত্র ঐ ফ্লাটে থাকতাম। তৎকালীন সময়ে আমাদের প্রতিজনের কাছ থেকে ৮০০ টাকা করে বাসা ভাড়া নেওয়া হতো। ওখানে থাকা খাওয়া সহ আমার প্রতিমাসে ২৪/২৫শ টাকা খরচ হতো।

আমি দরিদ্র ঘরের সন্তান, তৎকালীন সময়ে আমার পক্ষে ঐ টাকা ম্যানেজ করা বেশ কষ্ট সাধ্য ছিলো। মনে মনে চিন্তা করলাম এই জায়গা ত্যাগ করবো, কিন্তু বললেই তো আর হবেনা,কম দামের বাসা খুঁজতে হবে তো।

শুরু করলাম কম দামের বাসা খোঁজা,কিন্তু পেলাম না কোথাও। মাঝে মাঝে টাকা সল্পতার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে,হল থেকে খেয়ে যেতাম(তখন হলে খাবার বিল ছিলো মাত্র ০৮ টাকা)। প্রতিদিন দুপুরে হলে খেতে যাওয়ার কারণে শহ্-আমানত হলের ডাইনিং-এ কর্মরত একজন ওয়েটারের সাথে আমার বেশ খাতির জন্মে। সে আমাকে খুবই ভালোবাসতেন(ভাইয়ের নামটা আজ মনে করতে পারছি না)। তিনি মাঝে মাঝে ম্যানেজারের চোখের আড়ালে গোপনে একটুকরো মাংস,কিংবা কিছু সব্জি আমার পাতে দিয়ে যেতেন। আমি নিষেধ করা সত্ত্বেও,তিনি দিনের পর দিন এই কাজটি করেই যেতেন।

একদিন আমাকে তিনি বললেন যে--
দাদা আপনি হলে উঠে আসেন। শুরু হলো আমার হলে উঠার অভিযান। তাঁর কথামতো আমি হলে আবেদন করলাম। যেহেতু আমি মানবিক বিভাগের ছাত্র, সেহেতু আমি সোহরাওয়ার্দী হলে আবেদন করলাম। প্রথম বর্ষের ছাত্র বিধায় আমি হলে সিট পেলাম না।
এদিকে প্রাচ্যভাষা(বর্তমান সংস্কৃত ভাষা) বিভাগের ছাত্র আমি। একেবারে গুরুগম্ভীর ভাষা, ক্লাসে তেমন কিছুই বুঝিনা।
সিদ্ধান্ত নিলাম ওখানে পড়াশোনা করবো না বাড়িতে চলে আসবো এবং এলাকার কলেজে ডিগ্রি পড়বো।

তাই--

আমার যা-কিছু পোঁটলা/পুঁটলী৷ ছিলো সবকিছু নিয়ে বাড়িতে চলে আসলাম,এই সংবাদ পেলো,আমার গ্রামের এক জ্যাঠু মহাশয়( প্রায়াত বাবু মনীন্দ্রনাথ বৈরাগী, সাবেক চেয়ারম্যান নাজিরপুর ইউনিয়ন পরিষদ) এবং আমার বর্তমান কর্মরত কলেজের উপাধ্যক্ষ জনাব মুজিবুর রহমান বালী স্যার। তাঁরা আবার আমাকে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য তাড়িয়ে দিলেন,বললেন বড়ো মাছের নাকি কাঁটার ভাগও ভালো।

সুতরাং,আবার ফিরে গেলাম প্রিয় শিক্ষাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

কিন্তু থাকার জায়গা তো নেই, পরলাম মহা বিপদে। এমতাবস্থায় স্টুডিও ইউনিভার্সিটির মালিক নকুল দেবনাথ ও নিরিবিলি হেয়ার ড্রেসারের মালিক জীতেন চন্দ্র দাস তাঁদের দোকানে মাস খানেকের মতো রাখলেন।

ঠিক এই একমাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের কাছে বিনীত ভাবে অনুরোধ,উপরোধ করা শুরু করলাম।

প্রথমেই ছাত্রলীগের কাছে গেলাম,তারা হলে সিট দিবে দিবে করে আজ কাল করে দিনের পর দিন সময় ক্ষেপণ করলেন।
মাঝে মাঝে তাদের চাহিত অনুসারে আমার দূর্বল পকেট থেকে চা,সিগারেট, কেক ইত্যাদি খাওয়াতাম। কিন্তু হলে সিট আর দিতে পারলেন না।

বিরক্ত হয়ে,গেলাম ছাত্র দলের কাছে। তাদের উপকারও তথৈবচ।
যাইহোক কয়েকদিন তাদের পিছনে ঘোরার পরে, ছাত্র দলের সভাপতি সেলিম ভাই( লালিয়ার হাট বাড়ী) আমাকে একটা পরামর্শ দিলেন, আমি যেন সোহরাওয়ার্দী হলে শিহাব উদ্দিন নামে একটা ছেলে আছে তার কাছে গিয়ে আমার সকল সমস্যার কথা খুলে বলি। আমি গেলাম তাঁর কাছে।

তিনি নাম পরিচয় জিজ্ঞেস করলেন।আমি আমার পরিচয় দিলাম।আমার বাড়ি পিরোজপুরে শুনে বেশ আদর করলেন তিনি। তিনি আমাকে চিঁড়ের মোলা আর জল খেতে দিলেন,পরে বললেন, আমি যেন,গেস্ট রুমে অপেক্ষা করি।

আমি গেস্ট রুমে গিয়ে বসলাম,দেখলাম সেখানে আদিবাসী ছাত্র-সহ বেশ কয়েকজন ছাত্ররা বসে আছেন।

কিছুক্ষণ পরেই শিহাব ভাই গেস্ট রুমে আসলেন, সকলে দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন, আমিও জানালাম।

প্রথমেই তিনি বললেন অমুসলিম ছাত্রদের সমস্যাগুলো আগে বলেন। প্রথমে কয়েকজন আদিবাসী ছাত্ররা তাদের সমস্যার কথা বললেন।এবার আমার পালা।আমি বললাম ভাই আমার একটা সিটের প্রয়োজন।আমি যদি হলে সিট না পাই তাহলে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে।
তিনি প্রশ্ন করলেন আমি ছাত্রাবাসে সিটের জন্য আবেদন করেছি কি-না।

আমি বললাম-- করেছি।
তবে লিস্টে নাম আসেনি। তিনি আমার সকল সমস্যার কথা শুনে আমাকে বললেন,আর কয়েকটি দিন যেন ঐ দোকানে(স্টুডিও ইউনির্ভাসিটি ও নিরিবিলি হেয়ার ড্রেসারে) থাকি।
তিনি চেষ্টা করবেন এই বলে আমাকে আস্বস্ত করে বিদায় দিলেন।

ঠিক সাতদিন পরেই শুনতে পেলাম যে,ওয়েটিং লিস্ট থেকে সোহরাওয়ার্দী হলে আমার সিট হয়ে গেছে। আমার বরাদ্দকৃত কক্ষ নং ১১৬।

আমি হলে উঠে গেলাম।

পরে জানতে পারলাম তিনি আমাদের তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি,জনাব শিহাব উদ্দিন।

শুধু এখানেই শেষ নয়,তাঁর সম্পর্কে বলতে গেলে খুব কমই বলা হয়ে যায়। সত্যি একজন মহান মানুষ তিনি।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 19:06


আমাদের জাতীয় পতাকার অবমাননা করেছে ভারতলীগ।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 19:02


নিউমার্কেট মোড়ে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর প্রধান সিম্বল গেরুয়া পতাকা লাগিয়েছিল চট্টগ্রামের ভারতলীগ। বাংলাদেশের পতাকার ওপরেই তারা এই পতাকা লাগানোর দুঃসাহস দেখিয়েছে। রাতে এই পতাকা খুলে নিয়েছে চট্টগ্রামের বিপ্লবী ছাত্রজনতা।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 19:00


মাশরাফি বিন মোর্ত্তজার প্রতিদ্বন্দ্বী হিসেবে নড়াইল-২ আসনে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুর ওপর হামলার অভিযোগ উঠে এসেছে তারই ফেসবুক পোস্টে। ২০২২ সালের ২০ অক্টোবর হওয়া এ হামলার স্মৃতি উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ভুক্তভোগী নিজেই।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 18:55


কার্তিক রায় ০৫ই আগস্টের আগে ছিল চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য। আর ০৫ই আগস্টের পর এই কার্তিক রায় হয়ে গেছে "সংখ্যালঘু" নেতা!

এতদিন ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে আওয়ামীলীগের দালালি করলেও এখন ইউনুস সরকারের ৩ মাসের মাথায় ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে এই ভারতলীগ।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 17:52


ডেঙ্গুতে গত এক সপ্তাহে ৩২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৪১

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 17:49


কেমনে মুছবে তোমরা এসব চোর বাটপার ছ্যাচড়াদের নাম?

বাকীর খাতায় নাম থাকবে জৈবনের প্রথম ভালোবাসা নিষিদ্ধ ছাএলীগের।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 17:44


বর্ষবরণের রাতে টিএসসিতে স্বামীসহ এসে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের (ঢাবির সূর্যসেন হলের) মিলন-রাসেল গংদের হাতে বস্ত্রহরণের শিকার হয় ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্টের বিবিএ'র ছাত্রী শাওন আক্তার বাঁধন নামের মেয়েটি।

১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর, পবিত্র রমজান মাসের ২৩তম দিন ছিল এটি। কতটা অসভ্য ও হিংস্র জানোয়ার এই সন্ত্রাসী ও ধর্ষক লীগেরা।

সন্ত্রাসী ছাত্রলীগের এরকম লক্ষ কোটি অপকর্মের ইতিহাস রয়েছে।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 17:12


এবার প্রকাশ্যে এলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের কমিটি

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 17:01


হামাস প্রধান শহীদ ইয়াহিয়া আস-সিনওয়ার এর নামে মসজিদ স্থাপিত হয়েছে, শহীদ বাড়িয়া খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়।
আমাদের বিপ্লব মাশরেক থেকে মাগরেব ছড়িয়ে যাবে।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 16:29


চবি সোহরাওয়ার্দী হলের ডাইনিং-এ ছাত্রদের সাথে খেলেন প্রো-ভিসি, প্রক্টর, প্রভোস্ট। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মাঝেমধ্যে এমন উদ্যোগ নিবেন। ডাইনিং খাবারের মান কেমন তা বুঝানোর জন্য।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 16:18


দুইটাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন। কিন্তু প্রথম আলো একটার আগে বিষয়টি উল্লেখ করলেও আরেকটার আগে সেটি উল্লেখ করেনি।

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 15:41


নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের ধানমন্ডি-২৭ এ ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিল পাবনার সম্রাট

বাঁশেরকেল্লা - Basherkella

25 Oct, 14:52


ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট তথ্যমতে, রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া গেট ও খান মার্কেটের কাছে অবস্থিত ‘লুটিয়েনস’ নামক এই বাংলোতেই অবস্থান করছে পলাতক শেখ হাসিনা।

বাঁশেরকেল্লা - Basherkella

21 Oct, 00:37


আওয়ামী সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার।

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 23:55


রাজু ভাষ্কর্যে নারী মূর্তিগুলোকে হিজাব পরিয়ে দিছে অজ্ঞাত ব্যক্তিরা। মোটরসাইকেলে করে এসে এই কাজ করেছে তারা। প্রশাসন চাইলে এদেরকে ধরতে বেশি সময় লাগার কথা না। এরা কারা কি তাদের উদ্দেশ্য সেটা পরিস্কার হওয়া উচিৎ।
নতুন ইস্যু তৈরি করার জন্য ছাত্রলীগ সন্ত্রাসীরা এই কুকর্ম করেছে বলে মনে হচ্ছে।

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 23:44


আজ সোমবার
২১ অক্টোবর ২০২৪
১৭ রবিউস সানি ১৪৪৬
৫ কার্তিক ১৪৩১
-------------------
ফজর- ৪:৪৩ মিনিট
জোহর- ১১:৪৭ মিনিট
আসর- ৩:৫৩ মিনিট
মাগরিব- ৫:৩৩ মিনিট
ইশা- ৬:৪৭ মিনিট
--------------------
আজ সূর্যাস্ত- ৫:২৯ মিনিট
আজ সূর্যোদয়- ৫:৫৮ মিনিট

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 18:21


স্বৈরাচার পতন আন্দোলনে যাত্রাবাড়ীতে শহীদদের নামফলক স্থাপন।

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 17:53


উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল বাতিলের পাশাপাশি অটোপাস দাবিতে ফেল করা একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 17:27


সারাদেশে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে তাৎক্ষনিক একশানে যাওয়া ছাত্রজনতা, বিএনপি, জামায়াতসহ অন্যান্যদের অভিবাদন। এটা জারি রাখুন।

এই গণহত্যাকারী, খুনি, সন্ত্রাসী, লুটেরা, দেশ বিক্রি করে দেওয়া মাফিয়াদের দোসরদের আর এক বিন্দুও ছাড় নয়।

#BanBSL #BanBAL #AwamiMafia

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 16:56


হামার
বেটাক
মারলু
কেনে?

সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে পাশের দেশের প্রত্যক্ষ সহযোগিতায় যে গণহ'ত্যা চলেছে বাংলাদেশে তা ইতিহাসে নজিরবিহীন। রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশুসহ সকলকে গুলি করে হত্যা করেছে ঐ খুনিরা। খুনিদের ক্ষমা নেই।

#JulyMassacre #BanBSL #BanBAL

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 16:53


জুলাই বিপ্লবের আন্দোলনে এভাবেই নারী শিক্ষার্থীদের উপর হায়নার ঝাপিয়ে পড়ে ছাত্র্রলীগের সন্ত্রাসীরা। এদের কোনো ক্ষমা নাই। এদেরকে বাংলার জমিনে কোথাও কোনো রূপেই দাড়াঁতে দেয়া হবে না।

এখন বলেন যে আগেই ভালো ছিলো।

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 16:17


শাহবাগের ফ্যাসিবাদী আসরে যাওয়ার জন্য বিসিবি ও তৎকালীন ক্রিকেটাররা এখনপর্যন্ত কি কেউ ক্ষমা চেয়েছিল?

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 15:44


পলায়ন ভিসা নয় ঠিক, ফ্যামিলি ভিসা।

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 15:10


ছাত্রশিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত হামাস প্রধান শহীদ ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজার দৃশ্য।

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 15:06


পালায় নাই, তবে মোদির কোলে গিয়ে বসে পড়ছে।

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 15:04


ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমানে জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ উনার যে ব্যক্তিগত জীবনের মর্মান্তিক ইতিহাস কখনো কাউকেই বলেননি সেটা প্রকাশ্যে বললেন এতদিন পর এসে!

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 15:02


এক বছরও পূর্ণ হয়নি, পাগ*লিটা নিজেই এখন পালিয়ে বেড়াচ্ছে বিদ্যেশে!

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 14:31


খেলা খেলার জায়গা, আর রাজনীতি রাজনীতির জায়গা। এই সামান্য কথাটা ভোটচোর সাকিব মাশরাফিদের আগে বোঝা উচিৎ ছিল। খেলোয়ার হিসেবে সর্বপরী গ্রহণযোগ্যতা থাকার পরও এরা ভোটচোরের সহযোগী হয়েছে। ভোট চুরির ডামি নির্বাচনে এরা অংশগ্রহণ করেছে।

সবকিছু জেনে, শুনে, মেনে, ঠান্ডা মাথায় ক্ষমতার লোভে একজন স্বৈরাচার ভোট চোর খুনির সহযোগী হয়েছিল এই খেলোয়াড়রা। লজ্জা-সরম ভুলে গিয়ে, ফ্যান ফলোয়ারদের কথা ভুলে গিয়ে নিজের ব্যাক্তিগত স্বার্থ হাসিলই ছিল এদের মূল লক্ষ্য।

কয়েকটি চার ছয় এর দাম কি ১৬ কোটি মানুষের চেয়েও বেশি? তরুণ মেধাবী শিক্ষার্থীদের চাইতেও বেশি? দেশের স্বার্থ সবার আগে। কোনো ভোটচোরের জায়গা বাংলার জমিনে হবে না। সে যত বড় বুজুর্গ হোক আর যত বড় অলরাউন্ডার হোক না কেন।

পার্থ বলেছিলেন নৈতিকতা ছাড়া সাকিবরে খোদায় সব দিসে। সুতরাং যার নৈতিকতা ঠিক নাই তার মত ক্রিকেটারেরও দরকার নাই। নৈতিকতা ছাড়া মানুষ দেশের সম্পদ নয় বরং বোঝা।

আজকে মিরপুরে যারা নেমেছে তারা হয়ত বুঝে না, আর নয়ত আওয়ামী সন্ত্রাসীরা তাদেরকে উস্কানী দিয়ে নামিয়েছে। আওয়ামী সন্ত্রাসী, দেশদ্রোহী, দোসরেরা এখনও বসে নেই। দেশ ধ্বংসের অপচেষ্টায় এখনও লিপ্ত আছে ওরা। ওদেরকে যেখানে পাবেন সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে হাতে তুলে দিবেন।

বাঁশেরকেল্লা - Basherkella

20 Oct, 14:13


ধর্ষক-খুনি-নারী নিপীড়নকারীদের সংগঠন সশস্ত্র সন্ত্রাসী দল ছাত্রলীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

#BanBSL