Christina Marma Ruhi @christinalifestyle Channel on Telegram

Christina Marma Ruhi

@christinalifestyle


হেলো বন্ধুরা সবাইকে নমস্কার আর মুসলিম বন্ধুদেরকে জানাই আসসালামু আলাইকুম। সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল 🥰💐

চ্যানেল লিঙ্কঃ https://t.me/Christinalifestyle
YouTube: https://youtube.com/@christinamarma

Christina Marma Ruhi (Bengali)

ক্রিস্টিনা মারমা রুহি টেলিগ্রাম চ্যানেলটি 'ক্রিস্টিনা লাইফস্টাইল' সাথে স্বাগতম। এই চ্যানেলটি হলো একটি সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ সাথে প্রিয়জনদের সাথে কিছু সুন্দর মুহূর্ত ভাগ করার জন্যে তৈরি। যারা সমৃদ্ধ এবং শান্তিময় বসন্ত চান তাদের জন্যে এটি একটি আদর্শ চোখ। 'ক্রিস্টিনা লাইফস্টাইল' চ্যানেলে যোগ দিন এবং নিজেকে সুন্দর মুহূর্তে নিত্যজীবনের উপহার দিন। অটোমেটিক আপডেট, টিপস, ট্রিক্স, রিসিপি, ফ্যাশন, স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, শখের উপর ও অনুপ্রাণিত পোস্ট পান ভালো মনের সাথে সাথে। তাদের চ্যানেলে যোগদিন এবং নিজেকে একটি নতুন সময়ের অনুভব করুন। তাদের YouTube চ্যানেল পাওয়া যাবে 'christinamarma' এবং চ্যানেলের লিংকটি হলো https://youtube.com/@christinamarma। চ্যানেলে যোগ দিন এবং নতুন সাহসিক অভিযানে যোগদিন ক্রিস্টিনা মারমা রুহির সাথে।

Christina Marma Ruhi

13 Jan, 02:00


কারোর ভুলগুলো মেনে নিতে পারি না। মানুষের দৃষ্টিভঙ্গির তারতম্য এভাবেই তৈরি হয়। নিজের কাজ হলো নিজেকে সঠিক রাখার চেষ্টা করা, কারণ সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। তাই, নিজের বিচার অন্যের চোখ দিয়ে নয়, নিজের বিবেক দিয়ে করা। নিজের ভিতরের সত্য টা কে উপলব্ধি করা।

Christina Marma Ruhi

12 Jan, 04:41


পুরুষ মানুষের ভালোবাসা ভয়ংকর, আর নারীর ভয়ংকর ঘৃণা!

পুরুষ মানুষ সহজে কাউকে ভালোবাসে না! আর নারী সহজে কাউকে ঘৃণা করতে পারে না!

পুরুষ মানুষের ভালোবাসা হচ্ছে, "গুপ্ত খাজানার মতো যে নারী পায় সেই ভাগ্যবতী!

আর নারীর ঘৃণা হচ্ছে, "সামুদ্রিক ঝড়ের মতো', সহজে আসে না, কিন্তু যখন আসে তখন পুরো কায়নাথ লন্ডভন্ড করে দেয়!

Christina Marma Ruhi

10 Jan, 02:27


- রাজনৈতিক দল, শিক্ষাব্যবস্থা, ঢাকার চিত্র, প্রিয়তমার মন সবই বদলিয়েছে, যা বদলায়নি তা কেবল আমার ভাগ্য।

শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে 💐💖🥰

Christina Marma Ruhi

09 Jan, 11:11


ব্যক্তিত্ব মানুষের আত্মপরিচয়ের এর আয়না।
এইটা এমন এক গুণ যা ব্যক্তির আচরণ চিন্তা ও মানসিকতাকে বিশেষ ভাবে তুলে ধরে, প্রকৃত ব্যক্তিত্ব দৃঢ় নৈতিকতার উপর প্রতিষ্ঠিত, যেখানে সততা সঙ্গম এবং দৃষ্টিভঙ্গির প্রকাশ পায়।
সমাজে নিজেকে পরিচয় ও মর্যাদার রাখার মূল উপাদান হল "ইতিবাচক" ব্যক্তিত্ব,
এটা শুধু বাহিতিক আচরণ অন্তরে সৌন্দর্যের ও প্রতিফলন।
শক্তিশালী ব্যক্তিত্বই মানুষকে সবার মধ্যে অনন্য করে তোলে।

Christina Marma Ruhi

07 Jan, 12:31


যতদিন চেতনার প্রবাহ অক্ষুন্ন, ততদিন তোমার অজ্ঞেয় অনুসন্ধানে চিত্ত নিবদ্ধ, এবং অবিনশ্বর কাল ধরে খুঁজবো, এই অনন্ত যাত্রার চূড়ান্ত মুক্তি কোথায় নির্দিষ্ট।

--

Christina Marma Ruhi

07 Jan, 12:31


মানুষকে হারানোর ভয়ে আমরা উপেক্ষা সহ্য করি। অপেক্ষা সহ্য করি। অপমান সহ্য করি, অপবাদ সহ্য করি। শেষমেশ একদিন নিজেকেই হারিয়ে ফেলি।
হারিয়ে ফেলি নিজের ভেতরে থাকা হাসিখুশি সত্তাকে।

ভুলে যাই আমার মাঝেও একটা উচ্ছ্বল প্রাণ আছে। আমিও আগাগোড়া একটা আস্ত মানুষ। 🖤

Christina Marma Ruhi

07 Jan, 12:31


জীবনে কখনও কখনও আমাদের প্রত্যাশা পূর্ণ হতে সময় নেয়, কিন্তু তা মানে এই নয় যে আমাদের কষ্ট সার্থক হবে না। ধৈর্য ধরে চলতে থাকুন, শেষ পর্যন্ত সফলতা আপনাকে খুঁজে নেবে।

শক্ত থাকুন, হতাশা কাটিয়ে উঠুন এবং আপনার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যান।

Christina Marma Ruhi

07 Jan, 12:30


Keep living. I know it's not easy when you have suffered enough pain and felt too much sadness in your heart. But there will be a better day and a better future for you if you just keep fighting your silent battles. Don't give up now; you still need to claim what you deserve. You still need to see for yourself what will happen if you don't give up. Everything will be alright. Sometimes, you just have to stay alive.

Christina Marma Ruhi

07 Jan, 12:30


আমরা সহস্র বছর বেঁচে থাকবো বলে স্বপ্ন দেখি; অথচ কুড়ি থেকে ত্রিশ পেরুতে না পেরুতেই জীবনের প্রতি আমাদের প্রচন্ডরকমের অভিমান জন্মায়! 🖤

মানুষ তীব্র ভাবে যা চায়– তা সে কখনোই পায় না।🙂

Christina Marma Ruhi

07 Jan, 07:26


আপনার সৌন্দর্য ও ব্যক্তিত্ব আপনার বাহ্যিক রুপে নয়! একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার ছোট্ট মস্তিষ্কের ভিতরে বসবাস করে,যা বাহির থেকে বুঝা কিংবা দেখা যায় না।
একটা কথা কি জানেন যার মস্তিষ্কের চিন্তাভাবনা যতটা সুন্দর, সে মানুষ হিসেবে ততটাই সুন্দর!

Christina Marma Ruhi

07 Jan, 02:19


আমি খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। আমার এই খারাপ অবস্থা মধ্য দিয়েও যারা আমাকে নিরলস নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে । আর যারা আমাকে ভালোবেসে সেই ফেইসবুক থেকেছেন টেলিগ্রামে জয়েন দিয়ে পাশে থেকে আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ 🙏🙏

Christina Marma Ruhi

07 Jan, 01:23


আপনার সৌন্দর্য ও ব্যক্তিত্ব আপনার বাহ্যিক রুপে নয়! একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার ছোট্ট মস্তিষ্কের ভিতরে বসবাস করে,যা বাহির থেকে বুঝা কিংবা দেখা যায় না।
একটা কথা কি জানেন যার মস্তিষ্কের চিন্তাভাবনা যতটা সুন্দর, সে মানুষ হিসেবে ততটাই সুন্দর!

Christina Marma Ruhi

07 Jan, 01:22


অপেক্ষা এমন কারো জন্য করাই উচিত নয় ,যারা কিনা সেই অপেক্ষার মূল্যই দিতে জানে না। আপনি কতোটা ধৈর্য্যশীল তা আপনি প্রেমে না পড়লে ,আর কাউকে ভালো না বাসলে, বুঝতেই পারবেন না।-

ধৈর্য্যশীল হন ভালো কথা, কিন্তু এমন কারো জন্য জীবন নষ্ট করবেন না, যে কিনা আপনার প্রচেষ্টার মূল্যায়নই করে না। জীবনটা তো আপনার তাই আগে নিজেকে নিজে ভালোবাসুন ,তারপর না হয় অন্য কাউকে নিয়ে ভাবুন।-

Christina Marma Ruhi

06 Jan, 12:47


জীবনে প্রতি পদক্ষেপে আমি ধাক্কা খাবেন আপনি শিখবেন আপনি মানুষ চিনবেন। আপনার জীবনে বন্ধুত্ব কমবে আপনার জীবনে মানুষ কমবে আপনি একা হতে শুরু করবেন। একটা পর্যায় গিয়ে আপনি ফিল করবেন আপনার সাথে যা হয়েছে ঠিক হয়েছে।

আশে পাশে যত বেশি মানুষ থাকবে ততো বেশি জঞ্জাল বাড়বে। জানেন তো যেখানে পচা জিনিস থাকে সেখান থেকে গন্ধ বার হবেই। তাই লাইফ থেকে অপ্রয়োজনীয় মানুষ গুলো চলে গেলে একটু ক্ষতি হলেও খারাপ লাগবে না।

Christina Marma Ruhi

06 Jan, 12:46


ইচ্ছারও একটা গোপন ঘর থাকা দরকার,
যেখানে তা সুরক্ষিত থাকবে অপমান আর
অবহেলার হাত থেকে। ইচ্ছার প্রতি যখন কারো
কোনো দায়িত্ববোধ নেই,
তখন সেই ইচ্ছাকে আড়াল করাই বুদ্ধিমানের কাজ।

আবেগ প্রকাশে তুচ্ছতায় ডুবে গেলে
মন যেনো নিজের কাছেই লজ্জায় পড়ে।
প্রত্যাখ্যানের গোপন বিষ শব্দহীনভাবে গ্রাস করে
অনুভূতির সমস্ত গভীরতা। আর সেই গভীর ক্ষত,
কোনো ভাষায় না বোঝানো যায়, না লুকানো যায়।

তাই, হয়তো চুপ থাকা,
নিজের ভেতরে নিজের ইচ্ছাকে বাঁচিয়ে রাখা—
এটাই বেঁচে থাকার একমাত্র উপায়।

Christina Marma Ruhi

04 Jan, 03:21


আপনি কেমন সেটা শুধু আপনিই ভালো বলতে পারবেন! কারো কাছে তার জন্য প্রমাণ দেওয়ার কিছু নেই!

সবকিছু যেভাবে চলছে চলতে দিন! আপনিও আপনার মতো এগিয়ে যান! অন্যের সমালোচনা গুরুত্ব দিলে আপনি নিজেকে গুরুত্ব দিতে ভুলে যাবেন!

সবসময় নিজেকে প্রাধান্য দিতে শিখুন! অন্যের কাছে আপনি যেমনই হোক না কেন, তাতে আপনার কিছুই যায় আসবে না! আপনিই ভালো মন্দ মিলে একজন!

দিনশেষে নিজের কাছে ভালো থাকতে পারলে সেটাই আপনার কাছে গর্বের বিষয়!

Christina Marma Ruhi

04 Jan, 02:27


জীবনে কতো মানুষ হারাইলাম, কতো মানুষের সাথে এক সময় ভালো সম্পর্ক ছিলো, আজ তাদের সাথে কথা হয়না যোগাযোগ নেই, কতো কাছের আত্মীয় স্বজনের সাথেও দূরের সম্পর্কের মতো হয়ে গেছে, কতো র ক্তে র সম্পর্কের মানুষের মুখামুখি হলেও কথা হয়না। কতো ভালো বন্ধুর সাথে আজ যোগাযোগ নেই দেখা নেই, যে যার যার মতো করে বেঁ চে আছে।
জীবনটা একটা সময় পর কি অদ্ভুত হয়ে যায় তাইনা..? ইচ্ছে করলেই কথা বলা যায় যোগাযোগ রাখা যায় তারপরেও কেনো জানি কেউ কারো খোঁজ রাখে না!🤍

Christina Marma Ruhi

02 Jan, 09:03


আকাশটা নেমে এলো পাহাড়ের চূড়ায়

ঝরণার টানা ছুটে চলার সাথে তোমার চাহনি

অনিন্দ্য এক অপরূপ ময়াবী সময়, জানি

এমন একটা বিকাল আমি চেয়েছিলাম; একটা দুপুর।

ভালোবাসায়; আদরে তুমি-আমি-আমরা তিনজন।

মেঘের রাজ্যে; পাহাড়ে জুম ঘরের ছায়ায়; পুরোটা দিন

প্রিয় পুত্র; প্রিয় পুত্রদ্বয়

জীবন থেকে ক্ষয়ে যাওয়া প্রতি মুহুর্ত

উজ্জ্বল আনন্দময় হওয়ার কথা তোমার-তোমাদের

কিছু সময় তো এমন থাকে; সব হয় না সবার

তবুও চাই

পাহাড়ের এই মেঘমালা, অথৈ সবুজ, ঝরনার জল-

তোমাদের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ