Work for Jannah @workforjannahofficial Channel on Telegram

Work for Jannah

@workforjannahofficial


কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবে না[সহীহ্ মুসলিম: ২৬৭৪]
Join our page :- https://m.facebook.com/WorkforJannahofficial/

Work for Jannah (Bengali)

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। একজন মুসলিম হতে হলে হেদায়েতের পথে চলা, তাই 'Work for Jannah' চ্যানেলটি আপনার জন্য। এই চ্যানেলে 'জান্নাত' অর্জন করার উপায়, হেদায়েত, ইসলামিক জ্ঞান এবং নিয়মানুযায়ী জীবনের প্রতিটি দিক নিয়ে আলোচনা করা হয়। 'Work for Jannah' চ্যানেলে যেসব মানুষ এসে জয়েন করবে তারা প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী হবে।
'Work for Jannah' চ্যানেলে যোগদান করতে হলে আমাদের পেইজে ভিজিট করুন। জয়েন করতে লিঙ্কঃ https://m.facebook.com/WorkforJannahofficial/

Work for Jannah

03 Dec, 11:45


তুমি কিভাবে পরকালীন সফলতা চাও অথচ তোমার অন্তর দুনিয়ার ভালোবাসায় মগ্ন।

- ইবনুল যাওযি (রাহিমাহুল্লাহ)

Work for Jannah

02 Dec, 11:45


ইমাম সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ বলেন, তিনটা গুণাবলি সবরের অন্তর্ভুক্ত:

১. নিজের দুর্দশার ব্যাপারে কথা না বলা
২. নিজের কষ্ট সম্পর্কে কথা না বলা
৩. নিজের প্রশংসা না করা

[আল-হিলইয়াহ : ৬/৩৮৯]
حَق-Deen

Work for Jannah

02 Dec, 10:09


আগে নিজের চিন্তা করি !🥹😅

🎙️খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ

Work for Jannah

01 Dec, 11:45


“যে ব্যক্তি তার প্রতিবেশীর অত্যাচারে ধৈর্যধারণ করে, আল্লাহপাক সে বান্দাকে ভালোবাসেন।” [মুসনাদে আহমদ; ২১৩৪০]

Work for Jannah

30 Nov, 11:45


"কেঁদে চোখ ভাসিয়ে দিলেই মুত্তাকী হওয়া যায় না। বরং সত্যিকারের মুত্তাকী তো সে, যে তার পছন্দের হারাম জিনিসটি হাতের কাছে পেয়েও তা ছেড়ে দেয়।"

— ইমাম ইবনু রজব (রহ.)
(রাসায়েলু ইবন রজব, ১/১৬৩)

Work for Jannah

29 Nov, 15:36


দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও
একদল সুশীল বলবে,
"আপনারা কিভাবে পারলেন
একজন কানার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে"!!
© Mokhter Ahmed

Work for Jannah

29 Nov, 11:44


"আল্লাহ বলবেন, এটি সেই দিন(শেষ বিচারের দিন) যেদিন সত্যবাদিগণ তাদের সত্যের জন্য উপকৃত হবে, তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ী হবে! আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট, এটা মহাসফলতা।" [সূরা আল-মায়িদা-১১৯]

Work for Jannah

29 Nov, 04:12


মাদীনা।
মাসজিদে নববী।
অসাধারণ উপভোগ্য একটি দৃশ্য।
মাশাল্লাহ।
শিশুদের মাসজিদে নিয়ে আসুন,
তাহলে ওরা কখনোই পথ হারাবেনা, ইং শ আল্লাহ।
©

Work for Jannah

28 Nov, 10:44


“ঈমানের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরা। যে পরিস্থিতি পাল্টানো যায় না, সেই পরিস্থিতিতে তাকদীরের ওপর সন্তুষ্ট থাকা। একমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল করা এবং নিজেকে তাঁর নিকট সঁপে দেওয়া।”

- আবু দারদা (রাদি.)
[তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭২]

Work for Jannah

27 Nov, 17:07


শহীদ ভাই আমার ❤️

Work for Jannah

27 Nov, 12:44


মাইমুন বিন মিহরান (রহ.) বলেন,

আদব-আখলাকের তিনটা জিনিস আছে, যা দ্বীনদার-বদকার সবার ক্ষেত্রে বজায় রাখা জরুরী:
.
(১) রক্তের সম্পর্ক ছিন্ন না করা,
(২) মানুষের বিশ্বাস ভঙ্গ না করা ও
(৩) ওয়াদার বরখেলাপ না করা।

[মুসান্নাফ ইবনি আবি শাইবাহ, ১২/২৯৮]

Work for Jannah

27 Nov, 10:01


লাখো মুসলিমের পরম দুআ ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ। ইনশাআল্লাহ, শাহাদাতের এ পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মাহ। উগ্রবাদ ও চরমপন্থা মুকাবিলায় আপনার নাযরানা আল্লাহ কবুল করুন। জেনে রাখুন হে শহীদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়— আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা।
©Mizanur Rahman Azhari

Work for Jannah

27 Nov, 03:20


ধৈর্য ধরতে হবে,
বুদ্ধিমত্তার ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলা করতে হবে,
আর পাশাপাশি যথাযথ প্রক্রিয়ায়
সাপের বিষদন্ত উপড়ে ফেলতে হবে।
© Mokhter Ahmed

Work for Jannah

26 Nov, 19:02


আবু সাঈদের মৃত্যু যেমনিভাবে বাংলাদেশের জন্যে
একটি টার্নিং পয়েন্ট ছিল,
এডভোকেট সাইফুল ইসলাম আলিফের মৃত্যুও
এমন একটি টার্নিং পয়েন্ট হতে পারে,
যদি বাংলাদেশের ইসলামপন্থীরা
এটিকে ঠিকমত ক্যাপিটালাইজ করতে পারে।
এ দেশ থেকে ইস্‌কন বিষবৃক্ষটি
চিরতরে উৎপাটিত হতে পারে, ইং শা আল্লাহ।
.
আমি, সর্বান্তকরণে বাংলাদেশের দ্বীনী ভাইদের এবং
সচেতন আলেমসমাজের বুদ্ধিদীপ্ত, দূরদৃষ্টিসম্পন্ন,
ঐক্যবদ্ধ আচরণ প্রত্যাশা করছি।
হে আল্লাহ,
আমাদের এই প্রত্যাশা যেন ভুল প্রমাণিত না হয়।
© Mokhter Ahmed

Work for Jannah

26 Nov, 16:54


শহরের প্রতিটি দেয়ালে দেয়ালে লিখে দিন- 'ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। ইসকনকে নিষিদ্ধ করুন।' দরকার হলে ক্রাউড ফান্ডিং করে হলেও এটি করুন৷ তবুও প্রতিটি দেয়াল যেন ভরে যায় এই দাবীতে। যারা উদ্যোগ নিবে, আমি তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
-আব্দুল্লাহ আল মাসূদ

Work for Jannah

26 Nov, 16:34


এই ভাইকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আজ হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি মতে, তাকে হত্যা করা হয়েছে এবং তাও পুলিশের সামনে। হ্যা, কারওয়ান বাজারে হেডম দেখানো সেই পুলিশের সামনে।
.
আল্লাহ এই ভাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। শহীদের মর্যাদা দিন। তাকে শুধু মুসলিম হবার কারনে হত্যা করা হলো।
.
চট্টগ্রামের আইনজীবি ভাইরা থেকে শুরু করে সাধারন জনগন রাস্তায় নেমেছেন। আমি জানি কথাটা শুনতে এখন ভালো লাগবে না, তবে এখন আমাদের মুসলিমদের মাথা ঠান্ডা রাখতে হবে।
.
বিন্দুত্বব।।দীরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু দাঙ্গা লাগলে সরকার, মিডিয়া, সুশীল, বিপ্লবী-উপদেষ্টারা আমাকে-আপনাকেই ভিলেন বানাবে। আবার দাঙ্গার খবরকে ব্যবহার করে বহির্বিশ্বে বিন্দুত্ববাদীরা প্রচারণা চালাবে, যেগুলো হ্যান্ডেল করার ক্যাপাসিটি এই এনজিও সরকার এবং ডারতের প্রতি নতজানু নীতি গ্রহন করা ডানপন্থীদের নেই।
.
বাংলাদেশ অস্তিত্বের সংকটের মুখোমুখি। বিন্দুত্ববাদ বাংলাদেশে এতোদিন শক্তি সঞ্চয় করেছে, আজকে প্রকাশ্যে বড় আঘাত হানলো। আগামীর সংঘাতের সূচনা আজ হয়ে গেছে।
.
এই সংকট মোকাবেলা করে টিকে থাকতে হলে ইসলামের দিকে আসতে হবে। এটা মানুষকে বুঝতে হবে, সরকারকেও বুঝতে হবে। ইসলাম ছাড়া আর কোন কিছু দিয়ে, আর কোন কিছু আকড়ে ধরে এ সংঘাতের মোকাবেলা করা যাবে না।
.
বীর চট্টলাবাসী অস্তিত্ব রক্ষার এ লড়াইয়ে বিশেষ ভূমিকা রাখবে ইন শা আল্লাহ। ডারতীয় টিভিতেও ওরাচট্টগ্রাম আক্রমনের কথা বলে। আর আজ ওরা আমার ভাইকে হত্যাও করলো চট্টগ্রামে। তাই চট্টগ্রামবাসী সংকটের বাস্তবতা অনুধাবন করুন। একই সাথে আবেগকে নিয়ন্ত্রন করতে হবে। বুঝতে হবে সময় ও প্রেক্ষাপটকে।
.
বিন্দুত্ববাদ ও ডারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক কঠিন লড়াইয়ের সামনে আমরা। এখানে কাজ করতে হবে, মাথা ঠান্ডা রেখে, প্রতিশোধের আগুন বুকে সযত্নে জ্বালিয়ে রেখে, দীর্ঘমেয়াদী লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে৷ ঘটনাপ্রবাহ কোন মতেই যেন দাঙ্গার দিকে না যায়, তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
.
আরেকটা কথা। আজকের ঘটনা লিটমাস টেস্ট। সমন্বয়ক, ছাত্র উপদেষ্টা, নাগরিক কমিটি, বুদ্ধিজীবি, ইনফ্লুয়েন্সার, 'আন্দোলনের স্টেকহোল্ডার', মিডিয়া - আজকে কোন অবস্থান নেয় তা থেকে শত্রুমিত্র বিভাজন স্পষ্ট হয়ে যাবে৷ এবার যেন আর ভুল না হয়।
.
সতর্ক থাকুন, সংকল্প করুন।
আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন।

Work for Jannah

26 Nov, 16:32


তারা যে উগ্রবাদী সেটা তাদের কর্মকান্ডে প্রকাশ পাচ্ছে,আপনারা এমন কিছু করবেন না যেনো তাদের সাথে আমাদের কোনো পার্থক্য না থাকে।
ধৈর্য......

Work for Jannah

26 Nov, 12:43


আপনার হৃদয়টা কিসের প্রতি আসক্ত?

মুভি, গান-বাজনা, দুনিয়া? তাহলে যিনি আপনার হৃদয়কে সৃষ্টি করলেন তাঁকে কোথায় স্থান দিবেন?

– ড. বিলাল ফিলিপস (হাফি.)
حَق-Deen

Work for Jannah

25 Nov, 12:43


"গোপনে অন্য কোনো ব্যক্তির জন্য করা দু'আ সবচেয়ে বেশি তাড়াতাড়ি কবুল হয়।"

— ইমাম ইবনে তাইমিয়্যা (রহ.)
[মাজমুউয়াল ফাতাওয়া : ২৮/৯৬]