Work for Jannah @workforjannahofficial Channel on Telegram

Work for Jannah

@workforjannahofficial


কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবে না[সহীহ্ মুসলিম: ২৬৭৪]
Join our page :- https://m.facebook.com/WorkforJannahofficial/

Work for Jannah (Bengali)

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। একজন মুসলিম হতে হলে হেদায়েতের পথে চলা, তাই 'Work for Jannah' চ্যানেলটি আপনার জন্য। এই চ্যানেলে 'জান্নাত' অর্জন করার উপায়, হেদায়েত, ইসলামিক জ্ঞান এবং নিয়মানুযায়ী জীবনের প্রতিটি দিক নিয়ে আলোচনা করা হয়। 'Work for Jannah' চ্যানেলে যেসব মানুষ এসে জয়েন করবে তারা প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী হবে।
'Work for Jannah' চ্যানেলে যোগদান করতে হলে আমাদের পেইজে ভিজিট করুন। জয়েন করতে লিঙ্কঃ https://m.facebook.com/WorkforJannahofficial/

Work for Jannah

27 Jan, 12:05


যারা জান্নাতী হবে তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেছেন-

“তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানশীল, এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থী।” [সূরা আল-ইমরান, ১৭]

Work for Jannah

25 Jan, 07:37


জান্নাতের খাবারগুলো কে বানিয়ে দিবে?

শাইখ ডঃ মোকাররম বিন মুহসিন হাফিযাহুল্লাহ্। জামশেদ মজুমদার হাফিযাহুল্লাহ্

Work for Jannah

24 Jan, 12:55


অতএব, উপদেশ লাভ কর, হে উপদেশ লাভের চক্ষু বিশিষ্ট লোকেরা।” [সূরা আল-হাশর, ২]

Work for Jannah

23 Jan, 11:55


আল্লাহ তা'আলা জানিয়েছেন যে, তিনি ইস্তিগফারকারীকে আ'যাব দেন না। কেননা ইস্তিগফার ঐ গুনাহকেই মিটিয়ে দেয় যা আ'যাবের কার্যকারণ হয়ে থাকে।

— ইমাম ইবনু তাইমিয়াহ (রহি.)
[মাজমুঊল ফাতাওয়া : ৮/১৬৩; পৃ. ৬৮৪]

Work for Jannah

22 Jan, 12:54


Dr. Wayne Dyer এর লেখা 'Your Sacred Self' বইটা পড়তে গিয়ে একটি জায়গায় থমকে গেলাম।

বইয়ের একটি কাল্পনিক কথোপকথন পড়ে আমার এত ভালো লাগলো যে, আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। পরকালে অবিশ্বাসীদের গালে এমন নীরব চপেটাঘাত, সত্যিই অবাক না হয়ে পারা যায়না।
সংলাপটির বাঙলা অর্থ করলে সেটি মোটামুটি এরকম দাঁড়ায়-
.
'একটি মাতৃগর্ভে জমজ দুই শিশুর মধ্যে কথা হচ্ছে।তাদের প্রথমজন দ্বিতীয়জনকে জিজ্ঞেস করলো,- 'তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো?'
'
দ্বিতীয়জন বললো,- 'অবশ্যই করি।নিশ্চয় প্রসব পরবর্তী জীবন বলে কিছু আছে।হয়তো প্রসব পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই আজ আমরা এখানে।'
'
প্রথমজন বললো,- 'আরে বোকা! প্রসব পরবর্তী জীবন বলে কিছুই নেই।তোমার সেই কাল্পনিক জগত কেমন হতে পারে বলতো দেখি?'
'
দ্বিতীয়জন বললো,- 'আমি ঠিক জানিনা।তবে হতে পারে সেখানে এখানের(মাতৃগর্ভ) তুলনায় আলো অনেক বেশি হবে।হতে পারে সেখানে আমরা আমাদের পা দিয়ে হাঁটতে পারবো।আমাদের মুখ দিয়ে নিজেরাই খাদ্য গ্রহন করতে পারবো।হয়তো সেই জগতে আমাদের অন্যান্য ইন্দ্রিয় থাকবে যা আমরা এখন কল্পনা করতে পারছিনা।'
'
প্রথমজন বললো,- 'এটা নিছক কল্পনা ছাড়া কিছুই নয়।পা দিয়ে হাঁটাহাঁটি? অসম্ভব। মুখ দিয়ে খাদ্য গ্রহন? অলিক কল্পনা। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি আসে এই নাড়ির মাধ্যমে।কিন্ত নাড়ির এই স্বল্প দৈর্ঘ্য কখনোই প্রসব পরবর্তী জীবনের পক্ষে যুক্তি হতে পারেনা।প্রসব পরবর্তী জীবন বলে আদৌ কিছু নেই।এটা বাতুলতা।'
'
দ্বিতীয়জন বললো,- 'আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলে কিছু আছে এবং সেটা এই মাতৃগর্ভের জীবনের চেয়ে ভিন্ন।হতে পারে সেখানে বাঁচার জন্যে আমাদের এই নাড়ির দরকার হবেনা।'
'
প্রথমজন উত্তর দিলো,- 'হাধারাম! প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকে থাকে,তাহলে সেই জীবন থেকে কখনো কেউ এই জীবনে ফেরত আসেনা কেনো? আসলে প্রসবের পরের জীবন বলতে কিছুই নেই।প্রসব হচ্ছে জীবনের শেষ। এরপর আর কিছু নেই।আছে কেবল অন্ধকার আর শুন্যতা।'
'
'আমি ঠিক জানিনা।'- দ্বিতীয়জন বললো।
সে আরো বললো,- 'হতে পারে সে জগতে আমাদের সাথে আমাদের মায়ের দেখা হবে। মা হয়তো সে জগতে আমাদের দেখাশুনা করবেন।'
'
প্রথমজন হাসতে লাগলো, আর বললো,- ' মা? তুমি 'মা' তে বিশ্বাস করো? এটা সত্যিই হাস্যকর! যদি মা বলে কেউ থেকে থাকে,তাহলে সে এখন কোথায়?'
'
দ্বিতীয়জন বললো,- 'সে আমাদের কাছেই আছেন তার করুণাতেই আমরা বেঁচে আছি।তাকে ছাড়া আমাদের এই জগত অসম্ভব।'
'
প্রথমজন বললো,- 'যেহেতু আমরা মা বলে কাউকে দেখিনা,অনুভব করিনা।সুতরাং, এর যুক্তিসম্মত ব্যাখ্যা এই যে, আসলে মা বলে কেউ নেই।'
'
দ্বিতীয়জন মুচকি হেসে বললো,- 'মাঝে মাঝে যখন তুমি নীরব থাকো,তখন মনোযোগ সহকারে যদি খেয়াল করো তাহলে তুমি তার উপস্থিতি টের পাবে।তুমি তার কন্ঠ শুনতে পাবে।বুঝতে পারবে তিনি তার দরদভরা মধুর কন্ঠে উপর থেকে আমাদের ডাকছেন।'

Work for Jannah

21 Jan, 11:54


'মানুষকে ধরাশায়ী করার জন্য শয়তানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে "দারিদ্র্যের ভয় দেখানো"। একবার যদি এটা অন্তরে ঢুকে যায়, মানুষ তখন হকের পথে বাধা দেয়া শুরু করে, নফসের অনুসরণ করে কথা বলে এবং রবের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে

[আল-মুগনী ‘আন-হামলিল আসফার: ৪/৩২]

Work for Jannah

20 Jan, 17:51


একটা সময় আসবে যখন মানুষের অন্তর মরে যাবে, শুধু র*ক্ত মাংসের দেহটাই অবশিষ্ট থাকবে।

— সুফইয়ান সাওরি (রহ.)
[হিলইয়াতুল আউলিয়া, ৭/৮২]

Work for Jannah

19 Jan, 17:41


https://t.me/Islamicveido

Work for Jannah

18 Jan, 11:35


"কেঁদে চোখ ভাসিয়ে দিলেই মুত্তাকী হওয়া যায় না। বরং সত্যিকারের মুত্তাকী তো সে, যে তার পছন্দের হা*রা*ম জিনিসটি হাতের কাছে পেয়েও তা ছেড়ে দেয়।"
.
— ইমাম ইবনু রজব (রহ.)
(রাসায়েলু ইবন রজব, ১/১৬৩)

Work for Jannah

18 Jan, 08:27


Join ourTelegram Channel

Work for Jannah

17 Jan, 12:34


হে আদম সন্তান, পৃথিবীর বুকে পা রাখো, আর বুঝে নাও, শীঘ্রই এটি তোমার কবর হবে।

- হাসান আল-বাসরি (রহ.)

Work for Jannah

16 Jan, 12:34


কোনো মানুষের উপকার করলে, এটি আর মনে রাখবেন না। একদম ভুলে যান, না হয় ভুলে যাওয়ার চেষ্টা করুন। বরং এই ভেবে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে, আল্লাহ তাঁর কোনো বান্দা/বান্দীকে সাহায্য করার জন্য আপনাকে বাছাই করেছেন। মানুষকে সাহায্য-সহযোগিতা করে, এটি যতদিন মনে রাখবেন, ততদিন আপনি তার কাছ থেকে সমীহ আচরণ প্রত্যাশা করবেন। এটা ভালো বিষয় নয়। এর ফলে নিজের উপর অব্যাহত মানসিক চাপ অনুভব করবেন। বিশেষত উপকারের বদলা না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে একটু ছোটভাবে দেখতে মন চাইবে এবং নিজের মধ্যে এক অদ্ভুত সুপ্রিমেসি (প্রভুত্ব-আধিপত্য) কাজ করবে। এক্ষেত্রে আমরা কুরআনের একটি আয়াতকে মূলনীতি হিসেবে নির্ধারণ করতে পারি—
.
لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَاءاً وَّلَا شُكُوْرَا
.
আমরা তোমাদের থেকে না কোনো বিনিময় চাই আর না কোনো কৃতজ্ঞতা চাই। [সুরা ইনসান/দাহর, আয়াত: ০৯]
.
আমাদের প্রতিটি ভালো কাজ, প্রতিটি সহযোগিতার পূর্ণ বিনিময় আল্লাহ দেবেন। এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলার বলেন—
.
اِنَّ اللّٰهَ لَا یُضِیۡعُ اَجۡرَ الۡمُحۡسِنِیۡنَ
.
নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদের প্রতিদান বিনষ্ট করেন না। [সুরা হুদ, আয়াত: ১১৫]

© Nusus

Work for Jannah

16 Jan, 03:12


কি সুন্দরভাবে কথাগুলো বুঝিয়েছেন!
©শায়খ আহমাদুল্লাহ

Work for Jannah

15 Jan, 11:33


বাংলাদেশের মানুষের কোথাও একটা জেনেটিক্যাল গড়বড় আছে!

এই ছবিটা দেখলেই বুঝবেন কেন এই দেশে ৭১ হয়, ২৪ হয়!

পৃথিবীর দূরতম ইতিহাস ঘাটলেও
আপনি কোথাও এই রকম অদ্ভুত জনগোষ্ঠীর খোঁজ পাবেন না।

যারা নিজের দেশ রক্ষায়, অস্ত্রের মুখে
খালি হাতে, হাসি মুখে দলে দলে এসে দাড়ায়া থাকে!

ভয় নাই, ডর নাই, লোভ নাই, লালসা নাই
বুক জুড়ে শুধু বিষ্ময়কর একটা সাহসের নদী।
একটা অদ্ভুত জেদ!

মাথা না নোয়ানোর একটা ভয়ংকর সংকল্প!

এদেরকে কে দাবায়া রাখবে?

© ইমরান কায়েস

Work for Jannah

14 Jan, 11:34


"নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারাই সৃষ্টির শ্ৰেষ্ঠ।তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা থাকবে স্থায়ীভাবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। এটি তার জন্য, যে স্বীয় রবকে ভয় করে।" (সূরা বায়্যিনাহ -৭,৮)

Work for Jannah

13 Jan, 12:33


কারও অনুমতি ও সম্মতি ছাড়া তার মেসেজের স্ক্রিনশট দেয়া, কল রেকর্ড করা ও প্রচার করা খিয়ানত! সুস্পষ্ট খিয়ানত! চাই সে যেই হোক। নবীজি ﷺ বলেছেন,
الْمَجالسُ بالأمانةِ
"প্রতিটা আলাপন হল আমানত"। [ সহিহুল জামি': ৬৬৭৮]

মেসেঞ্জারে, ফোন কলে, কিংবা কয়েকজন বসে যে আড্ডা বা মিটিং করি, সেখানের আলোচনাগুলোও আলাপন। প্রতিটা আলাপনই সংশ্লিষ্টদের নিকট আমানত। হাদীসে আছে, "যার মাঝে আমানতদারিতা নেই, তার মাঝে প্রকৃত ঈমানই নেই।"
[ মাজমাউয যাওয়ায়েদঃ ১/১০১]

মাওলানা মামুনুল হকের কল রেকর্ড ফাঁস করা যেমন খিয়ানত, তদ্রূপ বেফাক কর্তৃপক্ষ ও ভিকারুননিসা নূনের ম্যাডামের কল রেকর্ড ফাঁসও খিয়ানত! ইসলাম সবার জন্য সমান।

নবীজি ﷺ বলেছেন,
إذا حدث الرجل الحديث ثم التفت فهي أمانة.
''যখন কেউ কথা বলার সময় আশেপাশে কেউ আছে কি না দেখে নেয়, তখন সেই কথাটা গোপন রাখা ঐ ব্যক্তির নিকট আমানত হয়ে যায়"। (যদিও গোপন রাখার কথা সে মুখে না বলে) [ তিরমিযিঃ ১৯৫৯]

অর্থাৎ আপনাকে কাছের মানুষ ভেবে শেয়ার করেছে, অথবা ঐ কথা কারও নিকট ফাঁস হয়ে যাওয়াটা যদি বক্তার অপছন্দনীয় হয়, তাহলেই সেটা আমানত। এটা তৃতীয় কারও কাছে বলা খিয়ানত। আর যদি সেই কথা বা মেসেজটি ব্যক্তির চরিত্রহীনতা ও দোষ প্রকাশক হয়, তাহলে তো সেটা গীবতও বটে। একে তো খিয়ানত। তার উপর গীবত। আর যদি হয় সেটা প্রকাশ করা অন্যের সাথে মনমালিন্য সৃষ্টি, তাহলে তো সেটা চোগলখোরিও। কখনো এসব কলরেকর্ড বা মেসেজ হয়ে যায় ভয়াবহ ফিতনারও কারণ। বৃহৎ দুটি দলের ফাটল সৃষ্টির মূল উপাদান। অথচ কুরআন বলে- "ফিতনা খুনখারাপির চেয়েও ভয়ানক!"

তবে হ্যা, তিন ক্ষেত্রে তা খিয়ানত বলে গণ্য হবে না।
১। কাউকে হত্যার সিদ্ধান্ত থাকলে।
২। কারও ইজ্জত হরণের প্ল্যান থাকলে।
৩। কারও সম্পদ দখলের পরিকল্পনা হলে।
[ আবু দাউদঃ ৪৮৬৯]

আজ আপনি অন্যের দোষ প্রকাশে অতি আনন্দিত?

শুনুন- নবীজি ﷺ আপনাকে কী বলেছেন,
"একবার নবীজি ﷺ মিম্বারে উঠে উচ্চ আওয়াজে বললেন, হে ঐ জামা’আত, যারা মুখে ইসলাম ক্ববূল করেছ কিন্তু অন্তরে এখনো ঈমান মাজবুত হযনি! তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, মানুষের সামনে তাদের অপমান করবে না। তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা, যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে আল্লাহ্ তা‘আলা তার গোপন দোষ প্রকাশ করে দিবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ্‌ তা‘আলা প্রকাশ করে দিবেন তাকে অপমান করে ছাড়বেন, যদিও সে তার ঘরে অবস্থান করে"।[ তিরমিজিঃ২০৩২]
.
লেখাঃ মাওলানা মাসউদ আলিমী

Work for Jannah

12 Jan, 12:32


"জেনে রাখো! সব মানুষ মিলে যদি তোমার কোন উপকার করতে চায়, তবে ততটুকুই কর‍তে পারবে যতটুকু আল্লাহ্ তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন। আর যদি সব মানুষ মিলে তোমার কোন ক্ষতি করতে চায়, তবে আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করেছেন তার বেশি কোনো ক্ষতি করতে পারবে না।" (সুনান তিরমিযী, ২৫১৬)

Work for Jannah

11 Jan, 07:25


আজ তুমি ধনী হতে পারো, কিন্তু আগামীকাল তুমি সবকিছু হারিয়ে ফেলতে পারো, এর কোন নিশ্চয়তা নেই।

তোমাদের ধন-সম্পদ, যশখ্যাতি সব আল্লাহর দান, আর তিনি যখন ইচ্ছা তা ফিরিয়ে নিতে পারেন।

সুতরাং, আপনার রব আপনাকে যে নিয়ামত দিয়েছে তা নিয়ে অহংকার করো না।

নিজের মেধা, নিজের জ্ঞান, আল্লাহর দেয়া হালাল সম্পদকে কাজে লাগান, অভাবীকে সাহায্য করুন এবং তার সাহায্যে এগিয়ে আসুন যাকে আপনার দরকার।

মনে রাখবেন, আপনি মারা গেলে আপনার রেখে যাওয়া টাকা পয়সা সাথে নিতে পারবেন না, কিন্তু আপনার সৎ কর্মগুলো আপনার সাথে থাকবে, থাকবে আপনার আমলনামায়। কবরে আপনার রূহের ঠিকানা হবে তখন ইল্লিনে...

"তোমার ধনসম্পদ ও সন্তান-সন্ততি একটি পরীক্ষা মাত্র।" (সূরা আত-তাগাবুন, ১৫)

#California_fire

Work for Jannah

08 Jan, 20:00


যারা বিভিন্ন ইসলামিক ভিডিও শেষে এবং ইমোশনাল ভিডিও শেষে উক্ত ব্যক্তির কয়েক সেকেন্ডের ভিডিও এড করে ভিডিও এডিট শেষ করেন! পুরুষত্বের পরিচয় বুঝান ,উক্ত পিক তাদের জন্য!
আসলে কাফেরদের meme বা কাফেরদের ট্রেন্ড ইসলামিক ভিডিওতে ব্যবহার করা কখন উচিত নয় এটা প্রবৃত্তির অনুসরণ।
অনেক জ্ঞানী ব্যক্তিও কোন এক বিষয়ে জাহেল হতে পারে আর শইতান এর জন্য একটা বিষয়ের ত্রুটিই যঠেষ্ট তাকে বিভ্রান্ত করার জন্য।

Work for Jannah

08 Jan, 10:21


নামাজ পড়ি আবার হস্তে*মৈ*থুন করি আমার নামাজ কি কবুল হবে?
© শায়খ আহমাদুল্লাহ

Work for Jannah

07 Jan, 11:36


"অনবরত পা'প আপনাকে দরিদ্র ও হতাশ বানিয়ে ছাড়বে।"

— ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)
[আল ফাওয়াইদ, পৃষ্ঠা: ৩৪০]

Work for Jannah

06 Jan, 11:40


দাওয়াহ যখন থেকে একটা পেশা হয়ে উঠেছে, তখন থেকেই হারাতে শুরু করেছে এর সৌন্দর্য। একজন রিকশাওয়ালা সারা মাস হাড়ভাঙা পরিশ্রম করে দেহের ঘাম ঝরিয়ে যা উপার্জন করেন, একজন দাঈ(!) হেলিকপ্টারে চড়ে গিয়ে হরেক পদের আইটেম দিয়ে ভুরিভোজ করে ঘন্টাখানিক তাফসীর করার নামে অন্যের গীবত আর খিস্তিখেউড় করে এসে উপার্জন করেন তার চাইতে বেশি।

এটা একটা ইনসাফ হলো বলুন! পৃথিবী কি এভাবে ফাংশন করাটা যুক্তিযুক্ত? দাওয়াহ একটা পেশা হয়ে উঠল কীভাবে? কারও কারও কাছে তো এটা একটা ব্যবসাও বটে! কোন বক্তা কোন মৌসুমে কার চাইতে কত বেশি উপার্জন করলেন, তা নিয়ে আবার চলতে থাকে প্রতিযোগিতা। এগুলো দাওয়াহ হয় কি করে? এই দাওয়াহ’র ন্যূনতম কোনো প্রভাব কি জনতার ওপরে পড়বে বলে বিশ্বাস করেন? শয়তানও তো হাসাহাসি করে এসব দেখে!

অথচ দাঈ ছিলেন জাফর বিন আবী তালিব রাদিআল্লাহু আনহু। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির দরবারে তাঁর দেওয়া সেই ঐতিহাসিক ভাষণ আমি যেন এখনও দিব্যকর্ণে শুনতে পাই। মুতার প্রান্তরে হাত-পা কর্তিত অবস্থায় ইসলামের পতাকা কামড়ে ধরে শাহাদাতের পেয়ালা পান করেন শহীদ৷ দাঈ ছিলেন মুসয়াব ইবনে উমায়ের রাদিআল্লাহু আনহু। ওহুদের প্রান্তরে ধূলীভূত দেহে পড়ে ছিলেন এই ধনী ঘরের আদুরে দুলাল। দুনিয়া চাননি তাঁরা, চেয়েছেন পরকালের অসীম জগত।

আপনি দাঈ হোন কিংবা ইসলামি রাজনীতিবিদ কিংবা অন্যকিছু— নিয়তকে পরিশুদ্ধ না করলে হয়তো দুনিয়া পাবেন, হয়তো পাবেন যশ-খ্যাতি, অর্থ-সম্পদ, ক্ষমতা; কিন্তু অনন্ত পরকাল হারিয়ে ফেলবেন আপনি। এরচেয়ে বড়ো বোকামি আর কী হতে পারে! এই জনপদে দাঁড়িয়ে আমরা সেই দাঈদের জন্য অপেক্ষা করব, যাঁরা ডা. জাকির নায়েক কিংবা মাওলানা তারিক জামিলের মতো বলবেন— 'মানুষের কাছে কেন? দাওয়াহ’র পারিশ্রমিক তো আমি আল্লাহর কাছ থেকে নেবো!'

© লাবিব আহসান

Work for Jannah

05 Jan, 11:40


"তোমার ভাইকে ক্ষমা করে দাও। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কারণে যদি তোমার ভাইকে আল্লাহ শাস্তি দেন, তাতে তোমার কী এমন লাভ হবে?"

— ইমাম আহমাদ বিন হাম্বাল (রহ.)
[সিয়ার আলামিল নুবালা, ১১/২৬২]

Work for Jannah

04 Jan, 20:07


আমিন!!🤲

Work for Jannah

04 Jan, 11:40


আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,
‘হে আদম সন্তান! তুমি আমার পথে খরচ করো। আমি তোমাকে দিতেই থাকবো।’

(সহীহুল বুখারী- ৯/৪০৭/৫৩৫২)

Work for Jannah

03 Jan, 11:40


“ যে ব্যক্তি তার প্রতিবেশীর অত্যাচারে ধৈর্যধারণ করে, আল্লাহপাক সে বান্দাকে ভালোবাসেন ।” [মুসনাদে আহমদ, ২১৩৪০]

Work for Jannah

02 Jan, 11:39


ইবলিস তার রবকে বলেছে, 'আপনার ইজ্জত ও বড়ত্বের কসম আমি বনি আদমকে ভ্রষ্ট করতেই থাকবো যতক্ষণ তাদের মধ্যে রুহ থাকে'।

মহান আল্লাহ রব্বুল আলামীন বলেছেন, 'আমার ইজ্জত বড়ত্বের কসম আমি তাদের ক্ষমা করতে থাকবো যতক্ষণ তারা আমার নিকট ইস্তেতগফার করে'।
[মুসনাদে আহমাদ, ১১২৩৭]

Work for Jannah

26 Dec, 11:38


"জেনে রেখ! আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই আর তারা দুঃখিতও হবে না।" [সূরা ইউনুস: ৬২]

Work for Jannah

25 Dec, 11:09


পবিত্র কাবা ঘরের সামনে দাড়িয়ে মেরি ক্রিস'মাস বলতেছে! নাউ'জুবিল্লাহ! আমরা হয়তো ব্যর্থ দিনের দাওয়াত সঠিকভাবে পৌঁছাতে পারিনি আল্লাহ আমাদেরকে ক্ষমা করো!

Work for Jannah

24 Dec, 11:36


'হাশরের ময়দানে বান্দাকে যখন উপস্থিত করা হবে এবং তার হাতে তার আমলনামা দেওয়া হবে, সে দেখবে সেখানে তার নামাজ, রোজা কিছুই লেখা নেই। কোনো নেক কাজই আমলনামায় দেখতে পাবে না।
.
সে তখন বলবে, "ইয়া আল্লাহ! এটা তো মনে হয় অন্য কারও আমলনামা! আমার তো ভালো আমল ছিল, এখানে সেগুলোর উল্লেখ নেই।"
.
ফেরেশতারা জবাব দেবে, "তোমার রব ভুল করেন না এবং ভুলেও যান না। বরং তোমার আমলগুলো মুছে দেওয়া হয়েছে এজন্য যে, তুমি মানুষের গীবত করতে।'

— প্রখ্যাত তাবেয়ী সাইদ ইবনু যুবাইর (রহ.)
[বাহরুদ দুমুঈ, ১৩৩]

Work for Jannah

23 Dec, 11:35


ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিশেবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা তালিজোড়া। আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার ‘চালাতে না পারা’ নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।

বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে—হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছেঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেল!

কিন্তু, সেই ছেঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়ে শেষ পর্যন্ত পারলেন না।

আপনি ভাবলেন—কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে—এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারল না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুদের দোকানদার ওষুদ না দিতে পারে, এমনকি—নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই ছেঁড়া নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।

মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।

এই যে শেষ মুহূর্তের এই বোধ—এটার নাম হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না যে রিক্সাওয়ালাকে আপনি ধোঁকায় ফেলতে যাচ্ছিলেন সে—কেউ না।

হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতো পছন্দ হয়ে যায় যে—তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।

কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না। হয়তো, ওই কাজটাই হয়ে উঠবে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।

© আরিফ আজাদ

Work for Jannah

22 Dec, 11:25


ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিশেবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা তালিজোড়া। আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার ‘চালাতে না পারা’ নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।

বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে—হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছেঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেল!

কিন্তু, সেই ছেঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়ে শেষ পর্যন্ত পারলেন না।

আপনি ভাবলেন—কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে—এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারল না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুদের দোকানদার ওষুদ না দিতে পারে, এমনকি—নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই ছেঁড়া নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।

মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।

এই যে শেষ মুহূর্তের এই বোধ—এটার নাম হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না যে রিক্সাওয়ালাকে আপনি ধোঁকায় ফেলতে যাচ্ছিলেন সে—কেউ না।

হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতো পছন্দ হয়ে যায় যে—তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন।

কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না। হয়তো, ওই কাজটাই হয়ে উঠবে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।

© আরিফ আজাদ

Work for Jannah

21 Dec, 21:52


Best Parenting Course। পিতা মাতার গর্ব হবে যে সন্তান! যাদের সন্তান দ্রুত মারা যাবে
©Mokhter Ahmad

Join : https://t.me/Islamicveido

Work for Jannah

21 Dec, 11:25


"প্রত্যেক মানুষের কাছে দুটি মহামূল্যবান সম্পদ আছে; একটা হলো চোখের পানি, আরেকটা মুচকি হাসি। প্রথমটা দিয়ে রব কে জয় করা যায়, দ্বিতীয় টা দিয়ে রব্ব এর বান্দাদের জয় করা যায়।"

© শাইখ হাসান জামিল (হাফি.)

Work for Jannah

20 Dec, 16:10


কেনো নিজেকে এতো সস্তা বানালে? কেনো?
©

Work for Jannah

20 Dec, 11:24


"দুনিয়ার লালসার কাছে যে হার মেনে যায়, দুনিয়াদারদের কাছে একদিন সে মাথা নত করতে বাধ্য হবে।"

— ইমাম শাফেয়ি (রহ.)
[আল-মাজমুঊ, ১/১৩]

Work for Jannah

19 Dec, 11:24


মূসা (আলাইহিস সালাম ) বললেন, 'মূর্খদের অন্তভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি'। (আল-বাকারাহ, ৬৭)

Work for Jannah

18 Dec, 11:24


"পুরুষদের উচিত তার নেককার গৃহিণীর সামনে ভালো হওয়ার চেষ্টা করা; তাহলে সে বাহিরের মানুষদের কাছে আরও ভালো হতে পারবে।"

— ইমাম মালেক (রহ.)
[আল-মুনতাকা শারহ আল-মুয়াত্তাহ, ৭/২১২]

Work for Jannah

18 Dec, 05:58


প্রয়োজনে টঙ্গীর ময়দানে
এবারের ইজতিমা আয়োজন
বন্ধ করুন।

Work for Jannah

17 Dec, 11:23


আল্লাহর দুনিয়ায় এরকম অনেকেই আছেন, টিটকারি বা তিরস্কারের কোন প্রতিউত্তর তারা দিতে পারেন না। খোঁচার জবাবে খোঁচা দিতে পারলে, মানসিক ভাবে একটা শান্তি পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে উচিত জবাব দেয়ার যোগ্যতাই দেন নি। এ মানুষগুলো নীরবেই চোখের পানি ফেলে, অপমানের কষ্ট চাপা দিতে দিতে অসুস্থ হয়ে যায়।

কুরআনের এই দুই আয়াত হতে পারে তাদের জন্য একই সাথে সান্তনা এবং সমাধান। আল্লাহর রাসুলকে উদ্দেশ্য করে নাযিল হয়েছিল এই আয়াতগুলো -

"আমি জানি, মানুষ যা বলে তা শুনে আপনার অন্তরটা দুমড়ে মুচড়ে যায়। আপনি আপনার রবের তাসবিহ পড়তে থাকুন, সিজদাকারিদের অন্তর্ভুক্ত হয়ে যান।"- আয়াত ৯৭,৯৮ সুরা হিজর

তিনি আল্লাহ যখন জানেন, আপনার সাথে কী হচ্ছে, তাহলে আর কিসের ভয়। তিনি যখন বলছেন, সব কিছু সম্পর্কেই তিনি অবগত, আপনার আর কিসের দুঃখ। তার সামনে সেজদায়ে পড়ে থাকা - আপনাকে এনে দিবে এক অনাবিল প্রশান্তি। জালিমদের বিচারের দায়ভার তার উপরই ছেড়ে দিন।

প্রতিশোধ আপনি নিলে, আর কতটুকুই বা নিবেন। তিনি যদি শাস্তি দেন, নিশ্চয়ই তার আযাব অত্যন্ত কঠোর।

©রিযওয়ানুল কবির

Work for Jannah

16 Dec, 11:20


"কবিরা গুনাহ মাফের একটি উপায় হলো, মা-বাবার প্রতি দায়িত্ববান হওয়া।"

— ইমাম আহমাদ ইবনু হাম্বল (রহ.)
[আল-আদাবুস শারিয়াহ, ১/৪৬৩]

Work for Jannah

16 Dec, 04:52


আলহামদুলিল্লাহ।
এক ভিন্নরকম, ভালোলাগার মত বিজয় দিবসের স্বাদ।
এক অন্যরকম ১৬ই ডিসেম্বর।
নাই কান-ফাটানো মিউজিকের উৎপাত,
নেই বিভক্তিকর ঘ্যানঘ্যানানি,
নেই বিরক্তিকর গানের বিষাক্ত রিপিটেশন।
.
সাথে যদি যুক্ত হতো,
'তথাকথিত ফুলেল স্মৃতিচারণের বিপরীতে
স্বাধীনতার জন্যে প্রাণ-উৎসর্গকারীদের জন্যে
শরীয়াহভিত্তিক দু'আর আয়োজন',
তবে কতই না ভালো হত!!!
©Mokther Ahmed

Work for Jannah

15 Dec, 11:20


"একজন মামুলি বান্দা হয়ে তুমি আল্লাহকে ভালোবাসো, এতে অবাক হবার কিছু নেই। অবাক তো এটা ভেবে হওয়া উচিত, বিশ্ব জাহানের অধিপতি, রাজাধিরাজ হয়েও আল্লাহ তাঁর মামুলি বান্দাদের ভালোবাসেন!"

— আবূ ইয়াযীদ আল-বাসতামি (রহ.)
(সিয়ার আলাম আন-নুবালা, ১৩/৮৬)

Work for Jannah

14 Dec, 23:24


বিয়ের উপযুক্ত সময় কত ⁉️ বিয়ে প্রসঙ্গে সোহাগ ভাই,
Western Vs Eastern Philosophy ⚠️

Work for Jannah

14 Dec, 11:19


রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'যে দাওয়াত ছাড়াই উপস্থিত হয়, সে চোর হয়ে চুকালো এবং লুটেরা হয়ে বের হলো'। (আবু দাউদ, ৩৭১১)

Work for Jannah

13 Dec, 11:19


"ভালো স্বামীদের আল্লাহ তা'আলা যেসকল বিষয় দ্বারা পরীক্ষা করেন, তার মধ্যে একটি হলো— স্ত্রীর কটু কথায় ধৈর্যধারণ করা।"
.
— ইমাম আল-গাজ্জালী (রহ.)
[ইহইয়াউ উলুমিদ্দীন: ২/৪১]

Work for Jannah

12 Dec, 19:14


সূরা আন-নূর ' আয়াত ৬৪ 🔇
হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। আর যে শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করবে, নিশ্চয় সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেবে। আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকত, তাহলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারত না; কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন, পবিত্র করেন। আর আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী।

Work for Jannah

12 Dec, 11:19


“আল্লাহর ওপর নির্ভরকারী মুমিনের বিরুদ্ধে যখন কোনো মাখলুক ষড়যন্ত্র করে তখন আল্লাহ সেই মুমিনের জন্য কৌশল করেন এবং তাকে সাহায্য করেন।”

- ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহ.)
[আল ফাতাওয়াল কুবরা, ৬/১৩২]

Work for Jannah

11 Dec, 10:19


"তোমরা কি দেখছো না, প্রতিদিন সকাল-সন্ধ্যা কাউকে না কাউকে তোমরা আল্লাহ তা'আলার দিকে বিদায় জানাচ্ছো। তোমরা তাকে মাটির ফাটলে রেখে আসছো। সে মাটিকে বিছানা বানিয়েছে। প্রিয়জনদের রেখে গেছে। পৃথক হয়ে গেছে ধন-সম্পদ থেকে।"

— উমর ইবনে আব্দুল আজিজ (রহ.)
[আল-ইহইয়া, ৪/৪৮০]

Work for Jannah

03 Dec, 11:45


তুমি কিভাবে পরকালীন সফলতা চাও অথচ তোমার অন্তর দুনিয়ার ভালোবাসায় মগ্ন।

- ইবনুল যাওযি (রাহিমাহুল্লাহ)

Work for Jannah

02 Dec, 11:45


ইমাম সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ বলেন, তিনটা গুণাবলি সবরের অন্তর্ভুক্ত:

১. নিজের দুর্দশার ব্যাপারে কথা না বলা
২. নিজের কষ্ট সম্পর্কে কথা না বলা
৩. নিজের প্রশংসা না করা

[আল-হিলইয়াহ : ৬/৩৮৯]
حَق-Deen

Work for Jannah

02 Dec, 10:09


আগে নিজের চিন্তা করি !🥹😅

🎙️খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ

Work for Jannah

01 Dec, 11:45


“যে ব্যক্তি তার প্রতিবেশীর অত্যাচারে ধৈর্যধারণ করে, আল্লাহপাক সে বান্দাকে ভালোবাসেন।” [মুসনাদে আহমদ; ২১৩৪০]

Work for Jannah

30 Nov, 11:45


"কেঁদে চোখ ভাসিয়ে দিলেই মুত্তাকী হওয়া যায় না। বরং সত্যিকারের মুত্তাকী তো সে, যে তার পছন্দের হারাম জিনিসটি হাতের কাছে পেয়েও তা ছেড়ে দেয়।"

— ইমাম ইবনু রজব (রহ.)
(রাসায়েলু ইবন রজব, ১/১৬৩)

Work for Jannah

29 Nov, 15:36


দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও
একদল সুশীল বলবে,
"আপনারা কিভাবে পারলেন
একজন কানার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে"!!
© Mokhter Ahmed

Work for Jannah

29 Nov, 11:44


"আল্লাহ বলবেন, এটি সেই দিন(শেষ বিচারের দিন) যেদিন সত্যবাদিগণ তাদের সত্যের জন্য উপকৃত হবে, তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ী হবে! আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট, এটা মহাসফলতা।" [সূরা আল-মায়িদা-১১৯]

Work for Jannah

29 Nov, 04:12


মাদীনা।
মাসজিদে নববী।
অসাধারণ উপভোগ্য একটি দৃশ্য।
মাশাল্লাহ।
শিশুদের মাসজিদে নিয়ে আসুন,
তাহলে ওরা কখনোই পথ হারাবেনা, ইং শ আল্লাহ।
©

Work for Jannah

28 Nov, 10:44


“ঈমানের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরা। যে পরিস্থিতি পাল্টানো যায় না, সেই পরিস্থিতিতে তাকদীরের ওপর সন্তুষ্ট থাকা। একমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল করা এবং নিজেকে তাঁর নিকট সঁপে দেওয়া।”

- আবু দারদা (রাদি.)
[তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭২]

Work for Jannah

27 Nov, 17:07


শহীদ ভাই আমার ❤️

Work for Jannah

27 Nov, 12:44


মাইমুন বিন মিহরান (রহ.) বলেন,

আদব-আখলাকের তিনটা জিনিস আছে, যা দ্বীনদার-বদকার সবার ক্ষেত্রে বজায় রাখা জরুরী:
.
(১) রক্তের সম্পর্ক ছিন্ন না করা,
(২) মানুষের বিশ্বাস ভঙ্গ না করা ও
(৩) ওয়াদার বরখেলাপ না করা।

[মুসান্নাফ ইবনি আবি শাইবাহ, ১২/২৯৮]

Work for Jannah

27 Nov, 10:01


লাখো মুসলিমের পরম দুআ ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ। ইনশাআল্লাহ, শাহাদাতের এ পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মাহ। উগ্রবাদ ও চরমপন্থা মুকাবিলায় আপনার নাযরানা আল্লাহ কবুল করুন। জেনে রাখুন হে শহীদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়— আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা।
©Mizanur Rahman Azhari

Work for Jannah

27 Nov, 03:20


ধৈর্য ধরতে হবে,
বুদ্ধিমত্তার ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলা করতে হবে,
আর পাশাপাশি যথাযথ প্রক্রিয়ায়
সাপের বিষদন্ত উপড়ে ফেলতে হবে।
© Mokhter Ahmed

Work for Jannah

26 Nov, 19:02


আবু সাঈদের মৃত্যু যেমনিভাবে বাংলাদেশের জন্যে
একটি টার্নিং পয়েন্ট ছিল,
এডভোকেট সাইফুল ইসলাম আলিফের মৃত্যুও
এমন একটি টার্নিং পয়েন্ট হতে পারে,
যদি বাংলাদেশের ইসলামপন্থীরা
এটিকে ঠিকমত ক্যাপিটালাইজ করতে পারে।
এ দেশ থেকে ইস্‌কন বিষবৃক্ষটি
চিরতরে উৎপাটিত হতে পারে, ইং শা আল্লাহ।
.
আমি, সর্বান্তকরণে বাংলাদেশের দ্বীনী ভাইদের এবং
সচেতন আলেমসমাজের বুদ্ধিদীপ্ত, দূরদৃষ্টিসম্পন্ন,
ঐক্যবদ্ধ আচরণ প্রত্যাশা করছি।
হে আল্লাহ,
আমাদের এই প্রত্যাশা যেন ভুল প্রমাণিত না হয়।
© Mokhter Ahmed

Work for Jannah

26 Nov, 16:54


শহরের প্রতিটি দেয়ালে দেয়ালে লিখে দিন- 'ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। ইসকনকে নিষিদ্ধ করুন।' দরকার হলে ক্রাউড ফান্ডিং করে হলেও এটি করুন৷ তবুও প্রতিটি দেয়াল যেন ভরে যায় এই দাবীতে। যারা উদ্যোগ নিবে, আমি তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
-আব্দুল্লাহ আল মাসূদ

Work for Jannah

26 Nov, 16:34


এই ভাইকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আজ হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি মতে, তাকে হত্যা করা হয়েছে এবং তাও পুলিশের সামনে। হ্যা, কারওয়ান বাজারে হেডম দেখানো সেই পুলিশের সামনে।
.
আল্লাহ এই ভাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। শহীদের মর্যাদা দিন। তাকে শুধু মুসলিম হবার কারনে হত্যা করা হলো।
.
চট্টগ্রামের আইনজীবি ভাইরা থেকে শুরু করে সাধারন জনগন রাস্তায় নেমেছেন। আমি জানি কথাটা শুনতে এখন ভালো লাগবে না, তবে এখন আমাদের মুসলিমদের মাথা ঠান্ডা রাখতে হবে।
.
বিন্দুত্বব।।দীরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু দাঙ্গা লাগলে সরকার, মিডিয়া, সুশীল, বিপ্লবী-উপদেষ্টারা আমাকে-আপনাকেই ভিলেন বানাবে। আবার দাঙ্গার খবরকে ব্যবহার করে বহির্বিশ্বে বিন্দুত্ববাদীরা প্রচারণা চালাবে, যেগুলো হ্যান্ডেল করার ক্যাপাসিটি এই এনজিও সরকার এবং ডারতের প্রতি নতজানু নীতি গ্রহন করা ডানপন্থীদের নেই।
.
বাংলাদেশ অস্তিত্বের সংকটের মুখোমুখি। বিন্দুত্ববাদ বাংলাদেশে এতোদিন শক্তি সঞ্চয় করেছে, আজকে প্রকাশ্যে বড় আঘাত হানলো। আগামীর সংঘাতের সূচনা আজ হয়ে গেছে।
.
এই সংকট মোকাবেলা করে টিকে থাকতে হলে ইসলামের দিকে আসতে হবে। এটা মানুষকে বুঝতে হবে, সরকারকেও বুঝতে হবে। ইসলাম ছাড়া আর কোন কিছু দিয়ে, আর কোন কিছু আকড়ে ধরে এ সংঘাতের মোকাবেলা করা যাবে না।
.
বীর চট্টলাবাসী অস্তিত্ব রক্ষার এ লড়াইয়ে বিশেষ ভূমিকা রাখবে ইন শা আল্লাহ। ডারতীয় টিভিতেও ওরাচট্টগ্রাম আক্রমনের কথা বলে। আর আজ ওরা আমার ভাইকে হত্যাও করলো চট্টগ্রামে। তাই চট্টগ্রামবাসী সংকটের বাস্তবতা অনুধাবন করুন। একই সাথে আবেগকে নিয়ন্ত্রন করতে হবে। বুঝতে হবে সময় ও প্রেক্ষাপটকে।
.
বিন্দুত্ববাদ ও ডারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক কঠিন লড়াইয়ের সামনে আমরা। এখানে কাজ করতে হবে, মাথা ঠান্ডা রেখে, প্রতিশোধের আগুন বুকে সযত্নে জ্বালিয়ে রেখে, দীর্ঘমেয়াদী লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে৷ ঘটনাপ্রবাহ কোন মতেই যেন দাঙ্গার দিকে না যায়, তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
.
আরেকটা কথা। আজকের ঘটনা লিটমাস টেস্ট। সমন্বয়ক, ছাত্র উপদেষ্টা, নাগরিক কমিটি, বুদ্ধিজীবি, ইনফ্লুয়েন্সার, 'আন্দোলনের স্টেকহোল্ডার', মিডিয়া - আজকে কোন অবস্থান নেয় তা থেকে শত্রুমিত্র বিভাজন স্পষ্ট হয়ে যাবে৷ এবার যেন আর ভুল না হয়।
.
সতর্ক থাকুন, সংকল্প করুন।
আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন।

Work for Jannah

26 Nov, 16:32


তারা যে উগ্রবাদী সেটা তাদের কর্মকান্ডে প্রকাশ পাচ্ছে,আপনারা এমন কিছু করবেন না যেনো তাদের সাথে আমাদের কোনো পার্থক্য না থাকে।
ধৈর্য......

Work for Jannah

26 Nov, 12:43


আপনার হৃদয়টা কিসের প্রতি আসক্ত?

মুভি, গান-বাজনা, দুনিয়া? তাহলে যিনি আপনার হৃদয়কে সৃষ্টি করলেন তাঁকে কোথায় স্থান দিবেন?

– ড. বিলাল ফিলিপস (হাফি.)
حَق-Deen

Work for Jannah

25 Nov, 12:43


"গোপনে অন্য কোনো ব্যক্তির জন্য করা দু'আ সবচেয়ে বেশি তাড়াতাড়ি কবুল হয়।"

— ইমাম ইবনে তাইমিয়্যা (রহ.)
[মাজমুউয়াল ফাতাওয়া : ২৮/৯৬]

Work for Jannah

16 Nov, 11:41


তিনিই তো আল্লাহ, তোমাদের প্রতিপালক, তিনি ব্যতীত কোন ইলাহ নাই। তিনিই সব কিছুর স্রষ্টা, সুতরাং তোমরা তারই ইবাদত কর; তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। (সূরা আল আনআম, ১০২)

Work for Jannah

15 Nov, 23:47


ফরজ গোসলের নিয়ম, কিভাবে ফরজ গোসল করতে হয়?

©Mokhter Ahamad

Work for Jannah

15 Nov, 11:41


“হে আদম সন্তান! তুমি আমার ইবাদতের জন্য ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেবো এবং তোমার অভাব দূর করে দিব। আর যদি তা না করো, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেবো এবং তোমার অভাবও দূর করবো না।” (তিরমিজি : ২৪৬৬, ইবনে মাজাহ : ৪১০৭)

Work for Jannah

14 Nov, 09:40


"জীবন সহজ না; জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনও দুয়া করে, কখনও সবর করে, কখনও মাফ করে, কখনোবা এড়িয়ে চলে।"

- মাওলানা তারিক জামিল (হাফি.)

Work for Jannah

13 Nov, 17:04


ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার..!
Join : https://t.me/WorkforJannahOfficial

Work for Jannah

13 Nov, 11:40


অপরাধী সন্দেহে কাউকে শাস্তি দেওয়া অপরাধ, এটা আমরা সবাই জানি। তবে ইসলাম এর চেয়েও একধাপ এগিয়ে।

ইসলাম আমাদেরকে যে জীবনবিধান দিয়েছে, সেখানে সন্দেহের বশবর্তী হয়ে কাউকে নিজে নিজে শাস্তি দেওয়া তো দূরে থাক, সুনির্দিষ্ট প্রমাণ ব্যতীত কারো ব্যাপারে সন্দেহ করাই অপরাধ। সুস্পষ্ট প্রমাণ ছাড়া কেউ কারো প্রতি মন্দ ধারণাও করতে পারবে না, ইসলামের দৃষ্টিতে এটা মানুষের অধিকার।

এই পৃথিবীতে সন্দেহ থেকে বহু অন্যায়ের জন্ম হয়। গণপিটুনি, দাঙ্গা, মারামারি, পারিবারিক কলহ ও নির্যাতনের মতো অনেক অপরাধের মূলে থাকে সন্দেহ।

কিন্তু সন্দেহের কারণে কাউকে শাস্তি দেয়ার বিধান পৃথিবীর কোনো আদালতের নেই। অথচ ইসলাম চোদ্দশ বছর আগে সন্দেহকে অন্যায় সাব্যস্ত করে সন্দেহ থেকে সৃষ্ট সকল অন্যায়ের পথ রুদ্ধ করে দিয়েছে।

মহান আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক; কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ। (সূরা হুজরাত আয়াত ১২)

পুরুষের মনোজগতে কোনো নারী ধর্ষিত হলে সেটাকে অপরাধ বলার ক্ষমতা কোনো আদালতের নেই। কারণ সেটা সাব্যস্ত করা সম্ভব নয়। অথচ একজন নারীর জন্য এরচেয়ে বেদনার, লাঞ্ছনার, গ্লানির কোনো বিষয় আছে বলে মনে হয় না। তারপরও কোন সমাজে সেটা অপরাধ নয়।

কিন্তু ইসলাম এটাকে ভয়ংকর অপরাধ বলেছে। ইসলামে শারীরিক ধর্ষণ যেমন অপরাধ, কল্পনার জগতে ধর্ষণও অপরাধ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়রে মাহরাম নারীর প্রতি চোখের কুদৃষ্টি এবং মনের মন্দ কল্পনাকে ব্যভিচার হিসেবে আখ্যায়িত করেছেন। (বুখারী-মুসলিম)

সব সমাজ ও সভ্যতা একজন নারীর শারীরিক নিরাপত্তার কথা বললেও তার মনোজগতে ধর্ষিত না হওয়ার কথা বলে না। ইসলাম সেটা বলে।

এখানেই আল্লাহর আইন আর মানবসৃষ্ট আইনের মৌলিক পার্থক্য। এটাই ইসলামী শরিয়াহর সৌন্দর্য। মানব সৃষ্ট আইনে মানুষের যেসব অধিকার সংরক্ষণ করতে পারেনি, ইসলামে সেসবও সংরক্ষণের করেছে।

দিনশেষে আল্লাহর দেওয়া শরিয়াতেই রয়েছে মানবজাতির সামগ্রিক কল্যাণ। বিষয়টি আমরা যত দ্রুত উপলব্ধি করতে পারব ততই আমাদের জন্য মঙ্গল।

© শায়খ আহমাদুল্লাহ (হাফি.)

Work for Jannah

13 Nov, 05:32


যিনা ব্যভিচার থেমে নেই, থেমে আছে শুধু বিয়েটা,
যৌবন ফুরিয়ে যাচ্ছে হারামেই। হালাল করে পাওয়াটাই নিষিদ্ধ। ভোগবাদের কাছে হেরে গেছে আমাদের ঈমান...

— কথা: সংগৃহীত

Work for Jannah

13 Nov, 02:43


ইতিহাসের আয়নায় পরুষত্ব...

🎙️ জাকারিয়া মাসুদ (হাফি.)

Work for Jannah

12 Nov, 18:15


এই ঘটনা বলে দেয় কি|√য়া•মত কতটা সন্নিকটে..!

Work for Jannah

12 Nov, 16:46


জীবনের শেষ বাহন...
©আরিফ আজাদ

Work for Jannah

12 Nov, 12:40


‘হে আমাদের রব! নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন, যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না।’ [সুরা আলি-ইমরান, ৯]

Work for Jannah

12 Nov, 07:52


ডিম পাড়ে হাঁসে,
খায় বাগডাশে।

বিস্তারিত কমেন্টে...
© Mokhter Ahmed

Work for Jannah

12 Nov, 02:31


যুবকদের জন্য সর্বোত্তম নসিহত
🎙️Sir D. Abdullah Jahangir (Ra.)
join : https://t.me/Islamicveido

Work for Jannah

11 Nov, 10:40


"আল্লাহ! আপনি যেমনিভাবে আমাকে ঈমান দান করেছেন, তেমনিভাবে আমার থেকে ঈমানকে ছিনিয়ে নিবেন না।"

- আব্দুল্লাহ ইবন উমর (রা.)
[মুসান্নাফ ইবন আবি শাইবাহ, ৩০৯৬৪]

Work for Jannah

10 Nov, 11:39


‘মৃত্যু’ যতটা নিশ্চিত, তার আগমনের সময়কাল ততটাই অনিশ্চিত। পূর্ব নির্ধারিত কোনো শিডিউল নেই। আগাম ঘোষণা ছাড়া হাজির হবে, যেকোনো মুহূর্তে অপ্রত্যাশিত ও অনাকাক্সিক্ষত সময়ে।

‘সূরা নিসার আটাত্তর’ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সতর্ক করেন — ‘তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। যদিও তোমরা সুদৃঢ় সুউচ্চ দুর্গে আশ্রয় গ্রহণ করো।’

সুতরাং মৃত্যুর প্রস্তুতি সদা নিয়ে রাখা চাই। চাকচিক্যময় এ দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়। তাই তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্যমতে— ‘দুনিয়ার মুহব্বত সব পাপ ও অনিষ্টের মূল। আর মৃত্যুর স্মরণ নশ্বর জগতের সব আসক্তিকে নির্মূল করে দেয়’।

কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা মৃত্যুকে কখনও স্মরণ করি না। মনে উদয় হয় না— এই ক্ষণিকালয় ছেড়ে যেতে হবে যে অন্ধকার কবরে। অথচ এই মৃত্যুই পরকালীন অসীম জীবনের সেতুবন্ধ ও চিরস্থায়ী অনন্তযাত্রার বাহন। সেই অনন্তযাত্রার পালকিতে চড়ে পাড়ি দিতে হবে বাস্তবতার দিকে, চূড়ান্ত হিসাব-নিকাশের পথে। সেদিন ইনসাফের মহামহিমের আদালতে ‘মৃত্যু’ যতটা নিশ্চিত, তার আগমনের সময়কাল ততটাই অনিশ্চিত। পূর্ব নির্ধারিত কোনো শিডিউল নেই। আগাম ঘোষণা ছাড়া হাজির হবে, যেকোনো মুহূর্তে অপ্রত্যাশিত ও অনাকাক্সিক্ষত সময়ে।

‘সূরা নিসার আটাত্তর’ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সতর্ক করেন — ‘তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। যদিও তোমরা সুদৃঢ় সুউচ্চ দুর্গে আশ্রয় গ্রহণ করো।’

সুতরাং মৃত্যুর প্রস্তুতি সদা নিয়ে রাখা চাই। চাকচিক্যময় এ দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়। তাই তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্যমতে— ‘দুনিয়ার মুহব্বত সব পাপ ও অনিষ্টের মূল। আর মৃত্যুর স্মরণ নশ্বর জগতের সব আসক্তিকে নির্মূল করে দেয়’।

কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা মৃত্যুকে কখনও স্মরণ করি না। মনে উদয় হয় না— এই ক্ষণিকালয় ছেড়ে যেতে হবে যে অন্ধকার কবরে। অথচ এই মৃত্যুই পরকালীন অসীম জীবনের সেতুবন্ধ ও চিরস্থায়ী অনন্তযাত্রার বাহন। সেই অনন্তযাত্রার পালকিতে চড়ে পাড়ি দিতে হবে বাস্তবতার দিকে, চূড়ান্ত হিসাব — নিকাশের পথে। পার্থিব জীবনের প্রতিটি প্রহরের হিসাব দিতে হবে ইনসাফের মহামহিমের আদালতে। সেদিনের অনুশোচনা কোনো কাজে আসবে না। ইরশাদ হচ্ছে, ‘আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে’ (সূরা ইয়াসিন : ৬৫)।

এজন্য আমাদের সকলের উচিত মৃত্যু পরবর্তী হিসাবের পূর্বে, আমরা নিজেরা নিজেদের জীবনের অঙ্ক মিলিয়ে নিই। আমরা কি আল্লাহর নির্দেশিত পথে চলছি— নাকি তাঁর অবাধ্য হচ্ছি। ইত্যাদির হিসাব মিলিয়ে সঠিক পথে চলতে শুরু করি। নতু'বা মৃত্যুর পর আক্ষেপ করা ছাড়া কোনো পথ খোলা থাকবে না।

اَللَّهُمَّ ارْزُقْنِيْ فِيْهِ طَاعَةَ الْخَاشِعِيْنَ، وَاشْرَحْ فِيْهِ صَدْرِيْ بِإِنَابَةِ الْمُخْبِتِيْنَ، بِأَمَانِكَ يَا أَمَانَ الْخَائِفِيْن

‘হে আল্লাহ! এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তাওফিক দাও। তোমার আশ্রয় ও হেফাজতের ওসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে তোমার ভয়ে ভিরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত করে দাও। হে আল্লাহ ভিরুদের আশ্রয়দাতা।’

اللهم اغسل قلبي بماء الثلج والبرد، ونق قلبي من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس، وباعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب

‘হে আল্লাহ! আমার অন্তরকে বরফ ও শীতল পানি দিয়ে ধৌত করুন। আর আমার অন্তর গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করে দিন, যেভাবে আপনি শুভ্র বস্ত্রের ময়লা পরিষ্কার করে থাকেন এবং আমাকে আমার গুনাহ থেকে এতটা দূরে সরিয়ে রাখুন, পৃথিবীর পূর্ব প্রান্তকে পশ্চিম প্রান্ত থেকে যত দূরে রেখেছেন।’

© সৈয়দ মুকসিত

Work for Jannah

10 Nov, 03:04


ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
মুনতাহা আর বেঁচে নেই, পাশের ঘরের মরজিনা হত্যা করে পাশের খালে পুতে রাখে, মুনতাহার লাশ উদ্ধার ।

Work for Jannah

09 Nov, 17:53


"তোমার ভাইকে ক্ষমা করে দাও। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কারণে যদি তোমার ভাইকে আল্লাহ শাস্তি দেন, তাতে তোমার কী এমন লাভ হবে?"

— ইমাম আহমাদ বিন হাম্বাল (রহ.)
[সিয়ার আলামিল নুবালা, ১১/২৬২]

Work for Jannah

09 Nov, 11:39


"মানুষের মনে যে পরিমাণ অহংকার ঢুকে, তার বিবেক-বুদ্ধি সেই হারে লোপ পায়।"

— মুহাম্মাদ ইবনুল হুসাইন (রহ.)
[ইহয়া, ৩/৩৩৯]

Work for Jannah

08 Nov, 15:47


আজ ৪ টা দিন পার হয়েছে, তাকে পাওয়া যায়নি!
আপনার সন্তান? বোন? মেয়ে? ভাগ্নি পরিবারের কেউ সে হলে এরিয়ে যেতে পারতেন? মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিগিগ ছুটে বেড়াচ্ছে। উল্লেখ্য আজ প্রায় ৭ দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ । ধারণা করা হচ্ছে মুনতাহাকে বাড়ির পাশ থেকে কেউ নিয়ে গিয়েছে।
মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। আপনারা মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে।

যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮

Work for Jannah

01 Nov, 21:15


তুমি কি আমার বন্ধু হবে...

✍️ আরিফ আজাদ ভাই;
🎙️ Abir Hasan ভাই।
join : https://t.me/Islamicveido

Work for Jannah

01 Nov, 11:37


‘যদি কোনো ব্যক্তিকে দেখো সে কোনো সাহাবির দোষ-ত্রুটি বর্ণনা করছে, তাহলে তার ইসলামে সন্দেহ আছে।’

- ইমাম আহমাদ ইবনু হাম্বল (রহ.)
[ইমাম ইবনু কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া : ৮/১৪২]

Work for Jannah

31 Oct, 11:37


কোনো ভালো কাজকে তুচ্ছ ভেবো না। যদিও তা তোমার (মুসলিম) ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার কাজ হয়। (মুসলিম, ২৬২৬)

Work for Jannah

30 Oct, 11:36


তারা কি লক্ষ্য করেনি যে, আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি, নিশ্চয় তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না। (ইসূরা ইয়াসীন, ৩১)

Work for Jannah

29 Oct, 20:21


তোমার ছেলের এতো বন্ধু থাকে- ওলিমা করে তুমি খাওয়াবে, তুমি আরেকজনের উপর ডাকাতি করতে পারো না! অথচ আমরা এটা খাচ্ছি! এরকম যৌতুকের বরযাত্রী আমরা আলেমরাও যাই। এরকম হারাম খাওয়া থেকে বাঁচতে হবে।

পাঠান

জি

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ
Join : https://t.me/Islamicveido

Work for Jannah

29 Oct, 11:36


যতবারই কোনো ব্যক্তি এই কুরআনে আয্বীম নিয়ে তাদাব্বুর করে এবং এতে যা আছে তা স্মরণ করে; ততবারই তিনি তার হায়াতে, তার আমলে, তার ইয়াক্বীনে এবং তার সমস্ত পরিস্থিতির উপর বারাকাত হাসীল করেন।

~ ইবনু উসাইমীন (রহ.)
(তা’লীক্বু ‘আলাল ক্বওয়া‘ইদিল হাসান পৃ. ১৬)

Work for Jannah

28 Oct, 11:36


আমি ইচ্ছে করলেই সবাইকে হিদায়ত দান করতে পারতাম। কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে, আমি নিশ্চয়ই জ্বীন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো। (সুরা-আস সাজদাহ, ১৩)

Work for Jannah

27 Oct, 21:09


জীবন সঙ্গীকে শাসন
~ Dr. Shafiqur Rahman
Join : https://t.me/Islamicveido

Work for Jannah

27 Oct, 11:35


" প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে তওবাকারীগণ উত্তম। " (সুনানে ইবনে মাজাহ, ৪২৫১)

Work for Jannah

27 Oct, 11:03


মিস করে ফেলেন নি তো?,
©

Work for Jannah

26 Oct, 11:35


আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসুল আল্লাহ।

যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই ১৪শ বছর আগে। যখন আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেনো আমার সাথে দেখা করতে পারেন অথচ তখন আমি জন্মই হইনি।

মৃত্যুকালেও আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের কি হবে। উম্মাতি উম্মাতি বলতে বলতে আপনি আপনার রবের কাছে চলে গিয়েছিলেন!

যারা বোঝে না, ১৪০০ বছর আগে এই পৃথিবীকে আলোকিত করা একজন ভিনদেশী, ভিন্নভাষী ব্যক্তি, কি করে আজ শত শত কোটি হৃদয়ের স্পন্দন – তাদের কি করে বোঝাই আপনাকে কেন ভালবাসি, ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

যে মানুষটিকে কখনো দেখিনি, যার কন্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে পৌঁছানোর সৌভাগ্য কখনো হয়নি, কিভাবে বোঝাবো সে মানুষটা কেমন করে সবচেয়ে প্রিয় মানুষগুলোর চাইতেও প্রিয় হয়ে উঠল? ভাষায় কি করে প্রকাশ করি, আপনাকে কেন ভালবাসি "ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

© Baseera

Work for Jannah

26 Oct, 06:51


অমুসলিম দেশে সন্তানদের অবস্থা। -সাবিকুল ইসলাম
Join : https://t.me/Islamicveido

Work for Jannah

25 Oct, 10:48


শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ. দামেস্কের জেলে থাকা কালে একবার জেলার তাঁর কাছে এসে বলল,
শাইখ! আমাকে ক্ষমা করবেন। (আমার কিছুই করার নেই) কারণ, আমি হুকুমের গোলাম।
তখন ইবনে তাইমিয়া রহ. তাকে বললেন, আল্লাহর কসম তোমার মত লোকজন না থাকলে ওরা কারও উপর জুলুম করতে পারত না।

একবার হযরত সুফিয়ান সাওরী রহ.র কাছে এক দর্জি এসে বলল, আমি সুলতানের কাপড় সেলাই করি। আপনি কি মনে করেন, আমি জালিমের সহযোগী বলে গণ্য হব ?
উত্তরে হযরত সুফিয়ান সাওরী রহ. বলেন

তুমি বরং জালিমদেরই একজন। জালিমদের সহযোগী হল তারা যারা তোমার কাছে সুঁই-সুতা বিক্রি করে।

ইমাম আহমদ বিন হাম্বল রহ. বাগদাদের জেলে থাকাকালে একবার জেলার তাঁর কাছে এসে বলল, আবু আব্দুল্লাহ! জালিম এবং জালিমের সহযোগীদের ব্যাপারে যে হাদিস এসেছে, তা কি সহীহ?

ইমাম আহমদ রহ. বললেন, হ্যাঁ।
জেলার বলল, আমি কি জালিমদের সহযোগী বলে গন্য হব ?
ইমাম আহমদ বিন হাম্বল রহ. বললেন, তুমি বরং জালিমদেরই একজন।

জালিমের সহযোগী গণ্য হবে সে, যে তোমার কাপড় ধুয়ে দেয়। খাবার রান্না করে দেয়। তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমার ভাইকে সাহায্য কর, সে জালিম হোক অথবা মাজলুম (অর্থাৎ জালিম ভাইকে জুলুম থেকে বিরত রাখবে এবং মাজলুম ভাইকে জালিমের হাত থেকে রক্ষা করবে)। (সহিহ বুখারী: ২২৮১)

আল্লাহ জুলুম থেকে আমাদেরকে উম্মাহকে বাঁচান এবং জালিমদেরকে হেদায়াত করুন। আমিন।

Work for Jannah

24 Oct, 11:35


"গুনাহের একটি শাস্তি হলো, ব্যক্তি হেদায়াত হারিয়ে ফেলবে এবং দ্বীনি জ্ঞান থেকে বঞ্চিত থাকবে।"

~ ইমাম ইবনু তাইমিয়্যাহ (রহ.)

সূত্র: মাজমুউল ফাতাওয়া, ১৪/১৫২

Work for Jannah

23 Oct, 12:34


"যে একবার আমার উপর দরূদ পড়বে, আল্লাহ তার উপর দশবার রহম করবেন।" [মুসলিম, ৩৮৪]

Work for Jannah

22 Oct, 12:34


"সব কিছুরই সূচনা আছে, আর শত্রুতার সূচনা হয় অন্যদের নিয়ে ঠাট্টা-মশকরা করা থেকে।"

— ইমাম ইবনু মুফলিহ রাহিমাহুল্লাহ
[ আল-আদাবুশ শরইয়্যাহ, ২/২২৩ ]

Work for Jannah

22 Oct, 10:34


জাহান্নামের গভীরতা কেমন হবে?

Work for Jannah

22 Oct, 04:18


জান্নাতীদের পোষাক কোন কালার হবে?

Work for Jannah

21 Oct, 16:04


🌹 হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন,"যখন কোনো ব্যক্তি বিবাহ সম্পন্ন করে, তখন সে তার ঈমানের অর্ধেক সম্পন্ন করে। বাকি অর্ধেকের জন্য তাকে আল্লাহকে ভয় করা উচিত। আল-জামে আস-সাগীর, হাদিস নং ৪৩১১

Work for Jannah

21 Oct, 12:33


(হে নবী,) বলে দাও, হে আমার বান্দারা, যারা নিজের আত্মার ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চিতভাবেই আল্লাহ সমস্ত গোনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু।’ (সূরা আয-যুমার-৫৩)

Work for Jannah

20 Oct, 22:02


কালেমার পতাকা কি, ইসলামেরই পতাকা?
🎤 প্রফেসর মোখতার আহমাদ।
Join : https://t.me/Islamicveido

Work for Jannah

20 Oct, 12:33


'গুনাহ মানুষের স্বভাব নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়, এমনকি রিজিকও নষ্ট করে দেয়।'
.
— শাইখ আস-সাদী (রহ.)
[তাফসীরুল কারীমির রহমান, ২৯১]

Work for Jannah

19 Oct, 17:37


দ্বীনদার পাত্রের সংখ্যার তুলনায় দ্বীনদার পাএীর সংখ্যা খুবই নগন্য

বিস্তারিত কমেন্টে.....

Work for Jannah

19 Oct, 12:33


"হালাল রিযিক অন্বেষণ করে তা পরিবারের জন্য খরচ করাটা এমন এক মহান ক্ষেত্র - নেক আমল সমূহের কোনোকিছুই যার সমতূল্য হয় না।"

- ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ)
[আল-ঈমানুল আউসাত, পৃষ্ঠা : ৬০৯]

Work for Jannah

18 Oct, 11:33


‘আর ভরসা করো সেই জীবিত সত্ত্বার (আল্লাহর) ওপর, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না।’ (সূরা ফুরকান, ৫৮)

Work for Jannah

18 Oct, 02:57


ফি*liস্তিne এমন একটা সকাল আসুক, যেখানে ফজরের নামাজের জ!ম!তে বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা সকলেই মসজিদুল আকসায় ছুটে আসবে নির্ভয়ে।
.
~ মেরাজ হোসেন

Work for Jannah

17 Oct, 11:33


আপনাকে জান্নাতে নিয়ে যাবে শরবতের গ্লাস, হাড়ি পাতিল!

আমি এখন যে আয়াতের কথা বলবো, সেটা বাচ্চা থেকে শুরু করে মোটামুটি সকল মুসলিম নরনারী নামাজে হোক কিংবা এমনি হোক, পড়ে থাকেন।

আমি সূরা মাউনের শেষ আয়াতের কথা বলছি। নিশ্চয়ই সবাই এটা পারি।

আপনি কি জানেন, আপনার বাসায় থাকা কাপ, পাতিল, কুঠার, বালতি, গ্লাস, চেয়ার টেবিল এসব ছোট ছোট জিনিসকে একত্রে বলা হয় 'মাউন'?

আপনাদের ব্যবহার করা এই জিনিসগুলোর গুরুত্ব কতোটা হলে আল্লাহ একটা সূরার নাম 'মাউন' রাখেন!

কখনও ভেবেছেন?

এই 'আল মাউন' সম্পর্কে হযরত উবাইদিন (রহঃ) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) কে জিজ্ঞেস করলে, তিনি বলেন, "উহা সাধারণ ব্যবহার্য জিনিস যা একজন অন্যজনকে দিয়ে থাকে। যেমন- কুঠার, পাতিল, বালতি এবং এ ধরণের অন্যান্য ছোট ছোট জিনিস।" (

তাবারী, ২৪/৬৩৯)

এই সামান্য জিনিসগুলোকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। এতো কিছু থাকতে আল্লাহ এগুলোকে কেনো এত গুরুত্ব দিলেন?

আল্লাহ চান, তাঁর বান্দাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাক। তাঁরা মিলেমিশে থাকুক একসাথে। অথচ প্রতিবেশি কেউ এসব জিনিস চাইলে আমরা বিরক্ত হয়। ফকির, ছোট লোকও বলে থাকি কেউ কেউ। আবার অনেকে এ-ও বলি যে, একটা পাতিল কিনতে পারে না এরা কেমন মানুষ, অন্যের বাড়ি চাইতেও লজ্জা পায় না! আমি হলে তো রান্না না করে বসে থাকতাম, তবুও অন্যের কাছে চাইতে যাইতাম না।

হে আমার বোন/ভাই! আপনার এই আচরণে আল্লাহ সন্তুষ্ট না। আল্লাহ আমাদের একে পরের মুখাপেক্ষী করে দিয়েছেন, যাতে একে পরের থেকে ফায়দা লাভ করতে পারি, চলার পথ সহজ করতে পারি। সুরা যুখরাফের ৩২ নং আয়াতে যদি তাকান তবে দেখতে পাবেন, "আমি তাদের একের মর্যাদাকে অন্যের উপর উন্নীত করেছি, যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করতে পারে।" এই আয়াতের সুন্দর একটা ফিলোসফি আছে। ইন শা আল্লাহ অন্যদিন বলবো।

এবার আসুন আগের জায়গায়। সূরা মাউনের চার নাম্বার আয়াতে আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন, "দুর্ভোগ সেসব নামাজীদের জন্য," এই পর্যন্ত বলে সাথে সাথে আরো তিনটি আয়াত যুক্ত করেছেন, "যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর। যারা তা লোক দেখানোর জন্য করে। এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না।"

তার মানে আপনি নামাজী হয়েও বিপদে আছেন! কেনই বা বিপদে পড়বেন না, আপনি যে পাক্কা নামাজী হতে পারেননি।

বিষয়টা এভাবে চিন্তা করেন তো, আপনার বাবা আপনাকে চালাচ্ছেন। আপনার পকেট খরচ থেকে শুরু করে সব দিচ্ছেন। এবং তিনি আপনাকে বলেছেন, পড়াশোনা করতে, কিন্তু আপনি তাঁর কথা শুনেননি। আপনি পড়া বাদ দিয়ে সিনেমা দেখতে চলে যান। তাই তিনি চরম রাগান্বিত হয়ে বললেন, এর কপালে দুঃখ আছে, আমি একে অবশ্যই শাস্তি দেবো। আর আপনি জানেন যে, আপনার বাবা অনেক রাগী মানুষ যা বলেন তাই করেন। এখন বলেন, আপনার অবসস্থা কি হবে?

একই ভাবে, আল্লাহর কুদরতের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, "যারা নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না, তাঁর জন্য রয়েছে দুর্ভোগ।"

আল্লাহর বলা এই 'দুর্ভোগ' শব্দের প্রতিফলন কিন্তু আপনার বাবার শাস্তি থেকে ভয়াবহ। এটা আপনি জানেন।

তাহলে আপনি যদি এই কাজের বিপরীত হন, অর্থাৎ , আপনি আপনার প্রতিবেশিকে নিত্য প্রয়োজনীয় বস্তু দিয়ে সাহায্য করে থাকেন, তবে আল্লাহর সন্তুটি পাচ্ছেন। আর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে তো বুঝতেই পারছেন, জান্নাত অবধারিত।

সুতরাং, এই ছোট ছোট বস্তগুলো দিয়ে প্রতিবেশিকে সাহায্য করা উচিৎ। এতে প্রতিবেশি আপনাকে ভালোবাসবে। আপনাদের সম্পর্ক আরো মধুর হবে, একে অপরের বিপদে ঝাপিয়ে পড়বে। আর আল্লাহ সন্তুষ্ট হবেন। তাদের কাজ শেষ হলে আবার ফেরতও পেয়ে যাবেন। মাঝখান দিয়ে আল্লাহর ভালোবাসা পেয়ে গেলেন, জান্নাতে যাওয়ার পথও প্রশস্ত করে নিলেন। এমন বিনিয়োগ কোথায় আছে বলেন?

আপনি কি চান না এই সাধারণ জিনিস শুধু ব্যবহারের জন্য দিয়ে অসাধারণ জান্নাত নিজের করে নিতে?

© মইনুল ইসলাম

Work for Jannah

16 Oct, 11:32


যে ব্যক্তি এই দুনিয়ায় আল্লাহর যিকর, তাওহীদ এবং ইস্তিগফারের মাধ্যমে তার শয়তানকে শাস্তি দেয় না; আখিরাতে তার শয়তান তাকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেবে।

– ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)
[বাদায়েউল ফাওয়ায়েদ: ৩/৭৯৩]

Work for Jannah

15 Oct, 12:32


‘তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু’। (সুরা ফুরকান, ৭০)

Work for Jannah

14 Oct, 12:32


"হে ইমানদারেরা, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে মোতায়েন আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাব ফেরেশতারা।" (সূরা আত-তাহরিম, ৬)