হৃদয়ের বসন্ত @hrridoyerboshonto Channel on Telegram

হৃদয়ের বসন্ত

@hrridoyerboshonto


হৃদয়ের বসন্ত (Bengali)

হৃদয়ের বসন্ত নামক চ্যানেলটি একটি অত্যন্ত সহজে অনুসন্ধান করা যাবে, যা সুন্দর ছবি, কবিতা, গান এবং সাহিত্যের সাথে পূর্ণ। এই চ্যানেলটির লক্ষ্য হলো মানুষের হৃদয়ে সুখ এবং আনন্দ ছড়িয়ে দেওয়া। হৃদয়ের বসন্ত চ্যানেল সকলের জন্যে, মানুষের মন ভরা হোক আনন্দের সাথে। এই চ্যানেলে আপনি প্রেম, কবিতা, গান, ছবি এবং আরো অনেক কিছু পাবেন। হৃদয়ের বসন্ত একটি মনোরম সাহিত্যিক যাত্রা যেখানে আপনি নিজের হৃদয়ের অনুভুতি প্রকাশ করতে পারবেন। এই চ্যানেলে আপনি সকল ধরণের কবিতা, ছবি, গান এবং অন্যান্য সাহিত্যিক কাজ পাবেন। এছাড়া, এই চ্যানেলে আপনার মনটা ভরে উঠবে নতুন নতুন আদরের সাথে। তাহলে নিজের মনের বাসন্ত চোখের সামনে আনুন, যেমন হৃদয়ের বসন্ত চ্যানেলের সাথে থাকা চলবে তাদের।

হৃদয়ের বসন্ত

30 Dec, 13:14


শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন,

"মুসলমানদের গুনাহ, দুর্বল ঈমান ও আক্বিদার অজ্ঞতার কারণে কুফফারদের হাতে বিজয় চলে যায়।

তবে তারা যদি ইমান মজবুতের নিমিত্তে তাওবাহ করে, সহিহ্ সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করে, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তায়ালা তাদের বিজয় নিশ্চিত করেন।"

তথ্যসূত্রঃ আল-জাওয়াবুস সাহীহ, ৬/৪৫০

হৃদয়ের বসন্ত

30 Dec, 09:16


وَلَوْلَآ أَن يَكُونَ ٱلنَّاسُ أُمَّةً وَٰحِدَةً لَّجَعَلْنَا لِمَن يَكْفُرُ بِٱلرَّحْمَٰنِ لِبُيُوتِهِمْ سُقُفًا مِّن فِضَّةٍ وَمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُونَ ۞ وَلِبُيُوتِهِمْ أَبْوَٰبًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِـُٔونَ ۞وَزُخْرُفًاۚ وَإِن كُلُّ ذَٰلِكَ لَمَّا مَتَٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۚ وَٱلْءَاخِرَةُ عِندَ رَبِّكَ لِلْمُتَّقِينَ۞

যদি সব মানুষ একই জাতিতে পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত, তবে যারা পরম করুণাময়ের প্রতি কুফরী করে আমি তাদের গৃহসমূহের জন্য রৌপ্যনির্মিত ছাদ ও ঊর্ধ্বে আরোহণের সিঁড়ি তৈরী করে দিতাম। আর তাদের গৃহসমূহের জন্য দরজা ও পালঙ্ক, যাতে তারা হেলান দেয়।
আর তাদের জন্য স্বর্ণনির্মিত এর সব কয়টিই দুনিয়ার জীবনের ভোগ-সামগ্রী।
আর আখিরাত তো তোমার রবের কাছে মুত্তাকীদের জন্য। [সূরা আয-যখরুফ: ৩৩-৩৫]


সুতরাং দুনিয়াতে প্রচুর পরিমাণে সম্পদ না পাওয়া নিয়ে মনঃক্ষুণ্ন হবেন না। যে পরিমাণ সম্পদ দিয়ে আপনি সচ্ছল ও ঋণমুক্ত ভাবে জীবন পার করতে পারবেন তা যদি পেয়ে যান তাহলে সন্তুষ্ট হোন। আর যদি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ অর্জন করেন তাহলে তা সৎপথেই ব্যয় করুন। এর দ্বারা জান্নাতের পথকে সহজ করে নিন।

হৃদয়ের বসন্ত

29 Dec, 18:18


মূত্রাশয় ক্যান্সারে (গ্রেড-৩) আক্রান্ত হয়েছে এই কুখ্যাত নরাধম খুনি। আলহামদুলিল্লাহ!

হৃদয়ের বসন্ত

28 Dec, 17:45


ইসলামিক ভ্রাতৃত্ববোধ এবং উম্মাহর ধারণা ভুলে জাতীয়তাবাদ লালন করার পরিণতি কতটা জঘন্য তার দুইটি উদাহরণ দিচ্ছি-

১) কয়েকদিন আগে পাকিস্তান বিনা নোটিশে ইসলামি আমিরাত আফগানের ভিতরে জজ্ঞী দমনের নামে বিমান হামলা চালিয়ে প্রায় ২০ জন গ্রামীণ সাধারণ মানুষকে হত্যা করেছে। আর তালিবরাও বসে নেই। তারা ইতোমধ্যে প্রতিশোধ নিয়ে ১৯ জন পাকিস্তানের সৈন্যকে হত্যা করেছে। অথচ দুইটিই মুসলিম প্রধান দেশ।

২) আরবরা ফিলিস্তিন ইস্যুকে দেখে তাদের দেশের সমস্যা হিসেবে, উম্মাহর সমস্যা হিসেবে নয়। ফলে তারা এটা নিয়ে খুব একটা চিন্তিত না।

আমাদের চিন্তাভাবনা হওয়ার কথা ছিল উম্মাহ কেন্দ্রিক। উম্মাহর স্বার্থই নিজের স্বার্থ, উম্মাহর কল্যাণই নিজের কল্যাণ। উম্মাহ বাঁচলে নিজে বাঁচবো এমনটাই মস্তিষ্কে ধারণ না করার পরিণতি হলো, কাফিররা যেমন এই উম্মাহকে যেদিক থেকে পারছে খাবলে খাচ্ছে তেমনি নিজেরা নিজেরা মারামারি করে নিজেদের শেষ করছে।

হৃদয়ের বসন্ত

18 Dec, 10:57


মনে আছে এটা? তিনি আর নেই।

إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيْهِ رَٰجِعُونَ

পরিবারের সবাইকে হারিয়ে তিনিও চলেন। আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করুন।

খালিদ ও তার পুরো পরিবারকে আল্লাহ জান্নাতে শহীদদের সাথে একত্রিত করুন।

হৃদয়ের বসন্ত

12 Dec, 12:06


কাফিরদের মধ্যে যারা অবাধ্যতায় লিপ্ত হয়ে ঈমান আনছে না তাদের ব্যাপারে আল্লাহ বলেন,

ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ

যারা নিজেদের ক্ষতি করেছে তারা ঈমান আনবে না।
[6:12]

তারা নিজেদের জন্য ক্ষতিকেই বেছে নিয়েছেন ঈমান না আনার পরিবর্তে! কি ভয়াবহ ব্যাপার!

এই আয়াত থেকে মুমিনদের জন্য শিক্ষা হলো, "ইতোমধ্যে যাকে ঈমানের নিয়ামত দেওয়া হয়েছে আল্লাহ চান না যে তিনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হোক। তাই তিনি তাকে ঈমান দিয়েছে আগুন থেকে বাঁচার জন্য প্রোটেকশন হিসেবে। সেই ঈমান ভঙ্গের সব ধরণের কাজ থেকে বিরত থেকে এই অমূল্য নিয়ামতের ক্বদর করা উচিত।"

ঈমানদার মুমিনকে আল্লাহ যে ভালোবেসে হিদায়ত দান করেন তার অকাট্য দলীল-

إِنَّكَ لَا تَهْدِى مَنْ أَحْبَبْتَ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهْدِى مَن يَشَآءُۚ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ

(হে নবী) নিশ্চয় তুমি যাকে ভালবাস তাকে তুমি হিদায়াত দিতে পারবে না; বরং আল্লাহই যাকে ইচ্ছা হিদায়াত দেন। আর হিদায়াতপ্রাপ্তদের ব্যাপারে তিনি ভাল জানেন। [সূরা আল ক্বসাস: 56]

হৃদয়ের বসন্ত

10 Dec, 13:25


⚠️⚠️⚠️ Graphics warning

দেখে নিজেকে সামাল দেওয়ার মতো প্রচন্ড মনোবল না থাকলে এড়িয়ে চলুন।

সিদনায়া কারাগারের কসাইখানা থেকে এই হতভাগাদের দেহগুলো উদ্ধার করা হয়েছে! কিন্তু কোন পরিচয় মেলানো সম্ভব হচ্ছে না। কারণ তাদের চোখ উপড়ে ফেলা হয়েছে এবং ঠোঁট কেটে নেওয়া হয়েছে! কি জঘন্য এবং নির্মম ভাবে হত্যা করা হলো তাদেরকে!

হৃদয়ের বসন্ত

10 Dec, 04:17


আল্লাহ কুকুর গুলোকে লাঞ্চিত করুক।

হৃদয়ের বসন্ত

10 Dec, 00:18


⚠️ Graphics Warning

কুখ্যাত খুনি শিয়া আসাদ ও তার কুকুরগুলো সুন্নীদের সাথে কি করেছিল! এই বিজয়ে যারা প্রাণ দিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিন।

হৃদয়ের বসন্ত

08 Dec, 18:30


যা ভেবেছিলাম তাই হচ্ছে! ইসরাইল সিরিয়ায় আক্রমণ চালাচ্ছে। উম্মাহর উপর আরও কত পরীক্ষা নেমে আসতে যাচ্ছে...

হৃদয়ের বসন্ত

08 Dec, 15:15


কয়েক দশক ধরে অন্ধকূপে বন্দি নারী ও পুরুষদের মুক্ত হওয়া দৃশ্যগুলো বর্ণনা করা সম্ভব নয়! উমাইয়া মসজিদ, খালিদ বিন ওয়ালীদ মসজিদগুলোর মতো শত শত মসজিদের মিনারে আজানের ধ্বনি শোনে সিরিয়ানদের মতো হৃদয় শীতল হয়েছে দুনিয়ার আনাচে কানাচে থাকা সব মুমিনের। শোকরিয়া ইয়া রব।

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!!

হৃদয়ের বসন্ত

08 Dec, 09:46


১৯৭১ - ২০২৪ আসাদের পরিবার!
১৯৭১ - ২০২৪ মুজিব পরিবার!

হৃদয়ের বসন্ত

08 Dec, 08:39


বিজয়ের মুহূর্তে একটা আশঙ্কার কথা বলি।

জারজ রাষ্ট্র ইসরাইল সিরিয়ার ভূমি দখল করার জন্য পায়তারা করতে পারে। সেক্ষেত্রে মুজাহিদ ও ইসরাইলের মধ্যে খুব সম্ভবত নতুন উদ্যোমে যুদ্ধ শুরু হবে।

গত ১২০ বছরে আমরা মুসলিমরা কয়েক নদী রক্ত দিয়েছি। এই ভূমিতে আরও রক্ত দিতে হবে। স্বস্তির কথা হলো, এই সিরিয়ার দামেস্কও কাবুলের মতোই বিনা রক্তপাতে বিজয় হয়েছে। আল্লাহ মুমিনদের যে পরীক্ষায় ফেলবেন তা অচিরেই তিনিই সফল করবেন। আল আক্বসার ভূমি এবং নবীদের দেশ ফিলিস্তিন, ইরাক, মিশরও বিজয়ী হবে।

ইনশা আল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহর সেই ওয়াদা মুমিনদেরই বিজয় হবে।

وَلَا تَهِنُوا۟ وَلَا تَحْزَنُوا۟ وَأَنتُمُ ٱلْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ

আর তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিত হয়ো না, আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাক। [Aal-e-Imran: 139]

وَلِلَّهِ ٱلْعِزَّةُ وَلِرَسُولِهِۦ وَلِلْمُؤْمِنِينَ وَلَٰكِنَّ ٱلْمُنَٰفِقِينَ لَا يَعْلَمُونَ

সকল মর্যাদা তো আল্লাহর, তাঁর রাসূলের ও মুমিনদের। কিন্তু মুনাফিকরা তা জানে না। [Al-Munafiqun: 8]

হৃদয়ের বসন্ত

08 Dec, 06:14


মুজাহিদরা দাবি করেছে, আসাদের বিমানকে শুট ডাউন করা হয়েছে। খবরের সত্যতা এখনো নিশ্চিত নয়। এটা যেন সত্য হয়। আল্লাহ আসাদের পুরো পরিবারকে ধ্বংস করুক।

হৃদয়ের বসন্ত

08 Dec, 04:43


আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!  সিরিয়া বিজয় হয়েছে। কুখ্যাত নরপিশাচ খুনি আসাদ পালিয়েছে! কি যে শান্তি লাগতেছে খবরটা শোনে!

ইয়া রব, আফগানিস্তানের পর সিরিয়ার বিজয়। এত দ্রুত একের পর এক বিজয় দেখছি এই জীবনে যা গত কয়েক শতাব্দীতেও কয়েক প্রজন্ম দেখেনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!

হৃদয়ের বসন্ত

03 Dec, 18:06


এই স্ক্রিনশটটি এখানে শেয়ার করতে চাইনি। পরে মনে হলো শেয়ার করা দরকার। এর মাধ্যমে হায়েনার হাত থেকে একজনও যদি রক্ষা পায় তাহলে ক্ষতি কি! অনেক বেশি সচেতনতার কোন বিকল্প নেই।

হৃদয়ের বসন্ত

01 Dec, 18:35


✴️ গুরুত্বপূর্ণ:
উম্মাহর বিজয় অর্জনের জন্য আমাদের কি করণীয় তা জেনে নিন সিরিয়ার একজন মুজাহিদ থেকে!

হৃদয়ের বসন্ত

01 Dec, 14:53


সূরা মারইয়ামে আল্লাহ কিয়ামতের দিনের এমন দুইটি চিত্র এমনভাবে বর্ণনা করেছেন যা চিন্তাশীল ব্যক্তির হৃদয়কে প্রকম্পিত করে দিবে। তার মধ্যে এটি একটি...

إِن كُلُّ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ إِلَّآ ءَاتِى ٱلرَّحْمَٰنِ عَبْدًا ۞ لَّقَدْ أَحْصَىٰهُمْ وَعَدَّهُمْ عَدًّا ۞ وَكُلُّهُمْ ءَاتِيهِ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فَرْدًا ۞

"আকাশ আর যমীনে এমন কেউ নেই যে, দয়াময়ের নিকট বান্দাহ হয়ে হাযির হবে না। তিনি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন আর তাদেরকে বিশেষভাবে গুণে গুণে রেখেছেন। কিয়ামাতের দিন তাদের সবাই তাঁর কাছে আসবে একাকী অবস্থায়।"

এই আয়াতগুলো সত্যিই অনেক ভারী! এগুলো পড়ার সময় ভাবতে লাগলাম, সেদিন আমার কি হবে যখন আমি রহমানের সামনে হাজির হবো একাকী? সেদিন না আমার কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে, না কোন সাহায্যকারী! যদি এক এক করে সব পাপগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে, "তুমি কি এই এই পাপ করনি?"

ইয়া রব্ব, আমি আপনার সাক্ষাৎকে ভালোবাসি তবে আমার পাপগুলোর কথা ভাবলে আতঙ্কিত হয়ে পড়ি। সেদিন আমার কাছ থেকে আপনি সহজ হিসেব নিবেন আর সেদিনটিকে আমার জীবনের শ্রেষ্ঠ দিন বানিয়ে দিন।

হৃদয়ের বসন্ত

01 Dec, 08:35


হায়দ্রাবাদের এই মসজিদটি মুগলরা মন্দির ভেঙে নির্মাণ করেছে- এমন দাবি করে আদালতে পিটিশন করে। আদালত সেটি খতিয়ে দেখার নির্দেশ দেয়। আর মসজিদের পাশে গেরুয়া হিন্দুরা (ক্ব-তালাহুমুল্লাহ) মন্দির নির্মাণ করেছে। এভাবেই আল্লাহর কতগুলো ঘর তারা দখল করে মন্দির বানিয়েছে।

অচিরেই মুসলিমদের এই ক্ষোভের ভয়ংকর বিস্ফোরণ হবে যা পুরো উম্মাহর মধ্যে ছড়িয়ে পড়বে ইনশা আল্লাহ। এটা হবেই হবে। সত্য আর মিথ্যা কখনো এক হতে পারে না। মিথ্যা কখনো সত্যের উপর বিজয়ী হতে পারে না। এটাই আল্লাহর সুন্নাহ।

হৃদয়ের বসন্ত

01 Dec, 06:13


দীর্ঘ ৮ বছর পর কুখ্যাত মুসলিম হত্যাকারী বাশার আল আসাদের হাত থেকে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে মুজাহিদীনরা। আলহামদুলিল্লাহ। শহরটিতে প্রায় ৬০ লক্ষ লোকের বসবাস যাদের বেশির ভাগই এতদিন রিফিউজি হিসেবে ছিল। এখন তারা ঘরে ফিরছে.....

আলহামদুলিল্লাহ। দুআ করি, এই বিজয় অব্যাহত থাকুক। আল্লাহ, আপনি শিয়াদের লাঞ্চিত করুন।

হৃদয়ের বসন্ত

30 Nov, 17:52


এপগুলো অনেকের কাজে আসবে ইনশা আল্লাহ।

হৃদয়ের বসন্ত

30 Nov, 17:52


📌 مشاريع نُقاية

❖‏ https://tafsir.app · الباحث القرآني
❖‏ https://sunnah.one · الباحث الحديثي
❖‏ muqri.com · المقرئ
❖‏ app.turath.io · تراث · ٨٬٢٣٨ كتابا للقراءة والتحميل
❖‏ https://read.tafsir.one · التفسير التفاعلي
❖‏ takw.in · تكوين الراسخين · منهج شامل للعلوم الشرعية مع شروح ومواد أخرى
❖‏ https://qari.app · القارئ · للاستماع إلى القرآن بصوت أكثر من ١٠٠ قارئ
❖‏ t.me/faidahbot · مُجدوِل العلم · اشترك بفوائد يومية، ليستمر ارتقاؤك في العلم
❖‏ https://bahith.app · الباحث العلمي · بحث فوري في أكبر مكتبة على الشبكة. كتب · دروس · مخطوطات
❖‏ https://muhaffidh.app · المصحف المحفظ · مصحف يساعد على حفظ القرآن ومراجعته

♻️ ساهموا في النشر · يستمر لكم الأجر

হৃদয়ের বসন্ত

28 Nov, 06:08


ইবনু আব্বাস (রা) লোকদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, "তোমরা বাজার হতে কিংবা তোমাদের কোন প্রয়োজন সেরে বাড়িতে প্রবেশ করে বিছানায় হেলান দিয়ে বসে কুরআনের তিনটি আয়াত পাঠ করা হতে তোমাদেরকে কিসে বাধা দেয়?"[1]

রসুলুল্লাহ (ﷺ) তার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, “তোমাদের কেউ কি তার ঘরে ফিরে এসে সেখানে তিনটি হৃষ্টপুষ্ট গর্ভবতী উট পেতে পছন্দ করে?” আমরা বললাম, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বলেনঃ “তোমাদের কারো তিনটি আয়াত পাঠ করা তার জন্য তিনটি হৃষ্টপুষ্ট গর্ভবতী উটের চেয়েও উত্তম।”[2]

অতএব যখনি আপনার সামান্য অবসর সময় পাবেন তখনি কুরআন পড়ুন। একটি, দুইটি অথবা তিনটি আয়াত হলেও পড়ুন! আল্লাহর পক্ষ থেকে এর প্রতিদান তো রয়েছেই!

References:
[1] সুনানে আদ-দারেমী: ৩৩৭৫; শুয়াবুল ঈমান ২০০৩, ২১৯৮; হাদিসের মান: সহীহ
[2] সুনানে আদ-দারেমী: ৩৩৫৩; হাদিসের মান: হাসান

হৃদয়ের বসন্ত

27 Nov, 06:07


https://youtu.be/Su7YscXmUJM?si=aDDlRaYD92wj3DJ9

হৃদয়ের বসন্ত

27 Nov, 04:01


উমার (রাঃ) রসুলুল্লাহ (ﷺ)-কে বলেন,

أَلَيْسَ قَتْلَانَا فِي الْجَنَّةِ وَقَتْلَاهُمْ فِي النَّارِ قَالَ بَلَى

"আমাদের শহীদগণ জান্নাতবাসী আর তাদের (কাফিরদের) নিহতরা কি জাহান্নামবাসী নয়? রসুলুল্লাহ (ﷺ) বলেন, হ্যাঁ।"

হৃদয়ের বসন্ত

26 Nov, 19:59


হিন্দুরা কেন ঔষধ আর স্বর্ণের ব্যবসায়ে এত বেশি বিনিয়োগ করে? অথচ ব্যবসায় জগতে অন্যতম লাভজনক খাত এই দুইটিতে মুসলিমরা অনেক অনেক পিছিয়ে! এগুলোতে মনোযোগ দেওয়া দরকার।

হৃদয়ের বসন্ত

26 Nov, 14:28


ডারতে মসজিদ রক্ষা করার সময় গুলি করে ৬ জন মুসলিমকে শহিদ করা হয়েছে। কোনো মুসলিম দেশ কিছু বলেনি। সংখ্যালঘুর উপর স্টিমরোলার চালাচ্ছে কেউ দেখছে না। অন্যদিকে ইস্কনের নেতা দেশদ্রোহীতায় লিপ্ত থাকায় তাকে আটক করা হয়৷ এতেই হিন্দু সমাজ রাস্তায় নামে এমনকি মসজিদে আক্রমণ করছে। ডারত থেকে হুমকি ধমকি আসছে। যা ইসকনের দেশদ্রোহীতার প্রমান বহন করছে৷

এবার পূজার ক্ষেত্রেও সরকার বেশ কেয়ারিং মুডে ছিল, আরো বেশি জাঁকজমকপূর্ণ ভাবে পূজা উদযাপনের ব্যবস্থা করেছিল। অবস্থাদেখে মনে হচ্ছিল, যেন আওয়ামি ফ্যাসিস্ট আমলে হিন্দুদের পূজা করতে দেয়া হয়নি তাই ষোলো বছর পর এই সরকার বেচারা হিন্দুদের পূজা উদযাপন করতে দিচ্ছে।

ডারত ও হিন্দু বিষয়ে সরকারের অধিক কেয়ারিং মনোভাব বর্তমান অবস্থা তৈরির জন্য প্রধানত দায়ী। সরকারের উচিত স্পষ্ট ভাবে বলা - "ডারতে সংখ্যালঘুরা যেভাবে ট্রিট হয়, বাংলাদেশেও সংখ্যালঘুরা একই ভাবে ট্রিট হবে।"

আমরা মন্দির পাহারা দেই আর তারা মসজিদ ভাঙে। আল্লাহ আমাদের বুঝ দিক।

ডারত=ভারত

হৃদয়ের বসন্ত

23 Nov, 18:27


জাদুর তাবিজ পেলে যেভাবে নষ্ট করবেন...

https://www.facebook.com/groups/ruqyahbd/permalink/901157306738256/?app=fbl

হৃদয়ের বসন্ত

23 Nov, 18:26


আপনার সন্তানের নিরাপত্তার ব্যাপারে সচেতন হোন!

হৃদয়ের বসন্ত

22 Nov, 12:13


مَن جَآءَ بِٱلْحَسَنَةِ فَلَهُۥ عَشْرُ أَمْثَالِهَا

যে ব্যক্তি সৎকর্ম করবে তার জন্য আছে দশ গুণ পুরস্কার। [সূরা আনআ'ম: ১৬০]

হৃদয়ের বসন্ত

21 Nov, 15:36


কিভাবে শান্তি পুরষ্কার পেয়েছে দেখেন! এসব পুরষ্কারের পিছনের গল্প নতুন করে আর বলার দরকার নেই।

যে যত বেশি মুসলিমদের বিরুদ্ধে শয়তানি করবে তত বেশি তাকে মহান(!) বানাবে কুফফাররা!

হৃদয়ের বসন্ত

21 Nov, 07:53


রমাদানের বাকি আর মাত্র ১০০ দিন!

হৃদয়ের বসন্ত

19 Nov, 16:19


فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ۞ ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ۞ ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ ۞

অতএব দুর্ভোগ সে সব সলাত আদায়কারীর। যারা নিজেদের সলাতের ব্যাপারে উদাসীন! যারা লোক দেখানোর জন্য তা করে। [সূরা মাউন: ৪-৬]

হৃদয়ের বসন্ত

18 Nov, 17:04


ইব্রাহিম (আ) এবং তাঁর সাথীদের বলা এই কথাটি আসলেই ঈমানকে বাড়িয়ে দেয়। যখন তিনি ও তাঁর সাথীরা নিজ জাতি থেকে পৃথক হলেন তখন বললেন,

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ

হে আমাদের রব, আমরা আপনার ওপরই তাওয়াক্কুল করছি, আপনারই অভিমুখী হই আর (সবকিছুর) প্রত্যাবর্তন তো আপনারই দিকে। [সূরা মুমতাহানা: 60:4]

হৃদয়ের বসন্ত

15 Nov, 08:27


সূরা কাহফের সেই যুবকরা যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন আল্লাহ তাদেরকে দুইটি জিনিস দেন।

১) হিদায়তকে আরও বাড়িয়ে দেন,
২) তাদের অন্তরে দৃঢ়তা প্রদান করেন।

আল্লাহ বলেন,

إِنَّهُمْ فِتْيَةٌ ءَامَنُوا۟ بِرَبِّهِمْ وَزِدْنَٰهُمْ هُدًى

নিশ্চয় তারা কয়েকজন যুবক, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। [18:13]

وَرَبَطْنَا عَلَىٰ قُلُوبِهِمْ

আমি তাদের অন্তরকে দৃঢ় করেছিলাম। [18:14]

সত্যি বলতে, কোন যুবক তার যৌবনের পাপ থেকে বাঁচতে পারবে না এই দুইটি জিনিস ছাড়া। যদি আল্লাহর প্রতি আনুগত্য এবং শরীয়তের বিধানের প্রতি অন্তর দৃঢ় না থাকে তাহলে অবশ্যই পাপে জড়িয়ে পড়বে যে কেউ। তার উপর বর্তমান সময়ে পাপ করার সব ধরণের উপায় উপকরণ আঙুলের ডগায়! তাই আমাদেরকে সেই যুবকদের মতোই দুআ করা উচিত—

إِذْ أَوَى ٱلْفِتْيَةُ إِلَى ٱلْكَهْفِ فَقَالُوا۟

যখন যুবকরা গুহায় আশ্রয় নিল অতঃপর বলল,

رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

‘হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকান্ড সঠিক করে দিন’। [18:10]

হৃদয়ের বসন্ত

13 Nov, 16:50


রসুলুল্লাহ (ﷺ) আল্লাহর (ﷻ) পক্ষ থেকে বর্ণনা করেন (হাদিসে কুদসি), আল্লাহ (ﷻ) বলেন,

يَا عِبَادِي! إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ

হে আমার বান্দাগণ! তোমরা রাত ও দিনে পাপ কর, আর আমি তোমাদের সকল পাপ ক্ষমা করি। অতএব আমার নিকট ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব। [হাদিসে কুদসী: ১৪১]

হৃদয়ের বসন্ত

12 Nov, 07:47


এখানে ৫ জন স্কলারশিপ পাবেন। কারও আর্থিকভাবে সমস্যা থাকলে আবেদন করতে পারেন।

বিস্তারিত: এই পোস্টে

আবেদন ফরম: এই লিংকে

বিস্তারিত পোস্ট পড়ে আবেদন করবেন।

হৃদয়ের বসন্ত

12 Nov, 06:57


আরবী ভাষা শিক্ষা কোর্স। মদীনা বুক-১

আগ্রহীরা করতে পারেন ইনশা আল্লাহ।

https://wasiuzzaman.com/mb1/

হৃদয়ের বসন্ত

09 Nov, 06:48


আমাদের অনেকেই এই ধরণের ভুল করি। এই ভিডিওতে খুবই ভালোভাবে এক্সপ্লেন করেছে কিভাবে তিলাওয়াতে মিউজিক, অটোটিউন ইত্যাদি ব্যবহার করা হচ্ছে আজকাল!

https://youtu.be/gDnZ5aLahsY

হৃদয়ের বসন্ত

07 Nov, 17:38


اللهم صلي وسلم وبارك على نبينا محمد وعلى اله

হৃদয়ের বসন্ত

03 Nov, 08:14


এই বাক্যটি কত বেশি পাওয়ারফুল!

وَمَن لَّمْ يَتُبْ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

আর যারা তাওবা করে না, তারাই তো যালিম।
[সূরা আল হুজুরাত: ১১]

সুতরাং, তাওবা থেকে বিরত রেখে নিজেকে যালিমদের অন্তর্ভুক্ত করবেন না।

হৃদয়ের বসন্ত

31 Oct, 06:50


নিজের কাজ, পড়ালেখা আর পরিবারের মধ্যে সময় দিতে দিতে সারাদিন কোন দিকে যে চলে যায় তার কোন কূল পাওয়া যায় না! তাই প্লান করে সময় ভাগ করে পড়া এবং সুনির্দিষ্ট গতিতে সে অনুযায়ী এগোনোর মধ্যে আপনি যে উন্নতি আর বরকত পাবেন তা রেন্ডমলি পড়ে পাবেন না।

তাই নিজের গোল সেট করুন। সেটির দিকে এগোনোর জন্য পথটাকে ছোট ছোট করে ভাগ করুন আর সেটি খাতায় লিখে রাখুন। প্রতিদিনের পড়া শেষে তার পাশে চিহ্ন দিন। পুরোটা কমপ্লিট করতে পারলে নিজেকে পুরষ্কার দিন।

আয়িশা (রা) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (ﷺ) বলেছেন, "আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই আমল যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে অল্প হোক।" [বুখারী: ৬০২০]

তাই নিয়মিত লেগে থাকুন আর আল্লাহর নিকট দুআ করুন।

হৃদয়ের বসন্ত

30 Oct, 16:23


ইবাদতের জন্য হায়াত ও সম্পদের আকাঙ্ক্ষা করা

একদিন সাহাবীগণ (রা) ধন-সম্পদের আলোচনায় লিপ্ত হলেন, তখন রসুলুল্লাহ (ﷺ) বললেন:

لَا بَأْسَ بِالْغِنَى لِمَنِ اتَّقَى اللَّهَ عَزَّ وَجَلَّ وَالصِّحَّةُ لِمَنِ اتَّقَى خَيْرٌ مِنَ الْغِنَى وَطِيبُ النَّفس من النَّعيم

যে ব্যক্তি মহাপরাক্রমশালী আল্লাহকে ভয় করে তার জন্য সম্পদশালী হওয়াতে কোন দোষ নেই। মূলত মুত্তাক্বীদের জন্য সুস্থ হওয়া সম্পদশালী হওয়া অপেক্ষা অনেক উত্তম এবং মানসিক প্রশান্তি আল্লাহ তা'আলার নি'আমাতসমূহের অন্যতম একটি নি'আমাত।

রেফারেন্সঃ
[মিশকাতুল মাসাবীহ: ৫২৯০; মুসনাদে আহমাদ ২৩২০৬; সহীহ আল আদাবুল মুফরাদ ২৩১; ইবনু মাজাহ ২১৪১; সিলসিলাতুস সহীহাহ ১৭৪; হাদিসের মান- সহীহ]

হৃদয়ের বসন্ত

30 Oct, 16:13


বিকেলে কুরআনের মুসহাফ নিয়ে যে স্ক্রিন রেকর্ডটি দেওয়া হয়েছে তাতে বাইরে দূরে কোথাও হয়তো গান বাজছিল তা ৩/৪ সেকেন্ড খুবই ক্ষীণভাবে রেকর্ড হয়েছে। খুব মনোযোগ দিয়ে না শোনলে তা হয়তো কানেই আসবে না। এখন নজরে আসায় ভিডিয়োটি ডিলিট করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। ইনশা আল্লাহ, ভবিষ্যতে আরও সতর্ক থাকবো।

হৃদয়ের বসন্ত

27 Oct, 17:39


সূরা আলে ইমরানে আল্লাহ যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং রাগ নিয়ন্ত্রণ করে ও মানুষকে ক্ষমা করে এমন মানুষদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। কিন্তু তাদের পাশাপাশি এমন আরেক শ্রেণির মানুষের কথা উল্লেখ করেছেন যেটি সত্যিই চিন্তাশীল ব্যক্তিকে অভিভূত করে দিবে এবং সবচেয়ে খারাপ পাপীকেও আল্লাহর ক্ষমা ও দয়ার ব্যাপারে আরও বেশি আশাবাদী করে তোলবে!

وَٱلَّذِينَ إِذَا فَعَلُوا۟ فَٰحِشَةً أَوْ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ذَكَرُوا۟ ٱللَّهَ فَٱسْتَغْفَرُوا۟ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمْ يُصِرُّوا۟ عَلَىٰ مَا فَعَلُوا۟ وَهُمْ يَعْلَمُونَ

আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি যুলম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে ? আর তারা যা করেছে, জেনে শুনে তা তারা বার বার করে না। [সূরা আলে ইমরান 3:135]

আপনি কি বুঝতে পারছেন এই আয়াতে কি বলা হয়েছে আর কাকে বলা হয়েছে? যারা অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজের উপর কোন জুলুম (পাপ) করে ফেলে এবং অনুতপ্ত হয়ে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাই তাদের জন্যই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে! সুবহানাল্লাহ!!

শুধু তাই নয়, আল্লাহ বলছেন,

وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ
আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে?

সত্যিই, আল্লাহ ছাড়া আমাদের গুণাহ ক্ষমা করার আর কে-ই বা আছে? কেউই নেই। এই আয়াত যেন আমার, আপনার দিকে আঙুল তোলে দেখিয়ে দিচ্ছে এটি আমার, আপনার জন্যেই খাস ভাবে নাযিল হয়েছে! এই আয়াতে যেন আমার কথা-ই বলা হচ্ছে।

এই আয়াত থেকে বুঝলাম, পাপ করে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর পক্ষ থেকে উপহার এবং এর জন্য রয়েছে জান্নাত। পরবর্তী আয়াতে আল্লাহ সেটারই ঘোষণা দিয়েছেন,

أُو۟لَٰٓئِكَ جَزَآؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَنِعْمَ أَجْرُ ٱلْعَٰمِلِينَ

এরাই তারা, যাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতসমূহ যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম! [সূরা আলে ইমরান 3:135]

আমার কাছে কুরআনের সবচেয়ে প্রিয় আয়াতগুলোর মধ্যে এগুলো অন্যতম।

আনাস ইবনু মালিক (রা) বলেন, রসুলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছিঃ আল্লাহ তা'আলা বলেনঃ হে আদম সন্তান! যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার থেকে (ক্ষমা পাওয়ার) আশায় থাকবে, তোমার গুনাহ যত অধিক হোক, তোমাকে আমি ক্ষমা করব, এতে কোন পরওয়া করব না।

হে আদম সন্তান! তোমার গুনাহর পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্তও পৌছে যায়, তারপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি পরওয়া করব না।

হে আদম সন্তান! তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আস এবং আমার সঙ্গে কাউকে অংশীদার (শিরক) না করে থাক, তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাযির হব। [1]

রেফারেন্স:
[1] সূনান আত তিরমিজী: ৩৫৪০; সহীহাহ (হাঃ ১২৭, ১২৮), রাওযুন নাযীর (হাঃ ৪৩২), মিশকাত তাহকীক সানী (হাঃ ২৩৩৬), তা’লীকুর রাগীব (হাঃ ২/২৬৮)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হৃদয়ের বসন্ত

25 Oct, 18:01


রসুলুল্লাহ (ﷺ) বলেছেন, "তিন জন ব্যক্তি যাদের সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছে—

(১) আল্লাহর পথে মুজাহিদ,
(২) যে মুকাতাব মুক্তিপণ আদায়ের ইচ্ছা রাখে,
(৩) যে পবিত্রতা রক্ষা করার উদ্দেশ্য বিয়ে করতে চায়।"

রেফারেন্স:
[ইবনু মাজাহ- ২৫১৮, তিরমিজী- ১৬৫৫; হাদিসের মান: হাসান]

হৃদয়ের বসন্ত

24 Oct, 18:50


শাইখ আব্দুল মুহসিন আল আব্বাদ حفظه الله কে তার নিজ গৃহে জিজ্ঞাসা করা হয়েছিল:
❝কোন ব্যক্তির জন্য কি পঞ্চাশোর্ধ্ব বয়সে কুরআন হিফয করা সম্ভব? ❞

উত্তরে শাইখ বলেন:
“হ্যাঁ, আমি নিজেও পঞ্চাশোর্ধ্ব বয়সে কুরআন হিফয সম্পন্ন করেছি ।
সাহাবাদের رضوان الله عليهم অনেকেই বৃদ্ধ বয়সে ইসলাম পেয়েছেন অথচ তাঁরাও হাফিয ছিলেন।

(১৬ই জুমাদা উল আখিরাহ, ১৪৪১ হিজরী)

আরবী থেকে عمران حسين

আলহামদু লিল্লাহ! তারাই আমাদের পূর্বপুরুষ, আমরা তাদের অনুসরণেই চলতে পছন্দ করি । আল্লাহ আমাদেরকে কবুল করুন।

হৃদয়ের বসন্ত

23 Oct, 04:30


Pdf: রসুলুল্লাহর (ﷺ) দুআ সমূহ

হৃদয়ের বসন্ত

22 Oct, 19:07


কুরআন ধারণকারী পথভ্রষ্ট হবে না

আবূ শুরাইহ্ খুওয়াইলিদ ইবনু আমর খুযায়ী (রা.) বলেন, একদিন রসুলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন এবং বললেন:

أَبْشِرُوا وَأَبْشِرُوا أَلَيْسَ تَشْهَدُونَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ"؟

“তোমরা শুভ সংবাদ গ্রহন করো, তোমরা শুভ সংবাদ গ্রহন করো।" তোমরা কী সাক্ষ্য দাও না যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা’বুদ নেই এবং আমি আল্লাহর রাসূল?
সাহাবীগণ বললেন যে, হ্যাঁ, অবশ্যই আমরা এটা সাক্ষ্য দেই।

তারপর তিনি সেই শুভ সংবাদটি দিলেন। তিনি (ﷺ) বললেন:

فَإِنَّ هَذَا الْقُرْآنَ سَبَبٌ طَرَفُهُ بِيَدِ اللَّهِ وَطَرَفُهُ بِأَيْدِيكُمْ فَتَمَسَّكُوا به فإنكم لن تضلوا ولن تهلكوا بعده أبدا

"নিশ্চয়ই এই কুরআন এমন একটি রশি যার এক প্রান্ত আল্লাহর হাতে আর এক প্রান্ত তোমাদের হাতে রয়েছে। তোমরা এটিকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা কখনই পথভ্রষ্ট হবে না, এবং কখনই ধ্বংস হয়ে যাবে না।”

রেফারেন্স:
ইবনু হিব্বান: ১২২; তাবারানী, আল মু‘জামুল কাবীর: ৪৯১; মুসান্নাফ ইবনু আবি শায়বাহ: ৩০০০৬; শু‘আবুল ঈমান: ১৭৯২। আল্লামা শুআইব আল আরনাঊত হাদীসটিকে মুসলিমের শর্তে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহা: ৭১৩)

হৃদয়ের বসন্ত

21 Oct, 18:06


এই তিলাওয়াত কতোবার শুনেছি হিসেব নেই। গত ৫/৬ বছরে এটি শুনতে শুনতে প্রায় মুখস্থ হয়ে গেছে। বিশেষ করে শুরুতে যে সূরা ফাতিহা সেটি যেভাবে তিলাওয়াত করেছে তা অনন্য। আল্লাহ আল আফাসির উপর রহম করুন, তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আপনার পছন্দের তিলাওয়াত থাকলে কমেন্টে দিতে পারেন।

সূরাতুল ফাতিহা+সূরাতুল ফাতাহ

https://youtu.be/IH8BS8KXHXU

হৃদয়ের বসন্ত

21 Oct, 16:01


আমাদের এই সময়ে ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি বিলাসিতা করা হয়। সুন্দর মসজিদ, মসজিদে দামী টাইলস, শোভাবর্ধক বিভিন্ন কিছু। ঘরেও সেইম অবস্থা! অথচ কোন এক ক্বদরের রাতে সলাত আদায় করার সময় বৃষ্টি হওয়ায় মসজিদে নববীর মাটি ভিজে কাদা হয়ে গেল। সেই কাদা রসুলুল্লাহর (ﷺ) নাকে, কপালে লেগে গিয়েছিল। আপনার সামর্থ্য থাকলে ঘরে ইবাদতের আলাদা জায়গা করুন, তাই বলে বিলাসিতা নয়। ইবাদতের জায়গার চেয়ে আমলের কোয়ালিটি বাড়াতে হবে। অনেকেই এই ধরণের ছবি দেখে প্রচুর হা-হুতাশ করেন। জানি না, তারা এ দ্বীন কিভাবে বুঝেন!

রসুলুল্লাহ (ﷺ) এর স্ত্রী আয়িশাহ (রা) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি আল্লাহর রসুলুল্লাহ (ﷺ)-এর সামনে ঘুমাতাম, আমার পা দু’খানা তাঁর কিবলাহর দিকে ছিল। তিনি সিজদায় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন, তখন আমি পা দু’খানা গুটিয়ে নিতাম। আর তিনি দাঁড়িয়ে গেলে আমি পা দু’খানা প্রসারিত করতাম। তিনি বলেনঃ সে সময় ঘরগুলোতে বাতি ছিল না। [১]

কি বুঝলেন? সর্বশ্রেষ্ঠ ইবাদতকারীর ঘর আর মসজিদ কেমন ছিল আর আমাদেরগুলো কেমন!

আমরা আমাদের ইবাদতের জায়গাকে সর্বোচ্চ সুন্দর করার চেষ্টা করি, আর তারা ইবাদতকে সর্বোচ্চ সুন্দর করা চেষ্টা করতো!

[1] বুখারী:৩৮২; মুসলিম ৫১২, আহমাদ ২৫৭০৫

হৃদয়ের বসন্ত

18 Oct, 12:13


مِّنَ ٱلْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا۟ مَا عَٰهَدُوا۟ ٱللَّهَ عَلَيْهِۖ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُۥ وَمِنْهُم مَّن يَنتَظِرُۖ وَمَا بَدَّلُوا۟ تَبْدِيلًا 

মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত তাদের প্রতিশ্রুতি সত্যে বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ [যুদ্ধে শাহাদাত বরণ করে] তার দায়িত্ব পূর্ণ করেছে, আবার কেউ কেউ [শাহাদাত বরণের] প্রতীক্ষায় রয়েছে। তারা (প্রতিশ্রুতিতে) কোন পরিবর্তনই করেনি। 
[আল আহযাব: ২৩]

হৃদয়ের বসন্ত

18 Oct, 08:21


অপবিত্র মিথ্যুক মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করুক। এরা এত জঘন্য কিভাবে? দুনিয়া আর আখিরাতে আল্লাহ তাদেরকে লাঞ্চিত করুক। আল্লাহ আমাদের ভাই সিনওয়ারকে শহীদ হিসেবে কবুল করুন।

মহান আল্লাহ সত্যই বলেছেন,

لَتَجِدَنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَٰوَةً لِّلَّذِينَ ءَامَنُوا۟ ٱلْيَهُودَ وَٱلَّذِينَ أَشْرَكُوا۟

তুমি অবশ্যই মুমিনদের জন্য মানুষের মধ্যে শত্রুতায় অধিক কঠোর পাবে ইয়াহূদীদেরকে এবং যারা শিরক করেছে (মুশরিক) তাদেরকে। [সূরা মায়িদাহ: ৮২]

হৃদয়ের বসন্ত

17 Oct, 16:00


এ যেন আওয়ামী লীগের ঐশী বিধানাবলী যা পরিবর্তন অযোগ্য! হাস্যকর আর অবান্তর!

যেগুলো পরিবর্তন করা যাবে না তার প্রায় সবগুলোই সরাসরি অথবা পরোক্ষভাবে আওয়ামী ফ্যাসিস্টের মতাদর্শ ধারণ করে।

হৃদয়ের বসন্ত

17 Oct, 11:28


মৃত্যুর সময় দুই শ্রেণির মানুষের অবস্থা!

প্রথম শ্রেণি:

يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ ۞ ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً ۞

হে প্রশান্ত আত্মা! তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। [সূরা ফাজর: 27-28]

তাদের বিপরীত শ্রেণির মানুষগুলোর মৃত্যু-

وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ فِى غَمَرَٰتِ ٱلْمَوْتِ وَٱلْمَلَٰٓئِكَةُ بَاسِطُوٓا۟ أَيْدِيهِمْ أَخْرِجُوٓا۟ أَنفُسَكُمُۖ ٱلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ ٱلْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيْرَ ٱلْحَقِّ وَكُنتُمْ عَنْ ءَايَٰتِهِۦ تَسْتَكْبِرُونَ

আর যদি তুমি দেখতে, যখন যালিমরা মৃত্যু কষ্টে থাকে, এমতাবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছে (তারা বলে), ‘তোমাদের জান বের কর। আজ তোমাদেরকে প্রতিদান দেয়া হবে লাঞ্ছনার আযাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহঙ্কার করতে। [সূরা আনআ'ম: 93]

وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْءَازِفَةِ إِذِ ٱلْقُلُوبُ لَدَى ٱلْحَنَاجِرِ كَٰظِمِينَۚ مَا لِلظَّٰلِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ

আর তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও। যখন তাদের প্রাণ কণ্ঠাগত হবে দুঃখ, কষ্ট সংবরণ অবস্থায়। যালিমদের জন্য নেই কোন অকৃত্রিম বন্ধু, নেই এমন কোন সুপারিশকারী যাকে গ্রাহ্য করা হবে। [সুরা গাফির: 18]


হে আল্লাহ আমরা আপনার কাছে সহজ ও সুন্দর মৃত্যু কামনা করি।

হৃদয়ের বসন্ত

15 Oct, 13:39


শয়তান তো চাইবেই রোজ আপনাকে পথ থেকে সরাতে। আর না হলেও হিফজ/রিভিশনের স্পিড কমাতে। কুরআন মুখস্থ করা তো ওর স্বপ্ন না। আপনার স্বপ্ন। আপনিও তাই বার বার চেষ্টা করবেন পথে আসতে। বার বার চেষ্টা করবেন এগিয়ে যেতে।

©With the Quran

হৃদয়ের বসন্ত

14 Oct, 16:41


অত্যন্ত প্রিয় একটি আমল। অনেকেই করেন এটা তবুও স্মরণ করিয়ে দিচ্ছি। কারণ, মুমিনকে স্মরণ করিয়ে দিলে সেটি তার উপকারে আসে।

لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الُحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

অর্থাৎ "আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, তাঁরই জন্য সারা রাজত্ব, এবং তাঁরই নিমিত্তে সকল প্রশংসা। তিনি জীবন দান করেন, ও মৃত্যু প্রদান করেন। আর তিনি সর্ববস্তুর উপর সর্বক্ষমতাবান। "

ফজীলত:
আব্দুর রহমান বিন গানম হতে বর্ণিত, রসুলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামায থেকে ফিরে বসা ও পা মুড়ার পূর্বে ১০ বার এটি পাঠ করে, আল্লাহ তার আমলনামায় প্রত্যেক বারের বিনিময়ে

১) দশটি নেকী লিপিবদ্ধ করেন,
২) দশটি গোনাহ মোচন করে দেন,
৩) তাকে দশটি মর্যাদায় উন্নীত করেন,
৪) প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে (ঐ যিকর) রক্ষামন্ত্র হয়,
৫) নিশ্চিতভাবে শির্ক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমা করা হয়।
৬) আর সে হয় আমল করার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠব্যক্তি; তবে সেই ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে, যে তার থেকেও উত্তম যিকর পাঠ করবে।

রেফারেন্স:
[হাদিস সম্ভার: ৭২৯; আহমাদ ১৭৯৯০, সহীহ তারগীব ৪৭৭; হাদিসের মান- সহীহ ]

হৃদয়ের বসন্ত

14 Oct, 08:59


গত রাতে গাজায় জীবন্ত মানুষকে চোখের সামনে পুড়িয়ে মেরেছে অভিশপ্ত ইহুদীরা! ইহুদিদের টার্গেট এখন গাজার শরনার্থী তাবুগুলো।

ইয়া রব! আমাদের ভাইদের জন্য আমাদের হৃদয়গুলো জ্বলে যাচ্ছে। আপনি ছাড়া আমাদের আর কোন অভিভাবক নেই। আপনি আমাদেরকে সাহায্য করুন যেভাবে আপনার ইচ্ছে সেভাবে।

হৃদয়ের বসন্ত

12 Oct, 17:43


.
وَذَكِّرْ فَإِنَّ ٱلذِّكْرَىٰ تَنفَعُ ٱلْمُؤْمِنِينَ

আর উপদেশ দিতে থাকুন, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে।

[সূরা আয-যারিআত: 55]

ঘুমানোর আগে রিমাইন্ডার:

আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত, রসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কুরআনে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সূরাহ রয়েছে। সূরাটি তার পাঠকের জন্য সুপারিশ করবে, শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়া হবে। সূরাহটি হচ্ছে ‘তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক।’[1]

জাবির (রা) হতে বর্ণিত, রসুলুল্লাহ (ﷺ) সূরা তানূয়ীলুস সাজদা ও তাবারাকা (আল-মুলক) না পাঠ করা পর্যন্ত ঘুমাতেন না। [2]

রেফারেন্স:
[1] আবু দাউদ: ১৪০০, তিরমিযী: ২৮৯১, ইবনু মাজাহ: ৩৭৮৬ [হাদিসের মান: হাসান]
[2] সুনান আত তিরমিজি: ২৮৯২, ৩৪০৪ [হাদিসের মান: সহীহ]

হৃদয়ের বসন্ত

12 Oct, 09:25


মুসলিমরা আজ কাফির মুশরিকের কাছে ভালো সাজার আপ্রাণ চেষ্টা করছে। এ কাজে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। কাফিরদের দৃষ্টিতে যা ভালো তাকেই ভালো, যা খারাপ তাকে খারাপ বলতে দ্বিধা করছে না! এত ফিতনা চারদিকে! ফিতনার এত এত রং! একটি নতুন দিনে অনেকগুলো নতুন ফিতনা এসে হাজির হয়!

হৃদয়ের বসন্ত

11 Oct, 15:29


আল্লাহর সৃষ্টির এবং দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদেরকে যদি এমনভাবে সতর্ক করা হয় তাহলে আমার আর আপনার কতো বেশি সতর্ক হওয়া উচিত?

সূরা আনআ'মের ৮৩ থেকে ৮৮ নং আয়াতে আল্লাহ ইব্রাহিম, ইসহাক, ইয়াকূব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন, যাকারিয়্যা, ইয়াহইয়া, ঈসা, ইলয়াস, ইসমাইল, আল ইয়াসা, ইউনুস, লূত [আলাইহিমুসসালাম] নবীদেরকে শ্রেষ্ঠত্ব, সৎকর্মশীল, নেককার বলে উল্লেখ করার পরে তিনি বলেন,

ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهْدِى بِهِۦ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦۚ وَلَوْ أَشْرَكُوا۟ لَحَبِطَ عَنْهُم مَّا كَانُوا۟ يَعْمَلُونَ

এ হচ্ছে আল্লাহর হিদায়াত, এ দ্বারা তিনি নিজ বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হিদায়াত করেন। আর যদি তারা শির্ক করত, তবে তারা যা আমল করছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত। [সূরা আনআ'ম: ৮৮]

কতটা ভয়াবহ এই শিরক! যদি নবীদেরও কেউ এতে জড়িয়ে পড়তো তাহলে তার সারাজীবনের আমল ধ্বংস হয়ে যেত।

وَلَقَدْ أُوحِىَ إِلَيْكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ

আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে, তুমি শির্ক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই। আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। [সূরা আয-যুমার: ৬৫]