হৃদয়ের বসন্ত @hrridoyerboshonto Channel on Telegram

হৃদয়ের বসন্ত

@hrridoyerboshonto


হৃদয়ের বসন্ত (Bengali)

হৃদয়ের বসন্ত নামক চ্যানেলটি একটি অত্যন্ত সহজে অনুসন্ধান করা যাবে, যা সুন্দর ছবি, কবিতা, গান এবং সাহিত্যের সাথে পূর্ণ। এই চ্যানেলটির লক্ষ্য হলো মানুষের হৃদয়ে সুখ এবং আনন্দ ছড়িয়ে দেওয়া। হৃদয়ের বসন্ত চ্যানেল সকলের জন্যে, মানুষের মন ভরা হোক আনন্দের সাথে। এই চ্যানেলে আপনি প্রেম, কবিতা, গান, ছবি এবং আরো অনেক কিছু পাবেন। হৃদয়ের বসন্ত একটি মনোরম সাহিত্যিক যাত্রা যেখানে আপনি নিজের হৃদয়ের অনুভুতি প্রকাশ করতে পারবেন। এই চ্যানেলে আপনি সকল ধরণের কবিতা, ছবি, গান এবং অন্যান্য সাহিত্যিক কাজ পাবেন। এছাড়া, এই চ্যানেলে আপনার মনটা ভরে উঠবে নতুন নতুন আদরের সাথে। তাহলে নিজের মনের বাসন্ত চোখের সামনে আনুন, যেমন হৃদয়ের বসন্ত চ্যানেলের সাথে থাকা চলবে তাদের।

হৃদয়ের বসন্ত

21 Nov, 07:53


রমাদানের বাকি আর মাত্র ১০০ দিন!

হৃদয়ের বসন্ত

19 Nov, 16:19


فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ۞ ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ۞ ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ ۞

অতএব দুর্ভোগ সে সব সলাত আদায়কারীর। যারা নিজেদের সলাতের ব্যাপারে উদাসীন! যারা লোক দেখানোর জন্য তা করে। [সূরা মাউন: ৪-৬]

হৃদয়ের বসন্ত

18 Nov, 17:04


ইব্রাহিম (আ) এবং তাঁর সাথীদের বলা এই কথাটি আসলেই ঈমানকে বাড়িয়ে দেয়। যখন তিনি ও তাঁর সাথীরা নিজ জাতি থেকে পৃথক হলেন তখন বললেন,

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ

হে আমাদের রব, আমরা আপনার ওপরই তাওয়াক্কুল করছি, আপনারই অভিমুখী হই আর (সবকিছুর) প্রত্যাবর্তন তো আপনারই দিকে। [সূরা মুমতাহানা: 60:4]

হৃদয়ের বসন্ত

15 Nov, 08:27


সূরা কাহফের সেই যুবকরা যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন আল্লাহ তাদেরকে দুইটি জিনিস দেন।

১) হিদায়তকে আরও বাড়িয়ে দেন,
২) তাদের অন্তরে দৃঢ়তা প্রদান করেন।

আল্লাহ বলেন,

إِنَّهُمْ فِتْيَةٌ ءَامَنُوا۟ بِرَبِّهِمْ وَزِدْنَٰهُمْ هُدًى

নিশ্চয় তারা কয়েকজন যুবক, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। [18:13]

وَرَبَطْنَا عَلَىٰ قُلُوبِهِمْ

আমি তাদের অন্তরকে দৃঢ় করেছিলাম। [18:14]

সত্যি বলতে, কোন যুবক তার যৌবনের পাপ থেকে বাঁচতে পারবে না এই দুইটি জিনিস ছাড়া। যদি আল্লাহর প্রতি আনুগত্য এবং শরীয়তের বিধানের প্রতি অন্তর দৃঢ় না থাকে তাহলে অবশ্যই পাপে জড়িয়ে পড়বে যে কেউ। তার উপর বর্তমান সময়ে পাপ করার সব ধরণের উপায় উপকরণ আঙুলের ডগায়! তাই আমাদেরকে সেই যুবকদের মতোই দুআ করা উচিত—

إِذْ أَوَى ٱلْفِتْيَةُ إِلَى ٱلْكَهْفِ فَقَالُوا۟

যখন যুবকরা গুহায় আশ্রয় নিল অতঃপর বলল,

رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

‘হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকান্ড সঠিক করে দিন’। [18:10]

হৃদয়ের বসন্ত

13 Nov, 16:50


রসুলুল্লাহ (ﷺ) আল্লাহর (ﷻ) পক্ষ থেকে বর্ণনা করেন (হাদিসে কুদসি), আল্লাহ (ﷻ) বলেন,

يَا عِبَادِي! إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ

হে আমার বান্দাগণ! তোমরা রাত ও দিনে পাপ কর, আর আমি তোমাদের সকল পাপ ক্ষমা করি। অতএব আমার নিকট ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব। [হাদিসে কুদসী: ১৪১]

হৃদয়ের বসন্ত

12 Nov, 07:47


এখানে ৫ জন স্কলারশিপ পাবেন। কারও আর্থিকভাবে সমস্যা থাকলে আবেদন করতে পারেন।

বিস্তারিত: এই পোস্টে

আবেদন ফরম: এই লিংকে

বিস্তারিত পোস্ট পড়ে আবেদন করবেন।

হৃদয়ের বসন্ত

12 Nov, 06:57


আরবী ভাষা শিক্ষা কোর্স। মদীনা বুক-১

আগ্রহীরা করতে পারেন ইনশা আল্লাহ।

https://wasiuzzaman.com/mb1/

হৃদয়ের বসন্ত

09 Nov, 06:48


আমাদের অনেকেই এই ধরণের ভুল করি। এই ভিডিওতে খুবই ভালোভাবে এক্সপ্লেন করেছে কিভাবে তিলাওয়াতে মিউজিক, অটোটিউন ইত্যাদি ব্যবহার করা হচ্ছে আজকাল!

https://youtu.be/gDnZ5aLahsY

হৃদয়ের বসন্ত

07 Nov, 17:38


اللهم صلي وسلم وبارك على نبينا محمد وعلى اله

হৃদয়ের বসন্ত

03 Nov, 08:14


এই বাক্যটি কত বেশি পাওয়ারফুল!

وَمَن لَّمْ يَتُبْ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

আর যারা তাওবা করে না, তারাই তো যালিম।
[সূরা আল হুজুরাত: ১১]

সুতরাং, তাওবা থেকে বিরত রেখে নিজেকে যালিমদের অন্তর্ভুক্ত করবেন না।

হৃদয়ের বসন্ত

31 Oct, 06:50


নিজের কাজ, পড়ালেখা আর পরিবারের মধ্যে সময় দিতে দিতে সারাদিন কোন দিকে যে চলে যায় তার কোন কূল পাওয়া যায় না! তাই প্লান করে সময় ভাগ করে পড়া এবং সুনির্দিষ্ট গতিতে সে অনুযায়ী এগোনোর মধ্যে আপনি যে উন্নতি আর বরকত পাবেন তা রেন্ডমলি পড়ে পাবেন না।

তাই নিজের গোল সেট করুন। সেটির দিকে এগোনোর জন্য পথটাকে ছোট ছোট করে ভাগ করুন আর সেটি খাতায় লিখে রাখুন। প্রতিদিনের পড়া শেষে তার পাশে চিহ্ন দিন। পুরোটা কমপ্লিট করতে পারলে নিজেকে পুরষ্কার দিন।

আয়িশা (রা) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (ﷺ) বলেছেন, "আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই আমল যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে অল্প হোক।" [বুখারী: ৬০২০]

তাই নিয়মিত লেগে থাকুন আর আল্লাহর নিকট দুআ করুন।

হৃদয়ের বসন্ত

30 Oct, 16:23


ইবাদতের জন্য হায়াত ও সম্পদের আকাঙ্ক্ষা করা

একদিন সাহাবীগণ (রা) ধন-সম্পদের আলোচনায় লিপ্ত হলেন, তখন রসুলুল্লাহ (ﷺ) বললেন:

لَا بَأْسَ بِالْغِنَى لِمَنِ اتَّقَى اللَّهَ عَزَّ وَجَلَّ وَالصِّحَّةُ لِمَنِ اتَّقَى خَيْرٌ مِنَ الْغِنَى وَطِيبُ النَّفس من النَّعيم

যে ব্যক্তি মহাপরাক্রমশালী আল্লাহকে ভয় করে তার জন্য সম্পদশালী হওয়াতে কোন দোষ নেই। মূলত মুত্তাক্বীদের জন্য সুস্থ হওয়া সম্পদশালী হওয়া অপেক্ষা অনেক উত্তম এবং মানসিক প্রশান্তি আল্লাহ তা'আলার নি'আমাতসমূহের অন্যতম একটি নি'আমাত।

রেফারেন্সঃ
[মিশকাতুল মাসাবীহ: ৫২৯০; মুসনাদে আহমাদ ২৩২০৬; সহীহ আল আদাবুল মুফরাদ ২৩১; ইবনু মাজাহ ২১৪১; সিলসিলাতুস সহীহাহ ১৭৪; হাদিসের মান- সহীহ]

হৃদয়ের বসন্ত

30 Oct, 16:13


বিকেলে কুরআনের মুসহাফ নিয়ে যে স্ক্রিন রেকর্ডটি দেওয়া হয়েছে তাতে বাইরে দূরে কোথাও হয়তো গান বাজছিল তা ৩/৪ সেকেন্ড খুবই ক্ষীণভাবে রেকর্ড হয়েছে। খুব মনোযোগ দিয়ে না শোনলে তা হয়তো কানেই আসবে না। এখন নজরে আসায় ভিডিয়োটি ডিলিট করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। ইনশা আল্লাহ, ভবিষ্যতে আরও সতর্ক থাকবো।

হৃদয়ের বসন্ত

27 Oct, 17:39


সূরা আলে ইমরানে আল্লাহ যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং রাগ নিয়ন্ত্রণ করে ও মানুষকে ক্ষমা করে এমন মানুষদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। কিন্তু তাদের পাশাপাশি এমন আরেক শ্রেণির মানুষের কথা উল্লেখ করেছেন যেটি সত্যিই চিন্তাশীল ব্যক্তিকে অভিভূত করে দিবে এবং সবচেয়ে খারাপ পাপীকেও আল্লাহর ক্ষমা ও দয়ার ব্যাপারে আরও বেশি আশাবাদী করে তোলবে!

وَٱلَّذِينَ إِذَا فَعَلُوا۟ فَٰحِشَةً أَوْ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ذَكَرُوا۟ ٱللَّهَ فَٱسْتَغْفَرُوا۟ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمْ يُصِرُّوا۟ عَلَىٰ مَا فَعَلُوا۟ وَهُمْ يَعْلَمُونَ

আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি যুলম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে ? আর তারা যা করেছে, জেনে শুনে তা তারা বার বার করে না। [সূরা আলে ইমরান 3:135]

আপনি কি বুঝতে পারছেন এই আয়াতে কি বলা হয়েছে আর কাকে বলা হয়েছে? যারা অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজের উপর কোন জুলুম (পাপ) করে ফেলে এবং অনুতপ্ত হয়ে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাই তাদের জন্যই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে! সুবহানাল্লাহ!!

শুধু তাই নয়, আল্লাহ বলছেন,

وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ
আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে?

সত্যিই, আল্লাহ ছাড়া আমাদের গুণাহ ক্ষমা করার আর কে-ই বা আছে? কেউই নেই। এই আয়াত যেন আমার, আপনার দিকে আঙুল তোলে দেখিয়ে দিচ্ছে এটি আমার, আপনার জন্যেই খাস ভাবে নাযিল হয়েছে! এই আয়াতে যেন আমার কথা-ই বলা হচ্ছে।

এই আয়াত থেকে বুঝলাম, পাপ করে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর পক্ষ থেকে উপহার এবং এর জন্য রয়েছে জান্নাত। পরবর্তী আয়াতে আল্লাহ সেটারই ঘোষণা দিয়েছেন,

أُو۟لَٰٓئِكَ جَزَآؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَنِعْمَ أَجْرُ ٱلْعَٰمِلِينَ

এরাই তারা, যাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতসমূহ যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম! [সূরা আলে ইমরান 3:135]

আমার কাছে কুরআনের সবচেয়ে প্রিয় আয়াতগুলোর মধ্যে এগুলো অন্যতম।

আনাস ইবনু মালিক (রা) বলেন, রসুলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছিঃ আল্লাহ তা'আলা বলেনঃ হে আদম সন্তান! যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার থেকে (ক্ষমা পাওয়ার) আশায় থাকবে, তোমার গুনাহ যত অধিক হোক, তোমাকে আমি ক্ষমা করব, এতে কোন পরওয়া করব না।

হে আদম সন্তান! তোমার গুনাহর পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্তও পৌছে যায়, তারপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি পরওয়া করব না।

হে আদম সন্তান! তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আস এবং আমার সঙ্গে কাউকে অংশীদার (শিরক) না করে থাক, তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাযির হব। [1]

রেফারেন্স:
[1] সূনান আত তিরমিজী: ৩৫৪০; সহীহাহ (হাঃ ১২৭, ১২৮), রাওযুন নাযীর (হাঃ ৪৩২), মিশকাত তাহকীক সানী (হাঃ ২৩৩৬), তা’লীকুর রাগীব (হাঃ ২/২৬৮)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হৃদয়ের বসন্ত

25 Oct, 18:01


রসুলুল্লাহ (ﷺ) বলেছেন, "তিন জন ব্যক্তি যাদের সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছে—

(১) আল্লাহর পথে মুজাহিদ,
(২) যে মুকাতাব মুক্তিপণ আদায়ের ইচ্ছা রাখে,
(৩) যে পবিত্রতা রক্ষা করার উদ্দেশ্য বিয়ে করতে চায়।"

রেফারেন্স:
[ইবনু মাজাহ- ২৫১৮, তিরমিজী- ১৬৫৫; হাদিসের মান: হাসান]

হৃদয়ের বসন্ত

24 Oct, 18:50


শাইখ আব্দুল মুহসিন আল আব্বাদ حفظه الله কে তার নিজ গৃহে জিজ্ঞাসা করা হয়েছিল:
❝কোন ব্যক্তির জন্য কি পঞ্চাশোর্ধ্ব বয়সে কুরআন হিফয করা সম্ভব? ❞

উত্তরে শাইখ বলেন:
“হ্যাঁ, আমি নিজেও পঞ্চাশোর্ধ্ব বয়সে কুরআন হিফয সম্পন্ন করেছি ।
সাহাবাদের رضوان الله عليهم অনেকেই বৃদ্ধ বয়সে ইসলাম পেয়েছেন অথচ তাঁরাও হাফিয ছিলেন।

(১৬ই জুমাদা উল আখিরাহ, ১৪৪১ হিজরী)

আরবী থেকে عمران حسين

আলহামদু লিল্লাহ! তারাই আমাদের পূর্বপুরুষ, আমরা তাদের অনুসরণেই চলতে পছন্দ করি । আল্লাহ আমাদেরকে কবুল করুন।

হৃদয়ের বসন্ত

23 Oct, 04:30


Pdf: রসুলুল্লাহর (ﷺ) দুআ সমূহ