গার্ডিয়ান পাবলিকেশন্স @guardianpubs Channel on Telegram

গার্ডিয়ান পাবলিকেশন্স

@guardianpubs


A creation for Truths

গার্ডিয়ান পাবলিকেশন্স (Bengali)

গার্ডিয়ান পাবলিকেশন্স হল একটি টেলিগ্রাম চ্যানেল যা সত্যের জন্য নির্মিত। এই চ্যানেলে আপনি অবশ্যই সত্যের নজরকাতা হবেন এবং আপনার জন্য দরকারী তথ্য এবং নিউজ পেতে পারবেন। গার্ডিয়ান পাবলিকেশন্স চ্যানেলে আপনি খেলা, প্রযুক্তি, পরিবেশ, রাজনীতি, সাহিত্য এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে লেখা পাবেন। এটি একটি নির্ভুল, ভর্ত্সনাত্মক এবং উন্নতমানের চ্যানেল যা আপনার জন্য নির্মিত। তাহলে এখনি যোগ দিন এই অসাধারণ চ্যানেলে এবং সত্যের জন্য আপনার আঙ্গিক বাড়ান।

গার্ডিয়ান পাবলিকেশন্স

21 Nov, 09:20


ড. ইয়াসির ক্বাদির সিরাত পড়া শুরু করেছেন কি?
কেমন লাগছে?

গার্ডিয়ান পাবলিকেশন্স

19 Nov, 12:11


কেউ একজন ভুল কথা বললো বা ভুল কাজ করলো। তার এই ভুল কীভাবে সংশোধন করতে হবে?

আমরা অন্যের ভুল সংশোধনে বেশ তৎপরতা দেখাই। এই তৎপরতা দেখানোর মধ্যে আমাদের উদ্দেশ্য থাকে হয় তাকে সংশোধন করবো, অথবা অপদস্থ!

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে সাহাবীরাও বিভিন্ন ভুল করতেন। রাসূলুল্লাহ যখন তাদেরকে সংশোধন করতেন, তারা তখন বদলে যেতেন। এই ভুল আর করতেন না।

আমরা যদি সংশোধনের নিয়তে কারো ভুল ধরতে চাই কীভাবে ধরবো?

আমরা যখন নেতা, তখন কর্মীর ভুল কীভাবে সংশোধন করবো?

আমরা যখন কর্মী, তখন নেতার ভুল কীভাবে সংশোধন করবো?

এগুলো জানতে পারবেন শায়খ সালেহ আল মুনাজ্জিদের লেখা ‘ভুল সংশোধনে নববি কৌশল’ বইয়ে।

এই বইটি পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সর্বত্র কাজে লাগবে।

বইটি পড়ার আগে আপনি যেভাবে অন্যের ভুল ধরতেন, পড়ার পর অন্যের ভুল ধরার পদ্ধতি একটু ভিন্ন হবে।

বইটি অর্ডার করতে ক্লি করুন :
https://guardianpubs.com/product-details/vul-shongshodhone-nobobi-koushol-62

গার্ডিয়ান পাবলিকেশন্স

14 Nov, 13:06


সিরাত কুইজের ফলাফল ঘোষণা

.

টানা ১৫ দিন অনুষ্ঠিত হয় গার্ডিয়ানের সিরাত কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি আমরা এমনভাবে সাজিয়েছিলাম, যাতে প্রত্যেকেই বুঝতে পারি, কতটুকু সিরাত আমাদের পড়া হয়েছে।

কুইজের শুরুতে কিছু তথ্য থাকত। সেটার আলোকেই প্রশ্ন করা হতো। এতে করে আমাদের ঘটনাটিও জানা হতো।

আলহামদুলিল্লাহ, আমাদের এই কুইজে কয়েক হাজার পাঠক অংশগ্রহণ করেছেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুইজটিকে প্রাণবন্ত করেছে। অনেকেই নতুন নতুন তথ্য জেনেছেন, অনেকেই নিজেকে ঝালিয়ে নিয়েছেন।

এত অংশগ্রহণকারীর মধ্যে বিজয়ী নির্বাচন করা ছিল দুঃসাধ্য!

আমরা দৈবচয়নে ২০ জন সঠিক উত্তরদাতাকে নির্বাচন করেছি।

যারা বিজয়ী হয়েছেন, তাদেরকে অভিনন্দন। যারা বিজয়ী হতে পারেননি, আশা করি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ আপনাকে পরবর্তী সময়ে উজ্জীবিত করবে।

২০ জন বিজয়ী পাবেন গার্ডিয়ানের সদ্য প্রকাশিত দুটি সিরাতগ্রন্থের মধ্যে পছন্দমতো যেকোনো একটি।

নতুন দুটি সিরাত হলো, শাইখ ইউসুফ আল কারজাভি রাহিমাহুল্লাহর ‘সাইয়্যিদুনা মুহাম্মাদ (সা.)’ এবং শাইখ ইয়াসির ক্বাদি হাফিজাহুল্লাহর ‘মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’।

বিজয়ী ২০ জনের নাম :

১. Khan Azizur Rahman

২. এইচ.এম ইবরাহিম সিদ্দিকী

৩. Fahmida Jannat

৪. Mohiuddin Mahi

৫. Abdul Aziz Reza

৬. Farid Uddin Rony

৭. Hafsa Khatun

৮. Abul Kalam Azad

৯. Saidur Rahman Sohag

১০. Md Habibur Rahman

১১. Taher Rahman Nizami

১২. Muztahid Mumin

১৩. মাহমুদ হাসান ফাহিম

১৪. Imam Hasan Khan

১৫. Tarek Yeamin Kibria

১৬. Shamsul Islam

১৭. Naveed Al Nahiyan

১৮. Nur E Alam Zeeko

১৯. Maftuha Tabassum Zikra

২০. Sahadul Quddus

গার্ডিয়ান পাবলিকেশন্স

12 Nov, 04:43


আগামী বৃহষ্পতি ও শুক্রবার টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় দুই দিনব্যাপী ইসলামি বইমেলায় থাকছে গার্ডিয়ান পাবলিকেশন্স!

সাবেক ছাত্রদের এই মিলনমেলায় আপনিও স্বাগত!

গার্ডিয়ান পাবলিকেশন্স

11 Nov, 09:08


আলহামদুলিল্লাহ! অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমরা আবারও ১ লক্ষ্য সদস্যের পরিবার হলাম!

ধন্যবাদ সম্মানিত পাঠকদের আমাদের সাথে থাকার জন্য!❤️

গার্ডিয়ান পাবলিকেশন্স

11 Nov, 07:10


দারুল আরকাম হিফজ মাদরাসার সোনামণিরা সকলেই উপহার পেয়েছে ‘ছোটোদের আদব শেখার ১০০ হাদিস’ বইটি।

গার্ডিয়ান পাবলিকেশন্স

09 Nov, 13:18


আল্লামা ইকবালের কবিতা পড়েছেন কখনো?

তিনি উর্দুভাষী কবি। উর্দু-ফার্সি বোঝেন না, এমন পাঠকদের জন্য তাকে পাঠ করতে না পারার আপসোস থেকেই যায়। ইকবালের ভাবের গভীরতায় অবগাহন করতে পারেন না বলে অনেকেই অতৃপ্তিতে ভোগেন।

এমন পাঠকদের আপসোস অনেকটাই হালকা হবে গার্ডিয়ানের "ইকবালের কবিতা" বইটি পড়ে।

সৈয়দ আলী আহসান, কবি ফররুখ আহমদ, কবি আবুল হোসেনের মতো বাংলা সাহিত্যের প্রথিতযশা কবিগণ ইকবালের কবিতার অনুবাদ করেছেন।

গার্ডিয়ান পাবলিকেশন্স

08 Nov, 13:02


বইমেলায় চলে এসেছে বহুল প্রতীক্ষিত সিরাত ‘মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!’

গার্ডিয়ান পাবলিকেশন্স

07 Nov, 06:22


বসনিয়ার ইসলামি জাগরণ ও স্বাধীনতা সংগ্রামের নায়ক কে জানেন?

আলিয়া ইজেতবেগভিচ। এই মুসলিম হিরোকে আমরা অনেকেই জানি না।

ইউরোপের গর্ভে থেকে কীভাবে ইসলামের পক্ষে জনগণকে জাগিয়েছিলেন তিনি, তা জানা আমাদের জন্য অতিব জরুরি।

তার জীবন ইসলামপন্থীদের জন্য একটি বিশেষ পাঠ্য।

গার্ডিয়ান পাবলিকেশন্স

06 Nov, 05:28


সেকুলারিজম ও নারীবাদ, মুসলিম বিশ্ব গত কয়েক বছর ধরে এই দুটো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।

মুসলিমদের মধ্যে অনেকেই এই দুই মতবাদের সাথে একমত পোষণ করছে এবং এগুলোর প্রতি মুগ্ধতা প্রকাশ করছে।

সেকুলারিজম ধ্বংস করছে ইসলামি রাজনীতিকে, নারীবাদ ধ্বংস করছে পরিবার ও সমাজব্যবস্থাকে।

সচেতন মুসলিমরা এই দুটো চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হলে মুসলিম দেশগুলো আইডিওলজিকাল বিপর্যয়ে পড়বে।

আইডিওলজির জবাব দিতে হয় বৃদ্ধিবৃত্তিকভাবে। তাই এই বিষয়ে গভীর পড়াশোনা জরুরি।

এই দুই টপিকে শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মী যেন সচেতন হন, সেজন্য গার্ডিয়ান পাবলিকেশন্স প্রকাশ করেছে দুটো বই:

১. সেকুলারিজমের তত্ত্বতালাশ

২. সাবা মাহমুদ: নারীবাদ ও ইসলাম

.

এই প্যাকেজে রয়েছে একটি কবিতা।

যারা এই দুটো টপিকে পড়বেন, সেইসব সচেতন পাঠকের পড়া উচিত আল্লামা ইকবালকে। রাজনৈতিক দার্শনিক, যার প্রজ্ঞা উপমহাদেশের মুসলিমদেরকে দিয়েছে একটি ভূখণ্ড।

প্রাসঙ্গিক এই ৩টি বই তরুণদের জন্য গুরুত্বপূর্ণ।

দুটো বই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য, একটি বই কবিতা পড়ে উজ্জীবিত হবার জন্য।

বই তিনটি অর্ডার করতে লিংকে ক্লিক করুন

অর্ডার করুন : https://guardianpubs.com/offers

গার্ডিয়ান পাবলিকেশন্স

04 Nov, 12:51


বায়তুল মোকাররম ইসলামি বইমেলায় এবার একটা ভিন্ন আয়োজন হচ্ছে। আগে শুধু মেলা ছিলো বই ক্রয়-বিক্রয় কেন্দ্র। এবার অন্যান্য সুবিধাও যুক্ত হয়েছে।

আলোচনার মঞ্চ আছে। একজন লেখক, একজন আলেম একটি বিষয়ের ওপর আলোচনা করতে পারবেন। আগে যেটা ব্যক্তিগত উদ্যোগে করা হতো, এখন মেলায়ই সেই সুবিধা রাখা হয়েছে।

আগামীকাল বাদ মাগরিব আলোচনা করবেন আমার অন্যতম প্রিয় একজন আলেম, মাওলানা মুজাজ্জাজ নাঈম।

একেকটা বিষয়ে ইন-ডেপথ নলেজ রাখা বলতে যা বোঝায়, নাঈম ভাইয়ের সাথে গল্প করতে গিয়ে আমরা বারবার সেটা উপলব্ধি করেছি।

গার্ডিয়ান পাবলিকেশন্স বইমেলায় ধারাবাহিক এই 'আড্ডা'র আয়োজন করেছে। আগামীকাল নাঈম ভাইকে দিয়ে শুরু।

আলোচনার বিষয়- হাদিস পাঠের মূলনীতি।

আমাদের হাতে-হাতে হাদিসের এপস। চাইলেই হাদিস পড়তে পারি।
কিন্তু, হাদিস পড়ার আগে কী কী বিষয় মাথায় রাখা দরকার সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না।

জেনারেল শিক্ষার্থীদের জন্য আগামীকালের সেশন খুব গুরুত্বপূর্ণ।
এবারের বইমেলায় এই সংযোজন আশা করি মেলাকে প্রাণবন্ত করবে, ইনশা আল্লাহ।

গার্ডিয়ান পাবলিকেশন্স

04 Nov, 12:05


আগামীকাল মাগরিবের পর বইমেলায় একটা প্রোডাক্টিভ আড্ডা দিতে চাই।

আড্ডার বিষয় : হাদিস পাঠের মূলনীতি

এই বিষয়ে আলোচনা করবেন গার্ডিয়ানের মুক্তচিন্তা বইয়ের লেখক মুজাজ্জাজ নাঈম।

এই আড্ডা হবে ৩০ জনকে নিয়ে। গুরুত্বপূর্ণ এই আড্ডায় অংশ নিতে চাইলে আমাদের ইনবক্স করুন।

গার্ডিয়ান পাবলিকেশন্স

04 Nov, 05:16


ড. আহসান হাবীব ইমরোজ-এর ক্যারিয়ার গাইডলাইনমূলক বই ‘বিশ্ব মাঝে শীর্ষ হব’-এর সাথে আপনার পরিবারের তরুণদের পরিচয় করিয়ে দিন।

ইনশাআল্লাহ তারা একইসাথে দুনিয়াবি ও পরকালিন ক্যারিয়ারে সফলকাম হওয়ার পথ খুঁজে পাবে।

বইটি পাচ্ছেন ইসলামি বইমেলায় ২৩ নং স্টলে।

গার্ডিয়ান পাবলিকেশন্স

03 Nov, 12:19


১০% ছাড়ে অর্ডার করতে ভিজিট করুন : https://guardianpubs.com/product-lis

গার্ডিয়ান পাবলিকেশন্স

03 Nov, 12:19


বাঙালি মুসলিম হিসেবে উম্মতকে নেতৃত্ব দেবেন কীভাবে?

.

মুসলিম বিশ্বকে বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী নেতৃত্ব দিয়েছে। কখনো আরব, কখনো পারস্য, কখনো মোঙ্গল, কখনো মামলুক, কখনো তুর্কি।

বাঙালি মুসলিমরা মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে না, এমন তো না!

কীভাবে আমরা এই ভূখণ্ডেই না, পুরো মুসলিম উম্মাহর মধ্যে কল্যাণকামী হতে পারি, কীভাবে আমরা উম্মাহকে এই অবস্থা থেকে জাগ্রত করতে পারি?

এগুলো জানার জন্য আগে জানা প্রয়োজন উম্মাহর পতন কেন হলো?

ইতিহাসের কোন কোন ঘটনা বাঁক পরিবর্তন করেছিল?

এই অঞ্চলে কীভাবে মুসলিম সভ্যতা গড়ে ওঠে, যার আশেপাশে আর কোনো মুসলিম রাষ্ট্র নেই?

এই ব্যাপারটাই মিরাকল।

আমাদের সাথে যদি এমন মিরাকল ঘটতে পারে, তাহলে কেন এখান থেকেই মুসলিম উম্মাহর নেতৃত্ব সম্ভব না?

আমরা এই বিষয়টি তুলে ধরার জন্য নিয়ে এসেছি এই চারটি বই।

এই বইগুলোতে যেমন নিজেদের আত্মসমালোচনা আছে, তেমনই আছে ঘুরে দাঁড়ানোর সূত্র।

উম্মাহর বিজয়কামী তরুণদের জন্য আমরা এমন কন্টেন্ট তৈরি করেছি, যা পড়ে তরুণরা বুঝতে পারবে, কোন প্রেক্ষাপটে সালাহুদ্দিন, রুকনুদ্দিন বাইবার্স, আরতুর্গুল, মুহাম্মাদ আল ফাতিহ তৈরি হয়।

গার্ডিয়ান পাবলিকেশন্স

03 Nov, 06:07


গার্ডিয়ানের এবারের সাতটি বইয়ের মধ্যে যেমন বৈচিত্র্য আছে, তেমনই মিলও আছে।

মুসলিম উম্মাহর খিলাফত পতনের ১০০ বছর হলো। মুসলিম উম্মাহ আবারও রাজনৈতিক শক্তি অর্জন করবে, এই আশায় পৃথিবীর নানান জায়গা থেকে মুক্তিকামী জনগণ স্বপ্ন দেখছে।

নবজাগরণের আগে নিজেদের আত্মসমালোচনা দরকার। কেন মুসলিম উম্মাহর পতন হলো?

পতনের ইতিহাস যদি আমরা না পড়ি, উত্তরণের পথ খুঁজে পেতে আমাদের সমস্যা হবে।

গুরুত্বপূর্ণ এই বিষয়ে দুটি বই প্রকাশিত হয়েছে :

১. মুসলিম উম্মাহর অধঃপতন : সাহাবিযুগ থেকে মোগল আমল
২. মুসলিম উম্মাহর পতন; উত্তরণের পথ
.
ইতিহাসের অনেক ঘটনা আছে, যেগুলো গুরুত্বপূর্ণ; কিন্তু এসব ঘটনা এড়িয়ে যাওয়া হয়। এসব ঘটনা কোনো কোনো ক্ষেত্রে বড়ো কোনো ঘটনার উপলক্ষ্য ছিল।

এমন সব বিস্মৃত, উপেক্ষিত ইতিহাস উঠে এসেছে 'ইতিহাসের আলোছায়া' বইয়ে।
.
বাংলাদেশ এমন একটা মুসলিম দেশ, যার মানচিত্র দেখলে অবাক হতে হয়। মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট্ট একটা দ্বীপ, যার আশেপাশে কোনো মুসলিম রাষ্ট্র নেই!

কীভাবে বিশ্বমুসলিম মানচিত্র থেকে প্রায় বিচ্ছিন্ন একটি জায়গায় এত বিশাল মুসলিম জনগোষ্ঠী গড়ে উঠল? বাংলায় মুসলিম সভ্যতার বিকাশ নিয়ে প্রকাশিত হয়েছে 'বাংলায় ইসলাম ও মুসলিম সভ্যতা'।
.
সেকুলারিজম ও ফেমিনিজম বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত-সমালোচিত দুটি মতবাদ। একটি মতবাদের সাথে সরাসরি রাষ্ট্র সম্পৃক্ত, আরেকটি মতবাদের ফলে পারিবারিক ব্যবস্থা হুমকির মুখে পড়ছে।

মুসলিম বিশ্ব এই দুই মতবাদকে মোকাবিলা করতে ব্যর্থ হলে ধ্বংস হবে ইসলামি রাজনীতি, পরিবারব্যবস্থা।

তরুণরা যেন এই দুই মতবাদকে কাউন্টার দেওয়ার জন্য বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি নিতে পারে, এজন্য গার্ডিয়ান পাবলিকেশন্স

প্রকাশ করেছে নতুন দুটি বই :
১. সেকুলারিজমের তত্ত্বতালাশ
২. সাবা মাহমুদ: নারীবাদ ও ইসলাম
.
গত শতাব্দীতে মুসলিম উম্মাহর অন্যতম কণ্ঠস্বর ছিলেন আল্লামা ইকবাল। তার কবিতায় উজ্জীবিত হয়েছে উপমহাদেশের মুসলিম। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ফসল ছিল মুসলিম ভূখণ্ড।

ইকবাল ছিলেন একজন কবি, একজন উম্মাহ দরদি রাজনৈতিক-দার্শনিক। তার কবিতার অনুবাদ প্রকাশিত হয়েছে 'ইকবালের কবিতা' নামে।
.
নতুন ৭টি বই ভিন্ন ভিন্ন ক্যাটাগরির হলেও উম্মাহ চেতনাকে জাগ্রত করতে এগুলোর মধ্যে মিল রয়েছে যথেষ্ট।

এই ৭টি বইয়ে আমাদের পতনের ইতিহাসের পাশাপাশি রয়েছে উত্থানের আশা। মুসলিম উম্মাহর ইতিহাস যেমন আছে, তেমনই আছে বাংলার ইতিহাস। এসবের সাথে যোগসূত্র আছে এক দার্শনিক কবির কবিতা, যা বিপ্লবে অনুপ্রেরণা জোগায়।

বইগুলোর প্রকাশ উপলক্ষে চলছে বিশেষ ওপেনিং অফার! ১০% ছাড়ে বইগুলো সংগ্রহ করতে পারবেন!

অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং ইনবক্সে।

ওয়েবসাইট লিংক : https://guardianpubs.com/product-list

এছাড়াও মোবাইল ফোনেও অর্ডার দিতে পারেন :

02-57163214
01710197558
01998-584958

গার্ডিয়ান পাবলিকেশন্স

02 Nov, 11:11


গার্ডিয়ানের ৭টি বইয়ের মোড়ক উন্মোচন

গার্ডিয়ানের এবারের সাতটি বইয়ের মধ্যে যেমন বৈচিত্র্য আছে, তেমনই এগুলোর মধ্যে মিলও আছে।

মুসলিম উম্মাহর খিলাফত পতনের ১০০ বছর হলো। মুসলিম উম্মাহ আবারও রাজনৈতিক শক্তি অর্জন করবে, এই আশায় পৃথিবীর নানান জায়গা থেকে মুক্তিকামী জনগণ স্বপ্ন দেখছে।

নবজাগরণের আগে নিজেদের আত্মসমালোচনা দরকার। কেন মুসলিম উম্মাহর পতন হলো?

পতনের ইতিহাস যদি আমরা না পড়ি, উত্তরণের পথ খুঁজে পেতে আমাদের সমস্যা হবে।

গুরুত্বপূর্ণ এই বিষয়ে দুটি বই প্রকাশিত হয়েছে :

১. মুসলিম উম্মাহর অধঃপতন : সাহাবিযুগ থেকে মোগল আমল

২. মুসলিম উম্মাহর পতন; উত্তরণের পথ

.

ইতিহাসের অনেক ঘটনা আছে, যেগুলো গুরুত্বপূর্ণ; কিন্তু এসব ঘটনা এড়িয়ে যাওয়া হয়। এসব ঘটনা কোনো কোনো ক্ষেত্রে বড়ো কোনো ঘটনার উপলক্ষ্য ছিল।

এমন সব বিস্মৃত, উপেক্ষিত ইতিহাস উঠে এসেছে 'ইতিহাসের আলোছায়া' বইয়ে।

.

বাংলাদেশ এমন একটা মুসলিম দেশ, যার মানচিত্র দেখলে অবাক হতে হয়। মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট্ট একটা দ্বীপ, যার আশেপাশে কোনো মুসলিম রাষ্ট্র নেই!

কীভাবে বিশ্বমুসলিম মানচিত্র থেকে প্রায় বিচ্ছিন্ন একটি জায়গায় এত বিশাল মুসলিম জনগোষ্ঠী গড়ে উঠল? বাংলায় মুসলিম সভ্যতার বিকাশ নিয়ে প্রকাশিত হয়েছে 'বাংলায় ইসলাম ও মুসলিম সভ্যতা'।

.

সেকুলারিজম ও ফেমিনিজম বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত-সমালোচিত দুটি মতবাদ। একটি মতবাদের সাথে সরাসরি রাষ্ট্র সম্পৃক্ত, আরেকটি মতবাদের ফলে পারিবারিক ব্যবস্থা হুমকির মুখে পড়ছে।

মুসলিম বিশ্ব এই দুই মতবাদকে মোকাবিলা করতে ব্যর্থ হলে ধ্বংস হবে ইসলামি রাজনীতি, পরিবারব্যবস্থা।

তরুণরা যেন এই দুই মতবাদকে কাউন্টার দেওয়ার জন্য বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি নিতে পারে, এজন্য গার্ডিয়ান পাবলিকেশন্স প্রকাশ করেছে নতুন দুটি বই :

১. সেকুলারিজমের তত্ত্বতালাশ

২. সাবা মাহমুদ: নারীবাদ ও ইসলাম

.

গত শতাব্দীতে মুসলিম উম্মাহর অন্যতম কণ্ঠস্বর ছিলেন আল্লামা ইকবাল। তার কবিতায় উজ্জীবিত হয়েছে উপমহাদেশের মুসলিম। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ফসল ছিল মুসলিম ভূখণ্ড।

ইকবাল ছিলেন একজন কবি, একজন উম্মাহ দরদি রাজনৈতিক-দার্শনিক। তার কবিতার অনুবাদ প্রকাশিত হয়েছে 'ইকবালের কবিতা' নামে।

.

নতুন ৭টি বই ভিন্ন ভিন্ন ক্যাটাগরির হলেও উম্মাহ চেতনাকে জাগ্রত করতে এগুলোর মধ্যে মিল রয়েছে যথেষ্ট।

এই ৭টি বইয়ে আমাদের পতনের ইতিহাসের পাশাপাশি রয়েছে উত্থানের আশা। মুসলিম উম্মাহর ইতিহাস যেমন আছে, তেমনই আছে বাংলার ইতিহাস। এসবের সাথে যোগসূত্র আছে এক দার্শনিক কবির কবিতা, যা বিপ্লবে অনুপ্রেরণা জোগায়।

নতুন বইগুলোর কয়েক পৃষ্ঠা পড়ে আসতে পারেন-
https://guardianpubs.com/product-list

গার্ডিয়ান পাবলিকেশন্স

02 Nov, 05:14


আজ এবং আগামী দুইদিন ইসলামিক ফাউন্ডেশন বইমেলায় উপস্থিত থাকবেন গার্ডিয়ান পাবলিকেশন্স-এর সম্মানিত এমডি- নূর মোহাম্মাদ আবু তাহের!


আপনি আসছেন তো?

গার্ডিয়ান পাবলিকেশন্স

31 Oct, 06:58


জনপ্রিয় অনলাইন ইক্টিভিস্ট, গবেষক ও লেখক পিনাকী ভট্টাচার্য-এর বেস্টসেলার বইগুলো পাচ্ছেন ইসলামি ফাউন্ডেশন বইমেলা-২০২৪-এর ২৩ নম্বর স্টলে।

বাইতুল মোকাররম পূর্বগেইটে চলছে মাসব্যাপী বইমেলা। গার্ডিয়ান থাকছে ২৩ নম্বর স্টলে।

গার্ডিয়ান পাবলিকেশন্স

31 Oct, 05:38


তরুণ স্কলার ড. হাফিজুর রহমানের বইগুলো পড়েছেন?

তাঁর তিনটি বইয়েই মাস্টার পিচ!

গার্ডিয়ান পাবলিকেশন্স

30 Oct, 13:39


রাজনৈতিক নেতা-কর্মীদের খুব ভালোভাবে সিরাত জানা আবশ্যক।

যারা ইসলামি রাজনীতি করেন, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়, বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয়।

আপনি যদি খুব ভালোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়েন, তাহলে সেখানে দেখতে পাবেন, রাসূলুল্লাহ বিভিন্ন পরিস্থিতি কীভাবে প্রজ্ঞার সাথে মোকাবিলা করেছেন।

আপনাকে যেমন মিশতে হবে অনেক জ্ঞানী-গুণীর সাথে, তেমনই কথা শুনতে হবে অনেক অজ্ঞ লোকের। একেকজনের সাথে কীভাবে আচরণ করবেন? কাকে কতটা সময় দেবেন, কোন প্রশ্নের কী উত্তর দেবেন, সেগুলো বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়ে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, বিভিন্ন সিদ্ধান্ত নেবার প্রেক্ষাপট নিয়ে প্রচলিত সীরাত গ্রন্থে আলোচনা হয় না।

যার ফলে সীরাত থেকে এই সময়ে আমরা কী শিখতে পারি সেটা অনেকের জানার সুযোগ হয় না।

সীরাতের এই দিকটি হাইলাইট করেছেন ডক্টর ইয়াসির ক্বাদি।

তাঁর ১০০ ঘণ্টার বেশি আলোচনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীর ওপর।

সেই আলোচনাটি বাংলা ভাষায় ২ খণ্ডে প্রকাশিত হয়েছে ‘মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ নামে।

এই বইটি থেকে শিখতে পারবেন কোন পরিস্থিতি কীভাবে প্রজ্ঞার সাথে মোকাবিলা করতে হয়।

রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য এই বইটি খুবই উপযোগী!

অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে ও গুগল ফরমে।

ওয়েবসাইট লিংক : https://guardianpubs.com/offers

গুগল ফরম লিংক : https://cutt.ly/LeD3Plwa

এছাড়াও মোবাইল ফোনেও অর্ডার দিতে পারেন :

02-57163214
01710197558
01998-584958

গার্ডিয়ান পাবলিকেশন্স

30 Oct, 11:54


দুই সম্মানিত স্কলারের হাতে আরেক জনপ্রিয় স্কলারের বই!

বলুন দেখি বইটি কার?

গার্ডিয়ান পাবলিকেশন্স

30 Oct, 07:01


🟥 রাসূলুল্লাহ ﷺ –এর যুগে ইসলামের ইতিহাসে প্রথম মিছিল
.
মুসলিমরা একে তো সংখ্যায় কম, তারউপর নির্যাতিত। মক্কায় যারা সাহসী হিসেবে পরিচিত, তাদের বেশিরভাগই মুশরিক। ইসলাম গ্রহণ করে প্রকাশ্যে বের হবার সাহস এবং ঝুঁকি কোনোটাই কেউ নিতে চাচ্ছেন না।
হঠাৎ করেই সবকিছু বদলে গেলো। মক্কার অন্যতম বীর হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। তাঁর ইসলাম গ্রহণের তিনদিন পর ইসলাম গ্রহণ করেন মক্কার আরেক বীর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু; যার মাধ্যমে ইসলাম শক্তিশালী করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে দু’আ করেছিলেন।
উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর খুব দ্রুত সবকিছুর পরিবর্তন হতে লাগে। এককথায়, উমরের ইসলাম গ্রহণ ছিলো ইসলামের ইতিহাসে এক প্যারাডাইম শিফট। দারুল আরকামে লুকিয়ে লুকিয়ে যেখানে সভা করা হতো, উমরের ইসলাম গ্রহণের পর সেই ট্রেন্ড বদলে যায়।
উমর (রাদিয়াল্লাহু আনহু) নবিজীকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গিয়ে বললেন,
“ইয়া রাসূলাল্লাহ! বাঁচি বা মরি, আমরা কি হক্বের উপর প্রতিষ্ঠিত নই?”
নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জবাব দিলেন, “কেনো নয়? সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, তোমরা বাঁচো বা মারা যাও, নিশ্চয়ই তোমরা হক্বের উপর রয়েছো।”
এবার উমর (রাদিয়াল্লাহু আনহু) সেই প্রস্তাবটি দেন, ইসলামের ইতিহাসে যেরকম প্রস্তাব ইতোপূর্বে আর কেউ দেয়নি। উমর (রাদিয়াল্লাহু আনহু) বললেন,
“তাহলে আমরা কেনো পালিয়ে বেড়াচ্ছি? সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, নিশ্চয়ই আমরা বাইরে বের হবো।”
মুসলিমরা দুই সারিতে মিছিল নিয়ে বের হয়, সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এক সারিতে হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেক সারিতে উমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের দুই বীর।
মুসলিমরা মিছিল নিয়ে ছুটছেন আর চারিদিকে ধূলো উড়ছে। মিছিল নিয়ে প্রবেশ করা হলো মসজিদুল হারামে। কুরাইশরা মুসলমানদের এমন স্পর্ধা দেখবে, সেটা ভাবতেই পারেনি। মুসলিমদের মিছিল দেখে তারা ভড়কে যায়! তারা এতোটা কষ্ট পায় যে, ইতোপূর্বে এমন কষ্ট তারা কখনো পায়নি।
ঠিক যেদিন উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো মিছিল নিয়ে বের হন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে ‘আল-ফারুক’ উপাধি দেন।
.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের এমন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, রাজনৈতিক জীবন, বিভিন্ন সময়ের সিদ্ধান্ত নেবার প্রেক্ষাপট এসব নিয়ে বিস্তারিত জানতে পারবেন ড. ইয়াসির ক্বাদির ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বইয়ে।
২ খণ্ডের বইটির প্রি-অর্ডার চলছে।
বইটি অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে ও গুগল ফরমে।
.
ওয়েবসাইট লিংক : https://guardianpubs.com/offers
গুগল ফরম লিংক : https://cutt.ly/LeD3Plwa

গার্ডিয়ান পাবলিকেশন্স

29 Oct, 13:52


আজ বইমেলায় এসেছিলেন গার্ডিয়ানের সম্মানিত লেখক ড. আহসান হাবীব ইমরোজ।

তাঁর ‘মোরা বড়ো হতে চাই’ ও ‘বিশ্ব মাঝে শীর্ষ হব’ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক বই দুটি কিশোর তরুণদের কাছে তুমুল জনপ্রিয়!

গার্ডিয়ান পাবলিকেশন্স

29 Oct, 09:58


আকিদা বিষয়ে আপনার বেসিক স্ট্রং না হলে বুঝতে পারবেন না কোন ব্যাখ্যাটি সঠিক আর কোনটি বিভ্রান্তিকর।

এই বইয়ে আকিদার কেবল জরুরি বিষয়গুলোকেই তুলে ধরা হয়েছে। আর লেখক যেহেতু আকিদা বিষয়ে একজন বিশেষজ্ঞ এবং একইসাথে দেওবন্দ ও মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

সুতরাং তাঁর থেকে ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা বা আলোচনা আসাই স্বাভাবিক।
শায়েখ মিজান হারুন হাফিজাল্লাহু লিখিত ‘ইসলামের মৌলিক আকিদা’ বইটি ১০% ছাড়ে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বইমেলার ২৩ নম্বর স্টলে।

বইটির কয়েক পৃষ্ঠা পড়ে দেখতে পারেন :

https://guardianpubs.com/product-details/islamer-moulik-aqida-93

গার্ডিয়ান পাবলিকেশন্স

29 Oct, 07:47


শায়েখ ড. মিজানুর রহমান আজহারির সাড়া জাগানো বইগুলো পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বইমেলার ২৩ নম্বর স্টলে।
বইগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

আহ্বান :
আধুনিক মননে আলোর পরশ :https://www.guardianpubs.com/product-details/ahoban-75

ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোঁয়া :https://www.guardianpubs.com/product-details/--18

রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ:https://www.guardianpubs.com/product-details/reflection-from-surah-yusuf-16

গার্ডিয়ান পাবলিকেশন্স

29 Oct, 06:03


শায়েখ মিজান হারুন হাফিজাল্লাহু লিখিত ‘ইসলামের মৌলিক আকিদা’ বইটি ১০% ছাড়ে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বইমেলার ২৩ নম্বর স্টলে।

বইটির কয়েক পৃষ্ঠা পড়ে দেখতে পারেন।

লিংক https://www.guardianpubs.com/product-details/islamer-moulik-aqida-93

গার্ডিয়ান পাবলিকেশন্স

28 Oct, 14:15


"একটা ঝিঁঝিঁ পোকা একটানা ডেকে চলেছে তার বির*ক্তিকর সুরে। রাতটাকে আরও ভয়*ঙ্কর করে তুললো রাতজাগা একটা পেঁচার ক*র্কশ ডাক। গাছের পাতা নড়ছে না একবিন্দু। গু*মোট বাঁধা একটা থমথমে পরিবেশ। কোনো কিছুর জন্য বুঝি প্রস্তুতি চলছে।" "আ......য়...! ‘আ......য়...!!" "চ*মকে উঠলো ও। কে ডাকে অমন করে? নাকি মনের ভু*ল? কান পেতে রইলো। ‘আ......য়...! ‘আ......য়...!!’ আবার শোনা গেল গ*ম্ভীর সেই আহ্বান। উঠে দাঁড়াল। কী এক আকর্ষণ আছে যেন ওই আহ্বানে!" "ভ*য়াল রাত যেন ওকে হাতছানি দিয়ে ডাকছে। এগিয়ে চললো মন্ত্র*মুগ্ধের মতো শব্দের উৎস লক্ষ্য করে..."

পড়ুন, লেখক জুবায়ের হুসাইন ই-বই "ভ*য়াল রাতের হাতছানি"
https://link.boitoi.com.bd/3Yk8

গার্ডিয়ান পাবলিকেশন্স

28 Oct, 14:15


'না, তুমি এমন করতে পারো না বিপু।' অনু*নয় ঝরে পড়ল যেন ঠা*ন্ডার কণ্ঠে। 'আমি কী করতে পারি আর কী করতে পারিনে সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই মিস্টার ঠা*ন্ডা মিয়া। ও হ্যাঁ, তুমি আমার কাছে 'নীল' সম্পর্কে কতটুকু কী জানি তা জানতে চেয়েছিলে না? হ্যাঁ, 'নীল' সম্পর্কে আমি সব জানি এখন, স-অ-ব।

পড়ুন, লেখক জুবায়ের হুসাইনের ই-বই "নীল থা*বা"
https://link.boitoi.com.bd/vXoQ

গার্ডিয়ান পাবলিকেশন্স

28 Oct, 13:22


'সানজাক-ই-উসমান' বইটি পড়ার পর আমাদের অনেক পাঠক বলেছেন, ইতিহাসের বই এত সুখপাঠ্য হয়, জানা ছিল না!

অনেকেই ইতিহাস পড়তে অপছন্দ করেন। ইতিহাসকে মনে হয় বিরক্তিকর। একটু পরপর এত গাদা গাদা তথ্য থাকবে, মুখস্থ করতে হবে।

কিন্তু না।

সানজাক-ই-উসমান পড়ার পর পাঠকের সেই ভাবনা বদলে গেছে।

তারা দেখতে পেলেন ইতিহাস থ্রিলার উপন্যাসের মতো হতে পারে!

এক পৃষ্ঠা পড়ার আরেক পৃষ্ঠা পড়ার জন্য পাঠকরা অপেক্ষায় থাকেন। অপেক্ষায় থাকেন চেঙ্গিস খানের কী হবে, কীভাবে মোঙ্গলরা ইসলাম গ্রহণ করবে, কীভাবে উসমানি সালতানাতের সূচনা হয়, সেই ঘটনা পড়বেন...।

আরতুগ্রুল, সুলতান সুলাইমান, ইউরোপের উত্থান —সব মিলিয়ে মধ্যযুগকে এমনভাবে ধারণ করেছে এই বই, যা ইতোমধ্যেিই পাঠকের চিন্তায় নাড়া দিয়েছে!

.
অর্ডার লিংক https://www.guardianpubs.com/product-details/--52

গার্ডিয়ান পাবলিকেশন্স

28 Oct, 12:06


📌 এমন বিশ্লেষণধর্মী সিরাত বাংলা ভাষায় এটাই প্রথম!

বই দুটোর প্রি-অর্ডার করতে পারবেন ১৫% ছাড়ে।

অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে ও গুগল ফরমে।
ওয়েবসাইট লিংক : https://guardianpubs.com/offers
গুগল ফরম লিংক : https://cutt.ly/LeD3Plwa

গার্ডিয়ান পাবলিকেশন্স

28 Oct, 08:31


কিশোর রহস্য উপন্যাস কিশোরদের দারুণ পছন্দের! কিন্তু মজার ব্যাপার হলো- আমাদের এই কিশোররা শুধু থ্রিল কিংবা রহস্য উপন্যাসেই আটকে নেই।

আমাদের জানাল, তারা ইতোমধ্যেই পড়ে ফেলেছে সানজাক-ই উসমান, হা*Ma%স ও Fiলিsতিন বিষয়ক ডাহস সাইজের বইগুলোও। এমনকি বিশ্বরাজনীতির বইগুলোও তাদের পছন্দের তালিকায়। মাশাআল্লাহ!

আমাদের বিশ্বাস আরও দৃঢ় হলো-কিশোরদের একবার পড়ার অভ্যাস করাতে পারলে, তাদের থামানোর সাধ্য আর কারো নেই!

গার্ডিয়ান পাবলিকেশন্স

27 Oct, 12:13


‘ইসলাম আপনাকে যেভাবে দেখতে চায়’ বইটি সকলে গিফট পেয়েছেন।

আপনি কার থেকে এমন বই গিফট পেতে চান?

গার্ডিয়ান পাবলিকেশন্স

27 Oct, 09:59


গল্পে গল্পে ছোটোদের হাদিস হাতে আমাদের ক্ষুদে পাঠক!

ইসলামি ফাউন্ডেশন বইমেলা ২০২৪। বাইতুল মোকাররম, পূর্ব গেট।

গার্ডিয়ান পাবলিকেশন্স

26 Oct, 14:11


📌 এমন বিশ্লেষণাত্মক সীরাত বাংলা ভাষায় এটাই প্রথম!

.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী স্রেফ ঘটনা বা ইতিহাস পড়ার মতো জীবনী না। তাঁর জীবন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য শিক্ষণীয়।

বেশিরভাগ সীরাত গ্রন্থে রাসূলুল্লাহ ﷺ -এর জীবনের ধারাবাহিক ঘটনা আলোচনা করা হয়। কিন্তু, এই দুটো সীরাতগ্রন্থ একেবারে ভিন্ন।

👉 এই বইয়ে শুধুমাত্র ঘটনা উল্লেখ করা হয়নি, ঘটনা উল্লেখের পাশাপাশি সেটার প্রেক্ষাপট এবং প্রভাব নিয়েও আলোচনা হয়েছে।

👉 সেইসব ঘটনা থেকে সূত্র নিয়ে কীভাবে ২০২৪ সালেও আপনি রাসূলুল্লাহ ﷺ -এর পদাঙ্ক অনুসরণ করতে পারেন এই বিষয়ে ড. ইয়াসির ক্বাদি এবং শায়খ ইউসুফ আল কারজাভি আলোচনা করেছেন।

👉 ড. ইয়াসির ক্বাদির লেকচার সিরিজটি শুনে ইংরেজিভাষী অনেকেই ইসলাম পালন শুরু করেছেন, অনেকের মধ্য থেকে ইসলাম সংক্রান্ত নানা সন্দেহ-সংশয় কেটে গেছে।

বাংলাভাষী পাঠকের সামনে লেকচার সিরিজটি অনুবাদ এবং শায়খ ইউসুফ আল কারজাভির সীরাত গ্রন্থটি নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।

বই দুটোর প্রি-অর্ডার করতে পারবেন বিশেষ ছাড়ে।

ওয়েবসাইট লিংক : https://guardianpubs.com/offers

গুগল ফরম লিংক : https://cutt.ly/LeD3Plwa

গার্ডিয়ান পাবলিকেশন্স

26 Oct, 13:37


গার্ডিয়ান নিয়ে আপনার মন্তব্যে আমরা সত্যিই গর্বিত!

আজ গার্ডিয়ানের স্টলে এসেছিলেন জনপ্রিয় রাজনীতিবিদ ড. শফিকুল ইসলাম মাসুদ ও দেলোয়ার হোসাইন সাঈদীসহ ঢাকা মহানগর জামায়াত নেতৃবৃন্দ!

গার্ডিয়ান পাবলিকেশন্স

26 Oct, 11:17


আজ রাত ৮.৩০ এ শুরু হচ্ছে ড. ইয়াসির ক্বাদি এবং উসতাজ ইউসুফ আল কারজাভি (রহ.)-এর সিরাতের প্রি-অর্ডার।

আপনি প্রস্তুত তো?

গার্ডিয়ান পাবলিকেশন্স

26 Oct, 06:33


শিশুদের বুনিয়াদ পোক্ত হোক রাসূলের হাদিসের সাথে।
গার্ডিয়ানের স্টলে আমাদের দুজন ক্ষুদে পাঠক!

বইদুটো পড়ে আসুন :

ছোটোদের আদব শেখার ১০০ হাদিস :

https://guardianpubs.com/product-details/65c613de58ef0cdfbeb676a1?categories=kids-books&categoryId=65c06a13c27cd5504d0da19b

ছোটোদের ৩০ হাদিস :
https://guardianpubs.com/product-details/65c6236b58ef0cdfbeb67b7c?categories=kids-books&categoryId=65c06a13c27cd5504d0da19b

গার্ডিয়ান পাবলিকেশন্স

25 Oct, 14:59


গার্ডয়ানের স্টলে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামি ছাত্রশিবির, সেক্রেটারি এসএম ফরহাদ!

গার্ডিয়ান পাবলিকেশন্স

25 Oct, 03:07


ইসলামি বইমেলা -২০২৪

বায়তুল মোকাররম মসজিদ
পূর্ব গেইট।

গার্ডিয়ান পাবলিকেশন্স

24 Oct, 17:34


'প্যারাডক্সিকাল সাজিদ' বই নিয়ে অনেকের সুখস্মৃতি আছে। আজ থেকে ৫/৭ বছর আগে অনেকেই বইটি পড়েছিলেন।

এই বইটি একটি ইতিহাস সৃষ্টি করেছিল। যেই ইতিহাসের অংশ পাঠক হিসেবে আপনিও ছিলেন।

বাংলাদেশে ইসলামি সাহিত্যের জাগরণের অন্যতম অংশীদার হিসেবে কোনো একটি বইকে উল্লেখ করলে সেটা হবে 'প্যারাডক্সিকাল সাজিদ'।

পাঠকদের কাছ থেকে আমরা আশাতীত সাড়া পাই।

সেই সময় অনেক পাঠক কাঠখড় পুড়িয়ে বইটি সংগ্রহ করেছিলেন।

এই বইটি আমাদের জানামতে অসংখ্য পাঠকের জন্য ছিল প্রথম 'আউটবই'।

অনেকেই এই বইটির মাধ্যমে নতুন করে পাঠক হয়। অনেকেই এই বইটির মাধ্যমে নিয়মিত বই পড়া শুরু করে।

২০১৭ সালে বইটি যখন প্রকাশিত হয় তখন অনেকেই ছিলেন কলেজ-ভার্সিটির শিক্ষার্থী, অনেকেই ছিলেন অবিবাহিত।

এত বছর কেটে গেল। জীবনের নানান অধ্যায় শুরু করেছেন পাঠক।

আপনার কি মনে পড়ে সেই সময়ের কথা? কীভাবে বইটির নাম শুনেন? কীভাবে বইটি সংগ্রহ করেন?

📌 কমেন্টে জানাতে পারেন।

গার্ডিয়ান পাবলিকেশন্স

24 Oct, 17:33


📜 হুদাইবিয়ার সন্ধি: মুসলিম ইতিহাসের একটি যুগান্তকারী রাজনৈতিক সিদ্ধান্ত

৬ হিজরিতে (৬২৮ খ্রিস্টাব্দ), রাসূলুল্লাহ ﷺ এবং প্রায় ১,৪০০ সাহাবী মক্কায় কাবা শরিফে উমরাহ করতে বের হন। কিন্তু মক্কার কুরাইশরা তাদের মক্কায় প্রবেশ করতে বাধা দেয়। ফলে, মক্কার বাইরে হুদাইবিয়া নামক স্থানে কুরাইশদের সাথে এক গুরুত্বপূর্ণ সন্ধির আলোচনা শুরু হয়, যা পরবর্তীতে 'হুদাইবিয়ার সন্ধি' নামে পরিচিত।

.

এই সন্ধির মূল রাজনৈতিক দিকগুলো:

দশ বছরের যুদ্ধবিরতি: এই সন্ধির মাধ্যমে মুসলিমদের সাথে কুরাইশদের মধ্যে ১০ বছরের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই শান্তির মাধ্যমে উভয় পক্ষই একসাথে শান্তিপূর্ণ সহাবস্থানের সুযোগ পায়।

বছরটিতে উমরাহ ছাড়া ফেরা: সন্ধির শর্তানুযায়ী, মুসলমানরা ওই বছর উমরাহ না করে মদিনায় ফিরে যান। তবে, পরের বছর তারা কুরাইশদের কোনো বাধা ছাড়াই এসে উমরাহ সম্পন্ন করতে পারবেন।

বন্দি প্রত্যাবর্তন শর্ত: সন্ধির একটি শর্ত ছিল—কোনো মক্কার লোক মদিনায় পালিয়ে আসলে তাকে মক্কায় ফেরত পাঠাতে হবে, কিন্তু যদি কেউ মদিনা থেকে মক্কায় পালিয়ে যায়, কুরাইশরা তাকে ফেরত পাঠাতে বাধ্য নয়। এটি মুসলিমদের জন্য ক্ষতিকর মনে হলেও, রাসূলুল্লাহ ﷺ এই শর্তটি গ্রহণ করেন বৃহত্তর শান্তির জন্য।

কৌশলগত দূরদর্শিতা: যদিও এই সন্ধিটি প্রাথমিকভাবে মুসলিমদের জন্য অসুবিধাজনক মনে হয়েছিল, এটি ছিল একটি অত্যন্ত কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ। এই শান্তির ফলে মুসলিমরা দাওয়াহ এবং কূটনৈতিকভাবে ইসলামের বার্তা ছড়াতে সক্ষম হন। পরবর্তী দুই বছরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেন, যার মধ্যে অনেক প্রভাবশালী ব্যক্তিও ছিলেন।

ধৈর্যের মাধ্যমে বিজয়: অনেক সাহাবী, বিশেষ করে উমর ইবন খাত্তাব, এই সন্ধিকে অপমান হিসেবে দেখেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ ﷺ শান্তির জন্য এই শর্তগুলো গ্রহণ করেন। পরবর্তীতে আল্লাহ সূরা 'আল-ফাতহ' নাজিল করেন, যেখানে এই সন্ধিকে একটি স্পষ্ট বিজয় হিসেবে ঘোষণা করা হয়।

.
📌 পরিণতি:

হুদাইবিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে একটি বিশাল মোড় ঘুরিয়ে দিয়েছিল। এর মাধ্যমে ইসলামকে স্থিতিশীলতার সুযোগ দেওয়া হয় এবং এটি শেষপর্যন্ত মুসলমানদের মক্কা বিজয়ের পথ প্রশস্ত করে।

এই সন্ধি প্রমাণ করে যে, রাসূলুল্লাহ ﷺ এর দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্ত ও ধৈর্য ইসলামের বিজয় এবং প্রসারের অন্যতম কারণ।

সীরাতের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গার্ডিয়ানের প্রকাশিতব্য দুটো সীরাত গ্রন্থ থেকে।

🔴 কে কে অপেক্ষায় আছেন?

গার্ডিয়ান পাবলিকেশন্স

24 Oct, 05:08


ড. ইয়াসির ক্বাদির সিরাত বই ‘মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বই নিয়ে কুইজ আয়োজন আমাদের শেষ হয়েছে। উপহারের বিষয় পরে আসছি।

এই আয়োজন কেমন লাগল আপনাদের। কিছু শিখলেন কিংবা জানতে পারলেন কি? একটু মতামত জানাবেন প্লিজ। হতে পারে আপনার মতামতের কারণেও আপনি বিশেষ উপহার পেলেন।

আর আমরা বইটির প্রি অর্ডার নিতে চাই। এতে হয়তো কিছুটা কম মূল্যে আপনারা সংগ্রহ করতে পারবেন।

গার্ডিয়ান পাবলিকেশন্স

23 Oct, 14:04


ইসলামি বইমেলায় প্রকাশিতব্য বই

১.  মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১ম খণ্ড)

২. মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২য় খণ্ড)
লেখক : ড. ইয়াসির ক্বাদি

৩. সাইয়্যিদুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
-ড. ইউসুফ আল কারজাভি

৪. বাংলায় ইসলাম ও মুসলিম সভ্যতা
-ড. সায়ীদ ওয়াকিল

৫. ইতিহাসের আলোছায়া
-জিয়াউল হক

৬. মুসলিম উম্মাহর পতন, উত্তরণের পথ
-জিয়াউল হক

৭. মুসলিম উম্মাহর অধঃপতন
-আকবর শাহ খান নাজিবাবাদি

৮. ইকবালের কবিতা
-সৈয়দ আলী আহসান

৯. সাবা মাহমুদ, নারীবাদ ও ইসলাম
-ফাহমিদ-উর-রহমান

১০. সেকুলারিজমের তত্ত্বতালাশ
-ফাহমিদ-উর-রহমান

১১. দারসুল কুরআন
অধ্যাপক মুফিজুর রহমান

১২. দখলের কাঁটা, প্রতিরোধের ফুল
-শহিদ ইয়াহইয়া সিনওয়ার

১৩. উসওয়াতুন হাসানাহ
-আদহাম শারকাভি

১৪. ইজতিহাদ
-ড. তহা জাবির আল আওয়ানি

১৫. মুমিনের আখলাক
ড. ইয়াসির ক্বাদি

১৬. নবিদের প্রাকটিক্যাল দাওয়াত
সোলাইমান নদভি (রহ.)


শিশুদের বই

১. রব্বানা

২. ডেইলি দুআ

৩. ছোটোদের মাসআলা মাসায়েল

৪. আল আকসা ভ্রমণ

৫. সাহসী বালক
-ড. মো. ইব্রাহীম খলিল

৬. তারা সাতজন ও একটি কুকুর
-ড. মো. ইব্রাহীম খলিল

৭. হলুদ গাভির গল্প
-ড. মো. ইব্রাহীম খলিল

৮. আজব আজাব
-ড. মো. ইব্রাহীম খলিল

৯. আবু তালহার মেহমান
-ড. মো. ইব্রাহীম খলিল
১০. পানির দানব তিমি
-কানিজ ফাতিমা

১১. তুলতুলে জেলিফিস
-কানিজ ফাতিমা

১২. সমূদ্রের তারকা
-কানিজ ফাতিমা

১৩. মধুর মালী মৌমাছি
-কানিজ ফাতিমা

১৪. রঙে রাঙা প্রজাপতি
-কানিজ ফাতিমা

গার্ডিয়ান পাবলিকেশন্স

22 Oct, 12:49


ইসলামি বইমেলায় আজ ধর্ম উপদেষ্টা মহোদয় এসেছিলেন। তার সাথে কুশল বিনিময় করেন গার্ডিয়ান পাবলিকেশন্স-এর এমএমডি মাহমুদুল হাসান।

গার্ডিয়ান পাবলিকেশন্স

22 Oct, 06:00


আজ থেকে শুরু হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত- ‘ইসলামি বইমেলা-২০২৪’!

স্থান : বাইতুল মোকাররম, পূর্ব গেইট।

এবারের বইমেলা বেশ জমকালো হবে ইনশাআল্লাহ! আপনি আসছেন তো!

গার্ডিয়ান পাবলিকেশন্স

20 Oct, 12:11


‘মাহাম্মাদ (সা.) : দ্যা ফাইনাল্য ম্যাসেঞ্জার ‘ বইটির ওপর সিরাতপাঠ প্রতিযোগিতায় অংশ নেন প্রায় দেড় হাজার পরীক্ষার্থী! বিভিন্ন শ্রেণীপেশার যুবক, তরুণ এমনকি প্রবীনরাও অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়!

এই সিরাতপাঠ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামি, নরসিংদী জেলা শাখা। আমরা উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই!

বিশ্বনবী (সা.)-এর সিরাত অধ্যয়নের মধ্য দিয়ে আলোকিত হোক আমাদের সমাজ-সংস্কৃতি ও রাজনীতি!

(বি: দ্র: বিশ্ব সিরাতলিখন প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অধিকারী সিরাত-‘মুহাম্মাদ (সা.): দ্যা ফাইনাল ম্যাসেঞ্জার’ বইয়ের ওপর বাংলাদেশে ইতোমধ্যেই উল্লেখ্যযোগ্য সংখ্যক প্রতিযোগিতার আয়োজন হয়েছে। বইটির কয়েক পৃষ্ঠা পড়ে দেখতে 👇 কমেন্টের লিংকে ক্লিক করতে পারেন)

গার্ডিয়ান পাবলিকেশন্স

20 Oct, 11:56


গার্ডিয়ান থেকে প্রকাশিত 'ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত' বইটি বাংলাদেশ সরকারের BCS Administration Academy Library প্রতিষ্ঠানটি তাদের কেন্দ্রিয় লাইব্রেরিতে বিসিএস কর্মকর্তাদের পাঠ্য হিসেবে অন্তর্ভূক্ত করেছে।

আলহামদুলিল্লাহ!

অভিনন্দন সম্মানিত লেখক জিয়াউল হক!

গার্ডিয়ান পাবলিকেশন্স

20 Oct, 09:34


ঢাকা রেসিডেন্সিয়াল স্কৃলে চলছে ইসলামি বইমেলা!
গার্ডিয়ান পাবলিকেশন্সও আছে বইয়ের পসরা সাজিয়ে!

আপনি আমন্ত্রিত!

গার্ডিয়ান পাবলিকেশন্স

17 Oct, 12:20


আপনি একাধিক সিরাত পড়ে থাকলেও এই বইটি ভিন্ন ধরনের!

আপনি হয়তো অনেকগুলো সিরাত পড়েছেন। একেক সিরাত একেক ধরনের। তবে আগে যতগুলোই পড়ুন না কেন, ড. ইয়াসির ক্বাদির সিরাতটি পড়ে আপনি অন্যরকম উপভোগ করবেন।

কয়েকটি কারণে।

১. এই বইয়ে শুধু ঘটনাই পাবেন না, সেই ঘটনার প্রেক্ষাপট জানবেন। কেন ওই ঘটনা ঘটল, কেন ওই সিদ্ধান্ত নেওয়া হলো, সেটার আগে কী হয়েছিল এবং এই সিদ্ধান্তের প্রভাব কী ছিল, সেটাও জানবেন।

২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী আজ থেকে প্রায় ১৪০০ বছর পূর্বের। সেই জীবনী বর্তমান সময়ের আমাদের সাথে কতটা প্রাসঙ্গিক, এটাও জানতে পারবেন।

৩. বিভিন্ন সিরাতগ্রন্থে অনেক ঘটনা আলোচনা করা হয় না বা খুব সামান্য আলোচনা করে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু এই বইয়ে প্রায় সবকিছুই আলোচনা করা হয়েছে। বিশেষ করে যেসব বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমালোচনা করা হয়, সেগুলোর জবাব দেওয়া হয়েছে।

🎯 শীঘ্রই বইটির প্রি-অর্ডার শুরু হচ্ছে।

আপনি প্রস্তুত?

কমেন্টে জানান।

গার্ডিয়ান পাবলিকেশন্স

17 Oct, 05:16


আগামী ৩০ তারিখ ইনশাআল্লাহ।

গার্ডিয়ান পাবলিকেশন্স

16 Oct, 13:43


রংপুরে ইনকিলাব বইমেলায় গার্ডিয়ানের স্টলে জনপ্রিয় দাঈ আবু ত্বহা মুহাম্মাদ আদনান।

গার্ডিয়ান পাবলিকেশন্স

15 Oct, 12:14


সোনামণি সিরিজের সাথে পরিচিত আছেন কি?

কয়েক পৃষ্ঠা দেখে আসতে পারেন। লিংক : https://guardianpubs.com/product-details/66658cc340c88f709dcf9dcc

গার্ডিয়ান পাবলিকেশন্স

15 Oct, 02:56


#বুকরিভিউ


ফাহমিদ-উর-রহমান জন্মগ্রহণ করেন যশোরে।এবং তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন মনোরোগবিদ্যা ও চিকিৎসাবিজ্ঞান নিয়ে। এই তাত্ত্বিক লেখকের এক অন্য বিশ্লেষণ তার সফরনামা খ্যাত "কমলিওয়ালার দেশে" বইটি।লেখক কেমন বাংলার জৈষ্ঠ লেখকদের ন্যায় তার এই সফরনামাতে ঐতিহাসিক বিশেষণে বিশেষায়িত করেছেন যে মনের ক্যানভাসে সেই পনেরশত বছরের পূর্বের ঘটনাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র বুটি হেনার ন্যায় সর্বক্ষণ ভেসে বেড়াচ্ছে মনের গহীন দুয়ারে। যেনো ইতিহাসের পাতায় উবে যাচ্ছি কেমন রেল লাইনের মৃদঙ্গের ন্যায় কেমন ধীর গতিতে।

আমি বারবার পড়ি আর মিল খোঁজতে যাই,দেখতে পাই যেন সৈয়দ মুজতবা আলীর কাবুলের আব্দুর রহমান মদিনায় সৌদি যুবক ওমর হয়ে ফাহমিদ-উর-রহমানের নিকট ধরা দিয়েছে।তাকে সার্বিক দিক নির্দেশনা কিংবা সেবা দিয়ে যাচ্ছে।

আমি প্রতিটি শব্দ উচ্চারণ করে যাই আর আক্ষেপের ক্ষীণতা দীর্ঘতর হয় 'কমলিওয়ালা কি তার দেশে আমায় ডাক আদৌ দিবে' ভেবে ভেবে।

অন্যদিক দিয়ে "কমলিওয়ালার দেশে" বইটি লেখকের অন্য এক রিভিউর নাম।একজন পাঠক যেমন একটা বই পড়ে উক্ত বইয়ের রিভিউ দেয় কিংবা একজন ফুড ব্লগার যখন খাবারের রিভিউ প্রকাশ করে অথবা একজন ভ্রমণপিপাসু যেমন ভ্রমণ সংক্রান্ত রিভিউ দিয়ে থাকে তাত্ত্বিক এই লেখকেরও এই বইটি একটি রিভিউ হিসেবে আখ্যায়িত করা যেতে পারে ।যেখানে প্রকাশিত হয়েছে সৌদির কিছু নিয়মের জন্য সৌদি পুলিশদের কঠোরতা,অন্যদিকে আছে উমরাহ ও হজ্জের সময়ের নানান দিক নির্দেশনা ও নিয়ম কানুন।

সার্বিকভাবে বলতে গেলে,বাংলার সাহিত্য রসনায় আবেগামিশ্রিত এক অন্যান্য সফরনামা হচ্ছে ফাহমিদ-উর-রহমানের এই "কমলিওয়ালার দেশে" বইটি।



অর্ডার লিংক: https://guardianpubs.com/product-details/65c8de0c5d603565d195b089

গার্ডিয়ান পাবলিকেশন্স

14 Oct, 11:06


📣 হ্যালো রংপুরবাসী!
গার্ডিয়ান পাবলিকেশন্স এখন আপনার শহরে!

১৫-১৯ অক্টোবর, ২০২৪ পর্যন্ত ‘ইনকিলাব বই মেলায়’ আপনাদের প্রিয় প্রতিষ্ঠান গার্ডিয়ান পাবলিকেশন্স থাকছে নানান স্বাদের বইয়ের সমাহার নিয়ে।

রংপুর টাউন হল মাঠে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বইমেলা।

আপনি সপরিবারে আমন্ত্রিত!

যেকোনো প্রয়োজনে :
📞01795322935
(জাহিদ, রংপুর প্রতিনিধি)

গার্ডিয়ান পাবলিকেশন্স

13 Oct, 17:20


মানুষের কাছে সুনাম, গ্রহণযোগ্যতা ও খ্যাতি পাওয়ার চিন্তা বর্জনীয়। কেবল আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্যই যাবতীয় নেক আমল করা উচিত। আল্লাহ তায়ালা আমাদের সেই তাওফিক দান করুন, আমিন।

বই : ভুলে যাওয়া গল্পগুলো
ট্যাগ: সাহাবিদের ত্যাগ-কুরবানির উপাখ্যান
লেখক: আলী আহমাদ মাবরুর
মূল্য:২৫০৳
প্রকাশ: গার্ডিয়ান পাবলিকেশন্স

গার্ডিয়ান পাবলিকেশন্স

13 Oct, 17:20


প্রদর্শনেচ্ছার পরিণতি

শুফাই আল আসবাহি (রহ.) একবার মদিনায় গিয়েছিলেন। তখন দেখলেন, এক ব্যক্তিকে লোকজন ঘিরে আছে। তিনি জানতে চাইলেন, তোমাদের দ্বারা বেষ্টিত এই মানুষটি কে? বলা হলো-রাসূল (সা.)-এর সাহাবি আবু হুরায়রা (রা.)।১০২

পরিচয় শোনার পর এই প্রখ্যাত সাহাবির ব্যাপারে তাঁর জানার আগ্রহ হলো। তাই বেষ্টনীর মধ্যে ঢুকে পড়লেন। চলে আসেন প্রিয় ব্যক্তিত্বের একেবারেই কাছাকাছি। বসেও পড়লেন সেখানে। তবে তখনও তিনি ব্যস্ত। উপস্থিত জনতাকে একের পর এক হাদিস শুনিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর শ্রোতার সংখ্যা কমে যায়। সুযোগটি সেই মুসাফিরও হাতছাড়া করেননি। তিনি আবু হুরায়রা (রা.)-কে বললেন, দয়া করে আমাকে একটি হাদিস বলুন। তা হবে সরাসরি রাসূলুল্লাহ (সা.)-এর কাছ থেকে শ্রবণকৃত। এমনকি আপনি ভালোভাবে সেটি বুঝেছেন।

তিনি বললেন, আচ্ছা ঠিক আছে। আমি তা-ই করব। এমন হাদিসই বলব, যা কেবল রাসূলুল্লাহ (সা.) আমার কাছেই বর্ণনা করেছেন। আর আমিও তা জেনেছি এবং বুঝেছি। এ কথা বলার পর আবু হুরায়রা কেমন যেন তন্ময়গ্রস্ত হয়ে পড়েন। ওভাবেই থাকলেন কিছু সময়। অতঃপর স্বাভাবিক হয়ে একই কথা বললেন। তা বলেই পুনরায় হারিয়ে যান তন্ময়তার ঘোরে। একটা সময় মূর্ছাও যান। চেতনা ফিরে পেয়ে মুখমণ্ডল মোছেন। এবারও অনুরূপ ইচ্ছা প্রকাশ করেন হাদিস বর্ণনার বিষয়ে।

কিন্তু বলতে পারলেন না। বেহুঁশ হয়ে গেলেন আবারও। একপর্যায়ে হুঁশ ফিরে পান। মুখমণ্ডল মুছে নেন। এরপর বললেন, আমি তা করব। অবশ্যই তোমার নিকট এরূপ হাদিস বর্ণনা করব। ওই হাদিসটি কেবল আমাকেই বলেছেন রাসূল (সা.)। তখন তাঁর সঙ্গে এই ঘরে অবস্থান করছিলাম। আমি আর তিনি ছাড়া আর কেউ ছিল না। এটুকু জানিয়ে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,কিয়ামত দিবসে আল্লাহ তায়ালা বান্দাদের মাঝে ফয়সালা করবেন। এর জন্য তাদের হাজির করা হবে। তখন সকল উম্মতই থাকবে নতজানু অবস্থায়। তারপর হিসাব-নিকাশের জন্য প্রথমে ডাকা হবে কুরআনের হাফিজ, আল্লাহ তায়ালার পথে শহিদ এবং প্রচুর ধনৈশ্বর্যের মালিকদের।

সেই ক্বারি (কুরআন পাঠক)-কে প্রশ্ন করবেন আল্লাহ তায়ালা। বলবেন, আমার রাসূলের নিকট যা প্রেরণ করেছি, তা কি তোমাকে শেখাইনি? জিজ্ঞাসিত বলবে, হে রব। হ্যাঁ, শিখিয়েছেন। এরপর তিনি জানতে চাইবেন, অর্জিত জ্ঞান অনুযায়ী কোন কোন আমল করেছ? বান্দা বলবে, রাত-দিন তা তিলাওয়াত করেছি। তখন রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছ। ফেরেশতারাও বলবেন, তুমি মিথ্যা বলেছ। মহান রব আরও বলবেন, তুমি এজন্যই তিলাওয়াত করেছ যে, তোমাকে বড়ো ক্বারি (হাফিজ) ডাকা হোক। আর তা তো ডাকাই হয়েছে।

তারপর হাজির করা হবে সম্পদের মালিককে। তাকেও জিজ্ঞাসা করবেন, আমি কি তোমাকে সম্পদশালী বানাইনি? এমনকি তুমি কারও মুখাপেক্ষী ছিলে না? ওই ব্যক্তি বলবে, হে রব। হ্যাঁ, তা বানিয়েছেন। এরপর তিনি জানতে চাইবেন, আমার দেওয়া সম্পদ দ্বারা কোন কোন নেক আমল তুমি করেছ? সে বলবে, এর দ্বারা আত্মীয়তার সম্পর্ক বহাল রেখেছি। দান-সাদাকাও করেছি। তিনি বলবেন, তুমি মিথ্যা বলেছ। ফেরেশতারাও বলবে, তুমি মিথ্যাবাদী। রিজিকদাতা আরও বলবেন, তুমি ইচ্ছা পোষণ করেছিলে, মানুষের কাছে দানশীল হিসেবে তোমার প্রসার হোক। আর এ রকম তো হয়েছেই।

এরপর হাজির করা হবে আল্লাহর রাস্তায় শাহাদাতবরণকারীকে। হিসাবের কাঠগড়ায় আল্লাহ তাকেও দাঁড় করাবেন। প্রশ্ন করবেন, তুমি কীভাবে নিহত হয়েছ? সে বলবে, আমি তো আপনার পথে জিহাদ করতে আদিষ্ট ছিলাম। শাহাদাতবরণ করেছি জিহাদরত অবস্থায়। তিনি বলবেন, তুমি মিথ্যা বলেছ। আর ফেরেশতারাও বলবেন, তুমি মিথ্যাবাদী। বিচারের মালিক আরও বলবেন, তুমি ইচ্ছা পোষণ করেছিলে, লোকে তোমাকে অত্যন্ত সাহসী যোদ্ধা বলুক। আর তা তো বলাই হয়েছে।

এতটুকু বর্ণনা করে আমার হাঁটুতে হাত চাপড়ে রাসূলুল্লাহ (সা.) বললেন, হে আবু হুরায়রা! কিয়ামতের দিন আল্লাহ তায়ালার সৃষ্টির মধ্য থেকে এ তিনজনকে দিয়েই প্রথমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে।

এ প্রসঙ্গে বর্ণিত আরেকটি হাদিস এমন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা 'জুব্বুল হুজন' হতে আল্লাহ তায়ালার নিকটে আশ্রয় প্রার্থনা করো। সাহাবিরা জানতে চাইল, ইয়া রাসূলাল্লাহ। 'জুব্বুল হুজন' কী? তিনি বললেন, তা জাহান্নামের মধ্যকার একটি উপত্যকা। এর থেকে স্বয়ং জাহান্নামও দৈনিক শতবার আশ্রয় প্রার্থনা করে। জানতে চাওয়া হলো, হে আল্লাহর রাসূল। তাতে কে প্রবেশ করবে? তিনি বললেন, লোকদেখানো কুরআন তিলাওয়াতকারীরা। ১০৪

আল কুরআনেও লোকদেখানো ইবাদতের নিন্দা করা হয়েছে। যারা এ ধরনের কাজে সম্পৃক্ত থাকে, তাদের তিরস্কার করে আল্লাহ তায়ালা বলেন, যে কেউই পার্থিব জীবন এবং এর সৌন্দর্য কামনা করে, আমিও দুনিয়াতেই তাদের কর্মের পূর্ণ ফল প্রদান করে থাকি। আর সেখানে তাদের কোনো কিছুই কম দেওয়া হবে না। তাদের জন্য পরকালে জাহান্নাম ব্যতীত আর কিছুই নেই। তারা যা কিছু করেছে, তাও আখিরাতে নিষ্ফল হবে।১০০

গার্ডিয়ান পাবলিকেশন্স

13 Oct, 14:34


🎯এবার মেলার স্থান হলো বাইতুল মোকররমের পূর্বপার্শ্বের খোলা ময়দান!

আপনি আসছেন তো!

গার্ডিয়ান পাবলিকেশন্স

12 Oct, 12:26


আমরা আলিমগণের একটি বড় ব্যর্থতা হলো-
‘আল্লাহ তা‘আলার প্রতি ঈমান’ বলতে কী বোঝানো হয় এ ঈমানের মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এবং কীভাবে এ ঈমান নষ্ট কিংবা দুর্বল হয়ে যায়, তা সর্বসাধারণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে পারছি না!
‘আল্লাহ তা‘আলা একজন আছেন, তিনি আমাদের স্রষ্টা ও মালিক’-
কেবল এতটুকু বিশ্বাসই কি ‘আল্লাহ তা‘আলার প্রতি ঈমান’-এর দাবি পূরণ করে?
মুমিন হবার জন্য এতটুকু বিশ্বাসই কি যথেষ্ট?
আমাদের আকীদা বিশেষজ্ঞগণও আল্লাহ তা‘আলার সিফাত-এর ব্যাখ্যা প্রসঙ্গে যে পরিমাণে আলোচনা বা তর্কবিতর্ক করেন, এর কিঞ্চিত মাত্রও তাঁর উলূহিয়্যাত, রুবূবিয়্যাত ও হাকিমিয়্যাত নিয়ে প্রকাশ্যে বিশদ আলোচনা করেন বলে মনে হয় না।
আমাদের ওয়ায়িজগণও সাধারণত অন্যান্য বিষয়ে যে পরিমাণ আলোচনা করেন-এর কিঞ্চিতও আল্লাহ তা‘আলার প্রতি ঈমানের স্বরূপ, তাঁর উলূহিয়্যাত, রুবূবিয়্যাত ও হাকিমিয়্যাত এবং ঈমানভঙ্গকারী বিষয়গুলো নিয়ে আলোচনা করেন না।
-প্রফেসর ড. আমদ আলী
ঈমান সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন ড. আহমদ আলী স্যারের ৪ খণ্ডের ‘উসূলুল ঈমান’।

গার্ডিয়ান পাবলিকেশন্স

09 Oct, 10:12


১৫ দিন ব্যাপী সিরাত কুইজ কন্টেস্ট
আগামী ১৫ দিন গার্ডিয়ান পেইজে চলবে সিরাত কুইজ কন্টেস্ট।
প্রতিদিন সন্ধ্যা ৭ টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের কোনো ঘটনা নিয়ে থাকবে এই কুইজ।
এই কুইজের মাধ্যমে সিরাত সম্পর্কে আপনার জানাশোনা নিয়ে একটি ধারণা পাবেন।
১৫ দিনের এই কুইজে সর্বাধিক সঠিক উত্তরদাতাদের মধ্যে ২০ জন পাবেন গার্ডিয়ানের পক্ষ থেকে বিশেষ পুরস্কার।
গার্ডিয়ানের প্রকাশিতব্য সিরাত শায়খ ইউসুফ আল কারজাভি লিখিত ‘সাইয়্যিদুনা’ এবং শায়খ ইয়াদির ক্বাদির- ‘মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ থেকে যেকোনো একসেট পাবেন।
📍 কুইজে অংশ নিতে:
👉 কুইজ পোস্টের কমেন্টে সঠিক উত্তর দিতে হবে।
১৫ দিনের কুইজ কন্টেস্টে সর্বাধিক সঠিক উত্তরদাতারা (এবং কুইজ পোস্ট শেয়ারকারী) পাবেন গার্ডিয়ানের পক্ষ থেকে এই বিশেষ পুরস্কার।

পোস্ট লিংক
https://www.facebook.com/share/p/JrqfwPk4EN76kSMK/

গার্ডিয়ান পাবলিকেশন্স

08 Oct, 15:22


বহুল আকাঙ্ক্ষিত দুটি সিরাত এই মাসেই প্রকাশ হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

১. সাইয়্যেদুনা : ড. ইউসুফ আল কারজাভি (রহ.)
২. মুহাম্মাদ (সা): ড. ইয়াসির ক্বাদি (২ খণ্ডে)

সম্পর্কে তারা দুজনই শিক্ষক-ছাত্র।

আমরা দুটি সিরাত ১০+১০= মোট ২০ জনকে গিফট করতে চাই। আর সেটা হবে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। এই কুইজ হবে সিরাতের ভেতর থেকে।

মোট ১৫টি কুইজ থাকবে। আমরা প্রতিদিন একটি করে কুইজ দেবো। সেখানে সর্বাধিক উত্তরদাতাদের জন্য এই গিফট থাকছে ইনশাআল্লাহ। কাল থেকেই শুরু হবে এই আয়োজন।

গেট রেডি প্লিজ...