Hujur's Thought @hujursthought Channel on Telegram

Hujur's Thought

@hujursthought


Let your thought be like the Hujur!

Youtube:
https://youtube.com/c/hujursthought

Facebook:
https://www.facebook.com/HujursThought

Halal Entertainment:
@HalalEntertainment1

Hujur's Thought (English)

Are you looking for a channel where you can find insightful thoughts and reflections on life's various aspects? Look no further than 'Hujur's Thought'! This Telegram channel, identified by the username '@hujursthought', is a place where you can immerse yourself in thought-provoking content that will stimulate your mind and touch your heart.

Hujur, the mastermind behind this channel, offers a unique perspective on a wide range of topics, from personal growth and spirituality to current events and social issues. His thoughtful musings will challenge your beliefs, encourage self-reflection, and inspire you to strive for a better, more meaningful life.

In addition to the engaging content shared on the Telegram channel, you can also connect with Hujur on other platforms. Follow him on YouTube at https://youtube.com/c/hujursthought for video content that complements his written reflections. Stay updated on his latest posts and interact with like-minded individuals on Facebook by visiting https://www.facebook.com/HujursThought. And for a dose of Halal entertainment that aligns with your values, be sure to check out '@HalalEntertainment1'.

Expand your mind, feed your soul, and join the community of Hujur's Thought followers who are on a journey of self-discovery and enlightenment. Let your thought be like the Hujur - profound, insightful, and impactful. Embrace the power of thought with 'Hujur's Thought' today!

Hujur's Thought

31 Oct, 03:38


যা কিছু কালো,
তার সঙ্গে প্রথম কালো

Hujur's Thought

19 Oct, 04:02


শত্রুরা আমাকে যা হাদিয়া দিতে পারে, তা হচ্ছে মৃত্যু।

রাহিমাহুল্লাহ

Hujur's Thought

19 Sep, 13:34


ভাত খাওয়ানোর সময় তোফাজ্জলকে জিজ্ঞাসা করা হয়, খাবার কেমন হয়েছে? উত্তরে তিনি বলেন,
"আল্লাহর রহমতে ভালো"

Hujur's Thought

07 Sep, 15:30


টুইন টাওয়ার পাহারা দিন। জরুরি।

Hujur's Thought

07 Sep, 09:20


মাজার ভেঙ্গে সমান করা স্বয়ং রাসুলুল্লাহ ﷺ এর আদেশ!

Hujur's Thought

04 Sep, 11:11


Legit

Hujur's Thought

31 Aug, 18:08


আপ্নারা কারে না কারে ধইরা মাস্টারমাইন্ড কইয়া দিলেই হইলো?

এই লোক যদি ওইদিন কিছু না বলতো, তাহলে আন্দোলন কি বেগমান হইতো?

Hujur's Thought

28 Aug, 09:03


প্রকৃত স্বাধীনতা আল্লাহর দাসত্বেই

Hujur's Thought

26 Aug, 07:46


আপনি মুসলিম হলে আপনাকে অবশ্যই শরিয়াহ চাইতে হবে।

সম্পূর্ণ আলোচনা:
https://youtu.be/y-IrbQ4-Pcw?si=W24ezk7Iz2tz8ppX

Hujur's Thought

25 Aug, 07:38


কে এই আসিফ আদনান? কি তার পরিচয়?

পেশায় ছাত্র। পরিচয় ইসলামপন্থী লেখক ও চিন্তক। স্কুল সেন্ট যোসেফ, কলেজ নটরডেম, অর্থনীতি নিয়ে অনার্স-মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ডবল মাস্টার্স শেষে এখন IIUM-এ পিইচডি করছেন মালয়েশিয়ায়।

কিছু তথ্য দেই, দ্বীনের দাঈ ভাইদের জেনে রাখা জরুরী।

• আসিফ আদনানকে মানুষ চেনে তার বহুমাত্রিক লেখালেখির জন্য। নিয়মিত লেখালেখি করেন ফেসবুক আইডিতে। তবে লেখালেখি অত্যন্ত বিশ্লেষণধর্মী ও তুলনামূলক সব জটিল টপিকে হওয়ায় সাধারণত কিছুটা কঠিন হয়, সাধারণ মানুষদের উপযোগী হয় না। বুঝতে কষ্ট হয়।

• দ্বীনে ফেরার আগে ছিলেন অন্ধকার জীবনে, ছিলেন গিটারিস্ট, গায়ক। ২০১৩ এর শাপলা আন্দোলনের পর তার জীবন পাল্টে যায়। হেদায়েত আসে জীবনে। ২০১৫ এর দিকে শাহবাগ আন্দোলন ও নাস্তিকদের বিরুদ্ধে প্রথম পর্যায়ে কলম ধরা অ্যাক্টিভিস্টদের মধ্যে তিনি একজন।

• আসিফ আদনানের লেখালেখির মূল বিষয় হচ্ছে মডার্নিজমের ক্রিটিসিজম, আধুনিক বিশ্বব্যবস্থার তাত্ত্বিক ব্যবচ্ছেদ, আধুনিক আদর্শিক ফিতনাহ্ এবং ইসলামের আলোকে এসবের সমাধান। 'চিন্তাপরাধ' ও 'অবক্ষয়কাল' তার দুই মৌলিক বই। অনুবাদ ও সম্পাদনা করেছেন দশের বেশী। প্রকাশনী ইলমহাউজ।

• শাহবাগী, বামপন্থী, সেক্যুলার ও নাস্তিকদের তীব্র চাপের ফলে রকমারি থেকে আসিফ আদনানের লেখা 'চিন্তাপরাধ' বইটি সরিয়ে ফেলা হয়; অঘোষিতভাবে বাজারে একপ্রকার নিষিদ্ধ হয় এই বই। সংক্ষিপ্ত পরিসরে সেক্যুলারিজম, শব্দসন্ত্রাস, সাম্রাজ্যবাদ ও মডার্নিজমের তাত্ত্বিক খন্ডনে এমন অসাধারণ বই বাংলাদেশের ইতিহাসে বিরল।

• সমকামী আগ্রাসন নিয়ে বাংলায় লেখা প্রথম পূর্ণাঙ্গ বই 'অভিশপ্ত রংধনু' এর অন্যতম সহলেখক এবং বৈশ্বিক যৌনবিকৃতির প্রচারক এলজিটিভি মুভমেন্টের আর্থসামাজিক ইতিহাস নিয়ে লেখা বই 'অবক্ষয়কাল' এর লেখক তিনি। 'অভিশপ্ত রংধনু' বইটিও দীর্ঘসময় বাজারে অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল।

• বাংলাদেশে সাম্প্রতিক ট্রান্সজেন্ডার ইস্যুতে হওয়া আন্দোলনের পিছনে অন্যতম অনুঘটক ও দিকনির্দেশক ছিলেন তিনি। ২০০৩ সাল থেকেই দেশে চলমান সমকামী আন্দোলন নিয়ে তিনি ২০১৫ থেকেই লেখালেখি করে আসছেন, যখন সাধারণ মানুষ কেউ এসবের নামও শুনেনি।

• পর্ণ আসক্তির ভয়াবহতা, সমস্যা ও সমাধান নিয়ে প্রথম বাংলায় লেখা পূর্ণাঙ্গ ও বাজার মাতানো বেস্টসেলার বই 'মুক্ত বাতাসের খোঁজে' এবং তরুণদের রিলেশন প্রবলেম, ব্রেকাপ সমস্যা, ভয়াবহতা ও সমাধান নিয়ে লেখা বিশ্লেষণধর্মী মাস্টারপিস বই 'আকাশের ওপারে আকাশ' এর সহলেখক ও সম্পাদক আসিফ আদনান।

• কয়েক বছর ধরে সারা দেশে চলমান অশ্লীলতা বিরোধী লিফলেট-পোস্টারিং ক্যাম্পেইন, দেশের প্রায় প্রতিটি পাবলিক ভার্সিটিতে বাৎসরিক ভ্যালেন্টাইনস ডে বিরোধী ক্যাম্পেইন, পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডারিজম ঢোকানোর বিরুদ্ধে হওয়া প্রচারণা সহ আরো বেশ কিছু সাড়া জাগানো অ্যাক্টিভিজমের মূল দিকনির্দেশক আসিফ আদনান।

• দ্বীনে ফেরার পর ইসলামের পক্ষে অ্যাক্টিভিজম শুরু করলে শেখ হাসিনা সরকার ২০১৪ সালে আসিফ আদনানকে একবার গ্রেফতার করে আজব এক জঙ্গি মামলা দিয়ে, যদিও পরবর্তীতে অল্প সময়েই তিনি সমস্ত আইনি ঝামেলা থেকে মুক্ত হয়ে যান। মূলত তখন থেকেই ভালোমতো তার লেখালেখি শুরু হয়।

• আসিফ আদনান একজন স্পষ্টভাষী, স্ট্রেট ফরওয়ার্ড ও কট্টর আন-অ্যাপোলজেটিক ইসলামিস্ট। আধুনিকতাবাদী, এপোলজেটিক ও গণতান্ত্রিক দল সমূহ নিয়ে প্রতিনিয়ত স্পষ্ট ভাষায় গঠনমূলক সমালোচনা করেন তিনি। আন-অ্যাপোলজেটিক ভঙ্গিতে ইসলামি জীবনব্যবস্থা, শরীয়াহ আইন ও কুরআনের বিধান প্রতিষ্ঠার কথা বলে থাকেন।

শেষে একটা কথা— একজনের সবকিছু মেনে নিতে হবে এমন কোনো কথা নেই, তবে একুশ শতকের প্রত্যেক শিক্ষিত বাঙালি মুসলিমদের জন্য আসিফ আদনানকে স্টাডি করা 'জরুরী'। অন্ধ-সেলিব্রেটিজম নয়, তার উপকারী কাজের বহুল প্রচারণা দরকার।

➢ chintaporadh•com সাইটেই তার প্রায় উন্মুক্ত সমস্ত লেখা একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ্।

আল্লাহ্ আসিফ আদনান ভাইয়ের লেখায় বারাকাহ্ দান করুন ও ভাইকে সকল প্রকার ত্রুটিবিচ্যুতি থেকে রক্ষা করুন। আমীন।

আদনান আব্দুল্লাহ্
২৫ আগস্ট, ২০২৪

Hujur's Thought

22 Aug, 09:28


আমাদের রব তো বহু আগেই আমাদের জানিয়ে দিয়েছেন:
.
لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا
.
তুমি অবশ্যই মানবমন্ডলীর মধ্যে ইয়াহুদী ও মুশরিকদেরকে মুমিনদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতাপরায়ণ দেখতে পাবে... [সূরা মায়েদা, ৮২]
.
সাদাকাল্লাহুল আযীম!
.
সব সুশীলতা আর সম্প্রীতি মারানোর পর বাস্তবতা এটাই। আমরা যতোই বন্ধুত্ব দেখাই, ভারত চায় বাংলাদেশকে শোষণ করতে। আর না পারলে ক্ষতি করতে। এটা কোন সাস্টেইনেবল সমীকরণ হতে পারে না।

- আসিফ আদনান

Hujur's Thought

21 Aug, 08:45


অনেকে বলছে, যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডুবে যেতো, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেতো। তখন আরো বেশী ক্ষতি হত। তাই এখানে আসলে ভারতের দোষ নেই। চলুন এই কথাটার ফাঁকটা বুঝার চেষ্টা করি একটু।

নদী চলবে নদীর মত। এতে তারা বাঁধ দিল কেনো শুরুতেই? কারণ তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মত চলতে দিলে, নদীর গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ বেশী পানি আসলেও নদী তা সহ্য করতে পারতো। পানি সহজে সমুদ্রে পৌছতো।

কিন্তু বাঁধ দেয়ার কারণে, বাংলাদেশের নদীগুলো শুঁকিয়ে খালের মত হয়ে গিয়োছে। পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় চর জন্মেছে। এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশের সব ডুবিয়ে দেয়। এবার বুঝেছেন আসল কাহিনী?

কোন লোক এখন ভারতের সাফই গাইতে আসলে, বা কোন ধানাই পানই করলে, যেমন ভারতের তো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বাঁধ ছেড়েছে, ওরে চটকনা মেরে বলবেন, তাহলে বাঁধটা শুরুতে দিয়েছিল কেনো?

~ ইবনুস সাঈদ

Hujur's Thought

03 Aug, 14:00


Channel photo updated

Hujur's Thought

03 Aug, 13:33


কুমিল্লাবাসী ইতিহাসে কীভাবে থাকতে চায়, সেটা তারাই ঠিক করবে। সহযোগী নাকি গাদ্দার হিসেবে। এখনো সময় আছে।

Hujur's Thought

03 Aug, 11:05


জালিমের জন্য জমে থাকা একরাশ ঘৃণা...

Hujur's Thought

02 Aug, 14:14


সিলেট
একদিকে মাগরিবের আজানের শব্দ অন্যদিকে গু*লির শব্দ।
এ যেনো ফিলি*স্তিন।

Hujur's Thought

02 Aug, 00:13


নিশ্চয়ই দেখেছেন ট্যাঙ্কের উপর থেকে ফেলা মানুষটিকে যে হয়তো তখনও বেঁচে ছিলো! মানুষটির নাম "শেখ আসহাবুল ইয়ামিন" ছাত্র ভাইটার লা*শ*টা বারবার চোখের সামনে ভাসছে!

ভাইটা রোজা অবস্থায় ছিল, আপন সাথীরা তাঁর ব্যাপারে কল্যাণের সাক্ষ্য দিচ্ছে।আল্লাহ তাকে মাফ করুন, জান্নাতবাসী করুন। আমিন।

"আমার বন্ধু ইয়ামিন আর নাই। আমার রুমমেট আর নাই। ওসমানী হল রুম নং ৬১৯ আর নাই। আমার রাত ৩.০০ টায় আড্ডা মারার সাথী আর নাই আমার সাথে কাচ্চি শেয়ার করার সাথী আর নাই আমার হিউমারলেস জোকে হাসার সাথি আর নাই! আমাকে গেমের কাহিনি বলার সাথে আর নাই। আমাকে বাসা থেকে আনা খাবার দেওয়ার সাথি আর নাই! আমার ভুল গুলা ধরায় দেওয়ার সাথি আর নাই! আমি ইয়ামিনের আম্মুকে কি বলবো ইয়ামিনের সাথে আমার সকালেই কথা হইছে পরে ওর বোন আমাকে বলে ও বাসায় নাই।

ইয়ামিনের আম্মুকে কি বলবো আমি? ওর আব্বু ওকে বাইরে পরতে পাঠাইতে চাইছিলো। ওর আব্বুর ব্যাবসা ওর দেখার কথা ছিলো।

তোমরা ইয়ামিনের কি জানো? ওর সব কথা ও আমাকে বলতো। আমি আমার পুরা ২২ বছরের জীবনে ওর সাথে সবচেয়ে বেশি কথা শেয়ার করছি। আমার সব সমস্যার প্র্যাক্টিকাল সমাধান ছিলো ওর কাছে।

ইয়ামিন বুয়েটে চান্স পাইছিলো, মেডিকেলেও পাইছিলো, ও ৫ ওয়াক্ত নামাজ পড়তো, আমি না পড়লে টেনে নিয়ে যাইতো।ও সুন্নাত পালনের জন্য রোজাও রাখতো ছাত্র অবস্থাতেই। ইয়ামিন সেদিন বৃহস্পতিবার রোজা ছিলো। রোজা অবস্থাতেই সে জোহরের নামায মসজিদে পড়ে ছাত্রদের বাঁচাতে যেয়ে নিজে গু**লি খেয়ে শহীদ হয়।

ওর আব্বুর পুরা ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে শিফট করার কথা ছিল কিন্তু তারা যায় নি, ইয়ামিনের দেশপ্রেমের জন্য।ওকে ফিউচারের কথা জিজ্ঞেস করলে ও বলতো, ও খুব সিম্পল লাইফ চায় আজীবন।শুনে অনেক রাগ উঠতো আমার। অনেক পটেনশিয়াল ছিলো ওর মধ্যে। আমাকে সবসময় বলতো মানুষকে আমার ক্রিয়েটিভিটি দেখানো উচিত।

আমি ওকে শেখ ইয়ামিন বলতাম কারণ আমার জীবনের সব সমস্যার উত্তর ওর কাছে ছিল। আর দেখবোনা ইয়ামিনকে মৃদু নিষ্পাপ মিষ্টি হাসি মুখটা নিয়ে সবার শেষে হলের ডায়নিং এর খাবার খেতে বসতে।আর দেখবোনা হাস্যজ্জোল মায়াবী মুখটা সবার সব সমস্যার সহজ বুদ্ধিদীপ্ত সমাধান করে দিচ্ছে নিঃস্বার্থভাবে।তার কাছে গেলে কেমন শান্তি শান্তি লাগতো। নিজে সবচেয়ে বিনয়ী হয়ে যেমন সবার সমস্যার সমাধান দিতো, তেমনভাবেই ছাত্রদেরও!

- এক ঘনিষ্ঠ বন্ধুর টাইমলাইন থেকে নেওয়া।

Hujur's Thought

01 Aug, 23:54


আজকের কর্মসূচী📢
"দোয়া-মাহফিল ও ছাত্র-শিক্ষক গণমিছিল"

তারিখ: ৩৩ জুলাই(২রা আগস্ট), ২০২৪ শুক্রবার

Hujur's Thought

01 Aug, 05:42


Divided by religion
United by shibir.

context: in comment