ilhaam @ilhaambd Channel on Telegram

ilhaam

@ilhaambd


ilhaam (English)

Welcome to Ilhaam, the channel dedicated to inspiration and motivation! Ilhaam is a haven for those seeking positivity and encouragement in their daily lives. Our channel features uplifting quotes, stories of courage, and practical tips for achieving your goals. Whether you're facing challenges or simply in need of a pick-me-up, Ilhaam is here to support you on your journey to success. Join our community of like-minded individuals who believe in the power of positivity and personal growth. Let Ilhaam be your guide to a more fulfilling and purposeful life. Subscribe now and let the inspiration flow!

ilhaam

23 Nov, 23:50


আমার লাগাম আমি দুঃশ্চিন্তার হাতে ছেড়ে দেব না,
আমার লাগাম আমি আল্লাহর হাতে ছেড়ে দেব।

- শাইখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ

ilhaam

22 Nov, 04:56


এক ব্যভিচারী যুবকের তাওবা

বিস্তারিত কমেন্টে

ilhaam

20 Nov, 12:54


......আর যদি সালাতের হিসেবই খারাপ হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। 🌿

☘️তিরমিজি : ৩৭৮

ilhaam

20 Nov, 01:58


মনের অবস্থা ঠিক হলে ঠিকমত কুরআন পড়বো- এভাবে ভাবলে ঠিকমত পড়া হবেই না। কারণ সর্বক্ষণই আমাদের মন কোনো না কোনো "অবস্থায়" থাকে।

কুরআন পড়তে থাকুন। ইন শা আল্লাহ কুরআনের সাথে চলতে চলতে মনের অবস্থা ঠিক হবে।

ilhaam

18 Nov, 06:46


- একটা সুসংবাদ শোনো।
- শোনাও।
- জান্নাতে মৃত্যু হবে না। যে একবার ঢুকেছে সে আর কখনও বেরোবে না।
- আলহামদুলিল্লাহ। এরচেয়ে আনন্দের আর কি হতে পারে!
- এবার একটা দুঃসংবাদ শোনো।
- শোনাও।
- জাহান্নামে মৃত্যু হবে না। যে একবার ঢুকেছে সে আর কখনও বেরোবে না।
- আল্লাহুম্মাগফিরলী! আল্লাহ আমাদেরকে রহম করুন।

নোট: কেয়ামতের দিন জান্নাত ও জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর মৃত্যুকে একটি মেষের ন্যায় জবাই করা হবে। তারপর আর কখনও কারও মৃত্যু আসবে না।

~ নাফীছাহ ইফফাত

আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
“কেয়ামতের দিন মৃত্যু আনা হবে, তা একটি সাদা কালো মেষের রূপে থাকবে। তারপর ঘোষণা করা হবে, 'হে জান্নাতবাসীগণ!' তারা মাথা উঁচু করবে, এবং বলা হবে, 'তোমরা কি একে চিনতে পারো?' তারা বলবে, 'হ্যাঁ, এটা মৃত্যু।' এরপর ঘোষণা করা হবে, 'হে জাহান্নামবাসীগণ!' তারাও মাথা উঁচু করবে, এবং বলা হবে, 'তোমরা কি একে চিনতে পারো?' তারা বলবে, 'হ্যাঁ, এটা মৃত্যু।' তারপর মেষটিকে জবাই করা হবে। এরপর ঘোষণা করা হবে, 'হে জান্নাতবাসীগণ! তোমাদের জন্য চিরস্থায়ী জীবন আছে, আর কোনো মৃত্যু নেই।' এবং, 'হে জাহান্নামবাসীগণ! তোমাদের জন্যও চিরস্থায়ী জীবন আছে, আর কোনো মৃত্যু নেই।' ফলে জান্নাতবাসীদের আনন্দ আরও বেড়ে যাবে এবং জাহান্নামবাসীদের দুঃখ আরও বেড়ে যাবে।”
(সহীহ বুখারী: ৬৫৪৮; সহীহ মুসলিম: ২৮৫০)

ilhaam

17 Nov, 12:50


দুনিয়াটা অসহ্য লাগতেছে।

সহজ, সত্যি কথা বললে দাম নাই! হাজার সমস্যা শুরু। আবার মিথ্যা বললে ঝামেলা নাই! যদিও মিথ্যা বলেছি! আজব দুনিয়া, আজব সমাজ, আজব মানুষ!

ইচ্ছা করে  দ্বীন নিয়ে কোথাও পালিয়ে যেতে। এই সমাজে এই মানুষের মন রক্ষা করে চলা অসম্ভব। কিন্তু কই যাবো? সমাজটায় আজ দূষিত! নামধারী মুসলিমের মুসলিমপ্রধান সমাজ! রাসূল ﷺ এর হাদিসে বলা কোনো এক পাহাড়ের পাদদেশে চলে যাইতে ইচ্ছা করে!

তবে প্রতিদিন অনুভব করি এই হাদিসটাকে। আর কাহ্ফবাসীদের কেও! শেষ যামানার সূরা থেকে কি শিখলাম বলুন ত? এই যুগেও টিকে টাকা খুব কঠিন! আর আমাদের মতো যারা সাধারণ সেক্যুলার ঘরের হিদায়াত পাওয়া ছেলে-মেয়ে তাদের জন্য সবচেয়ে বেশি কঠিন! না পারা যায় তাদের কিছু কইতে না পারা যায় সইতে!

চতুর্মুখী সমস্যা, চতুর্মুখী ফিতনা!

যাই হোক, শেষ জামানায় ঈমান নিয়ে থাকাটা গরম কয়লা হাতের মুঠে নেওয়ার থেকেও কঠিন কাজ! এখন আমরা কি পারবো?

ইয়া রব, সহজ করুন। এই হিদায়াত কেড়ে নিবেন না। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম...

ilhaam

16 Nov, 05:07


তুমি কি লক্ষ্য করেছ তার প্রতি যে তার খেয়াল-খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে শুনেই তাকে পথভ্রষ্ট করেছেন আর তার কানে ও দিলে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর টেনে দিয়েছেন পর্দা। অতঃপর আল্লাহর পর আর কে (আছে যে) তাকে সঠিক পথ দেখাবে? এরপরও কি তোমরা শিক্ষাগ্রহণ করবে না?

— সূরা জাসিয়া, আয়াত : ২৩

ilhaam

16 Nov, 02:18


নবী করীম ﷺ বলেছেন:

“যে মহিলা সুগন্ধি ব্যবহার করে লোকজনের নিকট দিয়ে গমন করার ফলে তারা তার ঘ্রাণ পেল সে মহিলা ব্যভিচারিণী।” [নাসাঈঃ হাদীস নং ৫০৩৬]

কেননা, নারী দেহের সুগন্ধ পরপুরুষকে প্রবলভাবে আকর্ষণ করে বা যৌনতার দিকে আহ্বান করে। তবে স্বামী, মাহরাম (যাদের সাথে বিবাহ হারাম) এবং মহিলা অঙ্গণে তা ব্যবহারে কোন দোষ নেই।

ilhaam

15 Nov, 16:39


দুঃখগুলো কাকে বলবেন?
যাকে বলছেন, হয়তো দুঃখ দিয়েছে;
নয়তো দেবে। একই তো কথা।.
মহান রবকে বলুন।
গোপনও থাকবে, সমাধানও আসবে।

~আদিব সালেহ।

ilhaam

13 Nov, 05:17


❝চলুন তো মিলিয়ে নিই, নিজেদের সাথে মিলে কিনা...!❞

- আমি অনেক দ্বীনের ইলম জানি, সে জানেনা।
- আমি অনেক আমল করি, সে করেনা।
- আমি একটা বিশাল কিছু, সে এখনো কিছুই করেনাই দ্বীনের জন্যে।
- আমার এই এই গুণ আছে, আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তার কোন গুণ নেই। তাকে কেন সবাই পছন্দ করবে? সে কেন প্রশংসা পাবে সবার? তার মাঝে কি আছে এমন?
- আমি শাইখদের সোহবত পেয়ে বিশাল মারেফত হাসিল করেছি, সে করেনাই, সে এত মারেফত হাসিল করতে পারেনি।

... ... ... ... ... ... ইত্যাদি ইত্যাদি ... ... ... ... ...

ilhaam

13 Nov, 00:40


কিছু বাস্তব বিষয় যা অনেকেই গ্রহণ করতে  দ্বিধা করে থাকে।

১. সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফির।
২. প্রাপ্তবয়স্ক নারীর উপর নিক্বাব পরে বের হওয়া বাধ্যতামূলক বিধান।
৩. গানবাজনা হারাম।
৪. পুরুষদের দাড়ি কামানো হারাম।
৫. ধূমপান করা হারাম।
৬. পুরুষদের কাপড় টাখনুর উপরে পরা ওয়াজিব।

কোনো একজন আলেম বলেছেন, "একজন মুসলিমকে তার দীনের বিধান মানানোর বিষয়টি কাফিরকে মানানোর চেয়ে কঠিন হয়ে গেছে।" আল্লাহর কাছে এ অবস্থা থেকে নিরাপত্তা চাই।
.
- শাইখ আবু বকর জাকারিয়া হাফিযাহুল্লাহ

ilhaam

11 Nov, 09:12


জীবনের অনিশ্চয়তার পর্যায়ে আছি!

ilhaam

10 Nov, 13:23


কবরে গিয়ে যদি দেখা যায়, মাফ পাইনি ধরা
খেয়ে গিয়েছি, তারচেয়ে বেশি দম বন্ধ করা
কোন কিছু কি হতে পারে? কল্পনা করলেও তো
হাত পা ঠান্ডা হয়ে যায়।

- হোসাইন সাকিব

ilhaam

09 Nov, 15:00


আমরা বড়ই স্বার্থপর। বিপদের সময় আল্লাহকে ডাকি। এমনিতে বাকি সময় খবর থাকে না। তাও যখন আল্লাহকে ডাকার প্রয়োজনবোধ করি, তখন কেবল সমস্যা থেকে সমাধান এবং নিজের চাহিদার কথাগুলো বলি। যে আল্লাহর কাছে আমরা পরম বিশ্বাস নিয়ে এই আবদারগুলো করি, যাঁর কাছে একটু আশ্রয় খুঁজে পাই, সেই আল্লাহকে আমরা চাই না, সেই আল্লাহর সাথে সম্পর্কটা মজবুত করার কথা চিন্তাও করি না। জীবনে কত দুআই তো করলাম, “হে আল্লাহ, আমার অন্তরে আপনার ভালোবাসা দিন” এ ধরণের দুআ কত দিন করেছি?

ilhaam

08 Nov, 12:51


জান্নাত এমন গুনাহগার মানুষ দ্বারা পূর্ণ থাকবে, যারা গুনাহ করার পর তাওবা করে নিয়েছে। আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।
.
- শায়েখ আতিক উল্লাহ হাফি.

ilhaam

05 Nov, 12:05


যদি মিথ্যা বলার পর আমরা বোবা হয়ে যেতাম?
হারাম সম্পর্ক করার জন্য, হারামে লিপ্ত হওয়ায় যদি আমাদের ক্যান্সার হতো?

ছেলেদের সামনে সৌন্দর্য প্রকাশ করার পর যদি একটা এক্সিডেন্টে চেহারা ভূতের মতো হয়ে যেতো?

গান শোনার পর যদি কানে শুনতে নাহ পেতাম?
লেখাপড়ার জন্য নামাজ ছাড়ায় যদি পরীক্ষায় ফেল করতাম.?
যদি নাটক সিনেমা, মুভি দেখার জন্য আমাদের চোখ নষ্ট হয়ে যেতো তখন কেমন হতো?

অথচ আমাদের রব আমাদের সাথে কিছুই করছেন না.! বরং, বারবার সুযোগ দিচ্ছেন তওবা করার জন্য!

ilhaam

05 Nov, 09:25


নিজেকে আল্লাহর
সাথে জুড়ে দাও।
বাকিসব আল্লাহর
উপর ছেড়ে দাও।

ilhaam

04 Nov, 13:53


রিজিকের জন্য দুআ করুন বেশি বেশি
.
রিজিকের জন্য দুআ করার প্রয়োজনীয়তা নিয়ে কুরআন-সুন্নাহর একাধিক দলীল আছে। তার মধ্যে অন্যতম হলো হজরত মুসা আ.-এর দুআ। আল্লাহ তাআলা তাঁর ঘটনা কুরআনে বর্ণনা করেছেন। যখন তিনি মাদায়েনের একটি জলাশয়ের কাছে পৌঁছেছিলেন তখন একটি ছায়ায় গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে এই বলে প্রার্থনা জানিয়েছিলেন, 'হে আমার প্রতিপালক, আপনি আমার ওপর যে কল্যাণই নাযিল করবেন আমি তার মুখাপেক্ষী।' (কাসাস : ২৪)
.
এ কারণেই রাসূলুল্লাহ ﷺ-এর আনীত শরিয়তে নামাজে দুই সিজদার মাঝে বসে এই দুআ পড়ার কথা আছে, 'হে আমার রব, আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমাকে বিপদমুক্ত করো, আমাকে সুস্থতা দান করো, আমাকে রিজিক দান করো, আমাকে হেদায়াত দান করো, আমার মর্যাদা বৃদ্ধি করো।'
.
“রিজিক বৃদ্ধির ৩০ উপায়” বই থেকে চয়িত। অতএব হে আল্লাহর বান্দারা, রিজিকের জন্য দুআ করুন বেশি বেশি এবং দুআর সাথে চালিয়ে যান হালাল তরীকায় রিজিকের অন্বেষণ। ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে ব্যর্থ করবেন না।

ilhaam

03 Nov, 16:51


কুরআন বলে : "ভেঙে পড়ো না, নিরাশ হইও না, আল্লাহর সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে।"

(সূরা-আল বাকারা)