Hope Donations @hopesadaqah Channel on Telegram

Hope Donations

@hopesadaqah


আমাদের নিয়তঃ https://t.me/HopeSadaqah/3
"Hope Dawah Family"
আমাদের সব চ্যানেল: https://t.me/Hope24hours/1215

প্রয়োজনে: @HopeDM

Hope Sadaqah (Bengali)

লেখার মাধ্যমে দান করা হলে সমস্যা বা দু: খ থেকে মুক্তি পাওয়া যায়। আপনি যদি পিঁড়িত অবস্থায় থাকেন বা কাউকে সাহায্য করার ক্ষমতা থাকেন, তাহলে 'Hope Sadaqah' চ্যানেলটি আপনার জন্য। এই চ্যানেলে দানের মাধ্যমে একজন মানুষের জীবনে আনন্দ এনে দেয়া হয়ে থাকে। 'Hope Sadaqah' নামক এই চ্যানেলে আপনি খুব সহজেই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এখানে আপনার যে কোন ধরনের সহায়তা প্রয়োজন, সেটি কর্মীদের কাছে জানান এবং আপনার ধারনাটি সামর্থ্যে পরিবর্তন করার জন্য গাইড পান। 'Hope Sadaqah' চ্যানেলে মানুষের একেবারে নিজের দানে অনুভূতির দিক থেকে বিচার করা হয়। এই চ্যানেলের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের আনন্দ এনে থাকতে পারেন এবং অন্য মানুষের জীবনে আনন্দ যে করে দিতে পারেন। তাই আন্তরিকভাবে দানের মাধ্যমে সহায়তা করতে চান এবং মানুষের সাথে দান করতে চান তাহলে 'Hope Sadaqah' চ্যানেলটি আপনার জন্য উপযুক্ত হতে পারে।

Hope Donations

24 Dec, 04:22


Ammarul Hoque ভাই এর লেখা,এটা একটু পড়বেন ১ মিনিট সময় করে=>

ইনি আমাদের এওয়াইয়ের একজন নিয়মিত ছাত্রী। এক লক্ষ আশি হাজার বাবার ঋণ। আর এক লক্ষ বিশ হাজার হলে একটা অটোরিকশা কেনা যায়। মোট তিনলক্ষ হলেই একটা পরিবার ঋণের বোঝা থেকে বেঁচে যায় এবং অভাবের সংসারে একটুখানি স্বাচ্ছন্দ্য ফিরে আসে। আমি জানি, আপনাদের অনেকের একজনের সামর্থ্যের মধ্যেই এই তিনলক্ষ হয়ে যায়। কোনো ব্যাপারই না।

আপনাদের মঙ্গলময় হাত কি এই বোনের জন্য বাড়িয়ে দেয়া যায়?

01779053767 bkash/nagad personal। রেফারেন্সে লিখবেন AOI student

City bank
Andarkilla branch, Chittagong
ac no: 2303959066001
acount holder: MD AMMARUL HOQUE

South east bank limited
kotwali branch, Chittagong
ac no: 006712100005274
acount holder: MD Ammarul Hoque

ভেরিফিকেশন: https://www.facebook.com/100048767630290/posts/pfbid02niZFuXvNRa4123SML3QqCGucK1dfx4817Wp5FTMu7XJZGBcyDq7sufkJ6djbaKpyl/?app=fbl

Hope Donations

23 Dec, 19:22


Channel name was changed to «Hope Donations»

Hope Sadaqah

27 Nov, 17:36


আমার মেয়ের হার্টের ছিদ্র গুলার অপারেশন হয় প্রায় দেড় বছর হয়ে গেল। কয়েকমাস পরপর চেক আপ করতে যাই ডা: ব্রিগেডিয়ার নুরুন্নাহার ম্যাডামের কাছে। শত শত ফুলের মত শিশুর হার্টে ছিদ্র, দেখে অদ্ভুত লাগে।

সবার মাঝে আয়েশার সাথে কথা হয়। ওর বাবা নাইম গার্মেন্টস কর্মী, কোন ভাবেই অপারেশন করার টাকা জোগাড় করতে না পেরে বাবা মেয়ে একপাশে দাঁড়িয়ে ছিল৷ BSH এ কথা বলে জানলাম VSD ডিভাইস ক্লোজার এ ৩ লাখ টাকা দরকার। হাসপাতালে থাকা এবং পরবর্তী প্রসেসে হয়ত আরো লাখ খানেক টাকা লাগবে।

সেদিনের ইকোর খরচটা দিয়ে দেই, কিন্তু ৬ বছরের শিশুর সময় আসলে নেই বললেই চলে। আমার মেয়েটার কথা মনে পরে যায়, জন্মের দ্বিতীয় দিনে যখন কম্পলিট AVSD ডায়াগনসিস হয়, আমিও নাইমের মত সেন্ট্রাল হাসপাতালের সামনের ফুটপাতে বসেছিলাম। আমি চেষ্টা করতেসি যতটুকু ম্যানেজ করা যায়, সবটা হয়ত পারব না এবং ফান্ড রেইজিং এর অভিজ্ঞতাও নাই, কখনো করাও হয় নাই। যদি আপনারা একটু এগিয়ে আসেন তাহলে হয়ত হাসপাতালের খরচটা আমরা হাসপাতালেই জমা করে দিতে পারি।

বিকাশ মার্চেন্ট একাউন্ট নাম্বার : 01791222492
আয়েশার বাবার ফোন নাম্বার : 01643717910

যদি সম্ভব হত একটা ফাউন্ডেশন খুলে ফেলতাম, হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেয়া শিশুদের জন্য। তারপরো দেখি ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু করা যায়।

- অনন্য জামান

Hope Sadaqah

22 Nov, 11:59


একটি অসহায় পরিবারের আকুতি :

আমাদের পরিচিত ও মুহাব্বতের একজন দ্বীনদার মুত্তাকি পরহেজগার ভাই দীর্ঘদিন যাবত অসুস্থ। নিজের সামর্থ অনুযায়ী চিকিৎসাও করে আসছেন। কিন্তু কোনই উন্নতি নেই। ইতিমধ্যে ভুল চিকিৎসার ফলে তার দুই কিডনিই নষ্ট হয়ে গেছে, সাথে আরও নানা রোগ-ব্যধি দেখা দিয়েছে। ততদিনে নিজের হালাল সহায়-সম্বলও শেষ হয়ে গেছে। এখন একদিকে তিনি যেমন প্রচন্ড অসুস্থ, অপরদিকে তার চিকিৎসার জন্য প্রচুর অর্থও দরকার।

একজন বিদেশি ডাক্তারকে দেখানো হলে তিনি পরামর্শ দিয়েছেন, সঠিক চিকিৎসা করা হলে এখনো রোগীকে বাচাঁনো সম্ভব। এখনো যথেষ্ট সময়-সুযোগ আছে। রোগী এবং তার পরিবার এখানে আমভাবে পরিচয় গোপন রাখতে চাচ্ছেন। আমরা নির্ভরযোগ্য মাধ্যমে যাচাই করে জানতে পেরেছি পরিবার চিকিৎসা করতে করতে একেবারে নিঃস্ব হয়ে গেছে। আর কোনো সম্বল তাদের হাতে নেই, এমনকি প্রচুর ঋণও হয়ে গেছে।

তিনি অত্যন্ত মুত্তাকি, পরহেজগার ব্যক্তি। একটি আলেম খান্দানের সদস্য, এমনকি অতীতে তার আর্থিক সহযোগিতায় একাধিকজন হাফেজ আলেমও হয়েছেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক তার পরিবার এখনো আমাদের সকলের চেষ্টায় রোগীর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করতে চায়।

তাই সকলের নিকট আকুল আবেদন হলো, আমরা সকলে নিজ সাধ্য মোতাবেক তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসি। আমাদের নিকট রোগী-পরিবারের আবেদন সর্বনিম্ন ‘এক লক্ষ টাকা’।
মেহেরবানী করে সকলে সাধ্যানুযায়ী এই ‘খেদমতে খালক ও হাদীয়ায় অংশগ্রহণ করি।

যাকাত দেয়া যাবে।

প্রজেক্টের দায়িত্বশীল :
মাওলানা তানজীল আরেফীন আদনান
মুহাম্মাদ হোসাইন

সহযোগিতার নম্বর :
01935209976 (নগদ পারসোনাল)
01611216680 (বিকাশ+নগদ পারসোনাল)

হে ওই ব্যক্তি, যার হাতে প্রয়োজনের অতিরিক্ত খরচের পয়সা আছে, আপনার সামনে একজন নেককার ব্যক্তিকে সহায়তার সুযোগ উপস্থিত।

হে ওই ব্যক্তি, যে নিজের বিপদের দিনে আল্লাহর সাহায্য চায়, তার সামনে অগ্রিম সে ব্যবস্থার সুযোগ উপস্থিত।

আমরা যেন ভুলে না যাই, আজকের দানকারীর জানা নেই, আগামীকাল সে অন্যের মুখাপেক্ষী হয়ে পড়বে কি না।

আর সদকা তো বিপদ দূর করে।

রেফারেন্স: https://www.facebook.com/61558456877693/posts/pfbid0TFJnuHzfFjWSscPtzE152hDrhRjuJidH1TJsyne2cj5zuPD1DeAm8LXFpzFPceBFl/?app=fbl

Hope Sadaqah

21 Nov, 06:10


একজন খুবই অসহায় রোগীর জন্য সাহায্যের আবেদন করছি। ফুসফুসে অপারেশন লাগবে৷ কিন্তু অপারেশন দুরের কথা ঔষধ কেনার টাকাও নেই। কিশোরগঞ্জ থেকে কোনোরকমে ঢাকায় এসে উত্তরায় এক হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

সাথে দুই ভাই এসেছেন । খবর নিয়ে জানলাম রাতে খাওয়া দাওয়া করেননি টাকার স্বল্পতায় । বুঝতেই পারছেন অবস্থা। আমি সাধ্যানুযায়ী হেল্প করেছি।

আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে একটু ভালো অবস্থায় রেখেছেন আসেন সাহায্যের হাত বাড়িয়ে দেই।
আর না হোক পোস্টটি শেয়ার করেও সাহায্য করতে পারি।

রোগীর নাম : রুহুল আমিন
গ্রাম ইটনা জেলা কিশোরগঞ্জ

রোগ : ফুসফুসে অপারেশন

হাসাপাতালের নাম :
শিন শিন জাপান, উত্তরা ঢাকা

বিকাশ ও ফোন-
01788271368

রেফারেন্স: https://www.facebook.com/1361769660/posts/pfbid04x3LJ4nRfHxV8TM7Rqi94cEihTH25fDwN3Ntshf9CRmVFRqyn1VZVBmTrdyMNYhnl/

Hope Sadaqah

27 Oct, 15:03


সাহায্যের আবেদন

রোগীর নামঃ মাছুমা জান্নাত
পিতার নাম: আব্দুল মতিন,
পেশায় কৃষক
মাতার নাম: মিনারা আক্তার

গ্রামঃ টাট্রিডলী ডাক: কর্মধা কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট
বয়স: ১৬ বছর

রোগের ধরণ -
২টা বাল্ব নষ্ট, ১টা নতুন করে ক্রয় করতে হবে আর অন্যটা প্লাস্টার ও প্রসেসিং করে বসানো হবে।
চিকিৎসা বাবদ খরচের পরিমাণ: ৩,৫০,০০০ টাকা,

দুইটা হসপিটালের সাথে কথা হয়েছে
জাতিয় হৃদরোগ হসপিটালে
আর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে

মেয়ের মায়ের ফোন নাম্বার
0 1737-703579

01312396742 নগদ ও বিকাশ

একাউন্ট নাম্বার আছে চাইলে দেওয়া যাবে

রেফারেন্স: https://www.facebook.com/1361769660/posts/pfbid02TWUNHUtrADPyj6sdjQkMuTpXWgRgfQPTGKCpsg8WKaDZc6hjU2Ux2BmpNwWtHC5Wl/

Hope Sadaqah

18 Oct, 06:39


আমাদের কাছের ছোট ভাই সিজান। আজ পুত্রসন্তানের বাবা হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এই সুখের দিনে খুব বেশি সুখী হতে পারছে না। তার স্ত্রী ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুশয্যায়। ডেঙ্গু ও খিঁচুনি সমস্যার কারণে হার্টবিট ধীরে ধীরে কমছে। ডাক্তার বলছেন, এই মুহূর্তে রক্তের সাদা অংশ লাগবে। রোগীকে ইমার্জেন্সি আইসিইউতে নেওয়া লাগবে। ছেলেটির আইসিইউতে নেওয়ার মতো সামান্যতম সামর্থ্য নেই। সিজান খুবই অসহায়; মা ছাড়া তার পৃথিবীতে কেউ নেই।

যার যার সামর্থ্য অনুযায়ী আমরা তার পাশে দাঁড়াই। হয়তো আমাদের সামান্য সহযোগিতায় ছোট্ট বাবুটি তার মাকে ফিরে পাবে।

সুবহান ইসলাম জিসান
বিকাশ+01959608538
নগদ+8801302960853
রকেট 019596085387

রেফারেন্স: https://www.facebook.com/groups/abutawhaamuhammadadnan/permalink/2708909289496912/?app=fbl

Hope Sadaqah

06 Sep, 16:50


একটা বেদনাদায়ক গল্প বলি। আমাদের এক ভাইয়ের ছোট্ট বাবু। নাম ফারিস। হার্টে ছিদ্র থাকার কারণে জন্মের পর থেকে জীবনের সাথে তাকে যুদ্ধ করতে হচ্ছে। বয়স মাত্র ৮ মাস৷ হার্টে ছিদ্র থাকার কারণে এই ছোট্ট বাবুটার জীবনে অনেক অসুবিধা দেখা দিচ্ছে৷
.
রক্ত পরিশোধন প্রক্রিয়া ব্যহত হচ্ছে। হার্টের সাইজ বড় হয়ে গেছে। ফুসফুসে ইনফেকশন হয়েছে৷ ফলে জ্বর, শ্বাসকষ্ট লেগেই আছে। প্রতিনিয়ত অসম্ভব কষ্টের মধ্য দিয়ে এই ছোট্ট বাবুটার দিন পার করতে হচ্ছে৷ বাচ্চার ওজন মাত্র ৩+ কেজিতে নেমে এসেছে! সারাদিন কান্নাকাটি করতে থাকে, ঘুমাতে পারে না। যেকোনো সময় হার্ট অ্যাটাক করে অঘটন ঘটতে পারে।
.
বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন যে ফারিসের জীবন বাঁচারে হলে ৩ মাসের মধ্যে হার্ট সার্জারি করাতে হবে। ইতোমধ্যে ২ মাস পার হয়ে গেছে, কিন্তু টাকার অভাবে চিকিৎসা থেমে আছে। অনেক টাকার প্রয়োজন। কিন্তু ফারিসের জন্মের সময়ে বাবুর মা এবং তার পেছনে ভাইয়ের সব টাকা শেষ হয়ে গেছে। এই সার্জারি জন্য প্রায় ১৫ লাখ টাকা লাগবে।
.
এখন আমাদেরকে এগিয়ে আসতে হবে। আসুন, সবাই মিলে চেষ্টা করি ছোট্ট বাবু ফারিসের জন্য কিছু করতে। এই প্রজেক্টের তত্বাবধানে আছেন সবার পরিচিত মুখ উস্তাদ Tanjil Arefin Adnan হাফিজাহুল্লাহ। তিনি সবকিছু দেখাশোনা করছেন। এছাড়া আমাদের ড. Mehedi Hasan ভাইও এটা নিয়ে পোস্ট করেছেন।

সময় খুবই অল্প। ফারিসের পরিবারের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। ছোট্ট বাবুটার জন্য এগিয়ে আসি ভাই সবাই। কমেন্টে ব্যাংক ডিটেইলস এবং নাম্বার দিয়ে দিচ্ছি। সহজে কপি করতে পারবেন। এই পোস্টটা সবাইকে শেয়ার করার অনুরোধ করছি।
.

★★★যাকাত দেয়া যাবে★★★

আর্থিক সহায়তা পাঠানোর জন্য:
বিকাশ ও নগদ: 01552 567814
রেফারেন্স : msi
★★★
Mohammad Shahid Hossain Bhuiyan
City Bank Limited
Branch: Johnson road
Ac : 2801722790001

Hope Sadaqah

15 May, 08:37


কদরের রাতে একজন অসহায় মায়ের চিকিৎসা সহযোগিতার জন্য পোস্ট করেছিলাম। এক লক্ষ দুই হাজার টাকা এসেছে আলহামদুলিল্লাহ। আরও এক লক্ষ হলে অপারেশন কমপ্লিট করা যাবে।

উল্লেখ্য, উনার হার্টে ছিদ্র হয়েছে। ডাক্তার বলেছেন অপারেশন লাগবে। অপারেশন কমপ্লিট কর‍তে দুই লক্ষ টাকা লাগবে।

সামান্য ফল বিক্রেতা উনার স্বামী চিকিৎসার প্রাথমিক ব্যয় ম্যানেজ করতে গিয়ে প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েন। ফলের দোকান বিক্রি করেন। অন্যান্য জমিজমা বিক্রি করেন৷ দেনা হয়ে যায় প্রচুর। এক পর্যায়ে পাওনাদারদের চাপে গ্রাম ছেড়ে অনেকটা পলায়ন করে শহরে চলে যান৷ তিন সন্তান সহ অসুস্থ স্ত্রী কে নিয়ে তিন হাজার টাকা ভাড়ায় একটি টিনশেড বাসায় উঠেন৷ এই মুহুর্তে খুবই বিপদে আছেন ।

এই অসহায় মায়ের জন্য চিকিৎসা সহায়তা প্রয়োজন । আরও এক লক্ষ টাকা দরকার। উনার ছেলের বিকাশ ও নগদ নাম্বার দিলাম। যাদের পক্ষে সম্ভব সহায়তা করবেন। আল্লাহ সওয়াব দিবেন ইনশাআল্লাহ।

01872928445 bikas/nagad

রেফারেন্স : সাইমুম সাদী
https://www.facebook.com/1361769660/posts/pfbid02pyvLt5hf9bctwy7EfrC9yhgWFuJzKj77Mm4nT8LFwZRS8PNWKnsGErDgFzhQiYNtl/

Hope Sadaqah

01 Apr, 08:49


আমার পরিচিত এক দ্বীনদার ভাইয়ের স্ত্রীর পরিবারিক পরিস্থিতি। বোনের বক্তব্য নিচে শেয়ার করছি। আল্লাহ তা'আলা যেন সহজ করেন।
.
=========

আসসালামু আলাইকুম।

আমি আপনাদের একজন বোন। একান্ত বিপদে পড়ে আমার কিছু পারিবারিক কথা শেয়ার করতে বাধ্য হচ্ছি।
.
আমার আব্বু একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ২০০৩ সালে তিনি রিটায়ার্ড করেন। প্রসংগত, আব্বুর আরেকটা সংসার আছে।
.
আমার আম্মু ২০০৭ এ লোন নিয়ে একটা ব্যবসা শুরু করেন, যাতে শুরুতে লাভ হচ্ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তীতে ব্যবসায় লাভের মুখ দেখা বন্ধ হয়ে যায়, শুধু লস হতে থাকে। আম্মু আরো বিভিন্ন ব্যবসার চেষ্টা করেও আর সফল হতে পারে নি। এছাড়াও আম্মুর ব্যবসায়িক পার্টনারেরা আম্মুর আর্থিক ক্ষতি করেও চলে যেত।
.
২০০৭ সাল থেকে এখন পর্যন্ত এভাবে সবমিলিয়ে এখন প্রায় ১৯ লাখ এর বেশি ঋণ হয়ে গিয়েছে আম্মুর যা আমাদের পরিবারটির জন্য পাহাড়সম বোঝা স্বরূপ।
.
এই লোন শোধ করার মত সামর্থ্য এই মুহূর্তে এই পরিবারের আর বাকি সদস্যদের কারো নেই। আম্মুরও নিজস্ব কোন সম্বল একেবারেই বাকি নেই আর। আব্বুও এত লোনের টাকা শোধ করতে পারবে না বলে জানিয়েছেন।
.
এতে করে আমরা অনেকদিন যাবত নানা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। সমিতির কর্মচারীরা বারেবারে লোনের টাকা চাইতে আসে, যা বাড়িওয়ালাও ভাল চোখে দেখেন না , এমনকি বাসা ছাড়ার জন্যেও বলেছিলেন তিনি, পরে কোনভাবে ম্যানেজ করা হয়েছে।
.
এক পাওনাদার বলছে, আম্মুর বিরুদ্ধে নাকি মামলা করবে পাওনা টাকার জন্যে। অথচ আমাদের সংসারে দৈনন্দিন খরচ সামলানোই কষ্টকর এই মুহুর্তে। সব মিলিয়ে এক বিশাল পরীক্ষার মুখোমুখি আম্মু আর আমাদের এই সংসার।
.
সুদের উপরে যেসব লোন আম্মু নিয়ে ফেলেছে, সেগুলো আগে পরিশোধ করা খুব জরুরি। আল্লাহ তা’আলা যেন সুদের এই অভিশাপ থেকে আজীবনের জন্যে আমাদের বের করে নিয়ে আসেন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন।
.
তাই এই মুহূর্তে মিনিমাম ৩/৪ লাখ টাকা খুবই প্রয়োজন। সবার সহযোগিতায় রামাদানের উসিলায় যদি আল্লাহর বান্দা-বান্দীরা কেউ এগিয়ে আসেন আমাদের বোঝাটা হালকা করতে, আল্লাহ তা’আলা নিশ্চয়ই এর বিশাল প্রতিদান দিবেন, আপনাদের জন্যেও হাশরে সহজ হবেন, ইন শা আল্লাহ।
.
আপনারা যাকাতের অর্থ দিয়েও চাইলে সাহায্যের হাত বাড়াতে পারেন, ইন শা আল্লাহ। সবার জন্য দু’আ, আমরা সকলের দু’আপ্রার্থী।
.

আর্থিক সাহায্য পাঠানোর জন্যে --
.
বিকাশ (পার্সোনাল) – 01737733213
নগদ (পার্সোনাল) – 01737733213
রকেট (পার্সোনাল) – 016701039843
.

# ব্যাংক অ্যাকাউন্ট
========

Samima Azam
Account No: 3322101054113
Shewrapara Branch
Pubali Bank Limited

রেফারেন্সঃ https://www.facebook.com/1295237912/posts/pfbid02BaKxrF35TyWqJ2eMjGkZTzdaKJsANF47E2vMiAGVyCRByu3cwtPTPZiNdMjq8Lqil/?app=fbl

(আপনার যাকাত দিতে পারেন)

Hope Sadaqah

22 Mar, 17:04


একজন অসুস্থ আলেমের অপারেশনের জন্য আর্থিক অনুদানের পোস্ট করেছিলাম দুপুরে। এখন পর্যন্ত ১৬,৯৬০ টাকা উঠেছে আলহামদুলিল্লাহ। ৫০ হাজার টাকার আবেদন ছিল। আশা করি বাকিটাও উঠে যাবে ইনশাআল্লাহ।

সমস্যা হলো রোগীর খাওয়া-দাওয়া এখন সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। ফলে তিনি এখন মৃত্যুশয্যায় শায়িত বলা যায়। ডাক্তার বলেছেন যত দ্রুত সম্ভব অপারেশন করাতে পারলে ভালো। দুয়েকদিনের ভেতরে টাকাটা উঠে গেলে শনি/রবিবার অপারেশন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। রমযানের এই বরকতময় সময়ে আমরা তার পাশে দাঁড়াব ইনশাআল্লাহ।

টাকা পাঠানোর জন্য রোগীর ছেলের নাম্বার ও একাউন্ট দিয়ে দিচ্ছি।

01933573441 (আফজাল হুসাইন)

নগদ, বিকাশ।

ব্যাংক একাউন্ট:

National Bank
AFZAL HOSSAIN LADEN
A/C NO :1073004552590
West Dhanmondi Branch
Routing No :150264783 - তানজীল আরেফিন আদনান

- লিংক: https://www.facebook.com/100007746151131/posts/pfbid02gF9xmgTUhkTbHq1CMdeWNF437WxcrxyQAsLKA4zbne4Lwyk8JzLqrHBN1ezfDMgfl/

Hope Sadaqah

03 Mar, 05:34


একটি সুইসাইড নোট। লিখেছেন ঋণগ্রস্ত এক ভাই। তিনি আমার পূর্বপরিচিত। উনি ব্যবসা করে ঋণগুলো লাঘব করতে চান। চাকরি-বাকরি পাননি। ঋণের হিস্ট্রিটা একটু ভিন্ন রকম। উনার হয়ে উনার আব্বা, ভাই, ভাবি ঋণগুলো করেছেন। তারাও বিপদে আছেন৷

ব্যবসার জন্য লাখ চারেক টাকা মতো পুঁজি দরকার ছিল উনার। বেশ অনেক দিন যাবৎ উনি আমাকে পুঁজি ম্যানেজ করে দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। আমি পুঁজি ম্যানেজ করতে পারিনি। আমার কাছে টাকা নেই, কারও কাছ থেকে নিয়ে দেওয়ার মতো হিম্মত করিনি। গতকাল চূড়ান্তভাবে 'আফওয়ান' জানিয়ে দিলাম। তিনি যাওয়ার সময় দুই পৃষ্ঠার একটি চিঠি দিলেন। বললেন, চব্বিশ ঘন্টা পর চিঠিটা খুলে দেখতে। কৌতুহল বশতঃ তৎক্ষণাৎ খুললাম। তিনি মৃত্যু পরবর্তি ঋণগুলো পরিশোধ করার অনুরোধ জানিয়েছেন।

আমি তাকে আশ্বস্ত করলাম। বললাম, ভুল পথ ছেড়ে আল্লাহকে ভয় করুন আর সালাতে সাজদায় গিয়ে কাঁদুন।দেখি, কী করতে পারি আপনার জন্য।

আপনারা অনেকেই অসহায় মানুষকে সহযোগিতা করেন এবং আমাদের বিভিন্ন ডাকে এগিয়ে আসেন। উনাকে একটু সহযোগিতা করুন। মাত্র তিন লাখ টাকা! ৩০০ জন মানুষ এক হাজার করে দিলেও ম্যানেজ হয়ে যাবে। ইন শা আল্লাহ।

নগদ/বিকাশ: 01676000763 (personal)
Reference: 3lt

ব্যাংক একাউন্টে কেউ পাঠাতে চাইলে -
A/C Number: 1281100038772
A/C Name: Saba Sanabil Institute
Routing Number: 090671573
Bank: Dutch-Bangla Bank Ltd (DBBL)
Branch: Shimrail, Narayangonj

আসুন, সবাই মিলে একটু হিম্মত করি। সবাই মিলে একটি সাকসেসফুল উদ্যোগের খুশী উদযাপন করি।
মা'আস সালাম।

রেফারেন্স - হাফিজ আল মুনাদি
https://www.facebook.com/100008011292248/posts/pfbid0QYmdJatqFs6vkmwHfkR29A1zg8c69mEYDRgebSHridUGmc2ACyGXs9eGFUmJv1Lml/?app=fbl

Hope Sadaqah

15 Feb, 12:52


চাঁদপুর এর এক মসজিদের ইমাম এবং মাদ্রাসায় শিক্ষকতা করেন, উনাদের ৩ টা ছোট বাচ্চা। উনার বয়স ৪০ হবে।
গত ২০ দিন আগে উনার কিডনির সমস্যা ধরা পড়ছে।মানে দুটো কিডনী-ই নষ্ট হয়ে গেছে।

পিজি হাসপাতালে ছিল ১৫ দিন,এখন একটা কিডনি লাগাতে হবে। মোটামুটি ১০/১৫ লক্ষ টাকার মতো লাগতে পারে।
এত টাকা তাদের পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়।পারিবারিক অবস্থা অস্বচ্ছ। জায়গা বিক্রি করলে ২/৩ লক্ষ হতে পারে।

এই মানুষটার জন্য কিছু সাহায্য প্রয়োজন।যারা পারেন নিজেদের সাধ্য মতো কিছু দান করুন।

ইসলামি ব্যাংক একাউন্ট:20501890207017709
নগদ ইসলামিক: 01617716068
বিকাশ:01617716068

যাচাইয়ের জন্য উক্ত নম্বরে কল করা যেতে পারে।

সামর্থ্যবান ভাইয়েরা এগিয়ে আসি।

রেফারেন্স: তুষার ভাই https://www.facebook.com/100082236420288/posts/pfbid0EzX7S7BV9e11Xc2vUNSDzmAtp3avukSgC8v3aXfPzWxXkz2z8jPNfiqXoYgsFpfZl/?app=fbl