- মসজিদে মাইক বাজিয়ে বয়ান, দুআ-দুরুদ, যিকির ইত্যাদি
- দলবদ্ধভাবে কবরস্থানে গমন৷ (তবে একা গেলে সমস্যা নেই)
- মসজিদ বা স্থাপনায় আলোকসজ্জা
- সাধারণ নিয়মের বাইরে বিশেষ ব্যতিক্রমী নিয়মে নামায আদায় করা
- এ রাতকে ভাগ্য রজনী মনে করা
- এ রাতকে শবে কদরের সমপর্যায়ের মনে করা
- শিরনি-হালোয়ার আয়োজন
শবে বরাতে যা করবেন —
- আল্লাহ তাআলার কাছে কৃত গোনাহের জন্য ক্ষমা চাইবেন৷
- অপর মুসলিমের প্রতি হিংসা-বিদ্বেষ পরিহার করবেন৷
- একাকী বেশি বেশি নেক আমল (পেছনের জীবনের কাযা নামায, নফল নামায, তিলাওয়াত, যিকির-আযকার) করবেন৷
- আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন৷
- দান-সাদাকা করবেন৷
– মুফতি জিয়াউর রহমান