জ্ঞান - Knowledge @bdknowledge Channel on Telegram

জ্ঞান - Knowledge

@bdknowledge


🙂🙂🙂

জ্ঞান - Knowledge (Bengali)

আপনি কি নতুন কিছু শেখার থাকতে ইচ্ছুক? আপনি কি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য উৎসাহী? তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল 'জ্ঞান - Knowledge' তে যোগদান করুন, যেখানে প্রতিদিন নতুন জ্ঞান প্রাপ্ত করতে পারবেন।nnচ্যানেলে 'bdknowledge' ইউজারনেম নিয়ে নির্মিত মেসেজ গুলি আপনার জ্ঞান বাড়ানোর সাথে সাথে আপনার মানসিক দক্ষতা ও বৃদ্ধি করবে। এখানে আপনি বিশেষজ্ঞদের লেখা পড়তে পাবেন এবং আপনার সমস্যা সম্পর্কে প্রশ্ন করতে পারবেন।nnতাহলে আজই 'জ্ঞান - Knowledge' চ্যানেলে যোগদান করুন এবং নতুন জ্ঞানের আবিষ্কার করুন।

জ্ঞান - Knowledge

26 Dec, 07:42


বৃদ্ধ বয়সে একজন মানুষের ন্যূনতম প্রয়োজনগুলো শারীরিক, মানসিক, এবং সামাজিক দিক থেকে পূরণ করা জরুরি। এগুলো হলো:

### ১. শারীরিক প্রয়োজন
- স্বাস্থ্যসেবা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ, এবং চিকিৎসার সহজলভ্যতা।
- পুষ্টিকর খাবার: সুষম ও সহজপাচ্য খাদ্য।
- পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম: আরামদায়ক শয্যা এবং নিরব পরিবেশ।
- সুরক্ষা: দুর্ঘটনা বা পতন এড়ানোর জন্য নিরাপদ পরিবেশ।

### ২. মানসিক প্রয়োজন
- সম্মান ও যত্ন: পরিবারের কাছ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা।
- মানসিক স্বস্তি: উদ্বেগমুক্ত জীবন এবং আর্থিক নিরাপত্তা।
- আনন্দ: ভালো বই পড়া, প্রিয় শখ চর্চা করা, বা ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ।

### ৩. সামাজিক প্রয়োজন
- পরিবারের সান্নিধ্য: একাকীত্ব কাটানোর জন্য পরিবারের সঙ্গে সময় কাটানো।
- বন্ধু ও সামাজিক সংযোগ: সমবয়সী মানুষের সঙ্গে মেলামেশা।
- সহায়তা ও পরিষেবা: প্রয়োজনে কাউকে পাশে পাওয়া।

### ৪. আর্থিক প্রয়োজন
- নিরাপত্তা: মাসিক আয়ের ব্যবস্থা বা পেনশন।
- জীবনযাত্রার খরচ: দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় অর্থ।

বৃদ্ধ বয়সে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একজন মানুষের ভালো থাকা নিশ্চিত করা, যা মানসিক শান্তি ও ভালোবাসার মাধ্যমে আসে।

জ্ঞান - Knowledge

14 Dec, 16:19


ইতালির সরকারি স্পন্সর ভিসা 🇮🇹
আবেদনের বিষয়ে জরুরি তথ্য:


১। শুধুমাত্র ইতালিতে বসবাসরত নিয়োগকারী/মালিক তাঁর জন্য নির্ধারিত SPID (Public Digital Identity System) ইমেইল থেকে যাকে তিনি নিয়োগ করতে চান তার নাম, পাসপোর্ট ও অন্যান্য তথ্য উল্লেখ করে ইতালির স্থানীয় Prefettura (স্থানীয় প্রশাসনিক অফিস)-তে ছাড়পত্রের (Nulla Osta) জন্য আবেদন করতে পারবেন। এ আবেদনের জন্য নিয়োগকারী/মালিকের ব্যয় ১৬ (ঘোল) ইউরো যা বাংলাদেশি টাকায় ২১৫০/- (একুশ শত) টাকার বেশী নয়। তবে আবেদন দাখিলের জন্য ইতালির কোন হেল্প ডেস্ক এর সহায়তা নিলে তার জন্য সার্ভিস চার্জ বাবদ একটি ফি পরিশোধ করতে হতে পারে যা ক্ষেত্র বিশেষে ৫০-১০০ (পঞ্চাশ থেকে একশত) ইউরো হতে পারে। আবেদনের জন্য এছাড়া আর কোন খরচ নেই।এছাড়া সরকারি ভাবে আবেদনকারী ব্যক্তি কে অবশ্যই ৪৫১৫(ঘোল) ইউরো যা বাংলাদেশি টাকায় ৬,০০,০০০/-(৬লক্ষ টাকার বেশি নয়) ফিক্সড ডিপোজিট করতে হবে যা আবেদনকারী কে ইতালির সরকারি মেইল ([email protected]) এর মাধ্যমে সমস্ত তথ্য দেওয়া হবে এবং যা ইতালিতে আসার ৭মাস পরে আবেদনকারী ফেরত পাবে।ফিক্সড ডিপোজিট করার সুবাদে সরকারি ভাবে আবেদন করা ব্যক্তি ৪৫১৫(ঘোল) ইউরো এর বিনিময়ে ৭০০০(ঘোল) ইউরো ফেরত পাবেন।

২। নিয়োগকারী/মালিকের আয় ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করে যোগ্য বিবেচিত হলে যে ব্যক্তির জন্য আবেদন করা হয়েছে Prefettura হতে তার নামে Nulla Osta ইস্যু করা হবে। এই Nulla Osta টি বাংলাদেশে ঐ ব্যক্তির নিকট প্রেরণ করা হবে।

৩। যার নামে Nulla Osta ইস্যু হয়েছে তিনি এই Nulla Osta নিয়ে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করবেন।

৪। ভিসা নিয়ে ইতালিতে এসে নিয়োগকারী/মালিকের সাথে যোগাযোগ করে Prefettura-তে গিয়ে কাজের চুক্তি সম্পাদন করবেন এবং Permesso di Soggiorno (ওয়ার্ক পারমিট) এর জন্য আবেদন করবেন।

৫। কাজের চুক্তি না করলে এবং সোজ্য না পেলে শুরু থেকেই ঐ ব্যক্তি অবৈধ হিসেবে বিবেচিত হবেন।

৬। বিশেষভাবে উল্লেখ্যঃ

■ যার আবেদন আগে দাখিল করা হবে, তার আবেদন আগে বিবেচনা করা হবে।

■ যদি আবেদনকারী ব্যাক্তির ভিসা না হয় তাহলে আবেদন করার সময় হতে ১৩মাস ভিসা সময় বাদে সর্বোচ্চ ১৮০দিন বা ৬মাসে টাকা ফেরত দিবে এম্বাসি।

■ইতালি আবেদন এর ফিক্সড ডিপোজিট এর টাকা নিতে অবশ্যই আপনাকে আপনার জিমেইল এ প্রেরিত একাউন্ট নাম্বার,পিন নাম্বার,আপনার পাসপোর্ট এর সিরিয়াল নান্বার উল্লেখ করে এম্বাসিতে [email protected] মেইল করে আবেদন করতে হবে।

■ নন-সিজনাল (স্পন্সর) ভিসার মেয়াদ-সর্বোচ্চ ০২ (দুই) বছর তবে তা পরবর্তীতে বৃদ্ধি করা যেতে পারে। নন-সিজনাল ভিসার সংখ্যা-২,৭০,৭০০টি। এগুলোও দেয়া হবে EU-র বাইরের ৩১ (একত্রিশ) টি দেশ থেকে।

বিশেষ দ্রষ্টব্যঃ ফুসি ডিক্রির আওতায় নিয়োগ প্রক্রিয়া মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

ইতালিয় নিয়োগকারী এবং আগ্রহী কর্মীর এক্ষেত্রে দূতাবাসের কোন ভূমিকা নেই।

বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালি।

জ্ঞান - Knowledge

08 Dec, 17:23


‘স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স’ ১৭তম ব্যাচের ভর্তি সার্কুলার
আপনার ক্যারিয়ারকে উন্নত করতে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ‘স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স’ ১৭তম ব্যাচে ভর্তি হতে আজই আবেদন করুন!
আবেদনের যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/আলিম/সানাবিয়া তদূর্ধ্ব
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
কোর্সের ধরন: আবাসিক
ক্যাটাগরি: পুরুষ
কোর্সের বিষয়:
১. মাইক্রোসফট অফিস
২. প্র‍্যাক্টিকাল অ্যাকাউন্টিং
৩. গ্রাফিক ডিজাইন
৪. ক্রিয়েটিভ মার্কেটিং
৫. জেনারেটিভ এআই টুলস
৬. প্র‍্যাক্টিকাল ইংলিশ
৭. মৌলিক দীনি জ্ঞান
উল্লেখ্য, ১ম দিন থেকে প্রত্যেকেই এই ৭ টি সাবজেক্টের উপর ক্লাস করবেন এবং প্রশিক্ষণার্থীদের প্রথম ৩০ দিনের পারফরম্যান্সের উপর ভিত্তি করে দুইটি আলাদা গ্রুপে ভাগ করা হবে। যা গ্রাফিক ডিজাইন গ্রুপ এবং অ্যাকাউন্টিং গ্রুপ নামে পরিচিত। বাকি ৬০ দিন এই পৃথক গ্রুপে প্রশিক্ষণ চালিয়ে যাবেন।
গ্রাফিক ডিজাইন গ্রুপের বিষয়সমূহ:
১. গ্রাফিক ডিজাইন
২. প্র‍্যাক্টিকাল ইংলিশ
৩. ক্রিয়েটিভ মার্কেটিং
৪. মৌলিক দীনি জ্ঞান
অ্যাকাউন্টিং গ্রুপের বিষয়সমূহ:
১. প্র‍্যাক্টিকাল অ্যাকাউন্টিং
২. মাইক্রোসফট এডভান্সড এক্সেল
৩. প্র‍্যাক্টিকাল ইংলিশ
৪. মৌলিক দীনি জ্ঞান
কোর্স ফি এবং আবাসন:
ভর্তি ফি: ১০,০০০ টাকা (অফেরতযোগ্য)
আবাসন ও প্রশিক্ষণ ফি: ৫০,০০০ টাকা (৫০ হাজার টাকা থেকে আর্থিক অসচ্ছলতা প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ ১০০% স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তবে ১০ হাজার টাকা ভর্তি ফি সবাইকে দিতে হবে।)
উল্লেখ্য, ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে পুরো কোর্স ফি পরিশোধ করা বাধ্যতামূলক।
ভর্তির সময়সূচী:
আবেদন শুরু: ৮ ডিসেম্বর ২০২৪
আবেদন শেষ: ১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন পরীক্ষা ও ফলাফল: ১৮ ডিসেম্বর ২০২৪
লিখিত ও মৌখিক পরীক্ষা: ২১ ডিসেম্বর ২০২৪ (শনিবার)
ওরিয়েন্টেশন ক্লাস শুরু: ১ জানুয়ারি ২০২৫ (সম্ভাব্য)
আবেদন প্রক্রিয়া:
১. গুগল ফর্ম পূরণ করে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করুন।
২. অনলাইন পরীক্ষার লিংক ইমেইল এবং মোবাইল নাম্বারে পাঠানো হবে।
৩. অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে রিটেন এবং ভাইভা পরীক্ষার জন্য ইনস্টিটিউটে সরাসরি অংশগ্রহণ করতে হবে।
অনলাইন পরীক্ষার জন্য প্রস্তুতি:
১. ৭০০ শব্দের ইংলিশ ভোকাবুলারির সংকলন মুখস্থ করুন।
২. সাধারণ জ্ঞান (গুগল অথবা কারেন্ট অ্যাফায়ার্স ইত্যাদির সহযোগিতা নিতে পারেন।)
৩. ইসলামি সাধারণ জ্ঞান। (গুগল অথবা বিভিন্ন বইয়ের সহযোগিতা নিতে পারেন।)
৪. আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং অঙ্গপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানুন। (ওয়েবসাইট এবং পেইজের সহযোগিতা নিতে পারেন।)
রিটেন এবং ভাইভা পরীক্ষার প্রস্তুতি:
১. ৭০০ শব্দের ইংরেজি ভোকাবুলারির সংকলন মুখস্থ করুন।
২. বেসিক ইংলিশ।
৩. আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং অঙ্গপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানুন। (ওয়েবসাইট এবং পেইজের সহযোগিতা নিতে পারেন।)
৪. ভাইভার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
আবেদন করতে নিচের লিংক ব্যবহার করুন:
https://forms.gle/uFUtYBLAprs9JDnv7
ভোকাবুলারি লিংক:
https://drive.google.com/.../1j9LgMimFPpuVeXKnr7o.../view...
সার্বিক যোগাযোগ:
01409979967
ঠিকানা: ঢাকা, উত্তর বাড্ডা, আলী নগর গেট
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এই ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে আপনার ভবিষ্যত ক্যারিয়ারকে সাফল্যের পথে পরিচালিত করুন।
সবার জন্য শুভেচ্ছা ও শুভ কামনা।

জ্ঞান - Knowledge

05 Dec, 17:23


শীতের সময় পানি কম খাওয়া হয়।
সেজন্য বহু শারিরীক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।
যেমন : কোষ্ঠকাঠিন্য হতে পারে, সেটা থেকে পাইলস ফিসার হতে পারে!!
পানিস্বল্পতার জন্য রক্তরস কমে যায়, প্রেসার কমতে পারে, আপ-ডাউন হতে পারে, তাতে হার্ট এটাক, স্ট্রোক করার রিস্ক থাকে অনেকটাই। যাদের আগে থেকে রিস্ক আছে, তাদের আরও সতর্ক হতে হবে, একবার হুয়ে গেলে আর আগের মতো ভালো হবে না!!!
আবার ত্বক রুক্ষ, মলিন হয়ে যায়।
বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এর কার্যক্রমের উপর বিরূপ প্রভাব পরতে পারে।
এমনকি পুরুষদের পুরুষত্বে প্রভাব পরতে পারে!!
তাই প্রাপ্ত বয়স্ক এভারেজ ৬০ কেজি ওজনের ব্যক্তিকে কমপক্ষে ২৪ ঘণ্টায় ১০ গ্লাস পানিপান করতে হবে।

Dr. Maruf,
MBBS(RpMC)
FCPS mid. (Internal Medicine)
Experienced in Skin, problem
Medical officer, Rajshahi Medical College Hospital

জ্ঞান - Knowledge

05 Dec, 17:23


#নিদ্রার নিয়ম:ঘুমের সাতকাহন!!
#ভালো ঘুম: #দীর্ঘজীবন!!

🔇 নিয়মিত কম ঘুমের সমস্যা কারনে একজন ব্যক্তির গড়ে ৬.৫ ( সাড়ে ছয়) বছর আয়ু কমে যেতে পারে!!!

#ঘুম হলো ব্রেনের কার্যকারিতা ও পরিবেশের প্রতি সাড়া দেওয়ার অক্ষমতা।

ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তিনটি-

১) Sleep প্রেশার: ১ ঘন্টা জেগে থাকার জন্য ২০-৩০ মিনিট ঘুমের প্রয়োজন হয়। সে হিসাবে ১৪-১৬ ঘন্টা জেগে থাকার জন্য ৭-৮ ঘন্টা ঘুমের প্রয়োজন।
২) দেহ ঘড়ি (Biological Clock) : ঘুমের রুটিন ঠিক করে দেয়; দেহ ঘড়ি আবার ৩ টি উপাদান দিয়ে নিয়ন্ত্রিত হয়;

ক) সকালে সূর্যের আলো কখন চোখ প্রবেশ করে।
খ) কখন দিনের প্রথম খাবার গ্রহন করা হয়।
গ)কখন দিনের প্রথম শারীরিক পরিশ্রম করা হয়।
৩) মেলাটোনিন হরমোন : এটাকে ঘুমের হরমোন বলে। আলোতে নিঃসরণ বন্ধ হয় ও অন্ধকারে বৃদ্ধি পায়।
মেলাটোনিন হরমোন ৩টি উপাদান দিয়ে নিয়ন্ত্রিত হয়।
ক) কখন অন্ধকারে মুখোমুখি হই।
খ) কখন দিনের শেষ খাবার গ্রহন করা হয়।
গ) কখন দেহের কোর টেম্পারেচার কম হয়।
মেলাটোনিন হরমোন তৈরী হওয়ার সবচেয়ে উপযোগী সময় গভীর নিদ্রা ও বেশী অন্ধকার। [যেমনটা রাত ২:০০টা]

#কাদের ঘুমের সমস্যা বেশি হয়; মনোরোগ, শারীরিক রোগ, PTSD, Stress, ব্যাথা, শ্বাসকষ্ট, হৃদরোগ, ক্যান্সার রোগী ইত্যাদি।
মস্তিষ্ক যাদের বেশি সক্রিয় থাকে। জোর করে ঘুমাতে চেষ্টা করলে!

#সম্পর্কের মডেল : বিছানার সাথে ঘুমের যৌক্তিক সম্পর্ক আছে। বিছানায় ঘুম বাদে অন্য সকল প্রকার কাজ থেকে বিরত থাকতে হবে।
#Cognitive model : "আমাদের প্রতি দিন ৭-৮ ঘন্টা ঘুমের প্রয়োজন" এটা সবার জন্য সঠিক নয়! শারীরিক প্রকৃতি ও পেশাগত ধরনের উপর ভিত্তি করে ৪-৮ ঘন্টা ঘুমই যৌক্তিক। [সুস্থ ও প্রাপ্ত বয়স্ক ]

🛃 যেসকল খাদ্য ও পানীয় ভালো ঘুমের অন্তরায় : চা, কফি ( ক্যাফেইন), ধুমপান ও মাদক( নেশাদ্রব্য)। মসলা যুক্ত ও গুরুপাক খাবার, অধিক রাতে ভূরিভোজনের কারনে দেহের কোর টেম্পারেচার কমতে দেরি হবে ও হজমের সমস্যার কারণে ঘুমাতে দেরী হবে।
#ভালো ঘুমের জন্য করনীয়(Sound Sleep):
🧭 নিদিষ্ট সময় ঘুম থেকে উঠে ২০ মিনিট সূর্যের আলোতে বসে থাকতে হবে এবং সূর্য ডোবার পরে ১৫ মিনিট অন্ধকারে থাকতে হবে এতে দেহ ঘড়ির কার্যকারিতা সঠিক ভাবে কাজ করবে।
📣 সন্ধ্যার পরে ১৫ মিনিট শারীরিক পরিশ্রম ( ব্যায়ম) করলে রাতে ঘুমের সময় ১ ঘন্টা পিছিয়ে যাবে।
🔊 দুপুরে ঘুমালে রাতে ঘুম আসতে দেরী হবে।
📣 বেশী আলো ও Screen light Melatonin hormone নিঃসরণ কমিয়ে দেয়, তাই ঘুমাতে যাওয়ার ২ ঘন্টা আগেই সকল প্রকার Screen ব্যবহার বন্ধ করতে হবে।
🌠 রাত ১০-১১ টার মধ্যে ঘুমাতে যেতে হবে! ২০ মিনিটের মধ্যে ঘুম না আসলে বই পড়া, Breathing Exercise, Relaxation techniques অভ্যাস করলে, পডকাস্ট শুনলে Passively & Automatic ঘুম চলে আসবে!
🍽️ বাদাম, দুধ, কলা, তৈলাক্ত মাছ, ডিম, মধু, সাদা ভাত, আঙ্গুর, স্ট্রবেরি, মিষ্টি আলু ( ঘুমের মাসি) ইত্যাদি। ভিটামিন ডি, ভিটামিন বি৬, ভিটামিন বি১২, ম্যাগনেসিয়াম ভালো ঘুমের জন্য সহায়ক!।
Collected

জ্ঞান - Knowledge

01 Dec, 06:49


একজন রুচিশীল স্বামীর জন্য মেয়েদের পিওর সৌন্দর্যের ক্ষেত্রে সাধ্যানুযায়ী জুয়েলারি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শালীন পোশাকই যথেষ্ট। এর বাইরে যা আছে তা ফেইক এবং প্রতারণা।
@Be A Real Man

জ্ঞান - Knowledge

29 Nov, 04:04


শীতে বাড়ে হার্ট এটাক, স্ট্রোকের ঝুঁকি।
বিশেষ করে যাদের রিস্ক আছে আগে থেকে, তাদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন।
হাইপ্রেসার, ডায়াবেটিস, রক্তে চর্বি, ধূমপান, অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, মানসিক চাপ, ডিপ্রেশন!
অলস জীবন যাপন(একটানা দীর্ঘ সময় শুয়ে বসে থাকা!)- এসব বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।
★আর এমন সকলকে পর্যাপ্ত পানিপান নিশ্চিত করতে হবে। অনেকেই শীতে একদম কম পানি খান।
★ শীতল পানি, বাতাস থেকে সতর্ক থাকতে হবে- এগুলো রক্তনালীর সংকোচন বাড়িয়ে দেয়!
★আর নিয়মিত ওষুধ খেতে অলসতা করা যাবে না।
Dr. Mohidul Hasan Maruf
MBBS (Rangpur Medical)
FCPS P2 (Internal MEDICINE)
Medical officer, Rajshahi Medical College Hospital

জ্ঞান - Knowledge

26 Nov, 08:13


একবার এক ইসলামিক স্কলার আমাকে বলেছিলেন - জীবনে দুইটা ফিলোসোফী মেনে চলার চেষ্টা করবেন ।

প্রথমত -
কারো রিজিক নষ্ট করা যাবেনা - এটা ক্ষমার অযোগ্য অপরাধ । এই কাজটা আমরা প্রতিনিয়তই করি । ঘুষ , সুদ , কাওকে অন্যায়ভাবে চাকরিচ্যূত করা , বিচারে অপরাধীর পক্ষ নেয়া , ওজনে কম দিয়ে দেয়া ইত্যাদি ।

ধরুণ - এক কলিগ হিংসা বশবর্তী হয়ে আরেক কলিগের নামে বসের কাছে কিলিগ লাগিয়ে দিলো , বছর শেষে তার ইনক্রিমেন্ট/ বেতন কমে গেলো , ইনডিরেক্টলি তার শিশু সন্তানের রিজিকে আঘাত পড়লো । সেই কলিগ হাক্কুল ইবাদ বা বান্দার হক নষ্ট করলেন - যতোই টক্কাটক্কি করেন না কেনো , নামাজ পড়ে কপালে দাগ ফালায়া দেন না কেনো - মজলুম মাফ করা না পর্যন্ত তিনি লটকে থাকবেন , ক্ষমা পাবেন না ।

দ্বিতীয়ত -
হাক্কুলাহ বা আল্লাহর হক - নামাজ, রোজা এসবের গাফিলতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করার সর্বময় ক্ষমতা রাখেন। কারণ - এই হক আল্লাহর নিজের হক।

হাক্কুল ইবাদ নষ্ট কইরা হাক্কুল্লাহ নিয়া টানাটানি করা মানে পরীক্ষায় ০০ পাওয়া । লাভ নাই কোনো ।
ইমাম গাজ্জালীর একটা উক্তি মনে পরলো - " ময়লা কাপড়কে প্রশ্রাব দিয়া ধৌত করা আর হারাম রিজিক নিয়া আল্লাহর সান্নিধ্য পাওয়ার প্রচেষ্টা - দুটোই একই । "

সময় খুব খারাপ , সিম্পল ফিলোসফীতে থাকি , আমি বাবা এই দুইটাই মাইনা চলার চেষ্টা করি ।

হাক্কুল্লাহর চেয়েও আমার ভয় বেশি হাক্কুল ইবাদে ।
হাক্কুল্লাহ তওবা করে ম্যানেজেবল , হাক্কুল ইবাদ ম্যানেজেবল না যতোক্ষণ না মজলুম নিজে আমাকে ক্ষমা না করে ।

জ্ঞান - Knowledge

18 Nov, 09:43


জরুরি ভিত্তিতে নিয়োগ
মেরাজনগর, রায়েরবাগ, ঢাকা।
পার্সেল ও প্যাকেজিং সহকারী (৫ জন)
- সেলারি ৮-১০ হাজার
- ইনভয়েস অনুযায়ী পার্সেল তৈরি
🔻
আগামীকাল ইন্টারভিউ
সিলেক্টেড হলে সরাসরি কাজে জয়েন করতে হবে।
🔻
যোগাযোগ : 01958688054
No Phone Call (Whatsapp only)

জ্ঞান - Knowledge

18 Nov, 09:43


জরুরি ভিত্তিতে নিয়োগ
মেরাজনগর, রায়েরবাগ, ঢাকা।
পার্সেল ও প্যাকেজিং সহকারী (৫ জন)
- সেলারি ৮-১০ হাজার
- ইনভয়েস অনুযায়ী পার্সেল তৈরি
🔻
আগামীকাল ইন্টারভিউ
সিলেক্টেড হলে সরাসরি কাজে জয়েন করতে হবে।
🔻
যোগাযোগ : 01958688054
No Phone Call (Whatsapp only)

জ্ঞান - Knowledge

08 Nov, 17:15


ভার্সিটি পড়ুয়া দুই ধরনের মেয়ে আছে।
এক। এরা অনার্স মাস্টার্স করে সার্টিফিকেট আনে। মাথায় কিছু নাই। শুধু বয়সটা বাড়ায় ভার্সিটিতে গিয়ে। তাদেরকে বেদ্বীন ছেলেরাও তেমন একটা দাম দেয়না বয়স বাড়তি হওয়ার কারণে। প্লাস, তাদের কোন ক্যারিয়ার নাই। ক্যারিয়ারিস্টিক মানুষজন এমম মেয়ে এড়িয়ে যায়। মোটামুটি দ্বীন মানে এমন ছেলেরাও বয়স বেশির কারণে এড়িয়ে যায়।
দুই। এই টাইপ মেয়েরা অনার্স মাস্টার্স করে চাকরি বাকরি করে, অল্প সং্খ্যক বিদেশ যায়। তাদের বিয়ের ক্ষেত্রে যেটা সমস্যা হয় নিজের যোগ্যতার কাউকে পাওয়া। এছাড়া তাদেরকে বেদ্বীন মানুষেরা বিয়ে করতে আগ্রহীই থাকে।
দ্বীন মানে এমন ছেলেদের একটা অংশ এই উভয় শ্রেণীকেই এড়িয়ে যায়। কারণ তারা ভার্সিটির পরিবেশ সম্পর্কে জানে, বয়স কম চায়। কেউ কেউ উপরে বলা দুই নাম্বার ক্যাটাগরির মেয়েদের মাঝে যারা চাকরি করতে চায়না, ভার্সিটিতেও কষ্ট করে পর্দা করে তাদেরকে বিয়ে করে।
উভয় ক্ষেত্রে বিপদে পড়ে প্রথম শ্রেণির মেয়েরা। এদের সময় উপযোগী জ্ঞান নাই, বুদ্ধি নাই, বয়স বাড়িয়েছে এক টুকরো কাগজের আশায়। এই শ্রেণির মেয়েরা বাংলাদেশে সবচেয়ে বেশি।
সবাই যেটা দিনশেষে আফসোস করে, বয়স নিয়ে। বয়স কম থাকতে তাদের যে আবেগ, নমনীয়তা, মেয়েলি স্বভাব থাকে এটা ভার্সিটির পরিবেশ নষ্ট করে দেয় অনেকটুকু।
কিছু কমেন্ট দেখলাম ভার্সিটিতে পড়তে যোগ্যতার আলাপ নিয়ে। ভার্সিটি কোন আহামরি জায়গা না যে এখানে পড়ুয়া মানুষের জ্ঞান বেশি থাকে। এটা নিয়ে অহংকার খুবই লোয়ার ক্লাসের চিন্তা।
- Rafael Hasan

জ্ঞান - Knowledge

03 Nov, 16:28


সৌদি আরবে 2025 কিং ফাহদ ইউনিভার্সিটি স্কলারশিপ (KFUPM) | সম্পূর্ণ অর্থায়িত।
দেশঃ সৌদি আরব🇸🇦

(i) সৌদি আরবের কিং ফাহদ বিশ্ববিদ্যালয় 2025 KFUPM স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন।

(ii) স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জন করতে চাওয়া বিশ্বের সমস্ত দেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তিটি উপলব্ধ।

(iii) বৃত্তিটি অধ্যয়নের প্রোগ্রামের জন্য সম্পূর্ণ টিউশন ফি কভার করবে যার মধ্যে থাকার ব্যবস্থা, বিনামূল্যের খাবার, মাসিক উপবৃত্তি, বিমান ভাড়া এবং বিনামূল্যে চিকিৎসা সেবা অন্তর্ভুক্ত।

(iv) আবেদনের শেষ তারিখ 12 ডিসেম্বর, 2024
আবেদন করুন:

Scholarshipregion.com/king-fahd-univ…

জ্ঞান - Knowledge

28 Oct, 19:07


বয়ঃসন্ধিতে প্যারিন্টিং পরামর্শ

এই সময় ছেলেমেয়েদের শারীরিক পরিবর্তন হয়, তাই তারা খুব মানসিক চাপে থাকে। এই সময় পিতামাতার যে কাজগুলো করতে হয়, তারমধ্যে উল্লেখযোগ্য হলোঃ

-বাচ্চাদের প্রচুর পরিমানে প্রশংসা করুন, যাতে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়।

- কোন কথা বার বার বলবেন না (এই পড়তে বস, এই পড়তে বস), তাহলে পড়ার আগ্রহ নষ্ট হয়ে যাবে।

- কারোও সাথে তুলনা করলে হীনমন্যতা বেড়ে যাবে। তাই তুলনা করবেন না।

-শারীরিক ও মানসিক শাস্তিকে না করুন এবং বাইরের পরিবেশে খেলার ব্যবস্থা করুন।

-তাদের কে উপদেশ না দিয়ে তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন।

- মনঃযৌন বিষয়গুলো নিয়ে তাদের সাথে খোলামেলা আলোচনা করুন (মেয়েদের মাসিক, ছেলেদের স্বপ্নদোষ, ধাতু ক্ষয় ইত্যাদি), এ বিষয়টি নিয়ে কথা বলতে জড়তা কাজ করলে প্রফেশনাল সাইকোলজিষ্ট এর সহায়তা নিন।

- তাদের চাহিদাগুলো মনোযোগ দিয়ে শুনে সময় নিয়ে সিদ্ধান্ত নিন, হ্যা বললে কি কারণে অনুমতি দিলেন এবং না বললে কি কারণে দিলেন না এটা ব্যাখ্যা করুন।

সন্তান কিংবা বাবা-মায়ের কোন মানসিক সমস্যা, টেনসন, হতাশা, অনিয়ন্ত্রিত রাগ থাকলে যথাযথ মানসিক চিকিৎসা নিন।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

জ্ঞান - Knowledge

24 Oct, 17:29


দীর্ঘদিন একসাথে থাকার ফলে, প্রত্যেক সম্পর্কই 'একঘেয়ে' হয়ে যায়। প্রেম শুধুমাত্র আবেগ নয়, এটি কমিটমেন্ট— শারিরীক ও মানসিকভাবে যথাসম্ভব কাছাকাছি থাকার কমিটমেন্ট। কিন্তু এ কঠিন; একই মানুষের সাথে সর্বদা হাসিখুশি থাকা, খুনসুটি করা, শারিরীক উপভোগ, ভীষণ কঠিন। এসবে ঘাটতি আসেই। এবং ঘাটতি এলেই, মানুষ অন্য কাউকে সন্ধান করে, অন্য কারও প্রতি মুগ্ধ হয়ে পড়ে। প্রেমের প্রাথমিক সেই ঝলকানি, পুনরায় খুঁজতে থাকে।

না, এভাবে সম্পর্ক হয় না, আগায় না।

সম্পর্ক হলো— সেই মানুষের সন্ধান ও তাকে পাওয়া, যে ছেড়ে যাবে না; ভোগ নয় উপভোগ করবে, শরীর, মন, রূপ, খুঁত, সবকিছুই।

এজন্য— পাল্টাতে হয়, মানুষকে নয়, অভ্যাসকে, আচরণকে। সে'ক্স পজিশন পাল্টাতে হয়, রুচি পাল্টাতে হয়, আবেগ পাল্টাতে হয়, গান পাল্টাতে হয়, স্পর্শ পাল্টাতে হয়, আচরণ পাল্টাতে হয়। ঠোঁটে চুমু একঘেয়ে হয়ে আসে, ক্লিভেজে চুমু শিখতে হয়; রোজকার সালোয়ারকামিজে মুগ্ধতা ফুরোয়, কোমর-চাপা শাড়িতে মুগ্ধ করতে হয়।

ভালোবাসা ফুরাতে না-দেওয়াটাই ভালোবাসা।

🖋️ Sala uddin Ahmed jewel
#picklescomics #everyone #everyonefollowers

জ্ঞান - Knowledge

18 Oct, 19:04


https://www.facebook.com/100094722147078/posts/399243539909714/?mibextid=rS40aB7S9Ucbxw6v

জ্ঞান - Knowledge

17 Oct, 15:32


(https://www.researchrabbit.ai/): প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে পাওয়ার টুল।

𝐂𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐞𝐝 𝐏𝐚𝐩𝐞𝐫𝐬 (https://www.connectedpapers.com/): সম্পর্কিত গবেষণাপত্র খুঁজে বের করার টুল।

𝐑 𝐃𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫𝐲 (https://discovery.researcher.life/): গবেষণা উপকরণ খুঁজে পাওয়ার প্ল্যাটফর্ম।

আঁকাআঁকি ও ডায়াগ্রাম

𝐅𝐢𝐠𝐦𝐚 (https://www.figma.com/): গবেষণায় জটিল ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।

𝐃𝐫𝐚𝐰.𝐢𝐨 (https://app.diagrams.net/): ফ্লোচার্ট এবং ডায়াগ্রাম তৈরি করার জন্য উপযুক্ত।

𝐋𝐮𝐜𝐢𝐝𝐜𝐡𝐚𝐫𝐭 (https://www.lucidchart.com/): অনলাইন ডায়াগ্রামিং সফটওয়্যার।

𝐌𝐢𝐜𝐫𝐨𝐬𝐨𝐟𝐭 𝐕𝐢𝐬𝐢𝐨 (https://www.microsoft.com/en-us/microsoft-365/visio/flowchart-software): গবেষণা পেপারে জটিল ফ্লোচার্ট, প্রসেস ম্যাপ এবং ডেটা-চালিত ডায়াগ্রাম তৈরির জন্য কার্যকর।

𝐂𝐚𝐧𝐯𝐚 (https://www.canva.com/): গবেষণা উপস্থাপনার জন্য ভিজ্যুয়াল তৈরিতে সহায়ক।

𝐈𝐧𝐤𝐬𝐜𝐚𝐩𝐞 (https://inkscape.en.softonic.com/): ওপেন-সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর।

𝐈𝐏𝐄 𝐃𝐫𝐚𝐰𝐢𝐧𝐠 (https://ipe.otfried.org/): LaTeX ভিত্তিক আঁকার এডিটর, গবেষণা সম্পর্কিত ডায়াগ্রাম তৈরিতে ব্যবহার করা হয়।

𝐊𝐞𝐞𝐧𝐢𝐨𝐮𝐬 (https://keenious.com/): ধারণার কনসেপ্ট ম্যাপ এবং ডায়াগ্রাম তৈরিতে সহায়তা করে।

𝐁𝐢𝐨𝐫𝐞𝐧𝐝𝐞𝐫 (https://biorender.com/): জীববিজ্ঞান সম্পর্কিত ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।

𝐆𝐫𝐚𝐩𝐡𝐏𝐚𝐝 𝐏𝐫𝐢𝐬𝐦 (https://www.graphpad.com/scientific-software/prism/): ডেটা বিশ্লেষণ এবং গ্রাফ তৈরি করার একটি শক্তিশালী সফটওয়্যার।
…………………….
লিখেছেন Azizul Haque

জ্ঞান - Knowledge

17 Oct, 15:32


গবেষণা সহায়ক কিছু গুরুত্বপূর্ণ টুলস - ২০২৪

রেফারেন্স ম্যানেজমেন্ট

𝐄𝐧𝐝𝐍𝐨𝐭𝐞 (https://endnote.com/): সহজে Citation তৈরি করতে এবং references গুছিয়ে রাখতে সাহায্য করে।

𝐏𝐚𝐩𝐞𝐫𝐩𝐢𝐥𝐞 (https://paperpile.com/): গবেষণাপত্রের সাথে সরাসরি সংযোগ রেখে Citation সহজে সংগঠিত করতে সহায়ক।

𝐌𝐞𝐧𝐝𝐞𝐥𝐞𝐲 (https://www.mendeley.com/): reference management এবং social networking টুল হিসেবে কাজ করে, গবেষণাপত্র সংরক্ষণ ও annotate করতে সহায়ক।

𝐑𝐞𝐟𝐖𝐨𝐫𝐤𝐬 (https://refworks.proquest.com/): অনলাইন ভিত্তিক গবেষণাপত্র সংগঠিত এবং Citation তৈরি করে।

𝐂𝐫𝐨𝐬𝐬𝐫𝐞𝐟 (https://www.crossref.org/): এটি Citation linking-এর প্রক্রিয়া সহজ করে।

𝐂𝐢𝐭𝐞𝐓𝐡𝐢𝐬𝐅𝐨𝐫𝐌𝐞 (https://www.citethisforme.com/): বিভিন্ন Citation style এ খুব দ্রুত Citation তৈরি করতে সহায়তা করে।

𝐙𝐨𝐭𝐞𝐫𝐨 (https://www.zotero.org/): গবেষণার তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং cite করতে সহায়ক।

ডেটা বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন

𝐓𝐚𝐛𝐥𝐞𝐚𝐮 (https://www.tableau.com/): জটিল ডেটাকে সহজ ও পরিষ্কার visual-এ রূপান্তর করে।

𝐑𝐒𝐭𝐮𝐝𝐢𝐨 (https://posit.co/): R প্রোগ্রামিং ব্যবহার করে ডেটা বিশ্লেষণ, মডেলিং, এবং visualization এর জন্য খুবই কার্যকরী।

𝐒𝐏𝐒𝐒 (https://www.ibm.com/): গবেষণায় বড় ধরনের পরিসংখ্যান বিশ্লেষণের জন্য জনপ্রিয় software।

𝐏𝐥𝐨𝐭𝐥𝐲 (https://plotly.com/): অত্যাধুনিক visualization টুল, যা data-driven ও interactive graphs তৈরিতে সক্ষম।

𝐍𝐕𝐢𝐯𝐨 (https://lumivero.com/): qualitative ডেটার গভীর বিশ্লেষণ করে থিম বা প্যাটার্ন খুঁজে বের করে।

𝐌𝐢𝐧𝐝𝐌𝐞𝐢𝐬𝐭𝐞𝐫 (https://www.mindmeister.com/): collaborative mind mapping টুল, যা আপনার ধারণাগুলোকে visualize করতে সাহায্য করে।

𝐏𝐨𝐰𝐞𝐫𝐁𝐈 (https://www.microsoft.com/en-us/power-platform/products/power-bi): একটি শক্তিশালী business analytics টুল, যা interactive data visualization এবং report তৈরি করতে সহায়তা করে।

𝐌𝐒 𝐄𝐱𝐜𝐞𝐥 (https://www.microsoft.com/en/microsoft-365/excel?market=af): বহুল ব্যবহৃত spreadsheet software, যা ডেটা ম্যানিপুলেশন ও বিশ্লেষণের জন্য জনপ্রিয়।

নোট গ্রহণ

𝐄𝐯𝐞𝐫𝐧𝐨𝐭𝐞 (https://evernote.com/): শক্তিশালী নোট গ্রহণের অ্যাপ, যা লেখা, ছবি ও ধারণা গুছিয়ে রাখতে সাহায্য করে।

𝐒𝐜𝐫𝐢𝐯𝐞𝐧𝐞𝐫 (https://www.literatureandlatte.com/): গবেষণাপত্র structuring এবং organizing এর জন্য ব্যবহার হয়।

𝐎𝐧𝐞𝐍𝐨𝐭𝐞 (https://www.onenote.com/): Microsoft এর ডিজিটাল নোটবুক।

𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐊𝐞𝐞𝐩 (https://accounts.google.com/): সহজ নোট গ্রহণের অ্যাপ, যা Google Drive-এর সঙ্গে সংযুক্ত থাকে।

𝐍𝐨𝐭𝐢𝐨𝐧 (https://www.notion.so/): সবকিছু একত্রে করার জন্য কার্যকরী ওয়ার্কস্পেস।

𝐀𝐮𝐝𝐢𝐨𝐏𝐞𝐧 (https://audiopen.ai/): অডিও ভিত্তিক নোট গ্রহণের টুল।

গবেষণাপত্র লেখা

𝐖𝐫𝐢𝐭𝐞𝐟𝐮𝐥𝐥 (https://www.writefull.com/): একাডেমিক লেখার নির্ভুলতা এবং গুণগত মান বাড়াতে সাহায্য করে।

𝐋𝐚𝐓𝐞𝐗 (https://www.latex-project.org/): উচ্চ-গুণমানের টাইপসেটিং ব্যবস্থা, বিশেষ করে টেকনিক্যাল ডকুমেন্টের জন্য।

𝐓𝐮𝐫𝐧𝐢𝐭𝐢𝐧 (https://www.turnitin.com/): প্লেজিয়ারিজম শনাক্তকরণ টুল, যা গবেষণাপত্রের অরিজিনালিটি চেক করতে এবং Citation সঠিক কিনা তা নিশ্চিত করতে সাহায্য করে।

𝐒𝐜𝐫𝐢𝐛𝐛𝐫 (https://www.scribbr.com/): প্লেজিয়ারিজম চেকার এবং প্রুফরিডিং টুল, যা গবেষণাপত্রের মান উন্নত করতে সাহায্য করে।

𝐎𝐯𝐞𝐫𝐥𝐞𝐚𝐟 (https://www.overleaf.com/): অনলাইন ল্যাটেক্স এডিটর।

𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐃𝐨𝐜𝐬 (https://accounts.google.com/): সহজ সহযোগিতার জন্য ক্লাউড-বেসড ডকুমেন্ট এডিটর।

𝐏𝐚𝐩𝐞𝐫𝐏𝐚𝐥 (https://paperpal.com/): গবেষণাপত্র সংগঠিত এবং লেখা সহজ করতে সাহায্য করে।

𝐓𝐫𝐢𝐧𝐤𝐚𝐀𝐈 (https://www.trinka.ai/): একাডেমিক লেখা উন্নত করতে এবং grammatical ভুল সংশোধন করতে সহায়তা করে।

𝐆𝐫𝐚𝐦𝐦𝐚𝐫𝐥𝐲 (https://www.grammarly.com/): লেখার গুণগত মান উন্নত করার জন্য জনপ্রিয় টুল।

𝐐𝐮𝐢𝐥𝐥𝐁𝐨𝐭 (https://quillbot.com/): লেখাকে paraphrase, summarize, এবং grammar ঠিক করতে সাহায্য করে।

লিটারেচার রিভিউ টুলস

𝐒𝐞𝐦𝐚𝐧𝐭𝐢𝐜 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫 (https://www.semanticscholar.org/): গবেষণা পত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে সাহায্য করে এবং লিটারেচার রিভিউর সময় দ্রুত প্রাসঙ্গিক পেপার খুঁজে দেয়।

𝐋𝐢𝐭𝐦𝐚𝐩𝐬 (https://www.litmaps.com/): গবেষণা পেপার ও লিটারেচারের সংযোগ ভিজ্যুয়ালাইজ করার জন্য ব্যবহৃত হয়।

𝐒𝐜𝐢𝐓𝐞.𝐚𝐢 (https://scite.ai/): গবেষণাপত্র খুঁজে পেতে এবং সেগুলো বুঝতে সহায়তা করে।

𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐑𝐚𝐛𝐛𝐢𝐭

জ্ঞান - Knowledge

17 Oct, 15:32


(https://www.researchrabbit.ai/): প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে পাওয়ার টুল।

𝐂𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐞𝐝 𝐏𝐚𝐩𝐞𝐫𝐬 (https://www.connectedpapers.com/): সম্পর্কিত গবেষণাপত্র খুঁজে বের করার টুল।

𝐑 𝐃𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫𝐲 (https://discovery.researcher.life/): গবেষণা উপকরণ খুঁজে পাওয়ার প্ল্যাটফর্ম।

আঁকাআঁকি ও ডায়াগ্রাম

𝐅𝐢𝐠𝐦𝐚 (https://www.figma.com/): গবেষণায় জটিল ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।

𝐃𝐫𝐚𝐰.𝐢𝐨 (https://app.diagrams.net/): ফ্লোচার্ট এবং ডায়াগ্রাম তৈরি করার জন্য উপযুক্ত।

𝐋𝐮𝐜𝐢𝐝𝐜𝐡𝐚𝐫𝐭 (https://www.lucidchart.com/): অনলাইন ডায়াগ্রামিং সফটওয়্যার।

𝐌𝐢𝐜𝐫𝐨𝐬𝐨𝐟𝐭 𝐕𝐢𝐬𝐢𝐨 (https://www.microsoft.com/en-us/microsoft-365/visio/flowchart-software): গবেষণা পেপারে জটিল ফ্লোচার্ট, প্রসেস ম্যাপ এবং ডেটা-চালিত ডায়াগ্রাম তৈরির জন্য কার্যকর।

𝐂𝐚𝐧𝐯𝐚 (https://www.canva.com/): গবেষণা উপস্থাপনার জন্য ভিজ্যুয়াল তৈরিতে সহায়ক।

𝐈𝐧𝐤𝐬𝐜𝐚𝐩𝐞 (https://inkscape.en.softonic.com/): ওপেন-সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর।

𝐈𝐏𝐄 𝐃𝐫𝐚𝐰𝐢𝐧𝐠 (https://ipe.otfried.org/): LaTeX ভিত্তিক আঁকার এডিটর, গবেষণা সম্পর্কিত ডায়াগ্রাম তৈরিতে ব্যবহার করা হয়।

𝐊𝐞𝐞𝐧𝐢𝐨𝐮𝐬 (https://keenious.com/): ধারণার কনসেপ্ট ম্যাপ এবং ডায়াগ্রাম তৈরিতে সহায়তা করে।

𝐁𝐢𝐨𝐫𝐞𝐧𝐝𝐞𝐫 (https://biorender.com/): জীববিজ্ঞান সম্পর্কিত ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।

𝐆𝐫𝐚𝐩𝐡𝐏𝐚𝐝 𝐏𝐫𝐢𝐬𝐦 (https://www.graphpad.com/scientific-software/prism/): ডেটা বিশ্লেষণ এবং গ্রাফ তৈরি করার একটি শক্তিশালী সফটওয়্যার।
…………………….
লিখেছেন Azizul Haque

জ্ঞান - Knowledge

17 Oct, 15:32


গবেষণা সহায়ক কিছু গুরুত্বপূর্ণ টুলস - ২০২৪

রেফারেন্স ম্যানেজমেন্ট

𝐄𝐧𝐝𝐍𝐨𝐭𝐞 (https://endnote.com/): সহজে Citation তৈরি করতে এবং references গুছিয়ে রাখতে সাহায্য করে।

𝐏𝐚𝐩𝐞𝐫𝐩𝐢𝐥𝐞 (https://paperpile.com/): গবেষণাপত্রের সাথে সরাসরি সংযোগ রেখে Citation সহজে সংগঠিত করতে সহায়ক।

𝐌𝐞𝐧𝐝𝐞𝐥𝐞𝐲 (https://www.mendeley.com/): reference management এবং social networking টুল হিসেবে কাজ করে, গবেষণাপত্র সংরক্ষণ ও annotate করতে সহায়ক।

𝐑𝐞𝐟𝐖𝐨𝐫𝐤𝐬 (https://refworks.proquest.com/): অনলাইন ভিত্তিক গবেষণাপত্র সংগঠিত এবং Citation তৈরি করে।

𝐂𝐫𝐨𝐬𝐬𝐫𝐞𝐟 (https://www.crossref.org/): এটি Citation linking-এর প্রক্রিয়া সহজ করে।

𝐂𝐢𝐭𝐞𝐓𝐡𝐢𝐬𝐅𝐨𝐫𝐌𝐞 (https://www.citethisforme.com/): বিভিন্ন Citation style এ খুব দ্রুত Citation তৈরি করতে সহায়তা করে।

𝐙𝐨𝐭𝐞𝐫𝐨 (https://www.zotero.org/): গবেষণার তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং cite করতে সহায়ক।

ডেটা বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন

𝐓𝐚𝐛𝐥𝐞𝐚𝐮 (https://www.tableau.com/): জটিল ডেটাকে সহজ ও পরিষ্কার visual-এ রূপান্তর করে।

𝐑𝐒𝐭𝐮𝐝𝐢𝐨 (https://posit.co/): R প্রোগ্রামিং ব্যবহার করে ডেটা বিশ্লেষণ, মডেলিং, এবং visualization এর জন্য খুবই কার্যকরী।

𝐒𝐏𝐒𝐒 (https://www.ibm.com/): গবেষণায় বড় ধরনের পরিসংখ্যান বিশ্লেষণের জন্য জনপ্রিয় software।

𝐏𝐥𝐨𝐭𝐥𝐲 (https://plotly.com/): অত্যাধুনিক visualization টুল, যা data-driven ও interactive graphs তৈরিতে সক্ষম।

𝐍𝐕𝐢𝐯𝐨 (https://lumivero.com/): qualitative ডেটার গভীর বিশ্লেষণ করে থিম বা প্যাটার্ন খুঁজে বের করে।

𝐌𝐢𝐧𝐝𝐌𝐞𝐢𝐬𝐭𝐞𝐫 (https://www.mindmeister.com/): collaborative mind mapping টুল, যা আপনার ধারণাগুলোকে visualize করতে সাহায্য করে।

𝐏𝐨𝐰𝐞𝐫𝐁𝐈 (https://www.microsoft.com/en-us/power-platform/products/power-bi): একটি শক্তিশালী business analytics টুল, যা interactive data visualization এবং report তৈরি করতে সহায়তা করে।

𝐌𝐒 𝐄𝐱𝐜𝐞𝐥 (https://www.microsoft.com/en/microsoft-365/excel?market=af): বহুল ব্যবহৃত spreadsheet software, যা ডেটা ম্যানিপুলেশন ও বিশ্লেষণের জন্য জনপ্রিয়।

নোট গ্রহণ

𝐄𝐯𝐞𝐫𝐧𝐨𝐭𝐞 (https://evernote.com/): শক্তিশালী নোট গ্রহণের অ্যাপ, যা লেখা, ছবি ও ধারণা গুছিয়ে রাখতে সাহায্য করে।

𝐒𝐜𝐫𝐢𝐯𝐞𝐧𝐞𝐫 (https://www.literatureandlatte.com/): গবেষণাপত্র structuring এবং organizing এর জন্য ব্যবহার হয়।

𝐎𝐧𝐞𝐍𝐨𝐭𝐞 (https://www.onenote.com/): Microsoft এর ডিজিটাল নোটবুক।

𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐊𝐞𝐞𝐩 (https://accounts.google.com/): সহজ নোট গ্রহণের অ্যাপ, যা Google Drive-এর সঙ্গে সংযুক্ত থাকে।

𝐍𝐨𝐭𝐢𝐨𝐧 (https://www.notion.so/): সবকিছু একত্রে করার জন্য কার্যকরী ওয়ার্কস্পেস।

𝐀𝐮𝐝𝐢𝐨𝐏𝐞𝐧 (https://audiopen.ai/): অডিও ভিত্তিক নোট গ্রহণের টুল।

গবেষণাপত্র লেখা

𝐖𝐫𝐢𝐭𝐞𝐟𝐮𝐥𝐥 (https://www.writefull.com/): একাডেমিক লেখার নির্ভুলতা এবং গুণগত মান বাড়াতে সাহায্য করে।

𝐋𝐚𝐓𝐞𝐗 (https://www.latex-project.org/): উচ্চ-গুণমানের টাইপসেটিং ব্যবস্থা, বিশেষ করে টেকনিক্যাল ডকুমেন্টের জন্য।

𝐓𝐮𝐫𝐧𝐢𝐭𝐢𝐧 (https://www.turnitin.com/): প্লেজিয়ারিজম শনাক্তকরণ টুল, যা গবেষণাপত্রের অরিজিনালিটি চেক করতে এবং Citation সঠিক কিনা তা নিশ্চিত করতে সাহায্য করে।

𝐒𝐜𝐫𝐢𝐛𝐛𝐫 (https://www.scribbr.com/): প্লেজিয়ারিজম চেকার এবং প্রুফরিডিং টুল, যা গবেষণাপত্রের মান উন্নত করতে সাহায্য করে।

𝐎𝐯𝐞𝐫𝐥𝐞𝐚𝐟 (https://www.overleaf.com/): অনলাইন ল্যাটেক্স এডিটর।

𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐃𝐨𝐜𝐬 (https://accounts.google.com/): সহজ সহযোগিতার জন্য ক্লাউড-বেসড ডকুমেন্ট এডিটর।

𝐏𝐚𝐩𝐞𝐫𝐏𝐚𝐥 (https://paperpal.com/): গবেষণাপত্র সংগঠিত এবং লেখা সহজ করতে সাহায্য করে।

𝐓𝐫𝐢𝐧𝐤𝐚𝐀𝐈 (https://www.trinka.ai/): একাডেমিক লেখা উন্নত করতে এবং grammatical ভুল সংশোধন করতে সহায়তা করে।

𝐆𝐫𝐚𝐦𝐦𝐚𝐫𝐥𝐲 (https://www.grammarly.com/): লেখার গুণগত মান উন্নত করার জন্য জনপ্রিয় টুল।

𝐐𝐮𝐢𝐥𝐥𝐁𝐨𝐭 (https://quillbot.com/): লেখাকে paraphrase, summarize, এবং grammar ঠিক করতে সাহায্য করে।

লিটারেচার রিভিউ টুলস

𝐒𝐞𝐦𝐚𝐧𝐭𝐢𝐜 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫 (https://www.semanticscholar.org/): গবেষণা পত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে সাহায্য করে এবং লিটারেচার রিভিউর সময় দ্রুত প্রাসঙ্গিক পেপার খুঁজে দেয়।

𝐋𝐢𝐭𝐦𝐚𝐩𝐬 (https://www.litmaps.com/): গবেষণা পেপার ও লিটারেচারের সংযোগ ভিজ্যুয়ালাইজ করার জন্য ব্যবহৃত হয়।

𝐒𝐜𝐢𝐓𝐞.𝐚𝐢 (https://scite.ai/): গবেষণাপত্র খুঁজে পেতে এবং সেগুলো বুঝতে সহায়তা করে।

𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐑𝐚𝐛𝐛𝐢𝐭

জ্ঞান - Knowledge

17 Oct, 15:32


গবেষণা সহায়ক কিছু গুরুত্বপূর্ণ টুলস - ২০২৪

রেফারেন্স ম্যানেজমেন্ট

𝐄𝐧𝐝𝐍𝐨𝐭𝐞 (https://endnote.com/): সহজে Citation তৈরি করতে এবং references গুছিয়ে রাখতে সাহায্য করে।

𝐏𝐚𝐩𝐞𝐫𝐩𝐢𝐥𝐞 (https://paperpile.com/): গবেষণাপত্রের সাথে সরাসরি সংযোগ রেখে Citation সহজে সংগঠিত করতে সহায়ক।

𝐌𝐞𝐧𝐝𝐞𝐥𝐞𝐲 (https://www.mendeley.com/): reference management এবং social networking টুল হিসেবে কাজ করে, গবেষণাপত্র সংরক্ষণ ও annotate করতে সহায়ক।

𝐑𝐞𝐟𝐖𝐨𝐫𝐤𝐬 (https://refworks.proquest.com/): অনলাইন ভিত্তিক গবেষণাপত্র সংগঠিত এবং Citation তৈরি করে।

𝐂𝐫𝐨𝐬𝐬𝐫𝐞𝐟 (https://www.crossref.org/): এটি Citation linking-এর প্রক্রিয়া সহজ করে।

𝐂𝐢𝐭𝐞𝐓𝐡𝐢𝐬𝐅𝐨𝐫𝐌𝐞 (https://www.citethisforme.com/): বিভিন্ন Citation style এ খুব দ্রুত Citation তৈরি করতে সহায়তা করে।

𝐙𝐨𝐭𝐞𝐫𝐨 (https://www.zotero.org/): গবেষণার তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং cite করতে সহায়ক।

ডেটা বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন

𝐓𝐚𝐛𝐥𝐞𝐚𝐮 (https://www.tableau.com/): জটিল ডেটাকে সহজ ও পরিষ্কার visual-এ রূপান্তর করে।

𝐑𝐒𝐭𝐮𝐝𝐢𝐨 (https://posit.co/): R প্রোগ্রামিং ব্যবহার করে ডেটা বিশ্লেষণ, মডেলিং, এবং visualization এর জন্য খুবই কার্যকরী।

𝐒𝐏𝐒𝐒 (https://www.ibm.com/): গবেষণায় বড় ধরনের পরিসংখ্যান বিশ্লেষণের জন্য জনপ্রিয় software।

𝐏𝐥𝐨𝐭𝐥𝐲 (https://plotly.com/): অত্যাধুনিক visualization টুল, যা data-driven ও interactive graphs তৈরিতে সক্ষম।

𝐍𝐕𝐢𝐯𝐨 (https://lumivero.com/): qualitative ডেটার গভীর বিশ্লেষণ করে থিম বা প্যাটার্ন খুঁজে বের করে।

𝐌𝐢𝐧𝐝𝐌𝐞𝐢𝐬𝐭𝐞𝐫 (https://www.mindmeister.com/): collaborative mind mapping টুল, যা আপনার ধারণাগুলোকে visualize করতে সাহায্য করে।

𝐏𝐨𝐰𝐞𝐫𝐁𝐈 (https://www.microsoft.com/en-us/power-platform/products/power-bi): একটি শক্তিশালী business analytics টুল, যা interactive data visualization এবং report তৈরি করতে সহায়তা করে।

𝐌𝐒 𝐄𝐱𝐜𝐞𝐥 (https://www.microsoft.com/en/microsoft-365/excel?market=af): বহুল ব্যবহৃত spreadsheet software, যা ডেটা ম্যানিপুলেশন ও বিশ্লেষণের জন্য জনপ্রিয়।

নোট গ্রহণ

𝐄𝐯𝐞𝐫𝐧𝐨𝐭𝐞 (https://evernote.com/): শক্তিশালী নোট গ্রহণের অ্যাপ, যা লেখা, ছবি ও ধারণা গুছিয়ে রাখতে সাহায্য করে।

𝐒𝐜𝐫𝐢𝐯𝐞𝐧𝐞𝐫 (https://www.literatureandlatte.com/): গবেষণাপত্র structuring এবং organizing এর জন্য ব্যবহার হয়।

𝐎𝐧𝐞𝐍𝐨𝐭𝐞 (https://www.onenote.com/): Microsoft এর ডিজিটাল নোটবুক।

𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐊𝐞𝐞𝐩 (https://accounts.google.com/): সহজ নোট গ্রহণের অ্যাপ, যা Google Drive-এর সঙ্গে সংযুক্ত থাকে।

𝐍𝐨𝐭𝐢𝐨𝐧 (https://www.notion.so/): সবকিছু একত্রে করার জন্য কার্যকরী ওয়ার্কস্পেস।

𝐀𝐮𝐝𝐢𝐨𝐏𝐞𝐧 (https://audiopen.ai/): অডিও ভিত্তিক নোট গ্রহণের টুল।

গবেষণাপত্র লেখা

𝐖𝐫𝐢𝐭𝐞𝐟𝐮𝐥𝐥 (https://www.writefull.com/): একাডেমিক লেখার নির্ভুলতা এবং গুণগত মান বাড়াতে সাহায্য করে।

𝐋𝐚𝐓𝐞𝐗 (https://www.latex-project.org/): উচ্চ-গুণমানের টাইপসেটিং ব্যবস্থা, বিশেষ করে টেকনিক্যাল ডকুমেন্টের জন্য।

𝐓𝐮𝐫𝐧𝐢𝐭𝐢𝐧 (https://www.turnitin.com/): প্লেজিয়ারিজম শনাক্তকরণ টুল, যা গবেষণাপত্রের অরিজিনালিটি চেক করতে এবং Citation সঠিক কিনা তা নিশ্চিত করতে সাহায্য করে।

𝐒𝐜𝐫𝐢𝐛𝐛𝐫 (https://www.scribbr.com/): প্লেজিয়ারিজম চেকার এবং প্রুফরিডিং টুল, যা গবেষণাপত্রের মান উন্নত করতে সাহায্য করে।

𝐎𝐯𝐞𝐫𝐥𝐞𝐚𝐟 (https://www.overleaf.com/): অনলাইন ল্যাটেক্স এডিটর।

𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐃𝐨𝐜𝐬 (https://accounts.google.com/): সহজ সহযোগিতার জন্য ক্লাউড-বেসড ডকুমেন্ট এডিটর।

𝐏𝐚𝐩𝐞𝐫𝐏𝐚𝐥 (https://paperpal.com/): গবেষণাপত্র সংগঠিত এবং লেখা সহজ করতে সাহায্য করে।

𝐓𝐫𝐢𝐧𝐤𝐚𝐀𝐈 (https://www.trinka.ai/): একাডেমিক লেখা উন্নত করতে এবং grammatical ভুল সংশোধন করতে সহায়তা করে।

𝐆𝐫𝐚𝐦𝐦𝐚𝐫𝐥𝐲 (https://www.grammarly.com/): লেখার গুণগত মান উন্নত করার জন্য জনপ্রিয় টুল।

𝐐𝐮𝐢𝐥𝐥𝐁𝐨𝐭 (https://quillbot.com/): লেখাকে paraphrase, summarize, এবং grammar ঠিক করতে সাহায্য করে।

লিটারেচার রিভিউ টুলস

𝐒𝐞𝐦𝐚𝐧𝐭𝐢𝐜 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫 (https://www.semanticscholar.org/): গবেষণা পত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে সাহায্য করে এবং লিটারেচার রিভিউর সময় দ্রুত প্রাসঙ্গিক পেপার খুঁজে দেয়।

𝐋𝐢𝐭𝐦𝐚𝐩𝐬 (https://www.litmaps.com/): গবেষণা পেপার ও লিটারেচারের সংযোগ ভিজ্যুয়ালাইজ করার জন্য ব্যবহৃত হয়।

𝐒𝐜𝐢𝐓𝐞.𝐚𝐢 (https://scite.ai/): গবেষণাপত্র খুঁজে পেতে এবং সেগুলো বুঝতে সহায়তা করে।

𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐑𝐚𝐛𝐛𝐢𝐭

জ্ঞান - Knowledge

17 Oct, 15:32


(https://www.researchrabbit.ai/): প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে পাওয়ার টুল।

𝐂𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐞𝐝 𝐏𝐚𝐩𝐞𝐫𝐬 (https://www.connectedpapers.com/): সম্পর্কিত গবেষণাপত্র খুঁজে বের করার টুল।

𝐑 𝐃𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫𝐲 (https://discovery.researcher.life/): গবেষণা উপকরণ খুঁজে পাওয়ার প্ল্যাটফর্ম।

আঁকাআঁকি ও ডায়াগ্রাম

𝐅𝐢𝐠𝐦𝐚 (https://www.figma.com/): গবেষণায় জটিল ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।

𝐃𝐫𝐚𝐰.𝐢𝐨 (https://app.diagrams.net/): ফ্লোচার্ট এবং ডায়াগ্রাম তৈরি করার জন্য উপযুক্ত।

𝐋𝐮𝐜𝐢𝐝𝐜𝐡𝐚𝐫𝐭 (https://www.lucidchart.com/): অনলাইন ডায়াগ্রামিং সফটওয়্যার।

𝐌𝐢𝐜𝐫𝐨𝐬𝐨𝐟𝐭 𝐕𝐢𝐬𝐢𝐨 (https://www.microsoft.com/en-us/microsoft-365/visio/flowchart-software): গবেষণা পেপারে জটিল ফ্লোচার্ট, প্রসেস ম্যাপ এবং ডেটা-চালিত ডায়াগ্রাম তৈরির জন্য কার্যকর।

𝐂𝐚𝐧𝐯𝐚 (https://www.canva.com/): গবেষণা উপস্থাপনার জন্য ভিজ্যুয়াল তৈরিতে সহায়ক।

𝐈𝐧𝐤𝐬𝐜𝐚𝐩𝐞 (https://inkscape.en.softonic.com/): ওপেন-সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর।

𝐈𝐏𝐄 𝐃𝐫𝐚𝐰𝐢𝐧𝐠 (https://ipe.otfried.org/): LaTeX ভিত্তিক আঁকার এডিটর, গবেষণা সম্পর্কিত ডায়াগ্রাম তৈরিতে ব্যবহার করা হয়।

𝐊𝐞𝐞𝐧𝐢𝐨𝐮𝐬 (https://keenious.com/): ধারণার কনসেপ্ট ম্যাপ এবং ডায়াগ্রাম তৈরিতে সহায়তা করে।

𝐁𝐢𝐨𝐫𝐞𝐧𝐝𝐞𝐫 (https://biorender.com/): জীববিজ্ঞান সম্পর্কিত ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।

𝐆𝐫𝐚𝐩𝐡𝐏𝐚𝐝 𝐏𝐫𝐢𝐬𝐦 (https://www.graphpad.com/scientific-software/prism/): ডেটা বিশ্লেষণ এবং গ্রাফ তৈরি করার একটি শক্তিশালী সফটওয়্যার।
…………………….
লিখেছেন Azizul Haque

জ্ঞান - Knowledge

17 Oct, 15:31


(https://www.researchrabbit.ai/): প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে পাওয়ার টুল।

𝐂𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐞𝐝 𝐏𝐚𝐩𝐞𝐫𝐬 (https://www.connectedpapers.com/): সম্পর্কিত গবেষণাপত্র খুঁজে বের করার টুল।

𝐑 𝐃𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫𝐲 (https://discovery.researcher.life/): গবেষণা উপকরণ খুঁজে পাওয়ার প্ল্যাটফর্ম।

আঁকাআঁকি ও ডায়াগ্রাম

𝐅𝐢𝐠𝐦𝐚 (https://www.figma.com/): গবেষণায় জটিল ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।

𝐃𝐫𝐚𝐰.𝐢𝐨 (https://app.diagrams.net/): ফ্লোচার্ট এবং ডায়াগ্রাম তৈরি করার জন্য উপযুক্ত।

𝐋𝐮𝐜𝐢𝐝𝐜𝐡𝐚𝐫𝐭 (https://www.lucidchart.com/): অনলাইন ডায়াগ্রামিং সফটওয়্যার।

𝐌𝐢𝐜𝐫𝐨𝐬𝐨𝐟𝐭 𝐕𝐢𝐬𝐢𝐨 (https://www.microsoft.com/en-us/microsoft-365/visio/flowchart-software): গবেষণা পেপারে জটিল ফ্লোচার্ট, প্রসেস ম্যাপ এবং ডেটা-চালিত ডায়াগ্রাম তৈরির জন্য কার্যকর।

𝐂𝐚𝐧𝐯𝐚 (https://www.canva.com/): গবেষণা উপস্থাপনার জন্য ভিজ্যুয়াল তৈরিতে সহায়ক।

𝐈𝐧𝐤𝐬𝐜𝐚𝐩𝐞 (https://inkscape.en.softonic.com/): ওপেন-সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর।

𝐈𝐏𝐄 𝐃𝐫𝐚𝐰𝐢𝐧𝐠 (https://ipe.otfried.org/): LaTeX ভিত্তিক আঁকার এডিটর, গবেষণা সম্পর্কিত ডায়াগ্রাম তৈরিতে ব্যবহার করা হয়।

𝐊𝐞𝐞𝐧𝐢𝐨𝐮𝐬 (https://keenious.com/): ধারণার কনসেপ্ট ম্যাপ এবং ডায়াগ্রাম তৈরিতে সহায়তা করে।

𝐁𝐢𝐨𝐫𝐞𝐧𝐝𝐞𝐫 (https://biorender.com/): জীববিজ্ঞান সম্পর্কিত ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।

𝐆𝐫𝐚𝐩𝐡𝐏𝐚𝐝 𝐏𝐫𝐢𝐬𝐦 (https://www.graphpad.com/scientific-software/prism/): ডেটা বিশ্লেষণ এবং গ্রাফ তৈরি করার একটি শক্তিশালী সফটওয়্যার।
…………………….
লিখেছেন Azizul Haque

জ্ঞান - Knowledge

17 Oct, 15:31


গবেষণা সহায়ক কিছু গুরুত্বপূর্ণ টুলস - ২০২৪

রেফারেন্স ম্যানেজমেন্ট

𝐄𝐧𝐝𝐍𝐨𝐭𝐞 (https://endnote.com/): সহজে Citation তৈরি করতে এবং references গুছিয়ে রাখতে সাহায্য করে।

𝐏𝐚𝐩𝐞𝐫𝐩𝐢𝐥𝐞 (https://paperpile.com/): গবেষণাপত্রের সাথে সরাসরি সংযোগ রেখে Citation সহজে সংগঠিত করতে সহায়ক।

𝐌𝐞𝐧𝐝𝐞𝐥𝐞𝐲 (https://www.mendeley.com/): reference management এবং social networking টুল হিসেবে কাজ করে, গবেষণাপত্র সংরক্ষণ ও annotate করতে সহায়ক।

𝐑𝐞𝐟𝐖𝐨𝐫𝐤𝐬 (https://refworks.proquest.com/): অনলাইন ভিত্তিক গবেষণাপত্র সংগঠিত এবং Citation তৈরি করে।

𝐂𝐫𝐨𝐬𝐬𝐫𝐞𝐟 (https://www.crossref.org/): এটি Citation linking-এর প্রক্রিয়া সহজ করে।

𝐂𝐢𝐭𝐞𝐓𝐡𝐢𝐬𝐅𝐨𝐫𝐌𝐞 (https://www.citethisforme.com/): বিভিন্ন Citation style এ খুব দ্রুত Citation তৈরি করতে সহায়তা করে।

𝐙𝐨𝐭𝐞𝐫𝐨 (https://www.zotero.org/): গবেষণার তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং cite করতে সহায়ক।

ডেটা বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন

𝐓𝐚𝐛𝐥𝐞𝐚𝐮 (https://www.tableau.com/): জটিল ডেটাকে সহজ ও পরিষ্কার visual-এ রূপান্তর করে।

𝐑𝐒𝐭𝐮𝐝𝐢𝐨 (https://posit.co/): R প্রোগ্রামিং ব্যবহার করে ডেটা বিশ্লেষণ, মডেলিং, এবং visualization এর জন্য খুবই কার্যকরী।

𝐒𝐏𝐒𝐒 (https://www.ibm.com/): গবেষণায় বড় ধরনের পরিসংখ্যান বিশ্লেষণের জন্য জনপ্রিয় software।

𝐏𝐥𝐨𝐭𝐥𝐲 (https://plotly.com/): অত্যাধুনিক visualization টুল, যা data-driven ও interactive graphs তৈরিতে সক্ষম।

𝐍𝐕𝐢𝐯𝐨 (https://lumivero.com/): qualitative ডেটার গভীর বিশ্লেষণ করে থিম বা প্যাটার্ন খুঁজে বের করে।

𝐌𝐢𝐧𝐝𝐌𝐞𝐢𝐬𝐭𝐞𝐫 (https://www.mindmeister.com/): collaborative mind mapping টুল, যা আপনার ধারণাগুলোকে visualize করতে সাহায্য করে।

𝐏𝐨𝐰𝐞𝐫𝐁𝐈 (https://www.microsoft.com/en-us/power-platform/products/power-bi): একটি শক্তিশালী business analytics টুল, যা interactive data visualization এবং report তৈরি করতে সহায়তা করে।

𝐌𝐒 𝐄𝐱𝐜𝐞𝐥 (https://www.microsoft.com/en/microsoft-365/excel?market=af): বহুল ব্যবহৃত spreadsheet software, যা ডেটা ম্যানিপুলেশন ও বিশ্লেষণের জন্য জনপ্রিয়।

নোট গ্রহণ

𝐄𝐯𝐞𝐫𝐧𝐨𝐭𝐞 (https://evernote.com/): শক্তিশালী নোট গ্রহণের অ্যাপ, যা লেখা, ছবি ও ধারণা গুছিয়ে রাখতে সাহায্য করে।

𝐒𝐜𝐫𝐢𝐯𝐞𝐧𝐞𝐫 (https://www.literatureandlatte.com/): গবেষণাপত্র structuring এবং organizing এর জন্য ব্যবহার হয়।

𝐎𝐧𝐞𝐍𝐨𝐭𝐞 (https://www.onenote.com/): Microsoft এর ডিজিটাল নোটবুক।

𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐊𝐞𝐞𝐩 (https://accounts.google.com/): সহজ নোট গ্রহণের অ্যাপ, যা Google Drive-এর সঙ্গে সংযুক্ত থাকে।

𝐍𝐨𝐭𝐢𝐨𝐧 (https://www.notion.so/): সবকিছু একত্রে করার জন্য কার্যকরী ওয়ার্কস্পেস।

𝐀𝐮𝐝𝐢𝐨𝐏𝐞𝐧 (https://audiopen.ai/): অডিও ভিত্তিক নোট গ্রহণের টুল।

গবেষণাপত্র লেখা

𝐖𝐫𝐢𝐭𝐞𝐟𝐮𝐥𝐥 (https://www.writefull.com/): একাডেমিক লেখার নির্ভুলতা এবং গুণগত মান বাড়াতে সাহায্য করে।

𝐋𝐚𝐓𝐞𝐗 (https://www.latex-project.org/): উচ্চ-গুণমানের টাইপসেটিং ব্যবস্থা, বিশেষ করে টেকনিক্যাল ডকুমেন্টের জন্য।

𝐓𝐮𝐫𝐧𝐢𝐭𝐢𝐧 (https://www.turnitin.com/): প্লেজিয়ারিজম শনাক্তকরণ টুল, যা গবেষণাপত্রের অরিজিনালিটি চেক করতে এবং Citation সঠিক কিনা তা নিশ্চিত করতে সাহায্য করে।

𝐒𝐜𝐫𝐢𝐛𝐛𝐫 (https://www.scribbr.com/): প্লেজিয়ারিজম চেকার এবং প্রুফরিডিং টুল, যা গবেষণাপত্রের মান উন্নত করতে সাহায্য করে।

𝐎𝐯𝐞𝐫𝐥𝐞𝐚𝐟 (https://www.overleaf.com/): অনলাইন ল্যাটেক্স এডিটর।

𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐃𝐨𝐜𝐬 (https://accounts.google.com/): সহজ সহযোগিতার জন্য ক্লাউড-বেসড ডকুমেন্ট এডিটর।

𝐏𝐚𝐩𝐞𝐫𝐏𝐚𝐥 (https://paperpal.com/): গবেষণাপত্র সংগঠিত এবং লেখা সহজ করতে সাহায্য করে।

𝐓𝐫𝐢𝐧𝐤𝐚𝐀𝐈 (https://www.trinka.ai/): একাডেমিক লেখা উন্নত করতে এবং grammatical ভুল সংশোধন করতে সহায়তা করে।

𝐆𝐫𝐚𝐦𝐦𝐚𝐫𝐥𝐲 (https://www.grammarly.com/): লেখার গুণগত মান উন্নত করার জন্য জনপ্রিয় টুল।

𝐐𝐮𝐢𝐥𝐥𝐁𝐨𝐭 (https://quillbot.com/): লেখাকে paraphrase, summarize, এবং grammar ঠিক করতে সাহায্য করে।

লিটারেচার রিভিউ টুলস

𝐒𝐞𝐦𝐚𝐧𝐭𝐢𝐜 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫 (https://www.semanticscholar.org/): গবেষণা পত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে সাহায্য করে এবং লিটারেচার রিভিউর সময় দ্রুত প্রাসঙ্গিক পেপার খুঁজে দেয়।

𝐋𝐢𝐭𝐦𝐚𝐩𝐬 (https://www.litmaps.com/): গবেষণা পেপার ও লিটারেচারের সংযোগ ভিজ্যুয়ালাইজ করার জন্য ব্যবহৃত হয়।

𝐒𝐜𝐢𝐓𝐞.𝐚𝐢 (https://scite.ai/): গবেষণাপত্র খুঁজে পেতে এবং সেগুলো বুঝতে সহায়তা করে।

𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐑𝐚𝐛𝐛𝐢𝐭

জ্ঞান - Knowledge

14 Oct, 04:52


কোনটা ভাল , হোমিওপ্যাথিক নাকি এলোপ্যাথিক ?
.
পৃথিবীর কোনো প্যাথি ই স্বয়ংসম্পুর্ন না । কিন্তু স্বয়ংসম্পুর্নের কাছাকাছি চিকিৎসা হচ্ছে এলোপ্যাথিক । যখন রোগীর কোনো অর্গান নষ্ট হয়ে যায় , জটিল কোনো অবস্থায় , লাইফ সাপোর্টের বেলায় , জীবানু রুখে দিতে , ভাংগা বা আঘাতের রিপেয়ারে , সার্জিক্যাল ইত্যাদি কেসে এলোপ্যাথিক ছাড়া কোনো উপায় নেই । আবার এমন কিছু ডিজেনারেটিভ রোগ আছে যেখানে এলোপ্যাথিক অসহায় আর কিছু ক্ষেত্রে সার্জারি লাগে । যেখানে হোমিও বেশ সফল । আর সাইডিফেক্ট সব প্যাথিতে আছে , হোমিওতে কি নাই ? আছে । এখানে সহনিয় মাত্রায় বা সহনশীল হলে সমস্যা নাই । ওভারডোজ তো ভালো জিনিষ কেও ক্ষতি করবে । রোগের ও রোগীর অবস্থা অনুসারে সুইটাবল ডোজ কোনটা তা দেখতে হবে । ধরি, সাপে কামর দিছে রোগীরে , বিষাক্ত সাপ , এখানে যে ওষুধ আছে তার হালকা সাইডইফেক্ট আছে , বাট জীবন বাচানোর জন্য এটা মেনে নিতে হবে ।
.
ধরেন , আপনার এপেনডিক্সের প্রচুর ব্যাথা , প্রদাহ হয়ে গেছে । আপনি অসুস্থ্য হয়ে পরছেন ব্যাথা ও বমির কারনে , কি করবেন ? এলোপ্যাথ বলে অপারেশন , আর আপনি অপারেশনের ভয়ে হোমিও খাবেন ? আমার পরামর্শ একদম না , ডাইরেক অপারেশন করিয়ে ফেলুন । যেখানে কোনো উপায় নাই অপারেশনের সুযোগ নাই , এমন স্থানে আছেন , দুর্গম এলাকা, হাসপাতাল নেই , হ্যা এমন স্থানে হোমিও দিয়ে ট্রাই করুন , মন্দের ভালো হিসেবে । হোমিও এখানে যোগ্য ডাক্তারের হাতে মিরাকল দেখাতে পারে তবে তা নগন্য , আর নগন্য কখোনো উদাহরণ হয়না । তাই নো রিস্ক , এটা সার্জিক্যাল কেস । হোমীও ডাক্তারদের সার্জারি পড়ানো হয় পুরো একটা বছর , যেনো সে বুজতে পারে কখন রোগীকে সার্জনের কাছে রেফার করতে হবে ।
.
আমার এক পরিচিত , হোমিওর ছাত্র এমন এক ভাইয়ের বুকে ব্যাথা , USG করে দেখাগেলো পিত্তথলিতে পাথর , আমায় ফোন দিলো কি করবো ? হোমীও বইতে তো লেখা , পাথর একদম হাওয়া হয়ে যাবে , হোমিও খাওয়া শুরু করবো ? আমি সরাসরি বলেদিলাম , একদম না । এক্ষন অপারেশন করিয়ে ফেলুন । রিস্ক নেবেন না । পিত্তথলির পাথরে হোমিওর রেজাল্ট খুব ভালো না ,আমার হাতে একদম না । অনেকের বইয়ে পড়েছি তারা সফল , হয়তো হবে । বাট আমার কাছে এটা রিস্ক । যদিও কিডনির পাথরে রেজাল্ট খারাপ না ।
.
ডায়েবেটিস , উচ্চরক্তচাপ , হরমোনের সমস্যা , হাইপার বা হাইপো থাইরয়েডিজম ইত্যাদি এসব রোগে রোগী হলো , “ ভালো হবেনা “ কিন্তু “ ভালো থাকবে” টাইপের । এখানে রোগীকে ভালো রাখা হলো মূল বিষয় । এই ভালো রাখাটা হোমিও , ইউনানি , আয়ুর্বেদির চেয়ে এলোপ্যাথিক ভালো পারে । হ্যা এলোপ্যাথির সাথে হার্বস বা হোমিও চলতে পারে চলতে পারে ।

তাই এখানে আপনি যদি বলেন এত কোর্স হোমিও সেবন করলেই ডায়েবেটিস একদম ভালো হয়ে যাবে , এটা হবে কোয়াকদের মত কথা চিকিৎকসুলভ কথা না । এজমার বিষয় হলো কিছু আছে ভালো হয়ে যায় , তবে যা ভালো হবেনা তা কোনো প্যাথিতেই হবে না । একেবারে কন্ট্রোলে রাখতে হবে , তার জন্য এলোপ্যাথ একটু বেশি আগাইয়া আছে অন্যপ্যাথির চেয়ে ।

বাচ্চা প্রসবের সময় যখন সত্যি জটিলটা আসে তখন সিজার ছাড়া উপায় থাকে না , তখন এই অবস্থায় সিজারই হচ্ছে একমাত্র চিকিৎসা । ( যদিও অনেক হাসপাতাল এটাকে এখন বিজনেস হিসেবে নিয়েছে , সেটা ভিন্ন কথা ) । বিষ খাওয়া রোগীর জন্য এলোপ্যাথের সহায়তা লাগবে , বিষাক্ত সাপে কামড় কোনো হোমিও ফোটায় কাম হবে না, এন্টি ভেনম লাগবে ।
.
হাড় ভেঙ্গে গেলে , অনেক কেটে গেলে , খাদ্যানালীতে প্যাচ লাগলে, খাদ্যনালী ফুটো হয়ে গেলে ,কিডনি ড্যামেজ হয়ে গেলে কই যাবেন ?
.
ক্যান্সার নিয়ে হোমিওতে প্রতারনা হয় বেশি , একদম টিভিতে বিজ্ঞাপন টিজ্ঞাপন দিয়ে এরা বলে থাকে আমি ক্যান্সার ভালো করি , কি হাস্যকর !! এখানে আমার রোগীদের একজন অনকোলোজিস্টের কাছে রেফার করি এবং রোগীর আগ্রহ থাকলে আমি অনকোলোজিস্টের সাথে কথা বলে বোজার চেস্টা করি ও এলোপ্যাথের সাথে হোমিও চালাই , রোগীকে যতটুকু পারি ভালো রাখার চেষ্টা করি আমরা উভয়েই । হোমিওতে ক্যান্সার চিকিৎসা নিয়ে বাজারে আমার একটা বই আছে।
.
এলোপ্যাথকে গালী দেওয়া হোমিওপ্যাথ যখন এলোপ্যাথিক হাসপাতালে মারা যায় তখন মনে মনে চিন্তা করি , আরে বাবা কি দরকার ছিলো গালী দেওয়ার !! আপনি আপনার প্যাথির সাথে অন্যপ্যাথিকে সন্মান করলেই হয় ।

আসলে সব প্যাথি দরকার কোনটাকে ফেলবেন । স্বাস্থ্য রক্ষার সবাই কম বেশি অংশগ্রহন করছে । কিন্তু বেশি ভুমিকা রাখছে এলোপ্যাথি । যেখানে ক্রিটিক্যাল প্যাসেন্ট কেয়ারে এলোপ্যাথির ধারে কাছেও কেউ নাই ।
.
সেদিন , আমার বাম স্তনে প্রচুর জ্বালাপোড়া ,প্রথম গুরুত্ম না দিলেও কয়েদিন পরে এটা বেড়ে গেলে ভয় পেয়ে গেলাম , ফুলে গেলো হালকা । লক্ষন পেলাম হোমিও ওষুধ "আর্সেনিকে" এর ( এই আর্সেনিক মানে আর্সেনিক বিষ না , এটা ওষুধের নাম ) । জাস্ট একফোটা খেলাম , জার্মানি ওষুধ না , বাংলাদেশের নিউলাইফ কোম্পানির । ঐযে জ্বালাপোড়া গেলো আর আসেনায় । একদম মিরাকল । এর মানে এই না যে হোমিও সব ভালো করে ফেলবে ।
.
টিউমার , আচিল, কিডনির পাথর , করোনারি আর্টারিতে ব্লকেজ

জ্ঞান - Knowledge

09 Oct, 14:17


ইতালি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা প্রত্যেক প্রবাসীর জানা দরকার:

১. ভিসা এবং রেসিডেন্স পারমিট:

ইতালিতে বৈধভাবে বসবাস ও কাজ করতে চাইলে প্রথমেই সঠিক ভিসা এবং রেসিডেন্স পারমিট (Permesso di Soggiorno) থাকা প্রয়োজন। কাজ বা পড়াশোনার উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী বসবাসের জন্য এই পারমিট নিয়মিত নবায়ন করতে হয়।

২. কাজের বাজার:

ইতালিতে কৃষি, নির্মাণ, পর্যটন, এবং সেবা খাতে প্রচুর কাজের সুযোগ রয়েছে। প্রবাসীরা এসব খাতে কাজের সুযোগ নিতে পারেন। তবে, অনেক ক্ষেত্রে ইতালিয়ান ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩. ভাষার গুরুত্ব:

ইতালির স্থানীয় ভাষা হলো ইতালিয়ান, এবং এটি জানার মাধ্যমে প্রবাসীরা সহজেই কাজের বাজারে প্রবেশ করতে পারেন। ইংরেজি কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু অনেক জায়গায় ইতালিয়ান ভাষার জ্ঞান প্রয়োজন হয়, বিশেষ করে ছোট শহরগুলোতে।

৪. স্বাস্থ্যসেবা:

ইতালির স্বাস্থ্যসেবা ব্যবস্থা (Servizio Sanitario Nazionale - SSN) উন্নত এবং বৈধ বাসিন্দাদের জন্য সরকারি স্বাস্থ্যসেবা পাওয়া যায়। রেসিডেন্স পারমিট থাকা সাপেক্ষে প্রবাসীরাও এই সুবিধা গ্রহণ করতে পারেন।

৫. কাজের অধিকার এবং শ্রম আইন:

ইতালিতে শ্রমিকদের অধিকার সুরক্ষিত। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের নিয়ম রয়েছে এবং অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। এছাড়া, ছুটির সুবিধা এবং অন্যান্য শ্রমিক সুরক্ষা আইন কঠোরভাবে মানা হয়।

৬. জীবনযাত্রার খরচ:

ইতালির বিভিন্ন শহরে জীবনযাত্রার খরচ ভিন্ন হতে পারে। রোম এবং মিলানের মতো বড় শহরগুলোতে খরচ বেশি, তবে ছোট শহরগুলোতে খরচ তুলনামূলকভাবে কম। বাসস্থান, খাবার, পরিবহন এবং স্বাস্থ্যসেবার জন্য একটি নির্দিষ্ট বাজেট রাখা উচিত।

৭. পরিবহন ব্যবস্থা:

ইতালির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। ট্রেন, বাস, এবং প্লেনের মাধ্যমে দেশজুড়ে সহজে যাতায়াত করা যায়, যা প্রবাসীদের জন্য সুবিধাজনক।

৮. সামাজিক জীবন ও সংস্কৃতি:

ইতালির সংস্কৃতি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। প্রবাসীরা তাদের সামাজিক জীবনে ইতালির ঐতিহ্য, উৎসব এবং খাদ্যসংস্কৃতি উপভোগ করতে পারেন। সামাজিক মেলামেশায় ইতালিয়ানরা অনেক আন্তরিক এবং পরিবার কেন্দ্রিক।

৯. নাগরিকত্ব ও স্থায়ী বসবাস:

যারা দীর্ঘমেয়াদে ইতালিতে থাকছেন, তারা নির্দিষ্ট সময় পর নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। সাধারণত, বৈধভাবে ১০ বছর থাকার পর নাগরিকত্বের আবেদন করা যায়, যা ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণ ও কাজ করার সুযোগ দেয়।

১০. পারিবারিক পুনর্মিলন:

প্রবাসীরা ইতালিতে স্থায়ী হওয়ার পর তাদের পরিবারের সদস্যদেরও নিয়ে আসার সুযোগ রয়েছে। পরিবার পুনর্মিলনের মাধ্যমে স্বামী/স্ত্রী ও সন্তানদের ইতালিতে এনে একসঙ্গে বসবাস করা সম্ভব।

এই তথ্যগুলো জানা থাকলে প্রবাসীরা ইতালিতে বসবাস এবং কাজের ক্ষেত্রে আরও সহজভাবে মানিয়ে নিতে পারবেন এবং উন্নত জীবনযাপনের দিকে এগিয়ে যেতে পারবেন।

কপিরাইট পোস্ট।

জ্ঞান - Knowledge

01 Oct, 08:34


অযথা বসে না থেকে জেনে নিন আপনার শারিয়্যাহ প্রশ্নের সমাধান!!!!

বিকাল ৩.০০ টা থেকে নিয়ে ৪.০০ টা পর্যন্ত কল করা যাবে নিজের হট-লাইন নাম্বারে ,আর কথা বলা যাবে একজন সার্টিফাইড মুফতি ও শারিয়াহ কনসালটেন্ট এর সাথে। যে কোনো ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যায় আপনি নির্দ্বিধায় তাদের শরণাপন্ন হতে পারেন।

📞 যে নাম্বারে কল করবেন:
01958-048899
📩 ইমেইলের মাধ্যমে:
লিখিত প্রশ্ন করতে চাইলে মেইল করুন, ইমেইল এড্রেস: [email protected]

জ্ঞান - Knowledge

30 Sep, 13:42


মওলানা রুমী ছিলেন ১৩ শতকের ফার্সি ভাষার কবি, শিক্ষাবিদ, দার্শনিক এবং সুফি। ‘মসনবি শরিফ’ তাঁর অন্যতম কীর্তি। মওলানা ভাসানী রাজনীতিবিদ হিসেবে অধিক পরিচিত, তাই তাঁর দার্শনিকতা খুব একটা আলোচিত নয়। কিন্তু এটা সত্য যে, বুজুর্গ এই সুফির গভীর দার্শনিকতা ছিল। আজ মওলানা রূমীর জন্মদিনে মওলানা ভাসানী এবং তাঁর পছন্দের কবি মওলানা রুমীর কিছু বাণী নিয়ে আজকের পোস্ট।

• ‘বেহালার এক টানে বলবা লা-ইলাহা, অপর টানে বলবা ইল্লাল্লাহ্।’(মওলানা ভাসানী)
‘যদি বাঁশীর ক্রন্দনে কোন ফল লাভ না হইত, তবে ইহজগতে বাঁশীর সুর মধুপূর্ণ হইত না।’(মওলানা রুমী)

• ‘বাঁশী যখন বাজে, তোমরা মন দিয়ে শোন, সে কি বলে। সে তাহার বিরহ বেদনায় অনুতপ্ত হইয়া ক্রন্দন করিতেছে।’(মওলানা রুমী)
‘জীবনটা সংগীতময়। এই সঙ্গীত আনন্দের। এই আনন্দ কেবল পাওয়ার মধ্যে নহে। হারানোর অনুভূতি ইহার চেয়ে বড়কে পাওয়ার তাগিদ জানায়। তাগিদে তাগিদে যে অনির্বচনীয় স্বাদ তাহাও আনন্দ’।(মওলানা ভাসানী)

• ‘তোমার হৃদয়টাকে ততক্ষণ পর্যন্ত ভাঙতে থাকো, যতক্ষণ পর্যন্ত তা না খুলে যায়।’(মওলানা রুমী)
রূহানী তাকত ছাড়া সত্যিকারের মানুষ হওয়া যায় না- আর ভগ্ন-হৃদয় ছাড়া রূহানী তাকত লালিত পালিতও হইতে পারে না।’ (মওলানা ভাসানী)

• ‘বৃক্ষের মতো হও, আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও।’ (মওলানা রুমী)
‘নদীর গতি চঞ্চল। বৃক্ষের গতি অচঞ্চল। আল্লাহর অনেক গুণের মধ্যে ‘হালীম’ও একটি গুণ। হালীম গুণে রয়েছে ধীর স্থিরের গতি। বৃক্ষ সেই গুণে গুণান্বিত।’ (মওলানা ভাসানী)

• ‘জীবনের ঘটনা প্রবাহে সঙ্গীতমুখর তাল আছে, ছন্দ আছে। সকল তাল ও ছন্দে ব্যথা বেদনা কান্না জড়াইয়া আছে। কিন্তু এতো জড়ানোর মধ্যেও, যে মানুষ জীবনের প্রকৃত ‘সঙ্গীতটি’ আবিষ্কার করিতে পারে তাহার কোন দুঃখ নাই, তাহার কোন হতাশা নাই।’ (মওলানা ভাসানী)
‘আমার ক্রন্দন হইতে ক্রন্দনের রহস্য পৃথক নয়। কিন্তু প্রকাশ্য চক্ষু উহা দেখিবার ও কর্ণের উহা শুনিবার সেই শক্তি নাই।’ (মওলানা রুমী)

জ্ঞান - Knowledge

29 Sep, 11:50


★ এইচএসসি প্রোগ্রামে ভর্তি হোন★

ভর্তির সময় ৩০/০৯/২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্রুত আপনার পরিচিত জন,বন্ধু ও আত্মীয়কে ভর্তি করে দিন।

* যে কোনো বয়সী ব্যক্তি ভর্তি যোগ্য * সরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ * সমমান ও সরকার স্বীকৃত * সরকারী ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ * পাঠ সামগ্রী ফ্রি( বই নেওয়ার সময় টাকা দিবেন না * প্রয়োজনে স্টাডিসেন্টার বা কলেজ পরিবর্তন করা যাবে * সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার ক্লাস ও পরীক্ষা * অন লাইনে ভর্তি ও পরীক্ষার ফল প্রাপ্তির সুযোগ * সামাজিক প্লাটফর্ম ও বিভিন্ন মাধ্যমে পাঠ গ্রহণের সুযোগ * অনলাইনে বই ডাউনলোড দেওয়ার সুযোগ *
আপনার পরিচিত জন, আত্মীয় স্বজন, বন্ধুকে ভর্তি করিয়ে দিন
★ লেখাপড়ার কোনো বয়স নেই
অনলাইনে আবেদন করে আবেদন ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে দিন। তবে জমা দিতে কোনো টাকা লাগবে না। কাউকে অতিরিক্ত টাকা দিবেন না।
বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা,ঝালকাঠি,পিরোজপুর জেলায় ভর্তি হতে কেউ বেশি টাকা চাইলে দয়া করে আমাকে জানাবেন। আপনার পরিচয় গোপন থাকবে

ড. মোঃ আজিজুল হক
আঞ্চলিক পরিচালক, বাউবি
বরিশাল আঞ্চলিক কেন্দ্র
[email protected]

জ্ঞান - Knowledge

28 Sep, 16:19


৩ টি উপায়
১। গ্রাজুয়েশন / পোস্ট গ্র্যাজুয়েশন বা যে পজিশনে ফরেইন স্টুডেন্ট এনরোল করে সেই প্রসেসে - শিক্ষা শেষ করে সেখানে জব করে একটা সময় পরে PR পাবার চেষ্টা করবেন - এই ক্ষেত্রে কানাডা অস্ট্রেলিয়া শীর্ষে
২। টাকা থাকলে বিজনেস ভিসায় - এগুলো প্রসেস করার থার্ড পার্টী আছে কিন্ত দেশের গুলা সব ফটকা - আগে ট্যুরিস্ট ভিসায় যাবেন সেখানে গিয়ে অথেনটিক এজেন্সি ধরে কাজ করলে ভালো। থাইল্যান্ড এবং দুবাই তে ফেইক ইনভেস্টমেন্ট দেখিয়ে বেশ কম টাকাতেই বিজনেস ভিসা করা যায় তবে এই ক্ষেত্রে ১/২ বছর পরে আপনার সত্যি সত্যি একটা রানিং বিজনেস করে দেখাতেই হবে। আর হিউজ টাকা থাকলে মানে ১ কোটির মত হলে থাইলায়ন্ডে ফ্ল্যাট কিনে / ২ কোটি হইলে মালয়েশিয়ায় ফ্ল্যাট কিনে ১০ বছরের ভিসা নিতে পারবেন
৩। উপরের দুইটার একটা পছন্দ করে সেই দেশের কোন মুসলিম মেয়ে কে বিয়ে করে ফেলুন - লাইফ ইস ইজিয়ার

জ্ঞান - Knowledge

27 Sep, 15:39


আসসালামু ওয়ালাইকুম
লাঞ্চ/ডিনার নিয়ে চিন্তিত!
পরিষ্কার পরিছন্ন ও স্বাস্থ্য সম্মত খাবার ঘরে তৈরি হয়।
খাবার অর্ডারের শেষ সময়...
সকালঃ ১০ঃ০০ ও বিকালঃ ০৫ঃ০০।
সার্ভিস এরিয়াঃ বনশ্রী, রামপুরা, বাড্ডা, গুলশান।
ঠিকানা: পোস্ট অফিস রোড, বাড্ডা।
ফ্রি ডেলিভারি (শর্ত প্রযোজ্য)।
বিঃদ্রঃ খাবারের মূল্য পরিবর্তনশীল।

📞+8801511-221900 (WhatsApp)