Wafilife @wafilifeofficial Channel on Telegram

Wafilife

@wafilifeofficial


ঘরে বসে প্রয়োজনীয় বই কিনুন ওয়াফিলাইফ থেকে। বইয়ের পাশাপাশি ওয়াফিলাইফে পাওয়া যাচ্ছে নানান লাইফস্টাইল, ইলেক্ট্রনিক্স, গ্যাজেট ও স্টেশনারীসহ অন্যান্য পণ্যও। সেই সাথে রয়েছে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধের ব্যবস্থা। ভিজিট করুন: www.wafilife.com

Wafilife (Bengali)

আপনি যদি বই পছন্দ করেন এবং এটি ঘরে বসেই কিনতে চান, তাহলে ওয়াফিলাইফ চ্যানেলটি আপনার জন্য অবশ্যই উপযোগী। ওয়াফিলাইফ থেকে আপনি পুরোনো ও নতুন বই দুটি কিনতে পারবেন একসাথে। এছাড়া, এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন লাইফস্টাইল প্রোডাক্ট, ইলেক্ট্রনিক্স, গ্যাজেট, স্টেশনারি এবং অন্যান্য পণ্য। ওয়াফিলাইফ চ্যানেলে আপনি কেনার সময় হাতে পেয়ে পণ্যের টাকা পরিশোধ করতে পারবেন। তাহলে ওয়াফিলাইফ চ্যানেলে ভিজিট করুন এবং আপনার পছন্দের বই এবং অন্যান্য পণ্য সহজে অর্ডার করুন। বিস্তারিত জানতে ও অনলাইনে অর্ডার করতে: www.wafilife.com

Wafilife

14 Nov, 08:03


"অতীতে রাগের সময় যা-ই বলেছি, সুখের সময় সেগুলোর কথা মনে হলে আফসোস হয়।"

— মুয়াররিক (রহ.)

সূত্র: হিলইয়াতুল আউলিয়া, ২/২৩৫

Wafilife

13 Nov, 15:17


সাপ্তাহিক রোজা রিমাইন্ডার

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
(প্রত্যেক সপ্তাহে) সোম ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কাজেই আমি রোজদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক—এমনটি আমি পছন্দ করছি। (তিরমিযী : ৭৪৭)

মা আয়িশা (রাঃ) বলেছেন, "নবীজি সোম ও বৃহস্পতিবার রোজা রাখার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। (নাসাঈ : ২৩৬)

Wafilife

13 Nov, 08:03


"একজন মুসলিম ভাইয়ের প্রয়োজনের তাগিদে রাস্তায় হাঁটা লাগলেও সেটা তোমার জন্য নফল হজ্ব করার চেয়ে উত্তম।"

— হাসান বাসরি (রহ.)

সূত্র: লাতায়িফুল মাআরিফ, ৪৪২

Wafilife

12 Nov, 08:02


"যে ব্যক্তি তিনটি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তার অন্তর ঈমান দ্বারা পূর্ণ করে দেবেন; আলেমদের সান্নিধ্যে থাকা, কুরআন পড়া এবং রোজা রাখা।"

— সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদি.)

সূত্র: বাহজাতুল মাজালিস, ১৯৯

Wafilife

11 Nov, 08:02


"যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ পড়লো, সে তার রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। আর নামাজ শেষে যে তার মা-বাবার জন্য দুআ করল, সে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল।"

— সুফইয়ান সাওরী (রহ.)

সূত্র: তাফসীরে কুরতুবী, ১৪/৬৫

Wafilife

10 Nov, 15:17


সাপ্তাহিক রোজা রিমাইন্ডার

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
(প্রত্যেক সপ্তাহে) সোম ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কাজেই আমি রোজদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক—এমনটি আমি পছন্দ করছি। (তিরমিযী : ৭৪৭)

মা আয়িশা (রাঃ) বলেছেন, "নবীজি সোম ও বৃহস্পতিবার রোজা রাখার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। (নাসাঈ : ২৩৬)

Wafilife

10 Nov, 08:03


"যে পুরুষ একজন নেককার স্ত্রী পেয়েছে, সে ঐ রাজার মতো যার মাথায় সোনার তাজ রয়েছে।"

— আব্দুর রহমান আল-খুযাঈ (রহ.)

সূত্র: মুসান্নাফ ইবনে আবী শাইবাহ, ১৭১৪৩

Wafilife

09 Nov, 08:03


"নিয়ত যদি ভালো হয়, আমল করতে না পারলেও সাওয়াব পাওয়া যাবে। কিন্তু নিয়ত যদি খারাপ হয়, আমল করলেও কোনো সাওয়াব পাওয়া যাবে না।"

— শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রহ.)

সূত্র: মুখতাছার ফাতাওয়া আল-মিসরিয়াহ, পৃঃ ১২

Wafilife

08 Nov, 08:04


"দুনিয়া হলো শয়তানের মদ। যে এটা পান করবে, তার ততক্ষণ পর্যন্ত হুঁশ ফিরবে না, যতক্ষণ না সে মৃতদের দলে শামিল হচ্ছে এবং ব্যর্থদের সাথে থেকে আফসোস করছে।"

— ইয়াহইয়া ইবনু মুয়ায (রহ.)

সূত্র: আল-ইয়াকুতাহ, ৬৭

Wafilife

07 Nov, 08:03


"আল্লাহ বড় গুনাহগুলোও মাফ করে দেন, কাজেই হতাশ হয়ো না। আবার তিনি চাইলে ছোট গুনাহের জন্যও শাস্তি দেন, কাজেই ধোঁকা খেয়ো না।"

— আবূ বকর সিদ্দীক (রাদি.)

সূত্র: শারহ সাহিহীল বুখারী, ইবনু বাত্তাল, ১৯/২৬৭

Wafilife

06 Nov, 08:02


"ঈমানের পর বান্দাকে যদি দামী কিছু দেওয়া হয়, তাহলে সেটা হবে ধৈর্য। এটা হলো সেই ধৈর্য, যা ক্ষতির সময় ধরা লাগে, বিপদ আপদের সময় লাগে, ফিতনার সময় লাগে।"
.
— ইবরাহীম আত-তাইমী (রহ.)

সূত্র: আস-সবর, ১/২৮

Wafilife

05 Nov, 08:03


"আমি কি তোমাদের বলব, দান সদকা এবং রোজা রাখার চেয়েও উত্তম কাজ কোনটা? সেটা হলো, মানুষের ঝগড়া বিবাদ হলে মিটমাট করে দেওয়া।"
.
— সাহাবী আবূ দারদা (রাদি.)

সূত্র: আল-আদাবুল মুফরাদ, ৪১২

Wafilife

04 Nov, 08:03


"দুনিয়ার লালসার কাছে যে হার মেনে যায়, দুনিয়াদারদের কাছে একদিন সে মাথা নত করতে বাধ্য হবে।"
.
— ইমাম শাফেয়ি (রহ.)

সূত্র: আল-মাজমুঊ, ১/১৩

Wafilife

03 Nov, 08:02


"আল্লাহ তোমাকে যা দিয়েছে, তাতে সন্তুষ্ট থাকো। তাহলে মানুষের মধ্যে তুমি সবচেয়ে ধনী হতে পারবে।"

— সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদ্বি.)

সূত্র: আয-যুহদ, ইবনু আবিদ দুনইয়া, ১৩১

Wafilife

02 Nov, 08:03


"মনে রেখো, যে গুনাহ তোমার চোখে যত তুচ্ছ হবে, সে গুনাহ আল্লাহর কাছে তত বড় হবে। আর যে গুনাহ তোমার চোখে যত বড় হবে, সেই গুনাহ আল্লাহর কাছে তত তুচ্ছ হবে।"

— ফুদাইল বিন ইয়াদ (রহ.)

সূত্র: শুআবুল ঈমান, ৪২৮/৫

Wafilife

01 Nov, 08:01


"তোমার যদি এমন একজন বন্ধু থাকে, যে তোমাকে দ্বীনের পথে ডাকে, তাহলে তাকে শক্ত করে ধরে রাখো। কারণ, ভালো বন্ধুত্ব ধরে রাখার চেয়ে খুঁয়ে ফেলা সহজ।"

— ইমাম শাফেয়ী (রহ.)

সূত্র: হিলইয়াতুল আউলিয়া, ৪/১০১

Wafilife

31 Oct, 08:03


"দুনিয়ার ধন-দৌলত আল্লাহ যাকে খুশী তাকে দেন। প্রিয়-অপ্রিয় যে কেউ হতে পারে। কিন্তু ঈমান শুধু তাকেই দেন, যাকে তিনি ভালোবাসেন।"
.
— সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদ্বি.)
.
সূত্র: আয-যুহদ, ইবনু আবিদ দুনইয়া, ১৪৯

Wafilife

30 Oct, 15:03


আল্লাহর সুন্দর নামগুলো জানার উপকারিতা
.
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
"আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে, যে কেউ এগুলো মুখস্থ করবে (শিখবে/বুঝবে) সে জান্নাতে প্রবেশ করবে।" (বুখারী ২৭৩৬, মুসলিম ২৬৭৭)
.
🌟 আরও কিছু ফায়দা:
-----------------------
— ইমাম ইবনু তাইমিয়্যাহ (রহ.) বলেন, "যে ব্যক্তি আল্লাহর নামগুলো অর্থসহ জানে এবং সেগুলোতে বিশ্বাস রাখে, তার ঈমান সেই ব্যক্তির তুলনায় অধিক পরিপূর্ণ হবে, যে শুধু সাধারণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে।" (মাজমু আল-ফাতাওয়া ৭/২৩৪)
.
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, "যে ব্যক্তি আল্লাহর নাম, গুণাবলি এবং কর্ম সম্পর্কে জানবে, সে নিঃসন্দেহে আল্লাহকে ভালোবাসবে।" (আল-জাওয়াব আস-শাফি, ৯৯)
.
🔖 কর্মপরিকল্পনা:
-----------------------
— আল্লাহর নামগুলো অর্থসহ পড়বো, বোঝার চেষ্টা করব এবং চিন্তাভাবনা করব। অন্যদেরও শেখাবো।
.
— আল্লাহর গুণবাচক নামগুলো দুআয় ব্যবহার করব। এগুলো দিয়ে তাঁকে ডাকবো; যাতে দুআ কবুলের সম্ভাবনা বেড়ে যায়। যেমন, ইয়া হায়্যু, ইয়া কাইয়্যূম ইত্যাদি।
.
— আল্লাহকে নামের শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করব। যেমন, বিপদে পড়লে বা হতাশ লাগলে আস-সাবূর, আন-নাছীর; গুনাহ হয়ে গেলে আর-রহমান, আল-গফফার; নিজের মধ্যে অহংকার বা আত্মতৃপ্তি কাজ করলে আল-আযীয, আল-মুতাকাব্বির, এমন যত নাম আল্লাহর আছে, নিজের প্রেক্ষাপট অনুযায়ী সেগুলোর শিক্ষা স্মরণ করব।
.
📚 বই সাজেশন:
-----------------------
— তিনিই আমার রব সিরিজ (সমকালীন)
— তাঁর পরিচয় (সিয়ান)
— আল্লাহর সুন্দর নামসমূহ (পেনফিল্ড)
— অনুভবে আল্লাহর নামবৈচিত্র (ঋদ্ধ প্রকাশন)

Wafilife

30 Oct, 08:03


ইমাম বুখারি রহ. বলেছেন,

"আমি আমার বই সহীহ বুখারীতে প্রত্যেকটি হাদীস যুক্ত করার আগে প্রথমে গোসল করেছি, তারপর দুই রাকাত নামাজ আদায় করে এরপর লিখতে বসেছি।" তিনি আরও বলেন, "আমি ষোল বছর ধরে এই বইটি সংকলন করেছি এবং আমি এটাকে আমার ও আল্লাহর মধ্যকার একটি প্রমাণ হিসেবে রেখেছি।"

সূত্র: সিয়ান আলাম আন-নুবালা, ১২/৪০২

Wafilife

29 Oct, 08:02


"বান্দার জীবনে সবচেয়ে ফযিলতপূর্ণ দিন হচ্ছে, যেদিন সে আল্লাহর কাছে তাওবাহ করে এবং আল্লাহও বান্দার তাওবাহ কবুল করে নেন।"

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
সূত্র: যাদুল মাআদ, ৩/৫১২

Wafilife

28 Oct, 08:02


"তোমরা সন্তানদেরকে নামাজ এবং ভালো কাজের মাধ্যমে হেফাজত করো। তবে মনে রেখো, ভালো কাজ অভ্যাসের বিষয়। অভ্যাস পরিণত করা ছাড়া এটা বেশিদিন ধরে রাখা যায় না।"

— সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদি.)

সূত্র: আল-মুজামুল কাবির, ৯১৫৫

Wafilife

27 Oct, 08:03


"গান-বাদ্য অন্তর দূষিত করে, রবের ক্রোধ ডেকে আনে।"

— আত-তাহহাক (রহ.)
সূত্র: রুহুল মাআনি, ২১/৬৮

Wafilife

26 Oct, 08:03


"গায়রে মাহরাম নারীর সাথে একান্তে অবস্থান করো না। এমনকি তাকে তুমি আল্লাহর কালাম শেখাবে—এই অজুহাতেও না।"

— মায়মুন বিন মিহরান (রহ.)

সূত্র: আল-আদাবুশ শারইয়াহ, ২/১৮

Wafilife

25 Oct, 08:03


"তোমার অন্তরকে যদি পবিত্র রাখতে চাও, তাহলে তোমার জিহ্বাকে পবিত্র রাখো।"

— আহমাদ ইবনু আসীম (রহ.)

সূত্র: তবাক্বাতুল আউলিয়া, ৪৬

Wafilife

24 Oct, 08:04


"জান্নাতবাসীদেরকে যখন জান্নাতের দিকে প্রথম নিয়ে আসা হবে, তখন দরজায় পৌঁছে তারা একটি গাছ দেখতে পাবে। সেই গাছের গুঁড়িতে থাকবে দুটি ঝরনা।

একটি থেকে তারা পান করবে, সাথে সাথে তাদের অন্তর থেকে যাবতীয় বিদ্বেষ দূর হয়ে যাবে। এটাই হলো ’শরাবে তহুর’ বা পবিত্র পানীয়।

আর অন্যটিতে তারা গোসল করবে। তখন তাদের শরীরে ’নাদ্বরাতুন নাঈম’ বা সুখের লাবণ্য ফুটে উঠবে। এরপর আর কখনো তারা উসকো-খুসকো হবে না, অপরিচ্ছন্ন হবে না।"

— সুদ্দী (রাহিমাহুল্লাহ)

সূত্র: তাফসীরুত ত্বাবারী, ১০/১৯৯

Wafilife

23 Oct, 08:04


"আসল তাওবাহ হয় কাজে-কর্মে বাস্তবায়নের মাধ্যমে এবং কৃত গুনাহ থেকে ফিরে আসার মাধ্যমে। শুধু মুখে মুখে তাওবার নাম তাওবা না।"

— তাবেয়ি আলি ইবনু হুসাইন (রহ.)

সূত্র: আত-তাওবাহ, ইবনু আবিদ দুনইয়া, ৫৭

Wafilife

22 Oct, 08:03


"যে মুমিন বান্দা আল্লাহর সাথে সৎ থাকে, মানুষের মাঝে তার জীবনধারা হয় সবচেয়ে সেরা, মানসিকতা হয় সবচেয়ে উন্নত, মনের দিক থেকে সবচেয়ে ধনী এবং অন্তরের দিক থেকে সবচেয়ে সুখী...আসল জান্নাতে প্রবেশের আগেই সে জান্নাতে বাস করতে থাকে।"

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)

সূত্র: আদ-দাউ ওয়াদ-দাওয়াহ, ১/৪৫৯

Wafilife

21 Oct, 08:04


"শেষ সময়ে এক শ্রেণির মানুষ আসবে, যারা বাহিরে থেকে ভাই ভাই, কিন্তু ভিতরে ভিতরে শত্রুতা পোষণ করে ।"

— ফুদায়েল ইবনু ইয়াদ (রহ.)

সূত্র: সিয়ার সালাফ আস-সালিহীন, ১১০৩৩

Wafilife

20 Oct, 08:02


"গুনাহের পরিমাণ কমিয়ে ফেলো। কারণ, আল্লাহর সাথে কম গুনাহ নিয়ে সাক্ষাতের চেয়ে উত্তম সাক্ষাৎ নেই ।"

— উম্মুল মুমিনীন আয়েশা (রাদ্বি.)

সূত্র: আয-যুহদ লি ওয়াকী, ২/৫৩৫

Wafilife

19 Oct, 08:02


"কবিরা গুনাহ মাফের একটি উপায় হলো, মা-বাবার প্রতি দায়িত্ববান হওয়া।"

— ইমাম আহমাদ ইবনু হাম্বল (রহ.)

সূত্র: আল-আদাবুস শারিয়াহ, ১/৪৬৩

Wafilife

18 Oct, 04:03


"অপরাধ যখন প্রকাশ্যে হয় এবং মানুষের মাঝে তা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়, তখন আল্লাহ তাআলা তাদের ওপর বিভিন্ন বিপদ-আপদ চাপিয়ে দেন।"

— আবু বকর সিদ্দীক (রাদ্বি.)

সূত্র: আয-যুহদ, ইমাম আবূ দাউদ, ৪১

Wafilife

17 Oct, 08:03


"মানুষের চিন্তায় নিজেকে ব্যস্ত করে ফেলো না। তাহলে নিজেরই ক্ষতি হবে। বরং আল্লাহর চিন্তায় নিজেকে ব্যস্ত রাখো। তাহলে রহমত পাবে।"

— উমার ইবনুল খাত্তাব (রাদ্বি.)

সূত্র: মাউসুয়াহ ইবনি আবীদ দুনইয়া, ৭/১৩৭

Wafilife

16 Oct, 08:04


"জমিনবাসিদের প্রতি দয়াবান হও, তাহলে আসমানে যিনি আছেন, তিনি তোমার প্রতি দয়া করবেন।"

— সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদি.)

সূত্র: আয-যুহদ, ইমাম আহমাদ, ৮৮০

Wafilife

15 Oct, 08:02


পড়া শেষ করার পর বইয়ের কথাগুলো ভুলে যান?

তা হলে এই ১০টা টিপস আপনার জন্য:
.
📖ড়ার সময় নোট মাস্ট: পড়ার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখুন। আলসেমি ঝেড়ে যদি এই ছোট্ট কাজটা করতে পারেন, দেখবেন অনেক জটিল বিষয়ও আপনার মনে রাখতে সহজ হচ্ছে।
.
📖 বইয়ের সারসংক্ষেপ লিখুন: পড়া শেষ হলেই বই রেখে দেবেন না। নিজের ভাষায় একটি সংক্ষিপ্ত সারমর্ম লিখে ফেলুন। প্রয়োজনে বইয়ের সহায়তা নিয়ে লিখুন। এটি শেখা বিষয়গুলোকে পোক্ত করবে।
.
📖 গুরুত্বপূর্ণ অংশ পুনরায় পড়ুন: একটি ভালো বই কখনই একবার পড়ে আপনি সবটুকু নিতে পারবেন না। আবার বার বার আদ্যোপান্ত পড়াও অনেকের জন্য সময়সাপেক্ষ ব্যাপার। এজন্য উত্তম হচ্ছে, হাইলাইট বা মার্ক করা অংশগুলো পুনরায় পড়া।
.
📖 কাউকে শেখান: নতুন কিছু শিখলে সেটা আপনার বন্ধু বা পরিবারের কাউকে বোঝান। পড়া ও শেখানোর মধ্যে থাকলে আপনার হৃদয়ে পঠিত বিষয়গুলো গেঁথে যাবে।
.
📖 মাইন্ড ম্যাপিং: একটি অধ্যায় শেষ করলে বইটা বন্ধ করে একটু ভাবুন। কী কী পড়লেন, মূল পয়েন্টগুলো নিয়ে চিন্তা করুন। একটার সাথে আরেকটার সম্পর্ক নির্ণয় করুন। এই কাজটা পুরো বই শেষ করেও করতে পারেন।
.
📖 স্পেসড রিভিউ টেকনিক: সব একবারে পড়ার পরিবর্তে নির্দিষ্ট বিরতিতে পড়ুন। বিশেষ করে নতুন নতুন কন্সেপ্টগুলোতে বিরতীতে দিন। এটা লম্বা সময় মনে রাখার ক্ষমতা বাড়ায়।
.
📖 অন্যদের সাথে আলোচনা করুন: বুকস রিডিং ক্লাব বা গ্রুপে যুক্ত হোন। সেখানে আপনার পড়া বইগুলো নিয়ে কথা বলুন, কলাম লিখুন।
.
📖 শেখা বিষয়গুলো কাজে প্রয়োগ করুন: বইয়ের ধারণাগুলো বাস্তবজীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। মস্তিষ্কে শুধু information দেয়ার মধ্যে খুব একটা ফায়দা নেই। কাজে পরিণত করলে বিষয়গুলো আরও দৃঢ় হয়।
.
এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আপনার বই পড়া আরও ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ।

Wafilife

14 Oct, 12:33


ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) অসুস্থ অন্তরের ৭টি বৈশিষ্ট্যের আলোচনা করেছেন-
.
(১) অসুস্থ অন্তরে গুনাহ করার পরেও খারাপ লাগা কাজ করে না, অনুশোচনা জাগে না

(২) অসুস্থ অন্তর গুনাহ করতে পেরে আনন্দিত হয়, প্রশান্তি অনুভব করে

(৩) সে গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়ে থাকে

(৪) হক অপছন্দ করে এবং হকের সামনে আত্মসমর্পণ করতে তার কষ্ট হয়

(৫) নেককার সাথে অবস্থান করলে তার অস্বস্থি লাগে, অন্যদিকে গুনাহগারদের সাথে থাকতে ভালো লাগে

(৬) সংশয়পূর্ণ বিষয়ে আগ্রহ অনুভব করে, কুরআন পড়া এবং অন্যান্য উপকারী কিছু করার চেয়ে সংশয়পূর্ণ জিনিস নিয়ে তর্ক-বিতর্ক করতে পছন্দ করে

(৭) নসিহা, উপদেশ শুনলে অসুস্থ অন্তর সাড়া দেয় না
.
সূত্র: লিগাছাতুল লাহফা, খণ্ড ১, পৃঃ ৫৪৮

Wafilife

13 Oct, 08:03


"জ্ঞান শেখার আগে সৎ হতে শেখো। নয়ত এই জ্ঞানকে ব্যবহার করেই ভবিষ্যতে অন্যায় কাজ করবে।"

— ইমাম আওযাঈ (রহ.)

সূত্র: আল-জামিঈ আখলাক আর-রাঈ, ১/৩০৪

Wafilife

12 Oct, 08:02


"একজন সাহাবীকে নিয়েও যদি দেখো কেউ কটু কথা বলছে, নিশ্চিত থেকো তার ইসলামে ঝামেলা আছে।"

— ইমাম আহমাদ (রহ.)

সূত্র: আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ৮/১৪২

Wafilife

11 Oct, 08:03


— 'ইমাম আহমাদ, আপনি মিথ্যুকদের চিনেন কীভাবে?'

— 'তাদের ওয়াদা দেখে। কারণ, তারা ওয়াদার বরখেলাপ করে।'

সূত্র: আদাবুল ইমলা, ৪০

Wafilife

10 Oct, 08:02


'একটা সময় আসবে, যখন মানুষের অন্তর মরে যাবে, শুধু রক্ত মাংসের দেহটাই অবশিষ্ট থাকবে।"

— সুফইয়ান সাওরি (রহ.)

সূত্র: হিলইয়াতুল আউলিয়া, ৭/৮২

Wafilife

09 Oct, 03:46


"বান্দা যতক্ষণ আল্লাহকে মন থেকে স্মরণ করে, ততক্ষণ সে (নফল) নামাজের মধ্যে থাকে। এমনকি সে তখন বাজারে উপস্থিত থাকলেও।"

— মাসরূক (রহ.)

সূত্র: মুসান্নাফ ইবনে আবি শাইবাহ, ৩০০৮১

Wafilife

08 Oct, 03:46


"আল্লাহ যদি কাউকে পরিত্যাগ করেন, তার মুখ থেকে তখন অহেতুক কথা বের হয়।"

— মারুফ আল-কারখি (রহ.)

সূত্র: হিলইয়াতুল আউলিয়া, ৮/৩৬১

Wafilife

07 Oct, 03:46


"যে মানুষের সামনে গুনাহ করতে লজ্জা পায় না, সে আল্লাহর সামনেও লজ্জা পায় না।"

— সাহাবী যায়েদ বিন ছাবিত (রাদ্বি.)

সূত্র: সিয়ার আলামিল নুবালা, ২/৪৩৯