Sky Force @skyforce2023 Channel on Telegram

Sky Force

@skyforce2023


বিশ্বজুড়ে বিভিন্ন সামরিক সংঘাত, অস্ত্র-শস্ত্র নিয়ে জানতে আমাদের সঙ্গে থাকুন।

Sky Force (Bengali)

Sky Force নামক চ্যানেলে আপনাদের স্বাগতম! এই চ্যানেলে skyforce2023 ইউজারনেম সহ, বিশ্বজুড়ে বিভিন্ন সামরিক সংঘাত, অস্ত্র-শস্ত্র সম্পর্কে প্রতি সময় নতুন তথ্য এবং সংবাদ শেখানো হয়। এখানে আপনি সামরিক বিষয়াবলীতে অবদান রাখতে পারবেন, এবং অস্ত্র-শস্ত্র সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। আমাদের সঙ্গে থাকুন এবং আপনার সামরিক জ্ঞান প্রশস্ত করুন।

Sky Force

12 Feb, 09:41


একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, স্বৈরাচারদের পোষা পেয়াদাদের দ্বারা পরিচালিত সকল ধরনের অবৈধ টর্চার সেল ও গুম করে রাখার জায়গাকে সামষ্টিকভাবে এখন "আয়নাঘর" নামে আখ্যা দেওয়া হয়। নামটি জনপ্রিয় হয়ে গেছে। অনেকটা ব্র‍্যান্ডের রূপ নিয়েছে। কিন্তু "আয়নাঘর" প্রকৃতপক্ষে সশস্ত্র বাহিনীর গোয়েন্দা DGFI এর গুমখানা সমূহের ছদ্মনাম। আয়নাঘর একক কোন ভবন নয়। এটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক জায়গায়। ঢাকা সেনানিবাসেই এরকম একাধিক আয়নাঘর রয়েছে বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে ইতোপূর্বেই। আজ যেটি পরিদর্শন করা হয়েছে, সেটি মূলত র‍্যাবের গুমখানা। যেখানে বিনা ওয়ারেন্টে ধরে নিয়ে যেয়ে মাসের পর মাস, বছরের পর বছর মানুষকে গুম করে রাখা হতো।
কিছু নিউজ যেটুকু দেখলাম, সেনাবাহিনীর "ভাবমূর্তি" ক্ষুণ্ণ হবে এই ছুতোয় সশস্ত্র বাহিনী DGFI এর গুমখানা জনসম্মুখে আনতে চাচ্ছে না। আজকে যেটা দেখানো হলো সেটা বলতে পারেন "আয়নাঘর Lite" ভার্সন ছিল। কিন্তু গুম-খুনকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া DGFI এর নিজস্ব, অরিজিনাল আয়নাঘরগুলো কিন্তু এখনো উন্মোচন করা হয়নি। এ বিষয়টা সবাই মাথায় রাখবেন।

Sky Force

12 Feb, 07:57


বন্দিঘর

Sky Force

12 Feb, 07:23


র‍্যাব-১ এর উত্তরা সদরদপ্তরের আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা এবং অন্যান্যরা। এখানেই দীর্ঘ প্রায় ৮ বছর আঁটকে রাখা হয়েছিল ব্যারিস্টার মির আহমাদ বিন কাসেম আরমানকে।

Sky Force

11 Feb, 17:04


১ ট্রিলিয়ন(১,০০০ বিলিয়ন) ডলারে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে ডেনমার্ক।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড নিয়ে যাওয়ার হুমকি-ধামকির বিপরীতে ডেনমার্কবাসী এমন পালটা প্রস্তাব দিল। ডেনমার্কের নাগরিকেরা মজা করে এ নিয়ে একটা পিটিশনের আয়োজন করেছে। যেখানে সে দেশের নাগরিকদের স্বাক্ষরের আহ্বান করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২ লক্ষাধিক মানুষ পিটিশনে স্বাক্ষর করেছে। আনুষ্ঠানিকভাবে ড্যানিশ সরকারের কাছে এই পিটিশন দাখিল করবে আয়োজকরা।

Sky Force

10 Feb, 18:48


এ কী মসিবতরে বাবা! 😵‍💫

Sky Force

08 Feb, 15:22


দোনেৎস্ক এ ইউক্রেন একটি রাশান সু-২৫ গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

Sky Force

08 Feb, 14:49


অ্যারো ইন্ডিয়া-২০২৫ উড়োযান প্রদর্শনীতে মুখোমুখি রাশান SU-57 এবং মার্কিন F-35 ।
লকহিড মার্টিন থেকে জানানো হয়েছে যে F-35 ডেমো ফ্লাইট পরিচালনা করবে না এ বছর। কেবল প্রদর্শনে অংশ নিবে। F-16 এর ব্যাপারেও একই কথা শোনা গেছে।

Sky Force

08 Feb, 10:26


ওভাল অফিসে ট্রাম্পের চেয়ারে বসে আছেন ইলন মাস্ক।
বিখ্যাত টাইম ম্যাগাজিনের নতুন প্রচ্ছদে এমনটাই দেখা যাচ্ছে।
*কেউ আবার আসল ছবি ভাববেন না। গ্রাফিক ডিজাইনের কাজ।
মূলত ট্রাম্পকে প্রকৃতপক্ষে চালাচ্ছে ইলন মাস্ক এমন বার্তা দিতে মজা করে এই প্রচ্ছদটি ডিজাইন করা হয়েছে সম্ভবত।

Sky Force

08 Feb, 10:20


সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ এবং অন্যান্য দুষ্কৃতকারীদের ধর‍তে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু।

Sky Force

08 Feb, 05:31


যুক্তরাষ্ট্রে আবারও উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত।

এবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা পাইলট ও ৯ যাত্রীর সবাই নিহত হয়েছেন। খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর মার্কিন বার্তা সংস্থা এপি’র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেরিং এয়ারের সিঙ্গেল-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি নরটন সাউন্ড এলাকার দিকে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।

এপির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর দুইটা ৩৭ মিনিটে ইউনালাকলিট থেকে ৯ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে বিমানটি। এটিই বিমানটির সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতা। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব ১৪০ মাইল। আর আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্বে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ।

Sky Force

08 Feb, 05:00


ইউক্রেনের পথে ফরাসি মিরাজ-২০০০ । পোল্যান্ডের আকাশ হয়ে ইউক্রেনে যাবার সময় ছবিটি তোলা হয়। ফ্রান্স ইউক্রেনকে মিরাজ-২০০০ যুদ্ধবিমানের প্রথম চালান হস্তান্তর করেছে। এছাড়া নেদারল্যান্ডস নতুন চালান পাঠিয়েছে F-16 এর।

Sky Force

07 Feb, 05:30


ইউক্রেনে উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ব্যালিস্টিক মিসাইলগুলো আগের চেয়ে ধারাবাহিকভাবে নির্ভুল হচ্ছে।

ইউক্রেনের সামরিক এবং সরকারি অন্তত দুটি উৎস থেকে এ কথা নিশ্চিত করা হয়েছে। বিশেষত গত ডিসেম্বর থেকে নিক্ষিপ্ত অন্তত ২০টি মিসাইল পর্যবেক্ষণ করে এমনটি জানিয়েছে তারা। মিসাইলগুলো এখন ৫০-১০০ মিটারের মধ্যে আঘাত করছে বলে তারা জানায়। যদিও ৫০-১০০ মিটার এই যুগে একটা মিসাইলের জন্য অনেক বড় Circular Error, তবে মিসাইলের এই নির্ভুলতা বৃদ্ধির হার যদি উপর্যুপরি অব্যাহত থাকে, তাহলে শীঘ্রই হয়তো আমরা পিনপয়েন্ট অ্যাকুরেসি দেখতে পাবো। যুদ্ধক্ষেত্রে বাস্তব প্রয়োগ উত্তর কোরিয়ার মিসাইল প্রযুক্তির জন্য সুবর্ণ সুযোগ হিসাবে ধরা দিয়েছে।
তথ্যসূত্র- রয়টার্স

Sky Force

06 Feb, 12:55


মধ্যপ্রদেশের শিবপুরিতে ভারতীয় বিমান বাহিনীর মিরাজ-২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত। পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

Sky Force

06 Feb, 05:57


ইরান সম্প্রতি তাদের বাভার-৩৭৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল নিক্ষেপ পরীক্ষা চালিয়েছে।
বাভার-৩৭৩ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূর পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রায় ২০০ কিলোমিটার দূরবর্তী এবং ২৭ কিলোমিটার উচ্চতায় উড়া লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই ব্যবস্থা। এটি রাশান S-300 এর উপর ভিত্তি করে নির্মিত বলে ধারণা করা যায়। ইরানীরা অবশ্য দাবি করে এটি S-400 এর সমকক্ষ।
গত বছর ইরানের উপর ইসরায়েলী যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত বেশ কিছু এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এই মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বলে মনে করা হয়।

Sky Force

06 Feb, 03:23


শতাধিক অবৈধ ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে দেশে পাঠিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। এ সময় C-17 গ্লোবমাস্টার সামরিক বিমান ব্যবহার করা হয়। এই যাত্রায় ফেরত পাঠানো অধিকাংশ লোক পাঞ্জাব, হরিয়ানার অধিবাসী ছিল। অন্তত ১৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিককে ফেরত পাঠাতে যাচ্ছে আমেরিকা।

Sky Force

05 Feb, 11:02


সেনাবাহিনী প্রধানের সাথে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এর সৌজন্য সাক্ষাৎ।

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ (বুধবার): আজ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল Mamadou Zephirin ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু'দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ'কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে, সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।
গত ৪ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে আসেন ৫ দিনের সফরে।

Sky Force

05 Feb, 06:22


অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজ, ১০ লাখ টাকা জরিমানা।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ভিয়েতনামের মালিকানাধীন ‘এমটি ডলফিন-১৯’ নামের জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় ঢুকে পড়ে। জাহাজটি জ্বালানি তেল নেওয়ার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কোস্টগার্ড আটক করে। বন্দরসচিব মো. ওমর ফারুক বলেন, জাহাজটি মোংলা বন্দরে যাওয়ার কথা ছিল; কিন্তু সেটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় চলে আসে। বন্দরের জলসীমায় এলে সেটি সংশ্লিষ্ট বন্দরকে অবহিত করতে হয়; কিন্তু এমটি ডলফিন সেটি না করায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

Sky Force

05 Feb, 05:58


আমেরিকার অপরাধীদেরকে এল সালভাদর তাদের নিজ দেশের বিশাল কারাগারে বন্দী রাখার প্রস্তাব দিয়েছে।

Sky Force

05 Feb, 05:47


গাজা ভূখন্ডের নিয়ন্ত্রণ নেবার অভিলাষ প্রকাশ করলেও ট্রাম্প মতামত দেন যে ভূখন্ডটিতে ইসরায়েলী দখলদারিত্ব প্রতিষ্ঠার প্রতি তার ঠিক সমর্থন নেই।

Sky Force

05 Feb, 05:40


ট্রাম্প আরও বলেন, "গাজা কিছুটা ফ্লোরিডার মিয়ামির মতো। চমৎকার জায়গা, কিন্তু দুঃখজনকভাবে মৃত্যুতে ভরপুর।"

Sky Force

05 Feb, 05:24


গাজা ভূখন্ডের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাংবাদিকের করা প্রশ্নের প্রেক্ষাপটে তিনি এমনটা বলেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডের দখল নেবে আর আমরা এটিকে নিয়ে একটি কাজও করবো। আমরা এটির মালিক হয়ে সেখানে থাকা বিপজ্জনক অবিস্ফোরিত সব বোমা ও অন্যান্য অস্ত্র ধ্বংস করার দায়িত্ব পালন করবো।" “যদি এটা প্রয়োজনীয় হয়, আমরা তা করবো, আমরা ভূখণ্ডটি দখল করতে যাচ্ছি, আমরা সেটির উন্নয়ন ঘটাতে যাচ্ছি, হাজার হাজার চাকরি তৈরি হবে আর এটি এমন কিছু হবে যার জন্য পুরো মধ্যপ্রাচ্য অত্যন্ত গর্বিত হতে পারে।"

“আমি একটি দীর্ঘমেয়াদি মালিকানার অবস্থান দেখতে পাচ্ছি আর এটি মধ্যপ্রাচ্যের ওই অংশে ব্যাপক স্থিতিশীলতা নিয়ে আসবে।”

তিনি জানান, তিনি এ ধারণা নিয়ে ওই অঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলেছেন আর তারা এতে সমর্থন জানিয়েছেন।

ট্রাম্পের এই কথার পর সৌদি সহ মধ্যপ্রাচ্যের অন্তত ৫টি দেশ তীব্র বিরোধীতা করেছে।

Sky Force

04 Feb, 02:49


কমেডি।

Sky Force

02 Feb, 14:39


কঙ্গোর গোমা অঞ্চলে তানজানিয়ার ২ শান্তিরক্ষী নিহত হয়েছে M23 বিদ্রোহীদের হামলায়। বিদ্রোহীদের সাথে চলতি সংঘর্ষে এ পর্যন্ত ২০জন শান্তিরক্ষী মারা গেছেন।

Sky Force

02 Feb, 11:35


মানব পাচার চক্রের শিকার আরেক বাংলাদেশি নাগরিক সোহান। যিনি রাশিয়ার অধীনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়েছেন।
কেউ যদি স্বেচ্ছায় ভাড়াটে সৈনিক হিসাবে যুদ্ধে অংশ নেয়, তবে সেটা ঠিক আছে। কিন্তু এভাবে মানব পাচারকারী দালালদের সাথে আঁতাত করে ধোঁকা দেওয়ার কোনো ন্যায়সঙ্গত যুক্তি থাকতে পারে না। সম্পূর্ণ অবৈধভাবে বিদেশি নাগরিকদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো সভ্যতার মধ্যে পড়ে না।

Sky Force

02 Feb, 03:24


সুদানে বাজারে হামলায় নিহত ৫৬
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় ৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে আরএসএফ একটি বিবৃতিতে দিয়ে এই হামলায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ অস্বীকার করেছে। তারা এ হামলার জন্য তাদের প্রতিপক্ষ সেনাবাহিনীকে দায়ী করেছে।

Sky Force

01 Feb, 14:08


রুশ বাহিনীর হাতে বিক্রি হয়ে ইউক্রেনের হামলায় প্রাণ হারালেন নাটোরের যুবক।

রাঁধুনী ও পরিচ্ছন্নতা কর্মীর কাজে রাশিয়া গিয়েছিলেন নাটোরের হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী। কিন্তু দালাল তাদের রুশ সেনাবাহিনীর হাতে বিক্রি করে দেয়। পরে ইউক্রেনের হামলায় প্রাণ হারিয়েছেন হুমায়ুন কবির।
প্রতিবেশী পরশ জানান, দারিদ্র দূর করতে হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী নওগাঁ জেলার আবুল হাসানের ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের মাধ্যমে ১৩ লাখ টাকায় রাশিয়ায় সেনাবাহিনীর রাঁধুনী ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যাওয়ার চুক্তি করেন। পরবর্তীতে আরও ৬ লাখ টাকা নেয়া হয়।
অক্টোবরের শেষ সপ্তাহে তাদের প্রথমে সৌদি আরবে নেয়া হয়। সেখানে দুই মাস রাখার পর ডিসেম্বরের শেষ সপ্তাহে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে সেনানিবাসে চাকরির কথা বলে ২১ দিনের প্রশিক্ষণ দেয়া হয়। এরপর ২১ জানুয়ারি তাদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ২২ জানুয়ারি ইউক্রেনী হামলায় মারা যান হুমায়ুন কবির। বর্তমানে রহমত আলী দেশে ফেরার আকুতি জানাচ্ছেন।
©সময় নিউজ

Sky Force

01 Feb, 08:06


কুমিল্লায় এক রাজনৈতিক কর্মীকে বাড়ি থেকে বিনা ওয়ারেন্টে তুলে নিয়ে যায় কতিপয় সেনা সদস্য। ভয়াবহ শারীরিক নির্যাতনের পর তাকে ফেলে গেলে হাসপাতালে মৃত্যু হয় উক্ত লোকের। অপরাধীদের পরিচয় শেষ পর্যন্ত প্রকাশিত হবে কি না, তা সময়ই বলে দিবে।

কয়লা ধুইলেও ময়লা যায় না 🤷‍♂️

Sky Force

01 Feb, 05:52


আমেরিকার ফিলাডেলফিয়াতে রোগী পরিবহনের সময় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত।

Sky Force

31 Jan, 15:30


মিডিয়াতে আপনি রিপোর্ট দেখবেন, হামাসের আয় শত শত মিলিয়ন ডলার। তাদের নেতারা বিলাসবহুল জীবনযাপন করে।

এই হচ্ছে গত ২২ বছর ধরে সেই সংগঠনের মিলিটারি উইংয়ের নেতৃত্ব দেওয়া আবু খালেদ (মোহাম্মদ দেইফ)-এর বাসা।

এতদিন পর্যন্ত তার বাসা কেউ চিনত না। তার স্ত্রীকে কেউ চিনত না। তার স্ত্রীর পরিচয় ছিল উম্ম ফাওয়াজ।

গতকাল দেইফের মৃত্যুর পর তার স্ত্রী স্বনামে ফিরেছে - উম্ম খালেদ। আজ সাংবাদিকরা তার বাসায় যাচ্ছে সাক্ষাৎকার নিতে।

গিয়ে দেখতে পাচ্ছে, এই হচ্ছে তাদের লাইফস্টাইল। অ্যাভারেজ গাযাবাসীর চেয়েও খারাপ।

এই হচ্ছে হামাস। এই হচ্ছে হামাসের নেতারা। এই হচ্ছে এত ধ্বংসযজ্ঞের পরেও তাদের জনপ্রিয়তা ধরে রাখার একাধিক কারণের একটা।
©মোজাম্মেল হোসাইন ত্বোহা
(সম্পাদিত ও পরিমার্জিত)

Sky Force

31 Jan, 10:20


গাজা ভূখন্ডের সঙ্গে মিসরের রাফাহ বর্ডার ক্রসিং আজ থেকে খুলে দেওয়া হবে।

Sky Force

31 Jan, 06:01


ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে লিয়াম হাজি নামক এক ইসরায়েলী সেনা নিহত। আহত আরও ৫।

Sky Force

31 Jan, 05:59


"যদি আলকায়েদা এবং আইসিস আফগানিস্তানে শিকড় গাড়ে, তাহলে সেখানে আমাদের আবার ফিরে যেতে হবে এবং তাদেরকে উৎপাটন কর‍তে হবে।"

-মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স এর পরিচালক তুলসি গ্যাবার্ড।

Sky Force

30 Jan, 05:18


রোনাল্ড রিগ্যান আন্তর্জাতিক বিমান বন্দরে একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে মাঝ আকাশে। উভয় উড়োযান বিধ্বস্ত। হেলিকপ্টারে ৩জন এবং যাত্রীবাহী বিমানে অন্তত ৬৪জন আরোহী ছিলেন। কপ্টারটি পাশের পটোম্যাক নদীতে পড়ে গেছে।

Sky Force

29 Jan, 15:09


গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা-এর প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে M-23 বিদ্রোহীরা। এই বিদ্রোহীরা রুয়ান্ডার মদদপুষ্ট বলে অনেকদিন ধরে অভিযোগ করে আসছে সেখানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী। এমনকি সাম্প্রতিক দখলকৃত গোমায় হাজার হাজার রুয়ান্ডার সেনা সদস্য বিদ্রোহীদের সঙ্গে প্রবেশ করেছে বলে তারা জানিয়েছে। ইতোমধ্যে লক্ষাধিক অধিবাসী বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। গোমা অঞ্চলটি বিপুল পরিমাণ খনিজ সম্পদে ভরপুর।

Sky Force

29 Jan, 14:51


সিরিয়ার কুর্দি বিচ্ছিন্নতাবাদী SDF দুটি তুর্কি ফিরতিনা সেল্ফ প্রোপেল্ড হাউইটজারে FPV ড্রোন হামলা চালিয়েছে।

Sky Force

29 Jan, 05:18


সিরিয়া থেকে সহস্রাধিক মার্কিন সামরিক সদস্যকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল সরকারকে এ বিষয়ে জানিয়েছেন ট্রাম্প।

Sky Force

29 Jan, 04:53


আলাস্কার আকাশ থেকে খসে পড়লো মার্কিন F-35A । পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বিধ্বস্ত হবার কারণ এখনো অজানা। তবে যেভাবে পাতার মতো সোজা পতিত হচ্ছে, সম্ভবত ইঞ্জিন অকার্যকর হয়ে গিয়েছিল মাঝ আকাশে।

Sky Force

28 Jan, 03:16


এজেন্সির প্রতারণার শিকার এই বাংলাদেশিরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে বাধ্য হয়।
বিস্তারিত- https://www.kalerkantho.com/print-edition/first-page/2025/01/28/1473770

Sky Force

27 Jan, 16:59


রাখাইন-ইয়োমা পর্বতমালার একাধিক সেনা ক্যাম্প দখলে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। এছাড়া রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় তীব্র লড়াই চালাচ্ছে তারা জান্তা সেনাদের বিরুদ্ধে।

Sky Force

24 Jan, 12:34


ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন।

Sky Force

24 Jan, 12:10


😎😎😎

Sky Force

24 Jan, 04:22


জেলেন্সকি রাশিয়ার সাথে আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে যত দ্রুত সম্ভব পুতিনের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ করার ইচ্ছাপোষণ করেছেন ট্রাম্প।
জেলেন্সকি রাশিয়াকে ২০২২ সালের পূর্বের সীমানায় ফিরে যাওয়ার আহ্বান করেছেন আলোচনা ফলপ্রসূ করার জন্য।

Sky Force

24 Jan, 04:01


হামাস নেতা হুসেইন ফাইয়াদ। যাকে গত মে মাসে ইসরায়েল হত্যা করেছিল বলে দাবি উঠেছিল। সে জীবিত অবস্থায় আত্মপ্রকাশ করেছে। ভিডিওতে এক জানাজায় তাকে সাংবাদিকদের সামনে কথা বলতে দেখা গেছে। ফাইয়াদ হামাসের বেইত হানুন ব্যাটালিয়নের কমান্ডার হিসাবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেছেন।

Sky Force

23 Jan, 13:56


৩ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নানের বিরুদ্ধে | এমনকি তিনি তার দুই স্ত্রীকে ৪০ কোটি টাকা ব্যয় করে গুলশানে ফ্ল্যাট উপহার দিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে | এই দাবি করা হচ্ছে যে তিনি বিমানবাহিনীর ৩ বছরের বাজেটের প্রায় ২৫ ভাগ টাকা আত্মসাৎ করেছেন |

©Desh Tv

Sky Force

22 Jan, 14:47


তালেবানকে আফগানিস্তানে ফেলে যাওয়া ৭ বিলিয়ন ডলার সমমূল্যের আমেরিকান অস্ত্র ফেরত দেওয়ার দাবি করেছেন সদ্য ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প।
তালেবান দাবিটি প্রত্যাখান করেছে। উলটো আইসিস জঙ্গি গোষ্ঠীকে মোকাবিলা করতে আমেরিকার নিকট আরও অস্ত্রসস্ত্র আবদার করেছে তারা।

Sky Force

21 Jan, 03:39


ট্রাম্প: খেলা হবে 🤘

Sky Force

20 Jan, 17:21


২য় মেয়াদের শপথ গ্রহণ করলেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Sky Force

20 Jan, 11:32


চীনা সার্কাজম। কীসের রেফারেন্স আশা করি বলা লাগবে না।

Sky Force

20 Jan, 09:34


ট্রাম্প ক্ষমতা গ্রহনের প্রথম কার্যদিবসে মেক্সিকান কার্টেলকে বৈদেশিক সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করবে বলে ঘোষণা দিয়েছে।
ট্রাম্প ইতোপূর্বে বলেছিল যে মেক্সিকোতে ঢুকে সেখানকার মাদক উৎপাদনকারী ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে আমেরিকান সৈন্যরা। মেক্সিকোকে আমেরিকায় অন্তর্ভুক্ত করার কথা বলেও বিতর্কের জন্ম দিয়েছে ট্রাম্প।

Sky Force

20 Jan, 08:55


কী চয়েসরে বাবা। আনসারের খাকি রঙের ইউনিফর্মটা তাও কিছুটা চলে। যদিও দেখতে পাক-ভারতীয় বিভিন্ন রাজ্যের পুলিশের সাথে মিলে গেছে।
রুচির দুর্ভিক্ষ।

Sky Force

20 Jan, 05:31


গাজা যুদ্ধে ক্ষয়ক্ষতি

ইসরায়েল সরকারি তথ্য মতে, ২০২৩ এর ৭ অক্টোবর হতে মোট ৮৪০জন সৈন্য হারিয়েছে তারা। এদের মধ্যে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে মারা গেছে অন্তত ৫৬ জন। যুদ্ধে আহত হয়েছে প্রায় ১৪ হাজার সদস্য। এই দেড় বছরে খরচ হয়েছে ৪১ বিলিয়ন মার্কিন ডলার।
আমেরিকার তথ্যমতে, হামাস প্রায় ৮ হাজার সদস্য হারিয়েছে যুদ্ধে। যদিও প্রায় একই সংখ্যক নতুন সদস্য সশস্ত্র সংগঠনটিতে যোগ দিয়েছে এ সময়।
হিজবুল্লাহর ২,৭০০ সদস্য হত্যার কথা দাবি করেছে ইসরায়েল তবে লেবানন সরকার জানিয়েছে যে মৃতদের অধিকাংশই নিরস্ত্র সাধারণ নাগরিক। ইসরায়েলী আক্রমণে হিজবুল্লাহ ছাড়াও লেবানন সেনাবাহিনীর অন্তত ৪১জন সেনা মারা গেছে।

উল্লেখ্য, সংখ্যাগুলো উক্ত দেশগুলোর কর্তৃপক্ষের বরাতে পাওয়া তাই প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা সম্ভব হয়নি।

Sky Force

20 Jan, 05:12


ভালোবাসার বন্ধনে ছেদ ঘটানোয় বিজিবি জওয়ানদের ধিক্কার জানাই।

Sky Force

19 Jan, 11:55


প্রায় দেড় বছরের যুদ্ধে চলা ধ্বংসযজ্ঞের পর গাজা ভূখন্ড।

Sky Force

19 Jan, 11:38


একাধিক ইসরায়েলী সেনা ইউনিট গাজা ভূখন্ড ছেড়ে গিয়েছে ইতোমধ্যে। ধাপে ধাপে বাকি সেনা ইউনিট প্রত্যাহার করে নিবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী।

Sky Force

19 Jan, 11:23


গাজা ভূখন্ডে ধ্বংস হওয়া বিভিন্ন ইসরায়েলী সশস্ত্র বাহন। স্থানীয় অধিবাসীরা তাদের ধ্বংসপ্রাপ্ত বাসস্থানে ফিরে এসে এসব দেখতে পায়।

Sky Force

27 Dec, 16:14


জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সদরদপ্তরে আরাকান আর্মির চালানো উক্ত অভিযানের দারুণ ভিডিও রেকর্ড।

Sky Force

27 Dec, 15:52


রাখাইন রাজ্যে এক অভিযানের পর শতাধিক জান্তা সেনা সদস্যকে আটক করেছে আরাকান আর্মি বিদ্রোহীরা। আত্মসমর্পণকৃতদের মধ্যে সেনাবাহিনীর এক জেলা অধিনায়ক এবং তার ডেপুটি রয়েছে।

Sky Force

27 Dec, 15:41


বাংলাদেশ পুলিশের জন্য কেনা MI-171A2 হেলিকপ্টার রাশিয়াতে ডেলিভারি পূর্ব পরীক্ষা চলাকালে। প্রাথমিকভাবে এ মডেলের দুটি হেলিকপ্টার অর্ডার দেওয়া হয়েছিল।

Sky Force

27 Dec, 05:27


কিছু দাবি অনুযায়ী চীন গতকাল মূলত দুটি ভিন্ন নতুন ফাইটার জেট উড়িয়েছিল। এদের ডিজাইনে কিছু সূক্ষ্ম পার্থক্য দৃশ্যমান। ডানার আকার, ইনটার্নাল ওয়েপন বে-এর কথা বিশেষভাবে উল্লেখ করা যায়।

Sky Force

26 Dec, 15:48


ইয়েমেন জুড়ে হুথি অবস্থানে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে। রাজধানী সানা-এর বিমানবন্দর সহ হুদাইদাহ, সালিফ, রাস কানাতিস অঞ্চলে হুথিদের অবকাঠামো, নৌবন্দর, বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা হয়।

Sky Force

26 Dec, 10:00


৬ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে ইতোমধ্যে কাজ করছে বেশ কিছু দেশ। যুক্তরাজ্য, ইতালি "Tempest" ফাইটার নিয়ে উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। জাপান তাদের সাথে যুক্ত হয়ে Global Combat Air Programme (GCAP) ফাইটার বানানোর চেষ্টায় আছে। আমেরিকা তাদের ৬ষ্ঠ প্রজন্মের Next Generation Air Dominance(NGAD) নিয়ে কাজ করছে। তবে চীন সবাইকে তাক লাগিয়ে এত দ্রুত ৬ষ্ঠ প্রজন্মের বিমান উড়াবে তা কল্পনাতেও ছিল না অনেকের- যদি বিমানটি সত্যিই ৬ষ্ঠ প্রজন্মের হয়ে থাকে।

Sky Force

26 Dec, 09:44


কিছুটা স্পষ্ট ছবি। দেখতে ড্রোনের মতো। ককপিট ক্যানোপি সঠিক বোঝা যাচ্ছে না। কোন ধরনের উড়োযান তা জানতে আরও অপেক্ষা করা লাগবে।

Sky Force

26 Dec, 09:34


চীনের ৬ষ্ঠ প্রজন্মের ফাইটার জেট (টেকনলোজি ডেমোন্সট্রেটর) উড়তে দেখা গেছে। এমন শিরোনামের কিছু ভিডিও ভাইরাল হয়েছে।
এ ভিডিওতে J-20 এর পাশাপাশি নতুন বিমানটি উড়তে দেখা গেছে।

Sky Force

22 Dec, 04:03


ইয়েমেনের হুথিদের উপর বিমান হামলা চালানোর সময় লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর FA-18F সুপার হর্নেট ভূপাতিত হয়েছে স্বপক্ষের দ্বারা। বিমানটিকে হুথিদের ছোড়া মিসাইল ভেবে মার্কিন নৌবাহিনীর Ticonderoga ক্লাস ক্রুজার থেকে ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েছিল। এতে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। উভয় পাইলট জীবিত বেইল আউট করতে সক্ষম হয়েছে।
গত রাতে হুথিদের উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী।

Sky Force

16 Dec, 06:50


বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে।

Sky Force

13 Dec, 11:22


রাখাইন রাজ্যে বাংলাদেশ সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মংড়ু দখল নিয়েছে আরাকান আর্মি বিদ্রোহীরা। শহর রক্ষায় নিয়োজিত সরকারি জান্তা বাহিনীর ঘাঁটি আক্রমণ করতে অভিনব কৌশল অবলম্বন করে বিদ্রোহীরা। বিদ্রোহীদের এক তুখোড় দল মাটির নিচ দিয়ে টানা ৫৫ দিন খোঁড়াখুঁড়ি করে সুরঙ্গ তৈরি করে। এরপর সুরঙ্গ ব্যবহার করে ঘাঁটির ঠিক নিচ দিয়ে এসে অতর্কিতে হামলা চালায় তারা। হকচকিত সেনাদের হটিয়ে ঘাঁটির দখল নেওয়া হয়।

অন্যদিকে রোহিঙ্গাদের আরসা শেষ খবর পাওয়া পর্যন্ত সামরিক জান্তার পক্ষাবলম্বন করেছে। কিছু রোহিঙ্গা সেনাবাহিনীতে যোগ দিয়েছে বলেও স্থানীয় মাধ্যমগুলো কয়েক মাস আগে জানিয়েছিল।

Sky Force

13 Dec, 08:01


রাক্কায় আন্দোলনরতদের উপর PKK/YPG সদস্যদের গুলিবর্ষণ।

Sky Force

12 Dec, 02:28


আইএস জঙ্গী গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থীমন্ত্রী খলিলুর রহমান হাক্কানি সহ ৬জন মারা গেছে আফগানিস্তানে।

Sky Force

11 Dec, 14:51


গোলান মালভূমিতে সিরিয়ার আরেকটি এলাকা "অস্থায়ীভাবে দখল" নিয়েছে ইসরায়েল।

Sky Force

11 Dec, 08:04


আলেপ্পোতে সরকারি বাহিনীর উপর অভিযানের পূর্বে ইদলিবের HTS বিদ্রোহীদের সাহায্যে ২০জন FPV ড্রোন অপারেটর পাঠিয়েছিল ইউক্রেন। তাদের সাথে ১৫০টি ড্রোন পাঠানো হয়েছিল। তারা ইদলিবে ড্রোন ওয়ার্কশপও প্রতিষ্ঠা করেছে। যা কয়েকদিন আগে বিদ্রোহীদের প্রকাশিত ফুটেজে উন্মোচিত হয়।
মূলত রাশানদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বিদ্রোহীদের সহায়তার হাত বাড়িয়ে দেয় ইউক্রেন সরকার।
©ওয়াশিংটন পোস্ট

Sky Force

11 Dec, 07:46


বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন বহরে আমেরিকান বিমান এবং হেলিকপ্টার যুক্ত করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্স/ভিআইপি পরিবহনের জন্য মধ্যম পাল্লার King Air 360 মডেলের টার্বোপ্রোপ ইঞ্জিনচালিত বিমান কেনা হতে যাচ্ছে। ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এসব মধ্যম দূরবর্তী অঞ্চলে যাতায়াত করা যাবে এই বিমান দিয়ে।
অন্যদিকে Sikorsky কোম্পানির হেলিকপ্টার কেনা হবে যেগুলো মার্কিন প্রেসিডেন্ট ব্যবহার করেন (সেনাপ্রধানের ভাষ্যমতে)। সেক্ষেত্রে S-92 মডেলের হেলিকপ্টার আসবে। তবে UH-60 "ব্ল্যাক হক" হেলিকপ্টার আসার সম্ভাবনাও নাকচ করা যাচ্ছে না।

যেহেতু ভিআইপি মুভমেন্টের দিকটা মাথায় রেখেই এসব কেনাকাটা হতে যাচ্ছে, ব্ল্যাক হকের সম্ভাবনা তুলনামূলক কম। অন্তত যতটুকু তথ্য প্রকাশিত হয়েছে সে অনুসারে।

Sky Force

11 Dec, 06:06


দাইর আজ-জর শহর থেকে কুর্দি PKK/YPG পশ্চাদপসরণ করেছে স্থানীয়দের তীব্র বিক্ষোভে। সরকারি বাহিনী HTS এর হামলায় পিছু হটলে কুর্দিরা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছিল।

Sky Force

11 Dec, 06:02


ইউক্রেনে রাশান FPV ড্রোনের শিকারে পরিণত হওয়া আরেকটি আব্রামস ট্যাংক।

Sky Force

11 Dec, 05:43


লাতাকিয়া বন্দরে সিরীয় যুদ্ধজাহাজ ডুবানো সহ আরও বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলী হামলার ভিডিও ফুটেজ।

Sky Force

11 Dec, 05:25


কমেন্টে ধর্মযুদ্ধ বাঁধাবেন না। ভদ্রতা বজায় রাখুন, শব্দচয়ন সাবধানতার সঙ্গে করুন, অন্যদেরকে ব্যক্তিগত আক্রমণ পরিহার করুন। কর্মজীবনের ব্যস্ততার কারণে সকল পোস্টের কমেন্ট নজরে রাখা সম্ভব নয় এডমিনের পক্ষে। পরিস্থিতির উন্নতি না ঘটলে কমেন্ট সেকশন বন্ধ করতে বাধ্য হবো আমরা।

Sky Force

11 Dec, 03:59


কুনেইতরা সরকারি ভবনের অভ্যন্তরে আসাদের ছবি নিয়ে পোজ দিচ্ছে এক ইসরায়েলী সেনা।
শহরটি গোলান মালভূমির সিরিয়ার অংশ।

Sky Force

10 Dec, 12:31


ইসরায়েলী হামলায় লাতাকিয়া বন্দরে সিরিয়া নৌবাহিনীর জলযান ধ্বংস করার মূহুর্তের ভিডিও।

Sky Force

10 Dec, 12:30


ইসরায়েলী বিমান হামলায় ধ্বংস হওয়া সিরীয় মিগ-২৯ যুদ্ধবিমান। বাংকার বাস্টার বোমা দিয়ে নিরাপদ বাংকারে থাকা বিমানগুলো ধ্বংস করা হয়েছে।

Sky Force

10 Dec, 11:53


দামেস্কে সিরিয়ার গেজেল SA.342L হেলিকপ্টার যেগুলো ইসরায়েলী বিমান হামলায় ধ্বংস হয়েছে। পুরাতন হেলিকপ্টারগুলো উড়তে সক্ষম ছিল কি না তা নিশ্চিত না। অনেক আগে ফ্রান্স থেকে এগুলো কেনা হয়েছিল।

Sky Force

06 Dec, 06:59


বিদ্রোহীরা হোমস শহর থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে বলে বেশ কিছু একাউন্ট থেকে খবর পাওয়া যাচ্ছে। এদিকে রাতভর আসাদপন্থী বিভিন্ন একাউন্ট থেকে হামা শহরের বিভিন্ন সড়কের নিয়ন্ত্রণ সরকারি বাহিনী পুনঃপ্রতিষ্ঠা করেছে বলে জানানো হচ্ছে। এ কাজে বিমান থেকে প্যারাট্রুপার নামানো হয়েছিল বলে তারা দাবি করেছে। যদিও এসব দাবির কোনো দৃশ্যমান প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এদিকে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যেই ইরানের ২ ব্রিগেড সেনা সিরিয়াতে মোতায়েন করা সম্ভব। কিন্তু সিরিয়ার সরকারি বাহিনীর জন্য এটুকু সময়ও অনেক বেশি দেরি হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। সিরিয়ার ফিল্ড কমান্ডাররা সম্মুখভাগের প্রকৃত পরিস্থিতি ইরানকে আগে জানায়নি বলে দাবি করেন সেই কর্মকর্তা। পরিস্থিতির ভয়াবহতা তারা কেবল ৪দিন আগে জানতে পারে বলে তিনি জানান।

Sky Force

05 Dec, 13:21


বিদ্রোহীদের পরবর্তী লক্ষ্য- হোমস শহর।

Sky Force

05 Dec, 13:10


হামা শহরের পতন হয়েছে।
সিরিয়ার বিদ্রোহীরা হামা শহরের অভ্যন্তরে প্রবেশ করেছে। শহরের পুলিশ সদরদপ্তর, এয়ারপোর্টের(?) দখল নিয়েছে বিদ্রোহীরা। কারাগার থেকে কয়েক হাজার বন্দীকে মুক্তি দিয়েছে তারা। থেমে থেমে বিভিন্ন এলাকায় সংঘর্ষ হচ্ছে। তবে সিরিয়া সরকারি বাহিনী অনুষ্ঠানিক বিবৃতিতে পিছু হটার সিদ্ধান্ত জানিয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি থেকে।

Sky Force

05 Dec, 12:07


কী এক মসিবতে পড়লাম। আম্লিগ বিরোধী আন্দোলনে শুরু থেকে ঝুঁকি নিয়ে পক্ষ অবলম্বন করার পরেও একজন বললো আমরা নাকি হাসিনার ভারত পালানোতে ব্যথিত। সেই ব্যক্তির মূল অভিযোগ আমরা টেলিগ্রাম বট ব্যবহার করে পোলে ইচ্ছাকৃতভাবে বাশার আল আসাদকে বেশি ভোট দিয়ে এগিয়ে রাখছি। অথচ আজ পর্যন্ত জীবনে একবারও টেলিগ্রামে বট সেটাপ করিনি। সত্য বলতে, বট নিয়ে ঘাটাঘাটিই করিনি কখনো। এ নিয়ে ধারণা নেই।
এ পর্যন্ত আমেরিকান দালাল, রাশান দালাল, কেউ কেউ ইরানের দালাল হিসাবেও আখ্যা দিয়েছে। আজ ষোলোকলা পূর্ণ হলো হাসিনার দালাল হিসাবে ট্যাগ খেয়ে।
Amusing XD

Sky Force

05 Dec, 08:53


হামা শহর অভিমুখী বিদ্রোহীদের তীব্র আক্রমণ

Sky Force

03 Dec, 17:18


সিরিয়ার হামা শহরের উপকন্ঠে পৌঁছে গেছে YTS এবং সমমনা বিদ্রোহীরা। অতি শীঘ্রই শহরে আক্রমণ করবে তারা। সরকারি বাহিনী শহরটি ধরে রাখতে লড়াই করবে না কি পিছু হটবে এ নিয়ে বিতর্ক দেখা যাচ্ছে।

Sky Force

03 Dec, 17:15


গতকাল একটা পোস্ট দিয়েছিলাম যে ইরাক থেকে সিরিয়াগামী মিলিশিয়াদের উপর আমেরিকা বিমান হামলা চালিয়েছিল। কুর্দি ও আমেরিকাপন্থী বিদ্রোহীদের সহায়তায়। অনেকে খবরটিকে ভুয়া বলেছিল। তথ্যপ্রমাণের অভাবে পোস্টটি ডিলেট করে দিয়েছিলাম।
মার্কিন A-10 যুদ্ধবিমান দিয়ে এয়ার সাপোর্টের ভিডিওটি হাতে এসেছে।

Sky Force

03 Dec, 17:06


(ঠাট্টা)

Sky Force

03 Dec, 16:58


মার্শাল ল প্রধান হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান জেনারেল পার্ক আন-সু ।
রাষ্ট্রপতি নিজে আনুষ্ঠানিকভাবে মার্শাল ল তুলে না নেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
-দক্ষিণ কোরিয়া সশস্ত্র বাহিনী।
সূত্র: YTN এর বরাতে ওয়াশিংটন পোস্ট।

Sky Force

03 Dec, 16:41


এশিয়ার ডোনাল্ড ট্রাম্প।

Sky Force

03 Dec, 16:39


আপডেট
কোরীয় সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে আরম্ভ করেছে আইনসভায় সেনা শাসন অবৈধ ঘোষণার পরে।
রাষ্ট্রপতি নতুন কোনো বিবৃতি দেননি এখনো।

Sky Force

03 Dec, 16:34


সেনা শাসন ঘোষণার প্রতিবাদে কোরিয়ার জনগণ রাজপথে নেমে এসেছে।

Sky Force

03 Dec, 16:29


ব্রেকিং নিউজ
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি দেশজুড়ে "মার্শাল ল" জারি করেছেন। সেনানিবাস থেকে সামরিক বাহিনী রাস্তায় নেমে এসেছে।
মূলত রাষ্ট্রপতি ইউন সুক ইয়োল এবং তার স্ত্রীর বিরুদ্ধে দূর্ণীতির তদন্ত রুখে দিতে সেনা শাসন জারি করেছেন বলে জানা যাচ্ছে।
সেনাবাহিনী কোরিয়ার আইনসভা ঘেরাও দিয়ে রেখেছিল এবং সংসদ সদস্যদের ঢুকতে বাধা দিচ্ছিল। তবে বাধা উপেক্ষা করে ১৯০জন এমপি আইনসভায় প্রবেশ করতে সক্ষম হয়। জরুরি ভিত্তিতে রাষ্ট্রপতির জারিকৃত "মার্শাল ল"-কে অবৈধ ঘোষণার উত্থাপিত বিল উপস্থিত এমপিরা সর্বসম্মতিক্রমে হ্যা ভোটে জয়যুক্ত করেছে।

Sky Force

02 Dec, 15:32


শীঘ্রই নৌবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ২টি মেরিটাইম হেলিকপ্টার এবং সার্ভেইল্যান্স ড্রোন।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এ কথা নিশ্চিত করেছেন। গত ১ ডিসেম্বর নাবিক পাসিং আউট প্যারেডে প্রদত্ত ভাষণে তিনি এ বিষয়ে আলোকপাত করেন।

Sky Force

02 Dec, 14:08


"বাংলাদেশ বিমান বাহিনী ভারতের চিকেন নেকের সন্নিকটে দক্ষিণ এশিয়ার ২য় বৃহৎ বিমানঘাঁটি নির্মাণ করবে চীনের কারিগরি সহায়তায়।"
এমন শিরোনামে এক তথাকথিত বিশেষজ্ঞ তার ডিফেন্স পেজ থেকে পোস্ট দিয়েছিল।
প্রায় ৭০০ একর জমির উপর লালমনিরহাটে যা কি না নির্মাণ করা হবে।
আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, খবরটি ভুয়া। দু-চারটা লাইক কামানোর জন্য মূলত এই গুজব ছড়ানো হয়েছে। লালমনিরহাটে যদিও বিমান বাহিনীর বড় ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, কিন্তু সেই পোস্ট এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন ভারতকে কৌশলগতভাবে চ্যালেঞ্জ জানাতে চীনকে সাথে নিয়ে এটি নির্মাণ করা হবে। এ ধরনের বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত গুজবে আপনারা কান দিবেন না। সেই পেজ অতীতেও সত্য-মিথ্যার মিশেলে গুজব ছড়ানোর ইতিহাস রয়েছে। বেশ কয়েকদিন ধরে এ ব্যাপারে জানতে আমাদেরকে কয়েকজন ম্যাসেজ দিয়েছিলেন। আশা করি উত্তরটি পেয়েছেন আপনারা।

তথ্যসূত্র- https://www.kalerkantho.com/online/national/2024/12/02/1452986

Sky Force

02 Dec, 08:28


কর ফাঁকি এবং আগ্নেয়াস্ত্র সম্পর্কিত মামলা থেকে নিজের পুত্রকে অব্যাহতি দিয়েছে জো বাইডেন। হান্টার বাইডেন; জো বাইডেনের ৫৪ বছরের ছেলে একাধিক মামলায় কারাদন্ডের মুখোমুখি হতে পারতেন। কিছুদিনের মধ্যেই এসব মামলার রায় আসার কথা ছিল। এর আগেই রাষ্ট্রপতির ক্ষমতাবলে এসব মামলায় ছেলেকে ক্ষমা করে দিয়েছেন তিনি। যদিও এর আগে তিনি বলেছিলেন যে পুত্রকে কোনো অতিরিক্ত সুবিধা তিনি দিবেন না, তবে তার মেয়াদ শেষ হবার প্রায় দেড় মাস আগে এই কাজটি করলেন। তিনি যুক্তি দেখান যে, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তার প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হান্টার বাইডেনকে অন্যায়ভাবে মামলায় জর্জরিত করেছে। তাই তিনি তার ছেলেকে রক্ষা করেছেন।
আমেরিকাজুড়ে বাইডেনের এই কাজকে স্বজনপ্রীতির এক জ্বলন্ত দৃষ্টান্ত হিসাবে ধিক্কার দিচ্ছে।

Sky Force

02 Dec, 02:45


সিরিয়ার কোন অঞ্চল কে নিয়ন্ত্রণ করে তার একটি হালনাগাদ মানচিত্র।

Sky Force

26 Nov, 08:02


হুথিদের আক্রমণের পর MSC Tavvishi নামক কন্টেইনারবাহী জাহাজ।

Sky Force

26 Nov, 07:28


ইসলামাবাদে ইমরান খান পন্থী PTI সমর্থকদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৪ সীমান্তরক্ষী রেঞ্জার এবং ২ পুলিশ নিহত।

Sky Force

26 Nov, 07:18


আমেরিকার মধ্যস্ততায় আজ ইসরায়েলের নিরাপত্তা পরিষদ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির জন্য বৈঠকে বসবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।
-ইসরায়েলী প্রধানমন্ত্রীর মুখপাত্র এ কথা জানায়।

Sky Force

26 Nov, 06:25


কুর্স্ক প্রদেশে রাশানদের সাথে সংঘর্ষে ইয়ুহো লনবার্গ নামক ফিনল্যান্ড থেকে আসা এক যোদ্ধা নিহত।

Sky Force

26 Nov, 06:10


লেবাননে যদি যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে সেটিকে গাজাবাসী চলমান প্রতিরোধ যুদ্ধের জন্য একটি বিজয় হিসাবে বিবেচনা করবে।

-ওসামা হামদান
হামাসের মুখপাত্র ও জ্যেষ্ঠ সদস্য।

Sky Force

26 Nov, 03:02


পেজার বিষ্ফোরণ হামলায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হিজবুল্লাহ সদস্যরা ইসরায়েলে রকেট ও ড্রোন হামলায় অংশ নিয়েছে।

Sky Force

25 Nov, 16:12


কুর্স্ক অঞ্চলে ইউক্রেনী ATACMS ব্যালিস্টিক মিসাইল হামলায় রাশান S-400 স্যাম ব্যাটারি আঘাতপ্রাপ্ত হয়েছে। ২টি লঞ্চার এবং ১টি রাডার ধ্বংস হয়েছে ছবিগুলো উক্ত ঘটনার হলে। এ সময় ২ স্যাম অপারেটর এবং আলমাজ-এনতেই কোম্পানির ৩ টেকনিশিয়ান(S-400 যেই প্রতিষ্ঠান বানিয়ে থাকে) মারা গেছে।

Sky Force

24 Nov, 14:33


সম্প্রতি ইউক্রেনী বিমান ঘাঁটিতে রাশান ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল হামলায় ধ্বংস হওয়া মিগ-২৯ যুদ্ধবিমান।
হামলার আগ মূহুর্তে রাশান ড্রোনের চোখে সেই মিগ।
(ফাইল ফুটেজ)

Sky Force

24 Nov, 14:02


গত ২৪ ঘন্টায় ১১ ইসরায়েলী সেনা লেবানন এবং গাজা ভূখন্ডে আহত হয়েছে।
আজ তেল আবিব সহ অন্যান্য স্থানে হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরায়েলজুড়ে প্রায় ৪০ লক্ষাধিক মানুষ জরুরি আশ্রয়স্থলে যেতে বাধ্য হয়েছিল।

Sky Force

24 Nov, 13:34


ইসরায়েলী গোলার আঘাতে ২ লেবানিজ সেনা সদস্য নিহত হবার তথ্য জানা গেছে।

Sky Force

24 Nov, 01:56


গাজার রাফাহ এলাকায় সাঁজোয়া বুল্ডোজারে আক্রমণ করেছে হামাস।

Sky Force

23 Nov, 14:33


পাকিস্তানে নতুন দফায় শিয়া-সুন্নি দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ১৮জন মারা গেছে।
কয়েকদিন আগে শিয়া সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলায় প্রায় ৪০জন মারা যাওয়ার প্রেক্ষিতে এই অস্থিরতা শুরু হয়।

Sky Force

23 Nov, 13:33


ইউক্রেনে নিক্ষিপ্ত রাশান ওরেশনিক মিসাইল মাত্র ১৬-১৭ মিনিটে লন্ডনে আঘাত আনতে সক্ষম। প্রায় সমগ্র ইউরোপ এই মিসাইলের আওতায় রয়েছে।

Sky Force

22 Nov, 16:16


কুরাখোবে তাপ বিদ্যুৎ কেন্দ্রে রাশান FAB গ্লাইড বোমার আঘাত পরবর্তী দৃশ্য।

Sky Force

22 Nov, 02:41


ইউক্রেনে নিক্ষিপ্ত মিসাইলটিকে "ওরেশনিক" মডেলের ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল (IRBM) বলে নিশ্চিত করেছেন ভ্লাদিমির পুতিন। এগুলো সাধারণত ৩,০০০-৫,০০০ কিলোমিটার পাল্লার হয়ে থাকে।

Sky Force

21 Nov, 14:04


লেবাননে নিহত এক ইসরায়েলী সৈন্যে।

Sky Force

21 Nov, 13:39


আন্তর্জাতিক আদালতের সদস্য রাষ্ট্র হিসাবে, নেতানিয়াহু ও গালান্ত যদি নেদারল্যান্ডসে প্রবেশ করে, তবে তাদেরকে গ্রেপ্তার করবে ডাচ কর্তৃপক্ষ।
-ডাচ পররাষ্ট্রমন্ত্রী।

Sky Force

21 Nov, 13:10


পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুটি শিয়া গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় অন্তত ৩৮জন নিহত। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশংকা।

Sky Force

21 Nov, 12:19


গাজা যুদ্ধে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ত এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
উল্লেখ্য, নেতানিয়াহু ও তার মন্ত্রী পরিষদের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আন্তর্জাতিক আদালতের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল আমেরিকা।

Sky Force

21 Nov, 11:18


উল্কাপাত ভেবে ভুল করবেন না। এটি হচ্ছে মহাশুন্য থেকে বায়ুমন্ডল ভেদ করে আসা রাশান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনে আঘাত করার দৃশ্য।

Sky Force

21 Nov, 11:03


৬টি ভাগে কয়েক ডজন ওয়ারহেড নিয়ে মিসাইলের MIRV গুলো টার্গেটে নেমে আসে বলে মনে করা হচ্ছে।

Sky Force

21 Nov, 10:55


দেনিপ্রপেত্রভস্ক অঞ্চলের ইউজমাশ এলাকায় রাশিয়ার ছোড়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আঘাত করেছে বলে দাবি করেছে ইউক্রেন। মানব ইতিহাসে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তথা, ICBM ব্যবহারের প্রথম ঘটনা হবে এটি যদি খবরটি সত্যি হয়। সম্মুখভাগ থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে এই মিসাইলটি আঘাত করে। ভিডিওতে একাধিক বস্তু নেমে আসার সম্ভাব্য কারণ হতে পারে এতে Multiple Independent Reentry Vehicle (MIRV) ব্যবহৃত হয়েছে। যার ফলে মিসাইলে থাকা অনেকগুলো ওয়ারহেড স্বতন্ত্রভাবে আলাদা আলাদা হয়ে নেমে আসে।

Sky Force

21 Nov, 08:31


সুমি অঞ্চলে ইউক্রেনী সেনা অবস্থানে রাশান ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল হামলা।

Sky Force

21 Nov, 05:33


ইউক্রেনী M-1A1 ট্যাংক জব্দ করেছে রাশানরা।

Sky Force

21 Nov, 04:37


আত্মসমর্পণকৃত ইউক্রেনী সেনাদের গনহত্যা করেছে রাশান সেনারা এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Sky Force

21 Nov, 03:21


রাশিয়ার অভ্যন্তরে কুর্স্ক প্রদেশে বৃটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ব্যবহার শুরু করেছে ইউক্রেন। এই হামলায় রাশিয়ার একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার লক্ষ্য করে আঘাত করা হয়েছে। রাশান, উত্তর কোরীয় উচ্চপদস্থ অফিসাররা এটি ব্যবহার করতে পারে এমন সম্ভাবনার দরুন হামলাটি চালানো হয়।

Sky Force

21 Nov, 02:20


সিরিয়ার পালমিরায় সম্ভাব্য ইরানী সমরাস্ত্র ভান্ডারে ইসরায়েলী বিমান হামলায় ৩৬ জনের উপর নিহত। আহত আরও অন্তত ৫০জন।

Sky Force

19 Nov, 13:37


রাশান ভূখন্ডে প্রথমবারের মতো ATACMS ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। ব্রায়ান্সক অঞ্চলে ৬টি মার্কিন ATACMS মিসাইল নিক্ষেপের কথা জানিয়েছে রাশিয়া। এর মধ্যে ৫টি মিসাইল ধ্বংসের দাবি করেছে তারা।

Sky Force

18 Nov, 12:32


ইউক্রেনের হিমার্স রকেট লঞ্চারের উপর রাশান ল্যান্সেট হামলা।

Sky Force

18 Nov, 10:33


ভারত তাদের প্রথম হাইপারনিক মিসাইল নিক্ষেপের সফল পরীক্ষা চালিয়েছে। প্রায় ১,৫০০ কিলোমিটার পাল্লার মিসাইলটি বিভিন্ন ধরনের ওয়ারহেড বহনে সক্ষম।

Sky Force

18 Nov, 10:05


যদিও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ফরাসি ক্রুজ মিসাইল রাশান ভূখন্ডে ব্যবহারের অনুমোদনের বিষয়টি এখনো "বিবেচনাধীন" রয়েছে।

Sky Force

18 Nov, 03:32


ইউক্রেন যুদ্ধ এক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।
ক্ষমতা ছাড়ার পূর্বে রাশিয়ার অভ্যন্তরে দূর পাল্লার ATACMS ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাতের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। কুর্স্ক অঞ্চলে ইউক্রেন মার্কিন ব্যালিস্টিক মিসাইল মারতে যাচ্ছে যেটা কেবল সময়ের ব্যাপার। জেলেন্সকি এমনই বার্তা দিয়েছেন। একইসাথে যুক্তরাজ্য তাদের স্টর্ম শ্যাডো এবং ফ্রান্স তাদের স্ক্যাল্প ক্রুজ মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমোদন দিয়েছে ইউক্রেনকে।

Sky Force

16 Nov, 16:32


গাজা ভূখন্ডের আল-জয়তুন এলাকায় হামাস স্নাইপার দ্বারা ইসরায়েলী সৈন্য শিকার।

Sky Force

16 Nov, 12:22


লেবাননের একটি আবাসিক ভবনে ইসরায়েলী বোমা আঘাতের মূহুর্তে।

Sky Force

27 Oct, 05:06


তো ইরানে ইসরায়েলের হামলার টার্গেট কী কী ছিল? দুই পক্ষ থেকে প্রাপ্ত বিভিন্ন খবর বিশ্লেষণ করে এই বিষয়ে উপনীত হওয়া যায়-

১. মোটামুটি তিন ভাগে ইসরায়েলী বিমানগুলো মিসাইল নিক্ষেপ করেছিল। প্রথম ভাগে ইরাক সীমান্তবর্তী খুজেস্তান এবং ইলাম প্রদেশে হামলা করা হয়। এই দুই জায়গার একাধিক রাডারকেন্দ্র আঘাত করা হয়।

২. তেহরান ও কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় নিয়োজিত ইরানী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে আঘাত করা হয়। ইসরায়েলের দাবি অনুসারে ৪টি S-300 ব্যাটারিতে হামলা করা হয়েছিল। ইরানী তথ্যসূত্র থেকে MIM-23 Hawk ব্যাটারি আঘাতপ্রাপ্ত হবার দাবি জানানো হয়েছে। ছোট কোয়াডকপ্টার জাতীয় ড্রোন(সম্ভবত আত্মঘাতী ড্রোন) উড়তে দেখা যায় বিভিন্ন জায়গায়। ইরান সেগুলো এন্টি এয়ারক্রাফট গান দিয়ে ভূপাতিত করেছে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখে গিয়েছে।

৩. মিসাইলের জ্বালানি তৈরির জন্য গুরুত্বপূর্ণ "প্ল্যানেটারি মিক্সার" প্রক্রিয়াজাতকরণ কারখানায় আঘাত করা হয়েছে। ইসরায়েলী সূত্রগুলো জানিয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি তৈরির সাথে এই কারখানা সম্পর্কিত। ১২টি প্ল্যানেটারি মিক্সার লক্ষ্য করে হামলা করা হয়। ইরান সম্প্রতি প্রচুর ব্যালিস্টিক মিসাইল খরচ করেছে। তারা যাতে সহজেই মিসাইল ভান্ডার আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে না পারে তাই হামলার "অতি হাই ভ্যালু টার্গেট" ছিল এই প্ল্যানেটারি মিক্সার। তবে ইরানি সূত্রগুলোর মতে এই কারখানা কেবল এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর এবং এন্টি ট্যাংক মিসাইলের জ্বালানি প্রক্রিয়াজাতে নিয়োজিত ছিল।

৪. একই সময় ইরানের একটি ড্রোন সংযোজন কারখানায় "প্রতীকী" হামলা চালানো হয়।

Sky Force

26 Oct, 15:59


কের্চ প্রণালীতে একটি রাশান KA-52 অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

Sky Force

26 Oct, 15:42


ইসরায়েলী হামলার পর ইরান আবার পালটা হামলা চালাবে সামনের দিনগুলোতে এমন প্রত্যাশার কথা জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তবে হামলার আকার অত্যন্ত সীমিত হবে যাতে পাল্টাপাল্টি হামলার চক্রটি আর চলতে না থাকে।
- Axios

Sky Force

26 Oct, 15:23


পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ৪জন নিহত।
অন্যদিকে ইরানের সিস্তান-বালুচিস্তানে হামলায় ১০ সীমান্তরক্ষী মারা গেছে।

Sky Force

26 Oct, 15:03


হিজবুল্লাহর ৪টি পিকাপবাহী রকেট লঞ্চার জব্দ করেছে ইসরায়েলী সেনারা।

Sky Force

26 Oct, 14:36


গত রাতে ইসরায়েলী F-15 এবং F-16 যুদ্ধবিমান ইরানে হামলার জন্য যাওয়ার প্রস্তুতিকালের দৃশ্য।

Sky Force

26 Oct, 14:17


ইসরায়েলী হামলায় ইরানে মৃত সেনা সংখ্যা ৪ জনে পৌঁছেছে।

Sky Force

26 Oct, 14:02


ইসরায়েলের নিক্ষিপ্ত এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের বুস্টার যেগুলো ইরাকে পাওয়া গেছে। সিরিয়ার আকাশে থাকতে মিসাইলগুলো ইরানের দিকে নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

Sky Force

26 Oct, 10:33


পাকিস্তানে Indus Shield-2024 মহড়ায় অংশ নেওয়া বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর মো. মুস্তাফিজুর রহমান।

Sky Force

26 Oct, 10:13


ইসরায়েলী হামলায় মৃত ২ ইরানী সৈনিক।

Sky Force

26 Oct, 10:04


ইরানে হামলার তীব্রতা আর তার বিপরীতে নেতানিয়াহু সরকারের মুখের বুলিতে হতাশ ইসরায়েলীরা।

Sky Force

26 Oct, 09:52


লেবাননে ইসরায়েল কর্তৃক সুনিয়ন্ত্রিত বিষ্ফোরণের ফলে উক্ত ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। একটি সুরঙ্গ এ সময় উড়িয়ে দেওয়া হয়।

Sky Force

26 Oct, 09:35


ইসরায়েল ইরানের প্রায় ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল যতটুকু জানা গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল উৎক্ষেপণ স্থান, ড্রোন/মিসাইল উৎপাদনের সঙ্গে জড়িত কারখানা। নিহত ২ সৈন্যের পাশাপাশি আরও বেশ কয়েকজন সৈন্য গুরুতর আহত।

Sky Force

26 Oct, 09:06


মৃত ২ ইরানী সেনা আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে মারা যায়। তারা এয়ার ডিফেন্স ইউনিটের সদস্য ছিল। ধারণা করা হচ্ছে ইরানের MIM-23 Hawk এয়ার ডিফেন্স মিসাইল ব্যাটারিতে ইসরায়েল হামলা চালালে উক্ত ২জন মারা যায়।

Sky Force

22 Oct, 17:55


একটি হারমিস-৪৫০ ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। ইসরায়েল ড্রোন হারানোর বিষটি নিশ্চিত করেছে।

Sky Force

22 Oct, 17:17


আজ ATGM হামলায় মোট ৫টি ইসরায়েলী ট্যাংক ধ্বংসের দাবি করেছে হিজবুল্লাহ।

Sky Force

22 Oct, 17:03


হাইফার উত্তর-পশ্চিমে স্টেলা মারিস নৌঘাঁটিতে সফল মিসাইল হামলার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। ২টি নাসর মিসাইল উক্ত ঘাঁটিতে নিক্ষেপ করা হয় এই হামলায়। ক্ষয়ক্ষতি অজানা।

Sky Force

22 Oct, 16:45


লেবাননে গত ১ মাসে ইসরায়েলী বিমান হামলায় ১,৫৫২জন নিহত হয়েছে।
-AFP

Sky Force

22 Oct, 15:48


"উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেন যুদ্ধে অংশ নিবে" শিরোনামের খবরকে ব্যাঙ্গ করার ব্যাপারটা রাশান সেনারা এক ধাপ উপরে নিয়ে গেছে।

Sky Force

22 Oct, 15:38


রাশান অবস্থানে ইউক্রেনের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি JDAM-ER গাইডেড বোমা মারার পর বিধ্বস্ত ভবন। ভবন থেকে পালানোর চেষ্টা করছে এক রাশান FPV ড্রোন অপারেটর।

Sky Force

22 Oct, 15:32


ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার নথি ফাঁসের সাথে জড়িতদের ধরতে কাজ শুরু করেছে FBI । প্রাথমিকভাবে ইরানী বংশোদ্ভূত এক আমেরিকান নাগরিককে সন্দেহ করা হচ্ছে। আরিয়েন তাবাতাবায়েই নামক এক উচ্চপদস্থ মহিলার বিরুদ্ধে অভিযোগের তীর তাক করা হচ্ছে।

Sky Force

22 Oct, 15:22


আরও কাছ থেকে এই ভয়াবহ হামলার দৃশ্য।

Sky Force

22 Oct, 15:17


বৈরুতের তাইয়োনেহ এলাকায় একটি আবাসিক ভবন মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল।

Sky Force

22 Oct, 12:32


২০২২ এর ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের প্রায় ১ কোটি জনসংখ্যা হ্রাস পেয়েছে। অধিকাংশই মূলত বিদেশ পাড়ি জমিয়েছে।

Sky Force

22 Oct, 11:57


"ইউক্রেন ও দক্ষিণ কোরিয়া দুটি একই গোয়ালের গরু। উভয়ই আমেরিকার জন্ম দেওয়া অভদ্র কুকুর।"
কিম ইয়ো-জুং (কিম জং-উনের বোন। কিম ইয়ো জুং কমিউনিস্ট ওয়ারকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কিম জং-উনের সম্ভাব্য উত্তরসূরী)

Sky Force

22 Oct, 11:52


ইউক্রেনের ৪৭ মেকানাইজড ব্রিগেড রাশিয়ার কুর্স্ক প্রদেশে মোতায়েন করা হয়েছে। পকরভস্ক থেকে সরিয়ে এখানে আনা হয়েছে এদের। ব্রিগেডের অন্তর্ভুক্ত আমেরিকান M-1 আব্রামস ট্যাংক রাশিয়ার অভ্যন্তরে প্রথমবারের মতো লড়াই করতে দেখা গেছে M-2 ব্র‍্যাডলি আরমার্ড ফাইটিং ভেহিকলের পাশাপাশি।

Sky Force

22 Oct, 11:33


গাজায় ভূখণ্ডে মোতায়েন এক ইসরায়েলী সৈন্যকে মৃত ঘোষণা করা হয়েছে।

Sky Force

22 Oct, 11:22


রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা উপস্তিতির আরও তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। প্রিমরস্কি ক্রাই অঞ্চলে ১২৭ মটোরাইজড রাইফেল ডিভিশনের ব্যারাকে বেশ কিছু উত্তর কোরিয়ার সৈন্যকে দেখা গেছে।

Sky Force

22 Oct, 11:20


গালিলি অঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলায় ১ ইসরায়েলী সৈন্য নিহত। আরও ৩ জন আহত যার মধ্যে ১জনের অবস্থা গুরুতর।

Sky Force

22 Oct, 11:16


বৈরুতের ঘোবেইরি এলাকায় নতুন বিমান হামলার ওয়ার্নিং দিয়েছে ইসরায়েল। লাল চিহ্নিত ভবনগুলোতে শীঘ্রই আক্রমণ করা হবে।

Sky Force

22 Oct, 11:04


আল-খোশ এলাকায় ইসরায়েলের বিমান হামলা। হামলার আগে এখানকার অধিবাসীদের এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

Sky Force

22 Oct, 03:48


সুদানে অভ্যুত্থান চেষ্টারত RSF আধা-সামরিক বাহিনী আরব আমিরাতের একটি কার্গো বিমান ভূপাতিত করেছে। রাশান পাইলট চালিত বিমানটি খুব সম্ভবত RSF এর জন্যই গোলাবারুদ, সাহায্য নিয়ে আসছিল। অর্থাৎ, স্বপক্ষের বিমান ভূপাতিত করেছে তারা। বিমানটিকে তারা সরকার অনুগত বাহিনীর বোমারু বিমান ভেবেছিল।

Sky Force

21 Oct, 18:08


উক্ত হামলার ভিডিও ফুটেজ

Sky Force

20 Oct, 17:23


কয়েকদিন আগে ইরানে ইসরায়েলী হামলার পরিকল্পনা, তারিখ, হামলার সম্ভাব্য স্থান ইত্যাদি সম্পর্কিত স্পর্শকাতর নথি ফাঁস হয়ে যায়। সেই নথির ২ পৃষ্ঠা আপলোড করা হলো। এছাড়াও ইসরায়েলের টপ সিক্রেট ড্রোন প্রোজেক্টের ব্যাপারেও নথিতে উঠে আসে।

Sky Force

20 Oct, 17:20


"বাইডেন প্রশাসন ইচ্ছা করেই ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার গোপন নথি ফাঁস হতে দিয়েছে যাতে ইসরায়েল ইরানে হামলা করতে না পারে।"
ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির এমপি তালি গোত্তলিইব এমন দাবি করেছেন।

Sky Force

20 Oct, 16:16


ইসরায়েল সেনাবাহিনীর ৪০১ আরমার্ড ব্রিগেডের কমান্ডার- কর্নেল আখসান দাকসা আজ গাজা ভূখন্ডে নিহত হন। জাবালিয়ায় তাকে বহনকারী এপিসি হামাসের হামলার শিকার হলে তিনি মারা যান। তার সাথে থাকা আরও কয়েকজন অফিসার গুরুতর আহত হয়েছে।

Sky Force

20 Oct, 16:03


আইন এবেল-হানিন সড়কে লেবানন সেনাবাহিনীর একটি গাড়িতে ইসরায়েলী হামলায় ৩ সেনা নিহত।

Sky Force

20 Oct, 15:41


জাবালিয়া ক্যাম্পের পূর্ব দিকে ইসরায়েলী ট্যাংক উড়িয়ে দিয়েছে হামাস। প্রয়াত হামাস প্রধান সিনওয়ারকে উৎসর্গ করা হয়েছে এই সাফল্য।

Sky Force

20 Oct, 07:09


হিজবুল্লাহর রিদওয়ান বাহিনীর এক কমান্ডার বাসসেল মুস্তফা শুকর ইসরায়েলী হামলায় নিহত হয়েছে। ২০০৬ সালের হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধের অভিজ্ঞতালব্ধ এই কমান্ডার ইয়েমেনে হুথিদের সামরিক উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

Sky Force

20 Oct, 06:10


গত ২৪ ঘন্টায় ইসরায়েল বিমান বাহিনী গাজা, লেবাননে ১৭৫ দফা বিমান হামলা চালিয়েছে।

Sky Force

20 Oct, 03:13


চীন সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের মিগ-২৯ যুদ্ধবিমান বিদ্রোহীদের বোমা হামলা করতে যায়। এ সময় চীনা সেনাবাহিনী সেটির উপর এন্টি এয়ারক্রাফট গান দ্বারা আক্রমণ করে।

Sky Force

19 Oct, 23:57


গাজার বাইত লাহিয়াতে ইসরায়েলী ভয়াবহ হামলায় ৮০ জনের অধিক ফিলিস্তিনি নিহত।

Sky Force

19 Oct, 16:56


উত্তর গাজায় নিহত ২ ইসরায়েলী সৈনিক। এছাড়া আরও ২জন আহত।

Sky Force

19 Oct, 09:54


আক্রায় হিজবুল্লাহর রকেট হামলায় ১ ইসরায়েলী নিহত। আরও অন্তত ৩ জন আহত।

Sky Force

19 Oct, 08:19


দক্ষিণ লেবাননে চীনা শান্তিরক্ষীদের ক্যাম্প থেকে তোলা ভিডিও। যেখানে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ করতে দেখা যাচ্ছে।

Sky Force

19 Oct, 08:08


কিরয়াত আতা এলাকায় হিজবুল্লাহর রকেট হামলায় ২ ইসরায়েলী কিছুটা আহত।

Sky Force

19 Oct, 07:22


ইসরায়েলী সামরিক হেলিকপ্টার হিজবুল্লাহর ড্রোনটিকে ভূপাতিত করার চেষ্টা করছিল শুরু থেকেই। তাও ড্রোনটি ঠিকই নেতানিয়াহুর বাড়ির কাছে আঘাত করে।

Sky Force

19 Oct, 07:20


"ইসরায়েলী প্রধানমন্ত্রীর বাসস্থান লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। তবে সে সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না।"
-ইসরায়েল প্রধানমন্ত্রীর মুখপাত্র।

Sky Force

19 Oct, 07:03


সৌদি পরিচালিত MBC চ্যানেলের স্টুডিওতে হামলা চালিয়েছে ইরাকিরা। হামাস প্রধানকে "সন্ত্রাসী" আখ্যা দেওয়ায় উত্তেজিত ৫-৬শ জনতা এই হামলা চালায় ও আগুন লাগিয়ে দেয়। আগুন নেভানো এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Sky Force

19 Oct, 06:47


উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটে একটি দক্ষিণ কোরীয় নজরদারি ড্রোন পাওয়া গেছে। এই ড্রোন দিয়ে প্রোপাগান্ডা লিফলেট ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে আবার এমন কাজ করলে সেটিকে যুদ্ধ ঘোষণার শামিল কর্মকাণ্ড বলে ধরে নেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

Sky Force

19 Oct, 06:43


ইসরায়েল সরকার মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কায়সারিয়াতে ড্রোন হামলার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করার ব্যাপারে। এ কারণে নেতানিয়াহুর বাড়িতে হামলার গুঞ্জনটি আরও শক্তিশালী হয়েছে।