ILMAN NAFIYA @ilmannafiyaofficial Channel on Telegram

ILMAN NAFIYA

@ilmannafiyaofficial


রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)

ILMAN NAFIYA (Bengali)

ILMAN NAFIYA টেলিগ্রাম চ্যানেলটি একটি মুসলিম ভাইবোন্দুর জন্য একটি প্রধান ভাষা। চ্যানেলটির সদস্যগণ ধরন ধরনের মুখ্য ইসলামিক বিষয়ে আলোচনা করেন, যাতে সকলের জন্য আলোচনার একটি স্থান থাকে। ILMAN NAFIYA একটি প্রাপ্তিশীল চ্যানেল, যেখানে আপনি ইসলামের প্রশ্নের সঠিক উত্তর পেতে পারবেন। চ্যানেলটি সকলের জন্য উপহার এবং আলোচনা একত্রিত করে দেয়, যাতে আপনি আল্লাহর দিকে এবং ইসলামের প্রচার উদ্দেশ্যে সঠিক দিকে অগ্রগতি করতে পারেন।

ILMAN NAFIYA

21 Nov, 06:49


ভালো কিছু করি — ৪

| সুবহানাল্লাহ |
.
বিস্ময়কর কোন কথা শুনলে, সুবহানাল্লাহ বলব।
আশ্চর্যজনক কোন ঘটনা শুনলে, সুবহানাল্লাহ বলব।
সুন্দর কিছু দেখলে, সুবহানাল্লাহ বলব।
ভালো কোনো দৃশ্য দেখলে, সুবহানাল্লাহ বলব।
উপর থেকে নিচে নামার সময়, সুবহানাল্লাহ বলব।
.
সুবহানাল্লাহ মানে,
আল্লাহ তাআলা পবিত্র
আল্লাহ তাআলা সব ধরনের দোষত্রুটিমুক্ত
.
🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.

ILMAN NAFIYA

20 Nov, 15:27


🚨 ভিডিও : উত্তর গাজা উপত্যকার বেইট লাহিয়ার কেন্দ্রে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ

ILMAN NAFIYA

20 Nov, 11:25


নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে, তাদের উপর শয়তানের কোন ক্ষমতা নেই।

_সুরা নাহল: ৯৯

ILMAN NAFIYA

20 Nov, 09:17


জানতে পেরেছি, আখেরাতের পথ বড়ই নির্জন। একাকীত্ব কাটাতে কুরআন হিফজ করে নিয়েছি

—হাসান বসরী রহ.

ILMAN NAFIYA

20 Nov, 01:09


হামাস-ইসরায়েল দ্বৈরথ — ৪
শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.

ILMAN NAFIYA

19 Nov, 04:23


ভালো কিছু করি — ৩

| আলহামদুলিল্লাহ |
.
আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, কেমন আছো?
আমি উত্তরে বলব, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন।

আলহামদুলিল্লাহ মানে, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি যে অবস্থাতেই থাকি, সুখে-দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করবো। এটাই আল্লাহর ইবাদত।

অতীতের কোন কাজের কথা বলার পর,
আলহামদুলিল্লাহ বলব।

নিজের কোনো অর্জনের কথা বলে,
আলহামদুলিল্লাহ বলব।

নিজের কোনো যোগ্যতা বা কৃতিত্বের কথা বলে, আলহামদুলিল্লাহ বলব।

ভালো কিছু করতে পারলে,
আলহামদুলিল্লাহ বলব।

ভালো কিছু পেলে,
আলহামদুলিল্লাহ বলব।
.
🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ (হাফি.)

ILMAN NAFIYA

18 Nov, 15:47


ভালো কিছু করি — ২

| আসসালামু আলাইকুম |

ছোট বড় সবাইকে সালাম দিবো। আগে সালাম দিবো অন্যের অপেক্ষা না করে নিজেই সালাম দিবো।

পুরো সালাম স্পষ্টভাবে উচ্চারণ করবো:
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

সালামের শুরুতে 'আস' ও শেষে 'কুম' সবচেয়ে বেশি স্পষ্ট করবো, ইন শা আল্লাহ।

সালামে অর্থ:
আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আপনার উপর আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

কেউ আমাকে সালাম দিলে স্পষ্ট উচ্চারণে জবাব দিবো: ওয়া আলাইকুমুস সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

সালাম দিতে লজ্জা পাবো না। সালামের উত্তর দিতেও লজ্জাবোধ করবো না। ইন শা আল্লাহ।

🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ (হাফি.)

ILMAN NAFIYA

18 Nov, 04:41


ভালো কিছু করি — ১

বিসমিল্লাহ
.
যে কোন ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। বিসমিল্লাহ মানে, আল্লাহর নামে শুরু করছি। পানি পান করছি, বিসমিল্লাহ পড়ব। খাবার মুখে দিচ্ছি, বিসমিল্লাহ পড়ব। ক্লাসের পড়া শুরু করছি, বিসমিল্লাহ পড়ব। হাতের লেখা শুরু করছি, বিসমিল্লাহ পড়ব। বাড়ির কাজ শুরু করছি, বিসমিল্লাহ পড়ব। স্যার পড়া ধরেছেন, পড়া বলার আগে বিসমিল্লাহ পড়ব। ক্লাসে বসছি, বিসমিল্লাহ পড়ব। স্কুল ছুটির পর বাড়ি ফিরছি, বিসমিল্লাহ পড়ব। তাহলে আল্লাহ তাআলা আমার কাজে বরকত দান করবেন। বরকত মানে? কল্যাণ।

🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ (হাফি.)

ILMAN NAFIYA

16 Nov, 16:49


🚨 ভিডিও : জাবালিয়া ক্যাম্পের পূর্ব ও পশ্চিমে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ

ILMAN NAFIYA

16 Nov, 16:07


নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। সেদিন তাদেরকে উপুড় করে টেনে হিঁচড়ে জাহান্নামে নেয়া হবে। (বলা হবে) জাহান্নামের ছোঁয়া আস্বাদন কর।

_আল-কামার: ৪৭-৪৮

ILMAN NAFIYA

16 Nov, 15:17


🚨 ভিডিও : আনসার ব্রিগেড কর্তৃক একজন জায়োনিস্ট সৈন্যকে স্নাইপ করার ফুটেজ

ILMAN NAFIYA

15 Nov, 14:26


🗓️ আইয়ামে বীজ রিমাইন্ডার - নভেম্বর, ২০২৪

🔹🔹 জুমাদাল উলা, ১৪৪৬ হিজরী🔹🔹

১৩ই জুমাদাল উলা - ১৬ নভেম্বর - শনিবার
১৪ই জুমাদাল উলা - ১৭ নভেম্বর - রবিবার
১৫ই জুমাদাল উলা - ১৮ নভেম্বর - সোমবার

আব্দুল্লাহ ইবনে আ’মর ইবনে আ’স রাদিআল্লাহু আ’নহু হতে বর্ণিত : রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন , সারা বছর ধরে সিয়াম পালনের সমান।
[বুখারীঃ ১১৫৯, ১৯৭৫]

ILMAN NAFIYA

12 Nov, 03:52


দুয়া কুনুত পড়ার সময় একটা বাক্য আছে "ওয়ালা নাকফুরুকা" যার মোটামুটি অর্থ এবং আমরা কু ফ রি করিনা।

এখানে ওয়ালা শব্দের লা এর পর ন্যুনতম এক আলিফ টান দিতে হবে। না দিলে অর্থ ভয়ংকর রকম বিকৃত হয়ে যাবে। টান না দেওয়ায় অর্থ হবে- অবশ্যই আমরা কু ফ রি করি।

বিভিন্ন দুয়া পড়ার সময় এজন্য বিশুদ্ধ উচ্চারণে পড়া জরুরি।

🖊️ ইশতিয়াক আহমেদ তুষার

ILMAN NAFIYA

11 Nov, 17:23


নুহের মতো হবো। বৃষ্টি হবে কি না, লোকজন কী বলল, সেদিকে ভ্রূক্ষেপ না করে, খটখটে শুকনো মৌসুমেও নিবিষ্টচিত্তে নৌযান বানিয়ে যাবো।

• আতিক উল্লাহ্ (হাফি.)

ILMAN NAFIYA

10 Nov, 23:41


আর যখন সে আমার আয়াতসমূহের কিছু জানতে পারে, তখন সে এটাকে পরিহাসের পাত্ররূপে গ্রহণ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।

_[আল কুরআন ৪৫: ৯]

ILMAN NAFIYA

10 Nov, 05:47


ধ্বংসস্তূপে আটকে পড়া শিশুকন্যাকে উপর থেকে টানা গল্প শুনিয়ে গেছেন। একসময় বাবা ডুকরে উঠে বললেন— শুনতে পাচ্ছো, মা?

🖋️ মুহাম্মাহদ আতীক উল্লাহ হাফি.

ILMAN NAFIYA

09 Nov, 16:25


আল্লাহ খুবই লজ্জাশীল বান্দা যখন হাত তুলে দুআ করে, তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।

_সুনানে আবু দাউদ; হা: ১৪৮৮

ILMAN NAFIYA

08 Nov, 16:38


🚨 ভিডিও :আল-খাজান্দার এলাকায় আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ

ILMAN NAFIYA

07 Nov, 17:50


আপনি কি জানেন, আমাদের অনেকেই অজান্তে কতশত কবিরা গুনাহ করে চলেছি? এই গুনাহগুলোর মাত্রা এত বড় যে, তাওবা না করলে আল্লাহর ক্ষমা পাওয়া কঠিন হয়ে পড়ে।

একটি কবিরা গুনাহই আমাদের জন্য কত বড় বিপদ: ধরুন, আপনি কোনো একটি কবিরা গুনাহ করেছেন এবং তাওবা করেননি। তাহলে শুধু এই একটি গুনাহের কারণেই আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। যদিও আল্লাহ মহান দয়ালু, তিনি ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু তাওবার ছাড়া তা সম্ভব নয়।

আজকের সমাজে কবিরা গুনাহ:
আজকের এই সমাজ ব্যবস্থার রন্ধে রন্ধে কতশত কবিরা গুনাহের চলন রয়েছে তা ভাবলেই অবাক লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন অনুষ্ঠান, বিনোদন মাধ্যম ইত্যাদির প্রভাবে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি, যা কবিরা গুনাহ।

এসকল কবিরা গুনাহ থেকে পরিত্রাণ পেতে ইলমান নাফিয়া আপনাদের জন্য এনেছে একটি বিশেষ কোর্স, যা আপনাকে কবিরা গুনাহ সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করবে। এই কোর্সে আপনি জানতে পারবেন:

কী কী কাজগুলো কবিরা গুনাহ?
কবিরা গুনাহের প্রভাব
কীভাবে কবিরা গুনাহ থেকে বাঁচা যায়?
কীভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যায়?

কোর্সের বিস্তারিত:

কোর্সের শিরোনাম: কবিরা গুনাহ ও আমাদের জীবনে তার প্রভাব
কোর্স ইনস্ট্রাকটর: মানযুরুল কারিম
পাঠ্যগ্রন্থ: আল কাবাইর (লেখক: ইমাম মুহাম্মাদ বিন আব্দিল ওয়াহহাব [রাহ.])
দিন ও সময়: প্রতি শনিবার, রাত ৯ টা (বাংলাদেশ সময়)
প্ল্যাটফর্ম: জুম এবং ফেসবুক লাইভ

কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্য: বাস্তব জীবনে যেসকল কবিরাগুনাহব্যাপকভাবে প্রবেশ করেছে, সেগুলো সম্পর্কে কুরআন ও হাদিসেরআলোকে জেনে তা থেকে বেঁচে থাকতে শেখা এবং আল্লাহ তাআলারসন্তুষ্টি ও মাগফিরাত লাভ করা।

ILMAN NAFIYA

05 Nov, 15:04


হামাস - ইসরায়েল দ্বৈরথ - ৩
🎧 শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.

ILMAN NAFIYA

05 Nov, 12:24


سلام عليكم ورحمة الله وبركات
🕋রাসূল ﷺ ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়”।[সহীহ বুখারি : ৫০২৭]
🌺ইনশাআল্লাহ্ আজ ৫ নভেম্বর রোজ মঙ্গলবার
🌹তাজবিদ শিক্ষার প্রোগ্রাম “শব্দে শব্দে আল কুরআন" কোর্সের ত্রয়োদশ ক্লাস অনুষ্ঠিত হইবে।
কোর্স ইন্সট্রাক্টরঃ
মিশরের আল-আযহার ইউনিভার্সিটিতে ইলমুল কিরাত এ অধ্যয়নরত; সম্মানিত উস্তায মুহাম্মাদ রাকায়াত ইসলাম আল আযহারি হাফিজাহুল্লাহ।
https://us02web.zoom.us/j/2113336749?pwd=VWlWRVdDZ2ZWcUwzSW85dU5vMnRYdz09
Meeting ID:2113336749
PassCode:123456
সময়ঃ
🇧🇩সন্ধ্যা---------৬:৩০
🇸🇩বিকাল-------৩:৩০
🇮🇳সন্ধ্যা---------৬:০০
উক্ত সময়ে নিম্নোক্ত লিংকে নিজে যুক্ত হোন এবং অন্যদেরও যুক্ত করে অশেষ নেকী হাসিল করুন।।আল্লাহ্ সুবহানুতা'আলা আমাদের নেক আমলসমূহ্ কবুল করে নিন।আমীন।

ILMAN NAFIYA

05 Nov, 01:03


শহীদ আবু ইবরাহীম।
আহযাব: ২২
কেরাত: খাল্লাদ আন হামযা

ILMAN NAFIYA

04 Nov, 02:34


তারা চেয়েছিল সিপাহসালারদের শহীদ করে মুজাহিদদের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেবে। কিন্তু তারা জানেনা, এই উম্মাহ যখন ভয়কে জয় করে মজবুত আদর্শ বুকে নিয়ে জিহাদের পথে অগ্রসর হয় তখন আর তাদেরকে থামিয়ে রাখা যায়না। প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, সময় যত দীর্ঘই হোক আল্লাহর সাহায্যে তাদেরকে পরাজিত করেই তবে ক্ষান্ত হয়।

— তামিম আল আদনানী হাফি.

ILMAN NAFIYA

03 Nov, 17:48


সন্তানের জন্য বেশি বেশি দুয়া চাওয়া

শায়খ সালাহউদ্দিন আল-মাক্কী হাফি.
গবেষক - উম্মুল কুরা ইউনিভার্সিটি
মক্কা, সৌদি আরব

ILMAN NAFIYA

02 Nov, 18:54


নিশ্চয় যারা এটা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে মন্ত্রণাদায়ক আযাব। আর আল্লাহ জানেন এবং তোমরা জান না।

_[সুরা নূর, আয়াত: ১৯]

ILMAN NAFIYA

02 Nov, 12:42


হামাস — ইসরায়েল দ্বৈরথ | ২
🎧 শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.

ILMAN NAFIYA

01 Nov, 14:55


নিশ্চয়ই যারা আল্লাহ ও তাঁর রাসুলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি।

- সুরা আল-আহযাব, আয়াত: ৫৭

ILMAN NAFIYA

30 Oct, 15:00


Desktop Wallpaper

ILMAN NAFIYA

30 Oct, 14:59


Desktop Wallpaper

ILMAN NAFIYA

30 Oct, 14:06


🚨 ভিডিও :গাজা উপত্যকার জাবালিয়ার পূর্বে মারকাভা ট্যাংকে "শাওয়াজ" দিয়ে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ

ILMAN NAFIYA

30 Oct, 13:50


আবূ যার (রাঃ) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) যমযমের পানি সম্পর্কে বলেন, "উহা বরকতময় পানি৷ উহা খাদ্যের কাজ করে।”

_মুসলিম, হাদিস: ২৪৭৩

ILMAN NAFIYA

25 Oct, 12:34


السلام عليكم ورحمة الله وبركات
🕋রাসূল ﷺ ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়”।[সহীহ বুখারি : ৫০২৭]
🌺ইনশাআল্লাহ্ আজ ২৫ অক্টোবর রোজ শুক্রবার
🌹তাজবিদ শিক্ষার প্রোগ্রাম “শব্দে শব্দে আল কুরআন" কোর্সের ক্লাস অনুষ্ঠিত হইবে।
কোর্স ইন্সট্রাক্টরঃ
মিশরের আল-আযহার ইউনিভার্সিটিতে ইলমুল কিরাত এ অধ্যয়নরত; সম্মানিত উস্তায মুহাম্মাদ রাকায়াত ইসলাম আল আযহারি হাফিজাহুল্লাহ।
https://us02web.zoom.us/j/2113336749?pwd=VWlWRVdDZ2ZWcUwzSW85dU5vMnRYdz09
Meeting ID:2113336749
PassCode:123456
সময়ঃ
🇧🇩সন্ধ্যা---------৬:৩০
🇸🇩বিকাল-------৩:৩০
🇮🇳সন্ধ্যা---------৬:০০
উক্ত সময়ে নিম্নোক্ত লিংকে নিজে যুক্ত হোন এবং অন্যদেরও যুক্ত করে অশেষ নেকী হাসিল করুন।।আল্লাহ্ সুবহানুতা'আলা আমাদের নেক আমলসমূহ্ কবুল করে নিন।আমীন।

ILMAN NAFIYA

25 Oct, 03:54


দ্বীনি জিজ্ঞাসা | ১০

আপনার জিজ্ঞাসা:
হাজবেন্ড যদি হুমাজাতিল লুমাজা'র মত আচরণ করে তবে তার সাথে সম্পর্ক রাখার বিধান কি?

উত্তর প্রদান করছেন
শায়খ সালাউদ্দিন আল মাক্কি (হাফি)
গবেষক, উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কা

উত্তরের অডিও লিংক https://t.me/ilmannafiyaaudio/14

ILMAN NAFIYA

24 Oct, 10:50


একটি সুন্নাহকে বাঁচাবো বলে | ০১

মিলিয়ে দেয়া

এক: নবিজী (সা.) প্রশ্ন করলেন:
-আমি কি তোমাদেরকে রোযা, নামায ও সাদাকার চেয়েও মর্যাদায় উত্তম একটি ইবাদতের কথা বলবো?
-জ্বি, জরুর! ইয়া রাসুলাল্লাহ!
-দূরত্ব সৃষ্টি হওয়া সম্পর্ককে জোড়া লাগিয়ে দেয়া। কারণ এই (দূরত্ব সৃষ্টি হওয়া)-টা ধ্বংসাত্মক।
.
দুই: এই আমলটার মর্যাদা এত্ত বেশি! রোযা, নামায, সাদাকার চেয়েও? এখন থেকে তো তক্কে তক্কে থাকতে হবে।
.
তিন: আমলটা হতে পারে, স্বামী-স্ত্রীর মাঝে মিল ঘটিয়ে, পিতা-পুত্রের মাঝে মিল ঘটিয়ে, ভাই-ভাইয়ের মাঝে মিল ঘটিয়ে, বন্ধু-বন্ধুর সাথে মিল ঘটিয়ে, প্রতিবেশি-প্রতিবেশির সাথে মিল ঘটিয়ে, এমনকি দু’জন অপরিচিত ঝগড়াটের মাঝে মিল ঘটিয়েও। বাসে ঝগড়া-কুস্তিরত দুই জন মহাপন্ডিতের মাঝে মিল ঘটিয়েও।
.
চার: এই আমল দ্বারা আমাদের দ্বীন মযবুত হবে। সমাজ মযবুত হবে। পরিবার মযবুত হবে।
.
আসুন আগে নিজেদের ঝগড়া মিটিয়ে নেই। আশেপাশের ঝগড়া মিটিয়ে দেই! সুন্নাত যে! নবিজী খুশি হবেন!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
.
—উস্তায মুহাম্মাদ আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ

ILMAN NAFIYA

23 Oct, 13:54


🚨 ভিডিও :জাবালিয়া ক্যাম্পের পূর্বে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ

ILMAN NAFIYA

23 Oct, 13:53


🚨 ভিডিও :আল-খাজান্দার এলাকায় আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ

ILMAN NAFIYA

23 Oct, 10:27


আপনার কোনো বান্ধবী পর্দা করতে চাচ্ছেন, কিন্তু পারিবারিক বাধায় পারছেন না। তাহলে আপনার জন্য অাবশ্যক হলো তাকে এক্ষেত্রে যথাসাধ্য সাহায্য করা।

ILMAN NAFIYA

22 Oct, 18:33


"আল্লাহর কসম, নবিজির গাধার গায়ের দুর্গন্ধও তোর গায়ের দুর্গন্ধ থেকে হাজারগুণ উত্তম!"

—শাতিমে রসূল মুনাফিক সরদার আবদুল্লাহ ইবনু উবাইয়ের প্রতি এক সাহাবির অগ্নিঝরা বাক্য

ILMAN NAFIYA

22 Oct, 15:43


শুধু জীবিত নয়, মৃতকেও হাদিয়া দেয়া যায়। মৃতের জন্য হাদিয়া হলো- দোয়া ও সাদাকা।

রাব্বাহ! কবরবাসী প্রিয়জনদের জান্নাত নসীব করুন। (আমীন)

🖊️ উস্তায আতীক উল্লাহ হাফি.

ILMAN NAFIYA

22 Oct, 15:22


মৃত্যুর পর মানুষের নয়টি আফসোসঃ—

১."হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"
-(সূরা নাবা:৪০)

২."হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"
-(সূরা ফজর:২৪)

৩."হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।"-(সূরা আল-হাক্কাহ:২৫)

৪."হায়!আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।"-(সূরা ফুরকান;২৮)

৫."হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।"-(সূরা আহযাব:৬৬)

৬."হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।"-(সূরা ফুরকান:২৭)

৭."হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"-(সূরা আন-নিসা:৭৩)

৮."হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।"-(সূরা কাহফ:৪২)

৯."হায়! এমন যদি কোনো সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।"-(সূরা আনআম:২৭)

ILMAN NAFIYA

22 Oct, 12:41


দ্বীনি জিজ্ঞাসা | ৯

আপনার জিজ্ঞাসা:
দান করার ক্ষেত্রে সন্তানের অংশ থেকে যদি পিতা-মাতা খরচ করেন তবে সাওয়াব কে পাবেন? সন্তান নাকি পিতা-মাতা?

উত্তর প্রদান করছেন
শায়খ সালাউদ্দিন আল মাক্কি (হাফি)
গবেষক, উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কা

উত্তরের অডিও লিংক https://t.me/ilmannafiyaaudio/13

ILMAN NAFIYA

22 Oct, 08:17


দ্বীনি জিজ্ঞাসা | ৮

আপনার জিজ্ঞাসা:
দাওয়াতের উদ্দেশ্যে কাল্পনিক গল্প লেখা জায়েজ কি না? এতে বিদাত হবে কি না?

উত্তর প্রদান করছেন
শায়খ সালাউদ্দিন আল মাক্কি (হাফি)
গবেষক, উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কা

উত্তরের অডিও লিংক https://t.me/ilmannafiyaaudio/12

ILMAN NAFIYA

22 Oct, 05:51


আমল হয়তো কম করেছেন, কিন্তু এটা নিশ্চিত করুন যে, সজ্ঞানে আপনি কোন গুনাহে জড়িয়ে পড়ছেন না।
আরিফ আজাদ

ILMAN NAFIYA

21 Oct, 16:01


গুনাহ করার পরই শুধু তাওবা করতে হবে এমন নয়, তাওবা একটি স্বতন্ত্র ইবাদত। তাওবা গোসলের মতো যত বেশি গোসল- তাওবা, ততবেশি শুদ্ধতা।

_আতিক উল্লাহ

ILMAN NAFIYA

21 Oct, 05:56


দ্বীনি জিজ্ঞাসা | পর্ব - ৭

আপনার জিজ্ঞাসা:
নামাজে সূরা কতটুকু জোরে পড়তে হবে? মুখ নাড়িয়ে? মনে মনে? না আওয়াজ করে?

উত্তর প্রদান করছেন
শায়খ সালাউদ্দিন আল মাক্কি (হাফি)
গবেষক, উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কা


উত্তরের অডিও লিংক https://t.me/ilmannafiyaaudio/11

ILMAN NAFIYA

20 Oct, 16:40


প্রচন্ড ক্লান্তিতে, ব্যাথা-বেদনায় জর্জরিত হয়ে দোয়া করার মতো শক্তি না থাকলে, শুধু ‘ইয়া রব’ তো বলতে পারি। বাকিটুকু তিনি বুঝে নিবেন।

– উস্তায আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ

ILMAN NAFIYA

20 Oct, 16:34


https://youtu.be/VQUyLBDahMk?si=0f2Pf-yMptUb3Aj-

ILMAN NAFIYA

20 Oct, 12:16


🚨 ভিডিও : জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ

ILMAN NAFIYA

20 Oct, 05:30


মানুষ মাত্রই ভুল।কিন্তু ভুল হলে স্বীকার করে নেওয়া,সেগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করাই মুমিনদের সিফাত।আর ভুলের উপর অবিচল থাকা হলো পথভ্রষ্ট অভিশপ্ত শয়তানের পন্থা।আল্লাহ হেফাজত করুন।

সফল তো সে—ই,যে নিজেকে শুধরে নিয়েছে।
সুরা শামস-০৯

ILMAN NAFIYA

19 Oct, 17:17


কারো যদি অনেক বেশি গুনাহ হয়ে যায়, আর সে গুনাহগুলো থেকে মুক্ত হতে চায়, তাহলে সে যেন নামাজের পর নিজের জায়গায় বসে থাকার বিষয়ে গুরুত্ব দেয়; যাতে ফিরিশতারা তার জন্য বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করে।

• আবুল হাসান ইবনু বাত্তাল
• শারহু সাহিহিল বুখারি: ০২/৯৫

ILMAN NAFIYA

19 Oct, 08:29


দুই বিলিয়ন মুসলিমের সম্মান রক্ষায়, ডানহাতসহ পুরো শরীর রক্তাক্ত হয়ে যাওয়ার সত্ত্বেও, বামহাতে লাঠি নিয়ে, পুরো বিশ্বের বিরুদ্ধে জীবনের শেষবিন্দু দিয়ে লড়ে গেছেন।

রাহিমাকাল্লাহু ইয়া আবা ইবরাহীম!

ILMAN NAFIYA

18 Oct, 12:03


🚨 ভিডিও : জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ

ILMAN NAFIYA

18 Oct, 11:21


ইয়াহিয়া আজ বা কাল বিদায় নিবেন। আবু উ!বাইদা ও বিদায় নিবেন।
এটাই সত্য। কি!তাল কেউ বেঁচে থাকার জন্য বুকে টেনে নেয় না। পার্থক্য এটাই যে তারা সফল আর আমরা মুনাফিক।

~উস্তাদ সাঈদুল মোস্তফা হাফি:

ILMAN NAFIYA

18 Oct, 11:20


ইয়াহিয়া আজ বা কাল বিদায় নিবেন। আবু উ!বাইদা ও বিদায় নিবেন।
এটাই সত্য। কি!তাল কেউ বেঁচে থাকার জন্য বুকে টেনে নেয় না। পার্থক্য এটাই যে তারা সফল আর আমরা মুনাফিক।

~উস্তাদ সাঈদুল মোস্তফা হাফি:

ILMAN NAFIYA

18 Oct, 10:33


"গুনাহের একটি শাস্তি হলো, ব্যক্তি হেদায়াত হারিয়ে ফেলবে এবং দ্বীনি জ্ঞান থেকে বঞ্চিত থাকবে।"

— ইমাম ইবনু তাইমিয়্যাহ (রহ.)
[সূত্র: মাজমুউল ফাতাওয়া, ১৪/১৫২]

ILMAN NAFIYA

17 Oct, 13:59


গুনাহের পরিমাণ কমিয়ে ফেলো। কারণ, আল্লাহর সাথে কম গুনাহ নিয়ে সাক্ষাতের চেয়ে উত্তম সাক্ষাৎ নেই।

— উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা
[আয-যুহদ লি ওয়াকী, ২/৫৩৫]
ILMAN Nafiya

ILMAN NAFIYA

16 Oct, 12:08


আসল তাওবাহ হয় কাজে-কর্মে বাস্তবায়নের মাধ্যমে এবং কৃত গুনাহ থেকে ফিরে আসার মাধ্যমে। শুধু মুখে মুখে তাওবার নাম তাওবা না।

— তাবেয়ি আলি ইবনু হুসাইন রাহিমাহুল্লাহ
[ আত-তাওবাহ, ইবনু আবিদ দুনইয়া, ৫৭ ]

ILMAN NAFIYA

15 Oct, 13:47


"আমাদের পাপরাশি যে দুর্গন্ধ ছড়ায় না, সেটাই আল্লাহর অশেষ দয়া।"

— আবুল আতাহিয়্যা (রহ.)

ILMAN NAFIYA

15 Oct, 13:30


🚨 ভিডিও : উত্তর গাজা উপত্যকার জাবালিয়া ক্যাম্পের পূর্বে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ

ILMAN NAFIYA

13 Oct, 22:02


আপনি কোথাও, সুখ পাবেন না। কোথাও সন্তুষ্টি পাবেন না, কোথাও অন্তরের প্রশান্তি খুঁজে পাবেন না। সুখ পাবেন কেবল একজনের কাছেই যিনি এর মালিক। তিনি আপনার রব..

আমরা বন্য পশুর মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি নিজেদের সুখ-সাফল্যের আশায়! অথচ! ভুলে বসে আছি সবকিছুই আসলে তার কাছে এবং তার কাছে ফিরে গেলেই সব পাওয়া যাবে। ফিরে আসুন আপনার রবের দিকে, তবেই পাবেন প্রকৃত সুখ। তবেই পাবেন শান্তি।
.
- শায়খ মুহাম্মাদ হোবলোস (হাফি.)
ILMAN Nafiya

ILMAN NAFIYA

12 Oct, 18:40


যে ব্যক্তি তার ভাই এর অনুপস্থিতিতে তার জন্য দু'আ করে, তার জন্য একজন নিয়োজিত ফেরেশতা আমীন বলতে থাকে এবং বলে, তোমার জন্যও অনুরূপ।❞

— সহীহ্ মুসলিম, হাদিস নং - ৬৬৭৯

ILMAN NAFIYA

12 Oct, 09:02


অন্তরের অন্যতম বড় অপবিত্রতা হলো উত্তম ঈমানদারদের প্রতি বিদ্বেষ পোষণ করা।
.
— ইমাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ
সূত্র: মিনহাজুস সুন্নাহ, ১/২২

ILMAN NAFIYA

11 Oct, 15:46


(অনেক সময়) বান্দার উপর বিপদাপদ আসতেই থাকে, অবশেষে (বিপদ) তাকে এমন অবস্থা করে যে, সে নিষ্পাপ অবস্থায় যমীনে চলাফেরা করে।

তিরমিজি, হাদিস : ২৩৯৮
ILMAN Nafiya

ILMAN NAFIYA

11 Oct, 05:39


নবী ﷺ বলেছেন:- যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জুমাহ্ পর্যন্ত চমকাতে থাকবে।
মিশকাতুল মাসাবীহ (মিশকাত) ২১৭৮

ILMAN NAFIYA

10 Oct, 12:32


দ্বীনি জিজ্ঞাসা | পর্ব — ৬

আপনার জিজ্ঞাসা:
পোড়া কপাল, ভাগ্য ভালো না আমার, ভাগ্য খারাপ - এমন কথা বললে কি গুনাহ হবে?

উত্তর প্রদান করছেন
শায়খ সালাউদ্দিন আল মাক্কি (হাফি)
গবেষক, উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কা

উত্তরের অডিও লিংক https://t.me/ilmannafiyaaudio/10

ILMAN NAFIYA

10 Oct, 06:39


আপনি কোথাও, সুখ পাবেন না। কোথাও সন্তুষ্টি পাবেন না, কোথাও অন্তরের প্রশান্তি খুঁজে পাবেন না। সুখ পাবেন কেবল একজনের কাছেই যিনি এর মালিক। তিনি আপনার রব..

আমরা বন্য পশুর মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি নিজেদের সুখ-সাফল্যের আশায়! অথচ! ভুলে বসে আছি সবকিছুই আসলে তার কাছে এবং তার কাছে ফিরে গেলেই সব পাওয়া যাবে। ফিরে আসুন আপনার রবের দিকে, তবেই পাবেন প্রকৃত সুখ। তবেই পাবেন শান্তি।
.
- শায়খ মুহাম্মাদ হোবলোস (হাফি.)
ILMAN Nafiya

ILMAN NAFIYA

07 Oct, 13:52


হিজরতের দশম বছর
.
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম, রিসালাতের প্রচার-প্রসার, আল্লাহর একত্ববাদ ও গাইরুল্লাহকে বর্জনের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ সমাজ গঠনের কাজ সবেমাত্র সুসম্পন্ন হয়েছে। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন, দুনিয়া থেকে তাঁর চলে যাবার সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ তাঁকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তা সম্পন্ন হয়ে গিয়েছে।
.
আর এজন্যই দশম হিজরিতে নবিজি (সা) মুআজ ইবনু জাবালকে রা. ইয়েমেনের গভর্ণরের দায়িত্ব অর্পণ করে মদিনা থেকে বিদায় নেওয়ার সময় বলেছিলেন, মুআজ, এই বছরের পরে হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। তুমি আমার মসজিদ আর কবরের পাশ দিয়ে হেঁটে যাবে...। নবিজির (সা) মুখে এতটুকু কথা শুনেই মুআজ অঝোরে কাদঁতে শুরু করেন।

| শাইখ সফিউর রহমান মুবারকপুরি
| আর রাহিকুল মাখতুম

ILMAN NAFIYA

06 Oct, 13:19


তোমরা যেখানেই থাকো, তিনি তোমাদের সাথে আছেন।
তোমরা যা করছো আল্লাহ তা দেখছেন। আসমান ও যমীনের নিরংকুশ সার্বভৌম মালিকানা একমাত্র তাঁরই। সব ব্যাপারের ফায়সালার জন্য তাঁর কাছেই ফিরে যেতে হয।

_ [সূরা আল হাদীদ'-০৫]

ILMAN NAFIYA

06 Oct, 12:38


السلام عليكم ورحمة الله وبركاته
🔸ইনশাআল্লাহ আজ ৬ অক্টোবর রোজ রবিবার
📔"কুরআনের গল্প থেকে শিক্ষা" শিরোনামে
📖"সুরা আল-বাকারা থেকে হযরত আদম আঃ গল্প এবং আমাদের জন্য শিক্ষনীয়" নিয়ে আলোচনা
পেশ করবেনঃ
শায়খ সালাউদ্দিন মাক্কী হাফিজাহুল্লাহ
গবেষক; উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়,মক্কা।

https://us02web.zoom.us/j/2113336749?pwd=VWlWRVdDZ2ZWcUwzSW85dU5vMnRYdz09
Meeting ID:2113336749
PassCode:123456
সময়ঃ
🇧🇩সন্ধ্যা---------৬:৪৫
🇸🇩বিকাল-------৩:৪৫
🇮🇳সন্ধ্যা---------৬:১৫
উক্ত সময়ে নিম্নোক্ত লিংকে নিজে যুক্ত হোন এবং অন্যদেরও যুক্ত করে অশেষ নেকী হাসিল করুন।।আল্লাহ্ সুবহানুতা'আলা আমাদের নেক আমলসমূহ্ কবুল করে নিন।আমীন।