সুকুন- The Peace of Heart @sukun_official Channel on Telegram

সুকুন- The Peace of Heart

@sukun_official


যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি...💚

🔗 Facebook Page: https://facebook.com/SukunThePeaceofHeart

সুকুন- The Peace of Heart (Bengali)

সুকুন- The Peace of Heart হল একটি টেলিগ্রাম চ্যানেল যেখানে প্রশান্তির মাধ্যমে মানবকে সমৃদ্ধ করার চেষ্টা করা হয়। এই চ্যানেলে থাকা যাবে রবের পক্ষ থেকে আনন্দময় মানুষদের জন্য প্রশান্তি। এখানে আপনি দেখতে পাবেন নিরাপদ স্থানগুলি, যোগাযোগের পরামর্শ, ধ্যান প্রশিক্ষণ, মেডিটেশন মেটামোর্ফোসিস, স্বাস্থ্যবিধি এবং অন্যান্য উপকারিতা যা আপনার মানসিক স্বাস্থ্য এবং সাধারণ কার্যক্ষমতার উন্নতি করতে সাহায্য করবে। আপনি এখানে কাজের আবেগ, স্থিরতা এবং প্রশান্তির পর্যায়ে তাকাবেন। চ্যানেলে যোগদান করতে নিচের লিঙ্কে ক্লিক করুন: https://facebook.com/SukunThePeaceofHeart

সুকুন- The Peace of Heart

23 Nov, 11:42


শীতকাল এলেই কিছু তরুণ ভাইয়েরা বিয়ে-বউ, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গতা ইত্যাদি নিয়ে এসব রসিকতাপূর্ণ কথাবার্তা পোস্ট করেন।

এদের প্রোফাইল ঘেটে দেখলাম ম্যাক্সিমামই মোটামুটি দ্বীনের সাথে কানেক্টেড। সেই হিসেবেই এটাই অন্তত ভালো বিষয় যে তারা গার্লফ্রেন্ডের চিন্তা না করে বউয়ের চিন্তা করেন৷

কিন্তু সেই সাথে তাদের যদি এই দ্বীনি গায়রতটুকুও থাকতো যে, একটা গাইরতসম্পন্ন দ্বীনদার ছেলের সাথে এটা কখনোই মানানসই নয় যে, সে এসব বিষয় নিয়ে ফেসবুকে এসে রসিকতাপূর্ণ হাহাকার প্রদর্শন করবে।

প্রিয় ভাই, তোমার সামর্থ্য থাকলে তুমি বিয়ে করো। আল্লাহর নিয়ামাতের উষ্ণতা নাও। কোনো নিষেধ নেই। বরং উৎসাহিত। কিন্তু ফেসবুকে এসব করে আসলে তুমি কি নিজেকেই বেগায়রত হিসেবে উপস্থাপন করছো না?

আর সামর্থ্য না থাকলে, সবর করো। সুন্নাহ মেনে প্রস্তুতি নাও। আর হ্যাঁ, একজন মুমিনের শীতকাল শুধুই বিয়ে, বউ, অন্তরঙ্গতার জন্যই সেরা মৌসুম নয়। সালাফরা বলতেন,
الشتاء ربيع المؤمن .

শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল।

কারণ, এর দিন ছোট তাই সিয়াম রাখা সহজ। এর রাত লম্বা তাই পর্যাপ্ত ঘুমিয়েও কিয়াম (তাহাজ্জুদ) করা সহজ। হ্যাঁ যদিও শীতের প্রকোপ আছে, তাই সালাত কষ্টকর। তবে এর বিনিময়ও অনেক বেশি। অধিক ইবাদাত করতে না পারলেও, অধিক গুনাহ থেকে শীত তোমাকে বাঁচিয়ে রাখবে। তাই এটা অন্তত খেয়াল রাখো।

বিয়ে, বউ, অন্তরঙ্গতা এসবকে জীবনের মাকসাদ বানিয়ো না। ধ্যান-জ্ঞান বানিয়ে ফেলো না। জীবন আরও অনেক বড় কিছু। আরও অনেক বেশি কিছু। একটু চিন্তা করো, অনেক কিছু করার আছে তোমার। ছোট্ট এই জীবনেই অনেক কিছুর ব্যস্ততা আছে তোমার।

লেখা : শাকির মাহমুদ সাফাত

সুকুন- The Peace of Heart

22 Nov, 15:14


কবরে গিয়ে যদি দেখা যায়, মাফ পাইনি ধরা খেয়ে গিয়েছি, তারচেয়ে বেশি দম বন্ধ করা কোন কিছু কি হতে পারে? কল্পনা করলেও তো
হাত পা ঠান্ডা হয়ে যায়।

- হোসাইন সাকিব

সুকুন- The Peace of Heart

22 Nov, 12:01


গোপন বিয়ে নারীদের জন্য মহা অভিশাপ। বিয়ে হতে হবে প্রকাশ্যে জানান দিয়ে। যে পুরুষ গোপনে বিয়ে করতে চায়, তাকে সন্দেহ করুন।

- শাইখ আতিক উল্লাহ (হাফিঃ)

সুকুন- The Peace of Heart

22 Nov, 05:35


একটা আরবী লেখায় দেখলাম, দুনিয়ার সমস্যা হচ্ছে হাম্মুন, মানে দুশ্চিন্তা। আখেরাতের সমস্যা হবে যাম্বুন, মানে গুনাহ।

আর অধিক দরূদ পাঠ এই দুইটাই দূর করে। যেমন প্রিয়নবী সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দরূদ পাঠের ব্যাপারে উবাই ইবনু কা'ব রদ্বিইয়াল্ল-হু আনহুকে বলেছিলেন, "এটা তোমার দুশ্চিন্তার জন্য যথেষ্ট হবে, আর তোমার গুনাহও মাফ করা হবে।"

আজ দুরুদ পাঠের দিন।

লেখা- মাড়্রদি ফয়সাল

সুকুন- The Peace of Heart

21 Nov, 16:47


"তোমার নফস তোমার শত্রুর মতো। যখন সে দেখে তুমি সচেতন, মানসিকভাবে শক্ত, তোমাকে মেনে চলে। আর যখন দেখে তুমি গাফেল, মানসিকভাবে দূর্বল, সে তোমাকে তার জালে আটকে ফেলে।"
.
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)

সূত্র: বাদাই আল-ফাওয়ায়িদ, ৩/১২০২

সুকুন- The Peace of Heart

08 Nov, 13:16


আমাদের এক প্রতিবেশি সেদিন বলছিলেন তার ছেলে বউকে তালাক দিয়ে দিবে। কারন ছেলের বউ টিকটক করে। তাকে অনেক বুঝানো হয়েছে যেন এটা না করে। তাদের পরিবারের সাথে যায় না। লোকেরা খারাপ বলছে। কিন্তু সেই বউ টিকটক ছাড়তে নারাজ। সংসার ছেড়ে দিবে কিন্তু টিকটক ছাড়বে না।

আমার বোন টেইলারিং শিখতে একটা কোর্সে এনরোল করেছিলো। টেইলার মাস্টার বয়স ৪৫+ হবে। সে ও তার বয়স্ক বউ অদ্ভুত ভঙ্গিমায় টিকটক করে। এই বয়সে এসে একজন সুস্থ মানুষ কিভাবে নেচে নেচে টিকটক করে আমার বুঝে আসে না।

একটা ভিডিও দেখলাম একজন টিকটকারের ছোট কোলের বাচ্চা মারা গিয়েছে। বাচ্চার লাশটা নিয়ে যাচ্ছে। সেটাও ভিডিও করে টিকটকার বাবা তার টিকটকে ছেড়েছে।

আমি মাঝে মাঝে চিন্তা করি এখনকার ছেলে মেয়েরা যেভাবে টিকটকে আসক্ত হচ্ছে তারাও একদিন সন্তানের বাবা মা হবে। এই সন্তানগুলো তাদের বাবা মা থেকে কি শিখবে? এই টিকটকারদের সংখ্যা কিন্তু কম নয়।

টিকটক কিন্তু মার্কেটিং ও সোশিয়াল কানেক্টিং এর জন্য খুবই ভালো একটা এপ। আপনি চায়নাদের দিকে তাকালে দেখবেন তারা প্রায় সময় অনেক ক্রিয়েটিভ ও শিক্ষনীয় কনটেন্ট নিয়ে টিকটক করে। কিন্তু আমাদের দেশে টিকটকের কনটেন্ট দেখলে অসুস্থ লাগে। মানুষের বিবেক বুদ্ধি দিন দিন যেন কমে যাচ্ছে।

- SH Tamima

সুকুন- The Peace of Heart

08 Nov, 05:28


হারাম থেকে দৃষ্টি ফিরিয়ে রাখা অত্যন্ত শক্তিশালী ‘গোপন ইবাদত’। দৃষ্টি নিয়ন্ত্রণে কলবে নূর সৃষ্টি হয়। ইলম, আমল, রিযিকে বরকত হয়।

~শায়েখ আতিক উল্লাহ

সুকুন- The Peace of Heart

07 Nov, 12:44


জীবনটা একটি যুদ্ধক্ষেত্র যেখানে জান্নাত অর্জন করাই মূল লক্ষ্য। তাই আপনার চিরশত্রু শয়তানের বিরুদ্ধে অবিরাম লড়াই করে চলুন।

~ ড. বিলাল ফিলিপ্স

সুকুন- The Peace of Heart

07 Nov, 09:36


একটা ঘটনার সাক্ষী আছি।

বিয়ে প্রায় ঠিক এমন সময় ওভার ফোনে পাত্রীর মা, পাত্রকে বলল - "বাবা একটা কথা জানা দরকার, এই এই সমস্যা সেটা বেবী নেবার ক্ষেত্রে রিস্ক হতে পারে।" (সঠিক জানা নেই, কোন একটা ফিমেইল টাইপ সমস্যা)

পাত্রের ব্যাপক তাওয়াক্কুল, পাত্র বললেন - "কে বলেছে?"

পাত্রীর মা - "ডাক্তার!"

পাত্র - খালাম্মা, হজরত ইব্রাহিম (আ.) কে সন্তান কে দিয়েছিলেন? কোন ডাক্তার? যাকারিয়া (আ.) কে কোন ডাক্তার সন্তান দিয়েছিলেন? মারইয়াম (আ.) কে সন্তান দান করেছেন, সন্তানের বাবাও লাগেনি, কে উনি? কে আদম (আ.) কে বাবা-মা ছাড়াই জন্মিয়েছিলেন?

আমার তাঁর ব্যাপারে তাওয়াক্কুল আছে।

এনিওয়ে - বিয়েটা হয় আর সন্তানেও ঘর ভরেছে।

আলহামদুলিল্লাহ্‌।

~ শাহ মুহাম্মদ তন্ময়!

সুকুন- The Peace of Heart

06 Nov, 13:10


ধার্মিক এক যুবক দ্বীনদার এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়ের বাবা প্রস্তাব মেনে নেন নি; কারণ ছেলেটা ছিল গরীব।

কিছুদিন পরে আরেকজন যুবক বিয়ের প্রস্তাব দেয়। যদিও সে ধনী ছিল, কিন্তু তার পাপের কথা লোকদের অজানা ছিল না। অথচ মেয়ের বাবা প্রস্তাবটি সাথে সাথে মেনে নেন।

মেয়ে বিয়েতে অমত পোষণ করলে বাবা তাকে বার বার বোঝাতে লাগলেন। বললেন, "দেখ, আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারেন।"

একথা শুনে মেয়েটি বলল, "যিনি হেদায়েত দানের মালিক, তিনি কি রিযিক দানের মালিক নন?"

[শায়খ আল মুনাজ্জিদ (হাফি.)]