সুকুন- The Peace of Heart @sukun_official Channel on Telegram

সুকুন- The Peace of Heart

@sukun_official


যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি...💚

🔗 Facebook Page: https://facebook.com/SukunThePeaceofHeart

সুকুন- The Peace of Heart (Bengali)

সুকুন- The Peace of Heart হল একটি টেলিগ্রাম চ্যানেল যেখানে প্রশান্তির মাধ্যমে মানবকে সমৃদ্ধ করার চেষ্টা করা হয়। এই চ্যানেলে থাকা যাবে রবের পক্ষ থেকে আনন্দময় মানুষদের জন্য প্রশান্তি। এখানে আপনি দেখতে পাবেন নিরাপদ স্থানগুলি, যোগাযোগের পরামর্শ, ধ্যান প্রশিক্ষণ, মেডিটেশন মেটামোর্ফোসিস, স্বাস্থ্যবিধি এবং অন্যান্য উপকারিতা যা আপনার মানসিক স্বাস্থ্য এবং সাধারণ কার্যক্ষমতার উন্নতি করতে সাহায্য করবে। আপনি এখানে কাজের আবেগ, স্থিরতা এবং প্রশান্তির পর্যায়ে তাকাবেন। চ্যানেলে যোগদান করতে নিচের লিঙ্কে ক্লিক করুন: https://facebook.com/SukunThePeaceofHeart

সুকুন- The Peace of Heart

06 Dec, 02:11


একটা আরবী লেখায় দেখলাম,
দুনিয়ার সমস্যা হচ্ছে হাম্মুন, মানে দুশ্চিন্তা।
আখেরাতের সমস্যা হবে যাম্বুন, মানে গুনাহ।
.
আর অধিক দরূদ পাঠ এই দুইটাই দূর করে।
.
যেমন প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দরূদ পাঠের ব্যাপারে উবাই ইবনু কা'ব রদ্বিইয়াল্ল-হু আনহুকে বলেছিলেন, "এটা তোমার দুশ্চিন্তার জন্য যথেষ্ট হবে, আর তোমার গুনাহও মাফ করা হবে।"
.
আজ শুক্রবার!

— মাহদী ফয়সাল (হাফি.)

সুকুন- The Peace of Heart

27 Nov, 16:10


গাজওয়াতুল হি'ন্দ-কে সামনে রেখে হি'ন্দুরা আরো কয়েক বছর আগ থেকে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে। অপরদিকে আমাদের মুসলমানদের হালত দেখুন। আমাদের এখনো আমাদের ভাইদের এটা বুঝানো লাগছে— আমরা সামনে কঠিন এক লড়াইয়ের সম্মুখীন হতে যাচ্ছি; আর তা হলো : গাজওয়াতুল হি'ন্দ।

— মাহমুদুল হাছান

সুকুন- The Peace of Heart

27 Nov, 09:23


আমি অসিয়ত করে যাচ্ছি, আমাকে যদি মেরে ফেলা হয় তবে আপনাদের দায়িত্ব হবে ইসলামকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া।

— শাইখুনা হারুন ইযহার হাফি.

সুকুন- The Peace of Heart

25 Nov, 12:17


ঈমানের স্বাদ জীবনের তিক্ততা ভুলিয়ে দেয়।

বই: আই লাভ কুরআন

#সুকুন

সুকুন- The Peace of Heart

23 Nov, 11:42


শীতকাল এলেই কিছু তরুণ ভাইয়েরা বিয়ে-বউ, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গতা ইত্যাদি নিয়ে এসব রসিকতাপূর্ণ কথাবার্তা পোস্ট করেন।

এদের প্রোফাইল ঘেটে দেখলাম ম্যাক্সিমামই মোটামুটি দ্বীনের সাথে কানেক্টেড। সেই হিসেবেই এটাই অন্তত ভালো বিষয় যে তারা গার্লফ্রেন্ডের চিন্তা না করে বউয়ের চিন্তা করেন৷

কিন্তু সেই সাথে তাদের যদি এই দ্বীনি গায়রতটুকুও থাকতো যে, একটা গাইরতসম্পন্ন দ্বীনদার ছেলের সাথে এটা কখনোই মানানসই নয় যে, সে এসব বিষয় নিয়ে ফেসবুকে এসে রসিকতাপূর্ণ হাহাকার প্রদর্শন করবে।

প্রিয় ভাই, তোমার সামর্থ্য থাকলে তুমি বিয়ে করো। আল্লাহর নিয়ামাতের উষ্ণতা নাও। কোনো নিষেধ নেই। বরং উৎসাহিত। কিন্তু ফেসবুকে এসব করে আসলে তুমি কি নিজেকেই বেগায়রত হিসেবে উপস্থাপন করছো না?

আর সামর্থ্য না থাকলে, সবর করো। সুন্নাহ মেনে প্রস্তুতি নাও। আর হ্যাঁ, একজন মুমিনের শীতকাল শুধুই বিয়ে, বউ, অন্তরঙ্গতার জন্যই সেরা মৌসুম নয়। সালাফরা বলতেন,
الشتاء ربيع المؤمن .

শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল।

কারণ, এর দিন ছোট তাই সিয়াম রাখা সহজ। এর রাত লম্বা তাই পর্যাপ্ত ঘুমিয়েও কিয়াম (তাহাজ্জুদ) করা সহজ। হ্যাঁ যদিও শীতের প্রকোপ আছে, তাই সালাত কষ্টকর। তবে এর বিনিময়ও অনেক বেশি। অধিক ইবাদাত করতে না পারলেও, অধিক গুনাহ থেকে শীত তোমাকে বাঁচিয়ে রাখবে। তাই এটা অন্তত খেয়াল রাখো।

বিয়ে, বউ, অন্তরঙ্গতা এসবকে জীবনের মাকসাদ বানিয়ো না। ধ্যান-জ্ঞান বানিয়ে ফেলো না। জীবন আরও অনেক বড় কিছু। আরও অনেক বেশি কিছু। একটু চিন্তা করো, অনেক কিছু করার আছে তোমার। ছোট্ট এই জীবনেই অনেক কিছুর ব্যস্ততা আছে তোমার।

লেখা : শাকির মাহমুদ সাফাত

সুকুন- The Peace of Heart

22 Nov, 15:14


কবরে গিয়ে যদি দেখা যায়, মাফ পাইনি ধরা খেয়ে গিয়েছি, তারচেয়ে বেশি দম বন্ধ করা কোন কিছু কি হতে পারে? কল্পনা করলেও তো
হাত পা ঠান্ডা হয়ে যায়।

- হোসাইন সাকিব

সুকুন- The Peace of Heart

22 Nov, 12:01


গোপন বিয়ে নারীদের জন্য মহা অভিশাপ। বিয়ে হতে হবে প্রকাশ্যে জানান দিয়ে। যে পুরুষ গোপনে বিয়ে করতে চায়, তাকে সন্দেহ করুন।

- শাইখ আতিক উল্লাহ (হাফিঃ)

সুকুন- The Peace of Heart

22 Nov, 05:35


একটা আরবী লেখায় দেখলাম, দুনিয়ার সমস্যা হচ্ছে হাম্মুন, মানে দুশ্চিন্তা। আখেরাতের সমস্যা হবে যাম্বুন, মানে গুনাহ।

আর অধিক দরূদ পাঠ এই দুইটাই দূর করে। যেমন প্রিয়নবী সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দরূদ পাঠের ব্যাপারে উবাই ইবনু কা'ব রদ্বিইয়াল্ল-হু আনহুকে বলেছিলেন, "এটা তোমার দুশ্চিন্তার জন্য যথেষ্ট হবে, আর তোমার গুনাহও মাফ করা হবে।"

আজ দুরুদ পাঠের দিন।

লেখা- মাড়্রদি ফয়সাল

সুকুন- The Peace of Heart

21 Nov, 16:47


"তোমার নফস তোমার শত্রুর মতো। যখন সে দেখে তুমি সচেতন, মানসিকভাবে শক্ত, তোমাকে মেনে চলে। আর যখন দেখে তুমি গাফেল, মানসিকভাবে দূর্বল, সে তোমাকে তার জালে আটকে ফেলে।"
.
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)

সূত্র: বাদাই আল-ফাওয়ায়িদ, ৩/১২০২

সুকুন- The Peace of Heart

08 Nov, 13:16


আমাদের এক প্রতিবেশি সেদিন বলছিলেন তার ছেলে বউকে তালাক দিয়ে দিবে। কারন ছেলের বউ টিকটক করে। তাকে অনেক বুঝানো হয়েছে যেন এটা না করে। তাদের পরিবারের সাথে যায় না। লোকেরা খারাপ বলছে। কিন্তু সেই বউ টিকটক ছাড়তে নারাজ। সংসার ছেড়ে দিবে কিন্তু টিকটক ছাড়বে না।

আমার বোন টেইলারিং শিখতে একটা কোর্সে এনরোল করেছিলো। টেইলার মাস্টার বয়স ৪৫+ হবে। সে ও তার বয়স্ক বউ অদ্ভুত ভঙ্গিমায় টিকটক করে। এই বয়সে এসে একজন সুস্থ মানুষ কিভাবে নেচে নেচে টিকটক করে আমার বুঝে আসে না।

একটা ভিডিও দেখলাম একজন টিকটকারের ছোট কোলের বাচ্চা মারা গিয়েছে। বাচ্চার লাশটা নিয়ে যাচ্ছে। সেটাও ভিডিও করে টিকটকার বাবা তার টিকটকে ছেড়েছে।

আমি মাঝে মাঝে চিন্তা করি এখনকার ছেলে মেয়েরা যেভাবে টিকটকে আসক্ত হচ্ছে তারাও একদিন সন্তানের বাবা মা হবে। এই সন্তানগুলো তাদের বাবা মা থেকে কি শিখবে? এই টিকটকারদের সংখ্যা কিন্তু কম নয়।

টিকটক কিন্তু মার্কেটিং ও সোশিয়াল কানেক্টিং এর জন্য খুবই ভালো একটা এপ। আপনি চায়নাদের দিকে তাকালে দেখবেন তারা প্রায় সময় অনেক ক্রিয়েটিভ ও শিক্ষনীয় কনটেন্ট নিয়ে টিকটক করে। কিন্তু আমাদের দেশে টিকটকের কনটেন্ট দেখলে অসুস্থ লাগে। মানুষের বিবেক বুদ্ধি দিন দিন যেন কমে যাচ্ছে।

- SH Tamima

সুকুন- The Peace of Heart

08 Nov, 05:28


হারাম থেকে দৃষ্টি ফিরিয়ে রাখা অত্যন্ত শক্তিশালী ‘গোপন ইবাদত’। দৃষ্টি নিয়ন্ত্রণে কলবে নূর সৃষ্টি হয়। ইলম, আমল, রিযিকে বরকত হয়।

~শায়েখ আতিক উল্লাহ

সুকুন- The Peace of Heart

07 Nov, 12:44


জীবনটা একটি যুদ্ধক্ষেত্র যেখানে জান্নাত অর্জন করাই মূল লক্ষ্য। তাই আপনার চিরশত্রু শয়তানের বিরুদ্ধে অবিরাম লড়াই করে চলুন।

~ ড. বিলাল ফিলিপ্স

সুকুন- The Peace of Heart

07 Nov, 09:36


একটা ঘটনার সাক্ষী আছি।

বিয়ে প্রায় ঠিক এমন সময় ওভার ফোনে পাত্রীর মা, পাত্রকে বলল - "বাবা একটা কথা জানা দরকার, এই এই সমস্যা সেটা বেবী নেবার ক্ষেত্রে রিস্ক হতে পারে।" (সঠিক জানা নেই, কোন একটা ফিমেইল টাইপ সমস্যা)

পাত্রের ব্যাপক তাওয়াক্কুল, পাত্র বললেন - "কে বলেছে?"

পাত্রীর মা - "ডাক্তার!"

পাত্র - খালাম্মা, হজরত ইব্রাহিম (আ.) কে সন্তান কে দিয়েছিলেন? কোন ডাক্তার? যাকারিয়া (আ.) কে কোন ডাক্তার সন্তান দিয়েছিলেন? মারইয়াম (আ.) কে সন্তান দান করেছেন, সন্তানের বাবাও লাগেনি, কে উনি? কে আদম (আ.) কে বাবা-মা ছাড়াই জন্মিয়েছিলেন?

আমার তাঁর ব্যাপারে তাওয়াক্কুল আছে।

এনিওয়ে - বিয়েটা হয় আর সন্তানেও ঘর ভরেছে।

আলহামদুলিল্লাহ্‌।

~ শাহ মুহাম্মদ তন্ময়!

সুকুন- The Peace of Heart

06 Nov, 13:10


ধার্মিক এক যুবক দ্বীনদার এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়ের বাবা প্রস্তাব মেনে নেন নি; কারণ ছেলেটা ছিল গরীব।

কিছুদিন পরে আরেকজন যুবক বিয়ের প্রস্তাব দেয়। যদিও সে ধনী ছিল, কিন্তু তার পাপের কথা লোকদের অজানা ছিল না। অথচ মেয়ের বাবা প্রস্তাবটি সাথে সাথে মেনে নেন।

মেয়ে বিয়েতে অমত পোষণ করলে বাবা তাকে বার বার বোঝাতে লাগলেন। বললেন, "দেখ, আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারেন।"

একথা শুনে মেয়েটি বলল, "যিনি হেদায়েত দানের মালিক, তিনি কি রিযিক দানের মালিক নন?"

[শায়খ আল মুনাজ্জিদ (হাফি.)]

সুকুন- The Peace of Heart

05 Nov, 12:22


একটু পর পর কালিমা পড়ার অভ্যাস করুন। কারণ মৃত্যু কখন এসে যায় ঠিক নেই, তাই আমার-আপনার শেষ কথা যেন কালিমা হয়। রাতে ঘুমানোর সময় কালিমা পড়তে পড়তে ঘুমান, হতে পারে এটাই আপনার শেষ ঘুম।

প্রতিদিন সবাইকে মাফ করে ঘুমান। কারও ওপর বিদ্বেষ, ক্ষোভ রেখে যেন মৃত্যু না হয়।

মৃত্যুর জন্য এটুকু প্রস্তুতি তো অন্তত নিতে পারি! এরচেয়ে সহজ প্রস্তুতি তো আর কিছুই হতে পারে না।

~ তানজিল আরেফিন আদনান (হাফি)

সুকুন- The Peace of Heart

04 Nov, 12:41


"তখন তোমাদের কী অবস্থা হবে, যখন দেখবে তোমাদের যুবকরা গুনাহ করছে আর তোমাদের নারীরা অবাধ্য হচ্ছে"
.
উপস্থিত সাহাবীরা বললেন, "ইয়া রাসূলাল্লাহ! এটাও কি হওয়া সম্ভব?"
.
"অবশ্যই, বরং এর চেয়েও ভয়ংকর হবে। আচ্ছা, তখন তোমাদের কী অবস্থা হবে, যখন তোমরা ভালো কাজের আদেশ করবে না এবং খারাপ কাজে বাধাও দেবে না?"
.
সাহাবীরা আবারও অবাক হলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ! এটাও কি হওয়া সম্ভব?
.
"অবশ্যই, বরং এর চেয়েও ভয়ংকর হবে। আচ্ছা, তখন তোমাদের কী অবস্থা হবে, যখন তোমরা খারাপ কাজকে দেখবে ভালো বলা হচ্ছে আর ভালোকে দেখবে খারাপ বলতে?"
.
মুমিনের পাথেয়,
ইবনুল মুবারক,
২য় খণ্ড, হা. ১০৭০
.
হাদীসটা পড়ে মনে হচ্ছে না, যেন আমাদের যুগের কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন! আল্লাহু আকবার! আল-ইয়াযু বিল্লাহ!

- মহিউদ্দিন রূপম

সুকুন- The Peace of Heart

03 Nov, 14:22


আমাদের চূড়ান্ত বিচ্ছেদ সেদিন ঘটবে, যেদিন চোখের সামনেই দেখতে পাবো— আমাদের পরিচিত লোকগুলোর অনেকে জান্নাতে যাচ্ছে আর অনেকে জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে।
.
ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, 'ক্ষণিকের জীবনে প্রিয়জনকে হারিয়ে ব্যাথাতুর হওয়া, এটি বড় কোনো ব্যথা নয়।' ❝প্রকৃত ব্যথা-বেদনা আর কষ্ট তখনই হবে, যখন অনন্তকালের জীবনে প্রিয়জনকে হারাতে হবে।❞
.
❝বিচ্ছেদ তো সেদিন হবে, যেদিন জান্নাতি ও জাহান্নামিদের মাঝে পর্দা ফেলে দেওয়া হবে, দেয়াল ওঠানো হবে।❞

-সংগৃহীত

সুকুন- The Peace of Heart

03 Nov, 11:33


অপ্রয়োজনে এত এত ছবি আপলোড করার কি দরকার? বেগানা নারীরা কি আপনার ছবি দেখে আকর্ষিত নয়? সব না হয় বাদই দিলাম তবুও তো আপনি কারো চক্ষুশীতলকারী জীবন সঙ্গী আপনি তো প্রদর্শনের কোনো বস্তু নয়।

"যে জাতির পুরুষদের মাঝে গায়রত থাকে, সে জাতির নারীদের মধ্যে পবিত্রতা থাকে।"

কিতাবঃ আয-যারিয়াহ ইলা মাকারিমিশ শরীয়াহ,
পৃষ্ঠা নং ৩৪৭

সুকুন- The Peace of Heart

02 Nov, 14:21


হিজাব বা পর্দা আপনার ইচ্ছা বা স্বাধীনতা না। এইটা আল্লাহর ইচ্ছা এবং ফরজ বিধান। আপনার উপর বাধ্যতামূলক।

ইসলামে কোনো ধর্ম নিরপেক্ষতা নাই। আপনি যদি পর্দা না করেন আপনি কবিরা গুনাহগার।

আর যদি আপনার মনে হয় পর্দা আপনার স্বাধীনতা হরন করে তাহলে আপনি অমুসলিম।

আপনাকে আবার কালেমা পড়ে মুসলিম হতে হবে।

- রনি মুন্সি

সুকুন- The Peace of Heart

02 Nov, 11:58


হেদায়াতের জার্নিটা শুরু হয় আল্লাহর জন্য ছেড়ে দেবার মধ্য দিয়ে এবং শেষ হয় আল্লাহকে পাওয়ার মধ্য দিয়ে।
.
অন্যদিকে গোমরাহীর জার্নিটা শুরু হয় দুনিয়ার জন্য আল্লাহকে ছেড়ে দেবার মধ্য দিয়ে এবং শেষ হয় দুনিয়া-আখিরাত সব হারানোর মধ্য দিয়ে।
.
সিদ্ধান্ত এবার আপনার...

- মহিউদ্দিন রূপম

ফেসবুক: https://www.facebook.com/share/p/jnHwqpt45d9KJ41L/

সুকুন- The Peace of Heart

01 Nov, 12:53


যে ব্যথা বান্দাকে তার রবের নিকট নিয়ে যায়,
কতই না উত্তম সে ব্যথা!

— মাহমুদুল হাছান

সুকুন- The Peace of Heart

01 Nov, 05:51


জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্লা-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের মাজলুম, মুজাহিদ, কারাবন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন। আল্লাহ তা'আলা সকল জালিম, মুনাফিক, তাগুত ও কুফফারদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

সুকুন- The Peace of Heart

25 Oct, 19:14


কিছু বাস্তব বিষয় যা অনেকেই গ্রহণ করতে দ্বিধা করে থাকে।

১. সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফির।
২. প্রাপ্তবয়স্ক নারীর উপর নিক্বাব পরে বের হওয়া বাধ্যতামূলক বিধান।
৩. গানবাজনা হারাম।
৪. পুরুষদের দাড়ি কামানো হারাম।
৫. ধূমপান করা হারাম।
৬. পুরুষদের কাপড় টাখনুর উপরে পরা ওয়াজিব।

কোনো একজন আলেম বলেছেন, "একজন মুসলিমকে তার দীনের বিধান মানানোর বিষয়টি কাফিরকে মানানোর চেয়ে কঠিন হয়ে গেছে।" আল্লাহর কাছে এ অবস্থা থেকে নিরাপত্তা চাই।
.
- শাইখ আবু বকর জাকারিয়া হাফিযাহুল্লাহ

সুকুন- The Peace of Heart

23 Oct, 10:32


রিজিকের ৭টি দরজা

১) সালাত:

যে রাস্তাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বস্তুগত ও অবস্তুগত উভয় রকমের রিজিক পৌঁছান, তার মধ্য থেকে এক নম্বর হলো নামাজ। নামাজের মাধ্যমে এবং নামাজের দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক পৌঁছান। [সূরা ত্বহা, ১৩২]

২) তাকওয়া:
অর্থাৎ, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয়ে ইসলামের বিধিবিধানকে শক্তভাবে মেনে চলা। হালাল-হারামগুলো বেছে চলা, আল্লাহকে হাজির-নাজির মনে করা যে, আল্লাহ আমার সামনে উপস্থিত, আমি কীভাবে গুনাহ করতে পারি। [সূরা তালাক, ২-৩]

৩) তাওয়াক্কুল:

আল্লাহর ওপর ভরসা করা। অনুকূল হোক বা প্রতিকূল, বিপদে হোক, আনন্দে হোক—সর্বাবস্থায় আল্লাহর ওপর আস্থা রাখা, ভরসা করা, নির্ভর করা। পরিপূর্ণভাবে আল্লাহর ওপর নির্ভর করা যে, আল্লাহ আপনিই করবেন; আমার কোনো শক্তি নেই, ক্ষমতা নেই; আপনিই করেন, আপনিই করবেন।

৪) ইসতিগফার:

প্রতিদিন বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করা, ক্ষমা চাওয়া। এর মাধ্যমে রিজিক আসে। হাদীসে এসেছে, 'যে ব্যক্তি বেশি বেশি ইসতিগফার করবে, আল্লাহ তাকে সব সঙ্কট থেকে উত্তরণের পথ বের করে দেবেন।' [হাকিম, ৭৬৭৭]

৫) কামাইয়ের চেষ্টা:
যেটা আমরা করি এবং রিজিকের তালাশ বলতে শুধু এটাই বুঝি ও বোঝাই। কুরআনে এসেছে, 'অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো।' [সূরা জুমা, ১০]

৬) আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা:
একটি হাদীসে এসেছে: 'যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে।' [বুখারী, ৫৯৮৫]

৭) বিবাহ করা:

কুরআনে এসেছে, 'তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও...তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন।" [সূরা নূর, ৩২]

হাদীসে এসেছে, 'বিবাহের দ্বারা রিজিক তালাশ করো।' [আল-মাকাসিদুল হাসানাহ, ১৬২]

তার মানে বিয়ের মাধ্যমে রিজিক আসে। তাহলে দেখুন, রিজিকের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ৭টি দোকান দিয়েছে; কিন্তু আমি দোকান খোলা রেখেছি শুধু একটি। কেবল ব্যবসা আর চাকরির দোকান। একটিমাত্র দোকান খোলা রেখে বলছি, 'আল্লাহ, আমার অভাব দূর হয় না, আমার অভাব দূর করে দিন; আল্লাহ, আপনি আমার রিজিকে বরকত দান করুন, আমার রিজিক বাড়িয়ে দিন।' বাকি ছয়টি দোকান বন্ধ রেখে আমি বলছি, আমার রিজিকের অভাব দূর হয় না!

[শামসুল আরেফীন শক্তি হাফি.]

সুকুন- The Peace of Heart

23 Oct, 08:21


যদি কারণ ছাড়া আপনার ভিতরে বিষন্নতা বা অস্থিরতা কাজ করতে থাকে তাহলে জেনে রাখুন- আপনার রুহ চাচ্ছে আপনি যেনো জিকিরে লিপ্ত হন।

নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তর সমূহ প্রশান্ত হয়।

[সূরা আর-আদ: ২৮]

সুকুন- The Peace of Heart

14 Sep, 14:31


দুনিয়াতে মুমিনের অনাবিল সুখ নেই,
অনাবিল সুখের জায়গা আখিরাত

আব্দুল্লাহ বিন মুবারক (রহ.)
(আম্বিহুল মুাতাররিন, ২৮৬)

সুকুন- The Peace of Heart

07 Sep, 15:41


দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে ভালো থাকার জন্য কত আয়োজন! কত পরিকল্পনা আমাদের! অতঃপর আমাদের সব পরিকল্পনার অবসান ঘটিয়ে হাজির হবে মৃত্যু!

— মাহমুদুল হাছান

সুকুন- The Peace of Heart

04 Sep, 14:46


সাধারণত কাউকে ভয় পেলে আমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াই, দূরে দূরে থাকি কিন্তু আল্লাহকে ভয় পাওয়াটা একেবারেই অন্য জিনিস!

এই ভয় যত বেশি প্রকট হয়, আমরা ততোই আল্লাহর কাছাকাছি চলে আসি।

লেখা: আরিফ আজাদ।

সুকুন- The Peace of Heart

02 Sep, 13:33


'মুনাফিক' খুঁজতে আরম্ভ করেছিলাম। যতোবারই 'মুনাফিক' খুঁজেছি, ততোবারই নিজেকে খুঁজে পেয়েছি।

আল্লাহর সাথে কথা দিয়ে কথা রাখিনি, রবের সহিত বিশ্বাস ঘাতকতা করেছি, ওয়াদার খেলাফ করেছি, প্রয়োজন ফুরিয়ে গেলে রবের সহিত আলাপ বন্ধ করে দিয়েছি।

আমি আমাকেই খুঁজে পেয়েছি। মুনাফিক হিসেবে আমাকেই।

-সংগৃহীত

সুকুন- The Peace of Heart

31 Aug, 09:20


কখন বুঝবেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট?

যখন দেখবেন, সারাদিন খাওয়া-দাওয়া, গল্প-আড্ডা, ফেসবুক-টুইটার, ইউটিউব-টিকটক সবকিছুর জন্য সময় পাচ্ছেন; কিন্তু সারা দিন-রাত মিলিয়ে পাঁচটা পৃষ্ঠা কুরআন তিলাওয়াতের সময়-সুযোগ হচ্ছে না। ফরয নামাযের আগে সুন্নতে মুআক্কাদা পড়ার সময় পাওয়া যাচ্ছে না। প্রায়ই কয়েক রাকাত ছুটে যাচ্ছে, এমনকি মাঝেমধ্যে জামাত ছুটে যাচ্ছে।
তখনই বুঝবেন, আপনাকে ঢিল দেয়া হচ্ছে। আপনার রব আল্লাহ আপনার প্রতি খুবই অসন্তুষ্ট এবং নাখোশ হয়ে আছেন।

নিজের এরকম অবস্থা নিয়ে খুব ভয় করা এবং চিন্তিত হওয়া উচিৎ।

~উসামা সিরাজ

সুকুন- The Peace of Heart

30 Aug, 11:21


হতাশার সময় ইস্তেগফার কে আবশ্যক করে নিন। কারণ ইস্তেগফার আপনার সম্ভবনার দুয়ার খুলে দেয়।

— ইবনু উসাইমিন (রহ.)
[শাহরুল কাফিয়া : ৩/১৮৯]

ফেসবুক: সুকুন- The Peace of Heart

সুকুন- The Peace of Heart

29 Aug, 12:46


আপনি যদি বিয়ে করতে আগ্রহী হন, তাহলে সম্ভাব্য জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীর মধ্যে যেন তিনটি বিষয় থাকে তা চেয়ে আল্লাহর কাছে দু’আ করুন:

১) হে আল্লাহ! এমন একজন সঙ্গী দান করুন যে আমাকে আপনার কথা স্মরণ করিয়ে দিবে।

২) হে আল্লাহ! এমন একজন সঙ্গী দান করুন যে জান্নাতে আমার হাত ধরে ঘুরে বেড়াবে।

৩) হে আল্লাহ! এমন একজন সঙ্গী দান করুন যে আমার ঈমানকে বাড়িয়ে দিবে।

— শাইখ মুসলেহ খান

ফেসবুকে: সুকুন- The Peace of Heart

সুকুন- The Peace of Heart

23 Aug, 15:49


শায়খ আহমাদুল্লাহ সৌদি আরবে থেকেছেন অনেক বছর। তারপর প্রতি বছরই একাধিকবার হজ্জ উমরার সফরে আসেন। কিন্তু তিনি এখনো মাদীনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখেননি।
.
গল্পে গল্পে এটা শুনে অবাক হলাম। কারণ, মাদীনা বিশ্ববিদ্যালয় খুব দূরে না। হারাম এরিয়ার মধ্যে। আর তাছাড়া আলিম উলামা থেকে নিয়ে যত মানুষ দেখেছি, মাদীনায় আসলে যিয়ারাতের প্রয়োরিটি লিস্টের প্রথম দিকে থাকে মাদীনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
.
গত রমাদানে আমি শায়খকে বললাম, শায়খুনা! তাহলে চলুন একদিন।
.
তিনি বললেন, না, আমি মসজিদে নববীতে এসেছি।
এখন যদি আপনার ইউনিভার্সিটি দেখতে চলে যাই, তাহলে একটা ওয়াক্ত নামাজ আমি মসজিদে নববীতে আদায় করতে পারবোনা। এখানের ফায়দাটা মিস হয়ে যাবে। আর বারবার এই চিন্তা করেই এখন পর্যন্ত মাদীনা বিশ্ববিদ্যালয় দেখা হয়নি।
.
আমি বুঝতে পারলাম একটা মানুষের গোল কত উজ্জ্বল।
.
তিনি সরকারের উপদেষ্টা হবার মত প্রস্তাব নাকচ করে দিয়েছেন, এতে আমি সবার মত অতটা অবাক হইনি।
.
কারণ আমি জানি, উম্মাহকে নিয়ে উনার যে গোল, উপদেষ্টা হলে সেটাতে ব্যাঘাত ঘটবে।
.
ওনার জীবন থেকে যে শিক্ষাটা নিলাম,
সবার আগে লক্ষ্য। সেই
লক্ষ্যটা পূরণের আগে কোনো এদিক সেদিক না। একটুও না।

লেখা: মাহাদী ফয়সাল

সুকুন- The Peace of Heart

23 Aug, 10:48


একটা ছোট্ট মেয়ে তার শখের মাটির ব্যাংক ভেঙেছে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সাহায্য করবে বলে।

এই দূর্দান্ত, দুর্দমনীয় প্রজন্মকে পরাধীনতার শৃঙ্খলে আটকাবে এমন সাধ্য কার?

লেখা: আরিফ আজাদ