• ────── ✾ ────── •
কিছু অজ্ঞলােক বলে থাকে, আমরা সুদর্শন চেহারা দেখে মহান আল্লাহর বড়ত্বের সাথে পরিচিত হই। এটা নিচক প্রতারণা ও শয়তানি প্রবঞ্চণা। মহান আল্লাহর বহু সৃষ্টি আছে যেগুলাে দেখা বৈধ এবং যেগুলাে তাঁর বিস্ময়কর কুদরতের বহিঃপ্রকাশ। ফুলের বিচিত্র বাহার দেখুন, সেগুলাের সৌরভ নিয়ে ভাবুন। ফুলের সুগন্ধি কিভাবে মানুষের অন্তপ্রাণকে আচ্ছন্ন করে নেয়, তা সম্পর্কে চিন্তা করুন। ফলের বৈচিত্র ও মিষ্টতা সম্পর্কে ভাবুন।
মহান আল্লাহ বলেন...
ফলের প্রতি তাকাও যখন তা পূর্ণতা লাভ করে।
সমুদ্র লেক ও ঝর্ণাধারাগুলাে দেখুন। পৃথিবীর প্রশস্ততা আকাশের উচ্চতা মানুষকে আহবান করে নিজেকে নিয়ে ভাবনার প্রতি।
মহান আল্লাহ বলেন...
“তবে কি তারা দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে এবং আকাশের দিকে কিভাবে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং পর্বতমালার দিকে, কিভাবে তাকে স্থাপন করা হয়েছে এবং ভূমন্ডলের দিকে কিভাবে তাকে বিস্তৃত করা হয়েছে?
ভাবতে মনে চাইলে চাঁদ সূর্য তারকার সৌন্দর্য নিয়ে ভাবুন। বাতাসে উড়ন্ত দৃষ্টিনন্দন পাখি, পানির সাঁতারু বিচিত্র মৎসরাজ কি ভাবনার জন্য যথেষ্ট নয়? শুধু মানুষের চেহারা ভাবনার জন্য রয়ে গেল?
এসবই খোঁড়া অজুহাত। গুনাহের অজুহাত নিকৃষ্ট গুনাহ মতই। হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহ. এর সামনে একবার মনের কাছে পরাজিত একলােক এই অজুহাত পেশ করল যে, আমি তাে সুশ্রীচেহারাগুলাে দেখি আল্লাহর সৃষ্টিনিপুনতা ও কুদরতের কারিশমা অনুধাবন করার জন্য। তিনি লােকটিকে অত্যন্ত শিক্ষণীয় উত্তর দিলেন, বললেন, তুমি তােমার মায়ের লজ্জাস্থান নিয়ে ভাবাে যে, কিভাবে এত সংকীর্ণ পথ দিয়ে তোমার মত মানুষ জন্ম দিয়েছে!
উৎসঃ কুদৃষ্টি | পৃষ্ঠা-২৩
─━━━━━━━━⊱✿⊰━━━━━━━─
আমাদের Telegram চ্যানেল সমূহ:
HA | IL | IA | IM | IIQ | IIS | IIA | SIB | SW | SA | IA | IA | HAI | WA1 | WA2 | WA3
কয়েকটি ইসলামী এন্ড্রয়েড Apps:
IJ | MB | MQ | AHM | KQ | SLT