Humairar Abbu @munnasky27 Channel on Telegram

Humairar Abbu

@munnasky27


প্রচার কর যদি একটি মাত্র আয়াতও হয়। (বুখারী - ৩৪৬১)

Humairar Abbu (English)

Are you looking for a channel that celebrates the rich culture and traditions of Bangladesh? Look no further than 'Humairar Abbu' on Telegram, managed by the talented username '@munnasky27'. This channel is a treasure trove of content that showcases the beauty of Bangladesh, from its vibrant festivals to its mouthwatering cuisine. 'Humairar Abbu' is a place where you can immerse yourself in the diverse and colorful world of Bangladeshi culture. The channel is managed by a dedicated individual who is passionate about sharing the best of Bangladesh with the world. Whether you're a Bangladeshi expat missing home or simply someone interested in learning more about this fascinating country, 'Humairar Abbu' is the perfect channel for you. Join us today and let's celebrate the beauty of Bangladesh together!

Humairar Abbu

12 Feb, 14:44


আয়নাঘরের দেওয়াল
#আয়নাঘর

Humairar Abbu

11 Feb, 17:17


#আলহামদুলিল্লাহ #মাশাআল্লাহ

ভালো ডিসিশন ভাইয়েরা সযোগ
মিস না করে কাজে লেগে পড়েন।
এই সযোগ হাত ছাড়া করা যাবেনা
সওয়াবও পাইলেন হাদিয়াও পাইলেন।

Humairar Abbu

11 Feb, 16:11


- সুবহানাআল্লাহ 💖

Humairar Abbu

10 Feb, 18:38


কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এসব বলা অভ্যাস করুন, তাহলে সেকুলার কুকুদের মুখ বন্ধ ভোতা হয়ে যাবে। ❤️‍🔥

Humairar Abbu

10 Feb, 16:19


আবূ হুরাইরাহ্‌ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِنَّ اللَّهَ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلاَلِى الْيَوْمَ أُظِلُّهُمْ فِى ظِلِّى يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلِّى

কিয়ামাতের দিন আল্লাহ বলবেন, আমার মাহাত্মের নিমিত্তে যারা একে অপরকে ভালোবেসেছে তারা কোথায়? আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়ায় ছায়া দান করব। আজ এমন দিন, যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোন ছায়া নেই।

[সহীহ মুসলিম, হাদীস ২৫৬৬]

পাদটীকা:
এই পুরস্কার তাদের জন্য যারা কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য একে অন্যকে ভালোবাসে। তাদের এই ভালোবাসার পেছনে দুনিয়ার কোন স্বার্থ থাকেনা। মুসলমানরা একে অন্যকে যখন দ্বীনি ভাই হিসেবে ভালোবাসে সে ভালোবাসাও এর অন্তর্ভুক্ত।

Humairar Abbu

10 Feb, 16:11


নতুন মধু কালেক্ট এখনি নতুন মধু পেতে অর্ডার করুন।🍯🥰

01775316285

Humairar Abbu

09 Feb, 15:39


যে আল্লাহকে নিজের জন্য যথেষ্ট মনে করে।🤍

Humairar Abbu

08 Feb, 17:01


সহমত ভাই !❤️‍🔥

Humairar Abbu

08 Feb, 16:13


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েন!⚠️💔

আমার একটা ছোট ভাইয়ের এক্সিডেন্ট হয়েছিল, সবাই দোয়া করবেন! আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তায়ালার রহমতে সে অনেক ভাল আছে। কাল হয়তো বা আমার ছোট ভাইটা খুলনায় আড়াইশো বেটে ভর্তি ছিল। এখন সে বাসায়, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে অনেক ভালো আছে। সেখানে গিয়ে এই কাকুটাকে আমি দেখছিলাম আর এই কাকুটার সঙ্গে পরিচয় হয়েছিল। এই কাকুটার নাম মোঃ জালাল, উনার বাড়ি বরিশাল ইনি অ্যাক্সিডেন্ট করে খুলনায় মেডিকেল হসপিটালে ভর্তি রয়েছে। উনার দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ নাই! একটা সন্তান আর স্ত্রী রয়েছে উনাদের কোন খোঁজ নাই। উনার বাসায় যাইতে নাকি ৭০০ / ৮০০ টাকা লাগবে, তাই আমি ওনার সাহায্যর জন্য সমস্ত ওয়েবসাইটে পোষ্ট করছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার রহমতে এবং আপনাদের ভালোবাসায় ১১০০ টাকা মতন উঠছিল,। উনার একটি পা একদম আগুনে পুড়ে ঝলসে গেছে। সেখানে মনে হয় গন্ধ ও হয়ে গেছে। উনাকে খুলনা মেডিকেল হসপিটালে ৯ ১০ ১১ এই কোন একটা বেডে খুঁজলে পাওয়া যাবে, যদি আপনারা কেউ যান ইনশাআল্লাহ খুজে পাবেন। উনি তিতীয় তালায় বিল্ডিংয়ে রয়েছে। আমার ছোট ভাই খুব অসুস্থ ছিল রাতে এক সেকেন্ড আমি ঘুমাইনি আমি ওনার রাতের কষ্ট দেখে চোখে পানি ধরে রাখতে পারি নাই! সারারাত কষ্টে ছটফট করে। উনি আমার কাছে কিছু টাকা চাইছিল বাসায় যাবে বলে ৭ ৮০০ টাকা মতন। কিন্তু আমার কাছে টাকা ছিল কিন্তু টাকা দেওয়ার কোন সিস্টেম ছিল না। কারণ আমার ভাইটা অসুস্থ ছিল আমার টাকার প্রয়োজন ছিল।

উনি বাসায় যেতে চায় কিন্তু উনার কাছে টাকা নাই! আমি টাকা ম্যানেজ করে দিতে চাইছিলাম আর আল্লাহতালার রহমতে করছিলাম। ও। কিন্তু টাকাটা ওনাকে দিব সেই সৌভাগ্য হয়নি।💔 আমি যখন টাকা উঠাতে গিয়েছিলাম আর ঔষধ কিনতে গেছিলাম তারপরে এসে দেখি উনি উনার বেডে নাই! আশেপাশের বেডের লোকের কাছে শুনলাম দিনের বেলা ওই পোড়া ঝলসানো পা নিয়ে উনি নাকি মানুষের কাছে ভিক্ষা করে, সামান্য খাবার জোগাড় করবে এজন্য। আর যে টাকাটা ভিক্ষা করে পাই ওই টাকাটা দিয়ে নাকি উনি সামান্য কিছু কিনে খায়। এইজন্য উনাকে আমি পাইনি আর আপনাদের দেওয়া টাকাটা আমি ওনাকে দিতে পারি নাই!💔 আমি রাত পর্যন্ত থাকলে হয়তো ওনাকে টাকাটা দিতে পারতাম। কিন্তু আমার রোগীর ছাড় পাত্র পেয়ে গেছিল এজন্য আমাকে চলে আসতে হয়েছে। এজন্য আপনারা যে টাকাটা আমাকে দিয়েছিলেন আমি উনাকে সেই টাকাটা দিয়ে আসতে পারি নাই!💔🥺 এজন্য আপনারা যে যা টাকা দিছেন সবার টাকা ফেরত দিতে চায়। অলরেডি একজনের টাকা ফেরত দিয়েছে আলহামদুলিল্লাহ ৫০০ টাকা। আর এক ভাইকে এসএমএস করছি উনার টাকাটা ও ফেরত দিতে চাই। কিন্তু উনি বলছে সমস্ত টাকা এক জায়গায় করে কোন একটা অসহায় দরিদ্র মানুষের ঔষধ কিনে দিন। আমার টাকাটা দিতে হবে না। এখন কি করবো বলুন? কিন্তু আপনারা যারা টাকা দিছেন আমি আপনাদের টাকাটা ফেরত নিতে চান ইনশাআল্লাহ। আপনারা শুধু একটু এসএমএস করুন কিংবা কমেন্ট করুন আমি সবার টাকা ফেরত দিতে চাই। কারণ আমি আমানতের খেয়ানত করতে চাই না।একজনের নাম করে টাকা উঠাইছি। আর একজনকে দিলে কেমন জানি একটা হয়ে যায়।

এখন আপনারা বলুন আপনাদের টাকাটা কি করব এখন?

Humairar Abbu

07 Feb, 21:27


জীবনের প্রথম বড় হসপিটালে আসলাম এসে অসুস্থ হাজারো রোগীর যে অবস্থা দেখলাম। এটা দেখে আর পৃথিবীর প্রতি কোন মায়া কোন টান কোন কিছুই আর নাই। এয়া রব। 💔🥺

Humairar Abbu

06 Feb, 08:23


নতুন মধু কালেক্ট। আজকে ঈদ উপলক্ষে প্রতি কেজি মধুতে 50 টাকা ছাড়।🍯😍

Humairar Abbu

06 Feb, 08:22


আলহামদুলিল্লাহ আজকে নতুন মধু কালেক্ট করছি। আর আজকে ঈদ উপলক্ষে স্বৈরাচার শেখ হাসিনার ধানমন্ডি ৩২ নম্বর ফ্ল্যাটটা জয় বাংলা হয়ে গেছে— সেই উপলক্ষে আমরা প্রতি কেজি মধুতে 50 টাকা ছাড় দিয়েছি। 🍯😍

🍯🐝 আমাদের কাছে পাচ্ছেন আপনারা সুন্দরবনের ১০০% খাঁটি মধু পাচ্ছেন গ্রাম অঞ্চলের চাকের মধু ইনশাআল্লাহ ।

আমি চাই সব'সময়! আমার ভাই-বোনদের মুখে ভালো জিনিসটাই তুলে দিতে। কারণ দুনিয়াটা হারাম ব্যবসা দিয়ে ভরে গেছে, ভেজাল জিনিস দিয়ে ভরে গেছে।

আমরা হালাল ব্যবসা শুরু করছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাচ্ছেন 100% খাটি মধু ইনশাআল্লাহ। আমরা চাই আমার ভাই-বোনদের মুখে ভালো জিনিসটাই তুলে দিতে— আলহামদুলিল্লাহ। কারণ — হালাল ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে মহান আল্লাহ বলেন,— أَحَلَّ اللهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ‘আল্লাহ ব্যবসাকে হালাল এবং সূদকে হারাম করেছেন’ (বাক্বারাহ ২/২৭৫)। অন্যত্র এরশাদ হচ্ছে, يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ ‘হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ।’ (নিসা ৪/২৯)।

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মধুর ব্যবসা শুরু করছি। আমাদের বাসা সুন্দরবনের কাছাকাছি তো আল্লাহর রহমতে একদম ১০০% পিওর খাঁটি মধু পাবেন- আমাদের কাছে। অনু পরিমাণ কোন ভেজালযুক্ত মধু পাবেন না। যদি কখনো কেউ প্রমাণ করতে পারেন- মধুতে ভেজাল রয়েছে ইনশাআল্লাহ নিজ দায়িত্বে ব্যবসা ছেড়ে দিব।

জাযাকাল্লাহ খাইরান

কেউ মধু নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন
whatsapp কিংবা টেলিগ্রাম চ্যানেলেও যোগাযোগ করতে পারেন।

📲 01775316285

Humairar Abbu

06 Feb, 06:36


ধৈর্য দরুন না হলে আব্বু মাইন্ড করবে,,হা হা এটাই বাস্তব 😁

Humairar Abbu

06 Feb, 03:55


ধানমন্ডি ৩২ দেখলেই অন্তরে শান্তি লাগতেছে।😌🥰

Humairar Abbu

05 Feb, 16:58


সারা দেশে অবশিষ্ট মুজিবের মুর্তি জয় বাংলা করে দিন। খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিবের একটা বিশাল মূর্তি আছে এখনো। ঐটা আজ রাতে জয় বাংলা করে দেন। ফ্যাসিবাদের সকল চিহ্ন বিলোপের মধ্যেই আছে জুলাই বিপ্লবের সফলতা।

Humairar Abbu

05 Feb, 15:28


ফ্রম ৩২ নাম্বার ✌️

Humairar Abbu

21 Jan, 16:20


আল্লাহ্‌র কাছে সর্বাধিক প্রিয় আমল কী? 

Humairar Abbu

20 Jan, 12:40


তাগুত-কে বর্জন করা ছাড়া ঈমান হতে পারে না | শায়েখ জসিমুদ্দীন রাহমানী (হাফি.)🎙️

Humairar Abbu

20 Jan, 11:09


Alhamdulillah ❤️

Humairar Abbu

19 Jan, 14:38


ছোট মৌমাছির মধু শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা আবার কালেক্ট করার চেষ্টা করতেছি। যারা নিতে চাইছিলেন যাদেরকে আমরা মধু দিতে পারি নাই! দুঃখিত রাগ কইরেন না। ইনশাআল্লাহ আমরা নতুন করে ছোট মৌমাছির মধু কালেক্ট করার চেষ্টা করতেছি কালেক্ট করে আপনাদের ইনশাল্লাহ আবার দেওয়ার চেষ্টা করব। 💔🥰

Humairar Abbu

19 Jan, 14:30


উম্মাহর বোন আফিয়ার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে,
সবাই দো'আ করতে থাকুন।
.
কিছু মিডিয়া নিউজ করতেছে শীঘ্রই মুক্তি পাচ্ছেন,
তবে বিষয়টি আসলে এরকম নয় যে মুক্তির ফয়সালা হয়ে গিয়েছে।

তবে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আর মুক্তি না পেলেও আশা করা যাচ্ছে অন্তত সাজা কমানো হবে ইনশাআল্লাহ।
তাই সবাই দো'আ করতে থাকুন।
আল্লাহ বোনের কল্যাণময় মুক্তি তরান্বিত করুক।

Humairar Abbu

19 Jan, 13:42


আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার
মধু এখন নেটের থেকে বাসায় বেশি বিক্রয় হচ্ছে🍯🥰

Humairar Abbu

19 Jan, 09:43


রাসুলুল্লাহ (সাঃ) দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করছেন।

Humairar Abbu

18 Jan, 08:32


এমন ছোট ছোট রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নাহ আমরা ও চাইলেই পালন করতে পারি। আলহামদুলিল্লাহ যদি এই হাদিস গুলো একটু মনে রাখা যায়।❤️

Humairar Abbu

17 Jan, 08:54


এই মৌমাছিগুলো শুধু গাছের খোড়ালে বাসা বাধে এই মধু পাওয়া খুব কষ্টের। এই মধু কালেক্ট করা ও খুব কষ্টের ব্যাপার। 🍯🥰

Humairar Abbu

17 Jan, 08:27


আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর ক্ষুদে মৌমাছির মধু!🍯🥰কালেক্ট করলাম, দুই তিন কেজি হবে। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আমরা হাতে পেয়েছি ক্ষুদে মৌমাছির মধু।🥰🍯 যদি কেউ নিতে চান ইনশাল্লাহ দেওয়া যাবে ৩৫০০ টাকা কেজি পড়বে।

যদি কেউ নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন কিংবা ফোন করুন 01775316285 📱

Humairar Abbu

17 Jan, 08:27


এই মধু একবার খেলে মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আশা করা যায় মনে থাকবে যে কোন এক সময় আপনি মধু খেয়েছিলেন। সত্যিকারের মধু। 🥰🍯

Humairar Abbu

16 Jan, 16:44


বোন আফিয়া সিদ্দিকীর জন্য আজকের ভিতর আরো ৪৫ হাজার সাক্ষর লাগবে।
যারা দেননি তারা সাক্ষর দিন, ইনশাআল্লাহ!
.
সবাই মিলে চেষ্টা করলে কাজটা খুব একটা কঠিন হবে না, ইন শা আল্লাহ!
লিংক - https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency

Humairar Abbu

15 Jan, 11:07


শাইখ রহমানি হাফি. হাসপাতালে ভর্তি।
আল্লাহ তুমি শাইখ এবং আমাকে সুস্থ করে দাও। আমীন

Humairar Abbu

14 Jan, 11:31


ড. আফিয়া সিদ্দিকী তিনি হচ্ছেন সেই মহিলা যিনি রাসূল (ﷺ) কে স্বপ্নে দেখেছিলেন আর জিজ্ঞাসা করেছিলেন আমার এই পরীক্ষা কবে শেষ হবে? রাসুল (ﷺ) অশ্রুসিক্ত হয়ে তাঁকে বলেছিলেন,
“এটা তোমার পরীক্ষা না, এটা আমার উম্মতের পরীক্ষা"

এ উম্মাহর পক্ষে সম্ভব হয়নি আফিয়া সিদ্দিকী বোনকে মুক্ত করা। আল্লাহ আমাদের অক্ষমতা দূর করুন। আমাদের ক্ষমা করুন (আমিন)

Humairar Abbu

14 Jan, 08:51


🤍🍂

Humairar Abbu

13 Jan, 14:03


একজন প্রকৃত তাকওয়াবান পুরুষ পৃথিবীতে সবার থেকে দুইজন নারীকে বেশি সম্মান করে এবং ভালোবাসে এক হচ্ছে তার মা' দ্বিতীয় হচ্ছে  তার প্রিয়তমা স্ত্রী'। 🍂🤍

Humairar Abbu

13 Jan, 12:43


আপনার ভালবাসা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে।💔🙂

Humairar Abbu

11 Jan, 14:45


https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency?fbclid=IwY2xjawHu1yJleHRuA2FlbQIxMQABHUsLTk2DgLLKTQfETWPan_F0BzshM4ggYYAluiC_vUpOljbxHde6ZIZX4A_aem_SZNlY2zgkRhKIFTcvJT9tQ

Humairar Abbu

11 Jan, 14:45


উম্মাহর বোন ড. আফিয়া সিদ্দিকীর জন্য এগিয়ে আসুন।
আমাদের বোনের মুক্তির দাবিতে দশ লাখ সাক্ষর প্রয়োজন।
ড. আফিয়ার আইনজীবী আগেও এভাবে অনেককে মুক্ত করেছেন, তিনি আশাবাদী আফিয়াকেও একসময় মুক্তি দেওয়া হবে।
দশ লাখ সাক্ষর পূরণ করতে আরও ১ লাখ ৭৫ হাজার সাক্ষরের প্রয়োজন।
রবিবারের মধ্যে এই বাকি সাক্ষর গুলো পূর্ণ করতে হবে।

মুফতি তাকী উসমানী সাহেবও সবাইকে সাক্ষর করতে বলেছেন,
আল ফিরদাউস মিডিয়া ও মুহতারাম আসিফ আদনান ভাইও পোস্ট করেছেন।
সবাই এগিয়ে আসুন, উম্মাহর বোনের জন্য।

এটা সবাই প্রচার করুন, হাইলাইটস করুন, এটা নিয়ে সবাই কথা বলুন,
অন্তত দশ-বিশ জনকে হলেও পোঁছে দিন।
আল্লাহ আমাদের ক্ষমা করুক, আমাদের বোনের মুক্তি তরান্বিত করুক।
(পিটিশন লিংক কমেন্টে)

Copy_post

Humairar Abbu

11 Jan, 14:42


🤍

Humairar Abbu

11 Jan, 14:42


🤍

Humairar Abbu

11 Jan, 03:07


আজ তুমি ধনী হতে পারো, কিন্তু আগামীকাল তুমি সবকিছু হারিয়ে ফেলতে পারো, এর কোন নিশ্চয়তা নেই।

তোমাদের ধন-সম্পদ, যশখ্যাতি সব আল্লাহর দান, আর তিনি যখন ইচ্ছা তা ফিরিয়ে নিতে পারেন।

সুতরাং, আপনার রব আপনাকে যে নিয়ামত দিয়েছে তা নিয়ে অহংকার করো না।

নিজের মেধা, নিজের জ্ঞান, আল্লাহর দেয়া হালাল সম্পদকে কাজে লাগান, অভাবীকে সাহায্য করুন এবং তার সাহায্যে এগিয়ে আসুন যাকে আপনার দরকার।

মনে রাখবেন, আপনি মারা গেলে আপনার রেখে যাওয়া টাকা পয়সা সাথে নিতে পারবেন না, কিন্তু আপনার সৎ কর্মগুলো আপনার সাথে থাকবে, থাকবে আপনার আমলনামায়। কবরে আপনার রূহের ঠিকানা হবে তখন ইল্লিনে...

"তোমার ধনসম্পদ ও সন্তান-সন্ততি একটি পরীক্ষা মাত্র।" (সূরা আত-তাগাবুন, ১৫)

#California_fire

Humairar Abbu

10 Jan, 16:17


কিছু আগুন কান্নার নয় হাসির,🥰
আলহামদুলিল্লাহ
পুরে ছাই হচ্ছে, জুলুম কারিদের বড় বড় দালান এবং দামি দামি সব কিছু,,
আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর গজব,,☝️❤️‍🔥

Humairar Abbu

10 Jan, 15:39


😩😀

Humairar Abbu

10 Jan, 15:34


দেখ তুমি যেটা ভালো মনে করো!

Humairar Abbu

10 Jan, 09:03


এই বিষয়ে অজ্ঞতা কোনো অজুহাত হবে না।❤️‍🔥

Humairar Abbu

09 Jan, 09:56


হে আমার প্রতিপালক! আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য হতেও। হে আমাদের প্রতিপালক! আমার দুআ কবুল করুন।

— সূরা ইব্রাহীম, আয়াত : ৪০

Humairar Abbu

08 Jan, 14:03


অতঃপর, মানুষ চিরকালের জন্য একা!💔🙂

Humairar Abbu

07 Jan, 14:10


আমি কাউকে জাতির পিতা মানিনা!
জাতীর পিতা একজনই “হযরত আদম (আঃ)”
- মেজর ডালিম

Humairar Abbu

06 Jan, 15:16


আহ্ অন্তরে শান্তি লাগছে লেখাটি দেখে।😌🥰

Humairar Abbu

06 Jan, 14:56


সারাটা জীবন আয়না পরিস্কার করলাম আসলে ময়লাটা চেহারায়।
-গালিব।

Humairar Abbu

05 Jan, 17:03


মেজর ডালিম ❤‍🔥

Humairar Abbu

05 Jan, 17:02


৫০ বছরের লুকানো ইতিহাস, সারা রাত বললেও শেষ হবে না! 🔥

Humairar Abbu

05 Jan, 15:15


https://www.youtube.com/live/UFMuU-9w4jM?si=qDQ_DOS3IBmyyMVk

Humairar Abbu

05 Jan, 12:16


বুদ্ধিমানদের কথা বুঝতে হলে বুদ্ধিমান হতে হয় তা না হলে বোকারা কখনো বুদ্ধিমানদের কথা বুঝে না!🙂

Humairar Abbu

05 Jan, 03:20


রাসূলুল্লাহ ﷺ বলেছেন "তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে খরচই করও না কেন, তোমাকে এর প্রতিদান দেয়া হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও।

[অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য যে খাবার তুলে দাও তার জন্যও প্রতিদান পাবে ]"।
.
[ সহিহ বুখারী, হাদিস ৫৬]

Humairar Abbu

05 Jan, 00:34


ফজরের নামাজ শেষে বাসায় ফেরার পথে- গাছ থেকে পড়ে যাওয়া ফুলটা টুকুস করে উঠিয়ে নিয়ে আসুন, আপনার প্রিয়তমা স্ত্রীর জন্য। আপনার প্রিয়তমা স্ত্রী ও খুশি হবে। মহান রব ও খুশি হবেন।🌺🤍

— Humairar Abbu

Humairar Abbu

04 Jan, 16:29


বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র
মাটির নিচে তেল, কয়লা,
গ্যাস, সোনা, মুক্তা খুঁজে।
আর ভারত খুঁজে
মসজিদের নিচে
মন্দির আছে কিনা!

- শহীদুল আলম

Humairar Abbu

04 Jan, 13:50


আলহামদুলিল্লাহ — আস্তাগফিরুল্লাহ 🤲🌼

Humairar Abbu

03 Jan, 13:52


আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাচ্ছেন আপনারা গ্রাম অঞ্চলের চাকের মধু 🍯🥰

Humairar Abbu

02 Jan, 12:27


আসমান থেকে জমিন পর্যন্ত নেকি ইনকাম করতে চান। কথাটা শুনুন।🥰 শাইখ জামশেদ মজুমদার (হাফিঃ)🎙️

Humairar Abbu

02 Jan, 07:11


গ|জ|য় সারি সারি লাশ একসাথে দাফন।
কাফনের কাপড় শেষ, তাই পলি দিয়ে শেষ বিদায়!

❝আপনি যদি উম্মাহর ব্যাপারে উদ্বিগ্ন না হন,
তবে বুঝে নিন - আপনি " মৃত❞
- শাইখ আবু নাওয়ার (রাহি.)

Humairar Abbu

02 Jan, 07:11


আহ্ মহান রব এমন মৃত্যু দান করুক আমিন এয়া রব 🤲🥺

Humairar Abbu

02 Jan, 04:17


নারী'বাদীরা এখন চুপ কেন!?

Humairar Abbu

01 Jan, 14:25


প্রকৃত আশেকে রাসূল!❤️‍🔥
(ফাক্কাল্লাহু আসরাহুম)

Humairar Abbu

31 Dec, 15:00


যারা Happy New Year কে আতশবাজি কিনে টাকা অপচয় করতেছেন, তারা আমার Gazar ভাই বোনদের দেখুন, কি জবাব দিবেন কিয়ামতের দিন আল্লাহর কাছে!💔🙂

Humairar Abbu

31 Dec, 11:04


New Year!💔

Humairar Abbu

30 Dec, 15:21


মাশা আল্লাহ, গতকাল কুষ্টিয়াতে শায়খ জসিমুদ্দীন রহমানী (হাফি.) এর আগমন উপলক্ষে কয়েক কিলোমিটার জুড়ে পতাকাবাহী বাইক শোডাউন হয়েছে"
আল্লাহ ভাইদের কবুল করুন!😌❤️‍🔥

Humairar Abbu

30 Dec, 12:59


আফসোস থার্টি ফার্স্ট নাইট পালন করা। মুসলিম ছেলে মেয়ে গুলোও নিজেকে মুসলিম হিসেবে দাবি করে-!💔🙂

Humairar Abbu

29 Dec, 14:39


আমরা আল্লাহর দ্বীনকে বিজয় হিসেবে দেখতে চাই! ইনশাআল্লাহ ☝️❤️‍🔥

— শায়েখ হারুন ইজার (হাফিঃ)🎙️

Humairar Abbu

29 Dec, 14:19


■ থার্টি ফার্স্ট নাইট কি ইসলাম সমর্থিত?

১. অ-শ্লী-লতা ও বে-হা-য়াপনা:

এ রাত্রিকে কেন্দ্র করে চলে অশালীন ও বে-হা-য়াপনার মহোৎসব। যুবতীরা আঁটসাঁট, অশালীন ও অর্ধ ন-গ্ন পোশাক পরিধান করে অবাধে চলাফেরা করে। অথচ এ প্রসঙ্গে নবী (সা:) বলেন,

“ঐসব নারী যারা হবে পোষাক পরিহিতা কিন্তু প্রায় নগ্ন। যারা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। তাদের মাথা বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না।”
(সহীহ মুসলিম: ২১২৮)

২. শিরক যুক্ত শ্লোগান:

মুসলিমদের অনেকেই বর্ষবরণ করতে দিয়ে শিরকের মধ্যে লিপ্ত হয়ে ইমান হারা হচ্ছে। আর তাদের শ্লোগান হচ্ছে-

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নি স্নানে সূচি হোক ধরা।”

উক্ত শ্লোগানে অ-গ্নি-পূজ-কদের আ-গু-ন দ্বারা পবিত্র হওয়ার ভ্রান্ত বিশ্বাস সু-স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। অথচ অ-গ্নি-কে সম্মান করা, আ-গু-নে-র কাছে সাহায্য চাওয়া এবং আ-গু-ন দ্বারা পবিত্র হওয়ার ধারণা করা শিরক। আর আল্লাহ তা’য়ালা বলেন,

“নিশ্চয় আল্লাহ তা’য়ালা তার সাথে শিরুক কারীকে ক্ষমা করবেন না।”
(সূরা নিসাঃ ১১৬)

৩. বিজাতীয় সাদৃশ্য:

থার্টি ফার্স্ট নাইট উদযাপন সম্পূর্ণরূপে বিজাতীয় সংস্কৃতি। এ রাত্রিতে বলে ও ম্যাসেজের মাধ্যমে অভিবাদন জানানো, আতশবাজি, পটকাবাজি, ফ্যাশন শো, ফায়ার প্লে, ট্যাটাে বা উল্কি  অংকন, ডিজে পার্টি ও কনসার্ট, নেশা সেবনসহ বিজাতীয় সংস্কৃতির সাথে সাদৃশ্য রাখে। ইসলাম এটি কঠোরভাবে নিষেধ করেছে।

রাসূল (স.) বলেছেন,
“যে ব্যক্তি কোনাে সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত।”
(আহমদ, আবু দাউদ, মিশকাতঃ ৪৩৪৭)

■ যুব সমাজকে ধ্বংস ও নারীদের সম্ভ্রম নষ্ট করার নীল নকশা:

যুব সমাজকে ধ্বংস ও নারীদের সম্ভ্রম নষ্ট করার জন্যই থাটি ফার্স্ট নাইট বাংলাদেশে আমদানি করা হয়েছে। ২০০০ সালের ৩১ শে ডিসেম্বর রাত ১২টা  ২৫ মিনিটে গুলশানে থার্টি ফার্স্ট  নাইট উদযাপনকারী এক তরুণীকে কিছু মা-তা-ল যুবক শ্লী-ল-তা হানি করে ও তার শরীরের বেশীর ভাগ কাপড় ছিঁড়ে ফেলে। (সূত্র- দৈনিক মানবজমিন, ২ ফেব্রুয়ারি, ২০০০ইং)

আর ২০০১ সালের শাওন আখতার বাধনের ক্ষত-বি-ক্ষ-ত দেহ কে না দেখেছেন? আরও কত বাধন। এ থেকে স্পষ্ট বুঝা যায় থার্টি ফার্স্ট নাইট একটি যৌ-ন উৎসব। যা তাদের জন্য অসম্মান জনক। অথচ, আল্লাহ তা’য়ালা বলেন:

“আর তোমরা যেনার নিকটবর্তী হয়ো না।”
(সূরা বনী-ইসরাইল: ৩২)

“মহান আল্লাহ যাবতীয় অ-শ্লী-ল অন্যায় কাজ হারাম করেছেন।”
(সূরা আল আ’রাফ: ৩২)

৪. গান বাজনা:

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কনসার্টে নারী পুরুষের একসঙ্গে গান বাজনা, ন-গ্ন নৃত্য যেন আবশ্যকীয় বিষয় হয়ে দাড়িঁয়েছে। অথচ ইহা আল্লাহ তায়ালা ও রাসূল (সা) সম্পূর্ণ হারাম ও অবৈধ বলে ঘোষণা করেছেন। (সূরা লুকমান-৬, সহীহ বুখারী-৫৫৯০, ৬৮৯১)

৫.আতশবাজী ও পটকাবাজী:

এ রাতে আনন্দ উল্লাস উপভোগ করার জন্য মধ্যরাত থেকে শুরু হয় আ-ত*শ-বা-জীও পট-কা-বাজী। যা জনমনে ব্যাপক আ-ত-ঙ্ক ও ভী-তি সৃষ্টি করে এবং জনসাধারণের জন্য কষ্টদায়ক হয়। অথচ আল্লাহ বলেন: যা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্টদেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। (সূরা আহযাব-৫৮, সহীহ বুখারী-২৯০৫)

৬. অর্থ অপচয়:

এ রাতকে কেন্দ্র করে অনেক অর্থ অনৈসলামিক ও হারাম কাজে ব্যায় করা হয়। যা অপচয় ও অপব্যায়ের শামিল। আর ইসলাম অপব্যাকারীকে শয়তানের ভাই হিসাবে আখ্যায়িত করেছে। (সূরা বানী ইসরাঈল ২৬-২৭)

৭. যুবক-যুবতীর অবাধ মেলামেশা:

এ রাত্রিতে বিভিন্ন আবাসিক হোটেল, কমিউনিট সেন্টার, সমুদ্র সৈকত, নাইট ক্লাব গুলোতে যুবক-যুবতীরা অবাধে মেলামেশা ও অ-প-ক-র্মে লিপ্ত হয়। অথচ ইসলাম ইহাকে কঠোরভাবে নিষেধ করেছে। রাসূল (সা) বলেছেন: অবশ্যই কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হলে তাদের তৃতীয়জন হয় শয়তান। (তিরমিযি, মিশকাত-১৩১৮, সহীহ)

লেখা: তাসাউফ

Humairar Abbu

28 Dec, 09:44


কোন দল কি চিরকাল হক থাকে? -
.
কিভাবে একটি দল দীর্ঘকাল হকের উপর থাকে ?
.
একটি দল কোন এক সময় হকের উপর থাকা একথার প্রমাণ বহন করেনা যে, সেই দলটি সর্বদা হকের উপর হকের থাকবে। যেমন বনী ইসরাইল একটা সময় হকের উপর ছিল এবং আল্লাহ তাআলার খুবই প্রিয়পাত্র ছিল। শুধু তাই নয় ঐ সময় মহান রব্বুল আলামীন দয়া করে তাদেরকে জগতের শ্রেষ্ঠত্বের আসনও দান করেছিলেন।

আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেনঃ

یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اذۡکُرُوۡا نِعۡمَتِیَ الَّتِیۡۤ اَنۡعَمۡتُ عَلَیۡکُمۡ وَ اَنِّیۡ فَضَّلۡتُکُمۡ عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿۴۷﴾

হে বানী ইসরাঈল! তোমরা আমার সেই নেয়ামতের কথা স্মরণ কর, যে নেয়ামত আমি তোমাদেরকে দান করেছি এবং আমি তোমাদেরকে পৃথিবীতে সকলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। সুরা বাকারা – ৪৭
.
এই আয়াতে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে প্রদত্ত নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তাদেরকে তিনি এমন অনেক নেয়ামত দান করেছিলেন যা অন্য কোন জাতিকে দেননি। যেমন ফেরাউনের হাত থেকে মুক্তির জন্য সাগরের বুক চিরে রাস্তা তৈরি করে দেয়া, আসমান থেকে মান্না সালওয়া নাযিল করা, অধিক পরিমাণে নবী প্রেরণ করা ইত্যাদি। এতকিছু স্বত্ত্বেও বর্তমানে তারা মালউন এবং এবং মাগদুব আলাইহিম। এর অন্যতম কারণ হল তাদের হঠকারিতা, আল্লাহ তাআলার নির্দেশ পালনে অহংকার প্রদর্শন করা এবং দ্বীনকে বিকৃত করা।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্নস্থানে আমাদের সামনে তাদের কুকর্মের ঘটনাবলি বিস্তারিতভাবে তুলে ধরেছেন। যেন আমরা এর থেকে শিক্ষা নিতে পারি।
.
এসব ঘটনা থেকে আমাদের জন্য অন্যতম একটি শিক্ষা হল- কোন একটা দল বা জামাআহ একটা সময় হকের উপর থাকার কারণে যেন আমরা এই সিদ্ধান্ত নিয়ে না বসি যে, এই দল বা জামাআহ চিরকালই হকের উপর থাকবে। হয়তো সেই দল বা জামাআহর শুরু লগ্নে যারা ছিলেন তারা আল্লাহভীরু এবং মুখলিস ছিলেন। দলকে তারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী পরিচালনার চেষ্টা করেছেন। কিন্তু পরবর্তীতে তাদের উত্তরসূরীদের মধ্যে ধীর ধীরে আপোষকামিতা, মূলনীতি থেকে সরে যাওয়া, হককে গোপন করা এবং তাহরীফের মত মারাত্মক সমস্যার অনুপ্রবেশ ঘটেছে। তাই তারা এখন আর আগের মত হক জামাত নেই।
.
এজন্য আমাদের করণীয় হল জামাআহ বাছাইয়ের ক্ষেত্রে কুরআন সুন্নাহর আলোকে জামাআহর চিন্তাধারা এবং কর্মকান্ডকে পরখ করে নেয়া। যদি তারা পরিপূর্ণ কুরআন সুন্নাহর উপর অটল থাকে তাহলে সেই জামাআহতে দ্রুত নিজের নাম লিখিয়ে নেয়া, অন্যথায় হক জামাআহর তালাশ করতে থাকা।

Humairar Abbu

27 Dec, 14:21


মেনে নিলে শান্তি,
মনে নিলেই অশান্তি।

Humairar Abbu

26 Dec, 04:57


যে হাদিসটা আমরা অনেকেই জানিনা!

Humairar Abbu

25 Dec, 17:46


আলহামদুলিল্লাহ এবছরও আগের বছরের মতন আমরা শীতবস্ত্র বিতরণ করলাম আল্লাহ আমাদের কাজকে কবুল করুক। আমিন 🤲❤️

Humairar Abbu

07 Dec, 13:26


উম্মুল মুমিনীন হযরত আয়িশা (رضي الله عنه) - কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন নারী সর্বোত্তম?

উত্তরে তিনি বলেছিলেন —

❝যে নারী কথাবার্তার প্যাঁচ বুঝে না। পুরুষদের ভোজ-বাজি সম্পর্কেও ধারণা রাখে না। একদম নিষ্কলুষ হৃদয়ের অধিকারী। শুধু স্বামীর জন্য সাজগোজ করতে জানে এবং তার পরিবারের সর্ব বিষয়ে রক্ষণশীল হয়।❞

[ মুহাযিরাতুল উদাবা, ২/২২২ ]

#Quotes_of_Salaf

Humairar Abbu

06 Dec, 12:09


[ সূরা, আয-যিলযাল | আয়াত- ৮ ] ❤️‍🩹

Humairar Abbu

06 Dec, 12:04


"বোকারা সত্য শুনলে রাগে, আর জ্ঞানীরা মিথ্যা শুনলে রাগে। "

— ইমাম হাফিয ইবনু আব্দিল বার্‌ (রহ.)
[বাহযাতুল মাজালিস, ৫৮৪]

Humairar Abbu

06 Dec, 08:44


"আল্লাহ তোমাকে দুনিয়া দিয়েছেন, যাতে এটা দিয়ে তুমি পরকাল তালাস করতে পারো। এজন্য দেননি, যাতে তুমি দুনিয়ার দিকেই ঝুঁকে পড়ো"

— উসমান ইবনু আফফান (রাদ্বি.)
সবচেয়ে ধনী সাহাবিদের একজন।

সূত্র: আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ৭/২৪১

Humairar Abbu

03 Dec, 14:48


দামি রেস্টুরেন্টে খাওয়ার টাকা না থাকলেও সব বন্ধু মিলে মুড়ি খাওয়ার মজাটা অন্যরকম।❤️

Humairar Abbu

03 Dec, 13:27


আল্লাহর ওপর নির্ভরকারী মুমিনের বিরুদ্ধে যখন কোনো মাখলুক ষড়যন্ত্র করে তখন আল্লাহ সেই মুমিনের জন্য কৌশল করেন এবং তাকে সাহায্য করেন।🤍

Humairar Abbu

03 Dec, 02:17


Subhan Allah 💐❤️

Humairar Abbu

02 Dec, 23:38


আল্লাহর দিকে আমাদের যাত্রা শুরু হয়
ফজর নামাজ থেকে। ফজর একটি যু'দ্ধের নাম।
ফজর যু'দ্ধে জয়ীরা নিঃসন্দেহে আল্লাহর বিশেষ প্রিয়পাত্র।

– লেখা: শাইখ আতিক উল্লাহ (হাফিঃ)

Humairar Abbu

02 Dec, 11:15


— দুনিয়াটা মুমিনের জন্য সরিষা ক্ষেত 🌼💐

Humairar Abbu

02 Dec, 09:03


আল্লাহুম্মাগফিরলি,😥

Humairar Abbu

01 Dec, 08:11


ঈমান কি?🎙️ডা. শামসুল আরেফিন শক্তি [হাফি.]

Humairar Abbu

28 Nov, 17:32


হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন : আমি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, আল্লাহ বলেন, হে বনি আদম! তুমি আমার নিকট যা যা দোয়া ও প্রত্যাশা করো, আমি তোমার সকল গুনাহ মাফ করে দেবো এবং এ ব্যাপারে আমি কোন কিছুর পরোয়া করবো না। হে বনি আদম! যদি তোমার গুনাহ আকাশের মেঘমালার মতো বিপুল পরিমাণও হয়, তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সে গুনাহ মাফ করে দেবো এবং সে জন্য আমি কোন পরোয়া করি না। হে আদম সন্তান! যদি তুমি জমীন পরিমাণ বিশাল গুনাহরাশি নিয়েও আমার দিকে ফিরে আসো এবং আমার সাথে আর কাউকে শরীক না করো, তাহলে আমিও তোমার প্রতি জমীন পরিমাণ বিশাল ক্ষমা নিয়ে হাজির হবো। (জামে আত তিরমিযি) বন্ধুগন! ক্ষমার জন্য এর চাইতে বড় আহবান আর কি হতে পারে?

রাসূলুল্লাহ (সাঃ) বলেন : নিশ্চয়ই শয়তান বলেছে, হে আমার রব, আপনার ইজ্জতের শপথ করে বলছি, আমি আপনার বান্দাদেরকে তাদের শরীরে প্রাণ থাকা পর্যন্ত গোমরাহ করতে থাকবো। তখন রব বলেন, আমার ইজ্জত ও শ্রেষ্ঠত্বের শপথ করে বলছি, তারা যে পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে, আমি তাদেরকে ক্ষমা করতে থাকবো। (মুসনাদে আহমদ)

হে রাব্বুল আলামিন অতীতের সবকিছুর আমাকে ক্ষমা করুন বর্তমানে সবকিছুর জন্য আমাকে ক্ষমা করুন। 🤲💔

আল্লাহুম্মাগফিরলি

Humairar Abbu

27 Nov, 12:23


ইসকনের বর্তমানে প্রধান টার্গেট হারুন ইযহার হাফি..
শায়খের নিরাপত্তা জরুরি।

বীর চট্টলার প্রিয় ভাইয়েরা!
আমাদের শাইখ এর স্পেশাল নিরাপত্তার ব্যাপারে আপনাদের বিশেষ ভূমিকা রাখা প্রয়োজন।
শায়খের নিরাপত্তা মজবুত করুন প্লিজ!

ইসকন এর লিডারদের তথ্য ও অবস্থান সম্পর্কে নজরদারি অব্যাহত রাখুন।

মনে রাখবেন,
যেই জাতি তাদের মূল্যবান নেতৃবৃন্দকে রক্ষা করতে পারেনা তাদের বিজয় অসম্ভব হয়ে যায়। মুসলিম উম্মাহর বিজয়ের জন্যই শায়খের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে।

চট্টগ্রামের ভাইয়েরা,
আপনাদের কাছে থাকা এই আমানত যদি ক্ষতিগ্রস্থ হয়, কিয়ামতের দিন কিন্তু আমরা কেউ জবাব দিতে পারবো না!

Mujahid Bin Jamal ভাই!✍️

Humairar Abbu

26 Nov, 23:39


-শহীদ সাইফুল (রহিমাহুল্লাহ) ভাই!

Humairar Abbu

23 Nov, 16:50


[ সূরা আর রহমান আয়াত :১৩]

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ﴿۱۳﴾

অর্থ: অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?

Humairar Abbu

23 Nov, 15:37


আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হাজারো যুদ্ধ করে— অবশেষে হুমায়রার আম্মুকে পেয়ে গেছি।😁🤍

Humairar Abbu

22 Nov, 12:40


💔🥺

Humairar Abbu

22 Nov, 12:23


মুমিন বান্দার জন্য তার নিজের চোখ, হাত, পায়ের চেয়ে উত্তম (নেয়ামত) হলো একজন নেককার স্ত্রী।❤️🌸

Humairar Abbu

22 Nov, 11:18


🌼

Humairar Abbu

21 Nov, 17:24


সিয়াম ছেলেটা (SP. Creation ) একটা চরম পর্যায়ের বে'আদব। তার পরিবার তাঁকে পরিপূর্ণ শিক্ষা দেয়নি। তাঁর শিক্ষায় অনেক ঘাটতি আছে। সে একটা থার্ডক্লাশ ছেলে। সে বেহায়াপনা প্রচারে লিপ্ত। সে তার প্রত্যেকটা ভিডিওতে বেহায়াপনা প্রচার করে এবং সে নিজেও করে। চিন্তা করে দেখুন ' সে তাঁর বাবাকে নিয়ে ভিডিও বানায়। আবার সে বাবা ছেলে মিলেও বেহায়াপনা প্রচার করে। ছিঃ।

তাঁর আরও একটা পরিচয় আছে' সে বোন ব্যাবসায়ী। সে তার বোনকে দিয়েও ভিডিও বানায়। আপকামিং বউ ব্যবসায়ীও বটে। তাঁরও নাকি আবার ফ্যান ফলোয়ার আছে। তাঁর ফ্যান ফলোয়ার যেগুলো আছে ' প্রত্যেকটা টোকাই বস্তি নেশাখোর চোর বাটপার চিটার ও তাঁর পর্যায়ের।

এইরকম টোকাইদের উল্টো করে ঝুলিয়ে জায়গা দু-একটা দিলে ঠিক হয়ে যাবে

Humairar Abbu

21 Nov, 16:52


-নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অ*শ্লী*ল*তা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে য*ন্ত্রণা*দায়ক আযাব।

• সূরা আন-নূর,আয়াত:১৯

Humairar Abbu

20 Nov, 06:54


আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত টাকা আসছে ১০০০ টাকা

Humairar Abbu

20 Nov, 06:23


আলহামদুলিল্লাহ আমরা টোটাল ১৪ পিস কম্বল কিনছি আলহামদুলিল্লাহ আমরা এবার শীতকালীন বস্ত্র ও বিতরণ করব শীতের পোশাক। ইনশাআল্লাহ 🥰🤍

Humairar Abbu

20 Nov, 05:50


🍯🥰

Humairar Abbu

20 Nov, 05:47


চাকটাতে সামান্য মধু রয়েছে আর সবটাই মম — আলহামদুলিল্লাহ 😁🤍

Humairar Abbu

19 Nov, 16:15


তোমাকেই বলছি ; হে গুনাহে নিমজ্জিত ব্যক্তি!

Shah Khalid Ar Rashid Hfizahullah🎙️

Humairar Abbu

19 Nov, 04:49


একদম সত্য কথা। 💔😓

Humairar Abbu

18 Nov, 15:08


মুখে চাপ দাড়ি ৫ ওয়াক্ত নামাজ পড়ে গায়ে পাঞ্জাবি মাথায় টুপি এখন দোকানে আসছি একটু এসে দেখি তাস খেলছে 🤭🤣

Humairar Abbu

18 Nov, 10:34


সেই আখিরাতের এক মুহুর্তের সুখ পেলে দুনিয়ার সব দুঃখ ভুলে যাবো ‼️ | — আলী হাসান ওসামা (হাফিঃ)🎙️

Humairar Abbu

18 Nov, 08:36


আমরা আবারও ' ভালো কিছু প্রকাশ ' আর Humairar Abbu ' পরিবার নিয়ে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ

দুইটা পরিবার নিয়ে এই ভালো কাজটার উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ। শীতকাল উপলক্ষে গরিব অসহায় মিসকিন মানুষদের কম্বল বিতরণ করতে চাচ্ছি। যারা শীতে অনেক কষ্ট পাচ্ছে। রাসুলুল্লাহ (সাঃ) বলছেন— মুসলিমরা পরস্পর ভাই ভাই তো এই শীতে আমাদের অনেক ভাই বোনরা কষ্ট পাচ্ছে তো। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। দরিদ্র, অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের সেবা করা মুমিনের বৈশিষ্ট্য। কেননা আল্লাহ তাআলা সমগ্র মুমিন জাতিকে বানিয়েছেন এক দেহের মতো করে। ফলে দেহের কোনো অংশ আক্রান্ত হওয়া মানে গোটা দেহ আক্রান্ত হওয়া। রাসুল (সাঃ) বলেছেন, ‘মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়ার্দ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের ন্যায়; যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা।’ (মুসলিম: ৬৪৮০)

তো আমরা আবারও সদকাহে্ জারিয়ার কাজের উদ্যোগ গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ আমরা গত বছরও এই কাজটা করছি এবছরও করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা আগের বার যারা সদকাহে্ জারিয়ার কাজে শরিক হতে পারেন নাই! কষ্ট পেয়েছিলেন। তারা এইবার শরিক হতে পারেন, ' ভালো কিছু প্রকাশ ' আর Humairar Abbu ' পরিবার নিয়েই এই সদকাহে্ জারিয়ার কাজটা করতে চাচ্ছি। গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাচ্ছি। অলরেডি আমাদের শীতকালে গরিব অসহায় মানুষদের কম্বল বিতরণের এই কাজটা চালুহয়ে গেছে — ' খরিয়াটী ওয়েলফেয়ার ট্রাস্ট। এই ওয়েবসাইটে। তো আমরা ও এই ওয়েবসাইটে সঙ্গে হাতে হাত মিলিয়ে দুইটা ওয়েবসাইট এক হয়ে— গরিব অসহায় এতিম মিসকিনদের পাশে দাঁড়াতে চাচ্ছি। তো আপনারা আগেরবার যেমন ভালোবাসা দিয়ে গাছ লাগানোর সময়, সবাই হাতে হাত মিলিয়ে সদকায়ে জারিয়ার কাজে অংশগ্রহণ করছিলেন, আবার কম্বল বিতরণ করার সময় অংশগ্রহণ করছিলেন, ঠিক এ বছরও। আমরা তিনটাটা ওয়েবসাইট মিলে আমাদের এই কাজটা করবো ইনশাআল্লাহ ' ভালো কিছু প্রকাশ' Humairar Abbu ' আর, খরিয়াটী ওয়েলফেয়ার ট্রাস্ট। পরিবার মিলে— গরিব অসহায় এতিম মিসকিনদের পাশে দাঁড়াতে চাচ্ছে। তো সবাই যে যার সাধ্য অনুযায়ী আমাদের পাশে দাঁড়ান সাধ্য অনুযায়ী সদকাহ্ করুন আমার ভাই বোনদের জন্য, আগেরবার যেমন ভালোবাসা দিয়ে কাজটা সম্পন্ন করেছিলেন, তো এবারও এক হয়ে এই কাজটা আমরা করতে চাই। তো যে যার সাধ্য অনুযায়ী সদকায়ে জারিয়া দেওয়ার চেষ্টা করবেন।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে— 'আর নামাজ কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজদের জন্য মঙ্গলজনক যা কিছু অগ্রে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উত্কৃষ্টতর ও মহত্তর রূপে। তাই আসুন, আমরা সবাই আমাদের আশপাশের অসহায় মানুষের পাশে দাঁড়াই। তাদের সহযোগিতা করি।

জাযাকাল্লাহ খাইরান ❤️‍🩹

এই নাম্বারে বিকাশ এবং নগদ, রকেট খোলা রয়েছে

01775316285

মানুষকে অসহায়ত্ব থেকে, বিপদ থেকে উদ্ধারের জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন এবং সেই বিনিয়োগ তিনি বহুগুণে ফেরত দেওয়ার ওয়াদা করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এমন কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ প্রদান করবে? তাহলে তার সেই কর্জকে তার জন্য আল্লাহ বহুগুণ বর্ধিত করে দেবেন এবং আল্লাহই সীমিত ও প্রসারিত করে থাকেন এবং তাঁর দিকেই তোমরা ফিরে যাবে।’ (সুরা বাকারা: ২৪৫)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

Humairar Abbu

17 Nov, 15:01


শ|রিয়|হ ছাড়া মুসলিম এবং অন্য ধর্মের কেউই নিরাপদ না!

শায়েখ Harun Izhar (হাফি.)❤️

Humairar Abbu

17 Nov, 08:13


বিয়ে মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এর জন্য সংযমের প্রয়োজন। ইফতার যেমন রমজানের রোজা রেখে ইফতারের সময় অনেক বেশি স্বাদ ও তৃপ্তি নিয়ে আসে, বিয়েও তেমনি যৌবনের ইফতারস্বরূপ—যা একজন মানুষের জীবনের স্বাদ ও আনন্দ বাড়িয়ে তোলে।

এই কথার অর্থ হলো, কেউ যদি সংযমী হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং আল্লাহর নির্দেশিত পথে চলে, তবে তার জন্য বিয়ে একটি বরকতপূর্ণ, সুখের এবং পরিপূর্ণ অভিজ্ঞতা হবে। এটি বোঝায় যে যারা জীবনে সংযম অবলম্বন করে, তাদের বিয়ে আরও মজবুত ও সফল হওয়ার সম্ভাবনা থাকে।

Humairar Abbu

09 Nov, 15:29


"আবু ইয়ালা শাদ্দাদ ইবনে আওস রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ ، وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ ، وَالْعَاجِزُ ، مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا ، ثُمَّ تَمَنَّى عَلَى اللَّهِ.

বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের (জীবনের) জন্য আমল করে। আর দুর্বল (নির্বোধ) সেই ব্যক্তি, যে নিজেকে ইন্দ্রিয়ের (নফসের) অনুগামী বানায় আবার আল্লাহর কাছে আশা রাখে।

সুনানে ইবনে মাজাহ, হাদীস ৪২৬০"

Humairar Abbu

08 Nov, 12:01


আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার।

ইআলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন পর আবার'ও
আপনাদের মাঝে সুন্দরবনে খাঁটি মধু নিয়ে
চলে আসছি।🍯

আমরা সব সময় চাই আমার ভাই-বোনদের মুখে ভালো জিনিসটাই তুলে দিতে। আলহামদুলিল্লাহ ❤️

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা ব্যবসা শুরু করছিলাম। হালাল ব্যবসা মধুর🍯ব্যবসা। আমাদের বাসা সুন্দরবনের কাছাকাছি তো আল্লাহর রহমতে একদম ১০০% পিওর খাঁটি মধু পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ। অনু পরিমাণ যাররা পরিমাণ কোন ভেজালযুক্ত মধু পাবেন না। ইনশাআল্লাহ। যদি কেউ কখনো প্রমাণ করতে পারেন নিজ দায়িত্বে ব্যবসা ছেড়ে দিব। ইনশাআল্লাহ

জাযাকাল্লাহ খাইরান

কেউ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন
whatsapp কিংবা টেলিগ্রাম চ্যানেলেও যোগাযোগ করতে পারেন।

01775316285

Humairar Abbu

07 Nov, 14:03


হেডাম বাবা Just wait 💔🙂

Humairar Abbu

07 Nov, 10:55


বড় হুজুর আবার ইমামতির চাকরি পেল!

Humairar Abbu

06 Nov, 23:35


'‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর রা. থেকে বর্ণিত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

صَلاَةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً

জামা’আতে সালাতের ফযীলত একাকী আদায়কৃত সালাতের থেকে সাতাশ গুণ বেশী।

সহীহ বুখারী, হাদীস ৬৪৫ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬১৭)

এ সওয়াব পুরুষদের জন্যে। আর মহিলাদের জন্যে নিজ ঘরে নামাজ পড়াই উত্তম। সহীহ হাদীসে এমনই বলা হয়েছে।"

Humairar Abbu

06 Nov, 11:51


"বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রা.-কে বললেন,

يا عليُّ، لا تُتْبِعِ النظرةَ النظرةَ، فإن لك الأولى، وليست لك الآخرة

হে ‘আলী! কোন নারীকে একবার (অনিচ্ছাকৃত) দেখার পর দ্বিতীয়বার (ইচ্ছাকৃত) দেখবে না। কেননা তোমার জন্যে প্রথমবার (অনিচ্ছাকৃত) দেখার অনুমতি আছে, কিন্তু দ্বিতীয়বার (ইচ্ছাকৃত) দেখা জায়েয নয়।

সুনানে আবু দাউদ, হাদীস ২১৪৯

Humairar Abbu

06 Nov, 11:17


ইস্কন জঙ্গি হটাও দেশ বাঁচাও।

Humairar Abbu

06 Nov, 10:45


জানি জানি সবাই জানি , প্রথম কালো হিন্দু-স্তানি।

Humairar Abbu

06 Nov, 06:01


ইআলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন পর আবার ও
আপনাদের মাঝে সুন্দরবনে খাঁটি মধু নিয়ে
চলে আসছি।🍯

ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত পোস্ট করার চেষ্টা করব। আর দীর্ঘদিন নেট থেকে একটু দূরে ছিলাম। বিয়ে-শাদীর জন্য ব্যস্ততার ভিড়ে ব্যবসা-বাণিজ্য ও দীর্ঘদিন অফ ছিল। আমরা সব সময় চাই আমার ভাই-বোনদের মুখে ভালো জিনিসটাই তুলে দিতে। আলহামদুলিল্লাহ ❤️

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা ব্যবসা শুরু করছিলাম। হালাল ব্যবসা মধুর🍯ব্যবসা। আমাদের বাসা সুন্দরবনের কাছাকাছি তো আল্লাহর রহমতে একদম ১০০% পিওর খাঁটি মধু পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ। অনু পরিমাণ যাররা পরিমাণ কোন ভেজালযুক্ত মধু পাবেন না। ইনশাআল্লাহ। যদি কেউ কখনো প্রমাণ করতে পারেন নিজ দায়িত্বে ব্যবসা ছেড়ে দিব। ইনশাআল্লাহ

জাযাকাল্লাহ খাইরান

কেউ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন
whatsapp কিংবা টেলিগ্রাম চ্যানেলেও যোগাযোগ করতে পারেন।

01775316285

Humairar Abbu

05 Nov, 12:35


Surah Fatiha... peace of mind!😌❤️‍🩹

Humairar Abbu

04 Nov, 13:47


আহ্ কথাটা।💔

Humairar Abbu

04 Nov, 12:55


কালিমাতান হাবিবাতান ইলা আর-রহমান খাফিফাতান ‘আলা আল-লিসান, তাকিলাতান ফি আল-মিজান সুবহানাল্লাহি ওয়া বি হামদিহ, সুবহানাল্লাহি আল-আজিম।🤍

Humairar Abbu

03 Nov, 16:46


উসমান ইবন আবূ শায়বা.... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের ভাইগণ উহুদের যুদ্ধে শহীদ হলেন, তখন আ্ল্লাহ্ তাদের রূহসমূহ (আত্মা) সবুজ পাখির পেটে প্রবেশ করিয়ে দিলেন। তারা জান্নাতের ঝরনায় গিয়ে এর পানি, দুধ ও মধু পান করতে লাগলো এবং জান্নাতের ফল ভক্ষণ করতে লাগলো। এরপর জান্নাতের সুস্বাদু খাদ্য, পানীয় ও অবসর বিনোদনের স্বাদ গ্রহণের পর তারা বলে উঠল, আমাদের এরূপ অবস্থার কথা যে, আমরা জান্নাতে জীবিত আছি ও পানাহার করছি, কে আমাদের ভাইদেরকে দুনিয়াতে পৌঁছিয়ে দেবে, যাতে তারা এটা শুনে জিহাদে অমনযোগী না হয় এবং যুদ্ধ ভীরুতা প্রদর্শন না করে। তখন আল্লাহ্ তা’আলা বললেন, আমিই তাদেরকে তোমাদের অবস্থার কথা পৌছিয়ে দেবো। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ্ তা’আলা এ আয়াতে (وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا) (অর্থাৎ) ’’তোমরা মনে করো না যে, যারা আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছে, তারা মৃত্যুবরণ করেছে, বরং তারা জীবিত, তাদের প্রতিপালক আল্লাহর নিকট পানাহার গ্রহণ করছে’’ নাযিল করলেন।

Humairar Abbu

03 Nov, 14:45


হে আরশের মালিক আপনি তো প্রতিটা পাপিষ্ট বান্দার দোয়া কবুল করেন— হে রাব্বুল আলামিন আমি পাপিষ্ঠ বান্দা বলছি আপনি আমাকে কোন এক কাফেলার শহীদ ভাইদের সঙ্গে জিহাদে অংশগ্রহণ কইরেন। আর মৃত্যু দান কইরেন।

Humairar Abbu

03 Nov, 12:21


‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন’।

সূরা' আল-ফুরকান, আয়াত- ৭৪

Humairar Abbu

01 Nov, 00:51


❛❛ আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। ❜❜ 🤍

Humairar Abbu

31 Oct, 15:37


আহ্ কথাটা!💔

Humairar Abbu

31 Oct, 06:48


বয়কট বয়কট প্রথম আলো বয়কট!

• মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ

Humairar Abbu

31 Oct, 06:07


বয়কট বয়কট
প্রথম আলো
বয়কট!

Humairar Abbu

30 Oct, 17:16


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। সবাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এতদিন লাইনে আসতে পারি নাই কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল— পানিতে পড়ে। আর ফোন কিনারও আগ্রহ ছিল না। ভাবছিলাম আর নেটে আসব না। আমার দুইটা ইউটিউব চ্যানেল একটা হচ্ছে ' Humairar Abbu ' আর একটা হচ্ছে ' ভালো কিছু প্রকাশ ' যেটাতে দীর্ঘদিন পোস্ট করতে পারতেছি না। কারণ স্বৈরাচার শেখ হাসিনা থাকাকালীন পোস্ট করায় ওয়ার্নিং আসছিল- রিপোর্ট আসছিল, পোস্ট অপশন ভিডিও অপশন- সবকিছু বন্ধ করে রাখছে। এই জন্য অনেকে কমেন্ট করছেন, ফোন করে শুনছেন যে আমার কি হয়েছে, আসলে আমার কিছু হয়নি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাবছিলাম ফোন থেকে দূরে থাকবো। কারণ যতই ফোন থেকে দূরে থাকা যায় ততই কল্যাণ এবং মঙ্গল। এটা শেষ জামানা ঈমান ধরে রাখা বড্ড কষ্টের আর ফোন তো জাহান্নামের অগ্নিকুণ্ড। এখানে ভালোর থেকে খারাপ জিনিসটাই বেশি। এজন্য ফোন থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এই দুই মাস আমার ফোন ছিল না, ফোন থেকে যে গুনাহ হয়! সেই গুনাহ আল্লাহর রহমতে হয়নি। ফোন ছাড়া জীবনটাই সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ- আল্লাহর রহমতে। পৃথিবীর সব থেকে সেই সুখী ব্যক্তি যায় ফোন নাই। কারণ ফোন ছাড়া আল্লাহর রহমতে আমি এতটাই ভাল ছিলাম যে কখনো কল্পনাও করতে পারেননি। আমার মনে হয়! এই ফোন আসার পরেই মানুষের জীবনটা জাহান্নাম হয়ে গেছে। সেটা আমি ফোন না থাকার পরে বুঝতে পারছি। যে ফোন মানুষের কত ক্ষতি করে, ফোন নাই সকাল সকাল ঘুম পড়তে পারবেন আপনি। রাসুলুল্লাহ (সাঃ) এর একটা সুন্নাহ সকাল সকাল ঘুমানো। এই ফোনের জন্য হয়তো অনেকেই সকাল সকাল ঘুমান না। আমি নিজেই কখনো সকাল সকাল ঘুমাইনি। এখন আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুমাতে অভ্যস্ত হয়ে গেছে। ফোন না থাকার কারণে। ফোন না থাকলে আপনার চোখের উপর কোন প্রেসার পড়বে না। আপনার ব্রেন্ট পরিষ্কার থাকবে, সকাল সকাল ঘুমতে পারবেন, সকাল সকাল ফজরের সময় উঠতে পারবেন।

এই ফোন থেকে আপনারা ও যতই দূরে থাকবেন ততই ভালো। আপনাদের জন্য ইনশাল্লাহ আমিও থাকার চেষ্টা করব।


অবশেষে আপনাদের মাঝে ফিরে এসে পোস্ট করলাম কারণ অনেকেই ফোন করছেন। রিকোয়েস্ট করছেন- যে আগের মতন যেন পোস্ট করি। ইনশাআল্লাহ এখন থেকে সময় পেলে পোস্ট করার চেষ্টা করবো।

আলহামদুলিল্লাহ আর আমি বিয়ে করে ফেলছি। Humairar Ammu ke Peye Gechi Alhamdulillah 😁❤️

অনলাইন দুনিয়া থেকে বাঁচতে চাইলে নিচের ভিডিও কয়টা দেখুন দয়া করে—

https://youtu.be/6yeDGgQoLLw?si=a1ge_tfx70hU2nTm

https://youtu.be/ggBRjY2-ac0?si=DCAdneCkD85lLT-R

গুনাহ থেকে বাঁচতে চান তাহলে নিচের তিনটা ভিডিও দেখুন কাজে লাগবে—

https://youtu.be/GwFR8QgqIqM?si=7Ao1xaZfu7QMbCGj

https://youtu.be/SlrwH2you0o?si=5TZ5u7lYpIvguXb8

https://youtu.be/YQFSvPSgVGI?si=aU6GC8oTTMHaGkuL

জাযাকাল্লাহ খাইরান

Humairar Abbu

28 Oct, 15:43


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। সবাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর ফিরে আসলাম আবার আপনাদের মাঝে।🥹😁

Humairar Abbu

30 Aug, 16:28


ইনশাআল্লাহ আম্মু হুরায়রা কে একদিন এভাবেই লুকিয়ে রাখবো ছোট থেকে ইনশাআল্লাহ আর ছোট থেকেই তাকে পার্দায় অভ্যস্ত করব।😁🤍

Humairar Abbu

30 Aug, 16:22


ছোটবেলা থেকে সন্তানকে অভ্যস্ত না করলে বড়বেলায় এসে হিজাবকে আজাব মনে করবে।

Humairar Abbu

29 Aug, 16:48


আমাদের প্রাণপ্রিয় মাজলুম শায়েখ!❤️🫶

— শাইখুল হাদীস মুফতি জসিমউদদীন রাহমানি (হাফি:)
— মুফতি আলি হাসান উসামা (হাফি:)

Humairar Abbu

29 Aug, 13:06


আহ: ফি লি স্তি ন 😭😭
ফি লি স্তি নের পক্ষ থেকে বাংলাদেশের বন্যার্তদের জন্য উপহার!

তাঁরা নিজেরাই ক্ষতবিক্ষত, অনাহারে অর্ধাহারে দিন কাটায়। প্রতিমুহূর্তে বু লে টে র আঘাত পেতে প্রস্তুত থাকে। তাঁরা আজ বাংলাদেশের বন্যার্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে!

আমার হৃদয় অস্বাভাবিকভাবে পূর্ণ হয়ে উঠেছে! যারা ঘাস দিয়ে ইফতার করে, যারা এক ফোঁটা পানির জন্য ট্রাকের টায়ারে মুখ পাতে, তাঁরা স্বজাতির পাশে দাঁড়িয়েছে!

এ যে সোনালি যুগের সাহাবায়ে কিরামগণের কথা মনে করিয়ে দিচ্ছে, যাঁরা নিজেরা অনাহারী থেকেও ক্ষুধার্ত মুসাফিরকে নিজেরটুকু দিয়ে দিয়েছেন!

মন কেঁদে উঠছে! ও আল্লাহ্ আমার প্রাণের
ফি।।। লি স্তি নের বিজয় দান করুন! বিজয় দান করুন!

Humairar Abbu

28 Aug, 14:55


এই আইনের ফাঁকফোকরে নাকি অনেক অ প রা ধী দেশ থেকে পালিয়ে যাবে এ জন্যই এই আইন!
হাইরে খোঁড়া যুক্তি কে অ প রা ধী কে ভাল মানুষ তা যদি আইন জাস্টিফাই না করতে পারে এবং তার ব্যাপারে ব্যাবস্হা না নিতে পারে তবে ত এটা আরও হাস্যকর!

Humairar Abbu

28 Aug, 14:54


আমার নামে ও য়া রে ন্ট হয়ে গেছে কি সুন্দর আইন বাহ!

উমরার সফরে আছি কিন্তু দেশের ভ য়া ব হ ব ন্যা পরিস্থিতি দেখে এ ব্যাপারে অনলাইনে কিছু লিখতে ইচ্ছে হচ্ছিল না নিজের মধ্যে কষ্ট অনুভব করছিলাম দেশে থাকলে মানুষের পাশে ছুটে যেতে পারতাম!
যদিও কাবার গিলাফ ধরে দেশবাসীর জন্য দোয়া করেছি ভা র তে র জন্য করেছি বদ দোয়া!
কিন্তু এখন লিখতে বাধ্য হলাম আজকে আমার হাজিরা ছিল আমার উকিল আ দা ল তে পাসপোর্ট ভিসা জমা দেওয়ার পরও আমার নামে ও য়া রে ন্ট দিয়েছে সাক্ষী আসলে ও য়া রেন্ট হবেই এটাই নাকি আইন.?
আমি রাষ্ট্রের অনুমতি নিয়েই দেশ থেকে উমরা করতে আসলাম এই এতটুকু যদি আইনে না থাকে তাহলে এটা কি ধরনের আইন.?
এ জা হে লী বিচার ব্যাবস্হা ভাঙতে হবে ইসলামী বিচার ব্যাবস্হা আনতে হবে এ ছাড়া মুক্তি নেই!

Humairar Abbu

27 Aug, 06:51


এই মানুষগুলোর মধ্য আমি ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ করি না। শুধু মুশফিকুর রহিম ভাইকে পছন্দ করতাম। মুশফিকুর ভাই সাকিবকে নিয়ে যে পোস্টটা করলো শুধু এই পোস্টটার কারণেই মুশফিকুর ভাইকে আনফ্রেন্ড করে দিলাম।🔥

Humairar Abbu

27 Aug, 06:49


তারা কি তখন এভাবে সারিবদ্ধভাবে স্টাটাস দিচ্ছিলো যখন আমাদের দেশেরই ক্রিকেট পাগল ভাইগুলোকে মারা হচ্ছিলো?

Humairar Abbu

27 Aug, 06:06


সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 🤍❤️

Humairar Abbu

26 Aug, 16:48


বে জ ন্মা বলে কি?

Humairar Abbu

26 Aug, 13:02


❝আমাকে ত্বগুত ধরে নিয়ে যাওয়ার পর, আমি যদি বের হয়ে আসি। তারপর যদি দেখো আমার কথা কুরআন হাদীসের সাথে মিলছে না, হক্ব থেকে সরে গেছি, তাহলে আমাকে বর্জন করবে।❞

— আশ-শাইখ, আল-ইমাম জসীমউদ্দিন রহমানি حفظه الله

Humairar Abbu

26 Aug, 09:38


আলহামদুলিল্লাহ্ | — শায়েখ জসিমুদ্দীন রাহমানী (হাফি.) এখন মুক্ত বাতাসে 😍 সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আজ তাওহিদবাদীদের হৃদয় কে প্রশান্ত করেছে আলহামদুলিল্লাহ।☝🏻

Humairar Abbu

25 Aug, 18:20


আল্লাহ চাইলে ইনশাল্লাহ কালকে দশটার সময় আমাদের প্রিয় মানুষটা ফিরে আসবেন আমাদের মাঝে আলহামদুলিল্লাহ এখন নাম বললাম না ফিরে আসলে ইনশাল্লাহ বলবো।🤲🥺

Humairar Abbu

25 Aug, 17:34


ছাত্রলীগ ভ*য়ংকর রুপে ফিরার কথা ছিলো, কিন্তু আনসার হয়ে ফিরবে এটা কেউ ভাবে নাই!🤣

Humairar Abbu

25 Aug, 04:30


‘আমাদের সময়ের সবচেয়ে অন্ধকার গলিটির নাম—প্রথম আলো’।

— আরিফ আজাদ

Humairar Abbu

24 Aug, 12:19


মাশাআল্লাহ! আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি।❤️

Humairar Abbu

24 Aug, 08:36


বারো বাপের এক সন্তান ফেসবুকে পোস্ট করছে—

1,192

subscribers

1,182

photos

174

videos