মুসাফির-Musafir @wearemusafir Channel on Telegram

মুসাফির-Musafir

@wearemusafir


রাসুল (স) বলেছেন,“এ দুনিয়াতে তুমি (এমনভাবে) থাকো, যেন তুমি একজন অপরিচিত বা একজন মুসাফির।”
মুসাফির এই আমি চলার পথে যা কিছু পায় দামি, কুড়িয়ে আনি। সে গুলোয় এখানে পাবেন।

কোরান ফর এভরিওয়ান চ্যানেল:-
https://t.me/AlQuranForEveryoneOfficial

মুসাফির-Musafir (Bengali)

আপনি কখনো অপরিচিত গ্রামে অথবা একটি সম্পূর্ণ অজানা স্থানে ভ্রমণ করেছেন? এবার, আমরা 'মুসাফির-Musafir' চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এই চ্যানেলে, আপনি প্রচুর ধর্মীয় সংক্রান্ত তথ্য, উপদেশ, এবং আলোচনা পেতে পারবেন। 'মুসাফির' এই চ্যানেলে সম্পূর্ণ অজানা জগতে ঘুরে আসা মত আনন্দবাজপূর্ণ অভিজ্ঞতা করতে পারবেন। আমরা ভিডিও, লেখা, অডিও ফরম্যাটে ধর্মীয় বিষয়বস্তু প্রকাশ করছি যা আপনার মানসিক ও আধ্যাত্মিক জীবনে নতুন আলোকের সূচনা করবে। 'মুসাফির-Musafir' আমাদের নিয়ে সহযোগিতা করতে 'wearemusafir' এই ইউজারনেমে আমাদের চ্যানেলে যোগদান করুন এবং একটি নতুন পথে আমরা সবাই একসাথে চলতে পারি।

মুসাফির-Musafir

05 Jan, 00:53


আজকের আয়াত

আল-কুরআন, সূরা আন-নাহল (১৬:৯৭):
"যে কেউ সৎকর্ম করে, পুরুষ বা নারী, এবং সে মুমিন হয়, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং আমি তাকে তাদের উত্তম কর্মের পুরস্কার প্রদান করব।"

আজকের হাদিস

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া করেন, যে ভালো কাজ করার পর তাকে মজবুত করে ধরে রাখে।"
(সূত্র: তিরমিজি, হাদিস নম্বর ১৯৫৭)

বার্তা:

সৎকর্ম এবং ঈমানের উপর স্থির থাকা দুনিয়া ও আখিরাতে শান্তি ও পুরস্কারের কারণ।

প্রতিটি ভালো কাজকে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে ধরে রাখা মুমিনের বৈশিষ্ট্য।

মুসাফির-Musafir

04 Jan, 00:38


আজকের আয়াত:

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ
(সূরা আল-বাকারা: ১৮৬)
অর্থ: “আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন বলো, আমি তো খুব নিকটে। যারা আমাকে ডাকে, তাদের প্রার্থনার জবাব দিই।”



আজকের হাদীস:

"যে ব্যক্তি আল্লাহর জন্য কারো প্রতি নম্র হয়, আল্লাহ তাকে উন্নত করেন।"
(সহীহ মুসলিম: ২৫৮৮)

মুসাফির-Musafir

29 Nov, 19:15


৫ জন সিন করেছেন কিন্তু কেউ রেসপন্স করলেন না। ভাই, আপনাকে বলসি যে এইটা পড়ছেন বিশ্বাস করেন আপনি না আসলে অন্য কেউ এগিয়ে আসবে না। রেসপন্স কইরেন ভাই।

মুসাফির-Musafir

29 Nov, 19:06


বন্যার সময় আপনারাই না লাখ লাখ টাকা দিয়েছিলেন?
সিমির কথা বলেসিলাম মনে আছে?

মেয়েটার আজ দুইমাসের উপরে প্রতিদিন ১২ ঘন্টা করে মেডিসিন চলসে।
হাতে এতো জায়গায় ক্যানুলা করা হয়েছে যে আর নতুন ভেইন খুজে পাওয়া যায় না। কালো টাইপ হয়ে যায়।
আইরন বেড়ে ৯০০০ এ গেসে। যেখানে নরমাল রেঞ্জ ১২৫ এর আশে পাশে। হার্টে যেকোনো সময় সমস্যা হতে পারে। যেকোনো অর্গান ড্যামেজ হতে পারে।

ভাই, বোনেরা ১০ জন হলেও আসেন না একটু এগিয়ে।
সামনের উপরে দেখলে খুব কষ্ট লাগে ভাই। ৩ বক্স মেডিসিন আছে আর।
এরপর আবার কিনতে হবে। সে টাকা নেই। ডেসিফেরল চলসে। ইন্ডিয়া থেকে একটা কোম্পানি আনে।তাদের অফিস থেকে কিনে আনা হয়।
চিলোভা চলসে।

আপনার সিঙ্গেল ওয়ান কেউ এড়িয়ে যাইয়েন না ভাই। দয়া করে। এগিয়ে আসুন।

একমাসে ৪০০০০+ টাকা মতো লাগসে।
আপনারা ৫০০/এক হাজার টাকা নিয়ে যদি এগিয়ে আসেন এটা কি খুব বেশি!?
ভাই শুধু মাত্র আল্লাহ দেখবে এই নিয়্যাতে এগিয়ে আসেন।

@xewel এখানে নক দেন।

মুসাফির-Musafir

26 Nov, 16:17


"তাওবা কবুলের একটি আলামত হলো, অতীতের গুনাহের কথা মনে হলে ব্যক্তির কান্না আসবে এবং ভবিষ্যতে আবারও গুনাহে জড়িয়ে পড়ার ভয় কাজ করবে, খারাপ সঙ্গী-সাথীদের ছেড়ে সে নেককারদের সাথে চলা শুরু করবে।"

~শাকীক আল-বালখি (রহ.)
সূত্র: [সিয়ার আলাম আন-নুবালা, ৩১৫/৯]

মুসাফির-Musafir

26 Nov, 15:49


ইসকনের ধারালো রামদা’র আঘাতে নিহত এডভোকেট সাইফুল আলম আলিফের মরদেহ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে॥

মুসাফির-Musafir

23 Nov, 16:39


নিহত সন্তানের লাশ কোলে নিয়ে আল্লাহর প্রতি আস্থাসরূপ কুরআন তেলাওয়াত।
😢

#Gaza@wearemusafir #PALESTINE@wearemusafir

মুসাফির-Musafir

21 Nov, 23:13


যে জীবন কাটাচ্ছেন,এই জীবনটায় অনেকের কাছে কিন্তু স্বপ্নের। জীবন নিয়ে অভিযোগ জানানোর আগে আল্লাহকে অন্তত বর্তমান জীবনের জন্য ধন্যবাদটুকু জানাইয়েন।

মুসাফির-Musafir

06 Nov, 07:07


৫০ দিনে আপনাকে বদলে দিতে পারে এমন ছোট ছোট ৭টি অভ্যাস:

১. সকাল ৬ টার আগে ঘুম থেকে উঠুন। ফজর পড়ে আর ঘুমাবেন না।
২. প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করুন।
৩. প্রতিদিন ১০ পাতা পড়ুন
৪. প্রতিদিন ১ ঘণ্টা নতুন কোনো স্কিল ডেভেলপমেন্ট এর জন্য দিন।
৫. স্বাস্থ্যকর খাবার খান।
৬. ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করুন।
৭. শর্ট টার্ম আনন্দকে না বলুন।

t.me/theJewelwithin এর সাথে থাকুন।

মুসাফির-Musafir

06 Nov, 01:13


মেয়েটি বলেছিলো কাল থেকে পর্দা করবে, সে ঠিকই পর্দা করেছিলো কিন্তু সাদা কাফন দিয়ে।

মুসাফির-Musafir

04 Nov, 00:16


কবরে গিয়ে যদি দেখা যায়, মাফ পাইনি ধরা খেয়ে গিয়েছি, তারচেয়ে বেশি দম বন্ধকর কোন কিছু কি হতে পারে!! ভাবুন তো একবার!!

মুসাফির-Musafir

29 Oct, 03:37


আয়াত:

সূরা বাকারাহ, আয়াত 286:

"আল্লাহ কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত ভার দেন না।"

এ আয়াতে আল্লাহ মানুষের সামর্থ্য অনুযায়ী তাদের ওপর দায়িত্বারোপ করেছেন এবং যেকোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরার এবং আল্লাহর সাহায্য চাওয়ার নির্দেশ দিয়েছেন। এটি আমাদের শিখায় যে, প্রতিটি বিপদ বা চ্যালেঞ্জের মোকাবেলা করার শক্তি আমাদের মধ্যে রয়েছে, এবং আল্লাহ আমাদের সাথে আছেন।

ব্যাখ্যা:

এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা যেন কখনো হতাশ না হই এবং নিজেদের সামর্থ্যকে বিশ্বাস করি। আমাদের সমস্যা ও কষ্টগুলোতে আল্লাহর সাহায্য চাইলে, তিনি আমাদের ওপরের বোঝা সহজ করে দেবেন।

আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষাগুলি হৃদয়ে ধারণ করার এবং তাঁর ওপর ভরসা রাখার তাওফিক দিন।

মুসাফির-Musafir

22 Oct, 07:26


৬০ বছরের জীবনে মানুষের ক্যারিয়ার গড়তে লেগে যায় ৩০ বছর। বাকি ৩০ টা বছর কে সে ফিউচার ভেবে বসে আছে। অথচ সে ভাবে না ক্যারিয়ার গড়তে যে ৩০ বছর চলে গেছে। ক্যারিয়ার গড়ার পর বাকি ৩০ টা বছর কেটে গেলেই মৃত্যু হাজির হবে৷

তারপরও মানুষের হুশ নেই। কথায় কথায় বলে আমার ফিউচার গড়তে হবে৷ অথচ মানুষের একমাত্র ফিউচার হওয়ার কথা ছিলো আখিরাত!

মুসাফির-Musafir

14 Oct, 12:09


Reminder
নামফলক

মুসাফির-Musafir

14 Oct, 03:41


আজকের আয়াত:
"তোমরা সর্বদা আল্লাহকে স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হতে পার।"
— (সূরা আল-আনফাল, ৮:৪৫)

আজকের হাদিস:
“যে ব্যক্তি সৎকাজের দিকে আহ্বান করে, সে ব্যক্তিকে তার অনুগামীদের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে, অথচ তাদের সওয়াব থেকে কিছুই কমানো হবে না।”
— (মুসলিম, হাদিস: ২৬৭৪)

মুসাফির-Musafir

13 Oct, 20:53


হে মুমিনগণ,
নিজেকে এবং নিজের পরিবারকে
ওই আগুন থেকে বাঁচাও-

মুসাফির-Musafir

12 Oct, 09:25


ফুলের মতো

মুসাফির-Musafir

28 Sep, 02:24


আজ শনিবার
২৮ সেপ্টেম্বর ২০২৪ 
১৩ আশ্বিন ১৪৩১
২৪ রবিউল আউয়াল ১৪৪৬ 
------------------- 
ফজর- ৪:৩৪ মিনিট 
জোহর- ১১:৫৪ মিনিট 
আসর- ৪:১২ মিনিট 
মাগরিব- ৫:৫৭ মিনিট
ইশা- ৭:১০ মিনিট 
-------------------- 
আজ সূর্যাস্ত- ৫:৫০ মিনিট 
আজ সূর্যোদয়- ৫:৪৮ মিনিট

মুসাফির-Musafir

23 Sep, 14:36


আয়রন রিপোর্ট।
যেখানে নরমাল রেঞ্জ ১৫০ এর মতো।
সেখানে তার আয়রন ৭৩০০+!!!

আপনারা বন্যার্তদের জন্যেও তো পাশে দাড়িয়েছিলেন।
সেভাবে নাহয় একটা জীবন বাঁচানোর জন্যেও দাঁড়ান।
@xewel

মুসাফির-Musafir

23 Sep, 14:32


সুমাইয়ার ২২ তারিখে ৪ ভায়াল চিলেটিং এজেন্ট নেওয়া হয়েছে।
১৪ ঘন্টার মত সময় লেগেসে।

আজ সারাদিন ব্লাড গেসে।
ব্লাড গেলে সে অসুস্থ হয়ে যায়।

আগামিকাল, আবার ৪ ভায়াল মেডিসিন নিতে হবে।

এভাবে সপ্তাহে ৫ দিন চিলেটিং এজেন্ট নেওয়া হচ্ছে।
এতে অনেক টাকার প্রয়োজন হচ্ছে।
আপনাদের রেসপন্স আশা করসি।

সুমাইয়া ঢাকা ডেন্টাল কলেজের একজন মেধাবী ছাত্রী।
আগের দুই তিনটা পোস্টে বিস্তারিত দেওয়া আছে।
কাল আয়রনের রিপোর্ট হাতে পাওয়ার পরে আমরা হতবাক হয়েছি।

কারন, তার আয়রনের মাত্রা এসেছে ৭৩০০+ যেখানে, নরমাল রেঞ্জ ১৫০!!

আপনারা এগিয়ে আসুন। ওকে সহযোগিতা করুন।

Bkash+Nagad: 01600007085

আপনাদের রেসপন্স অনেক প্রয়োজন।

বিস্তারিত : @xewel

মুসাফির-Musafir

20 Sep, 17:03


20 ta. 5 diner jonno.
Price 5500 tk.

1week er এর মেডিসিন কালেক্ট হলো।

আপনাদের খুবই নগন্য সাড়া পেয়েছি।

আপনারা অন্তত ৬০০০ হাজার টাকা দিলেও এক সপ্তাহের মেডিসিন কেনা যেত।

আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন।

এমন বিপদে কাউকে না ফেলুক। আমীন।

সম্ভব হলে, একটু পাশে দাড়ান।

Bkash-01600007085

মুসাফির-Musafir

20 Sep, 10:30


আমাদের অনেক টাকা লাগবে ভাই। পাপ্পু ভাইয়ের মতো আপনারা একটু এগিয়ে আসুন।

bKash- 01600007085

Tk দেওয়ার আগে আমাকে নক দিয়েন- @xewel

মুসাফির-Musafir

20 Sep, 10:18


100 টাকা দান করবেন, এমন কাউকে পাবো না!!
অথচ, বন্যার সময় ৭ দিনে প্রায় ৫ লক্ষ টাকা দিয়েছিলেন।
এই আপনারাই তো।
আজ এগিয়ে আসতে পারবেন না!?

ফোন: 01600007085 (bkash)

আগে নক দিয়ে জানিয়েন,
@xewel

মুসাফির-Musafir

20 Sep, 03:44


সুমাইয়া একটা সম্ভাবনা। ঢাকা ডেন্টাল কলেজের ছাত্রী।
তার সাহায্যের জন্য এগিয়ে আসুন।
@xewel
যেকোনো তথ্য জানতে নক দিন।